NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫

এস.এস.সি || গণিত অনু: - ১৭: পরিসংখ্যান


এস.এস.সি    ||    গণিত
অনু: - ১৭: পরিসংখ্যান


১.
1,2,3,4,5,6,7 উপাত্তগুলোর-
i. গাণিতিক গড় 4
ii. মধ্যক 4
iii. প্রচুরক 7
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i

  সঠিক উত্তর: (ক)

২.
একটি শ্রেণীর শিক্ষার্থীদের-
i. উচ্চতা অবিচ্ছিন্ন চলক
ii. ওজন বিচ্ছিন্ন চলক
iii. প্রাপ্ত নম্বর বিচ্ছিন্ন চলক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩.
গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলি নিচের কোনটি?
Ο ক) 
পরিসংখ্যানের উপাত্ত
Ο খ) 
পরিসংখ্যানিক
Ο গ) 
সারণি
Ο ঘ) 
ব্যাপ্তি

  সঠিক উত্তর: (ক)

৪.
নিচের কোনটি অবিচ্ছিন্ন চলকের উদাহরণ?
Ο ক) 
পরীক্ষার নম্বর
Ο খ) 
জনসংখ্যা
Ο গ) 
তাপমাত্রা
Ο ঘ) 
ক্রমিক নম্বর

  সঠিক উত্তর: (গ)

৫.
বিচ্ছিন্ন চলকের উদাহরণ-
i. বাংলাদেশের মোট গ্রাম সংখ্যা
ii. বাংলাদেশের মোট উপজেলা সংখ্যা
iii. তাপমাত্রা ও বয়স
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i

  সঠিক উত্তর: (ক)

৬.
কোনো শ্রেণীর ব্যাপ্তি 18-22 এবং ধাপ বিচ্যুতি 0 হলে আনুমানিক গড় কত?
Ο ক) 
20
Ο খ) 
19
Ο গ) 
18
Ο ঘ) 
22

  সঠিক উত্তর: (ক)

৭.
i. অবিচ্ছিন্ন চলকের দুইটি মানের মধ্যবর্তী যেকোনো সংখ্যা ঐ চলকের মান হতে পারে
ii. অনেক সময় শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন করার প্রয়োজন হয়
iii. অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে মধ্যবিন্দু নিয়ে বহুভুজ আঁকা সুবিধাজনক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii  ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮.
সারণিভুক্তকরণের ক্ষেত্রে প্রথমে কোনটি নির্ণয় করতে হয়?
Ο ক) 
শ্রেণি সংখ্যা
Ο খ) 
শ্রেণি ব্যবধান
Ο গ) 
পরিসর
Ο ঘ) 
গণসংখ্যা

  সঠিক উত্তর: (গ)

৯.
নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ?
Ο ক) 
পরীক্ষার নম্বর
Ο খ) 
তাপমাত্রা
Ο গ) 
বয়স
Ο ঘ) 
ওজন

  সঠিক উত্তর: (ক)

১০.
আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণিব্যাপ্তি কেমন হতে হবে?
Ο ক) 
বিচ্ছিন্ন
Ο খ) 
অবিচ্ছিন্ন
Ο গ) 
ধনাত্মক পূর্ণসংখ্যা
Ο ঘ) 
ঋণাত্মক পূর্ণ সংখ্যা

  সঠিক উত্তর: (খ)

১১.
গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের কয়টি বহুভুজ অঙ্কন করা যায়?
Ο ক) 
আয়তলেখ
Ο খ) 
অজিভ রেখা
Ο গ) 
পাইচিত্র
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (ক)

১২.
আয়তলেখ আঁকতে-
i. x-অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নেওয়া হয়
ii. y-অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয়
iii. y-অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৩.
কোনো উপাত্তের সর্বোচ্চ সংখ্যা ও সর্বনিম্ন সংখ্যা যথাক্রমে 17 ও 5 হলে উপাত্তের পরিসর নিচের কোনটি?
Ο ক) 
17
Ο খ) 
13
Ο গ) 
5
Ο ঘ) 
12

  সঠিক উত্তর: (খ)

১৪.
কোনো উপাত্তে যদি একটি সংখ্যা একাধিক বার না থাকে তবে প্রচুরক কি হবে?
Ο ক) 
1
Ο খ) 
সকল সংখ্যাই
Ο গ) 
উপাত্তের যেকোনো মান
Ο ঘ) 
প্রচরক নেই

