NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

সোমবার, ২০ এপ্রিল, ২০১৫

জে.এস.সি || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় : ২য় : কম্পিউটার নেটওয়ার্ক


জে.এস.সি    ||    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায় : ২য় : কম্পিউটার নেটওয়ার্ক


১.
টপোলজি কোনটি?
Ο ক) 
সার্ভার
Ο খ) 
মেশ
Ο গ) 
মিডিয়া
Ο ঘ) 
ই-মেইল

  সঠিক উত্তর: (খ)

২.
সার্ভার থেকে তথ্য নেয় কোনটি?
Ο ক) 
ক্লায়েন্ট
Ο খ) 
প্রোটোকল
Ο গ) 
ই-মেইল
Ο ঘ) 
রির্সোস

  সঠিক উত্তর: (ক)

৩.
সবচেয়ে কম তার প্রয়োজন হয় কোন টপোলজিতে?
Ο ক) 
মেশ
Ο খ) 
ট্রি
Ο গ) 
হাইব্রিড
Ο ঘ) 
বাস

  সঠিক উত্তর: (ঘ)

৪.
সার্ভার কিসের সাথে সম্পর্কিত?
Ο ক) 
রেডিও
Ο খ) 
ইন্টারনেট
Ο গ) 
কম্পিউটার নেটওয়ার্ক
Ο ঘ) 
অনলাইন

  সঠিক উত্তর: (গ)

৫.
স্টার টপোলজি কোনটির সাথে সম্পর্কিত?
Ο ক) 
বস
Ο খ) 
মেশ
Ο গ) 
রিং
Ο ঘ) 
হাইব্রিড

  সঠিক উত্তর: (ঘ)

৬.
কোন টপোলজিতে একটা মূল লাইনের সাথে সব কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়?
Ο ক) 
স্টার টপোলজি
Ο খ) 
মেশ টপোলজি
Ο গ) 
বাস টপোলজি
Ο ঘ) 
ট্রি টপোলজি

  সঠিক উত্তর: (গ)

৭.
একটি নেটওয়ার্কে কয়টি সার্ভার থাকতে পারে?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
অনেক

  সঠিক উত্তর: (ঘ)

৮.
তথ্যকে উপস্থাপন করার জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) 
নেটওয়ার্ক
Ο খ) 
ডেটা
Ο গ) 
উপাত্ত
Ο ঘ) 
ইন্টারনেট

  সঠিক উত্তর: (ক)

৯.
কম্পিউটারের পারস্পারিক যোগাযোগকে কী বলা হয়?
Ο ক) 
ট্যারেক্স
Ο খ) 
মডেম
Ο গ) 
নেটওয়ার্ক
Ο ঘ) 
হাইওয়ে

  সঠিক উত্তর: (গ)

১০.
ক্লাউড কম্পিউটিং-েএর জন্য প্রয়োজন হয় না-
i. নিজস্ব সার্ভার
ii. নিজস্ব দক্ষ লোক
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১১.
রিসোর্স কোনটি?
Ο ক) 
প্রিন্টার
Ο খ) 
নেটওয়ার্ক অ্যাডাপ্টর
Ο গ) 
ফাইবার অপটিকস
Ο ঘ) 
প্রোটোকল

  সঠিক উত্তর: (ক)

১২.
নেটওয়ার্কের একটি কম্পিউটার নষ্ট হলে কোন টপোলজিতে নেটওয়ার্ক পুরো নষ্ট হয় না?
Ο ক) 
রিং
Ο খ) 
স্টার
Ο গ) 
মেশ
Ο ঘ) 
হাইব্রিড

  সঠিক উত্তর: (খ)

১৩.
NIC কোনটির সাথে সম্পর্কিত?
Ο ক) 
হাবের সাথে
Ο খ) 
ইউজারের সাথে
Ο গ) 
রিসোর্সের সাথে
Ο ঘ) 
নেটওয়ার্কের সাথে

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
কান ব্যবস্থাটির মাধ্যমে তথ্য সংরক্ষণ করতে ব্যক্তিগত কম্পিউটারের প্রয়োজন হয় না?
Ο ক) 
কম্পিউটার
Ο খ) 
মোবাইল
Ο গ) 
ড্রপবক্স
Ο ঘ) 
রেডিও

