জে.এস.সি ||
গণিত তৃতীয় অধ্যায় : পরিমাপ |
১. |
৩২০ একর = কত বর্গমাইল? |
Ο ক) |
০.৫ |
Ο খ) |
১ |
Ο গ) |
২ |
Ο ঘ) |
৪ |
সঠিক উত্তর: (ক)
২. |
২.৫ কিলোগ্রাম = কত হেক্টোগ্রাম? |
Ο ক) |
২৫ |
Ο খ) |
৫০ |
Ο গ) |
২৫০ |
Ο ঘ) |
৫০০ |
সঠিক উত্তর: (ক)
৩. |
কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ ঘন সে.মি. বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম ধরা হয়? |
Ο ক) |
৩ |
Ο খ) |
৪ |
Ο গ) |
৫ |
Ο ঘ) |
৬ |
সঠিক উত্তর: (খ)
৪. |
গ্রীক ভাষায় কিলো অর্থ কী? |
Ο ক) |
দশমাংশ |
Ο খ) |
শতাংশ |
Ο গ) |
১০০ গুণ |
Ο ঘ) |
১০০০ গুণ |
সঠিক উত্তর: (ঘ)
৫. |
কম ওজনের বস্তুকে কোন এককে প্রকাশ করা হয়? |
Ο ক) |
কিলোগ্রাম (কে. জি.) |
Ο খ) |
মিটার |
Ο গ) |
হেক্টোগ্রাম |
Ο ঘ) |
গ্রাম |
সঠিক উত্তর: (ঘ)
৬. |
যেকোনো পঘনায় বা পরিমাপে কি প্রয়োজন? |
Ο ক) |
একক |
Ο খ) |
গুণন |
Ο গ) |
ভগ্নাংশ |
Ο ঘ) |
লঘিষ্ঠকরণ |
সঠিক উত্তর: (ক)
৭. |
গ্রীক ভাষায় হেক্টো অর্থ কি? |
Ο ক) |
২ গুণ |
Ο খ) |
১০ গুণ |
Ο গ) |
৫০ গুণ |
Ο ঘ) |
১০০ গুণ |
সঠিক উত্তর: (ঘ)
৮. |
১ গজে কত ফুট? |
Ο ক) |
২ ফু |
Ο খ) |
৩ ফুট |
Ο গ) |
৪ ফুট |
Ο ঘ) |
১০ ফুট |
সঠিক উত্তর: (খ)
৯. |
একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি ঘনকের ঘনফল সমান কত ঘন একক? |
Ο ক) |
৬ |
Ο খ) |
৪ |
Ο গ) |
৩ |
Ο ঘ) |
১ |
সঠিক উত্তর: (ঘ)
১০. |
১ ডেকামিটার = কত সেন্টিমিটার? |
Ο ক) |
১০ সেন্টিমিটার |
Ο খ) |
৫০ সেন্টিমিটার |
Ο গ) |
১০০ সেন্টিমিটার |
Ο ঘ) |
১০০০ সেন্টিমিটার |
সঠিক উত্তর: (ঘ)
১১. |
২ মেট্রিক টন ডাল ২০০ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত কেজি ডাল পাবে? |
Ο ক) |
৮ |
Ο খ) |
১০ |
Ο গ) |
১২ |
Ο ঘ) |
১৪ |
সঠিক উত্তর: (খ)
১২. |
৭ মিটারে কত মিরিমিটার? |
Ο ক) |
৭ মিলিমিটার |
Ο খ) |
৭০ মিলিমিটার |
Ο গ) |
৭০০ মিলিমিটার |
Ο ঘ) |
৭০০০ মিলিমিটার |
সঠিক উত্তর: (ঘ)
১৩. |
কোন ধরনের ভগ্নাংশের দ্বারা মেট্রিক পদ্ধতিতে পরিমাপ সহজে প্রকাশ করা যায়? |
Ο ক) |
দশমিক ভগ্নাংশ |
Ο খ) |
সাধরণ ভগ্নাংশ |
Ο গ) |
প্রকৃত ভগ্নাংশ |
Ο ঘ) |
