NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৫ (251-500)

২৫১.
মিশরীয়দের চিত্রকলায় যে বৈচিত্র্য পরিলক্ষিত হয়-
i. সাদা রং ব্যবহার
ii. ধর্মীয় বিশ্বাস
iii. মন্দিরের দেয়ালে ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫২.
সিন্ধুবাসীরা যে ধরনের অলংকার তৈরিতে পারদর্শী ছিল-
i. আংটি
ii. নাকফুল
iii. নূপুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৫৩.
পেরিক্লিস যে বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা করেন-
i. প্রমাসন
ii. আইন
iii. বিচার বিভাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫৪.
‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ মহাকাব্যের অপূর্ব নিদর্শন যা আজও মানব সমাজে মূল্যবান সম্পদ। এটি কোন সময়কালকে সমর্থন করে-
i. প্রাচীন ইতালিয়ান
ii. প্রাচীন রোম
iii. প্রাচীন গ্রিস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

২৫৫.
ফারাওকে কিসের মতো শক্তিশালী মতে করা হতো?
Ο ক) 
বাঘ
Ο খ) 
হাতি
Ο গ) 
সিংহ
Ο ঘ) 
হায়না

  সঠিক উত্তর: (গ)

২৫৬.
মিশরের পূর্ব নাম কি?
Ο ক) 
ইজিপ্ট
Ο খ) 
মেসোপটেমিয়া
Ο গ) 
পারস্য
Ο ঘ) 
পিরামিড

  সঠিক উত্তর: (ক)

২৫৭.
প্লেবিয়ানরা অধিকার আদায়ে সক্ষম হয় কীভাবে?
Ο ক) 
ক্রমাগত সংগ্রামের মাধ্যমে
Ο খ) 
আইনের মাধ্যমে
Ο গ) 
নির্বাচনের মাধ্যমে
Ο ঘ) 
শিক্ষাগ্রহণের মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

২৫৮.
সিন্ধু সভ্যতাকে বলা হয়-
Ο ক) 
হরপ্পা সাংস্কৃতি
Ο খ) 
আহমেদাবাদ সভ্যতা
Ο গ) 
মহেঞ্জোদারো সংস্কৃতি
Ο ঘ) 
বিজয়পুর সংস্কৃতি

  সঠিক উত্তর: (ক)

২৫৯.
মিশরের ছোট ছোট নগর রাষ্ট্রগুলোকে বলা হতো-
Ο ক) 
নোম
Ο খ) 
নেম
Ο গ) 
বেমা
Ο ঘ) 
মেনো

  সঠিক উত্তর: (ক)

২৬০.
স্পার্টা সরকারের মূল উদ্দেশ্যে ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা ও যুদ্ধ পরিচলনা করা। এর পরিপ্রেক্ষিতে বলা যায়-
i. স্পার্টানদের জীবন স্টার্টা রক্ষার জন্যই নিয়োজিত ছিল
ii. স্পার্টা সমাজ তৈরি হয়েছিল যুদ্ধের প্রয়োজনকে ঘিরে
iii. স্পার্টার জীবনযাত্রার উল্লেখযোগ্য বিষয় ছিল কঠোর শৃঙ্খলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬১.
মিশরের অর্থনীতির মূল উৎস ছিল-
Ο ক) 
মৎস
Ο খ) 
পশুপালন
Ο গ) 
কৃষি
Ο ঘ) 
শিল্প

  সঠিক উত্তর: (গ)

২৬২.
গ্রিক নগর রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠে কীভাবে?
Ο ক) 
টাইবার নদীর কারণে
Ο খ) 
স্থাপত্য শিল্পের জন্য
Ο গ) 
অলিম্পিক খেলাকে ঘিরে
Ο ঘ) 
মন্দির প্রতিষ্ঠার জন্য

  সঠিক উত্তর: (গ)

২৬৩.
গ্রিক সভ্যতা আবিস্কৃত হয়-
i. ঈজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে
ii. এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে
iii. ইউরোপ মহাদেশের উত্তর প্রান্তে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর:

২৬৪.
মিশরের উত্তরে কী রয়েছে?
Ο ক) 
লোহিত সাগর
Ο খ) 
সাহায্য মরুভূমি
Ο গ) 
ভূমধ্যসাগর
Ο ঘ) 
আফ্রিকা

  সঠিক উত্তর: (গ)

২৬৫.
আদিম যুগে মানুষ কীভাবে খাদ্যের সংস্থান করতো?
Ο ক) 
বনে বনে ঘুরে
Ο খ) 
কৃষিকাজ করে
Ο গ) 
পশুপালন করে
Ο ঘ) 
মাছ শিকার করে

  সঠিক উত্তর: (ক)

২৬৬.
গ্রিকদের নিকট জ্ঞানের দেবতার ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
জিউস
Ο খ) 
এ্যাপোলো
Ο গ) 
পোসিডন
Ο ঘ) 
এথেনা

  সঠিক উত্তর: (ঘ)

২৬৭.
নাগরিকের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে রোমানদের জন্য কোন আইনটি অধিক যুক্তিযুক্ত ছিল?
Ο ক) 
সামরিক আইন
Ο খ) 
বেসামরিক আইন
Ο গ) 
সামাজিক আইন
Ο ঘ) 
প্রাকৃতিক আইন

  সঠিক উত্তর: (ঘ)

২৬৮.
বিভিন্ন দেশ থেকে মিশরে আমদানি করা হতো-
i. স্বর্ণ
ii. রৌপ্য
iii. হাতির দাঁত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬৯.
খ্রিষ্টান ধর্মকে রোমান সরকারি ধর্মে পরিণত করেন কে?
Ο ক) 
সম্রাট কন্সটানটাইন
Ο খ) 
ওভিদ
Ο গ) 
সম্রাট জাসটিনিয়ন
Ο ঘ) 
ইতিহাসবিদ লিভি

  সঠিক উত্তর: (ক)

২৭০.
গ্রিকরা প্রথম বিজ্ঞানচর্চার সূত্রপাত করেন কখন?
Ο ক) 
খ্রি. পূর্ব ৫০০ অব্দে
Ο খ) 
খ্রি. পূর্ব ৬০০ অব্দে
Ο গ) 
খ্রি. পূর্ব ৭০০ অব্দে
Ο ঘ) 
খ্রি. পূর্ব ৮০০ অব্দে

  সঠিক উত্তর: (খ)

২৭১.
কখন থেকে ঐতিহাসিক যুগের শুরু?
Ο ক) 
যখন আগুন আবিষ্কার হয়
Ο খ) 
যখন কৃষিকাজ শুরু হয়
Ο গ) 
যখন পাথরের হাতিয়ার আবিষ্কার হয়
Ο ঘ) 
যখন থেকে ইতিহাস লিখিতভাবে পাওয়া যায়

  সঠিক উত্তর: (ঘ)

২৭২.
প্লেবিয়ানরা ক্রমাগত সংগ্রামে মিলিত হয়। এর যথার্থ কারণ হলো-
Ο ক) 
তারা শ্বৈরাচারী ছিল
Ο খ) 
সমাজে তারা বঞ্চিত শ্রেণি ছিল
Ο গ) 
তারা বিদ্রোহী ছিল
Ο ঘ) 
তারা জনকল্যাণ নিশ্চিত করত

  সঠিক উত্তর: (খ)

২৭৩.
পাঞ্জাবের পশ্চিম দিকে হরপ্পা নামক স্থানে প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয় কত সালে?
Ο ক) 
১৯২২-২৩ সালে
Ο খ) 
১৯২৩-২৪ সালে
Ο গ) 
১৯২৪-২৫ সালে
Ο ঘ) 
১৯২৫-২৬ সালে

  সঠিক উত্তর: (ক)

২৭৪.
সিন্ধু সভ্যতার যুগে কোন পরিবার পদ্ধতি চালু ছিল?
Ο ক) 
একক
Ο খ) 
যৌথ
Ο গ) 
পিত্রতান্ত্রিক
Ο ঘ) 
মাতৃতান্ত্রিক

  সঠিক উত্তর: (ক)

২৭৫.
রাস্তার পাশে বৃহৎ মিলনায়তন দেখলে প্রাচীন কোন সভ্যতার কথা মনে পড়ে?
Ο ক) 
সিন্ধু
Ο খ) 
পারস্য
Ο গ) 
রোমান
Ο ঘ) 
গ্রিক

  সঠিক উত্তর: (ক)

২৭৬.
পাচীন মিশরীয়দের সূর্য দেবতার নাম কী?
Ο ক) 
রে, বা আমন-রে
Ο খ) 
ইখনাটন
Ο গ) 
ওসিরিস
Ο ঘ) 
এটন

  সঠিক উত্তর: (ক)

২৭৭.
আদিম যুগের মানুষের হাতিয়ার হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
তলোয়ার
Ο খ) 
বন্ধুক
Ο গ) 
বাঁটি-কোদাল
Ο ঘ) 
পাথর

  সঠিক উত্তর: (ঘ)

২৭৮.
মিশরীয়রা প্রথম দিকে কীভাবে মনের ভাব প্রকাশ করত?
Ο ক) 
ইশারায়
Ο খ) 
ছবি একে
Ο গ) 
লিখে
Ο ঘ) 
সংখ্যা গুণে

  সঠিক উত্তর: (খ)

২৭৯.
সম্রাটকে ঈশ্বর হিসেবে পূজা করা রীতি চালু করে কোন রোমান সম্রাট?
Ο ক) 
জুলিয়াস সিজার
Ο খ) 
অগাস্টাস সিজার
Ο গ) 
রোমিউলাস
Ο ঘ) 
কন্সটানটাইন

  সঠিক উত্তর: (খ)

২৮০.
পেপার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
Ο ক) 
প্যাপিরাস
Ο খ) 
প্যাপিয়াশ
Ο গ) 
ক্যাপিয়াস
Ο ঘ) 
পাপেয়াস

  সঠিক উত্তর: (ক)

২৮১.
প্রাচীন মিশরে মানুষ প্রশাসন ব্যবস্থা গড়ে তুলল কেন?
Ο ক) 
বিশৃ্ঙ্খলা নিয়ন্ত্রণের জন্য
Ο খ) 
রাষ্ট্র পরিচালনার জন্য
Ο গ) 
সমাজ পরিচালনার জন্য
Ο ঘ) 
যুদ্ধ নিয়ন্ত্রনের জন্য

  সঠিক উত্তর: (ক)

২৮২.
পরপ্পা ও মহেঞ্জোদারোতে কয়টি সিল পওয়া যায়?
Ο ক) 
২১০০টি
Ο খ) 
২৩০০টি
Ο গ) 
২৫০০টি
Ο ঘ) 
২৭০০টি

  সঠিক উত্তর: (গ)

২৮৩.
মিশরীয়রা মমি তৈরি করত কেন?
Ο ক) 
মৃতদেহ তাজা রাখার জন্য
Ο খ) 
মাংস সংরক্ষণের জন্য
Ο গ) 
মাছ সংরক্ষণের জন্য
Ο ঘ) 
খাবার সংরক্ষণের জন্য

  সঠিক উত্তর: (ক)

২৮৪.
রোমন সম্রাজ্যের পতনের সময়কালের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
৪৭৩ খ্রিস্টাব্দে
Ο খ) 
৪৭৪ খ্রিস্টাব্দে
Ο গ) 
৪৭৫ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
৪৭৬ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

২৮৫.
ফারাও পদটি কীভাবে অর্জিত হতো?
Ο ক) 
নির্বাচনের মাধ্যমে
Ο খ) 
শক্তির ভিত্তিতে
Ο গ) 
বংশানুক্রমিকভাবে
Ο ঘ) 
যোগ্যতার ভিত্তিতে

  সঠিক উত্তর: (গ)

২৮৬.
চারকোণা আকৃতির বাটখাড়াগুলো কেমন ছিল?
Ο ক) 
ছোট
Ο খ) 
বড়
Ο গ) 
মাঝারি
Ο ঘ) 
মধ্যম

  সঠিক উত্তর: (ক)

২৮৭.
পেলোপনেসীয় লীগ গঠিত হয় কাদের নিয়ে?
Ο ক) 
এথেন্স ও তার বন্ধুরাষ্ট্রগুলো নিয়ে
Ο খ) 
স্পার্টা ও তার বন্ধুরাষ্ট্রগুলো নিয়ে
Ο গ) 
গ্রিস ও তার বন্ধুরাষ্ট্রগুলো নিয়ে
Ο ঘ) 
এথেন্স ও স্পার্টার নগররাষ্ট্রগুলো নিয়ে

  সঠিক উত্তর: (খ)

২৮৮.
বৃহৎ মিলনায়তনের সাথে যোগসূত্র রয়েছে কোন সভ্যতার?
Ο ক) 
মিশরীয়
Ο খ) 
সিন্ধু
Ο গ) 
পারসিক
Ο ঘ) 
গ্রিক

  সঠিক উত্তর: (খ)

২৮৯.
রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কখন?
Ο ক) 
খ্রি. পূর্ব ৪১০ অব্দে
Ο খ) 
খ্রি. পূর্ব ৫১০ অব্দে
Ο গ) 
খ্রি. পূর্ব ৬১০ অব্দে
Ο ঘ) 
খ্রি. পূর্ব ৭১০ অব্দে

  সঠিক উত্তর: (খ)

২৯০.
সিন্ধুবাসীরা বিভিন্ন জিনিসপত্র তৈরিতে ব্যবহার করতো-
i. পাথর
ii. তামা
iii. ব্রোঞ্জ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯১.
আদিম যুগের মানুষ কীভাবে পমু শিকার করত?
Ο ক) 
কাঠের অস্ত্র দিয়ে
Ο খ) 
বাঁশের অস্ত্র দিয়ে
Ο গ) 
বালামের অস্ত্র দিয়ে
Ο ঘ) 
পাথরের অস্ত্র দিয়ে

  সঠিক উত্তর: (ঘ)

২৯২.
সিন্ধু সভ্যতায় সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ক)

২৯৩.
সিন্ধু সভ্যতায় বাড়িগুলোর মাঝখানে কয় ফুট চওড়া গলিপতের অস্তিত্ব পাওয়া যায়?
Ο ক) 
২ ফুট
Ο খ) 
৩ ফুট
Ο গ) 
৪ ফুট
Ο ঘ) 
৫ ফুট

  সঠিক উত্তর: (ঘ)

২৯৪.
কোনটি না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো?
Ο ক) 
নীলনদ
Ο খ) 
বন
Ο গ) 
বৃষ্টিপাত
Ο ঘ) 
শিলাবৃষ্টি

  সঠিক উত্তর: (ক)

২৯৫.
রোমানরা যোদ্ধাজাতিতে পরিণত হয় কীভাবে?
Ο ক) 
সামরিক শিক্ষার মাধ্যমে
Ο খ) 
বর্বরতার জন্য
Ο গ) 
সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে
Ο ঘ) 
গ্রিক সভ্যতার জন্য

  সঠিক উত্তর: (গ)

২৯৬.
মিশরীয়রা ফারাওদের দেহ তাজা রাখা পদ্ধতি আবিষ্কার করে কেন?
Ο ক) 
তারা বিশ্বাস করত ফারাওরা পরবর্তীতে রাজা হবে
Ο খ) 
তারা ফারাওদের খুব ভালোবাসত বলে
Ο গ) 
ফারাওরা খুব ধার্মিক ছিল বলে
Ο ঘ) 
ফারাওরা দেশপ্রেমিক ছিল বলে

  সঠিক উত্তর: (ক)

২৯৭.
গ্রিসের ইতিহাসে অন্ধকার যুগ কোনটি?
Ο ক) 
একাদশ থেকে দ্বাদশ
Ο খ) 
দ্বাদশ থেকে নবম শতক
Ο গ) 
নবম থেকে সপ্তম শতক
Ο ঘ) 
সপ্তম থেকে চতুর্থ শতক

  সঠিক উত্তর: (খ)

২৯৮.
মিশরীয়রা কোন বিষয়টি তাদের প্রয়োজনের তাগিদে আয়ত্ব করে?
Ο ক) 
নীতিশাস্ত্র
Ο খ) 
জ্যোতিষশাস্ত্র
Ο গ) 
অর্থশাস্ত্র
Ο ঘ) 
ভূগোল শাস্ত্র

  সঠিক উত্তর: (খ)

২৯৯.
মিশরীয়রা অঙ্কশাস্ত্রের কয়টি শাখা প্রচলন করে?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (ক)

৩০০.
নীলনদ কোথায় পতিত হয়েছে?
Ο ক) 
আরব সাগরে
Ο খ) 
লোহিত সাগরে
Ο গ) 
ভূমধ্যসাগরে
Ο ঘ) 
আটলান্টিক মহাসাগরে

  সঠিক উত্তর: (গ)

৩০১.
ফারাও কিসের মতো শক্তিশালী ছিলেন?
Ο ক) 
সিংহের
Ο খ) 
বাঘের
Ο গ) 
বিড়ালের
Ο ঘ) 
শিয়ালের

  সঠিক উত্তর: (ক)

৩০২.
সিন্ধু সভ্যতার মানুষ কীভাবে বসবাস করত?
Ο ক) 
যাযাবররূপে
Ο খ) 
সমাজবদ্ধ পরিবেশে
Ο গ) 
অসামাজিকভাবে
Ο ঘ) 
গোত্রে বিভক্ত হয়ে

  সঠিক উত্তর: (খ)

৩০৩.
গ্রিসের ইতিহাসে অন্ধকার যুগ হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
খ্রিস্টপূর্ব ১২-৯) শতকে
Ο খ) 
খ্রিস্টপূর্ব ১২-৮) শতকে
Ο গ) 
খ্রিস্টপূর্ব ১২-৭) শতকে
Ο ঘ) 
খ্রিস্টপূর্ব ১২-৬) শতকে

  সঠিক উত্তর: (ক)

৩০৪.
আদিম যুগে মানুষ কোনটি জানত?
Ο ক) 
কৃষিকাজ
Ο খ) 
পশুপালন
Ο গ) 
ফলমূল সংগ্রহ
Ο ঘ) 
ফসল সংরক্ষণ

  সঠিক উত্তর: (গ)

৩০৫.
রোমানদের অন্যতম প্রধান দেবতা কে?
Ο ক) 
নেপচুন
Ο খ) 
মারস
Ο গ) 
জুপিটার
Ο ঘ) 
ভালকন

  সঠিক উত্তর: (গ)

৩০৬.
মটিমার হুইলারের মতে মহেঞ্জোদারোর শস্যাগারটিতে কত বর্গফুট স্তান ছিল?
Ο ক) 
৮০০০ বর্গফুট
Ο খ) 
৯০০০ বর্গফুট
Ο গ) 
১০,০০০ বর্গফুট
Ο ঘ) 
১১০০০ বর্গফুট

  সঠিক উত্তর: (খ)

৩০৭.
হোমারের যুগের অর্থনীতির মূল উৎস কী?
Ο ক) 
কৃষি ও মৎস্যভিত্তিক
Ο খ) 
শিল্পভিত্তিক
Ο গ) 
কৃষি ও পশুপালন ভিত্তিক
Ο ঘ) 
ব্যবসা-বাণিজ্য ভিত্তিক

  সঠিক উত্তর: (গ)

৩০৮.
কোন দেশকে তিনটি মহাদেশ ঘিরে রেখেছে?
Ο ক) 
ইরাক
Ο খ) 
ইরান
Ο গ) 
পাকিস্তান
Ο ঘ) 
মিশর

  সঠিক উত্তর: (ঘ)

৩০৯.
পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে কারা?
Ο ক) 
গ্রিকরা
Ο খ) 
পারসিকরা
Ο গ) 
মিশরীয়রা
Ο ঘ) 
অ্যাসেরীয়রা

  সঠিক উত্তর: (গ)

৩১০.
রোমীয় ভাস্কর্যের চরম বিকাশ ঘটে কীভাবে?
Ο ক) 
মন্দির নির্মাণের মাধ্যমে
Ο খ) 
গম্বুজ নির্মাণের মাধ্যমে
Ο গ) 
দেয়ালের গায়ে নকশা আকার মাধ্যমে
Ο ঘ) 
মানুষের পূর্ণায়ব ও আবক্ষ মূর্তি নির্মাণে

  সঠিক উত্তর: (ঘ)

৩১১.
মিশরীয় অর্থনীতি ও সামাজিক কাঠামো ভেঙে পড়ে কেন?
Ο ক) 
ফারাওগণের পুরস্কারের কারণে
Ο খ) 
জনগণের বিদ্রোহের কারণে
Ο গ) 
পুরোহিতদের দুর্নীতির কারণে
Ο ঘ) 
বিভিন্ন যুদ্ধের কারণে

  সঠিক উত্তর: (গ)

৩১২.
সিন্ধু সভ্যতার সমাজব্যবস্থা কেমন ছিল?
Ο ক) 
পিতৃতান্ত্রিক
Ο খ) 
মাতৃতান্ত্রিক
Ο গ) 
পিতৃসূত্রীয়
Ο ঘ) 
ভ্রাতৃপ্রধান

  সঠিক উত্তর: (খ)

৩১৩.
যখন থেকে ইতিহাস লিখিত আকারে পাওয়া যায় একে কী বলা হয়?
Ο ক) 
প্রাগৈতিহাসিক যুগ
Ο খ) 
আধুনিক যুগ
Ο গ) 
ঐতিহাসিক যুগ
Ο ঘ) 
রাজবংশীয় যুগ

  সঠিক উত্তর: (গ)

৩১৪.
রাজতন্ত্রের পতনের পর রোমের জনগণ কয়টি ভাগে বিভক্ত হয়ে যায়?
Ο ক) 
দুটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (ক)

৩১৫.
প্রাচীন রোম কৃষিনির্ভর ছিল কেন?
Ο ক) 
জমির উর্বরতার জন্য
Ο খ) 
কৃষি বিকাশের জন্য
Ο গ) 
কৃষিজীবীদের জন্য
Ο ঘ) 
কৃষি লাভবান ছিল বলে

  সঠিক উত্তর: (খ)

৩১৬.
বজ্র ও বিদ্যুৎ কেন হয়?
Ο ক) 
যিউসের ক্রোধের কারণে
Ο খ) 
আবহাওয়া উত্তপ্তর কারণে
Ο গ) 
প্রাকৃতিক কারণে
Ο ঘ) 
জোয়ার ভাটার কারণে

  সঠিক উত্তর: (গ)

৩১৭.
স্পার্টার সমাজ তৈরি হয়েছিল কেন?
Ο ক) 
সমাজ উন্নয়নের জন্য
Ο খ) 
যুদ্ধের প্রয়োজনকে ঘিরে
Ο গ) 
সভ্যতার জন্য
Ο ঘ) 
সামরিক শক্তির জন্য

  সঠিক উত্তর: (খ)

৩১৮.
গ্রিকদের মধ্যে সাংস্কৃতিক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
ফুটবল খেলা
Ο খ) 
ক্রিকেট খেলা
Ο গ) 
দাবা খেলা
Ο ঘ) 
অলিম্পিক খেলা

  সঠিক উত্তর: (ঘ)

৩১৯.
সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ সর্বপ্রথম কারা নির্ণয় করেন?
Ο ক) 
মুসলিম জ্যোতির্বিদরা
Ο খ) 
গ্রিক জ্যোতির্বিদরা
Ο গ) 
চৈনিক জ্যোতির্বিদরা
Ο ঘ) 
রোমান জ্যোতির্বিদরা

  সঠিক উত্তর: (খ)

৩২০.
সিন্ধু সভ্যতায় প্রধান রাস্তার প্রস্থে কত ফুট ছিল?
Ο ক) 
৩০ ফুট
Ο খ) 
৩২ ফুট
Ο গ) 
৩৩ ফুট
Ο ঘ) 
৩৫ ফুট

  সঠিক উত্তর: (ঘ)

৩২১.
সায়মা একটি দেশে শিক্ষা সফরে যায় যে দেশটি নীল নদের তীরে অবস্থিত। দেশটির নাম কী?
Ο ক) 
মিশর
Ο খ) 
ইরাক
Ο গ) 
তুরস্ক
Ο ঘ) 
আফগানিস্তান

  সঠিক উত্তর: (ক)

৩২২.
শফিক স্যার বললেন, আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা একজন দার্শনিকের শিক্ষার মূল লক্ষ্য ছিল। শফিক স্যার নিচের কোন দার্শনিকের বিষয়ে আলোকপাত করেছেন?
Ο ক) 
লাওসে
Ο খ) 
কনফুসিয়াস
Ο গ) 
সক্রেটিস
Ο ঘ) 
প্লেটো

  সঠিক উত্তর: (গ)

৩২৩.
হাদিস হলো-
i. ইসলামের প্রতিচ্ছায়া
ii. কুরআনের ব্যাখ্যা
iii. ইসলামের প্রতিচ্ছবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩২৪.
পরিমাপ পদ্ধতির উদ্ভাবক হিসেবে নিচের কোন সভ্যতাটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
প্রাচীন সভ্যতা
Ο খ) 
মিশরীয় সভ্যতা
Ο গ) 
সিন্ধু সভ্যতা
Ο ঘ) 
গ্রিক সভ্যতা

  সঠিক উত্তর: (ঘ)

৩২৫.
কার নেতৃত্বে হরপ্পায় প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কার হয়?
Ο ক) 
রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের
Ο খ) 
দয়ারাম সাহানীর
Ο গ) 
জন মার্শালের
Ο ঘ) 
তারানাথ বন্দ্যোপাধ্যায়ের

  সঠিক উত্তর: (খ)

৩২৬.
ঐতিহাসিকদের মতে কিসের কারণে সিন্ধু সভ্যতার অবসান ঘটে?
Ο ক) 
প্রাকৃতিক দুর্যোগ
Ο খ) 
অর্থনৈতিক সংকটে
Ο গ) 
আর্যদের আক্রমণে
Ο ঘ) 
দ্রাবিড়দের আক্রমণে

  সঠিক উত্তর: (গ)

৩২৭.
পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়, এটি কারা প্রথম প্রমাণ করেন?
Ο ক) 
গ্রিকরা
Ο খ) 
চৈনিকরা
Ο গ) 
পারসিকরা
Ο ঘ) 
ভারতীয়রা

  সঠিক উত্তর: (ক)

৩২৮.
মহেঞ্জোদারের স্নানাগারের মূল কক্ষের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
Ο ক) 
দোতলা বিশিষ্ট ছিল
Ο খ) 
তিনতলা বিশিষ্ট ছিল
Ο গ) 
চারতলা বিশিষ্ট ছিল
Ο ঘ) 
পাঁচতলা বিশিষ্ট ছিল

  সঠিক উত্তর: (ক)

৩২৯.
খুফুর পিরামিডের উচ্চতা কত ফুট ছিল?
Ο ক) 
৩২০ ফুট
Ο খ) 
৩৩০ ফুট
Ο গ) 
৪২০ ফুট
Ο ঘ) 
৪৫০ ফুট

  সঠিক উত্তর: (ঘ)

৩৩০.
সিন্ধু সভ্যতা কিসের সমসাময়িক?
Ο ক) 
প্রাচীন সভ্যতার
Ο খ) 
মিশরীয় সভ্যতার
Ο গ) 
চৈনিক সভ্যতার
Ο ঘ) 
গ্রিক সভ্যতার

  সঠিক উত্তর: (ক)

৩৩১.
প্লেবিয়ানদের কখনও কখনও দাসে পরিনত করা হতো কেন?
Ο ক) 
সামরিক শিক্ষা গ্রহণ না করলে
Ο খ) 
ঋণ শোধ না করার জন্য
Ο গ) 
ক্ষমতাশালী না হওয়ার জন্য
Ο ঘ) 
যুদ্ধে পরাজিত হলে

  সঠিক উত্তর: (খ)

৩৩২.
মিশরীয়রা কাগজ বানাতে শেখে-
Ο ক) 
বাঁশ দিয়ে
Ο খ) 
পাটখড়ি দিয়ে
Ο গ) 
ঘাস দিয়ে
Ο ঘ) 
নালখাগড়া দিয়ে

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৩.
আদিম যুগের মানুষ কি জানত না?
Ο ক) 
কৃষি
Ο খ) 
ব্যবসায়
Ο গ) 
লেখাপড়া
Ο ঘ) 
রান্না করা

  সঠিক উত্তর: (ক)

৩৩৪.
সূর্যগ্রহণের প্রথম প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন কে?
Ο ক) 
জিউস
Ο খ) 
থালেস
Ο গ) 
সক্রেটিস
Ο ঘ) 
পেরিক্লিস

  সঠিক উত্তর: (খ)

৩৩৫.
ক্লাসের শিক্ষক বললেন, দুটি সভ্যতার সময়কাল নিয়ে ইতিহাসবিদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কোন দুটি সভ্যতার কথা বলা হয়েছে?
Ο ক) 
মেসোপটেমীয় ও মিশরীয় সভ্যতা
Ο খ) 
সিন্ধু ও চৈনিক সভ্যতা
Ο গ) 
অ্যাশেরীয় ও সুমেরীয় সভ্যতা
Ο ঘ) 
রোমান ও মিশরীয় সভ্যতা

  সঠিক উত্তর: (খ)

৩৩৬.
মিশরীয়রা সর্বপ্রথম বর্ণমালা আবিষ্কার করে কখন?
Ο ক) 
তিন হাজার বছর পূর্ব
Ο খ) 
চার হাজার পূর্বে
Ο গ) 
পাঁচ হাজার বছর পূর্বে
Ο ঘ) 
ছয় হাজার বছর পূর্বে

  সঠিক উত্তর: (গ)

৩৩৭.
মাইসিনীয় সভ্যতার নামকরণ করা হয় কিসের অনুসারে?
Ο ক) 
মাইসিনি সগরের নামানুসারে
Ο খ) 
মাইসিনি দ্বীপের নামানুসারে
Ο গ) 
মাইসিনি সাগরের নামানুসারে
Ο ঘ) 
মাইসিনি মহাকাব্যের নামানুসারে

  সঠিক উত্তর: (ক)

৩৩৮.
মিশরের সভ্যতার লোকজন পূজা করত-
i. জীবজন্তুর
ii. জড়বস্তুর
iii. পিতামাতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৩৯.
গ্রিক সভ্যতাকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

৩৪০.
একটু বৃষ্টি হলে ঢাকা শহরের অনেক রাস্তার পানি জমে যায় ফলে জনজীবনে দুর্ভোগের সীমা থাকে না। এই দুর্ভোগ দূর করতে কোন সভ্যতার শিক্ষালাভ করা যায়?
Ο ক) 
মিশরীয়
Ο খ) 
সিন্ধু
Ο গ) 
চৈনিক
Ο ঘ) 
মেসোপটেমীয়

  সঠিক উত্তর: (খ)

৩৪১.
সিন্ধু সভ্যতার কারিগররা ছিল অত্যন্ত দক্ষ। এর পরিচয় পাওয়া যায় যে ক্ষেত্রে-
i. মৃৎশিল্পে
ii. তাঁত শিল্পের
iii. হস্ত শিল্পের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪২.
কালোসিয়াম নাট্যশালায় এক সঙ্গে কয় জন দর্শক বসতে পারে?
Ο ক) 
৫৬০০ জন
Ο খ) 
৫৭০০ জন
Ο গ) 
৫৮০০ জন
Ο ঘ) 
৫৯০০ জন

  সঠিক উত্তর: (ক)

৩৪৩.
চিত্রলিপিকে কী বলা হয়?
Ο ক) 
আদি অক্ষর
Ο খ) 
যুক্ত অক্ষর
Ο গ) 
পবিত্র অক্ষর
Ο ঘ) 
বাংলা অক্ষর

  সঠিক উত্তর: (গ)

৩৪৪.
মিশর থেকে বিভিন্ন দেশে রপ্তানি হতো-
i. গম
ii. লিলেন কাপড়
iii. মাটির পাত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৫.
গ্রিসে কয় বছর পর পর অলিম্পিক খেলা অনুষ্ঠিত হতো?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (গ)

৩৪৬.
প্রাচীন ভারতে সভ্যতার নিদর্শনগুলো কীভাবে মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল?
Ο ক) 
ক্ষয়প্রাপ্ত হয়ে
Ο খ) 
দেওয়াল ভেঙে
Ο গ) 
পাহাড় ধসে
Ο ঘ) 
আগুনে পুড়ে

  সঠিক উত্তর: (ক)

৩৪৭.
রোম নগরীর ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-
i. ভাষা ছিল লাতিন
ii. সাত পর্বতের নগরীও বলা হতো
iii. প্রতিষ্ঠাতা রাজা রোমিউলাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৮.
রোমান প্রজাতন্ত্রের পতনের পর জনগণ বিভক্ত হয়ে পড়ে-
i. প্যাট্রিসিয়ান
ii. হিপোক্রেসিয়ান
iii. প্লিবিয়ান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৪৯.
মহেঞ্জোদারো ও হরপ্পা নগরীর চারদিক সরক্ষিত ছিল-
Ο ক) 
প্রাচীরদ্বারা
Ο খ) 
খালদ্বারা
Ο গ) 
পাহাড়দ্বারা
Ο ঘ) 
জঙ্গলদ্বারা

  সঠিক উত্তর: (ক)

৩৫০.
প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়?
Ο ক) 
আলেকজান্দ্রিয়ায়
Ο খ) 
এজিয়ানে
Ο গ) 
আইয়োনীয়ায়
Ο ঘ) 
এথেন্সে

  সঠিক উত্তর: (ঘ)

৩৫১.
পরিকল্পিত নগরী কোন সভ্যতার অবদান?
Ο ক) 
সিন্ধু
Ο খ) 
মিশরীয়
Ο গ) 
চৈনিক
Ο ঘ) 
রোমান

  সঠিক উত্তর: (ক)

৩৫২.
সব সভ্যতার যেমন উত্থান ছিল তেমনি এর পতনও ছিল। সিন্ধু সভ্যতাটির উত্থান ঘটে কখন?
Ο ক) 
৩৫০০ খ্রিষ্ট পূর্বাব্দে
Ο খ) 
১৫০০ খ্রিষ্ট পূর্বাব্দে
Ο গ) 
১০০০ খ্রিষ্ট পূর্বাব্দে
Ο ঘ) 
৫০০ খ্রিষ্ট পূর্বাব্দে

  সঠিক উত্তর: (ক)

৩৫৩.
ফারাওরা নিজেদের কোন দেবতার বংশধর মনে করতো?
Ο ক) 
সূর্য দেবতা
Ο খ) 
অগ্নি দেবতা
Ο গ) 
শক্তি দেবতা
Ο ঘ) 
বায়ু দেবতা

  সঠিক উত্তর: (ক)

৩৫৪.
ফারাও চতুর্থ আমেনহেটেন কাদের হাত হতে ধর্মকে রক্ষার জন্য এগিয়ে আসে?
Ο ক) 
পারস্যদের
Ο খ) 
দস্যুদের
Ο গ) 
পুরোহিতদের
Ο ঘ) 
পাপ্রিদের

  সঠিক উত্তর: (গ)

৩৫৫.
মিশরের ভৌগলিক অবস্থান ও ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য হলো-
Ο ক) 
আমাজান নদী
Ο খ) 
নীলনদ
Ο গ) 
সাহারা মরুভূমি
Ο ঘ) 
ভলগা নদী

  সঠিক উত্তর: (খ)

৩৫৬.
২০১২ সালে লন্ডনে একটি বিশেষ খেলার আয়োজন করা হয়। এ খেলাটি প্রাচীন গ্রিসে প্রথম শুরু হয়েছিল। এখানে কোন খেলার কথা বলা হয়েছে?
Ο ক) 
কমনওয়েলথ গেমস
Ο খ) 
বিশ্বকাপ ফুটবল
Ο গ) 
বিশ্বকাপ ক্রিকেট
Ο ঘ) 
অলিম্পিক গেমস

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৭.
স্পার্টা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিকক্ষেত্রে অনগ্রসর ছিল কেন?
Ο ক) 
সামরিক ক্ষেত্রে অত্যাধিক মনোযোগ দেওয়ায়
Ο খ) 
শিক্ষার অভাবে
Ο গ) 
নেতৃত্বের অভাবে
Ο ঘ) 
অর্থের অভাবে

  সঠিক উত্তর: (ক)

৩৫৮.
কী কারণে রাষ্ট্রপতি আবদুস� সাত্তারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়?
Ο ক) 
দেশে অস্থিতিশীলতা ও অস্থিরতা বিরাজ করায়
Ο খ) 
রাষ্ট্রপতির পদ বিতর্কিত করার অভিযোগে
Ο গ) 
তাঁর মেয়াদ শেষ হওয়ায়
Ο ঘ) 
দেশে অস্থিতিশীলতা ও অস্থিরতার অজুহাতে

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৯.
মহেঞ্জোদারো বর্তমানে পাকিস্তানের কোথায় অবস্থিত?
Ο ক) 
সিন্ধুতে
Ο খ) 
পাঞ্জাবে
Ο গ) 
লাহোরে
Ο ঘ) 
ইসলামাবাদে

  সঠিক উত্তর: (ক)

৩৬০.
জয়টি স্তরের মাধ্যমে হায়ারেগ্লিফিকের উত্তরণ হয়?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (খ)

৩৬১.
হায়ারেগ্লিরিফিক কী?
Ο ক) 
মিশরীয় লিপি
Ο খ) 
মেসোপটেমীয় লিপি
Ο গ) 
পারসীয় লিপি
Ο ঘ) 
গ্রিক লিপি

  সঠিক উত্তর: (ক)

৩৬২.
গ্রিসের সভ্যতার ধরন ভিন্ন ছিল। এর যথার্থ কারণ হলো-
i. উত্তপ্ত আবহাওয়া
ii. বৈচিত্র্যময় আবহাওয়া
iii. ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৬৩.
আলেকজান্ডার তার সাম্রাজ্যে কী ছড়িয়ে দেন?
Ο ক) 
দহ্রিক সংস্কৃতি
Ο খ) 
গ্রিক সংস্কৃতি
Ο গ) 
হেলেনিক সংস্কৃতি
Ο ঘ) 
গ্রিক সভ্যতা

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৪.
স্পার্টানদের জীবন কাদের রক্ষার জন্যই নিয়োজিত ছিল?
Ο ক) 
গ্রিকদের
Ο খ) 
মিশরীয়দের
Ο গ) 
স্পার্টাদের
Ο ঘ) 
চৈনিকদের

  সঠিক উত্তর: (গ)

৩৬৫.
পৃথিবীর শিল্পকলার ইতিহাসে স্বর্ণযুগের জন্ম দিয়েছিল কোন স্থাপত্য?
Ο ক) 
চৈনিক
Ο খ) 
রোমান
Ο গ) 
সিন্ধু
Ο ঘ) 
গ্রিক

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৬.
পারস্য কত খ্রি. পূর্বাব্দে মিশর দখল করে নেয়?
Ο ক) 
২৫২ খ্রি. পূর্বাব্দে
Ο খ) 
২২৫ খ্রি. পূর্বাব্দে
Ο গ) 
৫২৫ খ্রি. পূর্বাব্দে
Ο ঘ) 
৫৫৫ খ্রি. পূর্বাব্দে

  সঠিক উত্তর: (গ)

৩৬৭.
মিশরীয়দের প্রধান পুরোহিত কে ছিলেন?
Ο ক) 
ফারাও নিজে
Ο খ) 
ধর্মগুরু
Ο গ) 
জনগণের দ্বারা নির্বাচিত
Ο ঘ) 
মন্দিরের প্রধান

  সঠিক উত্তর: (ক)

৩৬৮.
মিশরীয় সভ্যতার গোড়াপত্তনের ক্ষেত্রে কার নেতৃত্ব সমর্থনযোগ্য?
Ο ক) 
কাশেমের
Ο খ) 
নেমেসের
Ο গ) 
মেনেসের
Ο ঘ) 
সেমেনের

  সঠিক উত্তর: (গ)

৩৬৯.
সিন্ধু সভ্যতার যুগে নগরের শাসনকর্তারা কোথায় বসবাস করতেন?
Ο ক) 
অট্টালিকায়
Ο খ) 
নিজগৃহে
Ο গ) 
শহরে
Ο ঘ) 
নগরের দূর্গে

  সঠিক উত্তর: (ঘ)

৩৭০.
গ্রিক সমাজে রাষ্ট্রের নির্দেশে কারা ধর্মীয় দায়িত্ব পালন করতেন?
Ο ক) 
মওলানারা
Ο খ) 
হুজুরেরা
Ο গ) 
পীরেরা
Ο ঘ) 
পুরোহিতরা

  সঠিক উত্তর: (ঘ)

৩৭১.
প্রতীক বলেন, হরপ্পা ও মহেঞ্জোদারোতে দুই-তিন তলা ঘরের সন্ধান মেলে। এ ঘরবাড়ি দেখে বুঝা যায় নগরবাসী ছিল-
Ο ক) 
ধনী
Ο খ) 
বিলাসী
Ο গ) 
আধুনিক
Ο ঘ) 
শৈল্পিক

  সঠিক উত্তর: (খ)

৩৭২.
সাকিবের রাষ্ট্র মানুষের উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে বেশি নজর দিত। উদ্দীপকের রাষ্ট্রের সাথে মিল রয়েছে?
Ο ক) 
রোম রাষ্ট্র
Ο খ) 
স্পার্টা রাষ্ট্র
Ο গ) 
গ্রিক রাষ্ট্র
Ο ঘ) 
এথেন্স

  সঠিক উত্তর: (খ)

৩৭৩.
সিন্ধু সভ্যতার অধিবাসীদের বাড়িতে ঢোকার দরজা কোন দিকে মুখ করা ছিল?
Ο ক) 
রাস্তার দিকে
Ο খ) 
পূর্বদিকে
Ο গ) 
পশ্চিম দিকে
Ο ঘ) 
দক্ষিণ দিকে

  সঠিক উত্তর: (ক)

৩৭৪.
গ্রিক সমাজে সন্তানের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল?
Ο ক) 
কারিগরদের
Ο খ) 
কৃষকদের
Ο গ) 
দাসদের
Ο ঘ) 
শ্রমিকদের

  সঠিক উত্তর: (গ)

৩৭৫.
মিশরীয় চিত্র শিল্পীরা অসাধারণ ছবি এঁকেছেন-
i. গীর্জার দেয়ালে
ii. মন্দিরের দেয়ালে
iii. পিরামিডের দেয়াল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৭৬.
সিন্ধু সভ্যতার মানুষ ধাতু ছাড়া দামি পাথরের সাহায্যে তৈরি করত-
Ο ক) 
আসবাবপত্র
Ο খ) 
অলংকার
Ο গ) 
মূর্তি
Ο ঘ) 
তৈজসপত্র

  সঠিক উত্তর: (খ)

৩৭৭.
মহেঞ্জোদারোতে কোন যুগের নিদর্শন পাওয়া যায়?
Ο ক) 
লোহ যুগের
Ο খ) 
পাথর যুগের
Ο গ) 
প্রস্তর যুগের
Ο ঘ) 
তাম্র ও ব্রোঞ্জ যুগের

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৮.
স্পার্টানদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে পিছিয়ে থাকার যথার্থ কারণ হলো-
Ο ক) 
গণতন্ত্রের অভাব
Ο খ) 
অর্থনৈতিক দুর্বলতা
Ο গ) 
বাণিজ্য ক্ষেত্রে অমনোযোগিতা
Ο ঘ) 
সামরিক ক্ষেত্রে মনোযোগ

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৯.
মিশরের কৃষি ব্যবস্থায় যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
i. নীলনদের পানি দ্বারা চাষাবাদ
ii. রাসায়নিক সার অধিক ব্যবহার
iii. গম, লিনেন কাপড় রপ্তানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৮০.
কোন সভ্যতার লোকেরা মৃত্যের কবরে তার ব্যবহার করা জিনিসপত্র ও অলংকার রেখে আসত?
Ο ক) 
মিশরীয় সভ্যতার
Ο খ) 
সিন্ধু সভ্যতার
Ο গ) 
চৈনিক সভ্যতার
Ο ঘ) 
মেসোপটেমিয় সভ্যতার

  সঠিক উত্তর: (খ)

৩৮১.
প্লেটো যে আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখিছিলেন তা তিনি কোন গ্রন্থে প্রকাশ করেছেন?
Ο ক) 
রিপাবলিক
Ο খ) 
পলিটিক্স
Ο গ) 
হোমার
Ο ঘ) 
ইলিয়ড

  সঠিক উত্তর: (ক)

৩৮২.
‘ক’ এ পূর্বপুরুষ ইন্দো-ইউরোপীয় ভাষার কথা বলা মেষপালক গোষ্ঠী থেকে আগত। নিচে উদ্দীপকের সাথে সাদৃশ রয়েছে-
Ο ক) 
গ্রিক জাতির
Ο খ) 
আর্য জাতির
Ο গ) 
রোম জাতির
Ο ঘ) 
একীয় জাতির

  সঠিক উত্তর: (ক)

৩৮৩.
মিশরের সবচেয়ে বড় পিরামিডটি সম্পর্কে সত্য বাক্য হলো-
i. সবচেয়ে বড় পিরামিডটি হচ্ছে ফারাও খুফুর পিরামিড
ii. এ পিরামিডটি গড়ে উঠেছিল তেরো একর জাগয়াজুড়ে
iii. এর উচ্চতা ছিল প্রায় সাড়ে চার শ ফুট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৪.
পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কোন সভ্যতার অবদান?
Ο ক) 
রোমান
Ο খ) 
মেসোপটেমীয়
Ο গ) 
গ্রিক
Ο ঘ) 
সিন্ধু

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৫.
মিশরীয় সভ্যতা মেনেসের নেতৃত্বে স্বমহিমায় উজ্জ্বল ছিল কত হাজার বছর ধরে?
Ο ক) 
এক
Ο খ) 
দেড়
Ο গ) 
দুই
Ο ঘ) 
আড়াই

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৬.
মহেঞ্জোদারোতে খনন কাজ করা হয় কার নেতৃত্বে?
Ο ক) 
জন মার্শালের
Ο খ) 
দয়ারাম সাহানীর
Ο গ) 
রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের
Ο ঘ) 
হরিনাথ বন্দ্যোপাধ্যায়ের

  সঠিক উত্তর: (গ)

৩৮৭.
স্পার্টা তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে ‘পলোপনেসীয় লীগ’ গঠন করেছিল কেন?
Ο ক) 
বাণিজ্যিক শক্তিকে সুদৃঢ় করতে
Ο খ) 
স্পার্টার সীমানা বৃদ্ধি করতে
Ο গ) 
নিজের সামরিক শক্তি বৃদ্ধি করতে
Ο ঘ) 
অর্থনৈতিক জোট গঠনে

  সঠিক উত্তর: (গ)

৩৮৮.
স্পার্টানদের শিক্ষাব্যবস্থার মূল উদ্দেশ্য কী ছিল?
Ο ক) 
ভালো সৈনিক তৈরি
Ο খ) 
রাজনৈতিক জ্ঞান অর্জন
Ο গ) 
রাষ্ট্রের তত্ত্বাবধান
Ο ঘ) 
সাংস্কৃতিক ক্ষেত্র অগ্রসর

  সঠিক উত্তর: (ক)

৩৮৯.
‘x’ সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জান না। ‘x’ সভ্যতার সাথে কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে?
Ο ক) 
প্রাচীন সভ্যতা
Ο খ) 
মিশরীয় সভ্যতা
Ο গ) 
সিন্ধু
Ο ঘ) 
গ্রিক সভ্যতা

  সঠিক উত্তর: (গ)

৩৯০.
মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন?
Ο ক) 
মমি রক্ষা করতে
Ο খ) 
স্থাপত্য শিল্প বিকাশে
Ο গ) 
বসবাস করতে
Ο ঘ) 
দুর্যোগকালে আশ্রয় নিতে

  সঠিক উত্তর: (ক)

৩৯১.
উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা কোনটি?
Ο ক) 
সিন্ধু সভ্যতা
Ο খ) 
বৌদ্ধ সভ্যতা
Ο গ) 
চৈনিক সভ্যতা
Ο ঘ) 
ইনকা সভ্যতা

  সঠিক উত্তর: (ক)

৩৯২.
গ্রিকরা গুরুত্ব দিয়েছেন-
i. সাধারণ শিক্ষার প্রতি
ii. নৈতিক শিক্ষার প্রতি
iii. ধর্মীয় শিক্ষার প্রতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৯৩.
সিন্ধু নদের তীরের মাটি খুড়েঁ প্রথম কোন নগরীর খোঁজ পাওয়া যায়?
Ο ক) 
হরপ্পা
Ο খ) 
মহেঞ্জোদারো
Ο গ) 
করাচি
Ο ঘ) 
পাঞ্জাব

  সঠিক উত্তর: (ক)

৩৯৪.
মহেঞ্জোদারোতে যে বৃহৎ স্নানাগার পাওয়া যায় দৈর্ঘ্য প্রস্থে এটি ছিল-
Ο ক) 
১৬০ বর্গফুট
Ο খ) 
১৭০ বর্গফুট
Ο গ) 
১৮০ বর্গফুট
Ο ঘ) 
১৯০ বর্গফুট

  সঠিক উত্তর: (গ)

৩৯৫.
প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
Ο ক) 
সিন্ধু
Ο খ) 
ইউফ্রেটিস
Ο গ) 
নীল
Ο ঘ) 
হোয়াংহো

  সঠিক উত্তর: (গ)

৩৯৬.
রোমের সিনেট যাদের নির্বাচন করত তাদের কী বলা হতো?
Ο ক) 
সিনেটর
Ο খ) 
কনসাল
Ο গ) 
কাউন্সিলর
Ο ঘ) 
সাংসদ

  সঠিক উত্তর: (খ)

৩৯৭.
মহেঞ্জোদারোতে যে বিরাট প্রাসাদের সন্ধান পাওয়া গেছে তা কত বর্গফুট?
Ο ক) 
২৫০’×৭০’ বর্গফুট
Ο খ) 
২৩০’×৭৮’ বর্গফুট
Ο গ) 
২৭০’×৩৫’ বর্গফুট
Ο ঘ) 
২৭৮’×৩৫’ বর্গফুট

  সঠিক উত্তর: (খ)

৩৯৮.
সিন্ধু সভ্যতার কুমারেরা কিসের ব্যবহার জানত?
Ο ক) 
গাড়ির
Ο খ) 
পোশাকের
Ο গ) 
আগুনের
Ο ঘ) 
চাকার

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৯.
রাষ্ট্রের তত্ত্বাবধানে বালকদের কঠোর নিয়মে রাখা হতো কত বছর বয়সে?
Ο ক) 
৫ বছর
Ο খ) 
৬ বছর
Ο গ) 
৭ বছর
Ο ঘ) 
৮ বছর

  সঠিক উত্তর: (গ)

৪০০.
প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীঁরে গড়ে উঠেছিল?
Ο ক) 
সিন্ধু নদ
Ο খ) 
নীলনদ
Ο গ) 
ইউফ্রেটিস
Ο ঘ) 
দজলা

  সঠিক উত্তর: (খ)

৪০১.
সিন্ধু সভ্যতার তামা আমদানি করতে হতো কেন?
Ο ক) 
তামার চাহিদা বেশি ছিল বলে
Ο খ) 
তামা খুব উপকারী ছিল বলে
Ο গ) 
তামা উৎপাদন হতো না বলে
Ο ঘ) 
তামা বেশি পাওয়া যেত না বলে

  সঠিক উত্তর: (ঘ)

৪০২.
মিশরীয়রা যে পাথরের মূর্তিগুলো তৈরি করে তা যে ভাবধারায় প্রভাবিত-
i. ধর্মীয়
ii. ব্যাপকতা
iii. দার্শনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪০৩.
উৎসবের দিনে গ্রিসে কিসের প্রতিযোগিতা হতো?
Ο ক) 
সাংস্কৃতিক প্রতিযোগিতা
Ο খ) 
সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
Ο গ) 
ক্রীড়া প্রতিযোগিতা
Ο ঘ) 
সাঁতার প্রতিযোগিতা

  সঠিক উত্তর: (গ)

৪০৪.
রোমান গণতন্ত্রের দিকে অগ্রসর হয় যেভাবে তা হলো-
i. প্যাট্রিয়াসিয়ান ও প্লিবিয়ানদের মধ্যকার সংগ্রাম
ii. প্লিবিয়ানরা সংগ্রামের মাধ্যমে ১২টি আইন লিখিতভাবে প্রণয়ন করে
iii. প্লিবিয়ানদের মধ্য থেকে দুজন কনসালের মধ্যে একজন কনসালের নিয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০৫.
আইন প্রণয়নের ক্ষেত্রে কাদের অবদান চিরস্মরণীয়?
Ο ক) 
মিশরীয়দের
Ο খ) 
গ্রিকদের
Ο গ) 
চৈনিকদের
Ο ঘ) 
রোমানদের

  সঠিক উত্তর: (ঘ)

৪০৬.
পাত্রের গায়ে সুন্দর নকশা আঁকতে পরত কারা?
Ο ক) 
মিশরীয় সভ্যতার মানুষ
Ο খ) 
সিন্ধু সভ্যতার মানুষ
Ο গ) 
গ্রিক সভ্যতার মানুষ
Ο ঘ) 
মেসোপটেমীয় সভ্যতার মানুষ

  সঠিক উত্তর: (খ)

৪০৭.
মিশরীয়রা নির্ণয় করত পারত-
i. চোখের রোগ
ii. দাঁতের রোগ
iii. পেটের রোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০৮.
তিনি পুরোহিত, রাষ্ট্রপ্রধান এবং তার মৃতদেহ সংরক্ষণের জন্য মমি করে রাখা হতো। বাক্যটিতে কার কথা বলা হয়েছে?
Ο ক) 
ফারাও
Ο খ) 
শাং রাজা
Ο গ) 
চৌরাজা
Ο ঘ) 
মৌ রাজা

  সঠিক উত্তর: (ক)

৪০৯.
রোমের শিল্পসাহিত্য সর্বক্ষেত্রে প্রভাবিত হয়েছিল-
i. গ্রীকদের দ্বারা
ii. দার্শনিকদের দ্বারা
iii. সম্রাটদের দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৪১০.
আল কুরআনের শ্রেষ্ঠত্ব, বৈশিষ্ট্য ও মাহাত্ম্য হচ্ছে-
i. এটি শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবনবিধান
ii. এটি সর্ববৃহৎ আসমানি কিতাব
iii. এটি সর্বশেষ আসমানি কিতাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪১১.
রোম নগরীর প্রতিষ্ঠাতা হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
রোমিউলাস
Ο খ) 
এসিউলাস
Ο গ) 
টুম্পাস
Ο ঘ) 
ট্রিটন

  সঠিক উত্তর: (ক)

৪১২.
মিশরের প্রথম ফারাও কে?
Ο ক) 
নারমার
Ο খ) 
মজেস
Ο গ) 
হাসিস
Ο ঘ) 
রশিদ

  সঠিক উত্তর: (ক)

৪১৩.
সিন্ধুবাসীদের নিকট কোন পূজা খুব জনপ্রিয় ছিল?
Ο ক) 
সূর্য পূজা
Ο খ) 
কালী পূজা
Ο গ) 
লক্ষ্মী পূজা
Ο ঘ) 
মাতৃ পূজা

  সঠিক উত্তর: (ঘ)

৪১৪.
‘মিশর নীলনদের দান’ এ উক্তিটির সাথে সম্পৃক্ত ব্যক্তি হলো-
Ο ক) 
টয়েনটি
Ο খ) 
আর.মি. মজুমদার
Ο গ) 
হেরোডোটাস
Ο ঘ) 
ড. জনসন

  সঠিক উত্তর: (গ)

৪১৫.
মিশরীয়দের চিত্রশিল্প গড়ে উঠেছিল কীভাবে?
Ο ক) 
ধর্মীয় বিশ্বাস থেকে
Ο খ) 
শখ থেকে
Ο গ) 
জীবিকার তাগিদে
Ο ঘ) 
ফারাওদের ইচ্ছায়

  সঠিক উত্তর: (ক)

৪১৬.
সভ্যতাটি উপমহাদেশের প্রাচীন সভ্যতা। সভ্যতাটির নাম হলো-
Ο ক) 
চৈনিক সভ্যতা
Ο খ) 
পারস্য সভ্যতা
Ο গ) 
সিন্ধু সভ্যতা
Ο ঘ) 
মিশরীয় সভ্যতা

  সঠিক উত্তর: (গ)

৪১৭.
মহেঞ্জোদারোতে ‘বৃহৎ মিলনায়তনটি’ কয় ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল?
Ο ক) 
৫০ ফুট
Ο খ) 
৬০ ফুট
Ο গ) 
৭০ ফুট
Ο ঘ) 
৮০ ফুট

  সঠিক উত্তর: (ঘ)

৪১৮.
গ্রিক দেশটি পরিবেষ্টিত –
i. আড্রিয়াটিক সাগর
ii. ভূমধ্যসাগর
iii. ঈজিয়ান সাগর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১৯.
সিন্ধু সভ্যতায় প্রাপ্ত বেশির ভাগ সিল কেমন ছিল?
Ο ক) 
লম্বা আকৃতির
Ο খ) 
গোল আকৃতির
Ο গ) 
তিনকোণা আকৃতির
Ο ঘ) 
চারকোনা আকৃতির

  সঠিক উত্তর: (ঘ)

৪২০.
প্রাচীন রোম কৃষিনির্ভর ছিল বিধায়-
i. কৃষিশিল্পে উন্নত ছিল
ii. অনুপ্রবেশকারীদের উৎপাত ছিল
iii. অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করতে গিয়ে যোদ্ধা জাতিতে পরিণত হয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪২১.
দোকানে চিনি মাপতে দেখে নাজিম বলল, এই পরিমাপ পদ্ধতির ধারণা প্রথমে একটি সভ্যতা থেকে পাওয়া যায়। নাজিম কোন সভ্যতার কথা বলল?
Ο ক) 
সিন্ধু সভ্যতার
Ο খ) 
মিশরীয় সভ্যতার
Ο গ) 
রোমান সভ্যতার
Ο ঘ) 
চৈনিক সভ্যতার

  সঠিক উত্তর: (ক)

৪২২.
খ্রিষ্টপূর্ব ৭৫৩ অব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয়-
i. জাকজমকভাবে
ii. নানা উত্থান-পতনের মধ্য দিয়ে
iii. ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২৩.
মিশরের আয়তন কত?
Ο ক) 
প্রায় তিন লক্ষ বর্গমাইল
Ο খ) 
প্রায় চার লক্ষ বর্গমাইল
Ο গ) 
প্রায় পাঁচ লক্ষ কি. মি.
Ο ঘ) 
প্রায় চার লক্ষ কি. মি.

  সঠিক উত্তর: (খ)

৪২৪.
মোহন মিয়া যদি মিশরীয় সভ্যতার একজন কৃষক হয় তবে তার ক্ষেত্রে যে কথাটি সত্য-
Ο ক) 
নীলনদের ওপর ভরসা করতে হয়
Ο খ) 
তেভাগা পদ্ধতি প্রচলিত
Ο গ) 
রাসায়নিক সার ব্যবহার করে
Ο ঘ) 
নিচের জমি নেই

  সঠিক উত্তর: (ক)

৪২৫.
হরপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত কোনটি?
Ο ক) 
তিনতলা বিশিষ্ট ঘর
Ο খ) 
বৃহৎ মিলনায়তন
Ο গ) 
স্নানাগার
Ο ঘ) 
শস্যাগার

  সঠিক উত্তর: (ঘ)

৪২৬.
গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে?
Ο ক) 
হেরোডোটাস
Ο খ) 
এসকাইলাস
Ο গ) 
হোমার
Ο ঘ) 
সোফিক্লিস

  সঠিক উত্তর: (ঘ)

৪২৭.
মিশরে নীলনদের প্রভাব পরিলক্ষিত হয়-
Ο ক) 
ব্যবসা-বাণিজ্যে
Ο খ) 
কৃষিকাজে
Ο গ) 
সামরিক ক্ষেত্রে
Ο ঘ) 
রাজনৈতিক ক্ষেত্রে

  সঠিক উত্তর: (খ)

৪২৮.
গ্রিকদের সূর্যদেবতার নাম কী?
Ο ক) 
জিউস
Ο খ) 
এ্যাপোলো
Ο গ) 
পোসিডন
Ο ঘ) 
এথেনা

  সঠিক উত্তর: (খ)

৪২৯.
হরপ্পা ও মহেঞ্জোদারো নগরী দুটি কোন সভ্যতার নিদর্শন?
Ο ক) 
মিশরীয় সভ্যতার
Ο খ) 
মেসোপটেমীয় সভ্যতার
Ο গ) 
সিন্ধু সভ্যতার
Ο ঘ) 
গ্রিক সভ্যতার

  সঠিক উত্তর: (গ)

৪৩০.
মিশরের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
ব্রহ্মপুত্র নদ
Ο খ) 
নীলনদ
Ο গ) 
ইয়াংসিকিয়াং
Ο ঘ) 
আমাজান

  সঠিক উত্তর: (খ)

৪৩১.
হেলেনিস্টিক সংস্কৃতির জন্ম হয় কীভাবে?
Ο ক) 
গ্রিকসে কেন্দ্র করে
Ο খ) 
আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে
Ο গ) 
ভূমধ্যসাগরকে কেন্দ্র করে
Ο ঘ) 
রোমান সভ্যতাকে কেন্দ্র করে

  সঠিক উত্তর: (খ)

৪৩২.
নোবতালীয় যুগে মানুষ নদীর তীরে বসবাস শুরু করে কেন?
Ο ক) 
কৃষির প্রয়োজনে
Ο খ) 
শিকারের প্রয়োজনে
Ο গ) 
বাণিজ্যের প্রয়োজনে
Ο ঘ) 
বন্যার কারণে

  সঠিক উত্তর: (ক)

৪৩৩.
মিশরীয়দের লিখন পদ্ধতি যে ধরনের ছিল-
i. প্রথম পর্যায়ে চিত্রভিত্তিক
ii. দ্বিতীয় পর্যায়ে অক্ষরভিত্তিক
iii. তৃতীয় পর্যায়ে বর্ণভিত্তিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৩৪.
রোমান সাম্রাজ্যের পতন ঘটে কখন?
Ο ক) 
৪৭৬ খ্রিস্টাব্দে
Ο খ) 
৪৭৭ খ্রিস্টাব্দে
Ο গ) 
৪৭৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
৪৭৯ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ক)

৪৩৫.
হরপ্পা ও মহেঞ্জোদারো নগরীর রাস্তাগুলো কেমন ছিল?
Ο ক) 
কাঁচা
Ο খ) 
পাকা
Ο গ) 
মাটির
Ο ঘ) 
কংক্রিটের

  সঠিক উত্তর: (খ)

৪৩৬.
বিভিন্ন শক্তি সহজেই রোমে প্রবেশ করত-
i. চারিদিক উন্মুক্ত থাকার কারণে
ii. কৃষি উর্বরতার কারণে
iii. ভূমধ্যসাগরের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৪৩৭.
ফিদিয়াস অমর হয়ে আছেন কেন?
Ο ক) 
তার ভাস্কর্যের জন্য
Ο খ) 
চিকিৎসা বিজ্ঞানের জন্য
Ο গ) 
নাটক রচনার জন্য
Ο ঘ) 
মানচিত্র অঙ্কনের জন্য

  সঠিক উত্তর: (ক)

৪৩৮.
সূর্যদেবতার নামের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
এটন
Ο খ) 
এনট
Ο গ) 
এলন
Ο ঘ) 
এজন

  সঠিক উত্তর: (ক)

৪৩৯.
মিশরীয় শিল্পীরা যে ধরনের দ্রব্য তৈরিতে দক্ষতার পরিচয় দিয়েছে-
i. মমির মুখোশ
ii. মৃৎপাত্র
iii. হাতির দাঁতের দ্রাব্যাদি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৪০.
বকুলা ‘ওসিরিস’ দেবতাকে পূজা করে। ওসিরিস দেবতা সম্পর্কে প্রযোজ্য বিষয় হলো-
i. প্রাকৃতিক শক্তির দেবতা
ii. আগুনের দেবতা
iii. নীলনদের দেবতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৪১.
খ্রি. পূর্ব অব্দে কাদের নিকট রোমান সাম্রাজ্যের পতন হয়?
Ο ক) 
সার্বিয়ার বর্বর জাতিগুলোর হাতে
Ο খ) 
ফরাসি বর্বর জাতিগুলোর হাতে
Ο গ) 
ইংরেজ বর্বর জাতিগুলোর হাতে
Ο ঘ) 
জার্মান বর্বর জাতিগুলোর হাতে

  সঠিক উত্তর: (ঘ)

৪৪২.
‘ক’ সাতটি পর্বত শ্রেণির উপর অবস্থিত বলে একে সাতটি পর্বতের নগরী বলা হয়। উদ্দীপকের সাথে সাদৃশ্য রয়েছে কার?
Ο ক) 
ইতালি
Ο খ) 
রোম
Ο গ) 
আরচ
Ο ঘ) 
গ্রিক

  সঠিক উত্তর: (খ)

৪৪৩.
মিশরের উত্তরে কোন সাগর অবস্থিত?
Ο ক) 
লোহিত সাগর
Ο খ) 
ভূমধ্যসাগর
Ο গ) 
আরব উপসাগর
Ο ঘ) 
পারস্য উপসাগর

  সঠিক উত্তর: (খ)

৪৪৪.
কিসে মিশরীয় ভাস্কর্য স্থাপতের অপূর্ব নিদর্শন প্রতিফলিত হয়েছে?
Ο ক) 
গৃহ
Ο খ) 
মন্দির
Ο গ) 
বিদ্যালয়
Ο ঘ) 
বিচারালয়

  সঠিক উত্তর: (খ)

৪৪৫.
প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তমিত হয় কেন?
Ο ক) 
প্রাকৃতিক দুর্যোগে
Ο খ) 
পারস্যের আক্রমণে
Ο গ) 
অপসাশনে
Ο ঘ) 
মহামারীতে

  সঠিক উত্তর: (খ)

৪৪৬.
পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কে?
Ο ক) 
গ্রিক বিজ্ঞানীরা
Ο খ) 
ইতালীয় বিজ্ঞানীরা
Ο গ) 
রাশিয়ান বিজ্ঞানীরা
Ο ঘ) 
আমেরিকান বিজ্ঞানীরা

  সঠিক উত্তর: (ক)

৪৪৭.
খুফুর পিরামিড গড়ে উঠেছিল কত একর জায়গা জুড়ে?
Ο ক) 
১২ একর
Ο খ) 
১৩ একর
Ο গ) 
১৪ একর
Ο ঘ) 
১৫ একর

  সঠিক উত্তর: (খ)

৪৪৮.
অনুপ্রবেশকারী বিভিন্ন অদিবাসীদের সাথে ক্রমাগত যুদ্ধের ফলে একটি জাতি যোদ্ধা জাতিতে পরিনত হলো। নিচের কার সাথে মিল রয়েছে?
Ο ক) 
রোমানদের
Ο খ) 
আর্যদের
Ο গ) 
গ্রিকদের
Ο ঘ) 
একীয়দের

  সঠিক উত্তর: (ক)

৪৪৯.
মিশরীয়দের চিত্রশিল্পে যেটি ফুটে উঠেছে-
i. রাজনৈতিক কাহিনী
ii. ধর্মীয় কাহিনী
iii. পারিবারিক কাহিনী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৫০.
রাসুলুল্লাহ (স) -এর জীবদ্দশায় প্রথমদিকে সাধারণত হাদিস লেখা নিষেধ ছিল। কারণ-
i. আরবের লোকেরা ছিল প্রথম স্মৃতিশক্তির অধিকারী
ii. কুরআনের সঙ্গে হাদিসের সংমিশ্রণে আশঙ্কা থাকত
iii. মুকস্থ করার প্রতি কারও উৎসাহ থাকত না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

৪৫১.
সূরা আদ-দুহা হতে আমরা শিক্ষালাভ করি যে-
i. ভিক্ষুককে তিরস্কার করব
ii. ভিক্ষুককে যথাসম্ভব সাহায্য করব
iii. সাহায্যপ্রার্থীকে সাহায্য করব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৪৫২.
খুফুর পিরামিড কয় একর জায়গা জুড়ে গড়ে উঠেছিল?
Ο ক) 
১০ একর
Ο খ) 
১১ একর
Ο গ) 
১২ একর
Ο ঘ) 
১৩ একর

  সঠিক উত্তর: (ঘ)

৪৫৩.
কোন রোমান সম্রাট রোমান আইনের প্রথম সংকলন প্রকাশ করেন?
Ο ক) 
সম্রাট জাস্টিনিয়ান
Ο খ) 
সম্রাট জুলিয়াস সিজার
Ο গ) 
সম্রাট অগাস্টাস সিজার
Ο ঘ) 
সম্রাট রোমিউলাস

  সঠিক উত্তর: (ক)

৪৫৪.
পেরিক্লিস কয় বছর রাজত্ব করেন?
Ο ক) 
১০ বছর
Ο খ) 
২০ বছর
Ο গ) 
৩০ বছর
Ο ঘ) 
৪০ বছর

  সঠিক উত্তর: (গ)

৪৫৫.
খ্রি. পূ্র্ব কত অব্দে মিশরে প্রথম সম্রাজ্যের উদ্ভব ঘটে?
Ο ক) 
২০০০
Ο খ) 
৩০০০
Ο গ) 
৪০০০
Ο ঘ) 
৫০০০

  সঠিক উত্তর: (গ)

৪৫৬.
সিন্ধুবাসীরা কোনটি আমদানি করতো?
Ο ক) 
তামা
Ο খ) 
লোহা
Ο গ) 
টিন
Ο ঘ) 
ব্রোঞ্জ

  সঠিক উত্তর: (ক)

৪৫৭.
সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন কে?
Ο ক) 
পেরিক্লিস
Ο খ) 
এরিস্টটল
Ο গ) 
পেডিসন
Ο ঘ) 
থালেস

  সঠিক উত্তর: (ঘ)

৪৫৮.
গ্রিসে কোন খেলার সময় যুদ্ধ নিষিদ্ধ ছিল?
Ο ক) 
ফুটবল
Ο খ) 
ক্রিকেট
Ο গ) 
হকি
Ο ঘ) 
অলিম্পিক

  সঠিক উত্তর: (ঘ)

৪৫৯.
মিশরীয়দের ধর্মীয় জীবনে যে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল-
Ο ক) 
পরকাল ভাবনা
Ο খ) 
মিতব্যয়িতা
Ο গ) 
সংযম
Ο ঘ) 
দানশীলতা

  সঠিক উত্তর: (ক)

৪৬০.
সিন্ধু সভ্যতার যুগে কিসের শ্রেণিবিভাগ ছিল?
Ο ক) 
পরিবারের
Ο খ) 
পাড়ার
Ο গ) 
মহল্লার
Ο ঘ) 
সমাজের

  সঠিক উত্তর: (ঘ)

৪৬১.
কয়টি ঘর নিয়ে সিন্ধু সভ্যতায় পরিবারের বাসস্থান নির্মিত হতো?
Ο ক) 
একটি ঘর
Ο খ) 
দুই-তিনটি ঘর
Ο গ) 
তিন-চারটি ঘর
Ο ঘ) 
চার-পাঁচটি ঘর

  সঠিক উত্তর: (খ)

৪৬২.
পরিমাপ পদ্ধতির রাথে কোন সভ্যতার নিবিড় সম্পর্ক ছিল?
Ο ক) 
সিন্ধু
Ο খ) 
মেসোপটেমীয়
Ο গ) 
চৈনিক
Ο ঘ) 
রোমান

  সঠিক উত্তর: (ক)

৪৬৩.
মিশরীয়, মেসোপটেমীয়, সিন্ধু ও চীনা সভ্যতার একটি উল্লেখযোগ্য সাধারণ বৈশিষ্ট্য ছিল। কোনটি?
Ο ক) 
সভ্যতাগুলো ছিল ধর্মভিত্তিক
Ο খ) 
সভ্যতাগুলো ছিল সমাজভিত্তিক
Ο গ) 
সভ্যতাগুলো ছিল বাণিজ্যভিত্তিক
Ο ঘ) 
সভ্যতাগুলো ছিল কৃষিভিত্তিক

  সঠিক উত্তর: (ঘ)

৪৬৪.
মিশরীয়রা খকন সৌর পঞ্জিকা আবিষ্কার করে?
Ο ক) 
৪২০০ খ্রি. পূর্বাব্দে
Ο খ) 
৪৩০০ খ্রি. পূর্বাব্দে
Ο গ) 
৪৪০০ খ্রি. পূর্বাব্দে
Ο ঘ) 
৪৫০০ খ্রি. পূর্বাব্দে

  সঠিক উত্তর: (ক)

৪৬৫.
স্ফিংস মুর্তিটি দেখতে যে ধরনের-
i. দেহটা সিংহের মতো
ii. পেট গণেশের মতো
iii. মুখ মানুষের মতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৬৬.
স্ফিংকস এর দেহ ছিল সিংহের মতো কিন্তু মাথা ছিল ফারাওদের মতো। এরকম আকৃতি দেওয়ার কারণ কী ছিল?
Ο ক) 
ফারাওরা ঈশ্বরের প্রতিনিধি ছিলেন বলে
Ο খ) 
ফারাওরা সিংহের মতো শক্তিশালী ছিল বলে
Ο গ) 
সিংহ ফারাওয়ের মতো শক্তিশালী ছিল বলে
Ο ঘ) 
ফারাওরা সিংহ থেকে দেবতা হয়েছে মনে করত বলে

  সঠিক উত্তর: (খ)

৪৬৭.
মিশর কোন সাগরের উপকূলে অবস্থিত?
Ο ক) 
ভূমধ্যসাগর
Ο খ) 
লোহিত সাগর
Ο গ) 
আরব সাগর
Ο ঘ) 
কাস্পিয়ান সাগর

  সঠিক উত্তর: (ক)

৪৬৮.
‘প্যাট্রিসিয়ান’ কোনটির সাথে সাদৃশ্য রয়েছে?
Ο ক) 
অভিজাতশ্রেণি
Ο খ) 
বণিকশ্রেণি
Ο গ) 
শ্রমিকশ্রেণি
Ο ঘ) 
সাধারণশ্রেণি

  সঠিক উত্তর: (ক)

৪৬৯.
মিশরীয়দের কাছে ধর্ম এম গুরুত্বপূর্ণ ছিল কেন?
Ο ক) 
মিশরীয়রা ধর্মে বিশ্বাসী ছিল
Ο খ) 
পুরোহিতরা দেশ শাসন করত
Ο গ) 
অভিজাত সম্প্রদায় ধর্মের গুরুত্ব দিত
Ο ঘ) 
মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল

  সঠিক উত্তর: (ঘ)

৪৭০.
ফারাও শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
Ο ক) 
পের-ও
Ο খ) 
পেরাও
Ο গ) 
পোরও
Ο ঘ) 
পোরাও

  সঠিক উত্তর: (ক)

৪৭১.
রোমান সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে হাসান স্যার বলেছিলেন-
i. ক্রিট দ্বীপের তীরে এ সভ্যতা গঠে উঠেছিল
ii. স্থায়িত্ব ছিল ৬০০ বছর
iii. প্রথমে রাজতন্ত্র ছিল পরে প্রজাতন্ত্র পতিষ্ঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৭২.
মেনেস যে সভ্যতার গোড়াপত্তন করেন তা কত বছর স্বমহিমায় উজ্জ্বল ছিল?
Ο ক) 
প্রায় ১ হাজার বছর
Ο খ) 
প্রায় ২ হাজার বছর
Ο গ) 
প্রায় ৩ হাজার বছর
Ο ঘ) 
প্রায় ৪ হাজার বছর

  সঠিক উত্তর: (গ)

৪৭৩.
স্যার জন মার্শাল কে?
Ο ক) 
বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ
Ο খ) 
দার্শনিক
Ο গ) 
বিজ্ঞানী
Ο ঘ) 
চিকিৎসক

  সঠিক উত্তর: (ক)

৪৭৪.
সামরিক আইন কয় রকমের ছিল?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (খ)

৪৭৫.
প্রাচীন গ্রিসে খেলাধুলায় বিজয়ীদের কী দিয়ে পুরস্কৃত করা হতো?
Ο ক) 
ফুলের মালা
Ο খ) 
রৌপ্য মুদ্রা দিয়ে
Ο গ) 
জলপাই গাছের ডালপাতার মালা
Ο ঘ) 
স্বর্ণ মুদ্রা দিয়ে

  সঠিক উত্তর: (গ)

৪৭৬.
মাক্কি সূরার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে-
i. তাওহিদ ও রিসালাতের প্রতি আহ্বান
ii. আহলে কিতাবদের ইসলাম গ্রহণের আহ্বান
iii. কিয়ামতের বিভীষিকাময় চিত্রের বর্ণনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৭৭.
শিক্ষাব্যবস্থার মূল উদ্দেশ্য ভালো সৈনিক তৈরি করা। কথাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) 
মিশরীয়দের
Ο খ) 
গ্রিকদের
Ο গ) 
শাংদের
Ο ঘ) 
স্পার্টাদের

  সঠিক উত্তর: (ঘ)

৪৭৮.
আলেকডান্ডার কীভাবে তার সাম্রাজ্য গ্রিক সভ্যতা ছড়িয়ে দেন?
Ο ক) 
দিগ্বিজয়ের মাধ্যমে
Ο খ) 
প্রত্নতত্ত্ব নির্মাণের মাধ্যমে
Ο গ) 
আইন করে
Ο ঘ) 
ধর্মবিশ্বাসের মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

৪৭৯.
রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সবক্ষেত্রেই কাদের প্রভাব ছিল?
Ο ক) 
গ্রিকের
Ο খ) 
ফরাসিদের
Ο গ) 
মিশরীয়দের
Ο ঘ) 
ইংরেজদের

  সঠিক উত্তর: (ক)

৪৮০.
অগাস্টাস সিজারের মৃত্যু হয় কখন?
Ο ক) 
১১ খ্রিস্টাব্দে
Ο খ) 
১২ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৪ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

৪৮১.
মিশরীয় চিত্রলিপিকে কী বলা হয়?
Ο ক) 
হায়রেগ্লিফিক
Ο খ) 
কিউনিফর্ম
Ο গ) 
থয়াবেগ্লিফিক
Ο ঘ) 
ইউনিফর্ম

  সঠিক উত্তর: (ক)

৪৮২.
মোমারের মহাকাব্য হিসেবে সমর্থনযোগ্য-
i. ওয়র
ii. ইলিয়ড
iii. ওডিসি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৮৩.
গ্রিক উপদ্বীপের প্র্রধান শহর কোনটি?
Ο ক) 
মেসিডোনা
Ο খ) 
আলেকজান্দ্রিয়া
Ο গ) 
দানিয়ুব
Ο ঘ) 
এথেন্স

  সঠিক উত্তর: (ঘ)

৪৮৪.
সিন্ধু সভ্যতায় ধাতু দিয়ে তৈরি হতো-
i. অলংকার
ii. আসবাবপত্র
iii. অস্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৮৫.
নানা উত্থান পতন সংঘর্ষের পর জার্মান বর্বর জাতির হাতে একটি সাম্রাজ্যের পতন হয়। নিচের কার সাথে মিল রয়েছে-
i. ইতালিয়ান সম্রাজ্যের
ii. গ্রিক সম্রাজ্যের
iii. রোমান সম্রাজ্যের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

৪৮৬.
সিন্ধু সভ্যতার রাস্তাগুলো ছিল-
Ο ক) 
সোজা
Ο খ) 
বাঁকা
Ο গ) 
কাঁচা
Ο ঘ) 
সরু

  সঠিক উত্তর: (ক)

৪৮৭.
সিন্ধু সভ্যতার ঘরবাড়ি কীভাবে তৈরি হয়েছিল?
Ο ক) 
মাটি দিয়ে
Ο খ) 
ইট দিয়ে
Ο গ) 
বেড়া দিয়ে
Ο ঘ) 
টিন দিয়ে

  সঠিক উত্তর: (খ)

৪৮৮.
‘ক’ নামক রাষ্ট্রগুলো রাজনৈতিক অনৈক্য সত্ত্বেও একই সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার বলে মনে করত। উদ্দীপকের সাথে মিল রয়েছে-
i. গ্রিকদের
ii. আর্যদের
iii. রোমানদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৪৮৯.
সিন্ধু সভ্যতায় শস্যাগারকে কী বলা হতো?
Ο ক) 
গুদামঘর
Ο খ) 
বিশ্রামাগার
Ο গ) 
সরাইখানা
Ο ঘ) 
কোষাগার

  সঠিক উত্তর: (ঘ)

৪৯০.
কত খ্রিস্টাব্দে হরপ্পায় প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়?
Ο ক) 
রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের
Ο খ) 
দয়ারাম সাহানীর
Ο গ) 
জন মার্শালের
Ο ঘ) 
তারানাথ বন্দ্যোপাধ্যায়ের

  সঠিক উত্তর: (খ)

৪৯১.
প্রাচীন মিশরীয় সিংহাসনের উত্তরাধিকারী হতো কে?
Ο ক) 
ফারাও-এর পুত্র
Ο খ) 
ফারাও-এর মেয়ে
Ο গ) 
ফারাও-এর স্ত্রী
Ο ঘ) 
ফারাও-এর জামাতা

  সঠিক উত্তর: (ক)

৪৯২.
প্রজাতন্ত্রের যুগে রোমে ব্যাপক উন্নয়ন সম্ভব হয়নি কেন?
Ο ক) 
অভিজাত ও সাধারণ জনগণের দ্বন্দ্ব বলে
Ο খ) 
রোমের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল বলে
Ο গ) 
রোম বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয়েছিল বলে
Ο ঘ) 
শাসকবর্গ উন্নয়নের জন্য সচেষ্ট ছিল না বলে

  সঠিক উত্তর: (ক)

৪৯৩.
সিন্ধু সভ্যতা কোন অববাহিকায় গড়ে উঠেছিল?
Ο ক) 
নীলনদের
Ο খ) 
সিন্ধু নদের
Ο গ) 
যমুনার
Ο ঘ) 
ব্রহ্মপুত্রনদের

  সঠিক উত্তর: (খ)

৪৯৪.
মিশরীয়রা মৃতদেহকে মমি করে রাখত কেন?
Ο ক) 
দেহকে তাজা রাখার জন্য
Ο খ) 
দেহকে জীবিত করার জন্য
Ο গ) 
দেহকে সৎকারের জন্য
Ο ঘ) 
দেহকে কবর দেওয়ার জন্য

  সঠিক উত্তর: (ক)

৪৯৫.
নেপোলিয়ান বোনাপোর্টের মিশর জয়ের সময় আবিষ্কৃত কোনটি?
Ο ক) 
রসেটা স্টোন
Ο খ) 
এটন
Ο গ) 
বিগ স্টোন
Ο ঘ) 
পিস স্টোন

  সঠিক উত্তর: (ক)

৪৯৬.
সিন্ধু সভ্যতার যুগে কৃষকরা কোথায় বাস করত?
Ο ক) 
পরিবারে
Ο খ) 
গ্রামে
Ο গ) 
শহরে
Ο ঘ) 
রাজধানীতে

  সঠিক উত্তর: (খ)

৪৯৭.
ঈজিয়ান সভ্যতা আবিষ্কৃত হয় কত শতকে?
Ο ক) 
উনিশ
Ο খ) 
আঠার
Ο গ) 
সতের
Ο ঘ) 
ষোল

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:
বিশিষ্ট শিল্পপতি আক্রাম খান হৃদরোগ আক্রান্ত হয়ে হঠাৎ মারা যায়। তার এক পুত্র ও এক কন্যা ইংল্যান্ড প্রবাসী। তাদের দেশে আসতে চারদিন সময় লাগবে বিধায় আক্রাম খানকে হিমাগারে সংরক্ষণ করা হয়।
৪৯৮.
আক্রাম খানকে হিমাগারে সংরক্ষণ করার কতো কাজ কোন সভ্যতার প্রথম শুরু হয়?
Ο ক) 
মিশরীয়
Ο খ) 
সিন্ধু
Ο গ) 
গ্রিক
Ο ঘ) 
ফিনিসীয়

  সঠিক উত্তর: (ক)

৪৯৯.
উক্ত সভ্যতা নির্ভর ছিল-
Ο ক) 
শিল্প
Ο খ) 
কৃষি
Ο গ) 
ব্যবসায়
Ο ঘ) 
স্থাপত্য ও ভাস্কর্য

  সঠিক উত্তর: (খ)

৫০০.
উক্ত সভ্যতার লোকেরা বিশেষ অবদান রাখেন-
i. লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কারে
ii. বিজ্ঞানে
iii. ধর্মীয় দর্শনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...