জে.এস.সি ||
গণিত দ্বিতীয় অধ্যায় : মুনাফা |
১. |
P = ১২০০ টাকা, r = 5% এবং n = ২ হলে A = ? |
Ο ক) |
১০৮০ টাকা |
Ο খ) |
২৪০০ টাকা |
Ο গ) |
১৩২০ টাকা |
Ο ঘ) |
৬০০০ টাকা |
সঠিক উত্তর: (গ)
২. |
একটি সাইকেলের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ৪/৫ অংশের সমান হলে শতকরা ক্ষতি কত টাকা? |
Ο ক) |
১৫ |
Ο খ) |
২০ |
Ο গ) |
৩০ |
Ο ঘ) |
৪০ |
সঠিক উত্তর: (খ)
৩. |
একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৪৬ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত ক্ষতি হবে? |
Ο ক) |
৪% |
Ο খ) |
৫% |
Ο গ) |
৮% |
Ο ঘ) |
১০% |
সঠিক উত্তর: (গ)
৪. |
১২% মুনাফায় একটি মোবাইল ১৪০০ টাকায় বিক্রয় করা হলে মোবাইলটির ক্রয়মূল্য কত? |
Ο ক) |
১৫৮০ টাকা |
Ο খ) |
১২৫০ টাকা |
Ο গ) |
১৮০০ টাকা |
Ο ঘ) |
১৫০০ টাকা |
সঠিক উত্তর: (খ)
৫. |
১৬% মুনাফায় কত বছরে মুনাফা আসলের চারগুণ হবে? |
Ο ক) |
১৫ |
Ο খ) |
২০ |
Ο গ) |
২৫ |
Ο ঘ) |
৩০ |
সঠিক উত্তর: (গ)
৬. |
১০% মুনাফায় কত বছরে P টাকা মুনাফা-আসলে দ্বিগুণ হবে? |
Ο ক) |
৫ |
Ο খ) |
১০ |
Ο গ) |
২০ |
Ο ঘ) |
২৫ |
সঠিক উত্তর: (খ)
৭. |
একটি ঘড়ি ৮% লাভে ১০৮ টাকা বিক্রি করা হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত? |
Ο ক) |
৯২ টাকা |
Ο খ) |
১০৮ টাকা |
Ο গ) |
১০০ টাকা |
Ο ঘ) |
১৬ টাকা |
সঠিক উত্তর: (গ)
৮. |
বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে? |
Ο ক) |
২ |
Ο খ) |
৩ |
Ο গ) |
৪ |
Ο ঘ) |
৬ |
সঠিক উত্তর: (গ)
৯. |
ক্রয়মূল্য C টাকা এবং বিক্রয়মূল্য P টাকা হলে মুনাফা নিচের কোনটি? |
Ο ক) |
C - P |
Ο খ) |
P - C |
Ο গ) |
C x P |
Ο ঘ) |
P/C |
সঠিক উত্তর: (খ)
১০. |
বার্ষিক ১২% মুনাফায় ১০০০০ টাকার ৪ বছরের মুনাফা কত? |
Ο ক) |
৪৮০০ টাকা |
Ο খ) |
৪৫০০ টাকা |
Ο গ) |
৪০০০ টাক |
Ο ঘ) |
১৫০০ টাকা |
সঠিক উত্তর: (ক)
১১. |
১২% সরল মুনাফায় ৩০০ টাকার ৫ বছরের মুনাফা কত টাকা? |
Ο ক) |
৬০ |
Ο খ) |
৭৫ |
Ο গ) |
৮০ |
Ο ঘ) |
১৮০ |
সঠিক উত্তর: (ঘ)
১২. |
মুনাফা - আসল A, মূলধন P এবং মুনাফা I হলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
A = P -I |
Ο খ) |
A = p/I |
Ο গ) |
A = P x I |
Ο ঘ) |
A = P + I |
সঠিক উত্তর: (ঘ)
১৩. |
মুনাফা-আসল ৫০০ টাকা এবং মুনাফা ৫০ টাকা হলে আসল কত? |
Ο ক) |
৫৫০ টাকা |
Ο খ) |
১০ টাকা |
Ο গ) |
৪৫০ টাকা |
Ο ঘ) |
২৫০০ টাকা |
সঠিক উত্তর: (গ)
১৪. |
বার্ষিক শতকরা মুনাফার হার কত টাকা হলে, ১০ বছরে মুনাফা আসলের অর্ধেক হবে? |
Ο ক) |
৪ |
Ο খ) |
৫ |
Ο গ) |
৬ |
Ο ঘ) |
৭ |
সঠিক উত্তর: (খ)
১৫. |
মুনাফা I, মূলধন p, সুদের হার r এবং সময় n হলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
A = Pn/r |
Ο খ) |
I = Pnr |
Ο গ) |
P = Inr |
Ο ঘ) |
r = Pn/I |
সঠিক উত্তর: (খ)
১৬. |
বার্ষিক শতকরা মুনাফা কত হলে ১৮০০ টাকার ৩ বছরে মুনাফা- আসলে ২৫০০ টাকা হবে? |
Ο ক) |
১১% |
Ο খ) |
১০.৫% |
Ο গ) |
১২.৯৬% |
Ο ঘ) |
১২% |
সঠিক উত্তর: (গ)
১৭. |
৯০ টাকার ৩০% = কত? |
Ο ক) |
২৭ টাকা |
Ο খ) |
৩ টাকা |
Ο গ) |
১০ টাকা |
Ο ঘ) |
১/৩ টাকা |
সঠিক উত্তর: (ক)
১৮. |
একটি দ্রব্য ১০০ টাকায় ক্রয় করে ১০% মুনাফায় বিক্রয় করা হলে বিক্রয়মূল্য কত হবে? |
Ο ক) |
৯০ টাকা |
Ο খ) |
১১০ টাকা |
Ο গ) |
১০০ টাকা |
Ο ঘ) |
১০ টাকা |
সঠিক উত্তর: (খ)
১৯. |
বার্ষিক মুনাফা শতকরা ১২ টাকা থেকে কমে ১০ টাকা হলে, ৪০০০ টাকার ৪ মুনাফা কত টাকা কম হবে? |
Ο ক) |
৩০০ |
Ο খ) |
৩২০ |
Ο গ) |
৩৫০ |
Ο ঘ) |
৪০০ |
সঠিক উত্তর: (খ)
২০. |
বার্ষিক ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকা ১ বছরের মুনাফা কত টাকা? |
Ο ক) |
৫০০ |
Ο খ) |
৫২৫০ |
Ο গ) |
৫৫০০ |
Ο ঘ) |
৬৫০০ |
সঠিক উত্তর: (ক)
২১. |
শুধু মুনাফা বলতে নিচের কোনটিকে বুঝায়? |
Ο ক) |
সরল মুনাফা |
Ο খ) |
চক্রবৃদ্ধি মূনাফা |
Ο গ) |
প্রবৃদ্ধি |
Ο ঘ) |
সঞ্চয় |
সঠিক উত্তর: (ক)
২২. |
বার্ষিক শতকরা ৮ টাকা হার মুনাফায় ৬২৫ টাকার ১ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত টাকা? |
Ο ক) |
৬৫০ |
Ο খ) |
৬৭৫ |
Ο গ) |
৬৮৫ |
Ο ঘ) |
৭৭৬ |
সঠিক উত্তর: (খ)
২৩. |
নিচের তথ্যগুলো লক্ষ কর: i. ২৫ টাকার ৪% সমান ১ টাকা ii. ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯০ টাকা iii. ২০% লাভে বিক্রয়মূল্য ১১০ টাকা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
২৪. |
শতকরা বার্ষিক ৩ টাকা হার মুনাফায় ৩৫০ টাকার ৪ বছরের মুনাফা কত? |
Ο ক) |
৪৯ টাকা |
Ο খ) |
৪৭ টাকা |
Ο গ) |
৪২ টাকা |
Ο ঘ) |
৫০ টাকা |
সঠিক উত্তর: (গ)
২৫. |
একজন ব্যবসায়ী এক বাক্স আপেল ১১৩৫ টাকায় বিক্রয় করায় ১৮৫ টাকা লাভ হলে, তার ক্রয়মূল্য কত টাকা? |
Ο ক) |
৯৫০ |
Ο খ) |
১০৫০ |
Ο গ) |
১২২০ |
Ο ঘ) |
১৩২০ |
সঠিক উত্তর: (ক)
২৬. |
জুয়েল মিষ্টির দোকান থেকে ২৫০ টাকা দরে ২ কেজি সন্দেশ ক্রয় করলো। ভ্যাট ৪% হলে দোকানদারকে মোট কত টাকা দিবে? |
Ο ক) |
৪২০ |
Ο খ) |
৫০০ |
Ο গ) |
৫২০ |
Ο ঘ) |
৬০০ |
সঠিক উত্তর: (গ)
২৭. |
মুনাফার হার শতকরা কত হলে, কোনো আসল ১৬ বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে? |
Ο ক) |
১০.৫ |
Ο খ) |
১১.৫ |
Ο গ) |
১২.৫ |
Ο ঘ) |
১৪.৫ |
সঠিক উত্তর: (গ)
২৮. |
১০% সরল মুনাফায় ২০০০ টাকা আমানত রাখলে- i. ১ বছরের মুনাফা ২০০ টাকা। ii. ৫ বছরের মুনাফা ৪০ টাকা। iii. ৫ বছরের মুনাফা-আসলে ৩০০০ টাকা হয়। নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
২৯. |
একটি ইউনিয়নে বর্তমান জনসংখ্যা ২০,০০০ জন এবং জনসংখ্যা বৃদ্ধির হার হাজারে ২০ জন হলে ২ বছর পর জনসংখ্যা কত জন হবে? |
Ο ক) |
২০০৮০ |
Ο খ) |
২০৮০০ |
Ο গ) |
২০৮০৮ |
Ο ঘ) |
২০৮১৮ |
সঠিক উত্তর: (গ)
৩০. |
৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় ‘করলে শতকরা কত লাভ হবে? |
Ο ক) |
২০ |
Ο খ) |
২৫ |
Ο গ) |
৩০ |
Ο ঘ) |
৪০ |
সঠিক উত্তর: (ক)
৩১. |
ক্ষতি = ? |
Ο ক) |
বিক্রয়মূল্য - ক্রয়মূল্য |
Ο খ) |
ক্রয়মূল্য - বিক্রয়মূল্য |
Ο গ) |
বিক্রয়মূল্য + ক্রয়মূল্য |
Ο ঘ) |
ক্রয়মূল্য / বিক্রয়মূল্য |
সঠিক উত্তর: (খ)
৩২. |
১২০০ এর ১০% কত? |
Ο ক) |
১০০ |
Ο খ) |
১২০ |
Ο গ) |
১৩০ |
Ο ঘ) |
১৪০ |
সঠিক উত্তর: (খ)
৩৩. |
কোন নির্দিষ্ট সময়ের মুনাফা-আসল ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ২/৫ অংশ হলে আসল কত টাকা? |
Ο ক) |
৩০০০ |
Ο খ) |
৩৫০০ |
Ο গ) |
৪০০০ |
Ο ঘ) |
৫০০০ |
সঠিক উত্তর: (গ)
৩৪. |
একটি দ্রব্যের ক্রয় মূল্য ৫০ টাকা ও বিক্রয়মূল্য ৬০ টাকা হলে- i. ক্ষতি ১০ টাকা। ii. লাভ ১০ টাকা। iii. শতকরা লাভ ২০ টাকা। নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৩৫. |
৫০০ টাকার ১০% মুনাফায় বার্ষিক- i. সরল মুনাফা ৫০ টাকা। ii. চক্রবৃদ্ধি মুনাফা ৬০ টাকা। iii. সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা সমান। নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৩৬. |
৫% হার মুনাফায় ৪ বছরের মুনাফায় ৪০ টাকা হলে মূলধন কত? |
Ο ক) |
১০০ টাকা |
Ο খ) |
১৬০ টাকা |
Ο গ) |
২০০ টাকা |
Ο ঘ) |
১৮০ টাকা |
সঠিক উত্তর: (গ)
৩৭. |
৫% হার মুনাফায় ৭০০ টাকার ১ বছরের মুনাফা কত? |
Ο ক) |
৩০ টাকা |
Ο খ) |
১৪০ টাকা |
Ο গ) |
৩৫ টাকা |
Ο ঘ) |
২৫ টাকা |
সঠিক উত্তর: (গ)
৩৮. |
৫০০ টাকার ১ বছরের মুনাফা ৭৫ টাকা হলে, মুনাফা শতকরা কত টাকা? |
Ο ক) |
৫ |
Ο খ) |
১০ |
Ο গ) |
১৫ |
Ο ঘ) |
২০ |
সঠিক উত্তর: (গ)
৩৯. |
রিয়াজ সাহেব ৭% মুনাফায় ২৮০০ টাকা ব্যাংকে রাখলে ৫ বছর পর তার মুনাফা কত হবে? |
Ο ক) |
৮৮০ টাকা |
Ο খ) |
৯৭০ টাকা |
Ο গ) |
৯৯০ টাকা |
Ο ঘ) |
৯৮০ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
৪০. |
প্রতি হালি কমলার ক্রয়মূল্য ৭০ টাকা হলে, ১ ডজন কমলার ক্রয়মূল্য কত টাকা? |
Ο ক) |
২১০ |
Ο খ) |
২১৩ |
Ο গ) |
২১৪ |
Ο ঘ) |
২১৫ |
সঠিক উত্তর: (ক)
৪১. |
১০০ টাকার ১ বছরের মুনাফাকে কী বলা হয়? |
Ο ক) |
সমকাল |
Ο খ) |
আসল |
Ο গ) |
মুনাফা-আসল |
Ο ঘ) |
মূনাফার হার |
সঠিক উত্তর: (ঘ)
৪২. |
১০৫ ক্ষতিতে বিক্রয়মূল্য কত? |
Ο ক) |
৯০ টাকা |
Ο খ) |
১১০ টাকা |
Ο গ) |
১০০ টাকা |
Ο ঘ) |
১০ টাকা |
সঠিক উত্তর: (ক)
৪৩. |
বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ১০০০ টাকার ৩ বছরের সবৃদ্ধি মূল কত টাকা? |
Ο ক) |
৩০০ |
Ο খ) |
১০৩০ |
Ο গ) |
১৩০০ |
Ο ঘ) |
২৩০০ |
সঠিক উত্তর: (গ)
৪৪. |
মুনাফা বা ক্ষতি নির্ণয়ে ক্রয়মূল্য হিসেবে ধরা হয় কোনটিকে? |
Ο ক) |
আনুষঙ্গিক খরচ |
Ο খ) |
বিক্রয়মূল্য |
Ο গ) |
ক্রয়কৃত মূল্য |
Ο ঘ) |
লাভ |
সঠিক উত্তর: (খ)
৪৫. |
১০% সরল মুনাফা ৮০০ টাকার কত বছরের মুনাফা ১৬০ টাকা হবে? |
Ο ক) |
১ |
Ο খ) |
২ |
Ο গ) |
৩ |
Ο ঘ) |
৪ |
সঠিক উত্তর: (খ)
৪৬. |
একটি দ্রব্য ৬০০ টাকায় ক্রয় করে, ৬৬০ টাকায় করলে শতকরা কত টাকা লাভ হবে? |
Ο ক) |
৫ |
Ο খ) |
১০ |
Ο গ) |
১৫ |
Ο ঘ) |
৬০ |
সঠিক উত্তর: (খ)
৪৭. |
শতকরা বার্ষিক মুনাফার হার ১০.৫ টাকা হলে ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত? |
Ο ক) |
১০৫০ টাকা |
Ο খ) |
১১৫০ টাকা |
Ο গ) |
১২৫০ টাকা |
Ο ঘ) |
১০০০ টাকা |
সঠিক উত্তর: (ক)
৪৮. |
একটি শার্ট ২৫০ টাকায় ক্র করে কত টাকায় বিক্রয় করলে ২০% মুনাফা হয়? |
Ο ক) |
৩০০ টাকা |
Ο খ) |
২৮০ টাকা |
Ο গ) |
৩৫০ টাকা |
Ο ঘ) |
৪০০ টাকা |
সঠিক উত্তর: (ক)
৪৯. |
শতকরা বার্ষিক কত মুনাফায় ৫০০ টাকার ৫ বছরের মুনাফা ২৫০ টাকা হবে? |
Ο ক) |
১০% |
Ο খ) |
১৫% |
Ο গ) |
১২% |
Ο ঘ) |
৮% |
সঠিক উত্তর: (ক)
৫০. |
শতকরা বার্ষিক ৬ টাকা মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত? |
Ο ক) |
৬০ টাকা |
Ο খ) |
১২০ টাকা |
Ο গ) |
২০০ টাকা |
Ο ঘ) |
২০৬ টাকা |
সঠিক উত্তর: (খ)
৫১. |
মুনাফা-আসল =? |
Ο ক) |
আসল + মুনাফা |
Ο খ) |
আসল - মুনাফা |
Ο গ) |
আসল x মুনাফা |
Ο ঘ) |
আসল/মুনাফা |
সঠিক উত্তর: (ক)
৫২. |
প্রতি বছর শুদু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয়, তাকে কী বলে? |
Ο ক) |
সময় |
Ο খ) |
মুনাফা-আসল |
Ο গ) |
আসল |
Ο ঘ) |
সরল মুনাফা |
সঠিক উত্তর: (ঘ)
৫৩. |
মুনাফা-ক্ষতির ক্ষেত্রে, i. মুনাফা = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য ii. ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য iii. মুনাফা = বিক্রয়মূল্য + ক্রয়মূল্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৫৪. |
চক্রবৃদ্ধি মূলধন ৭৮৭৩২ টাকা এবং প্রারম্ভিক মূলধন ৬২৫০০ টাকা হরে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা? |
Ο ক) |
১৫৩২৩২ |
Ο খ) |
১৬২০০ |
Ο গ) |
১৬২৩২ |
Ο ঘ) |
১৬৩০০ |
সঠিক উত্তর: (গ)
৫৫. |
১০৫০ টাকার ৮% নিচের কোনটি? |
Ο ক) |
৮০ টাকা |
Ο খ) |
৮২ টাকা |
Ο গ) |
৮৪ টাকা |
Ο ঘ) |
৮৬ টাকা |
সঠিক উত্তর: (গ)
৫৬. |
বার্ষিক ১০% মুনাফায় ১০০ টাকায়- i. ১ম বছরান্তে সরল মুনাফা ১০ টাকা। ii. ২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ১২১ টাকা iii. ২য বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য ১ টাকা। নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৭. |
মুনাফা = ? |
Ο ক) |
বিক্রয়মূল্য / ক্রয়মূল্য |
Ο খ) |
বিক্রয়মূল্য - ক্রয়মূল্য |
Ο গ) |
ক্রয়মূল্য - বিক্রয়মূল্য |
Ο ঘ) |
বিক্রয়মূল্য + ক্রয়মূল্য |
সঠিক উত্তর: (খ)
৫৮. |
একটি বইয়ের ক্রয়মূল্য ১২৫ টাকা এবং বিক্রয়মূল্য ১৩৫ টাকা হলে লাভ কত? |
Ο ক) |
১০ টাকা |
Ο খ) |
৩৫ টাকা |
Ο গ) |
২৫ টাকা |
Ο ঘ) |
১০০ টাকা |
সঠিক উত্তর: (ক)
৫৯. |
নিচের তথ্যগুলো লক্ষ কর: i. I = Pnr ii. A = P -I iii. লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৬০. |
একটি চেয়ারের ক্রয়মূল্য ৫৮০ টাকা এবং বিক্রয়মূল্য ৫৭০ টাকা হলে, কত টাকা ক্ষতি হবে? |
Ο ক) |
৫ টাকা |
Ο খ) |
১০ টাকা |
Ο গ) |
৫০ টাকা |
Ο ঘ) |
১৫০ টাকা |
সঠিক উত্তর: (খ)
৬১. |
১০.৫% মুনাফায় ২০০০ টাকার ৫ বছরে মুনাফা-আসল কত টাকা হবে? |
Ο ক) |
২৮০০ |
Ο খ) |
৩০০০ |
Ο গ) |
৩০৫০ |
Ο ঘ) |
৩২৫০ |
সঠিক উত্তর: (গ)
৬২. |
শতকরা শব্দের অর্থ কী? |
Ο ক) |
প্রতি হাজারে |
Ο খ) |
প্রতি শতে |
Ο গ) |
প্রতি দুইশতে |
Ο ঘ) |
হাজার প্রতি |
সঠিক উত্তর: (খ)
৬৩. |
আসল ৪০০০ টাকা এবং মুনাফা ২৮০ টাকা হলে, মুনাফা-আসল কত? |
Ο ক) |
৪৩৭২০ টাকা |
Ο খ) |
৩৮২০ টাকা |
Ο গ) |
৪২০০ টাকা |
Ο ঘ) |
৪২৮০ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
৬৪. |
একটি দ্রব্য ৭০০ টকায় ক্রয় করে ৮০ টাকা লাভে বিক্রয় করলে দ্রব্যটির বিক্রয়মূল্য কত টাকা? |
Ο ক) |
৬২০ |
Ο খ) |
৮৯০ |
Ο গ) |
৭৮০ |
Ο ঘ) |
৮৮০ |
সঠিক উত্তর: (গ)
৬৫. |
কিছু আম ৮৪০ টাকায় ক্র করে ৮২০ টাকায় বিক্রয় করলে- |
Ο ক) |
২০ টাকা রাভ হবে |
Ο খ) |
২০ টাকা ক্ষতি হবে |
Ο গ) |
৮২০ টাকা লাভ হবে |
Ο ঘ) |
৮৪০ টাকা ক্ষতি হবে |
সঠিক উত্তর: (খ)
৬৬. |
বার্ষিক ১২% মুনাফা কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে? |
Ο ক) |
৬ বছর |
Ο খ) |
৪ বছর |
Ο গ) |
৮ বছর |
Ο ঘ) |
৯ বছর |
সঠিক উত্তর: (খ)
৬৭. |
নিচের তথ্যগুলো লক্ষ কর: i. A = P + I ii. n =I/Pr iii. ক্ষতি = বিক্রয়মূল্য>ক্রয়মূল্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৬৮. |
৫% হার মুনাফায় কত বছরে ৫০০০ টাকার মুনাফা ২৫০ টাকা হবে? |
Ο ক) |
১ বছর |
Ο খ) |
২ বছর |
Ο গ) |
৩ বছর |
Ο ঘ) |
৪ বছর |
সঠিক উত্তর: (ক)
৬৯. |
২০০০ এর ৯% = কত? |
Ο ক) |
২ |
Ο খ) |
১৮ |
Ο গ) |
১৮০ |
Ο ঘ) |
২০০৯ |
সঠিক উত্তর: (গ)
৭০. |
২০০০ টাকা ক্রয় করে কোনো দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ২০% মুনাফা হবে? |
Ο ক) |
২৫০০ টাকা |
Ο খ) |
২২০০ টাকা |
Ο গ) |
২৪০০ টাকা |
Ο ঘ) |
৩০০০ টাকা |
সঠিক উত্তর: (গ)
৭১. |
১০% চক্রবৃদ্ধি মুনাফা ৩০০০ টাকায় ২ বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন = কত? |
Ο ক) |
২০০০(১ + ১০%)২ |
Ο খ) |
৩০০০(১ + ১০%)১ |
Ο গ) |
৩০০০ (১ + ১০%)২ |
Ο ঘ) |
৪০০০(১ + ১০%)২ |
সঠিক উত্তর: (গ)
৭২. |
মুনাফার হার ১০% হলে, ৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা? |
Ο ক) |
১০০ |
Ο খ) |
১০৫ |
Ο গ) |
৬০০ |
Ο ঘ) |
৬০৫ |
সঠিক উত্তর: (খ)
৭৩. |
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে? |
Ο ক) |
১০% |
Ο খ) |
১৫% |
Ο গ) |
১২% |
Ο ঘ) |
৮% |
সঠিক উত্তর: (ক)
৭৪. |
নিচের সূত্রগুলো লক্ষ করা: i. I = Pnr ii. A = P + I iii. A = P(I + m) নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৫. |
কোনো পণ্যের প্রকৃত খরচ নির্ধারণে আনুষঙ্গিক খরচের সাথে পণ্যের ক্রয়মূল্য কী করতে হয়? |
Ο ক) |
যোগ |
Ο খ) |
বিয়োগ |
Ο গ) |
গুণ |
Ο ঘ) |
ভাগ |
সঠিক উত্তর: (ক)
৭৬. |
বিনিয়োগ কি? |
Ο ক) |
দোকান ভাড়া |
Ο খ) |
পরিবহন খরচ |
Ο গ) |
প্রকৃত খরচ |
Ο ঘ) |
আনুষঙ্গিক খরচ |
সঠিক উত্তর: (গ)
৭৭. |
মুনাফার হার ৫% হলে ২০০ টাকায়- i. মুনাফা ১০ টাকা। ii. মুনাফা-আসল ২১০ টাকা। iii. মুনাফা-আসল ও আসলের পার্থক্য মুনাফার সমান। নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৮. |
৫% মুনাফায় ৫০০ টাকার ২ বছরের মুনাফা-আসল কত হবে? |
Ο ক) |
২৫০ টাকা |
Ο খ) |
৫৫০ টাকা |
Ο গ) |
৩০০ টাকা |
Ο ঘ) |
৬০০ টাকা |
সঠিক উত্তর: (খ)
৭৯. |
একটি পণ্য ৪২০ টাকায় বিক্রয় করায় ৫% লাভ হলো। পণ্যটির ক্রয়মূল্য কত? |
Ο ক) |
২৪০ টাকা |
Ο খ) |
৪০০ টাকা |
Ο গ) |
৪১০ টাকা |
Ο ঘ) |
৪৪১ টাকা |
সঠিক উত্তর: (খ)
৮০. |
২০% বার্ষিক মুনাফায় কত টাকা জমা রাখলে ১ বছর পর মুনাফাসহ ৩৬০ টাকা হবে? |
Ο ক) |
২০০ |
Ο খ) |
২৫০ |
Ο গ) |
৩০০ |
Ο ঘ) |
৩৫০ |
সঠিক উত্তর: (গ)
৮১. |
একটি মুরগি ২০০ টাকায় ক্র করে ২৩০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? |
Ο ক) |
১৫ টাকা লাভ |
Ο খ) |
১৫ টাকা ক্ষতি |
Ο গ) |
৩০ টাকা লাভ |
Ο ঘ) |
৩০ টাকা ক্ষতি |
সঠিক উত্তর: (গ)
৮২. |
সুশীল কুমার বার্ষিক ১০% মুনাফায় ব্যাংকে ৩০০০ টাকা জমা রাখলেন। ১ম বছরান্তে তার চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা? |
Ο ক) |
৩২০ |
Ο খ) |
৩১০ |
Ο গ) |
৩০০ |
Ο ঘ) |
২৮০ |
সঠিক উত্তর: (গ)
৮৩. |
একজন দোকানদার প্রতিটি ডিম ১০ টাকায় ক্রয় করে, ১ ডজন ডিম ১১৫ টাকায় বিক্রয় করলে, তার কত টাকা ক্ষতি হবে? |
Ο ক) |
৫ |
Ο খ) |
১০ |
Ο গ) |
১৫ |
Ο ঘ) |
২০ |
সঠিক উত্তর: (ক)
৮৪. |
মুনাফার হার ২% বৃদ্ধি পাওয়ায় ৪ বছরে ১২৮ টাকা বাড়ে। মূলধন কত টাকা? |
Ο ক) |
১৪০০ |
Ο খ) |
১৬০০ |
Ο গ) |
১৮০০ |
Ο ঘ) |
২২০০ |
সঠিক উত্তর: (খ)
৮৫. |
শতকরা বার্ষিক ৮ টাকা মুনাফায় ৪০০ টাকার ৩ বছরের মুনাফা কত? |
Ο ক) |
২৪ টাকা |
Ο খ) |
৩২ টাকা |
Ο গ) |
৯৬ টাকা |
Ο ঘ) |
১০৮ টাকা |
সঠিক উত্তর: (গ)
৮৬. |
যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয়, তা হচ্ছে- |
Ο ক) |
মুনাফা |
Ο খ) |
মুনাফার হার |
Ο গ) |
সময়কাল |
Ο ঘ) |
আসল |
সঠিক উত্তর: (গ)
৮৭. |
৫% হার মুনাফায় ১০০ টাকার ৩ বছরের মুনাফা কত? |
Ο ক) |
১২ টাকা |
Ο খ) |
১৫ টাকা |
Ο গ) |
২০ টাকা |
Ο ঘ) |
১০ টাকা |
সঠিক উত্তর: (খ)
৮৮. |
শতকরা বার্ষিক ৪% মুনাফায় কত টাকা ১০ বছরের মুনাফা-আসলে ৪৯০ টাকা হবে? |
Ο ক) |
৩০০ টাকা |
Ο খ) |
৩৫০ টাকা |
Ο গ) |
১৪০ টাকা |
Ο ঘ) |
৩২০ টাকা |
সঠিক উত্তর: (খ)
৮৯. |
মুনাফা বা ক্ষতি নিচের কোনটি উপর নির্ভর করে? |
Ο ক) |
ক্রয়মূল্য |
Ο খ) |
বিক্রয়মূল্য |
Ο গ) |
আনুষঙ্গিক খরচ |
Ο ঘ) |
উপরের সবগুলো |
সঠিক উত্তর: (ক)
৯০. |
বিক্রয়মূল্য< ক্রয়মূল্য হলে নিচের কোনটি ঘটে? |
Ο ক) |
মুনাফা |
Ο খ) |
ক্ষতি |
Ο গ) |
সমান সমান |
Ο ঘ) |
ঋণ |
সঠিক উত্তর: (খ)
৯১. |
একই হারে আরও ২ বছর পর মোট মুনাফা কত টাকা? |
Ο ক) |
৩৪০০ |
Ο খ) |
৩২০০ |
Ο গ) |
৩২০০ |
Ο ঘ) |
৩০০০ |
সঠিক উত্তর: (ক)
৯২. |
১০০ টাকার ৪০% = কত টাকা? |
Ο ক) |
১০ টাকা |
Ο খ) |
৪০ টাকা |
Ο গ) |
১০০ টাকা |
Ο ঘ) |
১৪০ টাকা |
সঠিক উত্তর: (খ)
৯৩. |
একটি প্যান্ট ৪০০ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে? |
Ο ক) |
৩৭৫ টাকা |
Ο খ) |
৪২৫ টাকা |
Ο গ) |
৪২৯ টাকা |
Ο ঘ) |
৫০০ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
৯৪. |
শতকরা কত মুনাফায় ৬০০ টাকার ১ বছরের মুনাফা ৩০ টাকা হবে? |
Ο ক) |
৩% |
Ο খ) |
৪% |
Ο গ) |
৫% |
Ο ঘ) |
৬% |
সঠিক উত্তর: (গ)
৯৫. |
একটি শার্ট ১৫% ক্ষতিতে ৮৫০ টাকায় বিক্রয় করা হলো। ক্রয়মূল্য কত? |
Ο ক) |
১০০০ টাকা |
Ο খ) |
৮০০ টাকা |
Ο গ) |
১২৫০ টাকা |
Ο ঘ) |
১১০০ টাকা |
সঠিক উত্তর: (ক)
৯৬. |
বার্ষিক ১০% সরল মুনাফায় ১২০০ টাকার ৪ বছরের সরল মুনাফা কত? |
Ο ক) |
১২০ টাকা |
Ο খ) |
২৪০ টাকা |
Ο গ) |
৩৬০ টাকা |
Ο ঘ) |
৪৮০ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
নিচের তথ্যের আলোকে চারটি প্রশ্নের উত্তর দাও: কোনো আমানতকারী ১০০০ টাকা ব্যাংকে জমা রাখেন এবং ব্যাংক তাকে চক্রবৃদ্ধি মুনাফায় বার্ষিক ১২% মুনাফা দেয়। |
৯৭. |
১ বছর পর তার মুনাফা কত টাকা হবে? |
Ο ক) |
১২০ |
Ο খ) |
১০০ |
Ο গ) |
৯০ |
Ο ঘ) |
৮০ |
সঠিক উত্তর: (ক)
৯৮. |
১ বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত টাকা? |
Ο ক) |
১০০০ |
Ο খ) |
১০২০ |
Ο গ) |
১১০০ |
Ο ঘ) |
১১২০ |
সঠিক উত্তর: (ঘ)
৯৯. |
২য় বছরে তার চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে? |
Ο ক) |
১১০.৪০ |
Ο খ) |
১২০.৪০ |
Ο গ) |
১৩৪.৪০ |
Ο ঘ) |
১৪০.৪০ |
সঠিক উত্তর: (গ)
১০০. |
২য় বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত টাকা? |
Ο ক) |
১১৫৪.৪০ |
Ο খ) |
১২৫৪.৪০ |
Ο গ) |
১৩০০.০০ |
Ο ঘ) |
১৩৪০.৪০ |
সঠিক উত্তর: (খ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন