NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ৪ মার্চ, ২০১৫

জে.এস.সি || বিজ্ঞান অধ্যায় - ১৪তম : পরিবেশ এবং বাস্তুতন্ত্র


জে.এস.সি    ||    বিজ্ঞান
অধ্যায় - ১৪তম : পরিবেশ এবং বাস্তুতন্ত্র


১.
কোনটি পরিবেশের একটি স্বয়ংসম্পূর্ণ একক?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
বাস্তুতন্ত্র
Ο গ) 
পুষ্টিদ্রব্য
Ο ঘ) 
বিয়োজক

  সঠিক উত্তর: (খ)

২.
বাস্তুতন্ত্রের বিয়োজক বলতে বুঝায়-
i. ব্যাকটেরিয়া
ii. ছত্রাক
iii. ভাইরাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩.
বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ কিরূপ?
Ο ক) 
একমুখী
Ο খ) 
উভমুখী
Ο গ) 
ত্রিমুখী
Ο ঘ) 
চক্রাকার

  সঠিক উত্তর: (ক)

৪.
নিচের কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ?
Ο ক) 
শাল
Ο খ) 
মেহগনি
Ο গ) 
সুন্দরী
Ο ঘ) 
কড়ই

  সঠিক উত্তর: (গ)

৫.
বাস্তুতন্ত্রের জীব� উপাদানকে কয়ভাগে ভাগ করা হয়?
Ο ক) 
২ ভাগে
Ο খ) 
৩ ভাগে
Ο গ) 
৪ ভাগে
Ο ঘ) 
৫ ভাগে

  সঠিক উত্তর: (খ)

৬.
পুকুরের বাস্তুসংস্থানে অজীব উপাদান কোনটি?
Ο ক) 
পানি
Ο খ) 
উৎপাদাক
Ο গ) 
ফািইটোপ্লাঙ্কটন
Ο ঘ) 
শাপলা

  সঠিক উত্তর: (ক)

৭.
ভূমন্ডলের পরিবেশকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (খ)

৮.
সবুজ উদ্ভিদ কী নামে পরিচিত?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
খাদক
Ο গ) 
বিয়োজক
Ο ঘ) 
পরিবর্তক

  সঠিক উত্তর: (ক)

৯.
জুয়োপ্লাঙ্কটন কী?
Ο ক) 
আণুবীক্ষণিক প্রাণী
Ο খ) 
অাণুবীক্ষীণিক উদ্ভিদ
Ο গ) 
উৎপাদক
Ο ঘ) 
বিয়োজক

  সঠিক উত্তর: (ক)

১০.
উৎপাদক থেকে শক্তি প্রথমে কোনটিতে যায়?
Ο ক) 
সর্বোচ্চ খাদক
Ο খ) 
বিয়োজক
Ο গ) 
তৃণভোজী প্রাণী
Ο ঘ) 
মাংসাশী প্রাণী

  সঠিক উত্তর: (গ)

১১.
যেসব প্রাণী একাধিক স্তরের খাবার খায় তাদের কী বলা হয়?
Ο ক) 
খাদক
Ο খ) 
বিয়োজক
Ο গ) 
সর্বভূক
Ο ঘ) 
মানুষ

  সঠিক উত্তর: (গ)

১২.
বাস্তুতন্ত্রে প্রাণহীন সব উপাদান কী নামে পরিচিত?
Ο ক) 
খাদক
Ο খ) 
উৎপাদক
Ο গ) 
অজীব
Ο ঘ) 
জীব

  সঠিক উত্তর: (গ)

১৩.
তৃতীয় স্তরের খাদক কোনটি?
Ο ক) 
ছাগল
Ο খ) 
গরু
Ο গ) 
বক
Ο ঘ) 
ছোট মাছ

  সঠিক উত্তর: (গ)

১৪.
সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল অবস্থিত-
Ο ক) 
রাজশাহী
Ο খ) 
বগুড়া
Ο গ) 
মাগুরা
Ο ঘ) 
খুলনা

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
ছাগল কোন স্তরের খাদক?
Ο ক) 
প্রথম
Ο খ) 
দ্বিতীয়
Ο গ) 
তৃতীয়
Ο ঘ) 
সর্বভুক

  সঠিক উত্তর: (ক)

১৬.
নিচের কোনটি তৃতীয় স্তরের খাদক?
Ο ক) 
কচ্ছপ
Ο খ) 
পাখি
Ο গ) 
গরু
Ο ঘ) 
ব্যাঙ

  সঠিক উত্তর: (ক)

১৭.
বাস্তুসংস্থানে পুষ্টিদ্রব্য কীভাবে প্রবাহিত হয়?
Ο ক) 
একমুখীভাবে
Ο খ) 
দ্বিমুখীভাবে
Ο গ) 
চক্রাকারে
Ο ঘ) 
আড়াআড়ি

  সঠিক উত্তর: (গ)

১৮.
প্রথম স্তরের খাদকেরা তৃণভোজী নামে নামে পরিচিত কেন?
Ο ক) 
খাদ্যশৃঙ্খলের শুরুতে তৃণ থাকে
Ο খ) 
এরা উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে
Ο গ) 
এরা খাদ্যশৃঙ্খলে আবদ্ধ থাকে
Ο ঘ) 
এরা খাদ্যজালে আবদ্ধ থাকে

  সঠিক উত্তর: (খ)

১৯.
প্রকৃতিতে অজীব ও জীব উপাদানের ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে কোনটি সচল থাকে?
Ο ক) 
খাদ্যশৃঙ্খল
Ο খ) 
খাদ্যজাল
Ο গ) 
বাস্তুসংস্থান
Ο ঘ) 
শক্তি প্রবাহ

  সঠিক উত্তর: (গ)

২০.
সূর্যের আলো থেকে আগত শক্তির কতটুকু সবুজ উদ্ভিদ ব্যবহার করে?
Ο ক) 
১%
Ο খ) 
২%
Ο গ) 
৩%
Ο ঘ) 
৪%

  সঠিক উত্তর: (খ)

২১.
সুন্দরবনের উদ্ভিদের মূল মাটির উপরে খাড়াভাবে ওঠে কেন?
Ο ক) 
বনের মাটি কর্দমাক্ত
Ο খ) 
মাটিতে বাতাস চলে না
Ο গ) 
বাতাস থেকে অক্সিজেন নেয়ার জন্য
Ο ঘ) 
বাতাস থেকে কার্বনডাই অক্সাইড নেয়ার জন্য

  সঠিক উত্তর: (গ)

২২.
কোনটি প্রথম স্তরের খাদক?
Ο ক) 
গরু
Ο খ) 
পাখি
Ο গ) 
মানুষ
Ο ঘ) 
বক

  সঠিক উত্তর: (ক)

২৩.
তৃতীয় স্তরের খাদক হল-
i. মানুষ
ii. বক
iii. কচ্ছপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
পুকুরে বিয়োজিত দ্রব্যাদিকে কারা খাদ্য হিসাবে গ্রহণ করে?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
প্রথম স্তরের খাদক
Ο গ) 
দ্বিতীয় স্তরের খাদক
Ο ঘ) 
সর্বোচ্চ খাদক

  সঠিক উত্তর: (ক)

২৫.
যেসব প্রাণী একাধিক স্তরের খাবার খায় তাদের কী বলা হয়?
Ο ক) 
খাদক
Ο খ) 
বিয়োজক
Ο গ) 
সর্বভূক
Ο ঘ) 
মানুষ

  সঠিক উত্তর: (গ)

২৬.
সুন্দরবনের বনভূমির মাটি-
Ο ক) 
বেলে
Ο খ) 
কর্দমাক্ত
Ο গ) 
বেলে-দোআঁশ
Ο ঘ) 
দোআঁশ

  সঠিক উত্তর: (খ)

২৭.
বাস্তুসংস্থানে পুষ্টিদ্রব্যের প্রবাহ কেমন?
Ο ক) 
একমুখী
Ο খ) 
দ্বিমুখী
Ο গ) 
চক্রাকার
Ο ঘ) 
বহুমুখী

  সঠিক উত্তর: (গ)

২৮.
প্ল্যাঙ্কটন জাতীয় ক্ষুদে উদ্ভিদকে কী বলে?
Ο ক) 
জুওপ্ল্যাঙ্কটন
Ο খ) 
ফাইটোপ্ল্যাঙ্কটন
Ο গ) 
শৈবাল
Ο ঘ) 
জলজ উদ্ভিদ

  সঠিক উত্তর: (খ)

২৯.
অজীব উপাদান কয় ধরনের?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৩০.
ফাইটোপ্লাঙ্কটন কোনটি?
Ο ক) 
ক্ষুদ্র ক্ষুদ্র শৈবাল
Ο খ) 
ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকণা
Ο গ) 
ছোট ছোট মাছ
Ο ঘ) 
বিভিন্ন ধরনের জলজ উদ্ভিজ

  সঠিক উত্তর: (ক)

৩১.
বাংলাদেশের বনভূমি অঞ্চলকে কয়টি প্রধান অঞ্চলে ভাগ করা হয়েছে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ক)

৩২.
অজৈব উপাদান হলো-
Ο ক) 
অক্সিজেন
Ο খ) 
জলবায়ু
Ο গ) 
ইউরিয়া
Ο ঘ) 
ব্যাকটেরিয়া

  সঠিক উত্তর: (ক)

৩৩.
সৌরশক্তি থেকে সৃষ্ট রাসায়নিক শক্তি কোনটির মাধ্যমে বিভিন্ন প্রাণীতে স্থানান্তরিত হয়?
Ο ক) 
খাদ্যশৃঙ্খল
Ο খ) 
খাদ্যজাল
Ο গ) 
খাদক
Ο ঘ) 
বিয়োজক

  সঠিক উত্তর: (ক)

৩৪.
আণুবীক্ষণিক উদ্ভিদকে কী বলা হয়?
Ο ক) 
খাদক
Ο খ) 
উদ্ভিদ প্ল্যাঙ্কটন
Ο গ) 
প্রাণী প্ল্যাঙ্কটন
Ο ঘ) 
উপাদান

  সঠিক উত্তর: (খ)

৩৫.
বাস্তুতন্ত্রের অজীব উপাদান-
i. পানি
ii. ব্যাক্টেরিয়া
iii. আর্দ্রতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩৬.
মাংসাশী প্রাণী-
i. পাখি
ii. হরিণ
iii. মানুষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩৭.
জীবজগতের সকল শক্তির মূল উৎস কোনটি?
Ο ক) 
চাঁদ
Ο খ) 
তারা
Ο গ) 
সূর্য
Ο ঘ) 
উল্কা

  সঠিক উত্তর: (গ)

৩৮.
পুকুরের ৩য় স্তরের খাদক কোনটি?
Ο ক) 
ছোট মাছ
Ο খ) 
বোয়াল
Ο গ) 
চিংড়ি
Ο ঘ) 
ব্যাকটেরিয়া

  সঠিক উত্তর: (খ)

৩৯.
কোনটি তৃণভোজী প্রাণী?
Ο ক) 
কচ্ছপ
Ο খ) 
বক
Ο গ) 
ব্যাঙ
Ο ঘ) 
ছাগল

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
বাস্তুতন্ত্র প্রধান কয়টি উপাদান নিয়ে গঠিত?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ক)

৪১.
বাস্তুতন্ত্রকে অন্য কী নামে আখ্যায়িত করা হয়?
Ο ক) 
বাস্তুসংস্থান
Ο খ) 
প্রকৃতি
Ο গ) 
স্থিতাবস্থা
Ο ঘ) 
ক ও খ উভয়ই

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
বাস্তুতন্ত্রের উৎপাদক নিচের কোনটি ব্যবহার করে?
Ο ক) 
O2
Ο খ) 
CO2
Ο গ) 
সূর্যের আলো
Ο ঘ) 
N2

  সঠিক উত্তর: (গ)

