NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ২য়পত্র ২য় অধ্যায় - ১ম পরিচ্ছেদ: ধ্বনিতত্ত্ব


এস.এস.সি    ||    বাংলা ২য়পত্র
২য় অধ্যায় - ১ম পরিচ্ছেদ: ধ্বনিতত্ত্ব


১.
বাংলা ব্যাঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ কয়টি?
Ο ক) 
৭টি
Ο খ) 
৮টি
Ο গ) 
১০টি
Ο ঘ) 
৩২টি

  সঠিক উত্তর: (ক)

২.
অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কতটি?
Ο ক) 
৪টি
Ο খ) 
৬টি
Ο গ) 
১টি
Ο ঘ) 
২টি

  সঠিক উত্তর: (ক)

৩.
বাংলা বর্ণমালায় অনুনাসিক বর্ণ কয়টি?
Ο ক) 
৪টি
Ο খ) 
৫টি
Ο গ) 
৬টি
Ο ঘ) 
৭টি

  সঠিক উত্তর: (ঘ)

৪.
বাংলা বর্ণমালায় ব্যাঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
Ο ক) 
১৩টি
Ο খ) 
১১টি
Ο গ) 
৪৯টি
Ο ঘ) 
৩৯টি

  সঠিক উত্তর: (ঘ)

৫.
চ ও জ - এর পরে নাসিক্য ধ্বনি কী হয়?
Ο ক) 
তালব্য
Ο খ) 
দন্ত্য
Ο গ) 
মূর্ধন্য
Ο ঘ) 
ওষ্ঠ্য

  সঠিক উত্তর: (ক)

৬.
তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত ‘অ’ কী হয়?
Ο ক) 
বিবৃত হয়
Ο খ) 
প্রকৃত হয়
Ο গ) 
সংবৃত হয়
Ο ঘ) 
অপ্রকৃত হয়

  সঠিক উত্তর: (গ)

৭.
‘সায়াহ্ন’ শব্দে ‘হ্ন’ কোন কোন বর্ণের মিলিত রূপ?
Ο ক) 
হ্ + ন
Ο খ) 
হ্ + ণ
Ο গ) 
ন্ + হ
Ο ঘ) 
ণ্ + হ

  সঠিক উত্তর: (ক)

৮.
কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?
Ο ক) 
কন্ঠ্যধ্বনি
Ο খ) 
স্বরধ্বনি
Ο গ) 
ব্যঞ্জনধ্বনি
Ο ঘ) 
ইংরেজি ধ্বনি

  সঠিক উত্তর: (গ)

৯.
নিচের কোন শব্দটিতে ‘ঞ’-এর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে?
Ο ক) 
খঞ্জ
Ο খ) 
জ্ঞান
Ο গ) 
বিজ্ঞান
Ο ঘ) 
সংজ্ঞা

  সঠিক উত্তর: (ক)

১০.
বাংলা বর্ণমালায় বর্গীয় ‘ব’ অন্তঃস্থ ‘ব’ - এর কিসে কোনো পার্থক্য নেই?
Ο ক) 
বিন্যাসে
Ο খ) 
আকৃতিতে
Ο গ) 
অবস্থানে
Ο ঘ) 
শব্দ ব্যবহারে

  সঠিক উত্তর: (খ)

১১.
Phoneme অর্থ কী?
Ο ক) 
ধ্বনিমূল
Ο খ) 
শব্দমূল
Ο গ) 
বাক্যমূল
Ο ঘ) 
পদমূল

  সঠিক উত্তর: (ক)

১২.
‘অ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কোনটি?
Ο ক) 
প্রতিভা
Ο খ) 
প্রচুর
Ο গ) 
প্রত্যয়
Ο ঘ) 
প্রিয়তম

  সঠিক উত্তর: (গ)

১৩.
কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়?
Ο ক) 
ষ এবং স
Ο খ) 
য এবং ব
Ο গ) 
ন এবং ম
Ο ঘ) 
য্ এবং ব্

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
ন, ল, স - এর উচ্চারণ স্থান হল -
Ο ক) 
জিহ্বামূল
Ο খ) 
অগ্রতালু
Ο গ) 
পশ্চাৎ দন্তমূল
Ο ঘ) 
অগ্র দন্তমূল

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
Ο ক) 
অল্পপ্রাণ ধ্বনি
Ο খ) 
অঘোষ ধ্বনি
Ο গ) 
মহাপ্রাণ ধ্বনি
Ο ঘ) 
শ্বাস ধ্বনি

  সঠিক উত্তর: (গ)

১৬.
কোনটি মৌলিক স্বরধ্বনি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 
সবকয়টি

  সঠিক উত্তর: (খ)

১৭.
চ-বর্গীয় ধ্বনির আগে ‘ঞ’ থাকলে, এর উচ্চারণের বৈশিষ্ট্য কী রকম থাকে?
Ο ক) 
হারিয়ে যায়
Ο খ) 
বজায় থাকে
Ο গ) 
জীবন্ত থাকে
Ο ঘ) 
সহজ হয়

  সঠিক উত্তর: (খ)

১৮.
বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো
Ο ক) 
ঙ, ঞ, ম
Ο খ) 
ঃ, ং
Ο গ) 
জ, য, ৎ
Ο ঘ) 
শ, ষ, স

  সঠিক উত্তর: (খ)

১৯.
স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?
Ο ক) 
ফলা
Ο খ) 
কার
Ο গ) 
রেখা
Ο ঘ) 
যুক্তবর্ণ

  সঠিক উত্তর: (খ)

২০.
উচ্চারণ স্থান অনুসারে ‘ট’ বর্গীয় ধ্বনিসমূহের নাম কী?
Ο ক) 
কন্ঠ্যধ্বনি
Ο খ) 
তালব্য ধ্বনি
Ο গ) 
মূর্ধন্য ধ্বনি
Ο ঘ) 
দন্ত্য ধ্বনি

  সঠিক উত্তর: (গ)

২১.
কোন দুটি ব্যঞ্জনবর্ণের সাথে যুক্তবর্ণ হিসেবে উচ্চারিত হলে দন্ত্য ‘স’ মূর্ধন্য ‘ষ’ তে পরিবর্তিত হয়?
Ο ক) 
ট, ঠ
Ο খ) 
ঋ, র
Ο গ) 
য, ব
Ο ঘ) 
ক, প

  সঠিক উত্তর: (ক)

২২.
‘হ্ম’ - এই যুক্তবর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি?
Ο ক) 
হ্ + ম
Ο খ) 
ষ্ + হ
Ο গ) 
ষ্ + ম
Ο ঘ) 
ক্ + ষ

  সঠিক উত্তর: (ক)

২৩.
‘ক্ষ’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
Ο ক) 
ক্ + ষ
Ο খ) 
ষ্ + ক
Ο গ) 
হ্ + ম
Ο ঘ) 
ষ্ + ণ

  সঠিক উত্তর: (ক)

২৪.
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
Ο ক) 
বত্রিশটি
Ο খ) 
দশটি
Ο গ) 
আটটি
Ο ঘ) 
এগারটি

  সঠিক উত্তর: (গ)

২৫.
বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?
Ο ক) 
এগারটি
Ο খ) 
ঊনচল্লিশটি
Ο গ) 
ঊনপঞ্চাশটি
Ο ঘ) 
পঞ্চাশটি

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
চ, ছ, জ, ঝ, ঞ - এ পাঁচটি তালব্য ধ্বনির অপর নাম কী?
Ο ক) 
পশ্চাৎ তালুজাত ধ্বনি
Ο খ) 
পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি
Ο গ) 
অগ্র তালুজাত ধ্বনি
Ο ঘ) 
অগ্র দন্তমূলীয় ধ্বনি

  সঠিক উত্তর: (গ)

২৭.
অঘোষ মহাপ্রাণ তালব্যধ্বনি কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

২৮.
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
Ο ক) 
কার
Ο খ) 
ফলা
Ο গ) 
মাত্রা
Ο ঘ) 
কষি

  সঠিক উত্তর: (খ)

২৯.
অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ্য বর্ণ কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৩০.
ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়?
Ο ক) 
ফুসফুস
Ο খ) 
জিহ্বা
Ο গ) 
বাগযন্ত্র
Ο ঘ) 
কন্ঠধ্বনি

  সঠিক উত্তর: (গ)

৩১.
কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
Ο ক) 
ঘোষ ধ্বনি
Ο খ) 
অঘোষ ধ্বনি
Ο গ) 
অল্পপ্রাণ ধ্বনি
Ο ঘ) 
মহাপ্রাণ ধ্বনি

  সঠিক উত্তর: (ক)

৩২.
স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন?
Ο ক) 
স্বরধ্বনি যখন ব্যাঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়
Ο খ) 
স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয়
Ο গ) 
ব্যঞ্জনবর্ণের পূর্বে ব্যবহৃত হলে
Ο ঘ) 
ব্যঞ্জনবর্ণের পরে ব্যবহৃত হলে

  সঠিক উত্তর: (খ)

৩৩.
নিচের কোন শব্দে ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হযেছে?
Ο ক) 
তৃণ
Ο খ) 
মৌন
Ο গ) 
অতি/করুণ/অতুল
Ο ঘ) 
অমানিশা

  সঠিক উত্তর: (গ)

৩৪.
‘ঙ’ - এর উচ্চারণ স্থানের নাম কী?
Ο ক) 
দন্তমূল
Ο খ) 
কন্ঠ্য
Ο গ) 
ওষ্ঠ্য
Ο ঘ) 
নাসিক্য

  সঠিক উত্তর: (খ)

৩৫.
কোন বর্গের বর্ণগুলো দন্তমূলীয়?
Ο ক) 
ট বর্গ
Ο খ) 
ত বর্গ
Ο গ) 
চ বর্গ
Ο ঘ) 
ক বর্গ

  সঠিক উত্তর: (খ)

৩৬.
কোন শব্দের ফলা উচ্চারিত হচ্ছে না?
Ο ক) 
সম্মান
Ο খ) 
শ্মশান
Ο গ) 
ব্রাহ্মণ
Ο ঘ) 
বহ্নি

  সঠিক উত্তর: (খ)

৩৭.
বাংলা বর্ণমালার উৎস কী?
Ο ক) 
সংস্কৃতলিপি
Ο খ) 
ব্রাহ্মীলিপি
Ο গ) 
তিব্বতীলিপি
Ο ঘ) 
দেবনাগরীলিপি

  সঠিক উত্তর: (খ)

৩৮.
একাক্ষর সর্বনাম পদের ‘এ’ কীরূপ হয়?
Ο ক) 
বিবৃত
Ο খ) 
অসংবৃত
Ο গ) 
বিস্তৃত
Ο ঘ) 
সংবৃত

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?
Ο ক) 
কন্ঠ
Ο খ) 
শ্বাসনালী
Ο গ) 
স্বরতন্ত্রী
Ο ঘ) 
ফুসফুস

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
নিচের কোনটির আদি ‘অ’ ধ্বনি সংবৃত?
Ο ক) 
অরুণ/করুণ
Ο খ) 
অজগর
Ο গ) 
অসময়
Ο ঘ) 
অনাহার

  সঠিক উত্তর: (ক)

৪১.
ভাষার মূল উপাদান কী?
Ο ক) 
অক্ষর
Ο খ) 
ধ্বনি
Ο গ) 
বর্ণ
Ο ঘ) 
শব্দ

  সঠিক উত্তর: (খ)

৪২.
বাংলা ভাষায় অক্ষরযুক্ত বর্ণের সংখ্যা কয়টি?
Ο ক) 
১১টি
Ο খ) 
২৫টি
Ο গ) 
৪০টি
Ο ঘ) 
৫০টি

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
‘হ’ কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে ‘এ’ ধ্বনির উচ্চারণ কেমন হয়?
Ο ক) 
সংবৃত
Ο খ) 
বিবৃত
Ο গ) 
হ্রস্ব
Ο ঘ) 
দীর্ঘ

  সঠিক উত্তর: (ক)

৪৪.
নিচের কোন বর্ণদ্বয় মহাপ্রাণ ধ্বনির উদাহরণ?
Ο ক) 
ক, ঙ
Ο খ) 
ক, খ
Ο গ) 
চ, জ
Ο ঘ) 
খ, ঝ

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি?
Ο ক) 
৭টি
Ο খ) 
৬টি
Ο গ) 
৫টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

৪৬.
অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণটির রূপ কী?
Ο ক) 
ন্ + জ
Ο খ) 
ণ্ + জ
Ο গ) 
ঞ্ + জ
Ο ঘ) 
ঙ্ + জ

  সঠিক উত্তর: (গ)

৪৭.
বাংলা স্বরবর্ণে মৌলিক স্বরধ্বনি কয়টি?
Ο ক) 
দুটি
Ο খ) 
চারটি
Ο গ) 
ছয়টি
Ο ঘ) 
সাতটি

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
শ, ষ, স, হ - এই চারটি কোন ধরনের ধ্বনি?
Ο ক) 
উষ্ম
Ο খ) 
অন্তঃস্থ
Ο গ) 
পার্শ্বিক
Ο ঘ) 
তাড়নজাত

  সঠিক উত্তর: (ক)

৪৯.
বাংলা ভাষায় সান্ধ্যক্ষর কয়টি?
Ο ক) 
৫০টি
Ο খ) 
২৫টি
Ο গ) 
৩৯টি
Ο ঘ) 
২টি

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
ক থেকে ম পর্যন্ত ২৫টি বর্ণের নাম -
Ο ক) 
স্পৃষ্ট ধ্বনি
Ο খ) 
অন্তঃস্থ ধ্বনি
Ο গ) 
পার্শ্বিক
Ο ঘ) 
জিহ্বামূলীয় ধ্বনি

  সঠিক উত্তর: (ক)

৫১.
‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Ο ক) 
ষ্ + ণ
Ο খ) 
ষ + ন
Ο গ) 
য্ + ঙ
Ο ঘ) 
য্ + ঞ

  সঠিক উত্তর: (ক)

৫২.
বর্গের কোন বর্ণটি মহাপ্রাণ ও ঘোষধ্বনি?
Ο ক) 
প্রথম
Ο খ) 
দ্বিতীয়
Ο গ) 
তৃতীয়
Ο ঘ) 
চতুর্থ

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
‘এ’ ধ্বনির উচ্চারণ কোন ধরনের হয়?
Ο ক) 
সংবৃত ও বিবৃত
Ο খ) 
বিবৃত
Ο গ) 
সংবৃত
Ο ঘ) 
অর্ধ সংবৃত

  সঠিক উত্তর: (ক)

৫৪.
খাঁটি বাংলা শব্দে এ ধ্বনির উচ্চারণ কেমন হয়?
Ο ক) 
বিবৃত
Ο খ) 
সংবৃত
Ο গ) 
হ্রস্ব
Ο ঘ) 
দীর্ঘ

  সঠিক উত্তর: (ক)

৫৫.
কোনগুলো কন্ঠধ্বনি?
Ο ক) 
ক খ গ ঘ ঙ
Ο খ) 
চ ছ জ ঝ ঞ
Ο গ) 
ট ঠ ড ঢ ণ
Ο ঘ) 
ত থ দ ধ ন

  সঠিক উত্তর: (ক)

৫৬.
‘স’ এর সঙ্গে কোন কোন বর্ণ যুক্ত হলে ‘স’ এর উচ্চারণ দন্ত্য হয়?
Ο ক) 
র, র, ন, ট
Ο খ) 
খ, র, ব, চ
Ο গ) 
খ, র, ত, থ
Ο ঘ) 
ত, থ, ম ঞ

  সঠিক উত্তর: (গ)

৫৭.
জিহ্বামূলীয় বর্ণ কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
সংবৃত উচ্চারণকে কোনটি বলা হয়?
Ο ক) 
বিবৃত
Ο খ) 
অস্বাভাবিক
Ο গ) 
অপ্রকৃত
Ο ঘ) 
স্বাভাবিক

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি?
Ο ক) 
১০টি
Ο খ) 
১২টি
Ο গ) 
১৩টি
Ο ঘ) 
১১টি

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
‘ল’ এর উচ্চারণ স্থান কোথায়?
Ο ক) 
অগ্রতালু
Ο খ) 
জিহ্বামূল
Ο গ) 
পশ্চাৎ দন্তমূল
Ο ঘ) 
অগ্রদন্তমূল

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
ধ্বনি-নির্দেশক চিহ্নকে কী বলে?
Ο ক) 
অক্ষর
Ο খ) 
বর্ণ
Ο গ) 
বর্ণমালা
Ο ঘ) 
চিহ্ন

  সঠিক উত্তর: (খ)

৬২.
নিচের কোন শব্দে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে?
Ο ক) 
সে
Ο খ) 
যেথা
Ο গ) 
কেষ্ট
Ο ঘ) 
খেমটা

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
শীতের সঞ্চয় চাই - ‘সঞ্চয়’ শব্দে যুক্তবর্ণ -
Ο ক) 
চ্, ঞ
Ο খ) 
ঞ, জ
Ο গ) 
ঞ, চ
Ο ঘ) 
ঞ, ছ

  সঠিক উত্তর: (গ)

৬৪.
পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয় - এরূপ স্বরধ্বনিকে কী বলে?
Ο ক) 
মৌলিক স্বর
Ο খ) 
যৌগিক স্বর
Ο গ) 
সাধিত স্বর
Ο ঘ) 
অল্প স্বর

  সঠিক উত্তর: (খ)

৬৫.
কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?
Ο ক) 
চ ছ জ ঝ ঞ
Ο খ) 
ট ঠ ড ঢ ণ
Ο গ) 
ত থ দ ধ ন
Ο ঘ) 
প ফ ব ভ ম

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বরসংগতির কারণে বিবৃত ‘অ’ - এর উদাহরণ কী?
Ο ক) 
কলম, যত
Ο খ) 
অধীর, অতুল
Ο গ) 
অমর, অনেক
Ο ঘ) 
অমানিশা, অনাচার

  সঠিক উত্তর: (ক)

৬৭.
পরবর্তী স্বল্প সংবৃত হলে শব্দের আদি ‘অ’ কী হয়?
Ο ক) 
বিবৃত
Ο খ) 
স্বাভাবিক
Ο গ) 
অবিবৃত
Ο ঘ) 
সংবৃত

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৬৯.
‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?
Ο ক) 
ঘোষধ্বনি
Ο খ) 
শিস ধ্বনি
Ο গ) 
কল্পনাজাত ধ্বনি
Ο ঘ) 
তাড়নজাত ধ্বনি

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
‘ক’ হতে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলা হয়?
Ο ক) 
মহাপ্রাণ বর্ণ
Ο খ) 
স্পর্শ বর্ণ
Ο গ) 
ওষ্ঠ্য বর্ণ
Ο ঘ) 
ঘোষ বর্ণ

  সঠিক উত্তর: (খ)

৭১.
খন্ড ত (ৎ) প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খন্ড রূপ?
Ο ক) 
‘খ’ বর্ণের
Ο খ) 
‘দ’ বর্ণের
Ο গ) 
‘ত’ বর্ণের
Ο ঘ) 
‘ধ’ বর্ণের

  সঠিক উত্তর: (গ)

৭২.
ক খ গ ঘ ঙ - এর উচ্চারণ স্থান হলো -
Ο ক) 
অগ্রতালু
Ο খ) 
জিহ্বামূল
Ο গ) 
পশ্চাৎ দন্তমূল
Ο ঘ) 
অগ্র দন্তমূল

  সঠিক উত্তর: (খ)

৭৩.
উচ্চারণের সুবিধায় বাংলা ব্যাঞ্জনবর্ণে কোন দ্যোতিত ধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয়?
Ο ক) 
‘চ’ স্বরধ্বনি
Ο খ) 
‘ট’ স্বরধ্বনি
Ο গ) 
‘অ’ স্বরধ্বনি
Ο ঘ) 
‘গ’ স্বরধ্বনি

  সঠিক উত্তর: (গ)

৭৪.
কোন শব্দের আদি ‘এ’ স্বরধ্বনি সংবৃত?
Ο ক) 
দেখ
Ο খ) 
এক
Ο গ) 
কেষ্ট
Ο ঘ) 
চেংড়া

  সঠিক উত্তর: (গ)

৭৫.
যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৭৬.
‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?
Ο ক) 
শেষে
Ο খ) 
মধ্যে
Ο গ) 
আদিতে
Ο ঘ) 
আদি-অন্তে

  সঠিক উত্তর: (গ)

৭৭.
কোন শব্দটিতে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ ঘটেছে?
Ο ক) 
কে
Ο খ) 
বেলুন
Ο গ) 
কেশব
Ο ঘ) 
দেওর

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
Ο ক) 
ক, চ
Ο খ) 
খ, ছ
Ο গ) 
গ, জ
Ο ঘ) 
ঘ, ঝ

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.
কোনটি কম্পনজাত ধ্বনি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৮০.
বাংলা লিপির উৎস কী?
Ο ক) 
আরবিলিপি
Ο খ) 
সংস্কৃতলিপি
Ο গ) 
ব্রাহ্মীলিপি
Ο ঘ) 
চীনালিপি

  সঠিক উত্তর: (গ)

৮১.
উষ্মবর্ণ কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৮২.
যেসব ব্যঞ্জনবর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে বলে -
Ο ক) 
উষ্মধ্বনি
Ο খ) 
অল্পপ্রাণ ধ্বনি
Ο গ) 
অন্তঃস্থ ধ্বনি
Ο ঘ) 
হসন্ত ধ্বনি

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
বাংলা বর্ণমালার যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী?
Ο ক) 
ই এবং উ
Ο খ) 
অ এবং এ
Ο গ) 
ঐ এবং ঔ
Ο ঘ) 
আ এবং ও

  সঠিক উত্তর: (গ)

৮৪.
কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়?
Ο ক) 
‘ও’ এবং ‘ই’
Ο খ) 
‘এ’ এবং ‘ই’
Ο গ) 
‘অ’ এবং ‘ই’
Ο ঘ) 
‘ক’ এবং ‘ই’

  সঠিক উত্তর: (গ)

৮৫.
পদের মধ্যে কোনটি থাকলে পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৮৬.
ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে?
Ο ক) 
সাউন্ড বক্সের দ্বারা
Ο খ) 
ঠোঁটের সাহায্যে
Ο গ) 
বাগযন্ত্রের দ্বারা
Ο ঘ) 
মুঘবিবর

  সঠিক উত্তর: (গ)

৮৭.
পরাশ্রয়ী বর্ণ কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৮৮.
নিচের কোনটি সক্রিয় বাকপ্রত্যঙ্গ নয়?
Ο ক) 
কন্ঠ
Ο খ) 
জিহ্বা
Ο গ) 
দন্ত
Ο ঘ) 
ওষ্ঠ

  সঠিক উত্তর: (গ)

৮৯.
সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
Ο ক) 
ঙ্ + গ = ঙ্ঘ
Ο খ) 
হ্ + ণ = হ্ন
Ο গ) 
জ্ + ঞ = ঞ্জ
Ο ঘ) 
ক্ + ষ = ক্ষ

  সঠিক উত্তর: (ঘ)

৯০.
বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে -
Ο ক) 
৩২, ৮, ১০
Ο খ) 
৩২, ৭, ১১
Ο গ) 
৩০, ৮, ১২
Ο ঘ) 
৩২, ৭, ৯

  সঠিক উত্তর: (ক)

৯১.
‘প’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
Ο ক) 
কন্ঠ্যধ্বনি
Ο খ) 
তালব্যধ্বনি
Ο গ) 
মুর্ধন্যধ্বনি
Ο ঘ) 
ওষ্ঠ্যধ্বনি

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি?
Ο ক) 
আটটি
Ο খ) 
নয়টি
Ο গ) 
দশটি
Ο ঘ) 
এগারটি

  সঠিক উত্তর: (গ)

৯৩.
স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?
Ο ক) 
স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
Ο খ) 
শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে
Ο গ) 
সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে
Ο ঘ) 
যুগ্ম-স্বরবর্ণের ব্যবহারকে

  সঠিক উত্তর: (ক)

৯৪.
‘অ’ ধ্বনি বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ হয়েছে কোন শব্দটিতে?
Ο ক) 
অধ্যক্ষ
Ο খ) 
করুন
Ο গ) 
অনাচার/কথা
Ο ঘ) 
প্রচুর

  সঠিক উত্তর: (গ)

৯৫.
বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এগুলো -
Ο ক) 
অঘোষ ধ্বনি
Ο খ) 
ঘোষধ্বনি
Ο গ) 
অল্পপ্রাণ ধ্বনি
Ο ঘ) 
মহাপ্রাণ ধ্বনি

  সঠিক উত্তর: (ঘ)

৯৬.
কোন বর্ণগুলোর উচ্চারণস্থান অগ্র দন্তমূল?
Ο ক) 
ন, ল, স
Ο খ) 
শ, ষ, ঝ
Ο গ) 
য, র, ঢ়
Ο ঘ) 
ম, ব, প

  সঠিক উত্তর: (ক)

৯৭.
‘তৃষ্ণা’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Ο ক) 
ষ + ন
Ο খ) 
ষ্ + ন
Ο গ) 
য্ + ঙ
Ο ঘ) 
ষ + ণ

  সঠিক উত্তর: (ঘ)

৯৮.
নিচের কোন ফলাটি শব্দের প্রথম বর্ণে থাকলে উচ্চারণ হয় না?
Ο ক) 
য-ফলা
Ο খ) 
ম-ফলা
Ο গ) 
র-ফলা
Ο ঘ) 
ল-ফলা

  সঠিক উত্তর: (খ)

৯৯.
কোন বর্গীয় বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনি?
Ο ক) 
১ম ও ২য়
Ο খ) 
২য় ও ৩য়
Ο গ) 
৩য় ও ৪র্থ
Ο ঘ) 
২য় ও ৪র্থ

  সঠিক উত্তর: (ঘ)

১০০.
সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?
Ο ক) 
জ্ঞ = ঞ্ + জ
Ο খ) 
জ্ঞ = জ্ + ঞ
Ο গ) 
জ্ঞ = ঙ্ + গ
Ο ঘ) 
জ্ঞ = ঞ্ + চ

  সঠিক উত্তর: (খ)

১০১.
এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় -
Ο ক) 
হ্রস্ব হয়
Ο খ) 
দীর্ঘ হয়
Ο গ) 
হ্রস্ব হয় না
Ο ঘ) 
দীর্ঘ হয় না

  সঠিক উত্তর: (খ)

১০২.
উচ্চমধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

১০৩.
‘ক্’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়?
Ο ক) 
স্বরধ্বনি
Ο খ) 
ব্যঞ্জনধ্বনি
Ο গ) 
‘অ’ ধ্বনি
Ο ঘ) 
‘আ’ ধ্বনি

  সঠিক উত্তর: (গ)

১০৪.
উষ্মবর্ণের ‘শ’ বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণস্থান কোথায়?
Ο ক) 
ওষ্ঠে
Ο খ) 
জিহ্বায়
Ο গ) 
দন্তমূলে
Ο ঘ) 
পশ্চাৎ দন্তমূলে

  সঠিক উত্তর: (ঘ)

১০৫.
কোনগুলো উষ্মধ্বনি?
Ο ক) 
ক, চ, ট, ত
Ο খ) 
খ, ছ, ঠ, থ
Ο গ) 
শ, ষ, স, হ
Ο ঘ) 
গ, ঘ, ঙ, চ

  সঠিক উত্তর: (গ)

১০৬.
যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে কী ধ্বনি বলা হয়?
Ο ক) 
ঘোষ ধ্বনি
Ο খ) 
অঘোষ ধ্বনি
Ο গ) 
মহাপ্রাণ ধ্বনি
Ο ঘ) 
অল্পপ্রাণ ধ্বনি

  সঠিক উত্তর: (ঘ)

১০৭.
বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
Ο ক) 
এগারটি
Ο খ) 
পঁচিশটি
Ο গ) 
চল্লিশটি
Ο ঘ) 
পঞ্চাশটি

  সঠিক উত্তর: (খ)

১০৮.
কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়?
Ο ক) 
ত বর্গ
Ο খ) 
ট বর্গ
Ο গ) 
চ বর্গ
Ο ঘ) 
ক বর্গ

  সঠিক উত্তর: (খ)

১০৯.
নিচের কোন শব্দটিতে ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে?
Ο ক) 
মৌন
Ο খ) 
তৃণ
Ο গ) 
অমানিশা
Ο ঘ) 
অতি

  সঠিক উত্তর: (গ)

১১০.
কোন শব্দে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ রয়েছে?
Ο ক) 
তেনা
Ο খ) 
দেখি
Ο গ) 
রেণু
Ο ঘ) 
শেষ

  সঠিক উত্তর: (ক)

১১১.
কোন বানানটি শুদ্ধ?
Ο ক) 
মুহুর্ত
Ο খ) 
মূহূর্ত
Ο গ) 
মুহূর্ত
Ο ঘ) 
মূহুর্ত

  সঠিক উত্তর: (গ)

১১২.
কোন মৌলিক স্বরধ্বনিটির কোন লিখিত রূপ নেই?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 
এ্যা

  সঠিক উত্তর: (ঘ)

১১৩.
স্পর্শ ও উষ্মবর্ণের মাঝামাঝি বর্ণকে কী বলা হয়?
Ο ক) 
অন্তঃস্থ বর্ণ
Ο খ) 
তাড়নজাত বর্ণ
Ο গ) 
অনুনাসিক বর্ণ
Ο ঘ) 
অঘোষ বর্ণ

  সঠিক উত্তর: (ক)

১১৪.
‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে কোনটিতে?
Ο ক) 
প্রভাত
Ο খ) 
প্রত্যয়
Ο গ) 
প্রণাম
Ο ঘ) 
প্রতিভা

  সঠিক উত্তর: (ঘ)

১১৫.
বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর ও দীর্ঘস্বর থাকলেও উচ্চারণের পার্থক্যের জন্য কী হয়?
Ο ক) 
অর্থের তারতম্য ঘটে
Ο খ) 
অর্থের তারতম্য ঘটে না
Ο গ) 
অর্থ বোধগম্য হয় না
Ο ঘ) 
অর্থ সম্পূর্ণ বদলে যায়

  সঠিক উত্তর: (খ)

১১৬.
উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়?
Ο ক) 
সম্মুখ ধ্বনি
Ο খ) 
পশ্চাৎ ধ্বনি
Ο গ) 
স্বরধ্বনি
Ο ঘ) 
কেন্দ্রীয় স্বরধ্বনি

  সঠিক উত্তর: (ঘ)

১১৭.
‘বিজ্ঞান’ শব্দের ‘জ্ঞ’ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?
Ο ক) 
ঞ্ + জ
Ο খ) 
জ্ + ঞ
Ο গ) 
গ্ + গ
Ο ঘ) 
গ্ + ঞ

  সঠিক উত্তর: (খ)

১১৮.
পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন কী হয়?
Ο ক) 
লুপ্ত হয়
Ο খ) 
বজায় থাকে
Ο গ) 
দ্বিত্ব হয়
Ο ঘ) 
উহ্য থাকে

  সঠিক উত্তর: (গ)

১১৯.
‘ক্স’ যুক্ত বর্ণটির স্বরূপ কী?
Ο ক) 
ক্ + স
Ο খ) 
ক্ + য-ফলা
Ο গ) 
ক্ + র-ফলা
Ο ঘ) 
ক্ + ছ

  সঠিক উত্তর: (ক)

১২০.
‘এ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয় কোনটিতে?
Ο ক) 
এখন
Ο খ) 
তেলাপোকা
Ο গ) 
একতলা
Ο ঘ) 
কেহ

  সঠিক উত্তর: (ঘ)

১২১.
উচ্চারণস্থান অনুযায়ী কোন ব্যঞ্জনধ্বনির বর্গসমূহ তালব্য বর্ণ?
Ο ক) 
প ফ ব ভ ম
Ο খ) 
ক খ গ ঘ ঙ
Ο গ) 
চ ছ জ ঝ ঞ শ য য়
Ο ঘ) 
ট ঠ ড ঢ ণ র ড় ঢ়

  সঠিক উত্তর: (গ)

১২২.
উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিগুলোকে প্রথমত কত ভাগে ভাগ করা যায়?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ঘ)

১২৩.
কোন শব্দে তিনটি ব্যঞ্জনবর্ণের যুক্ত রূপ আছে?
Ο ক) 
স্পর্শ
Ο খ) 
পত্তন
Ο গ) 
রাষ্ট্র
Ο ঘ) 
ইত্যাদি

  সঠিক উত্তর: (গ)

১২৪.
বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?
Ο ক) 
৩টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৫টি
Ο ঘ) 
৭টি

  সঠিক উত্তর: (গ)

১২৫.
বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো?
Ο ক) 
আম্র, বৃহৎ, মিঞা
Ο খ) 
রং, চাঁদ, দুঃখ
Ο গ) 
আয়না, হরিণ, ঋণ
Ο ঘ) 
শিউলি, উচিত, বৃষ

  সঠিক উত্তর: (খ)

১২৬.
পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন - এর উচ্চারণ কেমন হয়?
Ο ক) 
সংবৃত
Ο খ) 
বিবৃত
Ο গ) 
দ্বিত্ব
Ο ঘ) 
দ্রুত

  সঠিক উত্তর: (গ)

১২৭.
শব্দের আদিতে না-বোধক ‘অ’ ধ্বনির উচ্চারণ কেমন হয়?
Ο ক) 
সংবৃত
Ο খ) 
বিবৃত
Ο গ) 
দ্বিত্ব
Ο ঘ) 
ঘোষ

  সঠিক উত্তর: (খ)

১২৮.
ক, খ, চ, ছ - এগুলো কী ধ্বনি?
Ο ক) 
অল্পপ্রাণ
Ο খ) 
মহাপ্রাণ
Ο গ) 
ঘোষ
Ο ঘ) 
অঘোষ

  সঠিক উত্তর: (ঘ)

১২৯.
Symbol অর্থ কী?
Ο ক) 
প্রতীক
Ο খ) 
শব্দ
Ο গ) 
বাক্য
Ο ঘ) 
বর্ণ

  সঠিক উত্তর: (ক)

