NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র গদ্য: পড়ে পাওয়া


জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
গদ্য: পড়ে পাওয়া


১.
কালোমতো রোগা লোকটি বাক্সটিকে যে রঙের বলেছিল-
i. সবুজ
ii. রাঙা
iii. কালো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২.
‘পড়ে পাওয়া’ গল্পের কাহিনির সময়টা কখনকার?
Ο ক) 
কালবৈশাখীর
Ο খ) 
বর্ষকালের
Ο গ) 
ঝড়বাদলের
Ο ঘ) 
শিলাবৃষ্টির

  সঠিক উত্তর: (ক)

৩.
বন্যায় অম্বরপুর চরের কার সর্বস্বান্ত হয়েছিল?
Ο ক) 
কুমোরেরা
Ο খ) 
চাষীরা
Ο গ) 
কারিগররা
Ο ঘ) 
কাপালিরা

  সঠিক উত্তর: (ঘ)

৪.
‘অনাদৃত’ শব্দটির সমার্থক কোনটি?
i. অবহেলিত
ii. উপেক্ষিত
iii. গুরুত্ব দেওয়া হয় নি এমন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫.
নির্বিষখোলার গোয়ালার কাপালিদের যা দিয়ে সাহায্য করেছিল-
i. দু আড়ি ধান
ii. চাকরি
iii. আশ্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬.
নরহরি জাতে ছিল-
Ο ক) 
বোষ্টম
Ο খ) 
দলিত
Ο গ) 
কর্মকার
Ο ঘ) 
সূত্রধর

  সঠিক উত্তর: (ক)

৭.
এবার চাকরি না করলে স্ত্রীপুত্র না খেকে মরবে-উক্তিটি কার?
Ο ক) 
কাপালির
Ο খ) 
গোয়ালদের
Ο গ) 
বাদলদের
Ο ঘ) 
ঠাকুর মশাইয়ের

  সঠিক উত্তর: (ক)

৮.
‘শীতে কেঁপে মরছি’-উক্তিটি কার?
Ο ক) 
বিধুর
Ο খ) 
নিধুর
Ο গ) 
বাদলের
Ο ঘ) 
তিনুর

  সঠিক উত্তর: (খ)

৯.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি কোনটি?
Ο ক) 
চাঁদের পাহাড়ে
Ο খ) 
মিসমিদের কবচ
Ο গ) 
পথের পাঁচালী
Ο ঘ) 
স্মৃতির রেখা

  সঠিক উত্তর: (গ)

১০.
চাঁপাতলীর আমের ব্যাপারে এত আগ্রহের কারণ তা-
i. প্রচুর পাওয়া যায়
ii. খেতে অত্যন্ত সুস্বাদু
iii. নির্বিঘ্নে কুড়ানো যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

১১.
‘সংশয়’ শব্দটির অর্থ-
i. সন্দেহ
ii. প্রত্যয়
iii. দ্বিধা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১২.
‘পড়ে যাওয়া’ গল্পে বিধু কীসের প্রতীক?
Ο ক) 
দুরন্তের
Ο খ) 
নির্ভরতার
Ο গ) 
অভিজ্ঞতার
Ο ঘ) 
বিদ্বানের

  সঠিক উত্তর: (খ)

১৩.
কার হুকুম অমান্য করার সাধ্য ছেলেদের নেই?
Ο ক) 
লেখকের
Ο খ) 
সিধুর
Ο গ) 
বিধুর
Ο ঘ) 
নরহরির

  সঠিক উত্তর: (গ)

১৪.
‘পড়ে পাওয়া’ গল্পের কাহিনী সূচিত হয়েছে কোন সময়ে?
Ο ক) 
কালবৈশাখির
Ο খ) 
বার্ষাকালের
Ο গ) 
ঝড়-বাদলের
Ο ঘ) 
শিলাবৃষ্টির

  সঠিক উত্তর: (ক)

১৫.
কুড়িয়ে পাওয়া বাক্সটিতে নগদ টাকা কত ছিল?
Ο ক) 
চল্লিশ
Ο খ) 
পঞ্চাশ
Ο গ) 
ষাট
Ο ঘ) 
সত্তর

  সঠিক উত্তর: (খ)

১৬.
বাক্সের টাকা দিয়ে কী খাওয়ার সিদ্ধান্ত হয়?
Ο ক) 
বাতাসা
Ο খ) 
কদমা
Ο গ) 
সন্দেশ
Ο ঘ) 
জিলাপি

  সঠিক উত্তর: (গ)

১৭.
‘গহনা’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) 
অলংকার
Ο খ) 
ধনসম্পদ
Ο গ) 
টাকাকড়ি
Ο ঘ) 
জমিজমা

  সঠিক উত্তর: (ক)

১৮.
বন্ধুরা নদীর ঘাটে যায়-
Ο ক) 
বেড়াতে
Ο খ) 
খেলতে
Ο গ) 
পড়তে
Ο ঘ) 
গোসল করতে

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
বালক দল� কয়টি বিজ্ঞপ্তি লিখেছিল?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (গ)

২০.
কয়খানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় গাছে আঠা দিয়ে মেরে দেওয়া হলো-
Ο ক) 
চারখানা
Ο খ) 
পাঁচখানা
Ο গ) 
ধুইখানা
Ο ঘ) 
তিনখানা

  সঠিক উত্তর: (ঘ)

২১.
ডবল টিনের ক্যাশবাক্সে যা থাকে তা হলো-
i. টাকাকড়ি
ii. গয়নাগাটি
iii. অস্ত্রশস্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২২.
আরণ্যক কোন জাতীয় রচনা?
Ο ক) 
প্রবন্ধ
Ο খ) 
গল্পগ্রন্থ
Ο গ) 
উপন্যাস
Ο ঘ) 
নাটক

  সঠিক উত্তর: (গ)

২৩.
সে বারের প্রবল বন্যা কাপালিদের-
i. সচেতন করে
ii. নিরাশ্রয় করে
iii. সর্বস্বান্ত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
চাঁপাতলীর তলায় কখন ভিড় জমে?
Ο ক) 
বন্যা হলে
Ο খ) 
বৃষ্টি হলে
Ο গ) 
ঝড় উঠলে
Ο ঘ) 
বাতাস বইলে

  সঠিক উত্তর: (খ)

২৫.
বালকদের মধ্যে সবেচেয়ে বিজ্ঞ প্রমাণিত হয়েছিল কে?
Ο ক) 
নিধু
Ο খ) 
তিনু
Ο গ) 
বিধু
Ο ঘ) 
সিধু

  সঠিক উত্তর: (গ)

২৬.
‘পড়ে পাওয়া’ বাক্সটি কী রঙের টিনের ছিল?
Ο ক) 
হলুদ টিনের
Ο খ) 
সবুজ টিনের
Ο গ) 
খয়েরি টিনের
Ο ঘ) 
কালো টিনের

  সঠিক উত্তর: (খ)

২৭.
বিধু নিজের সিদ্ধান্তের মাধ্যমে কোনটি দূর করে দিয়েছিল?
Ο ক) 
সংশ
Ο খ) 
দু:খ
Ο গ) 
হিংসা
Ο ঘ) 
অভিমান

  সঠিক উত্তর: (ক)

২৮.
গল্পকথক ও বাদল টিনের ক্যাশবাক্স হাতে নিয়ে অন্ধকারে কোথায় বসেছিল?
Ο ক) 
কাঁঠাল বাগানে
Ο খ) 
আমতলায়
Ο গ) 
তেঁতুলতলায়
Ο ঘ) 
বকুলতলায়

  সঠিক উত্তর: (গ)

২৯.
লেখক ছাড়া তার কয় বন্ধুর নাম এ গল্পে পাওয়া যায়?
Ο ক) 
তিন
Ο খ) 
চার
Ο গ) 
পাঁচ
Ο ঘ) 
ছয়

  সঠিক উত্তর: (গ)

৩০.
দেবমন্দিরের সামনের ঘর যেখানে নাচ-গান হয় তাকে কী বলে?
Ο ক) 
নাটমন্দির
Ο খ) 
দেবমন্ডপ
Ο গ) 
নাট্য মন্দির
Ο ঘ) 
চন্ডীমন্ডপ

  সঠিক উত্তর: (ক)

৩১.
কাপালি গোয়ালাদের নিকট থেকে কয় আড়ি ধান ধার নেয়?
Ο ক) 
এক আড়ি
Ο খ) 
দু আড়ি
Ο গ) 
তিন আড়ি
Ο ঘ) 
চার আড়ি

  সঠিক উত্তর: (খ)

৩২.
কার বাড়ির বিচুলিগাদায় বাক্সটি লুকিয়ে রাখা হয়?
Ο ক) 
লেখকদের
Ο খ) 
নরহরির
Ο গ) 
বাদলদের
Ο ঘ) 
সিধুদের

  সঠিক উত্তর: (গ)

৩৩.
‘পড়ে পাওয়া’ গল্পে বালকদের দলের মধ্যে বয়সে বড় ছিল কে?
Ο ক) 
তিনু
Ο খ) 
বাদল
Ο গ) 
বিধু
Ο ঘ) 
মিঠু

  সঠিক উত্তর: (গ)

৩৪.
সব বন্দুর মনের শঙ্কা দূর করল কে?
Ο ক) 
নিধু
Ο খ) 
বাদল
Ο গ) 
বিধু
Ο ঘ) 
তিনু

  সঠিক উত্তর: (গ)

৩৫.
ধানের খড়ের স্তূপ কে কি বলা হয়?
Ο ক) 
বিচুলিগাদা
Ο খ) 
বিচুলিগাদা
Ο গ) 
খড়গম্বুজ
Ο ঘ) 
খড়কুটো

  সঠিক উত্তর: (খ)

৩৬.
‘পড়ে পাওয়া’ গল্পে কখন পশ্চিম দিকে গুড় গুড় মেঘের ডাক শোনা গিয়েছিল?
Ο ক) 
বৈশাখ মাসে
Ο খ) 
ভাদ্র মাসে
Ο গ) 
আশ্বিন মাসে
Ο ঘ) 
কার্তিক মাসে

  সঠিক উত্তর: (ক)

৩৭.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ কোনটি?
Ο ক) 
মেঘমল্লার
Ο খ) 
হীরামানিক জ্বলে
Ο গ) 
আরণ্যক
Ο ঘ) 
তৃণাঙ্কুর

  সঠিক উত্তর: (ক)

৩৮.
‘পড়ে পাওয়া’ গল্পে কে হোঁচট খেয়ে পড়ে গেল?
Ο ক) 
লেখক
Ο খ) 
সিধু
Ο গ) 
বিধু
Ο ঘ) 
বাদল

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
সে বারের প্রবল বন্যা কাপালিদের-
i. সচেতন করে
ii. নিরাশ্রয় করে
iii. সর্বস্বান্ত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
বাক্স পাওয়ার বিজ্ঞপ্তি লেখক কে?
Ο ক) 
বিধু
Ο খ) 
তিনু
Ο গ) 
বাদল
Ο ঘ) 
সিধু

  সঠিক উত্তর: (গ)

৪১.
কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা?
Ο ক) 
চক্রবাক
Ο খ) 
কুহেলিকা
Ο গ) 
জীবনকথা
Ο ঘ) 
মৌরীফুল

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
টিনের বাক্স হাতে বাদল ও লেখক বসে-
Ο ক) 
বাদল
Ο খ) 
বিধু
Ο গ) 
লেখক
Ο ঘ) 
তপু

  সঠিক উত্তর: (ক)

৪৩.
‘অারণ্যক’ কোন জাতীয় রচনা?
Ο ক) 
প্রবন্ধ
Ο খ) 
গল্পগ্রন্থ
Ο গ) 
উপন্যাস
Ο ঘ) 
নাটক

  সঠিক উত্তর: (গ)

৪৪.
কোন ফুল থেকে বর্ষার হাওযার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছিল?
Ο ক) 
গোলাপ ফুল
Ο খ) 
গন্ধরাজ ফুল
Ο গ) 
হাসনাহেনা ফুল
Ο ঘ) 
চাঁপা ফুল

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
নোটিশ দেওয়ার কয়দিন পরে একজন কালো রোগ লোক চন্ডীমন্ডপের সামনে এসে দাঁড়াল?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (খ)

৪৬.
শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য নিচের কোন রচনা অধিকতর ফলপ্রসূ?
Ο ক) 
পড়ে পাওয়া
Ο খ) 
অতিথির স্মৃতি
Ο গ) 
শিল্পকলার নানা দিক
Ο ঘ) 
বাংলা ভাষার জন্মকথা

  সঠিক উত্তর: (ক)

৪৭.
বাদলের লেখা বিজ্ঞপ্তিতে নাম বাদ পড়েছিল-
i. লেখকের
ii. বিধুর
iii. বাদলের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৪৮.
দলের সর্দার বিধুর নির্দেশমতো খী বসেছিল?
Ο ক) 
মেলা
Ο খ) 
হাট
Ο গ) 
সালিশ
Ο ঘ) 
মিটিং

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
কোথায় ব্যাঙ ডাকছিল?
Ο ক) 
নদীতে
Ο খ) 
পুকুরে
Ο গ) 
ডোবায়
Ο ঘ) 
খালে

  সঠিক উত্তর: (গ)

৫০.
‘পড়ে পাওয়া’ গল্পে কয়টি সবজির কথা উল্লেখ আছে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (খ)

৫১.
ডবল টিনের ক্যাশ বাক্সে নগদ কত টাকা ছিল?
Ο ক) 
প্রায় দেড়শত টাকা
Ο খ) 
পঞ্চাশ টাকা
Ο গ) 
প্রায় আড়াইশত টাকা
Ο ঘ) 
একশত টাকা

  সঠিক উত্তর: (খ)

৫২.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম-
Ο ক) 
কাদম্বরী দেবী
Ο খ) 
মৃণালিনী দেবী
Ο গ) 
ফুলন দেবী
Ο ঘ) 
যোগ্যমায়া দেবী

  সঠিক উত্তর: (খ)

৫৩.
‘আমরা সবাই ওর সঙ্গে চললা’-ঘটনাটি প্রমাণ করে-
i. বিধুর দূরদৃষ্টি
ii. বিধুর নেতৃত্বগুণ
iii. বিধুর সিদ্ধান্তের প্রতি আস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
নিধুকে কে ধমক দিয়েছিল?
Ο ক) 
বিধু
Ο খ) 
তিনু
Ο গ) 
সিধু
Ο ঘ) 
বাদল

  সঠিক উত্তর: (ক)

৫৫.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
বর্ধমানে
Ο খ) 
চব্বিশ পরগনা
Ο গ) 
ঝাড়খন্ড
Ο ঘ) 
পূর্ব মেদিনীপুর

  সঠিক উত্তর: (খ)

৫৬.
টিনের বাক্সের ভেতর কী বিক্রির নগদ পঞ্চাশ টাকা� টাকা ছিল?
Ο ক) 
আলু
Ο খ) 
পটল
Ο গ) 
লাউ
Ο ঘ) 
টমেটো

  সঠিক উত্তর: (খ)

৫৭.
পড়ে পাওয়া গল্পে ‘ইদির ভীষণ’ বলতে কাকে বোঝানো হয়েছে?
Ο ক) 
বিধুকে
Ο খ) 
বাদলকে
Ο গ) 
সিধুকে
Ο ঘ) 
গল্পকথককে

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
কালোমতো লোকটি চলে যায়-
Ο ক) 
ক্ষুব্ধ হয়ে
Ο খ) 
অপ্রতিভভাবে
Ο গ) 
বিমর্য মনে
Ο ঘ) 
কাঁদতে কাঁদতে

  সঠিক উত্তর: (খ)

৫৯.
বাদল প্রথমে কী দিয়ে বাক্সেটির তালা ভাঙতে চায়?
Ο ক) 
পাথর
Ο খ) 
ইট
Ο গ) 
লোহা
Ο ঘ) 
স্ক্রু ড্রাইভার

  সঠিক উত্তর: (খ)

৬০.
‘পড়ে পাওয়া’ কী ধরনের রচনা?
Ο ক) 
প্রবন্ধ
Ο খ) 
ছোটগল্প
Ο গ) 
স্মৃতিকথা
Ο ঘ) 
কিশোর গল্প

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
‘চাকরি না করলে� স্ত্রী-পুত্র না খেয়ে মরবে’-উক্তিটি কার?
Ο ক) 
কাপালির
Ο খ) 
গোয়ালদের
Ο গ) 
বাদলের
Ο ঘ) 
ঠাকুর মশাইয়ের

  সঠিক উত্তর: (ক)

৬২.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার পেশা ছিল-
i. পৌরোহিত্য
ii. লেখালেখি
iii. কথকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬৩.
‘পড়ে পাওয়া’ গল্পে লেখকের বাবা কাপালিকে খেতে প্রস্তাব করেন-
i. ডাল-ভাত
ii. তামাক
iii. পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬৪.
লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত ‘দিব্যি’ শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি?
Ο ক) 
শপথ
Ο খ) 
বিশ্বাস
Ο গ) 
সংশয়
Ο ঘ) 
অনবরত

  সঠিক উত্তর: (ক)

৬৫.
কোথাকার আম বিখ্যাত?
Ο ক) 
কাজী বাড়ির
Ο খ) 
পীর বাড়ির
Ο গ) 
চাঁপাতলীর
Ο ঘ) 
জামতলীর

  সঠিক উত্তর: (গ)

৬৬.
‘পড়ে পাওয়া’ গল্পে কোন সময়ের কথা বর্ণিত হয়েছে?
Ο ক) 
কালবৈশাখীর
Ο খ) 
ভরা ভাদরের
Ο গ) 
কনকনে শীতের
Ο ঘ) 
নব-বন্তের

  সঠিক উত্তর: (ক)

৬৭.
লেখকের বাবার নিকট মজুরি নিতে এসেছে-
Ο ক) 
বাদল
Ο খ) 
সিধু
Ο গ) 
বিধু
Ο ঘ) 
লেখক

  সঠিক উত্তর: (ক)

৬৮.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত বছর পর দ্বিতীয়বার বিয়ে করেন?
Ο ক) 
বিশ
Ο খ) 
একুশ
Ο গ) 
বাইশ
Ο ঘ) 
তেইশ

  সঠিক উত্তর: (গ)

৬৯.
‘পড়ে পাওয়া’ গল্পে কিশোরদের দলের সর্দার কে ছিল?
Ο ক) 
সিধু
Ο খ) 
নিধু
Ο গ) 
তিনু
Ο ঘ) 
বিধু

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
কাপালির টিনের বাক্স হারায় কোন মাসে?
Ο ক) 
বৈশাখ
Ο খ) 
জ্যৈষ্ঠ
Ο গ) 
আষাঢ়
Ο ঘ) 
শ্রাবণ

  সঠিক উত্তর: (খ)

৭১.
হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণবকে কী বলা হয়?
Ο ক) 
বোষ্টম
Ο খ) 
সন্ন্যাসী
Ο গ) 
ফকির
Ο ঘ) 
কাপালী

  সঠিক উত্তর: (ক)

৭২.
গল্পকথক ও বাদলের আম নিয়ে বাড়ি ফেরার পথটি ছিল-
i. বিপদসঙ্কুল
ii. নির্জন
iii. অন্ধকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
লেখকের বাবার নিকট মজুরি নিতে এসেছে-
Ο ক) 
খাদু ব্যাপারী
Ο খ) 
ভাদুই কুমোর
Ο গ) 
ছাদু মিয়া
Ο ঘ) 
শশী ধর

  সঠিক উত্তর: (খ)

৭৪.
কোনটি বিভূতিভূষণ রচিত কিশোর উপন্যাস?
Ο ক) 
আরণ্যক
Ο খ) 
স্মৃতির রেখা
Ο গ) 
মৌরীফুল
Ο ঘ) 
হীরামানিক জ্বলে

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
অম্বরপুর চরের কাপালীরা বন্যার কারণে হয়ে পড়ল-
i. নিরাশ্রয়
ii. সর্বস্বান্ত
iii. নি:স্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
লেখক আর বাদল কোন পথ দিয়ে বাড়ি ফিরছিল?
Ο ক) 
স্টেশনের
Ο খ) 
নদীর ধারের
Ο গ) 
স্কুলের
Ο ঘ) 
হাটের

  সঠিক উত্তর: (খ)

৭৭.
তিন দিন পরে কে চন্ডীমন্ডপের সামনে এসে দাঁড়াল?
Ο ক) 
ভিক্ষুক
Ο খ) 
সন্ন্যাসী
Ο গ) 
ঠাকুর মশায়
Ο ঘ) 
কালোমতো রোগা লোক

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
ছেলেদের কাছে কালবৈশাখীর ঝড় মানে কী?
Ο ক) 
পাতা কুড়ানো
Ο খ) 
আম কুড়ানো
Ο গ) 
জাম কুড়ানো
Ο ঘ) 
ফুল কুড়ানো

  সঠিক উত্তর: (খ)

৭৯.
ডবল টিনের ক্যাশবাক্সে যা থাকে তা হলো-
i. টাকাকড়ি
ii. গয়নাগাটি
iii. অস্ত্রশস্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৮০.
বন্যায় কোন চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল?
Ο ক) 
মুরাতিপুর
Ο খ) 
বারাকপুর
Ο গ) 
অম্বরপুর
Ο ঘ) 
নির্বিষখোলা

  সঠিক উত্তর: (গ)

৮১.
গল্পের কিশোরদের নৈতিক অবস্থান কেমন?
Ο ক) 
ভগ্নপ্রায়
Ο খ) 
নড়বড়ে
Ο গ) 
আলুথালু
Ο ঘ) 
সুদৃঢ়

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
‘পড়ে পাওয়া’ গল্পে লোকটি কোন হাট থেকে পটল বেচে ফিরছিল?
Ο ক) 
অম্বরপুর
Ο খ) 
ধুপখোলা
Ο গ) 
সম্বলপুর
Ο ঘ) 
নির্বীশ খোলা

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
পড়ে যাওয়া বাক্সটি কী রঙের টিনের ছিল?
Ο ক) 
হলুদ টিনের
Ο খ) 
সবুজ টিনের
Ο গ) 
খয়েরী টিনের
Ο ঘ) 
কালো টিনের

  সঠিক উত্তর: (খ)

৮৪.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ কোনটি?
Ο ক) 
মেঘমল্লার
Ο খ) 
হীরামানিক জ্বলে
Ο গ) 
আরণ্যক
Ο ঘ) 
তৃণাঙ্কুর

  সঠিক উত্তর: (ক)

৮৫.
কাদের মাঠের বাগানের আম বেশ বিখ্যাত?
Ο ক) 
কাপালিদের
Ο খ) 
বোষ্টমদের
Ο গ) 
মুখার্জীদের
Ο ঘ) 
বাড়ুয্যেদের

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
‘পড়ে পাওয়া’ গল্পে হাতের লেখা ভালো কার?
Ο ক) 
বিধুর
Ο খ) 
লেখকের
Ο গ) 
বাদলের
Ο ঘ) 
তিনুর

  সঠিক উত্তর: (গ)

৮৭.
‘মতলব বার করেছি।’-উক্তিটি কার?
Ο ক) 
মিনুর
Ο খ) 
সিধুর
Ο গ) 
নিধুর
Ο ঘ) 
বিধুর

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
‘এরপর আর আমাদের সন্দেহ রইল না’- কিসের সন্দেহ?
Ο ক) 
বিধুর বিজ্ঞতার
Ο খ) 
ঝড় আসার
Ο গ) 
আম কুড়োবার
Ο ঘ) 
বিধুর অজ্ঞতার

  সঠিক উত্তর: (খ)

৮৯.
কাদের বাগানে আম কুড়াতে কালবোশেখি উপেক্ষা করে সবাই ছুটছিল?
Ο ক) 
চাটুয্যেদের
Ο খ) 
মুখুয্যেদের
Ο গ) 
বাড়ুয্যেদের
Ο ঘ) 
গাঙ্গুলিদের

  সঠিক উত্তর: (গ)

৯০.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম-
i. মুরাতিপুর গ্রামে
ii. পিত্রালয়ে
iii. মাতুলালয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৯১.
‘সংশয়’ শব্দটির অর্থ কোনটি?
Ο ক) 
শঙ্কা
Ο খ) 
স্পর্শ
Ο গ) 
সন্দেহ
Ο ঘ) 
গুরুতর

  সঠিক উত্তর: (গ)

৯২.
‘চাঁদের পাহাড়’ বিভূতিভূষণের একটি-
Ο ক) 
কিশোর কাব্য
Ο খ) 
স্মৃতিকথা
Ο গ) 
আত্মজৈবনিক লেখা
Ο ঘ) 
কিশোর উপন্যাস

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
রাঢ়িখাল
Ο খ) 
মুরাতিপুর
Ο গ) 
বারাকপুর
Ο ঘ) 
ইছামতি

  সঠিক উত্তর: (খ)

৯৪.
লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত ‘দিব্যি’ শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি?
Ο ক) 
শপথ
Ο খ) 
বিশ্বাস
Ο গ) 
সংশয়
Ο ঘ) 
অনবরত

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
জামিল বাজার থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ করে রাস্তার একটি দামি ঘড়ি পড়ে থাকতে দেখল। সে ছিল হতদরিদ্র। হতদরিদ্র হওয়া সত্ত্বেও সে ঘড়িটা ফেরত দেওয়ার শপথ করে।
৯৫.
উদ্দীপকটি তোমার পঠিত কোন গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) 
মংড়ুর পথে
Ο খ) 
অতিথির স্মৃতি
Ο গ) 
পড়ে যাওয়া
Ο ঘ) 
মানব ধর্ম

  সঠিক উত্তর: (গ)

৯৬.
জামিল ও ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের যে শক্তি আমাদের সামনে ফুটে ওঠে-
i. নৈতিক শক্তি
ii. চারিত্রক দৃঢ়তা
iii. তীক্ষ্ণ বিবেচনাবোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২টি মন্তব্য: