NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ৪ মার্চ, ২০১৫

জে.এস.সি || বিজ্ঞান অধ্যায় - ৭ম : পৃথিবী ও মহাকর্ষ


জে.এস.সি    ||    বিজ্ঞান
অধ্যায় - ৭ম : পৃথিবী ও মহাকর্ষ


১.
অভিকর্ষজ ত্বরণ নিচের কোনটির উপর নির্ভর করে?
Ο ক) 
পৃথিবীর ভর
Ο খ) 
বস্তুর ভর
Ο গ) 
তাপমাত্রা
Ο ঘ) 
চাপ

  সঠিক উত্তর: (ক)

২.
ভরের একক কী?
Ο ক) 
গ্রাম
Ο খ) 
কিলোগ্রাম
Ο গ) 
কুইন্টাল
Ο ঘ) 
নিউটন

  সঠিক উত্তর: (খ)

৩.
কোনটি ভরের সমানুপাতিক?
Ο ক) 
ত্বরণ
Ο খ) 
বেগ
Ο গ) 
ওজন
Ο ঘ) 
দ্রুতি

  সঠিক উত্তর: (গ)

৪.
বস্তুর ওজন-
i. পৃথিবী কর্তৃক বস্তুর ওপর প্রযুক্ত অভিকর্ষ বল
ii. স্প্রিং নিক্তির সাহায্যে মাপা হয়
iii. একটি স্কেলার রাশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫.
কোথায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম?
Ο ক) 
মেরু অঞ্চলে
Ο খ) 
বিষুবীয় অঞ্চলে
Ο গ) 
পৃথিবীর কেন্দ্রে
Ο ঘ) 
ক্রান্তীয় অঞলে

  সঠিক উত্তর: (ক)

৬.
মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলতে কী বলে?
Ο ক) 
অভিকর্ষ
Ο খ) 
ওজন
Ο গ) 
মহাকর্ষ
Ο ঘ) 
অভিকর্ষজ ত্বরণ

  সঠিক উত্তর: (গ)

৭.
দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) 
G
Ο খ) 
D
Ο গ) 
F
Ο ঘ) 
M

  সঠিক উত্তর: (গ)

৮.
চাঁদে ২ কেজি ভরের বস্তুর ওজন কত হবে?
Ο ক) 
১.৬ নিউটন
Ο খ) 
৩.২ নিউটন
Ο গ) 
২ নিউটন
Ο ঘ) 
২ কেজি

  সঠিক উত্তর: (খ)

৯.
অভিকর্ষজ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়-
i. বার্ষিক গতির জন্য
ii. আহ্নিক গতির জন্য
iii. পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১০.
পৃথিবীর কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে?
Ο ক) 
মেরুতে
Ο খ) 
কেন্দ্রে
Ο গ) 
বিষুব অঞ্চলে
Ο ঘ) 
নিচে

  সঠিক উত্তর: (ক)

১১.
পৃথিবীর এবং একটি বইয়ের মধ্যকার আকর্ষণকে কী বলে?
Ο ক) 
ঊর্দ্ধমুখীবল
Ο খ) 
মহাকর্ষ
Ο গ) 
অভিকর্ষ
Ο ঘ) 
অভিকর্ষাজ ত্বরণ

  সঠিক উত্তর: (গ)

১২.
ক্রিকেট বলকে উপর দিকে ছুড়ে দিলে মাটিত পড়ে কারণ-
Ο ক) 
উপরে বাতাস কম
Ο খ) 
মহাকর্ষ বল
Ο গ) 
অভিকর্ষ বল
Ο ঘ) 
উপরে বাতাস বেশি

  সঠিক উত্তর: (গ)

১৩.
দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় এবং পৃথিবী যদি বস্তুটিকে আকর্ষণ করে তাকে বলে-
i. মধ্যাকর্ষণ
ii. অভিকর্ষ
iii. অভিকর্ষজ ত্বরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৪.
কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাহল-
Ο ক) 
ভর
Ο খ) 
ওজন
Ο গ) 
অভিকর্ষ বল
Ο ঘ) 
মহাকর্ষ

  সঠিক উত্তর: (খ)

১৫.
কোন বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে?
Ο ক) 
মহাকর্ষ
Ο খ) 
অভিকর্ষ
Ο গ) 
কৌণিক বল
Ο ঘ) 
স্থানিক বল

  সঠিক উত্তর: (ক)

১৬.
বস্তুর ওজন-
i. অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়
ii. বস্তুর একটি মৌলিক ধর্ম
iii. স্থানভেদে পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

১৭.
যদি পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা সম্ভব হতো তাহলে অভিকর্ষজ ত্বরণের মান কেমন হত? [পৃথিবীর ভর একই থাকলে]
Ο ক) 
দ্বিগুণ
Ο খ) 
অর্ধেক হবে
Ο গ) 
চারগুণ হবে
Ο ঘ) 
এক চতুর্থাংশ হবে

  সঠিক উত্তর: (গ)

১৮.
এ বিশ্বের যে কোনো দুটি বস্তুর আকর্ষণকে কী বলে?
Ο ক) 
ভর
Ο খ) 
ওজন
Ο গ) 
ত্বরণ
Ο ঘ) 
মহাকর্ষ

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
অভিকর্ষজ ত্বরণ-
i. স্থান নিরপেক্ষ হলেও বস্তু নিরপেক্ষ নয়
ii. বস্তুর ভরের ওপর নির্ভর করে না
iii. পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের ওপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২০.
বস্তুর ভর অপরিবর্তিত থাকে বস্তুর-
i. অবস্থানের পরিবর্তন হলে
ii. আকৃতি অপরিবর্তিত থাকলে
iii. গতির পরিবর্তন ঘটলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১.
ভরের আন্তর্জাতিক এককের নাম কী?
Ο ক) 
গ্রাম
Ο খ) 
নিউটন
Ο গ) 
পাউন্ড
Ο ঘ) 
কিলোগ্রাম

  সঠিক উত্তর: (ঘ)

২২.
ভরের একক কী?
Ο ক) 
গ্রাম
Ο খ) 
কিলোগ্রাম
Ο গ) 
কুইন্টাল
Ο ঘ) 
নিউটন

  সঠিক উত্তর: (খ)

২৩.
বস্তুর ভর কোনটির ওপর নির্ভর করে?
Ο ক) 
বস্তুর অবস্থান
Ο খ) 
বস্তুর গতি পরিবর্তন
Ο গ) 
বস্তুর আকৃতি
Ο ঘ) 
যে পদার্থ দিয়ে গঠিত তার পরিমাণ

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে কী বলে?
Ο ক) 
মন্দন
Ο খ) 
বিভব
Ο গ) 
ত্বরণ
Ο ঘ) 
বল

  সঠিক উত্তর: (গ)

২৫.
ওজন কী?
Ο ক) 
এক প্রকার ত্বরণ
Ο খ) 
এক  প্রকার বল
Ο গ) 
এক প্রকার বেগ
Ο ঘ) 
এক প্রকার সরণ

  সঠিক উত্তর: (খ)

২৬.
বস্তুর ভর-
i. অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল
ii. স্থান নিরপেক্ষ
iii. একক কিলোগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২৭.
নিচের কোনটির মান বস্তু নিরপেক্ষ?
Ο ক) 
সময়
Ο খ) 
দূরত্ব
Ο গ) 
অভিকর্ষজ ত্বরণ
Ο ঘ) 
বেগ

  সঠিক উত্তর: (গ)

২৮.
যে বলে পৃথিবীর তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে কী বলে?
Ο ক) 
ভর
Ο খ) 
মহাকর্ষ বল
Ο গ) 
ওজন
Ο ঘ) 
অভিকর্ষজ ত্বরণ

  সঠিক উত্তর: (গ)

২৯.
পদার্থবিজ্ঞানের ভাষায়-
i. বস্তুর ভরই ওজন নয়
ii. ভর ও ওজন অভিন্ন রাশি
iii. বস্তুতে মোট পদার্থের পরিমাণই ভর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩০.
মহাকর্ষ বলের মান নিচের কোনটির উপর নির্ভর করে?
Ο ক) 
ভর
Ο খ) 
আকৃতি
Ο গ) 
প্রকৃতি
Ο ঘ) 
‘মাধ্যম

  সঠিক উত্তর: (ক)

৩১.
নিচের কোনটির ওপর অভিকর্ষজ ত্বরণের মান বেশি?
Ο ক) 
লোহা
Ο খ) 
কাগজ
Ο গ) 
কাঠ
Ο ঘ) 
সবগুলোর ওপর মান সমান

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
কোন বিজ্ঞানী মহাকর্ষ সম্পকর্ষ সম্পর্কে ধারণা দেন?
Ο ক) 
প্লাঙ্ক
Ο খ) 
অ্যারিষ্টটল
Ο গ) 
আইনস্টাইন
Ο ঘ) 
নিউটন

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
কোনো বস্তুতে পদার্থের পরিমাণই হল-
Ο ক) 
ওজন
Ο খ) 
ত্বরণ
Ο গ) 
বেগ
Ο ঘ) 
ভর

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
দূরত্ব বৃদ্ধির সাথে মহাকর্ষ বলের কীরূপ পরিবর্তন ঘটে?
Ο ক) 
বৃদ্ধি পায়
Ο খ) 
সমান থাকে
Ο গ) 
সমানুপাতে বৃদ্ধি ঘটে
Ο ঘ) 
বর্গের ব্যাস্তানুপাতে হ্রাস ঘটে

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে কীসের পরিবর্তন হয়?
Ο ক) 
ওজন
Ο খ) 
ভর
Ο গ) 
আকৃতি
Ο ঘ) 
সংযুক্তি

  সঠিক উত্তর: (ক)

৩৬.
সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
Ο ক) 
অভিকর্ষ
Ο খ) 
মহাকর্ষ
Ο গ) 
নিউটন
Ο ঘ) 
অভিকর্ষজ ত্বরণ

  সঠিক উত্তর: (খ)

৩৭.
বায়ুশূন্য মাধ্যমে নিচের কোনটি আগে ভূমিতে পড়বে?
Ο ক) 
সোনা
Ο খ) 
লোহার পাত
Ο গ) 
তুলা
Ο ঘ) 
সবগুলো একসাথে পড়বে

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
অভিকার্ষজ ত্বরণের মান বিভিন্ন হয়-
i. পৃথিবীর আকৃতির কারণে
ii. আহ্নিক গতির কারণে
iii. ভূ-পৃষ্ঠ থেকে দূরত্বের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
Ο ক) 
মেরু অঞ্চলে
Ο খ) 
বিষুব অঞ্চলে
Ο গ) 
পৃথিবীর কেন্দ্রে
Ο ঘ) 
মহাশূন্যে

  সঠিক উত্তর: (ক)

৪০.
নিচের কোনটি সকল বস্তুকে নিজের দিকে টানে?
Ο ক) 
পৃথিবী
Ο খ) 
ছায়াপথ
Ο গ) 
চাঁদ
Ο ঘ) 
সৌরজগত

  সঠিক উত্তর: (ক)

৪১.
নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ আকর্ষণ বল পূর্বের তুলনায় ৯ গুণ হলে দূরত্ব কত হবে?
Ο ক) 
এক-পঞ্চমাংশ
Ο খ) 
এক-তৃতীয়াংশ
Ο গ) 
তিন গুন
Ο ঘ) 
নয় গুণ

  সঠিক উত্তর: (খ)

৪২.
অভিকর্ষজ ত্বরণ কোন বিষয়ের ওপর নির্ভর করে না?
Ο ক) 
পৃথিবীর ভর
Ο খ) 
পৃথিবীর ব্যাসার্ধ
Ο গ) 
বস্তুর ভর
Ο ঘ) 
বস্তুর উচ্চতা

  সঠিক উত্তর: (গ)

৪৩.
ভূ-পৃষ্ঠের কোথায় g-এর মান সবচেয়ে কম?
Ο ক) 
মেরু অঞ্চলে
Ο খ) 
বিষুবীয় অঞ্চলে
Ο গ) 
ক্রান্তিয় অঞ্চলে
Ο ঘ) 
450 অক্ষাংশে

  সঠিক উত্তর: (খ)

৪৪.
বেগের পরিবর্তনের সাথে নিচের কোনটি সম্পর্কিত?
Ο ক) 
বল
Ο খ) 
দূরত্ব
Ο গ) 
তাপমাত্রা
Ο ঘ) 
চাপ

  সঠিক উত্তর: (ক)

৪৫.
কোনো বস্তুতে পদার্থের পরিমাণকে কী বলে?
Ο ক) 
ভর
Ο খ) 
বল
Ο গ) 
ওজন
Ο ঘ) 
ত্বরণ

  সঠিক উত্তর: (ক)

৪৬.
কোনটি দ্বারা অভিকর্ষজ ত্বরণকে প্রকাশ করা হয়?
Ο ক) 
G
Ο খ) 
F
Ο গ) 
R
Ο ঘ) 
g

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
কোন ক্ষেত্রে দুটি বস্তুকরণার মধ্যে আকর্ষণ বল বেশি হয়?
Ο ক) 
ভর কম হলে
Ο খ) 
দূরত্ব বেশি হলে
Ο গ) 
ওজন বেশি হলে
Ο ঘ) 
ভর বেশি হলে

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
অল্প ভরকে কী দ্বারা পরিমাপ করা হয়?
Ο ক) 
গ্রামে
Ο খ) 
মিটারে
Ο গ) 
লিটারে
Ο ঘ) 
কেজিতে

  সঠিক উত্তর: (ক)

৪৯.
নির্দিষ্ট কোনো বস্তুর ওজনের মান কোনটির উপর নির্ভর করে?
Ο ক) 
ভর
Ο খ) 
সময়
Ο গ) 
মহাকর্ষীয় ধ্রুবক
Ο ঘ) 
অভিকর্ষজ ত্বরণ

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে কী বলে?
Ο ক) 
ওজন
Ο খ) 
ভর
Ο গ) 
নিউটন
Ο ঘ) 
কিলোগ্রাম

  সঠিক উত্তর: (খ)

৫১.
কোন বস্তুতে পদার্থের মোট পরিমাণকে কী বলে?
Ο ক) 
ওজন
Ο খ) 
ভর
Ο গ) 
নিউটন
Ο ঘ) 
কিলোগ্রাম

  সঠিক উত্তর: (খ)

৫২.
কোন বিজ্ঞানী মহাকর্ষ সম্পর্কে ধারণা দেন?
Ο ক) 
প্লাঙ্ক
Ο খ) 
অ্যারিস্টটল
Ο গ) 
আইনস্টাইন
Ο ঘ) 
নিউটন

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
বস্তুর মধ্যকার পদার্থের পরিমাণকে কী বলে?
Ο ক) 
শক্তি
Ο খ) 
ক্ষমতা
Ο গ) 
ভর
Ο ঘ) 
নিউটন

  সঠিক উত্তর: (গ)

৫৪.
মহাকর্ষ বল নিচের কোনটির ওপর নির্ভর করে?
Ο ক) 
বস্তুর ভর
Ο খ) 
মাধ্যমের প্রকৃতি
Ο গ) 
বস্তুর আকৃতি
Ο ঘ) 
বস্তুর প্রকৃতি

  সঠিক উত্তর: (ক)

৫৫.
পৃথিবীর কোথায় g- এর মান শূণ্য?
Ο ক) 
মেরু অঞ্চল
Ο খ) 
পৃথিবীর কেন্দ্রে
Ο গ) 
পর্বতের চূড়ায়
Ο ঘ) 
বিষুবীয় অঞ্চলে

  সঠিক উত্তর: (খ)

৫৬.
পৃথিবীর কোন অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি?
Ο ক) 
বিষুবীয় অঞ্চলে
Ο খ) 
ক্রান্তীয় অঞ্চলে
Ο গ) 
মেরু অঞ্চলে
Ο ঘ) 
পৃথিবীর কেন্দ্রে

  সঠিক উত্তর: (গ)

৫৭.
কোনটির কারণে একটি বস্তুর ওজনের তারতম্য ঘটে?
Ο ক) 
পৃথিবীর আকৃতির জন্য
Ο খ) 
পৃথিবীর বার্ষিক গতির জন্য
Ο গ) 
তাপমাত্রার জন্য
Ο ঘ) 
বস্তুর ভরের জন্য

  সঠিক উত্তর: (ক)

৫৮.
ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠের সন্নিকটস্থ স্থানসমূহে বস্তুর ওজনের বিভিন্নতার কারণ হলো-
i. পৃথিবীর আকৃতি
ii. পৃথিবীর বার্ষিক গতি
iii. ভূপৃষ্ঠ হতে উচ্চতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৫৯.
এ মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
Ο ক) 
মহাকর্ষ
Ο খ) 
অভিকর্ষ
Ο গ) 
মাধ্যাকর্ষণ
Ο ঘ) 
স্থিতিস্থাপকতা

  সঠিক উত্তর: (ক)

৬০.
যে সকল কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর কীসের পরিবর্তন হয়?
Ο ক) 
ওজন
Ο খ) 
ভর
Ο গ) 
বেগ
Ο ঘ) 
শক্তি

  সঠিক উত্তর: (ক)

৬১.
বস্তুর ভর কী রাশি?
Ο ক) 
সদিক রাশি
Ο খ) 
ভেক্টর রাশি
Ο গ) 
ধ্রুব রাশি
Ο ঘ) 
ঋণাত্মক রাশি

  সঠিক উত্তর: (গ)

৬২.
মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্য বলকে কী বলে?
Ο ক) 
অভিকর্ষ
Ο খ) 
অভিকর্ষজ ত্বরণ
Ο গ) 
মহাকর্ষ
Ο ঘ) 
ওজন

  সঠিক উত্তর: (গ)

৬৩.
মহাকর্ষীয় ধ্রুবকের প্রকাশক প্রতীক কোনটি?
Ο ক) 
F
Ο খ) 
M
Ο গ) 
D
Ο ঘ) 
G

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
রবির ভর ১০ kg হলে ওজন কত?
Ο ক) 
৯.৮ নিউটন
Ο খ) 
৯৮ নিউটন
Ο গ) 
৯৮০ নিউটন
Ο ঘ) 
৯৮০০ নিউটন

  সঠিক উত্তর: (গ)

৬৫.
কোন বলের জন্য ছুড়ে দেওয়া বস্তু পুনরায় ফিরে আসে?
Ο ক) 
ধ্রুব বল
Ο খ) 
স্থানিক বল
Ο গ) 
অভিকর্ষ
Ο ঘ) 
কৌনিক বল

  সঠিক উত্তর: (গ)

৬৬.
অভিকর্ষজ ত্বরণ প্রকাশের প্রতীক কোনটি?
Ο ক) 
F
Ο খ) 
M
Ο গ) 
S
Ο ঘ) 
g

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
ভূ-পৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান তত-
Ο ক) 
কমতে থাকে
Ο খ) 
অপরিবর্তিত থাকে
Ο গ) 
বাড়তে থাকে
Ο ঘ) 
ক ও গ উভয়ই

  সঠিক উত্তর: (ক)

৬৮.
কোন বিজ্ঞানী মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন?
Ο ক) 
কেপলার
Ο খ) 
নিউটন
Ο গ) 
গ্যালিলিও
Ο ঘ) 
কোপার্নিকাস

  সঠিক উত্তর: (খ)

৬৯.
বস্তুর ওজনের একক কোনটি?
Ο ক) 
মিটার
Ο খ) 
গ্রাম
Ο গ) 
কিলোগ্রাম
Ο ঘ) 
নিউটন

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল বস্তুদ্বয়ের-
i. ভরের গুণফলের সমানুপাতিক
ii. মধ্যবর্তী দূরত্বের ব্যস্তাুনুপাতিক
iii. মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৭১.
পৃথিবী ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
Ο ক) 
মহাকর্ষ
Ο খ) 
অভিকর্ষ
Ο গ) 
অভিকর্ষজ ত্বরণ
Ο ঘ) 
মহাকর্ষীয় ধ্রুবক

  সঠিক উত্তর: (খ)

৭২.
কীসের সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়?
Ο ক) 
সাধারণ নিক্তি
Ο খ) 
দাড়িপাল্লা
Ο গ) 
ওয়েট মেশিন
Ο ঘ) 
স্পিং নিক্তি

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে বস্তুটি কিসের প্রভাবে ভূমিতে পৌছাঁয়?
Ο ক) 
বাতাসের চাপ
Ο খ) 
ঘর্ষণ বল
Ο গ) 
অভিকর্ষ বল
Ο ঘ) 
মহাকর্ষীয় ধ্রুবক

  সঠিক উত্তর: (গ)

৭৪.
ভূ-পৃষ্ঠে যদি একটি বস্তুর ওজন ৫০ নিউটন হয় তাহলে ভর কত কেজি হবে?
Ο ক) 
৫০
Ο খ) 

Ο গ) 
৯.৮
Ο ঘ) 
৫.১

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
Ο ক) 
মেরু অঞ্চল
Ο খ) 
ভূ-পৃষ্ঠে
Ο গ) 
বিষুবীর অঞ্চলে
Ο ঘ) 
পাহাড়ের উপরে

  সঠিক উত্তর: (ক)

৭৬.
ভূ-পৃষ্ঠে বা ভূ-পৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় এরূপ রাশি হলো বস্তুর-
i. ভর
ii. ওজন
iii. অভিকর্ষজ ত্বরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭৭.
কোথায় বস্তুর ওপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকে না?
Ο ক) 
পৃথিবীর কেন্দ্রে
Ο খ) 
পৃথিবীর উপরে
Ο গ) 
মেরু অঞ্চলে
Ο ঘ) 
বিষুবীয় অঞ্চলে

  সঠিক উত্তর: (ক)

৭৮.
আহ্নিক গতির জন্য বিভিন্ন স্থানে বস্তুর কীসের পরিবর্তন হয়?
Ο ক) 
ভরের
Ο খ) 
ওজনের
Ο গ) 
ত্বরণের
Ο ঘ) 
সরণের

  সঠিক উত্তর: (খ)

৭৯.
বস্তুর মৌলিক ধর্ম হলো-
i. ভর
ii. আধান
iii. অভিকর্ষজ ত্বরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮০.
বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রবককে কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) 
G
Ο খ) 
g
Ο গ) 
F
Ο ঘ) 
d

  সঠিক উত্তর: (ক)

৮১.
মহাকর্ষ বলের ক্রিয়াপথের প্রকৃতি কীরূপ?
Ο ক) 
বৃত্তাকার
Ο খ) 
সরলরৈখিক
Ο গ) 
চক্রাকার
Ο ঘ) 
বেলনাকার

  সঠিক উত্তর: (খ)

৮২.
কোন স্থানে কোনো বস্তুর ওজন শূন্য?
Ο ক) 
পৃথিবীর কেন্দ্রে
Ο খ) 
চাঁদে
Ο গ) 
বিমানে
Ο ঘ) 
মঙ্গলগ্রহে

  সঠিক উত্তর: (ক)

৮৩.
কোনটির ওপর বস্তুর ওজন নির্ভরশীল?
Ο ক) 
অভিকর্ষজ ত্বরণ
Ο খ) 
ত্বরণ
Ο গ) 
বেগ
Ο ঘ) 
সময়

  সঠিক উত্তর: (ক)

৮৪.
কোনটি বস্তুর মৌলিক ধর্ম?
Ο ক) 
ওজন
Ο খ) 
ভর
Ο গ) 
আয়তন
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

৮৫.
চাঁদে কত কেজি ভরের বস্তুর ওজন হবে ১.৬ নিউটন?
Ο ক) 
০.৫ কেজি
Ο খ) 
১ কেজি
Ο গ) 
২ কেজি
Ο ঘ) 
৩ কেজি

  সঠিক উত্তর: (খ)

৮৬.
ওজন কোন ধরনের রাশি?
Ο ক) 
মৌলিক রাশি
Ο খ) 
ভেক্টর রাশি
Ο গ) 
স্কেলার রাশি
Ο ঘ) 
ভেক্টর গুণন রাশি

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
একটি স্প্রিংকে এক সেন্টিমিটার প্রসারিত করতে এক নিউটন বলে প্রয়োজন হয়। এর এক প্রান্তে ২ কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি 19.6 সেন্টিমিটার প্রসারিত হলো।
৮৭.
ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণের মান কত?
Ο ক) 
৯.৭৮ মিটার/সেকেন্ড
Ο খ) 
৯.৮ মিটার/সেকেন্ড
Ο গ) 
৯.৮১ মিটার/সেকেন্ড
Ο ঘ) 
৯.৮৩ মিটার/সেকেন্ড

  সঠিক উত্তর: (খ)

৮৮.
স্প্রিংটিকে বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে নেয়া হলে স্প্রিংয়ের প্রসারণ-
Ο ক) 
হ্রাস পাবে
Ο খ) 
বৃদ্ধি পাবে
Ο গ) 
অপরিবর্তিত থাকবে
Ο ঘ) 
শূন্য হবে

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...