NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র পদ্য : নদীর স্বপ্ন



জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
পদ্য : নদীর স্বপ্ন


১.
ছোকানুর কাছে কয় আনি ছিল?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

২.
কানাই হালকা নরম হাওয়ায় মাঝিকে কী রঙের পাল তুলে দিতে বলেছিল?
Ο ক) 
বেগুনি
Ο খ) 
বাদামি
Ο গ) 
হলুদ
Ο ঘ) 
লাল

  সঠিক উত্তর: (ঘ)

৩.
কী দেখে কানািইয়ের চোখ ঝলসে ওঠে?
Ο ক) 
নীল আকাশ
Ο খ) 
উড়ন্ত পাখি
Ο গ) 
রান্নার কারসাজি
Ο ঘ) 
রূপালি ইলিশ

  সঠিক উত্তর: (ঘ)

৪.
বুদ্ধদেব বসু ও অজিত দত্তের যৌথ সম্পাদনায় প্রকাশিত মাসিকের নাম কী?
Ο ক) 
সবুজপত্র
Ο খ) 
শিখা
Ο গ) 
প্রগতি
Ο ঘ) 
কবিতা

  সঠিক উত্তর: (গ)

৫.
কানাই-এর দৃষ্টিতে পৃথিবীর সব নীল রং জড়ো হয়েছে কোথায়?
Ο ক) 
অবাক আকাশে
Ο খ) 
নৌকার পালে
Ο গ) 
পাখির ঝাঁকে
Ο ঘ) 
নদীর বুকে

  সঠিক উত্তর: (ক)

৬.
কানাই নৌকায় শুয়ে শুয়ে দেখে-
i. নীল আকাশ
ii. নদীর স্রোত
iii. উড়ন্ত পাখি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৭.
বুদ্ধদেব বসুর পেশা ছিল-
i. সাংবাদিকতা
ii. সরকারি চাকুরী
iii. অধ্যাপনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৮.
ধোঁয়া-ওঠা ভাতের সাথে কানাইয়ের কী খুব ভালো লাগে?
Ο ক) 
ভাপা ইলিশ
Ο খ) 
ভাজা ইলিশ
Ο গ) 
সরষে ইলিশ
Ο ঘ) 
ভুনা ইলিশ

  সঠিক উত্তর: (খ)

৯.
গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে কে?
Ο ক) 
ছোকানু
Ο খ) 
দিদি
Ο গ) 
কানাই
Ο ঘ) 
মা

  সঠিক উত্তর: (গ)

১০.
কানাই কার কাছে গল্প শোনার বায়না করে?
Ο ক) 
মায়ের কাছে
Ο খ) 
বাবার কাছে
Ο গ) 
ছোকানুর কাছে
Ο ঘ) 
মাঝির কাছে

  সঠিক উত্তর: (ঘ)

১১.
রূপালি ইলিশ সাধারণত কোথায় পাওয়া যায়?
Ο ক) 
পদ্মায়
Ο খ) 
তিস্তায়
Ο গ) 
যমুনায়
Ο ঘ) 
ব্রহ্মপুত্রে

  সঠিক উত্তর: (ক)

১২.
কানাই বর্ণিত আকাশের রঙ কেমন?
Ο ক) 
নীল
Ο খ) 
আসমানী
Ο গ) 
গোলাপি
Ο ঘ) 
বেগুনি

  সঠিক উত্তর: (ক)

১৩.
‘নদীর স্বপ্ন’ কবিতায় পাওয়া যায়-
i. সন্ধিবদ্ধ শব্দের ব্যবহার
ii. উপমার সুনিপুণ ব্যবহার
iii. চিত্রকল্পের সুনিপুণ ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৪.
কানাইয়ের বর্ণনায় নদীতে জাল টানলে কী ধরা পড়ে?
Ο ক) 
বোয়াল মাছ
Ο খ) 
ইলিশ মাছ
Ο গ) 
মাগুর মাছ
Ο ঘ) 
চিতল মাছ

  সঠিক উত্তর: (খ)

১৫.
প্রথম দিন নৌকায় কোন রঙের পাল খাটানোর কথা বলা হয়েছিল?
Ο ক) 
বেগুনি
Ο খ) 
বাদামি
Ο গ) 
লাল
Ο ঘ) 
হলুদ

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
কানাইয়ের হাতের রুপোর সিকিটি ছিল-
Ο ক) 
ঘষামাজা
Ο খ) 
বিবর্ণ
Ο গ) 
ধূসর
Ο ঘ) 
চকচকে

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
‘নদীর স্বপ্ন’ কবিতাটিতে মোট কতটি রঙের উল্লেখ রয়েছে?
Ο ক) 
৫টি
Ο খ) 
৬টি
Ο গ) 
৭টি
Ο ঘ) 
৮টি

  সঠিক উত্তর: (ক)

১৮.
মাঝি গান ধরলে তাল দেবে কে?
Ο ক) 
কানাই
Ο খ) 
জলের শব্দ
Ο গ) 
ছোকানু
Ο ঘ) 
নরম হাওয়া

  সঠিক উত্তর: (খ)

১৯.
বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম কী?
Ο ক) 
কল্লোল
Ο খ) 
কবিতা
Ο গ) 
নবযুগ
Ο ঘ) 
 ধূমকেতু

  সঠিক উত্তর: (খ)

২০.
বুদ্ধদেব বসু সংশ্লিষ্ট পত্রিকা-
i. প্রগতি
ii. কবিতা
iii. সমকাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২১.
গরম ভাত ও ইলিশ ভাজা খাওয়ার সময় ছোকানুকে কল্পনা করা হয়েছে-
Ο ক) 
আকাশের রানি
Ο খ) 
নক্ষত্রের রানি
Ο গ) 
পরীর রানি
Ο ঘ) 
মাছের রানি

  সঠিক উত্তর: (ক)

২২.
“শুয়ে শুয়ে দেখি -” শূন্যস্থানে হবে-
Ο ক) 
অবাক আকাশ
Ο খ) 
অবাক পৃথিবী
Ο গ) 
অবাক দুনিয়া
Ο ঘ) 
অবাক সাগর

  সঠিক উত্তর: (ক)

২৩.
বুদ্ধেদের বসু কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
কলকাতা
Ο গ) 
বিশ্বভারতী
Ο ঘ) 
যাদবপুর

  সঠিক উত্তর: (ক)

২৪.
‘নদীর স্বপ্ন’ কবিতার সঙ্গে সম্পৃক্ত নয় কে?
Ο ক) 
ছোকানু
Ο খ) 
কানাই
Ο গ) 
দাদা
Ο ঘ) 
মাঝি

  সঠিক উত্তর: (গ)

২৫.
কার চোখে ঘুম ঢুলে আসে?
Ο ক) 
কানাইয়ের
Ο খ) 
ছোকানুর
Ο গ) 
মাঝির
Ο ঘ) 
মায়ের

  সঠিক উত্তর: (খ)

২৬.
বুদ্ধদেব বসু ও অজিত দত্তের সম্পাদনায় প্রকাশিত ‘প্রগতি’ একটি-
Ο ক) 
মাসিক পত্রিকা
Ο খ) 
কাব্যগ্রন্ত
Ο গ) 
গল্পগ্রন্থ
Ο ঘ) 
দেয়াল পত্রিকা

  সঠিক উত্তর: (ক)

২৭.
শেষ পর্যায়ে কানািই মাঝিকে কী সম্বোধন করে নৌকায় তুলতে অনুরোধ করেছে?
Ο ক) 
লক্ষ্মী
Ο খ) 
ভাইয়া
Ο গ) 
সোনাভাই
Ο ঘ) 
দাদাভাই

  সঠিক উত্তর: (ক)

২৮.
একই সাথে দুরন্ত ও দায়িত্বমীল কারও নাম বলতে বললে তুমি বলবে-
i. নগেনের কথা
ii. বিধুর কথা
iii. কানাইয়ের কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২৯.
“কোথায় চলেছো? এদিকে এসো না!” কাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে?
Ο ক) 
কানাইকে
Ο খ) 
জেলেকে
Ο গ) 
ছোকানুকে
Ο ঘ) 
মাঝিকে

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
‘নদীর স্বপ্ন’ কবিতায় সিকি ছাড়াও আনি আছে কার কাছে?
Ο ক) 
কানাইয়ের
Ο খ) 
মাঝির
Ο গ) 
জেলের
Ο ঘ) 
ছোকানুর

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
‘নদীর স্বপ্ন’ কবিতায় যে যে রঙের পালের কথা রয়েছে-
i. সবুজ, নীল
ii. বেগুনি, বাদামি
iii. লাল, হলুদে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩২.
বুদ্ধদেব বসু কয়টি পেশা গ্রহণ করেছিলেন?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ক)

৩৩.
কোথায় চলেছো? এদিকে এসো না!
দুটো কথা শোনো দিকি,
চরণটিতে প্রকাশ পেয়েছে-
Ο ক) 
আদেশ
Ο খ) 
নির্দেশ
Ο গ) 
অনুরোধ
Ο ঘ) 
অনুনয়

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
‘নদীর স্বপ্ন’ কবিতায় সোনা হয়ে জ্বলে-
Ο ক) 
পদ্মার জল
Ο খ) 
মায়াবী মানিক
Ο গ) 
আলোর মানিক
Ο ঘ) 
সকাল শিশির

  সঠিক উত্তর: (ক)

৩৫.
মাঝিকে কার বকুনি খেতে হবে না বলে কানাই আশ্বস্ত করছে?
Ο ক) 
বাবার
Ο খ) 
মায়ের
Ο গ) 
বোনের
Ο ঘ) 
দাদার

  সঠিক উত্তর: (ক)

৩৬.
‘নদীর স্বপ্ন’ কবিতায় কয়টি রঙের পালের কথা উল্লেখ করা হয়েছে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (গ)

৩৭.
কোন বানানটি ঠিক?
Ο ক) 
স্বন্ধ্যা
Ο খ) 
সন্ধ্যা
Ο গ) 
সন্ধা
Ο ঘ) 
সন্ধ্যে

  সঠিক উত্তর: (খ)

৩৮.
লুকিয়ে নৌকা ভ্রমণের অপরাধ মাথা পেতে নেবে কে?
Ο ক) 
কানাই
Ο খ) 
ছোকানু মাঝি
Ο গ) 
জেলে
Ο ঘ) 
1

  সঠিক উত্তর:

৩৯.
কানাই কখন মাঝিকে পাল নামাতে বলেছে?
Ο ক) 
দুপুরে
Ο খ) 
বিকালে
Ο গ) 
সন্ধ্যায়
Ο ঘ) 
রাতে

  সঠিক উত্তর: (গ)

৪০.
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুদ্ধদেব বসু কোন বিভাগে পড়াশোনা করেন?
Ο ক) 
বাংলা
Ο খ) 
ইংরেজি
Ο গ) 
দর্শন
Ο ঘ) 
আইন

  সঠিক উত্তর: (খ)

৪১.
গান গাওয়া শেষ হলে কানাই মাঝিকে কী বলতে বলেছে?
Ο ক) 
ছড়া
Ο খ) 
কবিতা
Ο গ) 
লোককাহিনি
Ο ঘ) 
গল্প

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
বাবার বকুনি কে একা মাথা পেতে নেবে?
Ο ক) 
ছোকানু
Ο খ) 
দিদি
Ο গ) 
কানাই
Ο ঘ) 
বাবা

  সঠিক উত্তর: (গ)

৪৩.
‘নদীর স্বপ্ন’ কবিতায় ব্যবহৃত শব্দগুলো হলো-
i. ঝলমল
ii. ছলছল
iii. ঝুপঝুপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
কানাই কার বকুনির ভয় পায়?
Ο ক) 
মায়ের
Ο খ) 
বাবার
Ο গ) 
দিদির
Ο ঘ) 
দাদার

  সঠিক উত্তর: (খ)

৪৫.
‘নদীর স্বপ্ন’ কবিতায় ব্যবহৃত নদীর নামগুলো হচ্ছে-
i. পদ্মা
ii. মেঘনা
iii. শোন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
কানাই বিভিন্ন সময়ে মাঝিকে� যে রঙের পাল তুলতে অনুরোধ করে-
i. হলুদে
ii. বেগুনি
iii. লাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
কানাই কল্পনায় ছোকানুকে কী ভেবেছিল?
Ο ক) 
পদ্মার রানি
Ο খ) 
আকাশের রানি
Ο গ) 
নৌকার রানি
Ο ঘ) 
দেশের রানি

  সঠিক উত্তর: (খ)

৪৮.
কোন কবিতায় দেশের প্রকৃতির প্রতি আকর্ষণ তথা পারিবারিক স্নেহকাতরতা ফুটে উঠেছে?
Ο ক) 
কল্লোল
Ο খ) 
কবিতা পত্রিকা
Ο গ) 
নবযুগ
Ο ঘ) 
ধূমকেতু

  সঠিক উত্তর: (খ)

৪৯.
কানাইরা কয় ভাই বোন?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
এক

  সঠিক উত্তর: (খ)

৫০.
বুদ্ধদেব বসু কোথায় মুত্যুবরণ করেন?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
কলকাতা
Ο গ) 
কুমিল্লা
Ο ঘ) 
বিক্রমপুর

  সঠিক উত্তর: (খ)

৫১.
রবীন্দ্র কাব্যরীতির বাইরে স্বতন্ত্র কাব্যধারার প্রতিষ্ঠাতাদের অন্যতম কে?
Ο ক) 
কামিনীয় রায়
Ο খ) 
সত্যেন্দ্রনাথ দত্ত
Ο গ) 
বুদ্ধদেব বসু
Ο ঘ) 
সুফিয়া কামাল

  সঠিক উত্তর: (গ)

৫২.
চিত্তবিনোদনের জন্য মাঝিকে যা পরিবেশন করতে অনুরোধ জানায় কানাই-
i. গান
ii. কবিতা
iii. গল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৫৩.
মাঝি গান ধরলে তাল দেবে কে?
Ο ক) 
কানাই
Ο খ) 
জলের শব্দ
Ο গ) 
জলের ঢেউ
Ο ঘ) 
ছোকানু

  সঠিক উত্তর: (ক)

৫৪.
‘নদীর স্বপ্ন’ কবিতাটি কার জবানিতে লিখিত?
Ο ক) 
কানাই-এর
Ο খ) 
ছোকানুর
Ο গ) 
কবির
Ο ঘ) 
মাঝির

  সঠিক উত্তর: (ক)

৫৫.
‘নদীর স্বপ্ন’ কবিতাটি লিখেছেন-
Ο ক) 
জীবনানন্দ দাশ
Ο খ) 
প্রতিভা বসু
Ο গ) 
জসীমউদ্‌দীন
Ο ঘ) 
বুদ্ধদেব বসু

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
দুপুরের রোদ লেগে ঝলমল করে ওঠে কোনটি?
Ο ক) 
রুপোলি ইলিশ
Ο খ) 
নদীর জল
Ο গ) 
মস্ত আকাশ
Ο ঘ) 
নৌকার পাল

  সঠিক উত্তর: (খ)

৫৭.
দিন শেষে সূর্য লুকালে পদ্মার জল কী হয়ে জ্বলে?
Ο ক) 
সোনা
Ο খ) 
রূপা
Ο গ) 
উজ্জ্বল
Ο ঘ) 
তামাটে

  সঠিক উত্তর: (ক)

৫৮.
রান্নার কারসাজি দেখাবে-
Ο ক) 
কানাই
Ο খ) 
মাঝি
Ο গ) 
জেলে
Ο ঘ) 
ছোকানু

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
‘নদীর স্বপ্ন’ কবিতাটি শুরু হয়েছে-
Ο ক) 
প্রশ্নের মাধ্যমে
Ο খ) 
উত্তরের মাধ্যমে
Ο গ) 
প্রশ্নোত্তরের মাধ্যমে
Ο ঘ) 
সমাপ্তির মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

৬০.
বুদ্ধদেব বসুর প্রতিভা প্রকাশিত হয়েছে এইসব সাহিত্যাঙ্গিকে-
i. ছড়া ও কবিতা
ii. উপন্যাস ও ছোটগল্প
iii. নাটক ও প্রবন্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
কানাই ও তার বোন তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় কীভাবে?
Ο ক) 
পড়াশোনা করে
Ο খ) 
নৌভ্রমণ করে
Ο গ) 
স্কুলে গিয়ে
Ο ঘ) 
ধনী হয়ে

  সঠিক উত্তর: (খ)

৬২.
কানাইয়ের হাতের সিকিটির বৈশিষ্ট্য ছিল নিম্নরূপ-
i. চকচকে
ii. ছোট আকারের
iii. ঘষামাজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬৩.
কানােইয়ের দৃষ্টিতে পৃথিবীর সব নীল রং জড়ো হয়েছে কোথায়?
Ο ক) 
নৌকার পালে
Ο খ) 
অবাক আকাশে
Ο গ) 
পাখির ঝাঁকে
Ο ঘ) 
নদীর বুকে

  সঠিক উত্তর: (খ)

৬৪.
কানাই আর ছোকানু সম্পর্কে কী হয়?
Ο ক) 
প্রতিবেশী
Ο খ) 
ভাই-বোন
Ο গ) 
সহপাঠী
Ο ঘ) 
মামা-ভাগ্নী

  সঠিক উত্তর: (খ)

৬৫.
দ্বিতীয় দিন কৌকায় কোন রঙের পাল খাটানোর কথা বলা হয়েছেল?
Ο ক) 
বাদামি
Ο খ) 
বেগুরি
Ο গ) 
লাল
Ο ঘ) 
হলুদ

  সঠিক উত্তর: (খ)

৬৬.
কানাই মাঝিকে নৌকায় তুলে নেবার জন্য মোট কয় আনা দিতে চেয়েছে?
Ο ক) 
সিকি
Ο খ) 
দুই আনি
Ο গ) 
তিন আনি
Ο ঘ) 
চার আনি

  সঠিক উত্তর: (খ)

৬৭.
বুদ্ধদেব বসুর পৈতৃক নিবাস কোথায়?
Ο ক) 
পশ্চিমবঙ্গে
Ο খ) 
বিক্রমপুরে
Ο গ) 
ফরিদপুরে
Ο ঘ) 
ঢাকায়

  সঠিক উত্তর: (খ)

৬৮.
কানাইয়ের দিদি কোথায় গেছে?
Ο ক) 
ঘাটে
Ο খ) 
স্কুলে
Ο গ) 
কলেজে
Ο ঘ) 
বাজারে

  সঠিক উত্তর: (খ)

৬৯.
‘নদীর স্বপ্ন’ কবিতায় পদ্মার রাজা কে?
Ο ক) 
কানাই
Ο খ) 
ছোকানু
Ο গ) 
মাঝি
Ο ঘ) 
কবি

  সঠিক উত্তর: (ক)

৭০.
বুদ্ধদেব বসুর জন্মস্থান কোথায়?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
বরিশাল
Ο গ) 
কুমিল্লা
Ο ঘ) 
চট্টগ্রাম

  সঠিক উত্তর: (গ)

৭১.
কানাই নিজেকে ও ছোকানুকে নৌকায় তুলে নেওয়ার জন্যে মাঝিকে মোট কয় আনি দিতে চেয়েছিল?
Ο ক) 
দুই
Ο খ) 
চার
Ο গ) 
পাঁচ
Ο ঘ) 
ছয়

  সঠিক উত্তর: (ঘ)

৭২.
‘নদীর স্বপ্ন’ কবিতায় ব্যবহৃত রঙ-
i. বেগুনি, বাদামি
ii. লাল, হলুদ
iii. নীল, রূপালি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
কী দেখে কানাইয়ের চোখ ঝলসে ওঠে?
Ο ক) 
নীল আকাশ
Ο খ) 
উড়ন্ত পাখি
Ο গ) 
রান্নার কারসাজি
Ο ঘ) 
রুপালি ইলিশ

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
কী দেখে কানাইয়ের চোখ ঝলসায়?
Ο ক) 
সূর্যের আলো
Ο খ) 
রঙিন পাল
Ο গ) 
নদীর স্রোত
Ο ঘ) 
রুপোলি ইলিশ

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
‘প্রগতি’ পত্রিকা বের হতো ঢাকার-
Ο ক) 
পুরানা পল্টন থেকে
Ο খ) 
বাংলাবাজার থেকে
Ο গ) 
বকশিবাজার থেকে
Ο ঘ) 
আগামসি লেন থেকে

  সঠিক উত্তর: (ক)

৭৬.
কাল নৌকায় কোন রঙের� পাল খাটানোর কথা বলা হয়েছিল?
Ο ক) 
হলুদ
Ο খ) 
লাল
Ο গ) 
বাদামি
Ο ঘ) 
বেগুনি

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
রবীন্দ্রপ্রভাব মুক্ত কবি নিচের কোন জন?
Ο ক) 
করুণা নিধান বন্দ্যোপাধ্যাায়
Ο খ) 
বুদ্ধদেব বসু
Ο গ) 
কালিদাস রায়
Ο ঘ) 
বুদ্ধদেব গুহ

  সঠিক উত্তর: (খ)

৭৮.
দিন শেষে সূর্য কোথায় লুকায়?
Ο ক) 
মেঘের আড়ালে
Ο খ) 
অন্ধকারে
Ο গ) 
জলের তলার ঘরে
Ο ঘ) 
গাছ গাছালির আড়ালে

  সঠিক উত্তর: (গ)

৭৯.
কানাই মাঝিকে প্রথমে কোন নদীতে যেতে বলে?
Ο ক) 
মেঘনা
Ο খ) 
পদ্মা
Ο গ) 
তিস্তা
Ο ঘ) 
যমুনা

  সঠিক উত্তর: (খ)

৮০.
ছোকানু কার বোন?
Ο ক) 
কানাইয়ের
Ο খ) 
মাঝির
Ο গ) 
জেলের
Ο ঘ) 
অচেনা লোকের

  সঠিক উত্তর: (ক)

৮১.
যে যে নদী বেড়ানোর আগ্রহ প্রকাশ করেছে কানাই-
i. পদ্মা
ii. মেঘনা
iii. শোন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
কানাই সবশেষে মাঝিকে কোন রঙের পাল তোলার কথা বলেছে?
Ο ক) 
লাল
Ο খ) 
সাদা
Ο গ) 
নীল
Ο ঘ) 
হলুদ

  সঠিক উত্তর: (ক)

৮৩.
‘নদীর স্বপ্ন’ কবিতাটিতে মোট কতটি রঙের উল্লেখ রয়েছে?
Ο ক) 
পাঁচটি
Ο খ) 
ছয়টি
Ο গ) 
সাতটি
Ο ঘ) 
আটটি

  সঠিক উত্তর: (গ)

৮৪.
কিশোর হালকা নরম হওয়ায় মাঝিকে কোন রঙের পাল তুলে দিতে বলল?
Ο ক) 
কালো
Ο খ) 
লাল
Ο গ) 
বেগুনি
Ο ঘ) 
হালদে

  সঠিক উত্তর: (খ)

৮৫.
‘নদীর স্বপ্ন’ কবিতায় কানাই নৌভ্রমণ করেছে-
i. কল্পনায়
ii. বাস্তবে
iii. ভাবনার জগতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮৬.
কানাইয়ের দেয়া রুপোর সিকিগুলির বৈশিষ্ট্য-
i. ছোটো
ii. চকচকে
iii. নতুন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
ছোকানুর কাছে আনি আছে-
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নর উত্তর দাও:
পৃথিবীর জনসংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলছে। এ বাড়তি জনসংখ্যার জন্য প্রতিনিয়ত কমছে আবাদি জমি, বন, জঙ্গল। ফলে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা, ঘটছে পরিবেশ বিপর্যয়। বিষয়টি উপলব্ধি করে মফিজ খাঁ এবং আমিনা বেগম বৃক্ষমেলা থেকে প্রচুর চারা কিনে এনে এলাকার শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ অভিযান শুরু করেন।
৮৮.
উদ্দীপকে বর্ণিত বাড়তি জনসংখ্যার ফলে সৃষ্ট সমস্যাটি ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কোন অবস্থাকে নির্দেশ করে?
Ο ক) 
ফুল-ফলশূন্য পৃথিবী
Ο খ) 
বৃক্ষ-শূন্য পৃথিবী
Ο গ) 
নির্বিচারে বৃক্ষ নিধন
Ο ঘ) 
বৃক্ষের সমারোহ সৃষ্টি

  সঠিক উত্তর: (গ)

৮৯.
এ অবস্তা থেকে মুক্তির জন্য ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় যে নির্দেশনা রয়েছে তা হলো-
i. লাগাও গাছ, বাঁচাও দেশ
ii. বৃক্ষ মাটির মুক্তিদাতা
iii. চারিদিকে সবুজের সমারোহ সৃষ্টি হোক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...