জে.এস.সি ||
গণিত প্রথম অধ্যায় : প্যাটার্ন |
১. |
৩২৫ দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে হয়- i. ১২ + ১৮২ ii. ৬২ + ১৭২ iii. ১০২ + ১৫২ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২. |
১, ১০, ১৯, ২৮, ৩৭,.... সংখ্যাগুলোতে কি বিদ্যমান? |
Ο ক) |
মিশ্র ভগ্নাংশ |
Ο খ) |
ল. সা. গু |
Ο গ) |
গ. সা. গু. |
Ο ঘ) |
প্যাটার্ন |
সঠিক উত্তর: (ঘ)
৩. |
১-এর চেয়ে বড় যেসব সংখ্যা ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেসব সংখ্যাকে কি বলে? |
Ο ক) |
যৌগিক সংখ্যা |
Ο খ) |
মৌলিক সংখ্যা |
Ο গ) |
ঋণাত্মক সংখ্যা |
Ο ঘ) |
জোড় সংখ্যা |
সঠিক উত্তর: (খ)
৪. |
-৫, -৮, -১১, -১৪,.. তালিকার পরবর্তী সংখ্যাটি কত? |
Ο ক) |
-১৭ |
Ο খ) |
-১৯ |
Ο গ) |
-২০ |
Ο ঘ) |
-২১ |
সঠিক উত্তর: (ক)
৫. |
নিচের কোনটি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ? |
Ο ক) |
সংখ্যা প্যাটার্ন চিনতে পারা |
Ο খ) |
সংখ্যা প্যাটার্ন চিনতে না পারা |
Ο গ) |
সংখ্যা চিনতে না পারা |
Ο ঘ) |
উপরের সবগুলো |
সঠিক উত্তর: (ক)
৬. |
i. ৪ ক্রমের। ii. এর ম্যাজিক সংখ্যা ৬৫। iii. এর কর্ণের সংখ্যাগুলো যোগ করলে যোগফল ৩৪ হয়। নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৭. |
৩,৫,৭,৯,...তালিকার সংখ্যাগুলোতে ৩ থেকে শুরু করে প্রতিবার- |
Ο ক) |
১ করে কমছে |
Ο খ) |
৩ করে কমছে |
Ο গ) |
২ করে বাড়ছে |
Ο ঘ) |
৩ করে বাড়ছে |
সঠিক উত্তর: (গ)
৮. |
“৫-এর গুণিতকগুলোর শেষে ০ বা ৫ থাকে” এটি একটি-। |
Ο ক) |
গ. সা. গু. |
Ο খ) |
ল. সা. গু. |
Ο গ) |
প্যাটার্ন |
Ο ঘ) |
ভুল তথ্য |
সঠিক উত্তর: (গ)
৯. |
প্রথম ১৫টি বিজোড় সংখ্যার সমষ্টি কত? |
Ο ক) |
১৫০ |
Ο খ) |
২২৫ |
Ο গ) |
৫০ |
Ο ঘ) |
২৫০ |
সঠিক উত্তর: (খ)
১০. |
নিচের কোনটি মৌলিক সংখ্যা? |
Ο ক) |
১২ |
Ο খ) |
১৫ |
Ο গ) |
২৪ |
Ο ঘ) |
২৯ |
সঠিক উত্তর: (ঘ)
১১. |
০,৩,৮, ১৫,...প্যাটার্নের সাধারণ রাশি কোনটি? |
Ο ক) |
ক |
Ο খ) |
ক + ১ |
Ο গ) |
ক - ১ |
Ο ঘ) |
ক২ - ১ |
সঠিক উত্তর: (ঘ)
১২. |
নিম্নের কোন রাশিটি সর্বদা পূর্ণ-বর্গ সংখ্যার প্রকাশ করে? |
Ο ক) |
ক২ |
Ο খ) |
ক২ - ১ |
Ο গ) |
ক২ + ১ |
Ο ঘ) |
২ক |
সঠিক উত্তর: (ক)
১৩. |
শিশুর গণনা করতে শেখা-সংখ্যা কি? |
Ο ক) |
একটি গল্প |
Ο খ) |
একটি দশমিক |
Ο গ) |
একটি ম্যাজিক |
Ο ঘ) |
একটি প্যাটার্ন |
সঠিক উত্তর: (ঘ)
১৪. |
১,৪,৯,১৬,২৫,... তালিকার সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পায়? |
Ο ক) |
২ |
Ο খ) |
৩ |
Ο গ) |
৫ |
Ο ঘ) |
৭ |
সঠিক উত্তর: (ক)
১৫. |
৮,১৬,২৪,৩২,৪০,....তালিকার পরবর্তী সংখ্যাটি কত? |
Ο ক) |
৩৫ |
Ο খ) |
৩৮ |
Ο গ) |
৪০ |
Ο ঘ) |
৪২ |
সঠিক উত্তর: (খ)
১৬. |
৩১-৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? |
Ο ক) |
২টি |
Ο খ) |
৩টি |
Ο গ) |
৪টি |
Ο ঘ) |
১০টি |
সঠিক উত্তর: (ক)
১৭. |
নিচের কোনটির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়? |
Ο ক) |
দশমিকের সাহায্যে |
Ο খ) |
ত্রিভুজের সাহায্যে |
Ο গ) |
ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে |
Ο ঘ) |
বিন্দুর সাহায্যে |
সঠিক উত্তর: (গ)
১৮. |
(৪ক - ১) বীজগণিতীয় রাশির ১০ম পদ কত? |
Ο ক) |
৩৯ |
Ο খ) |
৪০ |
Ο গ) |
৪১ |
Ο ঘ) |
১৫ |
সঠিক উত্তর: (ক)
১৯. |
২৫, ৩১, ৩৭, ৪৩, ৪৯ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা কত? |
Ο ক) |
৫০ |
Ο খ) |
৫২ |
Ο গ) |
৫৫ |
Ο ঘ) |
৫৬ |
সঠিক উত্তর: (গ)
২০. |
১ - ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? |
Ο ক) |
২টি |
Ο খ) |
৪টি |
Ο গ) |
৭টি |
Ο ঘ) |
৮টি |
সঠিক উত্তর: (ঘ)
২১. |
প্রথম ছয়টি বিজোড় সংখ্যার সমষ্টি কত? |
Ο ক) |
১৬ |
Ο খ) |
৩৬ |
Ο গ) |
৬৬ |
Ο ঘ) |
৯৬ |
সঠিক উত্তর: (খ)
২২. |
কোন ধরনের সংখ্যার ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই? |
Ο ক) |
যৌগিক সংখ্যা |
Ο খ) |
মৌলিক সংখ্যা |
Ο গ) |
জোড় সংখ্যা |
Ο ঘ) |
ধনাত্মক সংখ্যা |
সঠিক উত্তর: (খ)
২৩. |
সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? |
Ο ক) |
১ |
Ο খ) |
২ |
Ο গ) |
৩ |
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (খ)
২৪. |
নিচের কোনটি মৌলিক সংখ্যা? |
Ο ক) |
১০ |
Ο খ) |
১১ |
Ο গ) |
১২ |
Ο ঘ) |
১৪ |
সঠিক উত্তর: (খ)
২৫. |
নিচের কোনটিতে প্যার্টান বিদ্যমান? |
Ο ক) |
১,৭,১০,১৫,...... |
Ο খ) |
১,৪,৭,১০,........ |
Ο গ) |
০,১,৮,১০,১৫,.... |
Ο ঘ) |
০,২,৬,৮,১৬,...... |
সঠিক উত্তর: (খ)
২৬. |
১, ৬, ১১, ২১, .......সংখ্যাগুলোতে নিচের কোনটি বিদ্যমান? |
Ο ক) |
শতকরা |
Ο খ) |
মিশ্র ভগ্নাংশ |
Ο গ) |
একটি প্যাটার্ন |
Ο ঘ) |
উপরের কোনোটি নয় |
সঠিক উত্তর: (গ)
২৭. |
২ সংখ্যাটি- |
Ο ক) |
সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা |
Ο খ) |
সবচেয়ে বড় মৌলিক সংখ্যা |
Ο গ) |
সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা |
Ο ঘ) |
সবচেয়ে বড় যৌগিক সংখ্যা |
সঠিক উত্তর: (ক)
২৮. |
৪ ক্রমের ম্যাজিক বর্গে পাশাপাশি, উপর-নিচ ও কোনাকুনি যোগ করলে যোগফল হয়- |
Ο ক) |
১৫ |
Ο খ) |
৩৪ |
Ο গ) |
৪০ |
Ο ঘ) |
১৬০ |
সঠিক উত্তর: (খ)
২৯. |
(৬ক - ২) বীজগণিতীয় রাশি ১০০ তম পদ কত? |
Ο ক) |
৬২ |
Ο খ) |
৫৯৮ |
Ο গ) |
৬০২ |
Ο ঘ) |
৬২০ |
সঠিক উত্তর: (খ)
৩০. |
১১, ১৪, ১৭, ২০, ২৩, .....সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যার সমষ্টি-। |
Ο ক) |
৪০ |
Ο খ) |
৪২ |
Ο গ) |
৪৩ |
Ο ঘ) |
৪৫ |
সঠিক উত্তর: (ক)
৩১. |
৯১ - ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? |
Ο ক) |
১টি |
Ο খ) |
২টি |
Ο গ) |
৪টি |
Ο ঘ) |
১০টি |
সঠিক উত্তর: (ক)
৩২. |
সকল মৌলিক সংখ্যা-। |
Ο ক) |
১-এর চেয়ে ছোট |
Ο খ) |
১-এর চেয়ে বড় |
Ο গ) |
১ এর চেয়ে বড় কিন্তু ২ এর চেয়ে ছোট |
Ο ঘ) |
জোড় সংখ্যা |
সঠিক উত্তর: (খ)
৩৩. |
৪, ৮, ১৬, ৩২,......সংখ্যাগুলো প্রতিবার- |
Ο ক) |
একই হচ্ছে |
Ο খ) |
দ্বিগুণ হচ্ছে |
Ο গ) |
তিনগুণ হচ্ছে |
Ο ঘ) |
চারগুণ হচ্ছে |
সঠিক উত্তর: (খ)
৩৪. |
৩৭ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? |
Ο ক) |
মৌলিক সংখ্যা |
Ο খ) |
যৌগিক সংখ্যা |
Ο গ) |
জোড় সংখ্যা |
Ο ঘ) |
মিশ্র ভগ্নাংশ সংখ্যা |
সঠিক উত্তর: (ক)
৩৫. |
২, ১০, ৫০, ২৫০,....সংখ্যাগুলো প্রতিবার- |
Ο ক) |
হ্রাস পাচ্ছে |
Ο খ) |
দ্বিগুণ হচেছ |
Ο গ) |
পাঁচগুণ হচ্ছে |
Ο ঘ) |
দশগুণ হচ্ছে |
সঠিক উত্তর: (গ)
৩৬. |
১৫, ১৯, ২৩, ২৭,.......তারিকার- i. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৪ ii. সংখ্যাগুলোতে প্যাটার্ন বিদ্যমান iii. পরবর্তী সংখ্যাদ্বয় হচ্ছে ২৯ ও ৩১ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৩৭. |
১৭ সংখ্যাটি হচ্ছে- |
Ο ক) |
যৌগিক সংখ্যা |
Ο খ) |
জোড় সংখ্যা |
Ο গ) |
ঋণাত্মক সংখ্যা |
Ο ঘ) |
মৌলিক সংখ্যা |
সঠিক উত্তর: (ঘ)
৩৮. |
