এস.এস.সি ||
বাংলা ১মপত্র অধ্যায় - ৩০: পদ্য - সাহসী জননী বাংলা |
১. |
যারা আর্যগণের পূর্বে ভারতে বসবাস করতেন তারা কোন নামে পরিচিত? |
Ο ক) |
অনার্য |
Ο খ) |
ব্রাহ্মণ |
Ο গ) |
বাঙালি |
Ο ঘ) |
অসুর |
সঠিক উত্তর: (ক)
২. |
অসুরদের কথা কোথায় বর্ণিত হয়েছে? |
Ο ক) |
হিন্দু পুরাণে |
Ο খ) |
ইতিহাসে |
Ο গ) |
নীতিকথায় |
Ο ঘ) |
দর্শনশাস্ত্রে |
সঠিক উত্তর: (ক)
৩. |
বর্তমানে কামাল চৌধুরী কোথায় নিয়োজিত আছেন? |
Ο ক) |
বেসরকারি প্রতিষ্ঠানে |
Ο খ) |
সরকারি প্রতিষ্ঠানে |
Ο গ) |
কলেজে |
Ο ঘ) |
বিশ্ববিদ্যালয়ে |
সঠিক উত্তর: (খ)
৪. |
আর্যগণ কাদের ঘৃণার চোখে দেখতেন? |
Ο ক) |
অনার্যদের |
Ο খ) |
ইংরেজদের |
Ο গ) |
উপজাতিদের |
Ο ঘ) |
ব্রাহ্মণদের |
সঠিক উত্তর: (ক)
৫. |
‘উদ্বাস্তু’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
শরণার্থী |
Ο খ) |
নিপীড়িত |
Ο গ) |
নির্যাতনকারী |
Ο ঘ) |
অসহায় |
সঠিক উত্তর: (ক)
৬. |
অসুরের সাথে সাদৃশ্য রয়েছে - |
Ο ক) |
মানবিকতার |
Ο খ) |
প্রেমের |
Ο গ) |
সহযোগিতার |
Ο ঘ) |
হিংস্রতার |
সঠিক উত্তর: (ঘ)
৭. |
বাঙালির প্রতিবাদী বৈশিষ্ট্য ফুটে উঠেছে ‘সাহসী জননী বাংলা’ কবিতার নিচের কোন পঙক্তিতে? |
Ο ক) |
সাহসী জননী বাংলা বুকে চাপা মৃতের আগুন |
Ο খ) |
রাত জাগে পাহারায় ... বুড়িগঙ্গা পদ্মা নদীতীর |
Ο গ) |
এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে |
Ο ঘ) |
কিন্তু এ কী ঘটল শেষে কে দেখাল মহা প্রতিরোধ |
সঠিক উত্তর: (গ)
৮. |
কামাল চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন? |
Ο ক) |
রাজশাহী বিশ্ববিদ্যালয় |
Ο খ) |
খুলনা বিশ্ববিদ্যালয় |
Ο গ) |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
Ο ঘ) |
ঢাকা বিশ্ববিদ্যালয় |
সঠিক উত্তর: (ঘ)
৯. |
‘কার্তুজ’ অর্থ কী? |
Ο ক) |
বন্দুক |
Ο খ) |
টোটা |
Ο গ) |
ছুরি |
Ο ঘ) |
চাকু |
সঠিক উত্তর: (খ)
১০. |
মুক্তিযুদ্ধে বাঙালি মাতৃভূমির মুক্তির লক্ষ্যে কী উৎসর্গ করেন? |
Ο ক) |
ভিটেমাটি |
Ο খ) |
নিজ স্বত্তা |
Ο গ) |
সুস্থ জীবন |
Ο ঘ) |
নির্ঘুম রাত্রি |
সঠিক উত্তর: (ঘ)
১১. |
‘নীলকমল’ এর শাব্দিক অর্থ কী? |
Ο ক) |
নীল পাখি |
Ο খ) |
নীল ফুল |
Ο গ) |
নীল পাথর |
Ο ঘ) |
নীলপদ্ম |
সঠিক উত্তর: (ঘ)
১২. |
কারা দেশের সাথে দিনরাত জেগে কাটিয়েছে? |
Ο ক) |
বুদ্ধিজীবীরা |
Ο খ) |
সেনাবাহিনীরা |
Ο গ) |
মুক্তিবাহিনীরা |
Ο ঘ) |
পাকিস্তানিরা |
সঠিক উত্তর: (গ)
১৩. |
চির কবিতার দেশ কোনটি? |
Ο ক) |
যুক্তরাষ্ট্র |
Ο খ) |
ভারত |
Ο গ) |
বাংলাদেশ |
Ο ঘ) |
শ্রীলঙ্কা |
সঠিক উত্তর: (গ)
১৪. |
‘সাহসী জননী বাংলা’ কবিতাটির বক্তা কে? |
Ο ক) |
কবি |
Ο খ) |
বাঙালি |
Ο গ) |
দেশ |
Ο ঘ) |
শত্রুপক্ষ |
সঠিক উত্তর: (খ)
১৫. |
অনার্যগণ আর্যদের কীরকম চোখে দেখত? |
Ο ক) |
ভালোবাসার |
Ο খ) |
করুণার |
Ο গ) |
অবজ্ঞার |
Ο ঘ) |
ঘৃণার |
সঠিক উত্তর: (ঘ)
১৬. |
কবি কামাল চৌধুরীর ক্ষেত্রে যা প্রযোজ্য - i. সংগ্রাম ও মানবীয় বোধের ধারক ii. শব্দ ও ছন্দ সচেতন নিপুণ শিল্পী iii. নিরীক্ষাপ্রবণ চিন্তাধারা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৭. |
সাহসী জননী বাংলা কোন নদীর তীরে জেগে থাকে? |
Ο ক) |
বুড়িগঙ্গা |
Ο খ) |
যমুনা |
Ο গ) |
কর্ণফুলী |
Ο ঘ) |
মেঘনা |
সঠিক উত্তর: (ক)
১৮. |
কবি কামাল চৌধুরী কোন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন? |
Ο ক) |
বাংলা |
Ο খ) |
ইংরেজি |
Ο গ) |
লোক প্রশাসন |
Ο ঘ) |
সমাজবিজ্ঞান |
সঠিক উত্তর: (ঘ)
১৯. |
১৯৭১ সালে বাংলাদেশের মাটিতে ঘটেছিল -� i. শান্তিপূর্ণ আন্দোলন ii. ভয়াবহ হত্যাযজ্ঞ iii. শত্রু নিধনের মহোৎসব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২০. |
কামাল চৌধুরী কোন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন? |
Ο ক) |
বাংলা |
Ο খ) |
সমাজকর্ম |
Ο গ) |
সমাজবিজ্ঞান |
Ο ঘ) |
রাষ্ট্রবিজ্ঞান |
সঠিক উত্তর: (গ)
২১. |
‘সাহসী জননী বাংলা’ কবিতার পটভূমি কী? |
Ο ক) |
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ |
Ο খ) |
৫২-র ভাষা আন্দোলন |
Ο গ) |
ইংরেজবিরোধী আন্দোলন |
Ο ঘ) |
সশস্ত্র বিপ্লবী আন্দোলন |
সঠিক উত্তর: (ক)
২২. |
কবি কামাল চৌধুরী কোন জাতিগোষ্ঠী সম্পর্কে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন? |
Ο ক) |
চাকমা |
Ο খ) |
সাঁওতাল |
Ο গ) |
হাজং |
Ο ঘ) |
গারো |
সঠিক উত্তর: (ঘ)
২৩. |
বাংলার মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে সফল হবার কারণ - i. অকুন্ঠ দেশপ্রেম ii. আত্মদানের প্রেরণা iii. হানাদারদের ভুল রণকৌশল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৪. |
কবি কামাল চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
কুমিল্লা |
Ο খ) |
ব্রাহ্মণবাড়িয়া |
Ο গ) |
নোয়াখালি |
Ο ঘ) |
চট্টগ্রাম |
সঠিক উত্তর: (ক)
২৫. |
কামাল চৌধুরী কিসের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন? |
Ο ক) |
গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা নিয়ে |
Ο খ) |
সাঁওতাল জনগোষ্ঠীর জীবন নিয়ে |
Ο গ) |
গারো জনগোষ্ঠীর জীবনযাপন পদ্ধতি নিয়ে |
Ο ঘ) |
উপজাতিদের সাংস্কৃতিক উৎসব নিয়ে |
সঠিক উত্তর: (ক)
২৬. |
‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি কী হিসেবে পাকিস্তানিদের কলঙ্কিত হাত মুচড়ে দেওয়ার কথা বলেছেন? |
Ο ক) |
প্রতিশোধ |
Ο খ) |
প্রতিরোধ |
Ο গ) |
প্রতিহিংসা |
Ο ঘ) |
প্রতিবাদ |
সঠিক উত্তর: (ক)
২৭. |
খর্বদেহ কাদের? |
Ο ক) |
পাকিস্তানিদের |
Ο খ) |
ভারতীয়দের |
Ο গ) |
বাঙালিদের |
Ο ঘ) |
ইংরেজদের |
সঠিক উত্তর: (গ)
২৮. |
কোন জাতির বীরত্ব ও শৌর্যের সুদীর্ঘ ইতিহাস আছে? |
Ο ক) |
কোল জাতির |
Ο খ) |
বাঙালি জাতির |
Ο গ) |
ইংরেজ জাতির |
Ο ঘ) |
চাকমা জাতির |
সঠিক উত্তর: (খ)
২৯. |
‘তোদের অসুর নৃত্য’ - এখানে ‘তোদের’ বলতে কাদের বলা হয়েছে? |
Ο ক) |
দেবতাদের |
Ο খ) |
শত্রুদের |
Ο গ) |
হানাদারদের |
Ο ঘ) |
বাঙালিদের |
সঠিক উত্তর: (গ)
৩০. |
‘সাহসী জননী বাংলা’ কবিতায় কোন কোন নদীর নাম উচ্চারিত হয়েছে? |
Ο ক) |
পদ্মা-মেঘনা |
Ο খ) |
তিস্তা-করতোয়া |
Ο গ) |
বুড়িগঙ্গা-পদ্মা |
Ο ঘ) |
কর্ণফুলী-সুরমা |
সঠিক উত্তর: (গ)
৩১. |
মুক্তিযুদ্ধকালে বাঙালির প্রেরণার উৎস ছিল - i. অনাদি অতীতের সংগ্রাম ii. শত্রুর তাচ্ছিল্য iii. ভাষার জন্য রক্তদানের ইতিহাস নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩২. |
কোনটি কবি কামাল চৌধুরীরর কিশোর কবিতাগ্রন্থ? |
Ο ক) |
মিছিলের সমান বয়সী |
Ο খ) |
আপন মনের পাঠশালাতে |
Ο গ) |
হে মাটি পৃথিবীপুত্র |
Ο ঘ) |
গাছপালার ঘোড়া |
সঠিক উত্তর: (খ)
৩৩. |
‘সাহসী জননী বাংলা’ কবিতার প্রেক্ষাপট কী? |
Ο ক) |
ভাষা আন্দোলন |
Ο খ) |
গণঅভ্যুত্থান |
Ο গ) |
মুক্তিযুদ্ধ |
Ο ঘ) |
ছয় দফা |
সঠিক উত্তর: (গ)
৩৪. |
কবি মাতৃ-অপমান বলতে বুঝিয়েছেন - i. বাংলাদেশের অসম্মান ii. নিজের মায়ের অসম্মান iii. বাংলাদেশের নারীদের অপমান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৫. |
কবি ‘সাহসী জননী’ বলেছেন কাকে? |
Ο ক) |
বাংলার সকল মাকে |
Ο খ) |
মুক্তিযোদ্ধাদের মাকে |
Ο গ) |
বাংলাদেশকে |
Ο ঘ) |
বীরাঙ্গনাদের |
সঠিক উত্তর: (গ)
৩৬. |
স্বল্প সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাভূত করা সম্ভব হয়েছে যেভাবে - i. সাহসের ইস্পাত দৃঢ়তার মাধ্যমে ii. কঠোর সংগ্রামের মাধ্যমে iii. প্রতিশোধস্পৃহার মাধ্যমে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৭. |
কবি ‘বাঘের থাবা’ বলতে বুঝিয়েছেন - |
Ο ক) |
পাকিস্তানিদের হামলা |
Ο খ) |
মুক্তিযোদ্ধাদের আক্রমণ |
Ο গ) |
বিদেশিদের হামলা |
Ο ঘ) |
সন্ত্রাসীদের হামলা |
সঠিক উত্তর: (খ)
৩৮. |
বাঙালি জাতি ভীতু - এ মনোভাব কাদের ছিল? |
Ο ক) |
হানাদার বাহিনী |
Ο খ) |
ইংরেজদের |
Ο গ) |
ভারতীয়দের |
Ο ঘ) |
ফরাসিদের |
সঠিক উত্তর: (ক)
৩৯. |
সাহসী জননী বাংলার বুকে কী চাপা পড়ে যাচ্ছে? |
Ο ক) |
পোড়াগ্রাম |
Ο খ) |
ঘৃণার কার্তুজ |
Ο গ) |
মৃতের আগুন |
Ο ঘ) |
মহা প্রতিরোধ |
সঠিক উত্তর: (গ)
৪০. |
‘মহা প্রতিরোধ’ কাদের বিরুদ্ধে? |
Ο ক) |
ইংরেজদের বিরুদ্ধে |
Ο খ) |
দুর্বৃত্তদের বিরুদ্ধে |
Ο গ) |
পাকিস্তানিদের বাহিনীর বিরুদ্ধে |
Ο ঘ) |
দুর্নীতিবাজদের বিরুদ্ধে |
সঠিক উত্তর: (গ)
৪১. |
আর্যদের আগমনের পূর্বে বাংলাদেশে কারা বসবাস করত? |
Ο ক) |
বাঙালি |
Ο খ) |
মুসলমান |
Ο গ) |
বৌদ্ধ |
Ο ঘ) |
অবাঙালি |
সঠিক উত্তর: (ক)
৪২. |
বাঙালির প্রতি পাকিস্তানিদের অবজ্ঞার বিষয়টির পরিচয় পাওয়া যায় ‘সাহসী জননী বাংলা’ কবিতায় ব্যবহৃত যে শব্দে - i. উদ্বস্তু ii. অনার্য iii. ভেত্যে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৩. |
‘সাহসী জননী বাংলা’ কবিতায় পথে পথে তেপান্তরে কে ঘোরে? |
Ο ক) |
আশ্রয়হীনেরা |
Ο খ) |
নীলকমলেরা |
Ο গ) |
বাঙালিরা |
Ο ঘ) |
বর্ণমালা |
সঠিক উত্তর: (ঘ)
৪৪. |
‘সাহসী জননী বাংলা’ কবিতাটি কামাল চৌধুরী তার কোন গ্রন্থ থেকে সংকলন করেছেন? |
Ο ক) |
কবিতাসংগ্রহ |
Ο খ) |
পান্থশালায় ঘোড়া |
Ο গ) |
মিছিলের সমান বয়সী |
Ο ঘ) |
টানাপোড়নের দিন |
সঠিক উত্তর: (ক)
৪৫. |
বাঙালি কীসের জন্য রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছিল? |
Ο ক) |
প্রতিশোধ হিসেবে |
Ο খ) |
অত্যাচারী হিসেবে |
Ο গ) |
শোষক হিসেবে |
Ο ঘ) |
হিংসুটে হওয়ার জন্য |
সঠিক উত্তর: (ক)
৪৬. |
কামাল চৌধুরী সাহিত্যে তাৎপর্যময় অবদানের জন্য কী পুরস্কার পান? |
Ο ক) |
একুশে পদক |
Ο খ) |
বাংলা একাডেমী পুরস্কার |
Ο গ) |
স্বাধীনতা পুরস্কার |
Ο ঘ) |
আদমজী পুরস্কার |
সঠিক উত্তর: (খ)
৪৭. |
কামাল চৌধুরীর জন্ম তারিখত কত? |
Ο ক) |
২৪ জানুয়ারি |
Ο খ) |
২২ জানুয়ারি |
Ο গ) |
২৬ জানুয়ারি |
Ο ঘ) |
২৮ জানুয়ারি |
সঠিক উত্তর: (ঘ)
৪৮. |
অসুররা কাদের শত্রু? |
Ο ক) |
দেবতাদের |
Ο খ) |
ফেরেশতাদের |
Ο গ) |
জিন-পরিদের |
Ο ঘ) |
ভূত-প্রেতদের |
সঠিক উত্তর: (ক)
৪৯. |
‘রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি’ কথাটির দ্বারা ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি কামাল চৌধুরী বাঙালির কোন মনোভাবকে তুলে ধরেছেন? |
Ο ক) |
প্রতিবাদ করার মনোভাব |
Ο খ) |
প্রতিশোধ নেওয়ার মনোভাব |
Ο গ) |
আক্রমণ করার মনোভাব |
Ο ঘ) |
সংগ্রাম করার মনোভাব |
সঠিক উত্তর: (খ)
৫০. |
কামাল চৌধুরী কোন ধরনের কবি? |
Ο ক) |
আত্মমগ্ন |
Ο খ) |
অনুসন্ধিৎসু |
Ο গ) |
নিরীক্ষাপ্রবণ |
Ο ঘ) |
ইতিহাস সচেতন |
সঠিক উত্তর: (গ)
৫১. |
‘সাহসী জননী বাংলা’ কবিতায় হানাদাররা বাঙালিকে যা ভাবত বলে উল্লেখ আছে - i. ভীতু ও ভেতো ii. অনার্য ও খর্বদেহ iii. কবি ও অসুর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫২. |
কবি বাংলার বুকে ফিরে এসেছেন কী উড়িয়ে? |
Ο ক) |
পতাকা |
Ο খ) |
ঝান্ডা |
Ο গ) |
স্বাধীনতা |
Ο ঘ) |
উত্তরীয় |
সঠিক উত্তর: (গ)
৫৩. |
মধ্যরাতে গ্রামে কারা এসেছিল? |
Ο ক) |
ডাকাতের দল |
Ο খ) |
সন্ত্রাসীর দল |
Ο গ) |
হানাদার বাহিনী |
Ο ঘ) |
আলবদর-আলশামস |
সঠিক উত্তর: (গ)
৫৪. |
কামাল চৌধুরীর মাতার নাম কী? |
Ο ক) |
বেগম তাহেরা হোসেন |
Ο খ) |
রেহানা বেগম |
Ο গ) |
তাহেরা বানু |
Ο ঘ) |
রহিমা বেগম |
সঠিক উত্তর: (ক)
৫৫. |
‘এসেছি নিজের ভোরে’ ও ‘হে মাটি পৃথিবীপুত্র’ গ্রন্থ দুটির মধ্যে সাদৃশ্য রয়েছে - i. কবির দিক থেকে ii. আঙ্গিকের দিক থেকে iii. প্রেক্ষাপটের দিক থেকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৬. |
কামাল চৌধুরী কোন বিষয়ে গবেষণা করেন? |
Ο ক) |
মহাকাব্য |
Ο খ) |
বাংলার প্রকৃতি |
Ο গ) |
মৎস্য চাষ |
Ο ঘ) |
মাতৃসূত্রীয় আবাস প্রথা |
সঠিক উত্তর: (গ)
৫৭. |
কামাল চৌধুরী কোন কলেজ থেকে এইচএসসি পাস করেন? |
Ο ক) |
ঢাকা কলেজ |
Ο খ) |
নেত্রকোণা কলেজ |
Ο গ) |
কলকাতা হিন্দু কলেজ |
Ο ঘ) |
সেন্ট পলস কলেজ |
সঠিক উত্তর: (ক)
৫৮. |
‘তোদের অসুর নৃত্য ....... ঠা ঠা হাসি ...... ফিরিয়ে দিয়েছি’ পঙক্তিতে প্রকাশ পেয়েছে - i. বিদ্রূপ ii. ক্ষোভ iii. সমবেদনা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও ii |
সঠিক উত্তর: (ক)
৫৯. |
বাঙালি জাতি সম্পর্কে হানাদার বাহিনীর ভুল ধারণা ছিল যে - i. অনার্য জাতি ii. বাঙালি খর্বকায় iii. বাঙালি ভীতু নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬০. |
মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি কোন দেশে নির্বাসিত ছিল? |
Ο ক) |
নেপাল |
Ο খ) |
শ্রীলঙ্কা |
Ο গ) |
ভারত |
Ο ঘ) |
মায়ানমার |
সঠিক উত্তর: (গ)
৬১. |
১৯৭১ সালের সাধারণ দৃশ্য হলো - i. দেশপলাতক মানুষের অনির্দেশ্য যাত্রা ii. হানাদার বাহিনীর নৃশংসতা iii. মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬২. |
‘রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি’ বলতে কবি বুঝিয়েছেন - i. হানাদার বাহিনীর উপযুক্ত জবাব ii. বাঙালির যথার্থ প্রতিশোধ iii. দুর্বৃত্ত দমনের কৃতিত্ব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৩. |
কামাল চৌধুরী বাংলা কবিতার কোন ধারার প্রতিনিধি? |
Ο ক) |
রোমান্টিক ধারা |
Ο খ) |
বিদ্রোহী ধারা |
Ο গ) |
আবহমান ধারা |
Ο ঘ) |
পরিস্রুত ধারা |
সঠিক উত্তর: (ঘ)
৬৪. |
পাক হানাদার বাহিনীর নৃশংসতার সাথে যে চরণটির সাদৃশ্য রয়েছে - i. তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি ii. তোদের অসুর নৃত্য .... ঠা ঠা হাসি iii. ডাকাত পড়েছে গ্রামে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৬৫. |
‘সাহসী জননী বাংলা’ কবিতায় পাকিস্তানিদের কী কাটার কথা বলা হয়েছে? |
Ο ক) |
কান |
Ο খ) |
পাক |
Ο গ) |
হাত |
Ο ঘ) |
পা |
সঠিক উত্তর: (ক)
৬৬. |
বাঙালির হাতে কী উঠেছে? |
Ο ক) |
কাস্তে |
Ο খ) |
গ্রেনেড |
Ο গ) |
জাল |
Ο ঘ) |
লাঠি |
সঠিক উত্তর: (খ)
৬৭. |
কবি কামাল চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
১৯৪৭ |
Ο খ) |
১৯৫৭ |
Ο গ) |
১৯৬৭ |
Ο ঘ) |
১৯৩৭ |
সঠিক উত্তর: (খ)
৬৮. |
‘সাহসী জননী বাংলা’ কবিতায় বাঙালিদের অনার্য জাতি বলার মধ্য দিয়ে কবি আসলে বোঝাতে চেয়েছেন বাঙালির - i. বীরত্বপনা ii. সাহসিকতা iii. শোষিত ও বঞ্চিত হওয়ার ইতিহাস নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৯. |
মধ্যরাতের হানাদারদেরকে ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি কী বলে আখ্যা দিয়েছেন? |
Ο ক) |
নীলকমল |
Ο খ) |
ডাকাত |
Ο গ) |
অসুর |
Ο ঘ) |
অনার্য |
সঠিক উত্তর: (খ)
৭০. |
পাকিস্তানিদের হাসি কেমন? |
Ο ক) |
হি হি |
Ο খ) |
ঠা ঠা |
Ο গ) |
উচ্চকিত |
Ο ঘ) |
ট্যাঁ ট্যা |
সঠিক উত্তর: (খ)
৭১. |
‘যার সঙ্গে যে রকম, সেরকম খেলবে বাঙালি’ - উক্তিটি দ্বারা ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি নিচের যে দিকটি তুলে ধরেছেন - i. বাঙালির সংগ্রামী মনোভাব ও চেতনা ii. অপ্রতিরোধ্য জাতি হিসেবে বাঙালি iii. বাঙালির অশুভ শক্তিকে পরাভূত করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭২. |
বাঙালি কিসে মাত হবে বলে হানাদাররা ভেবেছিল? |
Ο ক) |
কবিতায় |
Ο খ) |
অস্ত্রে |
Ο গ) |
অসুর নৃত্যে |
Ο ঘ) |
রক্তে |
সঠিক উত্তর: (খ)
৭৩. |
কবি ‘নীলকমল’ কী অর্থে ব্যবহার করেছেন? |
Ο ক) |
নীলাভ পাথর |
Ο খ) |
রূপকথার ভূত |
Ο গ) |
রূপকথার রাজকুমার |
Ο ঘ) |
দৈত্যদানব |
সঠিক উত্তর: (গ)
৭৪. |
মহা প্রতিরোধ কারা গড়ে তুলেছিল? |
Ο ক) |
মুক্তিযোদ্ধারা |
Ο খ) |
বাংলাদেশের শত্রুরা |
Ο গ) |
পুলিশ বাহিনী |
Ο ঘ) |
সেনাবাহিনী |
সঠিক উত্তর: (ক)
৭৫. |
‘এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে ...’ পঙক্তিটি দ্বারা ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি মূলত প্রকাশ করতে চেয়েছেন তা হলো - |
Ο ক) |
মুক্তিযুদ্ধ শেষে বাঙালির স্বদেশে গর্বিত প্রত্যাবর্তন করা |
Ο খ) |
স্বদেশে প্রত্যাবর্তনে পতাকা উড়িয়ে বাঙালির আনন্দ প্রকাশ করা |
Ο গ) |
দেশমাতৃকার কোলে স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা |
Ο ঘ) |
বাঙালির প্রাণের স্পন্দনকে সম্পূর্ণভাবে স্বাধীন করা |
সঠিক উত্তর: (ক)
৭৬. |
সাহসী জননী কে? |
Ο ক) |
বাংলাদেশ |
Ο খ) |
ভারত |
Ο গ) |
পাকিস্তান |
Ο ঘ) |
নেপাল |
সঠিক উত্তর: (ক)
৭৭. |
কবিতার হাতে কী উঠেছে? |
Ο ক) |
কার্তুজ |
Ο খ) |
গ্রেনেড |
Ο গ) |
মেশিনগান |
Ο ঘ) |
রাইফেল |
সঠিক উত্তর: (ঘ)
৭৮. |
বাঙালি কী জাতি হিসেবে পরিচিত? |
Ο ক) |
আর্য |
Ο খ) |
অনার্য |
Ο গ) |
বিদেশি |
Ο ঘ) |
উপজাতি |
সঠিক উত্তর: (খ)
৭৯. |
কামাল চৌধুরী কোন স্কুল থেকে এসএসসি পাশ করেন? |
Ο ক) |
টাঙ্গাইল ব্রাহ্মণশাসন উচ্চ বিদ্যালয় |
Ο খ) |
ঢাকা কলেজিয়েট স্কুল |
Ο গ) |
নারায়ণগঞ্জ গোদনাইল হাইস্কুল |
Ο ঘ) |
কলকাতা সংস্কৃত কলেজিয়েট স্কুল |
সঠিক উত্তর: (গ)
৮০. |
কোনটি কবি কামাল চৌধুরীর কবিতাগ্রন্থ নয়? |
Ο ক) |
এসেছি নিজের ভোরে |
Ο খ) |
এই পথ এই কোলাহল |
Ο গ) |
ধূলি ও সাগর দৃশ্য |
Ο ঘ) |
বন্দী শিবির থেকে |
সঠিক উত্তর: (ঘ)
৮১. |
বাঙালি মূলত কিসের উত্তপ্ত স্পন্দনজাত? |
Ο ক) |
বাঙালির প্রেরণার |
Ο খ) |
প্রতিরোধ ও সংগ্রামের |
Ο গ) |
ঐতিহ্যের ও শৌর্যের |
Ο ঘ) |
বঙ্গজননীর প্রাণে |
সঠিক উত্তর: (ঘ)
৮২. |
কার কবিতায় বাঙালির আবহমান জীবনচর্চা, সংগ্রাম মানবীয় বোধের উৎসারণ, সেই সঙ্গে শিল্পিত প্রকরণের উজ্জ্বল প্রকাশ লক্ষ করা যায়? |
Ο ক) |
কামাল চৌধুরীর |
Ο খ) |
বুদ্ধদেব বসুর |
Ο গ) |
অমিয় চক্রবর্তীর |
Ο ঘ) |
বিষ্ণু দের |
সঠিক উত্তর: (ক)
৮৩. |
বাংলা ও বাঙালি জাতি কী জন্য বিখ্যাত? |
Ο ক) |
নাটকের |
Ο খ) |
গল্পের |
Ο গ) |
কবিতার |
Ο ঘ) |
উপন্যাসের |
সঠিক উত্তর: (গ)
৮৪. |
বাঙালির সাহসী ভূমিকার ফলশ্রুতি হলো - i. গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ii. স্বাধীনতা অর্জন iii. স্বদেশের সম্মান পুনরুদ্ধার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৮৫. |
কবি কামাল চৌধুরী সচেতন ছিলেন - |
Ο ক) |
সুর ও ছন্দে |
Ο খ) |
শিক্ষা ও মনুষ্যত্ব |
Ο গ) |
শব্দ ও ছন্দে |
Ο ঘ) |
নারীশিক্ষায় |
সঠিক উত্তর: (গ)
৮৬. |
‘রক্ত জাগে পাহারায় ....... বুড়িগঙ্গা নদী তীর’ পঙক্তিটির দ্বারা ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কাদের পরিচয় তুলে ধরা হয়েছে? |
Ο ক) |
হানাদারদের |
Ο খ) |
পাহারাদারদের |
Ο গ) |
মুক্তিযোদ্ধাদের |
Ο ঘ) |
অনার্যদের |
সঠিক উত্তর: (গ)
৮৭. |
হানাদার বাহিনী কী ভেবেছিল? |
Ο ক) |
বাঙালিরা ভীতু জাতি |
Ο খ) |
অস্ত্র দিয়ে বাঙালিদের দমন করা যাবে |
Ο গ) |
বাঙালিরা প্রতিবাদী হবে না |
Ο ঘ) |
বাঙালি খর্বকায় জাতি |
সঠিক উত্তর: (খ)
৮৮. |
‘কবিতার হাতে রাইফেল’ - কীসের প্রতীক? |
Ο ক) |
সাহসের |
Ο খ) |
ঘৃণার |
Ο গ) |
আক্রমণের |
Ο ঘ) |
হত্যার |
সঠিক উত্তর: (ক)
৮৯. |
মুক্তিযুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? |
Ο ক) |
১৯৭০ |
Ο খ) |
১৯৭১ |
Ο গ) |
১৯৬৯ |
Ο ঘ) |
১৯৫২ |
সঠিক উত্তর: (খ)
৯০. |
কামাল চৌধুরীর কিশোর কবিতা কোনটি? |
Ο ক) |
এসেছি নিজের ভোরে |
Ο খ) |
পান্থশালার ঘোড়া |
Ο গ) |
আপন মনের পাঠশালাতে |
Ο ঘ) |
দূলি ও সাগর দৃশ্য |
সঠিক উত্তর: (গ)
৯১. |
১৯৭১ সালে বাঙালি কবিরা কাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন? |
Ο ক) |
শ্রমজীবীদের |
Ο খ) |
কবিতাকে |
Ο গ) |
নাটককে |
Ο ঘ) |
মানুষকে |
সঠিক উত্তর: (খ)
৯২. |
পাকিস্তানি শাসকগোষ্ঠীর এই আচরণের প্রতিবাদে বাঙালির কোন বৈশিষ্ট্যকে কবি ‘সাহসী জননী বাংলা’ কবিতায় প্রতিফলিত করেছেন? |
Ο ক) |
প্রতিবাদী ও প্রতিরোধী |
Ο খ) |
ত্রাণকর্তা ও রক্ষাকর্তা |
Ο গ) |
সাহসী ও জাগ্রত |
Ο ঘ) |
কাব্যময় ও হিংস্র |
সঠিক উত্তর: (গ)
৯৩. |
বাংলাদেশে কারা দানবীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল? |
Ο ক) |
ব্রিটিশ শাসকগণ |
Ο খ) |
পাকিস্তানি হানাদার বাহিনী |
Ο গ) |
আমেরিকার সৈন্যদল |
Ο ঘ) |
আন্তর্জাতিক পুলিশেরা |
সঠিক উত্তর: (খ)
৯৪. |
দেবতাদের শত্রু কারা? |
Ο ক) |
মানুষ |
Ο খ) |
রাক্ষস |
Ο গ) |
অসুর |
Ο ঘ) |
সুর |
সঠিক উত্তর: (গ)
৯৫. |
কামাল চৌধুরী কত সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন? |
Ο ক) |
২০০৪ |
Ο খ) |
২০০৫ |
Ο গ) |
২০০৬ |
Ο ঘ) |
২০০৭ |
সঠিক উত্তর: (গ)
৯৬. |
বাঙালি কাদের কান কেটে দিয়েছে? |
Ο ক) |
হানাদারদের |
Ο খ) |
রাজাদের |
Ο গ) |
শাসকদের |
Ο ঘ) |
অবাঙালিদের |
সঠিক উত্তর: (ক)
৯৭. |
বাঙালি শত্রুদের কী করেছে? |
Ο ক) |
গুলি করেছে |
Ο খ) |
হাত মুচড়ে দিয়েছে |
Ο গ) |
পা ভেঙে দিয়েছে |
Ο ঘ) |
মাথা ফাটিয়েছে |
সঠিক উত্তর: (খ)
৯৮. |
হানাদার বাহিনীর দানবীয় তান্ডবলীলা বোঝাতে কবি ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কোন উপমাটি দিয়েছেন? |
Ο ক) |
অসুর নৃত্য |
Ο খ) |
রক্তাক্ত হাত |
Ο গ) |
মৃতের আগুন |
Ο ঘ) |
বাঘের থাবা |
সঠিক উত্তর: (ক)
৯৯. |
‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি বাংলাদেশকে বোঝাতে গিয়ে ‘চির কবিতার দেশ’ বলেছেন কেন? |
Ο ক) |
বাংলাদেশের কবিতার প্রশংসা করে |
Ο খ) |
বাংলাদেশের সমৃদ্ধ কবিতার ঐতিহ্যকে বোঝাতে |
Ο গ) |
বাংলাদেশের আবহমান সংস্কৃতি বোঝাতে |
Ο ঘ) |
বাংলাদেশের কবিদের সম্মান জানাতে |
সঠিক উত্তর: (খ)
১০০. |
কামাল চৌধুরীর পিতার নাম কী? |
Ο ক) |
মাসুদ চৌধুরী |
Ο খ) |
আহমদ হোসেন চৌধুরী |
Ο গ) |
ফয়সাল চৌধুরী |
Ο ঘ) |
আমজাদ হোসেন চৌধুরী |
সঠিক উত্তর: (খ)
১০১. |
রক্তাক্ত হাত কাদের? |
Ο ক) |
মুক্তিসেনাদের |
Ο খ) |
জনতার |
Ο গ) |
হানাদারদের |
Ο ঘ) |
শাসকদের |
সঠিক উত্তর: (গ)
১০২. |
অসুররা কোন তথ্য মতে দেবতাদের শত্রু? |
Ο ক) |
গীতা |
Ο খ) |
রামায়ণ |
Ο গ) |
হিন্দু পুরাণ |
Ο ঘ) |
মহাভারত |
সঠিক উত্তর: (গ)
১০৩. |
‘মিছিলের সমান বয়সী’ কাব্যগ্রন্থের লেখক কে? |
Ο ক) |
শামসুর রাহমান |
Ο খ) |
নির্মলেন্দু গুণ |
Ο গ) |
কামাল চৌধুরী |
Ο ঘ) |
সৈয়দ শামসুল হক |
সঠিক উত্তর: (গ)
১০৪. |
‘বাঙালি অনার্য জাতি, খর্বদেহ ....... ভাত খায়, ভীতু।’ উক্তিটি মূলত উপস্থাপন করছে - বাঙালির প্রতি হানাদারদের - |
Ο ক) |
অবজন্তা |
Ο খ) |
বিদ্রূপ |
Ο গ) |
প্রহসন |
Ο ঘ) |
ভাবনা |
সঠিক উত্তর: (ক)
১০৫. |
‘বুকে চাপা মৃতের আগুন’ উক্তিটি দ্বারা কবি বঙ্গজননীর কোন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন? |
Ο ক) |
প্রাণের উত্তপ্ত স্পন্দন |
Ο খ) |
বিজয়ের চাপা উল্লাস |
Ο গ) |
প্রতিহিংসার আগুন |
Ο ঘ) |
সাহসের ইস্পাতদৃঢ়তা |
সঠিক উত্তর: (ক)
১০৬. |
কামাল চৌধুরী কোন গ্রামে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
সিরাজদিখান |
Ο খ) |
গোদনাইল |
Ο গ) |
আলমডাঙ্গা |
Ο ঘ) |
বিজয়করা |
সঠিক উত্তর: (ঘ)
১০৭. |
বাঙালি জাতিকে ভীতু ভেবেছিল - |
Ο ক) |
ভারতীয়রা |
Ο খ) |
রাজাকাররা |
Ο গ) |
পাকিস্তানিরা |
Ο ঘ) |
মুক্তিযোদ্ধারা |
সঠিক উত্তর: (গ)
১০৮. |
মধ্যরাতে হানাদারদের আগমনকে মানুষ ভেবেছিল - |
Ο ক) |
সন্ত্রাসীদের দৌরাত্ম্য |
Ο খ) |
ডাকাতের হানা |
Ο গ) |
চোরের উৎপাত |
Ο ঘ) |
পুলিশের হানা |
সঠিক উত্তর: (খ)
১০৯. |
কবি ‘রাতজাগা নির্বাসন’ বলতে বুঝিয়েছেন - i. প্রতিবেশী দেশে আশ্রয় গ্রহণ ii. বিদেশের বুকে দুর্ভোগ iii. দুঃসময় অতিবাহিত করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১১০. |
পাকিস্তানি বাহিনী কাদের রক্তে হাত রাঙিয়েছিল? |
Ο ক) |
জীবজন্তুর |
Ο খ) |
বাঙলির |
Ο গ) |
ইংরেজদের |
Ο ঘ) |
ভারতীয়দের |
সঠিক উত্তর: (খ)
১১১. |
কবি কাদের গর্বিত প্রত্যাবর্তনের কথা বলেছেন? |
Ο ক) |
সেনাবাহিনীর |
Ο খ) |
মুক্তিযোদ্ধাদের |
Ο গ) |
শ্রমজীবী মানুষের |
Ο ঘ) |
সরকারি কর্মকর্তার |
সঠিক উত্তর: (খ)
১১২. |
কামাল চৌধুরী কত সালে এইচএসসি পাস করেন? |
Ο ক) |
১৯৭৩ |
Ο খ) |
১৯৭৪ |
Ο গ) |
১৯৭৫ |
Ο ঘ) |
১৯৭৬ |
সঠিক উত্তর: (গ)
১১৩. |
কবি অসুর নৃত্য বলতে কী বুঝিয়েছেন? |
Ο ক) |
দানবের অত্যাচার |
Ο খ) |
হানাদারদের নৃশংসতা |
Ο গ) |
দুর্বৃত্তদের সন্ত্রাস |
Ο ঘ) |
সন্ত্রাসের দৌরাত্ম্য |
সঠিক উত্তর: (খ)
১১৪. |
কামাল চৌধুরীর কবিতায় কোন বোধের উৎসারল লক্ষণীয়? |
Ο ক) |
সাহিত্য ও শৈল্পিক |
Ο খ) |
সংগ্রাম ও মানবীয় |
Ο গ) |
ছান্দসিক ও নান্দনিক |
Ο ঘ) |
শৈল্পিক ও মানবীয় |
সঠিক উত্তর: (খ)
১১৫. |
‘অসুর নৃত্য’ বলতে ‘সাহসী জননী বাংলা’ কবিতায় মূলত কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
হানাদার বাহিনীর দানবীয় নৃত্য |
Ο খ) |
হানাদার বাহিনীর ধ্বংসলীলা |
Ο গ) |
হানাদার বাহিনীর যুদ্ধ |
Ο ঘ) |
হানাদার বাহিনীর প্রতিরোধ |
সঠিক উত্তর: (খ)
১১৬. |
‘সাহসী জননী বাংলা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? |
Ο ক) |
হে মাটি পৃথিবীপুত্র |
Ο খ) |
ধূলি ও সাগর দৃশ্য |
Ο গ) |
পান্থশালার ঘোড়া |
Ο ঘ) |
আপন মনের পাঠশালাতে |
সঠিক উত্তর: (খ)
১১৭. |
‘কার্তুজ’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? |
Ο ক) |
কারতিজ |
Ο খ) |
কাতিজ |
Ο গ) |
কারটিজ |
Ο ঘ) |
কাটিজ |
সঠিক উত্তর: (গ)
১১৮. |
নয় মাস নির্বাসিত জীবনযাপন করেন কারা? |
Ο ক) |
পাকিস্তানিরা |
Ο খ) |
বাঙালিরা |
Ο গ) |
ভারতীয়রা |
Ο ঘ) |
ইংরেজরা |
সঠিক উত্তর: (খ)
১১৯. |
‘টানাপোড়েনের দিন’ কামাল চৌধুরীর কোন ধরনের গ্রন্থ? |
Ο ক) |
কাব্যগ্রন্থ |
Ο খ) |
গল্পগ্রন্থ |
Ο গ) |
উপন্যাস |
Ο ঘ) |
প্রবন্ধ গ্রন্থ |
সঠিক উত্তর: (ক)
১২০. |
আত্মত্যাগের সুমহান প্রেরণায় বাঙালি কোন পথে এগিয়ে চলে? |
Ο ক) |
অন্যায়ের পথে |
Ο খ) |
বিপদের পথে |
Ο গ) |
স্বাধীনতার পথে |
Ο ঘ) |
আপদের পথে |
সঠিক উত্তর: (গ)
১২১. |
বিজয়ের পতাকা উড়িয়েছিল কারা? |
Ο ক) |
পাকিস্তানিরা |
Ο খ) |
বাঙালিরা |
Ο গ) |
ইংরেজরা |
Ο ঘ) |
ফরাসিরা |
সঠিক উত্তর: (খ)
১২২. |
‘এসেছি আবার ফিরে’ ..... এই ফিরে আসাটা ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি যে বৈশিষ্ট্যে ফুটে ধরেছেন - i. রাতজাগা নির্বাসন শেষে ii. প্রতিশোধ নিয়ে ফেরা iii. স্বাধীনতা উড়িয়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১২৩. |
‘কবিতার হাতে রাইফেল’ বাক্যটি - |
Ο ক) |
রূপক |
Ο খ) |
প্রতীক |
Ο গ) |
উপমা |
Ο ঘ) |
উৎপ্রেক্ষা |
সঠিক উত্তর: (ক)
১২৪. |
হানাদার বাহিনী কখন আসে? |
Ο ক) |
সাত-সকালে |
Ο খ) |
ভর-দুপুরে |
Ο গ) |
ভর-সন্ধ্যায় |
Ο ঘ) |
মধ্যরাতে |
সঠিক উত্তর: (ঘ)
১২৫. |
আকৃতিতে বাঙালিরা কেমন? |
Ο ক) |
দীর্ঘকায় |
Ο খ) |
খর্বকায় |
Ο গ) |
স্থূলকায় |
Ο ঘ) |
ক্ষীণকায় |
সঠিক উত্তর: (খ)
১২৬. |
শত্রুর চোখে বাঙালির কোন বৈশিষ্ট্য দেখা যায় যা ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি তুলে ধরেছেন? |
Ο ক) |
আসুরিক আচরণ |
Ο খ) |
সাহসের দৃঢ়তা |
Ο গ) |
অনার্য ভীতু আচরণ |
Ο ঘ) |
প্রতিবাদের দৃঢ়তা |
সঠিক উত্তর: (গ)
১২৭. |
ভাষা আন্দোলন হয়েছিল কত সালে? |
Ο ক) |
১৯৪৮ |
Ο খ) |
১৯৫০ |
Ο গ) |
১৯৭১ |
Ο ঘ) |
১৯৫২ |
সঠিক উত্তর: (ঘ)
১২৮. |
বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে প্রমাণ করেছে - i. তারা ভীরু নয় ii. তাদের দেশপ্রেম অতুলনীয় iii. তারা শত্রু নিধনে পারঙ্গম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২৯. |
বাঙালি জাতির বিস্ফোরণোন্মুখ ঘৃণার সম্মিলন কী? |
Ο ক) |
রাইফেল |
Ο খ) |
গ্রেনেড |
Ο গ) |
হাত বোমা |
Ο ঘ) |
কার্তুজ |
সঠিক উত্তর: (ঘ)
১৩০. |
কবির দৃষ্টিতে বাংলাদেশ হচ্ছে - i. প্রতিরোধের ঘাঁটি ii. শত্রুর জন্য বধ্যভূমি iii. প্রতিবাদী চেতনার ভূমি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩১. |
‘নীলকমলেরা’ কারা? |
Ο ক) |
প্রহরীরা |
Ο খ) |
সাহসীরা |
Ο গ) |
হৃদয়বান ব্যক্তিগণ |
Ο ঘ) |
মুক্তিযোদ্ধাগণ |
সঠিক উত্তর: (ঘ)
১৩২. |
উদ্বাস্তু আশ্রয়হীন, পোড়াগ্রাম বলতে বোঝানো হয়েছে - i. ভাষা আন্দোলনের অবস্থা ii. মুক্তিযুদ্ধের সময়কার অবস্থা iii. গণঅভ্যুত্থানের সময়কার অবস্থা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (খ)
১৩৩. |
মুক্তিযোদ্ধারা কীসের জন্য নির্ঘুম রাতকে উৎসর্গ করেছিলেন? |
Ο ক) |
মাতৃভূমির মুক্তর জন্য |
Ο খ) |
আত্মরক্ষার জন্য |
Ο গ) |
গ্রাম রক্ষার জন্য |
Ο ঘ) |
শত্রু রক্ষার জন্য |
সঠিক উত্তর: (ক)
১৩৪. |
হানাদারদের রক্ত ছুঁয়ে মুক্তিযোদ্ধারা ঘৃণার কার্তুজ শেষ করেছিল কেন? |
Ο ক) |
মাতৃ অপমানের শোধ নিতে |
Ο খ) |
অনার্য জাতি হিসেবে নিজেকে প্রমাণ |
Ο গ) |
নির্বাসনের প্রতিশোধ নিতে |
Ο ঘ) |
মৃতের আগুন দেখে বদলা নিতে |
সঠিক উত্তর: (ক)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: ‘বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত। |
১৩৫. |
এ লাইনে উল্লিখিত ‘দুর্বৃত্ত’ ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কী হিসেবে চিহ্নিত হয়েছে? |
Ο ক) |
নীলকমল |
Ο খ) |
অসুর |
Ο গ) |
ডাকাত |
Ο ঘ) |
বাঘ |
সঠিক উত্তর: (খ)
১৩৬. |
এই দুর্বৃত্তদের আচরণ ছিল - i. নৃশংস ii. ঘৃণ্য iii. কাপুরুষোচিত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
1 টি মন্তব্য:
উত্তরমুছুন