NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র পদ্য : পাছে লোকে কিছু বলে



জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
পদ্য : পাছে লোকে কিছু বলে


১.
ভালো কাজ করতে গেলে মানুষের মন যা দ্বারা প্রায়শই আক্রান্ত হয়ে?
i. পারলৌকিকতা
ii. দ্বিধাগ্রস্থতা
iii. সংশয়াচ্ছন্নতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২.
হৃদয়ে কিসের মতো শুভ্র চিন্তা ওঠে?
Ο ক) 
ফেনার
Ο খ) 
বুদবুদের
Ο গ) 
অশ্রুর
Ο ঘ) 
স্নেহের

  সঠিক উত্তর: (খ)

৩.
কামিনী রায় কোন বিষয়ে বি. এ. পাস করেন?
Ο ক) 
দর্শনে
Ο খ) 
বাংলায়
Ο গ) 
সংস্কৃতিতে
Ο ঘ) 
ইতিহাসে

  সঠিক উত্তর: (গ)

৪.
কারও ব্যথায় কিবর কান্না পায় তখন তিনি কী করন?
Ο ক) 
চোখ শুষ্ক রাখেন
Ο খ) 
আড়ালে আড়ালে থাকেন
Ο গ) 
উপেক্ষার ছলে চলেন
Ο ঘ) 
নীরবে আপনা ঢাকেন

  সঠিক উত্তর: (ক)

৫.
কামিনী রায়ের ছোটদের কবিতা সংগ্রহের নাম-
Ο ক) 
নির্মাল্য
Ο খ) 
গুঞ্জন
Ο গ) 
ইতল বিতল
Ο ঘ) 
আঙুর

  সঠিক উত্তর: (খ)

৬.
‘শুভ্র’ শব্দটি ‘পাছে লোকে কিছু বল’ কবিতায় যে অর্থে ব্যবহৃত হয়েছে-
i. সাদা
ii. পরিষ্কার
iii. উদাসীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭.
‘পাছে লোকে কিছু বলে’ কবিতার প্রথম লাইন কোনটি?
Ο ক) 
আড়ালে আড়ালে থাকি
Ο খ) 
করিতে পারি না কাজ
Ο গ) 
পাছে লোকে কিছু বলে
Ο ঘ) 
নীরবে আপনা ঢাকি

  সঠিক উত্তর: (খ)

৮.
কামিনী রায়ের কাব্যগ্রন্থ কোনটি?
Ο ক) 
ছাড়পত্র
Ο খ) 
গুঞ্জন
Ο গ) 
সোনার তরী
Ο ঘ) 
অশোক-সংগীত

  সঠিক উত্তর: (খ)

৯.
ভীতির কবলে শক্তি মরে কেন?
Ο ক) 
উচ্ছল বলে
Ο খ) 
শুভ্র বলে
Ο গ) 
সদাভয় বলে
Ο ঘ) 
ম্রিয়মাণ বলে

  সঠিক উত্তর: (ঘ)

১০.
মানুষ উপলব্ধি করে ‘পাছে লোকে কিছু বলে’-
i. যখন দ্বিধা দ্বারা আক্রান্ত হয়
ii. যখন মনে সংশয় ও সন্দেহ ভিড় করে
iii. যখন মানুষকে পেছনে কিচু বলতে শোনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১১.
‘সংশয়’ শব্দটি দ্বার বোঝায়-
i. সন্দেহ
ii. অজানা
iii. দ্বিধা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১২.
কামিনী রায় কোন কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন?
Ο ক) 
হাওড়া
Ο খ) 
বেথুন
Ο গ) 
হুগলি
Ο ঘ) 
লেডি ব্রেবোর্ন

  সঠিক উত্তর: (খ)

১৩.
হৃদয়ে বুদবুদের মতো কীসের চিন্তা উদয় হয়?
Ο ক) 
মন্দ চিন্তা
Ο খ) 
শুভ্র চিন্তা
Ο গ) 
সাদা চিন্তা
Ο ঘ) 
সত্য চিন্তা

  সঠিক উত্তর: (খ)

১৪.
‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যবহৃত ভাষা হচ্ছে-
Ο ক) 
সাধু
Ο খ) 
চলতি
Ο গ) 
আঞ্চলিক
Ο ঘ) 
সাধু ও চলিত

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
‘পাছে লোকে কিচু বলে’ কবিতায় কয়টি অনুচ্ছেদ বা স্তবক রয়েছে?
Ο ক) 
পাঁচটি
Ο খ) 
ছয়টি
Ο গ) 
সাতটি
Ο ঘ) 
আটটি

  সঠিক উত্তর: (গ)

১৬.
নিচের কোনটাকে বুদবুদের সাথে তুলনা করা হয়েছে?
Ο ক) 
চিন্তা
Ο খ) 
সংশয়
Ο গ) 
ভয়
Ο ঘ) 
লজ্জা

  সঠিক উত্তর: (ক)

১৭.
বিধাতা আমাদের কী দিয়েছেন বলে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় উল্লেখ করা হয়েছে?
Ο ক) 
শক্তি
Ο খ) 
ভয়
Ο গ) 
প্রাণ
Ο ঘ) 
চিন্তা

  সঠিক উত্তর: (গ)

১৮.
বরিশালের কোন গ্রামে কামিনী রায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
নিমতা
Ο খ) 
আমতলী
Ο গ) 
বাসন্ডা
Ο ঘ) 
বাসন্তী

  সঠিক উত্তর: (গ)

১৯.
কবি কোন উদ্দেশ্যগুলোকে মেলাতে পারেন না?
Ο ক) 
ভালো
Ο খ) 
মহৎ
Ο গ) 
শুভ্র
Ο ঘ) 
মন্দ

  সঠিক উত্তর: (খ)

২০.
যন্ত্রণার উপশম ঘটাতে পারে কোনটি?
Ο ক) 
একটি স্নেহের কথা
Ο খ) 
একজন ভালো নেতা
Ο গ) 
একটি ভালো ঘুম
Ο ঘ) 
একটি সুন্দ র স্বপ্ন

  সঠিক উত্তর: (ক)

২১.
মানুষের প্রাণ বা জীবনীশখক্তির মৃত্যু হয় যে দশায় উপনীত হলে-
Ο ক) 
ভয়-ভীতি
Ο খ) 
মান-সম্মান
Ο গ) 
ভোগ-বিলাসিতা
Ο ঘ) 
প্রভাব-প্রতিপত্তি

  সঠিক উত্তর: (ক)

২২.
অনেকেরই কাজ করার শক্তি মরে যায় কীসের কবলে পড়ে?
Ο ক) 
লজ্জার
Ο খ) 
ভীতির
Ο গ) 
দ্বিধার
Ο ঘ) 
সংকটের

  সঠিক উত্তর: (গ)

২৩.
নিচের কোনটি কামিনী রায়ের রচনা বলয়ের বাইরে?
Ο ক) 
আলো ও ছায়া
Ο খ) 
 দীপ ও ধূপ
Ο গ) 
নির্মাল্য
Ο ঘ) 
সংগীত শতক

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
ভয়-বিহ্বলতার নেতিবাচক দিক হলো-
i. প্রাণ ভয়ে ম্রিয়মাণ করে রাখে
ii. জীবনীশক্তি নাশ করে দেয়
iii. নিজেকে আড়ালে থাকতে দেয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৫.
কামিনিী রায় কোন কলেজে পড়াশোনা করে সেই কলেজেই অধ্যাপনা করেন?
Ο ক) 
ঢাকা কলেজ
Ο খ) 
বেথুন কলেজ
Ο গ) 
সিটি কলেজ
Ο ঘ) 
হিন্দু কলেজ

  সঠিক উত্তর: (খ)

২৬.
কামিনী রায়ের ছোটদের কবিতাসংগ্রহের নাম-
Ο ক) 
নির্মাল্য
Ο খ) 
গুঞ্জন
Ο গ) 
ইতল-বিতল
Ο ঘ) 
আঙুর

  সঠিক উত্তর: (খ)

২৭.
মানুষের সম্মুখে চরণ চলা বন্ধ হয় কেন?
Ο ক) 
পা ভেঙে গেলে
Ο খ) 
পায়ে তীব্র ব্যথা হলে
Ο গ) 
অলসতায় আক্রান্ত হলে
Ο ঘ) 
দ্বিধা-দ্বন্দ্বে আক্রান্ত হলে

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
‘প্রশমিতে’ কথাটি দ্বারা বোঝানো হয়েছে-
i. বিষাদিত হতে
ii. উপশম ঘটাতে
iii. নিবারণ করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২৯.
কী রূপ নয়নের জলকে লোকে সমালোচনা করতে পারে?
Ο ক) 
শুষ্ক
Ο খ) 
নির্মল
Ο গ) 
শুভ্র
Ο ঘ) 
ম্রিয়মাণ

  সঠিক উত্তর: (খ)

৩০.
‘সংকল্প’ বলতে কী বোঝায়?
Ο ক) 
মনের কথা
Ο খ) 
মনের দৃঢ় ইচ্ছা
Ο গ) 
স্বপ্ন
Ο ঘ) 
সৎ চিন্তা

  সঠিক উত্তর: (খ)

৩১.
আড়ালে থাকা’ কথাটি কী অর্থে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
ভীরুতা
Ο খ) 
সংশয়
Ο গ) 
হতাশা
Ο ঘ) 
দুর্বলতা

  সঠিক উত্তর: (ক)

৩২.
‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কোন চোখের কথা বলা হয়েছে?
Ο ক) 
নিরমল
Ο খ) 
সজল
Ο গ) 
উজ্জ্বল
Ο ঘ) 
স্বজ্জ্বল

  সঠিক উত্তর: (ক)

৩৩.
সংশয় সদা সংকল্প কী হয়ে?
Ο ক) 
টলে
Ο খ) 
কাঁদে
Ο গ) 
জলে
Ο ঘ) 
মিলে

  সঠিক উত্তর: (ক)

৩৪.
‘দীপ ও ধূপ’ কবি কামিনী রায় রচিত একটি-
Ο ক) 
ভ্রমণকাপহিনি
Ο খ) 
কাব্যগ্রন্থ
Ο গ) 
জীবনীগ্রন্থ
Ο ঘ) 
নাটক

  সঠিক উত্তর: (খ)

৩৫.
কেউ কেউ হৃদয়ের মহৎ চিন্তাগুলো প্রকাশ করতে পারে না কেন?
Ο ক) 
সংশয়ে
Ο খ) 
সংকোচে
Ο গ) 
অর্থাভাবে
Ο ঘ) 
দ্বিধাহীনতায়

  সঠিক উত্তর: (খ)

৩৬.
‘পাছে লোকে কিছু বলে’ কবিতা মতে, মানুষের কাজ না করতে পারার কারণ কী?
Ο ক) 
কর্মদক্ষতার অভাব
Ο খ) 
প্রশিক্ষণের অভাব
Ο গ) 
লাজ-ভয়ের তাড়না
Ο ঘ) 
যোগ্যতার অভাব

  সঠিক উত্তর: (গ)

৩৭.
মানুষের উদ্যম ও কাজে বিঘ্ন ঘটে যার শক্তিশালী প্রভাবে-
i. ভয়-বিহ্বলতার জন্য
ii. লাজ-লজ্জার কারণে
iii. লোভ-লালসার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩৮.
বিধাতার দেওয়া প্রাণ ভীতির কবলে পড়ে কেমন হয়ে যায়?
Ο ক) 
বিবর্ণ
Ο খ) 
কাতর
Ο গ) 
শুষ্ক
Ο ঘ) 
করুণ

  সঠিক উত্তর: (খ)

৩৯.
‘যবে’ শব্দের অর্থ কী?
Ο ক) 
যথা-তথা
Ο খ) 
যখন
Ο গ) 
যেমন
Ο ঘ) 
যদি

  সঠিক উত্তর: (খ)

৪০.
কিসে সবসমসয় সংকল্প টলে?
Ο ক) 
সংশয়ে
Ο খ) 
ভয়ে
Ο গ) 
লাজে
Ο ঘ) 
ভীতিতে

  সঠিক উত্তর: (ক)

৪১.
আমরা কাজ করতে পারি না কেন?
Ο ক) 
সংকল্প সাধনে
Ο খ) 
লোকের নিরুৎসাহে
Ο গ) 
ভয় আর লজ্জায়
Ο ঘ) 
বাধা পাওয়ায়

  সঠিক উত্তর: (গ)

৪২.
‘শুভ্র’ শব্দটি ‘পাছে লোকে কিচু বলে’ কবিতায় যে অর্থে ব্যবহৃত হয়েছে-
i. সাদা
ii. পরিষ্কাল
iii. অমলিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৩.
মানুষ কখন আড়ালে আড়ালে থাকে?
Ο ক) 
যখন সংশয়তাড়িত হয়
Ο খ) 
যখন একা থাকতে ভালো লাগে
Ο গ) 
যখন সুখের সময় আসে
Ο ঘ) 
যখন দু:খ গ্রাস করে

  সঠিক উত্তর: (ক)

৪৪.
মানুষের সংকল্প টলে যায় কীসের অমোঘ প্রভাবে?
Ο ক) 
বিশ্বাসের
Ο খ) 
নিয়তির
Ο গ) 
ভাগ্যের
Ο ঘ) 
সংশয়ের

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
কামিনী রায়ের কবিতায় কীসের সহজ-সরল প্রকাশ লক্ষ করা যায়?
Ο ক) 
নাগরিক জীবনের
Ο খ) 
গ্রাম্য জীবনের
Ο গ) 
আশা-নিরাশার
Ο ঘ) 
আনন্দ-বেদনার

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে?
Ο ক) 
সংকোচ
Ο খ) 
সংশয়
Ο গ) 
সংকল্প
Ο ঘ) 
বাধা

  সঠিক উত্তর: (খ)

৪৭.
হৃদয় থেকে জেগে ওঠা ভাবনা হৃদয়েই মিশে যায় কেন?
Ο ক) 
বিষাদগ্রস্ততার জন্য
Ο খ) 
সংশয়ের কারণে
Ο গ) 
উপেক্ষা করায়
Ο ঘ) 
বাধা প্রাপ্তিতে

  সঠিক উত্তর: (খ)

৪৮.
ব্যক্তিমানুষের মধ্যে নিজেকে লুকিয়ে রাখার প্রবণতা লক্ষ কারা যায়-
i. আড়ালে-আবডালে থাকে
ii. নীরবে-গোপনে থাকে
iii. জীবন স্থবির করে রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
বিধাতা প্রাণ দিয়েছেনর কেন?
Ο ক) 
ম্রিয়মাণ থাকার জন্যে
Ο খ) 
প্রাণহীন থাকার জন্যে
Ο গ) 
হতাশাগ্রস্ত হওয়ার জন্যে
Ο ঘ) 
উচ্ছল থাকার জন্যে

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
নিচের কোনটাকে বুদবুদের সাথে তুলনা করা হয়েছে?
Ο ক) 
চিন্তা
Ο খ) 
সংশয়
Ο গ) 
ভয়
Ο ঘ) 
লজ্জা

  সঠিক উত্তর: (ক)

৫১.
কে কী মনে করবে বা সমালোচনা করবে এটা ভেবে বসে থাকলে কোনটি করা সম্ভব নয়?
Ο ক) 
উন্নতি
Ο খ) 
সঠিক পথে এগানো
Ο গ) 
মেধা-মননের চর্চা
Ο ঘ) 
মানুষের উপকর করা

  সঠিক উত্তর: (খ)

৫২.
‘সদা’ শব্দটির অর্থ কী?
Ο ক) 
সময়
Ο খ) 
সব সময়
Ο গ) 
সঠিক
Ο ঘ) 
সুচিন্তা

  সঠিক উত্তর: (খ)

৫৩.
‘পাছে লোকে কিচু বলে’ কিবতার মূল মর্মবাণী কী?
Ο ক) 
সংকোচ চিত্ত
Ο খ) 
নি:সংকোচ চিত্ত
Ο গ) 
বাধা
Ο ঘ) 
দ্বিধা

  সঠিক উত্তর: (খ)

৫৪.
‘সম্মুখে - নাহি চলে।” শূন্যস্থানের সঠিক শব্দটি হলো-
Ο ক) 
হস্ত
Ο খ) 
পদ
Ο গ) 
চরণ
Ο ঘ) 
দৃষ্টি

  সঠিক উত্তর: (গ)

৫৫.
হৃদয়ে বুদবুদের মতো কী ওঠে?
Ο ক) 
মুক্ত চিন্তা
Ο খ) 
বদ্ধ চিন্তা
Ο গ) 
শুভ্র চিন্তা
Ο ঘ) 
শান্ত চিন্তা

  সঠিক উত্তর: (গ)

৫৬.
‘উপক্ষা’ শব্দটির অর্থ কী?
Ο ক) 
অপেক্ষা করা
Ο খ) 
ব্যথা দেওয়া
Ο গ) 
গ্রাহ্য না করা
Ο ঘ) 
দুর্বল না ভাবা

  সঠিক উত্তর: (গ)

৫৭.
‘গুঞ্জন’ কী?
Ο ক) 
ভয়-লাজের বই
Ο খ) 
আনন্দ-বেদনার বই
Ο গ) 
গীত গানের বই
Ο ঘ) 
ছোটদের কবিতার বই

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
‘আপনা’ শব্দের অর্থ কী?
Ο ক) 
নিজেকে
Ο খ) 
নিজে
Ο গ) 
নিজের
Ο ঘ) 
নিজ

  সঠিক উত্তর: (ক)

৫৯.
কবির হৃদয়ে বুদবুদের মতো ওঠা চিন্তা কোথায় মিশে যায়?
Ο ক) 
নয়নের জলে
Ο খ) 
মিলিত দলে
Ο গ) 
হৃদয়ের তলে
Ο ঘ) 
উপেক্ষার ছলে

  সঠিক উত্তর: (গ)

৬০.
‘শুভ্র’ শব্দটি ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় যে অর্থে ব্যবহৃত হয়েছে-
i. সাদা
ii. পরিষ্কার
iii. অমলিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
‘ছল’ শব্দের অর্থ কী?
Ο ক) 
ছুতা
Ο খ) 
ইচ্ছা
Ο গ) 
দ্বিধা
Ο ঘ) 
ভয়

  সঠিক উত্তর: (ক)

৬২.
মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে?
Ο ক) 
সংকোচ
Ο খ) 
সংশয়
Ο গ) 
সংকল্প
Ο ঘ) 
বাধা

  সঠিক উত্তর: (ক)

৬৩.
‘গুঞ্জন’ কার রচিত কবিতা সংগ্রহ?
Ο ক) 
জীবনানন্দ দাশ
Ο খ) 
কামিনী রায়
Ο গ) 
জসীমউদ্‌দীন
Ο ঘ) 
সুকান্ত ভট্টাচার্য

  সঠিক উত্তর: (খ)

৬৪.
কোন বানানটি সঠিক?
Ο ক) 
সুষ্ক
Ο খ) 
শুষ্ক
Ο গ) 
শুস্ক
Ο ঘ) 
ষুষ্ক

  সঠিক উত্তর: (খ)

৬৫.
আমাদের মনের সংকল্প নড়বড়ে যায় কেন?
Ο ক) 
ব্যর্থতার ভয়ে
Ο খ) 
লোক লজ্জায়
Ο গ) 
আস্থাহীন বলে
Ο ঘ) 
সময়ের অভাবে

  সঠিক উত্তর: (খ)

৬৬.
কবির মনের শক্তি কীভাব মরে যায়?
Ο ক) 
ভীতির কবলে
Ο খ) 
নীতির কবলে
Ο গ) 
অলসতায়
Ο ঘ) 
লোকের ভয়ে

  সঠিক উত্তর: (ক)

৬৭.
কামিনী রায়ের কবিতায় কীসের সহজ সরল প্রকাশ লক্ষ করা যায়?
Ο ক) 
নাগরিক জীবনের
Ο খ) 
আনন্দ বেদনার
Ο গ) 
গ্রাম্য জীবনের
Ο ঘ) 
আশা-নিরাশার

  সঠিক উত্তর: (খ)

৬৮.
‘সংকল্প’ বলতে ক িবোঝায়?
Ο ক) 
মনের যত কথা
Ο খ) 
মনের দৃঢ় ইচ্ছা
Ο গ) 
মনের স্বপ্ন ও কল্পনা
Ο ঘ) 
মনের শুভ চিন্তা

  সঠিক উত্তর: (খ)

৬৯.
মহৎ কোনো উদ্দেশ্য সবাই একত্রিত হলেও আমরা তাদের সাথে মিশতে পারি না। কারণ
i. সমালোচনাকে ভয় পাই বলে
ii. পাছে লোকে কিছু বলে, এই চিন্তায়
iii. শুভ্র চিন্তা হৃদয়ের তলে মিশে যায় বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
কারও ব্যথা উপশন করতে কী যথেষ্ট্য
Ο ক) 
সহানুভূতি
Ο খ) 
সম্পত্তি
Ο গ) 
টাকা পয়সা
Ο ঘ) 
সময়

  সঠিক উত্তর: (ক)

৭১.
‘দীপ ও ধূপ’ কবি কামিনী রায় লিখিত একটি-
Ο ক) 
ভ্রমণকাহিনী
Ο খ) 
কাব্যগ্রন্থ
Ο গ) 
জীবনীগ্রন্থ
Ο ঘ) 
নাটক

  সঠিক উত্তর: (খ)

৭২.
‘করিতে পারি না কাজ’-কবি এখানে কাজের পথে কোনটিকে অন্তরায় মনে করেছেন?
Ο ক) 
দুর্বলতাকে
Ο খ) 
সংশয়কে
Ο গ) 
ভয়ভীতিকে
Ο ঘ) 
হতাশাকে

  সঠিক উত্তর: (খ)

৭৩.
‘পাছে লোকে কিচু বলে’ কবিতার মুলবক্তব্য হলো-
i. নিজেকে গুটিয়ে না রাখা
ii. সমালাচনায় কান না দেওয়া
iii. দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত নেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭৪.
কামিনী রায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
যশোর
Ο খ) 
বরিশাল
Ο গ) 
খুলনা
Ο ঘ) 
চট্টগ্রাম

  সঠিক উত্তর: (খ)

৭৫.
হৃদয় থেকে জেগে ওঠা ভাবনা হৃদয়েই মিশে যায় কেন?
Ο ক) 
বিষাদগ্রস্ততার জন্য
Ο খ) 
সংশয়ের কারণে
Ο গ) 
ইপেক্ষা করায়
Ο ঘ) 
বাধা প্রাপ্তিতে

  সঠিক উত্তর: (খ)

৭৬.
“সদা ভয়, সদা-।” শূন্যস্থানে হবে-
Ο ক) 
কাজ
Ο খ) 
সাজ
Ο গ) 
লাজ
Ο ঘ) 
সংশয়

  সঠিক উত্তর: (গ)

৭৭.
কবি হৃদয়ে বুদবুদের মতো ওঠা চিন্তা কোথায় মিশে যায়?
Ο ক) 
নয়নের জলে
Ο খ) 
মিলিত দলে
Ο গ) 
হৃদয়ের তলে
Ο ঘ) 
উপেক্ষার ছলে

  সঠিক উত্তর: (গ)

৭৮.
প্রাণের ভয়ে কাতর না হয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়ে যে জিনিসটিকে পরাজিত করেছেন-
i. সমালোচনার ভয়
ii. সংশয়
iii. হৃদয়েল শুভ্র চিন্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৭৯.
‘চরণ’ শব্দের যথার্থ সমার্থক শব্দ নিচের কোনটি?
Ο ক) 
পা
Ο খ) 
হাত
Ο গ) 
মাথা
Ο ঘ) 
চোখ

  সঠিক উত্তর: (ক)

৮০.
‘ম্রিয়মাণ’ বলতে বোঝায় কোনটি?
Ο ক) 
বিষাদগ্রস্ত
Ο খ) 
অভাবগ্রস্ত
Ο গ) 
দ্বিধাগ্রস্ত
Ο ঘ) 
শঙ্কাগ্রস্ত

  সঠিক উত্তর: (ক)

৮১.
কোনো কাজ করতে গেলে মানুষের মধ্যে প্রায়শই ভর করে-
Ο ক) 
আনন্দপ্রবণতা
Ο খ) 
পারলৌকিকতা
Ο গ) 
ইহজাগতিকতা
Ο ঘ) 
দ্বিধাগ্রস্ততা

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
নিজের রাষ্ট্র ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হলে মানুষের যা পরিহার করা কর্তব্য-
i. সুখের আয়োজন
ii. দ্বিধা-সংকোচ
iii. ভয়-লজ্জা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮৩.
মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে?
Ο ক) 
সংকোচ
Ο খ) 
সংশয়
Ο গ) 
সংকল্প
Ο ঘ) 
বাধা

  সঠিক উত্তর: (ক)

৮৪.
কবি নীরবে কী ঢাকেন?
Ο ক) 
মুখ
Ο খ) 
চোখ
Ο গ) 
নিজেকে
Ο ঘ) 
সংকল্প

  সঠিক উত্তর: (গ)

৮৫.
‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যথা প্রশমিত করতে পারে কোনটি?
Ο ক) 
ঔষধ
Ο খ) 
মহৎ উদ্দেশ্য
Ο গ) 
পানির বুদবুদ
Ο ঘ) 
স্নেহের কথা

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
‘উপেক্ষার ছলে’ বলতে বোঝানো হয়েছে-
i. অবহেলা করে
ii. গ্রাহ্য না করে
iii. গুরুত্বহীনভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
‘প্রশমিতে’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) 
প্রশান্ত করতে
Ο খ) 
নিশ্চল করতে
Ο গ) 
নিবারণ করতে
Ο ঘ) 
প্রহার করতে

  সঠিক উত্তর: (গ)

৮৮.
কবি লোকের সমালোচনার ভয়ে কোথায় থাকেন?
Ο ক) 
ঘরে
Ο খ) 
বাইরে
Ο গ) 
প্রকাশ্যে
Ο ঘ) 
আড়ালে

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
‘গুঞ্জন’ কী?
Ο ক) 
ছোটদের কবিতার বই
Ο খ) 
আনন্দ-বেদনার বই
Ο গ) 
গীত গানের বই
Ο ঘ) 
ভয়-লাজের বই

  সঠিক উত্তর: (ক)

৯০.
‘টলা’ শব্দের অর্থ কী?
Ο ক) 
আনন্দিত হওয়া
Ο খ) 
বিশ্রাম নেওয়া
Ο গ) 
বিচলিত হওয়া
Ο ঘ) 
কম্পিত হওয়া

  সঠিক উত্তর: (ঘ)

৯১.
হৃদয়ে লাভ করা শুভ্র চিন্তা হৃদয়ের তলে মিশে যায় কোন পরিপ্রেক্ষিতে?
Ο ক) 
বড়দের ভয়ে
Ο খ) 
শিশুদের কোলাহলে
Ο গ) 
সংকোচের জন্য
Ο ঘ) 
প্রকৃতির প্রভাবে

  সঠিক উত্তর: (গ)

৯২.
কবি কাজ করতে পারেন না কেন?
Ο ক) 
সংকল্প সাধনে
Ο খ) 
লোকের নিরুৎসাহে
Ο গ) 
ভয় আর লজ্জায়
Ο ঘ) 
বাধা পাওয়ায়

  সঠিক উত্তর: (গ)

৯৩.
সমাজে অবদান রাখতে হলে দৃঢ় মনোবল নিয়ে কোনটিকে উপেক্ষা করতে হবে?
Ο ক) 
বিশ্বস্ততাকে
Ο খ) 
সমালোচনাকে
Ο গ) 
সহমর্মিতাকে
Ο ঘ) 
পরোপকারের

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
মাসুদ গ্রামর বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য হাঁস-মুরগির খামার গড়ে তালার পরিকল্পনা করে। সে ভাব একসময় প্রচুর আয় হবে, বেকাররা স্বনির্ভর হবে। কিন্তু যদি সে এ কাজে সফল হতে না পারে তাহলে তার সমালোচনা করবে। তাই সে তার পরিকল্পনা বাদ দেয়।
৯৪.
উদ্দীপকের মাসুদর মাঝে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে?
Ο ক) 
ভীরুতা
Ο খ) 
সংশয়
Ο গ) 
হতাশা
Ο ঘ) 
দুর্বলতা

  সঠিক উত্তর: (খ)

৯৫.
কামিনী রায়ের দৃষ্টিতেই মাসুদের এ উদ্যোগ সফল করা যেতে পারে-
i. দৃঢ় সংকল্পবদ্ধ হলে
ii. সকল সংশয় দূর করলে
iii. সাহসী পদক্ষেপ গ্রহণ করলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...