NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

জে.এস.সি || গণিত নবম অধ্যায় : পিথাগোরাসের উপপাদ্য


জে.এস.সি    ||    গণিত
নবম অধ্যায় : পিথাগোরাসের উপপাদ্য


১.
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1: 1 : √2� হলে, ত্রিভুজের একটি কোণের মান কত হবে?
Ο ক) 
300
Ο খ) 
450
Ο গ) 
600
Ο ঘ) 
1000

  সঠিক উত্তর: (খ)

২.
সমকোণী ত্রিভুজের-
i. সমকোণের বিপরীত বাহু অতিভুজ
ii. অতিভুজই বৃহত্তম বাহু
iii. ক্ষেত্রফল হবে অতিভুজের বর্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩.
ΔABC এর AC অতিভুজ হলে সমকোণ কোনটি হবে?
Ο ক) 
∠ABC
Ο খ) 
∠BAC
Ο গ) 
∠CAB
Ο ঘ) 
∠ACB

  সঠিক উত্তর: (ক)

৪.
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ও অতিভূজের অনুপাত 3 : 5 হলে লম্ব কত হবে?
Ο ক) 
3
Ο খ) 
5
Ο গ) 
4
Ο ঘ) 
9

  সঠিক উত্তর: (গ)

৫.
সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র-
i. অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান
ii. সমকোণ সংলগ্ন বাহু দুইটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান
iii. ত্রিভুজটির ক্ষেত্রফল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬.
পিথাগোরাস কোন ত্রিভুজ নিযে প্রয়োজনীয় বৈশিষ্ট্য নিরুপণ করেন?
Ο ক) 
সূক্ষ্মকোণী ত্রিভুজ
Ο খ) 
সমকোণী ত্রিভুজ
Ο গ) 
স্থূলকোণী ত্রিভুজ
Ο ঘ) 
বিষমকোণী ত্রিভুজ

  সঠিক উত্তর: (খ)

৭.
ABC ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 1 ও 1 হলে অতিভুজ কী হবে?
Ο ক) 
1
Ο খ) 
2
Ο গ) 
2
Ο ঘ) 
3

  সঠিক উত্তর: (খ)

৮.
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 600 কোণ অঙ্কনের ক্ষেত্রে কোন শর্তটি সঠিক?
Ο ক) 
ভূমি = লম্ব
Ο খ) 
ভূমি > লম্ব
Ο গ) 
ভূমি < লম্ব
Ο ঘ) 
ভূমি ≥ লম্ব

  সঠিক উত্তর: (গ)

৯.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি 600 অপর সূক্ষ্মকোণের মান নিচের কোনটি?
Ο ক) 
300
Ο খ) 
350
Ο গ) 
400
Ο ঘ) 
450

  সঠিক উত্তর: (ক)

১০.
কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ সে. মি. পরিসীমা 30 সে. মি. হলে বাহুগুলো কী হবে?
Ο ক) 
5, 12, 13
Ο খ) 
5, 10, 15
Ο গ) 
5, 11, 16
Ο ঘ) 
8, 12, 10

  সঠিক উত্তর: (ক)

১১.
সমকোণী ত্রিভুজের তিনকোণের সমষ্টি কত ডিগ্রি?
Ο ক) 
900
Ο খ) 
1800
Ο গ) 
1200
Ο ঘ) 
2700

  সঠিক উত্তর: (খ)

১২.
নিচের কোন অনুপাতটি দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে?
Ο ক) 
3 : 4 : 5
Ο খ) 
3 : 5 : 7
Ο গ) 
4 : 5 : 7
Ο ঘ) 
4 : 9 : 10

  সঠিক উত্তর: (ক)

১৩.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 48 বর্গ সে. মি. এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 6 সে. মি. হলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত সে. মি.?
Ο ক) 
12
Ο খ) 
16
Ο গ) 
18
Ο ঘ) 
24

  সঠিক উত্তর: (খ)

১৪.
সমবাহু ত্রিভুজের সমকোণের সমদ্বিখন্ডক কয়টি সমকোণী ত্রিভুজ গঠন করে?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

১৫.
সমকোনী ত্রিভুজের ক্ষেত্রফল = কী?
Ο ক) 
1/2 x ভূমি x উচ্চতা
Ο খ) 
বাহুগুলোর গুণফল
Ο গ) 
ভূমি x উচ্চতা
Ο ঘ) 
বাহু x অতিভুজ

  সঠিক উত্তর: (ক)

১৬.
কোনটির সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা যায়?
Ο ক) 
দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে
Ο খ) 
দুইটি বর্গের সাহায্যে
Ο গ) 
তিনটি সূক্ষ্মকাণী ত্রিভুজের সাহায্যে
Ο ঘ) 
ট্রাপিজিয়ামের সাহায্যে

  সঠিক উত্তর: (ক)

১৭.
পিথাগোরাসের জন্মের পূর্বে কোন যুগে সমকোণী ত্রিভুজের ব্যবহার ছিল?
Ο ক) 
মিশরীয় ও ব্যবিলনীয়
Ο খ) 
বোঞ্জ যুগে
Ο গ) 
আরবীয় যুগে
Ο ঘ) 
মুসলিম যুগে

  সঠিক উত্তর: (ক)

১৮.
কত শতাব্দীতে পিথাগোরাস সমকোণী ত্রিভুজ সম্পর্কে প্রয়োজনীয় বৈশিষ্ট্য নিরূপণ করেন?
Ο ক) 
ষষ্ঠ শতাব্দী
Ο খ) 
খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দী
Ο গ) 
সপ্তত শতাব্দী
Ο ঘ) 
অষ্টম খ্রিষ্টপূর্ব

  সঠিক উত্তর: (খ)

১৯.
সমকোণী ত্রিবুজে কয়টি বাহু থাকে?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

২০.
একটি ত্রিভুজ-
i. একটি কোণের মান দুই সমকোণের অর্ধেক হলে এটি সমকোণী ত্রিভুজ।
ii. তিনটি বাহুর পরিমাপ যথাক্রমে 3cm, 4cm এবং 5cm হলে এটি পিথাগোরাসের সূত্র মেনে চলে।
iii. ভূমি a, লম্ব b এবং অতিভুজ c হলে ত্রিভুজটি সমকোণী হবে যদি a2 + b2 = c2 হয়।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১.
সমকোণী ত্রিভুজের-
i. বৃহত্তম বাহুই অতিভুজ
ii. সমকোণের বিপরীত বাহু অতিভুজ
iii. কোনো কোণই সমকোণ নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২২.
সমকোনী ত্রিভুজের-
i. একটি কোণ সমকোণ
ii. দুইটি কোণ সূক্ষ্মকোণ
iii. একটি কোণ স্থূলকোণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৩.
সমকোণী ত্রিভুজ-
i. একটি বিষমবাহু ত্রিভুজ
ii. সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের যোগফল অতিভুজ অপেক্ষা বড়
iii. তিন বাহুর যোগফলই পরিসীমা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 5 সে.মি. এবং 12 সে.মি.। ত্রিভুজের অপর বাহু নিচের কোনটি?
Ο ক) 
9 সে.মি.
Ο খ) 
12 সে. মি.
Ο গ) 
13 সে. মি.
Ο ঘ) 
15 সে. মি.

  সঠিক উত্তর: (গ)

২৫.
পিথাগোরাস কোন দেশের দার্শনিক ছিলেন?
Ο ক) 
গ্রিক
Ο খ) 
রাশিয়া
Ο গ) 
ইংল্যান্ড
Ο ঘ) 
ইংরেজ

  সঠিক উত্তর: (ক)

২৬.
সমকোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্মকোণ?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

২৭.
একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5 : 13 হলে অপর বাহু কত?
Ο ক) 
5
Ο খ) 
12
Ο গ) 
13
Ο ঘ) 
18

  সঠিক উত্তর: (খ)

২৮.
চাঁদার 900 থেকে 1800 রেখাংশের দৈর্ঘ্য √41 সে. মি. ও উচ্চতা 5 সে. মি. হলে উক্ত ক্ষেত্রে চাঁদার ভূমির দৈর্ঘ্য কত সে. মি. হবে?
Ο ক) 
4
Ο খ) 
5
Ο গ) 
14
Ο ঘ) 
5√2

  সঠিক উত্তর: (ক)

২৯.
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা যায়-
i. বীজগণিতের বর্গের সূত্র দ্বারা
ii. দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে
iii. দুইটি সদৃশ্যকোণী ত্রিভুজ দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 300 কোণ অঙ্কনের জন্য কোন শর্তটি সঠিক?
Ο ক) 
ভূমি > লম্ব
Ο খ) 
ভূমি = লম্ব
Ο গ) 
ভূমি ≥ লম্ব
Ο ঘ) 
ভূমি < লম্ব

  সঠিক উত্তর: (ক)

৩১.
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1: 1 : √2 । ত্রিভুজটি কোণ ধরনের?
Ο ক) 
সমকোণী
Ο খ) 
সূক্ষকোণী
Ο গ) 
স্থূলকোণী
Ο ঘ) 
বিষমবাহু

  সঠিক উত্তর: (ক)

৩২.
পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি হলো কোন ত্রিভুজের ভিত্তিতে?
Ο ক) 
সূক্ষ্মকোণী ত্রিভুজ
Ο খ) 
সমকোণী ত্রিভুজ
Ο গ) 
স্থূলকোণী ত্রিভুজ
Ο ঘ) 
সরলকোনী ত্রিভুজ

  সঠিক উত্তর: (খ)

৩৩.
21 মি. দীর্ঘ দন্ডায়মান একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 7 মি. হলে গাছটির শীর্ষ হতে ছায়ার শেষ প্রান্ত পর্যন্ত দূরত্ব কত?
Ο ক) 
12
Ο খ) 
17
Ο গ) 
22
Ο ঘ) 
25

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
পিথাগোরাসের জন্মের পূর্বে কোন দেশে সমকোণী ত্রিভুজের ব্যবহার ছিল?
Ο ক) 
মিসর
Ο খ) 
ভারত
Ο গ) 
রাশিয়া
Ο ঘ) 
চীন

  সঠিক উত্তর: (ক)

৩৫.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ পরস্পর কীরূপ?
Ο ক) 
সমান
Ο খ) 
সমান্তরাল
Ο গ) 
পূরক
Ο ঘ) 
সম্পূরক

  সঠিক উত্তর: (গ)

৩৬.
একটি ত্রিভুজের বাহুত্রয়ের দৈর্ঘ্য যথাক্রমে 3 সে. মি., 4 সে. মি. ও 5 সে. মি. হলে-
i. ত্রিভুজটি সমকোণী
ii. সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 সে. মি. ও 4 সে. মি.।
iii. ত্রিভুজটি পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে না।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩৭.
ΔABC এর ∠B সমকোণ হলে অতিভুজ কী হবে?
Ο ক) 
BC
Ο খ) 
AC
Ο গ) 
AB
Ο ঘ) 
BA

  সঠিক উত্তর: (খ)

৩৮.
সমকোণী ত্রিভুজের কয়টি কোন সমকোণ?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (ক)

৩৯.
সমকোণ-
i. 900
ii. 450
iii. সরলকোণের সমদ্বিখন্ডক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪০.
পিতাগোরাস কী ছিলেন?
Ο ক) 
গণিতবিদ
Ο খ) 
অর্থনীতিবিদ
Ο গ) 
দার্শনিক
Ο ঘ) 
সমাজসেবক

  সঠিক উত্তর: (গ)

৪১.
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে?
Ο ক) 
লম্ব
Ο খ) 
উচ্চতা
Ο গ) 
অতিভুজ
Ο ঘ) 
মধ্যমা

  সঠিক উত্তর: (গ)

৪২.
কোনটির সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা যায় না?
Ο ক) 
(a - b)2
Ο খ) 
(a + b)2
Ο গ) 
(a - b)3
Ο ঘ) 
দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ

  সঠিক উত্তর: (গ)

৪৩.
বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সে.মি.। এতে একটি কর্ণ অঙ্কন করলে কর্ণটির দৈর্ঘ্য কত সে. মি. হবে?
Ο ক) 
4
Ο খ) 
4√2
Ο গ) 
16
Ο ঘ) 
16√2

  সঠিক উত্তর: (খ)

৪৪.
সমকোণী ত্রিভুজের কয়টি কোণ স্থূলকোণ?
Ο ক) 
একটিও না
Ο খ) 
একটি
Ο গ) 
দুইটি
Ο ঘ) 
তিনটি

  সঠিক উত্তর: (ক)

৪৫.
কোনো সমকোণী ত্রিভুজের পরিসীমা 2 + √2 ও একটি কোণ 450 হলে ক্ষেত্রফল কী হবে?
Ο ক) 
1/2 বর্গ . মি.
Ο খ) 
1/4 সে. মি.
Ο গ) 
1/2 সে. মি.
Ο ঘ) 
2 বর্গ সে. মি.

  সঠিক উত্তর: (ক)

৪৬.
ABC ত্রিভুজের AC2 = AB2 + BC2 হলে কোনটি সমকোণ হবে?
Ο ক) 
∠A
Ο খ) 
∠B
Ο গ) 
∠C
Ο ঘ) 
ক ও খ উভয়ই

  সঠিক উত্তর: (গ)

৪৭.
ABC ত্রিভুজের AB = AC, ∠A = ∠900 হলে ∠B = কত?
Ο ক) 
400
Ο খ) 
450
Ο গ) 
500
Ο ঘ) 
600

  সঠিক উত্তর: (খ)

৪৮.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান- উপপাদ্যটি কে বিবৃত করেছেন?
Ο ক) 
টলেমী
Ο খ) 
দ্যমরগ্যান
Ο গ) 
কন্টে
Ο ঘ) 
পিথাগোরাস

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
ΔABC ও ΔDEF-এ-
i. ∠B = E = 900 হলে ত্রিভুজ দুইটি সমকোণী।
ii. AB = DE, AC = FD এবং ∠B + ∠C = 900∠F + ∠E = 900 হলে ত্রিভুজদ্বয় পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে।
iii. AB = DE = 5 সে.মি., DF = AC = 12 সে. মি. এবং BC = EF = 13 সে. মি. হলে এটি BC2 = DE2 + AC2 । সুত্রকে মেনে চলে।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 450 কোণ অঙ্কনের ক্ষেত্রে কোন শর্তটি সঠিক?
Ο ক) 
ভূমি = লম্ব
Ο খ) 
ভূমি > লম্ব
Ο গ) 
ভূমি < লম্ব
Ο ঘ) 
ভূমি ≥ লম্ব

  সঠিক উত্তর: (ক)

৫১.
পিথাগোরাস একজন-
i. দার্শনিক
ii. গণিতবিদ
iii. শিক্ষক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

৫২.
ΔABC এর ∠C সমকোণ হলে অতিভুজ কোনটি?
Ο ক) 
BC
Ο খ) 
AC
Ο গ) 
AB
Ο ঘ) 
CA

  সঠিক উত্তর: (গ)

৫৩.
একটি ত্রিভুজের বাহুত্রয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সে. মি. 5 সে. মি. ও 13 সে. মি. হলে ত্রিভুজটি কোন ধরনের?
Ο ক) 
সূক্ষ্মকোণী
Ο খ) 
স্থূলকোণী
Ο গ) 
সমদ্বিবাহু সমকোণী
Ο ঘ) 
সমকোণী

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুই কোণের সমষ্টি কত?
Ο ক) 
900
Ο খ) 
1800
Ο গ) 
750
Ο ঘ) 
1000

  সঠিক উত্তর: (ক)

৫৫.
ΔPQR - এ ∠P = 900 হলে Q ও R প্রত্যেকেই-
Ο ক) 
সমকোণ
Ο খ) 
সূক্ষ্মকোণ
Ο গ) 
স্থূলকোণ
Ο ঘ) 
প্রবৃদ্ধকোণ

  সঠিক উত্তর: (খ)

৫৬.
সমকোণী ত্রিভুজে কয়টি উচ্চতা থাকে?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (গ)

৫৭.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাত 3 : 4 হলে অতিভুজ কত?
Ο ক) 
3
Ο খ) 
5
Ο গ) 
7
Ο ঘ) 
8

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন