NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র পদ্য : আবার আসিব ফিরে



জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
পদ্য : আবার আসিব ফিরে


১.
‘আবার আসিব ফিরে’ কবিতার মূল বিষয়বস্তু কী?
Ο ক) 
দেশপ্রেম
Ο খ) 
প্রকৃতির রূপবৈচিত্র্য
Ο গ) 
বাংলার গ্রামীণ জীবন
Ο ঘ) 
বাংলা জীববৈচিত্র্য

  সঠিক উত্তর: (খ)

২.
‘আবার আসিব ফিরে’ কবিতায় উল্লিখিত পাখিগুলোর মধ্যে রয়েছে-
i. বক, কাক
ii. শালিক, শঙ্খচিল
iii. পেঁচা, ঘুঘু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩.
কার্তিকের নবান্নের দেশে কী জীবনানন্দ দাশ কী হয়ে আসতে চাইছেন?
Ο ক) 
ভোরের কাক
Ο খ) 
সন্ধ্যার সুদর্শন
Ο গ) 
রাতের লক্ষ্মী পেচাঁ
Ο ঘ) 
বিকেলের হাঁস

  সঠিক উত্তর: (ক)

৪.
জীবনানন্দ দাশের কবিতয় বাংলাদেশের কোনটি প্রকাশ পেয়েছে?
Ο ক) 
প্রাকৃতিক দৈন্য
Ο খ) 
প্রকৃতির বিচিত্র রূপ
Ο গ) 
বাংলার জাগরণ
Ο ঘ) 
বাংলার মানুষ

  সঠিক উত্তর: (খ)

৫.
কিশোরের পাল কোন রঙের?
Ο ক) 
সবুজ
Ο খ) 
নীল
Ο গ) 
লাল
Ο ঘ) 
সাদা

  সঠিক উত্তর: (ঘ)

৬.
রূপসার ঘোলা জলে ছেঁড়া পালে কে ডিঙ্গা বায়?
Ο ক) 
মাঝি
Ο খ) 
কিশোর
Ο গ) 
নাবিক
Ο ঘ) 
জেলে

  সঠিক উত্তর: (খ)

৭.
কবি জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
খুলনায়
Ο খ) 
পিরোজপুরে
Ο গ) 
বরিশালে
Ο ঘ) 
ভোলায়

  সঠিক উত্তর: (গ)

৮.
“কশোরীর ঘুঙুর রহিবে লাল পায়?।” এখানে ‘ঘুঙুর’ বলতে বোঝানো হয়েছে-
i. নূপুরকে
ii. কানের অলংকারকে
iii. পায়ের অলংকারকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯.
‘আবার আসিব ফিরে’ কবিতায় বাংলার কিসের প্রতি কবির আকর্ষণ লক্ষ করা যায়?
i. নদী
ii. প্রকৃতি
iii. মানুষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১০.
কবি কুয়াশার বুকে ভেসে কোথায় আসবেন?
Ο ক) 
করুণ ডাঙায়
Ο খ) 
কাঁঠাল ছায়ায়
Ο গ) 
শিমুল ছায়ায়
Ο ঘ) 
উঠানের ঘাসে

  সঠিক উত্তর: (খ)

১১.
বাংলাদেশের প্রকৃতির বিচিত্র রং রূপের প্রকাশ ঘটেছে কোন কবির� কবিতায়?
Ο ক) 
মাইকেল মধুসূদন দত্ত
Ο খ) 
জীবনানন্দ দাশ
Ο গ) 
সুফিয়া কামাল
Ο ঘ) 
বুদ্ধদেব বসু

  সঠিক উত্তর: (খ)

১২.
কবি জীবনানন্দ দাশ কীভাবে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
যক্ষ্মা রোগে
Ο খ) 
ট্রাম দুর্ঘটনায়
Ο গ) 
সন্ত্রাসী হামলায়
Ο ঘ) 
ক্যান্সার রোগে

  সঠিক উত্তর: (খ)

