NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫

এস.এস.সি || গণিত অনু: - ১৪.৩: প্রতিসমতা


এস.এস.সি    ||    গণিত
অনু: - ১৪.৩: প্রতিসমতা


১.
রেখা প্রতিসমতাকে কী বলা হয়?
Ο ক) 
প্রতিফলন প্রতিসমতা
Ο খ) 
প্রতিসরণ প্রতিসমতা
Ο গ) 
আয়না প্রতিসমতা
Ο ঘ) 
লেন্স প্রতিসমতা

  সঠিক উত্তর: (ক)

২.
সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কয়টি?
Ο ক) 
1
Ο খ) 
2
Ο গ) 
3
Ο ঘ) 
4

  সঠিক উত্তর: (গ)

৩.
ষড়ভুজের ছয় কোণের সমষ্টি কত ডিগ্রি?
Ο ক) 
5400
Ο খ) 
7200
Ο গ) 
8400
Ο ঘ) 
9600

  সঠিক উত্তর: (খ)

৪.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. প্রতিসমতা একটি প্রয়োজনীয় জ্যামিতিক ধারণা
ii. সুষম পঞ্চভুজে 4টি প্রতিসম ত্রিভুজ বিদ্যমান
iii. ‍S বর্ণটির রেখা প্রতিসমতা বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫.
কোনটির মধ্য প্রতিসমতা নেই?
Ο ক) 
মৌচাক
Ο খ) 
চেয়ার
Ο গ) 
ফুল
Ο ঘ) 
কলম

  সঠিক উত্তর: (ঘ)

৬.
সুষম ষড়ভুজের কয়টি প্রতিসাম্য রেখা বিদ্যমান?
Ο ক) 
2
Ο খ) 
3
Ο গ) 
4
Ο ঘ) 
6

  সঠিক উত্তর: (ঘ)

৭.
রেখা প্রতিসমতা ক্ষেত্রে প্রতিসাম্য বস্তুর স্থির সরলরেখার সংখ্যা কত?
Ο ক) 
10
Ο খ) 
20
Ο গ) 
30
Ο ঘ) 
অসংখ্য

  সঠিক উত্তর: (ঘ)

৮.
কোনটি সুষম চতুর্ভুজ?
Ο ক) 
রম্বস
Ο খ) 
আয়তক্ষেত্র
Ο গ) 
সামান্তরিক
Ο ঘ) 
বর্গক্ষেত্র

  সঠিক উত্তর: (ঘ)

৯.
সুষম ষড়ভুজের কয়টি প্রতিসাম্য রেখা আছে?
Ο ক) 
৪টি
Ο খ) 
৫টি
Ο গ) 
৬টি
Ο ঘ) 
৭টি

  সঠিক উত্তর: (গ)

১০.
রেখা প্রতিসমতার ক্ষেত্রে প্রতিসাম্য বস্তুর স্থির বিন্দুর সংখ্যা কত?
Ο ক) 
10
Ο খ) 
20
Ο গ) 
30
Ο ঘ) 
অসংখ্য

  সঠিক উত্তর: (ঘ)

১১.
চারটি প্রতিসাম্য রেখা আছে কোনটির?
Ο ক) 
আয়তক্ষেত্র
Ο খ) 
সামান্তরিক
Ο গ) 
রম্বস
Ο ঘ) 
বর্গক্ষেত্র

  সঠিক উত্তর: (ঘ)

১২.
প্রতিসমতা একটি প্রয়োজনী জ্যামিতিক ধারণা যা কোথায় থাকে?
Ο ক) 
প্রকৃতি
Ο খ) 
কৃত্রিমভাবে তৈরি করে
Ο গ) 
বইয়ে
Ο ঘ) 
উপরের কোনোটিই নয়

  সঠিক উত্তর: (ক)

১৩.
তিনটি প্রতিসাম্য রেখা আছে নিচের কোনটির?
Ο ক) 
ত্রিভুজ
Ο খ) 
সমবাহু ত্রিভুজ
Ο গ) 
সমকোণী ত্রিভুজ
Ο ঘ) 
বিষমবাহু ত্রিভুজ

  সঠিক উত্তর: (খ)

১৪.
কতকগুরো রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কী বলে?
Ο ক) 
ত্রিভুজ
Ο খ) 
চতুর্ভুজ
Ο গ) 
বহুভুজ
Ο ঘ) 
রেখা

  সঠিক উত্তর: (গ)

১৫.
সুষম পঞ্চভুজের পাঁচকোণের সমষ্টি কত?
Ο ক) 
3600
Ο খ) 
3800
Ο গ) 
5400
Ο ঘ) 
6000

  সঠিক উত্তর: (গ)

১৬.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পর পর 2টি সমান্তরাল সরলরেখায় প্রতিফলন চলনের সমতুল্য
ii. প্রতিসমতার ধারণার সাথে আয়নার প্রতিফলনের সম্পর্ক রয়েছে
iii. B বর্ণটির রেখা প্রতিসাম্যতা বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
দুইটি পরস্পরচ্ছেদী প্রতিসাম্য রেখার মধ্যবর্তী কোণের পরিমাপ θ হলে ঐ রেখার পর পর প্রতিফলনে উৎপন্ন জ্যামিতিক চিত্রের কোণ কত হবে?
Ο ক) 
θ
Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৮.
শিল্পী, কারিগর, ডিজাইনার, সুতাররা কী ব্যবহার করেন?
Ο ক) 
জ্যামিতি
Ο খ) 
প্রতিসমতা
Ο গ) 
ত্রিভুজ
Ο ঘ) 
বৃত্ত

  সঠিক উত্তর: (খ)

১৯.
i. প্রতিসমতা একটি জ্যামিতিক ধারণা
ii. শিল্পী কারিগর ডিজাইনার, সুতার প্রতিসমতা ব্যবহার করেন
iii. গাছের পাতা, ফুল, মৌচাক, ঘরবাড়ি, টেবিল, চেয়ার সব কিছুর মধ্যে প্রতিসমতা বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০.
সবচেয়ে কম সংখ্যক রেখা দ্বারা আবদ্ধ বহুভুজ কোনটি?
Ο ক) 
ত্রিভুজ
Ο খ) 
চতুর্ভুজ
Ο গ) 
পঞ্চভুজ
Ο ঘ) 
ষড়ভুজ

  সঠিক উত্তর: (ক)

২১.
i. পাঁচটি প্রতিসাম্য রেখা সুষম পঞ্চভুজের
ii. প্রতিসমতা হল জ্যামিতিক ধারণা
iii. শুধু চিত্রের ভাঁজকে প্রতিসমতা বলা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২২.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. প্রত্যেক সুষম বহুভুজ একটি প্রতিসম চিত্র
ii. D বর্ণটির রেখা প্রতিসাম্যতা বিদ্যমান
iii. প্রতিফলনে কোনো স্থির বিন্দু নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i

  সঠিক উত্তর: (ক)

২৩.
i. বহুভুজ কতকগুলো রেকাদ্বারা আবদ্ধ চিত্র
ii. প্রতিসাম্যের একক আছে
iii. প্রতিসাম্য একটি ভ্গ্নাংশ সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৪.
প্রত্যেক সুষম বহুভুজ একটি-
Ο ক) 
প্রতিসম চিত্র
Ο খ) 
বর্গচিত্র
Ο গ) 
আয়তচিত্র
Ο ঘ) 
রম্বস চিত্র

  সঠিক উত্তর: (ক)

২৫.
রেখা প্রতিসাম্য বস্তুর কোণ পরিমাপের জন্য কোনটি সত্য?
Ο ক) 
দ্বিগুণ হয়
Ο খ) 
তিনগুণ হয়
Ο গ) 
অপরিবর্তিত থাকে
Ο ঘ) 
অর্ধেক হয়

  সঠিক উত্তর: (গ)

২৬.
i. চার বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হল বর্গক্ষেত্র
ii. বর্গক্ষেত্রের চারটি প্রতিসাম্য রেখা আছে
iii. আয়তক্ষেত্রের ২টি প্রতিসাম্য রেখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
বর্গক্ষেত্রের কয়টি প্রতিসাম্য রেখা রয়েছে?
Ο ক) 
1
Ο খ) 
2
Ο গ) 
3
Ο ঘ) 
4

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
সুষম পঞ্চভুজের পাঁচকোণের সমষ্টি কত?
Ο ক) 
1000
Ο খ) 
1020
Ο গ) 
1080
Ο ঘ) 
1200

  সঠিক উত্তর: (গ)

২৯.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. প্রতিসাম্য রেখা নির্ণয়ে কাল্পনিক আয়না অবস্থান রেখার সাহায্য নেওয়া হয়
ii. বৃত্তের প্রতিসাম্য রেখার সংখ্যা মোট 4টি
iii. একটি বিন্দুর প্রতিবিম্বের সংখ্যা 1টি বিন্দু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

1 টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...