অপ্রকৃত ভগ্নাংশ |
সঠিক উত্তর: (ক)
১৪. |
৬০০ সেন্টিমিটারে কত মিটার? |
Ο ক) |
১ মিটার |
Ο খ) |
৬ মিটার |
Ο গ) |
৬০ মিটার |
Ο ঘ) |
৬০০ মিটার |
সঠিক উত্তর: (খ)
১৫. |
০.৫ কিলোমিটার সমান কত হেক্টোমিটার? |
Ο ক) |
১০০০ |
Ο খ) |
৫০০ |
Ο গ) |
২০ |
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (ঘ)
১৬. |
২ ঘন মিটার= কত স্টেয়র? |
Ο ক) |
৪ |
Ο খ) |
৩ |
Ο গ) |
২ |
Ο ঘ) |
১ |
সঠিক উত্তর: (গ)
১৭. |
৩ মিটার ৮৯ সেন্টিমিটার = কত সেন্টিমিটার? |
Ο ক) |
৩৮.৯ সেন্টিমিটার |
Ο খ) |
৩৮৯ সেন্টিমিটার |
Ο গ) |
৩৯৮ সেন্টিমিটার |
Ο ঘ) |
৩৮৯০ সেন্টিমিটার |
সঠিক উত্তর: (খ)
১৮. |
১ মাইলে কত গজ? |
Ο ক) |
৭৬০ গজ |
Ο খ) |
১০০০ গজ |
Ο গ) |
১৭৬০০ ফুট |
Ο ঘ) |
৬০৮০ ফুট |
সঠিক উত্তর: (ঘ)
১৯. |
দৈর্ঘ্য পরিমাপের একক কি? |
Ο ক) |
গ্রাম |
Ο খ) |
কিলোগ্রাম |
Ο গ) |
লিটার |
Ο ঘ) |
মিটার |
সঠিক উত্তর: (ঘ)
২০. |
একজন প্রতিযোগী ২০০ মিটার ট্র্যাকে ১৬ বাড় দৌড়ালো, সে কতটুকু দৌড়ালো? |
Ο ক) |
২০০০ মিটার |
Ο খ) |
২ কিলোমিটার ১৬ মিটার |
Ο গ) |
৩২ কিলোমিটার |
Ο ঘ) |
৩ কিলোমিটার ২০০ মিটার |
সঠিক উত্তর: (ঘ)
২১. |
১ হেক্টোমিটারে কত মিটার? |
Ο ক) |
৫ মিটার |
Ο খ) |
১০ মিটার |
Ο গ) |
১০০ মিটার |
Ο ঘ) |
১০০০ মিটার |
সঠিক উত্তর: (গ)
২২. |
এক ব্যক্তি ৪০০ মিটার ট্র্যাকে ২ বার দৌড়ালে, তার অতিক্রান্ত দূরত্ব কত? |
Ο ক) |
৪০০ কিলোমিটার |
Ο খ) |
৮ কিলোমিটার |
Ο গ) |
৮০০ মিটার |
Ο ঘ) |
৮০০০ মিটার |
সঠিক উত্তর: (গ)
২৩. |
৩ কিলোমিটার ৭০ মিটার = কত মিটার? |
Ο ক) |
৭৩ মিটার |
Ο খ) |
৭৩০ মিটার |
Ο গ) |
৩০৭০ মিটার |
Ο ঘ) |
৩৭০০ মিটার |
সঠিক উত্তর: (গ)
২৪. |
১ ফার্লং = কত গজ? |
Ο ক) |
১০ গজ |
Ο খ) |
১১০ গজ |
Ο গ) |
২২০ গজ |
Ο ঘ) |
৪২০ গজ |
সঠিক উত্তর: (গ)
২৫. |
১৬৭২০ ফুট = কত নটিকেল মাইল? |
Ο ক) |
১.৭৫ |
Ο খ) |
২.৭৫ |
Ο গ) |
৩.৭৫ |
Ο ঘ) |
৪.৭৫ |
সঠিক উত্তর: (খ)
২৬. |
একটি বর্গাকার আম বাগানের ক্ষেত্রফল ৪ বিঘা হলে বাগানের এক পাশের দৈর্ঘ্য কত গজ? |
Ο ক) |
৭০ |
Ο খ) |
৮০ |
Ο গ) |
৯০ |
Ο ঘ) |
১০০ |
সঠিক উত্তর: (খ)
২৭. |
২০০০ মিলিমিটারে কত মিটার? |
Ο ক) |
১ মিটার |
Ο খ) |
২০ মিটার |
Ο গ) |
২ মিটার |
Ο ঘ) |
১০০০ মিটার |
সঠিক উত্তর: (গ)
২৮. |
গণনার জন্য একক কোনটি? |
Ο ক) |
প্রথম স্বাভাবিক সংখ্যা ১ |
Ο খ) |
প্রথম স্বাভাবিক সংখ্যা -১ |
Ο গ) |
স্বাভাবিক সংখ্যা ১০ |
Ο ঘ) |
১০০ |
সঠিক উত্তর: (ক)
২৯. |
১.৫ বর্গমাইল = কত বিঘা? |
Ο ক) |
২৯০৪ |
Ο খ) |
২৫০০ |
Ο গ) |
১৯৩৬ |
Ο ঘ) |
১৫০০ |
সঠিক উত্তর: (ক)
৩০. |
০.৫ মিটার = কত সেন্টিমিটার? |
Ο ক) |
১ সেন্টিমিটার |
Ο খ) |
৫ সেন্টিমিটার |
Ο গ) |
৫০ সেন্টিমিটার |
Ο ঘ) |
১৫০০ সেন্টিমিটার |
সঠিক উত্তর: (গ)
৩১. |
ফিতা� কত মিটার লম্বা হয়ে থাকে? |
Ο ক) |
১ মিটার |
Ο খ) |
১০ মিটার |
Ο গ) |
৩০ মিটার |
Ο ঘ) |
১০০ মিটার |
সঠিক উত্তর: (ঘ)
৩২. |
প্রতিটি পাতার ওজন ০.৫ গ্রাম হলে, ৫০ পাতার একটি খাতার ওজন কত গ্রাম? |
Ο ক) |
৫ |
Ο খ) |
১০ |
Ο গ) |
১৫ |
Ο ঘ) |
২৫ |
সঠিক উত্তর: (ঘ)
৩৩. |
নিচের মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককগুলির মধ্যে কোন এককটি ছোট? |
Ο ক) |
মিটার |
Ο খ) |
সেন্টিমিটার |
Ο গ) |
মিলিমিটার |
Ο ঘ) |
কিলোমিটার |
সঠিক উত্তর: (গ)
৩৪. |
১ মিটারে কত ডেসিমিটার? |
Ο ক) |
১০ ডেসিমিটার |
Ο খ) |
১ ডেসিমিটার |
Ο গ) |
১০০ ডেসিমিটার |
Ο ঘ) |
৫০০ ডেসিমিটার |
সঠিক উত্তর: (ক)
৩৫. |
৪৫ গ্রাম = কত ডেকা গ্রাম? |
Ο ক) |
৪৫০ |
Ο খ) |
৪.৫ |
Ο গ) |
০.৪৫ |
Ο ঘ) |
০.০৪৫ |
সঠিক উত্তর: (খ)
৩৬. |
১ কিলোমিটার = কত মিটার? |
Ο ক) |
১০ মিটার |
Ο খ) |
১০০ মিটার |
Ο গ) |
১০০০ মিটার |
Ο ঘ) |
৫০০০ মিটার |
সঠিক উত্তর: (গ)
৩৭. |
২.৫ লিটার = কত ঘন সে.মি? |
Ο ক) |
২৫০ |
Ο খ) |
৫০০ |
Ο গ) |
২৫০০ |
Ο ঘ) |
৫০০০ |
সঠিক উত্তর: (গ)
৩৮. |
কোন দেশে প্রথম মেট্রিক পদ্ধতির প্রবর্তন করা হয়? |
Ο ক) |
বাংলাদেশে |
Ο খ) |
ইংল্যান্ডে |
Ο গ) |
ফ্রান্সে |
Ο ঘ) |
জাপানে |
সঠিক উত্তর: (গ)
৩৯. |
একজন দৌড়বিদ ১০০ মিটার ট্র্যাকে ৩০ বার দৌড়ালে, তার অতিক্রান্ত দূরত্ব কত? |
Ο ক) |
১ কিরোমিটার |
Ο খ) |
৩ কিলোমিটার |
Ο গ) |
১৩০ মিটার |
Ο ঘ) |
১৩০০ মিটার |
সঠিক উত্তর: (খ)
৪০. |
একটি গাড়ি ৯ কিলোমিটার ৭০০ মিটার অতিক্রম করলো। গাড়িটি কত মিটার অতিক্রম করলো? |
Ο ক) |
৯৭ মিটার |
Ο খ) |
৭০৯ মিটার |
Ο গ) |
৯৭০ মিটার |
Ο ঘ) |
৯৭০০ মিটার |
সঠিক উত্তর: (ঘ)
৪১. |
দৈর্ঘ্যের পরিমাপ বড় হলে নিচের কোনটির মাধ্যমে প্রকাশ করা হয়? |
Ο ক) |
সেন্টিমিটার |
Ο খ) |
কিলোমিটার |
Ο গ) |
মিলিমিটার |
Ο ঘ) |
মিটার |
সঠিক উত্তর: (খ)
৪২. |
তোমার স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৫ গুণ। প্রস্থ ১.৫ ফুট হলে বেঞ্চের পরিসীমা কত ইঞ্চি? |
Ο ক) |
২১০ |
Ο খ) |
২১২ |
Ο গ) |
২১৪ |
Ο ঘ) |
২১৬ |
সঠিক উত্তর: (ঘ)
৪৩. |
১০০ মাইল সমান কত কি. মি. (প্রায়)? |
Ο ক) |
০.৬১ |
Ο খ) |
১০০ |
Ο গ) |
১৬১ |
Ο ঘ) |
২৬১ |
সঠিক উত্তর: (গ)
৪৪. |
গ্রীক ভাষায় ডেকা অর্থ কি? |
Ο ক) |
২ গুণ |
Ο খ) |
১০ গুণ |
Ο গ) |
১০০ গুণ |
Ο ঘ) |
সহস্রাংশ |
সঠিক উত্তর: (খ)
৪৫. |
কোনটি পরিমাপের ক্ষেত্রে ১ একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রকে একক ধরা হয়? |
Ο ক) |
আয়তন |
Ο খ) |
ক্ষেত্রফল |
Ο গ) |
ঘনফল |
Ο ঘ) |
শতকরা |
সঠিক উত্তর: (খ)
৪৬. |
১১০০ গজ সমান কত ফার্লং? |
Ο ক) |
৫ |
Ο খ) |
৪ |
Ο গ) |
৩ |
Ο ঘ) |
২ |
সঠিক উত্তর: (ক)
৪৭. |
১ গজ = কত ইঞ্চি? |
Ο ক) |
৩ ইঞ্চি |
Ο খ) |
১০ ইঞ্চি |
Ο গ) |
১৮ ইঞ্চি |
Ο ঘ) |
৩৬ ইঞ্চি |
সঠিক উত্তর: (ঘ)
৪৮. |
জমির পরিমাপ- i. ১ কাঠা = ৮০ বর্গগজ। ii. ১ এয়র = ২৩.৯ ছটাক (প্রায়)। iii. ১ একর = ৩ বিঘা। নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৪৯. |
মশিউর সাহেব ৩৬০ ইঞ্চি কাপড় কিনলেন। তিনি কত গজ কাপড় কিনলেন? |
Ο ক) |
৬ গজ |
Ο খ) |
১০ গজ |
Ο গ) |
৩৬ গজ |
Ο ঘ) |
৩৬০০ গজ |
সঠিক উত্তর: (খ)
৫০. |
৫০ মিলিমিটার = কত সেন্টিমিটার? |
Ο ক) |
১ সেন্টিমিটার |
Ο খ) |
৫ সেন্টিমিটার |
Ο গ) |
১০ সেন্টিমিটার |
Ο ঘ) |
১০০ সেন্টিমিটার |
সঠিক উত্তর: (খ)
৫১. |
১ মগ পানি = ৫ ডেসিলিটার হলে, ৪ মগ পানি সমান কত লিটার? |
Ο ক) |
১ |
Ο খ) |
২ |
Ο গ) |
৩ |
Ο ঘ) |
৪ |
সঠিক উত্তর: (খ)
৫২. |
১ সেন্টিগ্রাম = কত মিলিগ্রাম? |
Ο ক) |
১ মিলিগ্রাম |
Ο খ) |
১০ মিলিগ্রাম |
Ο গ) |
১০০ মিলিগ্রাম |
Ο ঘ) |
১০০০ মিলিগ্রাম |
সঠিক উত্তর: (খ)
৫৩. |
একটি জমির ক্ষেত্রফল ২ এয়র। মিটারে প্রকাশ করলে তা কত বর্গ মিটার হবে? |
Ο ক) |
১৫০ |
Ο খ) |
২০০ |
Ο গ) |
২৫০ |
Ο ঘ) |
৩০০ |
সঠিক উত্তর: (খ)
৫৪. |
দৈর্ঘ্য পরিমাপের জন্য একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে কত একক ধরা হয়? |
Ο ক) |
১ একক |
Ο খ) |
১ একক |
Ο গ) |
১০ একক |
Ο ঘ) |
১০০০ একক |
সঠিক উত্তর: (খ)
৫৫. |
কোন পদ্ধতিতে ওজন পরিমাপের একক গ্রাম? |
Ο ক) |
বৃটিশ পদ্ধতি |
Ο খ) |
মেট্রিক পদ্ধতি |
Ο গ) |
ভগ্নাংশ পদ্ধতি |
Ο ঘ) |
গুণন পদ্ধতি |
সঠিক উত্তর: (খ)
৫৬. |
৩ স্টেয়র আয়তন বিশিষ্ট একটি চৌবাচ্চায় কত লিটার পানি ধরবে? |
Ο ক) |
১০০০ |
Ο খ) |
১৫০০ |
Ο গ) |
২০০০ |
Ο ঘ) |
৩০০০ |
সঠিক উত্তর: (ঘ)
৫৭. |
৮ ফার্লং = কত মাইল? |
Ο ক) |
১ মাইল |
Ο খ) |
২ মাইল |
Ο গ) |
৮০ মাইল |
Ο ঘ) |
৮০০ গজ |
সঠিক উত্তর: (ক)
৫৮. |
১ মিটার = কত সেন্টিমিটার? |
Ο ক) |
১০ সেন্টিমিটার |
Ο খ) |
১০০ সেন্টিমিটার |
Ο গ) |
১০০০ মিলিমিটির |
Ο ঘ) |
১০০০ মিলিমিটার |
সঠিক উত্তর: (ঘ)
৫৯. |
১ ঘনমিটার আয়তন বিশিষ্ট বাক্সের ভূমির দৈর্ঘ্য ০.৫ মিটার, প্রস্থ ০.৫ মিটার হলে উচ্চতা কত মিটার? |
Ο ক) |
১ |
Ο খ) |
২ |
Ο গ) |
৩ |
Ο ঘ) |
৪ |
সঠিক উত্তর: (ঘ)
৬০. |
৫ মিটার ৩০ সেন্টিমিটারে কত মিলিমিটিার? |
Ο ক) |
৫.৩ মিলিমিটার |
Ο খ) |
৫৩.০০ মিলিমিটার |
Ο গ) |
৫৩০ মিলিমিটার |
Ο ঘ) |
৫৩০০ মিলিমিটার |
সঠিক উত্তর: (ঘ)
৬১. |
দশমিক সংখ্যার কোনো অঙ্কের স্থানীয় মান এর অব্যবহিত বাম অঙ্কের স্থানীয় মানের- |
Ο ক) |
দশ গুণ |
Ο খ) |
দ্বিগুণ |
Ο গ) |
দুই ভাগের এক ভাগ |
Ο ঘ) |
দশ ভাগের এক ভাগ |
সঠিক উত্তর: (ঘ)
৬২. |
নিচের মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককগুলির মধ্যে কোন এককটি বড় ? |
Ο ক) |
সেন্টিমিটার |
Ο খ) |
হেক্টোমিটার/ |
Ο গ) |
মিটার |
Ο ঘ) |
কিলোমিটার |
সঠিক উত্তর: (ঘ)
৬৩. |
অল্প আয়তনের তরল পদার্থের পরিমাপে কোন একক ব্যবহার করা হয়? |
Ο ক) |
লিটার |
Ο খ) |
কিলোলিটার |
Ο গ) |
গ্রাম |
Ο ঘ) |
হেক্টোলিটার |
সঠিক উত্তর: (ক)
৬৪. |
২.৫ মিটার পরিধির কোন চাকাকে ২৫ মিটার যেতে কত বার ঘুরতে হবে? |
Ο ক) |
৬ |
Ο খ) |
৮ |
Ο গ) |
১০ |
Ο ঘ) |
১২ |
সঠিক উত্তর: (গ)
৬৫. |
পরিমাপের জন্য বিভিন্ন দেশে কতটি একক রয়েছে? |
Ο ক) |
একটি |
Ο খ) |
বিভিন্ন |
Ο গ) |
অভিন্ন |
Ο ঘ) |
কোনো একক নেই |
সঠিক উত্তর: (খ)
৬৬. |
ওজন পরিমাপের জন্য জন্য� নির্দিষ্ট যে ওজনকে একক ধরা হয়, তাকে কি বলে? |
Ο ক) |
দৈর্ঘ্যের একক |
Ο খ) |
১ ভ্গ্নাংশের একক |
Ο গ) |
ওজনের একক |
Ο ঘ) |
ওজনের দ্বিগুণ |
সঠিক উত্তর: (গ)
৬৭. |
১ বিঘা = কত গন্ডা? |
Ο ক) |
৫৪০০ |
Ο খ) |
৬৪০০ |
Ο গ) |
৭৪০০ |
Ο ঘ) |
৯৪০০ |
সঠিক উত্তর: (খ)
৬৮. |
নিচের কোন এককটি বড়? |
Ο ক) |
হেক্টোমিটার |
Ο খ) |
ডেকামিটার |
Ο গ) |
মিটার |
Ο ঘ) |
ডেসিমিটার |
সঠিক উত্তর: (ক)
৬৯. |
একটি ৩৬ মিটার পরিসীমাবিশিষ্ট বর্গক্ষেত্র ভেঙ্গে গিয়ে চারটি বর্গক্ষেত্র হল। প্রতিটির পরিসীমা কত মিটার? |
Ο ক) |
৯ |
Ο খ) |
১০ |
Ο গ) |
১১ |
Ο ঘ) |
১২ |
সঠিক উত্তর: (ক)
৭০. |
১ ফুট = কত ইঞ্চি |
Ο ক) |
২ ইঞ্চি |
Ο খ) |
১০ ইঞ্চি |
Ο গ) |
১২ ইঞ্চি |
Ο ঘ) |
১০০ ইঞ্চি |
সঠিক উত্তর: (গ)
৭১. |
৮ সেন্টিমিটারে কত মিলিমিটার? |
Ο ক) |
১ মিলিমিটার |
Ο খ) |
১৮ মিলিমিটার |
Ο গ) |
৮০ মিরিমিটার |
Ο ঘ) |
৮০০ মিটার |
সঠিক উত্তর: (গ)
৭২. |
১ হেক্টেমিটারে কত ডেকামিটার? |
Ο ক) |
১ ডেকামিটার |
Ο খ) |
৫ ডেকামিটার |
Ο গ) |
১০ ডেকামিটার |
Ο ঘ) |
১০০ ডেকামিটার |
সঠিক উত্তর: (গ)
৭৩. |
১ ডেকামিটারে কত মিটার? |
Ο ক) |
৫ মিটার |
Ο খ) |
১০০ মিটার |
Ο গ) |
১০ মিটার |
Ο ঘ) |
১০০০ মিটার |
সঠিক উত্তর: (গ)
৭৪. |
৮ মিটারে কত সেন্টিমিটার? |
Ο ক) |
১৮ সেন্টিমিটার |
Ο খ) |
৮০ সেন্টিমিটার |
Ο গ) |
৮০০ সেন্টিমিটার |
Ο ঘ) |
৮০০০ সেন্টিমিটার |
সঠিক উত্তর: (গ)
৭৫. |
একটি কানের দুলের ওজন ২ গ্রাম। দুলটির ওজন মিলিগ্রামে কত হবে? |
Ο ক) |
১০০ |
Ο খ) |
১০০০ |
Ο গ) |
২০০০ |
Ο ঘ) |
১০০০০ |
সঠিক উত্তর: (গ)
৭৬. |
১৫ বর্গ মাইলে কত বিঘা? |
Ο ক) |
২৭৪০ |
Ο খ) |
২৯০০০ |
Ο গ) |
২৮০০০ |
Ο ঘ) |
২৯০৪০ |
সঠিক উত্তর: (ঘ)
৭৭. |
১০ কিলোমিটারে কত মিটার? |
Ο ক) |
১ মিটার |
Ο খ) |
১০ মিটার |
Ο গ) |
১০০০ মিটার |
Ο ঘ) |
১০০০০ মিটার |
সঠিক উত্তর: (ঘ)
৭৮. |
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬ বর্গ ফুট হলে পরিসীমা কত গজ? |
Ο ক) |
৪.৩ |
Ο খ) |
৫.৩ |
Ο গ) |
৬.৩ |
Ο ঘ) |
৭.৩ |
সঠিক উত্তর: (খ)
৭৯. |
আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ২.৫ গুণ এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল ১৬০ বর্গ মি. হলে দৈর্ঘ্য কত মিটার? |
Ο ক) |
১৬ |
Ο খ) |
১৮ |
Ο গ) |
২০ |
Ο ঘ) |
২২ |
সঠিক উত্তর: (গ)
৮০. |
কোন পদ্ধতিতে তরল পদার্থের আয়তন লিটার? |
Ο ক) |
বৃটিশ পদ্ধতি |
Ο খ) |
ভগ্নাংশ পদ্ধতি |
Ο গ) |
মেট্রিক পদ্ধতি |
Ο ঘ) |
গুণন পদ্ধতি |
সঠিক উত্তর: (গ)
৮১. |
বেশি ওজনের বস্তুকে কোন এককে প্রকাশ করা হয়? |
Ο ক) |
মিলিগ্রাম |
Ο খ) |
গ্রাম |
Ο গ) |
কিলোগ্রাম (কে. জি.) |
Ο ঘ) |
সেন্টিগ্রাম |
সঠিক উত্তর: (গ)
৮২. |
একটি বাক্সের দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ১ মিটার হলে তার আয়তন কত ঘনমিটার? |
Ο ক) |
৪ |
Ο খ) |
৫ |
Ο গ) |
৬ |
Ο ঘ) |
৭ |
সঠিক উত্তর: (গ)
৮৩. |
দশমিক সংখ্যার কোনো অঙ্কের স্থানীয় মান এর অব্যবহিত ডান অঙ্কের স্থানীয় মানের- |
Ο ক) |
দ্বিগুণ |
Ο খ) |
দশ গুণ |
Ο গ) |
একশ গুণ |
Ο ঘ) |
দশ ভাগের এক ভাগ |
সঠিক উত্তর: (খ)
৮৪. |
৪ কিলোমিটারে কত মিটার? |
Ο ক) |
৪ মিটার |
Ο খ) |
১৪ মিটার |
Ο গ) |
৪০০ মিটার |
Ο ঘ) |
৪০০০ মিটার |
সঠিক উত্তর: (ঘ)
৮৫. |
বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য ক ব্যবহৃত হয়? |
Ο ক) |
ফিতা |
Ο খ) |
মাপচোঙ |
Ο গ) |
দাড়িপাল্লা |
Ο ঘ) |
ডিজিটাল পাল্লা |
সঠিক উত্তর: (ক)
৮৬. |
০.৫ ডেকামিটার = কত মিটার? |
Ο ক) |
৫ |
Ο খ) |
১০ |
Ο গ) |
১৫ |
Ο ঘ) |
২০ |
সঠিক উত্তর: (ক)
৮৭. |
গণনার জন্য কোন স্বাভাবিক সংখ্যাটি একক হিসেবে ধরা হয়? |
Ο ক) |
১ |
Ο খ) |
২ |
Ο গ) |
৩ |
Ο ঘ) |
৪ |
সঠিক উত্তর: (ক)
৮৮. |
২৫৪ সে.মি. সমান কত ইঞ্জি? |
Ο ক) |
২০০ |
Ο খ) |
১৫০ |
Ο গ) |
১৫৪ |
Ο ঘ) |
১০০ |
সঠিক উত্তর: (ঘ)
৮৯. |
১ গ্রামে কত ডেসিগ্রাম? |
Ο ক) |
১০ ডেসিগ্রাম |
Ο খ) |
১০০ ডেসিগ্রাম |
Ο গ) |
২১০ ডেসিগ্রাম |
Ο ঘ) |
১০০০ ডেসিগ্রাম |
সঠিক উত্তর: (ক)
৯০. |
৫ মিটার ৬ ডেসিমিটার = কত ডেসিমিটার? |
Ο ক) |
৫৬ ডেসিমিটার |
Ο খ) |
৬৫ ডেসিমিটার |
Ο গ) |
৫৬০ ডেসিমিটার |
Ο ঘ) |
৫০৬ ডেসিমিটার |
সঠিক উত্তর: (ক)
৯১. |
দৈর্ঘ্য মাপার জন্য, ওজন মাপার জন্য ও তরল পদার্থের আয়তন বের করার জন্য কত ধরনের পরিমাপ পদ্ধতি রয়েছ? |
Ο ক) |
একটি |
Ο খ) |
দুইটি |
Ο গ) |
অভিন্ন |
Ο ঘ) |
ভিন্ন ভিন্ন |
সঠিক উত্তর: (ঘ)
৯২. |
মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের একক কি? |
Ο ক) |
গ্রাম |
Ο খ) |
সেন্টিগ্রাম |
Ο গ) |
কিলোগ্রাম |
Ο ঘ) |
মিটার |
সঠিক উত্তর: (ক)
৯৩. |
বেশি আয়তনের তরল পদার্থের পরিমাপে কোন একক ব্যবহগার করা হয়? |
Ο ক) |
মিলিলিটার |
Ο খ) |
সেন্টিলিটার |
Ο গ) |
লিটার |
Ο ঘ) |
কিলোলিটার |
সঠিক উত্তর: (ঘ)
৯৪. |
একটি ত্রিভুজের ভূমি ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার হরে ক্ষেত্রফল কত বর্গ. মিটার? |
Ο ক) |
৬ |
Ο খ) |
৮ |
Ο গ) |
১০ |
Ο ঘ) |
১২ |
সঠিক উত্তর: (ক)
৯৫. |
মেট্রিক পদ্ধতিতে তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি? |
Ο ক) |
মিটার |
Ο খ) |
লিটার |
Ο গ) |
কিলোমিটার |
Ο ঘ) |
গ্রাম |
সঠিক উত্তর: (খ)
৯৬. |
ল্যাটিন ভাষায় সেন্টি অর্থ কি? |
Ο ক) |
১০ গুণ |
Ο খ) |
১০০ গুণ |
Ο গ) |
শতাংশ |
Ο ঘ) |
সহস্রাংশ |
সঠিক উত্তর: (গ)
৯৭. |
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার ও দৈর্ঘ্য ৩৬ মিটার হলে প্রস্থ কত মিটার? |
Ο ক) |
২৫ |
Ο খ) |
২৬ |
Ο গ) |
২৭ |
Ο ঘ) |
২৮ |
সঠিক উত্তর: (ক)
নিচের তথ্যের আলোকে তিনটি প্রশ্নের উত্তর দাও: একটি তামার পাতের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৪ মিটার ও ৩ মিটার। |
৯৮. |
পাতের ক্ষেত্রফল কত বর্গমিটার? |
Ο ক) |
৬ |
Ο খ) |
৭ |
Ο গ) |
১২ |
Ο ঘ) |
১৪ |
সঠিক উত্তর: (গ)
৯৯. |
পাতের পরিসীমা কত মিটার? |
Ο ক) |
৭ |
Ο খ) |
১২ |
Ο গ) |
১৪ |
Ο ঘ) |
২৪ |
সঠিক উত্তর: (গ)
১০০. |
পাতের কর্ণের দৈর্ঘ্য কত মিটার? |
Ο ক) |
৩ |
Ο খ) |
৫ |
Ο গ) |
৬ |
Ο ঘ) |
৭ |
সঠিক উত্তর: (খ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন