NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ৪ মার্চ, ২০১৫

জে.এস.সি | বিজ্ঞান অধ্যায় - ৪র্থ : উদ্ভিদে বংশ বৃদ্ধি

  
জে.এস.সি    ||    বিজ্ঞান
অধ্যায় - ৪র্থ : উদ্ভিদে বংশ বৃদ্ধি


১.
অযৌন জনন প্রক্রিয়ায়-
i. দুটো জনন কোষের মিলন হয় না
ii. সাধারণত নিম্ন শ্রেণির জীব বংশ বৃদ্ধি করে
iii. স্পোর ও অঙ্গ দ্বারা প্রজনন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২.
নিয়ত পুষ্পমঞ্জুরীর বৈশিষ্ট্য হল-
i. বৃদ্ধি নির্দিষ্ট
ii. বৃদ্ধি অনির্দিষ্ট
iii. পুষ্প উৎপাদন করে থেমে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩.
কোনটি মৃদগত উদ্ভিদ?
Ο ক) 
ছোলা
Ο খ) 
রেডী
Ο গ) 
কুমড়া
Ο ঘ) 
তেঁতুল

  সঠিক উত্তর: (ক)

৪.
পাতার কিনারায় সৃষ্ট মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় কোন উদ্ভিদের ক্ষেত্রে?
Ο ক) 
কচু
Ο খ) 
আদা
Ο গ) 
পাথরকুচি
Ο ঘ) 
মিষ্টি আলু

  সঠিক উত্তর: (গ)

৫.
বীজত্বক কয় স্তর বিশিষ্ট?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৬.
দেহ খন্ডায়ন হয়-
i. Spirogyra তে
ii. Mucor-এ
iii. Agaricus-এ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৭.
কন্দ জাতীয় রূপান্তরিত কান্ড কোনটি?
Ο ক) 
আদা
Ο খ) 
আলু
Ο গ) 
রসুন
Ο ঘ) 
গাজর

  সঠিক উত্তর: (গ)

৮.
উদ্ভিদের অণুবীজবাহী অঙ্গটির নাম কী?
Ο ক) 
স্পোর
Ο খ) 
রাইজয়েড
Ο গ) 
অণুবীজ থলি
Ο ঘ) 
কনিডিয়া

  সঠিক উত্তর: (গ)

৯.
বুলবিল এর উদাহরণ কোনটি?
Ο ক) 
পেঁয়াজ
Ο খ) 
রসুন
Ο গ) 
চুপড়ি আলু
Ο ঘ) 
ফণিমনসা

  সঠিক উত্তর: (গ)

১০.
অফসেট ও স্টোলনের মাধ্যমে প্রজনন ঘটায়-
i. কুচ
ii. পুদিনা
iii. কচুরিপানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১.
বীজপত্রের নিচের দিকের অংশকে কী বলে?
Ο ক) 
ভ্রুণমূল
Ο খ) 
ভ্রুণকান্ড
Ο গ) 
ভ্রূণআবরণ
Ο ঘ) 
ভ্রূন

  সঠিক উত্তর: (ক)

১২.
কোনটি পতঙ্গ পরাগী ফুল?
Ο ক) 
শিমুল
Ο খ) 
সরিষা
Ο গ) 
কদম
Ο ঘ) 
ধান

  সঠিক উত্তর: (খ)

১৩.
গর্ভমুন্ডে স্থানান্তরিত হওয়ার পর পরাগরেণু-
i. স্থিত হয়
ii. আবরণ ভেদ করে বেরিয়ে আসে
iii. চুপসে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৪.
অযৌন প্রজনন প্রধানত কয় ধরনের?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৫.
সরল ফল-
i. রসাল হয়
ii. নীরস হয়
iii. স্বাদহীন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৬.
ভ্রূণ গঠিত হয়-
i. ভ্রণমূল দিয়ে
ii. ভ্রূণকান্ড দিয়ে
iii. বীজপত্র দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
বীজত্বকের বাইরের অংশকে কী বলে?
Ο ক) 
টেগমেন
Ο খ) 
টেস্টা
Ο গ) 
জার্মপের
Ο ঘ) 
এপিকোটাইল

  সঠিক উত্তর: (খ)

১৮.
নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে কী গঠন করে?
Ο ক) 
ফুল
Ο খ) 
ফল
Ο গ) 
বীজ
Ο ঘ) 
পাঁপড়ি

  সঠিক উত্তর: (খ)

১৯.
কৃত্রিম অঙ্গজ প্রজনন হয় কোনটিতে?
Ο ক) 
কমলা
Ο খ) 
কাঁঠাল
Ο গ) 
জাম
Ο ঘ) 
শিমুল

  সঠিক উত্তর: (ক)

২০.
যে ফলের ফলত্বক পুরু ও রসাল তাকে কী বলে?
Ο ক) 
নীরস ফল
Ο খ) 
রসাল ফল
Ο গ) 
যৌগিক ফল
Ο ঘ) 
গুচ্ছ ফল

  সঠিক উত্তর: (খ)

২১.
পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
এরা বর্ণহীন
Ο খ) 
এরা গন্ধহীন
Ο গ) 
এরা খুব হালকা হয়
Ο ঘ) 
এরা রঙিন ও মধুগ্রন্থিযুক্ত হয়

  সঠিক উত্তর: (ঘ)

২২.
রূপান্তরিত কান্ডের মাধ্যমে প্রজনন হয় কোনটিতে?
Ο ক) 
ডালিয়া
Ο খ) 
কাঁকরোল
Ο গ) 
ওলকচু
Ο ঘ) 
পটল

  সঠিক উত্তর: (গ)

২৩.
স্টোলন জাতীয় রূপান্তরিত কান্ড কোনটি?
Ο ক) 
সজিনা
Ο খ) 
সেগুন
Ο গ) 
পুদিনা
Ο ঘ) 
কাঁকরোল

  সঠিক উত্তর: (গ)

২৪.
নিচের� কোনটিতে রাইজোম দেখা যায়?
Ο ক) 
কচু
Ο খ) 
কলা
Ο গ) 
পুদিনা
Ο ঘ) 
পিঁয়াজ

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
স্টোলনের মাধ্যমে প্রজনন হয়-
i. কচু
ii. পুদিনা
iii. রসুন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৬.
নিষিক্তকরণের পূর্বশর্ত কী?
Ο ক) 
ফুল সৃষ্টি
Ο খ) 
বীজ সৃষ্টি
Ο গ) 
ফল উৎপন্ন
Ο ঘ) 
জনন কোষ সৃষ্টি

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
কোনটি মৃদগত উদ্ভিদ?
Ο ক) 
ছোলা
Ο খ) 
রেড়ী
Ο গ) 
কুমড়া
Ο ঘ) 
তেঁতুল

  সঠিক উত্তর: (ক)

২৮.
কোনটিতে স্বাভাবিক অঙ্গজ প্রজনন হয়?
Ο ক) 
চুপড়ী, কাঁঠাল
Ο খ) 
আলু, কলা
Ο গ) 
ঘাস, বাদাম
Ο ঘ) 
পুদিনা, জাম

  সঠিক উত্তর: (খ)

২৯.
কোনটি পতঙ্গ পরাগী ফুল?
Ο ক) 
শিমুল
Ο খ) 
সরিষা
Ο গ) 
কদম
Ο ঘ) 
ধান

  সঠিক উত্তর: (খ)

৩০.
কোন উদ্ভিদের চোখ থেকে স্বাধীন উদ্ভিদের জন্ম হয়?
Ο ক) 
আলু
Ο খ) 
আদা
Ο গ) 
পুদিনা
Ο ঘ) 
মিষ্টি আলু

  সঠিক উত্তর: (ক)

৩১.
অঙ্গজ প্রজনন কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৩২.
নিচের কোনটিতে মৃদগত অংকুরোদগম হয়?
Ο ক) 
বেড়ী
Ο খ) 
ধান
Ο গ) 
কৃমড়া
Ο ঘ) 
তেঁতুল

  সঠিক উত্তর: (খ)

৩৩.
নিচের কোনটির মাধ্যমে সাধারণত সপুষ্পক উদ্ভিদের বংশ বৃদ্ধি ঘটে?
Ο ক) 
সাকার
Ο খ) 
বীজ
Ο গ) 
স্টোলন
Ο ঘ) 
কান্ড

  সঠিক উত্তর: (খ)

৩৪.
মিষ্টি আলুর প্রজনন কোনটির মাধ্যমে হয়?
Ο ক) 
মূল
Ο খ) 
দেহের খন্ডাংশ
Ο গ) 
রূপান্তরিত কান্ড
Ο ঘ) 
পাতা

  সঠিক উত্তর: (ক)

৩৫.
ফুলের সবচেয়ে বাইরের স্তবকের খন্ডিত অংশকে কী বলে?
Ο ক) 
বৃতি
Ο খ) 
বৃত্যাংশ
Ο গ) 
দল
Ο ঘ) 
পুংকেশর

  সঠিক উত্তর: (খ)

৩৬.
অপ্রকৃত ফলের উদাহরণ হচ্ছে-
i. আম
ii. আপেল
iii. চালতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩৭.
ডিম্বক কিসে রূপান্তরিত হয়?
Ο ক) 
ফলে
Ο খ) 
বীজে
Ο গ) 
বৃন্তে
Ο ঘ) 
পাতায়

  সঠিক উত্তর: (খ)

৩৮.
প্রজনন প্রধানত কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৩৯.
ফুলের সাহায্যকারী স্তবক হল-
i. বৃতি
ii. দলমন্ডল
iii. পুংস্তবক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪০.
প্রজনন প্রধানত কয় প্রকার?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
ছয়

  সঠিক উত্তর: (ক)

৪১.
ফুলের সবচেয়ে বািইরের স্তবক কোনটি?
Ο ক) 
বৃতি
Ο খ) 
দল
Ο গ) 
পুংস্তবক
Ο ঘ) 
স্ত্রীস্তবক

  সঠিক উত্তর: (ক)

৪২.
নিচের কোন উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়?
Ο ক) 
কচুরিপানা
Ο খ) 
পুদিনা
Ο গ) 
পটল
Ο ঘ) 
কচু

  সঠিক উত্তর: (গ)

৪৩.
ফুলের চতুর্থ স্তবক কোনটি?
Ο ক) 
বৃন্ত
Ο খ) 
বৃতি
Ο গ) 
পুংকেশর
Ο ঘ) 
গর্ভকেশর

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
গর্ভপত্রের অংশ হচ্ছে-
i. পরাগধী
ii. গর্ভদন্ড
iii. গর্ভমুন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৫.
নিচের কোনটি গুচ্ছ ফল?
Ο ক) 
আম
Ο খ) 
জাম
Ο গ) 
আকন্দ
Ο ঘ) 
সরিষা

  সঠিক উত্তর: (গ)

৪৬.
নিচের কোন রূপান্তরিত কান্ডটি সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে?
Ο ক) 
টিউবার
Ο খ) 
কন্দ
Ο গ) 
স্টোলন
Ο ঘ) 
ফাইলোক্লেড

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
রসাল ফল কোনটি?
Ο ক) 
সরিষা
Ο খ) 
ঢেঁড়স
Ο গ) 
কলা
Ο ঘ) 
নারকেল

  সঠিক উত্তর: (গ)

৪৮.
কোন উদ্ভিদে স্টোলন দেখা যায়?
Ο ক) 
রসুন
Ο খ) 
পুদিনা
Ο গ) 
নারিকেল
Ο ঘ) 
মরিচ

  সঠিক উত্তর: (খ)

৪৯.
কচুর প্রজনন অঙ্গ কোনটি?
Ο ক) 
স্টোলন
Ο খ) 
কন্দ
Ο গ) 
রাইজোম
Ο ঘ) 
অফসেট

  সঠিক উত্তর: (ক)

৫০.
নিম্ন শ্রেণির উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে কী তৈরি হয়?
Ο ক) 
অণুবীজথলি
Ο খ) 
ডিম্বাশয়
Ο গ) 
পরাগরেণু
Ο ঘ) 
গ্যামেট

  সঠিক উত্তর: (ক)

৫১.
নিচের কোনটি ফলে পরিণত হয়?
Ο ক) 
ডিম্বক
Ο খ) 
গর্ভাশয়
Ο গ) 
গর্ভদন্ড
Ο ঘ) 
গর্ভমুন্ড

  সঠিক উত্তর: (খ)

৫২.
গুচ্ছ ফলের উদাহরণ হচ্ছে-
i. চম্পা
ii. নয়নতারা
iii. আকন্দ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
টিউবারের গায়ের কোন অংশটি প্রজনন উপযোগী?
Ο ক) 
স্টোলন
Ο খ) 
অফসেট
Ο গ) 
চোখ
Ο ঘ) 
ফাইলোক্লেড

  সঠিক উত্তর: (গ)

৫৪.
নিষেকের ফলে কী সৃষ্টি হয়?
Ο ক) 
ফুল
Ο খ) 
পুংরেণু
Ο গ) 
স্ত্রীস্তবক
Ο ঘ) 
ফল

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে ফুলে যে কন্দের সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) 
টিউমার
Ο খ) 
টিউবার
Ο গ) 
রাইজোম
Ο ঘ) 
স্টোলন

  সঠিক উত্তর: (খ)

৫৬.
অফসেট দেখা যায়-
i. কচুরিপানাতে
ii. জলজ উদ্ভিদে
iii. পদ্মফুলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫৭.
উদ্ভিদের অঙ্গজ প্রজনন বলতে বুঝায়-
i. কান্ডের সাহায্যে বংশবৃদ্ধি
ii. জনন কোষ ছাড়া বংশবৃদ্ধি
iii. ফল ও বীজের মাধ্যমে নতুন বংশধর সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫৮.
পতঙ্গপরাগী ফুলের উদাহরণ হচ্ছে-
i. কুমড়া
ii. ধান
iii. জবা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৫৯.
বায়ুপরাগী ফুল-
i. হালকা
ii. বড়
iii. মধুগ্রন্থিহীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬০.
কোনটি প্রকৃত ফল?
Ο ক) 
আম
Ο খ) 
আপেল
Ο গ) 
কলা
Ο ঘ) 
চালতা

  সঠিক উত্তর: (ক)

৬১.
স্ব-পরাগায়ন ঘটে-
i. সরিষায়
ii. শিমুলে
iii. ধুতুরায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬২.
পুংকেশরের দন্ডের ন্যায় অংশকে কী বলে?
Ο ক) 
পুষ্পদন্ড
Ο খ) 
ধন্ড
Ο গ) 
পুংদন্ড
Ο ঘ) 
পরাগধানী

  সঠিক উত্তর: (গ)

৬৩.
নিচের কোন উদ্ভিদটি টিউবার প্রকৃতির?
Ο ক) 
আদা
Ο খ) 
আলু
Ο গ) 
কচু
Ο ঘ) 
টোপাপানা

  সঠিক উত্তর: (খ)

৬৪.
অফসেট জাতীয় কান্ড কোনটি?
Ο ক) 
শাপলা
Ο খ) 
পদ্মা
Ο গ) 
শালুক
Ο ঘ) 
কচুরিপানা

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
টিউবারের গায়ের কোন অংশটি প্রজনন উপযোগী?
Ο ক) 
স্টোলন
Ο খ) 
অফসেট
Ο গ) 
চোখ
Ο ঘ) 
ফাইলোক্লেড

  সঠিক উত্তর: (গ)

৬৬.
সরল ফলকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৬৭.
ভ্রূণমূলের উপরের অংশকে কী বলে?
Ο ক) 
এপিকোটাইল
Ο খ) 
হাইপোকোটাইল
Ο গ) 
টেগমেন
Ο ঘ) 
টেস্টা

  সঠিক উত্তর: (খ)

৬৮.
স্টোলনের অগ্রভাগে কী উৎপন্ন হয়?
Ο ক) 
মূল
Ο খ) 
কান্ড
Ο গ) 
শাখাকান্ড
Ο ঘ) 
মুকুল

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
সম্পূর্ণ ফুলে কয়টি কয়টি অংশ থাকে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৭০.
কোনটি মূলের মাধ্যমে বংশবিস্তার করে?
Ο ক) 
কচু
Ο খ) 
পটল
Ο গ) 
ফণিমনসা
Ο ঘ) 
চুপড়ি আলু

  সঠিক উত্তর: (খ)

৭১.
কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে কোনটি?
Ο ক) 
মিউকর
Ο খ) 
ঈস্ট
Ο গ) 
পেনিসিলিয়াম
Ο ঘ) 
এগারিকাস

  সঠিক উত্তর: (গ)

৭২.
কন্দের মাধ্রমে প্রজনন হয়-
i. পিঁয়াজ
ii. রসুন
iii. পুদিনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৭৩.
প্রাণিপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
উজ্জল বর্ণের হয়
Ο খ) 
পরাগরেণু হালকা
Ο গ) 
আকৃতি বড় হয়
Ο ঘ) 
সুগন্ধ যুক্ত হয়

  সঠিক উত্তর: (গ)

৭৪.
কাটিং পদ্ধতিতে অঙ্গ প্রজনন হয় কোনটিতে?
Ο ক) 
গোলাপ
Ο খ) 
আলু
Ο গ) 
মিষ্টি আলু
Ο ঘ) 
কমলা

  সঠিক উত্তর: (ক)

৭৫.
একটি অণুবীজ থলিতে সাধারণত কয়টি অর্ণুবীজ থাকে?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
অসংখ্য

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
টিউবারের গায়ের কোন অংশটি প্রজনন উপযোগী?
Ο ক) 
স্টোলন
Ο খ) 
অফসেট
Ο গ) 
চোখ
Ο ঘ) 
ফাইলোক্লেড

  সঠিক উত্তর: (গ)

৭৭.
কৃত্রিম অঙ্গজ প্রজনন কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৭৮.
ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে উৎপন্ন ফলকে কী বলে?
Ο ক) 
সরল ফল
Ο খ) 
গুচ্ছ ফল
Ο গ) 
যৌগিক ফল
Ο ঘ) 
মিশ্র ফল

  সঠিক উত্তর: (ক)

৭৯.
কোন ফুলে উপবৃতি থাকে?
Ο ক) 
ধুতুরা
Ο খ) 
কুমড়া
Ο গ) 
জবা
Ο ঘ) 
লাউ

  সঠিক উত্তর: (গ)

৮০.
কোনটি মূলের মাধ্যমে বংমবিস্তার করে?
Ο ক) 
কচু
Ο খ) 
পটল
Ο গ) 
ফণিমনসা
Ο ঘ) 
চুপড়ি আলু

  সঠিক উত্তর: (খ)

৮১.
কোনটি বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য?
Ο ক) 
আকারে ক্ষুদ্র এবং হালকা
Ο খ) 
পুং ফুলের শাখান্বিত
Ο গ) 
পরাগরেণু আঁঠাল
Ο ঘ) 
সুগন্ধ আছে

  সঠিক উত্তর: (খ)

৮২.
কোন উদ্ভিদে অসংখ্য অণুবীজ থলি থাকে?
Ο ক) 
এগারিকাস
Ο খ) 
ফার্ন
Ο গ) 
মিউকর
Ο ঘ) 
সপুষ্পক

  সঠিক উত্তর: (গ)

৮৩.
কোন গুলোতে স্ব-পরাপগায়ন ঘটে?
Ο ক) 
সরিষা, কদম
Ο খ) 
কুমড়া, শিমুল
Ο গ) 
ধুতুরা, জবা
Ο ঘ) 
পেঁপে, ধুতুরা

  সঠিক উত্তর: (গ)

৮৪.
মূলের মাধ্যমে প্রজনন হয়-
i. Mucor-এ
ii. সেগুনে
iii. পটলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮৫.
টিউবার জাতীয় রূপান্তরিত কান্ড কোনটি?
Ο ক) 
আলু
Ο খ) 
পিঁয়াজ
Ο গ) 
আদা
Ο ঘ) 
হলুদ

  সঠিক উত্তর: (ক)

৮৬.
দলমন্ডলের কাজ হল-
i. কীট-পতঙ্গ আকৃষ্ট করা
ii. পরাগায়নে সাহায্য করা
iii. ফুলের অন্য অংশকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
পরাগায়নের ফলে পরাগরেণু কোথায় স্থানান্তরিত হয়?
Ο ক) 
গর্ভমুন্ডে
Ο খ) 
গর্ভদন্ডে
Ο গ) 
গর্ভাশয়ে
Ο ঘ) 
পুংদন্ডে

  সঠিক উত্তর: (ক)

৮৮.
রূপান্তরিত কান্ড সৃষ্টি হয়-
i. প্রতিকূলতা প্রতিরোধের জন্য
ii. খাদ্য সঞ্চয়ের জন্য
iii. জীবনকাল বৃদ্ধির জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮৯.
পরাগায়নের ফলে পরাগরেণু কোথায় স্থানান্তরিত হয়?
Ο ক) 
গর্ভমুন্ডে
Ο খ) 
গর্ভদন্ডে
Ο গ) 
গর্ভাশয়ে
Ο ঘ) 
পুংদন্ডে

  সঠিক উত্তর: (ক)

৯০.
দেহের খন্ডায়ন দ্বারা প্রজনন হয় কোনটিতে?
Ο ক) 
মিউকর
Ο খ) 
এগারিকাস
Ο গ) 
সাইকাস
Ο ঘ) 
পাইনাস

  সঠিক উত্তর: (ক)

৯১.
উদ্ভিদের রাইজোম-
i. মাটির সমান্তরালে অবস্থি
ii. স্পষ্ট পর্বসন্ধি যুক্ত
iii. মোটা ও রসালো হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
কোনটিতে ফাইলোক্ল্যাড দেখা যায়?
Ο ক) 
পুদিনায়
Ο খ) 
গোলাপে
Ο গ) 
ফণিমনসায়
Ο ঘ) 
কচুতে

  সঠিক উত্তর: (গ)

৯৩.
যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরুপ সৃষ্টি করে তাকে কী বলে?
Ο ক) 
স্পোর উৎপাদন
Ο খ) 
পরাগায়ন
Ο গ) 
প্রজাতি নিয়ন্ত্রণ
Ο ঘ) 
প্রজনন

  সঠিক উত্তর: (ঘ)

৯৪.
নিচের কোন উদ্ভিদের ক্ষেত্রে স্বাভাবিক অঙ্গজ প্রজনন ঘটে?
Ο ক) 
কলা আম
Ο খ) 
কমলা
Ο গ) 
লেবু
Ο ঘ) 
1

  সঠিক উত্তর:

৯৫.
পুংস্তবকের কয়টি অংশ থাকে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৯৬.
পর্ণকান্ডের বৈশিষ্ট্য হলো-
i. এরা সবুজ
ii. এরা নিজেই পাতার কাজ করে
iii. এদের পাতা কন্টকে রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
কচুর প্রজনন অঙ্গ কোনটি?
Ο ক) 
স্টোলন
Ο খ) 
কন্দ
Ο গ) 
রাইজোম
Ο ঘ) 
অফসেট

  সঠিক উত্তর: (ক)

৯৮.
একটি মঞ্জুরীর সম্পূর্ণ অংশ ফলে পরিণত হলে তাকে কী বলে?
Ο ক) 
সরল পল
Ο খ) 
গুচ্ছ ফল
Ο গ) 
যৌগিক ফল
Ο ঘ) 
রসাল ফল

  সঠিক উত্তর: (গ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
জিহাদ তার জমির শস্য রক্ষা করার জন্য বেড়া দেওয়ার সময় সজিনার ডাল খুটি হিসেবে মাটিতে পুতে দেয়। কয়েকদিন পর সে দেখল সজিনা গাছে ফুল, ফল ধরেছে।
৯৯.
জিহাদের সজিনার ডালের কী ধরনের প্রজনন হয়েছে?
Ο ক) 
স্বাভাবিক অঙ্গজ
Ο খ) 
কৃত্রিম অঙ্গজ
Ο গ) 
যৌন
Ο ঘ) 
অযৌন

  সঠিক উত্তর: (ক)

১০০.
জিহাদের সজিনার ডাল পোতার ফলে-
i. সজিনার নতুন কুঁড়ি উৎপন্ন হয়েছে
ii. নতুন সজিনা গাছ উৎপন্ন হয়েছে
iii. সজিনার ডালটি শুকিয়ে গেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...