NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫

এস.এস.সি || সাধারণ বিজ্ঞান অধ্যায়-৬: পলিমার

এস.এস.সি    ||    সাধারণ বিজ্ঞান
অধ্যায়-৬: পলিমার


১.
রেশম তন্তু কোথা থেকে আহরণ করা হয়?
Ο ক) 
মৌমাচি থেকে
Ο খ) 
পুল বা রেশম পোকা থেকে
Ο গ) 
গরুর লোম থেকে
Ο ঘ) 
ভেড়ার লোম থেকে

  সঠিক উত্তর: (খ)

২.
বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত-
i. পলিমার রেশম
ii. নাইলন ভিজলে স্থিতিস্থাপকতা দ্বিগুণ হয়
iii. মেলামাইন দাহ্য পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩.
নিচের কোনটি পশম?
Ο ক) 
বোরাক্স বিড
Ο খ) 
দড়ি
Ο গ) 
প্যারাসুটের কাপড়
Ο ঘ) 
মোহেরা

  সঠিক উত্তর: (ঘ)

৪.
আগেরকার দিনের রাজরাণীর পোশাক ছিল-
Ο ক) 
রেশমী
Ο খ) 
পশমী
Ο গ) 
সুতী
Ο ঘ) 
পলিস্টার

  সঠিক উত্তর: (ক)

৫.
কৃত্রিম আঁশ ও দ্রাবকের ঘন ও আঠালো দ্রবণকে কী বলে?
Ο ক) 
স্পিনিং দ্রবণ
Ο খ) 
ব্যাচিং দ্রবণ
Ο গ) 
টারপেইন্টাইন দ্রবণ
Ο ঘ) 
রেজিন দ্রবণ

  সঠিক উত্তর: (ক)

৬.
নিচের কোনটির স্থিতিস্থাপকতা ভিজলে দ্বিগুণ হয়?
Ο ক) 
ডেক্রন
Ο খ) 
নাইলন
Ο গ) 
পলিস্টার
Ο ঘ) 
পলিপ্রপিলিন

  সঠিক উত্তর: (খ)

৭.
রেয়ন যন্ত্রে বেশি গরম ইস্ত্রি ব্যবহার করা যায় না কেন?
Ο ক) 
উত্তাপে গলে যায়
Ο খ) 
রং নষ্ট হয়
Ο গ) 
উজ্জ্বলতা নষ্ট হবে
Ο ঘ) 
গলে যায় না

  সঠিক উত্তর: (ক)

৮.
কৃত্রিম তন্তু কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৯.
উৎস অনুযায়ী তন্ত কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

১০.
প্রাকৃতিক উদ্ভিজ্জ তন্তুর মধ্যে প্রধান হল-
Ο ক) 
নাইলন
Ο খ) 
পলিস্টার
Ο গ) 
পলি প্রোপিলিন
Ο ঘ) 
সুতি

  সঠিক উত্তর: (ঘ)

১১.
প্লাস্টিকের ধর্ম বিশ্লেষণে দেখা যায় এটি-
i. তাপ দিলে নরম হয়ে যায়
ii. জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না
iii. পুড়লে ক্ষতিকর পদার্থ তৈরী হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২.
PVC পাইপ নিচের কোন মনোমার হতে সৃষ্ট?
Ο ক) 
ইথিলিন ক্লোরাইড
Ο খ) 
ভিনাইল ক্লোরাইড
Ο গ) 
ফিনাইল ক্লোরাইড
Ο ঘ) 
প্রপিলিন ক্লোরাইড

  সঠিক উত্তর: (খ)

১৩.
নাইলন-+৬,৬ এর গঠনিক মনোমার হলো কী?
Ο ক) 
অ্যাসিটিক এসিড ও হেক্সেন
Ο খ) 
হেক্সানোয়িক এসিড ও হেক্সামিথিলিন ডাই অ্যামিন
Ο গ) 
এডিপিক এসিড ও হেক্সামিথিলিন ডাই আমিন
Ο ঘ) 
এডিপিক এসিড ও হেক্সেন

  সঠিক উত্তর: (গ)

১৪.
প্রাকৃতিক পলিমার কোনটি?
Ο ক) 
ব্যাকেলাইট
Ο খ) 
রেজিন
Ο গ) 
মেলামাইন
Ο ঘ) 
রাবার

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
কোন প্রক্রিয়ার মাধ্যমে নাইলন তৈরি করা হয়?
Ο ক) 
আয়নীকরণ
Ο খ) 
পলিমারকরণ
Ο গ) 
অজৈব প্রক্রিয়ায়
Ο ঘ) 
জৈব প্রক্রিয়ায়

  সঠিক উত্তর: (খ)

১৬.
রেশমের কোনটি ভিজলে স্থিতিস্থাপকতা দ্বিগুণ হয়?
Ο ক) 
পলিস্টার
Ο খ) 
ডেক্রন
Ο গ) 
নাইলন
Ο ঘ) 
পলিপ্রোপিলিন

  সঠিক উত্তর: (ক)

১৭.
নিচের কোনপি প্লাস্টিকজাতীয় সামগ্রী?
Ο ক) 
সাইকেলের টায়ার
Ο খ) 
সার্জিক্যাল মোজা
Ο গ) 
রাবার ব্যান্ড
Ο ঘ) 
গাড়ির সিটবেল্ট

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
গরমের দিনে সুতী পোশাক পরতে পছন্দ করি কেন?
Ο ক) 
সুতীর সুতা প্রাকৃতিক তন্তু
Ο খ) 
সুতীর সুতা তুলার আঁশ থেকে তৈরি
Ο গ) 
সুতির সুতার তাপ পরিবহন ক্ষমতা কম
Ο ঘ) 
সুতার তাপ পরিবহন ও পরিচালনা ক্ষমতা বেশি

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
স্লাইডার পাকানো হলো মূলত-
Ο ক) 
কর্ডিং
Ο খ) 
ব্লেডিং
Ο গ) 
স্পিনিং
Ο ঘ) 
মিক্সিং

  সঠিক উত্তর: (গ)

২০.
ফ্রাইং প্যানেল প্লাস্টিক কোনটি?
Ο ক) 
ব্যাকেলাইট
Ο খ) 
পিভিসি
Ο গ) 
পলিস্টার
Ο ঘ) 
পলিথিন

  সঠিক উত্তর: (ক)

২১.
কোন প্লাস্টিকের একবার মাত্র গলানো যায়?
Ο ক) 
ব্যাকেলাইট
Ο খ) 
পলিথিন
Ο গ) 
পলিপ্রপিন
Ο ঘ) 
PVC

  সঠিক উত্তর: (ক)

২২.
মেলামাইনের থালা বাসন তৈরী হয় কোনটি থেকে?
Ο ক) 
ফেনল ও  ফরম্যালডিহাইড
Ο খ) 
মেলামইন ও ফেনল
Ο গ) 
মেলামাইন ও ইথানাল
Ο ঘ) 
মেলামাইন ও ফরমালডিহাইড

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
মিহি মসৃণ�্ সরু সুতা তৈরি করতে কোনটি দরকার হয়?
Ο ক) 
কার্ডিং
Ο খ) 
কম্বিং
Ο গ) 
উভয়ই
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (গ)

২৪.
অক্সিজেন ছাড়া রাবার আর কোনটির সাথে বিক্রিয়া করে?
Ο ক) 
হাইড্রোজেন
Ο খ) 
নাইট্রোজেন
Ο গ) 
ওজোন
Ο ঘ) 
ক্লেরিন

  সঠিক উত্তর: (গ)

২৫.
রাবারের ভৌত ধর্ম-
i. অদানাদার কঠিন পদার্থ
ii. দানাদার কঠিন পদার্থ
iii. বিদ্যুৎ ও তাপ কুপরিবাহী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৬.
প্রাণীজ তন্তু কোনটি?
Ο ক) 
তুলা
Ο খ) 
পাট
Ο গ) 
ডেক্রন
Ο ঘ) 
রেশম

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
প্রাকৃতিক প্রাণিজ তন্তুর মধ্যে কোনটি সবচেয়ে দীর্ঘ?
Ο ক) 
পশম
Ο খ) 
রেশম
Ο গ) 
সুতি
Ο ঘ) 
নাইলন

  সঠিক উত্তর: (খ)

২৮.
পাট জাতীয় গাছ পাতা ঝরানোর জন্য কতদিন রাখতে হয়?
Ο ক) 
৫-৬ দিন
Ο খ) 
৫-৭ দিন
Ο গ) 
৫-৮ দিন
Ο ঘ) 
৫-৯ দিন

  সঠিক উত্তর: (গ)

২৯.
কোন যন্ত্রের সাহায্য স্পিনিং করা হয়?
Ο ক) 
Twist counter
Ο খ) 
Comb counter
Ο গ) 
Tooth counter
Ο ঘ) 
Spin counter

  সঠিক উত্তর: (ক)

৩০.
লিনেন তন্তুর জন্য বিশেষ ধরনের কম্বিং কি নামে পরিচিত?
Ο ক) 
কার্ডিং
Ο খ) 
কম্বিং
Ο গ) 
হেলকিং
Ο ঘ) 
ব্লেডিং

  সঠিক উত্তর: (গ)

৩১.
অতি প্রাচীন তন্তু কোনটি?
Ο ক) 
রেশম
Ο খ) 
পাট
Ο গ) 
তুলা
Ο ঘ) 
পশম

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
সুতা কাটা হয় কোন মিলে?
Ο ক) 
স্পিনিং
Ο খ) 
নিটিং
Ο গ) 
কাডিং
Ο ঘ) 
কম্বিং

  সঠিক উত্তর: (ক)

৩৩.
তাপ কুপরিবাহী কোনটি?
Ο ক) 
রেশমী
Ο খ) 
পশমী
Ο গ) 
সিল্ক
Ο ঘ) 
লিনেন

  সঠিক উত্তর: (খ)

৩৪.
রাবার কোন জৈব দ্রাবকে দ্রবণীয়?
Ο ক) 
এসিটোন
Ο খ) 
মিথানল
Ο গ) 
ইথানল
Ο ঘ) 
ইথার

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
আদিকালে অসভ্যতার যুগ বলা হয়, কারণ-
i. তখন বস্ত্র ছিল না
ii. কলকারখানা ছিল না
iii. লজ্জা নিবারণের ব্যবস্থা ছিল না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৬.
আগের দিনের রাজা-রানির পেশাক বলতে আমারা বুঝি-
i. বিলাসবহুল বস্ত্র
ii. রেশমি পোশাক
iii. পশমি পোশাক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii
 

  সঠিক উত্তর: (ক)

৩৭.
সৃষ্টির আদিকালে যখন বস্ত্র �ছিল না, লজ্জা নিবাররণের ব্যবস্থা ছিল না, তখন ঐ যুগকে বলা হয়?
Ο ক) 
সভ্য যুগ
Ο খ) 
আদিম যুগ
Ο গ) 
আধুনিক যুগ
Ο ঘ) 
অসভ্যতার যুগ

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
ইথিলিনকে কত বায়ুচাপ পলিথিনে রুপান্তরিত করা যায়?
Ο ক) 
৮০০-১০০০
Ο খ) 
১০০০-১২০০
Ο গ) 
১২০০-১৪০০০
Ο ঘ) 
১৪০০-১৬০০

  সঠিক উত্তর: (খ)

৩৯.
P.V.C-
i. থার্মোপ্লাস্টিক
ii. পোড়ানো HCI নিঃসৃত হয়
iii. তাপ প্রয়োগে নরম হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
ধাতব লবণে সহজে বিক্রিয়া করে কোনটি?
Ο ক) 
টেফলন
Ο খ) 
রেশম
Ο গ) 
রেয়ন
Ο ঘ) 
পশম

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...