NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শনিবার, ১৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || সাধারণ বিজ্ঞান অধ্যায়-১০: এসো বলকে জানি


এস.এস.সি    ||    সাধারণ বিজ্ঞান
অধ্যায়-১০: এসো বলকে জানি


১.
যে বলের জন্য কোনো রকেট এর জ্বালানী নির্গত হওয়ার বিপরীত দিকে চলে তার নাম কী?
Ο ক) 
পেশিজ বল
Ο খ) 
মাধ্যাকর্ষণ বল
Ο গ) 
ঘর্ষণ বল
Ο ঘ) 
প্রতিক্রিয়া বল

  সঠিক উত্তর: (ঘ)

২.
দুটি আহিত কণিকার মাঝে ক্রিয়াশীল বলকে কী বলে?
Ο ক) 
তাড়িতচৌম্বক বল
Ο খ) 
দুর্বল নিউক্লিয় বল
Ο গ) 
মাধ্যাকর্ষণ বল
Ο ঘ) 
শক্তিশালী নিউক্লিয় বল

  সঠিক উত্তর: (ক)

৩.
বল-
i. একটি ভেক্টর রাশি
ii. এর মান ও দিক উভয়ই আছে
iii. একটি স্কেলার রাশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪.
নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে মধ্যাকর্ষণ বল হবে?
Ο ক) 
অর্ধেক
Ο খ) 
দ্বিগুণ
Ο গ) 
এক-চতুর্থাংশ
Ο ঘ) 
চারগুণ

  সঠিক উত্তর: (গ)

৫.
যে শক্তিশালী আকর্ষণ বল নিউক্লিয়নগুলোর মধ্যে কাজ করে তাকে বলা হয়?
Ο ক) 
নিউক্লিয়াস
Ο খ) 
দুর্বল নিউক্লিয় বল
Ο গ) 
শক্তিশালী নিউক্লিয় বল
Ο ঘ) 
তড়িৎ পদার্থ

  সঠিক উত্তর: (গ)

৬.
ঘর্ষণ নির্ভর করে-
i. বস্তুর ভর বেশি হলে
ii. পৃষ্ঠ খসখসে হলে
iii. বস্তুর ওজন বেশি হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭.
স্থিতিশীল বস্তুর স্থির থাকার প্রবণতাকে কী বলে?
Ο ক) 
গতি জড়তা
Ο খ) 
স্থিতি জড়তা
Ο গ) 
ভরবেগ
Ο ঘ) 
ভর

  সঠিক উত্তর: (খ)

৮.
বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক এটি কার সূত্র?
Ο ক) 
গ্যালিলিও
Ο খ) 
ডেভিড ক্যামেরুন
Ο গ) 
আইনস্টাইন
Ο ঘ) 
স্যার আইজ্যাক নিউটন

  সঠিক উত্তর: (ঘ)

৯.
কোনটির একক হচ্ছে নিউটন?
Ο ক) 
কাজ
Ο খ) 
ক্ষমতা
Ο গ) 
বল
Ο ঘ) 
ভরবেগ

  সঠিক উত্তর: (গ)

১০.
কোনটি রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য দায়ী?
Ο ক) 
চৌম্বক বল
Ο খ) 
তাড়িতচৌম্বক বল
Ο গ) 
ঘর্ষণ বল
Ο ঘ) 
মহাকর্ষ বল

  সঠিক উত্তর: (খ)

১১.
একটি বই টেবিলের উপর রাখলে বইটি টেবিলের উপর সাম্যবস্থায় থাকে। এই ঘটনাকে নিউটনের কোন সূত্রের দ্বারা ব্যাখ্যা করা যায়?
Ο ক) 
মহাকর্ষীয় সূত্র
Ο খ) 
গতির ১ম সূত্র
Ο গ) 
গতির ৩য় সূত্র
Ο ঘ) 
গতির ২য় সূত্র

  সঠিক উত্তর: (গ)

১২.
ঘর্ষণ বল নির্ভরশীল-
i. অভিকর্ষজ ত্বরণের ওপর
ii. বস্তুর ভরের ওপর
iii. পৃষ্ঠের প্রকৃতির ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
নিউটনের কোন সূত্র থেকে বস্তুর বল ও জড়তা সম্পর্কে ধারণা পাওয়া যায়?
Ο ক) 
২য় সূত্র
Ο খ) 
১ম সূত্র
Ο গ) 
৩য় সূত্র
Ο ঘ) 
১ম ও ২য় সূত্র

  সঠিক উত্তর: (খ)

১৪.
নিউটনের প্রথম সূত্রানুসারে স্থির বস্তু-
Ο ক) 
সুষম দ্রুতিতে চলবে
Ο খ) 
সুষম ত্বরণে চলবে
Ο গ) 
স্থিরই থাকবে
Ο ঘ) 
অসম দ্রুতিতে চলবে

  সঠিক উত্তর: (গ)

১৫.
গতিশীল বস্তুর সমবেগে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলে?
Ο ক) 
স্থিতি জড়তা
Ο খ) 
গতিজড়তা
Ο গ) 
ভরবেগ
Ο ঘ) 
প্লবতা

  সঠিক উত্তর: (খ)

১৬.
একটি বস্তুর গতির পরিবর্তন ঘটায় কোনটি?
Ο ক) 
জড়তা
Ο খ) 
ভরবেগ
Ο গ) 
বল
Ο ঘ) 
প্লবতা

  সঠিক উত্তর: (গ)

১৭.
নিউটনের গতির ১ম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়?
Ο ক) 
বল ও গতিবেগ
Ο খ) 
বল ও জড়তা
Ο গ) 
জড়তা ও ভরবেগ
Ο ঘ) 
জড়তা ও শক্তি

  সঠিক উত্তর: (খ)

১৮.
সময়ের সাথে সাইকেল, রিক্সা ও গাড়ির টায়ার ক্ষয়প্রাপ্ত হয় কোনটির ফলে?
Ο ক) 
অভিকর্ষজ ত্বরণ
Ο খ) 
ঘর্ষণ বল
Ο গ) 
মহাকর্ষ বল
Ο ঘ) 
ঘাত বল

  সঠিক উত্তর: (খ)

১৯.
দুর্বল নিউক্লিয় বল কী ধরনের বলের উদাহরণ?
Ο ক) 
অস্পর্শ বল
Ο খ) 
মাধ্যাকর্ষণ বল
Ο গ) 
স্পর্শ বল
Ο ঘ) 
ঘর্ষণ  বল

  সঠিক উত্তর: (ক)

২০.
যে বল সরাসরি বস্তুর সংস্পর্শে এসে বস্তুর ওপর ক্রিয়া করে তাকে কী বলে?
Ο ক) 
ঘাত বল
Ο খ) 
বলের ঘাত
Ο গ) 
স্পর্শ বল
Ο ঘ) 
সীমাস্থ বল

  সঠিক উত্তর: (গ)

২১.
বল বিয়ারিং ক্ষুদ্র বল?
Ο ক) 
লোহার
Ο খ) 
টিনের
Ο গ) 
স্টিলের
Ο ঘ) 
তামার

  সঠিক উত্তর: (গ)

২২.
বস্তর ভর ও ত্বরণের গুণফল দ্বারা কোনটি পরিমাণ করা হয়?
Ο ক) 
কাজ
Ο খ) 
বল
Ο গ) 
সরণ
Ο ঘ) 
ক্ষমতা

  সঠিক উত্তর: (খ)

২৩.
কোন বল পরমাণুর নিউক্লিয়াস কাজ করে?
Ο ক) 
দুর্বল নিউক্লিয় বল
Ο খ) 
 শক্তিশালী নিউক্লিয় বল
Ο গ) 
মহাকর্ষ বল
Ο ঘ) 
তাড়িত চৌম্বক বল

  সঠিক উত্তর: (খ)

২৪.
বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের -
Ο ক) 
বর্গের সমানুপাতিক
Ο খ) 
বর্গের ব্যস্তানুপাতিক
Ο গ) 
ব্যস্তানুপাতিক
Ο ঘ) 
সমানুপাতিক

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
মহাকর্ষ বল-
i. দুর্বল বল
ii. বিকর্ষণ বল
iii. আকর্ষণ বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৬.
ঘর্ষণ-
i. সর্বদা গতিকে বাধা দেয়
ii. বল হচ্ছে স্পর্শ বলের উদাহরণ
iii. এর সুবিধা ও অসুবিধা দুটিই আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
অস্পর্শ বল-
i. মাধ্যাকর্ষণ বল
ii. তাড়িত চৌম্বক বল
iii. শক্তিশালী নিউক্লিয় বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৮.
বাস বা গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করলে, যাত্রীরা গাড়ির আদিগতির দিকে সরে যায় কেন?
Ο ক) 
যাত্রীর ভারসাম্যহীনতা
Ο খ) 
বল
Ο গ) 
জড়তা
Ο ঘ) 
ভরবেগ

  সঠিক উত্তর: (গ)

২৯.
ঘর্ষণ বল বৃদ্ধি পাওয়ার জন্য দায়ী-
i. পৃষ্ঠের অমসৃণতা
ii. বস্তুর ভর
iii. পৃষ্ঠের ক্ষেত্রফল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০.
বস্তুর ভর বৃদ্ধির সংঙ্গে কোন বলের মান বৃদ্ধি পায়?
Ο ক) 
চৌম্বক বল
Ο খ) 
দুর্বল নিউক্লিয় বল
Ο গ) 
মাধ্যাকর্ষণ বল
Ο ঘ) 
শক্তিশালী নিউক্লিয় বল

  সঠিক উত্তর: (গ)

৩১.
বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে নিচের কোনটি প্রয়োগ করা হয়?
Ο ক) 
ভর
Ο খ) 
ওজন
Ο গ) 
বেগ
Ο ঘ) 
বল

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
ঘর্ষণের কারণে আমরা-
i. হাত দিয়ে কলম ধরতে পারি
ii. ইরেজার দ্বারা পেন্সিলের দাগ মুছতে পারি
iii. হাঁটতে পারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
তড়িৎ চৌম্বক বল নিয়ন্ত্রণ করে-
Ο ক) 
বস্তুর আধানের পরিমাণ
Ο খ) 
পরমাণুর গঠন
Ο গ) 
আধানের মধ্যবর্তী দূরত্ব
Ο ঘ) 
আধানের গতির পরিমাণ

  সঠিক উত্তর: (খ)

৩৪.
কোনো বস্তু যে অবস্থায় আছে ঐ অবস্থায় থাকতে চাওয়াকে বলা হয়-
Ο ক) 
জড়তা
Ο খ) 
দ্রুতি
Ο গ) 
বেগ
Ο ঘ) 
গতি

  সঠিক উত্তর: (ক)

৩৫.
গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল এটি কোন বলের উদাহরণ?
Ο ক) 
মহাকর্ষ বল
Ο খ) 
চৌম্বক বল
Ο গ) 
তাড়িত চৌম্বক বল
Ο ঘ) 
দুর্বল নিউক্লিয় বল

  সঠিক উত্তর: (ক)

৩৬.
একজন মাঝি নৌকা চালানোর সময় বাঁশের লগি দিয়ে ভূমিতে ধাক্কা দেন তখন ভূমিও লগির ওপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। উপরোক্ত ক্ষেত্রে-
i. ঘটনাটি নিউটনের গতির ৩য় সূত্র মেনে চলে
ii. প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ নৌকাকে সামনে এগিয়ে নিয়ে যায়
iii. প্রতিক্রিয়া বলের উলম্ব উপাংশ নৌকার ওজন বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৭.
পৃথিবী ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
Ο ক) 
অভিকর্ষ
Ο খ) 
মহাকর্ষ
Ο গ) 
অভিকর্ষজ ত্বরণ
Ο ঘ) 
মহাকর্ষীয় ধ্রুবক

  সঠিক উত্তর: (ক)

৩৮.
স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়েন। এর কারণ কোনটি?
Ο ক) 
গতি জড়তা
Ο খ) 
স্থিতি জড়তা
Ο গ) 
প্রতিক্রিয়া বল
Ο ঘ) 
যাত্রীর ভারসাম্যহীনতা

  সঠিক উত্তর: (খ)

৩৯.
দুটি আহিত কণিকার মধ্যে ক্রিয়াশীল বলকে বলা হয় -
Ο ক) 
দুর্বল নিউক্লিয় বল
Ο খ) 
শক্তিশালী নিউক্লিয় বল
Ο গ) 
চৌম্বক বল
Ο ঘ) 
তাড়িত চৌম্বক বল

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের বাইরে ঘূর্ণায়মান থাকে কোনটি?
Ο ক) 
ইলেকট্রন
Ο খ) 
নিউট্রন
Ο গ) 
প্রোটিন
Ο ঘ) 
মেসন

  সঠিক উত্তর: (ক)

৪১.
নিউটনের কোন সূ্ত্র থেকে আমরা জানি, বল = ভর X ত্বরণ?
Ο ক) 
প্রথম সূত্র
Ο খ) 
তৃতীয় সূত্র
Ο গ) 
সংরক্ষণ সূত্র
Ο ঘ) 
দ্বিতীয় সূত্র

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রাপ্ত বলের মান নির্ভর করে বস্তুর-
i. ভরের ওপর
ii. ত্বরণের ওপর
iii. আয়তনের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৩.
কোনটির পরিমাপ হচ্ছে তরল?
Ο ক) 
জড়তার
Ο খ) 
সান্দ্রতার
Ο গ) 
বলের
Ο ঘ) 
কাজের

  সঠিক উত্তর: (ক)

৪৪.
গাড়ি চালানোর সময় চালক সিট বেল্ট পরিধান করে কোনটির কারণে?
Ο ক) 
ঘর্ষণ বল
Ο খ) 
আরামপ্রদতার জন্য
Ο গ) 
জড়তার কারণে
Ο ঘ) 
ওজনের কারণে

  সঠিক উত্তর: (গ)

৪৫.
পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, এটি কোন বলের ক্রিয়ায় সংঘটিত হয়?
Ο ক) 
মাধ্যাকর্ষণ বল
Ο খ) 
দুর্বল নিউক্লিয় বল
Ο গ) 
চৌম্বক বল
Ο ঘ) 
শক্তিশালী নিউক্লিয় বল

  সঠিক উত্তর: (ক)

৪৬.
বস্তুর ভর বৃদ্ধির সাথে কোন বলের মান বৃদ্ধি পায়?
Ο ক) 
চৌম্বক বল
Ο খ) 
দুর্বল নিউক্লিয় বল
Ο গ) 
মাধ্যাকর্ষণ বল
Ο ঘ) 
শক্তিশালী নিউক্লিয় বল

  সঠিক উত্তর: (গ)

৪৭.
একটি চুম্বক ও অন্য একটি চুম্বক পদার্থের মধ্যে কোন বল ক্রিয়া করে?
Ο ক) 
দুর্বল নিউক্লিয় বল
Ο খ) 
 চৌম্বক বল
Ο গ) 
নিউক্লিয় বল
Ο ঘ) 
মহাকর্ষ বল

  সঠিক উত্তর: (খ)

৪৮.
নিচের কোনটি স্থিতি জড়তার উদাহরণ?
Ο ক) 
গতিশীল বাসের হঠাৎ থেমে যাওয়া
Ο খ) 
হাতুড়ি দিয়ে ইট ভাঙা
Ο গ) 
চলন্ত বাস থেকে নামতে গিয়ে পড়ে যাওয়া
Ο ঘ) 
গাড়ির ঘন্টায় ৩৬ কি.মি. অতিক্রম করা

  সঠিক উত্তর: (খ)

৪৯.
নিচের কোনটি ঘর্ষণের সুবিধা?
Ο ক) 
পেন্সিলের মাথা ভৌঁতা হয়ে যাওয়া
Ο খ) 
কাঠে পেরেক আটকে থাকা
Ο গ) 
জুতার সোল ক্ষয়ে যাওয়া
Ο ঘ) 
গাড়ির টায়ার ক্ষয় হয়ে যাওয়া

  সঠিক উত্তর: (খ)

৫০.
আমাদের জুতার সোল ক্ষয়ে যাওয়ার কারণ কী?
Ο ক) 
গতিশক্তি
Ο খ) 
স্থিতিশক্তি
Ο গ) 
ওজন
Ο ঘ) 
ঘর্ষণ

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
গতিবিষয়ক সূত্র কয়টি?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (গ)

৫২.
তাড়িতচৌম্বক বল-
i. দুটি চার্জযুক্ত কণিকার মাঝে কাজ করে
ii. আকর্ষণ ও বিকর্ষণ ধর্মী হতে পারে
iii. ইলেকট্রন ও প্রোটনের মাঝে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
কোনটি একটি বস্তুর আকৃতি পরিবর্তন করতে পারে?
Ο ক) 
বল
Ο খ) 
ওজন
Ο গ) 
সান্দ্রতা
Ο ঘ) 
ভর

  সঠিক উত্তর: (ক)

৫৪.
সকল পরমাণুতে থাকে-
Ο ক) 
প্রোটিন ও হার্ডন
Ο খ) 
প্রোটন ও নিউট্রন
Ο গ) 
সোডিয়াম ও নিউট্রন
Ο ঘ) 
নিউক্লিয়াস ও ইলেকট্রন

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
ঘর্ষণ বল-
i. অতি সাধারণ একটি বল
ii. এক ধরনের স্পর্শ বল
iii. বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
যখন আমরা ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করি তখন কোন বল ক্রিয়া করে?
Ο ক) 
ক্রিয়া বল
Ο খ) 
 মাধ্যাকর্ষণ বল
Ο গ) 
চৌম্বক বল
Ο ঘ) 
তাড়িত চৌম্বক বল

  সঠিক উত্তর: (ক)

৫৭.
প্রকৃতিতে বল কীভাবে কাজ করে?
Ο ক) 
সমানে সমানে
Ο খ) 
ডানে বামে
Ο গ) 
জোড়ায় জোড়ায়
Ο ঘ) 
উপরে নিচে

  সঠিক উত্তর: (গ)

৫৮.
ট্রাফিক সিগন্যালে কয়টি বাতি জ্বলে?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (গ)

৫৯.
বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন করতে হলে কী প্রয়োগ করতে হবে?
Ο ক) 
বল
Ο খ) 
জড়তা
Ο গ) 
গতি
Ο ঘ) 
শক্তি

  সঠিক উত্তর: (ক)

৬০.
গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকার প্রবণতাকে বলা হয়-
Ο ক) 
গতিশীলতা
Ο খ) 
গতিময়তা
Ο গ) 
গতি জড়তা
Ο ঘ) 
সুষম গতি

  সঠিক উত্তর: (গ)

৬১.
মাধ্যাকর্ষণ বল সৃষ্টির মূল কারণ কোনটি?
Ο ক) 
বস্তুর ভর
Ο খ) 
বস্তুর তাপ পরিবাহকত্ব
Ο গ) 
বস্তুর আয়তন
Ο ঘ) 
বস্তুর আপেক্ষিক গুরুত্ব

  সঠিক উত্তর: (ক)

৬২.
বস্তুর মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধির সঙ্গে কোন বলের মান কমে?
Ο ক) 
স্পর্শ বল
Ο খ) 
দুর্বল নিউক্লিয় বল
Ο গ) 
মাধ্যাকর্ষণ বল
Ο ঘ) 
শক্তিশালী নিউক্লিয় বল

  সঠিক উত্তর: (গ)

৬৩.
চৌম্বক বল-
i. চৌম্বক বল পদার্থের ওপর ক্রিয়া করে
ii. আকর্ষণ ও বিকর্ষণ ধর্মী হতে পারে
iii. সবসময়ই আকর্ষণ ধর্মী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৪.
কোন বল আকর্ষণ ও বিকর্ষণধর্মী হতে পারে?
Ο ক) 
চৌম্বক বল
Ο খ) 
দুর্বল নিউক্লিয় বল
Ο গ) 
মাধ্যাকর্ষণ বল
Ο ঘ) 
ঘর্ষণ বল

  সঠিক উত্তর: (ক)

৬৫.
শক্তিশালী নিউক্লিয় বল কী ধরনের?
Ο ক) 
আকর্ষণধর্মী
Ο খ) 
বিকর্ষণধর্মী
Ο গ) 
ধ্রুবক
Ο ঘ) 
আকর্ষণ ও বিকর্ষণ উভধর্মী

  সঠিক উত্তর: (ক)

৬৬.
কোন বিজ্ঞানী বলেছেন, ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা সমান ও বিপরীতমুখী?
Ο ক) 
জন ডাল্টন
Ο খ) 
স্যার আইজ্যাক নিউটন
Ο গ) 
ম্যাক্স প্লাঙ্ক
Ο ঘ) 
আলবার্ট আইনস্টাইন

  সঠিক উত্তর: (খ)

৬৭.
রকেট কোনটির জন্য চলে?
Ο ক) 
ভর
Ο খ) 
প্রতিক্রিয়া
Ο গ) 
ভরবেগ
Ο ঘ) 
প্রযুক্ত বল

  সঠিক উত্তর: (খ)

৬৮.
পদার্থের নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে বলে-
Ο ক) 
ভর
Ο খ) 
গতি
Ο গ) 
জড়তা
Ο ঘ) 
বল

  সঠিক উত্তর: (গ)

৬৯.
ভর কোনটির পরিমাণ?
Ο ক) 
আপেক্ষিকতা
Ο খ) 
বল
Ο গ) 
জড়তা
Ο ঘ) 
কাজ

  সঠিক উত্তর: (গ)

৭০.
বস্তর ভর ও ত্বরণের গুণফল দ্বারা কোনটি পরিমাপ করা হয়?
Ο ক) 
কাজ
Ο খ) 
বল
Ο গ) 
সরণ
Ο ঘ) 
ক্ষমতা

  সঠিক উত্তর: (খ)

৭১.
বলের প্রকৃতি হচ্ছে-
i. স্পর্শ বল
ii. অস্পর্শ বল
iii. চৌম্বক বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭২.
নিচের কোনটি দ্বারা বল নির্দেশ করা হয় ?
Ο ক) 
F
Ο খ) 
m
Ο গ) 
v
Ο ঘ) 
a

  সঠিক উত্তর: (ক)

৭৩.
ঘর্ষণ বল মূলত কোন বলের উদাহরণ?
Ο ক) 
স্পর্শ বল
Ο খ) 
ঘাত বল
Ο গ) 
পেশীজ বল
Ο ঘ) 
বলের ঘাত

  সঠিক উত্তর: (ক)

৭৪.
সবল নিউক্লিয় বল তাড়িত চুম্বক বল অপেক্ষা কতগুণ শক্তিশালী?
Ο ক) 
১০
Ο খ) 
১০০
Ο গ) 
২০০
Ο ঘ) 
৪০০

  সঠিক উত্তর: (খ)

৭৫.
স্থিতিশীল বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয়-
Ο ক) 
স্থিরতা
Ο খ) 
স্থিতি জড়তা
Ο গ) 
গতি জড়তা
Ο ঘ) 
ভর

  সঠিক উত্তর: (খ)

৭৬.
মাধ্যাকর্ষণ বলের জন্য-
i. পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে
ii. ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে
iii. চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৭.
নিচের কোনটিকে চুম্বক আকর্ষণ করে না?
Ο ক) 
আলপিন
Ο খ) 
পেরেক
Ο গ) 
স্টিল
Ο ঘ) 
কাচ

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একে অপরের ওপর দিয়ে চলতে চেষ্টা করে অথবা চলতে থাকে তাহলে বস্তুদ্বয়ের স্পর্শতলে এ গতির বিরুদ্ধে একটা বাধার উৎপত্তি হয়। এ বাধাকে কী বলে?
Ο ক) 
ঘর্ষণ
Ο খ) 
আপেক্ষিকতা
Ο গ) 
চৌম্বকত্ব
Ο ঘ) 
সান্দ্রতা

  সঠিক উত্তর: (ক)

৭৯.
বিজ্ঞানী নিউটন বল, ভর ও গতির মধ্যে সম্পর্ক স্থাপন করে কয়টি সূত্র প্রদান করেন?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৮০.
কোন বলটি শুধু আকর্ষণ ধর্মী?
Ο ক) 
তাড়িতচৌম্বক বল
Ο খ) 
মাধ্যাকর্ষণ বল
Ο গ) 
চৌম্বক বল
Ο ঘ) 
স্থির তড়িত বল

  সঠিক উত্তর: (খ)

৮১.
ক্রিয়া ও প্রতিক্রিয়া বল-
i. সবসময় দুটি ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া করে
ii. পরস্পর বিপরীতে ক্রিয়া করে
iii. সমসময় সমান থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
যা বস্তুর অবস্থান পরিবর্তন করে বা করতে চায় তাকে কী বলে?
Ο ক) 
ভরবেগ
Ο খ) 
জড়তা
Ο গ) 
বল
Ο ঘ) 
শক্তি

  সঠিক উত্তর: (গ)

৮৩.
কোনো বস্তুর গতির দিক পরিবর্তনের সময় কিসের প্রভাব পরিলক্ষিত হয়?
Ο ক) 
ভরবেগ
Ο খ) 
জড়তা
Ο গ) 
বল
Ο ঘ) 
বেগ

  সঠিক উত্তর: (খ)

৮৪.
কাঠে পেরেক বা স্ক্রু আটকানো সম্ভব কেন?
Ο ক) 
পেশিজ বলের জন্য
Ο খ) 
ঘর্ষণ বলের জন্য
Ο গ) 
ঘাত বলের জন্য
Ο ঘ) 
প্লবতার জন্য

  সঠিক উত্তর: (খ)

৮৫.
যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে তাকে কি বলে?
Ο ক) 
আহিত পদার্থ
Ο খ) 
চৌম্বক পদার্থ
Ο গ) 
মৌলিক পদার্থ
Ο ঘ) 
যৌগিক পদার্থ

  সঠিক উত্তর: (খ)

৮৬.
জড়তা কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৮৭.
একটি বালক গড়িয়ে দিলে কিছুদূর গিয়ে থেমে যায় কেন?
Ο ক) 
মহাকর্ষ বলের কারণে
Ο খ) 
ঘর্ষণের কারণে
Ο গ) 
স্থিতি জড়তার কারণে
Ο ঘ) 
ভরের কারণে


  সঠিক উত্তর: (খ)

৮৮.
বল-
i. একটি গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করতে পারে
ii. এর একক নিউটন
iii. একটি গতিশীল বস্তুর হ্রাস করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
বস্তুর ভৌত সংস্পর্শে না এসে ক্রিয়া করে কোনটি?
Ο ক) 
ঘর্ষণ বল
Ο খ) 
স্পর্শ বল
Ο গ) 
অস্পর্শ বল
Ο ঘ) 
পেশিজ বল

  সঠিক উত্তর: (গ)

৯০.
মাধ্যাকর্ষণ বল সব সময় কী ধরনের হয়?
Ο ক) 
বির্কষণধর্মী
Ο খ) 
আকর্ষণধর্মী
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
যেকোনো ধর্মী

  সঠিক উত্তর: (খ)

৯১.
নির্দিষ্ট বলের প্রভাবে কোনটি ঘটে?
Ο ক) 
ভরের পরিবর্তন
Ο খ) 
গতির পরিবর্তন
Ο গ) 
উপাদানের পরিবর্তন
Ο ঘ) 
ত্বরণের পরিবর্তন

  সঠিক উত্তর: (খ)

৯২.
তড়িৎ চুম্বক বল নিয়ন্ত্রণ করে পরমাণুর-
i. গঠন
ii. ভাঙ্গন
iii. রাসায়নিক বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৩.
স্পর্শ বল হলো-
i. পেশিজ বল
ii. ঘর্ষণ বল
iii. মহাকর্ষ বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৪.
বলের সমীকরণ কোনটি?
Ο ক) 
বল = ওজন X ত্বরণ
Ο খ) 
বল = ভর X বেগ
Ο গ) 
বল = ভর X ত্বরণ
Ο ঘ) 
বল = ভর X সরণ

  সঠিক উত্তর: (গ)

৯৫.
ঘর্ষণের কারণে-
i. সময়ের সাথে গাড়ির টায়ার ক্ষয়প্রাপ্ত হয়
ii. পেন্সিলের মাথা ভোঁতা হয়ে যায়
iii. চক দিয়ে বোর্ডে লেখা সম্ভব হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 

i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৬.
মাধ্যাকর্ষণ বল সৃষ্টির মূল কারণ কোনটি?
Ο ক) 
বস্তুর ভর
Ο খ) 
বস্তুর তাপ পরিবাহকত্ব
Ο গ) 
বস্তুর আয়তন
Ο ঘ) 
বস্তুর আপেক্ষিক গুরুত্ব

  সঠিক উত্তর: (ক)

৯৭.
আমরা হোঁচট খেলে পড়ে যাই কোন কারণে?
Ο ক) 
বলের
Ο খ) 
শক্তির
Ο গ) 
কাজের
Ο ঘ) 
জড়তার

  সঠিক উত্তর: (ঘ)

৯৮.
কোন বিজ্ঞাীন বল, ভর (জড়তা) ও গতির মধ্যে সম্পর্ক স্থাপন করেন?
Ο ক) 
গ্যালিলিও
Ο খ) 
আইনস্টাইন
Ο গ) 
ডাল্টন
Ο ঘ) 
নিউটন

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
বলের মান নিচের কোনটির উপর নির্ভর করে?
Ο ক) 
ভর ও ওজন
Ο খ) 
ভর ও গতি
Ο গ) 
ভর ও ত্বরণ
Ο ঘ) 
ভর ও দ্রুতি

  সঠিক উত্তর: (গ)

১০০.
পেন্সিলের লেখা ইরেজার দ্বারা মোছা যায় কেন?
Ο ক) 
ভরের কারণে
Ο খ) 
প্রযুক্ত বলের কারণে
Ο গ) 
ঘর্ষণের কারণে
Ο ঘ) 
রাবার ও গ্রাফাইটের বিক্রিয়ার কারণে

  সঠিক উত্তর: (গ)

১০১.
কোনো বস্তুর ওপর অন্য বস্তুর ধাক্কা বা টানকে কী বলে?
Ο ক) 
ভরবেগ
Ο খ) 
ভর
Ο গ) 
চাপ
Ο ঘ) 
বল

  সঠিক উত্তর: (ঘ)

১০২.
অভিকর্ষ কী ধরনের বল?
Ο ক) 
চৌম্বক বল
Ο খ) 
দুর্বল নিউক্লিয় বল
Ο গ) 
মাধ্যাকর্ষণ বল
Ο ঘ) 
শক্তিশালী নিউক্লিয় বল

  সঠিক উত্তর: (গ)

১০৩.
ত্বরণকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) 
F
Ο খ) 
m
Ο গ) 
v
Ο ঘ) 
a

  সঠিক উত্তর: (ঘ)

১০৪.
বেগের পরিবর্তনের হারকে বলা হয়?
Ο ক) 
সরণ
Ο খ) 
ত্বরণ
Ο গ) 
ভরবেগ
Ο ঘ) 
সুষম বেগ

  সঠিক উত্তর: (খ)

১০৫.
চুম্বক পেরেক আকর্ষণ করে-
i. স্টিলের তৈরি বস্তুকে
ii. লোহার তৈরি বস্তুকে
iii. আলপিনের তৈরি বস্তুকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৬.
দুর্বল নিউক্লিয় আকর্ষণ ও বিকর্ষণ উভয়ধর্মী হতে পারে?
Ο ক) 
তাড়িতচৌম্বক বল
Ο খ) 
ঘর্ষণ বল
Ο গ) 
মহাকর্ষ বল
Ο ঘ) 
দুর্বল নিউক্লিয় বল

  সঠিক উত্তর: (ক)

১০৭.
মৌলিক কণিকা লেপটন ও হার্ডনের ক্ষয়প্রাপ্তিতে কাজ করে কোনটি?
Ο ক) 
তাড়িত চৌম্বক বল
Ο খ) 
দুর্বল নিউক্লিয় বল
Ο গ) 
সবল নিউক্লিয় বল
Ο ঘ) 
মহাকর্ষ বল

  সঠিক উত্তর: (খ)

১০৮.
হাঁটার সময় আমরা সামনের পা দ্বারা মাটিতে খাড়াভাবে বল দেই আর পেছনের পা দ্বারা তির্যকভাবে মাটিতে বল দেই। উপরোক্ত ক্ষেত্রে-
i. পিছনের পায়ে প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়
ii. সামনের পায়ে প্রতিক্রিয়া বলের উল্লম্ব উপাংশ শরীরের ওজন বহনে সহায়তা করে
iii. উপরোক্ত ঘটনাটি নিউটনের গতির ৩য় সূত্র মেনে চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৯.
চাঁদ পৃথিবীকে কেন্দ্র� করে ঘোরে, এটি কোন বলের ক্রিয়ায় সংঘটিত হয়?
Ο ক) 
মাধ্যাকর্ষণ বল
Ο খ) 
দুর্বল নিউক্লিয় বল
Ο গ) 
চৌম্বক বল
Ο ঘ) 
শক্তিশালী নিউক্লিয় বল

  সঠিক উত্তর: (ক)

১১০.
পেশিজ বল কোন বলের উদাহারণ?
Ο ক) 
ঘাত বল
Ο খ) 
ঘর্ষণ বল
Ο গ) 
বলের ঘাত
Ο ঘ) 
প্লবতা

  সঠিক উত্তর: (খ)

১১১.
হলুদ বাতি কী নির্দেশ করে?
Ο ক) 
হার্ড ব্রেক করার
Ο খ) 
থেমে যাওয়ার
Ο গ) 
এগিয়ে যাওয়ার
Ο ঘ) 
জোরে চালানোর

  সঠিক উত্তর: (খ)

১১২.
বল বস্তুর-
i. ভরের ওপর নির্ভরশীল
ii. ভরবেগের ওপর নির্ভরশীল
iii. ত্বরণের ওপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১১৩.
গতি বিষয়ক সূত্র প্রদান করেন কোন বিজ্ঞানী?
Ο ক) 
ডাল্টন
Ο খ) 
নিউটন
Ο গ) 
আর্কিমিডিস
Ο ঘ) 
আইনস্টাইন

  সঠিক উত্তর: (খ)

১১৪.
'বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে? এটি কার সূত্র?
Ο ক) 
গ্যালিলিও
Ο খ) 
আইনস্টাইন
Ο গ) 
নিউটন
Ο ঘ) 
স্যার জগদীশ চন্দ্র বসু

  সঠিক উত্তর: (গ)

১১৫.
কোনটি না থাকলে আমরা হাঁটতে পারতাম না� বরং পিছলে যেতাম?
Ο ক) 
প্লবতা
Ο খ) 
ঘর্ষণ
Ο গ) 
পৃষ্ঠটান
Ο ঘ) 
শক্তি

  সঠিক উত্তর: (খ)

১১৬.
'যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে, তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে কী বলে?
Ο ক) 
পৃষ্ঠটান
Ο খ) 
ক্ষমতা
Ο গ) 
প্লবতা
Ο ঘ) 
বল

  সঠিক উত্তর: (ঘ)

১১৭.
কোনো বইকে টেবিলের উপর রাখা হলো, বইয়ের ওপর পৃথিবীর কোন বলটি খাড়া নিচের দিকে ক্রিয়া করে?
Ο ক) 
আকর্ষণ বল
Ο খ) 
ঘর্ষণ বল
Ο গ) 
বিকর্ষণ বল
Ο ঘ) 
চৌম্বক বল

  সঠিক উত্তর: (ক)

১১৮.
বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে?
Ο ক) 
১ম সুত্র
Ο খ) 
২য় সূত্র
Ο গ) 
৩য় সূত্র
Ο ঘ) 
মহাকর্ষ সূত্র

  সঠিক উত্তর: (ক)

১১৯.
নিউটনের ১ম সূত্র থেকে পাওয়া যায় বস্তুর-
i. জড়তার ধারণা
ii. গতির ধারণা
iii. প্লবতার ধারণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২০.
পৃথিবী অপর বস্তুকে যে বলে টানে তাকে কী বলে?
Ο ক) 
মহাকর্ষ
Ο খ) 
অভিকর্ষ
Ο গ) 
সবল নিউক্লিয়
Ο ঘ) 
স্পর্শ বল

  সঠিক উত্তর: (খ)

১২১.
ভর কী ধরনের রাশি?
Ο ক) 
লব্দ রাশি
Ο খ) 
ঘর্ষণ
Ο গ) 
গতি
Ο ঘ) 
জড়তা

  সঠিক উত্তর: (গ)

১২২.
একটি নৌকা ঠেললে বা টানলে সেটি কখন গতিশীল হয়?
Ο ক) 
যেকোনো মানের বল প্রয়োগ করলে
Ο খ) 
যথেষ্ট বল প্রয়োগ করলে
Ο গ) 
পানিতে নামলে
Ο ঘ) 
অনেকে মিলে উঁচু করলে

  সঠিক উত্তর: (খ)

১২৩.
''প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে'' এটি নিউটনের কোন সূত্র?
Ο ক) 
গতির ১ম সূত্র
Ο খ) 
গতির ২য় সূত্র
Ο গ) 
গতির ৩য় সূত্র
Ο ঘ) 
মহাকর্ষ সূত্র

  সঠিক উত্তর: (গ)

১২৪.
কোনো তলকে খুব মসৃণ করে কোনটিকে কমানো যেতে পারে?
Ο ক) 
চৌম্বক বল
Ο খ) 
শক্তিশালী নিউক্লিয় বল
Ο গ) 
অস্পর্শ বল
Ο ঘ) 
ঘর্ষণ

  সঠিক উত্তর: (ঘ)

১২৫.
তড়িত চৌম্বক বল কণিকা দুটির মধ্যবর্তী দূরত্বের -
Ο ক) 
বর্গের ব্যস্তানুপাতিক
Ο খ) 
সমানুপাতিক
Ο গ) 
ব্যস্তানুপাতিক
Ο ঘ) 
বর্গের সমানুপাতিক

  সঠিক উত্তর: (খ)

১২৬.
বস্তুর ভর বেশি হলে ঘর্ষন বল কেমন হয়?
Ο ক) 
কমে যায়
Ο খ) 
প্রভাব নেই
Ο গ) 
কমে এবং বাড়ে
Ο ঘ) 
বৃদ্ধি পায়

  সঠিক উত্তর: (ঘ)

১২৭.
যে বল সরাসরি বস্তুর সংস্পর্শে এসে বস্তুর উপর ক্রিয়া করে তাকে কী বলে?
Ο ক) 
ঘাতবল
Ο খ) 
বলের ঘাত
Ο গ) 
স্পর্শ বল
Ο ঘ) 
সীমাস্থ বল

  সঠিক উত্তর: (গ)

১২৮.
কোন বল নিউক্লিয়াসের বাইরে কাজ করে না?
Ο ক) 
সবল নিউক্লিয় বল
Ο খ) 
চুম্বক বল
Ο গ) 
তাড়িত চৌম্বক
Ο ঘ) 
মহাকর্ষ বল

  সঠিক উত্তর: (ক)

১২৯.
পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশকালে উল্কা পুড়ে ছাই হয়ে যায় কেন?
Ο ক) 
গতির কারণে
Ο খ) 
ঘর্ষণ বলের কারণে
Ο গ) 
ঘাত বলের কারণে
Ο ঘ) 
অভিকর্ষজ ত্বরণের কারণে

  সঠিক উত্তর: (খ)

১৩০.
নিচের কোনটি ঘর্ষণের অসুবিধা?
Ο ক) 
প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে অবতরণ
Ο খ) 
হাঁটতে পারা
Ο গ) 
যন্ত্রের দক্ষতা হ্রাস পাওয়া
Ο ঘ) 
বই, কলমসহ যাবতীয় জিনিস করতে পারা

  সঠিক উত্তর: (গ)

১৩১.
শক্তিশালী নিউক্লিয় বল কোন ধরনের বল?
Ο ক) 
স্পর্শ বল
Ο খ) 
ঘর্ষণ বল
Ο গ) 
অস্পর্শ বল
Ο ঘ) 
টান বল

  সঠিক উত্তর: (গ)

১৩২.
বল-
i. গতিশীল বস্তুকে স্থির করতে পারে
ii. ভর বৃদ্ধি করতে পারে
iii. বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩৩.
প্রোটন ও নিউট্রন এর মধ্যে ক্রিয়াশীল বল কোনটি?
Ο ক) 
দুর্বল নিউক্লিয় বল
Ο খ) 
মহাকর্ষ বল
Ο গ) 
তাড়িত চৌম্বক বল
Ο ঘ) 
শক্তিশালী নিউক্লিয় বল

  সঠিক উত্তর: (ঘ)

১৩৪.
গাড়ীর টায়ারে সুতা থাকে কেন?
Ο ক) 
টেনে নিতে
Ο খ) 
ওজন কমাতে
Ο গ) 
ঘর্ষণ কমাতে
Ο ঘ) 
ভর কমাতে

  সঠিক উত্তর: (গ)

১৩৫.
চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ল। এর কারণ কোনটি?
Ο ক) 
গতি জড়তা
Ο খ) 
স্থিতি জড়তা
Ο গ) 
প্রতিক্রিয়া বল
Ο ঘ) 
যাত্রীর ভারসাম্যহীনতা

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
বল ঘটাতে পারে-
i. একটি বস্তুর আকৃতির পরিবর্তন
ii. গতিশীল বস্তুর বেগ হ্রাস বা বৃদ্ধি
iii. বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৭.
ঘর্ষণ বল নির্ভর করে বস্তুর-
i. ভরের ওপর
ii. তাপ পরিবাহকত্বের ওপর
iii. পৃষ্ঠের প্রকৃতির ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩৮.
অস্পর্শ বল কয়টি?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
নিউটনের প্রথম সূত্র হতে নিচের কোন বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে?
Ο ক) 
ভর এবং বল
Ο খ) 
ভর এবং জড়তা
Ο গ) 
ভড়তা এবং বল
Ο ঘ) 
গতি এবং ভর

  সঠিক উত্তর: (গ)

১৪০.
কোনটি থেকে আমরা জানি, কোনো বস্তুই নিজের থেকে এর অবস্থান পরিবর্তন করতে চায় না?
Ο ক) 
নিউটনের দ্বিতীয় সূত্র
Ο খ) 
নিউটনের প্রথম সূত্র
Ο গ) 
গ্যালিলিওর প্রথম সূত্র
Ο ঘ) 
গ্যালিলিওর দ্বিতীয় সূত্র

  সঠিক উত্তর: (খ)

১৪১.
নিচের কোনটি তড়িৎ চৌম্বক নিয়ন্ত্রণ করে না?
Ο ক) 
রাসায়নিক বিক্রিয়া
Ο খ) 
তড়িৎ চৌম্বক ঘটনা
Ο গ) 
পরমাণুর সংখ্যা
Ο ঘ) 
আধানের মধ্যবর্তী দূরত্ব

  সঠিক উত্তর: (ঘ)

১৪২.
শক্তিশালী নিউক্লিয় বল কাজ করে-
Ο ক) 
নিউক্লিয়াসের বাইরে
Ο খ) 
নিউক্লিয়াসের ভেতর
Ο গ) 
পরমাণুর বাইরে
Ο ঘ) 
অণুর বাইরে

  সঠিক উত্তর: (খ)

১৪৩.
দুটি চুম্বককে কাছাকাছি আনলে এরা পরস্পরের প্রতি যে বল প্রয়োগ করে তাকে বলা হয়-
Ο ক) 
চৌম্বক বল
Ο খ) 
তাড়িত চৌম্বব বল
Ο গ) 
ঘর্ষণ বল
Ο ঘ) 
নিউক্লিয় বল

  সঠিক উত্তর: (ক)

১৪৪.
নিউটনের দ্বিতীয় সূত্র হতে ১ম সূত্র প্রতিপাদন করা যায় । কারণ-
i. দ্বিতীয় সূত্রে বলের মান শূন্য বসালে আদিবেগ ও শেষবেগের মান সমান পাওয়া যায়
ii. বল শূণ্য হয় বলে আদিবেগ শূণ্য হলে শেষবেগেও শূণ্য হয়
iii. প্রযুক্ত বল শূণ্য হওয়ার ফলে বস্তুর আদিবেগ ও শেষ বেগ একই হয় ফলে বস্তুর স্থির বা চলমান অবস্থা অক্ষুন্ন থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৫.
বস্তুর ভর বেশি হলে কোনটি বেশি হবে?
Ο ক) 
গতি
Ο খ) 
ত্বরণ
Ο গ) 
সময়
Ο ঘ) 
প্রযুক্ত বল

  সঠিক উত্তর: (ঘ)

১৪৬.
স্যুটকেসের নিচে চাকা লাগানো হয় কেন?
Ο ক) 
টেনে নিতে
Ο খ) 
ওজন কমাতে
Ο গ) 
ঘর্ষণ কমাতে
Ο ঘ) 
ভর কমাতে

  সঠিক উত্তর: (গ)

১৪৭.
একটি স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করতে পারে কোনটি?
Ο ক) 
বল
Ο খ) 
জড়তা
Ο গ) 
ভরবেগ
Ο ঘ) 
প্লবতা

  সঠিক উত্তর: (ক)

১৪৮.
প্রত্যেক বস্তুর তার স্থিতি বা গতির অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে কী বলে?
Ο ক) 
জড়তা
Ο খ) 
বল
Ο গ) 
ভরবেগ
Ο ঘ) 
গতি

  সঠিক উত্তর: (ক)

১৪৯.
ঘর্ষণের ফলে-
i. কাঠে পেরেক বা স্ত্রু আটকে থাকে
ii. দড়িতে গিরো দেওয়া সম্ভব হয়
iii. চলাফেরা করা সম্ভব হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫০.
ঘর্ষণ বল কয়টি বিষয়ের ওপর নির্ভর করে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ক)

১৫১.
বলের আছে-
Ο ক) 
মান ও ভর
Ο খ) 
দিক ও ওজন
Ο গ) 
মান ও দিক
Ο ঘ) 
ভর ও ওজন

  সঠিক উত্তর: (গ)

১৫২.
ঘর্ষণ সর্বদা গতিকে-
Ο ক) 
বাড়িয়ে দেয়
Ο খ) 
বাড়তে সাহায্য করে
Ο গ) 
বাধা দেয়
Ο ঘ) 
সুষম গতিতে পরিবর্তন করে

  সঠিক উত্তর: (গ)

১৫৩.
ঘর্ষণকে কি বলা হয়?
Ο ক) 
অপশক্তি
Ο খ) 
প্রয়োজনীয় উপদ্রব
Ο গ) 
যন্ত্রের দক্ষতা হ্রাসকারক
Ο ঘ) 
বল বৃদ্ধিকারক

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
মাধ্যাকর্ষণ বলের অপর নাম কী?
Ο ক) 
মহাকর্ষ বল
Ο খ) 
চৌম্বব বল
Ο গ) 
তাড়িতচৌম্বক বল
Ο ঘ) 
দুর্বল নিউক্লিয় বল

  সঠিক উত্তর: (ক)

১৫৫.
নিউটনের প্রথম সূত্র হতে কোনটির গুণগত সংজ্ঞা পাওয়া যায়?
Ο ক) 
জড়তা
Ο খ) 
ট্রাফিক সিগন্যাল
Ο গ) 
বল
Ο ঘ) 
গতি

  সঠিক উত্তর: (গ)

১৫৬.
তেল এবং গ্রিজের মতো পদার্থকে বলা হয়-
Ο ক) 
অকটেন
Ο খ) 
পেট্রোলিয়াম
Ο গ) 
লুব্রিকেন্ট
Ο ঘ) 
কয়লা

  সঠিক উত্তর: (গ)

১৫৭.
পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণ বলকে কী বলে?
Ο ক) 
অভিকর্ষ বল
Ο খ) 
শক্তিশালী নিউক্লিয় বল
Ο গ) 
দুর্বল নিউক্লিয় বল
Ο ঘ) 
চৌম্বক বল

  সঠিক উত্তর: (ক)

১৫৮.
তাড়িতচৌম্বক বলের মান নির্ভর করে কণিকাদ্বয়ের-
i. আধানের গুণফলের ওপর
ii. মধ্যবর্তী দূরত্বের ওপর
iii. আধানের ভরের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৯.
কোন বলের মান দুটি বস্তুর ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে?
Ο ক) 
ঘর্ষণ বল
Ο খ) 
মাধ্যাকর্ষণ বল
Ο গ) 
পেশিজ বল
Ο ঘ) 
তাড়িত চৌম্বক বল

  সঠিক উত্তর: (খ)

১৬০.
পরমাণুর গঠন নিয়ন্ত্রণ করে কোন বল?
Ο ক) 
চৌম্বক বল
Ο খ) 
আন্তঃআণবিক বল
Ο গ) 
ঘর্ষণ বল
Ο ঘ) 
মহাকর্ষ বল

  সঠিক উত্তর: (খ)

১৬১.
শক্তিশালী নিউক্লিয় বল-
i. তাড়িতচৌম্বক বলের চেয়ে ১০০০ গুণ শক্তিশালী
ii. নিউক্লিয়নগুলোর মাঝে ক্রিয়া করে
iii. নিউক্লিয়াসের বাইরে কাজ করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৬২.
ক্রিয়া প্রতিক্রিয়া বলদ্বয় নিচের কোনটির উপর নির্ভরশীল?
Ο ক) 
স্থিরাবস্থার
Ο খ) 
গতিশীল অবস্থার
Ο গ) 
সাম্যবস্থায় থাকা
Ο ঘ) 
বর্তমানের উপর

  সঠিক উত্তর: (ঘ)

১৬৩.
যা বস্তুর অবস্থান পরিবর্তন করে বা করতে চায় তাকে কি বলে?
Ο ক) 
ভরবেগ
Ο খ) 
জড়তা
Ο গ) 
চল
Ο ঘ) 
শক্তি

  সঠিক উত্তর: (গ)

১৬৪.
নিউটনের কোন সূত্র থেকে আমরা জানি, বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বল প্রয়োগ করতে হবে?
Ο ক) 
প্রথম সূত্র
Ο খ) 
দ্বিতীয় সূত্র
Ο গ) 
সংরক্ষণ সূত্র
Ο ঘ) 
তৃতীয় সূত্র

  সঠিক উত্তর: (ক)

১৬৫.
সবুজ বাতি কী নির্দেশ করে?
Ο ক) 
থেমে যাওয়ার
Ο খ) 
এগিয়ে যাওয়ার
Ο গ) 
স্থির থাকার
Ο ঘ) 
ব্রেক কষার

  সঠিক উত্তর: (গ)

১৬৬.
রকেট কোনটির ওপর ভিত্তি করে চলে?
Ο ক) 
ক্রিয়া প্রতিক্রিয়া বল
Ο খ) 
গ্যালিলিওর সূত্রের
Ο গ) 
নিউটনের ১ম সূত্র
Ο ঘ) 
আপেক্ষিকতার

  সঠিক উত্তর: (ক)

১৬৭.
আমাদের পেছনের পা মাটির উপর কীভাবে বল প্রয়োগ করে?
Ο ক) 
লম্বভাবে
Ο খ) 
সোজা
Ο গ) 
ভূমির জড়তার জন্য
Ο ঘ) 
তির্যকভাবে

  সঠিক উত্তর: (ঘ)

১৬৮.
যে বল বস্তুর সংস্পর্শে না এসেও বস্তুর ওপর ক্রিয়া করে তাকে কী বল বলে?
Ο ক) 
স্পর্শ
Ο খ) 
অস্পর্শ
Ο গ) 
পেশিজ বল
Ο ঘ) 
ঘর্ষণ

  সঠিক উত্তর: (খ)

১৬৯.
নিউটনের প্রথম সূত্র হলো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে-
i. স্থির বস্তু স্থিরই থাকবে
ii. গতিশীল বস্তুর গতির পরিবর্তন হবে
iii. গতিশীল বস্তু দ্রুতিতে সরলপথে চলতে থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৭০.
চুম্বক দ্বারা আকর্ষিত হয় না কোনটি?
Ο ক) 
লোহা
Ο খ) 
কাঠ
Ο গ) 
স্টিল
Ο ঘ) 
আলপিন

  সঠিক উত্তর: (খ)

১৭১.
কোনটির কারণে প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে নিরাপদে নামা সম্ভব?
Ο ক) 
পেশিজ বল
Ο খ) 
ঘর্ষণ বল
Ο গ) 
ঘাত বল
Ο ঘ) 
মহাকর্ষ বল

  সঠিক উত্তর: (খ)

১৭২.
কোনটির আকর্ষণ ও বিকর্ষণ করার ক্ষমতা আছে?
Ο ক) 
চুম্বক
Ο খ) 
মাধ্যাকর্ষণ বল
Ο গ) 
শক্তিশালী নিউক্লিয় বল
Ο ঘ) 
ঘর্ষণ বল

  সঠিক উত্তর: (ক)

১৭৩.
ঘর্ষণ কীভাবে বাড়ানো যায়?
Ο ক) 
পৃষ্ঠকে অমসৃণ করে
Ο খ) 
পৃষ্ঠকে পিচ্ছিল করে
Ο গ) 
বল রিয়ারিং ব্যবহার করে
Ο ঘ) 
পৃষ্ঠকে মসৃণ করে

  সঠিক উত্তর: (ক)

১৭৪.
মহাকর্ষ বলের মান বস্তুবদ্বয়ের-
i. ভরের গুণফলের সমানুপাতিক
ii. মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তনুপাতিক
iii. মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭৫.
অস্পর্শ বল-
i. মাধ্যাকর্ষ বল
ii. দুর্বল নিউক্লিয় বল
iii. শক্তিশালী নিউক্লিয় বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭৬.
নিচের কোন বল আকর্ষণ ও বিকর্ষণ উভয়ধর্মী হতে পারে?
Ο ক) 
তাড়িতচৌম্বক বল
Ο খ) 
ঘর্ষণ বল
Ο গ) 
মহাকর্ষ বল
Ο ঘ) 
 দুর্বল নিউক্লিয় বল

  সঠিক উত্তর: (ক)

১৭৭.
ঘর্ষণ কমানোর জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
পেট্রোলিয়াম
Ο খ) 
জেলি
Ο গ) 
লুব্রিকেন্ট
Ο ঘ) 
ডিজেল

  সঠিক উত্তর: (গ)

১৭৮.
কোনটি দ্বারা বলের পরিমাণ করা যায়?
Ο ক) 
ভর X বেগ
Ο খ) 
ভর X ভর
Ο গ) 
ভর X ত্বরণ
Ο ঘ) 
বেগ X বেগ

  সঠিক উত্তর: (গ)

১৭৯.
যন্ত্রপাতির যে সকল অংশ পরস্পরের সাথে ঘষা যায় সেগুলো কোনটির কারণে ক্ষয়প্রাপ্ত হয়?
Ο ক) 
অস্পর্শ বল
Ο খ) 
দুর্বল নিউক্লীয় বল
Ο গ) 
ঘর্ষণ বল
Ο ঘ) 
সবল নিউক্লিয় বল

  সঠিক উত্তর: (খ)

১৮০.
F = ma সম্পর্কটির ক্ষেত্রে-
i. ধ্রুব বল ত্বরণ সৃষ্টি করে যদি ভর অপরিবর্তিত থাকে
ii. বল দ্বিগুণ করলে বস্তুর ত্বরণ দ্বিগুণ যদি ভর অপরিবর্তীত থাকে
iii. বল নির্দিষ্ট থাকলে ত্বরণ ভরের ব্যস্তানুপাতিক হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 

ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮১.
অভিকর্ষ বল-
i. বস্তুর ভরের কারণে সৃষ্টি হয়
ii. এক ধরনের মাধ্যাকর্ষণ বল
iii. সমসময়ই আকর্ষণ ধর্মী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮২.
'পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে' এটি কোন বলের উদাহরণ?
Ο ক) 
দুর্বল নিউক্লিয় বল
Ο খ) 
শক্তিশালী নিউক্লিয় বল
Ο গ) 
মাধ্যাকর্ষণ বল
Ο ঘ) 
চৌম্বক বল

  সঠিক উত্তর: (গ)

১৮৩.
একটি নৌকা গতিশীল হবে না-
i. নৌকা কর্তৃক প্রযুক্ত বল বেশি হলে
ii. নৌকায় উপর প্রযুক্ত বল বেশি হলে
iii. নৌকা কর্তৃক এবং নৌকায় উপর প্রযুক্ত বল সমান হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৮৪.
কোন বিজ্ঞানী বল, ভর ও গতির মধ্যে সম্পর্ক স্থাপন করেন?
Ο ক) 
গ্যালিলিও
Ο খ) 
আইনস্টাইন
Ο গ) 
নিউটন
Ο ঘ) 
ডাল্টন

  সঠিক উত্তর: (গ)

১৮৫.
বল প্রয়োগ হয়-
i. ঠেলা বা টানায়
ii. বস্তুকে প্রসারিত বা সংকুচিত করায়
iii. বস্তুকে মোচড়ানো বা ছেড়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৬.
মৌলিক কণিকা লেপটিন ক্ষয়প্রাপ্তির জন্য দায়ী কোন বল?
Ο ক) 
তাড়িতচৌম্বক বল
Ο খ) 
দুর্বল নিউক্লিয় বল
Ο গ) 
চৌম্বক বল
Ο ঘ) 
শক্তিশালী নিউক্লিয় বল

  সঠিক উত্তর: (খ)

১৮৭.
আমরা টেবিলে ঘুষি মারলে ব্যথা পাই কেন?
Ο ক) 
টেবিলের উপর বল প্রয়োগের জন্য
Ο খ) 
টেবিল শক্ত বলে
Ο গ) 
টেবিল চওড়া বলে
Ο ঘ) 
টেবিল কর্তৃক বল প্রয়োগের জন্য

  সঠিক উত্তর: (ঘ)

১৮৮.
ঘর্ষণ কমানোর জন্য কোনটির ব্যবহার করা হয়?
Ο ক) 
পেট্রোলিয়াম
Ο খ) 
জেলী
Ο গ) 
লুব্রিকেন্ট
Ο ঘ) 
ডিজেল

  সঠিক উত্তর: (গ)

১৮৯.
বল-
i. বস্তুর দিক অপরিবর্তিত রাখে
ii. বস্তুর আকৃতি পরিবর্তন করে
iii. স্থির বস্তুকে গতিশীল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও:
মহাবিশ্বে একটি বস্তু অপর বস্তুকে টানছে। এই বলকে মহাকর্ষ বল। এই বলের মান বস্তুদ্বয়ের ভর ও এদের মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করে।
১৯০.
উল্লেখিত বল বস্তুদ্বয়ের-
i. ভরের উপর নির্ভরশীল
ii. দূরত্ব বাড়লে এর মান বাড়ে
iii. দূরত্ব বাড়লে এর মান কমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৯১.
উপরোক্ত ক্ষেত্রে বস্তুদ্বয়ের দূরত্ব বাড়লে বলের মানের কী হয়?
Ο ক) 
সমানুপাতিক হারে কমে
Ο খ) 
ব্যস্তানুপাতিক হারে বাড়ে
Ο গ) 
বর্গাকারে বাড়ে
Ο ঘ) 
বর্গের ব্যস্তনুপাতিক হারে কমে

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন