NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ৪ মার্চ, ২০১৫

জে.এস.সি || বিজ্ঞান অধ্যায় - ৮ম : রাসায়নিক বিক্রিয়া


জে.এস.সি    ||    বিজ্ঞান
অধ্যায় - ৮ম : রাসায়নিক বিক্রিয়া


১.
তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে-
i. সোডিয়াম ক্লোরাইড
ii. গ্লুকোজ
iii. চিনি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২.
চুনাপাথরের রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) 
Ca
Ο খ) 
CaO
Ο গ) 
Ca(OH)2
Ο ঘ) 
CaCO3

  সঠিক উত্তর: (ঘ)

৩.
কপার ধাতুর অপর নাম কী?
Ο ক) 
দস্তা
Ο খ) 
তামা
Ο গ) 
ব্রোঞ্জ
Ο ঘ) 
সীসা

  সঠিক উত্তর: (খ)

৪.
তুঁতের রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) 
CuSO4.5H2O
Ο খ) 
FeSO4
Ο গ) 
ZnSO4
Ο ঘ) 
MgSO4

  সঠিক উত্তর: (ক)

৫.
ক্যালসিয়াম অ্যাসিটেট কী ধরনের যৌগ?
Ο ক) 
এসিড
Ο খ) 
ক্ষার
Ο গ) 
নিরপেক্ষ যৌগ
Ο ঘ) 
ক্ষারক

  সঠিক উত্তর: (গ)

৬.
দিয়াশলাই দিয়ে মোমবাতি জ্বালানো হলে কী বিক্রিয়া ঘটে?
Ο ক) 
প্রশমন
Ο খ) 
দহন
Ο গ) 
সংযোজন
Ο ঘ) 
সংশ্লেষণ

  সঠিক উত্তর: (খ)

৭.
FeSO4 এর বর্ণ কীরূপ?
Ο ক) 
সবুজাভ নীল
Ο খ) 
নীল
Ο গ) 
গাঢ় হলুদ
Ο ঘ) 
সবুজ

  সঠিক উত্তর: (ঘ)

৮.
শুষ্ক কোষের বাইরের চোঙাটি কিসের তৈরি?
Ο ক) 
জিংক
Ο খ) 
কপার
Ο গ) 
ব্রোঞ্জ
Ο ঘ) 
সিলভার

  সঠিক উত্তর: (ক)

৯.
কপার কার্বনেট এর সংকেত নিচের কোনটি?
Ο ক) 
CaCo3
Ο খ) 
CuSO4
Ο গ) 
CuCo3
Ο ঘ) 
CuCo

  সঠিক উত্তর: (গ)

১০.
সালফার ও অক্সিজেনের বিক্রিয়া কোন প্রকৃতির?
Ο ক) 
দহন
Ο খ) 
প্রতিস্তাপন
Ο গ) 
দ্বিবিয়োজন
Ο ঘ) 
পুর্নবিন্যাস

  সঠিক উত্তর: (ক)

১১.
Mg এর দহন বিক্রিয়ায় কোনটি গুরুত্বপূূর্ণ উপকরণ?
Ο ক) 
বুনসেন বার্ণার
Ο খ) 
আলো
Ο গ) 
পানি
Ο ঘ) 
জলীয় বাষ্প

  সঠিক উত্তর: (ক)

১২.
শুষ্ক কোষে অ্যানোড কোনটি?
Ο ক) 
কপার
Ο খ) 
জিংক
Ο গ) 
লৌহ
Ο ঘ) 
ম্যাগনেসিয়াম

  সঠিক উত্তর: (খ)

১৩.
ZnS প্রস্তুতিতে প্রয়োজন-
i. Zn
ii. S
iii. O2
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৪.
চুনাপাথরে তাপ দিলে কোন বিক্রিয়া সম্পাদিত হয়?
Ο ক) 
সংযোজন
Ο খ) 
সংশ্লেষণ
Ο গ) 
প্রতিস্থাপন
Ο ঘ) 
বিয়োজন

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য?
Ο ক) 
গ্লুকোজ
Ο খ) 
অকটেন
Ο গ) 
পেট্রোল
Ο ঘ) 
এসিড মিশ্রিত পানি

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
MgO প্রস্তুতিতে প্রয়োজন-
i. ম্যাগনেসিয়াম
ii. অক্সিজেন
iii. সালফার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৭.
CuCO3 এর বিয়োজনে উৎপন্ন হয়-
i. CO2
ii. CuO
iii. Cu
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৮.
ভিনেগার কী কাজে ব্যবহৃত হয়?
Ο ক) 
রান্নার কাজে
Ο খ) 
বিদ্যু’ উৎপাদন কাজে
Ο গ) 
নির্মাণ কাজে
Ο ঘ) 
তাপ উৎপাদনে

  সঠিক উত্তর: (ক)

১৯.
এসিটিক এসিডের রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) 
HCI
Ο খ) 
Ca(CH3COO)2
Ο গ) 
CH3COOH
Ο ঘ) 
C6H8O7

  সঠিক উত্তর: (গ)

২০.
কোনটি কুইক লাইম?
Ο ক) 
CaO
Ο খ) 
CaCO3
Ο গ) 
CaCl2
Ο ঘ) 
Ca(OH)2

  সঠিক উত্তর: (ঘ)

২১.
MgO তৈরির জন্য ম্যাগনেসিয়ামে কী দেওয়অ হয়?
Ο ক) 
পানি
Ο খ) 
কার্বন ডাইঅক্সাইড
Ο গ) 
তাপ
Ο ঘ) 
কার্বন

  সঠিক উত্তর: (গ)

২২.
সংযোজন বিক্রিয়ার জন্য প্রতিটি বিক্রিয়ক পদার্থ যে ধরনের হতে পারে-
i. মৌলিক পদার্থ
ii. যৌগিক পদার্থ
iii. মিশ্র পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৩.
ক্যাথোড কী?
Ο ক) 
ধনাত্মক তড়িৎদ্বার
Ο খ) 
ঋণাত্মক তড়িৎদ্বার
Ο গ) 
নিরপেক্ষ তড়িৎদ্বার
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (ক)

২৪.
সাইট্রিক এসিডের অণুতে কয়টি অক্সিজেন পরমাণু থাকে?
Ο ক) 
৫টি
Ο খ) 
৬টি
Ο গ) 
৭টি
Ο ঘ) 
৮টি

  সঠিক উত্তর: (গ)

২৫.
প্রশমন বিক্রিয়ার কী উৎপন্ন হয়?
Ο ক) 
লবণ ও পানি
Ο খ) 
লবণ
Ο গ) 
এসিড ও লবণ
Ο ঘ) 
লবণ ও ক্ষার

  সঠিক উত্তর: (ক)

২৬.
দহন বিক্রিয়ায় একটি পদার্থ বাতাসের অক্সিজেনের সাহায্যে পুড়ে উৎপন্ন করে-
i. তাপ শক্তি
ii. আলোক শক্তি
iii. শব্দ শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৭.
লেবুর রসে কোনটি থাকে?
Ο ক) 
ক্যালসিয়াম অক্সাইড
Ο খ) 
সোডিয়াম কার্বোনেট
Ο গ) 
সাইট্রিক এসিড
Ο ঘ) 
আয়রন সালফাইড

  সঠিক উত্তর: (গ)

২৮.
জিংকের প্রতীক কোনটি?
Ο ক) 
Fe
Ο খ) 
Zn
Ο গ) 
Cu
Ο ঘ) 
Ca

  সঠিক উত্তর: (খ)

২৯.
NH4CI কে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়?
Ο ক) 
N2
Ο খ) 
CI2
Ο গ) 
O2
Ο ঘ) 
NH3

  সঠিক উত্তর: (গ)

৩০.
শুষ্ক কোষে রূপান্তরিত শক্তি কোনটি?
Ο ক) 
রাসায়নিক শক্তি
Ο খ) 
আলোক শক্তি
Ο গ) 
তাপ শক্তি
Ο ঘ) 
যান্ত্রিক শক্তি

  সঠিক উত্তর: (ক)

৩১.
মোমের দহনে সঞ্চিত রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) 
স্থিতি শক্তি
Ο খ) 
শব্দ
Ο গ) 
আলো
Ο ঘ) 
বিভব শক্তি

  সঠিক উত্তর: (গ)

৩২.
টর্চ লাইটে নিচের কোনটি ব্যবহ্রত হয়?
Ο ক) 
শুষ্ক কোষ
Ο খ) 
ভেজ্য কোষ
Ο গ) 
লেড সঞ্চয়ী কোষ
Ο ঘ) 
কার্বনেট কোষ

  সঠিক উত্তর: (ক)

৩৩.
মোমের দহনে কোনটির রূপান্তর ঘটে?
Ο ক) 
তাপ
Ο খ) 
আলো
Ο গ) 
বিদ্যৎ
Ο ঘ) 
শক্তি

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
CaO ও H2O এর বিক্রিয়ায় কোন শক্তি পাওয়া যেতে পারে?
Ο ক) 
তাপ
Ο খ) 
আলো
Ο গ) 
শব্দ
Ο ঘ) 
বিদ্যুৎ

  সঠিক উত্তর: (ক)

৩৫.
আয়রন সালফার দ্বারা যৌগ প্রস্তুতিতে কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়?
Ο ক) 
সংযোজন
Ο খ) 
বিশ্লেষণ
Ο গ) 
দহন
Ο ঘ) 
প্রতিস্থাপন

  সঠিক উত্তর: (ক)

৩৬.
নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?
Ο ক) 
সোডিয়াম ক্লোরাইড
Ο খ) 
চিনি
Ο গ) 
গ্লুকোজ
Ο ঘ) 
অ্যাসিটিক এসিড

  সঠিক উত্তর: (ক)

৩৭.
অ্যামোনিয়াম ক্লোরাইডের সাধারণ নাম কী?
Ο ক) 
নিশাদল
Ο খ) 
তুঁতে
Ο গ) 
গ্লুকোজ
Ο ঘ) 
ইমসন লবণ

  সঠিক উত্তর: (ক)

৩৮.
লোহা ও তুঁতের বিক্রিয়া পর্যবেক্ষণে প্রয়োজনীয় উপকরণ কোনটি?
Ο ক) 
পানি
Ο খ) 
লম্বা হাতল যুক্ত চামচ
Ο গ) 
বার্নার
Ο ঘ) 
গ্লাস রড

  সঠিক উত্তর: (ক)

৩৯.
ক্যান্সসিয়াম অক্সাইডের সংকেত কোনটি?
Ο ক) 
CaO
Ο খ) 
Ca(OH)2
Ο গ) 
CaCO2
Ο ঘ) 
Ca(CH3COO)2

  সঠিক উত্তর: (ক)

৪০.
কোনটি সংযোজন বিক্রিয়ার অন্তর্ভুক্ত?
Ο ক) 
প্রশমন
Ο খ) 
বিশ্লেষণ
Ο গ) 
সংশ্লেষণ
Ο ঘ) 
দহন

  সঠিক উত্তর: (গ)

৪১.
CaCO3 প্রস্তুতিতে প্রয়োজন-
i. CaO
ii. CO2
iii. CO
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪২.
CaCO3 কে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়?
Ο ক) 
H2O
Ο খ) 
Ca(OH)2
Ο গ) 
Ca
Ο ঘ) 
CO2

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
রাসায়নিক বিক্রিয়ায় শক্তি-
Ο ক) 
বৃদ্ধি পায়
Ο খ) 
অপরিবর্তিত থাকে
Ο গ) 
ধ্বংস হয়
Ο ঘ) 
রূপান্তরিত হয়

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
চুনাপাথরে তাপ দিলে তা কোন গ্যাস উৎপন্ন করে?
Ο ক) 
CaO
Ο খ) 
CO2
Ο গ) 
CaCO3
Ο ঘ) 
FeSO4

  সঠিক উত্তর: (খ)

৪৫.
মোমের দহনে-
i. রাসায়নিক পরিবর্তন হয়
ii. ভৌত পরিবর্তন হয়
iii. কিছু মোম বাষ্পীভূত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
শুষ্ককোষ তৈরিতে ব্যবহৃত হয়-
i. NH4CI
ii. কয়লার গুঁড়ি
iii. MnO2
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
সালফারের অপর নাম কী?
Ο ক) 
গন্ধক
Ο খ) 
সীসা
Ο গ) 
দস্তা
Ο ঘ) 
তামা

  সঠিক উত্তর: (ক)

৪৮.
Fe ও S এর সংযোজন বিক্রিয়া পর্যবেক্ষণে নেয়া হয়-
i. সালফার
ii. আয়রন
iii. জিংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪৯.
অ্যানায়ন আকৃষ্ট হয়-
Ο ক) 
দ্রবণে
Ο খ) 
ভোল্টমিটারে
Ο গ) 
অ্যানোডে
Ο ঘ) 
ক্যাথোডে

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
কক্ষ তাপমাত্রায় ক্লোরিনের ভৌত অবস্থা কোনটি?
Ο ক) 
গ্যাস
Ο খ) 
কঠিন
Ο গ) 
তরল
Ο ঘ) 
বাষ্প

  সঠিক উত্তর: (ক)

৫১.
কোন বিক্রিয়ার মাধ্যমে সালফার হতে SO2 উৎপন্ন করা যায়?
Ο ক) 
দহন
Ο খ) 
প্রতিস্থাপন
Ο গ) 
বিশ্লেষণ
Ο ঘ) 
বিয়োজন

  সঠিক উত্তর: (ক)

৫২.
তুতেঁর দ্রবণের বর্ণ কেমন?
Ο ক) 
সবুজ
Ο খ) 
সাদা
Ο গ) 
বর্ণহীন
Ο ঘ) 
নীল

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
চুনাপাথরকে উত্তপ্ত করলে কয়টি যৌগ উৎপন্ন হয়?
Ο ক) 
5
Ο খ) 
3
Ο গ) 
4
Ο ঘ) 
2

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) 
HCI
Ο খ) 
NH3
Ο গ) 
H2O
Ο ঘ) 
NH4CI

  সঠিক উত্তর: (খ)

৫৫.
তুতেঁর টুকরায় তাপ দেওয়া হলে তা কী বর্ণ ধারণ করে?
Ο ক) 
সাদা
Ο খ) 
সবুজ
Ο গ) 
গাঢ় নীল
Ο ঘ) 
বেগুনী

  সঠিক উত্তর: (ক)

৫৬.
FeS এর বর্ণ কীরূপ?
Ο ক) 
গাঢ় ধূসর
Ο খ) 
লাল
Ο গ) 
নীল
Ο ঘ) 
সবুজ

  সঠিক উত্তর: (ক)

৫৭.
বিশ্লেষণ বিক্রিয়া নিচের কোনটির সাথে সম্পৃক্ত?
Ο ক) 
সংযোজন
Ο খ) 
সংশ্লেষণ
Ο গ) 
প্রশমন
Ο ঘ) 
বিয়োজন

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
চুনের পানির রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) 
Ca(OH)2
Ο খ) 
CaO
Ο গ) 
CaCO3
Ο ঘ) 
CO2

  সঠিক উত্তর: (ক)

৫৯.
নিচের কোনটি গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে?
Ο ক) 
NaCI
Ο খ) 
গ্লুকোজ
Ο গ) 
চিনি
Ο ঘ) 
মোম

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
সালফারের বর্ণ কীরূপ?
Ο ক) 
হলুদ
Ο খ) 
সবুজ
Ο গ) 
নীল
Ο ঘ) 
সর্ণহীন

  সঠিক উত্তর: (ক)

৬১.
মোমের দহনে রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়-
i. তাপশক্তি
ii. আলো শক্তি
iii. শব্দ শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬২.
CaO ও H2O এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
Ο ক) 
CO2
Ο খ) 
CaCO3
Ο গ) 
Ca(OH)2
Ο ঘ) 
H2O

  সঠিক উত্তর: (গ)

৬৩.
কপার কার্বোনেটের রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) 
CuO
Ο খ) 
CuCO3
Ο গ) 
Cu(OH)2
Ο ঘ) 
Cu

  সঠিক উত্তর: (খ)

৬৪.
আয়রন সালফাইডের বর্ণ কেমন?
Ο ক) 
হালকা বাদামী
Ο খ) 
গাঢ় ধূসর
Ο গ) 
রক্ত লাল
Ο ঘ) 
গাঢ় বেগুনী

  সঠিক উত্তর: (খ)

৬৫.
পদার্থের পরিবর্তন কত প্রকার?
Ο ক) 
দুই প্রকার
Ο খ) 
তিন প্রকার
Ο গ) 
চার প্রকার
Ο ঘ) 
পাঁচ প্রকার

  সঠিক উত্তর: (ক)

৬৬.
NH4CI এর বিয়োজনে কোনটি অত্যাবশ্যক?
Ο ক) 
তাপ
Ο খ) 
আলো
Ο গ) 
চাপ
Ο ঘ) 
পানি

  সঠিক উত্তর: (ক)

৬৭.
আয়রন সালফেটের বর্ণ কেমন?
Ο ক) 
বেগুনি
Ο খ) 
গাঢ় নীল
Ο গ) 
হালকা সবুজ
Ο ঘ) 
বর্ণহীন

  সঠিক উত্তর: (গ)

৬৮.
জিংক সালফাইডের সংকেত কোনটি?
Ο ক) 
CuS
Ο খ) 
FeS
Ο গ) 
ZnS
Ο ঘ) 
Nis

  সঠিক উত্তর: (গ)

৬৯.
মোমের দহনে কোরন যৌগটি উৎপন্ন হবে?
Ο ক) 
SO2
Ο খ) 
MgO
Ο গ) 
CO2
Ο ঘ) 
CaO

  সঠিক উত্তর: (গ)

৭০.
ক্লোরিনের যোজনী কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৭১.
কোনটি ক্ষারীয় পদার্থ?
Ο ক) 
CaO
Ο খ) 
CH3COOH
Ο গ) 
HCI
Ο ঘ) 
C6H8O7

  সঠিক উত্তর: (ক)

৭২.
বেকিং পাউডার ও সাইট্রিক এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়-
i. সোডিয়াম সাইট্রেট
ii. কার্বন ডাই-অক্সাইড
iii. পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
Mg� এর দহন বিক্রিয়ায়-
i. MgO উৎপন্ন হয়
ii. Mg রিবন প্রয়োজন
iii. বুনসেন বার্নার প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
CaCO3 কে তাপ দিলে নিচের কোনটি উৎপন্ন হয়?
Ο ক) 
CaO
Ο খ) 
CO2
Ο গ) 
Ca
Ο ঘ) 
ক ও খ সঠিক

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
সালফারে তাপ দিলে-
i. নীল শিখা তৈরি হয়
ii. ধূসর ছাই তৈরি হয়
iii. ঝাঁঝালো পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭৬.
রাসায়নিক শক্তি আলোক শক্তিকে রূপান্তরিত হয়-
i. ড্রাইসেলে
ii. মোমের দহনে
iii. গ্যাসের দহনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
ZnS যৌগটির রাসায়নিক নাম কোনটি?
Ο ক) 
জিংক সালপাইড
Ο খ) 
আয়রন সালফাইড
Ο গ) 
ক্যালসিয়াম কার্বোনেট
Ο ঘ) 
ক্যালসিয়াম অক্সাইড

  সঠিক উত্তর: (ক)

৭৮.
একটি ক্লোরিন অণুতে কতটি ক্লোরিন পরমাণু থাকে?
Ο ক) 
1
Ο খ) 
2
Ο গ) 
3
Ο ঘ) 
4

  সঠিক উত্তর: (খ)

৭৯.
শুষ্ক কোষের মাঝে বসানো দন্ডটি কিসের তৈরি?
Ο ক) 
সোডিয়াম
Ο খ) 
পটাসিয়াম
Ο গ) 
ক্যালসিয়াম
Ο ঘ) 
কার্বন

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
পদার্থের পরিবর্তন কত প্রকার?
Ο ক) 
দুই প্রকার
Ο খ) 
তিন প্রকার
Ο গ) 
চার প্রকার
Ο ঘ) 
পাঁচ প্রকার

  সঠিক উত্তর: (ক)

৮১.
পটাসিয়াম ক্লোরেটকে তাপ দিলে উৎপন্ন হয়-
i. KCI
ii. O2
iii. CI2
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮২.
সালফারে অক্সিজেন যোগ করলে কী ধরনের গন্ধ পাওয়া যাবে?
Ο ক) 
পচা ডিমের েোত
Ο খ) 
ঝাঁঝালো
Ο গ) 
সুমিষ্ট
Ο ঘ) 
উগ্র

  সঠিক উত্তর: (খ)

৮৩.
রাসায়নিক বিক্রিয়ায় তাপ-
i. উৎপন্ন হয়
ii. শোষিত হয়
iii. পরিবর্তিত হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৮৪.
কোনটি গ্যাসীয় পদার্থ?
Ο ক) 
CuO
Ο খ) 
H2O
Ο গ) 
NH3
Ο ঘ) 
KCI

  সঠিক উত্তর: (গ)

৮৫.
FeS প্রস্তুতির জন্য প্রয়োজন-
i. আয়রন
ii. সালফার
iii. তাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
কোনটি চুনের পানিকে ঘোলা করে?
Ο ক) 
অক্সিজেন
Ο খ) 
কার্বন
Ο গ) 
কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) 
অক্সিজেন

  সঠিক উত্তর: (গ)

৮৭.
Mg এর দহন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
Ο ক) 
CO
Ο খ) 
CaO
Ο গ) 
MgO
Ο ঘ) 
SO2

  সঠিক উত্তর: (গ)

৮৮.
মোমে কী ধরনের শকিত সঞ্চিত থাকে?
Ο ক) 
রাসায়নিক
Ο খ) 
তাপ
Ο গ) 
আলোক
Ο ঘ) 
শব্দ

  সঠিক উত্তর: (ক)

৮৯.
কার্বন ডাইঅক্সাইডের সংকেত কোনটি?
Ο ক) 
CO
Ο খ) 
CO2
Ο গ) 
SO2
Ο ঘ) 
O2

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
রনি X পদার্থটি পানিতে মিশিয়ে তাতে দুষ্টুমির ছলে ফুঁ দিল। পানিটি সঙ্গে সঙ্গে ঘোলা হয়ে গেল। উল্লেখ্য, X পদার্থটি সাদা বর্ণের, যা চুনাপাথরকে তাপ দিলে পাওয়া যায়।
৯০.
X এর সংকেত কোনটি?
Ο ক) 
Ca(OH)2
Ο খ) 
CaO
Ο গ) 
CaCO3
Ο ঘ) 
Ca

  সঠিক উত্তর: (ক)

৯১.
রনি উদ্দীপকের মিশ্রণে ফুঁ দেয়ায়-
i. CaCO3 উৎপন্ন হল
ii. Ca(OH)2 ও CO2 বিক্রিয়া করল
iii. CaO বিয়োজিত হল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...