  সঠিক উত্তর: (গ)

১৫.
নিচের কোনটি রিসোর্স হিসেবে কাজ করতে পারে?
Ο ক) 
প্রিন্টার
Ο খ) 
কম্পিউটার
Ο গ) 
ফ্যাক্স
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
মানুষ কোন ধরনের জীব?
Ο ক) 
সামাজিক
Ο খ) 
অসামাজিক
Ο গ) 
বৈষয়িক
Ο ঘ) 
আবাসিক

  সঠিক উত্তর: (ক)

১৭.
কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য কী?
Ο ক) 
রিসোর্স নেওয়া
Ο খ) 
রিসোর্স দেওয়া
Ο গ) 
রিসোর্স ভাগাভাগি করা
Ο ঘ) 
রিসোর্স বিক্রি করা

  সঠিক উত্তর: (গ)

১৮.
পৃথিবীর যেকোনো জায়গা থেকে ব্যক্তিগতহ তথ্যাদি ব্যবহার করা যায় নিম্নের কোন ব্যবস্থার মাধ্যমে?
Ο ক) 
ড্রপবক্স
Ο খ) 
কম্পিউটার
Ο গ) 
টপোলজি
Ο ঘ) 
প্রটোকল

  সঠিক উত্তর: (ক)

১৯.
যুদ্ধে গোলাবুদ পাঠানোর জন্য কোনটি প্রথমে তৈরি করে নিতে হয়?
Ο ক) 
নেটওয়ার্ক
Ο খ) 
কামান
Ο গ) 
যুদ্ধবিমান
Ο ঘ) 
ট্রাক

  সঠিক উত্তর: (ক)

২০.
নিম্নের কোনটি টপোলজি?
Ο ক) 
ডেটা
Ο খ) 
মেশ
Ο গ) 
প্রোগ্রাম
Ο ঘ) 
রাউটার

  সঠিক উত্তর: (খ)

২১.
ক্লাউড কম্পিউটিং -এ ব্যবহৃত হয়েছে-
i. hotmail
ii. yahoo
iii. gmail
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২.
নেটওয়ার্কে কম্পিউটারসমূহের সংযুক্তির মানচিত্রকে কী বলা হয়?
Ο ক) 
প্রোটোকল
Ο খ) 
টপোলজি
Ο গ) 
ল্যান
Ο ঘ) 
এফটিপি

  সঠিক উত্তর: (খ)

২৩.
কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে হলে মূলত কী দরকার হয়?
Ο ক) 
সার্ভার
Ο খ) 
কম্পিউটার
Ο গ) 
সুইচ
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
কোন টপোলজিতে ডাটা ট্রান্সফার হয় একটি নির্দিষ্ট দিকে?
Ο ক) 
রিং
Ο খ) 
মেশ
Ο গ) 
ট্রি
Ο ঘ) 
স্টার

  সঠিক উত্তর: (ক)

২৫.
কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
Ο ক) 
বাস
Ο খ) 
স্টার
Ο গ) 
ট্রি
Ο ঘ) 
রিং

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
কোন টপোলজিতে অনেক স্টার টপোলজি ব্যবহৃত হয়?
Ο ক) 
বাস
Ο খ) 
ট্রি
Ο গ) 
মেশ
Ο ঘ) 
রিং

  সঠিক উত্তর: (খ)

২৭.
নিচের কোনটি রিসোর্সের উদাহরণ?
Ο ক) 
ফ্যাক্স
Ο খ) 
রেডিও
Ο গ) 
অপটিক্যাল ফাইবার
Ο ঘ) 
কো-এক্সিয়াল ক্যাবল

  সঠিক উত্তর: (ক)

২৮.
কোন টপোলজিতে একটি মূল ব্যাকবোন ব্যবহৃত হয়?
Ο ক) 
স্টার
Ο খ) 
বাস
Ο গ) 
ট্রি
Ο ঘ) 
মেশ

  সঠিক উত্তর: (খ)

২৯.
মানুষের বিনোদনের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
Ο ক) 
টুইটার
Ο খ) 
ইয়াহু
Ο গ) 
জি-মেইল
Ο ঘ) 
ই-মেইল

  সঠিক উত্তর: (ক)

৩০.
পৃথিবীর তথ্য ভান্ডার কেমন?
Ο ক) 
সীমিত
Ο খ) 
অল্প
Ο গ) 
বিশাল
Ο ঘ) 
সংরক্ষিত

  সঠিক উত্তর: (গ)

৩১.
নেটওয়ার্ক কিসের অবদান?
Ο ক) 
তথ্য প্রযুক্তির
Ο খ) 
সমাজের
Ο গ) 
সভ্যতার
Ο ঘ) 
তথ্যের

  সঠিক উত্তর: (ক)

৩২.
কোন টপোলজিতে হাব ব্যবহার করা হয়?
Ο ক) 
স্টার
Ο খ) 
মেশ
Ο গ) 
বাস
Ο ঘ) 
রিং

  সঠিক উত্তর: (ক)

৩৩.
নেটওয়ার্ক মিডিয়া হলো-
i. কো-এক্সিয়েল ক্যাবল
ii. অপটিক্যাল ফাইবার
iii. এনআইসি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩৪.
কেন্দ্রীয় হাব নষ্ট হলে পুরো নেটওয়ার্ক নষ্ট হয় কোন টপোলজিতে?
Ο ক) 
মেশ
Ο খ) 
হাইব্রিড
Ο গ) 
স্টার
Ο ঘ) 
রিং

  সঠিক উত্তর: (গ)

৩৫.
কম্পিউটার নেটওয়ার্কের জন্য ন্যূনতম কয়টি কম্পিউটার প্রয়োজন?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

৩৬.
বাস্তাবায়নে সহজ ও ব্যয় অত্যন্ত কম কোন টপোলজির?
Ο ক) 
মেশ
Ο খ) 
স্টার
Ο গ) 
বাস
Ο ঘ) 
ট্রি

  সঠিক উত্তর: (গ)

৩৭.
ছোট নেটওয়ার্কের জন্য অনেক প্রতিষ্ঠানই কোনটি ব্যবহার করে?
Ο ক) 
রিপিটার
Ο খ) 
হাব
Ο গ) 
রাউটার
Ο ঘ) 
ব্রিজ

  সঠিক উত্তর: (খ)

৩৮.
নেটওয়ার্কে যে কম্পিউটারটি বিভিন্ন সেবা প্রদান করে সেটিকে কী বলে?
Ο ক) 
সার্ভার
Ο খ) 
ক্লায়েন্ট
Ο গ) 
প্রোটোকল
Ο ঘ) 
টার্মিনাল

  সঠিক উত্তর: (ক)

৩৯.
তুলনামূলক সহজ টপোলজি কোনটি?
Ο ক) 
স্টার
Ο খ) 
রিং
Ο গ) 
বাস
Ο ঘ) 
মেশ

  সঠিক উত্তর: (ক)

৪০.
পৃথিবীর তথ্য ভান্ডার কাদের অধিকার রয়েছে?
Ο ক) 
সবার
Ο খ) 
সাধারণ মানুষের
Ο গ) 
ক্ষমতাশীল মানুষের
Ο ঘ) 
বিশেষ পতিষ্ঠানের

  সঠিক উত্তর: (ক)

৪১.
নিচের কোনটি নেটওয়ার্কের সাথে সম্পর্কিত?
Ο ক) 
ডেটা
Ο খ) 
ক্লায়েন্ট
Ο গ) 
উপাত্ত
Ο ঘ) 
প্রোগ্রাম

  সঠিক উত্তর: (গ)

৪২.
একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে সংযোগের জন্য ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) 
এনআইসি
Ο খ) 
প্রোটোকল
Ο গ) 
ইউজার
Ο ঘ) 
সার্ভার

  সঠিক উত্তর: (ক)

৪৩.
বর্তমানে তথ্য সংরক্ষণ করা হয় কীসে?
Ο ক) 
বইয়ে
Ο খ) 
ডাটাবেজে
Ο গ) 
কাগজে
Ο ঘ) 
পোস্টারে

  সঠিক উত্তর: (খ)

৪৪.
স্টার টপোলজিতে ব্যবহৃত হয়-
i. হাব
ii. সুইচ
iii. টারমিনেটর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪৫.
উক্ত টেকনোলজিতে ব্যবহৃত হয়েছে-
i. hotmail
ii. yahoo
iii. google
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
একসময় তথ্য ছিল কীসের মতো?
Ο ক) 
সম্পদের মতো
Ο খ) 
টাকার মতো
Ο গ) 
গোলাকার
Ο ঘ) 
উন্মুক্ত

  সঠিক উত্তর: (ক)

৪৭.
কোন টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটারে দুটি সংযোগ থাকে?
Ο ক) 
বাস
Ο খ) 
রিং
Ο গ) 
স্টার
Ο ঘ) 
মেশ

  সঠিক উত্তর: (খ)

৪৮.
ডেটাবেশ কোথায় থাকে?
Ο ক) 
কম্পিউটারে
Ο খ) 
উপাত্তে
Ο গ) 
মডেমে
Ο ঘ) 
হাবে

  সঠিক উত্তর: (ক)

৪৯.
নিচের কোন পদ্ধতিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটারের প্রয়োজন হয় না?
Ο ক) 
রিং
Ο খ) 
ট্রি
Ο গ) 
স্টার
Ο ঘ) 
হাইব্রিড

  সঠিক উত্তর: (ক)

৫০.
কোন টপোলজিতে যেকোনা একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে?
Ο ক) 
রিং
Ο খ) 
বাস
Ο গ) 
ট্রি
Ο ঘ) 
মেশ

  সঠিক উত্তর: (ক)

৫১.
নেটওয়ার্ক ব্যবহার করা হয়-
i. রাষ্ট্র পরিচালনায়
ii. নিরাপত্তায়
iii. যোগাযোগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
বর্তমান পৃথিবীতে বড় সম্পদ কোনটি?
Ο ক) 
সোনা
Ο খ) 
রূপা
Ο গ) 
তথ্য
Ο ঘ) 
খনিজ সম্পদ

  সঠিক উত্তর: (গ)

৫৩.
নেটওয়ার্ক প্রোটোকলে বর্ণিত থাকে কোনটি?
Ο ক) 
নিয়মনীতি
Ο খ) 
মিডিয়ার বর্ণনা
Ο গ) 
এনআইসি
Ο ঘ) 
ইউজারের বর্ণনা

  সঠিক উত্তর: (ক)

৫৪.
কম্পিউটার নেটওয়ার্কে মূলত কয়টি উপাদান থাকে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (খ)

৫৫.
কানেক্টরের সংযোগ দেওয়া হয় কোনটির সাথে?
Ο ক) 
এনআইসি
Ο খ) 
ক্লায়েন্ট
Ο গ) 
সার্ভার
Ο ঘ) 
ইউজার

  সঠিক উত্তর: (ক)

৫৬.
যে টপোলজিতে একটি মাত্র হাবসুইচের সাথে সব কম্পিউটার যুক্ত থাকে তাকে কী বলে?
Ο ক) 
রিং টপোলজি
Ο খ) 
স্টার টপোলজি
Ο গ) 
মেশ টপোলজি
Ο ঘ) 
ট্রি টপোলজি

  সঠিক উত্তর: (খ)

৫৭.
নেটওয়ার্কে তার মাধ্যম কোনটি?
Ο ক) 
কো-এক্সিয়েল ক্যাবল
Ο খ) 
ব্লুটুথ
Ο গ) 
ইনফ্রারেড
Ο ঘ) 
রেডিও ওয়েভ

  সঠিক উত্তর: (ক)

৫৮.
একটি সত্যিকার কম্পিউটার নেটওয়ার্কে সাধারণত কতটি কম্পিউটার থাকতে পারে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
অনেক

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া সহজ হয়েছে কোনটির প্রভাবে?
Ο ক) 
ডেটা
Ο খ) 
মোবাইল
Ο গ) 
সমাজের
Ο ঘ) 
নেটওয়ার্ক

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
Drop box ব্যবহার করতে নিচের কোনটি প্রয়োজন?
Ο ক) 
ই-মেইল
Ο খ) 
ইন্টারনেট সংযোগ
Ο গ) 
মোবাইল
Ο ঘ) 
টপোলজি

  সঠিক উত্তর: (খ)

৬১.
নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার কোনটি?
Ο ক) 
তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা
Ο খ) 
তথ্য প্রসেসিং করা
Ο গ) 
তথ্য সংগ্রহ করা
Ο ঘ) 
বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া

  সঠিক উত্তর: (ক)

৬২.
নিচের কোন টপোলজি অত্যন্ত ব্যয়বহুল?
Ο ক) 
মেশ
Ο খ) 
বাস
Ο গ) 
রিং
Ο ঘ) 
স্টার

  সঠিক উত্তর: (ক)

৬৩.
লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কোনটি?
Ο ক) 
ব্যান্ডউইথ
Ο খ) 
ক্লাউড কম্পিউটিং
Ο গ) 
স্যাটেলাইট
Ο ঘ) 
স্টার টপোলজি

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
নিচের কোনটি সামাজিক নেটওয়ার্ক?
Ο ক) 
গুগল
Ο খ) 
ইয়াহু
Ο গ) 
রিং
Ο ঘ) 
টুইটার

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে নিচের কোন যন্ত্রটির?
Ο ক) 
মিডিয়া
Ο খ) 
রেডিও
Ο গ) 
খবরের কাগজ
Ο ঘ) 
টেলিভিশন

  সঠিক উত্তর: (ক)

৬৬.
তুলনামূরক দাম কম কোনটির?
Ο ক) 
সুইচ
Ο খ) 
রাউটার
Ο গ) 
হাব
Ο ঘ) 
ব্রিজ

  সঠিক উত্তর: (গ)

৬৭.
পৃথিবীর তথ্য ভান্ডার কিসের প্রভাবে সবার জন্য উন্মুক্ত?
Ο ক) 
তথ্য
Ο খ) 
মোবাইল
Ο গ) 
কম্পিউটার
Ο ঘ) 
নেটওয়ার্ক

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
নতুন পৃথিবীর সম্পদ কী?
Ο ক) 
তথ্য
Ο খ) 
উপাত্ত
Ο গ) 
কম্পিউটার
Ο ঘ) 
ইন্টারনেট

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
কান টপোলজিতে সর্বশেষ সংযুক্ত কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
Ο ক) 
রিং
Ο খ) 
বাস
Ο গ) 
ট্রি
Ο ঘ) 
মেশ

  সঠিক উত্তর: (ক)

৭০.
কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
Ο ক) 
মেশ টপোলজি
Ο খ) 
রিং টপোলজি
Ο গ) 
স্টার টপোলজি
Ο ঘ) 
ট্রি টপোলজি

  সঠিক উত্তর: (খ)

৭১.
কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি?
Ο ক) 
তথ্য বিনিময়
Ο খ) 
টপোলজি তৈরি
Ο গ) 
সার্ভার রক্ষা করা
Ο ঘ) 
প্রটোকল তৈরি

  সঠিক উত্তর: (ক)

৭২.
কোন টপোলজিকে গাছের সাথে তুলনা করা হয়?
Ο ক) 
স্টার
Ο খ) 
রিং
Ο গ) 
ট্রি
Ο ঘ) 
হাইব্রিড

  সঠিক উত্তর: (গ)

৭৩.
দুই বা ততোধিক কম্পিউটারের আন্ত:সংযোগকে কী বলে?
Ο ক) 
কম্পিউটার নেটওয়ার্ক
Ο খ) 
নেটওয়ার্ক টপোলজি
Ο গ) 
ইন্টারনেট
Ο ঘ) 
ই-মেইল

  সঠিক উত্তর: (ক)

৭৪.
খুব তাড়াতাড়ি একটি কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলা যায় কোন টপোলজিতে?
Ο ক) 
রিং
Ο খ) 
স্টার
Ο গ) 
হাইব্রিড
Ο ঘ) 
মেশ

  সঠিক উত্তর: (খ)

৭৫.
কে তথ্য ভান্ডার থেকে তথ্য সংগ্রহ করতে পারে?
Ο ক) 
সবাই
Ο খ) 
ক্ষমতাশীল মানুষ
Ο গ) 
সাধারণ মানুষ
Ο ঘ) 
সরকার

  সঠিক উত্তর: (ক)

৭৬.
কাগজের তথ্য খোজার কাজটি-
i. নিরানন্দ
ii. সময় সাপেক্ষ
iii. বিরক্তিকর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
ইনফরমেশন শেয়ারিং কী?
Ο ক) 
তথ্য ভান্ডার
Ο খ) 
তথ্য সংরক্ষণ
Ο গ) 
তথ্য বিনিময়
Ο ঘ) 
তথ্য প্রদান

  সঠিক উত্তর: (গ)

৭৮.
বৈদ্যুতিক তার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কি হিসেবে কাজ করে?
Ο ক) 
ইউজার
Ο খ) 
রিসোর্স
Ο গ) 
মিডিয়া
Ο ঘ) 
সার্ভার

  সঠিক উত্তর: (গ)

৭৯.
কোন টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
Ο ক) 
মেশ
Ο খ) 
রিং
Ο গ) 
স্টার
Ο ঘ) 
বাস

  সঠিক উত্তর: (খ)

৮০.
ক্লাউড কম্পিউটিং-এর ক্ষেত্রে কোনটি সম্ভব?
Ο ক) 
ব্যয় বৃদ্ধি
Ο খ) 
ব্যয় কমানো
Ο গ) 
অধিক ক্ষতি থেকে রক্ষা করা
Ο ঘ) 
দীর্ঘ সময় রক্ষণাবেক্ষণ

  সঠিক উত্তর: (খ)

৮১.
কোন টপোলজি গোলাকার বৃত্তের মতো?
Ο ক) 
বাস
Ο খ) 
স্টার
Ο গ) 
রিং
Ο ঘ) 
মেশ

  সঠিক উত্তর: (গ)

৮২.
হোস্ট কম্পিউটার ব্যবহার করা হয় কোন টপোলজিতে?
Ο ক) 
রিং
Ο খ) 
বাস
Ο গ) 
স্টার
Ο ঘ) 
মেশ

  সঠিক উত্তর: (খ)

৮৩.
তথ্যের সুরক্ষা প্রদান কোনটি ব্যবহারে সম্ভব?
Ο ক) 
মোবাইল
Ο খ) 
নেটওয়ার্ক
Ο গ) 
কাগজ
Ο ঘ) 
ইন্টারনেট

  সঠিক উত্তর: (খ)

৮৪.
হোস্ট কম্পিউটার কোন টপোলজিতে ব্যবহার করা হয় না?
Ο ক) 
বাস
Ο খ) 
ট্রি
Ο গ) 
স্টার
Ο ঘ) 
হাইব্রিড

  সঠিক উত্তর: (ক)

৮৫.
নিচের কোনটি তথ্যপ্রযুক্তির অবদান?
Ο ক) 
মানুষ
Ο খ) 
সমাজ
Ο গ) 
নেটওয়ার্ক
Ο ঘ) 
সভ্যতা

  সঠিক উত্তর: (গ)

৮৬.
নেটওয়ার্ক অ্যাডাপ্টর নামে পরিচিত কোনটি?
Ο ক) 
NIC
Ο খ) 
Switch
Ο গ) 
Bridge
Ο ঘ) 
Hub

  সঠিক উত্তর: (ক)

৮৭.
কম্পিউটারের সাথে লাগানো প্রিন্টার কি হিসেবে কাজ করে?
Ο ক) 
মিডিয়া
Ο খ) 
রিসোর্স
Ο গ) 
সার্ভার
Ο ঘ) 
এডপ্টার

  সঠিক উত্তর: (খ)

৮৮.
রিসোর্সগুলো হচ্ছে-
i. তথ্য
ii. ফ্যাক্স মেশিন
iii. সিডিরম ড্রাইভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
নেটওয়ার্কের দক্ষতা নির্ভর করে কীসের ওপর?
Ο ক) 
Hub
Ο খ) 
Switch
Ο গ) 
NIC
Ο ঘ) 
Bridge

  সঠিক উত্তর: (গ)

৯০.
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে সঠিক সেবা পেতে প্রয়োজন-
i. হার্ডওয়্যার
ii. সফটওয়্যার
iii. দক্ষ লোক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯১.
সার্ভারের কাজ কোনটি?
Ο ক) 
সেবা প্রদান করা
Ο খ) 
সেবা গ্রহণ করা
Ο গ) 
সেবা নেওয়া ও সেবা প্রদান করা
Ο ঘ) 
সমস্ত ক্লায়েন্টকে তার সেবা থেকে দূরে রাখা

  সঠিক উত্তর: (ক)

৯২.
তথ্য সংরক্ষণ করা হয় কোথায়?
Ο ক) 
হার্ডওয়্যারে
Ο খ) 
ডেটাবেসে
Ο গ) 
টপোলজিতে
Ο ঘ) 
হাবে

  সঠিক উত্তর: (খ)

৯৩.
বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা যুক্ত থাকলে তাকে কি বলে?
Ο ক) 
Client
Ο খ) 
ইউজার
Ο গ) 
প্রটোকল
Ο ঘ) 
কম্পিউটার নেটওয়ার্ক

  সঠিক উত্তর: (ঘ)

৯৪.
Drop box কী?
Ο ক) 
একটি হার্ডওয়্যার
Ο খ) 
একটি ওয়েব ব্রাউজার
Ο গ) 
একটি সেবা যা তথ্য সংরক্ষণ করে
Ο ঘ) 
একটি মোবাইলের নাম

  সঠিক উত্তর: (গ)

৯৫.
নেটওযার্কর্ভুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কী বলে?
Ο ক) 
ডিভাইস
Ο খ) 
টপোলজি
Ο গ) 
ইন্টারনেট
Ο ঘ) 
মিডিয়া

  সঠিক উত্তর: (খ)

৯৬.
ক্লাউড কম্পিউটিং ব্যবহৃত হয় যে ওয়েবসাইটগুলোতে তা হলো-
i. Pipilika
ii. google
iii. bing
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
যে টপোলজিতে কম্পিউটারগুলো লজিক্যাল বৃত্তের মতো সাজানো থাকে তাকে কী বলে?
Ο ক) 
বাস টপোলজি
Ο খ) 
রিং টপোলজি
Ο গ) 
স্টার টপোলজি
Ο ঘ) 
মেশ টপোলজি

  সঠিক উত্তর: (খ)

৯৮.
তথ্য কাদের জন্য উন্মুক্ত?
Ο ক) 
বিশেষ কোনো প্রতিষ্ঠানের জন্য
Ο খ) 
সবার জন্য
Ο গ) 
নিজেদের জন্য
Ο ঘ) 
সরকারের জন্য

  সঠিক উত্তর: (খ)

মাহী, অর্ণব ও সামী তিন ভাই। তাদের বাসায় মোট ৪টি কম্পিউটার ও একটি প্রিন্টার আছে। তাদের বাসায় নেটওয়ার্ক স্থাপনের জন্য জামীকে ডেকে নিয়ে গেল। জামী তাদের বাসায় একটি নেটওয়ার্ক স্থাপন করে দিল এবং প্রিন্টারটি মাহীর কম্পিউটারে সংযোগ করে শেয়ার করে দিল।
৯৯.
উক্ত নেটওয়ার্কে বসে সামী একই সময়ে কয়টি কম্পিউটার ব্যবহার করতে পারবে?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (ঘ)

১০০.
প্রিন্টার দিয়ে-
i. সামী প্রিন্ট করতে পারবে
ii. মাহী প্রিন্ট করতে পারবে
iii. অর্ণব প্রিন্ট করতে পারবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

1 টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...