NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

রবিবার, ২২ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ৬: গদ্য - আম আঁটির ভেঁপু



এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ৬: গদ্য - আম আঁটির ভেঁপু


১.
দুর্গার বয়স প্রমাণ করে দুর্গা -
i. কিশোরী
ii. তরুণী
iii. বৃদ্ধা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২.
মাতবর গোছের লোকটি হরিহরকে দেখে কী করল?
Ο ক) 
ইশারা করল
Ο খ) 
চেঁচিয়ে উঠল
Ο গ) 
জড়িয়ে ধরল
Ο ঘ) 
দন্ডবৎ হলো

  সঠিক উত্তর: (ঘ)

৩.
মায়ের ডাকে অপু ও দুর্গা সাড়া দিতে পারে নি কারণ -
i. আমে মুখ ভর্তি ছিল
ii. তাদের ইচ্ছা ছিল না
iii. উত্তরের সুযোগ ছিল না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪.
হরিহরের রোয়াকের ভাঙা জায়গায় কোন গাছের বন গজিয়েছে?
Ο ক) 
বিছুটি কালমেঘ
Ο খ) 
কন্টিকারি
Ο গ) 
শিয়ালকাঁটা
Ο ঘ) 
নলখাগড়া

  সঠিক উত্তর: (ক)

৫.
‘আম আঁটির ভেঁপু’ গল্পের হরিহর একটু পরে কী করল?
Ο ক) 
লাঠি নিয়ে দুর্গাকে খুঁজতে গেল
Ο খ) 
অপুর ঘরে গেল
Ο গ) 
গোসল করতে গেল
Ο ঘ) 
খেতে বসল

  সঠিক উত্তর: (ঘ)

৬.
সর্বজয়া ক্ষার কাঁচতে কোথায় গেছে?
Ο ক) 
ইঁদারায়
Ο খ) 
কলতলায়
Ο গ) 
ঘাটে
Ο ঘ) 
খালে

  সঠিক উত্তর: (গ)

৭.
‘গরাদে’ শব্দের অর্থ কী?
Ο ক) 
জানালার সিক
Ο খ) 
দরজার সিক
Ο গ) 
চালের বাঁশ
Ο ঘ) 
বেড়ার বাঁশ

  সঠিক উত্তর: (ক)

৮.
কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার লাভ করেন?
Ο ক) 
পথের পাঁচালী
Ο খ) 
আরণ্যক
Ο গ) 
ইছামতি
Ο ঘ) 
দৃষ্টিপ্রদীপ

  সঠিক উত্তর: (গ)

৯.
কোন কলেজ থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আই.এ পাস করেন?
Ο ক) 
স্কটিশ কলেজ
Ο খ) 
বিদ্যাসাগর কলেজ
Ο গ) 
হিন্দু কলেজ
Ο ঘ) 
রিপন কলেজ

  সঠিক উত্তর: (ঘ)

১০.
পটলিদের ডোবার ধারের আমগাছটার গুটি কখন ঝরে পড়ে?
Ο ক) 
সুর্যোদয়ের সময়
Ο খ) 
সকালের রোদে
Ο গ) 
দুপুরের রোদে
Ο ঘ) 
সূর্যাস্তের সময়

  সঠিক উত্তর: (গ)

১১.
হরিহর রায়ের বাড়ির জানালা কপাট কী দিয়ে বাঁধা?
Ο ক) 
শক্ত তার দিয়ে
Ο খ) 
শক্ত জাল দিয়ে
Ο গ) 
পাটের দড়ি দিয়ে
Ο ঘ) 
নারিকেলের দড়ি দিয়ে

  সঠিক উত্তর: (ঘ)

১২.
জীবনানন্দ দাশ গ্রামবাংলার প্রকৃতিকে তাঁর কবিতায় অসাধারণভাবে তুলে ধরেছেন। একই প্রবণতা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাসাহিত্যে। তাঁদের উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য -
i. প্রকৃতিপ্রেম
ii. দেশপ্রেম
iii. নিসর্গপ্রেম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
পিজরাপোলের আসামির ন্যায় পড়ে আছে -
Ο ক) 
কাঠের ঘোড়া
Ο খ) 
নাটা ফল
Ο গ) 
টিনের বাঁশি
Ο ঘ) 
খাপরা

  সঠিক উত্তর: (ক)

১৪.
‘ওতে খেলো হয়ে যেতে হয়’ বলতে হরিহর বোঝাতে চেয়েছে -
i. ব্যক্তিত্ব হালকা হয়ে যায়
ii. বলার সঙ্গে সঙ্গে রাজি হতে নেই
iii. সহজে কোনো কথায় রাজি হতে নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫.
অনেকদিন হরিহর রায়ের বাড়িটি -
Ο ক) 
রং করা হয় নি
Ο খ) 
চাল দেওয়া হয় নি
Ο গ) 
মেরামত করা হয় নি
Ο ঘ) 
বেড়া দেওয়া হয় নি

  সঠিক উত্তর: (গ)

১৬.
দুর্গাদের বাড়ির চারদিকে কী?
Ο ক) 
ধানক্ষেত
Ο খ) 
পাটখেত
Ο গ) 
জঙ্গল
Ο ঘ) 
জলাশয়

  সঠিক উত্তর: (গ)

১৭.
গঙ্গা-যমুনা খেলায় ব্যবহার করা হয়-
Ο ক) 
মার্বেল
Ο খ) 
লাঠি
Ο গ) 
খাপরা
Ο ঘ) 
নাটা ফল

  সঠিক উত্তর: (গ)

১৮.
সদগোপেরা হরিহরের পায়ের ধুলো নিতে চায়, কারণ হরিহর -
i. আত্মীয় হওয়ায়
ii. উঁচু জাতের হওয়ায়
iii. শ্রদ্ধার পাত্র হওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৯.
অপু কার অজ্ঞাতসারে কড়িগুলো চুরি করেছিল?
Ο ক) 
বাবার
Ο খ) 
বোনের
Ο গ) 
ঠাকুরের
Ο ঘ) 
মায়ের

  সঠিক উত্তর: (ঘ)

২০.
তেল নুন আনার পর দুর্গা আবার অপুকে কী আনতে বলে?
Ο ক) 
বাটি
Ο খ) 
মসলা
Ο গ) 
পেঁয়াজ
Ο ঘ) 
লঙ্কা

  সঠিক উত্তর: (ঘ)

২১.
অপু ও দুর্গার মা তক্তার উপর কী রেখে দেয়?
Ο ক) 
তেল
Ο খ) 
লঙ্কা
Ο গ) 
মসলা
Ο ঘ) 
ক্ষার

  সঠিক উত্তর: (খ)

২২.
বিভূতিভূষণের উপন্যাসে ফুটে উঠেছে -
i. প্রাকৃতিক সৌন্দর্যের নানা রূপরেখা
ii. নাগরিক জীবনের দুঃখ-কষ্ট
iii. মানুষের সহজ-সরল জীবনচিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৩.
‘তুই অতগুলো খাবি দিদি?’ এ উক্তির মধ্য দিয়ে অপু কী বোঝাতে চেয়েছে?
Ο ক) 
দুর্গা অনেক বেশি খাচ্ছে
Ο খ) 
দুর্গা তাকে কম দিয়েছে
Ο গ) 
অপুর মনে খাবার ইচ্ছা তীব্র
Ο ঘ) 
অপু নিজেকে বঞ্চিত ভেবেছে

  সঠিক উত্তর: (খ)

২৪.
অপুর কাঠের ঘোড়াটি কী অবস্থায় ছিল?
Ο ক) 
রং-ওঠা
Ο খ) 
চকচকে
Ο গ) 
নতুন
Ο ঘ) 
ভাঙ্গা

  সঠিক উত্তর: (ক)