৪৩.
সর্বোচ্চ স্তরের খাদক কোনটি?
Ο ক) 
মানুষ
Ο খ) 
পাখি
Ο গ) 
গরু
Ο ঘ) 
তিমি

  সঠিক উত্তর: (ক)

৪৪.
সুন্দরবনের বনাঞ্চল কী নামে পরিচিত?
Ο ক) 
ম্যানগ্রোভ বন
Ο খ) 
শালবন
Ο গ) 
চিরহরিৎ বন
Ο ঘ) 
পত্রঝরা বন

  সঠিক উত্তর: (ক)

৪৫.
পৃথিবীতে বসবাসকারী সকল জীব নিচের কোনটির উপর নির্ভরশীল?
Ο ক) 
পানি
Ο খ) 
বাতাস
Ο গ) 
সূর্যের আলো
Ο ঘ) 
মাটি

  সঠিক উত্তর: (গ)

৪৬.
যারা মৃত জীবদেহের উপর ক্রিয়া করে তাকে কী বলা হয়?
Ο ক) 
বিয়োজক
Ο খ) 
ছত্রাক
Ο গ) 
ব্যাক্টেরিয়া
Ο ঘ) 
মৃতজীবী

  সঠিক উত্তর: (ক)

৪৭.
বাস্তুতন্ত্রের অজীব উপাদান কয় ধরনের?
Ο ক) 
২ ধরনের
Ο খ) 
৩ ধরনের
Ο গ) 
৪ ধরনের
Ο ঘ) 
৫ ধরনের

  সঠিক উত্তর: (ক)

৪৮.
খাদক স্তরকে কয় শ্রেণিতে ভাগ করা হয়েছে?
Ο ক) 
দুটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

৪৯.
বাস্তুতন্ত্রের উৎপাদক কোনটি?
Ο ক) 
ছত্রাক
Ο খ) 
ব্যাপকটেরিয়া
Ο গ) 
খাদক
Ο ঘ) 
সবুজ উদ্ভিদ

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
নিচের কোনটি প্রথম স্তরের খাদক?
Ο ক) 
ফাইটোপ্ল্যাঙ্কটন
Ο খ) 
শামুক
Ο গ) 
বাঘ
Ο ঘ) 
বক

  সঠিক উত্তর: (খ)

৫১.
সর্বভুক নিচের কোনটি?
Ο ক) 
বাঘ
Ο খ) 
শুকর
Ο গ) 
কচ্ছপ
Ο ঘ) 
বানর

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
একই বাস্তুসংস্থানে একাধিক খাদ্যশৃঙ্খলের সংযুক্তিকে কী বলা হয়?
Ο ক) 
খাদ্যশৃঙ্খল
Ο খ) 
খাদ্যজাল
Ο গ) 
খাদ্য পিরামিড
Ο ঘ) 
খাদ্য ভান্ডার

  সঠিক উত্তর: (খ)

৫৩.
পুকুরের বাস্তুসংস্থানে-
i. উৎপাদক বিদ্যমান
ii. ফাইটোপ্লাঙ্কটন উপস্থিত
iii. জুয়োপ্লাঙ্কটন উপস্থিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
পৃথিবীতে সকল শক্তির উৎস কী?
Ο ক) 
খাদ্য
Ο খ) 
পানি
Ο গ) 
বায়ু
Ο ঘ) 
সুর্যালোক

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
জলজ বাস্তুতন্ত্র কয় ধরনের?
Ο ক) 
২ ধরনের
Ο খ) 
৩ ধরনের
Ο গ) 
৪ ধরনের
Ο ঘ) 
৫ ধরনের

  সঠিক উত্তর: (খ)

৫৬.
লবণাক্ত পানি সহ্য করার ক্ষমতাসম্পন্ন উদ্ভিদ কোনটি?
Ο ক) 
গামার
Ο খ) 
গেওয়া
Ο গ) 
কড়ই
Ο ঘ) 
শাল

  সঠিক উত্তর: (খ)

৫৭.
বাস্তুতন্ত্রে কয় ধরনের খাদক রয়েছে?
Ο ক) 
২ ধরনের
Ο খ) 
৩ ধরনের
Ο গ) 
৪ ধরনের
Ο ঘ) 
৫ ধরনের

  সঠিক উত্তর: (খ)

৫৮.
সুন্দরবনের অবস্থান খুলনা জেলার কোনদিকে?
Ο ক) 
পূর্ব
Ο খ) 
পশ্চিম
Ο গ) 
উত্তর
Ο ঘ) 
দক্ষিণ

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
সুন্দরবনের উৎপাদক কোনটি?
Ο ক) 
গোলপাতা
Ο খ) 
হরিণ
Ο গ) 
বানর
Ο ঘ) 
বাঘ

  সঠিক উত্তর: (ক)

৬০.
পানিতে ভাসমান জীবদের কী বলে?
Ο ক) 
পদ্ম
Ο খ) 
হাইড্রিলা
Ο গ) 
ব্যাকটেরিয়া
Ο ঘ) 
প্ল্যাঙ্কটন

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
যে সকল প্রাণী উদ্ভিদভোজী তারা কোন স্তরের খাদক?
Ο ক) 
প্রথম স্তরের
Ο খ) 
দ্বিতীয় স্তরের
Ο গ) 
তৃতীয় স্তরের
Ο ঘ) 
সর্বোচ্চ স্তরের

  সঠিক উত্তর: (ক)

৬২.
ম্যানগ্রোভ বানঞ্চলের প্রথম সারির খাদক কোনটি?
Ο ক) 
হরিণ
Ο খ) 
সারস
Ο গ) 
বাঘ
Ο ঘ) 
শূকর

  সঠিক উত্তর: (ক)

৬৩.
জীব উপাদান হল-
i. উদ্ভিদ
ii. কীটপতঙ্গ
iii. মৃত দেহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬৪.
বাস্তুতন্ত্র কার্যকরী রাখতে ভূমিকা রাখে-
i. উৎপাদক
ii. খাদক
iii. বিয়োজক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
উৎপাদকের ক্ষেত্রে নিচের কোনটি প্রক্রিয়াটি জরুরী?
Ο ক) 
সালোকসংশ্লেষণ
Ο খ) 
শ্বসন
Ο গ) 
রেচন
Ο ঘ) 
প্রস্বেদন

  সঠিক উত্তর: (ক)

৬৬.
প্রাকৃতিক বাস্তুতন্ত্রে কয় ধরনের বাস্তুতন্ত্র রয়েছে?
Ο ক) 
২ ধরনের
Ο খ) 
৩ ধরনের
Ο গ) 
৪ ধরনের
Ο ঘ) 
৬ ধরনের

  সঠিক উত্তর: (ক)

৬৭.
পরিবেশের বাস্তুতন্ত্রে ক্রিয়াশীল থাকে-
i. অজীব উপাদান
ii. সজীব উপাদান
iii. উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
জৈব পদার্থ কোনটির মাধ্যমে পুষ্টি ভান্ডারে জমা হয়?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
খাদক
Ο গ) 
বিয়োজক
Ο ঘ) 
খাদ্যশৃঙ্খল

  সঠিক উত্তর: (গ)

৬৯.
জোয়ার ভাটার কারণে সুন্দরবনের মাটি কীরূপ হয়?
Ο ক) 
কম লবণাক্ত
Ο খ) 
অধিক লবণাক্ত
Ο গ) 
কম ক্ষারীয়
Ο ঘ) 
অধিক ক্ষারীয়

  সঠিক উত্তর: (খ)

৭০.
যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসাবে ব্যবহার করে তাদের কী বলা হয়?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
খাদক
Ο গ) 
বিয়োজক
Ο ঘ) 
খাদ্য

  সঠিক উত্তর: (খ)

৭১.
কোনটি পচনকারী নামে পরিচিত?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
বিয়োজক
Ο গ) 
ইউরিয়া
Ο ঘ) 
খাদক

  সঠিক উত্তর: (খ)

৭২.
অজীব উপাদানের অন্তর্ভুক্ত কোনটি?
Ο ক) 
হরিণ
Ο খ) 
বাঘ
Ο গ) 
সাপ
Ο ঘ) 
মাটি

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
কোন স্তরর খাদক মাংসাশী নামে পরিচিত?
Ο ক) 
১ম স্তরের
Ο খ) 
২য় স্তরের
Ο গ) 
৩য় স্তরের
Ο ঘ) 
শিকারী প্রাণী

  সঠিক উত্তর: (খ)

৭৪.
মানুষ যখন মাংস খায় তখন মানুষ কোন স্তরের খাদক?
Ο ক) 
প্রথম
Ο খ) 
দ্বিতীয়
Ο গ) 
তৃতীয়
Ο ঘ) 
খ ও গ উভয়

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
সুন্দরবনের প্রথম স্তরের খাদক কোনটি?
Ο ক) 
বানর
Ο খ) 
পাখি
Ο গ) 
সারস
Ο ঘ) 
কচ্ছপ

  সঠিক উত্তর: (খ)

৭৬.
সৌরশক্তি নিজ গেতে প্রথম সঞ্চয় করে কে?
Ο ক) 
অনুঘটক
Ο খ) 
বিয়োজক
Ο গ) 
উৎপাদক
Ο ঘ) 
খাদক

  সঠিক উত্তর: (গ)

৭৭.
কোন প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপা্তিরিত হয়?
Ο ক) 
অভিস্রবণ
Ο খ) 
প্রস্বেদন
Ο গ) 
সালোকসংশ্লেষণ
Ο ঘ) 
শ্বসন

  সঠিক উত্তর: (গ)

৭৮.
নিচের কোন জেলাটি সুন্দরবনের সাথে সম্পৃক্ত?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
যশোর
Ο গ) 
নাটোর
Ο ঘ) 
খুলনা

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.
জুয়োপ্লাঙ্কটন কোনটি?
Ο ক) 
শৈবাল
Ο খ) 
প্রাণীকণা
Ο গ) 
ছোট মাছ
Ο ঘ) 
জলজ প্রাণী

  সঠিক উত্তর: (খ)

৮০.
পরিবেশের সজীব উপাদানের বেঁচে থাকা নির্ভর করে কিসের ওপর?
Ο ক) 
অজৈব ও জৈব উপাদান
Ο খ) 
অজৈব ও ভৌত উপাদান
Ο গ) 
জৈব ও খনিজ উপাদান
Ο ঘ) 
অজৈব ও প্রাকৃতিক উপাদান

  সঠিক উত্তর: (ক)

৮১.
জীবনধারণের জন্য একে অপরের সাথে সম্পর্কযুক্ত-
Ο ক) 
পাখি ও ব্যাঙ
Ο খ) 
জীব ও জড়
Ο গ) 
মাছ ও মানুষ
Ο ঘ) 
উদ্ভিদ ও প্রাণী

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
বাস্তুতন্ত্রের প্রাণহীন উপাদান কী নামে পরিচিত?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
খাদক
Ο গ) 
অজীব
Ο ঘ) 
সজীব

  সঠিক উত্তর: (গ)

৮৩.
দ্বিতীয় স্তরের খাদক নিচের কোনটি?
Ο ক) 
পাখি
Ο খ) 
গরু
Ο গ) 
সাপ
Ο ঘ) 
ছাগল

  সঠিক উত্তর: (ক)

৮৪.
সুন্দরবনের মাটি-
i. পলিযুক্ত
ii. কর্দমাক্ত
iii. লবণাক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮৫.
কোনটি সবুজ উদ্ভিদের প্রাথমিক উৎপাদক?
Ο ক) 
পানি
Ο খ) 
লবণ
Ο গ) 
অক্সিজেন
Ο ঘ) 
নাইট্রোজেন

  সঠিক উত্তর: (গ)

৮৬.
বাস্তুতন্ত্রে সকল প্রাণী নিচের কোনটির উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল?
Ο ক) 
সালোকসংশ্লেষণ
Ο খ) 
শ্বসন
Ο গ) 
প্রস্বেদন
Ο ঘ) 
অভিস্রবণ

  সঠিক উত্তর: (ক)

৮৭.
কোনটি উৎপাদক?
Ο ক) 
ব্যাকটেরিয়া
Ο খ) 
ছত্রাক
Ο গ) 
শৈবাল
Ο ঘ) 
ভাইরাস

  সঠিক উত্তর: (গ)

৮৮.
বাস্তুতন্ত্রের খাদকেরা কীভাবে শক্তি লাভ করে?
Ο ক) 
খাদ্যশৃঙ্খলের মাধ্যমে
Ο খ) 
খাদ্যজালের মাধ্যমে
Ο গ) 
খাদ্য পিরামিডের মাধ্যমে
Ο ঘ) 
উৎপাদকের মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

৮৯.
সুন্দরবনের উদ্ভিদের মূলের আগায় কী থাকে?
Ο ক) 
কাটা
Ο খ) 
বায়ুথলি
Ο গ) 
ছিদ্র
Ο ঘ) 
শাখামূল

  সঠিক উত্তর: (গ)

৯০.
সুন্দরবনের অবস্থান বাংলাদেশের-
Ο ক) 
পূর্বে
Ο খ) 
পশ্চিমে
Ο গ) 
দক্ষিণ-পশ্চিমে
Ο ঘ) 
উত্তরে

  সঠিক উত্তর: (গ)

৯১.
বাস্তুসংস্থানের শক্তির প্রধান উৎস কী?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
খাদক
Ο গ) 
সৌরশক্তি
Ο ঘ) 
বিয়োজক

  সঠিক উত্তর: (গ)

৯২.
বিয়োজক কিরূপ?
Ο ক) 
স্বভোজী
Ο খ) 
পরজীবী
Ο গ) 
মৃতজীবী
Ο ঘ) 
পরভোজী

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
বাস্তুসংস্থানে শক্তির প্রবাহ কেমন?
Ο ক) 
একমুখী
Ο খ) 
দ্বিমুখী
Ο গ) 
ত্রিমুখী
Ο ঘ) 
বহুমুখী

  সঠিক উত্তর: (ক)

৯৪.
কোন বাস্তুতন্ত্রে খাদ্যশৃঙ্খলের পরিধি ছোট?
Ο ক) 
পুকুর
Ο খ) 
নদ-নদী
Ο গ) 
সমুদ্র
Ο ঘ) 
বনভূমি

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
একটি বাস্তুতন্ত্রে প্রাণহীন ও সজীব দু’ধরনের উপাদান পারস্পরিক ক্রিয়া-বিক্রিয়ায় ক্রিয়াশীল থাকে এবং ইহার গতি প্রবাহকে সচল রাখে।
৯৫.
উদ্দীপকের দ্বিতীয় উপাদানটি-
i. শর্করা তৈরি করে
ii. সৌরশক্তি ব্যবহার করে
iii. খাদক নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৬.
উদ্দীপকের প্রথম উপাদানটি ক্রিয়াশীল না থাকলে কী ঘটত?
Ο ক) 
কাদ্যশৃঙ্খল ব্যাহত হত
Ο খ) 
খাদ্যজাল তৈরি হত না
Ο গ) 
প্রাণিকূল ধ্বংস হত
Ο ঘ) 
উৎপাদক জন্মাত না

  সঠিক উত্তর: (ঘ)

২টি মন্তব্য:

  1. সৌর শক্তি+উৎপাদক+ক+মাংসাশি প্রাণী+খ
    ১) প্রবাহ চিত্রের 'ক' স্থানের জীব কোনটি?
    ক)মানুষ খ)হরিন গ)শৈবাল ঘ)বাঘ।
    ২) 'খ'স্থানের প্রাণীটি-
    1.প্রথম স্তরের খাদক
    2.তৃতীয় স্তরের খাদক
    3.সবোচ্চ খাদক
    নিচের কোনটি সঠিক?
    ক) 1 ও 2
    খ) 1 ও 3
    গ) 2 ও 3
    ঘ) 1.2. ও 3
    এগুলার উওর আমার থেকে বেশী দরকার

    উত্তরমুছুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...