NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫

এস.এস.সি || গণিত অনু: - ১৬.৪: আয়তাকার ঘনবস্তু


এস.এস.সি    ||    গণিত
অনু: - ১৬.৪: আয়তাকার ঘনবস্তু


১.
একটি সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h হলে-
i. বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = 2πrh
ii. সমগ্রতলের ক্ষেত্রফল = 2πr(r+h)
iii. আয়তন = 2πr2h
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. কোনো ঘনবস্তুর মাত্রাগুলো a,b, 3c একক হলে এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 2(ab + bc + ca)
ii. কোনো ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল 9 বর্গ সে.মি. হলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 সে.মি.
iii. িএকটি ঘনকের আয়তন ও সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান হলে এক বাহুর দৈর্ঘ্য 6 একক
নিচের কোনটি সঠ্কি?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩.
কোনো সিলিন্ডারের আয়তন 504 ঘন সে.মি. ও উচ্চতা 9 সে.মি. হলে ভূমির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
Ο ক) 
76
Ο খ) 
72
Ο গ) 
63
Ο ঘ) 
56

  সঠিক উত্তর: (ঘ)

৪.
একটি সমবৃত্তভূমিক বলনের ভূমির ব্যাসার্ধ r হলে, এর ভূমির ক্ষেত্রফল কত?
Ο ক) 
2πr
Ο খ) 
πr2
Ο গ) 
2πr2
Ο ঘ) 
4πr

  সঠিক উত্তর: (খ)

৫.
যদি কোন ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 150 বর্গ একক হয় তবে, তার আয়তন কত?
Ο ক) 
25 ঘন একক
Ο খ) 
100 ঘন একক
Ο গ) 
125 ঘন একক
Ο ঘ) 
128 বর্গ একক

  সঠিক উত্তর: (গ)

৬.
আয়তাকার ঘনবস্তুর কয়টি তল?
Ο ক) 
3টি
Ο খ) 
4টি
Ο গ) 
6টি
Ο ঘ) 
8টি

  সঠিক উত্তর: (গ)

৭.
একটি সমবৃত্ত কোণকের ব্যাসার্ধ 8 সে.মি. ও উচ্চতা 6 সে.মি. হেলানো উন্নতি কত সে.মি.?
Ο ক) 
6
Ο খ) 
8
Ο গ) 
10
Ο ঘ) 
12

  সঠিক উত্তর: (গ)

৮.
আয়তকার ঘনবস্তুর মাত্রাগুলোর যোগফল 18 সে.মি. ও অনুপাত 3:2:1 হলে উচ্চতা কত সে.মি.?
Ο ক) 
1
Ο খ) 
2
Ο গ) 
3
Ο ঘ) 
4

  সঠিক উত্তর: (গ)

৯.
কোণকের বক্রতলের ক্ষেত্রফল 120 বর্গ সে.মি. ও হেলানো উন্নতি 6 সে.মি. হলে ভূমির পরিধি কত সে.মি.?
Ο ক) 
20
Ο খ) 
30
Ο গ) 
40
Ο ঘ) 
50

  সঠিক উত্তর: (গ)

১০.
কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 6√2 সে. মি. হলে, এর আয়তন নিচের কোনটি?
Ο ক) 
12√2 সে. মি.
Ο খ) 
24√2 ঘন সে.মি.
Ο গ) 
216 ঘন সে. মি.
Ο ঘ) 
10.392 ঘন সে. মি.

  সঠিক উত্তর: (গ)

১১.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গ মিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য কোনটি?
Ο ক) 
6.928 মিটার প্রায়
Ο খ) 
16.928 মিটার প্রায়
Ο গ) 
48.928 মিটার প্রায়
Ο ঘ) 
192 মিটার প্রায়

  সঠিক উত্তর: (ক)

১২.
একটি ঘনকের ধার 2 সে.মি. হলে পরিসীমা কত সে.মি.?
Ο ক) 
12
Ο খ) 
18
Ο গ) 
24
Ο ঘ) 
30

  সঠিক উত্তর: (ক)

১৩.
i. ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল বর্গ একক হলে আয়তন 125 ঘন একক
ii. ঘনকের ধার 6 সে. মি. হলে আয়তন 1/6 সে. মি.
iii. বৃত্তের পরিধি πr
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

১৪.
কো ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 5 সে. মি. হলে, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত?
Ο ক) 
200 বর্গ সে. মি.
Ο খ) 
150 বর্গ সে. মি.
Ο গ) 
100 বর্গ সে. মি.
Ο ঘ) 
125 বর্গ সে. মি.