১৩.
জলাঙ্গী কী?
Ο ক) 
জ্বালা যন্ত্রণা
Ο খ) 
জলভরা নদী
Ο গ) 
নদীর স্রোত
Ο ঘ) 
একটি আন্দোলন

  সঠিক উত্তর: (খ)

১৪.
‘আবার আসিব ফিরে’ কবিতায় কী হওয়ার প্রতি কবি ইচ্ছে প্রকাশ করেন?
Ο ক) 
হাঁস
Ο খ) 
পানকৌড়ি
Ο গ) 
মাছ
Ο ঘ) 
ঘাস

  সঠিক উত্তর: (ক)

১৫.
কবি বাংলাদেশকে কিসের দেশ বলেছেন?
Ο ক) 
নবান্নের
Ο খ) 
শালিকের
Ο গ) 
কাকের
Ο ঘ) 
পেঁচার

  সঠিক উত্তর: (ক)

১৬.
রাঙা মেঘ সাঁতরায়ে কে নীড়ে ফিরছে?
Ο ক) 
কবি
Ο খ) 
হাসের দল
Ο গ) 
কিশোর
Ο ঘ) 
ধবল বক

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
নিচের কোনটি রূপ ধরে কবি আবার ফিরে আসবেন?
Ο ক) 
ফিঙের
Ο খ) 
কোকিলের
Ο গ) 
শঙ্খচিলের
Ο ঘ) 
চড়ুইয়ের

  সঠিক উত্তর: (গ)

১৮.
রূপসা কী?
Ο ক) 
একটি দিঘি
Ο খ) 
একটি নদী
Ο গ) 
একটি খাল
Ο ঘ) 
একটি বিল

  সঠিক উত্তর: (খ)

১৯.
সন্ধ্যার বাতাসে কী উড়ে বেড়াচ্ছে?
Ο ক) 
সুদর্শন
Ο খ) 
ঘুড়ি
Ο গ) 
কাগজ
Ο ঘ) 
পাখি

  সঠিক উত্তর: (ক)

২০.
‘আবার আসিব ফিরে’ কবিতায় কোন নদীর উল্লেখ আছে?
Ο ক) 
পদ্মা
Ο খ) 
সুগন্ধা
Ο গ) 
রূপসা
Ο ঘ) 
কীর্তনখোলা

  সঠিক উত্তর: (গ)

২১.
জীবনানন্দ দাশের কবিতায় প্রতিফলিত হয়েছে-
i. প্রকৃতির রং ও রূপ
ii. ঐতিহ্য চেতনা
iii. পল্লি জীবন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

২২.
জীবনানন্দ দাশ কোন উপাদান থেকে তার কবিতার রূপরস সংগ্রহ করেছেন?
Ο ক) 
প্রেম
Ο খ) 
রাজনীতি
Ο গ) 
মানবজীবন
Ο ঘ) 
প্রকৃতি

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
কার পায়ে কিশোরীর ঘুঙুর থাকবে?
Ο ক) 
কবির
Ο খ) 
হাঁসের
Ο গ) 
শিশুর
Ο ঘ) 
বকের

  সঠিক উত্তর: (খ)

২৪.
নিচের লেখা কোন কবি ট্রাম দুর্ঘটনায় নিহত হন?
Ο ক) 
জীবনানন্দ দাশ
Ο খ) 
আহসান হাবীব
Ο গ) 
সত্যেন্দ্রনাথ দত্ত
Ο ঘ) 
কায়কোবাদ

  সঠিক উত্তর: (ক)

২৫.
ধানসিড়ি নদী কোন জেলায় ছিল?
Ο ক) 
বরিশাল
Ο খ) 
পিরোজপুর
Ο গ) 
ঝালকাঠী
Ο ঘ) 
বরগুনা

  সঠিক উত্তর: (গ)

২৬.
‘আবার আসিব ফিরে’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Ο ক) 
ধূসর পান্ডুলিপি
Ο খ) 
রূপসী বাংলা
Ο গ) 
ঝরা পালক
Ο ঘ) 
বনলতা সেন

  সঠিক উত্তর: (খ)

২৭.
কোন কবি ট্রাম দুর্ঘটনায় নিহত হন?
Ο ক) 
জীবনানন্দ দাশ
Ο খ) 
আহসান হাবীব
Ο গ) 
সত্যেন্দ্রনাথ দত্ত
Ο ঘ) 
সুকান্ত ভট্টাচার্য

  সঠিক উত্তর: (ক)

২৮.
সাদা ছেঁড়া পালে কে ডিঙা বায়?
Ο ক) 
মাঝি
Ο খ) 
নাবিক
Ο গ) 
জেলে
Ο ঘ) 
কিশোর

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
শঙ্খচিল, খইয়ের ধান কার্তিক মাস প্রভৃতি প্রতীকগুলো যা প্রকাশ করতে কবিতায় ব্যবহৃত হয়েছে?-
i. প্রকৃতি
ii. নিসর্গ
iii. বাংলা ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
জীবনানন্দ দাশ কোন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন?
Ο ক) 
বাংলা
Ο খ) 
ইংরেজি
Ο গ) 
সংস্কৃত
Ο ঘ) 
রসায়ন

  সঠিক উত্তর: (খ)

৩১.
কোন মেঘ সাঁতরায়ে ধবল বক আসে?
Ο ক) 
কালো মেঘ
Ο খ) 
সাদা মেঘ
Ο গ) 
রাঙা মেঘ
Ο ঘ) 
আবছা মেঘ

  সঠিক উত্তর: (গ)

৩২.
‘নবান্ন’ -এর শাব্দিক অর্থ কী?
Ο ক) 
একটি উৎসব
Ο খ) 
পায়েস
Ο গ) 
নতুন ভাত
Ο ঘ) 
নবজীবনের আহবান

  সঠিক উত্তর: (গ)

৩৩.
‘ধানসিঁড়ি’ কিসের নাম?
Ο ক) 
নদীর
Ο খ) 
শহরের
Ο গ) 
ধানের
Ο ঘ) 
গ্রামের

  সঠিক উত্তর: (ক)

৩৪.
আবার আসিব ফিরে কবিতায় কোন নদীর উল্লেখ আছে?
Ο ক) 
পদ্মা
Ο খ) 
সুগন্ধা
Ο গ) 
রূপসা
Ο ঘ) 
কীর্তনখোলা

  সঠিক উত্তর: (গ)

৩৫.
‘আবার আসিব ফিরে’ কবিতায় উল্লেখিত পাখি গুলোর মধ্যে রয়েছে-
i. বক, কাক
ii. শালিক, শঙ্খচিল
iii. পেঁচা, ঘুঘু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩৬.
উঠানোর ঘাসে গ্রামের শিশু কী ছড়াবে?
Ο ক) 
বীজ ধান
Ο খ) 
মুড়ির চাল
Ο গ) 
খইয়ের ধান
Ο ঘ) 
ধানের তুষ

  সঠিক উত্তর: (গ)

৩৭.
কোন নদীর ঘোলা জলে কিশোর ছেঁড়া পালে ডিঙা বায়?
Ο ক) 
ধানসিড়ির
Ο খ) 
মেঘনার
Ο গ) 
রূপসার
Ο ঘ) 
যমুনার

  সঠিক উত্তর: (গ)

৩৮.
‘আবার আসিব ফিওের’ কবিতার রচয়িতা কে?
Ο ক) 
বুদ্ধদেব বসু
Ο খ) 
আল মাহমুদ
Ο গ) 
জীবনানন্দ দাশ
Ο ঘ) 
শামসুর রাহমান

  সঠিক উত্তর: (গ)

৩৯.
কবি কোন বক দেখবেন বলে প্রত্যাশা করেন?
Ο ক) 
ধবল বক
Ο খ) 
কানী বক
Ο গ) 
সাদা বক
Ο ঘ) 
কালো বক