২৫.
হরিহর অনেকদিন বাড়ি মেরামত করতে পারেনি যে কারণে -
i. অর্থের অভাবে
ii. ইচ্ছার অভাবে
iii. মিস্ত্রির অভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৬.
দুর্গা কী ভেবে আবার বাড়ির বাইরে চলে গেল?
Ο ক) 
রড়া ফলের বিচি কুড়াবে বলে
Ο খ) 
আম তলায় আম কুড়াবে বলে
Ο গ) 
বাড়িতে ভালো লাগে না
Ο ঘ) 
প্রকৃতির মধ্যে থাকতে চায় বলে

  সঠিক উত্তর: (খ)

২৭.
‘আম আঁটির ভেঁপু’ গল্পের হরিহরের ক্ষেত্রে যে বিষয়টি সমর্থনযোগ্য -
i. দরিদ্র
ii. উচ্চবংশীয়
iii. অকর্মা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮.
‘রোয়াক’ শব্দের অর্থ হলো -
Ο ক) 
বারান্দা
Ο খ) 
দরজা
Ο গ) 
উঠান
Ο ঘ) 
জানালা

  সঠিক উত্তর: (ক)

২৯.
মাতবর লোকটি হরিহরকে ভাবে -
Ο ক) 
পিতৃতুল্য
Ο খ) 
দেবতুল্য
Ο গ) 
ভ্রাতৃতুল্য
Ο ঘ) 
গুরুতুল্য

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
দুর্গার চেহারার বৈশিষ্ট্য হলো -
i. দুর্গার রং কালো
ii. মুখের গড়ন মন্দ নয়
iii. মাথার চুল রুক্ষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩১.
কার অজ্ঞাতসারে অপু কড়িগুলো নিয়েছিল?
Ο ক) 
বাবার
Ο খ) 
মায়ের
Ο গ) 
দিদির
Ο ঘ) 
প্রতিবেশির

  সঠিক উত্তর: (খ)

৩২.
সর্বজয়া হরিহরকে দশঘরায় গিয়ে বসবাস করতে অনুপ্রাণিত করেছে। কারণ -
i. হরিহরের অভাব দূর হবে
ii. হরিহর আর্থিক সুবিধা পাবে
iii. হরিহর সম্মানের অধিকারী হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
অপুর দাঁত টক হয়েছে কী খেয়ে?
Ο ক) 
তেঁতুল
Ο খ) 
জলপাই
Ο গ) 
কামরাঙ্গা
Ο ঘ) 
আম

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
হরিহর যে মাতবর গোছের লোকের কথা বলেছে তার গোলার সংখ্যা কত?
Ο ক) 
তিন-চারটা
Ο খ) 
চার-পাঁচটা
Ο গ) 
পাঁচ-ছয়টা
Ο ঘ) 
সাত-আটটা

  সঠিক উত্তর: (গ)

৩৫.
‘চুপড়ি’ শব্দের অর্থ হলো -
Ο ক) 
ছোট থাল
Ο খ) 
ছোট ঝুড়ি
Ο গ) 
ছোট গামলা
Ο ঘ) 
ছোট ঘট

  সঠিক উত্তর: (খ)

৩৬.
দুর্গা আঁচলের খুঁট খুলে কী বের করেছিল?
Ο ক) 
লাল ফলের বিচি
Ο খ) 
বৈচি ফলের বিচি
Ο গ) 
রড়া ফলের বিচি
Ο ঘ) 
তেলাকুচের বিচি

  সঠিক উত্তর: (গ)

৩৭.
দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল কেন?
Ο ক) 
ময়লা লেগে থাকায়
Ο খ) 
আম কুচি লেগে থাকায়
Ο গ) 
নুনের গুঁড়া লেগে থাকায়
Ο ঘ) 
লঙ্কার গুঁড়া লেগে থাকায়

  সঠিক উত্তর: (গ)

৩৮.
রায়বাড়ি থেকে হরিহর কত টাকা বেতন পায়?
Ο ক) 
ছয় টাকা
Ο খ) 
সাত টাকা
Ο গ) 
আট টাকা
Ο ঘ) 
নয় টাকা

  সঠিক উত্তর: (গ)

৩৯.
দুর্গার বয়স কত?
Ο ক) 
নয়-দশ বছর
Ο খ) 
দশ-এগারো বছর
Ο গ) 
এগারো-বারো বছর
Ο ঘ) 
বারো-তেরো বছর

  সঠিক উত্তর: (খ)

৪০.
দুর্গা পটলিদের বাগানে সিঁদুরকৌটার তলার আম কুড়িয়ে এনেছিল -
i. নিজেদের গাছ নেই বলে
ii. আম খাওয়ার লোভে
iii. অন্যের সর্বনাশের আশায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪১.
‘আম আঁটির ভেঁপু’ গল্পের মাতবর গোছের লোকটার জাত কী?
Ο ক) 
সদগোপ
Ο খ) 
দুলে
Ο গ) 
মেথর
Ο ঘ) 
কর্মকার

  সঠিক উত্তর: (ক)

৪২.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত তারিখে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
৪ঠা সেপ্টেম্বর
Ο খ) 
৩রা সেপ্টেম্বর
Ο গ) 
২রা সেপ্টেম্বর
Ο ঘ) 
১লা সেপ্টেম্বর

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
হরিহর মজুমদার মশায়ের সঙ্গে পরামর্শ করতে চেয়েছিল কী নিয়ে?
Ο ক) 
অপুর পড়াশোনার বিষয়ে
Ο খ) 
দুর্গার বিয়ের বিষয়ে
Ο গ) 
নিজের অভাবের বিষযে
Ο ঘ) 
অন্যত্র বসবাসের বিষয়ে

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
দুর্গার রোয়াকে দাঁড়ানো অসম্ভব ছিল কেন?
Ο ক) 
মা দেখতে পাবে বলে
Ο খ) 
পায়ে ব্যথার কারণে
Ο গ) 
প্রচন্ড রোদের কারণে
Ο ঘ) 
সময় কম ছিল বলে

  সঠিক উত্তর: (গ)

৪৫.
সর্বজয়ার মনে সংসার ত্যাগের ইচ্ছা জাগে কেন?
Ο ক) 
অভাবের কারণে
Ο খ) 
নিরাপত্তাহীনতার কারণে
Ο গ) 
অবিশ্বাসের কারণে
Ο ঘ) 
অসন্তোষের কারণে

  সঠিক উত্তর: (ক)

৪৬.
অপুর মহামূল্যবান সম্পত্তি হচ্ছে -
Ο ক) 
কাঠের ঘোড়া
Ο খ) 
নাটা ফল
Ο গ) 
টিনের বাঁশি
Ο ঘ) 
খাপরা

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
কোন স্কুল থেকে বিভূতিভূষণ এন্ট্রান্স পাস করেন?
Ο ক) 
বনগ্রাম
Ο খ) 
চৌদ্দগ্রাম
Ο গ) 
বনপাড়া
Ο ঘ) 
মুরারিপুর

  সঠিক উত্তর: (ক)

৪৮.
‘মৌরীফুল’ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের -
Ο ক) 
উপন্যাস
Ο খ) 
নাটক
Ο গ) 
গল্পগ্রন্থ
Ο ঘ) 
প্রবন্ধ

  সঠিক উত্তর: (গ)

৪৯.
দুর্গা কী দেখতে বাইরে থেকে এসে বাড়ির ভেতরে উঁকি দিল?
Ο ক) 
দরজা খোলা আছে কি না
Ο খ) 
মা বাবা বাড়িতে আছে কি না
Ο গ) 
অপু দাঁড়িয়ে আছে কি না
Ο ঘ) 
কেউ তাকে দেখছে কি না

  সঠিক উত্তর: (খ)

৫০.
অপুর পিস্তলের দাম কত ছিল?
Ο ক) 
দু পয়সা
Ο খ) 
চার পয়সা
Ο গ) 
পাঁচ পয়সা
Ο ঘ) 
সাত পয়সা

  সঠিক উত্তর: (ক)

৫১.
‘তা হোক সে সদগোপ, দাও গিয়ে দিয়ে’ সর্বজয়ার একথা বলার কারণ -
i. সর্বজয়া দারিদ্র্যের কশাঘাতে ক্লান্ত
ii. সর্বজয়া অপরের সম্মান পেতে চায়
iii. এত করে অনুরোধ করেছে তাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫২.
‘আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা’ বলতে বোঝানো হয়েছে -
i. চাষারা ধনী হয়েছে
ii. চাষাদের অবস্থা ফিরেছে
iii. চাষাদের উন্নতি হয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
দুর্গা যে দুরন্ত কিশোরী তা কীসের দ্বারা বোঝা যায়?
Ο ক) 
পরনে ময়লা কাপড়, রুক্ষ চুল
Ο খ) 
গড়ন পাতলা, রং চাপা
Ο গ) 
দশ-এগারো বছর বয়স
Ο ঘ) 
চোখগুলো বেশ ডাগর ডাগর

  সঠিক উত্তর: (ক)

৫৪.
আমার কাপড় যে বাসি - মূলত এ বাক্যে প্রকাশ পেয়েছে -
i. বিশ্বাস
ii. কুসংস্কার
iii. প্রথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৫.
দুর্গা নীলমণি রায়ের ভিটার দিকে কী ছুঁড়ে দিল?
Ο ক) 
খালি পাত্র
Ο খ) 
খালি মালা
Ο গ) 
খালি থালা
Ο ঘ) 
খালি গেলাস

  সঠিক উত্তর: (খ)

৫৬.
অপু বাড়ি কাপড়ে তেল ছোঁবে না কেন?
Ο ক) 
মা মারবে বলে
Ο খ) 
তেল ঘরে বাড়ন্ত বলে
Ο গ) 
এটি কুসংস্কার বলে
Ο ঘ) 
তেল অপচয় হবে বলে

  সঠিক উত্তর: (ক)

৫৭.
মৌ বাইরে থেকে এসে মা-বাবার সামনে দিয়ে যেতে ভয় পায়। ‘আম আঁটির ভেঁপু’ গল্পের দুর্গার ক্ষেত্রে একই ঘটনা ঘটে। তাদের উভয়ের চরিত্রে রয়েছে -
i. অপরাধবোধ
ii. কারুরুষতা
iii. সাহসের অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৮.
‘অত বড় মেয়ে, বলে বোঝাবে কত?’ এ উক্তির প্রেক্ষাপট হলো -
Ο ক) 
হরিহর দুর্গাকে খুঁজে পায় নি তাই
Ο খ) 
দুর্গা কখনও বাড়ি থাকে না তাই
Ο গ) 
দুর্গা মায়ের ভীষণ অবাধ্য তাই
Ο ঘ) 
দুর্গা প্রকৃতির মধ্যে হারায় তাই

  সঠিক উত্তর: (ক)

৫৯.
দুর্গার গায়ের রং কেমন?
Ο ক) 
কালো
Ο খ) 
ফর্সা
Ο গ) 
একটু চাপা
Ο ঘ) 
সাদাকালো

  সঠিক উত্তর: (গ)

৬০.
আমের প্রসঙ্গ উঠতেই দুর্গা অপুকে বাধা দিয়েছিল কেন?
Ο ক) 
অপু মিথ্যে বলবে বলে
Ο খ) 
দুর্গা লজ্জা পাবে বলে
Ο গ) 
মা খেতে দেবে না বলে
Ο ঘ) 
মা সত্য জানবে বলে

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
দুর্গাদের বাড়ির চারদিকে -
Ο ক) 
ফুলের বাগান
Ο খ) 
ফলের বাগান
Ο গ) 
জঙ্গল
Ο ঘ) 
পানি

  সঠিক উত্তর: (গ)

৬২.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শিক্ষকতা করেন -
i. কলকাতায়
ii. হুগলিতে
iii. ব্যারাকপুরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
দুর্গা অপুকে কেমন ছেলে বলেছে?
Ο ক) 
ভালো
Ο খ) 
দুষ্টু
Ο গ) 
বুদ্ধিমান
Ο ঘ) 
হাবা

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
দুর্গা বাড়িতে এসে অপুকে সতর্কতামিশ্রিত স্বরে ডেকেছিল। কারণ -
i. মা বকবে তাই
ii. মায়ের কথা ভাবে তাই
iii. মাকে ভয় পায় তাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৫.
হরিহর রায়ের জাতিভ্রাতার নাম কী?
Ο ক) 
শশীকান্ত রায়
Ο খ) 
শ্রীধর রায়
Ο গ) 
নীলাঞ্জনা রায়
Ο ঘ) 
নীলমণি রায়

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
মাতবর গোছের লোকটির গাঁয়ে কী নেই?
Ο ক) 
হরিজন নেই
Ο খ) 
নমশ্রূদ্র নেই
Ο গ) 
বামুন নেই
Ο ঘ) 
কায়স্ত নেই

  সঠিক উত্তর: (গ)

৬৭.
অপুর টিনের বাক্সটি প্রকৃতপক্ষে -
i. তার সম্পত্তির সমাবেশ
ii. খেলার সামগ্রীর স্থান
iii. শিশুমনের একান্ত কল্পনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৮.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
বিষ্ণুপুর
Ο খ) 
শিবপুর
Ο গ) 
মুরারিপুর
Ο ঘ) 
হরিপুর

  সঠিক উত্তর: (গ)

৬৯.
তিন্নি ও তার ছোট ভাই কৌটা থেকে গুঁড়ো দুধ চুরি করে খেযেছে। মা জিজ্ঞেস করায় ভাই কথাটি প্রকাশ করে ফেলে। এখানে ‘আম আঁটির ভেঁপু’ গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে -
i. লুকিয়ে আম খাওয়া
ii. তেল নুন চুরি করা
iii. অপুর বোকামি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭০.
দুর্গার গড়ন কেমন?
Ο ক) 
মোটাসোটা
Ο খ) 
পাতলা
Ο গ) 
স্বাস্থ্যবতী
Ο ঘ) 
দোহারা

  সঠিক উত্তর: (খ)

৭১.
অপু চোখ বুজে গঙ্গা-যমুনার ঘর কল্পনা করেছিল কেন?
Ο ক) 
খাপরাগুলো নাড়াচাড়া করছিল বলে
Ο খ) 
কল্পনা করতে পছন্দ করে বলে
Ο গ) 
গঙ্গা-যমুনা অপুর প্রিয় খেলা বলে
Ο ঘ) 
দুর্গার সঙ্গে গঙ্গা যমুনা খেলবে বলে

  সঠিক উত্তর: (গ)

৭২.
অপুর দিদির নাম কী?
Ο ক) 
উমা
Ο খ) 
পার্বতী
Ο গ) 
উষা
Ο ঘ) 
দুর্গা

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী?
Ο ক) 
দেবানন্দ বন্দ্যোপাধ্যায়
Ο খ) 
আলোকনন্দ বন্দ্যোপাধ্যায়
Ο গ) 
শিবানন্দ বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) 
মহানন্দ বন্দ্যোপাধ্যায়

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
‘একটুখানি কুটোগাছটা ভেঙ্গে দু খানা করা নেই’ - সর্বজয়া কেন দুর্গার উদ্দেশ্যে এ কথা বলেছে?
Ο ক) 
দুর্গা বাড়িতে থাকে না বলে
Ο খ) 
দুর্গা মায়ের কথা শোনে না বলে
Ο গ) 
দুর্গা সংসারের কাজ করে না বলে
Ο ঘ) 
দুর্গার সংসারে মতি নেই বলে

  সঠিক উত্তর: (গ)

৭৫.
‘অপুকে দেখচি নে’ উক্তিটি কার?
Ο ক) 
সর্বজয়ার
Ο খ) 
দুর্গার
Ο গ) 
হরিহরের
Ο ঘ) 
সেজ ঠাকরুনের

  সঠিক উত্তর: (গ)

৭৬.
হরিহর রায় জ্ঞাতি ভ্রাতার নাম কী?
Ο ক) 
নীলমণি রায়
Ο খ) 
কমল রায়
Ο গ) 
বিষ্ণুদেব রায়
Ο ঘ) 
বিধান রায়

  সঠিক উত্তর: (ক)

৭৭.
অপু লঙ্কা আনতে পারে নি। কারণ -
i. লঙ্কা তক্তার উপরে ছিল
ii. অপু তক্তার নাগাল পায় না
iii. মা তক্তার উপরে রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
হরিহর সর্বজয়াকে কেন মাতবর লোকটির জাতের কথা প্রকাশ করতে নিষেধ করলেন?
Ο ক) 
লোকটি অন্য জাতের তাই
Ο খ) 
লোকটির জাত নেই তাই
Ο গ) 
লোকটি নিচু জাতের তাই
Ο ঘ) 
লোকটি নিষেধ করেছে তাই

  সঠিক উত্তর: (গ)

৭৯.
‘বন-বিছুটি’ শব্দের অর্থ কী?
Ο ক) 
বুনো ফল
Ο খ) 
বুনো ঔষধ
Ο গ) 
বুনো লতা
Ο ঘ) 
বুনো গাছ

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
‘আম আঁটির ভেঁপু’ গল্পে কোন মাসের রোদের কথা উল্লেখ আছে?
Ο ক) 
বৈশাখ
Ο খ) 
চৈত্র
Ο গ) 
জ্যৈষ্ঠ
Ο ঘ) 
ভাদ্র

  সঠিক উত্তর: (খ)

৮১.
সর্বজয়া ক্ষার কেচেছে -
Ο ক) 
সকাল থেকে
Ο খ) 
বিকাল থেকে
Ο গ) 
দুপুর থেকে
Ο ঘ) 
ভোর থেকে

  সঠিক উত্তর: (ক)

৮২.
স্নিগ্ধা ছোট ভাইয়ের জন্য সবসময় কিছু না কিছু রেখে দেয়। গল্পের দুর্গার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তাদের উভয়ের চরিত্রে রয়েছে -
i. ভাইয়ের প্রতি মমত্ববোধ
ii. ভাইয়ের প্রতি ভালোবাসা
iii. ভাইয়ের প্রতি স্নেহভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
দুর্গার চোখ কার মতো ডাগর ডাগর?
Ο ক) 
হরিহরের
Ο খ) 
সর্বজয়ার
Ο গ) 
পিসির
Ο ঘ) 
অপুর

  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
দুর্গার হাতে কিসের চুড়ি ছিল?
Ο ক) 
সোনার চুড়ি
Ο খ) 
রূপার চুড়ি
Ο গ) 
কাঁচের চুড়ি
Ο ঘ) 
পিতলের চুড়ি

  সঠিক উত্তর: (গ)

৮৫.
দুর্গার বয়স কত হলো?
Ο ক) 
নয়-দশ
Ο খ) 
দশ-এগারো
Ο গ) 
এগারো-বারো
Ο ঘ) 
বারো-তেরো

  সঠিক উত্তর: (খ)

৮৬.
তেলের ভাঁড় ছুঁলে দুর্গাকে মারবে কেন?
i. কুসংস্কারের কারণে
ii. অপচয়ের কারণে
iii. না জানানোর কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৭.
দুর্গা রাঙি গাইকে রাক্ষস বলেছে। কারণ -
Ο ক) 
রাঙি গাই শাক-সবজি খেয়ে নিয়েছে
Ο খ) 
রাঙি গাই ভাত খেয়ে নিয়েছে
Ο গ) 
রাঙি গাই রড়া ফলের বিচি খেয়েছে
Ο ঘ) 
রাঙি গাই আম খেয়ে নিয়েছে

  সঠিক উত্তর: (গ)

৮৮.
আম খেয়ে দাঁত টকে গিয়েছে - কথাটি দুর্গা কীভাবে বলেছে?
Ο ক) 
কিল দেখিয়ে
Ο খ) 
মুখ ভেঙচিয়ে
Ο গ) 
লাথি দেখিয়ে
Ο ঘ) 
লাঠি দেখিয়ে

  সঠিক উত্তর: (খ)

৮৯.
কাঁকুড়তলির আম এনে জারাবে কে?
Ο ক) 
সর্বজয়া
Ο খ) 
দুর্গা
Ο গ) 
স্বর্ণ
Ο ঘ) 
অপু

  সঠিক উত্তর: (খ)

৯০.
দুর্গার কাঁঠালতলায় নিরুৎসাহভাবে দাঁড়িয়ে থাকায় কোন বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে?
Ο ক) 
অপুর জন্য অপেক্ষা
Ο খ) 
সিদ্ধান্তহীনতা
Ο গ) 
প্রকৃতির সঙ্গে ভাব বিনিময়
Ο ঘ) 
প্রকৃতির সৌন্দর্য উপভোগ

  সঠিক উত্তর: (খ)

৯১.
গাই দুইতে আসে কে?
Ο ক) 
স্বর্ণ গোয়ালিনী
Ο খ) 
প্রসন্ন গোয়ালিনী
Ο গ) 
মীরা গোয়ালিনী
Ο ঘ) 
নেত্র গোয়ালিনী

  সঠিক উত্তর: (ক)

৯২.
সর্বজয়ার গা গতর ব্যথা হয়ে গিয়েছিল কেন?
Ο ক) 
অসুস্থতার কারণে
Ο খ) 
বাড়ি ঝাঁট দিয়ে
Ο গ) 
গাছ কাটতে গিয়ে
Ο ঘ) 
ক্ষার কেচে

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
‘আম আঁটির ভেঁপু’ গল্পের অপুর চরিত্র বিশ্লেষণে যে দিকগুলো উন্মোচিত হয় -
i. শান্তপ্রকৃতির
ii. মায়ের বাধ্য
iii. বোকা ধরনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৪.
টেলিভিশনের পরিত্যক্ত বাক্সটি মোহনের সমস্ত খেলনা রাখার স্থান। অপুর সঙ্গে মোহন একাত্ম হয় যে দৃষ্টিকোণ থেকে -
i. খাপরার কুচি
ii. ছোট টিনের বাক্স
iii. বাক্সের সমুদয় তার সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৫.
অপুর নির্বুদ্ধিতার প্রমাণ পাওয়া গেল কোন ঘটনায়?
Ο ক) 
মাকে আমের কথা বলে দেওয়ায়
Ο খ) 
মাকে ক্ষুধার কথা বলে দেওয়ায়
Ο গ) 
দিদির কথা মন দিয়ে না শোনায়
Ο ঘ) 
বাবা বাড়িতে আসলে ঘুমিয়ে পড়ায়

  সঠিক উত্তর: (ক)

৯৬.
‘তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত’ - কার?
Ο ক) 
অপুর
Ο খ) 
দুর্গার
Ο গ) 
হরিহরের
Ο ঘ) 
সর্বজয়ার

  সঠিক উত্তর: (খ)

৯৭.
উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল?
Ο ক) 
আমতলা
Ο খ) 
বটতলা
Ο গ) 
কাঁঠালতলা
Ο ঘ) 
জামতলা

  সঠিক উত্তর: (গ)

৯৮.
হঠাৎ দশঘরায় গিয়ে হরিহরের পক্ষে বসবাস করা অসম্ভব। কারণ -
Ο ক) 
দশঘরায় কেউ তাকে চেনে না
Ο খ) 
দশঘরায় আর্থিক নিরাপত্তা নেই
Ο গ) 
পুরনো গ্রাম ছাড়া যায় না
Ο ঘ) 
পাওনাদাররা তাকে আটকাবে

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
গ্রাম ছাড়ার ব্যাপারে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিল?
Ο ক) 
ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে
Ο খ) 
মজুমদার মহাশয়ের সঙ্গে
Ο গ) 
আচর্য মহাশয়ের সঙ্গে
Ο ঘ) 
সরকার মহাশয়ের সঙ্গে

  সঠিক উত্তর: (খ)

১০০.
দুর্গা খেলা বন্ধ করে সব বিচি আঁচলে বেঁধে কীভাবে বাড়ির বাইরে গেল?
Ο ক) 
ময়লা কাপড় পড়ে
Ο খ) 
রুক্ষ চুল উড়িয়ে
Ο গ) 
হাতে লাঠি নিয়ে
Ο ঘ) 
মায়ের কথা ভাবতে ভাবতে

  সঠিক উত্তর: (খ)

১০১.
হরিহরের বাড়ির বৈশিষ্ট্য -
i. চারিদিকে বেড়া
ii. রোয়াক ভাঙ্গা
iii. মেরামত হয় নি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০২.
দুর্গার মুখে - ‘অপু-অপু’ ডাক ভেসে এল -
Ο ক) 
কাঁঠালতলা থেকে
Ο খ) 
জামতলা থেকে
Ο গ) 
বকুলতলা থেকে
Ο ঘ) 
তেতুঁলতলা থেকে

  সঠিক উত্তর: (ক)

১০৩.
‘আম আঁটির ভেঁপু’ গল্পে দুর্গা ঘুরে বেড়াচ্ছিল -
Ο ক) 
চৈত্র মাসের রৌদ্রে
Ο খ) 
বৈশাখ মাসের রৌদ্রে
Ο গ) 
জ্যৈষ্ঠ মাসের রৌদ্রে
Ο ঘ) 
আষাঢ় মাসের রৌদ্রে

  সঠিক উত্তর: (ক)

১০৪.
‘আম আঁটির ভেঁপু’ গল্পে নারিকেলের মালার মধ্যে কী ছিল?
Ο ক) 
জাম
Ο খ) 
নারিকেল
Ο গ) 
বড়ই
Ο ঘ) 
কচি আম কাটা

  সঠিক উত্তর: (ঘ)

১০৫.
অপুর মুখে কিসের গুঁড়ো লেগে ছিল?
Ο ক) 
ঝালের গুঁড়ো
Ο খ) 
নুনের গুঁড়ো
Ο গ) 
হলুদের গুঁড়ো
Ο ঘ) 
চিনির গুঁড়ো

  সঠিক উত্তর: (খ)

১০৬.
দুর্গার ‘আম আঁটির ভেঁপু’ গল্পের মূল চরিত্র যে প্রবণতার কারণে -
i. সর্বত্র অবস্থান
ii. ঘটনার মূলসূত্র
iii. কাহিনীর চলৎশক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৭.
অপু কোথা থেকে কড়িগুলো চুরি করেছিল?
Ο ক) 
লক্ষ্মীপূজার কড়ির চুপড়ি থেকে
Ο খ) 
দুর্গাপূজার কড়ির চুপড়ি থেকে
Ο গ) 
কালিপূজার কড়ির চুপড়ি থেকে
Ο ঘ) 
স্বরসতীপূজার কড়ির চুপড়ি থেকে

  সঠিক উত্তর: (ক)

১০৮.
হরিহর ককন কাজ সেরে বাড়ি ফিরল?
Ο ক) 
সকারের একটু পরে
Ο খ) 
দুপুরের একটু পরে
Ο গ) 
বিকালের একটু পরে
Ο ঘ) 
সন্ধ্যার একটু পরে

  সঠিক উত্তর: (খ)

১০৯.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কী?
Ο ক) 
মৃণালিনী দেবী
Ο খ) 
স্বর্ণকুমারী দেবী
Ο গ) 
কুসুমকুমারী দেবী
Ο ঘ) 
সারদাসুন্দরী দেবী

  সঠিক উত্তর: (ক)

১১০.
দুর্গা কাঁচা আমগুলো কোথা থেকে কুঁড়িয়ে এনেছিল?
Ο ক) 
মহানন্দের বাগান থেকে
Ο খ) 
নিজেদের বাগান থেকে
Ο গ) 
পটলিদের বাগান থেকে
Ο ঘ) 
এ বাড়ি ও বাড়ি থেকে

  সঠিক উত্তর: (গ)

১১১.
আমের কুসি জারানোর জন্য দুর্গা অপুকে কী আনতে বলেছিল?
Ο ক) 
তেল ও নুন
Ο খ) 
তেল ও ঝাল
Ο গ) 
নুন ও ঝাল
Ο ঘ) 
ঝাল ও টক

  সঠিক উত্তর: (ক)

১১২.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন স্কুল থেকে মেট্রিক পাশ করেন?
Ο ক) 
দশগ্রাম স্কুল
Ο খ) 
বনগ্রাম স্কুল
Ο গ) 
পঞ্চগ্রাম স্কুল
Ο ঘ) 
দেবীগ্রাম স্কুল

  সঠিক উত্তর: (খ)

১১৩.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৮৯৩ সালে
Ο খ) 
১৮৯৪ সালে
Ο গ) 
১৮৯৫ সালে
Ο ঘ) 
১৮৯৬ সালে

  সঠিক উত্তর: (খ)

১১৪.
টিনের ভেঁপু-বাঁশিটির দাম কত?
Ο ক) 
এক পয়সা
Ο খ) 
দুই পয়সা
Ο গ) 
তিন পয়সা
Ο ঘ) 
চার পয়সা

  সঠিক উত্তর: (ঘ)

১১৫.
দিদির পেছনে পেছনে অপু কী দেখতে গিয়েছিল?
Ο ক) 
বাছুর ধরা
Ο খ) 
দুধ দোয়া
Ο গ) 
গাই বাঁধা
Ο ঘ) 
গাই ধরা

  সঠিক উত্তর: (খ)

১১৬.
মাতবর গোছের লোকটি কী জাতের ছিল?
Ο ক) 
কায়স্ত
Ο খ) 
সদগোপ
Ο গ) 
ব্রাহ্মণ
Ο ঘ) 
ক্ষত্রিয়

  সঠিক উত্তর: (খ)

১১৭.
‘মা ঘাট থেকে আসে নি তো’ - এ উক্তিতে দুর্গার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়?
Ο ক) 
মাকে সে খুব ভয় পায়
Ο খ) 
মা-র বিষয়ে সতর্ক থাকে
Ο গ) 
মাকে কিছু জানাতে চায় না
Ο ঘ) 
মা তাকে দেখে ফেলতে পারে

  সঠিক উত্তর: (খ)

১১৮.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৯৪৮ সালে
Ο খ) 
১৯৪৯ সালে
Ο গ) 
১৯৫০ সালে
Ο ঘ) 
১৯৫১ সালে

  সঠিক উত্তর: (গ)

১১৯.
‘বন-বিছুটি’ বলতে কী বোঝায়?
Ο ক) 
বনের বিচ্ছু
Ο খ) 
বনের পোকা
Ο গ) 
বুনো গাছ
Ο ঘ) 
বুনো কুল

  সঠিক উত্তর: (গ)

১২০.
অপুর মতো দুর্গার গায়ের রং অতটা -
Ο ক) 
কালো নয়
Ο খ) 
ফর্সা নয়
Ο গ) 
শ্যামলা নয়
Ο ঘ) 
উজ্জ্বল নয়

  সঠিক উত্তর: (খ)

১২১.
‘অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল’ এ বাক্যে ব্যবহৃত হয়েছে -
i. উপমা
ii. উৎপ্রেক্ষা
iii. শ্লেষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২২.
হরিহর কখন কাজ সেরে বাড়িতে ফিরল?
Ο ক) 
বেলা কিছু পড়লে
Ο খ) 
দুপুরের কিছু পর
Ο গ) 
সূর্য কিছু চড়লে
Ο ঘ) 
আলো কিছু নিভলে

  সঠিক উত্তর: (খ)

১২৩.
গঙ্গা যমুনা খেলার ঘর কল্পনার মাধ্যমে প্রকাশ পেয়েছে, অপু �-
i. কল্পনাপ্রবণ
ii. আবেগপ্রবণ
iii. চিন্তাশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৪.
দুর্গা রড়া ফলের বিচিগুলো কোথায় রাখবে?
Ο ক) 
কাঠের বাক্সে
Ο খ) 
টিনের বাক্সে
Ο গ) 
পুতুলের বাক্সে
Ο ঘ) 
লোহার বাক্সে

  সঠিক উত্তর: (খ)

১২৫.
দুর্গার হাতে কীসের চুড়ি ছিল?
Ο ক) 
কাচের
Ο খ) 
কাঠের
Ο গ) 
রূপার
Ο ঘ) 
পিতলের

  সঠিক উত্তর: (ক)

১২৬.
ঝিলিক এক মাথা ঝাঁকড়া চুল নিয়ে বাইরে দৌড়ে গেল। ঝিলিকের এ বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ -
i. দুরন্তপনা
ii. প্রকৃতিপ্রেম
iii. উচ্ছলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১২৭.
হরিহর রায়ের কোন জ্ঞাতি-ভ্রাতা সম্প্রতি মারা গিয়েছেন?
Ο ক) 
মজুমদার রায়
Ο খ) 
নীলমণি রায়
Ο গ) 
লালমণি রায়
Ο ঘ) 
অশ্যেক রায়

  সঠিক উত্তর: (খ)

১২৮.
রান্নাঘরে সর্বজয়া কী কাটতে বসেছিল?
Ο ক) 
লাউ
Ο খ) 
কুমড়ো
Ο গ) 
শসা
Ο ঘ) 
পটল

  সঠিক উত্তর: (গ)

১২৯.
হরিহরের পুত্র কোথায় বসে খেলা করছিল?
Ο ক) 
রোয়াকে
Ο খ) 
দরোজায়
Ο গ) 
উঠানে
Ο ঘ) 
বিছানায়

  সঠিক উত্তর: (ক)

১৩০.
কে সর্বজয়াকে দুবেলা তাগাদা দিচ্ছে?
Ο ক) 
রাধা বোষ্টমের বৌ
Ο খ) 
সিধু বোষ্টমের বৌ
Ο গ) 
নিধু বোষ্টমের বৌ
Ο ঘ) 
চাঁদ বোষ্টমের বৌ

  সঠিক উত্তর: (ক)

১৩১.
‘আম অাঁটির ভেঁপু’র কাহিনী লেখক কখন শুরু করেছেন?
Ο ক) 
ভোর বেলায়
Ο খ) 
সকাল বেলায়
Ο গ) 
দুপুর বেলায়
Ο ঘ) 
বিকেল বেলায়

  সঠিক উত্তর: (খ)

১৩২.
‘আম অাঁটির ভেঁপু’র কাহিনীর সূচনালগ্নে কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে?
Ο ক) 
পাঁচ-ছয়টা
Ο খ) 
ছয়টা-সাতটা
Ο গ) 
সাতটা-আটটা
Ο ঘ) 
আটটা-নয়টা

  সঠিক উত্তর: (ঘ)

১৩৩.
অপু খেতে খেতে কী বলল?
Ο ক) 
আর চিবনো যায় না
Ο খ) 
খুব মজা হয়েছে
Ο গ) 
আর আছে কি না
Ο ঘ) 
আমি আরও চাই

  সঠিক উত্তর: (ক)

১৩৪.
শরৎচন্দ্রের পরে কোন কথাসাহিত্যিক সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন?
Ο ক) 
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Ο খ) 
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
Ο গ) 
মানিক বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) 
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

  সঠিক উত্তর: (ক)

১৩৫.
‘দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি --- কুড়াইয়া আনিয়াছিল।’ কী কুড়িয়ে এনেছিল?
Ο ক) 
নাম
Ο খ) 
নারকেলের মালা
Ο গ) 
নাটাফল
Ο ঘ) 
আমের আঁটি

  সঠিক উত্তর: (গ)

১৩৬.
অপু ও দুর্গা কেমন পরিবারের শিশু?
Ο ক) 
অবস্থাসম্পন্ন পরিবারের
Ο খ) 
নিম্নবিত্ত পরিবারের
Ο গ) 
মধ্যবিত্ত পরিবারের
Ο ঘ) 
ঠাকুর পরিবারের

  সঠিক উত্তর: (খ)

১৩৭.
দুর্গার মাথার চুল কী রকম?
Ο ক) 
রুক্ষ
Ο খ) 
ভেজা
Ο গ) 
ছোট
Ο ঘ) 
বড়

  সঠিক উত্তর: (ক)

১৩৮.
কলকাতা রিপন কলেজের সাথে বিভূতিভূষণের সম্পর্ক -
i. আই.এ পাসের ক্ষেত্রে
ii. বি.এ পাসের ক্ষেত্রে
iii. এম.এ পাসের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৯.
‘সে বাঁদর কোথায়?’ - এখানে কাকে ‘বাঁদর’ বলা হয়েছে?
Ο ক) 
দুর্গাকে
Ο খ) 
অপুকে
Ο গ) 
গোয়ালিনীকে
Ο ঘ) 
ভৃত্যকে

  সঠিক উত্তর: (খ)

১৪০.
বিভূতিভূষণ কত সালে এন্ট্রান্স পাস করেন?
Ο ক) 
১৯১০
Ο খ) 
১৯১২
Ο গ) 
১৯১৩
Ο ঘ) 
১৯১৪

  সঠিক উত্তর: (ঘ)

১৪১.
‘আম আঁটির ভেঁপু’ গল্পের সর্বজয়া মাতৃমূর্তি উদ্ভাসিত হয় যে ঘটনায় -
i. সন্তানদের সম্পর্কে উদ্বিগ্নতা
ii. দুর্গার দুরন্তপনা মেনে নেওয়া
iii. সন্তানদের খোঁজখবর রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৪২.
হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতার স্ত্রী কোথায় বাস করেন?
Ο ক) 
নিজ পিত্রালয়ে
Ο খ) 
নিজ শ্বশুরালয়ে
Ο গ) 
নিত মাতুলালয়ে
Ο ঘ) 
নিজ ভ্রাতৃলয়ে

  সঠিক উত্তর: (ক)

১৪৩.
অপু ও দুর্গার মায়ের নাম কী?
Ο ক) 
সর্বজয়া
Ο খ) 
অন্নপূর্ণা
Ο গ) 
বসুমতি
Ο ঘ) 
রাজলক্ষ্মী

  সঠিক উত্তর: (ক)

১৪৪.
‘আম আঁটির ভেঁপু’ গল্পে সর্বজয়ার চরিত্রে কী শাশ্বত হয়ে উঠেছে?
Ο ক) 
পল্লি-প্রকৃতির
Ο খ) 
পল্লি-জীবনের
Ο গ) 
পল্লি-নারীর
Ο ঘ) 
পল্লি-মায়ের

  সঠিক উত্তর: (ঘ)

১৪৫.
মিতুল পাড়ায় ঘুরে ঘুরে তেঁতুল এনে ছোট বোনের সঙ্গে কাঁচা মরিচ দিয়ে মাখিয়ে খায়। ‘আম আঁটির ভেঁপু’ গল্পের যে দিকগুলো এখানে উপস্থিত -
i. কাঁচা আম খাওয়া
ii. আম কুড়োতে যাওয়া
iii. পাড়া ঘুরে বেড়ানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৬.
মায়ের গলা পেয়ে দুর্গা অপুকে কীভাবে যেতে বলল?
Ο ক) 
মুখের নুনের গুঁড়ো মুছে
Ο খ) 
যেভাবে আছে সেভাবেই
Ο গ) 
দৌড়ে
Ο ঘ) 
আস্তে আস্তে

  সঠিক উত্তর: (ক)

১৪৭.
আঙ্গিকের দিক থেকে ‘দৃষ্টিপ্রদীপ’ গ্রন্থের সাথে সাদৃশ্য রয়েছে কোন গ্রন্থের?
Ο ক) 
মৌরীফুল
Ο খ) 
যাত্রাবদল
Ο গ) 
মেঘমল্লার
Ο ঘ) 
আরণ্যক

  সঠিক উত্তর: (ঘ)

১৪৮.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেশা কী ছিল?
Ο ক) 
ওকালতি
Ο খ) 
চিকিৎসা করা
Ο গ) 
শিক্ষকতা
Ο ঘ) 
সাংবাদিকতা

  সঠিক উত্তর: (গ)

১৪৯.
‘আমি বন্দক ছাড়া টাকা ধার দিই নে’ - উক্তিটি কার?
Ο ক) 
সেজ ঠাকরন
Ο খ) 
মেজ ঠাকরন
Ο গ) 
ছোট ঠাকরন
Ο ঘ) 
বড় ঠাকরন

  সঠিক উত্তর: (ক)

১৫০.
প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে মহিমান্বিত বিভূতিভূষণের -
Ο ক) 
নাট্যসাহিত্য
Ο খ) 
কবিতা
Ο গ) 
কথাসাহিত্য
Ο ঘ) 
গান

  সঠিক উত্তর: (গ)

১৫১.
দুর্গাদের বাড়ি থেকে কত সময়ের পথ গেলে ভুবন মুখুয্যের বাড়ি?
Ο ক) 
চার মিনিট
Ο খ) 
পাঁচ মিনিট
Ο গ) 
ছয় মিনিট
Ο ঘ) 
সাত মিনিট

  সঠিক উত্তর: (খ)

১৫২.
সর্বজয়ার ছেরের নেই -
Ο ক) 
কাপড়
Ο খ) 
খেলনা
Ο গ) 
বই
Ο ঘ) 
হাতঘড়ি

  সঠিক উত্তর: (ক)

১৫৩.
দুর্গা মোট কয়টি বিচি পেয়েছিল?
Ο ক) 
তেইশটা
Ο খ) 
চব্বিশটা
Ο গ) 
পঁচিশটা
Ο ঘ) 
ছাব্বিশটা

  সঠিক উত্তর: (ঘ)

১৫৪.
‘কুটোগাছ’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
লতা
Ο খ) 
তৃণ
Ο গ) 
ছোট গাছ
Ο ঘ) 
দুর্বা

  সঠিক উত্তর: (খ)

১৫৫.
‘আম আঁটির ভেঁপু’ গল্পে কে আপন মনে রোয়াকে বসে খেলা করছিল?
Ο ক) 
হরিহরের কন্যা
Ο খ) 
হরিহরের পুত্র
Ο গ) 
হরিহরের ভাগ্নী
Ο ঘ) 
পাশের বাড়ির নবনীতা

  সঠিক উত্তর: (খ)

১৫৬.
তিস্তা বিছনায় শুয়ে শুয়ে সারাক্ষণ পুতুলের বিয়ের স্বপ্ন দেখে। তিস্তার এ বৈশিষ্ট্য অপুর যে বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ -
i. চোখ বুজে থাকা
ii. খেলার কল্পনা করা
iii. খাপরা ছুঁয়ে দেখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৭.
স্বর্ণ গোয়ালিনী আসায় কোন কথা চাপা পড়ে গেল?
Ο ক) 
দুর্গার বাহিরে যাওয়ার কথা
Ο খ) 
অপুর আম খাওয়ার কথা
Ο গ) 
সর্বজয়ার ক্ষার কাচার কথা
Ο ঘ) 
বাড়ির কাঁঠালতলার কথা

  সঠিক উত্তর: (ক)

১৫৮.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা কথাসাহিত্যে অমর হয়ে আছেন, কেননা, তিনি -
i. প্রকৃতিকে তুলে ধরতে পেরেছেন
ii. জীবনকে নিখুঁতভাবে উপস্থাপন করেছেন
iii. প্রকৃতি ও মানুষের মেলবন্ধন ঘটিয়েছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৯.
মাতবর গোছের লোকটি হরিহরের কাছ থেকে কী নিতে চায়?
Ο ক) 
মন্তর
Ο খ) 
অর্থ
Ο গ) 
সাহায্য
Ο ঘ) 
প্রতিশ্রুতি

  সঠিক উত্তর: (ক)

১৬০.
কাঠের ঘোড়াটি পিজরাপোলের আসামির ন্যায় পড়ে ছিল কেন?
Ο ক) 
অপুর পছন্দ নয় বলে
Ο খ) 
অপুর আগ্রহ নেই বলে
Ο গ) 
অপুর খেলা হয়েছে বলে
Ο ঘ) 
পুরনো হয়ে গিয়েছে বলে

  সঠিক উত্তর: (গ)

১৬১.
বাক্সের সমুদয় সম্পত্তি কোথায় ঢালা হয়েছিল?
Ο ক) 
বিছানায়
Ο খ) 
উঠানে
Ο গ) 
মেঝেতে
Ο ঘ) 
ঘরেতে

  সঠিক উত্তর: (গ)

১৬২.
নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?
Ο ক) 
মেঘমল্লার
Ο খ) 
আরণ্যক
Ο গ) 
যাত্রাফুল
Ο ঘ) 
মৌরিফুল

  সঠিক উত্তর: (খ)

১৬৩.
হরিহর বাড়ি এসে শুনল - অপু -
Ο ক) 
খেলছে
Ο খ) 
বসে আছে
Ο গ) 
দাঁড়িয়ে আছে
Ο ঘ) 
ঘুমুচ্ছে

  সঠিক উত্তর: (ঘ)

১৬৪.
আমের গুটি ঝরে পড়ে -
i. দুপুরের রোদে
ii. ডোবার ধারে
iii. পটলিদের বাগানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬৫.
‘আপনারা আমাদের গুরুতুল্য লোক’ - এখানে ‘গুরুতুল্য’ বলতে বোঝানো হয়েছে -
i. শিক্ষকের সমতুল্য
ii. পয়সাওয়ালা লোক
iii. বংশমর্যাদা ভালো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬৬.
অপুর কথা শুনে সর্বজয়া কী জিজ্ঞাসা করল?
Ο ক) 
আম কোথায় পেলি
Ο খ) 
তেল, নুন কেন নিয়েছিস
Ο গ) 
বাইরে কখন গিয়েছিলি
Ο ঘ) 
খেলনাগুলো কোথায়

  সঠিক উত্তর: (ক)

১৬৭.
অপুর সাথে দুর্গার মিল রয়েছে -�
Ο ক) 
চোখের
Ο খ) 
চুলের
Ο গ) 
গড়নের
Ο ঘ) 
বরণের

  সঠিক উত্তর: (ক)

১৬৮.
অপু লক্ষ্মীর চুপরির কড়িগুলো লুকিয়ে ফেলল -
Ο ক) 
সিঁধেল চোরের মতো
Ο খ) 
কলের পুতুলের মতো
Ο গ) 
সুবোধ বালকের মতো
Ο ঘ) 
ধূর্ত শেয়ালের মতো

  সঠিক উত্তর: (খ)

১৬৯.
মিলি বাইরে থেকে বাড়ির দরজায় এলো, তবে মা থাকায় বাড়িতে ঢুকতে পারল না। দুর্গার যে বৈশিষ্ট্য মিলির মধ্যে লক্ষ করা যায় -
i. মাকে ভয় পায়
ii. মাকে ফাঁকি দেয়
iii. মাকে সমীহ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৭০.
‘কালমেঘ’ অর্থ কী?
Ο ক) 
মেঘের রঙ
Ο খ) 
ঝড়ের পূর্বাভাস
Ο গ) 
যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত গাছ
Ο ঘ) 
এক প্রকার কালো ফল

  সঠিক উত্তর: (গ)

১৭১.
‘আম আঁটির ভেঁপু’ গল্পটি মানুষের জীবনের কোন সময়কে স্মরণ করিয়ে দেয়?
Ο ক) 
জন্মের সময়
Ο খ) 
কৈশোরের সময়
Ο গ) 
শৈশবের সময়
Ο ঘ) 
স্কুলের সময়

  সঠিক উত্তর: (গ)

১৭২.
মাতবর গোছের লোকটি হরিহরকে সম্বোধন করেছে কী বলে?
Ο ক) 
দাদাঠাকুর
Ο খ) 
দাদামশাই
Ο গ) 
ঠাকুর মশাই
Ο ঘ) 
পুরহিত দাদা

  সঠিক উত্তর: (ক)

১৭৩.
ছোট টিনের বাক্সের কী ভাঙ্গা ছিল?
Ο ক) 
হাতল
Ο খ) 
ডালা
Ο গ) 
কব্জা
Ο ঘ) 
তলা

  সঠিক উত্তর: (খ)

১৭৪.
দুর্গার হাতের নারকেলের মালার মধ্যে কী ছিল?
Ο ক) 
তেঁতুল কাটা
Ο খ) 
আমড়া কাটা
Ο গ) 
কামরাঙ্গা কাটা
Ο ঘ) 
আম কাটা

  সঠিক উত্তর: (ঘ)

১৭৫.
‘আম আঁটির ভেঁপু’ গল্পে সর্বজয়াদের রায়বাড়ির কত টাকার উপর নির্ভর করতে হয়?
Ο ক) 
পাঁচ টাকা
Ο খ) 
ছয় টাকা
Ο গ) 
সাত টাকা
Ο ঘ) 
আট টাকা

  সঠিক উত্তর: (ঘ)

১৭৬.
হরিহরের চরিত্র বিশ্লেষণ করে তাঁর সম্পর্কে যে তথ্যগুলো পাওয়া যায় -
i. আবেগের নিয়ন্ত্রণ
ii. অর্থনৈতিক অস্বচ্ছলতা
iii. সম্পদের উচ্চাভিলাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭৭.
দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক! এখানে কার কথা বলা হয়েছে?
Ο ক) 
অপুর
Ο খ) 
হরিহরের
Ο গ) 
দুর্গার
Ο ঘ) 
স্বর্ণ গোয়ালিনীর

  সঠিক উত্তর: (গ)

১৭৮.
কত সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আই.এ পাস করেন?
Ο ক) 
১৯১২ সালে
Ο খ) 
১৯১৩ সালে
Ο গ) 
১৯১৪ সালে
Ο ঘ) 
১৯১৫ সালে

  সঠিক উত্তর: (গ)

১৭৯.
অপুর বাক্সে শুকনো কোন ফল ছিল?
Ο ক) 
ঘুটু ফল
Ο খ) 
নাটা ফল
Ο গ) 
বেত ফল
Ο ঘ) 
বৈচি ফল

  সঠিক উত্তর: (খ)

১৮০.
হরহর কয় মাস অন্তর বেতন পায়?
Ο ক) 
চার-পাঁচ মাস
Ο খ) 
তিন-চার মাস
Ο গ) 
এক-দুই মাস
Ο ঘ) 
দুই-তিন মাস

  সঠিক উত্তর: (ঘ)

১৮১.
অপু ও দুর্গার জীবন প্রকৃতি ঘনিষ্ঠ হওয়ার কারণ -
i. তারা প্রকৃতির কোলে মানুষ
ii. প্রকৃতিই তাদের জীবনীশক্তি
iii. প্রকৃতিতে তাদের বাঁচার প্রেরণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮২.
গলার সুর নিচু করে দুর্গা অপুর কাছ থেকে কী জানতে চাইল?
Ο ক) 
অপু এগুলো খাবে কি না
Ο খ) 
মা ঘাট থেকে ফিরেছে কি না
Ο গ) 
বাবা ঘুমাচ্ছে কি না
Ο ঘ) 
পিসি বসে আছে কি না

  সঠিক উত্তর: (খ)

১৮৩.
ভুবন মুখুয্যের বাড়ি হরিহর রায়ের বাড়ি থেকে কত সময়ের পথ?
Ο ক) 
চার মিনিটের
Ο খ) 
পাঁচ মিনিটের
Ο গ) 
ছয় মিনিটের
Ο ঘ) 
সাত মিনিটের

  সঠিক উত্তর: (খ)

১৮৪.
সেজ ঠাকরুন কী ছাড়া টাকা ধার দেন না?
Ο ক) 
বন্ধক ছাড়া
Ο খ) 
সম্পত্তি ছাড়া
Ο গ) 
দলিল ছাড়া
Ο ঘ) 
অলংকার ছাড়া

  সঠিক উত্তর: (ক)

১৮৫.
নাটা ফলগুলো কে কুড়িয়ে এনেছিল?
Ο ক) 
অপু
Ο খ) 
সর্বজয়া
Ο গ) 
দুর্গা
Ο ঘ) 
হরিহর

  সঠিক উত্তর: (গ)

১৮৬.
দুর্গার হাতে অপু কী দেখতে পেল?
Ο ক) 
খরগোশের বাচ্চা
Ο খ) 
নারিকেলের মালা
Ο গ) 
ছাগল ছানা
Ο ঘ) 
পাখির বাচ্চা

  সঠিক উত্তর: (খ)

১৮৭.
সর্বজয়া কিসের বাটি হাতে দাঁড়িয়ে ছিল?
Ο ক) 
ডালের
Ο খ) 
চালের
Ο গ) 
তিলের
Ο ঘ) 
ধানের

  সঠিক উত্তর: (ক)

১৮৮.
হরিহর গোমস্তার কাজ করে কার বাড়িতে?
Ο ক) 
নিত্য রায়ের বাড়িতে
Ο খ) 
বিধু রায়ের বাড়িতে
Ο গ) 
অন্নদা রায়ের বাড়িতে
Ο ঘ) 
যতিন রায়ের বাড়িতে

  সঠিক উত্তর: (গ)

১৮৯.
‘অপরাজিতা’ �উপন্যাসের লেখক কে?
Ο ক) 
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Ο খ) 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ο গ) 
মানিক বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) 
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

  সঠিক উত্তর: (ক)

১৯০.
হরিহর কোথায় তাগাদা করতে গিয়েছিল?
Ο ক) 
বিষ্ণুপুরে
Ο খ) 
দশঘরায়
Ο গ) 
শিবগঞ্জে
Ο ঘ) 
কেতুপুরে

  সঠিক উত্তর: (খ)

১৯১.
খেলনাগুলোকে অপুর সম্পত্তি বলা হয়েছে যে কারণে -
i. খেলনাগুলো অপুর নিজের বলে
ii. খেলনাগুলো অনেক দামি বলে
iii. খেলনাগুলো আর কারও নেই বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯২.
‘জারা’ শব্দের অর্থ হলো -
Ο ক) 
জ্বালানো
Ο খ) 
ছিঁড়ে ফেলা
Ο গ) 
জীর্ণ করা
Ο ঘ) 
পরিত্যক্ত

  সঠিক উত্তর: (গ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:
রক্সিদের ফলের বাগান, সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো। মার খেয়েছে বিস্তর; জাম খেয়েছে আরও অনেক বেশি। বাড়ির লোকে বলে, ‘লজ্জা করে না বাঁদর!’
১৯৩.
উদ্দীপকের ছেলেটা ‘আম আঁটির ভেঁপু’ গল্পের কোন চরিত্রকে নির্দেশ করে?
Ο ক) 
অপু
Ο খ) 
দুর্গা
Ο গ) 
হরিহর
Ο ঘ) 
পটলি

  সঠিক উত্তর: (খ)

১৯৪.
উদ্দীপকের ছেলেটা ও ‘আম আঁটির ভেঁপু’ গল্পের দুর্গাকে বাড়ির লোকে কী করেছে?
Ο ক) 
দুষ্টুমি মেনে নিয়েছে
Ο খ) 
শাসন করেছে
Ο গ) 
আরও দুষ্টুমি করতে বলেছে
Ο ঘ) 
আদালতে নালিশ করেছে

  সঠিক উত্তর: (খ)

১৯৫.
উদ্দীপক ও ‘আম আঁটির ভেঁপু’ গল্প পাঠ করলে মনে হয় -
i. শৈশব স্মৃতি
ii. কৈশোরের চঞ্চলতা
iii. বৃদ্ধ বয়সের স্মৃতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...