  সঠিক উত্তর: (খ)

১৫.
একই ব্যাসার্ধ ও উচ্চতাবিশিষ্ট সিলিন্ডারের আয়তন কোণকের আয়তনের কত গুণ?
Ο ক) 
2
Ο খ) 
3
Ο গ) 
4
Ο ঘ) 
5

  সঠিক উত্তর: (খ)

১৬.
একটি ঘনকের ধার 2 মিটার হলে 1 ঘনমিটার আয়তনের কতটি বল রাখা যাবে?
Ο ক) 
6
Ο খ) 
8
Ο গ) 
10
Ο ঘ) 
12

  সঠিক উত্তর: (খ)

১৭.
কোণকের উচ্চতা ও ব্যাসার্ধ সমান হলে গোলকের আয়তন কোণকের কতগুণ যদি তাদের ব্যাসার্ধ একই হয়?
Ο ক) 
1
Ο খ) 
2
Ο গ) 
3
Ο ঘ) 
4

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 40 সে. মি. 30 সে. মি. ও 18 সে. মি. হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল নিচের কোনটি?
Ο ক) 
88 বর্গ সে. মি.
Ο খ) 
176 বর্গ সে. মি.
Ο গ) 
4920 বর্গ সে. মি.
Ο ঘ) 
21600 বর্গ সে. মি.

  সঠিক উত্তর: (গ)

১৯.
কোন কুয়ার গভীরতা 5 মিটার এবং ব্যাসার্ধ 1 মিটার হলে, ঐ কুয়ার আয়তন নিচের কোনটি?
Ο ক) 
5π ঘন মিটার
Ο খ) 
25π ঘন মিটার
Ο গ) 
125π ঘন মিটার
Ο ঘ) 
π2 ঘন মিটার

  সঠিক উত্তর: (ক)

২০.
একটি কোণকের উচ্চতা 7 সে.মি. ও আয়তন 66 ঘন সে.মি. হলে ব্যাসার্ধ কত সে.মি.?
Ο ক) 
6
Ο খ) 
5
Ο গ) 
4
Ο ঘ) 
3

  সঠিক উত্তর: (ঘ)

২১.
কোন ঘনকের আয়তন 64 ঘন একক হলে, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?
Ο ক) 
16 বর্গ একক
Ο খ) 
64 বর্গ একক
Ο গ) 
96 বর্গ একক
Ο ঘ) 
128 বর্গ একক

  সঠিক উত্তর: (গ)

২২.
কোনো ঘনকের দৈর্ঘ্য� a হলে, এর আয়তন নিচের কোনটি?
Ο ক) 
a2
Ο খ) 
a3
Ο গ) 
3a
Ο ঘ) 
6a2

  সঠিক উত্তর: (খ)

২৩.
কোন আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 10 সে.মি.; প্রস্থ 8 সে. মি. এবং উচ্চতা 4 সে. মি. হলে, ঘনবস্তুর আয়তন কত?
Ο ক) 
320 ঘন সে. মি.
Ο খ) 
420 ঘন সে. মি.
Ο গ) 
160 ঘন সে. মি.
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ক)

২৪.
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে, তাকে কি বলা হয়?
Ο ক) 
আয়তক্ষেত্র
Ο খ) 
ঘনক
Ο গ) 
ত্রিভুজ
Ο ঘ) 
ট্রাপিজিয়াম

  সঠিক উত্তর: (খ)

২৫.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 54 বর্গ সে.মি. হলে প্রতি পাশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
Ο ক) 
6
Ο খ) 
7
Ο গ) 
8
Ο ঘ) 
9

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
সমবৃত্তভূমিক বেলনের বক্রতলকে কি বলা হয়?
Ο ক) 
অর্ধবৃত্ত
Ο খ) 
পৃষ্ঠতল
Ο গ) 
বক্রপৃষ্ঠ
Ο ঘ) 
সৃজক

  সঠিক উত্তর: (গ)

২৭.
একটি ঘনক কয়টি বর্গক্ষেত্রে নিয়ে গঠিত?
Ο ক) 
3
Ο খ) 
4
Ο গ) 
5
Ο ঘ) 
6

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
i. আয়তাকার ঘনবস্তু হচ্ছে তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তু
ii. আয়তাকার ঘনবস্তুর 4টি তল
iii. আয়তাকার ঘনবস্তুর বিপরীত তলগুলো পরস্পর সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২৯.
একটি ঘনকের আয়তন 216 ঘন সে.মি. হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সে.মি.?
Ο ক) 
3
Ο খ) 
4
Ο গ) 
5
Ο ঘ) 
6

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
যদি একটি ধাতব ঘনকাকৃতি ট্যাঙ্ক এর ধার 3 ফুট হয় এবং তা যদি একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 3,4,5 একক এর মধ্যে রাখা হয়। তবে, ট্যাঙ্কিতে কি পরিমাণ পানি ধারণ করবে?
Ο ক) 
20
Ο খ) 
30
Ο গ) 
33
Ο ঘ) 
34

  সঠিক উত্তর: (গ)

৩১.
1 ঘন সে.মি. আকৃতির 64 টি ঘনক যে ঘনাকৃতির বাক্সে রাখা যায় তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত সে.মি.?
Ο ক) 
4
Ο খ) 
5
Ο গ) 
6
Ο ঘ) 
7

  সঠিক উত্তর: (ক)

৩২.
তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে কি বলে?
Ο ক) 
ত্রিভুজ
Ο খ) 
চতুর্ভুজ
Ο গ) 
আয়তাকার ঘনবস্তু
Ο ঘ) 
পৃষ্ঠতল

  সঠিক উত্তর: (গ)

৩৩.
একটি সিলিন্ডারের ভুমি 2 মিটার ও উচ্চতা 1 মিটার হলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গমিটার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৩৪.
আয়তাকার ঘনবস্তুর বিপরীত তলগুলো পরস্পর-
Ο ক) 
সমান
Ο খ) 
অসমান
Ο গ) 
ত্রিভুজ
Ο ঘ) 
ঋণাত্মক

  সঠিক উত্তর: (ক)

৩৫.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 24 মিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত মিটার?
Ο ক) 
1
Ο খ) 
2
Ο গ) 
3
Ο ঘ) 
4

  সঠিক উত্তর: (খ)

৩৬.
11 মিটার দৈর্ঘ্যের ও 5 মিটার উচ্চতার বাক্সের আয়তন 330 ঘন মিটার হলে প্রস্থ কত মিটার?
Ο ক) 
6
Ο খ) 
7
Ο গ) 
8
Ο ঘ) 
9

  সঠিক উত্তর: (ক)

৩৭.
সমবৃত্তভূমিক বেলনের আয়তন কি?
Ο ক) 
πr2
Ο খ) 
2πrh
Ο গ) 
πr2h
Ο ঘ) 
2πr

  সঠিক উত্তর: (গ)

৩৮.
কোন সমকোণী ত্রিভূজের অতিভুজকে লম্বের চারিদিকে ঘুরালে কোন ঘনবস্তুর উৎপন্ন হয়?
Ο ক) 
ঘনক
Ο খ) 
সিলিন্ডার
Ο গ) 
গোলক
Ο ঘ) 
কোণক

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
একটি ঘনকের ও বর্গের ধার সমান হলে ও ঘনকের আয়তন বর্গের ক্ষেত্রফলের 4 গুন হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত একক?
Ο ক) 
2
Ο খ) 
3
Ο গ) 
4
Ο ঘ) 
5

  সঠিক উত্তর: (গ)

উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:
একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা 10 সে. মি. এবং ভূমির ব্যাস 14 সে. মি.
৪০.
সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ কত?
Ο ক) 
7 সে. মি.
Ο খ) 
14 সে. মি.
Ο গ) 
24 সে. মি.
Ο ঘ) 
26 সে. মি.

  সঠিক উত্তর: (ক)

৪১.
সমবৃত্তভূমিক বেলনের আয়তন নিচের কোনটি?
Ο ক) 
219.91 ঘন সে. মি. প্রায়
Ο খ) 
1539.38 ঘন সে. মি. প্রায়
Ο গ) 
3078.77 ঘন সে. মি. প্রায়
Ο ঘ) 
6157.54 ঘন সে. মি. প্রায়

  সঠিক উত্তর: (খ)

৪২.
সমবৃত্তভূমিক বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নিচের কোনটি?
Ο ক) 
747.7 বর্গ সে. মি. প্রায়
Ο খ) 
2111.16 বর্গ সে. মি. প্রায়
Ο গ) 
1539.38 বর্গ সে. মি. প্রায়
Ο ঘ) 
1495.4 বর্গ সে. মি. প্রায়

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...