  সঠিক উত্তর: (ক)

৪০.
জীবনানন্দ দাশের কবিতায় প্রতিফলিত হয়েছে-
i. প্রকৃতির রং রূপ
ii. ঐতিহ্য চেতনা
iii. পল্লিজীবন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
কোন নদীর ঘোলা জলে কিশোর ছেঁড়া পালে ডিঙা বায়?
Ο ক) 
পদ্মার
Ο খ) 
মেঘনার
Ο গ) 
রূপসার
Ο ঘ) 
যমুনার

  সঠিক উত্তর: (গ)

৪২.
‘আবার আসিব ফিরে’-কোন ধরনের কবিতা?
i. প্রকৃতি বন্দনা
ii. দেশাত্মকবোধক
iii. রোমান্টিক
নিচের কোনটি সঠ্কি?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪৩.
ভোরের কাক হয়ে কবি কিসের সাথে মিশে যাবেন?
Ο ক) 
ধবল বকের সারির সাথে
Ο খ) 
জলাঙ্গীর ঢেউয়ের
Ο গ) 
কুয়াশায়
Ο ঘ) 
অন্ধকারে

  সঠিক উত্তর: (গ)

৪৪.
কবি সন্ধ্যার আকাশে কী উড়বে বলেছেন?
Ο ক) 
শালিক
Ο খ) 
সুদর্শন
Ο গ) 
শঙ্খচিল
Ο ঘ) 
পানকৌড়ি

  সঠিক উত্তর: (খ)

৪৫.
কবির সারাদিন কেটে যাবে কোথায়?
Ο ক) 
কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে
Ο খ) 
অঘ্রাণের মাঠে মাঠে
Ο গ) 
পল্লির নদীতে নদীতে
Ο ঘ) 
পল্লির পাড়ায় পাড়ায়

  সঠিক উত্তর: (ক)

৪৬.
কবি বর্ণিত কিশোরের পাল কেমন?
Ο ক) 
ছেঁড়া
Ο খ) 
কাঁটা
Ο গ) 
বাহারী
Ο ঘ) 
জীর্ণ

  সঠিক উত্তর: (ক)

৪৭.
নিচের কোন কবিতাটি জীবনানন্দ দাশের রচিত?
Ο ক) 
ধানের কাব্য
Ο খ) 
বাবুরের মহত্ত্ব
Ο গ) 
আবার আসিব ফিরে
Ο ঘ) 
একুশের কবিতা

  সঠিক উত্তর: (গ)

৪৮.
সন্ধ্যার বাতাসে কী উড়ে বেড়াচ্ছে?
Ο ক) 
সুদর্শন
Ο খ) 
ঘুড়ি
Ο গ) 
কাগজ
Ο ঘ) 
পাখি

  সঠিক উত্তর: (ক)

৪৯.
সাদা ছেঁড়া পালে কে ডিঙা বায়?
Ο ক) 
মাঝি
Ο খ) 
নাবিক
Ο গ) 
ছেলে
Ο ঘ) 
কিশোর

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
আবার আসিব ফিরে কবিতায় ‘রাঙা মেঘ’ দ্বারা কোন সময়কে নির্দেশ করা হয়েছে?
Ο ক) 
রাতের
Ο খ) 
ঝড়ের মেঘের
Ο গ) 
সন্ধ্যার
Ο ঘ) 
গোধুলির

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
নবান্ন উৎসব কোন মাসে হয়ে থাকে?
Ο ক) 
বৈশাখ
Ο খ) 
ফাল্গুন
Ο গ) 
আশ্বিন
Ο ঘ) 
কার্তিক

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
‘আবার আসিব ফিরে’ কবিতায় নিচের যে পাখিগুলোর উল্লেখ আছে তা হলো-
i. বক, কাক
ii. শালিক, শঙ্খচিল
iii. পেঁচা, ঘুঘু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫৩.
‘আবার আসিব ফিরে’ কবিতায় মৃত্যুর পর যে বেশে ফিরে আসবেন বলে কবি কথা দিয়েছেন-
i. শঙ্খচিলের
ii. মালিকের
iii. গঙ্গাফড়িঙের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৫৪.
নবান্ন কীসের উৎসব?
Ο ক) 
কার্তিকের
Ο খ) 
ভাদ্রের
Ο গ) 
বর্ষার
Ο ঘ) 
বসন্তের

  সঠিক উত্তর: (ক)

৫৫.
‘আবার আসিব ফিরে’ কবিতায় উল্লেখিত নদীর মধ্যে রয়েছে-
i. জলাঙ্গী
ii. ধানসিড়ি
iii. রূপসা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫৬.
সুদর্শন কিসের বাতাসে উড়বে?
Ο ক) 
সন্ধ্যার বাতাসে
Ο খ) 
পূবালী বাতাসে
Ο গ) 
দখিনা হাওয়ায়
Ο ঘ) 
ভোরের হাওয়ায়

  সঠিক উত্তর: (ক)

৫৭.
বাংলা কিসের ঢেউয়ে ভেজা?
Ο ক) 
সমুদ্রের ঢেউয়ে
Ο খ) 
পুকুরের ঢেউয়ে
Ο গ) 
জলাঙ্গীর ঢেউয়ে
Ο ঘ) 
ঝিলের জলে

  সঠিক উত্তর: (গ)

৫৮.
নবান্ন অনুষ্ঠান কোন মাসে হয়?
Ο ক) 
আশ্বিন মাস
Ο খ) 
কার্তিক মাস
Ο গ) 
অগ্রহায়ণ মাস
Ο ঘ) 
পৌষ মাস

  সঠিক উত্তর: (খ)

৫৯.
‘শঙ্খচিল’ সাধারণত কোন রঙের হয়ে থাকে?
Ο ক) 
কালো
Ο খ) 
বাদামী
Ο গ) 
সাদা
Ο ঘ) 
মেটে

  সঠিক উত্তর: (গ)

৬০.
কবি জীবনানন্দ দাশ কাকে ভালোবাসেন?
Ο ক) 
বাংলার নদীকে
Ο খ) 
বাংলার মাঠকে
Ο গ) 
বাংলার খেতকে
Ο ঘ) 
সবগুলোকেই

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
জীবনানন্দ দাশ কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) 
ঢাকায়
Ο খ) 
বরিশালে
Ο গ) 
কলকাতায়
Ο ঘ) 
ধানসিড়ির তীরে

  সঠিক উত্তর: (গ)

৬২.
রূপসার ঘোলা জলে কিশোর কী বায়?
Ο ক) 
ভেলা
Ο খ) 
ডিঙা
Ο গ) 
লঞ্চ
Ο ঘ) 
স্টিমার

  সঠিক উত্তর: (খ)

৬৩.
‘রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে দেখিবে ধবল বক’- কোন সময়ের বর্ণনা?
Ο ক) 
সকাল
Ο খ) 
বিকাল
Ο গ) 
সন্ধ্যা
Ο ঘ) 
রাত

  সঠিক উত্তর: (গ)

৬৪.
জীবনানন্দ দাশের কবিতার নাম-
Ο ক) 
ধানের কাব্য
Ο খ) 
বাবুরের মহত্ত্ব
Ο গ) 
আবার আসিব ফিরে
Ο ঘ) 
একুশের কবিতা

  সঠিক উত্তর: (গ)

৬৫.
কবি বাংলাদেশকে কীসের দেশ বলেছেন?
Ο ক) 
নবান্নের
Ο খ) 
শালিকের
Ο গ) 
কাকের
Ο ঘ) 
পেঁচার

  সঠিক উত্তর: (ক)

৬৬.
নবান্ন উৎসব বাংলা কোন মাসে হয়ে থাকে?
Ο ক) 
বৈশাখ
Ο খ) 
আশ্বিন
Ο গ) 
কার্তিক
Ο ঘ) 
ফাল্গুন

  সঠিক উত্তর: (গ)

৬৭.
লক্ষ্মীপেচাঁ কোথায় ডাকছে?
Ο ক) 
বরেট ডালে
Ο খ) 
হিজলের ডালে
Ο গ) 
শিমুলের ডালে
Ο ঘ) 
কাঁঠালের ডালে

  সঠিক উত্তর: (গ)

৬৮.
উঠানের ঘাসে গ্রামের শিশু কী ছড়াবে?
Ο ক) 
বীজ ধান
Ο খ) 
মুড়ির চাল
Ο গ) 
খইয়ের ধান
Ο ঘ) 
ধানের তুষ

  সঠিক উত্তর: (গ)

৬৯.
ধানসিঁড়ি কীসের নাম?
Ο ক) 
নদীর
Ο খ) 
শহরের
Ο গ) 
ধানের
Ο ঘ) 
গ্রামের

  সঠিক উত্তর: (ক)

৭০.
‘আমারেই পাবে তুমি ইহাসের ভিড়ে’-এখানে কাকে পাওয়ার কথা বলা হয়েছে?
Ο ক) 
কবিকে
Ο খ) 
ধবল বক
Ο গ) 
লক্ষ্মীপেচাঁ
Ο ঘ) 
কিশোরী

  সঠিক উত্তর: (ক)

৭১.
রূপসা নদীর পাশে কোন শহরটি অবস্থিত?
Ο ক) 
বরিশাল
Ο খ) 
ফালকাঠি
Ο গ) 
খুলনা
Ο ঘ) 
কুমিল্লা

  সঠিক উত্তর: (গ)

৭২.
রূপসা কী?
Ο ক) 
একটি দিঘি
Ο খ) 
একটি নদী
Ο গ) 
একটি শহর
Ο ঘ) 
একটি বন্দর

  সঠিক উত্তর: (খ)

৭৩.
খইয়ের ধান কে ছড়াচ্ছে?
Ο ক) 
শিশু
Ο খ) 
কিশোর
Ο গ) 
মেয়ে
Ο ঘ) 
নারী

  সঠিক উত্তর: (ক)

৭৪.
কে বাংলার নদী মাঠ খেত ভালোবেসে ফিরে আসবে?
Ο ক) 
কিশোর
Ο খ) 
কিশোরী
Ο গ) 
কবি
Ο ঘ) 
শঙ্খচিল

  সঠিক উত্তর: (গ)

৭৫.
কবি বাংলার কী ভালোবেসে ফিরে আসতে চান?
i. নদী
ii. মাঠ
iii. খেত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
সুদর্শন কোথায় উড়ছে?
Ο ক) 
সন্ধ্যার আকাশে
Ο খ) 
রাতের আকাশে
Ο গ) 
দুপুরের বাতাসে
Ο ঘ) 
সন্ধ্যার বাতাসে

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
কবি যখন হাঁস হয়ে বাংলায় আসবেন তখন হাঁসের পায়ে থাকবে-
Ο ক) 
সুচিক্কন মল
Ο খ) 
কিশোরের ঘন্টা
Ο গ) 
কিশোরীর ঘুঙুর
Ο ঘ) 
বধূর নূপুর

  সঠিক উত্তর: (গ)

৭৮.
‘ধবল’ শব্দটির অর্থ কী?
Ο ক) 
কালো
Ο খ) 
লাল
Ο গ) 
সাদা
Ο ঘ) 
সবুজ

  সঠিক উত্তর: (গ)

৭৯.
‘কার্তিকের নবান্নের দেশ’ বলতে কবি বুঝিয়েছেন-
i. জন্মভূমিকে
ii. বাংলাদেশকে
iii. কবির কল্পনার দেশকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮০.
জীবনানন্দ দাশের কবিতায় বাংলাদেশের কোনটি প্রকাশ পেয়েছে?
Ο ক) 
প্রাকৃতিক দৈন্য
Ο খ) 
প্রকৃতির বিচিত্র রূপ
Ο গ) 
বাংলার জাগরণ
Ο ঘ) 
বাংলার ইতহিসা

  সঠিক উত্তর: (খ)

৮১.
কবি কোথায় ফিরে আসবেন?
Ο ক) 
সৈকতে
Ο খ) 
সাগর তীরে
Ο গ) 
বাড়ির ধারে
Ο ঘ) 
ধানসিঁড়ির তীরে

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
‘আবার আসিব ফিরে ধানসিঁটির তীরে।’ এ চরণে প্রকাশ পেয়েছে-
i. কবির ইচ্ছা
ii. কবির বাসনা
iii. কবির নিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮৩.
সাদা ছেঁড়া পালে কে ডিঙা বায়?
Ο ক) 
মাঝি
Ο খ) 
নাবিক
Ο গ) 
কিশোর
Ο ঘ) 
জেলে

  সঠিক উত্তর: (গ)

৮৪.
নবান্ন হলো-
Ο ক) 
ধানের আনন্দ
Ο খ) 
নতুন অন্ন
Ο গ) 
নতুন ধান
Ο ঘ) 
নতুন ধানের উৎসব

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
‘রূপসী বাংলা’ কার লেখা?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
শামসুর রাহমান
Ο গ) 
কাজী নজরুল ইসলাম
Ο ঘ) 
জীবনানন্দ দাশ

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
কবি বিভিন্ন বেশে আসতে চেয়েছেন-
i. কাঁঠাল ছায়ায়, সবুজ করুণ ডাঙায়
ii. ধানসিঁড়ির তীরে
iii. রূপসার ঘোলাজলে, বাড়ির আঙ্গিনায়
নিচের কোনটি সঠ্কি?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
iii
Ο ঘ) 
ii

  সঠিক উত্তর: (ক)

৮৭.
‘আবার আসিব ফিরে’ কবিতায় নিম্নলিখিত শব্দগুলো পাওয়া যায়-
i. কুয়াশা, সুদর্শন
ii. শঙ্খচিল, জলাঙ্গী
iii. ডাঙা, শালিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
‘আবার আসিব ফিরে’ কবিতায় কবির যে বৈশিষ্ট্য আমাদের দৃষ্টি কাড়ে-
i. জীবন ও প্রকৃতির প্রতি মমত্ব
ii. স্বদেশের প্রতি অগাধ ভালোবাসা
iii. বিশুদ্ধ জীবনবোধ ও দার্শনিকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮৯.
জীবনানন্দ দাশ প্রধানত কিসের প্রেমিক ছিলেন?
Ο ক) 
প্রকৃতির
Ο খ) 
মানুষের
Ο গ) 
ঈশ্বরের
Ο ঘ) 
নারীর

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
গিয়াস মায়াবী প্রকৃতি দেখে মুগ্ধ। ছায়াঢাকা পথে পাখ-পাখালির কলতান তাঁকে মুগ্ধ করে। তিনি মনের অজান্তেই গেয়ে উঠেন:
�এমন দেশটি কোথাও খুঁজে তুমি পাবে না কো তুমি
�সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
৯০.
উদ্ধীপকের বক্তব্যের সঙ্গে তোমার পঠিত কোন রচনার বক্তব্যের সামঞ্জস্য রয়েছে?
Ο ক) 
আবার আসিব ফিরে
Ο খ) 
নদীর স্বপ্ন
Ο গ) 
একুশের গান
Ο ঘ) 
দেশ

  সঠিক উত্তর: (ক)

৯১.
সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন বাক্যে প্রতিফলিত?
Ο ক) 
পথে পথে ফোটে রাজনীগন্ধা
Ο খ) 
অনেক রঙের পাল আছে মাঝি
Ο গ) 
নদীর পর নদী আছে তার নাহি শেষ
Ο ঘ) 
আবার আসিব আমি বাংলার নদী মাঠখেত ভালোবেসে

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...