NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র পদ্য : মানবধর্ম


জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
পদ্য : মানবধর্ম


১.
‘জাত’ সম্পর্কে সব লোকে লালনকে জিজ্ঞাসা করার কারণ-
i. লালন অসাম্প্রদায়িকতার গান গাইতেন
ii. লালন ধর্মান্তরিত হন নি
iii. লালন ধর্মে বিশ্বাসী ছিলেন না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
iii
Ο ঘ) 
ii

  সঠিক উত্তর: (ক)

২.
‘জেতের ফাতা’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
মানুষের পরিচয়
Ο খ) 
জাতের পরিচয়
Ο গ) 
জাতের বড়াই
Ο ঘ) 
বংশ গৌরব

  সঠিক উত্তর: (গ)

৩.
লালন ‘জেতের ফাতা’ কোথায় বিকিয়েছেন?
Ο ক) 
হাট-বাজারে
Ο খ) 
সাত-বাজারে
Ο গ) 
জগ’-সংসারে
Ο ঘ) 
যাওয়া-আসায়

  সঠিক উত্তর: (খ)

৪.
‘মানবধর্ম’ কবিতাটিতে লালন শাহ্‌ যার মূলে কুঠারাঘাত করেছেন-
i. লোকের বংশগৌরব
ii. মানুষের ধর্মীয় পরিচয়
iii. মানুষ হিসেবে ব্যক্তির আত্মপরিচয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫.
লালন সাত বাজারে জাতের ফাতা কী করেছেন?
Ο ক) 
বিকিয়েছেন
Ο খ) 
ক্রয় করেছেন
Ο গ) 
নিলাম করেছেন
Ο ঘ) 
দান করেছেন

  সঠিক উত্তর: (ক)

৬.
‘জাত’ বলতে কবি কী বুঝিয়েছেন?
Ο ক) 
সনাতন ধর্ম
Ο খ) 
বাউল ধর্ম
Ο গ) 
মনুষ্যধর্ম
Ο ঘ) 
জৈন ধর্ম

  সঠিক উত্তর: (গ)

৭.
‘বেড়ে’ বলতে কী বোঝানা হয়েছে?
Ο ক) 
বাড়ন্ত
Ο খ) 
ব্যাপ্ত
Ο গ) 
বাড়তি
Ο ঘ) 
বাঁধা

  সঠিক উত্তর: (খ)

৮.
‘জেতের ফাতা’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
মানুষের পরিচয়
Ο খ) 
জাতের পরিচয়
Ο গ) 
জাতের বড়াই
Ο ঘ) 
বংশ গৌরব

  সঠিক উত্তর: (খ)

৯.
লালন শাহ্‌র যেসব শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান ছিল-
i. হিন্দু ধর্মের
ii. ইসলাম ধর্মের
iii. বৌদ্ধ ধর্মের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১০.
‘যথা-তথা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
যেমন-তেমন
Ο খ) 
যখন-তখন
Ο গ) 
যেখানে-সেখানে
Ο ঘ) 
যত-তত

  সঠিক উত্তর: (গ)

১১.
কূপজল গঙ্গায় গেলে কী নামে অভিহিত হয়?
Ο ক) 
পবিত্র জল
Ο খ) 
গঙ্গা জল
Ο গ) 
পূজার জল
Ο ঘ) 
ঝর্ণাজল

  সঠিক উত্তর: (খ)

১২.
‘মানবধর্ম’ কবিতাটির নামকরণ হয়েছে-
i. বিষয়ের ওপর ভিত্তি করে
ii. অসাম্প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করে
iii. মানবতাবোধের ওপর ভিত্তি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
‘জেতের ফাতা’ অর্থ কী?
Ο ক) 
ধর্মীয় আচার
Ο খ) 
জাতের নিশান
Ο গ) 
বর্ণ-সম্প্রদায়
Ο ঘ) 
পোশাক-আশাক

  সঠিক উত্তর: (খ)

১৪.
‘গঙ্গাজল’ শব্দটি কী অর্থে ‘মানবধর্ম’ কবিতায় ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
স্বচ্ছ
Ο খ) 
পবিত্র
Ο গ) 
ঘোলা
Ο ঘ) 
সুপ্রেয়

  সঠিক উত্তর: (খ)

১৫.
লালন শাহ্‌ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৭৬২
Ο খ) 
১৭৭২
Ο গ) 
১৭৮২
Ο ঘ) 
১৭৯২

  সঠিক উত্তর: (খ)

১৬.
জাতকে গুরুত্বপূর্ণ মনে করেন না কে?
Ο ক) 
লালন
Ο খ) 
পুরোহিত
Ο গ) 
ব্রাহ্মণ
Ο ঘ) 
হিন্দু শাস্ত্র

  সঠিক উত্তর: (ক)

১৭.
লালন শাহ্‌ কার শিষ্য ছিলেন?
Ο ক) 
ফকির সাঁইয়ের
Ο খ) 
সিরাজ সাঁইয়ের
Ο গ) 
সাধক সাঁইয়ের
Ο ঘ) 
মরমি সাঁইয়ের

  সঠিক উত্তর: (খ)

১৮.
লালন বিশ্বাস করেন না-
i. জাতের ভিন্নতা
ii. ধর্মভেদের ভিন্নতা
iii. ধর্মীয় শাস্ত্রের অনুশাসন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৯.
‘মানবধর্ম’ কবিতাটির মূলবক্তব্য কী?
Ο ক) 
ধর্মের গর্ব
Ο খ) 
জাত-বিচার
Ο গ) 
মনুষ্রধর্ম
Ο ঘ) 
জন্ম-মৃত্যু

  সঠিক উত্তর: (গ)

২০.
লালনের দর্শন কীসের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন?
Ο ক) 
সাধনার
Ο খ) 
কবিতার
Ο গ) 
মানবতার
Ο ঘ) 
গানের

  সঠিক উত্তর: (গ)

২১.
‘মানবধর্ম’ কবিতায় মুসলমানদের গলায় কি পরার কথা উল্লেখ আছে?
Ο ক) 
হাজী গামছা
Ο খ) 
তসবি
Ο গ) 
জপমালা
Ο ঘ) 
মাফলার

  সঠিক উত্তর: (খ)

২২.
কীসের মধ্য দিয়ে লালন শাহের দর্শন প্রকাশ পেয়েছে?
Ο ক) 
নাটক
Ο খ) 
কবিতা
Ο গ) 
গান
Ο ঘ) 
উপন্যাস

  সঠিক উত্তর: (গ)

২৩.
মহা মনীষী লালন শাহ্‌ বিশ্বাস পোষণ করেন না-
i. মানুষের জাতভেদে পার্থক্য
ii. মানুষের ধর্মভেদের বিভেদ
iii. জাতি-ধর্মহীন অভিন্নতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৪.
‘কয়’ শব্দের অর্থ কী?
Ο ক) 
বলা
Ο খ) 
বলে
Ο গ) 
বলি
Ο ঘ) 
বলো

  সঠিক উত্তর: (খ)

২৫.
গানের মধ্য দিয়ে লালনের কী প্রকাশ পেয়েছে?
Ο ক) 
অভিজ্ঞতা
Ο খ) 
জ্ঞান
Ο গ) 
মানবতা
Ο ঘ) 
দর্শন

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
‘মানবধর্ম’ কবিতাটিতে লালন যার মূলে কুঠারাঘাত করেছেন-
i. বংশগৌরব
ii. ধর্মীয় পরিচয়
iii. মানুষের আত্মপরিচয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৭.
লালনের দর্শন কীসের মধ্য দিয়ে প্রকাশ করেছেন?
Ο ক) 
সাধনার
Ο খ) 
কবিতার
Ο গ) 
মানবতার
Ο ঘ) 
গানের

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
লালন ‘জেতের ফাতা’ সাত বাজারে বিকিয়েছেন কেন?
Ο ক) 
প্রয়োজন নেই বলে
Ο খ) 
ক্ষতিকারক বলে
Ο গ) 
গুরুত্বহীন বলে
Ο ঘ) 
তুচ্ছতম বলে

  সঠিক উত্তর: (গ)

২৯.
মূল এক জল, সে যে ভিন্ন নয়-জল ভিন্ন হয় কীভাবে?
Ο ক) 
পাত্র-অনুসারে
Ο খ) 
রৌদ্রের তাপে
Ο গ) 
মানুষ ভিন্ন করে বলে
Ο ঘ) 
জোয়ার-ভাটার ফলে

  সঠিক উত্তর: (ক)

৩০.
লালন শাহ কুষ্টিয়ার কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) 
ছেউরিয়ায়
Ο খ) 
দেউরিয়ায়
Ο গ) 
মাঝআইলে
Ο ঘ) 
নিনোদপুর

  সঠিক উত্তর: (ক)

৩১.
সব লোকে লালনকে কিসের প্রশ্ন করে?
Ο ক) 
ধনী-গরিবের
Ο খ) 
জাত-ধর্মের
Ο গ) 
কর্ম-পেশার
Ο ঘ) 
বর্ণের

  সঠিক উত্তর: (খ)

৩২.
‘নজর’ শব্দের অর্থ কী?
Ο ক) 
দৃষ্টি
Ο খ) 
বদান্যতা
Ο গ) 
লক্ষ করা
Ο ঘ) 
আকৃষ্ট হওয়া

  সঠিক উত্তর: (ক)

৩৩.
‘মানব ধর্ম’ কবিতায় চরণ সংখ্যা কত?
Ο ক) 
দশটি
Ο খ) 
এগারোটি
Ο গ) 
তেরোটি
Ο ঘ) 
চৌদ্দটি

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
কারা লালনের জাত-পাত খুঁজে বেড়ায়?
Ο ক) 
সব লোক
Ο খ) 
কিছু মানুষ
Ο গ) 
কিছু ধার্মিক
Ο ঘ) 
দায়িত্বশীল মানুষ

  সঠিক উত্তর: (ক)

৩৫.
‘মানবধর্ম’ কবিতাটি আর কী হিসেবে প্রচলিত?
Ο ক) 
নাটকের সংলাপ
Ο খ) 
গান
Ο গ) 
কৌতুক
Ο ঘ) 
ধর্মীয় সংগীত

  সঠিক উত্তর: (খ)

৩৬.
মানবধর্ম কবিতার চরণ সংখ্যা কত?
Ο ক) 
দশটি
Ο খ) 
বারটি
Ο গ) 
চৌদ্দটি
Ο ঘ) 
পনেরটি

  সঠিক উত্তর: (গ)

৩৭.
মানুষ কেন সৃষ্টির সেরা জীব?
Ο ক) 
কথা বলতে পারে বলে
Ο খ) 
বুদ্ধি আছে বলে
Ο গ) 
মনুষ্যত্ব আছে বলে
Ο ঘ) 
সৃজনীশক্তি আছে বলে

  সঠিক উত্তর: (গ)

৩৮.
জলপাত্র অনুসারে ভিন্ন জানায় কেন?
Ο ক) 
জল বর্ণহীন
Ο খ) 
জল পবিত্র
Ο গ) 
জল কুয়োয় থাকে
Ο ঘ) 
জল নানা বর্ণের

  সঠিক উত্তর: (ক)

৩৯.
‘মানবধর্ম’ কবিতাটি আর কী হিসেবে প্রচলিত?
Ο ক) 
সংলাপ
Ο খ) 
গান
Ο গ) 
স্তোত্র
Ο ঘ) 
বয়ান

  সঠিক উত্তর: (খ)

৪০.
কোথায় লালন শাহে্‌র মৃত্যু হয়?
Ο ক) 
ছেউরিয়ায়
Ο খ) 
আরশিনগরে
Ο গ) 
মেহেরপুরে
Ο ঘ) 
শিলাইদহে

  সঠিক উত্তর: (ক)

৪১.
‘মানবধর্ম’ কবিতায় ব্যবহৃত শব্দের মধ্যে রয়েছে-
i. সংসারে
ii. কূপজল
iii. গৌরব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪২.
লালনের অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে কীসের মাধ্যমে?
Ο ক) 
গানের মাধ্যমে
Ο খ) 
কবিতার মাধ্যমে
Ο গ) 
দর্শনের মাধ্যমে
Ο ঘ) 
প্রশ্ন করার মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

৪৩.
গানের মধ্য দিয়ে লালনের কী প্রকাশ পেয়েছে?
Ο ক) 
অভিজ্ঞতা
Ο খ) 
জ্ঞান
Ο গ) 
দর্শন
Ο ঘ) 
রূপ

  সঠিক উত্তর: (গ)

৪৪.
‘চিহ্ন’ শব্দের অর্থ নিচের কোনটি?
Ο ক) 
প্রতীক
Ο খ) 
নিদর্শন
Ο গ) 
চীন
Ο ঘ) 
চীনা

  সঠিক উত্তর: (ক)

৪৫.
‘মানবধর্ম’ কবিতাটির নামকরণ হয়েছে-
i. মানবতাবোধের ওপর ভিত্তি করে
ii. বিষয়ের ওপর ভিত্তি করে
iii. অসাম্প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
লালন শাহ্‌ কোন জিনিসটিকে গুরুত্বপূর্ণ মনে করেন না?
Ο ক) 
শিক্ষাকে
Ο খ) 
জাতকে
Ο গ) 
পেশাকে
Ο ঘ) 
কৌলীন্যকে

  সঠিক উত্তর: (খ)

৪৭.
লালন ‘জেতের ফাতা’ বলতে কী বুঝিয়েছেন?
Ο ক) 
জাতীয় ঐতিহ্য
Ο খ) 
জাতিভেদ প্রথা
Ο গ) 
জাতীয় চেতনা
Ο ঘ) 
জাতের মূল্য

  সঠিক উত্তর: (খ)

৪৮.
লোকে যথাতথা গৌরব করে কনে?
Ο ক) 
অজ্ঞানতাবশত
Ο খ) 
শক্তির দম্ভে
Ο গ) 
রক্তের জোরে
Ο ঘ) 
ধর্মের তেজে

  সঠিক উত্তর: (ক)

৪৯.
কোন সময়ে সবাই সমান?
Ο ক) 
নামাজের সময়ে
Ο খ) 
মন্দিরে প্রার্থনার সময়ে
Ο গ) 
জন্ম-মৃত্যুর সময়ে
Ο ঘ) 
জাতীয় চেতনার ক্ষেত্রে

  সঠিক উত্তর: (গ)

৫০.
‘গৌরব’ শব্দটির অর্থ কী?
Ο ক) 
গুণগুণ
Ο খ) 
অহংকার
Ο গ) 
অবলম্বন
Ο ঘ) 
বিশ্বাস

  সঠিক উত্তর: (খ)

৫১.
লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর-
i. জাতের বড়াই
ii. কূপের জল
iii. বংশ কৌলিন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৫২.
মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত?
Ο ক) 
সামাজিক পরিচয়
Ο খ) 
ধর্মীয় পরিচয়
Ο গ) 
মানুষ পরিচয়
Ο ঘ) 
পেশা পরিচয়

  সঠিক উত্তর: (গ)

৫৩.
লালন শাহ্‌ কীরূপ মরমি কবি?
Ο ক) 
সাম্প্রদায়িক
Ο খ) 
মানবতাবাদী
Ο গ) 
সুফীবাদী
Ο ঘ) 
দর্শনশাস্ত্রীয়

  সঠিক উত্তর: (খ)

৫৪.
লালন শাহের কোন বিষয়টি নিয়ে মতান্তর রয়েছে?
Ο ক) 
জন্ম
Ο খ) 
মৃত্যু
Ο গ) 
ধর্ম
Ο ঘ) 
জাত

  সঠিক উত্তর: (গ)

৫৫.
লালন কি নামে পরিচিতি অর্জন করেন?
Ο ক) 
ফকির লাণ
Ο খ) 
লালন সাঁই বা লালন শাহ
Ο গ) 
মরমি কবি
Ο ঘ) 
বাউল সাঁই

  সঠিক উত্তর: (খ)

৫৬.
মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত?
Ο ক) 
সামাজিক পরিচয়
Ο খ) 
ধর্মীয় পরিচয়
Ο গ) 
মানুষ পরিচয়
Ο ঘ) 
পেশার পরিচয়

  সঠিক উত্তর: (গ)

৫৭.
‘মানবধর্ম’ কবিতায় প্রকাশ পেয়েছে-
Ο ক) 
সহানুভূতিশীলতা
Ο খ) 
অসাম্প্রদায়িকতা
Ο গ) 
ধর্মানুভূতি
Ο ঘ) 
অধ্যাত্মভাব

  সঠিক উত্তর: (খ)

৫৮.
জগৎব্যাপী-
Ο ক) 
মানবধর্মের কথা
Ο খ) 
জেতের কথা
Ο গ) 
জীবনের কথা
Ο ঘ) 
সফলতার কথা

  সঠিক উত্তর: (খ)

৫৯.
পানিকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয় কীসের ভিত্তিতে?
Ο ক) 
পাত্রের
Ο খ) 
আকারের
Ο গ) 
রঙের
Ο ঘ) 
তারল্যের

  সঠিক উত্তর: (ক)

৬০.
‘মানবধর্ম’ কবিতায় কবি কোন জিনিসটি নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন?
Ο ক) 
টাকা-পয়সা
Ο খ) 
জাত-পাত
Ο গ) 
মান-মর্যাদা
Ο ঘ) 
বিদ্যা-বুদ্ধি

  সঠিক উত্তর: (খ)

৬১.
‘শোনো হে মানুষ ভাই
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’
উদ্দীপকে ফুটে ওঠা অনুভূতি নিচের কোন কবিতায় প্রকাশ পেয়েছে?
Ο ক) 
প্রার্থী
Ο খ) 
মানবধর্ম
Ο গ) 
নারী
Ο ঘ) 
দুই বিঘা জমি

  সঠিক উত্তর: (খ)

৬২.
লালন শাহ্‌ কতগুলো গান সৃষ্টি করেন?
Ο ক) 
লক্ষাধিক
Ο খ) 
হাজারাধিক
Ο গ) 
সহস্রাধিক
Ο ঘ) 
শাতধিক

  সঠিক উত্তর: (গ)

৬৩.
হিন্দুদের পবিত্রতার প্রতীক নিচের কোনটি?
Ο ক) 
ঝর্ণাজল
Ο খ) 
গঙ্গাজল
Ο গ) 
কূপজল
Ο ঘ) 
অশ্রুজল

  সঠিক উত্তর: (খ)

৬৪.
‘মানবধর্ম’ কবিতায় কবি তাদের জয়গান গেয়েছেন, যারা-
i. জাত নিয়ে গর্ব করে না
ii. মনুষ্যধর্মকে মূল বলে মনে করে
iii. বংশগত আভিজাতো ভোগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬৫.
‘মানবধর্ম’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কী?
Ο ক) 
অভেদ জাতি
Ο খ) 
গোত্রের ভেদ
Ο গ) 
বংশের গৌরব
Ο ঘ) 
ধর্মের ভিন্নতা

  সঠিক উত্তর: (ক)

৬৬.
লালনের গানের অসামান্য বৈশিষ্ট্য হলো-
i. সাম্প্রদায়িক জীবনতৃষ্ণা
ii. আধ্যাত্ম মনোভঙ্গী
iii. মরমী রস ব্যঞ্জনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
‘বেড়ে’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
বাড়ন্ত
Ο খ) 
ব্যাপ্ত
Ο গ) 
বড়
Ο ঘ) 
বর্শি

  সঠিক উত্তর: (খ)

৬৮.
লালনশাহ্‌র গানের বৈশিষ্ট্য হচ্ছে-
i. মানবতাবাদ
ii. আধ্যাত্মবাদ
iii. মরমি রসব্যঞ্জনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
‘মানবধর্ম’ কবিতায় প্রকাশ পেয়েছে-
Ο ক) 
সহানুভূতিশীলতা
Ο খ) 
অসাম্প্রদায়িকতা
Ο গ) 
ধর্মানুভূতি
Ο ঘ) 
অধ্যাত্মভাব

  সঠিক উত্তর: (খ)

৭০.
লালনশাহ তাঁর জীবনদর্শন প্রকাশ করেছেন কীভাবে?
Ο ক) 
অন্যকে দেখে
Ο খ) 
পরচর্চা করে
Ο গ) 
নিজের অভিজ্ঞতায়
Ο ঘ) 
সাধনা ছাড়াই

  সঠিক উত্তর: (গ)

৭১.
কবিতার প্রধান বাহন কী?
Ο ক) 
ভাব
Ο খ) 
বক্তব্য
Ο গ) 
যুক্তি
Ο ঘ) 
মন্তব্য

  সঠিক উত্তর: (ক)

৭২.
লালন শাহে্‌র মৃত্যু সাল কোনটি?
Ο ক) 
১৮৬০
Ο খ) 
১৮৭০
Ο গ) 
১৮৮০
Ο ঘ) 
১৮৯০

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
লালন জাতের ফাতা কোথায় বিকিয়েছেন বলে উল্লেখ করেছেন?
Ο ক) 
সাত বাজারে
Ο খ) 
হাট-বাজারে
Ο গ) 
মাঠ-বাজারে
Ο ঘ) 
আনন্দ-বাজারে

  সঠিক উত্তর: (ক)

৭৪.
লালন শাহ যে ধর্মের অনুসারী ছিলেন-
i. সংসার ধর্ম
ii. হিন্দু ধর্ম
iii. মানব ধর্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

৭৫.
লালন জাতের ফাতা কয় বাজারে বিক্রি করেছে?
Ο ক) 
২ বাজারে
Ο খ) 
৫ বাজারে
Ο গ) 
৭ বাজারে
Ο ঘ) 
৯ বাজারে

  সঠিক উত্তর: (গ)

৭৬.
জল কী অনুসারে ভিন্ন জানায়?
Ο ক) 
কুয়ো অনুসারে
Ο খ) 
গঙ্গা অনুসারে
Ο গ) 
পাত্র অনুসারে
Ο ঘ) 
চিহ্ন অনুসারে

  সঠিক উত্তর: (গ)

৭৭.
‘শোনো হে মানুষ ভাই
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’
উদ্দীপকে ফুটে ওঠা্ অনুভূতি নিচের কোন কবিতায় প্রকাশ পেয়েছে?
Ο ক) 
প্রার্থী
Ο খ) 
মানবধর্ম
Ο গ) 
নারী
Ο ঘ) 
দুই বিঘা জমি

  সঠিক উত্তর: (খ)

৭৮.
‘জেতের’ বলতে কী বোঝায়?
Ο ক) 
জাতের
Ο খ) 
শ্রেণির
Ο গ) 
বর্ণের
Ο ঘ) 
পেশার

  সঠিক উত্তর: (ক)

৭৯.
‘গঙ্গাজল’ কথাটির তাৎপর্য হলো-
i. সীমিত-সংকীর্ণ পানি
ii. গঙ্গা নদীর পানি
iii. হিন্দুদের কাছে পবিত্র পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮০.
লালন শাহের মতে মালা বা তস্‌বি দিয়ে কিসের পার্থক্য করা যায় না?
Ο ক) 
জাতের
Ο খ) 
সম্পদের
Ο গ) 
পেশার
Ο ঘ) 
মর্যাদার

  সঠিক উত্তর: (ক)

৮১.
‘বিকিয়েছে’ শব্দের অর্থ কী?
Ο ক) 
বিলিয়ে দিয়েছে
Ο খ) 
বিক্রি করেছে
Ο গ) 
হস্তান্তর করেছে
Ο ঘ) 
বাঁকা করেছে

  সঠিক উত্তর: (খ)

৮২.
জন্ম-মৃত্যুকালে মানুষ কেমন থাকে?
Ο ক) 
হিন্দু
Ο খ) 
মুসলমান
Ο গ) 
সমান
Ο ঘ) 
ধনী-গরিব

  সঠিক উত্তর: (গ)

৮৩.
গর্তের জলকে কী বলা হয়?
Ο ক) 
কূপজল
Ο খ) 
গঙ্গাজল
Ο গ) 
ফটিক জল
Ο ঘ) 
সমুদ্রজল

  সঠিক উত্তর: (ক)

৮৪.
গানে লালন শাহ্‌ নিজেকে কী হিসেবে উল্লেখ করেছেন?
Ο ক) 
সাঁই
Ο খ) 
শাহ্‌
Ο গ) 
ফকির
Ο ঘ) 
সাধক

  সঠিক উত্তর: (গ)

৮৫.
লালন জাতের ফাতা কয় বাজারে বিক্রি করেছে?
Ο ক) 
৩ বাজারে
Ο খ) 
৫ বাজারে
Ο গ) 
৭ বাজারে
Ο ঘ) 
৯ বাজারে

  সঠিক উত্তর: (গ)

৮৬.
মূলের বিবেচনায় জলের আকার-প্রকার হবে-
Ο ক) 
অন্যথা
Ο খ) 
ফাতা
Ο গ) 
যথা-তথা
Ο ঘ) 
অভিন্ন

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
তোমার বইয়ের ‘মানবধর্ম’ শীর্ষক কবিতাটি লিখেছেন-
Ο ক) 
দুদ্দু শাহ
Ο খ) 
পাগলা কানাই
Ο গ) 
সিরাজ শাহ
Ο ঘ) 
লালন শাহ্‌

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
লালন শাহ্‌ কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
বরিশালে
Ο খ) 
বর্ধমানে
Ο গ) 
চব্বিশ পরগনায়
Ο ঘ) 
কুষ্টিয়ায়

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
গলায় মালা কারা পরে?
Ο ক) 
হিন্দুরা
Ο খ) 
বৌদ্ধরা
Ο গ) 
মুসলমানরা
Ο ঘ) 
খ্রিষ্ট্রানরা

  সঠিক উত্তর: (ক)

৯০.
কোন সময়ে জাতের কোনো চিহ্ন থাকে না?
Ο ক) 
নাবলক বয়সে
Ο খ) 
বৃদ্ধ বয়সে
Ο গ) 
প্রার্থনা করার সময়ে
Ο ঘ) 
জন্ম-মৃত্যুর সময়ে

  সঠিক উত্তর: (ঘ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
নানান বরণ গাভিরে ভাই একই বরণ দুধ,
জগৎ ভ্রমিয়া দেখিনু একই মায়ের পুত।
৯১.
‘মানবধর্ম’ কবিতার কোন ভাবটি উপরের উদ্দীপকে প্রাসঙ্কিক?
Ο ক) 
জাতের অখন্ডতা
Ο খ) 
জন্মের সীমাবদ্ধতা
Ο গ) 
ধর্মের অসমতা
Ο ঘ) 
মানুষের ভিন্নতা

  সঠিক উত্তর: (ক)

৯২.
উপরের চিত্রকল্পটির মূলভাব ফুটে উঠেছে-
i. কেউ মালা, কেউ তস্‌বি গলায়, তাই-তে কি জাত ভিন্ন বলায়
ii. মূলে এক জল, সে যে ভিন্ন নয়
iii. লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন