এস.এস.সি ||
বাংলা ১মপত্র অধ্যায় - ১: গদ্য - পালামৌ |
১. |
‘পালামৌ’ গল্পে কোন ভাষারীতি ব্যবহার করা হয়েছে? |
Ο ক) |
মিশ্র |
Ο খ) |
চলিত |
Ο গ) |
সাধু |
Ο ঘ) |
আঞ্চলিক |
সঠিক উত্তর: (গ)
২. |
‘পালামৌ’ রচনার লেখকের কাছে পর্বত তখন কেমন ছিল? |
Ο ক) |
কুৎসিত |
Ο খ) |
ভয়ংকর |
Ο গ) |
প্রস্তরময় |
Ο ঘ) |
বরফাচ্ছন্ন |
সঠিক উত্তর: (গ)
৩. |
কোল যুবতীদের নৃত্যানুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? |
Ο ক) |
দিঘির পাড়ে |
Ο খ) |
নদীর পাড়ে |
Ο গ) |
বটবৃক্ষতলে |
Ο ঘ) |
কদম্ববৃক্ষ তলে |
সঠিক উত্তর: (গ)
৪. |
কুলিদের বাচ্চাগুলোর মধ্যে দুই বৎসর বয়স্ক শিশুটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে হাত পাতল কেন? |
Ο ক) |
অন্যদের দেখাদেখি |
Ο খ) |
দারিদ্রের কারণে |
Ο গ) |
খাদ্যের আশায় |
Ο ঘ) |
লজেন্সের আশায় |
সঠিক উত্তর: (ক)
৫. |
বরাকর নদীর কোন পারে গাড়ি থেমেছিল? |
Ο ক) |
পূর্ব |
Ο খ) |
পশ্চিম |
Ο গ) |
উত্তর |
Ο ঘ) |
দক্ষিণ |
সঠিক উত্তর: (ক)
৬. |
যে পাহাড় দেখে লেখক চমৎকৃত হয়েছিল তার বৈশিষ্ট্য কী? |
Ο ক) |
কালো পাথরে গঠিত |
Ο খ) |
জঙ্গলে পরিপূর্ণ |
Ο গ) |
অখন্ড পাথরে গঠিত |
Ο ঘ) |
সাদা পাথরে গঠিত |
সঠিক উত্তর: (গ)
৭. |
পালামৌ থেকে প্রত্যাগমনের পর বন্ধুরা লেখককে সে বিষয়ে লিখতে বললে তিনি তখন কী করতেন? |
Ο ক) |
এড়িয়ে যেতেন |
Ο খ) |
উড়িয়ে দিতেন |
Ο গ) |
মুচকি হাসতেন |
Ο ঘ) |
উপহাস করতেন |
সঠিক উত্তর: (ক)
৮. |
নৃত্যানুষ্ঠানে যুবতীর সংখ্যা কত ছিল? |
Ο ক) |
প্রায় চল্লিশ জন |
Ο খ) |
প্রায় পঁয়ত্রিশ জন |
Ο গ) |
প্রায় ত্রিশ জন |
Ο ঘ) |
প্রায় বিশ জন |
সঠিক উত্তর: (ক)
৯. |
গল্প করা কোন বয়সের রোগ? |
Ο ক) |
অল্প বয়সের |
Ο খ) |
তরুণ বয়সের |
Ο গ) |
ছাত্রাবস্থায় |
Ο ঘ) |
বৃদ্ধ বয়সের |
সঠিক উত্তর: (ঘ)
১০. |
দুই বছরের শিশুটি হাত থেকে পয়সাটি ফেলে দিল কেন? |
Ο ক) |
রাগ করে |
Ο খ) |
অপমানে |
Ο গ) |
বোধের অভাবে |
Ο ঘ) |
দ্বিতীয়বার পয়সা পাওয়ার জন্য |
সঠিক উত্তর: (গ)
১১. |
‘পালামৌ’তে ব্যবহৃত শব্দ হচ্ছে- i.� বয়ঃক্রম ii.� প্রসন্নতাব্যঞ্জক iii.� সুপক্ব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১২. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? |
Ο ক) |
১৮৮৬ |
Ο খ) |
১৮৮৭ |
Ο গ) |
১৮৮৯ |
Ο ঘ) |
১৮৯১ |
সঠিক উত্তর: (গ)
১৩. |
‘বঙ্গবাসীদের কেবল মাঠ দেখার অভ্যাস।’ এই পঙ্কক্তি দ্বারা লেখক বুঝিয়েছেন- i. বঙ্গবাসীরা সমতল ভূমির বাসিন্দা ii. মাঠই তাদের জীবিকার প্রধান উৎস iii. তারা পাহাড়ী অঞ্চল সচরাচর দেখে না। নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৪. |
লেখকের গাড়ি কোন নদীর পারে থামল? |
Ο ক) |
বরাকর |
Ο খ) |
বরাক |
Ο গ) |
সুরমা |
Ο ঘ) |
দামোদর |
সঠিক উত্তর: (ক)
১৫. |
লেখক পালমৌর গ্রামে কোন বাহনে গিয়েছিলেন? |
Ο ক) |
নৌকায় |
Ο খ) |
ঘোড়া |
Ο গ) |
পালকিতে |
Ο ঘ) |
হাতির পিঠে |
সঠিক উত্তর: (গ)
১৬. |
নিচের কোনটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস? |
Ο ক) |
দামিনী |
Ο খ) |
রামেশ্বরের অদৃষ্ঠ |
Ο গ) |
জালপ্রতাপ চাঁদ |
Ο ঘ) |
পালামৌ |
সঠিক উত্তর: (গ)
১৭. |
পালামৌ কোথায় অবস্থিত? |
Ο ক) |
বিহারে |
Ο খ) |
উড়িষ্যায় |
Ο গ) |
বর্ধমানে |
Ο ঘ) |
আরাকানে |
সঠিক উত্তর: (ক)
১৮. |
কোলদের নৃত্যানুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? |
Ο ক) |
বটবৃক্ষ তলে |
Ο খ) |
অশ্বত্থবৃক্ষ তলে |
Ο গ) |
একশিলা পাহাড়ে |
Ο ঘ) |
খোলা প্রান্তরে |
সঠিক উত্তর: (ক)
১৯. |
বাঘ হত্যার জন্য যাওয়া যুবা কোন গোত্রের লোক ছিল? |
Ο ক) |
ব্রাক্ষণ |
Ο খ) |
ক্ষত্রিয় |
Ο গ) |
বৈশ্য |
Ο ঘ) |
দুধের হাড়ি |
সঠিক উত্তর: (ক)
২০. |
আদিম অবস্থায় সব পুরুষই সাহসী ছিল, কারণ- |
Ο ক) |
সাহসী না হলে বেঁচে থাকা যেত না |
Ο খ) |
তাদের ফলাফল জ্ঞান হয়নি |
Ο গ) |
নারীদের রক্ষার জন্য |
Ο ঘ) |
অন্য গোত্রের সাথে যুদ্ধ করতে হতো |
সঠিক উত্তর: (খ)
২১. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় গল্প করাকে বৃদ্ধ বয়সের রোগ বলেছেন কেন? |
Ο ক) |
কউ না শুনলেও গল্প চলতে থাকে বলে |
Ο খ) |
গল্প শুনিয়ে পাগল করে ছাড়ে বলে |
Ο গ) |
গল্পগুলো মানুষকে নিরাসক্ত করে বলে |
Ο ঘ) |
গল্প করে বৃদ্ধদের রোগ সারে বলে |
সঠিক উত্তর: (ক)
২২. |
লেখক কখন ‘পালামৌ’ গিয়েছিলেন? |
Ο ক) |
ছোটবেলায় |
Ο খ) |
যুবক বয়সে |
Ο গ) |
বৃদ্ধ বয়সে |
Ο ঘ) |
কৈশোরে |
সঠিক উত্তর: (খ)
২৩. |
কোনটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রমণোপন্যাস? |
Ο ক) |
মাধবীলতা |
Ο খ) |
রামেশ্বরের অদৃষ্ট |
Ο গ) |
দামিনী |
Ο ঘ) |
পালামৌ |
সঠিক উত্তর: (ঘ)
২৪. |
লেখক পালামৌ যাওয়ার উদ্দেশে কীসে রওয়ানা হলেন? |
Ο ক) |
রেলগাড়িতে |
Ο খ) |
ডাকগাড়িতে |
Ο গ) |
মোটর গাড়িতে |
Ο ঘ) |
মালগাড়িতে |
সঠিক উত্তর: (খ)
২৫. |
নৃত্যে অংশগ্রহণকারী কোল যুবতীদের- i. মাথায় বনপুষ্প ii. কর্ণে বনপুষ্প iii. ওষ্ঠে হাসি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৬. |
কেউ অনুরোধ না করলেও আজ লেখকের পালামৌয়ের বৃত্তান্ত লিখতে বসার কারণ- i. আজ তাঁর অখন্ড অবসর ii. গল্প করা বৃদ্ধ বয়সের রোগ iii. একদা বন্ধুরা অনুরোধ করত, সেকথা ভেবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৭. |
‘পালামৌ’ রচনাটি কোন ঢঙে রচিত? |
Ο ক) |
সাবলীল |
Ο খ) |
সিনেম্যাটিক |
Ο গ) |
নাটকীয় |
Ο ঘ) |
কাব্যিক |
সঠিক উত্তর: (খ)
২৮. |
পালামৌর বনে কোন গাছ একেবারেই নেই? |
Ο ক) |
তাল |
Ο খ) |
তমাল |
Ο গ) |
শাল |
Ο ঘ) |
হিন্তাল |
সঠিক উত্তর: (ঘ)
২৯. |
কর্মজীবনে সঞ্জীবচন্দ্র টট্টোপাধ্যায় কী হিসেবে যোগ দান করেন? |
Ο ক) |
শিক্ষক |
Ο খ) |
ডাক্তার |
Ο গ) |
সাংবাদিক |
Ο ঘ) |
ম্যাজিস্ট্রেট |
সঠিক উত্তর: (ঘ)
৩০. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বন্ধুদেরকে উপহাস করতে কেন? |
Ο ক) |
অতিরিক্ত বাকপটুতার জন্য |
Ο খ) |
তাঁর কথার অবাধ্য হয়ে চলার জন্য |
Ο গ) |
পালামৌ সম্পর্কে লিখতে বলায় |
Ο ঘ) |
বন্ধুদের কর্মহীনতার কারণে |
সঠিক উত্তর: (গ)
৩১. |
‘বন্যেরা বনে সুন্দর; শিশুরা মাতৃক্রোড়ে।’- কথাটির দ্বারা কী বোঝায়? |
Ο ক) |
বন্যপ্রাণীর সৌন্দর্য |
Ο খ) |
শিশুসন্তানের সৌন্দর্য |
Ο গ) |
স্ব স্ব স্থানের সৌন্দর্য |
Ο ঘ) |
প্রকৃতিতে প্রাণীর সৌন্দর্য |
সঠিক উত্তর: (গ)
৩২. |
সাতনরী কী? |
Ο ক) |
নদী বিশেষ |
Ο খ) |
কন্ঠহার |
Ο গ) |
খাদ্য বিশেষ |
Ο ঘ) |
কোলদের নেতা |
সঠিক উত্তর: (খ)
৩৩. |
‘মাধবীলতা’ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের কী জাতীয় গ্রন্থ? |
Ο ক) |
নাটক |
Ο খ) |
উপন্যাস |
Ο গ) |
গল্প |
Ο ঘ) |
কাব্য |
সঠিক উত্তর: (ঘ)
৩৪. |
লেখকের কোথায় যাওয়া একান্ত স্থির হলো? |
Ο ক) |
মামার বাড়ি |
Ο খ) |
আফগানিস্তান |
Ο গ) |
পালামৌ |
Ο ঘ) |
কাবুল |
সঠিক উত্তর: (গ)
৩৫. |
‘দুই প্রহর’ বলতে বোঝায়- i. সকাল ii. মধ্যরাত iii. দুপুর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৬. |
কোল সম্প্রদায়ের মানুষের সংস্কৃতিক উৎসব হলো- i. ক্রীড়া ii. নৃত্য iii. গীত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৭. |
কোল স্ত্রী লোকেরা চিরযৌবনা কেন? |
Ο ক) |
রূপচর্চার জন্য |
Ο খ) |
প্রকৃতির আশ্রয়ে |
Ο গ) |
শ্রমহেতা |
Ο ঘ) |
বিলাসী জীবনযাপনের জন্য |
সঠিক উত্তর: (গ)
৩৮. |
‘সকলেরই পর্ণ কুটির’ এই পঙক্তি দ্বারা বোঝা যায় কোলরা- i. দরিদ্র ii. বিত্তহীন iii. সংস্কৃতিমনা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৯. |
নিচের কোন বিষয়টিতে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পান্ডিত্য ছিল? |
Ο ক) |
রাজনীতি |
Ο খ) |
ইতিহাস |
Ο গ) |
দর্শন |
Ο ঘ) |
গণিত |
সঠিক উত্তর: (খ)
৪০. |
বরাকর নদীটির আকৃতি কেমন? |
Ο ক) |
বিশাল |
Ο খ) |
অতি বৃহৎ |
Ο গ) |
অতি ক্ষুদ্র |
Ο ঘ) |
মাঝারি আকৃতির |
সঠিক উত্তর: (গ)
৪১. |
‘পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি।’- এ কথা কাদের জন্য প্রযোজ্য? |
Ο ক) |
কোল যুবকদের |
Ο খ) |
কোল নারীদের |
Ο গ) |
কোল পুরুষদের |
Ο ঘ) |
কোল যুবতীদের |
সঠিক উত্তর: (ঘ)
৪২. |
কোলেরা দেখতে কেমন ছিল? |
Ο ক) |
সুশ্রী |
Ο খ) |
লম্বা চওড়া |
Ο গ) |
খর্বাকৃতি |
Ο ঘ) |
রূপবান |
সঠিক উত্তর: (গ)
৪৩. |
কোল পুরুষদের বৈশিষ্ট্য কোনটি? |
Ο ক) |
পরিশ্রমী |
Ο খ) |
অলস |
Ο গ) |
রূপবান |
Ο ঘ) |
বলিষ্ঠ |
সঠিক উত্তর: (খ)
৪৪. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের – i. সহোদর ii. অনুজ iii. �অগ্রজ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৫. |
‘পালমৌ’ রচনায় লেখক ফুটিয়ে তুলেছেন- |
Ο ক) |
ভ্রমণের আনন্দ ও শিক্ষা |
Ο খ) |
ভ্রমণের বিলাসিতা |
Ο গ) |
ভ্রমণের ইচ্ছা ও বাস্তবতা |
Ο ঘ) |
ভ্রমণের কৌশল ও করণীয় |
সঠিক উত্তর: (ক)
৪৬. |
বাঙালির পক্ষে বড় কঠিন- i. ফসল উৎপাদন করা ii. বৃক্ষের উচ্চতা নির্ণয় করা iii. পর্বতের দূরতা স্থির করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪৭. |
‘কলা কাঁদির হিসাব’ বলতে লেখক বুঝিয়েছেন- i. বড় বড় বিষয়ের প্রতি লক্ষ করা ii. সূক্ষ্ম বিষয়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করা iii. বৃহৎ সূক্ষ্ম উভয় বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪৮. |
‘গল্প করা’ এ বয়সের রোগ, কেহ শুনুন বা না শুনুন বৃদ্ধ গল্প করে।’ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় উক্তিটি কার সম্পর্কে করেছেন? |
Ο ক) |
বন্ধুর সম্পর্কে |
Ο খ) |
স্ত্রীর সম্পর্কে |
Ο গ) |
পিতার সম্পর্কে |
Ο ঘ) |
নিজের সম্পর্কে |
সঠিক উত্তর: (ঘ)
৪৯. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ‘পালামৌ’ ভ্রমণকাহিনী লিখতে শুরু করেন- |
Ο ক) |
বন্ধু-বান্ধবের অনুরোধে |
Ο খ) |
আত্মীয়-স্বজনের কথায় |
Ο গ) |
স্ত্রীর পীড়াপীড়িতে |
Ο ঘ) |
স্বেচ্ছাপ্রণোদিত হয়ে |
সঠিক উত্তর: (ঘ)
৫০. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পালামৌতে অবস্থান করেছিলেন কেন? |
Ο ক) |
সাহিত্যচর্চার উদ্দেশ্যে |
Ο খ) |
চাকরিসূত্রে |
Ο গ) |
শিক্ষালাভের উদ্দেশ্যে |
Ο ঘ) |
জন্মসূত্রে |
সঠিক উত্তর: (খ)
৫১. |
‘ধুকধুকি’ শব্দের অর্থ হিসেবে কোনটি সমর্থনযোগ্য? |
Ο ক) |
লকেট |
Ο খ) |
পায়ের নূপুর |
Ο গ) |
কোমরের বিছা |
Ο ঘ) |
মাথার টুপি |
সঠিক উত্তর: (ক)
৫২. |
কোল নারীরা বৃদ্ধ হলেও যুবতী থাকে কেন? |
Ο ক) |
সাজসজ্জার কারণে |
Ο খ) |
পরিশ্রমের কারণে |
Ο গ) |
শারীরিক গঠনের কারণে |
Ο ঘ) |
আরামপ্রিয়তার কারণে |
সঠিক উত্তর: (খ)
৫৩. |
‘জানু” শব্দের অর্থ কী? |
Ο ক) |
কাঁধ |
Ο খ) |
ধুতি |
Ο গ) |
কোমর |
Ο ঘ) |
হাঁটু |
সঠিক উত্তর: (ঘ)
৫৪. |
লেখক পালামৌ পরগনার পাহাড়কে কীসের সঙ্গে তুলনা করেছেন? i. বিচলিত হ্রদের সংখ্যাতীত তরঙ্গ ii. বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ iii. বিচলিত সমুদ্রের সংখ্যাতীত তরঙ্গ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর:
৫৫. |
‘পালামৌ’ রচনায় কোলদের সাংস্কৃতিক অনুষ্ঠানে কতজন যুবতি ছিল? |
Ο ক) |
বিশ জন |
Ο খ) |
পঁচিশ জন |
Ο গ) |
ত্রিশ জন |
Ο ঘ) |
চল্লিশ জন |
সঠিক উত্তর: (ঘ)
৫৬. |
‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে , বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।’ নিচের যে উক্তির সাতে তুলনা করা যায়- |
Ο ক) |
অল্পমাত্র জল ছিল, সকলেই হাঁটিয়া পার হইল |
Ο খ) |
বরাকর হইতে দু-একটি ক্ষুদ্র পাহাড় দেখা যায় |
Ο গ) |
প্রাতে বরাকর নদীর পূর্বপাড়ে গাড়ি থামিল |
Ο ঘ) |
গাড়ি ঠেলিয়া পার করিতে হইবে |
সঠিক উত্তর: (ক)
৫৭. |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সাদৃশ্য রয়েছে- i. সম্পর্কে ii. পেশায় iii. বয়সে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৮. |
লেখককে এবং আতিথ্যদানকারী বৃদ্ধকে বলা যায়- i. সূক্ষ্মদর্শী ii. দূরের পাহাড় iii. তরঙ্গিত নদী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৫৯. |
‘পালমৌ’ রচনায় বঙ্গবাসীর কোন গুণটি উৎকৃষ্টরুপে ফুটে উঠেছে? |
Ο ক) |
কর্মবিমুখতা |
Ο খ) |
লৌকিকতা |
Ο গ) |
অতিথিপরায়ণতা |
Ο ঘ) |
স্বার্থপরতা |
সঠিক উত্তর: (গ)
৬০. |
‘মৃত্তিকার সামান্য স্তূপ দেখিলেই তাহাদের আনন্দ হয়।’ এখানে কাদের কথা বোঝানো হয়েছে ? |
Ο ক) |
কোলদের |
Ο খ) |
বাঙালিদের |
Ο গ) |
সাঁওতালদের |
Ο ঘ) |
লেখকদের |
সঠিক উত্তর: (খ)
৬১. |
কোল সম্প্রদায়- i. বন্য জাতি ii. খর্বাকৃতি iii.� কৃষ্ণবর্ণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬২. |
লেখক কত দিন আগে পালামৌ গিয়েছিলেন? |
Ο ক) |
দুই বছর |
Ο খ) |
সাত বছর |
Ο গ) |
অল্পকাল |
Ο ঘ) |
বহুকাল |
সঠিক উত্তর: (ঘ)
৬৩. |
পালামৌ একটি i. শহর ii. নগর iii. পরগনা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৬৪. |
পর্বত সম্বন্ধে দুরত্ব স্থির করা বাঙালির পক্ষে কঠিন কারণ- i. অনভিজ্ঞ ii. বুদ্ধির অভাব iii. শিক্ষার অভাব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৫. |
বরাকর নদীর কোন পাড়ে গাড়ি থামল? |
Ο ক) |
উত্তর পাড়ে |
Ο খ) |
দক্ষিণ পাড়ে |
Ο গ) |
পূর্ব পাড়ে |
Ο ঘ) |
পশ্চিম পাড়ে |
সঠিক উত্তর: (গ)
৬৬. |
কুলিদের বাচ্চাগুলো সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়কে কী সম্মোধন করেছিল? |
Ο ক) |
খান বাহাদুর |
Ο খ) |
খান সাহেব |
Ο গ) |
সাহেব |
Ο ঘ) |
বাহাদুর |
সঠিক উত্তর: (গ)
৬৭. |
‘এক কাঁদি সুপক্ব মর্তমান রম্ভা দোদুল্যমান রহিয়াছে’- এখানে ‘দোদুল্যমান’ শব্দটি- |
Ο ক) |
বাগধারা |
Ο খ) |
প্রবাদ প্রবচন |
Ο গ) |
বাক্য সংকোচন |
Ο ঘ) |
খরার বচন |
সঠিক উত্তর: (গ)
৬৮. |
যবা বয়সে সাধারণত কেন বৃদ্ধকে সুন্দর দেখা যায় না? |
Ο ক) |
যুবক বয়সে চোখে ঠুলি পরা থাকে |
Ο খ) |
যৌবনের সাধারণ ধর্ম এতে বাধা দেয় |
Ο গ) |
প্রখর দৃষ্টিতে বার্ধক্যের রুঢ়তা ধরা পড়ে যায় |
Ο ঘ) |
যৌবনে মানুষ থাকে আবেগহীন, স্বার্থপর |
সঠিক উত্তর: (খ)
৬৯. |
‘পালমৌ’ রচনায় লেখক চমৎকৃত হয়েছেন কেন? |
Ο ক) |
ছাত্রদের শয়নকক্ষ দেখে |
Ο খ) |
শিক্ষকের থাকার ব্যবস্থা দেখে |
Ο গ) |
কলাকাঁদির হিসাব দেখে |
Ο ঘ) |
কোল নারীদের নাচ দেখে |
সঠিক উত্তর: (গ)
৭০. |
“বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে” এটি কী? |
Ο ক) |
প্রবাদ |
Ο খ) |
ডাকের বচন |
Ο গ) |
খনার বচন |
Ο ঘ) |
ছড়া |
সঠিক উত্তর: (ক)
৭১. |
পালামৌ পরগনায় বয়ঃপ্রাপ্ত পুরুষদের- i. গায়ে খড়ি উঠিতেছে ii. চক্ষে মাছি উড়িতেছে iii. মুখে হাসি নাই নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭২. |
লেখক কেন বৃদ্ধকে সুন্দর দেখেছিলেন? |
Ο ক) |
বৃদ্ধের ওষ্ঠটি ছিল প্রসন্নতাব্যঞ্জক |
Ο খ) |
তিনি লেখককে সাদর সম্ভাষণ জানিয়েছিলেন |
Ο গ) |
বৃদ্ধ লেখককে খুব সমাদর করেছিলেন |
Ο ঘ) |
লেখকের দৃষ্টিবিভ্রম ঘটেছিল |
সঠিক উত্তর: (ক)
৭৩. |
‘পাহাড় এখান হইতে অনেক দুর. আপনি সন্ধ্যার মধ্যে তথায় পৌছিতে পারবেন না’- উক্তিটি কার? |
Ο ক) |
বঙ্গবাসীর |
Ο খ) |
কোলকন্যার |
Ο গ) |
বাঢীর কর্তার |
Ο ঘ) |
গাড়ওয়ানকে |
সঠিক উত্তর: (ঘ)
৭৪. |
কোল বালকদের পরনে কী ছিল? |
Ο ক) |
ধড়া |
Ο খ) |
গামছা |
Ο গ) |
লুঙ্গি |
Ο ঘ) |
ধুতি |
সঠিক উত্তর: (ক)
৭৫. |
জ্যোতির দাদু কাউকে পেলেই সামনে বসিয়ে ঘণ্টার পর ঘণ্টা গল্প করে। ‘পালামৌ’ গল্পের যে চরিত্রের সাথে জ্যোতির দাদুর মিল রয়েছে- |
Ο ক) |
সম্ভ্রান্ত বৃদ্ধটির |
Ο খ) |
গাড়ওয়ানের |
Ο গ) |
ব্রাক্ষ্মণ সন্তানটির |
Ο ঘ) |
লেখকের নিজের |
সঠিক উত্তর: (ঘ)
৭৬. |
আকাশের দিকে মুখ তুলে হাত পেতে দাঁড়িয়ে থাকা শিশুটির বয়স কত ছিল? |
Ο ক) |
এক বছর |
Ο খ) |
দুই বছর |
Ο গ) |
তিন বছর |
Ο ঘ) |
চার বছর |
সঠিক উত্তর: (খ)
৭৭. |
লেখক যখন কোল বালকদের দেখলেন, তখন ক্ষুদ্র প্রান্তরে তারা – i. মহিষের পিঠে শুয়েছিল ii. মহিষের পিঠে বসেছিল iii. নৃত্য করছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৮. |
‘পালমৌ’র অগণিত উঁচু-নিচু পাহাড়গুলোকে লেখকের কাছে মনে হয়েছিল- i. কালো মেঘের ভেলা ii. নদীর অসংখ্য তরঙ্গ iii. বৃক্ষাবৃত উঁচু-নিচু টিলা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৭৯. |
‘সে দিবস এরূপ ধর্মবিরুদ্ধ কার্য ঘটিয়াছিল’- এখানে যে কাজের কথা বলা হয়েছে- i. পর্বতে না গিয়ে ফেরত আসা ii. বঙ্গবাসীর গৃহে আতিথ্য গ্রহণ করা iii. বৃদ্ধকে সুন্দর দেখা� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ঘ)
৮০. |
‘পালামৌ’ রচনার নৃত্যানুষ্ঠানে লেখক কাদের সাথে বসলেন? |
Ο ক) |
যুবতিদের সাথে |
Ο খ) |
যুবকদের সাথে |
Ο গ) |
বৃদ্ধদের সাথে |
Ο ঘ) |
নিজের সফরসঙ্গীদের সাথে |
সঠিক উত্তর: (গ)
৮১. |
পালামৌ প্রদেশ থেকে প্রত্যাগমনের পর সবাই লেখককে কী লেখার অনুরোধ জানাত? |
Ο ক) |
উপন্যাস |
Ο খ) |
সেই অঞ্চলের বৃত্তান্ত |
Ο গ) |
পালামৌর উপকথা |
Ο ঘ) |
পালামৌকে নিয়ে কবিতা |
সঠিক উত্তর: (খ)
৮২. |
‘পালমৌ’ রচনার মূল লক্ষ্য কী? |
Ο ক) |
ছাত্রছাত্রীদের কোল জাতির সম্পর্কে ধারণা দেওয়া |
Ο খ) |
ছাত্রছাত্রীদের পহাড় বিষয়ে অবগত করা |
Ο গ) |
ছাত্রছাত্রীদের ভ্রমণকাহিনী বিষয়ে জ্ঞান দেওয়া |
Ο ঘ) |
ছাত্রছাত্রীদের শিক্ষা সফরে উদ্বুদ্ধ করা |
সঠিক উত্তর: (গ)
৮৩. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বিশেষভাবে কোন দেশীয় সাহিত্যে পান্ডিত্য অর্জন করেন? |
Ο ক) |
ফরাসি |
Ο খ) |
পর্তুগিজ |
Ο গ) |
ইংরেজি |
Ο ঘ) |
জাপানি |
সঠিক উত্তর: (গ)
৮৪. |
পাহাড়ের ফাটলে কী গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে? |
Ο ক) |
তমাল |
Ο খ) |
বকুল |
Ο গ) |
শাল |
Ο ঘ) |
অশ্বত্থ |
সঠিক উত্তর: (ঘ)
৮৫. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে “পালমৌ” রচনাটি সংকলিত ও সম্পাদিত হয়েছে? |
Ο ক) |
মাধবীলতা |
Ο খ) |
জলপ্রতাপ চাঁদ |
Ο গ) |
পালামৌ |
Ο ঘ) |
দামিনী |
সঠিক উত্তর: (গ)
৮৬. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পূর্বে দেখা পর্বতগুলোকে বর্তমানে তাঁর দৃষ্টিভঙ্গিতে কেমন বলে উল্লেখ করেছেন? |
Ο ক) |
নির্জন |
Ο খ) |
প্রস্তরময় |
Ο গ) |
কণ্টকাকীর্ণ |
Ο ঘ) |
কুসুমিত |
সঠিক উত্তর: (খ)
৮৭. |
বরাকরে লেখক গাড়ওয়ানকে গাড়ি থামাতে বলেছিলেন, কারণ- i. তিনি চাইলেন গাড়ওয়ান একটু জিরিয়ে নিক ii. তিনি একটু দূরের পাহাড়ে যেতে চাইলেন iii. দুই বছরের শিশুটির বাড়ানো হাতে দুটি পয়সা দেওয়ার জন্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৮৮. |
বরাকর নদীর তীরে একটি শিশুকে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের দেয়া পয়সা কে কুডিয়ে নিয়েছিল? |
Ο ক) |
গাড়ওয়ান |
Ο খ) |
শিশুর ভাগিনী |
Ο গ) |
অন্য বালক |
Ο ঘ) |
কুলি |
সঠিক উত্তর: (গ)
৮৯. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পালামৌ’ রচনায় প্রকাশ পেয়েছে- i. সাবলীল ভাষা ii. সিনেম্যাটিক ঢঙ iii. রসাত্মক ও কৌতূহলোদ্দীপক কাহিনী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর:
৯০. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘পালামৌ’ এবং মুহম্মাদ আব্দুল হাই রচিত ‘লন্ডনের জাদুঘরে’ রচনাদ্বয়ে কোন দিকটি অভিন্ন? |
Ο ক) |
দুটিই ভ্রমণকাহিনী |
Ο খ) |
দুটির দৃষ্টিভঙ্গি এক |
Ο গ) |
দুটিই ছোটগল্প |
Ο ঘ) |
দুটিই ভাষা সাবলীল |
সঠিক উত্তর: (ক)
৯১. |
‘কোথাও কণামত্র মৃত্তিকা নাই, সমুদয় পরিষ্কার ঝরঝর করিতেছে।’ এই স্থানটি হলো- |
Ο ক) |
পালামৌ |
Ο খ) |
রাচি |
Ο গ) |
বরাকর নদীর পাড় |
Ο ঘ) |
একশিলা পাহাড় |
সঠিক উত্তর: (ক)
৯২. |
‘পালামৌ’ রচনায় প্রকাশ পেয়েছে লেখকের- |
Ο ক) |
আবেগ |
Ο খ) |
ঐতিহ্যচেতনা |
Ο গ) |
কৌতূহল |
Ο ঘ) |
গাম্ভীর্য |
সঠিক উত্তর: (গ)
৯৩. |
কী দেখতে যাবতীয় স্ত্রীলোক ছুটে এসছিল? |
Ο ক) |
গাড়ি |
Ο খ) |
পালকি |
Ο গ) |
ঘোড়া |
Ο ঘ) |
বজরা |
সঠিক উত্তর: (খ)
৯৪. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কর্মজীবনে কী দায়িত্ব পালন করেছেন? |
Ο ক) |
শিক্ষকতা |
Ο খ) |
সাংবাদিকতা |
Ο গ) |
ডেপুটি ম্যাজিস্ট্রেট |
Ο ঘ) |
জেলা জজ |
সঠিক উত্তর: (গ)
৯৫. |
লেখক কাকে থামতে বলেন? |
Ο ক) |
মাঝিকে |
Ο খ) |
ড্রাইভারকে |
Ο গ) |
গাড়োয়ানকে |
Ο ঘ) |
কর্মচারীকে |
সঠিক উত্তর: (গ)
৯৬. |
লেখক কেন অশ্বত্থবৃক্ষকে রসিক ভাবলেন? |
Ο ক) |
বৃক্ষের উপস্থিতি রসিকতাপর্ণ ছিল |
Ο খ) |
নীরস পাষাণ হতে রসগ্রহণ করায় |
Ο গ) |
নীরস পাষাণকেও নিস্তার না দেওয়ায় |
Ο ঘ) |
একশিলা পাহাড়কে বিদীর্ণ করায় |
সঠিক উত্তর: (খ)
৯৭. |
‘বন্যেরা বনে সুন্দর; শিশুরা মাতৃক্রোড়ে’- এ বাক্যটি দ্বারা লেখক কী প্রকাশ করেছেন? |
Ο ক) |
কোল জাতি কলকাতায় রূপবান |
Ο খ) |
কোল জাতি স্বদেশে রুপবান |
Ο গ) |
কোলজাতি চা-বাগানে রুপবান |
Ο ঘ) |
কোল জাতি বিহারে রুপবান |
সঠিক উত্তর: (খ)
৯৮. |
লেখক কোন কোম্পানির ডাকগাড়ি ভাড়া করেন? |
Ο ক) |
ইংল্যান্ড কোম্পানির |
Ο খ) |
ইংল্যান্ড ট্রাঞ্জিট কোম্পানির |
Ο গ) |
আমেরিকা কোম্পানির |
Ο ঘ) |
ব্রিটিশ কোম্পানির |
সঠিক উত্তর: (খ)
৯৯. |
বালক পয়সা কুড়িয়ে নিলে কার সাথে কলহ বাধল? |
Ο ক) |
গাড়োয়ানের সাথে |
Ο খ) |
শিশুটির বোনের সাথে |
Ο গ) |
শিশুটির বাবার সাথে |
Ο ঘ) |
শিশুটির মায়ের সাথে |
সঠিক উত্তর: (খ)
১০০. |
কোল বালকরা কী চরাচ্ছিল? |
Ο ক) |
শূকর |
Ο খ) |
গরু |
Ο গ) |
ছাগল |
Ο ঘ) |
মহিষ |
সঠিক উত্তর: (ঘ)
১০১. |
‘জলপ্রতাপ চাঁদ’ কার লেখা উপন্যাস? |
Ο ক) |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο খ) |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο গ) |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের |
Ο ঘ) |
মানিক বন্দ্যোপাধ্যায় |
সঠিক উত্তর: (গ)
১০২. |
পালামৌর বৃত্তান্ত লেখার জন্য লেখককে কারা অনুরোধ করতেন? |
Ο ক) |
প্রতিবেশী |
Ο খ) |
আত্মীয়স্বজন |
Ο গ) |
বন্ধুবান্ধব |
Ο ঘ) |
পরিবারের লোকজন |
সঠিক উত্তর: (গ)
১০৩. |
‘কাষ্ঠঘণ্টা’ পূর্বে দেখিয়াছিলাম’- কোথায়? |
Ο ক) |
কলকাতায় |
Ο খ) |
আসামে |
Ο গ) |
নদীয়াতে |
Ο ঘ) |
মেদিনীপুরে |
সঠিক উত্তর: (ঘ)
১০৪. |
লেখকের পালকি দেখতে যেসব যুবতী বা স্ত্রীলোক� ছুটে এসছিল তাদের- i. কটিদেশে একখানি করে ক্ষুদ্র কাপড় জড়ানো ii. কর্ণে ক্ষুদ্র ক্ষুদ্র বনফুল iii. মাথায় বড় বড় বনফুল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০৫. |
কোলেরা সাধারণত- i. দীর্ঘাকৃতি ii. খর্বাকৃতি iii. কৃষ্ণবর্ণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০৬. |
4 কাষ্ঠঘন্টা ব্যবহার করা হয় সাধারণত- i. ধর্মীয় আচারের জন্য ii. অনুসন্ধানের জন্য iii. অবস্থান বোঝার জন্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০৭. |
পর্বত সম্বন্ধে দূরতা স্থির করা বাঙালির পক্ষে বড় কঠিন কেন? |
Ο ক) |
বাঙালিদের মৃত্তিকা দেখা অভ্যাস |
Ο খ) |
বাঙালিদের ভূপৃষ্ঠের প্রস্তর দেখা অভ্যাস |
Ο গ) |
বাঙালিদের কেবল জলাশয় দেখা অভ্যাস |
Ο ঘ) |
বাঙালিদের কেবল মাঠ দেখা অভ্যাস |
সঠিক উত্তর: (ঘ)
১০৮. |
‘পালামৌ’ রচনায় লেখক প্রান্তরের কোল বালকদেরকে দেখলেন- i. মহিষের পিঠে শোয়া অবস্থায় ii. মহিষের পিঠে বসা অবস্থায় iii. নৃত্যরত অবস্থায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০৯. |
কী কারণে লেখক সঞ্জীবচন্দ্র চট্টেপাধ্যায়ের আহ্লাদ হইতে লাগিল? |
Ο ক) |
পাহাড়ে চড়ার সুযোগ পেয়ে |
Ο খ) |
কোল বালকদের দেখে |
Ο গ) |
অন্ধকার মেঘমধ্যে যাওয়ার আনন্দে |
Ο ঘ) |
নতুন নতুন পর্বত দেখে |
সঠিক উত্তর: (গ)
১১০. |
লেখক কোল জাতির হাসি কীসের সাথে তুলনা করেছেন? |
Ο ক) |
ওকল্যান্ডের পল্টন |
Ο খ) |
ইংল্যান্ডের পল্টন |
Ο গ) |
থাইল্যান্ডের পল্টন |
Ο ঘ) |
বাকল্যান্ডের পল্টন |
সঠিক উত্তর: (গ)
১১১. |
লিখতে বসে পালামৌর স্মৃতি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সঠিকভাবে স্মরণ হচ্ছিল না কেন? |
Ο ক) |
বহুদিন পর লিখেছিলেন বলে |
Ο খ) |
স্মৃতিশক্তি নষ্ট হয়েছিল বলে |
Ο গ) |
বৃদ্ধ হয়ে গিয়েছিলেন বলে |
Ο ঘ) |
পালামৌর স্মৃতি দুঃসহ ছিল বলে |
সঠিক উত্তর: (ক)
১১২. |
�বালক-বালিকারা লেখকের গাড়ি ঘিরে ধরল কেন? |
Ο ক) |
কৌতূহলবশত |
Ο খ) |
নতুন অতিথি দেখে |
Ο গ) |
পয়সার জন্য |
Ο ঘ) |
কোনো কারণ ছাড়াই |
সঠিক উত্তর: (গ)
১১৩. |
বালকদের শয়নঘর থেকে বেরিয়ে অন্য ঘরে লেখক প্রবেশ করলেন- i. ঘর পরিদর্শন করতে ii. আহার করতে iii. শিক্ষকের সাথে কথা বলতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১১৪. |
‘পালমৌ’ রচনায় কুলি ডাকতে গেল কে? |
Ο ক) |
লেখক |
Ο খ) |
লেখকের বন্ধু |
Ο গ) |
গাড়োয়ান |
Ο ঘ) |
অপরিচিত লোক |
সঠিক উত্তর: (গ)
১১৫. |
কোলকন্যাদের বয়োজ্যেষ্ঠা� মহিলাটি লেখককে কী অনুরোধ করেছিল? |
Ο ক) |
নাচ দেখার |
Ο খ) |
গান শোনার |
Ο গ) |
খেলা দেখার |
Ο ঘ) |
খাওয়ার |
সঠিক উত্তর: (ক)
১১৬. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের যাত্রাপথে সকলে হেঁটে বরাকর নদী পার হচ্ছিল কেন? |
Ο ক) |
লেক ছিল না বলে |
Ο খ) |
ভাটার সময় ছিল বলে |
Ο গ) |
নৌকার মাঝি ছিল না বলে |
Ο ঘ) |
নদীতে জল অল্প ছিল বলে |
সঠিক উত্তর: (ঘ)
১১৭. |
ক্ষুদ্র প্রান্তরে কোল বালকেরা কী করছিল? |
Ο ক) |
ছোটাছুটি করছিল |
Ο খ) |
ভেড়া চরাচ্ছিল |
Ο গ) |
মহিষ চরাচ্ছিল |
Ο ঘ) |
ঘাস কাটছিল |
সঠিক উত্তর: (গ)
১১৮. |
‘পালামৌ’ কোন জাতীয় গ্রন্থ? |
Ο ক) |
উপন্যাস |
Ο খ) |
নাটক |
Ο গ) |
কবিতা |
Ο ঘ) |
ভ্রমণকাহিনী |
সঠিক উত্তর: (ঘ)
১১৯. |
‘বন্যেরা বনে সুন্দর ; শিশুরা মাতৃক্রোড়ে’- লেখকের চোখে এর সমার্থক বাক্য- i. পালামৌ অঞ্চলে যুবতীই অধিক দেখা যায় ii. কোলরা আবলুসের মতো কালো iii. স্বদেশে কোলমাত্রেই রূপবান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১২০. |
পশুপাখির মধ্যে পুরুষজাতিই- i. বলিষ্ঠ ii. চিরযৌবনা iii.� সুন্দর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১২১. |
লেখক যে গৃহকর্তার আতিথ্য গ্রহণ করেছিলেন তার বয়স কত ছিল? |
Ο ক) |
চল্লিশের বেশি |
Ο খ) |
পঁঞ্চাশের বেশি |
Ο গ) |
ষাটের বেশি |
Ο ঘ) |
পঞ্চাশের কম |
সঠিক উত্তর: (খ)
১২২. |
একজন মহানুভব কী বলেছিল? |
Ο ক) |
মানুষ বৃদ্ধ না হলে সুন্দর হয় না |
Ο খ) |
বৃদ্ধকে সুন্দর দেখা ধর্মসংগত নয় |
Ο গ) |
বৃদ্ধই বৃদ্ধকে সুন্দর দেখে |
Ο ঘ) |
যৌবনকালই বার্ধক্যের প্রস্তুতিপর্ব |
সঠিক উত্তর: (ক)
১২৩. |
‘মাধবীলতা’ উপন্যাসের রচয়িতা কে? |
Ο ক) |
রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο খ) |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο গ) |
সুনীল চট্টোপাধ্যায় |
Ο ঘ) |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় |
সঠিক উত্তর: (ঘ)
১২৪. |
‘মৃত্তিকার সামান্য স্তূপ দেখিলেই তাহাদের আনন্দ হয়’। - এখানে তাহাদের বলতে কাদের বোঝানে হয়েছে? |
Ο ক) |
কোলজাতিদের |
Ο খ) |
পালামৌ প্রদেশের মানুষকে |
Ο গ) |
বঙ্গবাসীদের |
Ο ঘ) |
ভারতীয়দের |
সঠিক উত্তর: (গ)
১২৫. |
�বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী? |
Ο ক) |
গল্পকার |
Ο খ) |
সাহিত্যসম্রাট |
Ο গ) |
নাট্যকার |
Ο ঘ) |
কবি |
সঠিক উত্তর: (ক)
১২৬. |
কলাকাঁদির হিসাব দেখে লেখক চমৎকৃত হয়েছেন কারণ- i. পূর্বে এ রকম দেখেন নি ii. নিজেদের দেশের সাথে মিলেছে বলে iii. তাদের পরিবারে এমনা ছিল বলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
১২৭. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কার সহোদর ছিলেন? |
Ο ক) |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο খ) |
রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο গ) |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο ঘ) |
মানিক বন্দ্যোপাধ্যায় |
সঠিক উত্তর: (গ)
১২৮. |
গল্প বলা কাদের স্বভাব? |
Ο ক) |
ছোটদের |
Ο খ) |
বৃদ্ধদের |
Ο গ) |
যুবকদের |
Ο ঘ) |
যুবতীদের |
সঠিক উত্তর: (খ)
১২৯. |
লেখক কোথায় একটি কাগজ ঝোলানো দেখতে পেলেন? |
Ο ক) |
বালকদের শয়নকক্ষে |
Ο খ) |
মাস্টারের কক্ষের জানালায় |
Ο গ) |
লেখকের দরজায় |
Ο ঘ) |
কলার কাঁদিতে |
সঠিক উত্তর: (ঘ)
১৩০. |
‘পালামৌ’ কোন ধরনের রচনা? |
Ο ক) |
আত্মজীবনী |
Ο খ) |
গবেষণাধর্মী |
Ο গ) |
ছোটগল্প |
Ο ঘ) |
স্মৃতিচারণমূলক |
সঠিক উত্তর: (ঘ)
১৩১. |
পালামৌ অঞ্চলে প্রধানত কোন জাতির লোকের বাস? |
Ο ক) |
মারাঠি |
Ο খ) |
গুজরাটি |
Ο গ) |
কোল |
Ο ঘ) |
মুন্ডারি |
সঠিক উত্তর: (গ)
১৩২. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে পূর্বে বনগুলো কেমন ছিল? |
Ο ক) |
কুসুমিত |
Ο খ) |
কণ্টকাকীর্ণ |
Ο গ) |
প্রস্তরময় |
Ο ঘ) |
জঙ্গলময় |
সঠিক উত্তর: (ক)
১৩৩. |
‘পালামৌ’ রচনায় রাত্রি দেড় প্রহরের সময় লেখক কোথা থেকে যাত্রা করলেন? |
Ο ক) |
শিবগঞ্জ |
Ο খ) |
কিশোরগঞ্জ |
Ο গ) |
রানিগঞ্জ |
Ο ঘ) |
বেগমগঞ্জ |
সঠিক উত্তর: (গ)
১৩৪. |
কে বলেছিলেন ‘মনুষ্য বৃদ্ধ না হইলে সুন্দর হয় না? |
Ο ক) |
একজন মহানুভব |
Ο খ) |
একজন চিকিৎসক |
Ο গ) |
একজন শিক্ষক |
Ο ঘ) |
একজন গবেষক |
সঠিক উত্তর: (ক)
১৩৫. |
‘পেনাল কোড যত ভালো হয় সাহস তত অন্তর্হিত হয়’- ‘পেনাল কোড’ দ্বারা লেখক কী বুঝিয়েছেন? |
Ο ক) |
ফৌজদারী মামলা দন্ডবিধি |
Ο খ) |
দেওয়ানী মামলার দন্ডবিধি |
Ο গ) |
দ্রুতবিচার মামলার দন্ডবিধি |
Ο ঘ) |
আন্তর্জাতিক মামলার দন্ডবিধি |
সঠিক উত্তর: (ক)
১৩৬. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কোন স্কুল থেকে শিক্ষা লাভ করেন? |
Ο ক) |
মেদিনীপুর জেলা স্কুল |
Ο খ) |
বগুড়া জেলা স্কুল |
Ο গ) |
বিক্রমপুর জেলা স্কুল |
Ο ঘ) |
হুগলী জেলা স্কুল |
সঠিক উত্তর: (ক)
১৩৭. |
‘আদিম অবস্থায় সকল পুরুষই সাহসী ছিল’- কেন? |
Ο ক) |
শরীরের শক্তিবলে |
Ο খ) |
পরিণাম জানা ছিল না বলে |
Ο গ) |
জঙ্গলবাসী ছিল বলে |
Ο ঘ) |
দল বেঁধে থাকত বলে |
সঠিক উত্তর: (খ)
১৩৮. |
আদিম পুরুষেরা সাহসী ছিল, কারণ- i. তাদের ফলাফল জ্ঞান ছিল না ii. তাদের দৈহিক শক্তি প্রচুর ছিল iii. গুলি বা তরবারি সম্পর্কে তাঁদের ধারণা ছিল না নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৩৯. |
কলার কাঁদিতে কাগজ ঝোলানো দেখে লেখক বাড়ির কর্তা সম্পর্কে ভাবলেন- i. কর্তার ক্ষুদ্র দৃষ্টি, ছোটনজর ii. কর্তার সূক্ষ্মদৃষ্টির প্রশংসা করলেন iii. তিনি হয়ত কিছুটা কৃপণ স্বভাবের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (খ)
১৪০. |
পালামৌ অঞ্চলের বৃত্তান্ত লেখার জন্য লেখককে কারা অনুরোধ করত? |
Ο ক) |
প্রতিবেশীরা |
Ο খ) |
শিক্ষকেরা |
Ο গ) |
ভাইয়েরা |
Ο ঘ) |
বন্ধুরা |
সঠিক উত্তর: (ঘ)
১৪১. |
‘পালামৌ’ ভ্রমণকাহিনী একটি- i. আত্মজীবনীমূলক রচনা ii. গবেষণাধর্মী রচনা iii. স্মৃতিচারণমূলক রচনা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৪২. |
পালামৌয়ের বনে কোন বৃক্ষের প্রাধান্য ছিল? |
Ο ক) |
শাল |
Ο খ) |
তাল |
Ο গ) |
তমাল |
Ο ঘ) |
হিন্তাল |
সঠিক উত্তর: (ক)
১৪৩. |
লেখক পালামৌয়ের বনভুমিকে ভয়ানক বলেছেন কেন? |
Ο ক) |
বন্য হাতি ও বাঘের ভয়ে |
Ο খ) |
বন্য শূকর ও শিয়ালের ভয়ে |
Ο গ) |
দুর্গম ও ছেদ নেই বলে |
Ο ঘ) |
কোলদের হিংস্রতার ভয়ে |
সঠিক উত্তর: (গ)
১৪৪. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পালামৌ অঞ্চলের বৃত্তান্ত কখন লিপিবব্ধ করেন? |
Ο ক) |
পালামৌতে অবস্থানকালে |
Ο খ) |
পালামৌ হতে প্রত্যাগমনের পর |
Ο গ) |
পালামৌ হতে প্রত্যাগমনের বহুকাল পর |
Ο ঘ) |
পালামৌতে যাওয়ার পথে |
সঠিক উত্তর: (গ)
১৪৫. |
কোল বালকদের পাথূরে বলার কারণ কী? |
Ο ক) |
এরা পাথরের মতো শক্তি |
Ο খ) |
এরা পাথরের মতো কালো |
Ο গ) |
এরা পাথরের তো বোবা |
Ο ঘ) |
এরা পাথরের মতো শান্ত |
সঠিক উত্তর: (খ)
১৪৬. |
‘পালামৌ’ রচনায় ব্যবহৃত ‘নদী’, ‘পাহাড়’, ‘শালবন’, প্রভৃতি কীসের পরিচয় বহন করছে? |
Ο ক) |
গ্রামবাংলার সংস্কৃতি |
Ο খ) |
গ্রামবাংলার ঐতিহ্য |
Ο গ) |
বাংলার ঐতিহ্য |
Ο ঘ) |
বাংলার সৌন্দর্য |
সঠিক উত্তর: (ঘ)
১৪৭. |
�নাচ শুরু করার পূর্বে কোল রমণীরা কীভাবে বিন্যস্ত হয়ে দাঁড়ালো? |
Ο ক) |
লম্বালম্বি রেখা বিন্যাসে |
Ο খ) |
আড়াআড়ি রেখা বিন্যাসে |
Ο গ) |
অর্ধচন্দ্রাকৃতি রেখা বিন্যাস |
Ο ঘ) |
বৃত্তাকার রেখা বিন্যাস |
সঠিক উত্তর: (গ)
১৪৮. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পগ্রন্থ কোনগুলো? |
Ο ক) |
রামেশ্বরের অদৃষ্ট |
Ο খ) |
কপালকুন্তলা |
Ο গ) |
মাধবীলতা |
Ο ঘ) |
জলপ্রপাত চাঁদ |
সঠিক উত্তর: (ক)
১৪৯. |
পালামৌ পরগনার অধিবাসী সম্পর্কে লেখকের অভিব্যক্তি হলো- i. প্রস্তরময় ii. কণ্টকাকীর্ণ iii. কদাচারী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৫০. |
‘প্রত্যাগমনৎ শব্দের অর্থ কী? |
Ο ক) |
ফিরে আসা |
Ο খ) |
পুনরায় আগমন |
Ο গ) |
দান গ্রহণ |
Ο ঘ) |
মাঝে মধ্যে গমন |
সঠিক উত্তর: (ক)
১৫১. |
লেখক ভেবেছিল পাহাড়ে যেতে পাঁচ মিনিট লাগবে কারণ- i. অনভিজ্ঞ তাই ii. বন্ধুরা বলে দিয়েছিল iii. বই পড়ে জেনেছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫২. |
সঞ্জীবচন্দ্র চেট্টোপাধ্যায় কী হিসেবে খ্যাতি অর্জন করেন? |
Ο ক) |
নাট্যকার |
Ο খ) |
চিত্রকর |
Ο গ) |
কবি |
Ο ঘ) |
কথাসাহিত্যিক |
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. |
কোল জাতির যুবতীদের বৈশিষ্ট্য হলো- |
Ο ক) |
সংস্কৃতিমনা ও ঘর কন্যা |
Ο খ) |
বলিষ্ঠ ও আশ্চর্য কান্তিবিশিষ্ট |
Ο গ) |
ধর্মভীরু ও পরিশ্রমী |
Ο ঘ) |
শ্রমবিমুখ ও সুন্দরী |
সঠিক উত্তর: (খ)
১৫৪. |
‘পালামৌ ’ রচনায় কোল পুরুষদের লেখক কাদের সঙ্গে তুলনা করেছেন? |
Ο ক) |
বয়োজ্যেষ্ঠদের |
Ο খ) |
বঙ্গমহিলাদের |
Ο গ) |
বঙ্গপুরুষদের |
Ο ঘ) |
ইউরোপীয় সাহসীদের |
সঠিক উত্তর: (খ)
১৫৫. |
‘ধড়া’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
লকেট |
Ο খ) |
কন্ঠহার |
Ο গ) |
থালা |
Ο ঘ) |
ধুতি |
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. |
বঙ্গবাসীরা মৃত্তিকার সামান্য স্তুপ দেখেও আনন্দ পায, কারণ- |
Ο ক) |
তারা মাটি খুব পছন্দ করে |
Ο খ) |
তারা প্রত্যহ এটি দেখেই অভ্যস্ত |
Ο গ) |
মৃত্তিকা পূজার সুবিধা হবে ভেবে |
Ο ঘ) |
তাদের কেবল মাঠ দেখা অভ্যাস |
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. |
3 ‘পালামৌ’ রচনায় লেখকের ধারণা ছিল, পালামৌ একটি- i. পরগণা ii. প্রবল শহর iii. সুখের স্থান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৫৮. |
কুলিদের বালক-বালিকার সাথে কত বছরের একটি শিশু এসে দাঁড়িয়েছিল? |
Ο ক) |
এক বছরের |
Ο খ) |
দুই বছরের |
Ο গ) |
তিন বছরের |
Ο ঘ) |
চার বছরের |
সঠিক উত্তর: (খ)
১৫৯. |
‘প্রসন্নতাব্যঞ্জক ওষ্ঠ আমি অতি অল্প দেখিয়াছি”- এখানে ‘প্রসন্নতাব্যঞ্জক’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? |
Ο ক) |
প্রসন্নভাবে |
Ο খ) |
আদরের সঙ্গে |
Ο গ) |
আদর-আপ্যায়ন |
Ο ঘ) |
উৎফুল্ল চিত্ত |
সঠিক উত্তর: (ঘ)
১৬০. |
‘পালামৌ’ রচনায় লেখকের গাড়ি কখন থামল? |
Ο ক) |
সকালে |
Ο খ) |
বিকালে |
Ο গ) |
দুপুরে |
Ο ঘ) |
রাত্রি দেড় পহরে |
সঠিক উত্তর: (ক)
১৬১. |
�নৃত্যানুষ্ঠানে গীতের মহড়া কে দিয়েছিলেন? |
Ο ক) |
যুবক |
Ο খ) |
যুবতী |
Ο গ) |
বৃদ্ধ |
Ο ঘ) |
বৃদ্ধা |
সঠিক উত্তর: (গ)
১৬২. |
পালামৌ অঞ্চলে� যুবতীদের কাজ হলো- i. গৃহকর্ম করা ii. সন্তান রক্ষা করা iii. কৃষিকার্য করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৬৩. |
রামেশ্বরের অদৃষ্ট গল্পগ্রন্থের রচয়িতা কে? |
Ο ক) |
রঙ্গলাল বন্ধ্যোপাধ্যায় |
Ο খ) |
হেমন্ত বন্দ্যোপাধ্যায় |
Ο গ) |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο ঘ) |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় |
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কী হিসেবে খ্যাতি অর্জন করেন? |
Ο ক) |
কথাসাহিত্যিক |
Ο খ) |
গল্পকার |
Ο গ) |
নাট্যকার |
Ο ঘ) |
কবি |
সঠিক উত্তর: (ক)
১৬৫. |
সাতনরী শব্দের অর্থ বলতে কোনটিকে বোঝায়? |
Ο ক) |
কন্ঠহার |
Ο খ) |
সাত জন নর |
Ο গ) |
লকেট |
Ο ঘ) |
সত জন নারী |
সঠিক উত্তর: (ক)
১৬৬. |
পালামৌতে কোন বয়সের লোক বেশি দেখা যায়? |
Ο ক) |
শিু |
Ο খ) |
যুবক |
Ο গ) |
যুবতী |
Ο ঘ) |
বৃদ্ধ |
সঠিক উত্তর: (গ)
১৬৭. |
‘পালামৌ’ রচনায় লেখক প্রশংসা করেছেন- i. যাদের বৃহৎ জিনিসের প্রতি নজর পড়ে ii. যাদের ক্ষুদ্র জিনিসের প্রতি নজর পড়ে iii. যাদের সুন্দর জিনিসের প্রতি নজর পড়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৬৮. |
‘অশ্বত্থবৃক্ষ বড় রসিক’ বলেছেন কেন? i. এই বৃক্ষ নীরস পাষাণ হতে রস গ্রহণ করে ii. এই বৃক্ষ মাটি থেকে রস গ্রহণ করে iii. এই বৃক্ষ কাঠ থেকে রস গ্রহণ করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৬৯. |
‘পালামৌ’ রচনায় বাঘকে না মেরে কোল বালক মুখে জল গ্রহণ করতে পারবে না কেন? |
Ο ক) |
ব্রাক্ষণ-সন্তান বলে |
Ο খ) |
গরুকে মেরে ফেলার প্রতিশোধ নেবে বলে |
Ο গ) |
একজনকে কথা দিয়েছে বলে |
Ο ঘ) |
ব্রাক্ষণের বীরত্ব প্রকাশে |
সঠিক উত্তর: (ক)
১৭০. |
‘পালামৌ’ রচনা অনুযায়ী কী করা বড়োদের এক ধরনের রোগ? |
Ο ক) |
গল্প করা |
Ο খ) |
ঝগড়া করা |
Ο গ) |
ফুর্তি করা |
Ο ঘ) |
কুৎসা রটানো |
সঠিক উত্তর: (ক)
১৭১. |
কোল যুবকের কোন পশুকে বাঘে মেরে ফেলেছিল? |
Ο ক) |
ছাগল |
Ο খ) |
ভেড়া |
Ο গ) |
শূকর |
Ο ঘ) |
গরু |
সঠিক উত্তর: (ঘ)
১৭২. |
পালামৌর স্মৃতিকথা লেখার সময় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের মনে বন-পর্বত প্রভৃতির সৌন্দর্য পূর্বের মতো ধরা পড়ছিল না কেন? |
Ο ক) |
দেখার চোখ পূর্বের মতো ছিল না বলে |
Ο খ) |
সৌন্দর্য পূর্বের মতো আর ছিল না বলে |
Ο গ) |
তিনি স্মৃতিকথা লিখতে অনিচ্ছুক ছিলেন বলে |
Ο ঘ) |
সৌন্দর্য দেখার চোখ তাঁর কখনোই ছিল না বলে |
সঠিক উত্তর: (ক)
১৭৩. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
1830 |
Ο খ) |
1832 |
Ο গ) |
1833 |
Ο ঘ) |
1834 |
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. |
‘চারিদিক কালো পাথর, পশুও পাথর, তাহাদের রাখালও সেইরুপ।’- পঙক্তিটি দ্বারা নির্দেশ করে- |
Ο ক) |
বর্ণের সাদৃশ্য |
Ο খ) |
বংশের সাদৃশ্য |
Ο গ) |
প্রকৃতির সাদৃশ্য |
Ο ঘ) |
অলংকারের সাদৃশ্য |
সঠিক উত্তর: (ক)
১৭৫. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
পুরানাপোল |
Ο খ) |
খনজনপুর |
Ο গ) |
মঙ্গলবাড়ি |
Ο ঘ) |
কাঁঠালপাড়া |
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. |
ঝুলন্ত কাগজে কীসের হিসাব ছিল? |
Ο ক) |
আয়- ব্যয়ের |
Ο খ) |
পড়ালেখার |
Ο গ) |
কলার |
Ο ঘ) |
অতিথির |
সঠিক উত্তর: (গ)
১৭৭. |
�বালকদের শোবার ঘরে কয়টা খাট পাতা ছিল? |
Ο ক) |
১টা |
Ο খ) |
২টা |
Ο গ) |
৩টা |
Ο ঘ) |
৪টা |
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. |
‘দামিনী’ সঞ্জীবচন্দ্রের কোন ধরনের গ্রন্থ? |
Ο ক) |
প্রবন্ধগ্রন্থ |
Ο খ) |
নাটক |
Ο গ) |
উপন্যাস |
Ο ঘ) |
গল্পগ্রন্থ |
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. |
লেখক যে শিশুটিকে পয়সা দিয়েছিলেন তার বয়স কত? |
Ο ক) |
দুই বছর |
Ο খ) |
আড়াই বছর |
Ο গ) |
তিন বছর |
Ο ঘ) |
চার বছর |
সঠিক উত্তর: (ক)
১৮০. |
‘পালামৌ’ গল্পের লেখকের চোখ বন এখন কেমন? |
Ο ক) |
কণ্টকাকীর্ণ |
Ο খ) |
পুষ্পিত কানন |
Ο গ) |
অরণ্যশূন্য |
Ο ঘ) |
প্রস্তরময় |
সঠিক উত্তর: (ক)
১৮১. |
পরগনা বলতে কী বোঝায়? |
Ο ক) |
অনেকগুলো শহরের সমষ্টি |
Ο খ) |
অনেকগুলো দেশের সমষ্টি |
Ο গ) |
অনেকগুলো জেলার সমষ্টি |
Ο ঘ) |
অনেকগুলো গ্রামের সমষ্টি |
সঠিক উত্তর: (ঘ)
১৮২. |
‘সুমনদের পুরাতন ঢাকার বাড়ির তিন তলার কার্নিশে জন্মেছে একটি বটগাছ।’ – এই বটগাছের সাথে ‘পালমৌ’ রচনার কোন গাছের সাদৃশ্য রয়েছে ? |
Ο ক) |
হিন্তাল |
Ο খ) |
তমাল |
Ο গ) |
অশ্বত্থ |
Ο ঘ) |
শাল |
সঠিক উত্তর: (গ)
১৮৩. |
পর্বতের দুরত্ব নির্ধারণ করা কাদের পক্ষে কঠিন? |
Ο ক) |
অশিক্ষিতদের |
Ο খ) |
শিক্ষিতদের |
Ο গ) |
বাঙালিদের |
Ο ঘ) |
নারীদের |
সঠিক উত্তর: (গ)
১৮৪. |
স্বদেশে কোলমাত্রই রূপবান কেন? |
Ο ক) |
কলকাতায় কোলদের কষ্ট করতে হয় |
Ο খ) |
বন্যেরা বনে সুন্দর ; শিশুরা মাতৃক্রোড়ে |
Ο গ) |
কোলেরা বন্য তাই শহরে বেমানান |
Ο ঘ) |
লেখকের চোখ সবাইকে সুন্দর দেখে |
সঠিক উত্তর: (খ)
১৮৫. |
‘পালামৌ” রচনায় লেখক কোন গাছকে রসিক বলেছিলেন? |
Ο ক) |
বট |
Ο খ) |
অশ্বত্থ |
Ο গ) |
পাকুড় |
Ο ঘ) |
শিমুল |
সঠিক উত্তর: (খ)
১৮৬. |
‘অশীতিপরায়ণা’ বলতে কী বোঝ? |
Ο ক) |
আশির অধিক বয়সবিশিষ্ট বৃদ্ধা |
Ο খ) |
অতিশয় পরিশ্রমী বৃদ্ধা |
Ο গ) |
যার শীত লাগে না |
Ο ঘ) |
মীত শীত ভাবাপন্ন |
সঠিক উত্তর: (ক)
১৮৭. |
লেখক পালামৌর উদ্দেশ্যে কখন যাত্রা করেছিলেন? |
Ο ক) |
রাত্রি দেড় প্রহরে |
Ο খ) |
রাত্রি শেষ প্রহরে |
Ο গ) |
দুপুরে |
Ο ঘ) |
বিকালে |
সঠিক উত্তর: (ক)
১৮৮. |
পালামৌতে কোথায় তিনি আশ্রয় গ্রহণ করেণ? |
Ο ক) |
বাঙালি পরিবারে |
Ο খ) |
ইংরেজ পরিবারে |
Ο গ) |
ফরাসি পরিবারে |
Ο ঘ) |
কোল পরিবারে |
সঠিক উত্তর: (ক)
১৮৯. |
আলোচ্য ‘পালামৌ রচনায় মহানুভবের উক্তি হলো- i. মনুষ্য বৃদ্ধ না হইলে সুন্দর হয় না ii. বন্যেরা বনে সুন্দর; শিশুরা মাতৃক্রোড়ে iii. স্ত্রীজাতিরাই বলিষ্ঠ ও আশ্চর্য কান্তিবিশিষ্টা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও ii |
সঠিক উত্তর:
১৯০. |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন- এ তথ্যের আলোকে
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলা যায়, তিনি বঙ্কিমচন্দ্রের- i. সহোদর ii. অগ্রজ iii. অনুজ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৯১. |
পালামৌ প্রবেশ করে লেখক দেখলেন- i. নদী ii. গ্রাম iii. পর্বত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৯২. |
‘ইহার নিকট নীরস পাষাণেরও নিস্তার নাই। ’ এখানে ‘ইহার’ বলতে কাকে বোঝানো হয়েছে? |
Ο ক) |
একশিলা পাহাড়কে |
Ο খ) |
অশ্বত্থ বৃক্ষকে |
Ο গ) |
কোল যুবককে |
Ο ঘ) |
বাঘ হত্যার তীরকে |
সঠিক উত্তর: (খ)
১৯৩. |
লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ‘পালমৌ’ ভ্রমণকাহিনী লিখতে বসে স্বরণ করেন- i. পর্বত কেবল প্রস্তরময় ii. বর্ণ কেবল কণ্টকাকীর্ন iii. অধিবাসীরা কেবল কদাচারী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পান্ডিত্য অর্জন করেন- i. ইংরেজি সাহিত্যে ii. ইতিহাসে iii. বিজ্ঞানে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. |
‘মাধবীলতা’ উপন্যাসের রচয়িতা কে? |
Ο ক) |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο খ) |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο গ) |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο ঘ) |
মানিক বন্দ্যোপাধ্যায় |
সঠিক উত্তর: (গ)
১৯৬. |
পালামৌ অঞ্চলের অধিবাসীদের লেখকের চোখে এখন কেমন মনে হয়? |
Ο ক) |
কদাচারী |
Ο খ) |
অচেনা |
Ο গ) |
কিম্ভূতকিমাকার |
Ο ঘ) |
রহস্যময়ী |
সঠিক উত্তর: (ক)
১৯৭. |
কাষ্ঠঘন্টা লেখক পূর্বে কোন অঞ্চলে দেখেছিলেন? |
Ο ক) |
বর্ধমানে |
Ο খ) |
মেদিনীপুরে |
Ο গ) |
দিনাজপুরে |
Ο ঘ) |
পাটনায় |
সঠিক উত্তর: (খ)
১৯৮. |
হাজারিবাগ পৌছে লেখক কাকে দেখে মুগ্ধ হলেন? |
Ο ক) |
তরুণী |
Ο খ) |
বাড়ির কর্তা |
Ο গ) |
বাড়ির গিন্নী |
Ο ঘ) |
পাহাড়ি যুবতী |
সঠিক উত্তর: (খ)
১৯৯. |
লেখকের আশ্চর্যের বিষয় হলো- i. বাঢীর কর্তার দর্শন ii. কোল যুবতী দর্শন iii. ক্ষুদ্র পাহাড় দর্শন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২০০. |
কোল যুবতিরা নৃত্যানুষ্ঠানে এসে যুবকদের কী করল? |
Ο ক) |
রাগান্বিত করল |
Ο খ) |
প্রশংসা করল |
Ο গ) |
উপহাস করল |
Ο ঘ) |
তিরস্কার করল |
সঠিক উত্তর: (গ)
২০১. |
কার কাছে নীরস পাষাণেরও নিস্তার নেই? |
Ο ক) |
নিমগাছের |
Ο খ) |
সুন্দরী গাছের |
Ο গ) |
অশ্বত্থ গাছের |
Ο ঘ) |
শাল গাছের |
সঠিক উত্তর: (গ)
২০২. |
লেখক তাঁর বন্ধুদের উপহাস করত, কারণ তারা – |
Ο ক) |
নিরন্তর পালামৌয়ের বৃত্তান্ত রচনা করতে বলত |
Ο খ) |
তাঁর চেহারা নিয়ে কটু কথা বলত |
Ο গ) |
হাস্যকর ভঙ্গিমা করে দেখাত |
Ο ঘ) |
মেধায় লেখকের সমকক্ষ ছিল না |
সঠিক উত্তর: (ক)
২০৩. |
মরীচিকার সঙ্গে তুলনীয়- i. লীলায়িত ঝরনা ii. দূরের পাহাড় iii. তরঙ্গিত নদী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২০৪. |
কোল পুরষদের জীবনীশক্তি কমে আসে কেন? |
Ο ক) |
প্রকৃতির নিয়মে |
Ο খ) |
কর্মহীনতার কারণে |
Ο গ) |
মদ্যপানের কারণে |
Ο ঘ) |
অতি পরিশ্রমের কারণে |
সঠিক উত্তর: (খ)
২০৫. |
‘সেখানে একবার একটি পাহাড় দেখিয়া চমৎকৃত হইয়াছিলাম।’ সেই পাহাড়টি ছিল- i. একশিলা বিশিষ্ট ii. জঙ্গলাকীর্ণ iii. পরিষ্কার পরিচ্ছন্ন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০৬. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ির গাড়ওয়ান কুলি ডাকতে গেল কেন? |
Ο ক) |
গাড়ি ঠেলে পার করানোর জন্যে |
Ο খ) |
মালপত্র বহন করানের জন্যে |
Ο গ) |
খাদ্য ক্রয় করে আনার জন্যে |
Ο ঘ) |
পথের দিকনির্দেশনা নেওয়ার জন্যে |
সঠিক উত্তর: (ক)
২০৭. |
পালামৌ কী? |
Ο ক) |
নদী |
Ο খ) |
শহর |
Ο গ) |
পরগনা |
Ο ঘ) |
বন |
সঠিক উত্তর: (গ)
২০৮. |
কোনটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা? |
Ο ক) |
মাধবীলতা |
Ο খ) |
পালামৌ |
Ο গ) |
দামিনী |
Ο ঘ) |
জলপ্রতাপ চাঁদ |
সঠিক উত্তর: (খ)
২০৯. |
কলার কাঁদি থেকে ব্যয় হওয়া সংখ্যা নিয়ে রাখা বাঙালি পরিবারের কী প্রমাণ করে? |
Ο ক) |
পারিবারিক সংকীর্ণতা |
Ο খ) |
পারিবারিক উদারতা |
Ο গ) |
মিতব্যয়ী |
Ο ঘ) |
পারিবারিক নিয়ম |
সঠিক উত্তর: (ঘ)
২১০. |
পালামৌ রচনায় ‘সমদর্শী’ বলে আখ্যায়িত করা হয়েছে কাকে? |
Ο ক) |
লেখককে |
Ο খ) |
বাঘ মারতে উদ্যত কোল যুবককে |
Ο গ) |
অতিথিয়েতাদানকারী বাঙালিকে |
Ο ঘ) |
গৃহশিক্ষককে |
সঠিক উত্তর: (খ)
২১১. |
‘এই বন্দোবস্ত দেখিয়া বড় পরিতৃপ্ত হইলাম’- লেখক কোন বন্দোবস্তের কথা বলেছেন? i. বঙ্গবাসীর আহারের আয়োজনের ii. গ্রামবাসীর একতার iii. ছাত্র-শিক্ষক সহাবস্থানের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২১২. |
লেখক যখন পালামৌতে যান, তখন ছিল- |
Ο ক) |
শীতকাল |
Ο খ) |
গ্রীষ্মকাল |
Ο গ) |
বর্ষাকাল |
Ο ঘ) |
হেমন্তকাল |
সঠিক উত্তর: (ক)
২১৩. |
প্রসন্নতাব্যঞ্জক শব্দের অর্থ কী? |
Ο ক) |
আনন্দিত |
Ο খ) |
বিষাদ |
Ο গ) |
পরিপূর্ণরুপ |
Ο ঘ) |
সুন্দরভাবে |
সঠিক উত্তর: (ক)
২১৪. |
‘সাহেব একটি পয়সা, সাহেব একটি পয়সা’- এই চিৎকার- i. কোলদের বালক বালিকার ii. কুলিদের বালক বালিকার iii. সম্ভ্রান্ত বঙ্গবাসীদের বালক বালিকার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২১৫. |
মধ্যস্থলে মাস্টার মহাশয়ের থাকার ব্যবস্থা দেখে লেখক খুশি হলেন কেন? |
Ο ক) |
মাস্টার মহাশয় ছিল লেখকের সুপরিচিত |
Ο খ) |
মাস্টার মহাশয়কে গুরুত্ব দেওয়া হয়েছে দেখে |
Ο গ) |
মাস্টার মহাশয়কে ছাত্ররা সারাক্ষণ পাবে ভেবে |
Ο ঘ) |
মাস্টার মহাশয়কে ছাত্ররা এত ভালেবাসে দেখে |
সঠিক উত্তর: (গ)
২১৬. |
‘এই প্রথম আমি বৃদ্ধকে সুন্দর দেখি।’� এখানে ‘সুন্দর’ যে অর্থে ব্যবহৃত হয়েছে- i. কমনীয় ii. অতিথিপরায়ণ iii.� লাবণ্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২১৭. |
কোল বালকদের গলায় কীসের মালা শোভা পাচ্ছিল? |
Ο ক) |
ঝিনুকের মালা |
Ο খ) |
পুঁতির মালা |
Ο গ) |
ফুলের মালা |
Ο ঘ) |
মুক্তার মালা |
সঠিক উত্তর: (খ)
২১৮. |
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সহোদর কে? |
Ο ক) |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο খ) |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο গ) |
সুনীল চট্টোপাধ্যায় |
Ο ঘ) |
প্রভাত কুমার চট্টোপাধ্যায় |
সঠিক উত্তর: (খ)
২১৯. |
কোন কলেজ থেকে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় শিক্ষা লাভ করেন? |
Ο ক) |
হুগলী কলেজ |
Ο খ) |
বরিশাল কলেজ |
Ο গ) |
জয়পুরহাট ক্যাডেট কলেজ |
Ο ঘ) |
সংস্কৃত কলেজ |
সঠিক উত্তর: (ক)
২২০. |
‘যেন বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ’- এ দ্বারা লেখক কী নির্দেশ করেছেন? |
Ο ক) |
পাহাড় |
Ο খ) |
নদী |
Ο গ) |
সমুদ্র |
Ο ঘ) |
বন |
সঠিক উত্তর: (ক)
২২১. |
লেখক কখন� একটি সুন্দর পর্বতের নিকট দিয়ে যাচ্ছিলেন? |
Ο ক) |
পরদিন প্রহরে |
Ο খ) |
প্রত্যুষে |
Ο গ) |
সন্ধ্যায় |
Ο ঘ) |
অপরাহ্ণে |
সঠিক উত্তর: (গ)
২২২. |
যে রমণী লেখককে নাচ দেখার আমন্ত্রণ জানিয়েছিল তার মাথায় কী ছিল? |
Ο ক) |
শস্য |
Ο খ) |
জ্বালানি |
Ο গ) |
কলস |
Ο ঘ) |
দুধের হাঁড়ি |
সঠিক উত্তর: (গ)
২২৩. |
‘গল্প করা এ বয়সের রোগ’- এখানে বৃদ্ধের কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে? |
Ο ক) |
বদ অভ্যাস |
Ο খ) |
বয়সের বাতিক |
Ο গ) |
বাচালতা |
Ο ঘ) |
পান্ডিত্য |
সঠিক উত্তর: (খ)
২২৪. |
‘পালমৌ’ রচনার সংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণনার লেখক দেখিয়েছেন- i. কোলদের অনুষ্ঠান উদযাপনের রীতি ii. কোলদের সাজসজ্জা iii. কোলদের নাচের পদ্ধতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২২৫. |
পালামৌ কীসের সৌন্দর্য দেখিয়ে লেখকের মন ভরিয়ে দিয়েছিল? |
Ο ক) |
নদীর |
Ο খ) |
বনভূমির |
Ο গ) |
পাথরের |
Ο ঘ) |
পাহাড়ের |
সঠিক উত্তর: (ঘ)
২২৬. |
লেখক কখন একটি সুন্দর পর্বতের নিকট দিয়ে যাচ্ছিলেন? |
Ο ক) |
পূর্বাহ্ণে |
Ο খ) |
মধ্যাহ্ণে |
Ο গ) |
অপরাহ্ণে |
Ο ঘ) |
প্রত্যুষে |
সঠিক উত্তর: (গ)
২২৭. |
পাহাড়ের দূরত্বকে পাঁচ মিনিটের পথ ভেবে পনেরো মিনিট হাঁটার পর পাহাড়কে আরও কত মিনিটের দুরত্ব মনে হলো? |
Ο ক) |
পাঁচ মিনিটের |
Ο খ) |
দশ মিনিটের |
Ο গ) |
পনেরো মিনিটের |
Ο ঘ) |
বিশ মিনিটের |
সঠিক উত্তর: (ক)
২২৮. |
‘পাথুরে ছেলে’ বলতে লেখক বুঝিয়েছেন- i. কৃষ্ণবর্ণ ছেলে ii. পাহাড়ি ছেলে iii. পাষাণের মতো ছেলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২২৯. |
লেখকের গাড়ি কোন নদীর পাড়ে গিয়ে থেমেছিল? |
Ο ক) |
দামোদর |
Ο খ) |
যমুনা |
Ο গ) |
গঙ্গা |
Ο ঘ) |
বরাকর |
সঠিক উত্তর: (ঘ)
২৩০. |
‘পালামৌ’ রচনায় উল্লিখিত যুবতিদের খোঁপায় ছিল- |
Ο ক) |
বুনো ফুল |
Ο খ) |
বাঘের চামড়া |
Ο গ) |
কাঠের চিরুনি |
Ο ঘ) |
হাতির দাঁত |
সঠিক উত্তর: (গ)
২৩১. |
কোলদের নৃত্যানুষ্ঠানের মূল কারণ কোনটি? |
Ο ক) |
বিনোদন |
Ο খ) |
ধর্মবোধ |
Ο গ) |
প্রতিযোগিতা |
Ο ঘ) |
ঐতিহ্য |
সঠিক উত্তর: (ঘ)
২৩২. |
পালমৌর নিকট স্থান কোনটি? |
Ο ক) |
কাঠি |
Ο খ) |
রাঁচি |
Ο গ) |
চেন্নাই |
Ο ঘ) |
রাজস্থান |
সঠিক উত্তর: (খ)
অনুচ্ছেদটি পড় এবং নিচের প্রশ্নদ্বয়ের উত্তর দাও: * প্রাণিজগতে নারীদের চেয়ে পুরুষ সুন্দর। তাই ময়ূর পেখম মেলে নাচে, সিংহ কেশর ফুলিয়ে গর্জন করে। |
২৩৩. |
122. কোল সমাজে উদ্দীপকের বিপরীত চিত্র দেখা যায় কোন ক্ষেত্রে? |
Ο ক) |
কিশোরদের সাজসজ্জার ক্ষেত্রে |
Ο খ) |
কোল পুরুষদের গৃহকর্ম করায় |
Ο গ) |
কোল নারীদের চিরযৌবনা হওয়ায় |
Ο ঘ) |
কোল নারীদের নৃত্য করার ক্ষেত্রে |
সঠিক উত্তর: (গ)
২৩৪. |
‘পালামৌ’ ভ্রমণকাহিনীতে কোল জাতির বৈশিষ্ট্য- i. পাহাগি অঞ্চলে বাস ii. বন্য জাতি iii. মাতৃতান্ত্রিক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন