NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

জে.এস.সি || গণিত অষ্টম অধ্যায় : চতুর্ভুজ


জে.এস.সি    ||    গণিত
অষ্টম অধ্যায় : চতুর্ভুজ


১.
সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে অন্য তিনটি কোণ কীরূপ হবে?
Ο ক) 
সূক্ষ্মকোণ
Ο খ) 
সমকোণ
Ο গ) 
স্থূলকোণ
Ο ঘ) 
সরলকোণ

  সঠিক উত্তর: (খ)

২.
একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য a,b,c,d এবং একটি কর্ণের দৈর্ঘ্য e দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হলে-
i. a + b + c > d হতে হবে।
ii. c + d > e হতে হবে।
iii. a + b + d > c হতে হবে।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩.
চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কী বলে?
Ο ক) 
ত্রিভুজ
Ο খ) 
চতুর্ভুজ
Ο গ) 
পঞ্চভুজ
Ο ঘ) 
বহুভুজ

  সঠিক উত্তর: (খ)

৪.
সামাপন্তরিকের কর্ণ পরস্পরকে-
Ο ক) 
সমকোণে সমদ্বিখন্ডিত করে
Ο খ) 
সমদ্বিখন্ডিত করে
Ο গ) 
ত্রিখন্ডিত করে
Ο ঘ) 
কোনোটি নয়

  সঠিক উত্তর: (খ)

৫.
একটি বাহু দেওয়অ থাকলে কী আঁকা যায়?
Ο ক) 
আয়তক্ষেত্র
Ο খ) 
রম্বস
Ο গ) 
বর্গক্ষেত্র
Ο ঘ) 
সামান্তরিক

  সঠিক উত্তর: (গ)

৬.
ABCD আয়তের AB বাহু 5 সে.মি. হলে বিপরীত বাহু CD = কত সে.মি.?
Ο ক) 
2.5
Ο খ) 
5
Ο গ) 
10
Ο ঘ) 
12

  সঠিক উত্তর: (খ)

৭.
বর্গ এমন একটি আয়ত যার-
Ο ক) 
বাহুগুলো সমান
Ο খ) 
কোণ সমকোণ নয়
Ο গ) 
কর্ণদ্বয় অসমান
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (ক)

৮.
চতুর্ভুজ-
i. এর চারটি বাহু দেওয়া থাকলে নির্দিষ্ট চুতুর্ভজ আঁকা সম্ভব
ii. আঁকতে পাঁচটি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন
iii. এর তিনটি বাহু ও দুইটি কর্ণ দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা যায়।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৯.
একটি সামান্তরিকের বিপরীত দুইটি কোণের সমষ্টি 600 হলে অপর একটি কোণের মান কত?
Ο ক) 
1200
Ο খ) 
1500
Ο গ) 
1650
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (খ)

১০.
একটি কর্ণ ও দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যাবে?
Ο ক) 
ট্রাপিজিয়াম
Ο খ) 
রম্বস
Ο গ) 
সামান্তরিক
Ο ঘ) 
বর্গ

  সঠিক উত্তর: (গ)

১১.
একটি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যাবে?
Ο ক) 
রম্বস
Ο খ) 
ট্রাপিজিয়াম
Ο গ) 
চতুর্ভুজ
Ο ঘ) 
সামান্তরিক

  সঠিক উত্তর: (ক)

১২.
সামান্তরিকের জন্য নিচের কোনটি সঠিক?
Ο ক) 
বিপরীত বাহুগু্যেলা অসমান্তরাল
Ο খ) 
একটি কোণ সমকোণ হলে, তা আয়ত
Ο গ) 
বিপরীত বাহুদ্বয় অসমান
Ο ঘ) 
কর্ণদ্বয় পরস্পর সমান

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
সুষম পঞ্চভুজের একটি বহি:স্থ কোণের পরিমাণ হবে-
Ο ক) 
600
Ο খ) 
640
Ο গ) 
700
Ο ঘ) 
720

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
কয়টি রেখাংশ আবদ্ধ হলে চতুর্ভুজ উৎপন্ন করে?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
রম্বস এমন একটি সামান্তরিক যার-
Ο ক) 
বাহুগুলো সমান
Ο খ) 
কোণগুলো সমান
Ο গ) 
কোণগুলো সমকোণ
Ο ঘ) 
বাহুগুলো অসমান

  সঠিক উত্তর: (ক)

১৬.
চতুর্ভুজের অন্ত:কোণের সমষ্টি কত হবে?
Ο ক) 
চার সমকোণে
Ο খ) 
ছয় সমকোণ
Ο গ) 
সাত সমকোণ
Ο ঘ) 
আট সমকোণ

  সঠিক উত্তর: (ক)

১৭.
রম্বসের-
i. বাহুগুলো সমান
ii. কর্ণ দুইটি সমান ও সমদ্বিখন্ডিত করে
iii. কর্ণ দুইটি সমকোণে সমদ্বিখন্ডিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৮.
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান একটি বর্গক্ষেত্র। যদি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 3 মিটার হয়, তবে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত?
Ο ক) 
36 মিটার
Ο খ) 
18 মিটার
Ο গ) 
6 মিটার
Ο ঘ) 
3 মিটার

  সঠিক উত্তর: (গ)

১৯.
সামান্তরিকের বিপরীত কোণ কীরূপ?
Ο ক) 
সমান
Ο খ) 
সমান নয়
Ο গ) 
বিপ্রতীপ কোণ
Ο ঘ) 
সমকোণ

  সঠিক উত্তর: (ক)

২০.
একটি ঘুড়ির চার কোণের সমষ্টি কত ডিগ্রি?
Ο ক) 
2400
Ο খ) 
2600
Ο গ) 
3000
Ο ঘ) 
3600

  সঠিক উত্তর: (ঘ)

২১.
আয়তের-
i. বিপরীত বাহু সমান ও সমান্তরাল
ii. কর্ণ দুইটি সমান
iii. কোণগুলো সমকোণ নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২২.
একটি ঘনকের সমগ্রপৃষ্ঠে কতটি বর্গক্ষেত্র থাকে?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
ছয়টি

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
ট্রাপিজিয়ামের অন্ত:কোণের যোগফল কত?
Ο ক) 
2400
Ο খ) 
3600
Ο গ) 
4200
Ο ঘ) 
5400

  সঠিক উত্তর: (খ)

২৪.
বর্গের কর্ণদ্বয় কয়টি সমান ত্রিভুজ গঠন করে?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের ক্ষেত্রফলকে নিচের কোন একক হিসেবে লেখা হয়।
Ο ক) 
ঘন একক
Ο খ) 
বর্গ একক
Ο গ) 
একক
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (খ)

২৬.
i. বর্গ একটি রম্বস
ii. সকল রম্বস-ই বর্গ
iii. বর্গ এমন একটি সামান্তরিক যার বাহুগুলোর সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২৭.
কোনটি সামান্তরিক নয়?
Ο ক) 
ট্রাপিজিয়াম
Ο খ) 
বর্গ
Ο গ) 
আয়ত
Ο ঘ) 
রম্বস

  সঠিক উত্তর: (ক)

২৮.
সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে কী উৎপন্ন করবে?
Ο ক) 
আয়ত
Ο খ) 
রম্বস
Ο গ) 
বর্গ
Ο ঘ) 
ত্রিভুজ

  সঠিক উত্তর: (ক)

২৯.
চতুর্ভুজের কয়টি কোণ থাকে?
Ο ক) 
চারটি
Ο খ) 
পাঁচটি
Ο গ) 
ছয়টি
Ο ঘ) 
সাতটি

  সঠিক উত্তর: (ক)

৩০.
বর্গের চার কোণের সমষ্টি কত?
Ο ক) 
চার সরল কোণ
Ο খ) 
২ সরল কোণ
Ο গ) 
১ সরল কোণ
Ο ঘ) 
২ সমকোণ

  সঠিক উত্তর: (খ)

৩১.
কোন ক্ষেত্রগুলোর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে?
Ο ক) 
বর্গক্ষেত্র ও রম্বস
Ο খ) 
আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র
Ο গ) 
রম্বস ও সামান্তরিক
Ο ঘ) 
সামান্তরিক ও ট্রাপিজিয়াম

  সঠিক উত্তর: (ক)

৩২.
ABCD সামান্তরিকের-
i. AB = 2 সে. মি. হলে, DC = 2 সে. মি.
ii. ∠ABC = 1200 হলে, ADC = 1200
iii. কর্ণ AC = 3 সে.মি. হলে কর্ণ BD = 3 সে.মি.
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩৩.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় 5 সে.মি. এবং উচ্চতা 5 সে.মি. হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
Ο ক) 
12.5
Ο খ) 
25
Ο গ) 
50
Ο ঘ) 
125

  সঠিক উত্তর: (খ)

৩৪.
সামান্তরিকের পরিসীমা কী হবে?
Ο ক) 
বিপরীত বাহুর গুণফল
Ο খ) 
২ x সন্নিহিত বাহুর যোগফল
Ο গ) 
৪ x সন্নিহিত বাহুর যোগফল
Ο ঘ) 
২ x বিপরীত বাহুর যোগফল

  সঠিক উত্তর: (খ)

৩৫.
চতুর্ভুজের কয়টি বাহু?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (ঘ)

৩৬.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গ সে.মি. হলে, এর একটি বাহুর দৈর্ঘ্য কত সে.মি.?
Ο ক) 
4
Ο খ) 
8
Ο গ) 
32
Ο ঘ) 
256

  সঠিক উত্তর: (ক)

৩৭.
i. ট্রাপিজিয়াম একটি সামান্তরিক
ii. আয়ত একটি সামান্তরিক
iii. রম্বস একটি সামান্তুরিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩৮.
ত্রিভুজের কয়টি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যায়?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (গ)

৩৯.
একটি ঘনকের দৈর্ঘ্য 3 মিটার হলে সমগ্র পৃষ্ঠ তলের ক্ষেত্রফল কত?
Ο ক) 
27 বর্গমিটার
Ο খ) 
54 ঘন মিটার
Ο গ) 
54 বর্গমিটার
Ο ঘ) 
81 বর্গমিটার

  সঠিক উত্তর: (গ)

৪০.
একটি ঘুড়ির অন্ত:কোণের যোগফল কত?
Ο ক) 
2400
Ο খ) 
3600
Ο গ) 
4200
Ο ঘ) 
5400

  সঠিক উত্তর: (খ)

৪১.
সামান্তরিকের একটি কর্ণ সমান কয়টি ত্রিভুজ উৎপন্ন� করে?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
‘চারটি

  সঠিক উত্তর: (খ)

৪২.
চারটি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে কী আঁকা যায়?
Ο ক) 
ত্রিভুজ
Ο খ) 
চতুর্ভুজ
Ο গ) 
বৃত্ত
Ο ঘ) 
ঘনবস্তু

  সঠিক উত্তর: (খ)

৪৩.
চতুর্ভুজের চার বাহুর সমষ্টিকে কী বলে?
Ο ক) 
কর্ণ
Ο খ) 
পরিসীমা
Ο গ) 
ক্ষেত্রফল
Ο ঘ) 
আয়তন

  সঠিক উত্তর: (খ)

৪৪.
আয়তক্ষেত্রের পরিসীমা কী?
Ο ক) 
বিপরিত বাহুর গুণফল
Ο খ) 
সন্নিহিত বাহুর গুণফল
Ο গ) 
৪ x সন্নিহিত বাহুর গুণফল
Ο ঘ) 
বাহুগুলোর যোগফল

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
বর্গের ক্ষেত্রের-
i. চারটি বাহু সমান
ii. কোণ সমকোণ
iii. কর্ণ দুইটি সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
আয়তের-
i. চারটি কোণ সমকোণ
ii. দুইটি কর্ণ সমান
iii. চারটি বাহু সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪৭.
i. সকল আয়তক্ষেত্রই সামান্তরিক
ii. আয়তক্ষেত্রর বিপরীত কোণ পরস্পর সমান
iii. বর্গ একটি আয়তক্ষেত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 4 সে.মি. ও 6 সে. মি. হলে, এর ক্ষেত্রেফল কত বর্গ সে.মি.?
Ο ক) 
10
Ο খ) 
12
Ο গ) 
24
Ο ঘ) 
30

  সঠিক উত্তর: (গ)

৪৯.
যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান সমান্তরাল তাকে কী বলে?
Ο ক) 
আয়তক্ষেত্র
Ο খ) 
সামান্তরিক
Ο গ) 
রম্বস
Ο ঘ) 
বর্গ

  সঠিক উত্তর: (খ)

৫০.
চার কোণ সমকোণ থাকে-
i. রম্বস
ii. বর্গ
iii. আয়ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
শুধু i

  সঠিক উত্তর: (গ)

৫১.
সামান্তরিকের দুিইটি সন্নিহিত কোণের একটি 1100 হলে অপরটি কত?
Ο ক) 
600
Ο খ) 
700
Ο গ) 
900
Ο ঘ) 
1000

  সঠিক উত্তর: (খ)

৫২.
কোনটি দ্বারা চতুর্জুজ আঁকা যাবে না?
Ο ক) 
চারটি বাহু
Ο খ) 
চারটি বাহু একটি কোণ
Ο গ) 
তিনটি বাহু দুইটি কোণ
Ο ঘ) 
দুইটি বাহু তিনটি কোণ

  সঠিক উত্তর: (ক)

৫৩.
সামান্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখন্ডকদ্বয়-
Ο ক) 
পরস্পর সমান
Ο খ) 
পরস্পর সমান্তরাল
Ο গ) 
পরস্পর একটি বিন্দুতে ছেদ করে
Ο ঘ) 
পরস্পর লম্ব

  সঠিক উত্তর: (গ)

৫৪.
যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে তাকে কী বলে?
Ο ক) 
ঘনবস্তু
Ο খ) 
চতুর্ভুজ
Ο গ) 
বর্গ
Ο ঘ) 
ঘুড়ি

  সঠিক উত্তর: (ক)

৫৫.
i. চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ।
ii. আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান হলে তা একটি বর্গ।
iii. প্রত্যেকটি রম্বস একটি সামান্তরিক।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৫৬.
সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের আকৃতি কত রকম হতে পারে?
Ο ক) 
এক রকম
Ο খ) 
দুই রকম
Ο গ) 
তিন রকম
Ο ঘ) 
বিভিন্ন রকম

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
একটি রম্বসের ক্ষেত্রফল 32 বর্গ একক হলে, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক কত বর্গ একক?
Ο ক) 
16
Ο খ) 
32
Ο গ) 
512
Ο ঘ) 
1024

  সঠিক উত্তর: (খ)

৫৮.
দুইটি কর্ণ কোনো রম্বসকে সমান কয়টি ত্রিভুজে বিভক্ত করে?
Ο ক) 
২টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৫টি
Ο ঘ) 
৬টি

  সঠিক উত্তর: (খ)

৫৯.
i. রম্বসের বাহুগুলো পরস্পর সমান
ii. রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল প্রত্যেকটি কোণ সমকোণ
iii. রম্বসের বিপরীত বাহুগুলো অসমান্তরাল প্রত্যেকটি কোণ অসমকোণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i

  সঠিক উত্তর: (ক)

৬০.
সামান্তরিকের কোনটি সঠিক?
Ο ক) 
চার বাহু সমান
Ο খ) 
চার কোণ সমান
Ο গ) 
বিপরীত কোণ সমান
Ο ঘ) 
কর্ণদ্বয় সমান

  সঠিক উত্তর: (গ)

৬১.
সামান্তরিকের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) 
বিপরীত বাহু সমান ও সমান্তরাল
Ο খ) 
বাহুগুলো সমান
Ο গ) 
কোণ সমকোণ
Ο ঘ) 
কর্ণদ্বয় সমান

  সঠিক উত্তর: (ক)

৬২.
সমকোণ নয় এমন একটি কোণ এবং দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কোনটি আঁকা যাবে?
Ο ক) 
বর্গ
Ο খ) 
আয়ত
Ο গ) 
ট্রাপিজিয়াম
Ο ঘ) 
সামান্তরিক

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
কত প্রকার চুতর্ভুজের নাম পাওয়া যায়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 
১০

  সঠিক উত্তর: (খ)

৬৪.
বর্গক্ষেত্র অঙ্কন করতে হলে কোনটি প্রয়োজন?
Ο ক) 
চাঁদা
Ο খ) 
ত্রিকোণী
Ο গ) 
কাঁটাকম্পাস
Ο ঘ) 
রাবার

  সঠিক উত্তর: (ক)

৬৫.
ABCD সামান্তরিকের 600 কোণের বিপরীপত কোণটির পরিমাপ কত?
Ο ক) 
600
Ο খ) 
900
Ο গ) 
1200
Ο ঘ) 
1600

  সঠিক উত্তর: (ক)

৬৬.
যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে কী বলে?
Ο ক) 
বর্গক্ষেত্র
Ο খ) 
আয়তক্ষেত্র
Ο গ) 
ট্রাপিজিয়াম
Ο ঘ) 
রম্বসক্ষেত্র

  সঠিক উত্তর: (গ)

৬৭.
সামান্তরিকের কর্ণ কয়টি?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (ক)

৬৮.
চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রি?
Ο ক) 
1800
Ο খ) 
2700
Ο গ) 
3600
Ο ঘ) 
5400

  সঠিক উত্তর: (গ)

৬৯.
বৃত্তস্থ সামান্তরিক একটি-
Ο ক) 
বর্গক্ষেত্র
Ο খ) 
আয়তক্ষেত্র
Ο গ) 
রম্বস
Ο ঘ) 
ঘুড়ি

  সঠিক উত্তর: (খ)

৭০.
সামান্তকের ক্ষেত্রফল কোনটি?
Ο ক) 
দৈর্ঘ্য x প্রস্থ
Ο খ) 
ভূমি x উচ্চতা
Ο গ) 
১/২ x ভূমি x উচ্চতা
Ο ঘ) 
কর্ণদ্বয়ের গুণফল

  সঠিক উত্তর: (খ)

৭১.
একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন?
Ο ক) 
3টি
Ο খ) 
4টি
Ο গ) 
5টি
Ο ঘ) 
6টি

  সঠিক উত্তর: (খ)

৭২.
ABCD রম্বসের AC ও BD কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করলে-
i. ∠AOB = 900
ii. ∠OAB + ∠OBA = 900
iii. AC = 2AO
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর-
Ο ক) 
অসমান্তরাল
Ο খ) 
সমান্তরাল
Ο গ) 
দ্বিগুণ
Ο ঘ) 
তিনগুণ

  সঠিক উত্তর: (খ)

৭৪.
ABCD সামান্তরিকের AC ও BD কর্ণ O বিন্দুতে ছেদ করে। AC = 4 সে.মি. হলে, AO = কত সে.মি.?
Ο ক) 
1
Ο খ) 
2
Ο গ) 
4
Ο ঘ) 
8

  সঠিক উত্তর: (খ)

৭৫.
একটি চতুর্ভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 5 সে.মি. ও 3 সে.মি. দেওয়া আছে, কী আঁকা যাবে?
Ο ক) 
বর্গ
Ο খ) 
সামন্তরিক
Ο গ) 
আয়ত
Ο ঘ) 
ট্রাপিজিয়াম

  সঠিক উত্তর: (গ)

৭৬.
একটি কর্ণ ও দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যাবে?
Ο ক) 
আয়তক্ষেত্র
Ο খ) 
ট্রাপিজিয়াম
Ο গ) 
রম্বসক্ষেত্র
Ο ঘ) 
ঘুড়ি

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
একটি রম্বস আঁকতে হলে কমপক্ষে কোন উপাত্তগুলোর প্রয়োজন?
Ο ক) 
দুইটি বিপরীত বাহু
Ο খ) 
দুইটি বিপরীত কোণ
Ο গ) 
কর্ণের দৈর্ঘ্য
Ο ঘ) 
এক বাহু ও একটি কোণ

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
বর্গ এমন একটি সামান্তরিক যার-
Ο ক) 
বাহুগুলো সমান
Ο খ) 
বাহুগুলো সমান ও কোণগুলো সমকোণ
Ο গ) 
কর্ণ দুইটি সমান
Ο ঘ) 
কোণগুলো সমকোণ

  সঠিক উত্তর: (খ)

৭৯.
নিচের কোনটি ঘুড়ির পরিসীমা?
Ο ক) 
4 x সন্নিহিত বাহুর দৈর্ঘ্যর যোগফল
Ο খ) 
2 x সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল
Ο গ) 
সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল
Ο ঘ) 
সন্নিহিত বাহুর গুণফল

  সঠিক উত্তর: (খ)

৮০.
কোনন ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক হলে-
i. ‍প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল a2 বর্গ একক
ii. ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল 6a2 বর্গ একক
iii. ঘনকের আয়তন a3 ঘন একক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
i. যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাই আয়ত
ii. আয়তের চারটি কোণ অসমকোণ
iii. আয়তের বিপরীত বাহু সমান ও সমান্তরাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮২.
চতুর্ভুজের চার কোণে সমষ্টি কয় সমকোণ?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
সামান্তরিকের চারটি বাহু সমান হলে কী উৎপন্ন করে?
Ο ক) 
আয়তন
Ο খ) 
রম্বস
Ο গ) 
বর্গ
Ο ঘ) 
ঘুড়ি

  সঠিক উত্তর: (খ)

৮৪.
একটি ঘুড়ির একটি শীর্ষ কোণ 1200 হলে এর বিপরীত কোণ কত ডিগ্রি হবে?
Ο ক) 
1200
Ο খ) 
900
Ο গ) 
600
Ο ঘ) 
300

  সঠিক উত্তর: (গ)

৮৫.
একটি বাহু ও কর্ণ দেওয়া থাকলে নিচের কোনটি আ৭াক সম্ভব নয়?
Ο ক) 
রম্বস
Ο খ) 
আয়তক্ষেত্র
Ο গ) 
ঘুড়ি
Ο ঘ) 
বর্গক্ষেত্র

  সঠিক উত্তর: (গ)

৮৬.
নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট?
Ο ক) 
কর্ণদ্বয় পরস্পর সমান
Ο খ) 
প্রত্যেক কোণই সমকোণ
Ο গ) 
বিপরীত কোণদ্বয় অসমান
Ο ঘ) 
প্রত্যেকটি বাহুই সমান

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
ABCD চতুর্ভুজের-
i. সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 8
ii. কর্ণদুটির দৈর্ঘ্যের সমষ্টি (AC + BD
iii. পরিসীমা 14
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮৮.
আয়তক্ষেত্র এমন একটি সামান্তরিক ডার প্রত্যেকটি কোণ-
Ο ক) 
সূক্ষ্মকোণ
Ο খ) 
সমকোণ
Ο গ) 
সরলকোণ
Ο ঘ) 
স্থূলকোণ

  সঠিক উত্তর: (খ)

৮৯.
যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরস্পর সমান তাকে কী বলে?
Ο ক) 
ঘনক
Ο খ) 
আয়তাকার ঘনবস্তু
Ο গ) 
রম্বস
Ο ঘ) 
বর্গ

  সঠিক উত্তর: (ক)

৯০.
ABCD চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি 2500 হলে চতুর্থ কোণটির পরিমাপ কত?
Ο ক) 
1100
Ο খ) 
1200
Ο গ) 
1300
Ο ঘ) 
1600

  সঠিক উত্তর: (ক)

৯১.
একটি ঘনকের দৈর্ঘ্য 2 সে. মি. হলে আয়তন কত?
Ο ক) 
8 ঘন সে. মি.
Ο খ) 
4 ঘন সে. মি.
Ο গ) 
8 বর্গমিটার
Ο ঘ) 
8 বর্গ সে. মি.

  সঠিক উত্তর: (ক)

৯২.
আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কেমন থাকে?
Ο ক) 
সমান
Ο খ) 
সমান নয়
Ο গ) 
অসমান
Ο ঘ) 
সমান্তরাল

  সঠিক উত্তর: (ক)

৯৩.
একটি মাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি আঁকা যাবে?
Ο ক) 
বর্গ
Ο খ) 
ট্রাপিজিয়াম
Ο গ) 
আয়ত
Ο ঘ) 
সামান্তরিক

  সঠিক উত্তর: (ক)

৯৪.
দুইটি অসমান সন্নিহিত বাহু ও অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যাবে?
Ο ক) 
আয়তক্ষেত্র
Ο খ) 
বর্গক্ষেত্র
Ο গ) 
রম্বসক্ষেত্র
Ο ঘ) 
ট্রাপিজিয়াম

  সঠিক উত্তর: (ক)

৯৫.
আয়তক্ষেত্রের যেকোনো একটি কণ সমান কয়টি ত্রিভুজ গঠন করে?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

৯৬.
আয়তাকার ঘনকের-
i. তিনটি বাহু ছয়টি কোণ থাকে
ii. ৬টি তল থাকে
iii. বিপরীত তলগুলো পরস্পর সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৯৭.
নিচের কোনটি দেওয়া থাকলে বর্গ আঁকা সম্ভব?
Ο ক) 
সূক্ষ্মকোণ
Ο খ) 
স্থূলকোণ
Ο গ) 
সমকোণ
Ο ঘ) 
কর্ণ

  সঠিক উত্তর: (ঘ)

নিচের তথ্যের আলোকে তিনটি প্রশ্নের উত্তর দাও:
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 1 মিটার।
৯৮.
ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য কত?
Ο ক) 
46 মিটার
Ο খ) 
18 মিটার
Ο গ) 
39 মিটার
Ο ঘ) 
36 মিটার

  সঠিক উত্তর: (ক)

৯৯.
ঘনবস্তুটির আয়তন কত?
Ο ক) 
18 ঘন মিটার
Ο খ) 
36 বর্গমিটার
Ο গ) 
9 ঘন মিটার
Ο ঘ) 
18 বর্গমিটার

  সঠিক উত্তর: (ক)

১০০.
ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
Ο ক) 
25 মিটার
Ο খ) 
54 বর্গমিটার
Ο গ) 
100 বর্গমিটার
Ο ঘ) 
25 বর্গমিটার

  সঠিক উত্তর: (খ)

1 টি মন্তব্য:

  1. একটি চতুভুজ দুই বাহুর দৈঘ্য ৫ সেমি ও ৪সেমি। নিচের কোন কোণের সেট নিয়ে চতুভুজ আঁকা সম্ভব?

    উত্তরমুছুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...