১৩০.
ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি?
Ο ক) 
মুখবিবর ও জিহ্বা
Ο খ) 
কন্ঠ, ওষ্ঠ ও জিহ্বা
Ο গ) 
দন্ত ও ওষ্ঠ
Ο ঘ) 
মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ

  সঠিক উত্তর: (ঘ)

১৩১.
বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
Ο ক) 
পাঁচটি
Ο খ) 
আটটি
Ο গ) 
দশটি
Ο ঘ) 
এগারটি

  সঠিক উত্তর: (ক)

১৩২.
‘আত্মীয়’ শব্দের যুক্ত ব্যঞ্জনটিতে কোন দুটি বর্ণ সংযুক্ত আছে?
Ο ক) 
ত্ + ন্
Ο খ) 
ত্ + ণ
Ο গ) 
ত্ + ম
Ο ঘ) 
ত্ + ত

  সঠিক উত্তর: (গ)

১৩৩.
জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?
Ο ক) 
মূর্ধন্যধ্বনি
Ο খ) 
দন্ত্যধ্বনি
Ο গ) 
কন্ঠ্যধ্বনি
Ο ঘ) 
তালব্য ধ্বনি

  সঠিক উত্তর: (গ)

১৩৪.
‘ঐ’ যুগ্ম স্বরধ্বনিটিরে বিশ্লেষণ করলে নিচের কোনটি পাওয়া যায়?
Ο ক) 
এ + ঐ
Ο খ) 
অ + ই
Ο গ) 
অ + উ
Ο ঘ) 
এ + ই

  সঠিক উত্তর: (খ)

১৩৫.
সংস্কৃত ও প্রাচীন বাংলার কোন তিনটি ধ্বনির পৃথক ব্যবহার ছিল?
Ο ক) 
শ, ষ, স
Ο খ) 
র, ড়, ঢ়
Ο গ) 
ন, ণ, ল
Ο ঘ) 
স, ষ, হ

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে কী বলে?
Ο ক) 
ঘোষধ্বনি
Ο খ) 
অঘোষ ধ্বনি
Ο গ) 
উষ্মধ্বনি
Ο ঘ) 
পার্শ্ব ধ্বনি

  সঠিক উত্তর: (খ)

১৩৭.
ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হলো -
Ο ক) 
ফুসফুস ও ওষ্ঠ
Ο খ) 
দাঁতের পাটি ও আলজিভ
Ο গ) 
জিহ্বা ও ওষ্ঠ
Ο ঘ) 
নরম তালু ও জিহ্বা

  সঠিক উত্তর: (গ)

১৩৮.
কয়টি ব্যাঞ্জনবর্ণ শব্দের আদিতে কখনোই বসে না?
Ο ক) 
৬টি
Ο খ) 
৭টি
Ο গ) 
৮টি
Ο ঘ) 
৯টি

  সঠিক উত্তর: (ক)

১৩৯.
কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

১৪০.
কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে?
Ο ক) 
‘অ’ ধ্বনি
Ο খ) 
‘আ’ ধ্বনি
Ο গ) 
‘ই’ ধ্বনি
Ο ঘ) 
‘উ’ ধ্বনি

  সঠিক উত্তর: (খ)

১৪১.
বাংলা কোন কোন বর্ণের দ্যোতিতে ধ্বনির মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না?
Ο ক) 
ঙ এবং ং
Ο খ) 
ত এবং ৎ
Ο গ) 
ত এবং থ
Ο ঘ) 
ন এবং ণ

  সঠিক উত্তর: (ক)

১৪২.
য, র, ল, ব - এ চারটি বর্ণকে বলে -
Ο ক) 
স্পর্শ বর্ণ
Ο খ) 
উষ্ম বর্ণ
Ο গ) 
অন্তঃস্থ বর্ণ
Ο ঘ) 
তালব্য বর্ণ

  সঠিক উত্তর: (গ)

১৪৩.
নিচের কোন ক্ষেত্রে ‘এ’ ধ্বনি বিকৃত হয়?
Ο ক) 
পদের অন্তে
Ο খ) 
‘ই’ কার বা ‘উ’ কার পরে থাকলে
Ο গ) 
খাঁটি বাংলা শব্দে
Ο ঘ) 
দু-অক্ষর বিশিষ্ট সর্বনাম বা ক্রিয়াপদে

  সঠিক উত্তর: (গ)

১৪৪.
ইংরেজি, আরবি ও ফারসি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণে ঠিকমতো না করলে অর্থ কী হয়?
Ο ক) 
দীর্ঘ হয়
Ο খ) 
বদলে যায়
Ο গ) 
সংক্ষেপ হয়
Ο ঘ) 
গরমিল হয়

  সঠিক উত্তর: (খ)

১৪৫.
‘ক’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে তার সঙ্গে কী যোগ করতে হয়?
Ο ক) 
‘অ’ ধ্বনি
Ο খ) 
স্বরধ্বনি
Ο গ) 
হস্ চিহ্ন
Ο ঘ) 
ব্যঞ্জনধ্বনি

  সঠিক উত্তর: (ক)

১৪৬.
কোন বর্ণগুলো কখনো শব্দের আদিতে বসে না?
Ο ক) 
ঋ, ঃ, ঞ, ল
Ο খ) 
হ, ণ, ঙ, ং
Ο গ) 
চ, ন, ড়, ঢ়
Ο ঘ) 
ঃ, ঙ, ঞ

  সঠিক উত্তর: (ঘ)

১৪৭.
কোন দুটি নাসিক্য ধ্বনি?
Ο ক) 
ক, খ
Ο খ) 
ত, থ
Ο গ) 
ন, ম
Ο ঘ) 
দ, ধ

  সঠিক উত্তর: (গ)

১৪৮.
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
Ο ক) 
আ-কার
Ο খ) 
ই-কার
Ο গ) 
ঈ-কার
Ο ঘ) 
কার

