NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ৪ মার্চ, ২০১৫

জে.এস.সি || বিজ্ঞান অধ্যায় - ৬ষ্ঠ : পরমাণুর গঠন


 
জে.এস.সি    ||    বিজ্ঞান
অধ্যায় - ৬ষ্ঠ : পরমাণুর গঠন


১.
অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ-
i. নিরবচ্ছিন্ন
ii. অবিভাজ্য
iii. ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২.
ডেমোক্রিটাস ক্ষুদ্রতম কণার নাম কী দেন?
Ο ক) 
অণু
Ο খ) 
পরমাণু
Ο গ) 
ইলেকট্রন
Ο ঘ) 
প্রোটন

  সঠিক উত্তর: (খ)

৩.
একটি মৌলের পারমাণবিক সংখ্যা ১৭ ও ভরসংখ্যা ৩৫ বলতে বুঝায়-
i. মৌলটি পরমাণুতে প্রোটন আছে ১৭টি
ii. মৌলের একটি পরমাণুতে ইলেকট্রন রয়েছে ১৭টি
iii. মৌলের নিউট্রন সংখ্যা ১৭টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪.
কণা নিয়ে সর্বপ্রথম মতবাদ প্রদান করেন কে?
Ο ক) 
অ্যারিস্টটল
Ο খ) 
ডেমোক্রিটাস
Ο গ) 
গ্যালিলিও
Ο ঘ) 
নিউটন

  সঠিক উত্তর: (খ)

৫.
স্থিতিশীলতা লাভের� জন্য ক্লোরিন পরমাণু কয়টি ইলেকট্রন গ্রহণ করে?
Ο ক) 
1টি
Ο খ) 
2টি
Ο গ) 
3টি
Ο ঘ) 
4টি

  সঠিক উত্তর: (ক)

৬.
X ও Y পরস্পরের আইসোটোপ হলে এদের বেলায় কোনটি সঠিক?
Ο ক) 
ভরসংখ্যা সমান
Ο খ) 
প্রোটন সংখ্যা সমান
Ο গ) 
নিউট্রন সংখ্যা সমান
Ο ঘ) 
স্তর সমান

  সঠিক উত্তর: (খ)

৭.
ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা দূর করার জন্য গ্রহণযোগ্যতা পায়-
i. বোরের পরমাণু মডেল
ii. অ্যারিস্টটলের পরমাণু মডেল
iii. রাদারফোর্ডের পরমাণু মডেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৮.
ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৯.
নিউট্রন আবিষ্কার করেন-
Ο ক) 
নিউটন
Ο খ) 
গ্যালিলিও
Ο গ) 
মার্কনী
Ο ঘ) 
চ্যাডউইক

  সঠিক উত্তর: (ঘ)

১০.
অ্যালুমিনিয়ামের তৃতীয় শক্তিস্তরে কয়টি ইলেকট্রন রয়েছে?
Ο ক) 
৮টি
Ο খ) 
২টি
Ο গ) 
৫টি
Ο ঘ) 
৩টি

  সঠিক উত্তর: (ঘ)

১১.
পরমাণু গঠিত-
i. ইলেকট্রন দ্বারা
ii. প্রোটন দ্বারা
iii. নিউট্রন দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২.
ধাতু সমূহ যৌগ গঠনকালে কিসে পরিণত হয়?
Ο ক) 
অ্যানায়ন
Ο খ) 
ক্যাটায়ন
Ο গ) 
তেজস্ক্রিয় মৌল
Ο ঘ) 
নিষ্ক্রিয় গ্যাস

  সঠিক উত্তর: (খ)

১৩.
একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেক্ট্রন থাকে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 
১৮
Ο ঘ) 
৩২

  সঠিক উত্তর: (খ)

১৪.
কার মতে পদার্থসমূহ নিরবচ্ছিন্ন?
Ο ক) 
ডেমোক্রিটাস
Ο খ) 
অ্যারিস্টটল
Ο গ) 
ডান্টন
Ο ঘ) 
বোর

  সঠিক উত্তর: (খ)

১৫.
পরমাণুর স্থায়ী কণিকা হলো-
i. ইলেকট্রন
ii. প্রোটন
iii. নিউট্রন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
গ্রীক শব্দ ‘অ্যাটোমোস’ অর্থ কী?
Ο ক) 
অ্যারিস্টটল
Ο খ) 
ডাল্টন
Ο গ) 
বার্জেলিয়াস
Ο ঘ) 
লা-শ্যাতেলিয়ে

  সঠিক উত্তর: (ক)

১৭.
কোন পরমাণুর চতুর্থ শক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
Ο ক) 
2টি
Ο খ) 
8টি
Ο গ) 
18টি
Ο ঘ) 
32টি

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
অক্সিজেনের একটি পরমাণুতে কয়টি প্রোটন রয়েছে?
Ο ক) 
পাঁচটি
Ο খ) 
ছয়টি
Ο গ) 
সাতটি
Ο ঘ) 
আটটি

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
কোন মৌলে নিউট্রন নেই?
Ο ক) 
লিথিয়াম
Ο খ) 
অক্সিজেন
Ο গ) 
হিলিয়াম
Ο ঘ) 
হািইড্রোজেন

  সঠিক উত্তর: (ঘ)

২০.
কোনো মৌলের পরমাণুতে ৩টি প্রোটন ৪টি নিউট্রন আছে। মৌলটির ভরসংখ্যা কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

২১.
হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

২২.
পরমাণুর ঋণাত্মক কণিকা কোনটি?
Ο ক) 
প্রোটন
Ο খ) 
নিউট্রন
Ο গ) 
ইলেকট্রন
Ο ঘ) 
নিউক্লিয়াস

  সঠিক উত্তর: (গ)

২৩.
হাইড্রোজেনের বেশির ভাগ পরমাণুর ভরসংখ্যা কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

২৪.
ঋণাত্মক আধাযুক্ত পরমাণুকে কী বলে?
Ο ক) 
ক্যাটায়ান
Ο খ) 
অ্যানায়ন
Ο গ) 
নিষ্ক্রিয়
Ο ঘ) 
অণু

  সঠিক উত্তর: (খ)

২৫.
ডেমোক্রিটাস কোন দেশের দার্শনিক?
Ο ক) 
আমেরিকা
Ο খ) 
গ্রীস
Ο গ) 
ইংল্যান্ড
Ο ঘ) 
জার্মানি

  সঠিক উত্তর: (খ)

২৬.
নিম্নে প্রদত্ত কোন বিজ্ঞানী তাঁর পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন?
Ο ক) 
রাদারফোর্ড
Ο খ) 
বোর
Ο গ) 
জন ডাল্টন
Ο ঘ) 
অ্যারিষ্টটল

  সঠিক উত্তর: (ক)

২৭.
সমসাময়িক বিজ্ঞানী-
i. প্লেটো
ii. অ্যারিস্টটল
iii. ডেমোক্রিটাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
আইসোটোপের ক্ষেত্রে-
i. ভরসংখ্যা ভিন্ন হয়ে থাকে
ii. নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে থাকে
iii. প্রোটন সংখ্যা অভিন্ন থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
নিচের কোনটি নিষ্ক্রিয় মৌল?
Ο ক) 
হাইড্রোজেন
Ο খ) 
নাইট্রোজেন
Ο গ) 
আর্গন
Ο ঘ) 
অ্যালুমিনিয়াম

  সঠিক উত্তর: (গ)

৩০.
নিউক্লিয়াস গঠিত-
i. ইলেকট্রন দ্বারা
ii. প্রোটন দ্বারা
iii. নিউট্রন দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iiI

  সঠিক উত্তর: (গ)

৩১.
ফ্লোরিন যৌগ গঠনকালে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (ক)

৩২.
পদার্থ নিরবচ্ছিন্ন একথা কে প্রকাশ করেন?
Ο ক) 
প্লেটো
Ο খ) 
অ্যারিসস্টটল
Ο গ) 
বার্জেলিয়াস
Ο ঘ) 
থিওডোর সোয়ান

  সঠিক উত্তর: (খ)

৩৩.
অণু গঠনের জন্য প্রয়োজনীয় পরমাণুর সংখ্যা-
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
একাধিক

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
Mg2+ হলো-
i. একটি ক্যাটায়ন
ii. Na+ আয়নের ইলেকট্রন বিন্যাস
iii. অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে সক্ষম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩৫.
নিচের কোন শব্দটি থেকে এটম কথাটি গৃহীত হয়েছে?
Ο ক) 
Atoms
Ο খ) 
Atamas
Ο গ) 
Atomos
Ο ঘ) 
Atimus

