NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ২৭: পদ্য - তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা


এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ২৭: পদ্য - তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা


১.
শামসুর রাহমানের ‘বিধ্বস্ত নীলিমা’ কোন জাতীয় গ্রন্থ?
Ο ক) 
প্রবন্ধ
Ο খ) 
নাটক
Ο গ) 
উপন্যাস
Ο ঘ) 
কাব্যগ্রন্থ

  সঠিক উত্তর: (ঘ)

২.
মেঘনার মাঝি উদ্দাম ঝড়ে নৌকা চালানোর সময় বলে -
Ο ক) 
নারায়ে তকবির
Ο খ) 
জয় বাবা লোকনাথ
Ο গ) 
গাজী গাজী
Ο ঘ) 
জয় মা গঙ্গা

  সঠিক উত্তর: (গ)

৩.
দহন, নিপীড়ন, লুন্ঠন, নির্যাতন, হত্যাযজ্ঞ - শব্দগুলো তোমার পাঠ্যবইয়ের কোন কবিতার ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) 
অন্ধবধূ
Ο খ) 
কপোতাক্ষ নদ
Ο গ) 
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
Ο ঘ) 
আমার সন্তান

  সঠিক উত্তর: (গ)

৪.
‘জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা’ - এখানে ‘সাহসী’ হলো -
i. বিপদকে ভয় না করে সামনে এগিয়ে যাওয়া
ii. ভয়কে তুচ্ছ মনে করে কর্তব্য সম্পাদন করা
iii. ভয়কে আরো ভয় মনে করে পিছনে হটা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫.
‘অপরাহ্ন’ শব্দটির পরিচয় হিসেবে কোনটির গ্রহণযোগ্যতা আছে?
Ο ক) 
তৎসম
Ο খ) 
অর্ধ-তৎসম
Ο গ) 
দেশি
Ο ঘ) 
আঞ্চলিক

  সঠিক উত্তর: (ক)

৬.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কে আসবে বলে সাকিনা বিবির কপাল ভাঙল?
Ο ক) 
স্বাধীনতা
Ο খ) 
মুক্তিযোদ্ধারা
Ο গ) 
মুজিবনগর সরকার
Ο ঘ) 
পাক হানাদাররা

  সঠিক উত্তর: (ক)

৭.
রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে কেন?
Ο ক) 
রুস্তম শেখ মৃত বলে
Ο খ) 
রুস্তম শেখের যক্ষ্মা হয়েছে তাই
Ο গ) 
রুস্তম শেখ রিকশাওয়ালা বলে
Ο ঘ) 
রুস্তম শেখ সরকারি সহায়তা গ্রহণ করে নি

  সঠিক উত্তর: (ক)

৮.
কবি শামসুর রাহমান কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
নরসিংদী
Ο গ) 
রাজশাহী
Ο ঘ) 
বরিশাল

  সঠিক উত্তর: (ক)

৯.
তেজি তরুণ রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় কেন?
Ο ক) 
পশু-পাখি শিকার করতে
Ο খ) 
বনদস্যুদের হত্যা করতে
Ο গ) 
স্বাধীনতা অর্জনে শত্রু হনন করতে
Ο ঘ) 
অ্যাডভেঞ্চারের রোমাঞ্চে

  সঠিক উত্তর: (গ)

১০.
স্বাধীনতা কোনটি উড়িয়ে আসবে?
Ο ক) 
ঝান্ডা
Ο খ) 
নিশান
Ο গ) 
কেতন
Ο ঘ) 
পতাকা

  সঠিক উত্তর: (খ)

১১.
মোল্লাবাড়ির বিধবা কী ধরে দাঁড়িয়ে আছে?
Ο ক) 
গাছের ডাল
Ο খ) 
পোড়া ঘরের খুঁটি
Ο গ) 
ঘরের চাল
Ο ঘ) 
ঘরের বেড়া

  সঠিক উত্তর: (খ)

১২.
শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Ο ক) 
দেশদ্রোহী হতে ইচ্ছে করে
Ο খ) 
শঙ্কিত আলোকে
Ο গ) 
মায়াবী পর্দা দুলে ওঠো
Ο ঘ) 
আমি কিংবদন্তির কথা বলছি

  সঠিক উত্তর: (ক)

১৩.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় উত্থাপিত হয়েছে -
i. স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা
ii. স্বাধীনতার স্বরূপ
iii. স্বাধীনতার জন্য জনগণের আত্মত্যাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় পথের ধারে শূন্য থালা হাতে বসেছিল -
Ο ক) 
থুত্থুড়ো বুড়ো
Ο খ) 
সাকিনা বিবি
Ο গ) 
অনাথ কিশোরী
Ο ঘ) 
হরিদাসী

  সঠিক উত্তর: (গ)

১৫.
শামসুর রাহমান কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
২০০৫
Ο খ) 
২০০৬
Ο গ) 
২০০৭
Ο ঘ) 
২০০৮

  সঠিক উত্তর: (খ)

১৬.
থুত্থুড়ে বুড়োর চোখের নিচে কী?
Ο ক) 
ঝুলে পড়া চামড়া
Ο খ) 
রাতজাগা কালো দাগ
Ο গ) 
অপরাহ্নের দুর্বল ঝিলিক
Ο ঘ) 
শোকের অশ্রুধারা

  সঠিক উত্তর: (গ)

১৭.
মোল্লাবাড়ির বিধবার ঘরটি ছিল -
Ο ক) 
খড়ের
Ο খ) 
টিনের
Ο গ) 
দগ্ধ
Ο ঘ) 
পরিপাটি

  সঠিক উত্তর: (গ)

১৮.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে?
Ο ক) 
বুড়োর ছেলের
Ο খ) 
বিধবার স্বামীর
Ο গ) 
মতলব মিয়ার
Ο ঘ) 
রুস্তম শেখের

