এস.এস.সি ||
গণিত অনু: - ৮.৫: বৃত্ত সম্পর্কীয় সম্পাদ্য ও বৃত্তের স্পর্শক অঙ্কন |
১. |
কোনো বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল করে কয়টি স্পর্শক আঁকা যাবে? |
Ο ক) |
4 |
Ο খ) |
3 |
Ο গ) |
2 |
Ο ঘ) |
1 |
সঠিক উত্তর: (গ)
২. |
i. বৃত্তের কেন্দ্র নির্ণয়ের বৃত্তের দুইটি জ্যায়ের লম্বাদ্বিখন্ডক আঁকতে হয় ii. সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও অন্তকেন্দ্র একই বিন্দু iii. দুইটি পরস্পরচ্ছেদী বৃত্তের ছেদবিন্দু 3টি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৩. |
একটি বৃত্তের কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়? |
Ο ক) |
1 |
Ο খ) |
2 |
Ο গ) |
3 |
Ο ঘ) |
4 |
সঠিক উত্তর: (ক)
৪. |
i. কোনো বৃত্তে একটি সরলরেখার উপর লম্ব দুইটি স্পর্শক আঁকা যায় ii. সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও অন্ত:কেন্দ্র একই বিন্দু iii. কোনো ত্রিভুজের কেবল দুইটি অন্তর্বৃত্ত আঁকা যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৫. |
বৃত্তের বহি:স্থ দুইটি ভিন্ন বিন্দু হতে বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যায়? |
Ο ক) |
2 |
Ο খ) |
4 |
Ο গ) |
6 |
Ο ঘ) |
8 |
সঠিক উত্তর: (খ)
৬. |
একটি ত্রিভুজের কয়টি পরিবৃত্ত আঁকা যায়? |
Ο ক) |
1 |
Ο খ) |
2 |
Ο গ) |
3 |
Ο ঘ) |
4 |
সঠিক উত্তর: (ক)
৭. |
সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু ও বিপরীত শীর্ষের সংযোজক রেখাংশ অতিভুজের- |
Ο ক) |
সমান |
Ο খ) |
দ্বিগুণ |
Ο গ) |
তিনগুণ |
Ο ঘ) |
অর্ধেক |
সঠিক উত্তর: (ঘ)
৮. |
পরস্পরকে বহি:স্পর্শ করে এমন দুইটি বৃত্তের কয়টি সরল সাধারণ স্পর্শক আঁকা যায়? |
Ο ক) |
1 |
Ο খ) |
2 |
Ο গ) |
3 |
Ο ঘ) |
4 |
সঠিক উত্তর: (গ)
৯. |
i. বৃত্তের কোনো বিন্দুতে একাধিক স্পর্শক আঁকা যায় ii. বৃত্তের কেন্দ্র প্রত্যেক ব্যাসের মধ্যবিন্দু iii. কোনো চাপ অর্ধবৃত্ত হলে তার ডিগ্রি পরিমাপ 1800 নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
১০. |
কোন ত্রিভুজের পরিকেন্দ্র ও অন্ত:কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত? |
Ο ক) |
সমবাহু |
Ο খ) |
সমদ্বিবাহু |
Ο গ) |
সূক্ষ্মকোণী |
Ο ঘ) |
সমকোণী |
সঠিক উত্তর: (ক)
১১. |
দুইটি সমান বৃত্ত পরস্পরকে বহি:স্থভাবে স্পর্শ করে। একটি ব্যাসার্ধ 2 একক হলে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত একক? |
Ο ক) |
2 |
Ο খ) |
4 |
Ο গ) |
8 |
Ο ঘ) |
1 |
সঠিক উত্তর: (খ)
১২. |
6 মিটার ও 4 মিটার ব্যাসের দুইটি বৃত্ত পরস্পরকে বহি:স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত মিটার? |
Ο ক) |
5 |
Ο খ) |
6 |
Ο গ) |
7 |
Ο ঘ) |
10 |
সঠিক উত্তর: (ঘ)
১৩. |
কোনো বৃত্তের ব্যাসের উপর লম্ব এরূপ কয়টি স্পর্শক আঁকা যায়? |
Ο ক) |
4 |
Ο খ) |
3 |
Ο গ) |
2 |
Ο ঘ) |
1 |
সঠিক উত্তর: (খ)
১৪. |
কোন ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কনে পরিকেন্দ্র ত্রিভুজের বহির্ভাগে থাকে? |
Ο ক) |
সমবাহু |
Ο খ) |
সমকোণী |
Ο গ) |
স্থূলকোনী |
Ο ঘ) |
প্রবৃদ্ধকোণী |
সঠিক উত্তর: (গ)
১৫. |
দুইটি বৃত্তের কয়টি তির্যক সাধারণ স্পর্শক আঁকা যায়? |
Ο ক) |
4 |
Ο খ) |
3 |
Ο গ) |
2 |
Ο ঘ) |
1 |
সঠিক উত্তর: (গ)
১৬. |
i. স্পর্শ বিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী ii. বৃত্তের কোনো বিন্দু দিয়ে ঐ বিন্দুগামী ব্যাসার্ধের ওপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটির স্পর্শক হয় iii. বৃত্তে অন্তলিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৭. |
i. কোনো বৃত্তের অভ্যন্তরে দুইটি বৃত্ত থাকলে বৃত্ত তিনটির কোনো সাধারণ স্পর্শক নেই ii. বৃত্তের স্পর্শ জ্যা ব্যাস অপেক্ষা বৃহত্তম iii. বৃত্তের বহি:স্থ কোনো বিন্দু হতে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮. |
বৃত্তের বাইরে কোন বিন্দু থেকে বৃত্তে কয় স্পর্শক আঁকা যাবে? |
Ο ক) |
েএকটি |
Ο খ) |
দুইটি |
Ο গ) |
তিনটি |
Ο ঘ) |
চারটি |
সঠিক উত্তর: (খ)
১৯. |
একটি বৃত্তের পরিধিস্থ বিন্দুতে ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্বটি কী বলে? |
Ο ক) |
ছেদক |
Ο খ) |
স্পর্শক |
Ο গ) |
স্পর্শ জ্যা |
Ο ঘ) |
স্পর্শগামী ব্যাসার্ধ |
সঠিক উত্তর: (খ)
২০. |
বৃত্তের কোন বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়? |
Ο ক) |
একটি |
Ο খ) |
দুইটি |
Ο গ) |
তিনটি |
Ο ঘ) |
চারটি |
সঠিক উত্তর: (ক)
২১. |
পরস্পর অন্ত:স্পর্শ করে এমন দুইটি বৃত্তের কয়টি সরল সাধারণ স্পর্শক আঁকা যায়? |
Ο ক) |
1 |
Ο খ) |
2 |
Ο গ) |
3 |
Ο ঘ) |
4 |
সঠিক উত্তর: (ক)
২২. |
কোনো বৃত্তের পরস্পর লম্ব দুইটি জ্যা এর সমান্তরাল কয়টি স্পর্শক আঁকা যায় |
Ο ক) |
1 |
Ο খ) |
2 |
Ο গ) |
3 |
Ο ঘ) |
4 |
সঠিক উত্তর: (ঘ)
২৩. |
i. বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক আঁকা যায় ii. বৃত্তস্থিত কোনো বন্দিুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করতে হলে বর্ণিত বিন্দুতে ব্যাসার্ধ অঙ্কন করে ব্যাসার্ধের উপর লম্ব আঁকতে হবে iii. কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৪. |
কোন ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে অবস্থান করে? |
Ο ক) |
বিষমবাহু |
Ο খ) |
সূক্ষ্মকোণী |
Ο গ) |
সমকোণী |
Ο ঘ) |
স্থূলকোণী |
সঠিক উত্তর: (খ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন