NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র গদ্য: বাংলা নববর্ষ


জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
গদ্য: বাংলা নববর্ষ


১.
‘বৈসাবী’ কোন অঞ্চলের উৎসব?
Ο ক) 
পাহাড়ি
Ο খ) 
সমতল
Ο গ) 
গাঁয়ের
Ο ঘ) 
শহরের

  সঠিক উত্তর: (ক)

২.
নববর্ষ উদ্‌যাপনে বাধা বাঙালির কিসের ওপর আঘাত এনেছিল?
Ο ক) 
অর্থনীতির
Ο খ) 
সংস্কৃতির
Ο গ) 
রাজনীতির
Ο ঘ) 
সমাজের

  সঠিক উত্তর: (খ)

৩.
চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত খেলাটির নাম কী?
Ο ক) 
বলীখেলা
Ο খ) 
হা-ডু-ডু
Ο গ) 
গরুর দৌড়
Ο ঘ) 
ষাঁড়ের লড়াই

  সঠিক উত্তর: (ক)

৪.
বাংলা নববর্ষ উৎসব উদযাপিত হয়-
i. দু:খ ভারাক্রান্ত হৃদয়ে
ii. অনেক প্রাণের আবেগে
iii. গভীর ভালোবাসায় উদ্দীপ্ত হয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫.
পূর্বে মানুষের জীবনযাত্রা ছিল-
Ο ক) 
গতিশীল
Ο খ) 
আধুনিক
Ο গ) 
স্থবির
Ο ঘ) 
স্বয়ংক্রিয়

  সঠিক উত্তর: (গ)

৬.
‘পুণ্যাহ’ অনুষ্ঠানটি উঠে যাওয়ার কারণ কী?
Ο ক) 
জমিদারি উঠে যাওয়ায়
Ο খ) 
মানুষের হাতে পয়সা থাকায়
Ο গ) 
বাকিতে বিকিকিনি না হওয়ায়
Ο ঘ) 
মানুষ পুণ্যাহ বিমুখ হওয়ায়

  সঠিক উত্তর: (ক)

৭.
‘ইলাহি সন’ কে প্রবর্তন করেন?
Ο ক) 
সম্রাট আকবর
Ο খ) 
জমিদার
Ο গ) 
বাঙালি
Ο ঘ) 
ছায়ানট

  সঠিক উত্তর: (ক)

৮.
‘বৈসাবি’ নামক নববর্ষের উৎসব পালন করে কারা?
Ο ক) 
আদিবাসীরা
Ο খ) 
হিন্দুরা
Ο গ) 
দলিতরা
Ο ঘ) 
কাহারগণ

  সঠিক উত্তর: (ক)

৯.
কোন সম্রাটের সময় বাংলা সন চালু হয়?
Ο ক) 
সম্রাট আকবর
Ο খ) 
সম্রাট বাবর
Ο গ) 
সম্রাট জাহাঙ্গীর
Ο ঘ) 
সম্রাট শাজাহান

  সঠিক উত্তর: (ক)

১০.
ছায়ানট কোথায় সর্বপ্রথম নববর্ষের উৎসব পালন করে?
Ο ক) 
রমনার প্রবেশদ্বারে
Ο খ) 
রহমনার পুকুড়পারে
Ο গ) 
রমনার পাকুড়মূলে
Ο ঘ) 
রমনার গাছতলায়

  সঠিক উত্তর: (গ)

১১.
বৈশাখের প্রথম� দিনে সংঘটিত খেলাগুলো কোন বৈশিষ্ট্যের?
Ο ক) 
মাসিক
Ο খ) 
ত্রৈমাসিক
Ο গ) 
ষান্মাসিক
Ο ঘ) 
বার্ষিক

  সঠিক উত্তর: (ঘ)

১২.
বাংলা সনের প্রথম মাস হলো-
Ο ক) 
বৈশাখ
Ο খ) 
জ্যৈষ্ঠ
Ο গ) 
ফাল্গুন
Ο ঘ) 
চৈত্র

  সঠিক উত্তর: (ক)

১৩.
েআমানির জন্য এক হাঁড়ি পানিতে ছাড়তে হয়-
Ο ক) 
অপক্ব চাল
Ο খ) 
অপক্ব ডাল
Ο গ) 
অর্ধপক্ব চাল
Ο ঘ) 
অর্ধপক্ব সকল

  সঠিক উত্তর: (ক)

১৪.
‘বলী খেলা’ নববর্ষের কী ধরনের অনুষ্ঠান?
Ο ক) 
মাঙ্গলিক
Ο খ) 
আঞ্চলিক
Ο গ) 
সর্ববৃহৎ
Ο ঘ) 
সার্বজনীন

  সঠিক উত্তর: (খ)

১৫.
নিচে কোন প্রতীকটিতে আবহমান বাঙালিত্বের পরিচয় ফুটে ওঠে?
Ο ক) 
মুখোশ পরিধান করা
Ο খ) 
মুখে রুমাল ধরে রাখা
Ο গ) 
গলায় গুড়ি বেঁধে রাখা
Ο ঘ) 
মাথায় পাগড়ি পরায়

  সঠিক উত্তর: (ক)

১৬.
‘আমানি অনুষ্ঠানটি প্রধানত কাদে পারিবারিক অনুষ্ঠান?
Ο ক) 
ব্যবসায়ীদের
Ο খ) 
জমিদারদের
Ο গ) 
কৃষকদের
Ο ঘ) 
নবাবদের

  সঠিক উত্তর: (গ)

১৭.
বাংলা সন চালু করা হয় কোন সালে?
Ο ক) 
১৫৫৬
Ο খ) 
১৫৬১
Ο গ) 
১৯৫৪
Ο ঘ) 
১৯৬৭

  সঠিক উত্তর: (ক)

১৮.
পরাধীন বাংলায় সবচেয়ে সুসংগঠিতভাবে নববর্ষ পালনে উদ্যোগ গ্রহণ করে কোন প্রতিষ্ঠান?
Ο ক) 
বাংলাদেশ বেতার
Ο খ) 
বিটিভি
Ο গ) 
সাংস্কৃতিক জোট
Ο ঘ) 
ছায়ানট

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
হালখাতা অনুষ্ঠানটি কারা করেন?
Ο ক) 
ব্যবসায়ী
Ο খ) 
জমিদার
Ο গ) 
কৃষক
Ο ঘ) 
প্রজা

  সঠিক উত্তর: (ক)

২০.
বৈসাবি হচ্ছে-
i. বৈসুব
ii. সাংগ্রাই
iii. বিজু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১.
কখন থেকে নববর্ষ উৎসব ব্যাপকভাবে পালিত হয়?
Ο ক) 
স্বাধীনতার পর
Ο খ) 
ভাষা আন্দোলনের পর
Ο গ) 
উৎসব উপলক্ষে
Ο ঘ) 
ভাষা প্রীতির কারণে

  সঠিক উত্তর: (ক)

২২.
নববর্ষের ‘পূন্যাহ’ অনুষ্ঠানটি কাদের জন্য আয়োজিত হতো?
Ο ক) 
নবাব
Ο খ) 
জমিদার
Ο গ) 
প্রজা
Ο ঘ) 
ব্যবসায়ী

  সঠিক উত্তর: (গ)

২৩.
পয়লা বৈশাখের দিনটি যে মর্যাদায় প্রতিষ্ঠিত-
i. আনন্দ-উচ্ছ্বাসের দিন
ii. মানুষের জন্য মঙ্গল কামনার দিন
iii. শুধু নিজের জন্য প্রার্থনার দিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৪.
‘ছায়ানট’ কী ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) 
রাজনৈতিক
Ο খ) 
অর্থনৈতিক
Ο গ) 
সামাজিক
Ο ঘ) 
সাংস্কৃতিক

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
১৯৫৪-তে সরকার গঠন করে-
Ο ক) 
যুক্তফ্রন্ট
Ο খ) 
মুসলিম লীগ
Ο গ) 
খেলাফত মজলিস
Ο ঘ) 
বাম মোর্চা

  সঠিক উত্তর: (ক)

২৬.
গণসংগীত গ্রন্থটির লেখক কে?
Ο ক) 
শামসুজ্জামান খান
Ο খ) 
হাশেম খান
Ο গ) 
যতীন সরকার
Ο ঘ) 
হুমায়ুন আজাদ

  সঠিক উত্তর: (ক)

২৭.
‘ঢাকাই রঙ্গরসিকতা’ শামসুজ্জামান খানের কী ধরনের গ্রন্থ?
Ο ক) 
রম্য-রচনা
Ο খ) 
রসাত্ক গবেষণা
Ο গ) 
শিক্ষামূলক প্রবন্ধ
Ο ঘ) 
ইতিহাস

  সঠিক উত্তর: (ক)

২৮.
বাংলা নববর্ষ কাদের প্রধান জাতীয় উৎসব?
Ο ক) 
বাঙালিদের
Ο খ) 
ভারতীয়দের
Ο গ) 
পাকিস্তানিদের
Ο ঘ) 
মুঘলদের

  সঠিক উত্তর: (ক)

২৯.
কোনটি বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানগুলোর একটি?
Ο ক) 
বৈশাখি মেলা
Ο খ) 
ঘোড়দৌড়
Ο গ) 
মোরগ লড়াই
Ο ঘ) 
লাঠি খেলা

  সঠিক উত্তর: (ক)

৩০.
শাসসুজ্জামন খানের মায়ের নাম কী?
Ο ক) 
শামসুন্নাহার খানম
Ο খ) 
ফয়জুন্নেসা চৌধুরী
Ο গ) 
দিলারা জামান
Ο ঘ) 
আইনুন নাহার খানম

  সঠিক উত্তর: (ক)

৩১.
নিচের কোনটি কৃষি পরিবারের পারিবারিক অনুষ্ঠান?
Ο ক) 
হালখাতা
Ο খ) 
আমানি
Ο গ) 
বৈসুব
Ο ঘ) 
বিজু

  সঠিক উত্তর: (খ)

৩২.
শেরে বাংলা এ. কে. ফজলুল হক ১৯৫৪ সালের পূর্ব বাংলা যুক্তফ্রণ্ট সরকারের কী ছিলেন?
Ο ক) 
মুখ্যন্ত্রী
Ο খ) 
প্রতিমন্ত্রী
Ο গ) 
অর্থমন্ত্রী
Ο ঘ) 
পাটমন্ত্রী

  সঠিক উত্তর: (ক)

৩৩.
শামসুজ্জামান খান তাঁর বিপুল কর্মজগতের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হন-
i. একুশে পদকে
ii. বাংলা একাডেমি পুরস্কারে
iii. কালুশাহ পুরস্কারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
বাংলা নববর্ষ উদ্‌যাপনের ইতিহাস কোন প্রক্রিয়ার সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত?
i. বাঙালির আমিত্ববোধ ও সংকীর্ণতা
ii. বাঙালি জাতীয়তাবাদ
iii. বাঙালি জাতিসত্তা গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩৫.
নিচের কোনটি সকল দেশের, সকল জাতির আনন্দ উৎসবের দিন?
Ο ক) 
নববর্ষ
Ο খ) 
হালখাতা
Ο গ) 
পুণ্যাহ
Ο ঘ) 
বৈশাখি মেলা

  সঠিক উত্তর: (ক)

৩৬.
নেকমরদের মেলা কোন জেলায় অবসিথত?
Ο ক) 
মানিকগঞ্জ
Ο খ) 
রংপুর
Ο গ) 
ঠাকুরগাঁও
Ο ঘ) 
দিনাজপুর

  সঠিক উত্তর: (গ)

৩৭.
পাকিস্তান সরকার বাঙালিদের যে স্বাধীনতা হরণ করেছিল-
i. রাজনৈতিক
ii. সাংস্কৃতিক
iii. অর্থনৈতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে কোন অনুষ্ঠান জৌলুস হারিয়েছে?
Ο ক) 
পুণ্যাহ
Ο খ) 
হালখাতা
Ο গ) 
মেলা
Ο ঘ) 
আমানি

  সঠিক উত্তর: (গ)

৩৯.
‘সন’ কথাটি কোন ভাষার শব্দ?
Ο ক) 
ফারসি
Ο খ) 
আরবি
Ο গ) 
উর্দু
Ο ঘ) 
হিন্দি

  সঠিক উত্তর: (খ)

৪০.
কীর্তন হচ্ছে-
i. গুণ বর্ণনা
ii. সংকীর্তন
iii. দেব-দেবীর মহিমা প্রচারমূলক সংগীত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
কোন আমলে বাঙালিকে নববর্ষের উৎসব পালন করতে দেয়া হয় নি?
Ο ক) 
ব্রিটিশ আমলে
Ο খ) 
মুঘল আমলে
Ο গ) 
পাকিস্তান আমলে
Ο ঘ) 
হিন্দুশাসন আমলে

  সঠিক উত্তর: (গ)

৪২.
‘বৈসাবী’ উৎসবটি যে উৎসবগুলোর সমন্বয়ে গঠিত-
i. বৈসুব
ii. সাংগ্রাই
iii. বিজু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
বাংলাদেশে কীভাবে নববর্ষ উদযাপিত হয়?
Ο ক) 
ঘোষণা দিয়ে
Ο খ) 
শোকের সঙ্গে
Ο গ) 
অনুতাপের সাথে
Ο ঘ) 
মহা ধুমধামের সাথে

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতিসত্তা গঠনের সঙ্গে যুক্ত হয়ে যায় কোনটি?
Ο ক) 
বাংলা নববর্ষ
Ο খ) 
লোকসাহিত্য
Ο গ) 
নবান্ন উৎসব
Ο ঘ) 
গণসংগীত

  সঠিক উত্তর: (ক)

৪৫.
পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান ছিল কোনটি?
Ο ক) 
পুণ্যাহ
Ο খ) 
কাজনা আদায়
Ο গ) 
গৃহ পূজা
Ο ঘ) 
হালখাতা

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
সবচেয়ে প্রাচীন বৈশাখী মেলা কোথায় বসে?
Ο ক) 
ঠাকুরগাঁও জেলায়
Ο খ) 
দিনাজপুর জেলায়
Ο গ) 
ঢাকা জেলায়
Ο ঘ) 
ময়মনসিংহ জেলায়

  সঠিক উত্তর: (ক)

৪৭.
ছায়ানট কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) 
১৯৫২
Ο খ) 
১৯৫৪
Ο গ) 
১৯৬১
Ο ঘ) 
১৯৬৭

  সঠিক উত্তর: (গ)

৪৮.
নবান্ন উৎসব বাংলা কোন মাসে হয়ে থাকে?
Ο ক) 
বৈশাখ
Ο খ) 
আশ্বিন
Ο গ) 
কার্তিক
Ο ঘ) 
ফাল্গুন

  সঠিক উত্তর: (গ)

৪৯.
বাংলাদেশে বাংলা নববর্ষের উৎসবে অংশগ্রহণের অধিকার আছে-
Ο ক) 
বাঙালি হিন্দুর
Ο খ) 
বাঙালি মুসলমানের
Ο গ) 
মধ্যবিত্ত বাঙালির
Ο ঘ) 
সমস্ত বাঙালির

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
সাল কথাটি কোন ভাষা থেকে এসেছে?
Ο ক) 
আরবি
Ο খ) 
বাংলা
Ο গ) 
ফারসি
Ο ঘ) 
উর্দু

  সঠিক উত্তর: (গ)

৫১.
হালখাতা অনুষ্ঠানে মিষ্টি মুখ করানো হতো কাদের?
Ο ক) 
প্রজাদের
Ο খ) 
মহাজনদের
Ο গ) 
দেনাদারদের
Ο ঘ) 
খরিদ্দারদের

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
কোনটি নববর্ষের একটি প্রাচীন আঞ্চলিক মাঙ্গলিক অনুষ্ঠান?
Ο ক) 
আমানি
Ο খ) 
পুণ্যাহ
Ο গ) 
ঘোড়দৌড়
Ο ঘ) 
বলী খেলা

  সঠিক উত্তর: (ক)

৫৩.
নববর্ষের প্রাচীন মাঙ্গলিক অনুষ্ঠান কোনটি?
Ο ক) 
কীর্তন
Ο খ) 
আমানি
Ο গ) 
হালখাতা
Ο ঘ) 
মঙ্গল শোভাযাত্রা

  সঠিক উত্তর: (খ)

৫৪.
চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত খেলাটির নাম কী?
Ο ক) 
বলীখেলা
Ο খ) 
হা-ডু-ডু
Ο গ) 
গরুর দৌড়
Ο ঘ) 
ষাঁড়ের লড়াই

  সঠিক উত্তর: (ক)

৫৫.
মহামুনির বৌদ্ধপুর্ণিমা মেলঅ কোথায় বসে?
Ο ক) 
চট্টগ্রামে
Ο খ) 
সিলেটে
Ο গ) 
বরিশালে
Ο ঘ) 
কুড়িগ্রামে

  সঠিক উত্তর: (ক)

৫৬.
চট্টগ্রাম ছাড়াও আর কোথায় বলী খেলার প্রচলন দেখা যায়?
Ο ক) 
সিলেট
Ο খ) 
কক্সবাজার
Ο গ) 
কুমিল্লা
Ο ঘ) 
টেকনাফ

  সঠিক উত্তর: (খ)

৫৭.
নববর্ষ উৎসব কাদের জন্য?
Ο ক) 
বাঙালিদের
Ο খ) 
ভারতীয়দের
Ο গ) 
সংখ্যাগরিষ্ঠদের
Ο ঘ) 
সকল মানুষের

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
শামসুজ্জামান খান পেশাগত জীবনে কী কাজ করেন?
Ο ক) 
শিক্ষকতা
Ο খ) 
সাংবাদিকত
Ο গ) 
আইন ব্যবসা
Ο ঘ) 
চিকিৎসা সেবা

  সঠিক উত্তর: (ক)

৫৯.
শামসুজ্জামান খান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
মানিকগঞ্জ
Ο খ) 
কিশোরগঞ্জ
Ο গ) 
সিরাজগঞ্জ
Ο ঘ) 
নারায়ণগঞ্জ

  সঠিক উত্তর: (ক)

৬০.
পয়লা বৈশাখে উৎসবকারীদের পোশাক হচ্ছে-
i. নতুন পাজামা-পাঞ্জাবি
ii. নানা রঙের শাড়ি
iii. লুঙ্গি, ধূতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
আদুনিককালের বর্ষবরণ উৎসবের যেখানে সূচনা হয়-
i. কলকাতায়
ii. বর্ধমানে
iii. শান্তিনিকেতনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬২.
কোন অনুষ্ঠানে ধূপের ধুনা জ্বালানোর রেওয়াজ ছিল?
Ο ক) 
পুণ্যাহ
Ο খ) 
হালখাতা
Ο গ) 
আমানি
Ο ঘ) 
কবিগান

  সঠিক উত্তর: (খ)

৬৩.
নিচের যে বক্তব্য কবিগানের ধারণাকে স্পষ্ট ও পূর্ণাঙ্গ করে-
i. বাংলা গানের বিশেষ ধারা
ii. দেব-দেবীর যশ প্রচারমূলক সংগীত
iii. দুজন গায়কের পালা করে যুক্তি খন্ডনমূলক গান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬৪.
‘সন’ কথাটি কোন ভাষা থেকে এসেছে?
Ο ক) 
সংস্কৃত
Ο খ) 
ফরাসি
Ο গ) 
আরবি
Ο ঘ) 
উর্দু

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
আধুনিককালে নব আঙ্গিকে বর্ষবরণে উৎসবের উদ্যোক্তা কে?
Ο ক) 
মহেন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
দেবেন্দ্রনাথ ঠাকুর
Ο গ) 
সত্যেন্দ্রনাথ দত্ত
Ο ঘ) 
রবীন্দ্রনাথ ঠাকুর

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
সুপরি ও মিষ্টিমুখ করানো হয় কোন অনুষ্ঠানে?
Ο ক) 
পুণ্যাহর সময়
Ο খ) 
বৈশাখী মেলায়
Ο গ) 
পুতুল নাচের সময়
Ο ঘ) 
বাউল গানের অনুষ্ঠানে

  সঠিক উত্তর: (ক)

৬৭.
শামসুজ্জামান খান দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন-
i. লেখক হিসেবে
ii. গণিতবিদ হিসেবে
iii. ফোকালোরবিদ হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬৮.
বৈসাবী যে বর্ণগুলোর সমাহার, তা হচ্ছে-
i. বৈসুব
ii. সাংগ্রাই
iii. বিজু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
চট্টগ্রামের বিখ্যাত বলী খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়?
Ο ক) 
বৌদ্ধ মাঠে
Ο খ) 
টাউন হল মাঠে
Ο গ) 
চট্টগ্রাম কলেজ মাঠে
Ο ঘ) 
লালদিঘি ময়দানে

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
বাংলা নববর্ষ কোন দিন?
Ο ক) 
পয়লা ফাল্গুন
Ο খ) 
পয়লা চৈত্র
Ο গ) 
পয়লা বৈশাখ
Ο ঘ) 
পয়লা ভাদ্র

  সঠিক উত্তর: (গ)

৭১.
‘লোভী ব্রাহ্ম ও তেনালীরাম’ কী ধরনের গ্রন্থ?
Ο ক) 
শিশুতোষ
Ο খ) 
গবেষণাধর্মী
Ο গ) 
নাটক
Ο ঘ) 
কাব্য-উপন্যাস

  সঠিক উত্তর: (ক)

৭২.
বাংলা নববর্ষ উৎসব উদ্‌যাপিত হয়-
i. দু:খভারাক্রান্ত হৃদয়ে
ii. অনেক প্রাণের আবেগে
iii. গভীর ভালোবাসায় উদ্দীপ্ত হয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭৩.
কোন অনুষ্ঠানে মুখোশ ব্যবহৃত হয়?
Ο ক) 
মঙ্গল শোভাযাত্রা
Ο খ) 
হালখাতা
Ο গ) 
বলী খেলা
Ο ঘ) 
আমানি

  সঠিক উত্তর: (ক)

৭৪.
পেশাগত জীবনে শামসুজ্জামান খান মহাপরিচালক ছিলেন-
i. বাংলা একাডেমির
ii. শিল্পকলা একাডেমির
iii. জাতীয় জাদুঘরের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
‘গণসংগীত’ গ্রন্থটির লেখক কে?
Ο ক) 
শামসুজ্জামান খান
Ο খ) 
আবুল মনসুর আহমদ
Ο গ) 
কাজী নজরুল ইসলাম
Ο ঘ) 
সৈয়দ আলী আহসান

  সঠিক উত্তর: (ক)

৭৬.
বাংলা নববর্ষ বাঙালি জাতিসত্তার সঙ্গে যুক্ত। কারণ-
i. এ উৎসব আমাদের সংস্কৃতির অংশ
ii. এ সময় আমরা নতুন কাপড় পরে আনন্দ করি
iii. এটি প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে অর্জিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭৭.
বাংলাদেশে প্রাচীনকালের গ্রাম বাংলার যে মেলাগুলোর অনেক গুরুত্ব ছিল-
i. বৈশাখী মেলা
ii. নেকমরদের মেলা
iii. বার্ষিক মেলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
কোনটির সুস্পষ্ট ইতিহাস এখনও জানা যায় নি?
Ο ক) 
বাংলা সনের
Ο খ) 
বাংলা গদ্যের
Ο গ) 
বাংলা লোকসংগীতের
Ο ঘ) 
বাংলা ভাষার

  সঠিক উত্তর: (ক)

৭৯.
গ্রাম বাংলায় নববর্ষে নানা খেলাধুলার মধ্যে মোরগ লড়াই কোথায় হতো?
Ο ক) 
নড়াইলে
Ο খ) 
ব্রাহ্মণবাড়িয়ায়
Ο গ) 
মানিকগঞ্জে
Ο ঘ) 
কিশোরগঞ্জে

  সঠিক উত্তর: (খ)

৮০.
বাঙালি নববর্ষে একে অন্যকে কী বলে?
Ο ক) 
পয়লা বৈশাখ
Ο খ) 
শুভ হালখাতা
Ο গ) 
বাংলা নববর্ষ
Ο ঘ) 
শুভ নববর্ষ

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
নড়ােইলে নববর্ষে কোন খেলাটি আয়োজিত হয়?
Ο ক) 
গরুর দৌড়
Ο খ) 
ষাঁড়ের লড়াই
Ο গ) 
রিলে দৌড়
Ο ঘ) 
মোরগের লড়াই

  সঠিক উত্তর: (খ)

৮২.
‘যাত্রা’ শব্দটি দ্বারা বোঝায়-
i. দৃশ্য কাব্য
ii. মঞ্চে নাট্যাভিনয়
iii. গুণকীর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:
কবিগান বাংলা সাহিত্যের একটি ক্ষীণ ধারা। কিছু স্বাশিক্ষিত বা অল্পশিক্ষিত সৃষ্টিশীল মানুষের হাতে এই ধারা সৃষ্টি হয়েছে। পয়লা বৈশাখ বা অন্যান্য অনুষ্ঠানে আগে প্রচুর কবিগানের আসর বসত। এতে থাকত কবিদের দুটি দল। একদল প্রশ্ন ছুঁড়ে দিলে, প্রতিপক্ষ কবিতা ও গানের ঢঙে তার জবাব দিত।
৮৩.
উদ্দীপকে বর্শিত কবিগানের শিল্প আসরের সন্ধান বর্তমানে কোন জেলায় পাওয়া যায়?
Ο ক) 
কুমিল্লা
Ο খ) 
মানিকগঞ্জ
Ο গ) 
ফেনী
Ο ঘ) 
শেরপুর

  সঠিক উত্তর: (খ)

৮৪.
কবিগানের ধারাটিকে সাহিত্যের ক্ষীণ ধারা বলা হয়েছে। কারণ-
i. এতে ছন্দমিল অনিয়মিত
ii. এটি খিস্তি-খেউড়যুক্ত
iii. এটি উচ্চতর জীবনবোধসম্পন্ন নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
নববর্ষের বা অন্যান্য আয়োজন উৎসবের দিন মানুষ কবিগান শুনতে আসে-
i. কোনো কারণ ছাড়াই
ii. বিনোদন তৃষ্ণা মিটানোর জন্য
iii. নিজেদের লৌকিক জ্ঞান বাড়ানোর জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...