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
স্বাধীনতা আসবে বলে গ্রামের পর গ্রাম কী হয়েছে?
Ο ক) 
সুজলা-সুফলা-শস্য-শ্যামলা
Ο খ) 
নানা রঙের সাজে সজ্জিত
Ο গ) 
পুড়ে ছাই
Ο ঘ) 
আলো ঝলমল

  সঠিক উত্তর: (গ)

২০.
‘স্বাধীনতা’ হলো একটি দেশের প্রত্যেকটি নাগরিকের -
Ο ক) 
জন্মগত অধিকার
Ο খ) 
সংগ্রামের ফসল
Ο গ) 
আকাঙ্ক্ষার ধন
Ο ঘ) 
বিলাসের বস্তু

  সঠিক উত্তর: (ক)

২১.
পিতামাতার লাশের ওপর কে হামাগুড়ি দিল?
Ο ক) 
শেয়াল-শকুন
Ο খ) 
ছেলেমেয়ে
Ο গ) 
ঘাতকেরা
Ο ঘ) 
অবুঝ শিশু

  সঠিক উত্তর: (ঘ)

২২.
স্বাধীনতার জন্য স্বজন হারানো নারীরা হলো -
i. সাকিনা বিবি
ii. হরিদাসী
iii. রহিমা খাতুন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৩.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ‘নতুন নিশান’ দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) 
রংবেরঙের নিশান
Ο খ) 
মুক্তিযোদ্ধাদের প্রাণশক্তি
Ο গ) 
তরুণ মুক্তিযোদ্ধা
Ο ঘ) 
স্বাধীন দেশের পতাকা

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
কাদের জীবনের প্রত্যাশা, হতাশা ও সংগ্রাম শামসুর রাহমানের কবিতায় বিধৃত?
Ο ক) 
গাঁয়ের কৃষক-মজুর
Ο খ) 
মধ্যবিত্ত নাগরিক
Ο গ) 
বস্তির শ্রমজীবী মানুষ
Ο ঘ) 
উচ্চবিত্ত অভিজাত

  সঠিক উত্তর: (খ)

২৫.
শামসুর রাহমান প্রকৃতিনির্ভর -
i. উৎপ্রেক্ষায়
ii. উপমায়
iii. চিত্রকল্পে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৬.
দগ্ধ হওয়া লোকালয় চেয়ে থাকে -
Ο ক) 
হানাদারের পথে
Ο খ) 
প্রবীণ বাঙালির চোখে
Ο গ) 
মুক্তিযোদ্ধার পথের দিকে
Ο ঘ) 
তরুণ নেতৃত্বের মুখের দিকে

  সঠিক উত্তর: (খ)

২৭.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় অনাথ বা এতিম হলো -
i. অবুঝ শিশু
ii. হাড্ডিসার কিশোরী
iii. সাকিনা ও হরিদাসী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮.
মতলব মিয়া পেশায় কী?
Ο ক) 
মাঝি
Ο খ) 
কৃষক
Ο গ) 
মুদি দোকানি
Ο ঘ) 
গায়ক

  সঠিক উত্তর: (ক)

২৯.
তেজি তরুণের পদভারে হতে চলেছে -
Ο ক) 
ভূমিকম্প
Ο খ) 
নবজাগরণ
Ο গ) 
নতুন পৃথিবীর জন্ম
Ο ঘ) 
অন্যায়-অবিচারের সমাপ্তি

  সঠিক উত্তর: (গ)

৩০.
কর্মজবিনে শামসুর রাহমান কোন পেশা গ্রহণ করেন?
Ο ক) 
অধ্যাপনা
Ο খ) 
সরকারি চাকরি
Ο গ) 
সাংবাদিকতা
Ο ঘ) 
ব্যবসা

  সঠিক উত্তর: (গ)

৩১.
স্বাধীনতাকে কোথায় আসতেই হবে?
Ο ক) 
প্রতিটি ঘরে
Ο খ) 
স্বদেশে
Ο গ) 
এই বাংলায়
Ο ঘ) 
পাকিস্তানে

  সঠিক উত্তর: (গ)

৩২.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে গেল কেন?
Ο ক) 
নদীর ভাঙনে
Ο খ) 
সড়ক দুর্ঘটনায়
Ο গ) 
স্বাধীনতা যুদ্ধে স্বামী শহিদ হওয়ায়
Ο ঘ) 
নাইতে গিয়ে সিঁথির সিঁদুর মুছে গেছে

  সঠিক উত্তর: (গ)

৩৩.
কেমন ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে স্বাধীনতা আসবে?
Ο ক) 
আনুষ্ঠানিক ঘোষণার
Ο খ) 
টেলিগ্রাম মারফত ঘোষণার
Ο গ) 
জ্বলন্ত ঘোষণার
Ο ঘ) 
রেডিওর ঘোষণার

  সঠিক উত্তর: (গ)

৩৪.
‘রক্তগঙ্গায় ভাসার’ বিষয়টি তুলে ধরে -
i. বাঙালির আত্মত্যাগের ব্যাপকতা
ii. হানাদার বাহিনীর রক্তলোলুপতা
iii. দেশব্যাপী হত্যাযজ্ঞ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক কীসের প্রতীক?
Ο ক) 
বীরত্বের
Ο খ) 
শৌর্যের
Ο গ) 
বাহাদুরির
Ο ঘ) 
দানবের

  সঠিক উত্তর: (ঘ)

৩৬.
‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কাব্যটি কে রচনা করেন?
Ο ক) 
ফররুখ আহমদ
Ο খ) 
আহসান হাবীব
Ο গ) 
শামসুর রাহমান
Ο ঘ) 
মোহাম্মদ মনিরুজ্জামান

  সঠিক উত্তর: (গ)

৩৭.
‘যত্রতত্র’ শব্দটি কোন শব্দের অভিধায় দেখা যায়?
Ο ক) 
আঞ্চলিক
Ο খ) 
দেশি
Ο গ) 
হিন্দি
Ο ঘ) 
সংস্কৃত

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
মেঘনা নদীর কোন অবস্থায় ‘গাজী গাজী’ উচ্চারিত হয়?
Ο ক) 
শান্ত অবস্থায়
Ο খ) 
উদ্দাম ঝড়ো অবস্থায়
Ο গ) 
স্তব্ধ নিঝুম আঁধারে
Ο ঘ) 
দুপুরে প্রখর রোদে

  সঠিক উত্তর: (খ)

৩৯.
শামসুর রাহমান বাংলা একাডেমী পুরস্কার ও একুশে পদক পান কেন?
Ο ক) 
নিরলস কাব্যচর্চার জন্য
Ο খ) 
দক্ষ সাংবাদিকতার জন্য
Ο গ) 
অতি আধুনিক কাব্যধারার জন্য
Ο ঘ) 
অনন্য-সাধারণ কবির কীর্তির জন্য

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটি কে?
Ο ক) 
হরিশংকর জলদাস
Ο খ) 
নিত্যানন্দ দাস
Ο গ) 
কেষ্ট দাস
Ο ঘ) 
নিত্য দাস

  সঠিক উত্তর: (গ)

৪১.
সনাতন ধর্মে সিঁথির সিঁদুর মুছে ফেলা হয় কেন?
Ο ক) 
স্বামী সমুদ্র পাড়ি দিয়ে প্রায়শ্চিত্ত হিসেবে
Ο খ) 
স্বামী মারা গেলে বিধবার চিহ্ন হিসেবে
Ο গ) 
স্বামী প্রবাসে গেলে প্রোষিতভর্তৃকার পরিচয় হিসেবে
Ο ঘ) 
স্বামী যুদ্ধে গেলে বীরাঙ্গনার লক্ষণ হিসেবে

  সঠিক উত্তর: (খ)

৪২.
কবিতার বিষয় ও উপাদানে শামসুর রাহমান কী কেন্দ্রিক?
Ο ক) 
গ্রামকেন্দ্রিক
Ο খ) 
শরহকেন্দ্রিক
Ο গ) 
রাজনীতিকেন্দ্রিক
Ο ঘ) 
পুঁজিবাদকেন্দ্রিক

  সঠিক উত্তর: (খ)

৪৩.
‘মেশিনগান খই ফোটাল’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
ব্যাপক মানুষ হত্যা করল
Ο খ) 
খইয়ের মতো সাদা অবস্থা
Ο গ) 
ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে এল
Ο ঘ) 
ব্যাপক গোলাবারুদ জড়ো হলো

  সঠিক উত্তর: (ক)

৪৪.
নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?
Ο ক) 
বাঘের গর্জন
Ο খ) 
মহিষের শিং
Ο গ) 
পশুর চামড়া
Ο ঘ) 
হরিণের হাড়

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
কুকুরটির প্রভুর বা বাস্তুভিটা কোথায়?
Ο ক) 
বিধ্বস্ত পাড়ায়
Ο খ) 
শাহবাজপুরে
Ο গ) 
বনে-জঙ্গলে
Ο ঘ) 
মোল্লাবড়িতে

  সঠিক উত্তর: (ক)

৪৬.
স্বাধীনতা আসবে বলে ছাত্রাবাসের সাথে উজাড় হলো -
Ο ক) 
বিশ্ববিদ্যালয়
Ο খ) 
দোকানপাট
Ο গ) 
বস্তি
Ο ঘ) 
মাদরাসা

  সঠিক উত্তর: (গ)

৪৭.
‘তুমি আসবেল বিধ্বস্ত প্রভুর বাস্তুভিটায় ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকর’ - ‘বিধ্বস্ত পাড়ায়’ এ বাক্যাংশে যে চিত্র প্রকাশ পেয়েছে, তা হলো -
i. ধ্বংসচিত্র
ii. জলন্ত গ্রাম
iii. প্রতিরোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৮.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কবি দৃঢ়তার সঙ্গে যা উচ্চারণ করেন, তা হলো -
i. বাঙালি একদিন দেশের স্বাধীনতাকে ছিনিয়ে আনবেই
ii. নতুন নিশান উড়িয়ে, বিজয় আসবেই
iii. অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৯.
কবি শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৯২৮
Ο খ) 
১৯২৯
Ο গ) 
১৯৩০
Ο ঘ) 
১৯৩১

  সঠিক উত্তর: (খ)

৫০.
শামসুর রাহমান ইন্টারমিডিয়েট পাস করেন -
Ο ক) 
ঢাকা কলেজ থেকে
Ο খ) 
চট্টগ্রামের পাহাড়তলী কলেজ থেকে
Ο গ) 
কলকাতা ইসলামিয়া কলেজ থেকে
Ο ঘ) 
ময়মনসিংহ সরকারি কলেজ থেকে

  সঠিক উত্তর: (ক)

৫১.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতাটি রচিত হয়েছে -
Ο ক) 
মুক্তিযুদ্ধের আগে
Ο খ) 
দেশ স্বাধীন হওয়ার পর
Ο গ) 
মুক্তিযুদ্ধ চলাকালে
Ο ঘ) 
নির্বাচনের সময়

  সঠিক উত্তর: (গ)

৫২.
‘এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন’ - এখানে বুড়োর প্রকৃতি কীরকম?
Ο ক) 
অকাল বৃদ্ধ
Ο খ) 
সামান্য বুড়ো
Ο গ) 
থুত্থুড়ে বুড়ো
Ο ঘ) 
মুমূর্ষু বৃদ্ধ

  সঠিক উত্তর: (গ)

৫৩.
‘স্বাধীনতা’ আসবে বলে -
i. ছাত্রাবাস, বস্তি উজাড় হলো
ii. রিকয়েললেস রাইফেল আর মেশিনগান খই ফোটাল
iii. ছাই হলো গ্রামের পর গ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
বাংলায় স্বাধীনতা আসবে -
Ο ক) 
সাইরেন বাজিয়ে
Ο খ) 
বাঁশি বাজিয়ে
Ο গ) 
হুইসেল বাজিয়ে
Ο ঘ) 
দামামা বাজিয়ে

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
শাহবাজপুরের জোয়ান কৃষক কে?
Ο ক) 
সগীর আলী
Ο খ) 
কেষ্টদাস
Ο গ) 
রুস্তম শেখ
Ο ঘ) 
মতলব মিয়া

  সঠিক উত্তর: (ক)

৫৬.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় সগীর আলীর বাড়ি হলো -
Ο ক) 
শাহবাজপুরে
Ο খ) 
শহরের প্রান্তে
Ο গ) 
উজাড় করা বস্তিতে
Ο ঘ) 
জেলেপাড়ায়

  সঠিক উত্তর: (ক)

৫৭.
‘নতুন নিশান উড়িয়ে’ বলতে বোঝানো হয়েছে -
Ο ক) 
শান্তির প্রতীক কবুতর
Ο খ) 
স্বাধীন দেশের পতাকা
Ο গ) 
জাতিসংঘের সমর্থন
Ο ঘ) 
বাঙালির নতুন স্বপ্নের আল্পনা

  সঠিক উত্তর: (খ)

৫৮.
আর কতবার দেখতে হবে খান্ডবদাহন’ - এখানে প্রকাশিত ভাব হলো -
i. দাবানলের মতো জ্বলন্ত পরিস্থিতি
ii. বাংলাদেশ জ্বলছে
iii. হায়েনারা গোটা দেশ পুড়িয়ে দিচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় মেঘনা নদীর দক্ষ মাঝি কে?
Ο ক) 
কাঞ্চন মোল্লা
Ο খ) 
শুকুর মৃধা
Ο গ) 
কেষ্ট দাস
Ο ঘ) 
মতলব মিয়া

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার হরিদাসী কাকে হারিয়েছে?
Ο ক) 
স্বামীকে
Ο খ) 
পুত্রকে
Ο গ) 
কন্যাকে
Ο ঘ) 
পিতাকে

  সঠিক উত্তর: (ক)

৬১.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় বর্ণিত ট্যাঙ্কের রং কী রকম?
Ο ক) 
জলপাই
Ο খ) 
কমলা
Ο গ) 
কালো
Ο ঘ) 
রূপালি

  সঠিক উত্তর: (ক)

৬২.
নতুন নিশান বলতে কোনটি বোঝানো হয়েছে?
Ο ক) 
স্বাধীন দেশের পতাকা
Ο খ) 
নতুন কিছু গাওয়া
Ο গ) 
সম্পদ ফিরে পাওয়া
Ο ঘ) 
হৃত অর্থ ফিরে পাওয়া

  সঠিক উত্তর: (ক)

৬৩.
দানবের মতো চিৎকার করতে করতে কী এসেছিল?
Ο ক) 
পাকসেনা
Ο খ) 
ট্যাঙ্ক
Ο গ) 
হরিদাসী
Ο ঘ) 
স্বাধীনতা

  সঠিক উত্তর: (খ)

৬৪.
গঙ্গা কীসের নাম?
Ο ক) 
সাগর
Ο খ) 
হ্রদ
Ο গ) 
নদী
Ο ঘ) 
নদ

  সঠিক উত্তর: (গ)

৬৫.
‘সবাই অধীর অপেক্ষা করছে তোমার জন্যে’ এখানে ‘তুমি’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
শেখ মুজিবুর রহমানের কথা
Ο খ) 
মওলানা ভাসানীর কথা
Ο গ) 
দেশের শান্তির কথা
Ο ঘ) 
স্বাধীনতার কথা

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
স্বাধীনতার জন্য উদাস দাওয়ায় বসে আছেন কে?
Ο ক) 
থুত্থুড়ে এক বুড়ো
Ο খ) 
কেষ্ট দাস
Ο গ) 
রুস্তম শেখ
Ο ঘ) 
সাকিনা বিবি

  সঠিক উত্তর: (ক)

৬৭.
স্বাধীনতা কী?
Ο ক) 
এক অধিকার ও অনুভব
Ο খ) 
এক স্বাধিকার ও প্রতিবাদ
Ο গ) 
এক আশা ও স্বপ্ন
Ο ঘ) 
এক পতাকা ও চেতনা

  সঠিক উত্তর: (ক)

৬৮.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় একটা কুকুর কোথায় আর্তনাদ করেছে?
Ο ক) 
ভাগাড়ে
Ο খ) 
প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে
Ο গ) 
ফুটপাতে
Ο ঘ) 
জলপাই রঙের ট্যাঙ্কের পাশে

  সঠিক উত্তর: (খ)

৬৯.
কবিতায় উল্লিখিত বিধবা কোন বাড়ির?
Ο ক) 
শেখ বাড়ির
Ο খ) 
সিকদার বাড়ির
Ο গ) 
খাঁ বাড়ির
Ο ঘ) 
মোল্লা বাড়ির

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
‘তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন’ - এ চিত্রকল্পের ভাব অনুযায়ী নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
নিরলস সাহিত্য সাধনা
Ο খ) 
অলস সাহিত্য সাধনা
Ο গ) 
বেদনাদায়ক সাহিত্য সাধনা
Ο ঘ) 
অভিজ্ঞতাসম্পন্ন সাহিত্য সাধনা

  সঠিক উত্তর: (ক)

৭১.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ‘তোমার জন্য’ কথাটি কতবার ব্যবহার হয়েছে?
Ο ক) 
৩ বার
Ο খ) 
৪ বার
Ο গ) 
৫ বার
Ο ঘ) 
৬ বার

  সঠিক উত্তর: (খ)

৭২.
সনাতন ধর্ম মতে সিঁথির সিঁদুর দ্বারা নির্দেশ করে -
Ο ক) 
স্বামী বর্তমান
Ο খ) 
স্বামী পরিত্যক্তা
Ο গ) 
বিধবা
Ο ঘ) 
অবিবাহিত

  সঠিক উত্তর: (ক)

৭৩.
‘খান্ডবদাহন’ - এর সম্পর্ক রয়েছে -
Ο ক) 
গোলাগুলির
Ο খ) 
অগ্নিকান্ডের
Ο গ) 
নির্যাতনের
Ο ঘ) 
লুটতরাজের

  সঠিক উত্তর: (খ)

৭৪.
দগ্ধ ঘরটি কাদের বাড়ি?
Ο ক) 
মোল্লাদের
Ο খ) 
শিকদারদের
Ο গ) 
শেখদের
Ο ঘ) 
মন্ডলদের

  সঠিক উত্তর: (ক)

৭৫.
‘মা-বাবাহীন সজিব মিয়া কঙ্কালসার’ - সজিব মিয়ার সাথে�‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার মিল রয়েছে কার?
Ο ক) 
মতলব মিয়ার
Ο খ) 
হরিদাসীর
Ο গ) 
সাকিনা বিবির
Ο ঘ) 
অনাথ কিশোরীর

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় বাতাসে কী নড়ছে?
Ο ক) 
পতাকা
Ο খ) 
চুল
Ο গ) 
গাছের পাতা
Ο ঘ) 
জানালা

  সঠিক উত্তর: (খ)

৭৭.
স্বাধীনতার জন্য নড়বড়ে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে কে?
Ο ক) 
থুত্থুড়ে এক বুড়ো
Ο খ) 
সগীর আলী
Ο গ) 
মোল্লাবাড়ির এক বিধবা
Ο ঘ) 
কেষ্ট দাস

  সঠিক উত্তর: (গ)

৭৮.
শামসুর রাহমানের মাতার নাম কী?
Ο ক) 
আয়িশা খাতুন
Ο খ) 
খাদীজা বেগম
Ο গ) 
আমেনা খাতুন
Ο ঘ) 
আসমা বেগম

  সঠিক উত্তর: (গ)

৭৯.
কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শামসুর রাহমান স্নাতক ডিগ্রি লাভ করেন?
Ο ক) 
ঢাকা বিশ্ববিদ্যালয়
Ο খ) 
কলকাতা বিশ্ববিদ্যালয়
Ο গ) 
রাজশাহী বিশ্ববিদ্যালয়
Ο ঘ) 
জাতীয় বিশ্ববিদ্যালয়

  সঠিক উত্তর: (ক)

৮০.
পাকিস্তানি মিলিটারিরা যে তান্ডবলীলা চালায় -
i. বস্তি উজাড় করে
ii. গণহত্যা চালায়
iii. গ্রাম ও শহর পুড়িয়ে দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
‘হরিণের হার’ শামসুর রাহমানের কীরূপ গ্রন্থ?
Ο ক) 
অনুবাদ কবিতা
Ο খ) 
শিশুতোষ কবিতা
Ο গ) 
কাব্যগ্রন্থ
Ο ঘ) 
প্রবন্ধ সাহিত্য

  সঠিক উত্তর: (গ)

৮২.
শামসুর রাহমান ম্যাট্রিক পাস করেন, ঢাকার -
Ο ক) 
সেন্ট গ্রেগরি স্কুল থেকে
Ο খ) 
পোগোজ স্কুল থেকে
Ο গ) 
আরমানিটোলা প্রিপাটরি স্কুল থেকে
Ο ঘ) 
সেন্ট যোসেফ স্কুল থেকে

  সঠিক উত্তর: (খ)

৮৩.
স্বাধীনতার জন্য প্রতীক্ষমান -
i. সগীর আলী
ii. মতলব মিয়া
iii. রুস্তম শেখ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
পৃথিবীর একপাশ
Ο খ) 
পৃথিবীর শেষপ্রান্ত
Ο গ) 
গোটা পৃথিবী
Ο ঘ) 
পৃথিবীর মাঝামাঝি

  সঠিক উত্তর: (গ)

৮৫.
শামসুর রাহমান ২০০৬ সালের কত তারিখে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৭ আগস্ট
Ο খ) 
২৭ আগস্ট
Ο গ) 
১৭ সেপ্টেম্বর
Ο ঘ) 
২৭ সেপ্টেম্বর

  সঠিক উত্তর: (ক)

৮৬.
শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়?
Ο ক) 
নরসিংদীর রায়পুরা থানার পাড়াতলী গ্রামে
Ο খ) 
কলকাতার দমদম থানার পলাশডাঙা গ্রাম
Ο গ) 
ঢাকার কেরাণীগঞ্জ থানার কালিগঞ্জ গ্রাম
Ο ঘ) 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নিঝুমপুর গ্রাম

  সঠিক উত্তর: (ক)

৮৭.
বাতাসে কার চুল নড়ছে?
Ο ক) 
মুক্তিযোদ্ধার
Ο খ) 
মায়ের
Ο গ) 
বুড়োর
Ο ঘ) 
বাবার

  সঠিক উত্তর: (গ)

৮৮.
‘খান্ডবদাহন’ কথাটি ব্যবহৃত হয়েছে -
i. পুরাণের কাহিনী বুঝাতে
ii. বাঙালির দুর্দশা বুঝাতে
iii. পাকিস্তানি বাহিনীর নৃশংসতা বুঝাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
শামসুর রাহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
২৪শে অক্টোবর
Ο খ) 
২৫শে অক্টোবর
Ο গ) 
২৬শে অক্টোবর
Ο ঘ) 
২৭শে অক্টোবর

  সঠিক উত্তর: (ক)

৯০.
কবি শামসুর রাহমান রায়পুরা থানার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
পাহাড়তলী
Ο খ) 
পাড়াতলী
Ο গ) 
শিমুলতলী
Ο ঘ) 
রায়খালী

  সঠিক উত্তর: (খ)

৯১.
কবি শামসুর রাহমানের থুত্থুড়ে বুড়োর যে পরিচয় দিয়েছেন তা থেকে বোঝা যায় -
i. বয়সের ভারে বিধ্বস্ত লোক
ii. যার বয়স অনেক হয়েছে
iii. চলাচল করতে যার কষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
‘শহরে ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে’ - উক্তিটির মর্মার্থ হলো -
i. ধ্বংসযজ্ঞের বীভৎসতা
ii. উচ্চস্বরে চিৎকার ধ্বনি
iii. ক্ষয়ক্ষতির ভয়াবহতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯৩.
কোন প্রতীকটি মহাভারতের?
Ο ক) 
রক্তগঙ্গা
Ο খ) 
বাস্তভিটা
Ο গ) 
খান্ডবদাহন
Ο ঘ) 
দিগ্বিদিক

  সঠিক উত্তর: (গ)

৯৪.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় পথের ধারে কে বসে আছে?
Ο ক) 
কবি
Ο খ) 
থুত্থুড়ে বুড়ো
Ο গ) 
হরিদাসী
Ο ঘ) 
এক অনাথ কিশোরী

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
তেজি তরুণের কীসের একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে?
Ο ক) 
রাইফেলের গুলিতে
Ο খ) 
কন্ঠের সংগীতে
Ο গ) 
ঠোঁটের শিসে
Ο ঘ) 
পদভারে

  সঠিক উত্তর: (ঘ)

৯৬.
প্রভুর বাস্তুভিটায় দাঁড়িয়ে আর্তনাদ করল -
Ο ক) 
গরু
Ο খ) 
ঘোড়া
Ο গ) 
কুকুর
Ο ঘ) 
বিড়াল

  সঠিক উত্তর: (গ)

৯৭.
কবি শামসুর রাহমানের কবিতার বিষয়বস্তুতে প্রাধান্য পেয়েছে কোনটি?
Ο ক) 
আধুনিক সমাজ
Ο খ) 
পল্লির জীবন
Ο গ) 
নাগরিক জীবন
Ο ঘ) 
নিম্নবিত্তের জীবন

  সঠিক উত্তর: (গ)

৯৮.
মতলব মিয়া, রুস্তম শেখ, সগীর আলী এঁরা হলেন -
i. স্বাধীনতার সৈনিক
ii. মুক্তিযুদ্ধে শ্রেণি-পেশার প্রতিনিধি
iii. প্রকৃত দেশপ্রেমিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
অনাথ কিশোরীর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
Ο ক) 
হাড্ডিসার
Ο খ) 
কঙ্কাল
Ο গ) 
অস্থিচর্মসার
Ο ঘ) 
বিশালবপু

  সঠিক উত্তর: (ক)

১০০.
দগ্ধ ঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে একজন -
Ο ক) 
বিধবা
Ο খ) 
তরুণী
Ο গ) 
বধূ
Ο ঘ) 
সধবা

  সঠিক উত্তর: (ক)

১০১.
কবিতাটিতে প্রভুর বাস্তুভিটায় আর্তনাদরত কুকুরটি হলো -
i. জিঘাংসার প্রতীক
ii. প্রতিশোধপরায়ণতার প্রতীক
iii. হায়েনাদের প্রতি বিতশ্রদ্ধার প্রতীক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০২.
পুরাণ মতে, খান্ডবদাহনে কী হয়েছিল?
Ο ক) 
যুদ্ধ হয়েছিল
Ο খ) 
বন পুড়েছিল
Ο গ) 
মানুষ মরেছিল
Ο ঘ) 
ঝড় হয়েছিল

  সঠিক উত্তর: (খ)

১০৩.
স্বাধীনতাকে পাওয়ার জন্য হরিদাসীর -
Ο ক) 
ঘরবাড়ি ছাই হলো
Ο খ) 
সিঁথির সিঁদুর মুছে গেল
Ο গ) 
পঙ্গুত্ব মেনে নিতে হলো
Ο ঘ) 
ভারতে পালিয়ে যেতে হলো

  সঠিক উত্তর: (খ)

১০৪.
‘রুস্তম রিকশাওয়ালার ফুসফুস এখন পোকার দখলে’ বলতে কী বোঝায়?
Ο ক) 
সে একজন মুক্তিযোদ্ধা ছিল
Ο খ) 
যুদ্ধের একপর্যায়ে সে নিহত হয়েছিল
Ο গ) 
সে ফুসফুসের রোগে আক্রান্ত
Ο ঘ) 
যুদ্ধে ফুসফুসে আঘাত পেয়েছিল

  সঠিক উত্তর: (ক)

১০৫.
বনে-জঙ্গলে ঘুরে বেড়ানো তরুণের কাঁধে কী?
Ο ক) 
রাইফেল
Ο খ) 
মেশিনগান
Ο গ) 
গ্রেনেড
Ο ঘ) 
রকেট

  সঠিক উত্তর: (ক)

১০৬.
ঢাকায় কে রিকশা চালায়?
Ο ক) 
মতলব মিয়া
Ο খ) 
সগীর আলী
Ο গ) 
করিম শেখ
Ο ঘ) 
রুস্তম শেখ

  সঠিক উত্তর: (ঘ)

১০৭.
‘হাড্ডিসার এ অনাথ কিশোরী শূন্য থালা হাতে’ - এ চিত্রকল্পে কী ফুটে উঠেছে?
Ο ক) 
অনাথ কিশোরীর শূন্য থালা
Ο খ) 
যুদ্ধে উত্তাল বাংলাদেশ
Ο গ) 
রিক্ত-নিঃস্ব বাংলাদেশ
Ο ঘ) 
রক্তস্নাত বাংলাদেশ

  সঠিক উত্তর: (গ)

১০৮.
কবিতায় ‘উপমা ও চিত্রকল্প’র ব্যবহারে শামসুর রাহমান ছিলেন -
Ο ক) 
প্রকৃতিনির্ভর
Ο খ) 
সমাজনির্ভর
Ο গ) 
লোকায়ত জীবননির্ভর
Ο ঘ) 
আধ্যাত্মিক চেতনানির্ভর

  সঠিক উত্তর: (ক)

১০৯.
‘ছাত্রাবাস’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে বলে তোমার ধারণা?
Ο ক) 
প্রত্যয়যোগে
Ο খ) 
সন্ধিযোগে
Ο গ) 
উপসর্গযোগে
Ο ঘ) 
অনুসর্গযোগে

  সঠিক উত্তর: (খ)

১১০.
‘থুত্থুরে’ শব্দটি দ্বারা�‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কী বোঝানো হয়েছে?
Ο ক) 
প্রাচীনপন্থি
Ο খ) 
শঙ্কাতুর
Ο গ) 
থুড় থুড় করছে এমন
Ο ঘ) 
অত্যন্ত বৃদ্ধ

  সঠিক উত্তর: (ঘ)

১১১.
‘পৈতৃক নিবাস’ বলতে কী বোঝায়?
Ο ক) 
বাবার বাড়ি
Ο খ) 
বাবার মামাবাড়ি
Ο গ) 
মা’র বাবার বাড়ি
Ο ঘ) 
বাপ-দাদার বাড়ি

  সঠিক উত্তর: (ঘ)

১১২.
রুস্তম শেখ পেশায় হচ্ছে -
Ο ক) 
জেলে
Ο খ) 
মাঝি
Ο গ) 
ড্রাইভার
Ο ঘ) 
রিকশাচালক

  সঠিক উত্তর: (ঘ)

১১৩.
কবি শামসুর রাহমানের ঝুলিতে যে সব পুরস্কার ও সম্মাননা পৌঁছেছে সেগুলো হলো -
i. বাংলা একাডেমি পুরস্কার
ii. একুশে পদক
iii. অসংখ্য পুরস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৪.
শাহবাজপুরের কৃষকের নাম কী?
Ο ক) 
সমীর আলী
Ο খ) 
সাদেক আলী
Ο গ) 
সগীর আলী
Ο ঘ) 
নিয়ামত আলী

  সঠিক উত্তর: (গ)

১১৫.
‘রৌদ্র করোটিতে’ গ্রন্থের রচয়িতা কে?
Ο ক) 
হাসান হাফিজুর রহমান
Ο খ) 
শামসুর রাহমান
Ο গ) 
মোহাম্মদ মনিরুজ্জামান
Ο ঘ) 
আল মাহমুদ

  সঠিক উত্তর: (খ)

১১৬.
‘একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে’ - কথাটি ইঙ্গিত করে -
i. স্বাধীনতা অত্যাসন্ন
ii. বাংলাদেশের অভ্যুদয় ঘটাতে চলেছে
iii. অচিরেই দেশ স্বাধীন হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৭.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় অনাথ কিশোরীর থালা শূন্য কেন?
Ο ক) 
তখনও পর্যন্ত সাহায্য জোটে নি
Ο খ) 
আরও সাহায্যের আশায় সে থালা শূন্য রাখে
Ο গ) 
হানাদারের হামলা-লুটপাতে পুরো দেশ রিক্ত-নিঃস্ব বলে
Ο ঘ) 
কিশোরীটি সাহায্যের আশায় মাত্র পথের ধারে বসেছে

  সঠিক উত্তর: (গ)

১১৮.
‘তুমি আসবে বলে হে স্বাধীনতা
ছাত্রাবাস বস্তি উজাড় হলো - ‘ছাত্রাবাস বস্তি উজাড় হলো’ এ পঙক্তিতে কিসের চিত্র আছে?
Ο ক) 
স্বাধীনতার সুর
Ο খ) 
ধ্বংসের চিত্র
Ο গ) 
গণ-আন্দোলনের রূপ
Ο ঘ) 
মুক্তিযুদ্ধের পটভূমি

  সঠিক উত্তর: (খ)

১১৯.
গ্রামের পর গ্রাম ছাই হলো কেন?
Ο ক) 
স্বাধীনতার জন্য
Ο খ) 
দুর্ভিক্ষের জন্য
Ο গ) 
দেশবিভাগের জন্য
Ο ঘ) 
দুর্যোগের কারণে

  সঠিক উত্তর: (ক)

১২০.
অবুঝ শিশু কী করল?
Ο ক) 
উঠানে খেলা করতে লাগল
Ο খ) 
মা-বাবার লাশের ওপর হামাগুড়ি দিল
Ο গ) 
কেঁদে কেঁদে দিন কাটাল
Ο ঘ) 
বাবা-মায়ের সন্ধানে গেল

  সঠিক উত্তর: (খ)

১২১.
সগীর আলী কেমন কৃষক?
Ο ক) 
সাহসী
Ο খ) 
দক্ষ
Ο গ) 
ধার্মিক
Ο ঘ) 
জোয়ান

  সঠিক উত্তর: (ঘ)

১২২.
কোন ধর্মের মেয়েদের বিয়ের পর সিঁথির সিঁদুর পরিয়ে দেওয়া হয়?
Ο ক) 
ইহুদি
Ο খ) 
খ্রিস্টান
Ο গ) 
ইসলাম
Ο ঘ) 
সনাতন

  সঠিক উত্তর: (ঘ)

১২৩.
থুত্থুরে বুড়ো কার জন্য উদাস দাওয়ায় বসে আছেন?
Ο ক) 
একমাত্র ছেলের জন্য
Ο খ) 
স্বাধীনতার জন্য
Ο গ) 
সোনালি ধানের জন্য
Ο ঘ) 
নাতবউয়ের জন্য

  সঠিক উত্তর: (খ)

১২৪.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় - ‘তোমাকে পাওয়ার জন্য’ শব্দটি কতবার এসেছে?
Ο ক) 
৬ বার
Ο খ) 
৮ বার
Ο গ) 
৪ বার
Ο ঘ) 
৫ বার

  সঠিক উত্তর: (গ)

১২৫.
কার কবিতায় অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে?
Ο ক) 
ভারতচন্দ্র রায়গুণাকর
Ο খ) 
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο গ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) 
শামসুর রাহমান

  সঠিক উত্তর: (ঘ)

১২৬.
‘খান্ডবদাহন’ কোথায় উল্লিখিত হয়েছে?
Ο ক) 
রামায়ণে
Ο খ) 
বেদে
Ο গ) 
মহাভারতে
Ο ঘ) 
গীতায়

  সঠিক উত্তর: (গ)

১২৭.
স্বাধীনতার জন্য কপাল ভাঙল কার?
Ο ক) 
সাকিনা বিবির
Ο খ) 
সগীর আলীর
Ο গ) 
অনাথ কিশোরীর
Ο ঘ) 
মতলব মিয়ার

  সঠিক উত্তর: (ক)

১২৮.
কোথায় জলপাই রঙের ট্যাঙ্ক এলো?
Ο ক) 
সীমান্তে
Ο খ) 
সেনা ছাউনিতে
Ο গ) 
শহরে
Ο ঘ) 
স্টেডিয়ামে

  সঠিক উত্তর: (গ)

১২৯.
কোন কাব্য গ্রন্থটির কবি শামসুর রাহমান?
Ο ক) 
আমি বাঙালি বলছি
Ο খ) 
দেশপ্রেমিক হৃদয়
Ο গ) 
ভালবাসি বাংলাদেশ
Ο ঘ) 
দেশদ্রোহী হতে ইচ্ছে করে

  সঠিক উত্তর: (ঘ)

১৩০.
মেশিনগান আর রাইফেলের গুলিকে কবি তুলনা করেছেন -
Ο ক) 
বৃষ্টির সাথে
Ο খ) 
ফুল ফোটার সাথে
Ο গ) 
খই ফোটার সাথে
Ο ঘ) 
খই ভাজার সাথে

  সঠিক উত্তর: (গ)

১৩১.
একটানা আর্তনাদ করল কে?
Ο ক) 
একটা কুকুর
Ο খ) 
অবুঝ শিশু
Ο গ) 
থুত্থুড়ে বুড়ো
Ο ঘ) 
দক্ষ মাঝি

  সঠিক উত্তর: (ক)

১৩২.
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার প্রথম চরণ কোনটি?
Ο ক) 
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে
Ο খ) 
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
Ο গ) 
তুমি আসবে বলে, হে স্বাধীনতা
Ο ঘ) 
স্বাধীনতা, তোমার জন্য

  সঠিক উত্তর: (খ)

১৩৩.
বাংলাদেশের স্বাধীনতার জন্যে ক্ষতিগ্রস্ত হয়েছে -
i. সাকিনা বিবি সর্বস্ব হারিয়ে
ii. হরিদাসী স্বামীহারা
iii. অবুঝ শিশু পিতামাতাহারা হয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:
হঠাৎ সার্চলাইটের আলোয় ঝলসিয়ে উঠল সারা বাড়ি। সাজু বিবি লক্ষ করল খান সেনারা ঘিরে রেখেছে গোটা বাড়ি। ঘরে ঘরে তল্লাশি চলছে। তার ছেলে তরুণ মুক্তিযোদ্ধা তাকে খুঁজছে। তাকে না পেয়ে তারা তার স্বামীকে হত্যা করল। ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে চলে গেল।
১৩৪.
উদ্দীপকের মূলভাব তোমার পাঠ্য কোন কবিতার মূলভাবের সাথে সম্পৃক্ত?
Ο ক) 
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
Ο খ) 
আমি কোনো আগন্তুক নই
Ο গ) 
স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো
Ο ঘ) 
আমার পরিচয়

  সঠিক উত্তর: (ক)

১৩৫.
উদ্দীপকের সাজু বিবির সাথে নিচের কোন চরিত্রের মিল লক্ষ করা যায়?
Ο ক) 
মতলব মিয়ার
Ο খ) 
কেষ্ট দাসের
Ο গ) 
হরিদাসীর
Ο ঘ) 
সগীর আলীর

  সঠিক উত্তর: (গ)

১৩৬.
সাজু বিবির ছেলে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার কোন চরিত্রের প্রতিনিধি?
Ο ক) 
মতলব মিয়া
Ο খ) 
শাহজাহান মিয়া
Ο গ) 
খবির খাঁ
Ο ঘ) 
তেজি তরুণ

  সঠিক উত্তর: (ঘ)

২টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...