NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ৪ মার্চ, ২০১৫

জে.এস.সি || বিজ্ঞান অধ্যায় - ৯ম : বর্তনী ও চলবিদ্যুৎ


জে.এস.সি    ||    বিজ্ঞান
অধ্যায় - ৯ম : বর্তনী ও চলবিদ্যুৎ


১.
পরিবর্তী প্রবাহের উৎস হলো-
i. জেনারেটর
ii. ডায়নামো
iii. ব্যাটারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২.
তড়িৎ প্রবাহ হল-
i. ইলেকট্রনের প্রবাহ
ii. প্রোটনের প্রবাহ
iii. নিউট্রনের প্রবাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৩.
নিচের কোনটি বৈদ্যুতিক বর্তনীতে সমান্তরাল সংযোগে যুক্ত হয়?
Ο ক) 
ব্যাটারি
Ο খ) 
ভোল্টমিটার
Ο গ) 
অ্যামিটার
Ο ঘ) 
গ্যালভানোমিটার

  সঠিক উত্তর: (খ)

৪.
পর্যাবৃত্ত প্রবাহের ক্ষেত্রে সঠিক-
i. এটি উৎপন্ন করা সহজ
ii. এটি সরবরাহ করা সহজ
iii. এটি অত্যন্ত সাশ্রয়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i,  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫.
কোন সংযোগের ফলে প্রত্যেকটি বাল্বের মধ্য দিয়ে তড়িৎ ভিন্ন ভিন্ন পথে প্রবাহিত হয়?
Ο ক) 
শ্রেণী ও সমান্তরাল
Ο খ) 
সিরিজ
Ο গ) 
সমান্তরাল
Ο ঘ) 
পর্যায়ক্রমিক

  সঠিক উত্তর: (গ)

৬.
যে যন্ত্রের সাহায্যে বর্তনীর দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি পরিমাপ করা হয় তাকে কী বলে?
Ο ক) 
অ্যামিটার
Ο খ) 
ফিউজ
Ο গ) 
ভোল্টমিটার
Ο ঘ) 
গ্যালভানোমিটার

  সঠিক উত্তর: (গ)

৭.
কোনটিতে তড়িৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয়?
Ο ক) 
একমুখী প্রবাহ
Ο খ) 
পরিবর্তী প্রবাহ
Ο গ) 
সমপ্রবাহ
Ο ঘ) 
সম ও পর্যাবৃত্ত প্রবাহ

  সঠিক উত্তর: (খ)

৮.
কোনটি ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় হয়?
Ο ক) 
এয়ার কুলার
Ο খ) 
এনার্জি সেভিং বাল্ব
Ο গ) 
বড় সাইজের ফ্রিজ
Ο ঘ) 
বৈদ্যুতিক ফ্যান

  সঠিক উত্তর: (খ)

৯.
ভোল্টমিটারের ধনাত্মক প্রান্তের রং কী?
Ο ক) 
লাল
Ο খ) 
কালো
Ο গ) 
সবুজ
Ο ঘ) 
নীল

  সঠিক উত্তর: (ক)

১০.
তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ রোধের কীরূপ পরিবর্তন ঘটবে?
Ο ক) 
এক চতুর্থাংশ
Ο খ) 
অর্ধেক
Ο গ) 
দ্বিগুণ
Ο ঘ) 
চারগুণ

  সঠিক উত্তর: (খ)

১১.
অ্যামিটার ধনাত্মক সংযোগ প্রান্ত কোন রঙের হয়?
Ο ক) 
লাল
Ο খ) 
কালো
Ο গ) 
নীল
Ο ঘ) 
হলুদ

  সঠিক উত্তর: (ক)

১২.
নিচের কোনটি বিদ্যুৎ অপরিবাহী বা অন্তরকা?
Ο ক) 
রবার
Ο খ) 
পিতল
Ο গ) 
তামা
Ο ঘ) 
লোহা

  সঠিক উত্তর: (ক)

১৩.
অ্যামিটারের সংযোগ প্রান্তের বর্ণ-
i. লাল
ii. নীল
iii. কালো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৪.
অ্যামিটার দ্বারা কী পরিমাপ করা হয়?
Ο ক) 
তড়িৎ প্রবাহ
Ο খ) 
বিভব পার্থক্য
Ο গ) 
চৌম্বক প্রবাহ
Ο ঘ) 
আলোক তীব্রতা

  সঠিক উত্তর: (ক)

১৫.
ভোল্টমিটারকে রোধকের দুই প্রান্তের সাথে কীভাবে যুক্ত করা হয়?
Ο ক) 
শ্রেণীতে
Ο খ) 
সমান্তরালে
Ο গ) 
পর্যায়ক্রমে
Ο ঘ) 
শ্রেণী ও সমান্তরালে

  সঠিক উত্তর: (খ)

১৬.
কোনটির ব্যবহারে স্ব-উদ্যোগী হওয়া প্রয়োজন?
Ο ক) 
এয়ার কুলার
Ο খ) 
বৈদ্যুতিক ফ্যান
Ο গ) 
সোলার বিদ্যুৎ
Ο ঘ) 
বন্য পশু নিধনে

  সঠিক উত্তর: (গ)

১৭.
বিদ্যুৎ প্রবাহ হচ্ছে মূলত কীসের প্রবাহ?
Ο ক) 
শক্তির
Ο খ) 
 ইলেকট্রনের প্রবাহ
Ο গ) 
নিউট্রনের
Ο ঘ) 
প্রোটনের প্রবাহ

  সঠিক উত্তর: (খ)

১৮.
কোনটিকে বর্তনীর উপকরণের সাথে শ্রেণিতে যুক্ত করা হয়?
Ο ক) 
ভোল্টমিটার
Ο খ) 
অ্যামিটার
Ο গ) 
পটেনশিওমিটার
Ο ঘ) 
রোধ

  সঠিক উত্তর: (খ)

১৯.
কোনটি দ্বারা বর্তনীর তড়িৎযন্ত্র ও উপকরণসমূহকে যুক্ত করা হয়?
Ο ক) 
ছয়টি
Ο খ) 
পাঁচটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
দুইটি

  সঠিক উত্তর: (ঘ)

২০.
বর্তমানে পৃথিবীর সকল দেশে কোন ধরনের তড়িৎপ্রবাহ ব্যবহৃত হয়?
Ο ক) 
পর্যাবৃত্ত প্রবাহ
Ο খ) 
অপর্যাবৃত্ত প্রবাহ
Ο গ) 
একমুখী প্রবাহ
Ο ঘ) 
সমপ্রবাহ ও পরিবর্তী প্রবাহ

  সঠিক উত্তর: (ক)

২১.
রোধের এস, আই, একক কোনটি?
Ο ক) 
ভোল্ট
Ο খ) 
কুলম্ব
Ο গ) 
ওহম
Ο ঘ) 
অ্যাম্পিয়ার

  সঠিক উত্তর: (গ)

২২.
বিদ্যুৎ প্রবাহ পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
পটেনশিওমিটার
Ο খ) 
ভোল্টমিটার
Ο গ) 
অ্যামিটার
Ο ঘ) 
থার্মোমিটার

  সঠিক উত্তর: (গ)

২৩.
অ্যামিটারে কয়টি সংযোগ প্রান্ত থাকে?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

২৪.
কোনটির সাহায্যে বর্তনী খোলা ও বন্ধ করা যায়?
Ο ক) 
রেগুলেটরের
Ο খ) 
সুইচের
Ο গ) 
সার্কিটের
Ο ঘ) 
রোধের

  সঠিক উত্তর: (খ)

২৫.
বিদ্যুৎ প্রবাহ হলো মূলত-
Ο ক) 
পর্যাবৃত্ত প্রবাহ
Ο খ) 
পরিবর্তী প্রবাহ
Ο গ) 
ইলেকট্রন প্রবাহ
Ο ঘ) 
সমপ্রবাহ

  সঠিক উত্তর: (গ)

২৬.
অপর্যাবৃত্ত প্রবাহের উৎস-
Ο ক) 
জেনারেটর
Ο খ) 
ট্রান্সমিটার
Ο গ) 
পাওয়ার প্ল্যান্ট
Ο ঘ) 
ব্যাটারি

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
পর্যাবৃত্ত প্রবাহের উৎস কোনটি?
Ο ক) 
ব্যাটারি
Ο খ) 
ডি সি জেনারেটর
Ο গ) 
জেনারেটর
Ο ঘ) 
বিদ্যুৎ কোষ

  সঠিক উত্তর: (গ)

২৮.
কোনটির সাহায্যে দেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পরিবর্তী প্রবাহ উৎপন্ন হয়?
Ο ক) 
বৈদ্যুতিক মোটর
Ο খ) 
জেনারেটর
Ο গ) 
বৈদ্যুতিক বাতি
Ο ঘ) 
ট্রান্সফরমার

  সঠিক উত্তর: (খ)

২৯.
তড়িৎ প্রবাহ-
i. বিভব-পার্থক্যের ফলে সৃষ্টি হয়ে থাকে
ii. বর্তনী উপাদানের মধ্য দিয়ে অতিক্রমকালে বাধাপ্রাপ্ত হয়
iii. বস্তুর গঠন প্রকৃতির ওপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩০.
কোনটির সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়?
Ο ক) 
ভোল্টমিটার
Ο খ) 
অ্যামিটার
Ο গ) 
পটেনশিওমিটার
Ο ঘ) 
গ্যালভানোমিটার

  সঠিক উত্তর: (খ)

৩১.
কোনটির সাহায্যে অপর্যাবৃত্ত বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করা হয়?
Ο ক) 
জেনারেটর
Ο খ) 
ডিসি জেনারেটর
Ο গ) 
এসি জেনারেটর
Ο ঘ) 
বৈদ্যুতিক মোটর

  সঠিক উত্তর: (খ)

৩২.
কোনটিকে সহজে সরবরাহ করা যায়?
Ο ক) 
অপর্যাবৃত্ত প্রবাহ
Ο খ) 
চৌম্বক প্রবাহ
Ο গ) 
ডিসি প্রবাহ
Ο ঘ) 
পরিবর্তী প্রবাহ

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
অপর্যাবৃত্ত প্রবাহ পাওয়া যায়-
i. ব্যাটারি থেকে
ii. ডিসি জেনারেটর থেকে
iii. ডায়নামো থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩৪.
ভোল্টমিটার দিয়ে কী মাপা হয়?
Ο ক) 
চার্জ
Ο খ) 
বিদ্যুৎ প্রবাহ
Ο গ) 
বিভব পার্থক্য
Ο ঘ) 
রোধ

  সঠিক উত্তর: (গ)

৩৫.
কোনটির ঋণাত্মক প্রান্ত কালো রঙের হয়?
Ο ক) 
অ্যামিটারের
Ο খ) 
পটেনশিওমিটারের
Ο গ) 
থার্মোমিটারের
Ο ঘ) 
গ্যালভানোমিটারের

  সঠিক উত্তর: (ক)

৩৬.
কোন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেক ধাতব পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে?
Ο ক) 
আধুনিক ইলেকট্রন তত্ত্ব
Ο খ) 
আধুনিক তত্ত্ব
Ο গ) 
আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব
Ο ঘ) 
আধুনিক নিউট্রন তত্ত্ব

  সঠিক উত্তর: (ক)

৩৭.
জর্জ সাইমন ওহমের জন্ম কত সালে?
Ο ক) 
১৭৮৩
Ο খ) 
১৮৯৭
Ο গ) 
১৯৮৭
Ο ঘ) 
১৮৮৮

  সঠিক উত্তর: (ক)

৩৮.
বিদ্যুৎ প্রবাহের একক কী?
Ο ক) 
কুলম্ব
Ο খ) 
অ্যাম্পিয়ার
Ο গ) 
ভোল্ট
Ο ঘ) 
ও’ম

  সঠিক উত্তর: (খ)

৩৯.
বিদ্যুৎ প্রবাহের একক কী?
Ο ক) 
কুলম্ব
Ο খ) 
অ্যাম্পিয়ার
Ο গ) 
ভোল্ট
Ο ঘ) 
ওহম

  সঠিক উত্তর: (খ)

৪০.
কোনটি থেকে ডিসি বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়?
Ο ক) 
বিদ্যুৎ কোষ
Ο খ) 
ডায়নামো
Ο গ) 
জেনারেটর
Ο ঘ) 
ফ্রিজ

  সঠিক উত্তর: (ক)

৪১.
নিচের কোনটি বিদ্যুৎ সঞ্চালন করে না?
Ο ক) 
রবার
Ο খ) 
তামা
Ο গ) 
লোহা
Ο ঘ) 
পিতল

  সঠিক উত্তর: (ক)

৪২.
ভোল্টমিটার দ্বারা কী পরিমাপ করা হয়?
Ο ক) 
তড়িৎ প্রবাহ
Ο খ) 
বিভব পার্থক্য
Ο গ) 
চৌম্বক প্রবাহ
Ο ঘ) 
বিদ্যুৎ বিল

  সঠিক উত্তর: (খ)

৪৩.
কোন পরিবাহির দুই প্রান্তে বিভব পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহ শুরু হয়। এক্ষেত্রে-
i. ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়
ii. বিদ্যুৎ প্রবাহ বাধামুক্ত হয়
iii. বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৪৪.
দুটি সমধর্মী চার্জ পরস্পরকে কী করে?
Ο ক) 
আকর্ষণ
Ο খ) 
বিকর্ষণ
Ο গ) 
আকর্ষণ ও বিকর্ষণ
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (খ)

৪৫.
ভোল্টমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
Ο ক) 
রোধ
Ο খ) 
বিদ্যুৎপ্রবাহ
Ο গ) 
বিভব পার্থক্য
Ο ঘ) 
চার্জ

  সঠিক উত্তর: (গ)

৪৬.
যুক্তরাষ্ট্রে পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার দিক বদলায়?
Ο ক) 
৫০
Ο খ) 
৬০
Ο গ) 
৮০
Ο ঘ) 
১০০

  সঠিক উত্তর: (খ)

৪৭.
বিদ্যুৎ প্রবাহ চালু রাখতে হলে দুটি বস্তুর মধ্যে কী বজায় রাখতে হবে?
Ο ক) 
রোধ
Ο খ) 
বিভবপার্থক্য
Ο গ) 
চার্জের পরিমাপ
Ο ঘ) 
বৈদ্যুতিক ক্ষমতা

  সঠিক উত্তর: (খ)

৪৮.
অপর্যাবৃত্ত প্রবাহের উৎস-
i. তড়িৎ কোষ বা ব্যাটারি
ii. ডায়নামো
iii. ডিসি জেনারেটর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৪৯.
বিভব পার্থক্যের একক কোনটি?
Ο ক) 
অ্যাম্পিয়ার
Ο খ) 
কুলম্ব
Ο গ) 
ভোল্ট
Ο ঘ) 
ওহম

  সঠিক উত্তর: (গ)

৫০.
অ্যামিটারে কয়টি সংযোগ প্রান্ত থাকে?
Ο ক) 
তিনটি
Ο খ) 
একটি
Ο গ) 
দুটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (গ)

৫১.
কোন সংযোগের ফলে বর্তনীর প্রতিটি বাল্বই পৃথক পৃথকভাবে জ্বালানো বা নেভানো যায়?
Ο ক) 
সমান্তরাল
Ο খ) 
সিরিজ
Ο গ) 
পর্যায়ক্রমিক
Ο ঘ) 
সিরিজ ও প্যারালাল

  সঠিক উত্তর: (ক)

৫২.
ফিউজ তারের-
i. গলনাঙ্ক কম
ii. মধ্য দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি গলে যায়
iii. গলনাঙ্ক বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫৩.
ভোল্টমিটার বর্তনীতে কীভাবে সংযোগ করতে হয়?
Ο ক) 
সমান্তরালভাবে
Ο খ) 
আড়াআড়িভাবে
Ο গ) 
অনুক্রমিকভাবে
Ο ঘ) 
পাশাপাশিভাবে

  সঠিক উত্তর: (ক)

৫৪.
বাংলাদেশে পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কত বার দিক পরিবর্তন করে?
Ο ক) 
৫০
Ο খ) 
৬০
Ο গ) 
১০০
Ο ঘ) 
৫০০

  সঠিক উত্তর: (ক)

৫৫.
কোন সংযোগের ফলে বর্তনীর প্রতিটি বাল্বের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকে?
Ο ক) 
শ্রেণি
Ο খ) 
শ্রেণী ও সমান্তরাল
Ο গ) 
সমান্তরাল
Ο ঘ) 
পর্যায়ক্রমিক

  সঠিক উত্তর: (গ)

৫৬.
তড়িৎ প্রবাহের প্রকারভেদ হলো-
i. পর্যাবৃত্ত প্রবাহ
ii. সমপ্রবাহ
iii. পরবর্তী প্রবাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
কোন সংযোগের কারণে একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে না?
Ο ক) 
সমান্তরাল
Ο খ) 
পর্যায়ক্রমিক
Ο গ) 
শ্রেণি
Ο ঘ) 
সমান্তরাল বা শ্রেণি

  সঠিক উত্তর: (গ)

৫৮.
সিরিজ বর্তনীতে সবগুলো তড়িৎ যন্ত্রের জন্য কয়টি সুইচ থাকে?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (ক)

৫৯.
ব্যাটারি হলো-
i. শুষ্ককোষ
ii. একটি তড়িৎকোষ
iii. একাধিক কোষের সমবায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৬০.
কোন সংযোগের কারণে একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে না?
Ο ক) 
সমান্তরাল
Ο খ) 
পর্যায়ক্রমিক
Ο গ) 
শ্রেণী
Ο ঘ) 
সমান্তরাল বা শ্রেণী

  সঠিক উত্তর: (গ)

৬১.
কীসের সাহায্যে তড়িৎ বর্তনী খোলা বা বন্ধ করা হয়
Ο ক) 
ব্যাটারি
Ο খ) 
সুইচ
Ο গ) 
অ্যামিটার
Ο ঘ) 
ভোল্টমিটার

  সঠিক উত্তর: (খ)

৬২.
কোনো বর্তনীর রোধ নির্ণয়ের ক্ষেত্রে প্রযোজ্য-
i. তড়িৎ প্রবাহ
ii. বিভব পার্থক্য
iii. ভোল্টমিটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
কোনটি দ্বারা তাড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয়?
Ο ক) 
I
Ο খ) 
J
Ο গ) 
V
Ο ঘ) 
A

  সঠিক উত্তর: (ক)

৬৪.
কোনটির কাঠামোর ওপর ফিউজ তার আটকানো থাকে?
Ο ক) 
চিনামাটির
Ο খ) 
ইস্পাতের
Ο গ) 
পিতলের
Ο ঘ) 
কাঠের

  সঠিক উত্তর: (ক)

৬৫.
কোনটি রোধের এস আই একক?
Ο ক) 
মিটার
Ο খ) 
নিউট্ন
Ο গ) 
ওহম
Ο ঘ) 
বিভ পার্থক্য

  সঠিক উত্তর: (গ)

৬৬.
তড়িৎ প্রবাহ মাপে-
Ο ক) 
মিটার
Ο খ) 
ভোল্টমিটার
Ο গ) 
এ্যামিটার
Ο ঘ) 
ব্যাটারি দিয়ে

  সঠিক উত্তর: (গ)

৬৭.
কোনটির সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ত্ব ও পরিমাণ নির্ণয় করা যায়?
Ο ক) 
থার্মোমিটার
Ο খ) 
পটেনশিওমিটার
Ο গ) 
ভোল্টমিটার
Ο ঘ) 
গ্যালভানোমিটার

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে কী বলে?
Ο ক) 
বৈদ্যুতিক বিভব
Ο খ) 
চার্জ
Ο গ) 
রোধ
Ο ঘ) 
কুলম্ব

  সঠিক উত্তর: (গ)

৬৯.
কোনটি ডিসি জেনারেটরের সাহায্যে উৎপন্ন হয়?
Ο ক) 
চৌম্বক প্রবাহ
Ο খ) 
দ্বিমুখী প্রবাহ
Ο গ) 
পরিবর্তী প্রবাহ
Ο ঘ) 
একমুখী প্রবাহ

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
কোনটি দ্বারা তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয়?
Ο ক) 
I
Ο খ) 
J
Ο গ) 
V
Ο ঘ) 
A

  সঠিক উত্তর: (ক)

৭১.
কোন দেশে পরিবর্তী প্রবাহ প্রতি সেকেন্ডে ষাট বার দিক পরিবর্তন করে?
Ο ক) 
কানাডায়
Ο খ) 
যুক্তরাজ্যে
Ο গ) 
যুক্তরাষ্ট্রে
Ο ঘ) 
বাংলাদেশে

  সঠিক উত্তর: (গ)

৭২.
কোনটি পরিবাহীর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়?
Ο ক) 
প্রোটন
Ο খ) 
ইলেকট্রন
Ο গ) 
নিউট্রন
Ο ঘ) 
বিভব পার্থক্য

  সঠিক উত্তর: (খ)

৭৩.
বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
অ্যামিটার
Ο খ) 
পটেনশিওমিটার
Ο গ) 
ভোল্টমিটার
Ο ঘ) 
থার্মোমিটার

  সঠিক উত্তর: (ক)

৭৪.
তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কী বলা হয়?
Ο ক) 
বৈদ্যুতিক যন্ত্র
Ο খ) 
তড়িৎ বর্তনী
Ο গ) 
রোধ
Ο ঘ) 
প্রবাহ তার

  সঠিক উত্তর: (খ)

৭৫.
বিভ পার্থক্যের একক কোনটি?
Ο ক) 
ভোল্ট
Ο খ) 
অ্যাম্পিয়ার
Ο গ) 
কুলম্ব
Ο ঘ) 
ওহম

  সঠিক উত্তর: (ক)

৭৬.
বৈদ্যুতিক দুর্ঘটনা রোধ করতে হলে-
i. ঠিক মানের ফিউজ তার ব্যবহার করতে হবে
ii. উন্নত মানের তার ব্যবহার করতে হবে
iii. কখনো আর্থ সংযোগ দেওয়া যাবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৭৭.
পর্যাবৃত্ত প্রবাহের উৎস কোনটি?
Ο ক) 
ব্যাটারি
Ο খ) 
ডিসি জেনারেটর
Ο গ) 
জেনারেটর
Ο ঘ) 
বিদ্যুৎকোষ

  সঠিক উত্তর: (গ)

৭৮.
বাতি, পাখা, ফ্যান ইত্যাদির জন্য কত অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করতে হয়?
Ο ক) 
৫ অ্যাম্পিয়ার
Ο খ) 
১০ অ্যাম্পিয়ার
Ο গ) 
১৫ অ্যাম্পিয়ার
Ο ঘ) 
৩০ অ্যাম্পিয়ার

  সঠিক উত্তর: (ক)

৭৯.
যে তড়িৎ প্রবাহ সব সময় িএকই দিকে প্রবাহিত হয় তাকে কী বলে?
Ο ক) 
সমপ্রবাহ
Ο খ) 
পরিবর্তী প্রবাহ
Ο গ) 
পর্যাবৃত্ত প্রবাহ
Ο ঘ) 
দ্বিমুখী প্রবাহ

  সঠিক উত্তর: (ক)

৮০.
কোনটিতে ৫ অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়?
Ο ক) 
ইস্ত্রিতে
Ο খ) 
ইলেকট্রিক কেটলিতে
Ο গ) 
টিভিতে
Ο ঘ) 
বাড়ির মেইন সুইচ

  সঠিক উত্তর: (গ)

৮১.
কোনটি পর্যাবৃত্ত প্রবাহের উৎস?
Ο ক) 
বৈদ্যুতিক চুল্লী
Ο খ) 
রাডার
Ο গ) 
ডায়নামো
Ο ঘ) 
হ্যারিকেন

  সঠিক উত্তর: (গ)

৮২.
যে বিদ্যুৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয় তা-
i. পর্যাবৃত্ত প্রবাহ
ii. এসি তড়িৎ প্রবাহ
iii. পরিবর্তী তড়িৎ প্রবাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
সমপ্রবাহ তড়িৎ প্রবাহ-
i. সব সময় একই দিকে প্রবাহিত হয়
ii. একক সময় একেক দিকে প্রবাহিত হয়
iii. এর জন্য কোষ বা ব্যাটারী ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮৪.
তড়িৎপ্রবাহ কয় প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৮৫.
গৃহে বিদ্যুতায়নের জন্য কোনটি সুবিধাজনক?
Ο ক) 
সমান্তরাল বর্তনী
Ο খ) 
শ্রেণী সংযোগ বর্তনী
Ο গ) 
সিরিজ বর্তনী
Ο ঘ) 
তড়িৎ বর্তনী

  সঠিক উত্তর: (ক)

৮৬.
পর্যাবৃত্ত প্রবাহের উৎবাহের উৎস কোনটি?
Ο ক) 
ব্যাটারি
Ο খ) 
ডিসি জেনারেটর
Ο গ) 
জেনারেটর
Ο ঘ) 
বিদ্যুৎকোষ

  সঠিক উত্তর: (গ)

৮৭.
জর্জ সাইমন ওহম কত সালে মারা যান?
Ο ক) 
১৮৫৪
Ο খ) 
১৮৭৯
Ο গ) 
১৮৯৯
Ο ঘ) 
২০০০

  সঠিক উত্তর: (ক)

৮৮.
বিদ্যুৎ প্রবাহের একক কী?
Ο ক) 
কুলম্ব
Ο খ) 
অ্যাম্পিয়ার
Ο গ) 
ভোল্ট
Ο ঘ) 
ও’ম

  সঠিক উত্তর: (খ)

৮৯.
পর্যাবৃত্ত প্রবাহের সাহায্যে কোনটি চালানো হয়?
Ο ক) 
রেডিও
Ο খ) 
ফ্রিজ
Ο গ) 
ঘড়ি
Ο ঘ) 
ক্যালকুলেটর

  সঠিক উত্তর: (খ)

৯০.
কোনটির প্রবাহের জন্য বিদ্যুৎ প্রবাহিত হয়?
Ο ক) 
ইলেকট্রনের
Ο খ) 
নিউট্রনের
Ο গ) 
প্রোটনের
Ο ঘ) 
নিউক্লিয়াসের

  সঠিক উত্তর: (ক)

৯১.
ফিউজ সাধারণত কোনটির সংকর ধাতু?
Ο ক) 
সীসা ও তামা
Ο খ) 
টিন ও তামা
Ο গ) 
টিন ও সীসা
Ο ঘ) 
তামা ও দস্তা

  সঠিক উত্তর: (ক)

৯২.
বর্তনীর যে কোন দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য পরিমাপক যন্ত্রের নাম কী?
Ο ক) 
অ্যামিটার
Ο খ) 
গ্যালভানোমিটার
Ο গ) 
পটেনশিওমিটার
Ο ঘ) 
ভোল্টমিটার

  সঠিক উত্তর: (খ)

৯৩.
বৈদ্যুতিক চার্জের প্রবাহ কিসের ওপর নির্ভর করে?
Ο ক) 
বিভব পার্থক্য
Ο খ) 
প্রোটনের প্রবাহ
Ο গ) 
পরিবাহীর দৈর্ঘ্য
Ο ঘ) 
পরিবাহীর প্রস্থ

  সঠিক উত্তর: (ক)

৯৪.
কোনটি বর্তনীর ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়?
Ο ক) 
আলো
Ο খ) 
প্রোটন
Ο গ) 
তড়িৎ
Ο ঘ) 
বিভব পার্থক্য

  সঠিক উত্তর: (গ)

৯৫.
কোনটি রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপের জন্য ব্যবহৃত হয়?
Ο ক) 
অ্যামিটার
Ο খ) 
থার্মোমিটার
Ο গ) 
ভোল্টমিটার
Ο ঘ) 
পটেনশিওমিটার

  সঠিক উত্তর: (গ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
মিনার পড়ার ঘরে ২টি বাল্ব ও ১টি ফ্যানের সংযোগ দেওয়া আছে। অন্যদিকে তাদের খাবার ঘরে ২টি টিউবলাইট, ১টি ফ্যান ও ১টি ইলেকট্রিক কেটলির সংযোগ দেওয়া আছে।
৯৬.
মিনার পড়ার ঘরে কত অ্যাম্পিয়ারের ফিউজ ব্রবহার করতে হবে?
Ο ক) 

Ο খ) 
১০
Ο গ) 
১৫
Ο ঘ) 
৩০

  সঠিক উত্তর: (গ)

৯৭.
মিনাদের খাবার ঘরে ৫ অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করলে-
i. বিদ্যুৎ খরচ কম হবে
ii. প্রায়ই বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে
iii. সুইচ অন করা মাত্র গলে যাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...