NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ৪ মার্চ, ২০১৫

জে.এস.সি || বিজ্ঞান অধ্যায় - ১০ম : অম্ল, ক্ষারক ও লবণ


জে.এস.সি    ||    বিজ্ঞান
অধ্যায় - ১০ম : অম্ল, ক্ষারক ও লবণ


১.
Mg(OH)2 এর সাসপেনশানকে কী বলে?
Ο ক) 
মিল্ক অফ লাইম
Ο খ) 
মিল্ক অফ ম্যাগনেসিয়া
Ο গ) 
লাইম ওয়াটার
Ο ঘ) 
কুইক লাইম

  সঠিক উত্তর: (খ)

২.
লবণ উৎপাদনে ক্ষারকের সাথে কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়?
Ο ক) 
ক্ষার
Ο খ) 
এসিড
Ο গ) 
পানি
Ο ঘ) 
গ্যাস

  সঠিক উত্তর: (খ)

৩.
সাবান তৈরির মূল উপাদান কোনটি?
Ο ক) 
ক্ষারক
Ο খ) 
এসিড
Ο গ) 
নির্দেশক
Ο ঘ) 
লবণ

  সঠিক উত্তর: (ক)

৪.
কোন যৌগিক পদার্থটি নীল লিটমাসকে লাল করে?
Ο ক) 
NaOH
Ο খ) 
NCI
Ο গ) 
KOH
Ο ঘ) 
CuO

  সঠিক উত্তর: (খ)

৫.
অ্যাপেল কোন এসিড বিদ্যমান?
Ο ক) 
ট্যানিক
Ο খ) 
ম্যালিক
Ο গ) 
সাইট্রিক
Ο ঘ) 
টারটারিক

  সঠিক উত্তর: (খ)

৬.
নিচের কোনটি নিরপেক্ষ পদার্থের উদাহারণ?
Ο ক) 
এসিড
Ο খ) 
ক্ষার
Ο গ) 
লবণ
Ο ঘ) 
ক্ষারক

  সঠিক উত্তর: (গ)

৭.
NaOH রাসায়নিক পদার্থটি-
i. ক্ষারীয় প্রকৃতির
ii. নীল লিটমাসকে লাল করে
iii. সাবানের মূল উপাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৮.
নিচের কোনটি ক্ষারীয় যৌগ?
Ο ক) 
ইথানল
Ο খ) 
চুনের পানি
Ο গ) 
খাবার সোডা
Ο ঘ) 
ভিনেগার

  সঠিক উত্তর: (খ)

৯.
লিচেন উদ্ভিদ থেকে প্রাপ্ত রং এর সাহায্যে কোনটি তৈরি করা হয়?
Ο ক) 
লিটমাস পেপার
Ο খ) 
অ্যাসবেসটস
Ο গ) 
ফিল্টার পেপার
Ο ঘ) 
মিথাইল রেড

  সঠিক উত্তর: (ক)

১০.
এসিডের মধ্যে ফেনোফথ্যালিনের রং-
Ο ক) 
লাল
Ο খ) 
নীল
Ο গ) 
বর্ণহীন
Ο ঘ) 
গোলাপি

  সঠিক উত্তর: (গ)

১১.
লিটমাসকে ক্ষার দ্বারা গাঁজন করলে কোন বর্ণ ধারণ করে?
Ο ক) 
নীল
Ο খ) 
লাল
Ο গ) 
সবুজ
Ο ঘ) 
বর্ণহীন

  সঠিক উত্তর: (ক)

১২.
ল্যাকটিক এসিড থাকে কোনটিতে?
Ο ক) 
দইয়ে
Ο খ) 
লেবুতে
Ο গ) 
তেঁতুলে
Ο ঘ) 
ভিনেগারে

  সঠিক উত্তর: (ক)

১৩.
নিচের কোনটি লবণ জাতীয় পদার্থ?
Ο ক) 
দই
Ο খ) 
চুনের পানি
Ο গ) 
খাবার সোডা
Ο ঘ) 
সোডিয়াম হাইড্রোক্সাইড

  সঠিক উত্তর: (গ)

১৪.
লিটমাস কাগজের উৎস কী?
Ο ক) 
সালফার যৌগ
Ο খ) 
লিচেন গাছ
Ο গ) 
নাইট্রিক এসিড
Ο ঘ) 
ক্ষার

  সঠিক উত্তর: (খ)

১৫.
কোন যৌগ অম্লীয় কিনা তা সনাক্তকরণের প্রয়োজনীয় উপকরণ কোনপি?
Ο ক) 
চুন
Ο খ) 
পানি
Ο গ) 
লিটমাস পেপার
Ο ঘ) 
স্পেচুলা

  সঠিক উত্তর: (গ)

১৬.
কোন এসিড ত্বকে লাগলে ত্বকের মারাত্বক ক্ষতি হয়?
Ο ক) 
প্রাকৃতিক এসিড
Ο খ) 
খনিজ এসিড
Ο গ) 
ম্যালিক এসডি
Ο ঘ) 
ট্যাননিক এসিড

  সঠিক উত্তর: (খ)

১৭.
H2CO3 একটি খনিজ এসিড। কারণ এটি-
i. শক্তিশালী তাই ক্ষয়কারক
ii. অজৈব পদার্থ থেকে তৈরি হয়
iii. জীব দেহে তৈরি হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৮.
ক্ষারকের মধ্যে লিটমাস দ্রবণের রং-
Ο ক) 
লাল
Ο খ) 
নীল
Ο গ) 
হলুদ
Ο ঘ) 
গোলাপী

  সঠিক উত্তর: (খ)

১৯.
যে সকল রাসায়নিক পদার্থ নীল লিটমাস কাগজকে লাল করে তাকে কী বলে?
Ο ক) 
ক্ষার
Ο খ) 
লবণ
Ο গ) 
এসিড
Ο ঘ) 
নির্দেশক

  সঠিক উত্তর: (গ)

২০.
কাপড় কাচার সোডার অণুতে কয় অণূ পানি থাকে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 
১০

  সঠিক উত্তর: (ঘ)

২১.
পানি কী ধরনের যৌগ?
Ο ক) 
এসিড
Ο খ) 
ক্ষারক
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
মৃদু অ্যালকোহলীয়

  সঠিক উত্তর: (গ)

২২.
লিচেন গাছের রং থেকে প্রাপ্ত লিটমাসের রং কী?
Ο ক) 
সোনালী হলুদ
Ο খ) 
বাদামি
Ο গ) 
রক্তবর্ণ
Ο ঘ) 
হালকা গোলাপী

  সঠিক উত্তর: (গ)

২৩.
লেবুতে বিদ্যমান রাসায়নিক পদার্থটি-
i. আঙ্গুরে পাওয়া যায়
ii. নীল লিটমাসকে লাল করে
iii. অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
সাবান তৈরিতে ব্যবহৃত ক্ষারকটির রাসায়নিক নাম কী?
Ο ক) 
চর্বি
Ο খ) 
সোডিয়াম হাইড্রোঅক্সাইড
Ο গ) 
সোডিয়াম ক্লোরাইড
Ο ঘ) 
পটাসিয়াম ক্লোরাইড

  সঠিক উত্তর: (খ)

২৫.
আঙ্গুর, টমেটোতে কোন ধরনের এসিড বিদ্যমান?
Ο ক) 
অজৈব এসিড
Ο খ) 
তীব্রএসিড
Ο গ) 
জৈব এসিড
Ο ঘ) 
সাইট্রিক এসিড

  সঠিক উত্তর: (খ)

২৬.
অম্লীয় দ্রবণে নীল লিটমাস কাগজের বর্ণ কী রকম হয়?
Ο ক) 
সবুজ
Ο খ) 
হলুদ
Ο গ) 
লাল
Ο ঘ) 
বেগুনি

  সঠিক উত্তর: (গ)

২৭.
টকস্বাদ বিশিষ্ট ফলসমূহের রস-
i. এসিডীয় প্রকৃতির
ii. লাল লিটমাসের সংস্পর্শে বর্ণহীন হয়
iii. নীল লিটমাসকে লাল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২৮.
যে সকল রাসায়নিক পদার্থ লাল লিটমাস কাগজকে নীল করে তাকে কী বলে?
Ο ক) 
ক্ষারক
Ο খ) 
এসিড
Ο গ) 
লবণ
Ο ঘ) 
নির্দেশক

  সঠিক উত্তর: (ক)

২৯.
অানারসে বিদ্যমান রাসায়নিক পদার্থটি-
i. এসকরবিক এসিড
ii. নীল লিটমাসকে লাল করে
iii. টক স্বাদবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩০.
জিংক অক্সাইড ও হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়া ঘটানো হলো। এতে উৎপন্ন যৌগ-
i. ক্যালসিয়াম অ্যাসিটট
ii. ক্যালসিয়াম কার্বনেট
iii. পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
মিথেন কতটি ‘H’ পরমাণু রয়েছে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৩২.
টমেটোতে কোন এসিড থাকে?
Ο ক) 
এসিটিক এসিড
Ο খ) 
অক্সালিক এসিড
Ο গ) 
ম্যালিক এসিড
Ο ঘ) 
সাইট্রিক এসিড

  সঠিক উত্তর: (খ)

৩৩.
ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইডেকে কী বলে?
Ο ক) 
ক্ষার
Ο খ) 
ক্ষারক
Ο গ) 
অম্ল
Ο ঘ) 
লবণ

  সঠিক উত্তর: (খ)

৩৪.
চুনাপাথর সবধরনের এসিডের সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করবে?
Ο ক) 
H2
Ο খ) 
CO2
Ο গ) 
SO2
Ο ঘ) 
O2

  সঠিক উত্তর: (খ)

৩৫.
নিচের কোন ফলটির মধ্যে ট্যানিক এসিড বিদ্যমান?
Ο ক) 
তেঁতুল
Ο খ) 
চা
Ο গ) 
কমলা
Ο ঘ) 
আমলকি

  সঠিক উত্তর: (খ)

৩৬.
CuO যৌগটির বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
পিচ্ছিল
Ο খ) 
পানিতে দ্রবীভূত হয়
Ο গ) 
নীল লিটমাসকে লাল করে
Ο ঘ) 
টক স্বাদ বিশিষ্ট

  সঠিক উত্তর: (ক)

৩৭.
চুনের পানিতে বিদ্যমান পদার্থটি-
i. একটি ক্ষারক
ii. NaOH এর বিপরীতধর্মী
iii. লাল লিটমাসকে নীল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩৮.
ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাসকে কোন বর্ণে পরিবর্তিত করে?
Ο ক) 
নীল
Ο খ) 
হলুদ
Ο গ) 
বেগুনি
Ο ঘ) 
গোলাপি

  সঠিক উত্তর: (ক)

৩৯.
ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড ও ক্লোরিনের বিক্রিয়ায় কোনটি তৈরি হয়?
Ο ক) 
লাইম ওয়াটার
Ο খ) 
মিল্ক অফ লাইম
Ο গ) 
ব্লিচিং পাউডার
Ο ঘ) 
এন্টাসিড

  সঠিক উত্তর: (গ)

৪০.
পানিতে দ্রবীভূত ধাতব অক্সাইডকে কী বলে?
Ο ক) 
নির্দেশক
Ο খ) 
অম্ল
Ο গ) 
লবণ
Ο ঘ) 
ক্ষার

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
চুনের পানিতে সালফিউরিক এসিড যোগ করলে কোন লবণটি উৎপন্ন হবে?
Ο ক) 
ক্যালসিয়াম সালফ্টে
Ο খ) 
ক্যালসিয়াম ক্লোরাইড
Ο গ) 
সোডিয়াম সালফেট
Ο ঘ) 
জিঙ্ক সালফেট

  সঠিক উত্তর: (ক)

৪২.
লেবুর রস কোন প্রকৃতির?
Ο ক) 
অম্লীয়
Ο খ) 
ক্ষারীয়
Ο গ) 
নির্দেশক
Ο ঘ) 
নিরপেক্ষ

  সঠিক উত্তর: (ক)

৪৩.
ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড পদার্থটি-
i. চুনের পানি
ii. অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে
iii. হাইড্রোক্লোরিক এসিড বিপরীতধর্মী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
এসিড বা ক্ষারকের সংস্পর্শে নির্দেশকের কোনটি ঘটে?
Ο ক) 
আয়তন বাড়ে
Ο খ) 
তাপমাত্রা বাড়ে
Ο গ) 
রং পরিবর্তিত হয়
Ο ঘ) 
রং অপরিবর্তিত থাকে

  সঠিক উত্তর: (গ)

৪৫.
যে সকল পদার্থে এসিড ও ক্ষারক বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে তাকে কী পদার্থ বলে?
Ο ক) 
যৌগিক
Ο খ) 
হাইড্রোফিলিক
Ο গ) 
উভধর্মী
Ο ঘ) 
নিরপেক্ষ

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
HCI রাসায়নিক যৌগটি-
i. খাওয়ার উপযোগী
ii. খাদ্যদ্রব্য হজমে সাহায্য করে
iii. ঔষধ, চামড়াশিল্পে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৭.
নির্দেশক কী?
Ο ক) 
এক ধরনের পেপার
Ο খ) 
একটি রাসায়নিক পদার্থ
Ο গ) 
ছক টেবিল
Ο ঘ) 
একটি নির্দেশিকা

  সঠিক উত্তর: (খ)

৪৮.
খাবার সোডায় ভিনেগার যোগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হবে?
Ο ক) 
CI2
Ο খ) 
CO2
Ο গ) 
SO2
Ο ঘ) 
H2

  সঠিক উত্তর: (খ)

৪৯.
কোন এসিডের অভাবে স্কার্ভি রোগ হয়?
Ο ক) 
এসিটিক এসিড
Ο খ) 
ট্যানিক এসিড
Ο গ) 
সাইট্রিক এসিড
Ο ঘ) 
এসকরবিক এসিড

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
NH3 গ্যাসীয় পদার্থটি-
i. ক্ষারকীয়
ii. পানিতে OH তৈরি করে
iii. নীল লিটমাসকে লাল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫১.
লিচেন উদ্ভিদের রং থেকে তৈরিকৃত লিটমাস পেপারের বর্ণ কী রূপ?
Ο ক) 
রক্তবর্ণ
Ο খ) 
নীল
Ο গ) 
সবুজ
Ο ঘ) 
হলুদ

  সঠিক উত্তর: (ক)

৫২.
আগুন নেভানোর কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়?
Ο ক) 
H2
Ο খ) 
N2
Ο গ) 
CO2
Ο ঘ) 
SO2

  সঠিক উত্তর: (গ)

৫৩.
এসিডের স্বাদ কেমন?
Ο ক) 
মিষ্টি
Ο খ) 
টক
Ο গ) 
তেতো
Ο ঘ) 
নোনতা

  সঠিক উত্তর: (খ)

৫৪.
চুনের পানির স্বাদ কেমন?
Ο ক) 
তিক্ত
Ο খ) 
কটু
Ο গ) 
টক
Ο ঘ) 
স্বাদহীন

  সঠিক উত্তর: (খ)

৫৫.
কোনটি নিরপেক্ষ পদার্থে?
Ο ক) 
MgO
Ο খ) 
Ca(OH)2
Ο গ) 
NaNO3
Ο ঘ) 
NaOH

  সঠিক উত্তর: (গ)

৫৬.
অক্সালিক এসিড কোনটিতে বিদ্যমান?
Ο ক) 
তেঁতুল
Ο খ) 
টমেটো
Ο গ) 
আমলকী
Ο ঘ) 
আপেল

  সঠিক উত্তর: (খ)

৫৭.
সাপের উপদ্রব কমাতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
নাইট্রিক এসিড
Ο খ) 
সালফিউরিক এসিড
Ο গ) 
কার্বোলিক এসিড
Ο ঘ) 
হাইড্রোক্লোরিক এসিড

  সঠিক উত্তর: (গ)

৫৮.
কানটিতে এসিটিক এসিড থাকে?
Ο ক) 
লেবুতে
Ο খ) 
তেঁতুলে
Ο গ) 
দইয়ে
Ο ঘ) 
ভিনেগারে

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
চুনাপাথর হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করবে?
Ο ক) 
CO2
Ο খ) 
SO2
Ο গ) 
CI2
Ο ঘ) 
H2

  সঠিক উত্তর: (ক)

৬০.
ক্ষার ও ক্ষারকসমূহ-
i. পিচ্ছিল হয়
ii. তিতা স্বাদযুক্ত
iii. টকযুক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬১.
ক্ষার স্পর্শ করলে কেমন অনুভূত হয়?
Ο ক) 
শুকনো
Ο খ) 
দানাদার
Ο গ) 
চটচটে
Ο ঘ) 
পিচ্ছিল

  সঠিক উত্তর: (ঘ)

৬২.
লাল লিটমাস লেবুর রসে ডুবালে এর রং হবে-
Ο ক) 
নীল
Ο খ) 
সবুজ
Ο গ) 
বাদামি
Ο ঘ) 
লাল

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
কোনটি নির্দেশক?
Ο ক) 
মিথানয়িক এসিড
Ο খ) 
মিথাইল রেড
Ο গ) 
সোডিয়াম হাইড্রোঅক্সাইড
Ο ঘ) 
পটাসিয়াম ক্লোরাইড

  সঠিক উত্তর: (খ)

৬৪.
লেবুতে কোন ধরনের এসিড নিদ্যমান?
Ο ক) 
ট্যানিক এসিড
Ο খ) 
মালিক এসিড
Ο গ) 
সাইট্রিক এসিড
Ο ঘ) 
এসিটিক এসিড

  সঠিক উত্তর: (গ)

৬৫.
লেবুর রসে কোনটি বিদ্যমান?
Ο ক) 
টারটারিক এসিড
Ο খ) 
সাইট্রিক এসিড
Ο গ) 
ট্যানিক এসিড
Ο ঘ) 
এসিটিক এসিড

  সঠিক উত্তর: (খ)

৬৬.
খাবার সোডা ও হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় কোন লবণটি উৎপন্ন হবে?
Ο ক) 
KCI
Ο খ) 
NaCI
Ο গ) 
CaCI2
Ο ঘ) 
MgCI2

  সঠিক উত্তর: (খ)

৬৭.
লেবুর রসে কোন এসিড থাকে?
Ο ক) 
ল্যাকটিক
Ο খ) 
হাইড্রোক্লোরিক
Ο গ) 
সালফিউরিক
Ο ঘ) 
সাইট্রিক

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
এসিডের সাধারণ মৌলিক পদার্থ কোনটি?
Ο ক) 
অক্সিজেন
Ο খ) 
হাইড্রোজেন
Ο গ) 
সালফার
Ο ঘ) 
নাইট্রোজেন

  সঠিক উত্তর: (খ)

৬৯.
তেঁতুলে কোন এসিড বিদ্যমান?
Ο ক) 
সাইট্রিক
Ο খ) 
ম্যালিক
Ο গ) 
নাইট্রিক
Ο ঘ) 
টারটারিক

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
H2SO4 একটি এসেড; কারণ-
i. এর অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে
ii. এটি নীল লিটমাসকে লাল করে
iii. এটি টক স্বাদযুক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
সাইট্রিক এসিড অনুপস্থিত কোনটিতে?
Ο ক) 
আমলকী
Ο খ) 
আঙ্গুর
Ο গ) 
কমলা
Ο ঘ) 
লেবু

  সঠিক উত্তর: (ক)

৭২.
সাইট্রিক এসিড যুক্ত ফল কোনটি?
Ο ক) 
তেঁতুল
Ο খ) 
আঙুর
Ο গ) 
আপেল
Ο ঘ) 
ভিনেগার

  সঠিক উত্তর: (খ)

৭৩.
মিথাইল অরেঞ্জ এসিডের মধ্যে কোন রং উৎপন্ন করে?
Ο ক) 
লাল
Ο খ) 
নীল
Ο গ) 
গোলাপি
Ο ঘ) 
বেগুনি

  সঠিক উত্তর: (ক)

৭৪.
ক্ষার ও ক্ষারকের স্বাদ কেমন?
Ο ক) 
মিষ্টি
Ο খ) 
টক
Ο গ) 
তেতোঁ
Ο ঘ) 
স্বাদহীন

  সঠিক উত্তর: (গ)

৭৫.
সকল এসিডের সাথে ধাতুর বিক্রিয়ায় কোন গ্যাসটি উৎপন্ন হবে?
Ο ক) 
O2
Ο খ) 
H2S
Ο গ) 
SO2
Ο ঘ) 
H2

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইডের পাতলা দ্রবণকে কী বলে?
Ο ক) 
লাইম ওয়াটার
Ο খ) 
মিল্ক অফ লাইম
Ο গ) 
মিল্ক অফ ম্যাগনেসিয়া
Ο ঘ) 
নেসলার দ্রবণ

  সঠিক উত্তর: (ক)

৭৭.
চুনের পানির রাসায়নিক নাম কী?
Ο ক) 
ক্যালসিয়াম অক্সাইড
Ο খ) 
ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড
Ο গ) 
ক্যালসিয়াম ক্লোরাইড
Ο ঘ) 
ক্যালসিয়াম কার্বনেট

  সঠিক উত্তর: (খ)

৭৮.
K মৌলটি ও NO-3 মূলক দ্বারা গঠিত যৌগটি-
i. একটি লবণ
ii. একটি এসিড
iii. পানিতে দ্রবণীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৭৯.
কোন ধাতুটি এসিডের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে?
Ο ক) 
Cu
Ο খ) 
Na
Ο গ) 
Za
Ο ঘ) 
AI

  সঠিক উত্তর: (ক)

৮০.
কোন ফলে ম্যালিক এসিড উপস্থিত?
Ο ক) 
আঙুর
Ο খ) 
আপেল
Ο গ) 
আনারস
Ο ঘ) 
খ ও গ সঠিক

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
HCI রাসায়নিক পদার্থটি-
i. একটি এসিড
ii. নীল লিটমাসকে লাল করে
iii. জৈব এসিড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮২.
এসিডের বৈশিষ্ট্য হলো-
i. অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে
ii. নী লিটমাস কাগজকে লাল করে
iii. ক্ষারকের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
ট্যানিক এসিড থাকে-
Ο ক) 
তেঁতুলে
Ο খ) 
কমলায়
Ο গ) 
চা এ
Ο ঘ) 
ভিনেগারে

  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
এসিডের সাধারণ মৌলিক পদার্থের নাম কী?
Ο ক) 
কার্বন
Ο খ) 
অক্সিজেন
Ο গ) 
হাইড্রোজেন
Ο ঘ) 
নাইট্রোজেন

  সঠিক উত্তর: (গ)

৮৫.
পানিতে একটি নীল লিটমাস রাখলে এর বর্ণ-
Ο ক) 
লাল হবে
Ο খ) 
বাদামি হবে
Ο গ) 
সবুজ হবে
Ο ঘ) 
অপরিবর্তিত থাকবে

  সঠিক উত্তর: (ঘ)

উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:
শাওন একটি বীকারে ফলের রস নিয়ে তাতে নীল বর্ণের বিশেষ ধরনের এক টুকরো কাগজ যোগ করল। তাতে মুহূর্তেই কাগজটির বর্ণ পরিবর্তন হয়ে গেল। উল্লেখ্য কাগজটি লিচেন নামক একধরনের গাছ থেকে তৈরি হয়।
৮৬.
বীকারটিতে কী ধরনের রাসায়নিক পদার্থ ছিল?
Ο ক) 
এসিড
Ο খ) 
ক্ষারক
Ο গ) 
লবণ
Ο ঘ) 
নির্দেশক

  সঠিক উত্তর: (ক)

৮৭.
কাগজের টুযকরোটি ফলের রসের সংস্পর্শে আসায়-
i. রাসায়নিক বিক্রিয়া ঘটবে
ii. কাগজটি লালবর্ণে পরিণত হবে
iii. অজৈব এসিড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮৮.
কাগজের টুকরোটি যদি লালবর্ণের হতো তাহলে শাওন কী পরিবর্তন লক্ষ্য করতো?
Ο ক) 
উৎপন্ন গ্যাসের বুদবুদ
Ο খ) 
ফলের রসের নীল বর্ণ
Ο গ) 
কাগজটির লাল বর্ণ
Ο ঘ) 
কাগজটির অপরিবর্তনীয় বর্ণ

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...