NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র গদ্য: বাঙালির বাংলা


জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
গদ্য: বাঙালির বাংলা


১.
জড়তা মানবকে কোথায় নিয়ে যায়?
Ο ক) 
অমসৃণ পথে
Ο খ) 
ভ্রান্তির পথে
Ο গ) 
মৃত্যুর পঁথে
Ο ঘ) 
অনিশ্চয়তার পথে

  সঠিক উত্তর: (গ)

২.
তমগুণের ক্ষমতাকে ধ্বংস করতে পারে-
Ο ক) 
চন্দ্রনামের আগ্নেয়গিরি
Ο খ) 
ক্ষত্রিয়ের শক্তি
Ο গ) 
জ্ঞান শক্তি
Ο ঘ) 
প্রেম শক্তি

  সঠিক উত্তর: (খ)

৩.
জড়তা মানবকে অমৃতের পানে, আনন্দের পথে যেতে দেয় না কেন?
Ο ক) 
জড়ত্বিই অবিদ্যা বলে
Ο খ) 
দিব্যশক্তিকে জাগ্রত করে বলে
Ο গ) 
সঠিক পথে নিয়ে যায় বলে
Ο ঘ) 
বিশ্ববিজয়ী ব্রক্ষশক্তি আছে বলে

  সঠিক উত্তর: (ক)

৪.
কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য গ্রন্থ-
i. অগ্নিবীণা
ii. বিষের বাঁশী
iii. সাম্যবাদী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫.
বাংলার সুবর্ণ রেখার বালিতে পানিতে কী আছে?
Ο ক) 
মাছ
Ο খ) 
মহিষ
Ο গ) 
স্বর্ণরেণু
Ο ঘ) 
ঐশ্বর্য

  সঠিক উত্তর: (গ)

৬.
কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
Ο ক) 
১৯১৮ সালে
Ο খ) 
১৯১৯ সালে
Ο গ) 
১৯২০ সালে
Ο ঘ) 
১৯২১ সালে

  সঠিক উত্তর: (খ)

৭.
নজরুল কোথায় ফিরে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন?
Ο ক) 
ঢাকায়
Ο খ) 
লন্ডনে
Ο গ) 
কলকাতায়
Ο ঘ) 
নিজ গ্রামে

  সঠিক উত্তর: (গ)

৮.
‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
Ο ক) 
ধূমকেতু
Ο খ) 
নবযুগ
Ο গ) 
লাঙল
Ο ঘ) 
আঙুর

  সঠিক উত্তর: (খ)

৯.
পৃথিবীর শেষ্ঠতম গিরি-
Ο ক) 
আল্পস
Ο খ) 
হিমালয়
Ο গ) 
আন্দিজ
Ο ঘ) 
এলবুর্জ

  সঠিক উত্তর: (খ)

১০.
তম বা অন্ধকারকে শাসন করতে পারে-
Ο ক) 
রজোগুণ
Ο খ) 
সাত্ত্বিকতা
Ο গ) 
কর্মবিমুখতা
Ο ঘ) 
মৃত্যুভয়

  সঠিক উত্তর: (ক)

১১.
নিচের কোনটি সর্ব ঐশীশক্তির পীঠস্থান?
Ο ক) 
বাংলা
Ο খ) 
জাপান
Ο গ) 
বার্মা
Ο ঘ) 
নেপাল

  সঠিক উত্তর: (ক)

১২.
দিব্যতেজ কোনটি?
Ο ক) 
প্রেমশক্তি
Ο খ) 
কর্মশক্তি
Ο গ) 
জ্ঞানশক্তি
Ο ঘ) 
ক্ষাত্রশক্তি

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
তমকে শাসন করতে পারে কে?
Ο ক) 
রজগুণ
Ο খ) 
দিব্যগুণ
Ο গ) 
অলসতা
Ο ঘ) 
অবিদ্যা

  সঠিক উত্তর: (ক)

১৪.
বাংলাদেশের জাতীয় কবির নাম কী?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
জসীমউদ্‌দীন
Ο গ) 
কাজী নজরুল ইসলাম
Ο ঘ) 
শামসুর রাহমান

  সঠিক উত্তর: (গ)

১৫.
বাংলায় রয়েছে লক্ষ লক্ষ যোগী মুনি ঋষি তপস্বীর-
i. পীঠস্থান
ii. সমাধি
iii. দরগা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
ইসলামি গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন কে?
Ο ক) 
লালন শাহ
Ο খ) 
কাজী নজরুল ইসলাম
Ο গ) 
জসীমউদ্‌দীন
Ο ঘ) 
সুফিয়া কামাল

  সঠিক উত্তর: (খ)

১৭.
সহস্র ফকির দরবেশ অলি-গাজির কী পরম পবিত্র?
Ο ক) 
সমাধি
Ο খ) 
দরগা
Ο গ) 
পীঠস্থান
Ο ঘ) 
আবাস

  সঠিক উত্তর: (খ)

১৮.
পৃথিবীর লোককে দিনের পর দিন নিমন্ত্রণ করে খাওয়াত কে?
Ο ক) 
বাঙালিরা
Ο খ) 
জাপানিরা
Ο গ) 
ইতাপলীয়রা
Ο ঘ) 
মিশরীয়রা

  সঠিক উত্তর: (ক)

১৯.
ক্ষাত্রশক্তি না জাগলে কোন শক্তি কোনো কাজে লাগে না?
Ο ক) 
জ্ঞানশক্তি
Ο খ) 
কর্মশক্তি
Ο গ) 
দিব্যশক্তি
Ο ঘ) 
দিব্যশক্তি

  সঠিক উত্তর: (গ)

২০.
‘বিজলী’ পত্রিকাটির ধরন কেমন?
Ο ক) 
দৈনিক
Ο খ) 
সাপ্তাহিক
Ο গ) 
মাসিক
Ο ঘ) 
ত্রৈমাসিক

  সঠিক উত্তর: (খ)

২১.
বাংলার মাঠে মাঠে চড়ে বেড়ায়-
i. ধেনু
ii. ছাগ
iii. মহিষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২.
সব বাঙালি কোন কথাটি বলতে পারলে অসাধ্য সাধিত হবে বলে প্রাবন্ধিক মনে করেন?
Ο ক) 
জয় বাংলা
Ο খ) 
বাঙালির বাংলা
Ο গ) 
আমাদের বাংলা
Ο ঘ) 
পবিত্র বাংলা

  সঠিক উত্তর: (খ)

২৩.
আমাদের বাংলা নিত্য মহিমাময়ী, নিত্য সুন্দর ছাড়াও কী?
Ο ক) 
নিত্য সংগ্রামী
Ο খ) 
নিত্য উপবাসী
Ο গ) 
নিত্য পবিত্র
Ο ঘ) 
নিত্য ঐশ্বর্যময়ী

  সঠিক উত্তর: (গ)

২৪.
বাংলার কোনটি কখনও ফুরাবে না?
Ο ক) 
জল
Ο খ) 
স্বর্ণরেণু
Ο গ) 
মাছ
Ο ঘ) 
কয়লা

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
ঐশীশক্তি বলতে বোঝায়-
i. ঐশ্বরিক শক্তি
ii. ঈশ্বরপ্রদত্ত শক্তি
iii. অসীম ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
বাঙালির বৈশিষ্ট্যে লক্ষণীয়-
i. জড়ত্ব ও কর্ম-বিমুখতা
ii. আলস্য ও মৃত্যুভয়
iii. তন্দ্রা ও নিন্দ্রা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত কে?
Ο ক) 
কাজী নজরুল ইসলাম
Ο খ) 
সুকান্ত ভট্টাচার্য
Ο গ) 
আহসান হাবীব
Ο ঘ) 
শামসুর রাহমান

  সঠিক উত্তর: (ক)

২৮.
বাঙলার শিয়ারে প্রহরীর মতো জেগে আছে কে?
Ο ক) 
হিমালয়
Ο খ) 
মুনি-ঋষি
Ο গ) 
স্নিগ্ধ চাঁদ
Ο ঘ) 
তীব্র সূর্য

  সঠিক উত্তর: (ক)

২৯.
সত্ত্বগুণের প্রধান শত্রু হলো-
Ο ক) 
ঐশীশক্তি
Ο খ) 
রজোগুণ
Ο গ) 
দিব্যশক্তি
Ο ঘ) 
তমগুণ

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
বাংলার শিয়রে গিরি হিমালয় কিসের মতো জেগে আছে?
Ο ক) 
প্রহরীর মতো
Ο খ) 
স্তম্ভের মতো
Ο গ) 
বীরের মতো
Ο ঘ) 
দারোয়ানের মতো

  সঠিক উত্তর: (ক)

৩১.
‘ধেনু’ বলতে বোঝায়-
Ο ক) 
গরু
Ο খ) 
মহিষ
Ο গ) 
ছাগল
Ο ঘ) 
কুকুর

  সঠিক উত্তর: (ক)

৩২.
‘বাঙালির বাংলা প্রবন্ধে বর্ণিত বাংলার আকাশ কেমন?
Ο ক) 
নিত্য প্রসন্ন
Ο খ) 
নীলাচ্ছন্ন
Ο গ) 
মেঘাচ্ছন্ন
Ο ঘ) 
ধোঁয়াচ্ছন্ন

  সঠিক উত্তর: (ক)

৩৩.
তমকে শাসন করতে পারে কে?
Ο ক) 
রজোগুণ
Ο খ) 
সত্ত্বগুণ
Ο গ) 
তমোগুণ
Ο ঘ) 
সদ্‌গুণ

  সঠিক উত্তর: (ক)

৩৪.
কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে
Ο খ) 
ময়মনসিংহ জেলার দরিরামপুর গ্রামে
Ο গ) 
বর্ধমান জেলার কড়ুই গ্রামে
Ο ঘ) 
ময়মনসিংহ জেলার গৌরীপুর গ্রামে

  সঠিক উত্তর: (ক)

৩৫.
কাজী নজরুল ইসলাম বাঙালির মস্তিষ্ক ও হৃদয়কে কেমন বলেছেন?
Ο ক) 
ব্রহ্মময়
Ο খ) 
সুন্দরময়
Ο গ) 
পাষাণময়
Ο ঘ) 
আবেগময়

  সঠিক উত্তর: (ক)

৩৬.
বাঙালি তামসিকতায় আচ্ছন্ন হয়ে কোন শক্তিকে হারিয়ে ফেলেছে?
Ο ক) 
জ্ঞানশক্তি
Ο খ) 
প্রেমশক্তি
Ο গ) 
দিব্যশক্তি
Ο ঘ) 
চেতনাশক্তি

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
Ο ক) 
ধূমকেতু
Ο খ) 
নবযুগ
Ο গ) 
লাঙল
Ο ঘ) 
আঙুর

  সঠিক উত্তর: (খ)

৩৮.
কোনটি সর্ব দৈবশক্তির লীলানিকেতন?
Ο ক) 
হিমালয়
Ο খ) 
মহালয়
Ο গ) 
সেবালয়
Ο ঘ) 
দেবালয়

  সঠিক উত্তর: (ক)

৩৯.
সত্ত্বগুণের প্রধান শত্রু কোনটি?
Ο ক) 
তমোগুণ
Ο খ) 
রজোগুণ
Ο গ) 
দিব্যগুণ
Ο ঘ) 
সদ্‌গুণ

  সঠিক উত্তর: (ক)

৪০.
সাহিত্য পত্রিকা ‘বিজলী’একটি-
Ο ক) 
সাপ্তাহিক
Ο খ) 
পাক্ষিক
Ο গ) 
মাসিক
Ο ঘ) 
ত্রৈমাসিক

  সঠিক উত্তর: (ক)

৪১.
‘তিমির’ শব্দের অর্থ-
Ο ক) 
অন্ধকার
Ο খ) 
নির্জীব
Ο গ) 
অগ্নি
Ο ঘ) 
বেদি

  সঠিক উত্তর: (ক)

৪২.
কাজী নজরুল ইসলামের ‘চক্রবাক’ কী ধরনের গ্রন্থ?
Ο ক) 
কাব্যগ্রন্থ
Ο খ) 
উপন্যাস
Ο গ) 
গল্পগ্রন্থ
Ο ঘ) 
নাট্যগ্রন্থ

  সঠিক উত্তর: (ক)

৪৩.
ঐশীশক্তি বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
পবিত্র শক্তি
Ο খ) 
ঈশ্বর প্রদত্ত শক্তি
Ο গ) 
সমরশক্তি
Ο ঘ) 
অপশক্তি

  সঠিক উত্তর: (খ)

৪৪.
যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন নজরুল ইসলাম কোন ক্লাস পাস করেন?
Ο ক) 
অষ্টম
Ο খ) 
নবম
Ο গ) 
দশম
Ο ঘ) 
একাদশ

  সঠিক উত্তর: (গ)

৪৫.
বাঙালির দেব ও মন কিরূপ?
Ο ক) 
বহ্মময়
Ο খ) 
অবিশ্বাস্য
Ο গ) 
পাষাণময়
Ο ঘ) 
ত্রিগুণান্বিত

  সঠিক উত্তর: (গ)

৪৬.
প্রথম মহাযুদ্ধ শুরু হলে কাজী নজরুল ইসলাম কোথায় যোগদান করেন?
Ο ক) 
বাঙালি পল্টনে
Ο খ) 
পাকিস্তানি পল্টনে
Ο গ) 
আফগান পল্টনে
Ο ঘ) 
কলকাতা পল্টনে

  সঠিক উত্তর: (ক)

৪৭.
মানুষকে ভ্রান্তির পথে নিয়ে যায়-
Ο ক) 
দিব্যদৃষ্টি
Ο খ) 
অবিদ্যা
Ο গ) 
অবিশ্বাস
Ο ঘ) 
আত্মত্যাগ

  সঠিক উত্তর: (খ)

৪৮.
প্রত্যেক মানুষ কয়টি গুণসম্পন্ন?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (খ)

৪৯.
বাংলার সূর্য অতি তীব্র দহনে-
Ο ক) 
দাহন করে না
Ο খ) 
দাহন করে
Ο গ) 
সতেজ করে
Ο ঘ) 
জ্বালা ধরায়

  সঠিক উত্তর: (ক)

৫০.
কীর্তন হচ্ছে-
i. গুণ বর্ণনা
ii. সংকীর্তন
iii. দেবদেবীর মহিমা প্রচারমূলক সংগীত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
কোন কবিতা প্রকাশের পর নজরুলের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে?
Ο ক) 
বিদ্রোহী
Ο খ) 
সংকল্প
Ο গ) 
কুলি-মজুর
Ο ঘ) 
ছাত্রদলের গান

  সঠিক উত্তর: (ক)

৫২.
অবিদ্যা কাদের জীবনে সবচেয়ে বেশি বাধা-বিঘ্ন আনে?
Ο ক) 
সাত্ত্বিক ভাবাপন্নদের
Ο খ) 
ক্ষাত্রশক্তি ভাবাপন্নদের
Ο গ) 
রজগুণ ভাবাপন্নদের
Ο ঘ) 
ব্রক্ষ্মশক্তি ভাবাপন্নদের

  সঠিক উত্তর: (ক)

৫৩.
বাঙালির মতো পৃথিবীর অন্য কোনো জাতির নেই-
i. জ্ঞান-শক্তি
ii. কর্ম-শক্তি
iii. প্রেম-শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫৪.
কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
Ο ক) 
১৮৯৭ সালের ২৫ মে
Ο খ) 
১৮৯৯ সালের ৭ মে
Ο গ) 
১৮৯৯ সালের ২৫ মে
Ο ঘ) 
১৮৯৯ সালের ১৭ মে

  সঠিক উত্তর: (গ)

৫৫.
সব অসৎ শক্তিকে পরাজিত করে, পূর্ণতার পথে নিয়ে যায়-
i. সত্ত্বগুণ
ii. ঐশী শক্তি
iii. বাড়ত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫৬.
অবিদ্যা হচ্ছে-
i. তম:
ii. তিমির
iii. জড়ত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
কাজী নজরুল ইসলাম কোন ধরনের বিদেশি শব্দ ব্যবহারে কুশলতা দেখিয়েছেন?
Ο ক) 
ইংরেজি ও হিন্দি
Ο খ) 
আরবি ও ফারসি
Ο গ) 
হিন্দি ও উর্দু
Ο ঘ) 
উর্দু ও ফারসি

  সঠিক উত্তর: (খ)

৫৮.
সাহিত্য রচনায় কাজী নজরুল ইসলামের উজ্জ্বল প্রতিভার পরিচয় পাওয়া যায়-
i. কবিতা রচনায়
ii. সংগীত রচনায়
iii. উপন্যাস রচনায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
নজরুল জ্ঞান-শক্তি বলেছেন কোনটিকে?
Ο ক) 
ব্রেন সেন্টার
Ο খ) 
মেমোরি সেন্টার
Ο গ) 
হার্ট সেন্টার
Ο ঘ) 
পাওয়ার সেন্টার

  সঠিক উত্তর: (ক)

৬০.
কাজী নজরুল ইসলামের মতে বাংলার বায়ুতে রয়েছে-
i. চিরবসন্ত
ii. শরতের মাধুর্য
iii. কালো ধোঁয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬১.
রজোগুণ মানে কী?
Ο ক) 
ক্ষাত্রশক্তি
Ο খ) 
জ্ঞানশক্তি
Ο গ) 
কর্মশক্তি
Ο ঘ) 
প্রেমশক্তি

  সঠিক উত্তর: (ক)

৬২.
ক্ষাত্রশক্তি বলতে বোঝায়-
i. অলৌকিক ক্ষমতা
ii. ক্ষত্রিয়ের শক্তি
iii. যুদ্ধ করার ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৬৩.
বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে ‘বাঙালির বাংলা’ সেদিন তারা কী করবে?
Ο ক) 
অসাধ্য সাধন
Ο খ) 
প্রাণ সংহার
Ο গ) 
অমৃত পান
Ο ঘ) 
মৃত্যুভয়

  সঠিক উত্তর: (ক)

৬৪.
বজ্রের বিদ্যুৎ দেখে বাঙালির মন কেমন হয়?
Ο ক) 
ভয় জাগে
Ο খ) 
নেচে ওঠে
Ο গ) 
বিষাদ হয়
Ο ঘ) 
উৎকণ্ঠা বাড়ে

  সঠিক উত্তর: (খ)

৬৫.
পৃথিবীতে বাঙালি জাতি অনন্য-
i. জ্ঞানশক্তির বিবেচনায়
ii. প্রেমশক্তির নিরিখে
iii. অলৌকিক শক্তি মাহাত্ম্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬৬.
বিশ্ব বিজয়ী শক্তি কোনটি?
Ο ক) 
জ্ঞানশক্তি
Ο খ) 
প্রেমশক্তি
Ο গ) 
কর্মশক্তি
Ο ঘ) 
সৎশক্তি

  সঠিক উত্তর: (খ)

৬৭.
‘ক্ষাত্রশক্তি’ শব্দের অর্থ কী?
Ο ক) 
অলৌকিক ক্ষমতা
Ο খ) 
ঐশ্বরিক ক্ষমতা
Ο গ) 
জ্ঞান আহরণের ক্ষমতা
Ο ঘ) 
যুদ্ধ করার ক্ষমতা

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
নিচের কোনটি সর্ব ঐশীশক্তির পীঠস্থান?
Ο ক) 
বাংলা
Ο খ) 
জাপান
Ο গ) 
বার্মা
Ο ঘ) 
নেপাল

  সঠিক উত্তর: (ক)

৬৯.
বাঙালির দাসত্ব দেখে লেখকের বক্ষ মন্থন করে কী আসে?
Ο ক) 
ঐশী শক্তি
Ο খ) 
ক্রোধ
Ο গ) 
প্রলয়ের কম্পন
Ο ঘ) 
অশ্রু

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
বাঙালির কোন আগ্নয়েগিরি অগ্নি উদ্‌গীরণ করল না?
Ο ক) 
চন্দ্রনাথের
Ο খ) 
সত্ত্বগণের
Ο গ) 
হিমালয়ের
Ο ঘ) 
ঐশীশক্তির

  সঠিক উত্তর: (ক)

৭১.
সব অসৎ শক্তিকে পরাজিত করে পূর্ণতার পথে নিয়ে যায়-
i. সত্ত্বগুণ
ii. ঐশীশক্তি
iii. জড়ত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৭২.
নজরুল হার্ট সেন্টার হিসেবে নির্দেশ করেছেন কোনটিকে?
Ο ক) 
জ্ঞান-শক্তি
Ο খ) 
কর্ম-শক্তি
Ο গ) 
প্রেম-শক্তি
Ο ঘ) 
ক্ষাত্র-শক্তি

  সঠিক উত্তর: (গ)

৭৩.
প্রাবন্ধিক প্রেমশক্তির ইংরেজি নাম দিয়েছেন-
Ο ক) 
লাভ পাওয়ার
Ο খ) 
লাভ স্ট্রেনথ্‌
Ο গ) 
হার্ট সেন্টার
Ο ঘ) 
হার্ট পাওয়ার

  সঠিক উত্তর: (গ)

৭৪.
কার কবলে পড়ে শক্তি মরে যায়?
Ο ক) 
অসত্যের
Ο খ) 
ত্রাসের
Ο গ) 
ভীতির
Ο ঘ) 
মূর্খের

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
‘বাঙালির বাংলা’ প্রবন্ধে আমরা কেন বিদেশি লুণ্ঠনের প্রতিবাদ করি না?
Ο ক) 
অবহেলা
Ο খ) 
দুর্বলতা
Ο গ) 
আনুগত্য
Ο ঘ) 
জড়তা

  সঠিক উত্তর: (গ)

৭৬.
‘বাঙালির বাংলা’ কী ধরনের সাহিত্য?
Ο ক) 
গল্প
Ο খ) 
প্রবন্ধ
Ο গ) 
উপন্যাস
Ο ঘ) 
কথিকা

  সঠিক উত্তর: (খ)

৭৭.
বাঙালি আজন্ম কোন শক্তিসম্পন্ন?
Ο ক) 
জ্ঞানশক্তি
Ο খ) 
প্রেমশক্তি
Ο গ) 
কর্মশক্তি
Ο ঘ) 
দিব্যশক্তি

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Ο ক) 
বিজলী
Ο খ) 
ধূমকেতু
Ο গ) 
সওগাত
Ο ঘ) 
শিখা

  সঠিক উত্তর: (ক)

৭৯.
কারা আজন্ম দিব্যশক্তির অধিকারী
Ο ক) 
বঙ্গদেশি
Ο খ) 
ভারতীয় বাঙ্গালি
Ο গ) 
বাঙালি
Ο ঘ) 
পাকিস্তানি

  সঠিক উত্তর: (গ)

৮০.
জগতে দিনব গুণে গুণান্বিত ও সমন্বিত কারা?
Ο ক) 
অবপ্রাণী
Ο খ) 
মেরুদন্ডী প্রাণী
Ο গ) 
মানুষ
Ο ঘ) 
ফেরেস্তাগণ

  সঠিক উত্তর: (গ)

৮১.
বাঙালির মতো পৃথিবীর অন্য কোনো জাতির নেই-
i. জ্ঞান-শক্তি
ii. কর্ম-শক্তি
iii. প্রেম-শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৮২.
কত সালে কাজী নজরুল ইসলামকে ঢাকায় এনে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়?
Ο ক) 
১৯৭০ সালে
Ο খ) 
১৯৭১ সালে
Ο গ) 
১৯৭২ সালে
Ο ঘ) 
১৯৭৩ সালে

  সঠিক উত্তর: (গ)

৮৩.
কারা অজন্ম বিদ্যশক্তির অধিকারী?
Ο ক) 
বঙ্গদেশি
Ο খ) 
ভারতীয় বাঙালি
Ο গ) 
বাঙালি
Ο ঘ) 
পাকিস্তানি

  সঠিক উত্তর: (গ)

৮৪.
বাঙালির মস্তিষ্ক ও হৃদয় কীরূপ?
Ο ক) 
পাষাণময়
Ο খ) 
ব্রহ্মময়
Ο গ) 
ঐশ্বর্ষময়
Ο ঘ) 
আলস্যময়

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:
বাঙালি জাতি বহু বছর পরাধীনতার শৃঙ্খলে বন্দি ছিল। পৃথিবীর নানা প্রান্তের মানুষ এখানে এসে ব্যবসায়-বাণিজ্য করেছে, শাসন করেছে, শোষণ করেছে। সচেতন ও প্রতিবাদী মানুষ এর বিরুদ্ধে লড়াই করেছে।
৮৫.
উদ্দীপকটিতে প্রবন্ধের কোন ভাব প্রতিফলিত হয়েছে?
i. পরাধীনতার গ্লানি
ii. সংগ্রামী চেতনা
iii. অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৮৬.
দীর্ঘদিন পরাধীন থাকার কুফল কোনটি?
i. জাতি নির্জীব হয়ে যায়
ii. তারা শাসকদের দাস হয়ে ওঠে
iii. জাতির ক্ষাত্রশক্তি সজাগ হয়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৮৭.
‘বাঙালির বাংলা’ প্রবন্ধে নজরুল পরাধীনতার স্বরূপটিকে কীভাবে দেখেছেন?
Ο ক) 
পরাধীনতার শৃঙ্খল বাঙালিকে নিষ্ক্রিয় ও প্রতিবাদহীন করেছে
Ο খ) 
দাসত্বের শৃঙ্খলে থেকেই তারা এগিয়ে যাবে
Ο গ) 
এভাবে তারা নৈরাশ্য, জরা-ক্লান্তিকে দূর করবে
Ο ঘ) 
এভাবেই তারা আস্তে আস্তে বুদ্ধিমান ও বিকশিত হবে

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...