  সঠিক উত্তর: (গ)

৩৬.
পরমাণুর কেন্দ্রে নিচের কোনটি উপস্থিত?
Ο ক) 
নিউট্রন
Ο খ) 
পজিট্রন
Ο গ) 
ইলেকট্রন
Ο ঘ) 
বিটাট্রন

  সঠিক উত্তর: (ক)

৩৭.
H+ আয়নে কয়টি ইলেকট্রন আছে?
Ο ক) 
কোন ইলেকট্রন নেই
Ο খ) 
১টি
Ο গ) 
২টি
Ο ঘ) 
৩টি

  সঠিক উত্তর: (ক)

৩৮.
আবিষ্কৃত নিষ্ক্রিয় মৌলের সংখ্যা কত?
Ο ক) 
2
Ο খ) 
4
Ο গ) 
6
Ο ঘ) 
8

  সঠিক উত্তর: (গ)

৩৯.
কোনটিতে দুটি নিউট্রন আছে?
Ο ক) 
হাইড্রোজেন
Ο খ) 
ডিউটেরিয়াম
Ο গ) 
ট্রিটিয়াম
Ο ঘ) 
লিথিয়াম

  সঠিক উত্তর: (গ)

৪০.
নিচের কোনটি হতে তেজস্ক্রিয় রশ্মি নিগর্ত হয়?
Ο ক) 
অস্থায়ী আইসোটোপ
Ο খ) 
পরমাণু
Ο গ) 
অণু
Ο ঘ) 
আয়ন

  সঠিক উত্তর: (ক)

৪১.
হাইড্রোজেনের আইসোটোপ কয়টি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৪২.
“সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে তৈরি” উক্তিটি কার?
Ο ক) 
ডেমোক্রিটাস
Ο খ) 
অ্যারিস্টটল
Ο গ) 
কোপারনিকাস
Ο ঘ) 
গ্যালিলিও

  সঠিক উত্তর: (ক)

৪৩.
নিচের কোনটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত?
Ο ক) 
ইলেকট্রন
Ο খ) 
নিউক্লিয়াস
Ο গ) 
ফাঁকা স্থান
Ο ঘ) 
আংশিক ভর

  সঠিক উত্তর: (খ)

৪৪.
আইসোটোপের ক্ষেত্রে-
i. ভৌত ধর্ম একই
ii. রাসায়নিক ধর্ম একই
iii. ভর একই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪৫.
পটাসিয়াম N শেলে কয়টি ইলেকট্রন আছে?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৬টি
Ο ঘ) 
৮টি

  সঠিক উত্তর: (ক)

৪৬.
Na পরমাণুতে কয়টি নিউট্রন বিদ্যমান?
Ο ক) 
10টি
Ο খ) 
11টি
Ο গ) 
12টি
Ο ঘ) 
23টি

  সঠিক উত্তর: (গ)

৪৭.
কোন মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য কোন সংখ্যা ব্যবহার করা হয়?
Ο ক) 
ইলেকট্রন সংখ্যা
Ο খ) 
প্রোটন সংখ্যা
Ο গ) 
নিউট্রন সংখ্যা
Ο ঘ) 
ভর সংখ্যা

  সঠিক উত্তর: (খ)

৪৮.
নিউট্রন সংখ্যা জানতে হলে মৌলের-
i. পারমাণবিক সংখ্যা জানতে হবে
ii. ইলেকট্রন সংখ্যা জানতে হবে
iii. ভর সংখ্যা জানতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii

  সঠিক উত্তর: (খ)

৪৯.
হিলিয়াম পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান?
Ο ক) 
2টি
Ο খ) 
3টি
Ο গ) 
4টি
Ο ঘ) 
5টি

  সঠিক উত্তর: (ক)

৫০.
ভিন্ন মৌলের পরমাণুসমূহ আকারে, ভরে ও ধর্মে পার্থক্যের কারণ-
i. প্রোটন সংখ্যার ভিন্নতা
ii. ইলেকট্রন সংখ্যার ভিন্নতা
iii. নিউট্রন সংখ্যার ভিন্নতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫১.
Atomos শব্দের অর্থ কী?
Ο ক) 
স্থিতিশীল
Ο খ) 
নিস্ক্রিয়
Ο গ) 
বিভাজ্য
Ο ঘ) 
অবিভাজ্য

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
পরমাণুর কোন শেলে সর্বোচ্চ ১৮টি ইলেকট্রন থাকতে পারে?
Ο ক) 
L
Ο খ) 
M
Ο গ) 
N
Ο ঘ) 
O

  সঠিক উত্তর: (খ)

৫৩.
জন ডাল্টন ছিলেন-
Ο ক) 
একজন ফরাসি রসায়নবিদ
Ο খ) 
একজন স্কুল শিক্ষক
Ο গ) 
একজন দার্শনিক
Ο ঘ) 
একজন গ্রিক দার্শনিক

  সঠিক উত্তর: (খ)

৫৪.
দুটি আইসোটোপের-সমান নয়।
Ο ক) 
পারমাণবিক সংখ্যা
Ο খ) 
ভর সংক্যা
Ο গ) 
ইলেকট্রন সংখ্যা
Ο ঘ) 
রাসায়নিক ধর্ম

  সঠিক উত্তর: (খ)

৫৫.
ক্যাটায়নের চার্জ কেমন?
Ο ক) 
রিপেক্ষ
Ο খ) 
ঋণাত্মক
Ο গ) 
ধনাত্মক
Ο ঘ) 
শূন্য

  সঠিক উত্তর: (গ)

৫৬.
নিয়মের ২য় কক্ষপথে কয়টি ইলেকট্রন পূর্ণ অবস্থায় আছে?
Ο ক) 
হিলিয়াম
Ο খ) 
সোডিয়াম
Ο গ) 
হাইড্রোজেন
Ο ঘ) 
কার্বন

  সঠিক উত্তর: (ক)

৫৭.
রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে-
i. ঋণাত্মক কণাটি ভরহীন
ii. পরমাণুকে ভাঙ্গা যায়
iii. পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৫৮.
পরমাণুর সবটুকু ভর কোথায় কেন্দ্রীভূত?
Ο ক) 
ইলেকট্রন
Ο খ) 
প্রোটনে
Ο গ) 
নিউক্লিয়াসে
Ο ঘ) 
নিউট্রনে

  সঠিক উত্তর: (গ)

৫৯.
আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) 
অ্যারিস্টটল
Ο খ) 
নীলস বোর
Ο গ) 
চ্যাডউইক
Ο ঘ) 
জন ডাল্টন

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
কে সর্বপ্রথম পরমাণু নামকরণ করেন?
Ο ক) 
ডাল্টন
Ο খ) 
বার্জেলিয়াস
Ο গ) 
ডেমোক্রিটাস
Ο ঘ) 
রাদারফোর্ড

  সঠিক উত্তর: (গ)

৬১.
রাদারফোর্ডের পরমাণু মডেল নিচের কোনটির সাথে তুলনীয়?
Ο ক) 
কক্ষপথ
Ο খ) 
সৌরজগত
Ο গ) 
ছায়াপথ
Ο ঘ) 
নীহারিকা

  সঠিক উত্তর: (খ)

৬২.
টিট্রিয়ামের ভর সংখ্যা কত?
Ο ক) 
1
Ο খ) 
2
Ο গ) 
3
Ο ঘ) 
4

  সঠিক উত্তর: (গ)

৬৩.
মৌলিক পদার্থের ধর্মমূলত কিসের উপর নির্ভর করে?
Ο ক) 
ভর সংখ্যা
Ο খ) 
পারমাণবিক সংখ্যা
Ο গ) 
ইলেকট্রন সংখ্যা
Ο ঘ) 
ইলেকট্রন বিন্যাস

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
রাদারফোর্ডের মডেল কিসের মত?
Ο ক) 
নক্ষত্রপুঞ্জ
Ο খ) 
গ্যালক্সি
Ο গ) 
সৌরজগত
Ο ঘ) 
সূর্য

  সঠিক উত্তর: (গ)

৬৫.
পদার্থ কী দ্বারা গঠিত?
Ο ক) 
বৃহত্তম কণা
Ο খ) 
ক্ষুদ্রতম কণা
Ο গ) 
অলীক বস্তু
Ο ঘ) 
সূর্য রশ্মি

  সঠিক উত্তর: (খ)

৬৬.
আর্গনের ইলেকট্রন বিন্যাস কোনটি?
Ο ক) 
2,8
Ο খ) 
2,8,2
Ο গ) 
2,8,6
Ο ঘ) 
2,8,8

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
লিথিয়ামের প্রতীক কোনটি?
Ο ক) 
Lu
Ο খ) 
Li
Ο গ) 
Le
Ο ঘ) 
Lr

  সঠিক উত্তর: (খ)

৬৮.
পরমাণু গঠনকারী উপাদান হল-
i. ইলেকট্রন
ii. পজিট্রন
iii. প্রোটন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৬৯.
পদার্থের ক্ষুদ্র কণা কয় প্রকার?
Ο ক) 
২ প্রকার
Ο খ) 
৩ প্রকার
Ο গ) 
৪ প্রকার
Ο ঘ) 
৫ প্রকার

  সঠিক উত্তর: (ক)

৭০.
ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি কোনটি?
Ο ক) 
পরমাণু অবিভাজ্য
Ο খ) 
পরমাণু সবচেয়ে ক্ষুদতম কণা
Ο গ) 
পরমাণু বিভাজ্য
Ο ঘ) 
অণু পরমাণু অপেক্ষা বড়

  সঠিক উত্তর: (ক)

৭১.
কোন মৌলের সর্বশেষ ২য় শক্তিস্তরে ৭টি ইলেকট্রন আছে?
Ο ক) 
ক্লোরিন
Ο খ) 
ফ্লোরিন
Ο গ) 
ব্রোমিন
Ο ঘ) 
সালফার

  সঠিক উত্তর: (খ)

৭২.
নিউক্লিয়াসে থাকে-
i. ধনাত্মক আধান
ii. ঋণাত্মক আধান
iii. সমগ্র ভর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
একটি হাইড্রোজেন পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা কত?
Ο ক) 
0
Ο খ) 
1
Ο গ) 
2
Ο ঘ) 
3

  সঠিক উত্তর: (ক)

৭৪.
ভর সংখ্যাকে কোন প্রতীকে প্রকাশ করা হয়?
Ο ক) 
P
Ο খ) 
A
Ο গ) 
Z
Ο ঘ) 
R

  সঠিক উত্তর: (খ)

৭৫.
পরমাণুর প্রায় সবটুকু ভর কোথায় থাকে?
Ο ক) 
ইলেকট্রন
Ο খ) 
প্রোটন
Ο গ) 
নিউক্লিয়াস
Ο ঘ) 
নিউট্রন

  সঠিক উত্তর: (গ)

৭৬.
ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত?
Ο ক) 
1
Ο খ) 
2
Ο গ) 
3
Ο ঘ) 
4

  সঠিক উত্তর: (খ)

৭৭.
পরমাণুতে নিচের কোন কণাটি উপস্থিত?
Ο ক) 
ইলেকট্রন
Ο খ) 
প্রোটন
Ο গ) 
নিউট্রন
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
নিচের কোন কণাটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে?
Ο ক) 
ইলেকট্রন
Ο খ) 
প্রোটন
Ο গ) 
নিউট্রন
Ο ঘ) 
অ্যাটম

  সঠিক উত্তর: (ক)

৭৯.
কোন পরমাণুর তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
Ο ক) 
8টি
Ο খ) 
9টি
Ο গ) 
16টি
Ο ঘ) 
18টি

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা কত?
Ο ক) 
৩৫
Ο খ) 
১৩
Ο গ) 
১২
Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
N2 + 3H2 = 2NH3
2Na + H2 = 2NaH
৮১.
প্রথম বিক্রিয়ার উৎপাদে নাইট্রোজেন পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে কয়টি ইরেকট্রন রয়েছে?
Ο ক) 
5টি
Ο খ) 
6টি
Ο গ) 
7টি
Ο ঘ) 
8টি

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
দ্বিতীয় বিক্রিয়ায়-
i. Na পরমাণু 1টি ইলেকট্রন ত্যাগ করে
ii. উৎপন্ন যৌগটি আয়নিক প্রকৃতির
iii. H+ আয়ন উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...