  সঠিক উত্তর: (ঘ)

১৪৯.
কোন ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের আদিতেই পাওয়া যায়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৫০.
‘শুক্ল’ শব্দের উচ্চারণ কেমন?
Ο ক) 
শুকল
Ο খ) 
শুকলো
Ο গ) 
শুকলো
Ο ঘ) 
শুকল্

  সঠিক উত্তর: (খ)

১৫১.
তাড়নজাত ধ্বনি কোনটি?
Ο ক) 
ব, ল
Ο খ) 
র, ভ
Ο গ) 
ত, খ
Ο ঘ) 
ড়, ঢ়

  সঠিক উত্তর: (ঘ)

১৫২.
ঢ, ড়, ঢ় - এ তিনটির উচ্চারণস্থান কোনটি?
Ο ক) 
ওষ্ঠ
Ο খ) 
পশ্চাৎ দন্তমূল
Ο গ) 
অগ্রতালু
Ο ঘ) 
অগ্র দন্তমূল

  সঠিক উত্তর: (খ)

১৫৩.
কোন ধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?
Ο ক) 
আ ধ্বনির
Ο খ) 
অ ধ্বনির
Ο গ) 
ই ধ্বনির
Ο ঘ) 
উ ধ্বনির

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
কোন ধ্বনিটির উচ্চারণ গাম্ভীর্যহীন ও মৃদু হবে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

১৫৫.
স্বরধ্বনির উচ্চারণস্থল কতটি?
Ο ক) 
পাঁচটি
Ο খ) 
সাতটি
Ο গ) 
ছয়টি
Ο ঘ) 
আটটি

  সঠিক উত্তর: (খ)

১৫৬.
‘অ’ ধ্বনির কোন উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?
Ο ক) 
সংবৃত
Ο খ) 
অর্ধসংবৃত
Ο গ) 
বিবৃত
Ο ঘ) 
অর্ধবিবৃত

  সঠিক উত্তর: (গ)

১৫৭.
‘হ’ বর্ণে দ্যোতিত ধ্বনিটি কন্ঠনালীতে উৎপন্ন হয় বলেই মূলত একে -
Ο ক) 
শিস ধ্বনি বলে
Ο খ) 
অঘোষ ধ্বনি বলে
Ο গ) 
উষ্ম ঘোষধ্বনি বলে
Ο ঘ) 
অঘোষ অল্পপ্রাণ ধ্বনি বলে

  সঠিক উত্তর: (গ)

১৫৮.
শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়?
Ο ক) 
ঠোঁট
Ο খ) 
ফুসফুস
Ο গ) 
দাঁত
Ο ঘ) 
জিহ্বা

  সঠিক উত্তর: (ঘ)

১৫৯.
কোনগুলো স্পর্শধ্বনি?
Ο ক) 
‘অ’ থেকে ‘ঢ’ পর্যন্ত
Ο খ) 
‘চ’ থেকে ‘শ’ পর্যন্ত
Ο গ) 
‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত
Ο ঘ) 
‘ট’ থেকে ‘য়’ পর্যন্ত

  সঠিক উত্তর: (গ)

১৬০.
যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণসমষ্টিকে সে ভাষার কী বলে?
Ο ক) 
বর্ণ
Ο খ) 
বর্ণমালা
Ο গ) 
ব্যঞ্জনবর্ণ
Ο ঘ) 
স্বরবর্ণ

  সঠিক উত্তর: (খ)

১৬১.
উচ্চারণ স্থানের দিক থেকে ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত ধ্বনিগুলোকে কয়টি গুচ্ছ বা বর্গে ভাগ করা হয়েছে?
Ο ক) 
পাঁচটি
Ο খ) 
চারটি
Ο গ) 
ছয়টি
Ο ঘ) 
দুইটি

  সঠিক উত্তর: (ক)

১৬২.
শ, ষ, স, হ - এ চারটি বর্ণের নাম কী?
Ο ক) 
উষ্ম বর্ণ
Ο খ) 
বর্গীয় বর্ণ
Ο গ) 
কন্ঠ্য বর্ণ
Ο ঘ) 
পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ

  সঠিক উত্তর: (ক)

১৬৩.
কোনটি বাকপ্রত্যঙ্গ নয়?
Ο ক) 
তালু
Ο খ) 
নাসিকা
Ο গ) 
দন্ত
Ο ঘ) 
ললাট

  সঠিক উত্তর: (ঘ)

১৬৪.
পার্শ্বিক ধ্বনি কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

১৬৫.
শব্দে কোন ধ্বনির দুরকম উচ্চারণ পাওয়া যায়?
Ο ক) 
অ অধ্বনি
Ο খ) 
আ ধ্বনি
Ο গ) 
ই ধ্বনি
Ο ঘ) 
ঐ ধ্বনি

  সঠিক উত্তর: (ক)

১৬৬.
বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (খ)

১৬৭.
একাক্ষর শব্দের ‘ই’ এবং ‘ঈ’ দুটোই কোন ধ্বনি?
Ο ক) 
হ্রস্ব স্বর
Ο খ) 
দীর্ঘ হয়
Ο গ) 
হ্রস্ব ও দীর্ঘ হয়
Ο ঘ) 
প্রান্তিক হয়

  সঠিক উত্তর: (খ)

১৬৮.
‘ক’ বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি?
Ο ক) 
জিহ্বামূল
Ο খ) 
অগ্রতালু
Ο গ) 
পশ্চাৎ দন্তমূল
Ο ঘ) 
অগ্র দন্তমূল

  সঠিক উত্তর: (ক)

১৬৯.
‘ঝ’ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি?
Ο ক) 
ওষ্ঠ
Ο খ) 
কন্ঠ
Ο গ) 
মূর্ধা
Ο ঘ) 
তালু

  সঠিক উত্তর: (ঘ)

1 টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...