NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

জে.এস.সি || গণিত দ্বিতীয় অধ্যায় : মুনাফা


জে.এস.সি    ||    গণিত
দ্বিতীয় অধ্যায় : মুনাফা


১.
P = ১২০০ টাকা, r = 5% এবং n = ২ হলে A = ?
Ο ক) 
১০৮০ টাকা
Ο খ) 
২৪০০ টাকা
Ο গ) 
১৩২০ টাকা
Ο ঘ) 
৬০০০ টাকা

  সঠিক উত্তর: (গ)

২.
একটি সাইকেলের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ৪/৫ অংশের সমান হলে শতকরা ক্ষতি কত টাকা?
Ο ক) 
১৫
Ο খ) 
২০
Ο গ) 
৩০
Ο ঘ) 
৪০

  সঠিক উত্তর: (খ)

৩.
একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৪৬ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত ক্ষতি হবে?
Ο ক) 
৪%
Ο খ) 
৫%
Ο গ) 
৮%
Ο ঘ) 
১০%

  সঠিক উত্তর: (গ)

৪.
১২% মুনাফায় একটি মোবাইল ১৪০০ টাকায় বিক্রয় করা হলে মোবাইলটির ক্রয়মূল্য কত?
Ο ক) 
১৫৮০ টাকা
Ο খ) 
১২৫০ টাকা
Ο গ) 
১৮০০ টাকা
Ο ঘ) 
১৫০০ টাকা

  সঠিক উত্তর: (খ)

৫.
১৬% মুনাফায় কত বছরে মুনাফা আসলের চারগুণ হবে?
Ο ক) 
১৫
Ο খ) 
২০
Ο গ) 
২৫
Ο ঘ) 
৩০

  সঠিক উত্তর: (গ)

৬.
১০% মুনাফায় কত বছরে P টাকা মুনাফা-আসলে দ্বিগুণ হবে?
Ο ক) 

Ο খ) 
১০
Ο গ) 
২০
Ο ঘ) 
২৫

  সঠিক উত্তর: (খ)

৭.
একটি ঘড়ি ৮% লাভে ১০৮ টাকা বিক্রি করা হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
Ο ক) 
৯২ টাকা
Ο খ) 
১০৮ টাকা
Ο গ) 
১০০ টাকা
Ο ঘ) 
১৬ টাকা

  সঠিক উত্তর: (গ)

৮.
বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৯.
ক্রয়মূল্য C টাকা এবং বিক্রয়মূল্য P টাকা হলে মুনাফা নিচের কোনটি?
Ο ক) 
C - P
Ο খ) 
P - C
Ο গ) 
C x P
Ο ঘ) 
P/C

  সঠিক উত্তর: (খ)

১০.
বার্ষিক ১২% মুনাফায় ১০০০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
Ο ক) 
৪৮০০ টাকা
Ο খ) 
৪৫০০ টাকা
Ο গ) 
৪০০০ টাক
Ο ঘ) 
১৫০০ টাকা

  সঠিক উত্তর: (ক)

১১.
১২% সরল মুনাফায় ৩০০ টাকার ৫ বছরের মুনাফা কত টাকা?
Ο ক) 
৬০
Ο খ) 
৭৫
Ο গ) 
 ৮০
Ο ঘ) 
১৮০

  সঠিক উত্তর: (ঘ)

১২.
মুনাফা - আসল A, মূলধন P এবং মুনাফা I হলে নিচের কোনটি সঠিক?
Ο ক) 
A = P -I
Ο খ) 
A = p/I
Ο গ) 
A = P x I
Ο ঘ) 
A = P + I

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
মুনাফা-আসল ৫০০ টাকা এবং মুনাফা ৫০ টাকা হলে আসল কত?
Ο ক) 
৫৫০ টাকা
Ο খ) 
১০ টাকা
Ο গ) 
৪৫০ টাকা
Ο ঘ) 
২৫০০ টাকা

  সঠিক উত্তর: (গ)

১৪.
বার্ষিক শতকরা মুনাফার হার কত টাকা হলে, ১০ বছরে মুনাফা আসলের অর্ধেক হবে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৫.
মুনাফা I, মূলধন p, সুদের হার r এবং সময় n হলে নিচের কোনটি সঠিক?
Ο ক) 
A = Pn/r
Ο খ) 
I = Pnr
Ο গ) 
P = Inr
Ο ঘ) 
r = Pn/I

  সঠিক উত্তর: (খ)

১৬.
বার্ষিক শতকরা মুনাফা কত হলে ১৮০০ টাকার ৩ বছরে মুনাফা- আসলে ২৫০০ টাকা হবে?
Ο ক) 
১১%
Ο খ) 
১০.৫%
Ο গ) 
১২.৯৬%
Ο ঘ) 
১২%

  সঠিক উত্তর: (গ)

১৭.
৯০ টাকার ৩০% = কত?
Ο ক) 
২৭ টাকা
Ο খ) 
৩ টাকা
Ο গ) 
১০ টাকা
Ο ঘ) 
১/৩ টাকা

  সঠিক উত্তর: (ক)

১৮.
একটি দ্রব্য ১০০ টাকায় ক্রয় করে ১০% মুনাফায় বিক্রয় করা হলে বিক্রয়মূল্য কত হবে?
Ο ক) 
৯০ টাকা
Ο খ) 
১১০ টাকা
Ο গ) 
১০০ টাকা
Ο ঘ) 
১০ টাকা

  সঠিক উত্তর: (খ)

১৯.
বার্ষিক মুনাফা শতকরা ১২ টাকা থেকে কমে ১০ টাকা হলে, ৪০০০ টাকার ৪ মুনাফা কত টাকা কম হবে?
Ο ক) 
৩০০
Ο খ) 
৩২০
Ο গ) 
৩৫০
Ο ঘ) 
৪০০

  সঠিক উত্তর: (খ)

২০.
বার্ষিক ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকা ১ বছরের মুনাফা কত টাকা?
Ο ক) 
৫০০
Ο খ) 
৫২৫০
Ο গ) 
৫৫০০
Ο ঘ) 
৬৫০০

  সঠিক উত্তর: (ক)

২১.
শুধু মুনাফা বলতে নিচের কোনটিকে বুঝায়?
Ο ক) 
সরল মুনাফা
Ο খ) 
চক্রবৃদ্ধি মূনাফা
Ο গ) 
প্রবৃদ্ধি
Ο ঘ) 
সঞ্চয়

  সঠিক উত্তর: (ক)

২২.
বার্ষিক শতকরা ৮ টাকা হার মুনাফায় ৬২৫ টাকার ১ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত টাকা?
Ο ক) 
৬৫০
Ο খ) 
৬৭৫
Ο গ) 
৬৮৫
Ο ঘ) 
৭৭৬

  সঠিক উত্তর: (খ)

২৩.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ২৫ টাকার ৪% সমান ১ টাকা
ii. ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯০ টাকা
iii. ২০% লাভে বিক্রয়মূল্য ১১০ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৪.
শতকরা বার্ষিক ৩ টাকা হার মুনাফায় ৩৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?
Ο ক) 
৪৯ টাকা
Ο খ) 
৪৭ টাকা
Ο গ) 
৪২ টাকা
Ο ঘ) 
৫০ টাকা

  সঠিক উত্তর: (গ)

২৫.
একজন ব্যবসায়ী এক বাক্স আপেল ১১৩৫ টাকায় বিক্রয় করায় ১৮৫ টাকা লাভ হলে, তার ক্রয়মূল্য কত টাকা?
Ο ক) 
৯৫০
Ο খ) 
১০৫০
Ο গ) 
১২২০
Ο ঘ) 
১৩২০

  সঠিক উত্তর: (ক)

২৬.
জুয়েল মিষ্টির দোকান থেকে ২৫০ টাকা দরে ২ কেজি সন্দেশ ক্রয় করলো। ভ্যাট ৪% হলে দোকানদারকে মোট কত টাকা দিবে?
Ο ক) 
৪২০
Ο খ) 
৫০০
Ο গ) 
৫২০
Ο ঘ) 
৬০০

  সঠিক উত্তর: (গ)

২৭.
মুনাফার হার শতকরা কত হলে, কোনো আসল ১৬ বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে?
Ο ক) 
১০.৫
Ο খ) 
১১.৫
Ο গ) 
১২.৫
Ο ঘ) 
১৪.৫

  সঠিক উত্তর: (গ)

২৮.
১০% সরল মুনাফায় ২০০০ টাকা আমানত রাখলে-
i. ১ বছরের মুনাফা ২০০ টাকা।
ii. ৫ বছরের মুনাফা ৪০ টাকা।
iii. ৫ বছরের মুনাফা-আসলে ৩০০০ টাকা হয়।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২৯.
একটি ইউনিয়নে বর্তমান জনসংখ্যা ২০,০০০ জন এবং জনসংখ্যা বৃদ্ধির হার হাজারে ২০ জন হলে ২ বছর পর জনসংখ্যা কত জন হবে?
Ο ক) 
২০০৮০
Ο খ) 
২০৮০০
Ο গ) 
২০৮০৮
Ο ঘ) 
২০৮১৮

  সঠিক উত্তর: (গ)

৩০.
৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় ‘করলে শতকরা কত লাভ হবে?
Ο ক) 
২০
Ο খ) 
২৫
Ο গ) 
৩০
Ο ঘ) 
৪০

  সঠিক উত্তর: (ক)

৩১.
ক্ষতি = ?
Ο ক) 
বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
Ο খ) 
ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
Ο গ) 
বিক্রয়মূল্য + ক্রয়মূল্য
Ο ঘ) 
ক্রয়মূল্য / বিক্রয়মূল্য

  সঠিক উত্তর: (খ)

৩২.
১২০০ এর ১০% কত?
Ο ক) 
১০০
Ο খ) 
১২০
Ο গ) 
১৩০
Ο ঘ) 
১৪০

  সঠিক উত্তর: (খ)

৩৩.
কোন নির্দিষ্ট সময়ের মুনাফা-আসল ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ২/৫ অংশ হলে আসল কত টাকা?
Ο ক) 
৩০০০
Ο খ) 
৩৫০০
Ο গ) 
৪০০০
Ο ঘ) 
৫০০০

  সঠিক উত্তর: (গ)

৩৪.
একটি দ্রব্যের ক্রয় মূল্য ৫০ টাকা ও বিক্রয়মূল্য ৬০ টাকা হলে-
i. ক্ষতি ১০ টাকা।
ii. লাভ ১০ টাকা।
iii. শতকরা লাভ ২০ টাকা।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩৫.
৫০০ টাকার ১০% মুনাফায় বার্ষিক-
i. সরল মুনাফা ৫০ টাকা।
ii. চক্রবৃদ্ধি মুনাফা ৬০ টাকা।
iii. সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা সমান।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩৬.
৫% হার মুনাফায় ৪ বছরের মুনাফায় ৪০ টাকা হলে মূলধন কত?
Ο ক) 
১০০ টাকা
Ο খ) 
১৬০ টাকা
Ο গ) 
২০০ টাকা
Ο ঘ) 
১৮০ টাকা

  সঠিক উত্তর: (গ)

৩৭.
৫% হার মুনাফায় ৭০০ টাকার ১ বছরের মুনাফা কত?
Ο ক) 
৩০ টাকা
Ο খ) 
১৪০ টাকা
Ο গ) 
৩৫ টাকা
Ο ঘ) 
২৫ টাকা

  সঠিক উত্তর: (গ)

৩৮.
৫০০ টাকার ১ বছরের মুনাফা ৭৫ টাকা হলে, মুনাফা শতকরা কত টাকা?
Ο ক) 

Ο খ) 
১০
Ο গ) 
১৫
Ο ঘ) 
২০

  সঠিক উত্তর: (গ)

৩৯.
রিয়াজ সাহেব ৭% মুনাফায় ২৮০০ টাকা ব্যাংকে রাখলে ৫ বছর পর তার মুনাফা কত হবে?
Ο ক) 
৮৮০ টাকা
Ο খ) 
৯৭০ টাকা
Ο গ) 
৯৯০ টাকা
Ο ঘ) 
৯৮০ টাকা

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
প্রতি হালি কমলার ক্রয়মূল্য ৭০ টাকা হলে, ১ ডজন কমলার ক্রয়মূল্য কত টাকা?
Ο ক) 
২১০
Ο খ) 
২১৩
Ο গ) 
২১৪
Ο ঘ) 
২১৫

  সঠিক উত্তর: (ক)

৪১.
১০০ টাকার ১ বছরের মুনাফাকে কী বলা হয়?
Ο ক) 
সমকাল
Ο খ) 
আসল
Ο গ) 
মুনাফা-আসল
Ο ঘ) 
মূনাফার হার

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
১০৫ ক্ষতিতে বিক্রয়মূল্য কত?
Ο ক) 
৯০ টাকা
Ο খ) 
১১০ টাকা
Ο গ) 
১০০ টাকা
Ο ঘ) 
১০ টাকা

  সঠিক উত্তর: (ক)

৪৩.
বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ১০০০ টাকার ৩ বছরের সবৃদ্ধি মূল কত টাকা?
Ο ক) 
৩০০
Ο খ) 
১০৩০
Ο গ) 
১৩০০
Ο ঘ) 
২৩০০

  সঠিক উত্তর: (গ)

৪৪.
মুনাফা বা ক্ষতি নির্ণয়ে ক্রয়মূল্য হিসেবে ধরা হয় কোনটিকে?
Ο ক) 
আনুষঙ্গিক খরচ
Ο খ) 
বিক্রয়মূল্য
Ο গ) 
ক্রয়কৃত মূল্য
Ο ঘ) 
লাভ

  সঠিক উত্তর: (খ)

৪৫.
১০% সরল মুনাফা ৮০০ টাকার কত বছরের মুনাফা ১৬০ টাকা হবে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৪৬.
একটি দ্রব্য ৬০০ টাকায় ক্রয় করে, ৬৬০ টাকায় করলে শতকরা কত টাকা লাভ হবে?
Ο ক) 

Ο খ) 
১০
Ο গ) 
১৫
Ο ঘ) 
৬০

  সঠিক উত্তর: (খ)

৪৭.
শতকরা বার্ষিক মুনাফার হার ১০.৫ টাকা হলে ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত?
Ο ক) 
১০৫০ টাকা
Ο খ) 
১১৫০ টাকা
Ο গ) 
১২৫০ টাকা
Ο ঘ) 
১০০০ টাকা

  সঠিক উত্তর: (ক)

৪৮.
একটি শার্ট ২৫০ টাকায় ক্র করে কত টাকায় বিক্রয় করলে ২০% মুনাফা হয়?
Ο ক) 
৩০০ টাকা
Ο খ) 
২৮০ টাকা
Ο গ) 
৩৫০ টাকা
Ο ঘ) 
৪০০ টাকা

  সঠিক উত্তর: (ক)

৪৯.
শতকরা বার্ষিক কত মুনাফায় ৫০০ টাকার ৫ বছরের মুনাফা ২৫০ টাকা হবে?
Ο ক) 
১০%
Ο খ) 
১৫%
Ο গ) 
১২%
Ο ঘ) 
৮%

  সঠিক উত্তর: (ক)

৫০.
শতকরা বার্ষিক ৬ টাকা মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত?
Ο ক) 
৬০ টাকা
Ο খ) 
১২০ টাকা
Ο গ) 
২০০ টাকা
Ο ঘ) 
২০৬ টাকা

  সঠিক উত্তর: (খ)

৫১.
মুনাফা-আসল =?
Ο ক) 
আসল + মুনাফা
Ο খ) 
আসল - মুনাফা
Ο গ) 
আসল x মুনাফা
Ο ঘ) 
আসল/মুনাফা

  সঠিক উত্তর: (ক)

৫২.
প্রতি বছর শুদু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয়, তাকে কী বলে?
Ο ক) 
সময়
Ο খ) 
মুনাফা-আসল
Ο গ) 
আসল
Ο ঘ) 
সরল মুনাফা

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
মুনাফা-ক্ষতির ক্ষেত্রে,
i. মুনাফা = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
ii. ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
iii. মুনাফা = বিক্রয়মূল্য + ক্রয়মূল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫৪.
চক্রবৃদ্ধি মূলধন ৭৮৭৩২ টাকা এবং প্রারম্ভিক মূলধন ৬২৫০০ টাকা হরে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা?
Ο ক) 
১৫৩২৩২
Ο খ) 
১৬২০০
Ο গ) 
১৬২৩২
Ο ঘ) 
১৬৩০০

  সঠিক উত্তর: (গ)

৫৫.
১০৫০ টাকার ৮% নিচের কোনটি?
Ο ক) 
৮০ টাকা
Ο খ) 
৮২ টাকা
Ο গ) 
৮৪ টাকা
Ο ঘ) 
৮৬ টাকা

  সঠিক উত্তর: (গ)

৫৬.
বার্ষিক ১০% মুনাফায় ১০০ টাকায়-
i. ১ম বছরান্তে সরল মুনাফা ১০ টাকা।
ii. ২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ১২১ টাকা
iii. ২য বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য ১ টাকা।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
মুনাফা = ?
Ο ক) 
বিক্রয়মূল্য / ক্রয়মূল্য
Ο খ) 
বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
Ο গ) 
ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
Ο ঘ) 
বিক্রয়মূল্য + ক্রয়মূল্য

  সঠিক উত্তর: (খ)

৫৮.
একটি বইয়ের ক্রয়মূল্য ১২৫ টাকা এবং বিক্রয়মূল্য ১৩৫ টাকা হলে লাভ কত?
Ο ক) 
১০ টাকা
Ο খ) 
৩৫ টাকা
Ο গ) 
২৫ টাকা
Ο ঘ) 
১০০ টাকা

  সঠিক উত্তর: (ক)

৫৯.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. I = Pnr
ii. A = P -I
iii. লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬০.
একটি চেয়ারের ক্রয়মূল্য ৫৮০ টাকা এবং বিক্রয়মূল্য ৫৭০ টাকা হলে, কত টাকা ক্ষতি হবে?
Ο ক) 
৫ টাকা
Ο খ) 
১০ টাকা
Ο গ) 
৫০ টাকা
Ο ঘ) 
১৫০ টাকা

  সঠিক উত্তর: (খ)

৬১.
১০.৫% মুনাফায় ২০০০ টাকার ৫ বছরে মুনাফা-আসল কত টাকা হবে?
Ο ক) 
২৮০০
Ο খ) 
৩০০০
Ο গ) 
৩০৫০
Ο ঘ) 
৩২৫০

  সঠিক উত্তর: (গ)

৬২.
শতকরা শব্দের অর্থ কী?
Ο ক) 
প্রতি হাজারে
Ο খ) 
প্রতি শতে
Ο গ) 
প্রতি দুইশতে
Ο ঘ) 
হাজার প্রতি

  সঠিক উত্তর: (খ)

৬৩.
আসল ৪০০০ টাকা এবং মুনাফা ২৮০ টাকা হলে, মুনাফা-আসল কত?
Ο ক) 
৪৩৭২০ টাকা
Ο খ) 
৩৮২০ টাকা
Ο গ) 
৪২০০ টাকা
Ο ঘ) 
৪২৮০ টাকা

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
একটি দ্রব্য ৭০০ টকায় ক্রয় করে ৮০ টাকা লাভে বিক্রয় করলে দ্রব্যটির বিক্রয়মূল্য কত টাকা?
Ο ক) 
৬২০
Ο খ) 
৮৯০
Ο গ) 
৭৮০
Ο ঘ) 
৮৮০

  সঠিক উত্তর: (গ)

৬৫.
কিছু আম ৮৪০ টাকায় ক্র করে ৮২০ টাকায় বিক্রয় করলে-
Ο ক) 
২০ টাকা রাভ হবে
Ο খ) 
২০ টাকা ক্ষতি হবে
Ο গ) 
৮২০ টাকা লাভ হবে
Ο ঘ) 
৮৪০ টাকা ক্ষতি হবে

  সঠিক উত্তর: (খ)

৬৬.
বার্ষিক ১২% মুনাফা কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
Ο ক) 
৬ বছর
Ο খ) 
৪ বছর
Ο গ) 
৮ বছর
Ο ঘ) 
৯ বছর

  সঠিক উত্তর: (খ)

৬৭.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. A = P + I
ii. n =I/Pr
iii. ক্ষতি = বিক্রয়মূল্য>ক্রয়মূল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬৮.
৫% হার মুনাফায় কত বছরে ৫০০০ টাকার মুনাফা ২৫০ টাকা হবে?
Ο ক) 
১ বছর
Ο খ) 
২ বছর
Ο গ) 
৩ বছর
Ο ঘ) 
৪ বছর

  সঠিক উত্তর: (ক)

৬৯.
২০০০ এর ৯% = কত?
Ο ক) 

Ο খ) 
১৮
Ο গ) 
১৮০
Ο ঘ) 
২০০৯

  সঠিক উত্তর: (গ)

৭০.
২০০০ টাকা ক্রয় করে কোনো দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ২০% মুনাফা হবে?
Ο ক) 
২৫০০ টাকা
Ο খ) 
২২০০ টাকা
Ο গ) 
২৪০০ টাকা
Ο ঘ) 
৩০০০ টাকা

  সঠিক উত্তর: (গ)

৭১.
১০% চক্রবৃদ্ধি মুনাফা ৩০০০ টাকায় ২ বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন = কত?
Ο ক) 
২০০০(১ + ১০%)
Ο খ) 
৩০০০(১ + ১০%)
Ο গ) 
৩০০০ (১ + ১০%)
Ο ঘ) 
৪০০০(১ + ১০%)

  সঠিক উত্তর: (গ)

৭২.
মুনাফার হার ১০% হলে, ৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা?
Ο ক) 
১০০
Ο খ) 
১০৫
Ο গ) 
৬০০
Ο ঘ) 
৬০৫

  সঠিক উত্তর: (খ)

৭৩.
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
Ο ক) 
১০%
Ο খ) 
১৫%
Ο গ) 
১২%
Ο ঘ) 
৮%

  সঠিক উত্তর: (ক)

৭৪.
নিচের সূত্রগুলো লক্ষ করা:
i. I = Pnr
ii. A = P + I
iii. A = P(I + m)
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
কোনো পণ্যের প্রকৃত খরচ নির্ধারণে আনুষঙ্গিক খরচের সাথে পণ্যের ক্রয়মূল্য কী করতে হয়?
Ο ক) 
যোগ
Ο খ) 
বিয়োগ
Ο গ) 
গুণ
Ο ঘ) 
ভাগ

  সঠিক উত্তর: (ক)

৭৬.
বিনিয়োগ কি?
Ο ক) 
দোকান ভাড়া
Ο খ) 
পরিবহন খরচ
Ο গ) 
প্রকৃত খরচ
Ο ঘ) 
আনুষঙ্গিক খরচ

  সঠিক উত্তর: (গ)

৭৭.
মুনাফার হার ৫% হলে ২০০ টাকায়-
i. মুনাফা ১০ টাকা।
ii. মুনাফা-আসল ২১০ টাকা।
iii. মুনাফা-আসল ও আসলের পার্থক্য মুনাফার সমান।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
৫% মুনাফায় ৫০০ টাকার ২ বছরের মুনাফা-আসল কত হবে?
Ο ক) 
২৫০ টাকা
Ο খ) 
৫৫০ টাকা
Ο গ) 
৩০০ টাকা
Ο ঘ) 
৬০০ টাকা

  সঠিক উত্তর: (খ)

৭৯.
একটি পণ্য ৪২০ টাকায় বিক্রয় করায় ৫% লাভ হলো। পণ্যটির ক্রয়মূল্য কত?
Ο ক) 
২৪০ টাকা
Ο খ) 
৪০০ টাকা
Ο গ) 
৪১০ টাকা
Ο ঘ) 
৪৪১ টাকা

  সঠিক উত্তর: (খ)

৮০.
২০% বার্ষিক মুনাফায় কত টাকা জমা রাখলে ১ বছর পর মুনাফাসহ ৩৬০ টাকা হবে?
Ο ক) 
২০০
Ο খ) 
২৫০
Ο গ) 
৩০০
Ο ঘ) 
৩৫০

  সঠিক উত্তর: (গ)

৮১.
একটি মুরগি ২০০ টাকায় ক্র করে ২৩০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে?
Ο ক) 
১৫ টাকা লাভ
Ο খ) 
১৫ টাকা ক্ষতি
Ο গ) 
৩০ টাকা লাভ
Ο ঘ) 
৩০ টাকা ক্ষতি

  সঠিক উত্তর: (গ)

৮২.
সুশীল কুমার বার্ষিক ১০% মুনাফায় ব্যাংকে ৩০০০ টাকা জমা রাখলেন। ১ম বছরান্তে তার চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা?
Ο ক) 
৩২০
Ο খ) 
৩১০
Ο গ) 
৩০০
Ο ঘ) 
২৮০

  সঠিক উত্তর: (গ)

৮৩.
একজন দোকানদার প্রতিটি ডিম ১০ টাকায় ক্রয় করে, ১ ডজন ডিম ১১৫ টাকায় বিক্রয় করলে, তার কত টাকা ক্ষতি হবে?
Ο ক) 

Ο খ) 
১০
Ο গ) 
১৫
Ο ঘ) 
২০

  সঠিক উত্তর: (ক)

৮৪.
মুনাফার হার ২% বৃদ্ধি পাওয়ায় ৪ বছরে ১২৮ টাকা বাড়ে। মূলধন কত টাকা?
Ο ক) 
১৪০০
Ο খ) 
১৬০০
Ο গ) 
১৮০০
Ο ঘ) 
২২০০

  সঠিক উত্তর: (খ)

৮৫.
শতকরা বার্ষিক ৮ টাকা মুনাফায় ৪০০ টাকার ৩ বছরের মুনাফা কত?
Ο ক) 
২৪ টাকা
Ο খ) 
৩২ টাকা
Ο গ) 
৯৬ টাকা
Ο ঘ) 
১০৮ টাকা

  সঠিক উত্তর: (গ)

৮৬.
যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয়, তা হচ্ছে-
Ο ক) 
মুনাফা
Ο খ) 
মুনাফার হার
Ο গ) 
সময়কাল
Ο ঘ) 
আসল

  সঠিক উত্তর: (গ)

৮৭.
৫% হার মুনাফায় ১০০ টাকার ৩ বছরের মুনাফা কত?
Ο ক) 
১২ টাকা
Ο খ) 
১৫ টাকা
Ο গ) 
২০ টাকা
Ο ঘ) 
১০ টাকা

  সঠিক উত্তর: (খ)

৮৮.
শতকরা বার্ষিক ৪% মুনাফায় কত টাকা ১০ বছরের মুনাফা-আসলে ৪৯০ টাকা হবে?
Ο ক) 
৩০০ টাকা
Ο খ) 
৩৫০ টাকা
Ο গ) 
১৪০ টাকা
Ο ঘ) 
৩২০ টাকা

  সঠিক উত্তর: (খ)

৮৯.
মুনাফা বা ক্ষতি নিচের কোনটি উপর নির্ভর করে?
Ο ক) 
ক্রয়মূল্য
Ο খ) 
বিক্রয়মূল্য
Ο গ) 
আনুষঙ্গিক খরচ
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ক)

৯০.
বিক্রয়মূল্য< ক্রয়মূল্য হলে নিচের কোনটি ঘটে?
Ο ক) 
মুনাফা
Ο খ) 
ক্ষতি
Ο গ) 
সমান সমান
Ο ঘ) 
ঋণ

  সঠিক উত্তর: (খ)

৯১.
একই হারে আরও ২ বছর পর মোট মুনাফা কত টাকা?
Ο ক) 
৩৪০০
Ο খ) 
৩২০০
Ο গ) 
৩২০০
Ο ঘ) 
৩০০০

  সঠিক উত্তর: (ক)

৯২.
১০০ টাকার ৪০% = কত টাকা?
Ο ক) 
১০ টাকা
Ο খ) 
৪০ টাকা
Ο গ) 
১০০ টাকা
Ο ঘ) 
১৪০ টাকা

  সঠিক উত্তর: (খ)

৯৩.
একটি প্যান্ট ৪০০ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
Ο ক) 
৩৭৫ টাকা
Ο খ) 
৪২৫ টাকা
Ο গ) 
৪২৯ টাকা
Ο ঘ) 
৫০০ টাকা

  সঠিক উত্তর: (ঘ)

৯৪.
শতকরা কত মুনাফায় ৬০০ টাকার ১ বছরের মুনাফা ৩০ টাকা হবে?
Ο ক) 
৩%
Ο খ) 
৪%
Ο গ) 
৫%
Ο ঘ) 
৬%

  সঠিক উত্তর: (গ)

৯৫.
একটি শার্ট ১৫% ক্ষতিতে ৮৫০ টাকায় বিক্রয় করা হলো। ক্রয়মূল্য কত?
Ο ক) 
১০০০ টাকা
Ο খ) 
৮০০ টাকা
Ο গ) 
১২৫০ টাকা
Ο ঘ) 
১১০০ টাকা

  সঠিক উত্তর: (ক)

৯৬.
বার্ষিক ১০% সরল মুনাফায় ১২০০ টাকার ৪ বছরের সরল মুনাফা কত?
Ο ক) 
১২০ টাকা
Ο খ) 
২৪০ টাকা
Ο গ) 
৩৬০ টাকা
Ο ঘ) 
৪৮০ টাকা

  সঠিক উত্তর: (ঘ)

নিচের তথ্যের আলোকে চারটি প্রশ্নের উত্তর দাও:
কোনো আমানতকারী ১০০০ টাকা ব্যাংকে জমা রাখেন এবং ব্যাংক তাকে চক্রবৃদ্ধি মুনাফায় বার্ষিক ১২% মুনাফা দেয়।
৯৭.
১ বছর পর তার মুনাফা কত টাকা হবে?
Ο ক) 
১২০
Ο খ) 
১০০
Ο গ) 
৯০
Ο ঘ) 
৮০

  সঠিক উত্তর: (ক)

৯৮.
১ বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত টাকা?
Ο ক) 
১০০০
Ο খ) 
১০২০
Ο গ) 
১১০০
Ο ঘ) 
১১২০

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
২য় বছরে তার চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে?
Ο ক) 
১১০.৪০
Ο খ) 
১২০.৪০
Ο গ) 
১৩৪.৪০
Ο ঘ) 
১৪০.৪০

  সঠিক উত্তর: (গ)

১০০.
২য় বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত টাকা?
Ο ক) 
১১৫৪.৪০
Ο খ) 
১২৫৪.৪০
Ο গ) 
১৩০০.০০
Ο ঘ) 
১৩৪০.৪০

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...