NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

জে.এস.সি || গণিত প্রথম অধ্যায় : প্যাটার্ন


জে.এস.সি    ||    গণিত
প্রথম অধ্যায় : প্যাটার্ন


১.
৩২৫ দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে হয়-
i. ১ + ১৮
ii. ৬ + ১৭
iii. ১০ + ১৫
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২.
১, ১০, ১৯, ২৮, ৩৭,.... সংখ্যাগুলোতে কি বিদ্যমান?
Ο ক) 
মিশ্র ভগ্নাংশ
Ο খ) 
ল. সা. গু
Ο গ) 
গ. সা. গু.
Ο ঘ) 
প্যাটার্ন

  সঠিক উত্তর: (ঘ)

৩.
১-এর চেয়ে বড় যেসব সংখ্যা ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেসব সংখ্যাকে কি বলে?
Ο ক) 
যৌগিক সংখ্যা
Ο খ) 
মৌলিক সংখ্যা
Ο গ) 
ঋণাত্মক সংখ্যা
Ο ঘ) 
জোড় সংখ্যা

  সঠিক উত্তর: (খ)

৪.
-৫, -৮, -১১, -১৪,.. তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
Ο ক) 
-১৭
Ο খ) 
-১৯
Ο গ) 
-২০
Ο ঘ) 
-২১

  সঠিক উত্তর: (ক)

৫.
নিচের কোনটি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ?
Ο ক) 
সংখ্যা প্যাটার্ন চিনতে পারা
Ο খ) 
সংখ্যা প্যাটার্ন চিনতে না পারা
Ο গ) 
সংখ্যা চিনতে না পারা
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ক)

৬.
১৬
১৩
১১
১০
১২
১৪
১৫
চিত্রের ম্যাজিক বর্গ-
i. ৪ ক্রমের।
ii. এর ম্যাজিক সংখ্যা ৬৫।
iii. এর কর্ণের সংখ্যাগুলো যোগ করলে যোগফল ৩৪ হয়।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৭.
৩,৫,৭,৯,...তালিকার সংখ্যাগুলোতে ৩ থেকে শুরু করে প্রতিবার-
Ο ক) 
১ করে কমছে
Ο খ) 
৩ করে কমছে
Ο গ) 
২ করে বাড়ছে
Ο ঘ) 
৩ করে বাড়ছে

  সঠিক উত্তর: (গ)

৮.
“৫-এর গুণিতকগুলোর শেষে ০ বা ৫ থাকে” এটি একটি-।
Ο ক) 
গ. সা. গু.
Ο খ) 
ল. সা. গু.
Ο গ) 
প্যাটার্ন
Ο ঘ) 
ভুল তথ্য

  সঠিক উত্তর: (গ)

৯.
প্রথম ১৫টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
Ο ক) 
১৫০
Ο খ) 
২২৫
Ο গ) 
৫০
Ο ঘ) 
২৫০

  সঠিক উত্তর: (খ)

১০.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
Ο ক) 
১২
Ο খ) 
১৫
Ο গ) 
২৪
Ο ঘ) 
২৯

  সঠিক উত্তর: (ঘ)

১১.
০,৩,৮, ১৫,...প্যাটার্নের সাধারণ রাশি কোনটি?
Ο ক) 

Ο খ) 
ক + ১
Ο গ) 
ক - ১
Ο ঘ) 
- ১

  সঠিক উত্তর: (ঘ)

১২.
নিম্নের কোন রাশিটি সর্বদা পূর্ণ-বর্গ সংখ্যার প্রকাশ করে?
Ο ক) 
ক২
Ο খ) 
ক২ - ১
Ο গ) 
ক২ + ১
Ο ঘ) 
২ক

  সঠিক উত্তর: (ক)

১৩.
শিশুর গণনা করতে শেখা-সংখ্যা কি?
Ο ক) 
একটি গল্প
Ο খ) 
একটি দশমিক
Ο গ) 
একটি ম্যাজিক
Ο ঘ) 
একটি প্যাটার্ন

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
১,৪,৯,১৬,২৫,... তালিকার সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পায়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

১৫.
৮,১৬,২৪,৩২,৪০,....তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
Ο ক) 
৩৫
Ο খ) 
৩৮
Ο গ) 
৪০
Ο ঘ) 
৪২

  সঠিক উত্তর: (খ)

১৬.
৩১-৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
১০টি

  সঠিক উত্তর: (ক)

১৭.
নিচের কোনটির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়?
Ο ক) 
দশমিকের সাহায্যে
Ο খ) 
ত্রিভুজের সাহায্যে
Ο গ) 
ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে
Ο ঘ) 
বিন্দুর সাহায্যে

  সঠিক উত্তর: (গ)

১৮.
(৪ক - ১) বীজগণিতীয় রাশির ১০ম পদ কত?
Ο ক) 
৩৯
Ο খ) 
৪০
Ο গ) 
৪১
Ο ঘ) 
১৫

  সঠিক উত্তর: (ক)

১৯.
২৫, ৩১, ৩৭, ৪৩, ৪৯ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা কত?
Ο ক) 
৫০
Ο খ) 
৫২
Ο গ) 
৫৫
Ο ঘ) 
৫৬

  সঠিক উত্তর: (গ)

২০.
১ - ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
Ο ক) 
২টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৭টি
Ο ঘ) 
৮টি

  সঠিক উত্তর: (ঘ)

২১.
প্রথম ছয়টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
Ο ক) 
১৬
Ο খ) 
৩৬
Ο গ) 
৬৬
Ο ঘ) 
৯৬

  সঠিক উত্তর: (খ)

২২.
কোন ধরনের সংখ্যার ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই?
Ο ক) 
যৌগিক সংখ্যা
Ο খ) 
মৌলিক সংখ্যা
Ο গ) 
জোড় সংখ্যা
Ο ঘ) 
ধনাত্মক সংখ্যা

  সঠিক উত্তর: (খ)

২৩.
সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

২৪.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
Ο ক) 
১০
Ο খ) 
১১
Ο গ) 
১২
Ο ঘ) 
১৪

  সঠিক উত্তর: (খ)

২৫.
নিচের কোনটিতে প্যার্টান বিদ্যমান?
Ο ক) 
১,৭,১০,১৫,......
Ο খ) 
১,৪,৭,১০,........
Ο গ) 
০,১,৮,১০,১৫,....
Ο ঘ) 
০,২,৬,৮,১৬,......

  সঠিক উত্তর: (খ)

২৬.
১, ৬, ১১, ২১, .......সংখ্যাগুলোতে নিচের কোনটি বিদ্যমান?
Ο ক) 
শতকরা
Ο খ) 
মিশ্র ভগ্নাংশ
Ο গ) 
একটি প্যাটার্ন
Ο ঘ) 
উপরের কোনোটি নয়

  সঠিক উত্তর: (গ)

২৭.
২ সংখ্যাটি-
Ο ক) 
সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা
Ο খ) 
সবচেয়ে বড় মৌলিক সংখ্যা
Ο গ) 
সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা
Ο ঘ) 
সবচেয়ে বড় যৌগিক সংখ্যা

  সঠিক উত্তর: (ক)

২৮.
৪ ক্রমের ম্যাজিক বর্গে পাশাপাশি, উপর-নিচ ও কোনাকুনি যোগ করলে যোগফল হয়-
Ο ক) 
১৫
Ο খ) 
৩৪
Ο গ) 
৪০
Ο ঘ) 
১৬০

  সঠিক উত্তর: (খ)

২৯.
(৬ক - ২) বীজগণিতীয় রাশি ১০০ তম পদ কত?
Ο ক) 
৬২
Ο খ) 
৫৯৮
Ο গ) 
৬০২
Ο ঘ) 
৬২০

  সঠিক উত্তর: (খ)

৩০.
১১, ১৪, ১৭, ২০, ২৩, .....সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যার সমষ্টি-।
Ο ক) 
৪০
Ο খ) 
৪২
Ο গ) 
৪৩
Ο ঘ) 
৪৫

  সঠিক উত্তর: (ক)

৩১.
৯১ - ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
১০টি

  সঠিক উত্তর: (ক)

৩২.
সকল মৌলিক সংখ্যা-।
Ο ক) 
১-এর চেয়ে ছোট
Ο খ) 
১-এর চেয়ে বড়
Ο গ) 
১ এর চেয়ে বড় কিন্তু ২ এর চেয়ে ছোট
Ο ঘ) 
জোড় সংখ্যা

  সঠিক উত্তর: (খ)

৩৩.
৪, ৮, ১৬, ৩২,......সংখ্যাগুলো প্রতিবার-
Ο ক) 
একই হচ্ছে
Ο খ) 
দ্বিগুণ হচ্ছে
Ο গ) 
তিনগুণ হচ্ছে
Ο ঘ) 
চারগুণ হচ্ছে

  সঠিক উত্তর: (খ)

৩৪.
৩৭ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
Ο ক) 
মৌলিক সংখ্যা
Ο খ) 
যৌগিক সংখ্যা
Ο গ) 
জোড় সংখ্যা
Ο ঘ) 
মিশ্র ভগ্নাংশ সংখ্যা

  সঠিক উত্তর: (ক)

৩৫.
২, ১০, ৫০, ২৫০,....সংখ্যাগুলো প্রতিবার-
Ο ক) 
হ্রাস পাচ্ছে
Ο খ) 
দ্বিগুণ হচেছ
Ο গ) 
পাঁচগুণ হচ্ছে
Ο ঘ) 
দশগুণ হচ্ছে

  সঠিক উত্তর: (গ)

৩৬.
১৫, ১৯, ২৩, ২৭,.......তারিকার-
i. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৪
ii. সংখ্যাগুলোতে প্যাটার্ন বিদ্যমান
iii. পরবর্তী সংখ্যাদ্বয় হচ্ছে ২৯ ও ৩১
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩৭.
১৭ সংখ্যাটি হচ্ছে-
Ο ক) 
যৌগিক সংখ্যা
Ο খ) 
জোড় সংখ্যা
Ο গ) 
ঋণাত্মক সংখ্যা
Ο ঘ) 
মৌলিক সংখ্যা

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
প্রথম ২০টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
Ο ক) 
৪০
Ο খ) 
১২০
Ο গ) 
২০০
Ο ঘ) 
৪০০

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
বিজোড় সংখ্যার প্যাটার্ন কোনটি?
Ο ক) 
২ক
Ο খ) 
৪ক
Ο গ) 
২ক- ১
Ο ঘ) 
৩ক

  সঠিক উত্তর: (গ)

৪০.
৬১-৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৫টি
Ο ঘ) 
১০০টি

  সঠিক উত্তর: (খ)

৪১.
‘ক’ স্বাভাবিক সংখ্যা হলে-
i. ২ক জোড় সংখ্যা।
ii. (২ক + ১) বিজোড় সংখ্যা
iii. (ক + ১) সর্বদাই জোড় সংখ্যা।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪২.
(৪ক + ৩) এর পদগুলো যথাক্রমে ৭, ১১, ১৫, ১৯,... হলে ১০ম পদ কত?
Ο ক) 
৪২
Ο খ) 
৪৩
Ο গ) 
৪৪
Ο ঘ) 
৪৫

  সঠিক উত্তর: (খ)

৪৩.
সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৪৪.
- ১ রাশির ১০০তম পদ কোনটি?
Ο ক) 
৯৯
Ο খ) 
৯৯৯
Ο গ) 
৯৯৯৯
Ο ঘ) 
১০০০০

  সঠিক উত্তর: (গ)

৪৫.
২, ৫, ৮, ১১, ১৪, ....তারিকার সংখ্যাগুলোতে-
i. একটি নিয়ম খুঁজে পাওয়া যায়
ii. ১ থেকে শুরু করে প্রতিবার ৪ করে যোগ করে হয়েছে
iii. একটি প্যাটার্ন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৪৬.
কোন দুটি সংখ্যাকে বর্গ করে যোগ করলে যোগফল ২৫ হবে?
Ο ক) 
২ ও ৯
Ο খ) 
৩ ও ৪
Ο গ) 
৭ ও ৮
Ο ঘ) 
৬ ও ৭

  সঠিক উত্তর: (খ)

৪৭.
নিচের কোন সংখ্যাটিকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
Ο ক) 
৫০
Ο খ) 
৬৫
Ο গ) 
১০০
Ο ঘ) 
৩২৫

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
১২৫, ১৫০, ৩৭০, ৪৫৫ সংখ্যাগুলো নিচের কোন সংখ্যার গুণিতক?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 
১০
Ο ঘ) 
২৫

  সঠিক উত্তর: (খ)

৪৯.
১৩, ১৬, ১৯, ২২, ২৫,......তালিকার-
i. সংখ্যাগুলো একটি নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে
ii. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ১৩
iii. পরবর্তী সংখ্যাদ্বয়ের সমষ্টি ৫৯
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫০.
১,৫,৬,১১,১৭, ... তালিকার সংখ্যাগুলো-
i. একটি প্যাটার্নে লিখা।
ii. পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান।
iii. পরবর্তী সংখ্যাটি ২৮।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
প্রথম আটটি বিজোড় সংখ্যার সমষ্টি-
Ο ক) 

Ο খ) 
১৮
Ο গ) 
৬৪
Ο ঘ) 
৮০

  সঠিক উত্তর: (গ)

৫২.
১০০০০, ১০০০, ১০০, ..... সংখ্যাগুলো প্রতিবার-
Ο ক) 
হ্রাস পাচ্ছে
Ο খ) 
বৃদ্ধি পাচ্ছে
Ο গ) 
দশগুণ হচ্ছে
Ο ঘ) 
একশ গুণ হচ্ছে

  সঠিক উত্তর: (ক)

৫৩.
প্রথম চারটি বিজোড় সংখ্যার যোগফল একটি-।
Ο ক) 
বিজোড় সংখ্যা
Ο খ) 
জোড় সংখ্যা
Ο গ) 
ঋণাত্মক সংখ্যা
Ο ঘ) 
অমূলদ সংখ্যা

  সঠিক উত্তর: (খ)

৫৪.
প্রথম ত্রিশটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
Ο ক) 
৩১
Ο খ) 
৩০১
Ο গ) 
৪৬৫
Ο ঘ) 
৯০০

  সঠিক উত্তর: (গ)

৫৫.
২ এর গুণিতকগুলোর শেষে কত থাকে?
Ο ক) 
৪,৬ বা ১০
Ο খ) 
২, ৪, ৬ বা ৮
Ο গ) 
০, ২, ৪, ৬ বা ৮
Ο ঘ) 
০, ১ বা ২

  সঠিক উত্তর: (গ)

৫৬.
প্রকৃতির বৈচিত্যময় প্যাটার্ন কিভাবে উপলব্ধি করা যায়?
Ο ক) 
ইচ্ছে মতো
Ο খ) 
বিশৃঙ্খলভাবে
Ο গ) 
গণনা ও সংখ্যার সাহায্যে
Ο ঘ) 
এলো-মেলোভাবে

  সঠিক উত্তর: (গ)

৫৭.
৬১ থেকে ১৬ বিয়োগ করলে করলে বিয়োগফল কত দ্বারা নি:শেষে বিভাজ্য?
Ο ক) 
১০ দ্বারা
Ο খ) 
৯ দ্বারা
Ο গ) 
৮ দ্বারা
Ο ঘ) 
৭ দ্বারা

  সঠিক উত্তর: (খ)

৫৮.
২,৪,৮,১৬,৩২,....সংখ্যাগুলোর প্যাটার্নের নিয়ম কী?
Ο ক) 
প্রতিবারে দ্বিগুণ হচ্ছে
Ο খ) 
প্রতিবারে তিনগুণ হচ্ছে
Ο গ) 
প্রতিবারে চারগুণ হচ্ছে
Ο ঘ) 
প্রতিবারে পাঁচগুণ হচ্ছে

  সঠিক উত্তর: (ক)

৫৯.
ক্রমের ম্যাজিক সংখ্যা কত?
Ο ক) 
২০
Ο খ) 
১৫
Ο গ) 
১০
Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৬০.
৩ ক্রমের ম্যাজিক বর্গে কয়টি সংখ্যা ব্যবহার করা হয়?
Ο ক) 
৩টি
Ο খ) 
৬টি
Ο গ) 
৯টি
Ο ঘ) 
১৬টি

  সঠিক উত্তর: (গ)

৬১.
১৩, ১৭, ২১, ২৫,....সংখ্যাগুলো প্রতিবার-
Ο ক) 
৩ করে বাড়ছে
Ο খ) 
৩ করে কমছে
Ο গ) 
৪ করে বাড়ছে
Ο ঘ) 
৪ করে কমছে

  সঠিক উত্তর: (গ)

৬২.
১১ - ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (গ)

৬৩.
৩, ৫, ৭, ৯, ১১, ........সংখ্যাগুলোর বীজগণিতীয় রাশি নিচের কোনটি?
Ο ক) 
২ক + ১
Ο খ) 
২ক - ১
Ο গ) 
৩ক + ১
Ο ঘ) 
৩ক - ১

  সঠিক উত্তর: (ক)

৬৪.
৫১, ৫৮, ৬৫, ৭২, ৭৯, ...... সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যার পার্থক্য কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৬৫.
নিচের কোনটি ৯১-১০০ এর অবস্থিত মৌলিক সংখ্যা?
Ο ক) 
৯২
Ο খ) 
৯৩
Ο গ) 
৯৭
Ο ঘ) 
১০০

  সঠিক উত্তর: (গ)

৬৬.
৬, ১০, ১৪, ১৮,.....সংখ্যাগুলোতে কত থেকে শুরু করে প্রতিবার ৪ করে বাড়ছে?
Ο ক) 
০ থেকে শুরু করে
Ο খ) 
১০ থেকে শুরু করে
Ο গ) 
৪ থেকে শুরু করে
Ο ঘ) 
৬ থেকে শুরু করে

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
৪, ১২, ৩৬, ১০৮,...সংখ্যাগুলো প্রতিবার-
Ο ক) 
দ্বিগুণ হচ্ছে
Ο খ) 
তিনগুণ হচ্ছে
Ο গ) 
চারগুণ হচ্ছে
Ο ঘ) 
অর্ধেক হচ্ছে

  সঠিক উত্তর: (খ)

৬৮.
নিচের কোন সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে লেখা যায়?
Ο ক) 
৮, ৯
Ο খ) 
৯,১০
Ο গ) 
১০, ১৩
Ο ঘ) 
১৩,১৪

  সঠিক উত্তর: (গ)

৬৯.
১০-এর ছোট মৌলিক সংখ্যা কোন গুলো?
Ο ক) 
১,২,৫,১০
Ο খ) 
১,৩,৫,৭,৯
Ο গ) 
২,৩,৫,৭
Ο ঘ) 
২,৪,৬,৮,১০

  সঠিক উত্তর: (গ)

৭০.
৩১ - ৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে-
Ο ক) 
৩১ ও ৪০
Ο খ) 
৩১ ও ৩৭
Ο গ) 
৩১ও ৩৫ ও ৪০
Ο ঘ) 
৩৯ ও ৪০

  সঠিক উত্তর: (খ)

৭১.
৩৮ সংখ্যাটি হচ্ছে-
Ο ক) 
ঋণাত্মক সংখ্যা
Ο খ) 
জোড় সংখ্যা
Ο গ) 
বিজোড় সংখ্যা
Ο ঘ) 
মৌলিক সংখ্যা

  সঠিক উত্তর: (খ)

৭২.
২ক রাশির সংখ্যা প্যাটার্নের ১ম দশটি পদের যোগফল কত?
Ο ক) 
১০০
Ο খ) 
১১০
Ο গ) 
১২০
Ο ঘ) 
২০০

  সঠিক উত্তর: (খ)

৭৩.
৯০, ৯৫, ১০০, ১০৫, ১১০, সংখ্যাগুলো কত দ্বারা নি:শেষে বিভাজ্য?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 
১০

  সঠিক উত্তর: (খ)

৭৪.
৫-কে বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে, নিচের কোনটি হবে?
Ο ক) 
১ + ৪
Ο খ) 
+ ৪
Ο গ) 
+ ২
Ο ঘ) 
+ ৫

  সঠিক উত্তর: (গ)

৭৫.
১, ৩, ৫, ৭,.....সংখ্যার প্যাটার্নকে কোনটি দ্বারা প্রকাশ করা যায়?
Ο ক) 
২ক + ২
Ο খ) 
২ক - ১
Ο গ) 
ক + ১
Ο ঘ) 
২ক

  সঠিক উত্তর: (খ)

৭৬.
৩, ৮, ১৩, ১৮,......তালিকার-
i. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৩
ii. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৫
iii. পরবর্তী সংখ্যা হবে ২৩
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭৭.
নিচের কোনটি দুইটি মৌলিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ?
Ο ক) 
২ = ১ + ১
Ο খ) 
১৩ = ২ + ৩
Ο গ) 
১০ = ১ + ৩
Ο ঘ) 
২০ = ৪ + ২

  সঠিক উত্তর: (খ)

৭৮.
১ থেকে ১০ পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত?
Ο ক) 
৫৫
Ο খ) 
৫০
Ο গ) 
৪৫
Ο ঘ) 
৪০

  সঠিক উত্তর: (ক)

৭৯.
+ ১ রাশির-
i. ১ম পদ ২
ii. সবগুলো পদ বিজোড়
iii. দশম পদ ১০১
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৮০.
৮,১৫, ২২, ২৯,....সংখ্যাগুলোর পরপর সংখ্যা পার্থক্য কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 
২৩

  সঠিক উত্তর: (খ)

৮১.
কোন স্বাভাবিক সংখ্যাকে একাধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায়?
Ο ক) 
৫০
Ο খ) 
১৩
Ο গ) 
১০
Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৮২.
১,৫,৯,১৩,.......সংখ্যাগুলোতে ১ থেকে শুরু করে প্রতিবার-।
Ο ক) 
১ করে বাড়ছে
Ο খ) 
১ করে কমছে
Ο গ) 
৪ করে বাড়ছে
Ο ঘ) 
৫ করে বাড়ছে

  সঠিক উত্তর: (গ)

৮৩.
কাঠি দিয়ে I V N এরূপ বর্ণমালার একটি প্যাটার্ন তৈরি করা হলো পরবর্তী বর্ণটি কী হবে?
Ο ক) 
M
Ο খ) 
W
Ο গ) 
A
Ο ঘ) 
X

  সঠিক উত্তর: (খ)

৮৪.
৫, ২৫, ১২৫, ৬২৫, ..... সংখ্যাগুলোর-
i. প্রতিবার ৫ গুণ হচ্ছে।
ii. ৬২৫ + ১৫ + ২০
iii. ৬২৫ = ২৪ + ৭
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়?
Ο ক) 
১০টি
Ο খ) 
৩৪টি
Ο গ) 
৫৪টি
Ο ঘ) 
১০০টি

  সঠিক উত্তর: (খ)

৮৬.
১, ৩, ৫, ৭, ৯, ....., ৬৯ সংখ্যাগুলোর যোগফল কোন ধরনের সংখ্যা হবে?
Ο ক) 
জোড় সংখ্যা
Ο খ) 
অমূলদ সংখ্যা
Ο গ) 
ঋণাত্মক সংখ্যা
Ο ঘ) 
পূর্ণবর্গ সংখ্যা

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
২ সংখ্যাটি-
i. যৌগিক সংখ্যা
ii. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা
iii. একমাত্র জোড় মৌলিক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮৮.
৩২, ৩৭, ৪২, ৪৭, ৫২,....সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যার সমষ্টি কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৮৯.
১,৪,৭,১০,১৩,....তালিকার সংখ্যাগুলোর পর পর দুটি সংখ্যার পার্থক্য কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৯০.
২, ১২, ৭২, ৪৩২,....সংখ্যাগুলো প্রতিবার কতগুণ হচেছ?
Ο ক) 
দ্বিগুণ
Ο খ) 
তিন গুণ
Ο গ) 
চার গুণ
Ο ঘ) 
ছয় গুণ

  সঠিক উত্তর: (ঘ)

৯১.
৪ ও ৭ সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত?
Ο ক) 
১৩০
Ο খ) 
১০০
Ο গ) 
৯০
Ο ঘ) 
৬৫

  সঠিক উত্তর: (ঘ)

৯২.

১৩
১২
১০
১৫
১১
১৮
১৬
উপরিউক্ত ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত?
Ο ক) 
৩৪
Ο খ) 
৩০
Ο গ) 
২৮
Ο ঘ) 
২৬

  সঠিক উত্তর: (ক)

৯৩.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
Ο ক) 
১১
Ο খ) 
২১
Ο গ) 
২৮
Ο ঘ) 
১১১

  সঠিক উত্তর: (ক)

৯৪.
৭, ১১, ১৫, ১৯, ২৩ সংখ্যাগুলোর বীজগণিতীয় রাশি-
Ο ক) 
৩ক + ৪
Ο খ) 
৪ক + ৩
Ο গ) 
৫ক + ২
Ο ঘ) 
৭ক + ১

  সঠিক উত্তর: (খ)

৯৫.
৭১-৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (খ)

৯৬.
৮০ - ৯০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে-
Ο ক) 
৮০ ও ৯০
Ο খ) 
৮১ ও ৮৯
Ο গ) 
৮৩ ও ৮৮
Ο ঘ) 
৮৩ ও ৮৯

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
৩ ক্রমের ম্যাজিক সংখ্যা কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 
১৫
Ο ঘ) 
৩০

  সঠিক উত্তর: (গ)

নিচের তথ্যের আলোকে তিনটি প্রশ্নের উত্তর দাও:
তিন অঙ্কের একটি সংখ্যা ৭৮২
৯৮.
সংখ্যাটিকে বিপরীত ক্রমের অঙ্ক অনুসারে লিখলে সংখ্যাটি কত হয়?
Ο ক) 
২৮৭
Ο খ) 
২৯০
Ο গ) 
২৯৫
Ο ঘ) 
৩০০

  সঠিক উত্তর: (ক)

৯৯.
প্রদত্ত সংখ্যা এবং এর বিপরীত ক্রমের অঙ্কের সংখ্যাটির বিয়োগফল কত?
Ο ক) 
৪০০
Ο খ) 
৪৯৫
Ο গ) 
৫০০
Ο ঘ) 
৫০৫

  সঠিক উত্তর: (খ)

১০০.
প্রাপ্ত বিয়োগফল কত দ্বারা নি:শেষে বিভাজ্য?
Ο ক) 
৯০
Ο খ) 
৯৫
Ο গ) 
৯৯
Ο ঘ) 
১০০

  সঠিক উত্তর: (গ)

৩টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...