NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ৪ মার্চ, ২০১৫

জে.এস.সি || বিজ্ঞান অধ্যায় - ১১তম : আলো


জে.এস.সি    ||    বিজ্ঞান
অধ্যায় - ১১তম : আলো


১.
মানব চক্ষুর সাথে নিচের কোনটির কার্যপ্রণালির মিল আছে?
Ο ক) 
রেটিনা
Ο খ) 
শ্বেতমন্ডল
Ο গ) 
কর্নিয়া
Ο ঘ) 
অক্ষিগোলক

  সঠিক উত্তর: (ঘ)

২.
চোখের আকৃতি ঠিক রাখে?
Ο ক) 
অক্ষিগোলক
Ο খ) 
শ্বেতমন্ডল
Ο গ) 
কর্নিয়া
Ο ঘ) 
রেটিনা

  সঠিক উত্তর: (ক)

৩.
আলোক-চিত্রগ্রাহী ক্যামেরায় অংশগুলো হলো-
i. স্লাইড
ii. সাটার
iii. আলোক চিত্রগাহী প্লেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪.
অপটিক্যাল ফাইবার কী?
Ο ক) 
সরু কাঁচ
Ο খ) 
মোটা কাঁচ
Ο গ) 
একগুচ্ছ তার
Ο ঘ) 
খুব সরু ও নমনীয় কাঁচ তন্তু

  সঠিক উত্তর: (ঘ)

৫.
সংকট কোণের অপর নাম কী?
Ο ক) 
ক্রান্তি কোণ
Ο খ) 
পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন
Ο গ) 
প্রতিসরণ কোণ
Ο ঘ) 
প্রতিফলন কোণ

  সঠিক উত্তর: (ক)

৬.
কোনটি চোখকে বাইরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে?
Ο ক) 
কর্নিয়া
Ο খ) 
মণি
Ο গ) 
কৃষ্ণমন্ডল
Ο ঘ) 
শ্বেতমন্ডল

  সঠিক উত্তর: (ঘ)

৭.
আলোক রশ্মিকে বহনের কাজে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
পেরিস্কোপ
Ο খ) 
দূরবীক্ষণ যন্ত্র
Ο গ) 
অণুবীক্ষণ যন্ত্র
Ο ঘ) 
অপটিক্যাল ফাইবার

  সঠিক উত্তর: (ঘ)

৮.
মানবচক্ষুর আইরিস স্থান ও লোক বিশেষে বিভিন্ন রঙের হয় যেমন-
i. নীল
ii. বাদামী
iii. কালো হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯.
কোনটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত?
Ο ক) 
তারারন্ধ্র
Ο খ) 
আইরিস
Ο গ) 
রেটিনা
Ο ঘ) 
স্ফটিক উত্তল লেন্স

  সঠিক উত্তর: (ক)

১০.
নিচের কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়?
Ο ক) 
কোরয়েড
Ο খ) 
স্ফটিক উত্তল লেন্স
Ο গ) 
রেটিনা
Ο ঘ) 
আইরিস

  সঠিক উত্তর: (গ)

১১.
মাংসপেশির সংকোচন ও প্রসারণে কোনটির আকার পরিবর্তিত হয়?
Ο ক) 
কোরয়েড
Ο খ) 
মণি
Ο গ) 
রেটিনা
Ο ঘ) 
কর্নিয়া

  সঠিক উত্তর: (খ)

১২.
অপটিক্যাল ফাইবার ব্যবহার করে কোনটি অনেকগুলো সিগনাল বহন করতে পারে?
Ο ক) 
এগ্রিকালচার
Ο খ) 
টেলিকমিউনিকেশন্স
Ο গ) 
পাকস্থলী
Ο ঘ) 
কোলন

  সঠিক উত্তর: (খ)

১৩.
কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থিত অস্বচ্ছ পর্দাটি-
i. আইরিস নামে পরিচিত
ii. গাঢ় রঙের হয়ে থাকে
iii. শ্বেতমন্ডল নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৪.
বায়ু থেকে আলো নিচের কোন মাধ্যমে প্রবেশকালে দিকের বেশি পরিবর্তন ঘটে?
Ο ক) 
কাচ
Ο খ) 
পানি
Ο গ) 
গ্লিসারিন
Ο ঘ) 
কেরোসিন

  সঠিক উত্তর: (ক)

১৫.
আলোর প্রতিসরণের নীতি কাজে লাগানো যায়-
i. দূরবীক্ষণ যন্ত্রে
ii. প্রজেক্টরে
iii. ক্যামেরায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
উপযুক্ত ফ্রেমে আবদ্ধ উত্তল লেন্সকে কী বলে?
Ο ক) 
পঠন কাচ
Ο খ) 
ভোল্টমিটার
Ο গ) 
অপটিক্যাল ফাইবার
Ο ঘ) 
টেলিস্কোপ

  সঠিক উত্তর: (ক)

১৭.
কোনটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত?
Ο ক) 
মণি
Ο খ) 
আইরিশ
Ο গ) 
কোরয়েড
Ο ঘ) 
রেটিনা

  সঠিক উত্তর: (ক)

১৮.
প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি এর বেশি হতে পারে না?
Ο ক) 
৪০
Ο খ) 
৬০
Ο গ) 
৯০
Ο ঘ) 
১২০

  সঠিক উত্তর: (গ)

১৯.
কোন মাধ্যমে আলোক রশ্মি সরলপথে চলে?
Ο ক) 
স্বচ্ছ মাধ্যম
Ο খ) 
অস্বচ্ছ মাধ্যম
Ο গ) 
ঈষদচ্ছ মাধ্যম
Ο ঘ) 
কঠিন মাধ্যম

  সঠিক উত্তর: (ক)

২০.
আলোর প্রতিসরণের সূত্র কয়টি?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ক)

২১.
কোনটিতে প্রতিসরণের নীতি ব্যবহৃত হয়?
Ο ক) 
দর্পণে
Ο খ) 
আয়নায়
Ο গ) 
হ্যারিকেনে
Ο ঘ) 
ক্যামেরায়

  সঠিক উত্তর: (ঘ)

২২.
কোন বিজ্ঞানী আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন?
Ο ক) 
হাইগেন
Ο খ) 
রোমার
Ο গ) 
গিলবার্ট
Ο ঘ) 
স্নেল

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
r দ্বারা বুঝায়-
Ο ক) 
আপতন কোণ
Ο খ) 
প্রতিসরণ কোণ
Ο গ) 
নির্গমন কোণ
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

২৪.
কোরয়েডের সাথে নিচের কোনটি গাঢ় সম্পর্কযুক্ত?
Ο ক) 
অক্ষিগোলক
Ο খ) 
শ্বেতমন্ডল
Ο গ) 
তারারন্ধ্র
Ο ঘ) 
রেটিনা

  সঠিক উত্তর: (খ)

২৫.
নিচের কোনটি একটি নমনীয় যন্ত্র?
Ο ক) 
টেলিস্কোপ
Ο খ) 
ম্যাগনেফাইং গ্লাস
Ο গ) 
অ্যামিটার
Ο ঘ) 
অপটিক্যাল ফাইবার

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে স্থাপিত কোনো বস্তুর বিম্ব কেমন হয়?
Ο ক) 
উল্টো
Ο খ) 
খর্বিত
Ο গ) 
বাস্তব
Ο ঘ) 
অবাস্তব

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
চোখের শ্বেতমন্ডল মূলত হলো-
Ο ক) 
আলোকগ্রাহী পর্দা
Ο খ) 
গোলাকার ছিদ্রপথ
Ο গ) 
অস্বচ্ছ  আবরণ
Ο ঘ) 
কর্নিয়া

  সঠিক উত্তর: (গ)

২৮.
সংকট কোণের জন্যে প্রতিসরণ কোণের মান কত?
Ο ক) 

Ο খ) 
৪৫
Ο গ) 
৬০
Ο ঘ) 
৯০

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
নিচের কোনটি আলোর প্রতিফলনে বাধা প্রদান করে?
Ο ক) 
কর্নিয়া
Ο খ) 
রেটিনা
Ο গ) 
কোরয়েড
Ο ঘ) 
আইরিস

  সঠিক উত্তর: (গ)

৩০.
কোনটিকে চক্ষু কোটরের মধ্যে একটি নির্দিষ্ট সীমার চারদিকে ঘুরানো যায়?
Ο ক) 
শ্বেত মন্ডলকে
Ο খ) 
তারা রন্দ্রকে
Ο গ) 
অক্ষি গোলককে
Ο ঘ) 
অক্ষিপটকে

  সঠিক উত্তর: (গ)

৩১.
বাইরে থেকে আমরা পানিতে থাকা একটি মাছের কোন ধরনের বিম্বটি দেখতে পাই?
Ο ক) 
অবাস্তব প্রতিবিম্ব
Ο খ) 
বাস্তব প্রতিবিম্ব
Ο গ) 
সদ প্রতিবিম্ব
Ο ঘ) 
অবাস্তব ও বাস্তব প্রতিবিম্ব

  সঠিক উত্তর: (ক)

৩২.
পানি থেকে বায়ুতে আলোক রশ্মি ৪৯ কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ ৯০ হয়। সংকট কোণ কত?
Ο ক) 

Ο খ) 
৪৫
Ο গ) 
৮৯
Ο ঘ) 
৯০

  সঠিক উত্তর: (গ)

৩৩.
মরুভূমিতে অত্যাধিক তাপমাত্রার কারণে দিনের বেলায় দৃষ্টি ভ্রমকে কী বলে?
Ο ক) 
দৃষ্টিক্রান্তি
Ο খ) 
মরিচা
Ο গ) 
মরীচিকা
Ο ঘ) 
আলোর প্রতিসরণ

  সঠিক উত্তর: (গ)

৩৪.
আলোক চিত্রগ্রাহী প্লেটের কোথায় বেশি রূপ জমা হয়?
Ο ক) 
লক্ষ্যবস্তুর উজ্জ্বল অংশে
Ο খ) 
প্রতিবিম্বের ঝাপসা অংশে
Ο গ) 
ডেভেলপারে
Ο ঘ) 
স্লাইডের মুখে

  সঠিক উত্তর: (ক)

৩৫.
নিচের কোনটিতে রুদ্ধ আলোক প্রকোষ্ঠ থাকে?
Ο ক) 
ট্রানজিস্টরে
Ο খ) 
রেডিওতে
Ο গ) 
থার্মোমিটারে
Ο ঘ) 
ক্যামেরায়

  সঠিক উত্তর: (ঘ)

৩৬.
মানবদেহে পাকস্থলী দেখার জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
টেলিস্কোপ
Ο খ) 
আলোক নল
Ο গ) 
ম্যাগনেফাইং গ্লাস
Ο ঘ) 
থার্মোমিটার

  সঠিক উত্তর: (খ)

৩৭.
অপটিক্যাল ফাইবার কোথায় ব্যবহৃত হয়?
Ο ক) 
প্রকৌশল কাজে
Ο খ) 
চিকিৎসার কাজে
Ο গ) 
গাড়ির কাজে
Ο ঘ) 
দর্পণে

  সঠিক উত্তর: (খ)

৩৮.
কাচ কোন ধরনের মাধ্যম?
Ο ক) 
স্বচ্ছ মাধ্যম
Ο খ) 
হালকা মাধ্যম
Ο গ) 
অস্বচ্ছ মাধ্যম
Ο ঘ) 
ঈষদচ্ছ মাধ্যম

  সঠিক উত্তর: (ক)

৩৯.
কোনটি চক্ষুকে বাহিরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে?
Ο ক) 
শ্বেতমন্ডল
Ο খ) 
আইরিস
Ο গ) 
কৃষ্ণমন্ডল
Ο ঘ) 
মণি

  সঠিক উত্তর: (ক)

৪০.
টেলিকমিউনিকেশনে ব্যবহৃত অপটিক্যাল ফাইবার কয়টি সিগন্যাল বহন করে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
একই সাথে অনেকগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
কোনটির কারণে মরীচিকা সৃষ্টি হয়?
Ο ক) 
আলোর প্রতিসরণ
Ο খ) 
আলোর প্রতিফলন
Ο গ) 
আপতন কোণ
Ο ঘ) 
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
নিচের কোনটি আলোর প্রতিফলনে বাধা প্রদান করে?
Ο ক) 
কর্নিয়া
Ο খ) 
রেটিনা
Ο গ) 
কোরয়েড
Ο ঘ) 
আইরিস

  সঠিক উত্তর: (গ)

৪৩.
চোখের অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে কোনটি?
Ο ক) 
কৃষ্ণমন্ডল
Ο খ) 
শ্বেতমন্ডল
Ο গ) 
কর্ণিয়া
Ο ঘ) 
আইরিস

  সঠিক উত্তর: (ক)

৪৪.
অভিলম্ব ও বিভেদ তলের মধ্যবর্তী কোণের মান কত?
Ο ক) 
00
Ο খ) 
300
Ο গ) 
600
Ο ঘ) 
900

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
কৃষ্ণমন্ডল কোন রঙের ঝিল্লি দ্বারা গঠিত?
Ο ক) 
লাল
Ο খ) 
কালো
Ο গ) 
সাদা
Ο ঘ) 
নীল

  সঠিক উত্তর: (খ)

৪৬.
চোখের কোন অংশটি চোখের আকৃতি ঠিক রাখে?
Ο ক) 
কোরয়েড
Ο খ) 
ভিট্রিয়াস হিউমার
Ο গ) 
অক্ষিগোলক
Ο ঘ) 
শ্বেতমন্ডল

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
অপটিক্যাল ফাইবারের ব্যবহার ক্ষেত্রে হলো-
i. জ্বালানি কাজে
ii. পাকস্থলি পর্যবেক্ষণে
iii. টেলিযোগাযোগ কাজে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৮.
বায়ু কোন ধরনের মাধ্যম?
Ο ক) 
অস্বচ্ছ
Ο খ) 
স্বচ্ছ
Ο গ) 
কঠিন
Ο ঘ) 
অস্বচ্ছ ও স্বচ্ছ

  সঠিক উত্তর: (খ)

৪৯.
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলণে-
i. আপতন কেণের মান সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে
ii. প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে চলে যাবে
iii. এর আলোকে রশ্মিকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৫০.
বিবর্ধক কাচে গঠিত বিম্ব-
Ο ক) 
উল্টা
Ο খ) 
খর্বিত
Ο গ) 
বিবর্ধিত
Ο ঘ) 
বাস্তব

  সঠিক উত্তর: (গ)

৫১.
ক্যামেরার সাটারের সাথে মানব চক্ষুর কোন অংশ তুলনীয়?
Ο ক) 
চোখের মনি
Ο খ) 
চোখের পাতা
Ο গ) 
অ্যাকুয়াস হিউমার
Ο ঘ) 
ভিট্রিয়াস হিউমার

  সঠিক উত্তর: (খ)

৫২.
ক্যামেরায় লক্ষ্য ব্স্তুর যে অংশ যত উজ্জ্বল, প্লেটের উপর উপর তত কী জমা হয়?
Ο ক) 
রূপা
Ο খ) 
সোনা
Ο গ) 
ব্রোঞ্জ
Ο ঘ) 
তামা

  সঠিক উত্তর: (ক)

৫৩.
কোন যন্ত্রটি একটি সরু কাঁচ তন্তুর?
Ο ক) 
অপটিক্যাল ফাইবার
Ο খ) 
ম্যাগনেফাইং গ্লাস
Ο গ) 
অণুবীক্ষণ যন্ত্র
Ο ঘ) 
টেলিস্কোপ

  সঠিক উত্তর: (ক)

৫৪.
অক্ষিপট কী রঙের পর্দা?
Ο ক) 
ঈষদচ্ছ গোলাপী
Ο খ) 
ঈষদচ্ছ বেগুনী
Ο গ) 
সাদা
Ο ঘ) 
কালো

  সঠিক উত্তর: (ক)

৫৫.
চোখের অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে কোনটি?
Ο ক) 
কৃষ্ণমন্ডল
Ο খ) 
শ্বেতমন্ডল
Ο গ) 
কর্ণিয়া
Ο ঘ) 
আইরিস

  সঠিক উত্তর: (ক)

৫৬.
চোখের শ্বেত প্রাচীরের সামনের অংশকে কী বলে?
Ο ক) 
লেন্স
Ο খ) 
রেটিনা
Ο গ) 
কর্নিয়া
Ο ঘ) 
আইরিস

  সঠিক উত্তর: (গ)

৫৭.
আলোর প্রতিসরণের জন্য কয়টি মাধ্যমের প্রয়োজন হয়?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

৫৮.
অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়-
i. জ্বালানি কাজে
ii. পাকস্থলি পর্যবেক্ষণে
iii. টেলিযোগাযোগের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫৯.
প্রতিসরিত রশ্মি ও অভিলম্বের মধ্যকার কোণকে কী বলে?
Ο ক) 
আপতন কোণ
Ο খ) 
অভিলম্ব কোণ
Ο গ) 
প্রতিসরণ কোণ
Ο ঘ) 
প্রতিফলন কোণ

  সঠিক উত্তর: (গ)

৬০.
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফরনের শর্ত কয়টি?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

৬১.
মানবচক্ষুর শ্বেতমন্ডলের সামনের অংশকে কী বলে?
Ο ক) 
অক্ষিপট
Ο খ) 
অ্যাকৃয়াস হিউমার
Ο গ) 
কর্ণিয়া
Ο ঘ) 
তারারন্ধ্র

  সঠিক উত্তর: (গ)

৬২.
মানব দেহের ভেতর কোন অংশ দেখার জন্য কী ব্যবহৃত হয়?
Ο ক) 
পেরিস্কোপ
Ο খ) 
অপটিক্যাল ফাইবার
Ο গ) 
স্টেথিস্কোপ
Ο ঘ) 
কম্পিউটার

  সঠিক উত্তর: (খ)

৬৩.
চোখের কোন দুটি অংশের মাঝে ভিট্রিয়াস হিউমার থাকে?
Ο ক) 
লেন্স ও কর্ণিয়া
Ο খ) 
লেন্স ও রেটিনা
Ο গ) 
লেন্স ও মণি
Ο ঘ) 
লেন্স ও আইরিস

  সঠিক উত্তর: (খ)

৬৪.
ম্যাগনিফাইং গ্লাসে বিবর্ধনের মান কেমন হয়?
Ο ক) 
বেশি
Ο খ) 
অত্যন্ত বেশি
Ο গ) 
কম
Ο ঘ) 
শূন্য

  সঠিক উত্তর: (গ)

৬৫.
কাচের সংকট কোণ 420 হলে প্রতিসরণ কোণ কত?
Ο ক) 
২৪
Ο খ) 
৪২
Ο গ) 
৯০
Ο ঘ) 
৬০

  সঠিক উত্তর: (গ)

৬৬.
অস্পষ্ট লেখা স্পষ্ট ও বড় দেখার জন্য উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত হবে?
Ο ক) 
স্বল্প
Ο খ) 
বেশি
Ο গ) 
অত্যন্ত বেশি
Ο ঘ) 
কেন্দ্রের সমান

  সঠিক উত্তর: (ক)

৬৭.
চোখের শ্বেতমন্ডল মূলত হল-
Ο ক) 
আলোকগ্রাহী পর্দা
Ο খ) 
গোলাকার ছিদ্রপথ
Ο গ) 
অস্বচ্ছ আবরণ
Ο ঘ) 
কর্ণিয়া

  সঠিক উত্তর: (গ)

৬৮.
আলোক স্বচ্ছ মাধ্যম থেকে অস্বচ্ছ মাধ্যমের উপর আপতিত হলে তার কিছু অংশ-
i. শোষিত হয়
ii. প্রতিসরিত হয়
iii. প্রতিফলিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬৯.
অপটিক্যাল ফাইবার কী?
Ο ক) 
কাঠ
Ο খ) 
সরু কাচ
Ο গ) 
মোটা কাচ
Ο ঘ) 
খুব সরু ও নমনীয় কাচ তন্তু

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
কোনটিতে কম বির্বধন পাওয়া যায়?
Ο ক) 
সরল অণুবীক্ষণ যন্ত্রে
Ο খ) 
জটিল অণুবীক্ষণ যন্ত্রে
Ο গ) 
নভোবীক্ষণ যন্ত্রে
Ο ঘ) 
গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্রে

  সঠিক উত্তর: (ক)

৭১.
কোন ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়?
Ο ক) 
টেলিকমিউনিকেশন্স
Ο খ) 
এগ্রিকালচার
Ο গ) 
ফিশারীজ
Ο ঘ) 
খেলাধুলা

  সঠিক উত্তর: (ক)

৭২.
কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়?
Ο ক) 
চোখের মনি
Ο খ) 
আইরিস
Ο গ) 
রেটিনা
Ο ঘ) 
কর্নিয়া

  সঠিক উত্তর: (গ)

৭৩.
ক্যামেরার আলোক চিত্রগ্রাহী প্লেটটিকে কোনটি থেকে বের করা হয়?
Ο ক) 
স্লাইড
Ο খ) 
ডায়াফ্রাম
Ο গ) 
সাটার
Ο ঘ) 
বাক্স

  সঠিক উত্তর: (ক)

৭৪.
প্রতিসরণের ব্যবহার হয়-
i. ক্যামেরায়
ii. অণুবীক্ষণযন্ত্রে
iii. চশমায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
চোখের স্ফটিক উত্তল লেন্সে নিচের কোনটি উপস্থিত?
Ο ক) 
নরম স্বচ্ছ পদার্থ
Ο খ) 
সাদা আবরণ
Ο গ) 
আইরিস
Ο ঘ) 
অ্যাকুয়াস হিউমার

  সঠিক উত্তর: (ক)

৭৬.
সোডিয়াম থায়োসালফেটের অপর নাম কী?
Ο ক) 
হাইপো
Ο খ) 
ডিটারজেন্ট
Ο গ) 
গ্লিসারিন
Ο ঘ) 
জিপসাম

  সঠিক উত্তর: (ক)

৭৭.
কোনটি কার্যপ্রণালী ছবি তোলা ক্যামেরার মতো?
Ο ক) 
মানব চক্ষুর
Ο খ) 
টেলিস্কোপের
Ο গ) 
আয়নার
Ο ঘ) 
অণুবীক্ষণ যন্ত্রের

  সঠিক উত্তর: (ক)

৭৮.
চক্ষু গোলকের পিছনে অবস্থিত একটি আলোকগ্রাহী পদার্থকে কী বলে?
Ο ক) 
তারারন্ধ্র
Ο খ) 
কৃষ্ণমন্ডল
Ο গ) 
রেটিনা
Ο ঘ) 
অ্যাকুয়াস হিউমার

  সঠিক উত্তর: (গ)

৭৯.
মানবদেহের ভেতরের কোন অংশ দেখার জন্য কী ব্যবহৃত হয়?
Ο ক) 
কম্পিউটার
Ο খ) 
পেরিস্কোপ
Ο গ) 
স্টেথিস্কোপ
Ο ঘ) 
অপটিক্যাল ফাইবার

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
সংকট কোণ-
i. একটি আপতন কোণ
ii. একটি প্রতিসরণ কোণ
iii. এর মান ৯০ এর চেয়ে ছোট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৮১.
কর্ণিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত মাংশপেশী যুক্ত গোলকার ছিদ্রপথকে কী বলে?
Ο ক) 
কোরয়েড
Ο খ) 
রেটিনা
Ο গ) 
আইরিস
Ο ঘ) 
তারারন্ধ্র

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
নিচের কোন মাধ্যমের গাঢ়ত্ব সবচেয়ে বেশি?
Ο ক) 
পানি
Ο খ) 
তেল
Ο গ) 
পারদ
Ο ঘ) 
বায়ু

  সঠিক উত্তর: (গ)

৮৩.
একটি ক্যামেরায় কয়টি অংশ থাকে?
Ο ক) 
৫টি
Ο খ) 
৭টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৯টি

  সঠিক উত্তর: (খ)

৮৪.
চোখের কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থিত অস্বচ্ছ পদার্থটিতে কী বলে?
Ο ক) 
চক্ষু গোলক
Ο খ) 
আইরিস
Ο গ) 
অক্ষিপট
Ο ঘ) 
কোরয়েড

  সঠিক উত্তর: (খ)

৮৫.
মরূভূমিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে একটি গাছের প্রতিবিম্ব কীরূপ হবে?
Ο ক) 
সোজা
Ο খ) 
উল্টা
Ο গ) 
অবাস্তব
Ο ঘ) 
তির্যক

  সঠিক উত্তর: (খ)

৮৬.
ক্যামেরায় কিসের সাহায্যে প্রতিবিম্ব উজ্জল করা হয়?
Ο ক) 
সাটার
Ο খ) 
ডায়াফ্রাম
Ο গ) 
ক্যামেরা লেন্স
Ο ঘ) 
চিত্রগ্রাহী পেট

  সঠিক উত্তর: (খ)

৮৭.
মরুভূমিতে নিচের বায়ু কোন মাধ্যমের মতো আচরণ করে?
Ο ক) 
ঘন
Ο খ) 
হালকা
Ο গ) 
অসচ্ছ
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

৮৮.
একটি পানি পূর্ণ কাচপাত্রে একটি সোজা লাঠি রাখলে কোনটি ঘটবে?
Ο ক) 
লাঠিটিকে দেখা যাবে না
Ο খ) 
লাঠিটিকে ছোট দেখাবে
Ο গ) 
লাঠিটিকে দেখা যাবে না
Ο ঘ) 
লাঠিটিকে কিছুটা বাঁকা দেখাবে

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
রেটিনা গোলকের কোথায় অবস্থিত থাকে?
Ο ক) 
পেছনে
Ο খ) 
সামনে
Ο গ) 
ডানে
Ο ঘ) 
কেন্দ্রে

  সঠিক উত্তর: (ক)

৯০.
মানব চক্ষুর অংশ হলো-
i. অক্ষিপট
ii. তারারন্ধ্র
iii. কৃষ্ণমন্ডল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯১.
স্বচ্ছ মাধ্যম হলো-
i. বায়ু
ii. কাচ
iii. পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
চোখের আকৃতি ঠিক রাখে নিচের কোনটি?
Ο ক) 
শ্বেতমন্ডল
Ο খ) 
অক্ষি-গোলক
Ο গ) 
কণিয়া
Ο ঘ) 
আইরিস

  সঠিক উত্তর: (ক)

৯৩.
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলের শর্ত কয়টি?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

৯৪.
হীরকের সংকট কোণের মান কত?
Ο ক) 
৯০
Ο খ) 
৬৪
Ο গ) 
২৪
Ο ঘ) 
৬০

  সঠিক উত্তর: (গ)

৯৫.
অ্যাকুয়াস হিউমার কোথায় অবস্থিত?
Ο ক) 
কর্নিয়া ও লেন্সের মাঝে
Ο খ) 
লেন্স ও রেটিনার মাঝে
Ο গ) 
আইরিশ ও রোটিনার মাঝে
Ο ঘ) 
কৃষ্ণ মন্ডল ও রেটিনার মাঝে

  সঠিক উত্তর: (ক)

৯৬.
কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থি অস্বচ্ছ পর্দার নাম-
Ο ক) 
কোরয়েড
Ο খ) 
তারারন্ধ্র
Ο গ) 
আইরিস
Ο ঘ) 
অক্ষিপট

  সঠিক উত্তর: (গ)

৯৭.
আলোর প্রতিসরণ কয়টি নিয়ম মেনে চলে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (খ)

৯৮.
সংকট কোণের অপর নাম কী?
Ο ক) 
প্রতিফলন কোণ
Ο খ) 
আপতন কোণ
Ο গ) 
প্রতিসরণ কোণ
Ο ঘ) 
ক্রান্তি কোণ

  সঠিক উত্তর: (ঘ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
ক্যামেরায় ছবি তোলার পর আলোক চিত্রগ্রাহী প্লেটটিকে প্লেটটিকে স্লাইড হতে বের করে ডেভেলপার নামক এক প্রকার রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হয়। প্লেটের উপরস্থ সিলভার হ্যালাইডকে ডেভেলপার রাসায়নিক প্রক্রিয়ায় রৌপ্য ধাতবে পরিণত করে।
৯৯.
রাসায়নিক প্রক্রিয়াটির নাম কী?
Ο ক) 
জারণ
Ο খ) 
বিজারণ
Ο গ) 
দ্বিবিযোজন
Ο ঘ) 
প্রতিস্থাপন

  সঠিক উত্তর: (খ)

১০০.
উক্ত প্লেটের ক্ষেত্রে, লক্ষ্যবস্তুর যে অংশ যত উজ্জ্বল সেই অংশে-
i. তত রূপা জমা হয়
ii. তত বেশি কালো দেখায়
iii. পজিটিভে তত বেশি উজ্জ্বল দেখায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...