NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫


এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ২২: পদ্য - মানুষ


১.
‘সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুঝের জ্ঞাতি’ এই পঙক্তিতে তিনি কে?
Ο ক) 
সৃষ্টিকর্তা
Ο খ) 
গজানি মামুদ
Ο গ) 
কালাপাহাড়
Ο ঘ) 
চেঙ্গিস

  সঠিক উত্তর: (ক)

২.
কাকে দুয়ার খোলার কথা বলা হচ্ছে?
Ο ক) 
ক্ষুধার ঠাকুরকে
Ο খ) 
পূজারিকে
Ο গ) 
মোল্লাকে
Ο ঘ) 
চেঙ্গিসকে

  সঠিক উত্তর: (খ)

৩.
‘দেখিয়া’ শব্দের চলিত রূপ কোনটি?
Ο ক) 
দেখে
Ο খ) 
দেখেছিল
Ο গ) 
দেখেছে
Ο ঘ) 
দেখবে

  সঠিক উত্তর: (ক)

৪.
‘বড়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Ο ক) 
মহৎ
Ο খ) 
মহান
Ο গ) 
শ্রেষ্ঠ
Ο ঘ) 
ছোট

  সঠিক উত্তর: (ঘ)

৫.
‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিটি তোমায় কভু’ - এ কথাটি কার?
Ο ক) 
পুরোহিতের
Ο খ) 
পথিকের
Ο গ) 
মোল্লা সাহেবের
Ο ঘ) 
মুসাফিরের

  সঠিক উত্তর: (ঘ)

৬.
‘গাহি’ শব্দের চলিত রূপ কোনটি?
Ο ক) 
গাইব
Ο খ) 
গেয়েছি
Ο গ) 
গাই
Ο ঘ) 
গাইতেছি

  সঠিক উত্তর: (গ)

৭.
কাজী নজরুল তাঁর কবিতায় বিশিষ্টতার সাক্ষ্য রেখেছেন যে ধরনের শব্দ ব্যবহারের মাধ্যমে -
i. ফরাসি
ii. আরবি
iii. ফারসি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮.
‘তেরিয়া’ শব্দের অর্থ কী?
Ο ক) 
ক্রুদ্ধভাবে
Ο খ) 
শান্তভাবে
Ο গ) 
ভদ্রভাবে
Ο ঘ) 
নম্রভাবে

  সঠিক উত্তর: (ক)

৯.
স্বপ্ন দেখে কেন পুরোহিত ভজনালয় খুলল?
Ο ক) 
স্বার্থ হাসিলের আশায়
Ο খ) 
পূজার সময় হওয়ায়
Ο গ) 
ক্ষুধার ঠাকুর অপেক্ষা করায়
Ο ঘ) 
রাজা অপেক্ষা করায়

  সঠিক উত্তর: (ক)

১০.
কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস কোনটি?
Ο ক) 
মাটির কান্না
Ο খ) 
মৃত্যুক্ষুধা
Ο গ) 
সোনার তরী
Ο ঘ) 
হাজার বছর ধরে

  সঠিক উত্তর: (খ)

১১.
‘মানুষ’ কবিতায় কালাপাহাড় কীসের প্রতীক বলে প্রতীয়মান হয়েছে?
Ο ক) 
সৃষ্টির
Ο খ) 
রাজার ক্ষমতার
Ο গ) 
সকল অনিয়ম ধ্বংসের
Ο ঘ) 
পাহাড় সমান ক্ষমতার

  সঠিক উত্তর: (গ)

১২.
ভুখারি মন্দির থেকে কোন সময় ফিরে যায়?
Ο ক) 
সকালে
Ο খ) 
দুপুরে
Ο গ) 
বিকালে
Ο ঘ) 
রাতে

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
‘পান্থ’ শব্দের অর্থ হলো -
Ο ক) 
পত্র
Ο খ) 
পাতা
Ο গ) 
পথিক
Ο ঘ) 
পরক্ষণে

  সঠিক উত্তর: (গ)

১৪.
নজরুল কী নামে সমধিক পরিচিত?
Ο ক) 
চারণকবি
Ο খ) 
সাম্যের কবি
Ο গ) 
বিদ্রোহী কবি
Ο ঘ) 
স্বভাব কবি

  সঠিক উত্তর: (গ)

১৫.
পথিককে খাবার না দেওয়ায় মোল্লা চরিত্রের যে দিকটি উন্মোচিত হয়েছে -
Ο ক) 
কুসংস্কার
Ο খ) 
অবাধ্যতা
Ο গ) 
ধর্মান্ধতা
Ο ঘ) 
ধর্মীয় গোঁড়ামি

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের লেখক কে?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
জীবনানন্দ দাশ
Ο গ) 
বুদ্ধদেব বসু
Ο ঘ) 
কাজী নজরুল ইসলাম

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
সবার চেয়ে মানুষ বড় এ কথা কে বলে?
Ο ক) 
মন্দিরের পুরোহিত
Ο খ) 
মসজিদের মোল্লা
Ο গ) 
ধর্ম
Ο ঘ) 
সাধারণ মানুষ

  সঠিক উত্তর: (গ)

১৮.
প্রভু ক্ষুধার অন্ন বন্ধ না করায় কী প্রকাশ পায়?
Ο ক) 
ধর্মবোধ
Ο খ) 
মহত্ত্ব
Ο গ) 
দয়া
Ο ঘ) 
দাবি

  সঠিক উত্তর: (খ)

১৯.
সাধারণ মানুষ ছাড়াও সামর্থ্য থাকার পর অন্ন দান করে না কারা?
Ο ক) 
মন্দিরের পুরোহিত
Ο খ) 
মসজিদের মোল্রা
Ο গ) 
হাসপাতালের ডাক্তার
Ο ঘ) 
ক ও খ

  সঠিক উত্তর: (ঘ)

২০.
‘মানুষ’ কবিতায় কবির মতে মহীয়ান হলো -
Ο ক) 
পাহাড়
Ο খ) 
সমুদ্র
Ο গ) 
ধর্ম
Ο ঘ) 
মানুষ

  সঠিক উত্তর: (ঘ)

২১.
‘সাম্য শব্দের অর্থ কী?
Ο ক) 
সমতা
Ο খ) 
সাদৃশ্য
Ο গ) 
সোপান
Ο ঘ) 
ধর্ম

  সঠিক উত্তর: (ক)

২২.
বর্ধমানের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন -
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο গ) 
কাজী নজরুল ইসলাম
Ο ঘ) 
জীবনানন্দ দাশ

  সঠিক উত্তর: (গ)

২৩.
‘মানুষ’ কবিতার পথিকের বস্ত্র কীরূপ ছিল?
Ο ক) 
ছেঁড়া
Ο খ) 
জীর্ণ
Ο গ) 
শীর্ণ
Ο ঘ) 
নতুন

  সঠিক উত্তর: (খ)

২৪.
মুসাফিরের গায়ে কীসের চিহ্ন ছিল?
Ο ক) 
প্রহারের
Ο খ) 
রোগের
Ο গ) 
দারিদ্র্যের
Ο ঘ) 
বিত্তের

  সঠিক উত্তর: (খ)

২৫.
মোল্লা সাহেবের আচরণে কোনটি বড় হয়ে উঠেছে?
Ο ক) 
মানুষ
Ο খ) 
ধর্ম
Ο গ) 
বর্ণ
Ο ঘ) 
গোত্র

  সঠিক উত্তর: (খ)

২৬.
কবিতায় ধর্মগুরুদের দেখানো হয়েছে -
i. মানবতার বিরুদ্ধ শক্তিরূপে
ii. স্বার্থান্ধরূপে
iii. সত্যানুসন্ধানীরূপে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭.
কাজী নজরুল ইসলামকে ডি-লিট উপাধি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়ে?
Ο ক) 
কলকাতা বিশ্ববিদ্যালয়
Ο খ) 
বর্ধমান বিশ্ববিদ্যালয়
Ο গ) 
যাদবপুর বিশ্ববিদ্যালয়
Ο ঘ) 
ঢাকা বিশ্ববিদ্যালয়

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
কাজী নজরুল ইসলাম ছিলেন -
i. কবি
ii. কথাসাহিত্যিক
iii. নাট্যকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
কাদের চেয়ে বড় কিছু আর হতে পারে না?
Ο ক) 
মানুষের
Ο খ) 
ডাক্তারের
Ο গ) 
নার্সের
Ο ঘ) 
মসজিদের মোল্লার

  সঠিক উত্তর: (ক)

৩০.
পূজারি স্বপ্ন দেখে ভজনালয় খুললেন কেন?
Ο ক) 
পূজার সময় হওয়ায়
Ο খ) 
পথিকের ডাকে
Ο গ) 
স্বার্থ হাসিলের জন্য
Ο ঘ) 
প্রার্থনা করার জন্য

  সঠিক উত্তর: (গ)

৩১.
সমস্ত পথ ভুখারির কেমন লেগেছে?
Ο ক) 
মাথা ঘুরেছে
Ο খ) 
পেট ব্যথা করেছে
Ο গ) 
ক্ষুধায় পেট জ্বলেছে
Ο ঘ) 
বমি বমি লেগেছে

  সঠিক উত্তর: (গ)

৩২.
পুরোহিত মন্দিরের দরজা যে কারণে বন্ধ করল -
i. অসহায় মানুষের প্রতি ঘৃণা প্রকাশ
ii. নিজের স্বার্থ হাসিল হবে না বলে
iii. হৃদয়হীনতার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
পূজার্চনা পরিচালনাকারীকে কী বলে?
Ο ক) 
সাধক
Ο খ) 
পুরোহিত
Ο গ) 
দেবতা
Ο ঘ) 
গুরু

  সঠিক উত্তর: (খ)

৩৪.
কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন -
Ο ক) 
বর্ধমান জেলায়
Ο খ) 
ময়মনসিংহ জেলায়
Ο গ) 
কুমিল্লা জেলায়
Ο ঘ) 
বীরভুম জেলায়

  সঠিক উত্তর: (ক)

৩৫.
‘গো-ভাগাড়’ শব্দের অর্থ কী?
Ο ক) 
মৃত গরু ফেলার নির্দিষ্ট স্থান
Ο খ) 
গরুর খাবার দেওয়ার স্থান
Ο গ) 
গরুর খাবারের নাম
Ο ঘ) 
গরু তাড়ানো

  সঠিক উত্তর: (ক)

৩৬.
পথিক কত দিন না খেয়ে আছে?
Ο ক) 
দুই দিন
Ο খ) 
তিন দিন
Ο গ) 
চার দিন
Ο ঘ) 
সাত দিন

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
‘মানুষ’ কবিতার পান্থ বা মুসাফির কোন বৈষম্যের শিকার হয়েছে?
Ο ক) 
ধর্মীয়
Ο খ) 
গোত্রীয়
Ο গ) 
বর্ণ
Ο ঘ) 
সামাজিক

  সঠিক উত্তর: (ক)

৩৮.
কবি কার জয়গান গান গেয়েছেন?
Ο ক) 
মানুষের
Ο খ) 
সাম্যের
Ο গ) 
শ্রমিকের
Ο ঘ) 
তারুণ্যের

  সঠিক উত্তর: (খ)

৩৯.
‘মানুষ’ কবিতায় নিচের কোন বীরের নাম উল্লেখ নেই?
Ο ক) 
চেঙ্গিস
Ο খ) 
মামুদ
Ο গ) 
কালাপাহাড়
Ο ঘ) 
নেপোলিয়ন

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন -
Ο ক) 
কলকাতায়
Ο খ) 
ঢাকায়
Ο গ) 
বর্ধমানে
Ο ঘ) 
চুরুলিযায়

  সঠিক উত্তর: (খ)

৪১.
‘ক্ষুধার ঠাকুর’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) 
যিনি মানুষকে অন্ন দান করেন
Ο খ) 
ক্ষুধার্ত মানুষকে দেবতা জ্ঞান করা হয়েছে
Ο গ) 
বেশি ক্ষুধা পায় যে দেবতার
Ο ঘ) 
ঠাকুরকে ভোগ দেওয়া হয় নি

  সঠিক উত্তর: (খ)

৪২.
কাজী নজরুল ইসলাম লেখাপড়া করেন -
i. বর্ধমানে
ii. ময়মনসিংহের ত্রিশালে
iii. কুমিল্লার দৌলতপুরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৩.
পূজারী কী দেখেছে?
Ο ক) 
দেবতা
Ο খ) 
ক্ষুধার ঠাকুর
Ο গ) 
স্বপন
Ο ঘ) 
কালাপাহাড়

  সঠিক উত্তর: (গ)

৪৪.
‘গাত্র’ শব্দের অর্থ হলো -
Ο ক) 
গেহ
Ο খ) 
তনু
Ο গ) 
চিকুর
Ο ঘ) 
কর

  সঠিক উত্তর: (খ)

৪৫.
ধর্মের জন্য জীবন দিতে প্রস্তুত থাকলেও অনেকে -
Ο ক) 
সামর্থ্য থাকার পরও অন্ন দান করে না
Ο খ) 
নামাজ সময়মতো পড়ে না
Ο গ) 
পূজা সময়মতো করে না
Ο ঘ) 
সত্য কথা বলে না

  সঠিক উত্তর: (ক)

৪৬.
‘মানুষ’ কবিতায় পথিকের কন্ঠ ক্ষীণ ছিল কেন?
Ο ক) 
অসুস্থতার কারণে
Ο খ) 
প্রকৃতিগত কারণে
Ο গ) 
ক্ষুধার কারণে
Ο ঘ) 
তৃষ্ণার কারণে

  সঠিক উত্তর: (গ)

৪৭.
ক্ষুধার্ত পথচারীকে খাদ্যদানে জয়ী হয় -
i. করুণা
ii. মনুষ্যত্ব
iii. স্রষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৮.
‘তা হলে শালা সোজা পথ দেখ’ - মোল্লা সাহেব কেন মুসাফিরকে এ কথা বলেছিল?
Ο ক) 
রোজা থাকে না বলে
Ο খ) 
নামাজ পড়ে না বলে
Ο গ) 
ওযু করে আসে নি বলে
Ο ঘ) 
কালেমা জানে না বলে

  সঠিক উত্তর: (খ)

৪৯.
কাজী নজরুল ইসলাম লেখাপড়া করেন -
Ο ক) 
কলকাতা ইসলামিয়া স্কুলে
Ο খ) 
দরিরামপুর হাই স্কুলে
Ο গ) 
উজিরপুর হাই স্কুলে
Ο ঘ) 
বর্ধমান হাই স্কুলে

  সঠিক উত্তর: (খ)

৫০.
‘রাজবন্দীর জবানবন্দি’ হলো কাজী নজরুল ইসলাম রচিত -
Ο ক) 
কাব্যগ্রন্থ
Ο খ) 
গল্পগ্রন্থ
Ο গ) 
প্রবন্ধগ্রন্থ
Ο ঘ) 
উপন্যাস

  সঠিক উত্তর: (গ)

৫১.
‘মোল্লা’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) 
পরিপূর্ণ জ্ঞানবিশিষ্ট মহাপন্ডিত
Ο খ) 
যে মুগ্ধ করে
Ο গ) 
চিত্তাকর্ষক
Ο ঘ) 
সুন্দর

  সঠিক উত্তর: (ক)

৫২.
সব দেশে সব কালে ঘরে-ঘরে মানুষের জ্ঞাতি কে?
Ο ক) 
স্রষ্টা
Ο খ) 
মানুষ
Ο গ) 
ধর্ম
Ο ঘ) 
ধর্মগ্রন্থ

  সঠিক উত্তর: (খ)

৫৩.
ভুখারি চিৎকার করে কী বলে?
Ο ক) 
ওই মন্দির দেবতার নয়
Ο খ) 
ঈশ্বর বিচার কর পূজারির
Ο গ) 
আমার ক্ষুধা পেয়েছে
Ο ঘ) 
আমি আবার আসব

  সঠিক উত্তর: (ক)

৫৪.
কত সালে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৯৭২
Ο খ) 
১৯৭৪
Ο গ) 
১৯৭৬
Ο ঘ) 
১৯৭৮

  সঠিক উত্তর: (গ)

৫৫.
মোল্লা ভুখারিকে বলেছিলেন -
Ο ক) 
ভাগ এখান থেকে
Ο খ) 
তোর বাড়ি কোথায়
Ο গ) 
এটা কোনো হোটেল নয়
Ο ঘ) 
সোজা পথ দেখ

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দিয়ে কোথায় যান?
Ο ক) 
রাঁচী
Ο খ) 
হায়দ্রাবাদ
Ο গ) 
রাওলাপিন্ডি
Ο ঘ) 
করাচি

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
মন্দিরের দরজা সহসা বন্ধ করে দেয় -
Ο ক) 
দেবতা
Ο খ) 
অঙ্কুর
Ο গ) 
দারোয়ান
Ο ঘ) 
পুরোহিত

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
‘কলিং বেল বাজানোর অপরাধে অনাহারী ভিক্ষুককে ধমক দিয়ে দরজা বন্ধ করেন জামশেদ চৌধুরী’ - জামশেদ চৌধুরীর এ আচরণে ফুটে ওঠে ‘মানুষ’ কবিতার -
i. পুরোহিতের আচরণ
ii. মোল্লা সাহেবের আচরণ
iii. পথিকের আচরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৯.
আঙ্গিকের দিক থেকে ‘রাজবন্দীর জবানবন্দি’ গ্রন্থের সাথে সাদৃশ্যপূর্ণ গ্রন্থ হলো -
i. মৃত্যুক্ষুধা
ii. যুগবাণী
iii. দুর্দিনের যাত্রী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬০.
‘ভুখা’ শব্দের অর্থ কী?
Ο ক) 
ক্ষুধার্ত
Ο খ) 
ভিক্ষুক
Ο গ) 
বোকা
Ο ঘ) 
ভিতু

  সঠিক উত্তর: (ক)

৬১.
সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন -
Ο ক) 
৭ বার
Ο খ) 
২৭ বার
Ο গ) 
১৭ বার
Ο ঘ) 
৩৭ বার

  সঠিক উত্তর: (গ)

৬২.
ছেলেবেলায় কাজী নজরুল যোগ দেন -
Ο ক) 
যাত্রা গানের দলে
Ο খ) 
পালা গানের দলে
Ο গ) 
বাউল গানের দলে
Ο ঘ) 
লেটোর গানের দলে

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
কবি কেন ভজনালয়ের তালা দেওয়া দ্বার ভেঙে ফেলতে বলেছেন?
Ο ক) 
মানুষের অধিকার প্রতিষ্ঠায়
Ο খ) 
মোল্লা ও পুরোহিতের অধিকার নষ্ট করতে
Ο গ) 
ধর্মচর্চা করার জন্য
Ο ঘ) 
গোস্ত-রুটি বের করতে

  সঠিক উত্তর: (ক)

৬৪.
‘ক্ষীণ’ শব্দের বিপরীত শব্দ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
হীন
Ο খ) 
দীন
Ο গ) 
সুস্থ
Ο ঘ) 
পুষ্ট

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
‘মানুষ’ কবিতার শেষ চরণ কোনটি?
Ο ক) 
ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা দেওয়া দ্বারা
Ο খ) 
তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়
Ο গ) 
তব মসজিদ-মন্দিরে প্রভু নাই মানুষের দাবি
Ο ঘ) 
খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা

  সঠিক উত্তর: (খ)

৬৬.
‘বর’ শব্দের অর্থ কী?
Ο ক) 
আশীর্বাদ
Ο খ) 
অভিশাপ
Ο গ) 
স্বামী
Ο ঘ) 
প্রশংসা

  সঠিক উত্তর: (ক)

৬৭.
খোদার ঘর বলতে বোঝানো হয়েছে -
Ο ক) 
মন্দির
Ο খ) 
যেকোনো ঘর
Ο গ) 
মসজিদ
Ο ঘ) 
মাদ্রাসা

  সঠিক উত্তর: (গ)

৬৮.
‘নহে’ শব্দের চলিত রূপ কোনটি?
Ο ক) 
নাই
Ο খ) 
নয়
Ο গ) 
না
Ο ঘ) 
নাহি

  সঠিক উত্তর: (খ)

৬৯.
‘মানুষ’ কবিতার পথিকের কন্ঠ ক্ষীণ ছিল কেন?
Ο ক) 
তৃষ্ণায়
Ο খ) 
অসুস্থতায়
Ο গ) 
ক্ষুধায়
Ο ঘ) 
ভয়ে

  সঠিক উত্তর: (গ)

৭০.
‘রিক্তের বেদন’ কার লেখা উপন্যাস?
Ο ক) 
মাইকেল মধুসূদনের
Ο খ) 
শরৎচন্দ্রের
Ο গ) 
কাজী নজরুলের
Ο ঘ) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের

  সঠিক উত্তর: (গ)

৭১.
‘আজারির চিন’ শব্দের অর্থ কী?
Ο ক) 
দুঃখ-কষ্টের চিহ্ন
Ο খ) 
বসন্তের দাগ
Ο গ) 
কুষ্ঠ রোগের চিহ্ন
Ο ঘ) 
আঁচড়ের দাগ

  সঠিক উত্তর: (ক)

৭২.
‘খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?’ পঙক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
Ο ক) 
কবির প্রতিবাদী মনোভাব
Ο খ) 
স্বার্থপর মনোভাব
Ο গ) 
হিংসাত্মক মনোভাব
Ο ঘ) 
উগ্র মনোভাব

  সঠিক উত্তর: (ক)

৭৩.
‘মানুষ’ কবিতার সাম্য হচ্ছে -
i. মানুষের
ii. ধর্মের
iii. প্রার্থনালয়ের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৪.
‘ভেঙ্গে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া দ্বার!’ - এ চরণে কী প্রকাশ পায়?
Ο ক) 
প্রতিরোধ
Ο খ) 
ঈর্ষা
Ο গ) 
প্রতিবাদ
Ο ঘ) 
বিদ্বেষ

  সঠিক উত্তর: (গ)

৭৫.
স্বপ্ন দেখে পুরোহিত আকুল হয়ে যে কারণে ভজনালয় খুলল-
i. দান-দাক্ষিণ্য লাভের আশায়
ii. ক্ষুধার্তকে সহায়তা করতে
iii. ধনী কেউ এসেছে ভেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭৬.
কবিতায় কালাপাহাড়কে আহবান করা হয়েছে কেন?
Ο ক) 
যুদ্ধ করার জন্য
Ο খ) 
ভন্ডদের ধ্বংস করার জন্য
Ο গ) 
পূজা করার জন্য
Ο ঘ) 
নামাজ পড়ার জন্য

  সঠিক উত্তর: (খ)

৭৭.
মুসাফির কতদিন ধরে ক্ষুধার্ত রয়েছে?
Ο ক) 
পাঁচদিন
Ο খ) 
ছয় দিন
Ο গ) 
সাত দিন
Ο ঘ) 
আট দিন

  সঠিক উত্তর: (গ)

৭৮.
‘তা হলে শালা সোজা পথ দেখ!’ - এ কথাটি দ্বারা নিচের কোন বিষয়টি ফুটে উঠেছে?
Ο ক) 
হিংসা ও ঘৃণা
Ο খ) 
অবহেলা-বঞ্চনা
Ο গ) 
অহংকার
Ο ঘ) 
অবজ্ঞা ও ধিক্কার

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.
ক্ষুধার্ত মানুষকে পুরোহিত কী ভেবেছিল?
Ο ক) 
দেবতা
Ο খ) 
রাজা
Ο গ) 
সন্ন্যাসী
Ο ঘ) 
পূজারী

  সঠিক উত্তর: (ক)

৮০.
কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে ‘মানুষ’ কবিতাটি সম্পাদনা করে সংকলিত করা হয়েছে?
Ο ক) 
সাম্যবাদী
Ο খ) 
সর্বহারা
Ο গ) 
অগ্নিবীণা
Ο ঘ) 
প্রলয়শিখা

  সঠিক উত্তর: (ক)

৮১.
‘বাবা, আমি ভুখা ফাকা আছি আজ নিয়ে সাত দিন’ - মুসাফির এ কথা কাকে ডেকে বলেছিল?
Ο ক) 
পুরোহিতকে
Ο খ) 
দারোয়ানকে
Ο গ) 
মোল্লা সাহেবকে
Ο ঘ) 
মুয়াজ্জিনকে

  সঠিক উত্তর: (গ)

৮২.
মসজিদে শিরনির সাথে আর কী ছিল?
Ο ক) 
জিলাপি
Ο খ) 
মিষ্টি
Ο গ) 
গোস্ত রুটি
Ο ঘ) 
ছোলামুড়ি

  সঠিক উত্তর: (গ)

৮৩.
‘ভন্ড’ শব্দটির বিপরীত শ্বদ -
Ο ক) 
টাউট
Ο খ) 
অধম
Ο গ) 
ভালো
Ο ঘ) 
সাধু

  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
‘মহীয়ান’ শব্দের অর্থ কী?
Ο ক) 
মহত্ত্ব
Ο খ) 
গরীয়ান
Ο গ) 
সুমহান
Ο ঘ) 
মহাজ্ঞানী

  সঠিক উত্তর: (গ)

৮৫.
আশিটা বছরে ভুখারি মুসাফির কী করেনি?
Ο ক) 
কখনও মিথ্যা কথা বলেনি
Ο খ) 
এক ওয়াক্ত নামাজ কাজা করেনি
Ο গ) 
কারও গায়ে হাত তোলেনি
Ο ঘ) 
খোদাকে ডাকেনি

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
সংগীত জগতে কাজী নজরুল ইসলামকে খ্যাতির আসনে বসিয়েছে তাঁর -
i. গজল
ii. খেয়াল
iii. রাগপ্রধান গান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
‘মানুষ’ কবিতার মর্মার্থ ধরা পড়েছে যে লাইনে -
i. সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই
ii. মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান
iii. জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৮.
কবি কাজী নজরুলকে কোন মর্যাদায় সমাহিত করা হয়?
Ο ক) 
সাহিত্যিক মর্যাদায়
Ο খ) 
বুদ্ধিজীবী মর্যাদায়
Ο গ) 
মুক্তিযোদ্ধাদের মর্যাদায়
Ο ঘ) 
সামরিক মর্যাদায়

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
নিচের কোন পঙক্তিতে মানুষের প্রতি ঘৃণা প্রকাশ পেয়েছে?
Ο ক) 
সহসা বন্ধ হলো মন্দির
Ο খ) 
ভ্যালা হলো দেখি লেঠা
Ο গ) 
নামাজ পরিস বেটা?
Ο ঘ) 
তা হলে শালা সোজা পথ দেখ

  সঠিক উত্তর: (ঘ)

৯০.
ভুখারির বয়স কত?
Ο ক) 
আশি বছর
Ο খ) 
সত্তর বছর
Ο গ) 
ষাট বছর
Ο ঘ) 
নব্বই বছর

  সঠিক উত্তর: (ক)

৯১.
ভুখারির অনুভূতিতে ধরা পড়েছে -
i. হতাশা
ii. ক্ষোভ
iii. ঘৃণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
‘লেঠা’ শব্দের অর্থ কী?
Ο ক) 
উৎপাত
Ο খ) 
লাঠি
Ο গ) 
অচেনা মানুষ
Ο ঘ) 
ক্ষোভ

  সঠিক উত্তর: (ক)

৯৩.
কাজী নজরুল ইসলাম কলম ধরেছিলেন -
i. ধর্মের বিরুদ্ধে
ii. পরাধীনতার বিরুদ্ধে
iii. সামাজিক অবিচারের বিরুদ্ধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৪.
বাংলা সাহিত্যে কাজী নজরুলের আবির্ভাবের মাধ্যমে উন্মোচিত হয় -
Ο ক) 
এক নতুন বৈচিত্র্যের
Ο খ) 
এক নতুন জীবনের
Ο গ) 
এক নতুন সমাজের
Ο ঘ) 
এক নতুন দিগন্তের

  সঠিক উত্তর: (গ)

৯৫.
মসজিদে কাল --- আছিল।
Ο ক) 
জুমার দিন
Ο খ) 
মিষ্টি
Ο গ) 
শিরনি
Ο ঘ) 
অনেক অর্থ

  সঠিক উত্তর: (গ)

৯৬.
‘দিন’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে -
i. দিনমান
ii. অহ্ন
iii. দিবস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
স্রষ্টার সাধনায় প্রাধান্য পাওয়া উচিত -
i. মানবপ্রেম
ii. আনুষ্ঠানিকতা
iii. সাত্যের জয়গান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯৮.
নিচের যে পঙক্তিতে মানুষের প্রতি ঘৃণা প্রকাশিত হয়েছে তা হলো -
i. ভ্যালা হলো দেখি লেঠা�
ii. ভুখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে
iii. নমাজ পড়িস বেটা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯৯.
কাজী নজরুল ইসলাম বাংলা কোন মাসে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
ফাল্গুন
Ο খ) 
বৈশাখ
Ο গ) 
জ্যৈষ্ঠ
Ο ঘ) 
শ্রাবণ

  সঠিক উত্তর: (গ)

১০০.
‘অভেদ’ শব্দের অর্থ কী?
Ο ক) 
ভেদ
Ο খ) 
পার্থক্য
Ο গ) 
একই
Ο ঘ) 
বিবেক

  সঠিক উত্তর: (গ)

১০১.
নজরুলকে কোথায় সমাহিত করা হয়?
Ο ক) 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে
Ο খ) 
নজরুলের বাড়ির কবরস্থানে
Ο গ) 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে
Ο ঘ) 
ঢাকা বিম্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে

  সঠিক উত্তর: (ঘ)

১০২.
সাম্যবাদের দৃষ্টিতে -
i. সকল মানুষ সমান
ii. মানুষে মানুষে বিভেদ কাম্য নয়
iii. সৌহার্দ্য ও সম্প্রীতির প্রাধান্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৩.
‘প্রলয়শিখা’ কার লেখা?
Ο ক) 
সুকান্ত ভট্টাচার্য
Ο খ) 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ο গ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) 
কাজী নজরুল ইসলাম

  সঠিক উত্তর: (ঘ)

১০৪.
‘ছায়ানট’ কার লেখা?
Ο ক) 
রবীন্দ্রনাথের
Ο খ) 
কাজী নজরুলের
Ο গ) 
শরৎচন্দ্রের
Ο ঘ) 
তানসেনের

  সঠিক উত্তর: (খ)

১০৫.
ভুখারির পথ জুড়ে কিসের মানিক জ্বলে?
Ο ক) 
ভুখার
Ο খ) 
হীরার
Ο গ) 
ক্ষুধার
Ο ঘ) 
মুক্তার

  সঠিক উত্তর: (গ)

১০৬.
মোল্লা সাহেব ও পুরোহিতের মধ্যে সাদৃশ্য রয়েছে কোন দিক থেকে?
Ο ক) 
আকাঙ্ক্ষার
Ο খ) 
কাজের
Ο গ) 
হৃদয়হীনতার
Ο ঘ) 
চাতুর্যের

  সঠিক উত্তর: (গ)

১০৭.
কাজী নজরুল কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
Ο ক) 
ময়মনসিংহের ত্রিশালে
Ο খ) 
ময়মনসিংহের দরিরামপুরে
Ο গ) 
ঢাকার পিজি হাসপাতালে
Ο ঘ) 
ঢাকা মেডিক্যাল হাসপাতালে

  সঠিক উত্তর: (গ)

১০৮.
‘নিরন্ন মানুষকে ক্ষুধার অন্ন জুগিয়ে খোদার সন্তুষ্টি অর্জন করা যায়’ - ‘মানুষ’ কবিতায় এ বক্তব্যের বিপরীত আচরণ ফুটে উঠেছে যে চরণে তা হলো -
i. সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে
ii. গোস্ত-রুটি নিয়া মসজিদে তালা দিল
iii. মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৯.
‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু
আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু’ - এ বক্তব্যে প্রকাশ পেয়েছে -
i. স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা
ii. ধর্মে মানুষের স্থান সবার ঊর্ধ্বে
iii. মোল্লার প্রতি ঘৃণা-বিদ্বেষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১০.
‘হাঁকিল’ শব্দের অর্থ কী?
Ο ক) 
উচ্চৈঃস্বরে ডাকা
Ο খ) 
আকুল হওয়া
Ο গ) 
হঠাৎ তীব্র নিষেধ
Ο ঘ) 
হেঁটে হেঁটে ডাকা

  সঠিক উত্তর: (ক)

১১১.
‘ফুকারি’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) 
চিৎকার করে
Ο খ) 
দর্শনীয়
Ο গ) 
প্রার্থনালয়
Ο ঘ) 
পূজারি

  সঠিক উত্তর: (ক)

১১২.
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কাজী নজরুল ইসলামকে -
i. ঢাকায় আনা হয়
ii. সংবর্ধনা দেওয়া হয়
iii. বাংরাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১৩.
সাম্যের মূল কথা -
Ο ক) 
সকলে সমান
Ο খ) 
সকলের সম্মান
Ο গ) 
সকলের মর্যাদা
Ο ঘ) 
সকলের অধিকার

  সঠিক উত্তর: (ক)

১১৪.
মুসাফিরের পায়ে ছিল -
Ο ক) 
শত ছিন্ন আলখেল্লা
Ο খ) 
ছেড়া পাঞ্জাবি
Ο গ) 
কিছুই ছির না
Ο ঘ) 
পাজারির চিন

  সঠিক উত্তর: (ঘ)

১১৫.
কাজী নজরুল রচিত ‘ছায়ানট’ কোন ধরনের গ্রন্থ?
Ο ক) 
কাব্য
Ο খ) 
প্রবন্ধ
Ο গ) 
নাটক
Ο ঘ) 
উপন্যাস

  সঠিক উত্তর: (ক)

১১৬.
কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৩০৩
Ο খ) 
১৩০৫
Ο গ) 
১৩০৬
Ο ঘ) 
১৩০৭

  সঠিক উত্তর: (গ)

১১৭.
মোল্লা ভুখারিকে কোথায় গিয়ে মরতে বলেছেন?
Ο ক) 
গোরস্থানে
Ο খ) 
রাস্তায়
Ο গ) 
হাসপাতালে
Ο ঘ) 
গো-ভাগাড়ে

  সঠিক উত্তর: (ঘ)

১১৮.
‘পুরুত’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) 
পুরোহিন
Ο খ) 
হিন্দু সমাজে গৃহস্থের কল্যাণের জন্য যে যাজক দেবার্চনাদি করেন
Ο গ) 
কোনো কাজ বা অনুষ্ঠানের মুখ্য ব্যক্তি
Ο ঘ) 
উপাসনালয়ের দরজা বন্ধকারী

  সঠিক উত্তর: (ক)

১১৯.
‘ফুকারি’ অর্থ কী?
Ο ক) 
রাশি
Ο খ) 
চিৎকার
Ο গ) 
আহাজারি
Ο ঘ) 
রোনাজারি

  সঠিক উত্তর: (খ)

১২০.
কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ কোনটি?
Ο ক) 
যুগবাণী
Ο খ) 
সিন্ধু হিন্দোল
Ο গ) 
কুহেলিকা
Ο ঘ) 
শিউলিমালা

  সঠিক উত্তর: (ক)

১২১.
খোদার ঘরের মিনারে চড়ে ভন্ড কীসের জয়গান করে?
Ο ক) 
স্বার্থের
Ο খ) 
স্রষ্টার
Ο গ) 
মানবতার
Ο ঘ) 
অধর্মের

  সঠিক উত্তর: (ক)

১২২.
বাংলা ১৩০৬ সালে কোন কবি জন্মগ্রহণ করেন?
Ο ক) 
সুকান্ত ভট্টাচার্য
Ο খ) 
জসীমউদদীন
Ο গ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) 
কাজী নজরুল ইসলাম

  সঠিক উত্তর: (ঘ)

১২৩.
কাকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুরকে
Ο খ) 
কাজী নজরুল ইসলামকে
Ο গ) 
জসীমউদদীনকে
Ο ঘ) 
শামসুর রাহমানকে

  সঠিক উত্তর: (খ)

১২৪.
কবি তালা দেওয়া দ্বার ভাঙার আহবান জানিয়েছেন -
Ο ক) 
ভোজনালয়ের
Ο খ) 
কারাগারের
Ο গ) 
হাসপাতালের
Ο ঘ) 
ভজনালয়ের

  সঠিক উত্তর: (ঘ)

১২৫.
মন্দিরের দুয়ারে কে দাঁড়িয়ে আছে?
Ο ক) 
চেঙ্গিস
Ο খ) 
মামুদ
Ο গ) 
কালাপাহাড়
Ο ঘ) 
ক্ষুধার ঠাকুর

  সঠিক উত্তর: (ঘ)

১২৬.
ইসলাম দর্ম গ্রহণের পূর্বে কালাপাহাড় ছিলেন -
Ο ক) 
ক্ষত্রিয়
Ο খ) 
বৈশ্য
Ο গ) 
শূদ্র
Ο ঘ) 
ব্রাহ্মণ

  সঠিক উত্তর: (ঘ)

১২৭.
‘দ্বার খোলো বাবা খাইনি তো সাত দিন’ - এ উক্তিটি কার?
Ο ক) 
পথিকের
Ο খ) 
পূজারির
Ο গ) 
মোল্লার
Ο ঘ) 
কবির

  সঠিক উত্তর: (ক)

১২৮.
‘প্রলয়শিখা’ কাজী নজরুল ইসলামের কী ধরনের গ্রন্থ?
Ο ক) 
গল্প
Ο খ) 
উপন্যাস
Ο গ) 
প্রবন্ধ
Ο ঘ) 
কাব্য

  সঠিক উত্তর: (ঘ)

১২৯.
‘পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো’ একথা বলেছে -
i. পথিক
ii. মোল্লা
iii. পূজারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩০.
কালাপাহাড়ের প্রকৃত নাম নয় কোনটি?
Ο ক) 
রাজচন্দ্র
Ο খ) 
রাজকৃষ্ণ
Ο গ) 
রাজেন্দ্র নারায়ণ
Ο ঘ) 
রাজ নারায়ণ

  সঠিক উত্তর: (গ)

১৩১.
মোল্লা সাহেব হেসে কুটি কুটি হয় কেন?
Ο ক) 
গোস্ত-রুটি বেঁচে যাওয়ায়
Ο খ) 
হালুয়া-রুটি বেঁচে যাওয়ায়
Ο গ) 
খেজুর বেঁচে যাওয়ায়
Ο ঘ) 
জিলাপী বেঁচে যাওয়ায়

  সঠিক উত্তর: (ক)

১৩২.
কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৮৯৭
Ο খ) 
১৮৯৯
Ο গ) 
১৯০১
Ο ঘ) 
১৯০৩

  সঠিক উত্তর: (খ)

১৩৩.
মোল্লা সাহেবের হাসির কারণ কোনটি?
Ο ক) 
ভুখারির আগমন
Ο খ) 
উদ্বৃত্ত খাদ্য
Ο গ) 
স্রষ্টার সান্নিধ্য
Ο ঘ) 
অপরের মনোরঞ্জন

  সঠিক উত্তর: (খ)

১৩৪.
কবি কাজী নজরুল ইসলামকে কখন বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়?
Ο ক) 
১৯৭২ সালে
Ο খ) 
১৯৭৩ সালে
Ο গ) 
১৯৭৪ সালে
Ο ঘ) 
১৯৭৫ সালে

  সঠিক উত্তর: (ক)

১৩৫.
কালাপাহাড় কী করেছেন?
Ο ক) 
মন্দির নির্মাণ
Ο খ) 
মসজিদ নির্মাণ
Ο গ) 
দেবালয় নির্মাণ
Ο ঘ) 
দেবালয় ধ্বংস

  সঠিক উত্তর: (ঘ)

১৩৬.
কাজী নজরুল তাঁর লেখায় পরাধীনতার বিরুদ্ধে লিখেছিলেন। কারণ তিনি ছিলেন -
Ο ক) 
বিবেকবান ব্যক্তি
Ο খ) 
সমাজসচেতন ব্যক্তি
Ο গ) 
জনপ্রিয় ব্যক্তি
Ο ঘ) 
সাহিত্যপ্রিয় ব্যক্তি

  সঠিক উত্তর: (খ)

১৩৭.
‘মানুষ’ কবিতায় কোথায় কাল শিরনি ছিল?
Ο ক) 
মসজিদে
Ο খ) 
মিলাদে
Ο গ) 
মাহফিলে
Ο ঘ) 
মন্দিরে

  সঠিক উত্তর: (ক)

১৩৮.
কবি নজরুল কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
Ο ক) 
৩০ বছর বয়সে
Ο খ) 
৩৫ বছর বয়সে
Ο গ) 
৪০ বছর বয়সে
Ο ঘ) 
৪৫ বছর বয়সে

  সঠিক উত্তর: (গ)

১৩৯.
পূজারিকে কীসের দুয়ার খোলার জন্য বলা হয়েছে?
Ο ক) 
মসজিদের
Ο খ) 
মন্দিরের
Ο গ) 
পূজারির নিজের বাড়ির
Ο ঘ) 
প্যাগোডার

  সঠিক উত্তর: (খ)

১৪০.
‘মানুষ’ কবিতায় প্রভু ভুখারির কোনটা বন্ধ করেননি?
Ο ক) 
ঘরের দুয়ার
Ο খ) 
প্রাণবায়ু
Ο গ) 
ক্ষুধার অন্ন
Ο ঘ) 
চলার পথ

  সঠিক উত্তর: (গ)

১৪১.
শিরনির খাবার বেঁচে যাওয়ায় কে হেসে কুটি কুটি হয়?
Ο ক) 
পুরোহিত
Ο খ) 
মোল্লা সাহেব
Ο গ) 
মুসাফির
Ο ঘ) 
পথিক

  সঠিক উত্তর: (খ)

১৪২.
‘জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুধায় কন্ঠ ক্ষীণ’ এখানে কার কথা বলা হয়েছে?
Ο ক) 
ক্ষুধার ঠাকুর
Ο খ) 
পূজারি
Ο গ) 
দেবতা
Ο ঘ) 
চেঙ্গিস

  সঠিক উত্তর: (ক)

১৪৩.
মোল্লা সাহেব যখন হাসছিলেন তখন সেখানে কে এলো?
Ο ক) 
মুসাফির
Ο খ) 
চেঙ্গিস
Ο গ) 
আল্লাহ
Ο ঘ) 
ফেরেশতা

  সঠিক উত্তর: (ক)

১৪৪.
মসজিদ-মন্দিরের সকল দুয়ারে চাবি লাগিয়েছে -
Ο ক) 
দারোয়ান-পাহারাদার
Ο খ) 
ম্যানেজিং কমিটি
Ο গ) 
আল্লাহ-ভগবান
Ο ঘ) 
মোল্লা-পুরুত

  সঠিক উত্তর: (ঘ)

১৪৫.
‘মানুষ’ কবিতায় বর্ণিত মোল্লাটি ছিল -
Ο ক) 
প্রকৃত ধার্মিক
Ο খ) 
স্বার্থপর
Ο গ) 
দয়ালু
Ο ঘ) 
পরোপকারী

  সঠিক উত্তর: (খ)

১৪৬.
মসজিদে-মন্দিরে কার দাবি নেই?
Ο ক) 
মোল্লার
Ο খ) 
পুরোহিতের
Ο গ) 
মানুষের
Ο ঘ) 
দেবতার

  সঠিক উত্তর: (গ)

১৪৭.
‘দ্বার খোলো বাবা, খাইনি তো সাত দিন’ - পথিক এ কথা কাকে ডেকে বলেছিল?
Ο ক) 
মোল্লা সাহেবকে
Ο খ) 
পুরোহিতকে
Ο গ) 
দারোয়ানকে
Ο ঘ) 
মুয়াজ্জিনকে

  সঠিক উত্তর: (খ)

১৪৮.
দেবতার বরে রাজা হওয়ার আশায় দরজা খুললেও পথিককে দেখে বন্ধ করে দেওয়ার মধ্যে প্রকাশিত হয়েছে পূজারির -
i. লোভ
ii. মনুষ্যত্ব
iii. স্বার্থপরতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৯.
‘দুর্দিনের যাত্রী’ একটি -
Ο ক) 
গল্প
Ο খ) 
প্রবন্ধ
Ο গ) 
কবিতা
Ο ঘ) 
উপন্যাস

  সঠিক উত্তর: (খ)

১৫০.
শুদ্ধ বানান কোনটি?
Ο ক) 
শির্ণ
Ο খ) 
জীর্ন
Ο গ) 
সিরনি
Ο ঘ) 
ক্ষীণ

  সঠিক উত্তর: (ঘ)

১৫১.
মন্দিরের দরজা খুলে পূজারি কাকে দেখতে পেল?
Ο ক) 
দেবতাকে
Ο খ) 
পথিককে
Ο গ) 
মাকে
Ο ঘ) 
স্ত্রীকে

  সঠিক উত্তর: (খ)

১৫২.
বাংলাদেশের যে স্কুলে কাজী নজরুল লেখাপড়া করেন সে স্কুলের নাম কী?
Ο ক) 
কাশীনাথপুর হাই স্কুল
Ο খ) 
নিধিরামপুর হাই স্কুল
Ο গ) 
দধিরামপুর হাই স্কুল
Ο ঘ) 
দরিরামপুর হাই স্কুল

  সঠিক উত্তর: (ঘ)

১৫৩.
কার মিনারে চড়ে পুরোহিত ও মোল্লা সাহেবেরা স্বার্থের জয়গান গায়?
Ο ক) 
মন্দিরের
Ο খ) 
মসজিদের
Ο গ) 
ভজনালয়ের
Ο ঘ) 
গির্জার

  সঠিক উত্তর: (গ)

১৫৪.
‘পূজারি’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) 
যাকে পূজা করা হয়
Ο খ) 
দেবতা
Ο গ) 
পূজাকারী
Ο ঘ) 
অসুস্থ ব্যক্তি

  সঠিক উত্তর: (গ)

১৫৫.
নজরুল প্রধানত বিদ্রোহ করেছিলেন কীসের বিরুদ্ধে?
Ο ক) 
পরাধীনতার
Ο খ) 
অনাচারের
Ο গ) 
সামাজিক অবিচার ও পরাধীনতার
Ο ঘ) 
ধর্মান্ধতা ও শোষণের

  সঠিক উত্তর: (গ)

১৫৬.
কাজী নজরুল ইসলামের মৃত্যু তারিখ হলো -
Ο ক) 
২৯ আগস্ট
Ο খ) 
৩০ আগস্ট
Ο গ) 
১২ মে
Ο ঘ) 
২৫ মে

  সঠিক উত্তর: (ক)

১৫৭.
‘ইসলাম বলে, সকলে সমান, কে বড় ক্ষুদ্র কেবা’ - এই চরণের সাদৃশ্য ‘মানুষ’ কবিতার যে চরণে দেখা যায় তা হলো -
i. আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু
ii. মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান
iii. নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৫৮.
চেঙ্গিস খান কোন দেশের অধিবাসী ছিলেন?
Ο ক) 
চীন
Ο খ) 
মঙ্গোলিয়া
Ο গ) 
ইরান
Ο ঘ) 
ভারত

  সঠিক উত্তর: (খ)

১৫৯.
‘মানুষ’ কবিতাটি কে রচনা করেছেন?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
সুকুমার রায়
Ο গ) 
কাজী নজরুল ইসলাম
Ο ঘ) 
আহসান হাবীব

  সঠিক উত্তর: (গ)

১৬০.
সুলতান মাহমুদ কোথাকার শাসক ছিলেন?
Ο ক) 
ইরানের
Ο খ) 
গজনির
Ο গ) 
পাঞ্জাবের
Ο ঘ) 
কাবুলের

  সঠিক উত্তর: (খ)

১৬১.
খোদার ঘরের সব দ্বার খোলা রাখার জন্য কবি কী চালাতে বলেছেন?
Ο ক) 
দা-বটি
Ο খ) 
অস্ত্র-শস্ত্র
Ο গ) 
হাতুড়ি-শাবল
Ο ঘ) 
মর্টার-মেশিনগান

  সঠিক উত্তর: (গ)

১৬২.
‘ফিরিয়া’ শব্দের চলিত রূপ কোনটি?
Ο ক) 
ফিরে
Ο খ) 
ফিরাইয়া
Ο গ) 
ফেরা
Ο ঘ) 
ফিরিতেছিল

  সঠিক উত্তর: (ক)

১৬৩.
মন্দির বন্ধ হলে ভুখারি কী করে?
Ο ক) 
রাগারাগি করে
Ο খ) 
লোকজন ডেকে নিয়ে আসে
Ο গ) 
দরজায় ধাক্কা দিতে থাকে
Ο ঘ) 
চলে যায়

  সঠিক উত্তর: (ঘ)

১৬৪.
‘মানুষ’ কবিতায় ব্যবহৃত শব্দ হচ্ছে -
i. জাতি
ii. ভজনালয়
iii. তিমির রাত্রি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬৫.
মন্দিরে পুরোহিতের উদ্দেশ্যে ভুখারি প্রথম কী কথা বলেছিল?
Ο ক) 
নমস্কার
Ο খ) 
জয়গুরু
Ο গ) 
কেমন আছেন
Ο ঘ) 
দুয়ার খোলো

  সঠিক উত্তর: (ঘ)

১৬৬.
পথিক খাবার না পেয়ে যখন ফিরে চলে তখন -
Ο ক) 
জ্যোৎস্না রাত্রি
Ο খ) 
তিমির রাত্রি
Ο গ) 
সন্ধ্যা রাত্রি
Ο ঘ) 
গভীর রাত্রি

  সঠিক উত্তর: (খ)

১৬৭.
‘সেখানেই তাঁর সাহিত্য জীবনের সূচনা ঘটে’ - কোথায়?
Ο ক) 
সেনাবাহিনীর বাঙালি পল্টনে
Ο খ) 
ময়মনসিংহের ত্রিশালে
Ο গ) 
বর্ধমানের চুরুলিয়ায়
Ο ঘ) 
কলকাতার বোডিং - এ

  সঠিক উত্তর: (ক)

১৬৮.
‘আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু’ - কথাটি কে বলেছিল?
Ο ক) 
মোল্লা সাহেব
Ο খ) 
পূজারী
Ο গ) 
পুরোহিত
Ο ঘ) 
মুসাফির

  সঠিক উত্তর: (ঘ)

১৬৯.
কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ -
Ο ক) 
২৫ মার্চ
Ο খ) 
২৫ এপ্রিল
Ο গ) 
২৫ মে
Ο ঘ) 
২৫ জুন

  সঠিক উত্তর: (গ)

১৭০.
কাজী নজরুল খ্যাতি অর্জন করেছেন -
i. কবিতা ও ছোটগল্প রচনা করে
ii. খেয়াল ও গজল রচনা করে
iii. গজল ও রাগপ্রধান গান রচনা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৭১.
‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়’ এ বক্তব্যে ভুখারীর কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
Ο ক) 
প্রতিবাদী
Ο খ) 
অসহায়ত্ব
Ο গ) 
ফরিয়াদ
Ο ঘ) 
ক্ষোভ

  সঠিক উত্তর: (ঘ)

১৭২.
‘মানুষ’ কবিতায় কবি চেঙ্গিস, গজনি মামুদ ও কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন?
Ο ক) 
নামাজ পড়ার জন্য
Ο খ) 
মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য
Ο গ) 
যুদ্ধ করার জন্য
Ο ঘ) 
মোল্লা ও পুরোহিতকে শায়েস্তা করার জন্য

  সঠিক উত্তর: (খ)

১৭৩.
পশ্চিমবঙ্গের কোন গ্রামে কাজী নজরুলের জন্ম?
Ο ক) 
আসানসোল
Ο খ) 
বর্ধমান
Ο গ) 
চিরুলিয়া
Ο ঘ) 
চুরুলিয়া

  সঠিক উত্তর: (ঘ)

১৭৪.
মোল্লা কী নিয়ে মসজিদে তালা দিল?
Ο ক) 
ফিরনি-পায়েস
Ο খ) 
গোস্ত-রুটি
Ο গ) 
মিষ্টি-মন্ডা
Ο ঘ) 
কোরমা-পোলাও

  সঠিক উত্তর: (খ)

১৭৫.
পূজারী আর মোল্লা সমান্তরাল হয়েছেন -
i. স্বার্থান্ধতায়
ii. নিষ্ঠুরতায়
iii. হৃদয়হীনতায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭৬.
কাজী নজরুল সেনাবাহিনীর যে দলে যোগ দিয়েছিলেন তার নাম কী?
Ο ক) 
ইস্ট বেঙ্গল
Ο খ) 
ইস্ট পাকিস্তান
Ο গ) 
বাঙালি পল্টন
Ο ঘ) 
ইস্ট পল্টন

  সঠিক উত্তর: (গ)

১৭৭.
অসুস্থ কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনা হয় কখন?
Ο ক) 
বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে
Ο খ) 
স্বাধীনতা যুদ্ধের প্রথম দিকে
Ο গ) 
স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে
Ο ঘ) 
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর

  সঠিক উত্তর: (ঘ)

১৭৮.
রাজা-টাজা শব্দটি হলো -
Ο ক) 
সমার্থক শব্দদৈত
Ο খ) 
বিপরীতার্থক যুগ্মশব্দ
Ο গ) 
পুনরাবৃত্তি শব্দদ্বৈত
Ο ঘ) 
ধ্বন্যাত্মক শব্দদ্বৈত

  সঠিক উত্তর: (ক)

১৭৯.
‘হইয়া’ শব্দের চলিত রূপ কোনটি?
Ο ক) 
হয়ে
Ο খ) 
হবে
Ο গ) 
হইবে
Ο ঘ) 
হয়েছে

  সঠিক উত্তর: (ক)

১৮০.
স্রষ্টার মিনারে চড়ে স্বার্থের জয়গান গায় কে?
Ο ক) 
মোল্লা-মৌলবি
Ο খ) 
পুরোহিত-পূজারী
Ο গ) 
ভন্ড-স্বার্থপর
Ο ঘ) 
পাপী-তাপী

  সঠিক উত্তর: (গ)

১৮১.
জ্যৈষ্ঠ মাসের কত তারিখে কাজী নজরুল জন্মগ্রহণ করেন?
Ο ক) 

Ο খ) 
১০
Ο গ) 
১১
Ο ঘ) 
১৩

  সঠিক উত্তর: (গ)

১৮২.
কাজী নজরুল ইসলামকে বলা হয় -
Ο ক) 
যুদ্ধের কবি
Ο খ) 
তারুণ্যের কবি
Ο গ) 
বিদ্রোহী কবি
Ο ঘ) 
জাগরণের কবি

  সঠিক উত্তর: (গ)

১৮৩.
চেঙ্গিস, গজনি মামুদ, কালাপাহাড় হলেন -
Ο ক) 
ঐতিহাসিক চরিত্র
Ο খ) 
বিখ্যাত দার্শনিক
Ο গ) 
বিখ্যাত কৌতুক অভিনেতা
Ο ঘ) 
বিখ্যাত নায়ক

  সঠিক উত্তর: (ক)

১৮৪.
‘মানুষ’ কবিতার প্রথম স্তবকে বর্ণিত হয়েছে -
Ο ক) 
মানবতার জয়গান
Ο খ) 
ধর্মের জয়গান
Ο গ) 
শ্রমের জয়গান
Ο ঘ) 
ধার্মিকের জয়গান

  সঠিক উত্তর: (ক)

১৮৫.
মসজিদে কোনটি অঢেল বেঁচে গিয়েছিল?
Ο ক) 
হালুয়া-রুটি
Ο খ) 
খেজুর
Ο গ) 
গোস্ত-রুটি
Ο ঘ) 
জিলাপী

  সঠিক উত্তর: (গ)

১৮৬.
গোস্ত-রুটি নিয়ে মসজিদে তালা দেওয়ায় মোল্লা সাহেবের কোন পরিচয়টি ফুটে উঠেছে?
Ο ক) 
ধর্মানুরাগ
Ο খ) 
হৃদয়হীনতা
Ο গ) 
মনুষ্যত্ব
Ο ঘ) 
মসজিদের প্রতি শ্রদ্ধা

  সঠিক উত্তর: (খ)

১৮৭.
‘তা হলে শালা সোজা পথ দেখ’ - এ কথায় প্রকাশ পায় -
Ο ক) 
ঘৃণা
Ο খ) 
নিষ্ঠুরতা
Ο গ) 
ধৃষ্টতা
Ο ঘ) 
অকৃতজ্ঞতা

  সঠিক উত্তর: (খ)

১৮৮.
মোল্লা ভুখারির কোন ধর্মাচার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন?
Ο ক) 
খৎনা
Ο খ) 
রোজা
Ο গ) 
নামাজ
Ο ঘ) 
যাকাত

  সঠিক উত্তর: (গ)

১৮৯.
উপাসনালয়ের মূলত ব্যবহৃত হচ্ছে -
i. স্বার্থোদ্ধারে
ii. ব্যক্তিস্বার্থ চরিতার্থের জন্য
iii. স্রষ্টার সাধনায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯০.
কার বরে আজ রাজা-টাজা হযে যাবে বলে পুরোহিত ভেবেছিল?
Ο ক) 
গুরুজনের
Ο খ) 
মা-বাবার
Ο গ) 
দেবতার
Ο ঘ) 
ভাগ্যের

  সঠিক উত্তর: (গ)

১৯১.
‘ঠাকুর’ হলো -
Ο ক) 
দেবতা
Ο খ) 
মন্দির
Ο গ) 
মোল্লা
Ο ঘ) 
ব্রাহ্মণ

  সঠিক উত্তর: (ক)

১৯২.
‘ক্ষুধার মানিক জ্বলে’ এর অর্থ কী?
Ο ক) 
ক্ষুধার্ত ব্যক্তির জঠর জ্বালা অর্থে ব্যবহৃত হয়েছে
Ο খ) 
ক্ষুধা থাকা ভালো
Ο গ) 
ক্ষুধায় পেট জ্বলা বেশ আরামদায়ক
Ο ঘ) 
ক্ষুধার্ত মানিক কাঁদে

  সঠিক উত্তর: (ক)

১৯৩.
ক্ষুধার্ত পান্থের মতে�িএ মন্দির কার?
Ο ক) 
দেবতার
Ο খ) 
স্রষ্টার
Ο গ) 
জনতার
Ο ঘ) 
পূজারীর

  সঠিক উত্তর: (ঘ)

১৯৪.
মন্দিরের দরজা বন্ধ করেছিল কে?
Ο ক) 
দারোয়ান
Ο খ) 
পূজারি
Ο গ) 
ঠাকুর
Ο ঘ) 
পুলিশ

  সঠিক উত্তর: (খ)

১৯৫.
ভ্যালা হলো দেখি লেঠা - এ কথায় মোল্লা সাহেবের কী প্রকাশ পেয়েছে?
Ο ক) 
নিষ্ঠুরতা
Ο খ) 
বিরক্তি
Ο গ) 
ঘৃণা
Ο ঘ) 
অসহায়তা

  সঠিক উত্তর: (খ)

১৯৬.
‘মুসাফির’ শব্দটি -
Ο ক) 
আরবি
Ο খ) 
ফারসি
Ο গ) 
উর্দু
Ο ঘ) 
বাংলা

  সঠিক উত্তর: (খ)

১৯৭.
‘ঐ মন্দির পূজারির, হায় দেবতা, তোমার নয়।’ এ বক্তব্যে ভুখারির কোন মনোভাব প্রকাশ পায়?
Ο ক) 
প্রতিবাদী
Ο খ) 
অসহায়ত্ব
Ο গ) 
ফরিয়াদ
Ο ঘ) 
ক্ষোভ

  সঠিক উত্তর: (গ)

১৯৮.
‘মানুষ’ কবিতার প্রথম লাইন কোনটি?
Ο ক) 
পূজারি, দুয়ার খোলো
Ο খ) 
হায় রে ভজনালয়
Ο গ) 
গাহি আমি সাম্যের গান
Ο ঘ) 
গাহি সাম্যের গান

  সঠিক উত্তর: (ঘ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
ক্ষুধাতুর শিশু চায় শুধু ভাত একটু নুন
সারাদিন পেটে পড়েনিকো কিছু
খালি পেটে তার জ্বলে আগুন।
১৯৯.
উদ্দীপকটিতে ‘মানুষ’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
Ο ক) 
নিরন্ন মানুষের যন্ত্রণা
Ο খ) 
সামর্থ্যবানদের নিষ্ঠুরতা
Ο গ) 
উঁচু-নিচু শ্রেণির পার্থক্য
Ο ঘ) 
ক্ষুধার্ত মানুষের ফরিয়াদ

  সঠিক উত্তর: (ক)

২০০.
প্রকাশিত দিকটি উদ্ভাসিত হয়েছে যে চরণে তা হলো -
i. দ্বার খোলো বাবা, খাইনি তো সাত দিন
ii. ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়
iii. তিমিররাত্রি, পথ�‍জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...