NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র গদ্য: তৈলচিত্রের ভূত


জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
গদ্য: তৈলচিত্রের ভূত


১.
কীভাবে নগেন পরাশর ডাক্তারের লাইব্রেরিতে আসে?
Ο ক) 
বীরের মতো
Ο খ) 
পাগলের মতো
Ο গ) 
চোরের মতো
Ο ঘ) 
স্বাভাবিকভাবে

  সঠিক উত্তর: (গ)

২.
‘তৈলচিত্রের ভূত’ গল্পটি লিখেছেন-
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
কাজী নজরুল ইসলাম
Ο গ) 
মানিক বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) 
আবুল মনসুর আহমদ

  সঠিক উত্তর: (গ)

৩.
লাইব্রেরিটি নগেনের কোন আত্মীয়ের আমলের?
Ο ক) 
দাদামশায়ের
Ο খ) 
বাবার
Ο গ) 
মামার
Ο ঘ) 
প্রপিতামহের

  সঠিক উত্তর: (ক)

৪.
পরাশর ডাক্তার সম্পর্কে নিম্নের কোন বৈশিষ্ট্য সমর্থনযোগ্য?
Ο ক) 
বুদ্ধিমান ও আধুনিক
Ο খ) 
সাহসী ও লোভী
Ο গ) 
জ্ঞানী ও দু:সাহসী
Ο ঘ) 
কুসংস্কারে বিশ্বাসী

  সঠিক উত্তর: (ক)

৫.
তৈলচিত্রের কাছে গিয়ে নগেন কী বলেছিল?
Ο ক) 
আমায় যেতে দাও মামা
Ο খ) 
আমায় ক্ষমা করো মামা
Ο গ) 
আমায় দোয়া কর মামা
Ο ঘ) 
আমি যেন বড় হতে পারি মামা

  সঠিক উত্তর: (খ)

৬.
কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাপত ছোটগল্প?
Ο ক) 
পদ্ম বউ
Ο খ) 
নষ্টনীড়
Ο গ) 
পুঁইমাচা
Ο ঘ) 
প্রাগৈতিহাসিক

  সঠিক উত্তর: (ঘ)

৭.
প্রেতাত্মা বলতে আমরা সাধারণত বুঝি-
i. মৃত মানুষের আত্মাকে
ii. ভূতকে
iii. পরিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮.
‘‘পাগল যে হয় অত সহজে সে টের পায় না সে পাগল হয়ে গেছে।”-উক্তিটি কার?
Ο ক) 
নগেনের
Ο খ) 
মামার
Ο গ) 
পরেশ
Ο ঘ) 
পরাশর

  সঠিক উত্তর: (ঘ)

৯.
‘প্রেতাত্মা’ বলতে বোঝায়-
Ο ক) 
পরমাত্মা
Ο খ) 
মৃতের আত্মা
Ο গ) 
পেতনির আত্মা
Ο ঘ) 
লৌকিক জীবন

  সঠিক উত্তর: (খ)

১০.
নগেনের মামার তৈলচিত্রটি দেয়ালের কোথায় ছিল?
Ο ক) 
কোনায়
Ο খ) 
পূর্ব দিকে
Ο গ) 
 মাঝামাঝি
Ο ঘ) 
মেঝের কাছে

  সঠিক উত্তর: (গ)

১১.
‘তৈলচিত্রের ভূত’ গল্পে ডাক্তারের নাম কী?
Ο ক) 
নগেন
Ο খ) 
গণেশ
Ο গ) 
পরাশর
Ο ঘ) 
সত্যানন্দ

  সঠিক উত্তর: (গ)

১২.
পরাশর ডাক্তারের কাছে নগেনের কথা বলার ভঙ্গিটা কী রকম লেগেছিল?
Ο ক) 
খাপছাড়া
Ο খ) 
এলোমেলো
Ο গ) 
বেপরোয়া
Ο ঘ) 
উদভ্রান্ত

  সঠিক উত্তর: (ক)

১৩.
ভূতবিশ্বাসকে এক কথায় কী নামে অভিহিত করা যায়-
Ο ক) 
সচেতনতা চেতনা
Ο খ) 
কুসংস্কার
Ο গ) 
বিজ্ঞানবাদী মতবাদ
Ο ঘ) 
মৌলিক চিন্তা

  সঠিক উত্তর: (খ)

১৪.
‘প্রেতাত্মা’ মানে কী?
Ο ক) 
ভ্রান্তি
Ο খ) 
ভূতের আত্মা
Ο গ) 
ভূত
Ο ঘ) 
ভূতের ছায়া

  সঠিক উত্তর: (গ)

১৫.
‘ছলনা’ শব্দের অর্থ কী?
Ο ক) 
শঠতা
Ο খ) 
প্রসারিত
Ο গ) 
কম্পিত
Ο ঘ) 
বিচলিত

  সঠিক উত্তর: (ক)

১৬.
আলমারির ভেতরের বইগুলো ছিল-
Ο ক) 
মূল্যবান
Ο খ) 
অদরকারি
Ο গ) 
সস্তা
Ο ঘ) 
উৎকৃষ্ট

  সঠিক উত্তর: (খ)

১৭.
‘‘তিনি হাঁফ ছেড়ে বাঁচলেন”-কথাটির মধ্যে প্রকাশ পেয়েছে-
Ο ক) 
আশঙ্কা
Ο খ) 
আকাঙ্ক্ষা
Ο গ) 
সাহসিকতা
Ο ঘ) 
ভীরুতা

  সঠিক উত্তর: (ক)

১৮.
তিনটি তৈলচিত্রের একজন নন কে? নগেনের-
Ο ক) 
মামা
Ο খ) 
পিসি
Ο গ) 
দাদা
Ο ঘ) 
দিদিমা

  সঠিক উত্তর: (খ)

১৯.
তৈলচিত্রগুলো হলো-
i. নগেনের মামার
ii. নগেনের দিদিমার
iii. নগেনের দাদামশায়ের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০.
মানিক বন্দ্যোপাধ্যায় হলেন খ্যাতিমান-
Ο ক) 
কবি ও গল্পকার
Ο খ) 
কবি ও ঔপন্যাসিক
Ο গ) 
ঔপন্যাসিক ও ছোটগল্পকার
Ο ঘ) 
ঔপন্যাসিক ও নাট্যকার

  সঠিক উত্তর: (গ)

২১.
লাইব্রেরির আলমারিগুলোর মূল্য কেমন?
Ο ক) 
দামি
Ο খ) 
বেশি দামি
Ο গ) 
অল্প দামি
Ο ঘ) 
দামশূন্য

  সঠিক উত্তর: (গ)

২২.
মামার চোখের দৃষ্টিকে নগেনের কেমন মনে হয়েছিল?
Ο ক) 
করুণার
Ο খ) 
স্নেহের
Ο গ) 
অভিযোগের
Ο ঘ) 
ভর্ৎসনার

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
পরাশর ডাক্তার পড়ে গেলেন-
Ο ক) 
ভূতের ধাক্কায়
Ο খ) 
বিদ্যুতের ধাক্কায়
Ο গ) 
দুর্বলতার কারণে
Ο ঘ) 
পা হড়কে

  সঠিক উত্তর: (খ)

২৪.
পরাশর ডাক্তার লাইব্রেরিতে বসে কী করছিলেন?
Ο ক) 
বই পড়ছিলেন
Ο খ) 
চিঠি লিখছিলেন
Ο গ) 
রোগী দেখছিলেন
Ο ঘ) 
বিশ্রাম নিচ্ছিলেন

  সঠিক উত্তর: (খ)

২৫.
আলমারি কয়েকটি কেমন ছিল?
Ο ক) 
অল্প দামি আর অনেক পুরোনো
Ο খ) 
দামি ও নতুন
Ο গ) 
চকচকে ও দামি
Ο ঘ) 
অল্প দামি কিন্তু নতুন

  সঠিক উত্তর: (ক)

২৬.
জ্বলজ্বলে উজ্জ্বল চোখ দুটি আসলে কী ছিল?
Ο ক) 
তৈলচিত্রে মামার চোখ
Ο খ) 
ভূতের চোখ
Ο গ) 
ইলেকট্রিক বাল্ব
Ο ঘ) 
মনের ভুল

  সঠিক উত্তর: (গ)

২৭.
বৈদ্যুতিক শক খেয়ে পরাশর ডাক্তার কত মিনিট চোখ বুজে ছিলেন?
Ο ক) 
এক মিনিট
Ο খ) 
দুই মিনিট
Ο গ) 
তিন মিনিট
Ο ঘ) 
পাঁচ মিনিট

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
পরাশর ডাক্তারের লইব্রেরিটা কেমন?
Ο ক) 
ছোটখাটো
Ο খ) 
প্রকান্ড
Ο গ) 
ছিমছাম
Ο ঘ) 
জরাজীর্ণ

  সঠিক উত্তর: (খ)

২৯.
পরাশর ডাক্তারের কাছে নগেনের কথা বলার ভঙ্গিটা কী রকম লেগেছিল?
Ο ক) 
খাপছাড়া
Ο খ) 
এলোমেলো
Ο গ) 
বেপরোয়া
Ο ঘ) 
উদভ্রান্ত

  সঠিক উত্তর: (ক)

৩০.
ভয়ের জন্য শরীর অস্থির লাগা নগেনের কাছে কেমন মনে হয়েছিল?
Ο ক) 
অনেক বড় ব্যাপার
Ο খ) 
সামান্য ব্যাপার
Ο গ) 
ঘৃণার ব্যাপার
Ο ঘ) 
মজার ব্যাপার

  সঠিক উত্তর: (খ)

৩১.
সমস্ত সকাল নগেন কোথায় পড়ে থাকল?
Ο ক) 
বিছানায়
Ο খ) 
লাইব্রেরিতে
Ο গ) 
ডাক্তারের বাড়িতে
Ο ঘ) 
পথেঘাটে

  সঠিক উত্তর: (ক)

৩২.
তৈলচিত্র ধাক্কা দিত না-
i. আলো জ্বালালে
ii. দিনের বেলায়
iii. অন্ধকার থাকলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩৩.
‘মাঝির ছেলে’ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি-
Ο ক) 
জনপ্রিয় উপন্যাস
Ο খ) 
প্রাপ্তবয়স্ক উপন্যাস
Ο গ) 
কিশোর উপন্যাস
Ο ঘ) 
সস্তা উপন্যাস

  সঠিক উত্তর: (গ)

৩৪.
দেবতার মতো মামাকে ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে নগেনের ভেতরে তৈরি হয়-
i. দারুণ লজ্জাবোধ
ii. অনুতাপ-অনুশোচনা
iii. গ্লানির কণ্টক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
মানিক বন্দ্যোপাধ্যায়-এর পিতৃপুরুষের বসতি কোথায় ছিল?
Ο ক) 
ঢাকায়
Ο খ) 
বিক্রমপুরে
Ο গ) 
রংপুরে
Ο ঘ) 
খুলনায়

  সঠিক উত্তর: (খ)

৩৬.
নগেনের কথা বলার ভঙ্গি পর্যন্ত খাপছাড়া হয়ে গেছে কেন?
Ο ক) 
ওষুধ খেয়ে
Ο খ) 
ভয় পেয়ে
Ο গ) 
তাড়া খেয়ে
Ο ঘ) 
মার খেয়ে

  সঠিক উত্তর: (খ)

৩৭.
কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপন্যাস?
Ο ক) 
সনাতনী
Ο খ) 
মাঝির ছেলে
Ο গ) 
পদ্মানদীর মাঝি
Ο ঘ) 
জন্দ করার প্রতিযোগিতা

  সঠিক উত্তর: (খ)

৩৮.
নগেন কোথায় পড়ত?
Ο ক) 
কলেজ
Ο খ) 
স্কুলে
Ο গ) 
বিশ্ববিদ্যালয়ে
Ο ঘ) 
কিন্ডার গার্টেনে

  সঠিক উত্তর: (ক)

৩৯.
নগেন কত ক্ষণ মড়ার মতো বিছানায় পড়ে ছিল?
Ο ক) 
সমস্ত সকাল
Ο খ) 
সমস্ত রাত
Ο গ) 
সমস্ত দিন
Ο ঘ) 
সমস্ত বিকেল

  সঠিক উত্তর: (ক)

৪০.
‘তৈলচিত্রের ভূত’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
Ο ক) 
বনফুল
Ο খ) 
মৌচাক
Ο গ) 
পিপাসা
Ο ঘ) 
সবুজ পত্র

  সঠিক উত্তর: (খ)

৪১.
‘মরলে তো মানুষ সব জানতে পারে’-এটা কার উক্তি?
Ο ক) 
ডাক্তারের
Ο খ) 
মামার
Ο গ) 
নগেনের
Ο ঘ) 
দাদামশায়ের

  সঠিক উত্তর: (গ)

৪২.
মামা কার নামে মোটা অঙ্কের টাকা উইল করে রেখে যান?
Ο ক) 
পরাশরের
Ο খ) 
নগেনের
Ο গ) 
মেয়ের
Ο ঘ) 
স্ত্রীর

  সঠিক উত্তর: (খ)

৪৩.
‘তৈলচিত্রের ভূত’ গল্পে দেয়ালে কয়টি তৈলচিত্র ছিল?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (খ)

৪৪.
‘পদ্মানদীর মাঝি’ কার লেখা?
Ο ক) 
সুব্রত বড়ুয়ার
Ο খ) 
কাজী নজরুল ইসলামের
Ο গ) 
জীবনানন্দ দাশের
Ο ঘ) 
মানিক বন্দ্যোপাধ্যায়ের

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
‘তৈলচিত্রে ভর করে মামা নগেনকে ধাক্কা দিয়েছিলেন তার কী প্রমাণ আছে?’ নগেনের এমন মনে হয়েছিলো কারণ-
Ο ক) 
সাহস
Ο খ) 
সন্দেহ
Ο গ) 
ভয়
Ο ঘ) 
শ্রদ্ধা

  সঠিক উত্তর: (খ)

৪৬.
‘দাদা মশায়ের আমল’ দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) 
অনেক সমৃদ্ধ
Ο খ) 
অনেক পুরাতন
Ο গ) 
খুবই সুন্দর
Ο ঘ) 
খুবই নোংরা

  সঠিক উত্তর: (খ)

৪৭.
চোরের মতো নি:শব্দে পরাশর ডাক্তারের ঘরে ঢুকে কে?
Ο ক) 
পরেশ
Ο খ) 
খগেন
Ο গ) 
নগেন
Ο ঘ) 
নরেশ

  সঠিক উত্তর: (গ)

৪৮.
অন্ধকারে মামার তৈলচিত্র ছুঁলে সমস্ত শরীর ঝনঝনিয়ে ঝাঁকুনি দিয়ে ওঠার কারণ-
Ο ক) 
ভয় পাওয়া
Ο খ) 
বিদ্যুৎস্পৃষ্ট হওয়া
Ο গ) 
ভক্তি শ্রদ্ধার কারণে
Ο ঘ) 
ভূতের ঝাঁকুনি

  সঠিক উত্তর: (খ)

৪৯.
নগেন মামাকে কীভাবে ঠকিয়েছিল?
Ο ক) 
টাকা-পয়সা চুরি করে
Ο খ) 
ভক্তি-শ্রদ্ধার ভান করে
Ο গ) 
অহেতুক টাকা-পয়সা নিয়ে
Ο ঘ) 
পড়াশোনা না করে

  সঠিক উত্তর: (খ)

৫০.
‘তৈলচিত্রে ভূত’ গল্পে ক্যালেন্ডারে বাংলা কোন মাসের উল্লেখ আছে?
Ο ক) 
জৈষ্ঠ্য
Ο খ) 
চৈত্র
Ο গ) 
বৈশাখ
Ο ঘ) 
ভাদ্র

  সঠিক উত্তর: (খ)

৫১.
মৃত্যুর পর মামাকে নগেন কেমন মানুষ মনে করেছে?
Ο ক) 
দানবের মতো
Ο খ) 
ঋষির মতো
Ο গ) 
দেবতার মতো
Ο ঘ) 
অমানুষের মতো

  সঠিক উত্তর: (গ)

৫২.
নগেন সম্বন্ধে পরাশর ডাক্তারের ধারণা কেমন?
Ο ক) 
খুব লোভী ছেলে
Ο খ) 
খুব চালাক ছেলে
Ο গ) 
একজন দক্ষ অভিনেতা
Ο ঘ) 
বানিয়ে গল্প বলার ছেলে নয়

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
জীবিত থাকতে নগেন তার মামার কাছ থেকে লাভ করেছে-
Ο ক) 
আদর-আপ্যায়ন
Ο খ) 
স্নেহ-মমতা
Ο গ) 
অনাদর-অবহেলা
Ο ঘ) 
ভালোবাসা-আন্তরিকতা

  সঠিক উত্তর: (গ)

৫৪.
নগেন তৈলচিত্রে প্রণাম করতে যায়-
i. আত্মগ্লানি কমানোর আশায়
ii. মনকে শান্ত করার ইচ্ছায়
iii. লোকদেখানো শ্রদ্ধা প্রকাশ করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৫৫.
চেয়ার টেবিলের পেনশন পাওয়া বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
অবসর নেওয়া
Ο খ) 
ফেলে দেওয়া
Ο গ) 
ব্যবহার অনুপযোগী হওয়া
Ο ঘ) 
সাজিয়ে রাখা

  সঠিক উত্তর: (গ)

৫৬.
লাইব্রেরি ঘরের দেয়ালে কয়টি বড় বড় তৈলচিত্র ছিল-
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (গ)

৫৭.
কার প্রতি নগেনের আন্তরিক শ্রদ্ধাভক্তি বেড়ে গিয়েছিল?
Ο ক) 
ডাক্তারের
Ο খ) 
মামার
Ο গ) 
মামির
Ο ঘ) 
কাকার

  সঠিক উত্তর: (খ)

৫৮.
“মামার তৈলচিত্রে অশরীবী আত্মা প্রবেশ করেছে”- নগেনের এমন ধারণার কারণ কী?
i. কুসংস্কারাচ্ছন্ন মন
ii. বিদ্যুৎ সম্পর্কে অজ্ঞতা
iii. মামার প্রতি ভক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৫৯.
মামা নগেনকে কী পরিমাণ টাকা দিয়ে গেছেন? নিজের ছেলেদের-
Ο ক) 
সমান
Ο খ) 
প্রায় সমান
Ο গ) 
চেয়ে বেশি
Ο ঘ) 
চেয়ে কম

  সঠিক উত্তর: (খ)

৬০.
নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত?
Ο ক) 
মাসির
Ο খ) 
পিসির
Ο গ) 
মামার
Ο ঘ) 
দাদার

  সঠিক উত্তর: (গ)

৬১.
নগেন তার মামাবাড়িতে থেকে কী করে?
Ο ক) 
বিশ্ববিদ্যালয়ে পড়ে
Ο খ) 
স্কুলে পড়ে
Ο গ) 
কলেজে পড়ে
Ο ঘ) 
ডাক্তারি পড়ে

  সঠিক উত্তর: (গ)

৬২.
‘আমি কী করব ডাক্তার কাক”? এ উক্তিতে প্রকাশ পেয়েছে নগেনের-
Ο ক) 
আকুতি
Ο খ) 
অসহায়ত্ব
Ο গ) 
ভীতি
Ο ঘ) 
অনুসন্ধিৎসা

  সঠিক উত্তর: (খ)

৬৩.
নগেনের মামা কেমন প্রকৃতির লোক ছিলেন?
Ο ক) 
অসাধু
Ο খ) 
কপট
Ο গ) 
লোভী
Ο ঘ) 
কৃপণ

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
নগেনের সাথে পরাশর ডাক্তারের প্রথম দেখা হয় কখন?
Ο ক) 
২ মাস আগে
Ο খ) 
৩ মাস আগে
Ο গ) 
৪ মাস আগে
Ο ঘ) 
৫ মাস আগে

  সঠিক উত্তর: (ক)

৬৫.
‘পুতুলনাচের ইতিকথা’ একটি-
Ο ক) 
উপন্যাস
Ο খ) 
কাব্য
Ο গ) 
গল্প
Ο ঘ) 
প্রবন্ধ

  সঠিক উত্তর: (ক)

৬৬.
বিজ্ঞানভিত্তিক বিচারবুদ্ধি দিয়ে দূর করা যায়-
i. প্রচলিত কুসংস্কার
ii. আত্মগ্লানি ও অহমিকা
iii. অন্ধবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৬৭.
নগেনের চাউনি উদভ্রান্ত হয়েছিল কেন?
Ο ক) 
লজ্জায়
Ο খ) 
অসুখে
Ο গ) 
ভয়ে
Ο ঘ) 
মানসিক যন্ত্রণায়

  সঠিক উত্তর: (গ)

৬৮.
মানিক বন্দ্যোপাধ্যায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন-
Ο ক) 
বিক্রমপুরে
Ο খ) 
দুমকায়
Ο গ) 
ঢাকায়
Ο ঘ) 
কলকাতায়

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
মামার ছবিটি কখন লাগানো হয়েছিল?
Ο ক) 
মামার মৃত্যুর আগে
Ο খ) 
মামার মৃত্যুর পর
Ο গ) 
দাদার মৃত্যুর আগে
Ο ঘ) 
নগেনের জানা ছিল না

  সঠিক উত্তর: (ক)

৭০.
রুপার ফ্রেমটা আগে কার ছবিতে ছিল?
Ο ক) 
মামার
Ο খ) 
দাদামশায়ের
Ο গ) 
দিদিমার
Ο ঘ) 
পরেশের

  সঠিক উত্তর: (খ)

৭১.
আত্মগ্লানির মর্মার্থ ফুটে উঠেছে-
i. নিজের ওপর ক্ষোভ ও ধিক্কার
ii. তিরস্কার ও নিন্দা
iii. অনুতাপ ও অনুশোচনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৭২.
লাইব্রেরির তৈলচিত্রগুলো-
i. নগেনের মামার
ii. নগেনের দিদিমার
iii. নগেনের দাদামশায়ের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
ক্যালেন্ডারের ছবিতে চৈত্র মাসের কত তারিখে লেখা ফলকের কাগজ ঝুলছিল?
Ο ক) 
বারো
Ο খ) 
তেরো
Ο গ) 
চৌদ্দ
Ο ঘ) 
পনের

  সঠিক উত্তর: (ক)

৭৪.
‘পুতুলনাচের ইতিকথা’ কী ধরনের রচনা?
Ο ক) 
উপন্যাস
Ο খ) 
গল্প
Ο গ) 
কাব্য
Ο ঘ) 
প্রবন্ধ

  সঠিক উত্তর: (ক)

৭৫.
নগেনের মামা কেমন প্রকৃতির লোক ছিলেন?
Ο ক) 
অসাধু
Ο খ) 
কপট
Ο গ) 
লোভী
Ο ঘ) 
কৃপণ

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত?
Ο ক) 
মাসিক
Ο খ) 
পিসির
Ο গ) 
মামার
Ο ঘ) 
দাদার

  সঠিক উত্তর: (গ)

৭৭.
মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপন্যাস কোনটি?
Ο ক) 
সরীসৃপ
Ο খ) 
প্রাগৈতিহাসিক
Ο গ) 
টিকটিকি
Ο ঘ) 
মাঝির ছেলে

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
‘উইল’ কী?
Ο ক) 
উলের চাদর
Ο খ) 
শেষ ইচ্ছেপত্র
Ο গ) 
জেতার উপায়
Ο ঘ) 
বুকের কাঁপুনি

  সঠিক উত্তর: (খ)

৭৯.
নগেনের মামার তৈলচিত্রটি ছিল-
Ο ক) 
লাইব্রেরি ঘরে
Ο খ) 
রসুই ঘরে
Ο গ) 
বড় ঘরে
Ο ঘ) 
ড্রয়িং রুমে

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
সাগর মাঝে মাঝে রাতে ভয়ে জেগে ওঠে। তার মনে হয় কোনো ভূত তাকে তাড়া করছে। বিষয়টি সে কাউকে খুলে বলছে না। কিন্তু দনি দিন তার ভয় বাড়ছে এবং স্বাস্ত্য ও খারাপ হয়ে যাচ্ছে।
৮০.
সাগরের ভয় পাওয়ার কারণ-
i. ভূতে তাড়া করা
ii. মানসিক অবস্থা
iii. অন্য কোনো ভয় মনে পোষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮১.
এ অবস্থার উত্তরণে সাগর যা করতে পারে তা হচ্ছে-
Ο ক) 
ভয় না পাওয়া
Ο খ) 
রাতে জেগে থাকা
Ο গ) 
দায়িত্বশীল কারোর সাহায্য নেওয়া
Ο ঘ) 
কাউকে না বলা

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...