প্রথম ২০টি বিজোড় সংখ্যার সমষ্টি কত? |
Ο ক) |
৪০ |
Ο খ) |
১২০ |
Ο গ) |
২০০ |
Ο ঘ) |
৪০০ |
সঠিক উত্তর: (ঘ)
৩৯. |
বিজোড় সংখ্যার প্যাটার্ন কোনটি? |
Ο ক) |
২ক |
Ο খ) |
৪ক |
Ο গ) |
২ক- ১ |
Ο ঘ) |
৩ক |
সঠিক উত্তর: (গ)
৪০. |
৬১-৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? |
Ο ক) |
১টি |
Ο খ) |
২টি |
Ο গ) |
৫টি |
Ο ঘ) |
১০০টি |
সঠিক উত্তর: (খ)
৪১. |
‘ক’ স্বাভাবিক সংখ্যা হলে- i. ২ক জোড় সংখ্যা। ii. (২ক + ১) বিজোড় সংখ্যা iii. (ক + ১) সর্বদাই জোড় সংখ্যা। নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৪২. |
(৪ক + ৩) এর পদগুলো যথাক্রমে ৭, ১১, ১৫, ১৯,... হলে ১০ম পদ কত? |
Ο ক) |
৪২ |
Ο খ) |
৪৩ |
Ο গ) |
৪৪ |
Ο ঘ) |
৪৫ |
সঠিক উত্তর: (খ)
৪৩. |
সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? |
Ο ক) |
১ |
Ο খ) |
২ |
Ο গ) |
৩ |
Ο ঘ) |
৪ |
সঠিক উত্তর: (খ)
৪৪. |
ক২ - ১ রাশির ১০০তম পদ কোনটি? |
Ο ক) |
৯৯ |
Ο খ) |
৯৯৯ |
Ο গ) |
৯৯৯৯ |
Ο ঘ) |
১০০০০ |
সঠিক উত্তর: (গ)
৪৫. |
২, ৫, ৮, ১১, ১৪, ....তারিকার সংখ্যাগুলোতে- i. একটি নিয়ম খুঁজে পাওয়া যায় ii. ১ থেকে শুরু করে প্রতিবার ৪ করে যোগ করে হয়েছে iii. একটি প্যাটার্ন বিদ্যমান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৪৬. |
কোন দুটি সংখ্যাকে বর্গ করে যোগ করলে যোগফল ২৫ হবে? |
Ο ক) |
২ ও ৯ |
Ο খ) |
৩ ও ৪ |
Ο গ) |
৭ ও ৮ |
Ο ঘ) |
৬ ও ৭ |
সঠিক উত্তর: (খ)
৪৭. |
নিচের কোন সংখ্যাটিকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়? |
Ο ক) |
৫০ |
Ο খ) |
৬৫ |
Ο গ) |
১০০ |
Ο ঘ) |
৩২৫ |
সঠিক উত্তর: (ঘ)
৪৮. |
১২৫, ১৫০, ৩৭০, ৪৫৫ সংখ্যাগুলো নিচের কোন সংখ্যার গুণিতক? |
Ο ক) |
২ |
Ο খ) |
৫ |
Ο গ) |
১০ |
Ο ঘ) |
২৫ |
সঠিক উত্তর: (খ)
৪৯. |
১৩, ১৬, ১৯, ২২, ২৫,......তালিকার- i. সংখ্যাগুলো একটি নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে ii. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ১৩ iii. পরবর্তী সংখ্যাদ্বয়ের সমষ্টি ৫৯ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৫০. |
১,৫,৬,১১,১৭, ... তালিকার সংখ্যাগুলো- i. একটি প্যাটার্নে লিখা। ii. পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। iii. পরবর্তী সংখ্যাটি ২৮। নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫১. |
প্রথম আটটি বিজোড় সংখ্যার সমষ্টি- |
Ο ক) |
৮ |
Ο খ) |
১৮ |
Ο গ) |
৬৪ |
Ο ঘ) |
৮০ |
সঠিক উত্তর: (গ)
৫২. |
১০০০০, ১০০০, ১০০, ..... সংখ্যাগুলো প্রতিবার- |
Ο ক) |
হ্রাস পাচ্ছে |
Ο খ) |
বৃদ্ধি পাচ্ছে |
Ο গ) |
দশগুণ হচ্ছে |
Ο ঘ) |
একশ গুণ হচ্ছে |
সঠিক উত্তর: (ক)
৫৩. |
প্রথম চারটি বিজোড় সংখ্যার যোগফল একটি-। |
Ο ক) |
বিজোড় সংখ্যা |
Ο খ) |
জোড় সংখ্যা |
Ο গ) |
ঋণাত্মক সংখ্যা |
Ο ঘ) |
অমূলদ সংখ্যা |
সঠিক উত্তর: (খ)
৫৪. |
প্রথম ত্রিশটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? |
Ο ক) |
৩১ |
Ο খ) |
৩০১ |
Ο গ) |
৪৬৫ |
Ο ঘ) |
৯০০ |
সঠিক উত্তর: (গ)
৫৫. |
২ এর গুণিতকগুলোর শেষে কত থাকে? |
Ο ক) |
৪,৬ বা ১০ |
Ο খ) |
২, ৪, ৬ বা ৮ |
Ο গ) |
০, ২, ৪, ৬ বা ৮ |
Ο ঘ) |
০, ১ বা ২ |
সঠিক উত্তর: (গ)
৫৬. |
প্রকৃতির বৈচিত্যময় প্যাটার্ন কিভাবে উপলব্ধি করা যায়? |
Ο ক) |
ইচ্ছে মতো |
Ο খ) |
বিশৃঙ্খলভাবে |
Ο গ) |
গণনা ও সংখ্যার সাহায্যে |
Ο ঘ) |
এলো-মেলোভাবে |
সঠিক উত্তর: (গ)
৫৭. |
৬১ থেকে ১৬ বিয়োগ করলে করলে বিয়োগফল কত দ্বারা নি:শেষে বিভাজ্য? |
Ο ক) |
১০ দ্বারা |
Ο খ) |
৯ দ্বারা |
Ο গ) |
৮ দ্বারা |
Ο ঘ) |
৭ দ্বারা |
সঠিক উত্তর: (খ)
৫৮. |
২,৪,৮,১৬,৩২,....সংখ্যাগুলোর প্যাটার্নের নিয়ম কী? |
Ο ক) |
প্রতিবারে দ্বিগুণ হচ্ছে |
Ο খ) |
প্রতিবারে তিনগুণ হচ্ছে |
Ο গ) |
প্রতিবারে চারগুণ হচ্ছে |
Ο ঘ) |
প্রতিবারে পাঁচগুণ হচ্ছে |
সঠিক উত্তর: (ক)
৫৯. |
ক্রমের ম্যাজিক সংখ্যা কত? |
Ο ক) |
২০ |
Ο খ) |
১৫ |
Ο গ) |
১০ |
Ο ঘ) |
৮ |
সঠিক উত্তর: (খ)
৬০. |
৩ ক্রমের ম্যাজিক বর্গে কয়টি সংখ্যা ব্যবহার করা হয়? |
Ο ক) |
৩টি |
Ο খ) |
৬টি |
Ο গ) |
৯টি |
Ο ঘ) |
১৬টি |
সঠিক উত্তর: (গ)
৬১. |
১৩, ১৭, ২১, ২৫,....সংখ্যাগুলো প্রতিবার- |
Ο ক) |
৩ করে বাড়ছে |
Ο খ) |
৩ করে কমছে |
Ο গ) |
৪ করে বাড়ছে |
Ο ঘ) |
৪ করে কমছে |
সঠিক উত্তর: (গ)
৬২. |
১১ - ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? |
Ο ক) |
১টি |
Ο খ) |
২টি |
Ο গ) |
৪টি |
Ο ঘ) |
৫টি |
সঠিক উত্তর: (গ)
৬৩. |
৩, ৫, ৭, ৯, ১১, ........সংখ্যাগুলোর বীজগণিতীয় রাশি নিচের কোনটি? |
Ο ক) |
২ক + ১ |
Ο খ) |
২ক - ১ |
Ο গ) |
৩ক + ১ |
Ο ঘ) |
৩ক - ১ |
সঠিক উত্তর: (ক)
৬৪. |
৫১, ৫৮, ৬৫, ৭২, ৭৯, ...... সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যার পার্থক্য কত? |
Ο ক) |
৫ |
Ο খ) |
৬ |
Ο গ) |
৭ |
Ο ঘ) |
৯ |
সঠিক উত্তর: (গ)
৬৫. |
নিচের কোনটি ৯১-১০০ এর অবস্থিত মৌলিক সংখ্যা? |
Ο ক) |
৯২ |
Ο খ) |
৯৩ |
Ο গ) |
৯৭ |
Ο ঘ) |
১০০ |
সঠিক উত্তর: (গ)
৬৬. |
৬, ১০, ১৪, ১৮,.....সংখ্যাগুলোতে কত থেকে শুরু করে প্রতিবার ৪ করে বাড়ছে? |
Ο ক) |
০ থেকে শুরু করে |
Ο খ) |
১০ থেকে শুরু করে |
Ο গ) |
৪ থেকে শুরু করে |
Ο ঘ) |
৬ থেকে শুরু করে |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. |
৪, ১২, ৩৬, ১০৮,...সংখ্যাগুলো প্রতিবার- |
Ο ক) |
দ্বিগুণ হচ্ছে |
Ο খ) |
তিনগুণ হচ্ছে |
Ο গ) |
চারগুণ হচ্ছে |
Ο ঘ) |
অর্ধেক হচ্ছে |
সঠিক উত্তর: (খ)
৬৮. |
নিচের কোন সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে লেখা যায়? |
Ο ক) |
৮, ৯ |
Ο খ) |
৯,১০ |
Ο গ) |
১০, ১৩ |
Ο ঘ) |
১৩,১৪ |
সঠিক উত্তর: (গ)
৬৯. |
১০-এর ছোট মৌলিক সংখ্যা কোন গুলো? |
Ο ক) |
১,২,৫,১০ |
Ο খ) |
১,৩,৫,৭,৯ |
Ο গ) |
২,৩,৫,৭ |
Ο ঘ) |
২,৪,৬,৮,১০ |
সঠিক উত্তর: (গ)
৭০. |
৩১ - ৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে- |
Ο ক) |
৩১ ও ৪০ |
Ο খ) |
৩১ ও ৩৭ |
Ο গ) |
৩১ও ৩৫ ও ৪০ |
Ο ঘ) |
৩৯ ও ৪০ |
সঠিক উত্তর: (খ)
৭১. |
৩৮ সংখ্যাটি হচ্ছে- |
Ο ক) |
ঋণাত্মক সংখ্যা |
Ο খ) |
জোড় সংখ্যা |
Ο গ) |
বিজোড় সংখ্যা |
Ο ঘ) |
মৌলিক সংখ্যা |
সঠিক উত্তর: (খ)
৭২. |
২ক রাশির সংখ্যা প্যাটার্নের ১ম দশটি পদের যোগফল কত? |
Ο ক) |
১০০ |
Ο খ) |
১১০ |
Ο গ) |
১২০ |
Ο ঘ) |
২০০ |
সঠিক উত্তর: (খ)
৭৩. |
৯০, ৯৫, ১০০, ১০৫, ১১০, সংখ্যাগুলো কত দ্বারা নি:শেষে বিভাজ্য? |
Ο ক) |
৩ |
Ο খ) |
৫ |
Ο গ) |
৯ |
Ο ঘ) |
১০ |
সঠিক উত্তর: (খ)
৭৪. |
৫-কে বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে, নিচের কোনটি হবে? |
Ο ক) |
১ + ৪ |
Ο খ) |
১২ + ৪২ |
Ο গ) |
১২ + ২২ |
Ο ঘ) |
১২ + ৫২ |
সঠিক উত্তর: (গ)
৭৫. |
১, ৩, ৫, ৭,.....সংখ্যার প্যাটার্নকে কোনটি দ্বারা প্রকাশ করা যায়? |
Ο ক) |
২ক + ২ |
Ο খ) |
২ক - ১ |
Ο গ) |
ক + ১ |
Ο ঘ) |
২ক |
সঠিক উত্তর: (খ)
৭৬. |
৩, ৮, ১৩, ১৮,......তালিকার- i. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৩ ii. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৫ iii. পরবর্তী সংখ্যা হবে ২৩ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৭৭. |
নিচের কোনটি দুইটি মৌলিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ? |
Ο ক) |
২ = ১২ + ১২ |
Ο খ) |
১৩ = ২২ + ৩২ |
Ο গ) |
১০ = ১২ + ৩২ |
Ο ঘ) |
২০ = ৪২ + ২২ |
সঠিক উত্তর: (খ)
৭৮. |
১ থেকে ১০ পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত? |
Ο ক) |
৫৫ |
Ο খ) |
৫০ |
Ο গ) |
৪৫ |
Ο ঘ) |
৪০ |
সঠিক উত্তর: (ক)
৭৯. |
ক২ + ১ রাশির- i. ১ম পদ ২ ii. সবগুলো পদ বিজোড় iii. দশম পদ ১০১ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৮০. |
৮,১৫, ২২, ২৯,....সংখ্যাগুলোর পরপর সংখ্যা পার্থক্য কত? |
Ο ক) |
৪ |
Ο খ) |
৭ |
Ο গ) |
৮ |
Ο ঘ) |
২৩ |
সঠিক উত্তর: (খ)
৮১. |
কোন স্বাভাবিক সংখ্যাকে একাধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায়? |
Ο ক) |
৫০ |
Ο খ) |
১৩ |
Ο গ) |
১০ |
Ο ঘ) |
৮ |
সঠিক উত্তর: (ক)
৮২. |
১,৫,৯,১৩,.......সংখ্যাগুলোতে ১ থেকে শুরু করে প্রতিবার-। |
Ο ক) |
১ করে বাড়ছে |
Ο খ) |
১ করে কমছে |
Ο গ) |
৪ করে বাড়ছে |
Ο ঘ) |
৫ করে বাড়ছে |
সঠিক উত্তর: (গ)
৮৩. |
কাঠি দিয়ে I V N এরূপ বর্ণমালার একটি প্যাটার্ন তৈরি করা হলো পরবর্তী বর্ণটি কী হবে? |
Ο ক) |
M |
Ο খ) |
W |
Ο গ) |
A |
Ο ঘ) |
X |
সঠিক উত্তর: (খ)
৮৪. |
৫, ২৫, ১২৫, ৬২৫, ..... সংখ্যাগুলোর- i. প্রতিবার ৫ গুণ হচ্ছে। ii. ৬২৫ + ১৫২ + ২০২। iii. ৬২৫ = ২৪২ + ৭২। নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৫. |
১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়? |
Ο ক) |
১০টি |
Ο খ) |
৩৪টি |
Ο গ) |
৫৪টি |
Ο ঘ) |
১০০টি |
সঠিক উত্তর: (খ)
৮৬. |
১, ৩, ৫, ৭, ৯, ....., ৬৯ সংখ্যাগুলোর যোগফল কোন ধরনের সংখ্যা হবে? |
Ο ক) |
জোড় সংখ্যা |
Ο খ) |
অমূলদ সংখ্যা |
Ο গ) |
ঋণাত্মক সংখ্যা |
Ο ঘ) |
পূর্ণবর্গ সংখ্যা |
সঠিক উত্তর: (ঘ)
৮৭. |
২ সংখ্যাটি- i. যৌগিক সংখ্যা ii. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা iii. একমাত্র জোড় মৌলিক সংখ্যা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৮৮. |
৩২, ৩৭, ৪২, ৪৭, ৫২,....সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যার সমষ্টি কত? |
Ο ক) |
২ |
Ο খ) |
৩ |
Ο গ) |
৫ |
Ο ঘ) |
৭ |
সঠিক উত্তর: (গ)
৮৯. |
১,৪,৭,১০,১৩,....তালিকার সংখ্যাগুলোর পর পর দুটি সংখ্যার পার্থক্য কত? |
Ο ক) |
১ |
Ο খ) |
২ |
Ο গ) |
৩ |
Ο ঘ) |
৪ |
সঠিক উত্তর: (গ)
৯০. |
২, ১২, ৭২, ৪৩২,....সংখ্যাগুলো প্রতিবার কতগুণ হচেছ? |
Ο ক) |
দ্বিগুণ |
Ο খ) |
তিন গুণ |
Ο গ) |
চার গুণ |
Ο ঘ) |
ছয় গুণ |
সঠিক উত্তর: (ঘ)
৯১. |
৪ ও ৭ সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত? |
Ο ক) |
১৩০ |
Ο খ) |
১০০ |
Ο গ) |
৯০ |
Ο ঘ) |
৬৫ |
সঠিক উত্তর: (ঘ)
৯২. |
�
|
Ο ক) |
৩৪ |
Ο খ) |
৩০ |
Ο গ) |
২৮ |
Ο ঘ) |
২৬ |
সঠিক উত্তর: (ক)
৯৩. |
নিচের কোনটি মৌলিক সংখ্যা? |
Ο ক) |
১১ |
Ο খ) |
২১ |
Ο গ) |
২৮ |
Ο ঘ) |
১১১ |
সঠিক উত্তর: (ক)
৯৪. |
৭, ১১, ১৫, ১৯, ২৩ সংখ্যাগুলোর বীজগণিতীয় রাশি- |
Ο ক) |
৩ক + ৪ |
Ο খ) |
৪ক + ৩ |
Ο গ) |
৫ক + ২ |
Ο ঘ) |
৭ক + ১ |
সঠিক উত্তর: (খ)
৯৫. |
৭১-৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? |
Ο ক) |
২টি |
Ο খ) |
৩টি |
Ο গ) |
৪টি |
Ο ঘ) |
৫টি |
সঠিক উত্তর: (খ)
৯৬. |
৮০ - ৯০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে- |
Ο ক) |
৮০ ও ৯০ |
Ο খ) |
৮১ ও ৮৯ |
Ο গ) |
৮৩ ও ৮৮ |
Ο ঘ) |
৮৩ ও ৮৯ |
সঠিক উত্তর: (ঘ)
৯৭. |
৩ ক্রমের ম্যাজিক সংখ্যা কত? |
Ο ক) |
৩ |
Ο খ) |
৬ |
Ο গ) |
১৫ |
Ο ঘ) |
৩০ |
সঠিক উত্তর: (গ)
নিচের তথ্যের আলোকে তিনটি প্রশ্নের উত্তর দাও: তিন অঙ্কের একটি সংখ্যা ৭৮২ |
৯৮. |
সংখ্যাটিকে বিপরীত ক্রমের অঙ্ক অনুসারে লিখলে সংখ্যাটি কত হয়? |
Ο ক) |
২৮৭ |
Ο খ) |
২৯০ |
Ο গ) |
২৯৫ |
Ο ঘ) |
৩০০ |
সঠিক উত্তর: (ক)
৯৯. |
প্রদত্ত সংখ্যা এবং এর বিপরীত ক্রমের অঙ্কের সংখ্যাটির বিয়োগফল কত? |
Ο ক) |
৪০০ |
Ο খ) |
৪৯৫ |
Ο গ) |
৫০০ |
Ο ঘ) |
৫০৫ |
সঠিক উত্তর: (খ)
১০০. |
প্রাপ্ত বিয়োগফল কত দ্বারা নি:শেষে বিভাজ্য? |
Ο ক) |
৯০ |
Ο খ) |
৯৫ |
Ο গ) |
৯৯ |
Ο ঘ) |
১০০ |
সঠিক উত্তর: (গ)
oh, fine. thanks a lot.
উত্তরমুছুন২৫ কে দুইটি বর্গের অন্তররুপে প্রকাশ করণ দরকার। Kindly answer me
উত্তরমুছুনExcellent
উত্তরমুছুন