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে কী বলে?
Ο ক) 
চলক
Ο খ) 
ক্রমযোজিত গণসংখ্যা
Ο গ) 
মধ্যক
Ο ঘ) 
প্রচুরক

  সঠিক উত্তর: (ক)

১৬.
উপাত্তে ব্যবহারিত সংখ্যাসমূহকে নিচের কোনটি বলে?
Ο ক) 
সূচক
Ο খ) 
মধ্যক
Ο গ) 
বিচ্ছিন্নতা
Ο ঘ) 
চলক

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
কোনটি অনন্য নয়?
Ο ক) 
মধ্যক
Ο খ) 
প্রচুরক
Ο গ) 
গড়
Ο ঘ) 
শ্রেণী ব্যাপ্তি

  সঠিক উত্তর: (খ)

১৮.
উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জিভূত হওয়ার প্রবণতাকে কী বলা হয়?
Ο ক) 
মধ্যক
Ο খ) 
প্রচুরক
Ο গ) 
গড়
Ο ঘ) 
কেন্দ্রীয় প্রবণতা

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
বিচ্ছিন্ন চলকের মান নিচের কোনটি হতে পারে?
Ο ক) 
পূর্ণবর্গ
Ο খ) 
পূর্ণসংখ্যা
Ο গ) 
বাস্তব সংখ্যা
Ο ঘ) 
ঘনমূল

  সঠিক উত্তর: (খ)

২০.
উপাত্ত কত প্রকার?
Ο ক) 
2
Ο খ) 
3
Ο গ) 
4
Ο ঘ) 
5

  সঠিক উত্তর: (ক)

২১.
চলক কত প্রকার?
Ο ক) 
5
Ο খ) 
4
Ο গ) 
3
Ο ঘ) 
2

  সঠিক উত্তর: (ঘ)

২২.
যে চলকের মান শুধু পূর্ণ সংখ্যা হতে পারে তাকে কী বলে?
Ο ক) 
বিচ্ছিন্ন চলক
Ο খ) 
অবিচ্ছিন্ন চলক
Ο গ) 
অবিন্যস্ত চলক
Ο ঘ) 
বিন্যস্ত চলক

  সঠিক উত্তর: (ক)

২৩.
উপাত্তসমূহ সারণিভুক্ত করা ও লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন কী ধরনের পদ্ধতি?
Ο ক) 
আধুনিক ও কম ব্যবহৃত পদ্ধতি
Ο খ) 
বহুল প্রচলিত এবং  ব্যাপক ব্যবহৃত পদ্ধতি
Ο গ) 
বিজ্ঞান গবেষণায় ব্যবহৃত পদ্ধতি
Ο ঘ) 
তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি

  সঠিক উত্তর: (খ)

২৪.
নিচের কোনটি নির্ণয় করতে ক্রমোযোজিত গণসংখ্যার প্রয়োজন হয়?
Ο ক) 
অজিভরেখা
Ο খ) 
আয়তলেখ
Ο গ) 
প্রচুরক
Ο ঘ) 
গড়

  সঠিক উত্তর: (ক)

২৫.
5
10
15
20
25
2
6
8
5
3
গণসংখ্যা সারণিতে-
i. মধ্যক 15
ii. প্রচুরক 15
iii. ক্রমযোজিত গণসংখ্যা 8
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৬.
কোন লেখচিত্র অঙ্কনের জন্য প্রকৃত শ্রেণিসীমা নির্ণয় করতে হয়?
Ο ক) 
আয়তলেখ
Ο খ) 
আইচিত্র
Ο গ) 
অজিভ রেখা
Ο ঘ) 
রেখচিত্র

  সঠিক উত্তর: (ক)

২৭.
7,8,9,7,6,5,8,7 সংখ্যাগুলোর নিচের কোনটি?
Ο ক) 
9
Ο খ) 
8.5
Ο গ) 
7
Ο ঘ) 
5

  সঠিক উত্তর: (গ)

২৮.
আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণিব্যাপ্তি কেমন হতে হবে?
Ο ক) 
বিচ্ছিন্ন
Ο খ) 
অবিচ্ছিন্ন
Ο গ) 
ধানাত্মকপূর্ণসংখ্যা
Ο ঘ) 
ঋণাত্মক পূর্ণ সংখ্য

  সঠিক উত্তর: (খ)

২৯.
পরিসর 27 হলে 5 ব্যবধান নিয়ে গণসংখ্যা সারণি তৈরি করলে কতটি শ্রেণী হবে?
Ο ক) 
6টি
Ο খ) 
5টি
Ο গ) 
4টি
Ο ঘ) 
27টি

  সঠিক উত্তর: (ক)

৩০.
সারণিভুক্ত উপাত্তসমূহ লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করার উদ্দেশ্য কী?
Ο ক) 
জ্ঞান লাভ করা
Ο খ) 
সহজবোধ্যতা ও চিত্তাকর্ষক
Ο গ) 
সূত্রের ব্যবহার
Ο ঘ) 
বিশ্লেষণ করা

  সঠিক উত্তর: (খ)

৩১.
উপাত্তকে মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত সমান দুইভাগে ভাগ করে সেই মান নিচের কোনটি?
Ο ক) 
গড়
Ο খ) 
মধ্যক
Ο গ) 
প্রচুরক
Ο ঘ) 
ভাব গড়

  সঠিক উত্তর: (খ)

৩২.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. অনুসন্ধানাধীন উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল
ii. জনসংখ্যামূলক উপাত্তের চলক হচ্ছে বিচ্ছিন্ন চলক
iii. গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
i. উপাত্তসমূহের সমষ্টিকে সংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড় পাওয়া যায়
ii. উপাত্তের সংখ্যা বেশি হলে এটা খুব দুরুহ ব্যাপার
iii. সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ে নির্ণয় করা যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩৪.
গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলিকে কী বলে?
Ο ক) 
উপাত্ত
Ο খ) 
শ্রেণি ব্যবধান
Ο গ) 
শ্রেণি মধ্যমান
Ο ঘ) 
উপাত্তের পরিসর

  সঠিক উত্তর: (ক)

৩৫.
48-এ বর্ণিত গণসংখ্যা নিবেশন সারণির মধ্যক নিচের কোনটি?
Ο ক) 
188
Ο খ) 
186
Ο গ) 
12
Ο ঘ) 
190

  সঠিক উত্তর: (ক)

৩৬.
উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকেক পূঞ্জিভূত হওয়ার প্রবণতাকে কি বলে?
Ο ক) 
কেন্দ্রীয় প্রবণতা
Ο খ) 
মধ্যক
Ο গ) 
প্রচুরক
Ο ঘ) 
গড়

  সঠিক উত্তর: (ক)

৩৭.
সাধারণ পদ্ধতিতে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণেয় গড়ের মান কিরূপ?
Ο ক) 
প্রথমটি বেশি হয়
Ο খ) 
ভিন্ন হয়
Ο গ) 
একই হয়
Ο ঘ) 
প্রথমটি কম হয়

  সঠিক উত্তর: (গ)

৩৮.
কোনো উপাত্ত সারণিভুক্ত করতে প্রথমে কোনটি করতে হবে?
Ο ক) 
মধ্যক নির্ণয়
Ο খ) 
প্রচুরক নির্ণয়
Ο গ) 
শ্রেণী নির্ণয়
Ο ঘ) 
পরিসর নির্ণয়

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
বহুভুজে বাহুর সংখ্যা কয়টি?
Ο ক) 
উপাত্তের সংখ্যার সমান ( n )
Ο খ) 
উপাত্তের সংখ্যা চেয়ে 1 কম
Ο গ) 
উপাত্তের সংখ্যার চেয়ে 1 বেশি
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (গ)

৪০.
কোনো “ঘটনা” সম্পর্কিত সংখ্যামানের তথ্যাবলিকে ঐ ঘটনার কী বলা হয়?
Ο ক) 
পরিসংখ্যান
Ο খ) 
সংখ্যা তথ্য
Ο গ) 
উপাত্ত
Ο ঘ) 
পরিসংখ্যান পদ্ধতি

  সঠিক উত্তর: (ক)

৪১.
12,13,14,14,14,9,5,4,উপাত্তগুলোর-
i. সর্বোচ্চ মান 4
ii. সর্বনিম্নমান
iii. প্রচুরক 14
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪২.
7,8 ও12� সংখ্যাগুলোর গড় কত?
Ο ক) 
8
Ο খ) 
11
Ο গ) 
9
Ο ঘ) 
12

  সঠিক উত্তর: (গ)

৪৩.
সারণিভুক্ত দ্বারা কী বুঝায়?
Ο ক) 
উপাত্তের উপস্থাপন
Ο খ) 
উপাত্তের বিশ্লেষণ
Ο গ) 
উপাত্তের ফলালফ
Ο ঘ) 
উপাত্তের উৎকর্ষতা

  সঠিক উত্তর: (ক)

৪৪.
সাধারণত কোনো চলকের যে মানটি সবচেয়ে বেশিবার উপস্থাপিত হয়, তাকে কী বলা হয়?
Ο ক) 
প্রচুরক
Ο খ) 
গড়
Ο গ) 
মধ্যক
Ο ঘ) 
গড় ব্যবধান

  সঠিক উত্তর: (ক)

৪৫.
ক্রমযোজিত গণসংখ্যা সারণি-
i. ব্যতীত গড় নির্ণয় করা সম্ভব নয়
ii. সধ্যমা নির্ণয়ের জন্য আবশ্যক
iii. অজিভ রেখা অঙ্কনের জন্য আবশ্যক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৬.
কোনো শ্রেণীর ধাপ বিচ্যুতি 2, আনুমানিক গড় 20 ও শ্রেণী ব্যবধান 8 হলে শ্রেণী মধ্যমান কত?
Ο ক) 
26
Ο খ) 
28
Ο গ) 
2
Ο ঘ) 
20

  সঠিক উত্তর: (খ)

৪৭.
আয়তলেখ ব্যতীত গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য নিচের কোনটি নির্ণয় করতে হয়?
Ο ক) 
শ্রেণি নিম্নসীমা
Ο খ) 
শ্রেণি উচ্চসীমা
Ο গ) 
ক্রমযোজিত গণসংখ্যা
Ο ঘ) 
শ্রেণির মধ্যবিন্দু

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
কেন্দ্রীয় মান একটি-।
Ο ক) 
শ্রেণী
Ο খ) 
ব্যাপ্তি
Ο গ) 
পরিসর
Ο ঘ) 
সংখ্যা

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
নম্বর
1-10
11-20
21-30
31-50
গণসংখ্যা
2
8
10
5
যোজিত ফল
2
10
20
25
গণসংখ্যা নিবেশন সারণিতে-
i. মধ্যক শ্রেণীর নিম্নমান 21
ii. প্রচরক শ্রেণীর উচ্চমান 30
iii. মধ্যক ও প্রচুরক ভিন্ন শ্রেণীতে বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫০.
8-12,13-17,18-22 শ্রেণী ব্যাপ্তির প্রথম শ্রেণীর প্রকৃত উচ্চ সীমা ও নিম্ন সীমা নিচের কোনটি?
Ο ক) 
11.5 ও 8.5
Ο খ) 
13
Ο গ) 
12.5 ও 7. 5
Ο ঘ) 
8 ও 12

  সঠিক উত্তর: (গ)

৫১.
কোনো শ্রেণিতে প্রকৃত উচ্চসীমা ও নিম্নসীমার পার্থক্য নিচের কোনটি?
Ο ক) 
শ্রেণি সীমা
Ο খ) 
শ্রেণি ব্যবধান
Ο গ) 
শ্রেণি মধ্যবিন্দু
Ο ঘ) 
শ্রেণি ব্যাপ্তি

  সঠিক উত্তর: (খ)

উদ্ধৃত অংশটুকু পড়ে নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ক্রিকেট খেলার ১ম পাঁচ ওভারে বাংলাদেশের সংগ্রহকৃত রানের গণসংখ্যা সারণি নিচে দেওয়া হলো-
ওভার
১ম
২য়
৩য়
৪র্থ
৫ম
রান
১০
উইকেট
৫২.
পাঁচ ওভারে বাংলাদেশের মোট সংগ্রকৃত রান কত?
Ο ক) 
২০
Ο খ) 
২৫
Ο গ) 
৩০
Ο ঘ) 
৩৫

  সঠিক উত্তর: (গ)

৫৩.
ওভার প্রতি রানের গড় কত?
Ο ক) 
১০
Ο খ) 

Ο গ) 


Ο ঘ) 


  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
পাঁচ ওভারে বাংলাদেশের উইকেট পতন কয়টি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 


Ο ঘ) 


  সঠিক উত্তর: (ঘ)

1 টি মন্তব্য:

  1. এস এস সি সকল বিষয়ে সৃজনশীল প্রশ্ন সংযুক্ত করলে ভালো হতো

    উত্তরমুছুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...