NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৯: বিপণন


এস.এস.সি    ||    ব্যবসায় উদ্যোগ
অধ্যায় - ৯: বিপণন


১.
পণ্য পর্যায়িতকরণ করা হয় কেন?
Ο ক) 
উৎপাদনের সুবিধার জন্য
Ο খ) 
বিজ্ঞাপনের সুবিধার জন্য
Ο গ) 
বিক্রয়ের সুবিধার জন্য
Ο ঘ) 
গুদামজাতকরণের জন্য

  সঠিক উত্তর: (গ)

২.
শিল্পজাত পণ্য হলো-
i. ফ্রিজ ও টেলিভিশন
ii. কাগজ ও কলম
iii.মাছ ও মাংস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও i i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩.
পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টি করে কোনটি?
Ο ক) 
প্রমিতকরণ
Ο খ) 
পর্যায়িতকরণ
Ο গ) 
গুদামজাতকরন
Ο ঘ) 
পরিবহন

  সঠিক উত্তর: (ঘ)

৪.
কোনটির কারণে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায়?
Ο ক) 
মোড়কিকরণ
Ο খ) 
ভোক্তা বিশ্লেষণ
Ο গ) 
তথ্য সংগ্রহ
Ο ঘ) 
পরিবহণ

  সঠিক উত্তর: (খ)

৫.
পণ্যের মালিকানা কীভাবে হস্তান্তর হয়?
Ο ক) 
ক্রয়ের মাধ্যমে
Ο খ) 
বিক্রয়ের মাধ্যমে
Ο গ) 
উৎপাদনের মাধ্যমে
Ο ঘ) 
বিজ্ঞাপনের মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

৬.
যিনি চূড়ান্ত ভোগের মাধ্যমে চাহিদা পূরণের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করেন তাকে কী বলে?
Ο ক) 
ক্রেতা
Ο খ) 
ভোক্তা
Ο গ) 
বিক্রেতা
Ο ঘ) 
দেনাদার

  সঠিক উত্তর: (খ)

৭.
সুন্দর হাসি একজন বিক্রয়কর্মীর কোন ধরনের অন্তর্ভুক্ত?
Ο ক) 
মানসিক
Ο খ) 
শারীরিক
Ο গ) 
নৈতিক
Ο ঘ) 
অন্যান্য

  সঠিক উত্তর: (খ)

৮.
কাকে খুচরা ব্যবসায়ীদের ক্রয় প্রতিনিধি বলা হয়?
Ο ক) 
ভোক্তা
Ο খ) 
পাইকার
Ο গ) 
উৎপাদক
Ο ঘ) 
আড়তদার

  সঠিক উত্তর: (ক)

৯.
বন্টন প্রণালি কয় ধরনের হয়ে থাকে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

১০.
পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের উপায়কে কী বলে?
Ο ক) 
জরিপ
Ο খ) 
বিক্রয়িকতা
Ο গ) 
বিজ্ঞাপন
Ο ঘ) 
বন্টন প্রণালি

  সঠিক উত্তর: (গ)

১১.
রাস্তার পাশে কাঠ বা হার্ডবোর্ডের বিজ্ঞাপনকে কী বলে?
Ο ক) 
প্রাচীরপত্র
Ο খ) 
প্রদর্শনী
Ο গ) 
বিজ্ঞাপনী ফলক
Ο ঘ) 
প্রচারপত্র

  সঠিক উত্তর: (গ)

১২.
“স্বদেশী পণ্য কিনে হউন ধন্য” এ স্লোগানটি কী নির্দেশ করে?
Ο ক) 
দেশপ্রেম ও জাতীয়তাবোধ
Ο খ) 
প্রলুব্ধতা
Ο গ) 
সচেতনতা
Ο ঘ) 
সমাজের প্রতি ভালোবাসা

  সঠিক উত্তর: (ক)

১৩.
কোনটি উৎপাদন ও ভোক্তর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে?
Ο ক) 
অর্থায়ন
Ο খ) 
বিপণন
Ο গ) 
খুচরা ব্যবসায়ী
Ο ঘ) 
পাইকার

  সঠিক উত্তর: (খ)

১৪.
ক্রেতাদের নিকট পণ্যের গ্রহণযোগ্যতা কিসের উপর নির্ভর করে?
Ο ক) 
প্রমিতকরণ
Ο খ) 
পর্যায়িতকরণ
Ο গ) 
মোড়কিকরণ
Ο ঘ) 
গুদামজাতকরণ

  সঠিক উত্তর: (গ)

১৫.
কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য নমুনা বিতরণ উপযোগী?
i. ওষুধ কোম্পানি
ii. পুস্তক প্রকাশক
iii. প্রসাধন সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
কোনটির কথা বিবেচনা করে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন করতে হয়?
i. পণ্যের চাহিদা
ii. গুণাগুণ
iii. মূল্য ও ক্রেতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
বিপণন ব্যবস্থা কীভাবে পণ্যের সুষম বন্টন নিশ্চিত করে?
Ο ক) 
স্থানগত উপযোগ সৃষ্টি করে
Ο খ) 
রূপগত উপযোগ সৃষ্টি করে
Ο গ) 
স্বত্বগত উপযোগ সৃষ্টি করে
Ο ঘ) 
কালগত উপযোগ সৃষ্টি করে

  সঠিক উত্তর: (ক)

১৮.
ব্যবসায়ের সম্পদ কোনটি?
Ο ক) 
চাহিদা
Ο খ) 
ক্রয়
Ο গ) 
সুনাম
Ο ঘ) 
বিজ্ঞাপন

  সঠিক উত্তর: (গ)

১৯.
কিভাবে পণ্যদ্রব্যের মালিকানা সৃষ্টি হয়?
Ο ক) 
ক্রয়ের মাধ্যমে
Ο খ) 
বিজ্ঞাপনের মাধ্যমে
Ο গ) 
বিক্রয়ের মাধ্যমে
Ο ঘ) 
রপ্তানির মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

২০.
বিপণনের কাজ হলো-
i. পণ্য ও বাজার সংক্রান্ত ত থ্য সংগ্রহ করা
ii. পণ্যের ক্রয়, বিক্রয় ও মোড়কিকরণ করা
iii. পণ্যের গুণগত মান রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২১.
পণ্য বন্টন প্রণালির শুরুতে কে থাকে?
Ο ক) 
পাইকার
Ο খ) 
খুচরা ব্যবসায়ী
Ο গ) 
উৎপাদক
Ο ঘ) 
ভোক্তা

  সঠিক উত্তর: (গ)

২২.
উৎপাদিত পণ্য ক্রেতা ও ভোক্তাদের হাতে কীভাবে পৌছানো হয়?
Ο ক) 
বিপণনের মাধ্যমে
Ο খ) 
খুচরা ব্যবসায়ীর মাধ্যমে
Ο গ) 
পরিবহনের মাধ্যমে
Ο ঘ) 
প্রতিনিধির মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

২৩.
বিজ্ঞাপনের মাধ্যম কোনটি?
i. লিফলেট
ii. ম্যাগাজিন
iii. বিলবোর্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
বিপণনের মাধ্যমে পণ্যের উপযোগ সৃষ্টি হয়-
i. মালিকানাগত
ii. স্থানগত
iii. সময়গত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
বিপণনের অংশ হিসেবে স্বত্বগত উপযোগ সৃষ্টিতে সাহায্য নিতে হয়?
i. পাইকারের
ii. খুচরা ব্যবসায়ীর
iii. উৎপাদনকারীর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৬.
পাইকারের কাজ হলো-
i. ক্রয়
ii. বিক্রয়
iii. গুদামজাতকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
মেলামেশার ক্ষমতা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ?
Ο ক) 
শারীরিক
Ο খ) 
মানসিক
Ο গ) 
নৈতিক
Ο ঘ) 
অন্যান্য

  সঠিক উত্তর: (গ)

২৮.
ক্রেতা অনুসন্ধান বিপণনের কোন কার্যের অন্তর্ভুক্ত?
Ο ক) 
ভোক্তা বিশ্লেষণ
Ο খ) 
তথ্য সংগ্রহ
Ο গ) 
বিক্রয়
Ο ঘ) 
পরিবহন

  সঠিক উত্তর: (গ)

২৯.
বিপণনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল?
Ο ক) 
ভোক্তা বিশ্লেষণ
Ο খ) 
তথ্য সংগ্রহ
Ο গ) 
পরিবহন
Ο ঘ) 
গুদামজাতকরণ

  সঠিক উত্তর: (ক)

৩০.
পণ্যসামগ্রীকে নষ্ঠ বা ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য কী করা হয়?
Ο ক) 
প্রমিতকরণ
Ο খ) 
পর্যায়িতকরণ
Ο গ) 
গুদামজাতকরণ
Ο ঘ) 
মোড়কিকরণ

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
নিচের কোনটি একজন বিক্রয়কর্মীর অন্যান্য গুণাবলীর অন্তর্ভুক্ত?
i. শিক্ষা ও অভিজ্ঞতা
ii. বিপণন সম্পর্কে জ্ঞান
iii. হিসাবে পারদর্শিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
নিচের কোনটির অভাবে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায়?
Ο ক) 
ভোক্তা বিশ্লেষণ
Ο খ) 
মোড়কীকরণ
Ο গ) 
পরিবহন
Ο ঘ) 
প্রমিতকরণ

  সঠিক উত্তর: (ক)

৩৩.
বিপণন প্রধানত কয়টি উপযোগ সৃষ্টি করে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৭টি

  সঠিক উত্তর: (খ)

৩৪.
নষ্ট বা ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্যে পণ্য কী করা হয়?
Ο ক) 
মোড়কিকরণ
Ο খ) 
গুদামজাতকরণ
Ο গ) 
প্রমিতকরণ
Ο ঘ) 
পর্যায়িতকরণ

  সঠিক উত্তর: (ক)

৩৫.
বন্টনপ্রণালীর ধরন কিসের ওপর নির্ভর করে?
Ο ক) 
উৎপাদনের মাত্রার ওপর
Ο খ) 
পণ্যের বৈশিষ্ট্যের ওপর
Ο গ) 
জনগণের চাহিদার ওপর
Ο ঘ) 
বাজারের আয়তনের ওপর

  সঠিক উত্তর: (খ)

৩৬.
বিভিন্ন রকম কোমল পানীয় বন্টনের প্রণালিটি ব্যবহৃত হয়?
Ο ক) 
সরাসরি ভোক্তার নিকট বিক্রয়
Ο খ) 
খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়
Ο গ) 
প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়
Ο ঘ) 
প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
বিপণন কাজ হলো-
i. পণ্য ও বাজার সংক্রান্ত তথ্য সরবরাহ করা
ii. পণ্যের গুণগতমান রক্ষা করা
iii.পণ্য বিক্রয় ও মোড়কিকরণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও i i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৮.
বিজ্ঞাপন কেন দেওয়া হয়?
Ο ক) 
জনসেবার জন্য
Ο খ) 
ব্যবসায়িক প্রচারের জন্যে
Ο গ) 
সরকারকে সহযোগিতার জন্য
Ο ঘ) 
ভোক্তাকে সহযোগিতার জন্য

  সঠিক উত্তর: (খ)

৩৯.
বন্টনপ্রণালী হল-
Ο ক) 
যে পথ ধরে পণ্য উৎপাদকের দিকে গমন করে
Ο খ) 
যে পথ ধরে পণ্য পাইকারের দিকে গমন করে
Ο গ) 
যে পথ ধরে পণ্য ক্রেতার দিকে গমন করে
Ο ঘ) 
যে পথ ধরে পণ্য ভোক্তার দিকে গমন করে

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
চীনের তৈরি ইলেকট্রনিক্স সামগ্রী আমরা কিসের ফলে ব্যবহার করতে পারি?
Ο ক) 
বিজ্ঞাপনের
Ο খ) 
পর্যায়িতকরণের
Ο গ) 
পরিবহনের
Ο ঘ) 
রপ্তানিকরণের

  সঠিক উত্তর: (গ)

৪১.
উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) 
বিপণন
Ο খ) 
পাইকার
Ο গ) 
খুচরা ব্যবসায়ী
Ο ঘ) 
প্রতিনিধি

  সঠিক উত্তর: (ক)

৪২.
পাইকার কার বিক্রয় প্রতিনিধি?
Ο ক) 
উৎপাদকের
Ο খ) 
খুচরা বিক্রেতার
Ο গ) 
ডিলারের
Ο ঘ) 
ভোক্তার

  সঠিক উত্তর: (ক)

৪৩.
প্রতিবন্ধকতা দূর করার সামগ্রিক প্রক্রিয়া হল ভোক্তাদের জ্ঞানসংক্রান্ত-
Ο ক) 
বিজ্ঞপ্তি
Ο খ) 
প্রচারপত্র
Ο গ) 
পোস্টার
Ο ঘ) 
বিজ্ঞাপন

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
বিপণনের প্রধান কার্যাবলীর সংখ্যা কয়টি?
Ο ক) 
৮টি
Ο খ) 
৯টি
Ο গ) 
১০টি
Ο ঘ) 
১১টি

  সঠিক উত্তর: (খ)

৪৫.
প্রতিনিধির মাধ্যমে বিক্রয় হয়-
i. টিভি
ii. ফ্রিজ
iii. ফ্যান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
কোন ধরনের মধ্যস্থব্যবসায়ীদের বড় গুদাম থাকতে হয়?
Ο ক) 
পাইকার
Ο খ) 
খুচরা ব্যবসায়ী
Ο গ) 
ফরমায়েশি পণ্য বিক্রেতা
Ο ঘ) 
দালাল

  সঠিক উত্তর: (ক)

৪৭.
বিপণনের অপর নাম কী?
Ο ক) 
উৎপাদন
Ο খ) 
ক্রয় বিক্রয়
Ο গ) 
বাজারজাতকরণ
Ο ঘ) 
বিক্রয়

  সঠিক উত্তর: (গ)

৪৮.
কোনটি বিজ্ঞাপনের প্রভাবে ঘটে?
i. পণ্যের বাজার সম্প্রসারিত হয়
ii. ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটে
iii. সামাজিক ও নৈতিক সচেতনতা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
কীভাবে পণ্যের মালিকানা হস্তান্তর হয়?
Ο ক) 
ক্রয়ের মাধ্যমে
Ο খ) 
বিক্রয়ের মাধ্যমে
Ο গ) 
উৎপাদনের মাধ্যমে
Ο ঘ) 
শিল্পের মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

৫০.
নতুন নতুন পণ্য ও সেবা সম্পর্কে জানাতে কার অবদান বেশি?
Ο ক) 
পাইকার
Ο খ) 
বিজ্ঞাপন
Ο গ) 
খুচরা ব্যবসায়ী
Ο ঘ) 
প্রচার

  সঠিক উত্তর: (খ)

৫১.
পণ্য বন্টনপ্রণালি ক্রম কোনটি?
Ο ক) 
পাইকারউৎপাদকখুচরা ব্যবসায়ীভোক্তা
Ο খ) 
উৎপাদকখুচরা ব্যবসায়ীপাইকারভোক্তা
Ο গ) 
উৎপাদকপাইকারখুচরা ব্যবসায়ীভোক্তা
Ο ঘ) 
ভোক্তাখুচরা ব্যবসায়ীপাইকারউৎপাদক

  সঠিক উত্তর: (গ)

৫২.
বিপণনের অন্যতম কাজ কি?
Ο ক) 
ক্রয়
Ο খ) 
বিক্রয়
Ο গ) 
পরিবহণ
Ο ঘ) 
গুদামজাতকরণ

  সঠিক উত্তর: (ক)

৫৩.
একজন বিক্রয়কর্মীর নৈতিক গুনাবলীর অন্তর্ভুক্ত কোনটি?
i. সততা ও বিশ্বস্ততা
ii. মার্জিত ব্যবহার
iii. মেলামেশার ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
জনসাধারণের চলাফেরা যেখানে বেশি সেখানে কোন ধরনের বিজ্ঞাপনের মাধ্যম ব্যবহার করা উত্তম?
Ο ক) 
সংবাদপত্র
Ο খ) 
প্রচারপত্র
Ο গ) 
প্রাচীর পত্র
Ο ঘ) 
নিয়ন আলো

  সঠিক উত্তর: (গ)

৫৫.
ঔষধ কোম্পানি কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করবে?
Ο ক) 
বিজ্ঞাপনী ফলক
Ο খ) 
পরিবহন
Ο গ) 
নমুনা
Ο ঘ) 
প্রাচীর পত্র

  সঠিক উত্তর: (গ)

৫৬.
রেডিওর মাধ্যমে কোন ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়?
i. স্পট বিজ্ঞাপন
ii. সৌজন্য বিজ্ঞাপন
iii. বাণিজ্যিক বিজ্ঞাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে কে?
Ο ক) 
সরবরাহকারী
Ο খ) 
মধ্যস্থ ব্যবসায়ী
Ο গ) 
দালাল
Ο ঘ) 
ফড়িয়া

  সঠিক উত্তর: (খ)

৫৮.
বিজ্ঞাপনের মাধ্যম হচ্ছে-
i. লিফলেট
ii. বিরবোর্ড
iii. সাইনবোর্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
গুনাবলী হলো বিক্রয়কর্মীর নৈতিক-
i. সততা ও বিশ্বস্ততা
ii. ইতিবাচক দৃষ্টিভঙ্গি
iii. তীক্ষ্ণ বুদ্ধিমত্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬০.
পণ্যকে পর্যায়িত করা হয় কেন?
Ο ক) 
উৎপাদনের সুবিধার জন্য
Ο খ) 
বিপণনের সুবিধার জন্য
Ο গ) 
বিজ্ঞাপনের সুবিধার জন্য
Ο ঘ) 
ক্রয় বিক্রয়ের সুবিধার জন্য

  সঠিক উত্তর: (খ)

৬১.
যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে ভোক্তার হাতে পৌছে তাকে কী বলে?
Ο ক) 
ক্রয়
Ο খ) 
বিক্রয়
Ο গ) 
বন্টনপ্রনালী
Ο ঘ) 
অর্থায়ন

  সঠিক উত্তর: (গ)

৬২.
বিপণনের অন্যতম কাজ কী?
Ο ক) 
ক্রয়
Ο খ) 
বিক্রয়
Ο গ) 
প্রমিতকরণ
Ο ঘ) 
পর্যায়িতকরণ

  সঠিক উত্তর: (ক)

৬৩.
খুচরা ব্যবসায়ীদের ক্রয় প্রতিনিধি কাকে বলা হয়?
Ο ক) 
ভোক্তা
Ο খ) 
পাইকার
Ο গ) 
উৎপাদক
Ο ঘ) 
আড়তদার

  সঠিক উত্তর: (খ)

৬৪.
উত্তম বিক্রয়কর্মীর গুণাবলী হলো-
i. সুদর্শন চেহারা
ii. মার্জিত রুচি ও ব্যবহার এবং সুঅভ্যাস
iii. ভাষা ও বাজারজাতকরণ জ্ঞান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
নিচের কোনটি প্রসাধন সামগ্রীর বন্টনপ্রণালী?
Ο ক) 
উৎপাদনকারীভোক্তা
Ο খ) 
উৎপাদনকারীপ্রতিনিধিবা বা এজেন্টভোক্তা
Ο গ) 
উৎপাদনকারীপ্রতিনিধি বা এজেন্টখুচরা বিক্রেতাভোক্তা
Ο ঘ) 
উৎপাদনকারীপাইকারখুচরা ব্যবসায়ীভোক্তা

  সঠিক উত্তর: (গ)

৬৬.
পণ্যদ্রব্যের মালিকানা কীভাবে সৃষ্টি হয়?
Ο ক) 
ক্রয়ের মাধ্যমে
Ο খ) 
বিক্রয়ের মাধ্যমে
Ο গ) 
উৎপাদনের মাধ্যমে
Ο ঘ) 
শিল্পের মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

৬৭.
বন্টনপ্রাণালিতে পাইকারের পরে কে অবস্থান করে?
Ο ক) 
ভোক্তা
Ο খ) 
খুচরা ব্যবসায়ী
Ο গ) 
উৎপাদক
Ο ঘ) 
এজেন্ট

  সঠিক উত্তর: (খ)

৬৮.
কীভাবে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে?
Ο ক) 
গুদামজাতকরণের ফলে
Ο খ) 
পরিবহনের ফলে
Ο গ) 
ক্রয়-বিক্রয়ের ফলে
Ο ঘ) 
বিমাকরণের ফলে

  সঠিক উত্তর: (ক)

৬৯.
পণ্যের মোড়কিকরণের উদ্দেশ্যে-
i. পণ্যকে সুন্দর ও আকর্ষণীয় করা
ii. নষ্ট বা ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা করা
iii. পণ্যমূল্য লিখে রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭০.
বিজ্ঞাপনের ফলে-
i. পণ্যের চাহিদা বৃদ্ধি পায়
ii. বিক্রয় ও মোট উৎপাদন বৃদ্ধি পায়
iii. দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
মান অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে কী বলে?
Ο ক) 
প্রমিতকরণ
Ο খ) 
পর্যায়িতকরণ
Ο গ) 
মোড়কিকরণ
Ο ঘ) 
প্রমিতকরণ ও পর্যায়িতকরণ

  সঠিক উত্তর: (খ)

৭২.
শীতকালে উৎপাদিত গোল আলু সারাবছর ব্যাপী সরবরাহের জন্য কোন কাজটি করতে হবে?
Ο ক) 
প্রমিতকরণ
Ο খ) 
গুদামজাতকরণ
Ο গ) 
পর্যায়িতকরণ
Ο ঘ) 
প্রক্রিয়াজাতকরণ

  সঠিক উত্তর: (খ)

৭৩.
বিজ্ঞাপনের মাধ্যম কোনটি?
Ο ক) 
কম্পিউটার
Ο খ) 
ফটোস্ট্যাট
Ο গ) 
ইন্টারনেট
Ο ঘ) 
টেলিফোন

  সঠিক উত্তর: (গ)

৭৪.
শিল্পজাত হলো-
i. রেডিও, টিভি, ফ্রিজ
ii. কাগজ, কলম, পেন্সিল
iii. মাছ, মাংস, দুধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৫.
বিপণন সহায়তা করে-
i. ভোগ বৃদ্ধিতে
ii. রূপগত উপযোগ সৃষ্টিতে
iii. স্থানগত উপযোগ সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৬.
বিক্রয়ের সাথে জড়িত-
i. পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ
ii. ক্রেতা অনুসন্ধান
iii. মূল্য নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
কার্যকর বিপণন কোনটি বৃদ্ধিতে সহায়তা করে?
Ο ক) 
ক্রয়
Ο খ) 
বিক্রয়
Ο গ) 
উৎপাদন
Ο ঘ) 
রপ্তানি

  সঠিক উত্তর: (গ)

৭৮.
পুনঃউদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় করে কে?
Ο ক) 
ভোক্তা
Ο খ) 
উৎপাদক
Ο গ) 
বিক্রেতা
Ο ঘ) 
বিজ্ঞাপনদাতা

  সঠিক উত্তর: (গ)

৭৯.
একজন বিক্রয়কর্মীর মানসিক গুণাবরীর আওতাভুক্ত কোনটি?
i. আগ্রহ ও আন্তরিকতা
ii. তীক্ষ্ণ বুদ্ধিমত্তা
iii. আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
ক্রেতা আকর্ষণ করার দক্ষতাকে কী বলে?
Ο ক) 
ব্যক্তিক বিক্রয়
Ο খ) 
বিক্রয়িকতা
Ο গ) 
বিক্রয় প্রসার
Ο ঘ) 
সাংগঠনিক ক্ষমতা

  সঠিক উত্তর: (খ)

৮১.
একজন বিক্রয়কর্মীর শারীরিক গুনাবলী কোনটি?
i. সুদর্শন চেহারা
ii. সুস্বাস্থ্য
iii. সুন্দর হাসি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
যে প্রক্রিয়ায় পণ্য উৎপাদক থেকে ভোক্তার হাতে পৌঁছে তাকে কী বলে?
Ο ক) 
বিক্রয়
Ο খ) 
বন্টন প্রণালী
Ο গ) 
বিপণন
Ο ঘ) 
প্রমিতকরণ

  সঠিক উত্তর: (খ)

৮৩.
বিজ্ঞাপনের মাধ্যমে কোনটি জনসাধারনের কাছে তুলে ধরা হয়?
i. পণ্যের মান
ii. পণ্যের মূল্য
iii. পণ্যের ব্যবহারবিধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
ওষুধ কোম্পানির জন্য বিজ্ঞাপনের কোন মাধ্যমটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
প্রচারপত্র
Ο খ) 
সাইনবোর্ড
Ο গ) 
নিয়ন আলো
Ο ঘ) 
নমুনা বিতরণ

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
পণ্য বন্টন প্রণালীর শেষ প্রান্তে কে থাকে?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
পাইকার
Ο গ) 
খুচরা ব্যবসায়ী
Ο ঘ) 
ভোক্তা

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
বিপণনের প্রধান কাজ কয়টি?
Ο ক) 
৪টি
Ο খ) 
৬টি
Ο গ) 
৯টি
Ο ঘ) 
১০টি

  সঠিক উত্তর: (গ)

৮৭.
পণ্যের বাজার সম্প্রসারণ নির্ভর করে-
Ο ক) 
পণ্যের গুণের ওপর
Ο খ) 
পণ্যের মানের ওপর
Ο গ) 
পণ্যের প্রচারের ওপর
Ο ঘ) 
মালিকের ইচ্ছার ওপর

  সঠিক উত্তর: (গ)

৮৮.
প্রকৃত অর্থে বিপণনের ধারণা কীরুপ?
Ο ক) 
ব্যাপক
Ο খ) 
সংকীর্ণ
Ο গ) 
প্রসারমান
Ο ঘ) 
বিস্তৃত

  সঠিক উত্তর: (ক)

৮৯.
বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা কী?
Ο ক) 
মিথ্যা তথ্য ও বিবরণ দিয়ে জনগণকে প্রতারিত করা যায়
Ο খ) 
পণ্যের মূল্য বৃদ্ধি করে
Ο গ) 
একচেটিয়া বাজার সৃষ্টি করে
Ο ঘ) 
তথ্য ও বিবরণ দিয়ে ক্রেতাকে আকৃষ্ট করে

  সঠিক উত্তর: (ঘ)

৯০.
বন্টন প্রণালি নির্ধারণে পণ্য সম্পর্কীয় বিবেচনার মধ্যে পড়ে-
i. প্রতি একক পণ্যের মূল্য
ii. পণ্যের ওজন
iii. পণ্যের পচনশীলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯১.
বিশ্বে সবচেয়ে ব্যববহুল নিজ্ঞাপনের নাম কী?
Ο ক) 
আকাশ বিজ্ঞাপন
Ο খ) 
গ্যাস বেলুন
Ο গ) 
নিয়ন আলো
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ক)

৯২.
প্রমিতকরণের মাধ্যমে পণ্যের-
i. বিপণন প্রক্রিয়া সহজ হয়
ii. বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়
iii. ভোক্তারা আকৃষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৩.
দোকানের প্রতি গ্রাহকদের আগ্রহী করে স্থায়ী গ্রাহকে পরিণত করার সবচেয়ে উত্তম বিপণন প্রসার কৌশল কোনটি?
Ο ক) 
বিজ্ঞাপন
Ο খ) 
প্রচার
Ο গ) 
বিক্রয়িকতা
Ο ঘ) 
বিক্রয় প্রসার

  সঠিক উত্তর: (গ)

৯৪.
নিচের কোনটি বিপণন কার্যাবলীর অন্তর্ভুক্ত?
Ο ক) 
ক্রয় ও বিক্রয়
Ο খ) 
পরিবহন ও গুদামজাতকরণ
Ο গ) 
প্রমিতকরণ ও পর্যায়িতকরণ
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
রেডিওর মাধ্যমে কোন ধরনের বিজ্ঞাপন দেওয়া যায়?
i. জিঙ্গেল
ii. জাতীয় বিজ্ঞাপন
iii. আঞ্চলিক বিজ্ঞাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৬.
কোনটি বিপণনের আওতায় পড়ে?
Ο ক) 
উৎপাদন
Ο খ) 
ক্রয়-বিক্রয়
Ο গ) 
ঋণ গ্রহণ
Ο ঘ) 
শেয়ার হস্তান্তর

  সঠিক উত্তর: (খ)

৯৭.
বিজ্ঞাপনের উদ্দেশ্যে হলো-
i. পণ্যের প্রচার বাড়ানো
ii. উৎপাদকের আচরণ পরিবর্তন করা
iii. পণ্য সম্পর্কে অবহিত করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৮.
গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ তৈরি হয়?
Ο ক) 
স্বত্বগত
Ο খ) 
সময়গত
Ο গ) 
মালিকানাগত
Ο ঘ) 
স্থানগত

  সঠিক উত্তর: (খ)

৯৯.
কোন প্রকার পণ্যের ক্রেতা সংখ্যা সব চাইতে কম?
Ο ক) 
বাণিজ্যিক পণ্য
Ο খ) 
শিল্প পণ্য
Ο গ) 
ভোগ পণ্য
Ο ঘ) 
সুবিধাজনক পণ্য

  সঠিক উত্তর: (খ)

১০০.
গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
Ο ক) 
স্বত্বগত
Ο খ) 
সময়গত
Ο গ) 
স্থানগত
Ο ঘ) 
ঝুঁকিগত

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...