এস.এস.সি ||
বাংলা ১মপত্র অধ্যায় - ২: গদ্য - দেনাপাওনা |
১. |
‘তারা কি আর আমাকে আসতে দেবে না, বাবা? এ উক্তিতে প্রকাশ পেয়েছে নিরূপমার -� i. ভয়� ii. আশঙ্কা� iii. উৎকন্ঠা� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২. |
‘দেনাপাওনা’ গল্পের জীবনপ্রবাহে নিম্নলিখিত চিত্র পাওয়া যায় - i. রক্ষণশীলতা� ii. ধর্মীয় গোড়ামি� iii. যৌতুক প্রথা� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩. |
রায় বাহাদুর বর সভাস্থ করতে চাইলেন না কেন? |
Ο ক) |
পণের টাকা বাকি থাকায় |
Ο খ) |
কণের অশোভন আচরণে |
Ο গ) |
লগ্ন পরিবর্তন হয়ে যাওয়ায় |
Ο ঘ) |
যৌতুক দিতে অস্বীকার করায় |
সঠিক উত্তর: (ক)
৪. |
রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভার উন্মেষ ঘটে কখন? |
Ο ক) |
বাল্যকালে |
Ο খ) |
মধ্য বয়সে |
Ο গ) |
পরিণত বয়সে |
Ο ঘ) |
বৃদ্ধ বয়সে |
সঠিক উত্তর: (ক)
৫. |
‘দেনাপাওনা’ গল্পে রামসুন্দর মিত্রের রায়বাহাদুরের সাথে সম্পর্ক করার কারণ কী? |
Ο ক) |
মস্ত এক রায়বাহাদুর |
Ο খ) |
রাজা-মহারাজা |
Ο গ) |
বনেদি ঘর |
Ο ঘ) |
পাত্র ডেপুটি ম্যাজিস্ট্রেট |
সঠিক উত্তর: (গ)
৬. |
জেলার মধ্যে রায়চৌধুরীদের কিসের লোকবিখ্যাত প্রতিপত্তি আছে? |
Ο ক) |
অন্ত্যেষ্টিক্রিয়ায় |
Ο খ) |
প্রতিমা বিসর্জনে |
Ο গ) |
অতিথি আপ্যায়নে |
Ο ঘ) |
বনেদী বংশের |
সঠিক উত্তর: (খ)
৭. |
‘দেনাপাওনা’ গল্পে নিরূপমার অন্ত্যেষ্টিক্রিয়াকে কার বিসর্জনের সাথে তুলনা করা যায়? |
Ο ক) |
সীতা |
Ο খ) |
সরস্বতী |
Ο গ) |
প্রতিমা |
Ο ঘ) |
লক্ষ্মী |
সঠিক উত্তর: (গ)
৮. |
‘দেনাপাওনা’ গল্পে কে ঘরে দ্বার দিয়ে অশ্রু বিসর্জন করে? |
Ο ক) |
নিরূপমা |
Ο খ) |
নিরূপমার মা |
Ο গ) |
রামসুন্দর মিত্র |
Ο ঘ) |
রায় বাহাদুরের স্ত্রী |
সঠিক উত্তর: (ক)
৯. |
রবীন্দ্রনাথকে বিশ্বকপি বলার ক্ষেত্রে কোন মতবাদটি গ্রহণযোগ্য - |
Ο ক) |
আধুনিক রুচিবোধসম্পন্ন সাহিত্য |
Ο খ) |
নোবেল পুরস্কার প্রাপ্তি |
Ο গ) |
আন্তর্জাতিক দৃষ্টিসম্পন্ন |
Ο ঘ) |
বিশ্বব্যাপী সমাদৃত সাহিত্য |
সঠিক উত্তর: (ঘ)
১০. |
রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন? |
Ο ক) |
১৯৩৩ খ্রিস্টাব্দে |
Ο খ) |
১৯২৩ খ্রিস্টাব্দে |
Ο গ) |
১৯১৩ খ্রিস্টাব্দে |
Ο ঘ) |
১৯৩৪ খ্রিস্টাব্দে |
সঠিক উত্তর: (গ)
১১. |
রামসুন্দর প্রথমবার কত টাকা নিয়ে বেহাইর কাছে এসেছিলেন? |
Ο ক) |
তিন হাজার টাকা |
Ο খ) |
দুই হাজার টাকা |
Ο গ) |
পাঁচ হাজার টাকা |
Ο ঘ) |
চার হাজার টাকা |
সঠিক উত্তর: (ক)
১২. |
‘পঞ্জর’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
পুঁজি |
Ο খ) |
পিঞ্জর |
Ο গ) |
পাঁজর |
Ο ঘ) |
খাঁচা |
সঠিক উত্তর: (গ)
১৩. |
‘দেনাপাওনা’ গল্পে সময়কালে কে উপস্থিত হলো না? |
Ο ক) |
ঋণদাতা মহাজন |
Ο খ) |
কনের মাতুল |
Ο গ) |
বরের পিতা |
Ο ঘ) |
বর স্বয়ং |
সঠিক উত্তর: (ক)
১৪. |
নিরূপমার বাবার নাম কী? |
Ο ক) |
রামসুন্দর |
Ο খ) |
রায়বাহাদুর |
Ο গ) |
হরমোহন |
Ο ঘ) |
রাধামাধব |
সঠিক উত্তর: (ক)
১৫. |
নিরূপমার অধীর হয়ে ওঠার কারণ হলো - i. বাপের বাড়ি যাওয়ার আকাঙ্ক্ষা ii. ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দেওয়া� iii. শাশুড়ির বিরুদ্ধে বিদ্রোহী হওয়া� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৬. |
নিরূপমার শবদাহে এমন চন্দন কাষ্ঠের চিতা এ মুলুকে কেহ কখনও দেখে নাই। - এ ধরনের আয়োজনের পেছনে রায়বাবুদের কী উদ্দেশ্য ছিল? |
Ο ক) |
খ্যাতির মোহ |
Ο খ) |
রুচিবোধ |
Ο গ) |
ধর্মীয় বোধ |
Ο ঘ) |
উদারতা |
সঠিক উত্তর: (ক)
১৭. |
বাঙালি হিন্দুসমাজের পটভূমিতে ‘দেনাপাওনা’ গল্পে লোভী, স্বার্থপর ও সুবিধাবাদী চরিত্রের প্রতীক - i. নিরূপমার শ্বশুর� ii. নিরূপমার শাশুড়ি� iii. নিরূপমার স্বামী� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৮. |
সামান্য কারণে হাতে দুর্গন্ধ করতে চান না কে? |
Ο ক) |
রামসুন্দর |
Ο খ) |
নবীনমাধব |
Ο গ) |
হরমোহন |
Ο ঘ) |
রায়বাহাদুর |
সঠিক উত্তর: (ঘ)
১৯. |
নিরূপমা নামটিতে কী প্রকাশ পেয়েছে? |
Ο ক) |
বাঙালিত্বের ঠমক |
Ο খ) |
নিরূপমার জ্যেষ্ঠ ভ্রাতার |
Ο গ) |
ঠাকুর-দেবতার উক্তি |
Ο ঘ) |
বাপ-মায়ের আদর |
সঠিক উত্তর: (ঘ)
২০. |
কার কাছে বাপের অপরাধের অনুতাপ গোপন করা যেত না? |
Ο ক) |
শাশুড়ির |
Ο খ) |
শ্বশুরের |
Ο গ) |
মেয়ের |
Ο ঘ) |
প্রতিবেশীর |
সঠিক উত্তর: (গ)
২১. |
রামসুন্দর গোপন রাখলেন - i. বাড়ি বিক্রয়ের কথা ii. ছেলেদের গৃহহীন করার কথা� iii. নিরূপমার বাড়িতে যাওয়ার কথা� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২২. |
‘থাক, বেহাই, ওতে আমার কাজ নেই’ - কিসের বিষয়ে বলেছিলেন? |
Ο ক) |
পূজার |
Ο খ) |
পীড়ার |
Ο গ) |
যত্নের |
Ο ঘ) |
টাকার |
সঠিক উত্তর: (ঘ)
২৩. |
‘সরোদনে’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
রোদের সাথে |
Ο খ) |
হেসে হেসে |
Ο গ) |
কেঁদে কেঁদে |
Ο ঘ) |
রাগের সাথে |
সঠিক উত্তর: (গ)
২৪. |
নিরূপমার চিতায় কোন কাঠ ব্যবহার করা হয়েছিল? |
Ο ক) |
কাঁঠাল কাঠ |
Ο খ) |
চন্দন কাঠ |
Ο গ) |
সেগুন কাঠ |
Ο ঘ) |
সুন্দরী কাঠ |
সঠিক উত্তর: (খ)
২৫. |
‘নিত্যক্রিয়া’ শব্দ দ্বারা বোঝায় - |
Ο ক) |
নৃত্যের কাজ |
Ο খ) |
প্রতিদিনের কাজ |
Ο গ) |
ভোরের কাজ |
Ο ঘ) |
প্রত্যুষের কাজ |
সঠিক উত্তর: (খ)
২৬. |
‘দেনাপাওনা’ গল্পে বরপক্ষ কত টাকা পণ চেয়েছিল? |
Ο ক) |
পাঁচ হাজার |
Ο খ) |
দশ হাজার |
Ο গ) |
পনের হাজার |
Ο ঘ) |
বিশ হাজার |
সঠিক উত্তর: (খ)
২৭. |
ভানুসিংহ কার ছদ্মনাম? |
Ο ক) |
রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο খ) |
প্রমথ চৌধুরী |
Ο গ) |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο ঘ) |
গোলাম মোস্তফা |
সঠিক উত্তর: (ক)
২৮. |
বিশেষত কার আক্রোশ আর কিছুতেই মেটে না? |
Ο ক) |
পিতার |
Ο খ) |
বরের |
Ο গ) |
শ্বশুরের |
Ο ঘ) |
শাশুড়ির |
সঠিক উত্তর: (ঘ)
২৯. |
‘বাঘের জন্য বাঘিনী ছিল’ - উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে? |
Ο ক) |
হিন্দু সমাজের স্বরূপ |
Ο খ) |
বহুবিবাহের ইঙ্গিত |
Ο গ) |
বাঙালির সংস্কার |
Ο ঘ) |
সামন্তবাদের ধারণা |
সঠিক উত্তর: (খ)
৩০. |
‘দেনাপাওনা’ গল্পে বিবাহসভায় একটা তুমুল যোগাযোগ বেধে গেল কেন? |
Ο ক) |
কনে মূর্ছা যাওয়ায় |
Ο খ) |
পণের টাকা হাতে না পাওয়ায় |
Ο গ) |
বর বিয়ে করতে অস্বীকার করায় |
Ο ঘ) |
বিয়েবাড়ির খানাপিনা ভালো না হওয়ায় |
সঠিক উত্তর: (খ)
৩১. |
‘দেনাপাওনা’ গল্পে নিরূপমার পিতার নাম কী? |
Ο ক) |
রায়বাহাদুর প্রতাপচন্দ্র চৌধুরী |
Ο খ) |
শ্যামসুন্দর লাহিড়ী |
Ο গ) |
রামসুন্দর মিত্র |
Ο ঘ) |
সীতানাথ বসাক |
সঠিক উত্তর: (গ)
৩২. |
নিরূপমা নামটি কেমন? |
Ο ক) |
সরল |
Ο খ) |
কঠিন |
Ο গ) |
শৌখিন |
Ο ঘ) |
জটিল |
সঠিক উত্তর: (গ)
৩৩. |
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? |
Ο ক) |
মানসী |
Ο খ) |
বনফুল |
Ο গ) |
সোনার তরী |
Ο ঘ) |
বলাকা |
সঠিক উত্তর: (খ)
৩৪. |
নিরূপমা ছিলেন শ্বশুরবাড়ির - |
Ο ক) |
ছোট বউ |
Ο খ) |
বড় বউ |
Ο গ) |
সেজ বউ |
Ο ঘ) |
মেঝ বউ |
সঠিক উত্তর: (খ)
৩৫. |
রামসুন্দরের জ্যেষ্ঠপুত্র হরমোহনের কয় ছেলে |
Ο ক) |
তিন |
Ο খ) |
চার |
Ο গ) |
দুই |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (গ)
৩৬. |
রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ কে ছিলেন? |
Ο ক) |
জ্যোতিরিন্দ্রনাথ |
Ο খ) |
দেবেন্দ্রনাথ ঠাকুর |
Ο গ) |
অশ্বিনীকুমার ঠাকুর |
Ο ঘ) |
প্রিন্স দ্বারকনাথ ঠাকুর |
সঠিক উত্তর: (ঘ)
৩৭. |
নিত্যক্রিয়া বলতে বোঝানো হয়েছে - i. দৈনন্দিন কর্ম� ii. মাসিক কর্ম iii. প্রতিদিনের কাজ� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৮. |
‘দেনাপাওনা’ গল্পের প্রেক্ষাপট কোনটি? |
Ο ক) |
ঊনিশ শতকের বাঙালি সমাজ |
Ο খ) |
বিংশ শতাব্দীর হিন্দু সমাজ |
Ο গ) |
বিশ শতকের বাঙালি হিন্দু সমাজ |
Ο ঘ) |
ঊনিশ শতকের ভারতীয় সমাজ |
সঠিক উত্তর: (গ)
৩৯. |
‘তোদের জন্য কি আমি নরকবাসী হব।’ - রামসুন্দর কাকে বলেছিল? |
Ο ক) |
হরমোহনকে |
Ο খ) |
নিরূপমাকে |
Ο গ) |
রাধামাধবকে |
Ο ঘ) |
নবীন মাধবকে |
সঠিক উত্তর: (ক)
৪০. |
নিরূপমা কোন মাসে মাথার পাশের দরজা খোলা রাখত? |
Ο ক) |
বৈশাখ |
Ο খ) |
ফাল্গুন |
Ο গ) |
কার্তিক |
Ο ঘ) |
অগ্রহায়ণ |
সঠিক উত্তর: (গ)
৪১. |
কীসের মধ্য দিয়ে�‘দেনাপাওনা’ গল্পের কাহিনী শেষ হয় |
Ο ক) |
অন্ত্যেষ্টিক্রিয়ার আড়ম্বরের |
Ο খ) |
শ্রাদ্ধ উপলক্ষে কিঞ্চিৎ ঋণের |
Ο গ) |
হাতে হাতে বিশ হাজার টাকা পণের সংবাদ |
Ο ঘ) |
নিরূপমার আত্মবিসর্জন |
সঠিক উত্তর: (গ)
৪২. |
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হলো - i. ঘরে বাইরে, শেষের কবিতা ii. গোরা, নৌকাডুবি iii. রাজা, ডাকঘর� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৩. |
রামসুন্দর সম্পূর্ণ টাকা এনেও না দিয়ে ফিরে যাওয়ার খবরটি নিরূপমার শাশুড়িকে জানাল কে? |
Ο ক) |
ভৃত্য |
Ο খ) |
দাসী |
Ο গ) |
দ্বাররক্ষী |
Ο ঘ) |
নিরূ |
সঠিক উত্তর: (খ)
৪৪. |
সাহিত্যের কোন শাখাটি ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বচ্ছন্দ বিচরণ ছিল? |
Ο ক) |
মহাকাব্য |
Ο খ) |
ভ্রমণকাহিনী |
Ο গ) |
নাটক |
Ο ঘ) |
প্রহসন |
সঠিক উত্তর: (ক)
৪৫. |
রামসুন্দরের কী পরিমাণ টাকা বাকি রইল? |
Ο ক) |
হাজার পাঁচ-ছয় |
Ο খ) |
হাজার ছয়-সাত |
Ο গ) |
হাজার সাত-আট |
Ο ঘ) |
হাজার চার-পাঁচ |
সঠিক উত্তর: (খ)
৪৬. |
‘দেনাপাওনা’ গল্পে পাত্র কিছুতেই মনের মতন হয় না কার? |
Ο ক) |
নিরূপমার পিতার |
Ο খ) |
নিরূপমার জ্যেষ্ঠ ভ্রাতার |
Ο গ) |
নিরূপমার |
Ο ঘ) |
নিরূপমার মায়ের |
সঠিক উত্তর: (ক)
৪৭. |
‘দেনাপাওনা’ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত? |
Ο ক) |
কৈশোরক |
Ο খ) |
গল্পগুচ্ছ |
Ο গ) |
ভগ্নহৃদয় |
Ο ঘ) |
বৌঠাকুরানীর হাট |
সঠিক উত্তর: (খ)
৪৮. |
রামসুন্দর রায় বাহাদুরের হাতে-পায়ে ধরলেন কেন? |
Ο ক) |
বিয়ে সম্পন্ন করার জন্য |
Ο খ) |
পণের টাকা কমানোর জন্য |
Ο গ) |
পণের টাকা মওকুফ করার জন্য |
Ο ঘ) |
উত্তেজনা থামানোর জন্য |
সঠিক উত্তর: (ক)
৪৯. |
‘হতোদ্যম’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
হত্যায় উদ্যত |
Ο খ) |
উদ্যমহীন |
Ο গ) |
হতবুদ্ধি |
Ο ঘ) |
উদ্যমী |
সঠিক উত্তর: (খ)
৫০. |
‘কিছুতেই টাকার জোগাড় আর হয় না’ কীসের টাকা? |
Ο ক) |
সংসার খরচের টাকা |
Ο খ) |
পণের টাকা |
Ο গ) |
ঋণের টাকা |
Ο ঘ) |
বিয়ের খরচের টাকা |
সঠিক উত্তর: (খ)
৫১. |
‘দেনাপাওনা’ গল্পে কী শর্তে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করেছিল? |
Ο ক) |
দয়াপরবশ |
Ο খ) |
অতিরিক্ত সুদে |
Ο গ) |
কনের আত্মীয় বলে |
Ο ঘ) |
বসতবাড়ির বিনিময়ে |
সঠিক উত্তর: (খ)
৫২. |
যৌতুক বা পণ প্রথার ফলে সৃষ্টি হয় -� i. রাজনৈতিক বৈষম্য� ii. সামাজিক বৈষম্য� iii. অর্থনৈতিক বৈষম্য� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫৩. |
‘দেনাপাওনা’ গল্পের প্রেক্ষাপট কী? |
Ο ক) |
উচ্চবিত্তের শোষণ |
Ο খ) |
যৌতুকের ভয়াবহতা |
Ο গ) |
কৌলিন্য প্রথার প্রভাব |
Ο ঘ) |
নারী নির্যাতন |
সঠিক উত্তর: (খ)
৫৪. |
‘দেনাপাওনা’ গল্পে লেখক ঘৃণা করেছেন - i. যারা যৌতুক প্রদান করেন� ii. যারা যৌতুকের প্রতি আগ্রহী� iii. যারা যৌতুকের কারণে নির্যাতন চালায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫৫. |
রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথাযথ উক্তি কোনটি? |
Ο ক) |
তিনি ৭ই আগস্ট জন্মগ্রহণ করেন |
Ο খ) |
তিনিই একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি |
Ο গ) |
তাঁর পিতার নাম প্রিন্স দ্বারকনাথ ঠাকুর |
Ο ঘ) |
তিনি শান্তিনিকেতনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন |
সঠিক উত্তর: (খ)
৫৬. |
রবীন্দ্রনাথ ঠাকুর খ্রিষ্টীয় কত তারিখে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
৭ই মে, ১৮৬১ |
Ο খ) |
৭ই আগস্ট, ১৮৬১ |
Ο গ) |
৭ই মে, ১৯৪১ |
Ο ঘ) |
২২শে মে, ১৯৪১ |
সঠিক উত্তর: (ক)
৫৭. |
‘দেনাপাওনা’ গল্পে শৌখিন নাম কোনটি |
Ο ক) |
রামসুন্দর |
Ο খ) |
নিরূপমা |
Ο গ) |
নিবু |
Ο ঘ) |
রায় বাহাদুর |
সঠিক উত্তর: (খ)
৫৮. |
‘দেনাপাওনা’ গল্পের প্রধান বৈশিষ্ট্য হলো - i. বনেদি কুলীনদের যৌতুক লিপ্সা ii. নিম্নমধ্যবিত্ত পরিবারের দুঃখগাথা iii. যৌতুকের ধূপকাষ্ঠে মানবতার বলি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৯. |
রায়বাহাদুর নিজের সন্তানের মধ্যে কী প্রত্যক্ষ করলেন? |
Ο ক) |
অনুগত মনোভাব |
Ο খ) |
বিদ্রোহী মনোভাব |
Ο গ) |
বর্তমান শিক্ষার বিষময় ফল |
Ο ঘ) |
আধুনিক শিক্ষার সুফল |
সঠিক উত্তর: (গ)
৬০. |
রামসুন্দর দুই ভাইয়ের তুলনা করে বিদ্যাবুদ্ধি ও স্বভাব সম্বন্ধে কার নিন্দা করলেন? |
Ο ক) |
রাধামাধবের |
Ο খ) |
হরমোহনের |
Ο গ) |
হরেকৃষ্ণর |
Ο ঘ) |
নবীনমাধবের |
সঠিক উত্তর: (ঘ)
৬১. |
‘কেনাবেচা-দরদামের কথা আমি বুঝি না’ - কার উক্তি? |
Ο ক) |
বরের |
Ο খ) |
কনের |
Ο গ) |
বেহাইর |
Ο ঘ) |
ঘটকের |
সঠিক উত্তর: (ক)
৬২. |
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘দেনাপাওনা’ গল্পে মূলত তুলে ধরেছেন - |
Ο ক) |
সমাজজীবনের বাস্তবচিত্র |
Ο খ) |
মধ্যবিত্তের জীবনচিত্র |
Ο গ) |
নিম্নবিত্তের জীবনচিত্র |
Ο ঘ) |
নিম্নমধ্যবিত্তের জীবনচিত্র |
সঠিক উত্তর: (ক)
৬৩. |
বিবাহসভায় গুরুতর বিপদের মূল কারণ হিসেবে কাকে নির্দেশ করা হয়েছে? |
Ο ক) |
বর |
Ο খ) |
কনে |
Ο গ) |
বেহাই |
Ο ঘ) |
ঘটক |
সঠিক উত্তর: (খ)
৬৪. |
‘দেনাপাওনা’ কোন শ্রেণির সাহিত্যকর্ম? |
Ο ক) |
ছোটগল্প |
Ο খ) |
উপন্যাস |
Ο গ) |
প্রবন্ধ |
Ο ঘ) |
নাটক |
সঠিক উত্তর: (ক)
৬৫. |
রামসুন্দর সংসারের ব্যয় নির্বাহ করতেন কীভাবে? |
Ο ক) |
ব্যবসা করে |
Ο খ) |
ঋণ করে |
Ο গ) |
বাড়ি বিক্রয করে |
Ο ঘ) |
জমি বিক্রয় করে |
সঠিক উত্তর: (খ)
৬৬. |
‘তুমুল’ শব্দটি কোন শব্দের অভিধায় দেখায় যায়? |
Ο ক) |
আঞ্চলিক |
Ο খ) |
দেশি |
Ο গ) |
বিদেশী |
Ο ঘ) |
সংস্কৃত |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. |
‘দেনাপাওনা’ গল্পে নিরূপমার পক্ষে তার শ্বশুরবাড়ি কেমন হয়ে উঠল? |
Ο ক) |
শরশয্যা |
Ο খ) |
কন্টক শয্যা |
Ο গ) |
পুষ্পশয্যা |
Ο ঘ) |
ইষ্টক শয্যা |
সঠিক উত্তর: (ক)
৬৮. |
‘দেনাপাওনা’ গল্পে নধীনমাধব ও রাধামাধব হলেন - |
Ο ক) |
পিতা-পুত্র |
Ο খ) |
দুই ভাই |
Ο গ) |
মাতা-ভাগ্নে |
Ο ঘ) |
চাচা-ভাতিজা |
সঠিক উত্তর: (খ)
৬৯. |
রবীন্দ্রনাথ তার কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? |
Ο ক) |
ক্ষণিকা |
Ο খ) |
মানসী |
Ο গ) |
সোনার তরী |
Ο ঘ) |
গীতাঞ্জলি |
সঠিক উত্তর: (ঘ)
৭০. |
একটা তুমুল গোলযোগ বেঁধে গেল কোথায়? |
Ο ক) |
বর্হিবাটীতে |
Ο খ) |
বৈঠকখানায় |
Ο গ) |
অন্তঃপুরে |
Ο ঘ) |
বিবাহসভায় |
সঠিক উত্তর: (ঘ)
৭১. |
‘দেনাপাওনা’ গল্পে অন্তঃপুরে কান্না পড়ে গেল কেন? |
Ο ক) |
বর উপস্থিত না হওয়ায় |
Ο খ) |
বিবাহ পন্ড হওয়ার আশঙ্কায় |
Ο গ) |
কনে মূর্ছা যাওয়ায় |
Ο ঘ) |
বিদায়ের শোকে |
সঠিক উত্তর: (খ)
৭২. |
বর সহসা কার অবাধ্য হয়ে উটল? |
Ο ক) |
শ্বশুরের |
Ο খ) |
স্ত্রীর |
Ο গ) |
পিতৃদেবের |
Ο ঘ) |
মাতার |
সঠিক উত্তর: (গ)
৭৩. |
‘দেনাপাওনা’ গল্পে রামসুন্দর মিত্র অবশেষে কোন ঘরের পাত্র পেলেন? |
Ο ক) |
রায় চৌধুরী |
Ο খ) |
রায় বাহাদুর |
Ο গ) |
রায় সেন |
Ο ঘ) |
রায় মুখার্জি |
সঠিক উত্তর: (খ)
৭৪. |
রামসুন্দর কোন মাসে মেয়েকে ঘরে আনার প্রতিজ্ঞা করেন? |
Ο ক) |
ভাদ্র |
Ο খ) |
আশ্বিন |
Ο গ) |
কার্তিক |
Ο ঘ) |
অগ্রহায়ণ |
সঠিক উত্তর: (খ)
৭৫. |
‘টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না।’ এই উক্তিতে প্রকাশ পায় রায় বাহাদুর একজন - i. যৌতুকলোভী পিতা ii. উত্তেজিত মানুষ iii. একরোখা মানুষ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৭৬. |
রামসুন্দরের পরিবার ছিল - |
Ο ক) |
মধ্যবিত্ত |
Ο খ) |
নিম্ন মধ্যবিত্ত |
Ο গ) |
নিম্ন বিত্ত |
Ο ঘ) |
উচ্চ মধ্যবিত্ত |
সঠিক উত্তর: (খ)
৭৭. |
‘দেনাপাওনা’ গল্পে “দেখেছেন মহাশয়, আজকালকার ছেলেদের ব্যবহার?” - এ দৃশ্যকল্পে ফুটে ওঠা সময়ের দিক থেকে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য? |
Ο ক) |
বর্তমানকালের |
Ο খ) |
আধুনিক যুগের |
Ο গ) |
ডিজিটাল যুগের |
Ο ঘ) |
সেকারের |
সঠিক উত্তর: (ক)
৭৮. |
বাড়ি বিক্রির খবর ছেলেরা জেনেছে শুনে তাদের প্রতি রামসুন্দরের মনোভাব কীরূপ হলো?� |
Ο ক) |
রুষ্ট ও বিরক্ত |
Ο খ) |
ক্রোধান্বিত ও বিরক্ত |
Ο গ) |
রুষ্ট ও ক্রোধান্বিত |
Ο ঘ) |
রুষ্ট ও উগ্র |
সঠিক উত্তর: (ক)
৭৯. |
রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? |
Ο ক) |
১৩৪৪ |
Ο খ) |
১৩৪৬ |
Ο গ) |
১৩৪৮ |
Ο ঘ) |
১৩৫০ |
সঠিক উত্তর: (গ)
৮০. |
‘বিসর্জন’ ও ‘মানসী’র মধ্যে বৈসাদৃশ্য রয়েছে - i. বিষয়ে ii. লেখকে� iii. চরিত্র নির্মাণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮১. |
‘আমি কি কেবল একটা টাকার থলি, যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম’ - উক্তিটি কার? |
Ο ক) |
রামসুন্দরের |
Ο খ) |
নিরূপমার |
Ο গ) |
রাধামাধবের |
Ο ঘ) |
রায়বাহাদুরের |
সঠিক উত্তর: (খ)
৮২. |
‘দেনাপাওনা’ গল্পে “এমন পাত্র কোনোমতে হাতছাড়া করা যায় না।” কারণ - i. পাত্র মস্ত এক রায়বাহাদুরের একমাত্র সন্তান� ii. পৈতৃক বিষয়-আশয় হ্রাস পেলেও পাত্রের বনেদি ঘর বটে� iii. পাত্র একজন হবু ডেপুটি ম্যাজিস্ট্রেট নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৮৩. |
‘এবার পূজার সময় মাকে ঘরে আনবই’ - কাকে আনার কথা বলা হয়েছে? |
Ο ক) |
দূর্গা দেবীকে |
Ο খ) |
নিরূপমাকে |
Ο গ) |
দেবী স্বরস্বতীকে |
Ο ঘ) |
দেবী কালীকে |
সঠিক উত্তর: (খ)
৮৪. |
নিরূপমার অন্ত্যেষ্টিক্রিয়া কীভাবে হলো? |
Ο ক) |
সাদাসিধেভাবে |
Ο খ) |
মহা ধুমধামে |
Ο গ) |
নামমাত্র আনুষ্ঠানিকতায় |
Ο ঘ) |
চন্ডালদের মতো |
সঠিক উত্তর: (খ)
৮৫. |
কোন কথা স্মরণ করে রামসুন্দর অনেক দীর্ঘনিঃশ্বাস ফেলেছেন? |
Ο ক) |
পূজার নিমন্ত্রণে তাঁর বধুগণতে অতি সামান্য অলংকারে রায়বাহাদুরের বাড়ি যেতে হবে |
Ο খ) |
মাত্র তিন হাজার টাকা নিয়ে তাকে বেহাইর কাছে যেতে হবে |
Ο গ) |
পণের টাকা পুরোপুরি পরিশোধ না করলে মেয়েকে শ্বশুর বাড়িতে অপমানিত হতে হবে |
Ο ঘ) |
বসতবাড়ি বিক্রি করে দিলে অন্যের দয়ায় বাকি জীবন কাটাতে হবে |
সঠিক উত্তর: (ক)
৮৬. |
সম্প্রতি বাপের বাড়ির কাদের সাথে নিরুর সাক্ষাৎ নিষিদ্ধ হয়েছে? |
Ο ক) |
মাতা-পিতার |
Ο খ) |
ভাই-বোনের |
Ο গ) |
প্রতিবেশীদের |
Ο ঘ) |
আত্মীয়দের |
সঠিক উত্তর: (ঘ)
৮৭. |
বিয়ের সময় নিরূপমার বাবা পণের সব অর্থ দিতে পারেনি কেন? |
Ο ক) |
বরপক্ষের আপত্তির কারণে |
Ο খ) |
বরের আপত্তির কারণে |
Ο গ) |
আর্থিক অসচ্ছলতার কারণে |
Ο ঘ) |
অর্থ চুরি হয়ে যাওয়ায় |
সঠিক উত্তর: (গ)
৮৮. |
রামসুন্দরকে অতি সসংকোচে ভিক্ষা চাইতে হয় কোনটি? |
Ο ক) |
পণের টাকা |
Ο খ) |
বসত বাড়ি |
Ο গ) |
বেহাইর দর্শন |
Ο ঘ) |
কন্যার দর্শন |
সঠিক উত্তর: (ঘ)
৮৯. |
‘বাবাকে আর আমার ভাইদের একবার দেখব, মা’ - এ বাক্যে প্রকাশ পেয়েছে - |
Ο ক) |
আদেশ |
Ο খ) |
নির্দেশ |
Ο গ) |
উপদেশ |
Ο ঘ) |
আকুতি |
সঠিক উত্তর: (ঘ)
৯০. |
কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? |
Ο ক) |
৮ই আগস্ট, ১৯৪১ সাল |
Ο খ) |
২২ শে জুন, ১৯৪১ সাল |
Ο গ) |
৭ই মে, ১৯৪৫ সাল |
Ο ঘ) |
৭ই আগস্ট, ১৯৪১ সাল |
সঠিক উত্তর: (ঘ)
৯১. |
বেহাই বাড়িতে রামসুন্দরের কী ছিল না? |
Ο ক) |
দাম |
Ο খ) |
প্রভাব |
Ο গ) |
সুনাম |
Ο ঘ) |
প্রতিপত্তি |
সঠিক উত্তর: (ঘ)
৯২. |
রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
১৯৫১ খ্রিস্টাব্দে |
Ο খ) |
১৮৬১ খ্রিস্টাব্দে |
Ο গ) |
১৯৭১ খ্রিস্টাব্দে |
Ο ঘ) |
১৮৮১ খ্রিস্টাব্দে |
সঠিক উত্তর: (খ)
৯৩. |
বিসর্জন ও রক্তকবরীর মধ্যে মিল কিসে? |
Ο ক) |
দুটিই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক |
Ο খ) |
দুটিই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস |
Ο গ) |
আঙ্গিক ভিন্ন হলেও দুটির বিষয়বস্তু অভিন্ন |
Ο ঘ) |
দুটিই প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের মৃত্যুর পর |
সঠিক উত্তর: (ক)
৯৪. |
কপালে চন্দন লেপে চুপ করে বসে ছিল কে? |
Ο ক) |
বর |
Ο খ) |
নিরূপমা |
Ο গ) |
রায়বাহাদুর |
Ο ঘ) |
রামসুন্দর |
সঠিক উত্তর: (খ)
৯৫. |
বাপ-মেয়ের সাক্ষাতে পিতার বুক ফাটা দুঃখ কী দেখে টের পাওয়া যেত? |
Ο ক) |
কান্না |
Ο খ) |
সংকুচিতভাবে |
Ο গ) |
হাসি |
Ο ঘ) |
শুষ্ক মুখ |
সঠিক উত্তর: (গ)
৯৬. |
যৌতুক রোধে কার ভূমিকা সর্বাধিক বলে মনে করা হয়? i. তরুণ সমাজ� ii. নাগরিক সমাজ� iii. গ্রামীণ সমাজ� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও ii |
সঠিক উত্তর: (ক)
৯৭. |
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ? |
Ο ক) |
পদ্মরাগ |
Ο খ) |
যুগবাণী |
Ο গ) |
বিচিত্র প্রবন্ধ |
Ο ঘ) |
আরণ্যক |
সঠিক উত্তর: (গ)
৯৮. |
“তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক ও শিক্ষাবিদ।” - উক্তিটি কোন লেখক সম্পর্কে প্রযোজ্য? |
Ο ক) |
প্রমথ চৌধুরী |
Ο খ) |
রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο গ) |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο ঘ) |
মুহম্মদ শহীদুল্লাহ |
সঠিক উত্তর: (খ)
৯৯. |
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস? |
Ο ক) |
চিত্রা |
Ο খ) |
বলাকা |
Ο গ) |
সোনার তরী |
Ο ঘ) |
শেষের কবিতা |
সঠিক উত্তর: (ঘ)
১০০. |
‘আহা কী শ্রী! বউয়ের মুখখানি দেখিলে চোখ জুড়াইয়া যায়’ - বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে? |
Ο ক) |
অবজ্ঞা |
Ο খ) |
নিন্দা |
Ο গ) |
উপহাস |
Ο ঘ) |
প্রশংসা |
সঠিক উত্তর: (ঘ)
১০১. |
কী দেখে নিরূপমা তার বাবার বুকফাটা যন্ত্রণা টের পেত? |
Ο ক) |
চোখ |
Ο খ) |
মুখ |
Ο গ) |
হাসি |
Ο ঘ) |
অশ্রু |
সঠিক উত্তর: (গ)
১০২. |
‘দয়াপরতন্ত্র’ শব্দটির অর্থ হিসেবে অধিকতর যুক্তিযুক্ত হলো - |
Ο ক) |
কল্যাণ |
Ο খ) |
দয়ার বশীভূত |
Ο গ) |
প্রার্থনা |
Ο ঘ) |
স্নেহপরায়ণ |
সঠিক উত্তর: (খ)
১০৩. |
‘দেনাপাওনা’ গল্পে রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্রের নাম কী? |
Ο ক) |
মদন মোহন |
Ο খ) |
হরমোহন |
Ο গ) |
শ্যামসুন্দর |
Ο ঘ) |
শিবসুন্দর |
সঠিক উত্তর: (খ)
১০৪. |
‘রায়বাহাদুর’ শব্দটি ‘দেনাপাওনা’ গল্পে ব্যবহৃত হয়েছে -� i. নিরূপমার শ্বশুর অর্থে� ii. ব্রিটিশ আমলের সরকারি খেতাব অর্থে iii. রাজার মতো সম্ভ্রান্ত ও প্রতাপশালী ব্যক্তি অর্থে� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১০৫. |
‘শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত’ - কে? |
Ο ক) |
রামসুন্দর |
Ο খ) |
হরমোহন |
Ο গ) |
নিরূপমা |
Ο ঘ) |
রায় বাহাদুর |
সঠিক উত্তর: (গ)
১০৬. |
নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তা যেটির পরিবর্তে বন্ধক রাখতে হয়েছে, তা হলো - i. পণের টাকা ii. সত্য পালন� iii. ক্ষতি স্বীকার না করা� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১০৭. |
‘যেমন করিয়া হউক টাকাটা শোধ করিয়া দিতে হইবে’ - চলিত রীতিতে বাক্যটির পরিবর্তিত রূপ হচ্ছে - i. যেমন করে হোক টাকাটা শোধ করে দিতে হবে� ii. যেমন করে হউক টাকাটা শোধ করে দিতে হইবে iii. যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হবে� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১০৮. |
পনের বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য প্রকাশিত হয়? |
Ο ক) |
মানসী |
Ο খ) |
বনফুল |
Ο গ) |
গীতাঞ্জলি |
Ο ঘ) |
চিত্রা |
সঠিক উত্তর: (খ)
১০৯. |
নিরূপমার ওপর শাশুড়ির আক্রোশের কারণ কী? |
Ο ক) |
নিরূপমার রূপ ভালো ছিল না |
Ο খ) |
নিরূপমা গৃহকর্মে পারদর্শী ছিল না |
Ο গ) |
যৌতুকের টাকা পরিশোধ না করায় |
Ο ঘ) |
প্রতিবেশীদের নতুন বউয়ের প্রশংসা করায় |
সঠিক উত্তর: (গ)
১১০. |
‘মস্ত’ শব্দটি ‘দেনাপাওনা’ গল্পে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? |
Ο ক) |
উপাধি |
Ο খ) |
বিস্তৃত |
Ο গ) |
উচ্চ |
Ο ঘ) |
বিরাট |
সঠিক উত্তর: (ঘ)
১১১. |
রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? |
Ο ক) |
১৯৪১ খ্রিস্টাব্দে |
Ο খ) |
১৯৩৮ খ্রিস্টাব্দে |
Ο গ) |
১৯৪০ খ্রিস্টাব্দে |
Ο ঘ) |
১৯৪২ খ্রিস্টাব্দে |
সঠিক উত্তর: (ক)
১১২. |
‘দেনাপাওনা’ গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি? |
Ο ক) |
রায়বাহাদুর |
Ο খ) |
নিরূপমা |
Ο গ) |
রামসুন্দর |
Ο ঘ) |
নবীনমাধব |
সঠিক উত্তর: (খ)
১১৩. |
‘আক্রোশ’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
হিংসা |
Ο খ) |
নিন্দা |
Ο গ) |
বিদ্বেষ |
Ο ঘ) |
অত্যাচার |
সঠিক উত্তর: (গ)
১১৪. |
‘শুভকার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয় টাকাটা শোধ করিয়া দিব’ - ‘শুভকার্য’ বলতে বোঝানো হয়েছে - i. পণ ii. বিবাহ iii. পূজা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও ii |
সঠিক উত্তর: (খ)
১১৫. |
‘দেনাপাওনা’ গল্পের নায়িকার নাম কী? |
Ο ক) |
পার্বতী |
Ο খ) |
লক্ষ্মী |
Ο গ) |
অনুপমা |
Ο ঘ) |
নিরূপমা |
সঠিক উত্তর: (ঘ)
১১৬. |
রামসুন্দরের কিছুমাত্র বিবেচনা না করার কারণ কী? |
Ο ক) |
ছেলে ডেপুটি ম্যাজিস্ট্রেট |
Ο খ) |
বরের বাবা রায় বাহাদুর |
Ο গ) |
বনেদী কুলীন ঘরের মোহ |
Ο ঘ) |
রামসুন্দরের বিবেচনাবোধ ছিল না |
সঠিক উত্তর: (গ)
১১৭. |
নিরূপমার গুরুতর পীড়ার জন্য প্রকৃতপক্ষে দায়ী হলো - |
Ο ক) |
নিরূপমা নিজে |
Ο খ) |
নিরূপমার শাশুড়ি |
Ο গ) |
নিরূপমার শ্বশুর |
Ο ঘ) |
একপ্রকার ভাইরাস |
সঠিক উত্তর: (ক)
১১৮. |
‘দেনাপাওনা’ গল্পে নিরূপমা চরিত্রের যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো - i. ধৈর্যশীলা ও সুবিবেচক� ii. �কোমল ও পিতৃভক্ত� iii. সরলমনা ও সংযমী� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১৯. |
নিরূপমা নিজের খাবার আনার কথা দাসীদেরকে বলত না কেন? |
Ο ক) |
সে নিজেকেই দাসী মনে করত |
Ο খ) |
দাসীদেরকে সে অপছন্দ করত |
Ο গ) |
দাসীরা তার কথা শুনত না |
Ο ঘ) |
সে নিজের কাজ নিজেই করত |
সঠিক উত্তর: (ক)
১২০. |
‘দেনাপাওনা’ গল্পে “এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায়।” মন্তব্যটিতে কী ফুটে উঠেছে? |
Ο ক) |
বনেদি কুলীন ঘরের প্রথা |
Ο খ) |
যৌতুকপ্রথার নিষ্ঠুরতা |
Ο গ) |
রায়বাহাদুরের ছেরের কদর |
Ο ঘ) |
হিন্দু বিয়ের লৌকিকতা |
সঠিক উত্তর: (খ)
১২১. |
রামসুন্দরের বাড়ি বিক্রির সিদ্ধান্ত স্থগিত হলো কেন? |
Ο ক) |
অর্থ জোগাড় হয়ে যাওয়ায় |
Ο খ) |
ছেলেদের আপত্তির কারণে |
Ο গ) |
রায়বাহাদুরের অনুরোধে |
Ο ঘ) |
কন্যার মৃত্যুর কারণে |
সঠিক উত্তর: (খ)
১২২. |
‘আনন্দে দুই চোখ দিয়া জল পড়িতে লাগিল।’ রামসুন্দরের এই আনন্দের কারণ - i. পণের সম্পূর্ণ টাকা নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে যেতে পারা� ii. অনেক দিন পর মেয়ের সাক্ষাৎ পাওয়া� iii. রায় বাহাদুরের আচরণে মুগ্ধ হওয়া� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১২৩. |
রামসুন্দর অবশেষে কী বিক্রির চেষ্টা করতে লাগলেন? |
Ο ক) |
বসতবাড়ি |
Ο খ) |
ঠেলাগাড়ি |
Ο গ) |
গয়নাগাটি |
Ο ঘ) |
জমিজমা |
সঠিক উত্তর: (ক)
১২৪. |
রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন - |
Ο ক) |
কলকাতায় |
Ο খ) |
শান্তি নিকেতনে |
Ο গ) |
উড়িষ্যায় |
Ο ঘ) |
ব্রিটেনে |
সঠিক উত্তর: (ক)
১২৫. |
‘সে ইতিহাস গোপন থাকাই ভালো।’ এখানে ইতিহাস হলো - i. ক্ষতি স্বীকার করা� ii. তিন হাজার টাকা সংগ্রহের� iii. দায়মুক্তির জন্য চেষ্টার� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১২৬. |
‘দেনাপাওনা’ গল্পে কেন্দ্রীয় চরিত্রের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কোন চরিত্রে? |
Ο ক) |
রামসুন্দর |
Ο খ) |
রায়বাহাদুর |
Ο গ) |
হরিমোহন |
Ο ঘ) |
নিরূপমা |
সঠিক উত্তর: (ঘ)
১২৭. |
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী? |
Ο ক) |
প্রিন্স দ্বারকনাথ ঠাকুর |
Ο খ) |
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর |
Ο গ) |
অবনীন্দ্রনাথ ঠাকুর |
Ο ঘ) |
সুরেন্দ্রনাথ ঠাকুর |
সঠিক উত্তর: (খ)
১২৮. |
নিরূপমা কোন মাসের হিসের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা রাখে? |
Ο ক) |
কার্তিক |
Ο খ) |
অগ্রহায়ণ |
Ο গ) |
পৌষ |
Ο ঘ) |
মাঘ |
সঠিক উত্তর: (ক)
১২৯. |
রাধামাধবের ভাই কে? |
Ο ক) |
হরেকৃষ্ণ |
Ο খ) |
নবীনমাধব |
Ο গ) |
হরমোহন |
Ο ঘ) |
রামসুন্দর |
সঠিক উত্তর: (খ)
১৩০. |
নিরূপমার বিবাহের দিন অন্তঃপুরে কী শুরু হয়েছিল? |
Ο ক) |
হর্ষ |
Ο খ) |
নৃত্য |
Ο গ) |
কান্না |
Ο ঘ) |
রান্না |
সঠিক উত্তর: (গ)
১৩১. |
‘বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত।’ এখানে ‘দাম’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
মূল্য |
Ο খ) |
সম্মান |
Ο গ) |
যৌতুক |
Ο ঘ) |
গহনা |
সঠিক উত্তর: (গ)
১৩২. |
রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, ড. মুহাম্মদ ইউনুস - এই তিনজনের মধ্যে যেদিক থেকে সাদৃশ্য রয়েছে -� i. তিনজনই নোবেল বিজয়ী ii. তিনজনই অধ্যাপক iii. তিনজনই বাঙালি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৩৩. |
রামসুন্দর মিত্রের নাতির বয়স কত? |
Ο ক) |
চার বৎসর |
Ο খ) |
পাঁচ বৎসর |
Ο গ) |
ছয় বৎসর |
Ο ঘ) |
সাত বৎসর |
সঠিক উত্তর: (খ)
১৩৪. |
‘এই দুর্ঘটনায় একটা কান্না পড়িয়া গেল’ - কোথায়? |
Ο ক) |
বিবাহসভায় |
Ο খ) |
অন্তঃপুরে |
Ο গ) |
বৈঠকখানায় |
Ο ঘ) |
বর্হিবাটীতে |
সঠিক উত্তর: (খ)
১৩৫. |
রায় বাহাদুরের ছেলের দ্বিতীয় বিয়েতে কত টাকার পণ নির্ধারিত হয়েছিল? |
Ο ক) |
দশ হাজার |
Ο খ) |
পনেরো হাজার |
Ο গ) |
বিশ হাজার |
Ο ঘ) |
পঁচিশ হাজার |
সঠিক উত্তর: (গ)
১৩৬. |
‘দেনাপাওনা’ গল্পের নিরূপমার স্বল্পায়ু জীবনের বেদনাঘন পরিণতির জন্য সবচেয়ে বেশি দায়ী - |
Ο ক) |
নিরূপমার শ্বশুর |
Ο খ) |
নিরূপমার শাশুড়ি |
Ο গ) |
চিকিৎসার অবহেলা |
Ο ঘ) |
তৎকালীন সমাজ |
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. |
রামসুন্দর বিদ্যাবুদ্ধি ও স্বভাব সম্বন্ধে কার সুখ্যাতি করলেন? |
Ο ক) |
রাধামাধবের |
Ο খ) |
হরেকৃষ্ণের |
Ο গ) |
নবীনমাধবের |
Ο ঘ) |
হরমোহনের |
সঠিক উত্তর: (ক)
১৩৮. |
নিরূপমার পিতা রামসুন্দর মিত্র ছিলেন - i. সরল� ii. প্রতাপশালী� iii. লোভী� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩৯. |
‘দেনাপাওনা’ গল্পে শিক্ষণীয় বিষয় হলো - i. যৌতুককে ঘৃণা করা� ii. নারীর অবমূল্যায়ন না করা� iii. যৌতুক ব্যাধির অবসান করা� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৪০. |
রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দের কত তারিখে মারা যান? |
Ο ক) |
২২ শে আষাঢ়, |
Ο খ) |
২২ শে শ্রাবণ, ১৩৪৯ |
Ο গ) |
১৩ই আশ্বিন, ১৩৮৩ |
Ο ঘ) |
২১শে মাঘ, ১৩৪১ |
সঠিক উত্তর: (খ)
১৪১. |
‘দেনাপাওনা’ গল্পের নামকরণের ব্যাপারে বিবেচনা করা হয়েছে - |
Ο ক) |
কাহিনী |
Ο খ) |
চরিত্র |
Ο গ) |
বক্তব্য |
Ο ঘ) |
তাৎপর্য |
সঠিক উত্তর: (ঘ)
১৪২. |
হরমোহনের ছোট ছেলে নিরূপমার কাছে কী আবদার করেছিল? |
Ο ক) |
আলতা |
Ο খ) |
পুতুল |
Ο গ) |
গাড়ি |
Ο ঘ) |
ভেঁপু |
সঠিক উত্তর: (গ)
১৪৩. |
‘দেনাপাওনা’ গল্পে বাপ-মেয়েতে সাক্ষাত হওয়ার ঘরটি কোথায় ছিল? |
Ο ক) |
বৈঠকখানায় |
Ο খ) |
অন্তঃপুরের ভিতরে |
Ο গ) |
অন্তঃপুরের বাহিরে |
Ο ঘ) |
বেহাইয়ের গৃহ |
সঠিক উত্তর: (গ)
১৪৪. |
কখন নিরূপমার শ্বাস উপস্থিত হলো? |
Ο ক) |
সকালে |
Ο খ) |
বিকালে |
Ο গ) |
সন্ধ্যায় |
Ο ঘ) |
মধ্যরাতে |
সঠিক উত্তর: (গ)
১৪৫. |
‘দেনাপাওনা’ গল্পে কে বাপের মুখ দেখে সব বুঝতে পারেন? |
Ο ক) |
নিরু |
Ο খ) |
রায়বাহাদুরের পুত্র |
Ο গ) |
রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র |
Ο ঘ) |
অনু |
সঠিক উত্তর: (ক)
১৪৬. |
নিরূপমার মৃত্যুর জন্য দায়ী - |
Ο ক) |
শ্বশুরবাড়ির নির্যাতন |
Ο খ) |
স্বামীর নিষ্ক্রিয়তা |
Ο গ) |
যৌতুকের নিষ্ঠুরতা |
Ο ঘ) |
তৎকালীন সমাজব্যবস্থা |
সঠিক উত্তর: (গ)
১৪৭. |
রামসুন্দরের কয় ছেলে বিবাহিত? |
Ο ক) |
১ ছেলে |
Ο খ) |
২ ছেলে |
Ο গ) |
৩ ছেলে |
Ο ঘ) |
সবােই |
সঠিক উত্তর: (গ)
১৪৮. |
শ্বশুরবাড়ির লোকেরা উঠতে-বসতে নিরূপমাকে কী লাগাত? |
Ο ক) |
চড় |
Ο খ) |
বকুনি |
Ο গ) |
খোঁটা |
Ο ঘ) |
পিটুনি |
সঠিক উত্তর: (গ)
১৪৯. |
মেয়েকে বাড়িতে নেয়ার প্রস্তাব রামসুন্দর বেহাইর কাছে কীভাবে করলেন? |
Ο ক) |
উচ্চ স্বরে |
Ο খ) |
মৃদু স্বরে |
Ο গ) |
কটু স্বরে |
Ο ঘ) |
মিষ্টি স্বরে |
সঠিক উত্তর: (খ)
১৫০. |
রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
২৫শে বৈশাখ, ১২৬৮ |
Ο খ) |
২২শে শ্রাবণ, ১২৬৮ |
Ο গ) |
২৯শে ভাদ্র, ১২৬৮ |
Ο ঘ) |
২৬শে আষাঢ়, ১২৬৮ |
সঠিক উত্তর: (ক)
১৫১. |
‘দেনাপাওনা’ গল্পে রামসুন্দর কার হাতে-পায়ে ধরলেন কেন? |
Ο ক) |
ঋণদাতা মহাজনের |
Ο খ) |
বরের মাতুলের |
Ο গ) |
রায়বাহাদুরের |
Ο ঘ) |
কনের মাতুলের |
সঠিক উত্তর: (গ)
১৫২. |
‘দেনাপাওনা’ গল্পে কে সহসা তার পিতার অবাধ্য হয়ে উঠল? |
Ο ক) |
রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র |
Ο খ) |
রায়বাহাদুরের জ্যেষ্ঠ পুত্র |
Ο গ) |
বর |
Ο ঘ) |
কনে |
সঠিক উত্তর: (গ)
১৫৩. |
ঘরের দরজা বন্ধ করে নিরূপমার অশ্রু বিসর্জন দেওয়ার কারণ - i. বরটি বেয়াদব ii. বরটি পিতার মতো নয়� iii. বরটি যৌতুকলোভী নয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৫৪. |
নিরূপমার নিত্যক্রিয়ার মধ্যে যা দাঁড়িয়েছে, তা হলো - i. শাশুড়ির কথা অমান্য করা� ii. পিতৃগৃহের নিন্দা শোনা� iii. ঘরের দ্বার দিয়ে অশ্রুবিসর্জন� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৫৫. |
‘নবাবের বাড়ির মেয়ে কিনা!’ - কে বলেছেন? |
Ο ক) |
নিরূপমা |
Ο খ) |
শাশুড়ি |
Ο গ) |
শ্বশুর |
Ο ঘ) |
ডেপুটি ম্যাজিস্ট্রেট |
সঠিক উত্তর: (খ)
১৫৬. |
‘দেনাপাওনা’ গল্পে “দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস?” - রামসুন্দরকে একথা কে বলেছিল? |
Ο ক) |
পাঁচ বছরের এক নাতি |
Ο খ) |
ছয় বছরের এক নাতনি |
Ο গ) |
পড়শির ছোট্ট খুকিটি |
Ο ঘ) |
রাধা মাধবের খোকাটি |
সঠিক উত্তর: (ক)
১৫৭. |
কার বাড়িতে এক একটা মস্ত চুরি হয়ে গেছে? |
Ο ক) |
হরেকৃষ্ণের |
Ο খ) |
হরমোহনের |
Ο গ) |
রায়বাহাদুরের |
Ο ঘ) |
রাধামাধবের |
সঠিক উত্তর: (ক)
১৫৮. |
বনেদী ঘর কার? |
Ο ক) |
রামসুন্দরের |
Ο খ) |
নবীন মাধবের |
Ο গ) |
নিরূপমার |
Ο ঘ) |
রায়বাহাদুরের |
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. |
‘দেনাপাওনা’ গল্পে রামসুন্দরের দৈন্য ও দুশ্চিন্তা প্রকাশ হয়ে পড়ল -� i. পক্বকেশে ii. শুষ্ক মুখে� iii. সংকুচিতভাবে� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬০. |
এশীয়দের মধ্যে সাহিত্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে? |
Ο ক) |
কেনজাবুরো ওয়ে |
Ο খ) |
রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο গ) |
নাগিব মাহফুজ |
Ο ঘ) |
অরহান পামুক |
সঠিক উত্তর: (খ)
১৬১. |
মেয়ের মৃত্যু সম্পর্কে কী বলে রামসুন্দরকে সান্ত্বনা দেওয়া হলো? |
Ο ক) |
মহাসমারোহে মেয়ের মৃত্যু হয়েছে |
Ο খ) |
শ্বাসকষ্টে মেয়ের মৃত্যু হয়েছে |
Ο গ) |
ব্যামোতে পড়ে মেয়ের মৃত্যু হয়েছে |
Ο ঘ) |
ডাক্তারের শেষ দেখায় মৃত্যু হয়েছে |
সঠিক উত্তর: (ক)
১৬২. |
‘দেনাপাওনা’ গল্পের ভাষারীতি কী? |
Ο ক) |
সাধা ভাষা |
Ο খ) |
চলিত ভাষা |
Ο গ) |
কথ্য ভাষা |
Ο ঘ) |
আঞ্চলিক ভাষা |
সঠিক উত্তর: (ক)
১৬৩. |
‘পৈতৃক’ শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত হয়েছে? |
Ο ক) |
ইক |
Ο খ) |
অক |
Ο গ) |
অন |
Ο ঘ) |
অনট্ |
সঠিক উত্তর: (ক)
১৬৪. |
‘দেনাপাওনা’ গল্পে ‘বাঁধা দিয়া’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
ঠিকঠাক করা |
Ο খ) |
রোধ করা |
Ο গ) |
বন্ধক |
Ο ঘ) |
একত্র করা |
সঠিক উত্তর: (গ)
১৬৫. |
রহিম মিয়া এক লক্ষ টাকার কমে তাঁর এম.এ পাশ ছেলেকে বিয়ে করানোর কথা ভাবতেই পারেন না। রহিম মিয়ার সঙ্গে নিচের কোন চরিত্রের মিল রয়েছে? |
Ο ক) |
রায়বাহাদুর |
Ο খ) |
নিরূপমা |
Ο গ) |
রামসুন্দর |
Ο ঘ) |
গৌরীশংকর |
সঠিক উত্তর: (ক)
১৬৬. |
রামসুন্দরের নাতির কোন গাড়িতে চড়ার শখ ছিল? |
Ο ক) |
গরুর গাড়িতে |
Ο খ) |
ঘোড়ার গাড়িতে |
Ο গ) |
রেলগাড়িতে |
Ο ঘ) |
ঠেলাগাড়িতে |
সঠিক উত্তর: (ঘ)
১৬৭. |
‘দেনাপাওনা’ গল্পে “বর্তমান শিক্ষার বিষময় ফল” বলতে কী বুঝানো হয়েছে? |
Ο ক) |
ইংরেজি শিক্ষা |
Ο খ) |
বাংলা শিক্ষা |
Ο গ) |
ডিজিটাল শিক্ষা |
Ο ঘ) |
আধুনিক শিক্ষা |
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. |
সবেমাত্র তিন হাজার টাকার নোট দেখে রায়বাহাদুর কীরকম অভিব্যক্তি প্রকাশ করলেন? |
Ο ক) |
তিরস্কার |
Ο খ) |
অট্টহাস্য |
Ο গ) |
ভর্তসনা |
Ο ঘ) |
চিৎকার |
সঠিক উত্তর: (খ)
১৬৯. |
‘বিসর্জন’ নাটকটি কে লিখেছেন? |
Ο ক) |
মীর মশাররফ হোসেন |
Ο খ) |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο গ) |
রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο ঘ) |
ইসমাঈল হোসেন সিরাজী |
সঠিক উত্তর: (গ)
১৭০. |
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনগুলো? |
Ο ক) |
মানসী, সোনার তরী, চিত্রা, বিসর্জন |
Ο খ) |
ক্ষণিকা, বলাকা, পুনশ্চ, শেষের কবিতা |
Ο গ) |
রক্তকবরী, চোখের বালি, কল্পনা, চিত্রা |
Ο ঘ) |
চিত্রা, কল্পনা, সোনার তরী, মানসী |
সঠিক উত্তর: (ঘ)
১৭১. |
“টাকা যদি দাও তবেই অপমান” - বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে? |
Ο ক) |
প্রচলিত প্রবাদ-প্রবচন |
Ο খ) |
নিরূপমার আত্ম মর্যাদাবোধের জাগরণ |
Ο গ) |
নিরূপমার টাকা প্রদানে বাধা |
Ο ঘ) |
শ্বশুরবাড়ির প্রতি নিরূপমার ঘৃণা |
সঠিক উত্তর: (খ)
১৭২. |
‘দেনাপাওনা’ গল্পে দশ হাজার টাকা ও বহুল দানসামগ্রী চাওয়া হয়েছিল কেন? |
Ο ক) |
মেয়ের ব্যবহারের জন্য |
Ο খ) |
জামাইর ব্যবহারের জন্য |
Ο গ) |
বিয়ের যৌতুক হিসেবে |
Ο ঘ) |
বনেদি ঘরের রেওয়াজ হিসেবে |
সঠিক উত্তর: (গ)
১৭৩. |
রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ৭ই মে ও ৭ই আগস্ট কীভাবে সম্পর্কিত? |
Ο ক) |
জন্ম ও মৃত্যুতে |
Ο খ) |
জন্ম ও বিবাহে |
Ο গ) |
মৃত্যু ও নোবেল প্রাপ্তিতে |
Ο ঘ) |
নোবেল ও জমিদারি পত্তনে |
সঠিক উত্তর: (ক)
১৭৪. |
‘দেনাপাওনা’ গল্পে সৌখিন নাম কোনটি? |
Ο ক) |
রামসুন্দর |
Ο খ) |
হরেকৃষ্ণ |
Ο গ) |
রাধামাধব |
Ο ঘ) |
নিরূপমা |
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. |
‘নবাবের বাড়ির মেয়ে কিনা! গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না।’ - উক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? |
Ο ক) |
উপহাসসূচক অর্থে |
Ο খ) |
শ্লেষাত্মক অর্থে |
Ο গ) |
বিদ্রূপাত্মক অর্থে |
Ο ঘ) |
ব্যাঙ্গাত্মক অর্থে |
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. |
নিরূপমার রোগের মাত্রা তীব্র হলে শাশুড়ির কাছে সে কী আবদার করেছিল? |
Ο ক) |
ডাক্তারের কাছে নিয়ে যেতে |
Ο খ) |
বাপ-ভাইকে দেখতে |
Ο গ) |
বাবার বাড়ি যেতে |
Ο ঘ) |
স্বামীকে খবর দিতে |
সঠিক উত্তর: (খ)
১৭৭. |
‘দেনাপাওনা’ গল্পে ‘শরশয্যা’ শব্দটি নির্দেশ করে -� |
Ο ক) |
নরকশয্যা |
Ο খ) |
মৃত্যুশয্যা |
Ο গ) |
পুষ্পশয্যা |
Ο ঘ) |
বহ্নিশয্যা |
সঠিক উত্তর: (খ)
১৭৮. |
সে সংস্কার নিরূপমার মনে বদ্ধমূল হচ্ছিল -� i. সে পরের ঘরের দাস-দাসী� ii. সে বাস করছে কর্তাগৃহিনীদের অনুগ্রহের ওপর� iii. সে আর কখনো বাপের বাড়ি যেতে পারবে না� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৭৯. |
রামসুন্দর যে বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করতেন -� i. বেয়াই বাড়ির� ii. রায়বাহাদুরের বাড়ির� iii. জামাই বাড়ির� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮০. |
রামসুন্দর প্রথমে হাসিমুখে বেহাইয়ের নিকট কিসের খবর পাড়লেন? |
Ο ক) |
পাড়ার খবর |
Ο খ) |
টাকা সংগ্রহের খবর |
Ο গ) |
ব্যামোর খবর |
Ο ঘ) |
চুরির খবর |
সঠিক উত্তর: (ক)
১৮১. |
‘কেনাবেচার দরদামের কথা আমি বুঝি না’ - �এখানে কেনাবেচা বলতে কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
অর্থের বিনিময়ে কনে কিনে নেওয়া |
Ο খ) |
যৌতুকের অর্থ নিয়ে কথা কাটাকাটি |
Ο গ) |
কনের বিয়ের সামগ্রী কেনার ক্ষেত্রে দরদাম করা |
Ο ঘ) |
নির্ধারিত যৌতুকের টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া |
সঠিক উত্তর: (খ)
১৮২. |
‘কন্যার দর্শন সেও অতি সসংকোচে ভিক্ষা চাহিতে হয়।’ এই পঙক্তিতে প্রকাশ পেয়েছে রামসুন্দরের -� i. অসহায়ত্ব� ii. নির্বিকারিত্ব iii. ব্যর্থতা� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৮৩. |
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন দুটি গ্রন্থ একই আঙ্গিকের রচনা? |
Ο ক) |
লোকসাহিত্য, চিত্রাঙ্গদা |
Ο খ) |
সোনার তরী, শেষের কবিতা |
Ο গ) |
গোরা, ঘরে বাইরে |
Ο ঘ) |
পঞ্চভূত, চিরকুমার সভা |
সঠিক উত্তর: (গ)
১৮৪. |
রামসুন্দর কী বিক্রির চেষ্টা করতে লাগলেন? |
Ο ক) |
জমিজমা |
Ο খ) |
আসবাবপত্র |
Ο গ) |
বসতবাড়ি |
Ο ঘ) |
গয়নাগাটি |
সঠিক উত্তর: (গ)
১৮৫. |
বেহাই বাড়ির চাকরগুলো পর্যন্ত রামসুন্দরকে কী নজরে দেখে? |
Ο ক) |
নিচু নজরে |
Ο খ) |
খাটো নজরে |
Ο গ) |
সূক্ষ্ম নজরে |
Ο ঘ) |
বিষ নজরে |
সঠিক উত্তর: (ক)
১৮৬. |
‘দেনাপাওনা’ গল্পে নিরূপমার কী হয়েছিল? |
Ο ক) |
পেটের পীড়া |
Ο খ) |
মাথার ব্যথা |
Ο গ) |
হিস্টিরিয়া |
Ο ঘ) |
গুরুতর পীড়া |
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. |
শ্বশুরবাড়ি যাবার সময় নিরূপমার বাপ আর কী রাখতে পারলেন না? |
Ο ক) |
অনুরাগ |
Ο খ) |
চোখের জল |
Ο গ) |
রাগ |
Ο ঘ) |
পণের টাকা |
সঠিক উত্তর: (খ)
১৮৮. |
রামসুন্দর কী রূপে সকলের দৃষ্টি এড়িয়ে বাড়ি ফিরে গেলেন? |
Ο ক) |
চোরের মতো |
Ο খ) |
ভিক্ষুকের মতো |
Ο গ) |
ভীরুর মতো |
Ο ঘ) |
অসহায়ের মতো |
সঠিক উত্তর: (ক)
১৮৯. |
বিবাহ কীভাবে সম্পন্ন হয়ে গেল? |
Ο ক) |
বিষন্ন নিরানন্দভাবে |
Ο খ) |
কিঞ্চিৎ বিষন্নভাবে |
Ο গ) |
আনন্দ প্রসন্নভাবে |
Ο ঘ) |
কিঞ্চিৎ প্রসন্নভাবে |
সঠিক উত্তর: (ক)
১৯০. |
‘দেনাপাওনা’ গল্পে রামসুন্দর কোন মাসে শক্ত নরম একটা শপথ করলেন? |
Ο ক) |
আষাঢ় |
Ο খ) |
শ্রাবণ |
Ο গ) |
ভাদ্র |
Ο ঘ) |
আশ্বিন |
সঠিক উত্তর: (ঘ)
১৯১. |
‘ওর সমস্ত ন্যাকামি’ - কার উক্তি? |
Ο ক) |
নিরূপমার শ্বশুরের |
Ο খ) |
নিরূপমার শাশুড়ির |
Ο গ) |
প্রতিবেশিনীর |
Ο ঘ) |
দাসীর |
সঠিক উত্তর: (খ)
১৯২. |
‘আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি’ - উক্তিটি নিরূপমার - |
Ο ক) |
চাকরের |
Ο খ) |
শ্বশুরের |
Ο গ) |
শাশুড়ির |
Ο ঘ) |
স্বামীর |
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. |
‘হাতে হাতে’ বাগধারাটি ব্যবহারিক অর্থ হচ্ছে - i. বাকিতে� ii. কোনো এক সময়ে� iii. নগদে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৯৪. |
‘দেনাপাওনা’ গল্পে কীসের পরিচয় পাওয়া যায়? |
Ο ক) |
ধর্মীয় চেতনা ও মূল্যবোধ |
Ο খ) |
সমাজচেতনা ও প্রগতিশীলতা |
Ο গ) |
গ্রামীণ জীবন ও সংস্কৃতি |
Ο ঘ) |
নাগরিক জীবনের আশা ও নিরাশা |
সঠিক উত্তর: (খ)
১৯৫. |
নিরূপমার শ্বশুরবাড়িতে গিয়ে রামসুন্দর বাবু মেয়েকে কত মিনিটের জন্য দেখতে পেতেন? |
Ο ক) |
২ মিনিট |
Ο খ) |
৩ মিনিট |
Ο গ) |
৪ মিনিট |
Ο ঘ) |
৫ মিনিট |
সঠিক উত্তর: (ঘ)
১৯৬. |
পণের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে - |
Ο ক) |
কন্যার অধিকার |
Ο খ) |
পৈতৃক ভিটা |
Ο গ) |
স্ত্রীর অলংকার |
Ο ঘ) |
তাবৎ সম্পত্তি |
সঠিক উত্তর: (ক)
১৯৭. |
‘শাস্ত্রশিক্ষা নীতিশিক্ষা একেবারে নাই’ - কাদের? |
Ο ক) |
আজকালকার ছেলেদের |
Ο খ) |
আধুনিক মেয়েদের |
Ο গ) |
প্রতিবেশীদের |
Ο ঘ) |
পণপ্রার্থীদের |
সঠিক উত্তর: (ক)
১৯৮. |
কত বছর বয়সে রবীন্দ্রনাথের প্রথম কাব্য প্রকাশিত হয়? |
Ο ক) |
১৩ বছর |
Ο খ) |
১৫ বছর |
Ο গ) |
১৭ বছর |
Ο ঘ) |
১৯ বছর |
সঠিক উত্তর: (খ)
১৯৯. |
নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? |
Ο ক) |
রক্তকবরী |
Ο খ) |
গল্পগুচ্ছ |
Ο গ) |
বিচিত্র প্রবন্ধ |
Ο ঘ) |
প্রবন্ধ সংগ্রহ |
সঠিক উত্তর: (ঘ)
২০০. |
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? |
Ο ক) |
১৯১১ |
Ο খ) |
১৯১৩ |
Ο গ) |
১৯১৬ |
Ο ঘ) |
১৯১৮ |
সঠিক উত্তর: (খ)
২০১. |
‘দেনাপাওনা’ গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে সংকলিত? |
Ο ক) |
গল্পস্বল্প |
Ο খ) |
শ্রেষ্ঠগল্প |
Ο গ) |
গল্পগুচ্ছ |
Ο ঘ) |
গল্পসংগ্রহ |
সঠিক উত্তর: (গ)
২০২. |
রায়বাহাদুর বলতে কী বোঝায়? |
Ο ক) |
নিরূপমার শ্বশুর |
Ο খ) |
বনেদি ঘর |
Ο গ) |
দোর্দন্ড প্রতাপশালী |
Ο ঘ) |
ব্রিটিশ আমলের সরকারি খেতাব |
সঠিক উত্তর: (ঘ)
২০৩. |
বেয়াইয়ের সাথে কথা বলার সময় রামসুন্দর - i. রাধামাধবের সুখ্যাতি বর্ণনা করলেন� ii. নবীনমাধবের নিন্দা করলেন� iii. কন্যার গুণের প্রশংসা করলেন� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২০৪. |
‘দেখো না একবার, ছিরি হচ্ছে, দেখো না, দিনে দিনে যেন পোড়াকাঠ হয়ে যাচ্ছে’ - নিরূপমার অবস্থা এরকম হলো কেন? |
Ο ক) |
বাবার নিস্পৃহতায় |
Ο খ) |
শ্বশুর-শাশুড়ির ব্যবহারে |
Ο গ) |
স্বামীর ব্যবহারে |
Ο ঘ) |
পাড়া-প্রতিবেশীদের ব্যবহারে |
সঠিক উত্তর: (খ)
২০৫. |
‘দেনাপাওনা’ গল্পে অনেক চেষ্টাতে কত হাজার টাকা সংগ্রহ হয়েছিল? |
Ο ক) |
তিন-চার হাজার |
Ο খ) |
চার-পাঁচ হাজার |
Ο গ) |
পাঁচ-ছয় হাজার |
Ο ঘ) |
ছয়-সাত হাজার |
সঠিক উত্তর: (ক)
২০৬. |
নোট কখানি কিসে জড়িয়ে রামসুন্দর বেহাইয়ের কাছে গিয়ে বসলেন? |
Ο ক) |
চাদরে |
Ο খ) |
কাপড়ে |
Ο গ) |
গামছায় |
Ο ঘ) |
রুমালে |
সঠিক উত্তর: (ঘ)
২০৭. |
‘দেনাপাওনা’ গল্পে ‘খোঁটা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? |
Ο ক) |
রূপকার্যে |
Ο খ) |
তুচ্ছার্থে |
Ο গ) |
নিন্দার্থে |
Ο ঘ) |
সম্মানার্থে |
সঠিক উত্তর: (গ)
২০৮. |
রবীন্দ্রনাথের বহুল আলোচিত উপন্যাস - i. চোখের বালি� ii. গোরা� iii. পথের দাবি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২০৯. |
রামসুন্দর মেয়েকে আনতে গিয়েছিলেন - |
Ο ক) |
পঞ্চমী কি ষষ্ঠীর দিনে |
Ο খ) |
চতুর্থী কি পঞ্চমীর দিনে |
Ο গ) |
ষষ্ঠী কি সপ্তমীর দিনে |
Ο ঘ) |
তৃতীয় কি চতুর্থীর দিনে |
সঠিক উত্তর: (ক)
২১০. |
নিরূপমার স্বামী কোন পতে চাকরি করত? |
Ο ক) |
অধ্যাপক |
Ο খ) |
ডেপুটি ম্যাজিস্ট্রেট |
Ο গ) |
উকিল |
Ο ঘ) |
শিক্ষা সচিব |
সঠিক উত্তর: (খ)
২১১. |
পাওনাদারদের দৃষ্টিপথ এড়ানোর জন্য রামসুন্দর কী অবলম্বন করেন? |
Ο ক) |
সতর্কতা |
Ο খ) |
সচেতনতা |
Ο গ) |
ভিন্ন পথ |
Ο ঘ) |
নানারূপ হীন কৌশল |
সঠিক উত্তর: (ঘ)
২১২. |
কীসের জন্য রায়চৌধুরীর বাড়ির খ্যাতি রটে গেল? |
Ο ক) |
প্রতিমা-বিসর্জনের |
Ο খ) |
দূর্গা পূজার |
Ο গ) |
দান-ধ্যানের |
Ο ঘ) |
পূজা-অর্চনার |
সঠিক উত্তর: (ক)
২১৩. |
শহরে একটা নতুন কী এসেছে? |
Ο ক) |
খবর |
Ο খ) |
গুজব |
Ο গ) |
ব্যামো |
Ο ঘ) |
প্রবাদ |
সঠিক উত্তর: (গ)
২১৪. |
যৌতুকপ্রথা এবং সামাজিক কুসংস্কারের শিকার হৈমন্তী অকালেই পাড়ি জমায় না ফেরার দেশে। হৈমন্তীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরিত্র হলো - |
Ο ক) |
অনুপমা |
Ο খ) |
রায়বাহাদুর |
Ο গ) |
নিরূপমা |
Ο ঘ) |
কাঙালী |
সঠিক উত্তর: (গ)
২১৫. |
নিরূপমার বিবাহের সভায় ঋণদাতা মহাজনের উপস্থিত না হওয়ার কারণ - i. অসুস্থতা� ii. টাকা না দেওয়ার পাঁয়তারা� iii. অভিমান� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২১৬. |
রামসুন্দর কতজন কন্যার জনক ছিলেন? |
Ο ক) |
এক |
Ο খ) |
দুই |
Ο গ) |
তিন |
Ο ঘ) |
চার |
সঠিক উত্তর: (ক)
২১৭. |
‘টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না’ - উক্তিটি কার? |
Ο ক) |
রামসুন্দরের |
Ο খ) |
হরমোহনের |
Ο গ) |
রায়হাবাহাদুরের |
Ο ঘ) |
রাধামাধবের |
সঠিক উত্তর: (গ)
২১৮. |
‘রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন।’ - কেন? |
Ο ক) |
অপমানে |
Ο খ) |
অভিমানে |
Ο গ) |
বিরক্তিতে |
Ο ঘ) |
ঘৃণায় |
সঠিক উত্তর: (ক)
২১৯. |
‘শাস্ত্রশিক্ষা, নীতিশিক্ষা একেবারে নাই’ একথা বলার কারণ কী? |
Ο ক) |
মুখে মুখে কথা বলায় |
Ο খ) |
ধর্মীয় বিধিনিষেধ না মানায় |
Ο গ) |
পণের টাকা উপেক্ষা করায় |
Ο ঘ) |
বাবার অমতে বিয়ে করায় |
সঠিক উত্তর: (গ)
২২০. |
আহারের নিয়ম নেই কার? |
Ο ক) |
নিরূপমার |
Ο খ) |
রায়বাহাদুরের |
Ο গ) |
রামসুন্দরের |
Ο ঘ) |
হরমোহনের |
সঠিক উত্তর: (ক)
২২১. |
‘দেনাপাওনা’ গল্পের চরিত্রগুলো হচ্ছে - i. রামসুন্দর, রায়বাহাদুর ii. কমলা, বনমালী� iii. হরমোহন, নবীনমাধব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২২২. |
রামসুন্দর মিত্রের কয় ছেলের পর এক কন্যা জন্মে? |
Ο ক) |
তিন |
Ο খ) |
চার |
Ο গ) |
পাঁচ |
Ο ঘ) |
ছয় |
সঠিক উত্তর: (গ)
২২৩. |
‘শ্রী তো ভারি। যেমন ঘরের মেয়ে তেমনি শ্রী।’ �এই কথাতে প্রকাশ পেয়েছে নিরূপমার প্রতি - i. প্রশংসা ii.কটাক্ষ iii. নিন্দা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২২৪. |
‘দেনাপাওনা’ গল্পে লেখক কীসের মাধ্যমে কাহিনীতে ছোটগল্পের আবহ সৃষ্টি করেছেন? |
Ο ক) |
কাল্পনিক চরিত্র সংযোজন করে |
Ο খ) |
বিভিন্ন চরিত্র সংযোজন করে |
Ο গ) |
বাস্তব সত্য তুলে ধরে |
Ο ঘ) |
কাল্পনিক কথোপকথন সংযোজন করে |
সঠিক উত্তর: (খ)
২২৫. |
বিয়ের দিন নিরূপমার কপালে ছিল - |
Ο ক) |
টিপ |
Ο খ) |
সিঁদুর |
Ο গ) |
টিকলি |
Ο ঘ) |
চন্দন |
সঠিক উত্তর: (ঘ)
২২৬. |
‘দেনাপাওনা’ এর সাথে সম্পর্কিত রচনা হচ্ছে - |
Ο ক) |
পয়লা বৈশাখা |
Ο খ) |
পালামৌ |
Ο গ) |
অভাগীর স্বর্গ |
Ο ঘ) |
লাইব্রেরি |
সঠিক উত্তর: (গ)
২২৭. |
নিরূপমার বিয়েটি কীভাবে সম্পন্ন হলো? |
Ο ক) |
ধুমধামে |
Ο খ) |
আনন্দ উৎসবে |
Ο গ) |
নিরানন্দে |
Ο ঘ) |
ধর্মীয় রীতি অনুসারে |
সঠিক উত্তর: (গ)
২২৮. |
রামসুন্দরের নাতনির বয়ক কত ছিল? |
Ο ক) |
চার |
Ο খ) |
পাঁচ |
Ο গ) |
ছয় |
Ο ঘ) |
সাত |
সঠিক উত্তর: (গ)
২২৯. |
বৃদ্ধের পক্ক কেশে, শুষ্ক মুখে এবং সদ্য সংকুচিতভাবে প্রকাশ কী হয়ে পড়ল? |
Ο ক) |
দুশ্চিন্তা ও ক্রোধ |
Ο খ) |
ঘৃণা ও ক্রোধ |
Ο গ) |
দৈন্য ও দুশ্চিন্তা |
Ο ঘ) |
দৈন্য ও বিরক্তি |
সঠিক উত্তর: (গ)
২৩০. |
‘বাবা, আমাদের তবে এবার পথে ভাসালে?’ - কার উক্তি? |
Ο ক) |
হরমোহন |
Ο খ) |
হরেকৃষ্ণ |
Ο গ) |
নবীনমাধব |
Ο ঘ) |
রাধামাধব |
সঠিক উত্তর: (ক)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: কালের খেয়া ডেস্ক: গতকাল রাজধানীর পল্লবী এলাকার এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আমাদের নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন, গৃহবধূ সীমার আত্মহত্যার কারণ যৌতুক। বেশ কিছুদিন থেকেই যৌতুকের জন্য সীমার ওপর তার শ্বশুর-শাশুড়ি নির্যাতন করছিল।� |
২৩১. |
উদ্দীপকে সীমা ও ‘দেনাপাওনা’ গল্পের নিরূপমার ক্ষেত্রে - i. সীমা ও নিরূপমা উভয়ের অশিক্ষিত� ii. সীমা ও নিরূপমা উভয়েই পণ প্রথার বলি হয়েছে� iii. সীমা ও নিরূপমা উভয়েই স্বামীর সংসারে সুখী হয়েছে� নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৩২. |
সীমা ও নিরূপমার প্রতি শ্বশুর-শাশুড়ির আচরণ কেমন হওয়া উচিত ছিল? |
Ο ক) |
স্নেহশীল |
Ο খ) |
কঠোর |
Ο গ) |
দায়সারা |
Ο ঘ) |
নিষ্ঠুর |
সঠিক উত্তর: (ক)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন