NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ১৩: জীবের পরিবেশ


এস.এস.সি    ||    জীববিজ্ঞান
অধ্যায় - ১৩: জীবের পরিবেশ


১.
ঋণাত্মক আন্তঃক্রিয়াকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

২.
নাইট্রোজেনসমৃদ্ধ সার ব্যবহার দরকার নেই নিচের কোনটির?
Ο ক) 
ধানগাছে
Ο খ) 
শিমগাছে
Ο গ) 
আমগাছে
Ο ঘ) 
তুলসী গাছে

  সঠিক উত্তর: (খ)

৩.
উদ্ভিদের জন্য বেশি পুষ্টিকর কোনটি?
Ο ক) 
অজৈব বস্তু
Ο খ) 
জড় বস্তু
Ο গ) 
জৈব বস্তু
Ο ঘ) 
তাপমাত্রা

  সঠিক উত্তর: (গ)

৪.
বাস্তুতন্ত্র শব্দটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন?
Ο ক) 
4.G. Tansely
Ο খ) 
Collin Walker
Ο গ) 
Tolstory
Ο ঘ) 
Odum

  সঠিক উত্তর: (ক)

৫.
খাদ্য শিকল কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৬.
জীবের উদ্ভবের আগে পরিবেশে বাস্তুতন্ত্রের যে উপাদানটি ছিল তা হলো –
i. অজৈব বস্তু
ii. জৈব বস্তু
iii. ভৌত উপাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭.
প্রাণিদেরকে কী বলা যায়?
Ο ক) 
স্বভোজী
Ο খ) 
পরভোজী
Ο গ) 
মৃতভোজী
Ο ঘ) 
পরজীবী

  সঠিক উত্তর: (খ)

৮.
মশা কোন ধরনের খাদ্য শিকলের অন্তর্ভুক্ত?
Ο ক) 
পরজীবী শিকল
Ο খ) 
মৃতজীবী শিকল
Ο গ) 
শিকারজীবী শিকল
Ο ঘ) 
তৃণভোজী শিকল

  সঠিক উত্তর: (ক)

৯.
নিচের কোনটি তৃতীয় ট্রফিক লেভেলের প্রতিনিধি?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
তৃণভোজী
Ο গ) 
নিম্নস্তরের মাংসাশী
Ο ঘ) 
উচ্চস্তরের মাংসাশী

  সঠিক উত্তর: (গ)

১০.
উদ্ভিদ কোন ধরনের বস্তু গ্রহণ করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?
Ο ক) 
জৈব
Ο খ) 
অজৈব
Ο গ) 
ভৌত
Ο ঘ) 
রাসায়নিক

  সঠিক উত্তর: (খ)

১১.
এখন পর্যন্ত প্রায় কী পরিমাণ প্রজাতির বর্ণনা ও নামকরণ পাওয়া গেছে?
Ο ক) 
১০ লক্ষ
Ο খ) 
১২ লক্ষ
Ο গ) 
১৮ লক্ষ
Ο ঘ) 
১৫ লক্ষ

  সঠিক উত্তর: (ঘ)

১২.
শিম জাতীয় উদ্ভিদের মূলে নডিউল হওয়ার ঘটনা –
i. কমেনসেলিজম
ii. অ্যান্টিবায়োসিস
iii. মিউচুয়ালিজম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩.
রোহিনী উদ্ভিদ ও অন্য একটি বড় উদ্ভিদে –
i. বড় উদ্ভিদটি উপকৃত হয়
ii. রোহিনী উদ্ভিদটি উপকৃত হয়
iii. বড় উদ্ভিদটি ক্ষতিগ্রস্ত হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৪.
নিচের কোনটি বিয়োজক বা পরিবর্তক?
Ο ক) 
ব্যাকটেরিয়া
Ο খ) 
শৈবাল
Ο গ) 
প্রাণী প্লাংকটন
Ο ঘ) 
ঘাসফড়িং

  সঠিক উত্তর: (ক)

১৫.
পুকুরের বাস্তুসংস্থানে সর্বোচ্চ স্তরের খাদক –
i. ভেটকি মাছ
ii. বক
iii. মলা মাছ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬.
খাদ্য শিকলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাস ছককে কী বলে?
Ο ক) 
শক্তি প্রবাহ
Ο খ) 
শক্তি পিরামিড
Ο গ) 
ট্রফিক লেভেল
Ο ঘ) 
পুষ্টি প্রবাহ

  সঠিক উত্তর: (খ)

১৭.
শৈবাল ও ছত্রাকের সহাবস্থানে –
i. ছত্রাক উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে
ii. শৈবাল উভয়ের জন্য শর্করা তৈরি করে
iii. শুধু ছত্রাক উপকৃত হয় ও শৈবাল ক্ষতিগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮.
কমেনসেলিজম এর ক্ষেত্রে –
i. দুই বা ততোধিক সহযোগী উপকৃত হয়
ii. সহযোগীদের মধ্যে একজন উপকৃত হয়
iii. সহযোগীদের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৯.
অনেকগুলো খাদ্য শিকল একত্র হয়ে জালের মত গঠন তৈরি করে –
i. স্থলজ বাস্তুসংস্থানে
ii. জলজ বাস্তুসংস্থানে
iii. মরুজ বাস্তুসংস্থানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২০.
একটি শৈবাল ও একটি ছত্রাক সহাবস্তান করে কী গঠন করে?
Ο ক) 
কোরাল
Ο খ) 
লাইকেন
Ο গ) 
এন্ডোস্পোর
Ο ঘ) 
মস

  সঠিক উত্তর: (খ)

২১.
সামুদ্রিক উপকূলের পানি পরিশুদ্ধ করতে পারে কে?
Ο ক) 
শামুক
Ο খ) 
ঝিনুক
Ο গ) 
প্রবাল
Ο ঘ) 
কাঁকড়া

  সঠিক উত্তর: (খ)

২২.
জীব সমূহের মধ্যে প্রতিযোগিতা হয় –
i. খাদ্যের জন্য
ii. আলোর জন্য
iii. পানির জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
নিচের কোনটি আবর্জনাভূক প্রাণী?
Ο ক) 
হায়েনা
Ο খ) 
মুরগী
Ο গ) 
বাঘ
Ο ঘ) 
হরিণ

  সঠিক উত্তর: (ক)

২৪.
একটি হস্টোরিয়া নামক চোষক অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে তার খাদ্য গ্রহণ করে?
Ο ক) 
স্বর্ণলতা
Ο খ) 
ছত্রাক
Ο গ) 
ব্যাকটেরিয়া
Ο ঘ) 
ভাইরাস

  সঠিক উত্তর: (ক)

২৫.
ধাঙর বলা হয় কোনটিকে?
Ο ক) 
গরু
Ο খ) 
ছাগল
Ο গ) 
খরগোশ
Ο ঘ) 
শিয়াল

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
অজৈব বস্তু –
i. পানি, বায়ু এবং মাটিতে অবস্থিত খনিজ পদার্থ
ii. ক্যালসিয়াম, পটাসিয়াম, লৌহ ও নাইট্রোজেন প্রভৃতি
iii. মৃতদেহ, উদ্ভিদের ভাঙা অংশ প্রভৃতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭.
পরিবেশের প্রাণহীন জড় উপাদানগুলো –
i. অক্সিজেন যোগায়
ii. তাপমাত্রাকে প্রভাবিত করে
iii. পুষ্টি উপাদান সরবরাহ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৮.
মৃতজীবী খাদ্যশৃঙ্খল –
i. শুরু হয় ক্ষুদ্রতর পরজীবী থেকে
ii. শুরু হয় মৃতদেহে
iii. অসম্পূর্ণ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৯.
পুকুরে খাদ্য উৎপাদন করে –
i. সবুজ জলজ শৈবাল
ii. ছত্রাক
iii. জলজ উদ্ভিদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩০.
মৃতজীবী ও পরজীবী খাদ্য শিকলে কোনটি অনুপস্থিত?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
২য় স্তরের খাদক
Ο গ) 
সর্বোচ্চ খাদক
Ο ঘ) 
বিয়োজক

  সঠিক উত্তর: (ক)

৩১.
জীবদের মধ্যে স্বকীয় বৈশিষ্ট্যের বৈচিত্র‌্য হয় –
i. প্রজাতিগত
ii. বংশগতীয়
iii. বাসস্থানগত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩২.
পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণীদের কী বলে?
Ο ক) 
উদ্ভিদ প্লাংকটন
Ο খ) 
জুপ্লাংকটন
Ο গ) 
ডিকম্পোসার
Ο ঘ) 
ট্রান্সফরমার

  সঠিক উত্তর: (খ)

৩৩.
সব ধরনের খাদ্য শিকলেই প্রতিটি স্তরে শক্তি কী হয়?
Ο ক) 
অপচয়
Ο খ) 
বিনাশ
Ο গ) 
সঞ্চয়
Ο ঘ) 
রূপান্তর

  সঠিক উত্তর: (ক)

৩৪.
চেকপিক ‍উপকূলের বিলুপ্ত ঝিনুক প্রজাতি শতকরা কত ভাগ?
Ο ক) 
৯৮ ভাগ
Ο খ) 
৯৯ ভাগ
Ο গ) 
৯৫ ভাগ
Ο ঘ) 
৯৮ ভাগ

  সঠিক উত্তর: (খ)

৩৫.
কোনটি প্রথম স্তরের খাদক?
Ο ক) 
মশার শূককীট
Ο খ) 
ব্যাঙ
Ο গ) 
ছোট মাছ
Ο ঘ) 
জলজ শৈবাল

  সঠিক উত্তর: (ক)

৩৬.
শিকারি প্রজাতি হলো –
i. পেঁচা, ঈগল
ii. চিল, বাজপাখি
iii. দোয়েল, ময়না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৭.
বাস্তুতন্ত্রের ভৌত উপাদান হলো –
i. হিউমাস
ii. সূর্যালোক
iii. বায়ুর চাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৮.
বিভিন্ন খাদ্যস্তরে পৌঁছানো শক্তি কোনটির দ্বারা পরিবেশে ফিরে যায়?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
তৃণভোজী
Ο গ) 
মাংসাশী
Ο ঘ) 
বিয়োজক

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
কমেনসেলিজম এর মাধ্যমে প্রাণীর –
i. সহযোগীদের মধ্যে একজন উপকৃত হয়
ii. সহযোগী সদস্য উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না
iii. সহযোগীদের উভয়ই উপকৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪০.
খাদ্য শিকলে শক্তির প্রবাহ –
i. সবসময় একমুখী
ii. কখনও কখনও বিপরীতমুখী হয়
iii. এক পর্যায়ে শূন্য হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪১.
বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কত ধরনের?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৪২.
পুরো প্রাণিজগত শর্করা জাতী খাদ্যের জন্য কোন প্রক্রিয়ার উপর নির্ভরশীল?
Ο ক) 
শ্বসন
Ο খ) 
প্রস্বেদন
Ο গ) 
ফটোফসফোরাইলেশন
Ο ঘ) 
সালোকসংশ্লেষণ

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা ও প্রাণীদের মধ্যে জৈবিক সম্পর্কে যুক্ত থাকা জীবকে কী বলে?
Ο ক) 
Symbiosis
Ο খ) 
Symbionts
Ο গ) 
Booding
Ο ঘ) 
Co-relation

  সঠিক উত্তর: (খ)

৪৪.
সবুজ উদ্ভিদগুলোকে কী বলা যায়?
Ο ক) 
মৃতভোজী
Ο খ) 
পরভোজী
Ο গ) 
মিথোজীবী
Ο ঘ) 
স্বভোজী

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
ভৌত উপাদান গঠিত হয় –
i. পরিবেশের সূর্যালোকের পরিমাণ, তাপমাত্রা ও বায়ুতে জলীয়বাষ্প, বায়ুর তাপ ও বায়ু প্রবাহের সাহায্যে
ii. একটি অঞ্চলের আবহাওয়া ও জলবায়ুর সাহায্যে
iii. কোন স্থানের পাহাড়, পবর্ত ও সমুদ্র দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৬.
সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণে উপজাত হিসেবে কোনটি তৈরি করে?
Ο ক) 
কার্বন ডাই-অক্সাইড
Ο খ) 
অক্সিজেন
Ο গ) 
নাইট্রোজেন
Ο ঘ) 
অক্সিজেন

  সঠিক উত্তর: (খ)

৪৭.
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন ধরনের খাদ্য তৈরি করে?
Ο ক) 
স্টার্চ
Ο খ) 
কার্বোহাইড্রেট
Ο গ) 
সেলুলোজ
Ο ঘ) 
প্রোটিন

  সঠিক উত্তর: (খ)

৪৮.
একটি পেঁচা দিনে কমপক্ষে কতটি ইঁদুর হজম করতে পারে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৪৯.
যেসব প্রাণী তৃণভোজীদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা কোন স্তরের খাদক?
Ο ক) 
১ম
Ο খ) 
২য়
Ο গ) 
৩য়
Ο ঘ) 
সর্বোচ্চ

  সঠিক উত্তর: (খ)

৫০.
মৃত্যুর পর উদ্ভিদ ও প্রাণীর দেহের পঁচন ঘটায় কোনটি?
Ο ক) 
ব্যাকটেরিয়া
Ο খ) 
শৈবাল
Ο গ) 
ফার্ন
Ο ঘ) 
মস

  সঠিক উত্তর: (ক)

৫১.
জীনগত কারণে বিভিন্ন জীবে ভিন্নতা আসে –
i. প্রতিকূলতা সহ্য করার ক্ষমতায়
ii. রোগ প্রতিরোধের ক্ষমতায়
iii. সংখ্যা বৃদ্ধির ধরনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫২.
অজৈব বস্তুর উদাহরণ –
i. গ্লুকোজ
ii. পটাশিয়াম
iii. লৌহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৫৩.
নিচের কোনটিতে শক্তির পরিমাণ সবচেয়ে বেশি?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
তৃণভোজী খাদক
Ο গ) 
মাংসাশী খাদক
Ο ঘ) 
বিয়োজক

  সঠিক উত্তর: (ক)

৫৪.
অজৈব বস্তুকে পরিবেশে ফিরিয়ে দেয় কারা?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
তৃণভোজী প্রাণী
Ο গ) 
মাংসাশী প্রাণী
Ο ঘ) 
বিয়োজক

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
উদ্ভিদে জমা হওয়া শক্তি –
i. খাদ্য শিকলের মাধ্যমে বিভিন্ন খাদ্যস্তরে পৌঁছায়
ii. প্রথম স্তরের খাদক থেকে সরাসরি পরিবেশে পৌঁছায়
iii. বিয়োজকের মাধ্যমে জড় পদার্থ আকারে পরিবেশে ফিরে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৬.
গৌণ খাদকেরা নিচের কোন প্রাণিদের ভক্ষণ করে?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
তৃণভোজী
Ο গ) 
মৎস্যভোজী
Ο ঘ) 
মাংসাশী

  সঠিক উত্তর: (খ)

৫৭.
কৃষক হাবিবুল তার জমিতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন জাতের ধান চাষ করেন। তার জমিগুলোতে কী দেখা যাবে?
Ο ক) 
প্রজাতিগত বৈচিত্র্য
Ο খ) 
বংশগতীয় বৈচিত্র্য
Ο গ) 
বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
Ο ঘ) 
সৌন্দর্যগত বৈচিত্র্য

  সঠিক উত্তর: (খ)

৫৮.
সবুজ উদ্ভিদ দিবাভাগে শ্বসন দ্বারা কোন গ্যাস ত্যাগ করে?
Ο ক) 
H2
Ο খ) 
N2
Ο গ) 
CO2
Ο ঘ) 
O2

  সঠিক উত্তর: (গ)

৫৯.
পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য দায়ী গ্যাস –
i. CO2
ii. O2
iii. CH4
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬০.
পুকুরে উৎপাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে –
i. ক্ষুদে পোকা
ii. মশার শূককীট
iii. ব্যাঙ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬১.
পৃথিবীতে বিরাজমান জীবসমূহের মোট প্রজাতির সংখ্যা বলতে কোনটি বুঝায়?
Ο ক) 
প্রজাতিগত বৈচিত্র‌্য
Ο খ) 
বংশগতীয় বৈচিত্র‌্য
Ο গ) 
বাস্তুতান্ত্রিক বৈচিত্র‌্য
Ο ঘ) 
বাসস্থানিক বৈচিত্র

  সঠিক উত্তর: (ক)

৬২.
যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে কী বলে?
Ο ক) 
১ম শ্রেণির খাদক
Ο খ) 
৩য় শ্রেণির খাদক
Ο গ) 
গৌণ খাদক
Ο ঘ) 
সর্বোচ্চ খাদক

  সঠিক উত্তর: (গ)

৬৩.
Rhizobium ব্যাকটেরিয়া –
i. শিম জাতীয় উদ্ভিদের শিকড়ে অবস্থান করে
ii. বায়বীয় নাইট্রোজেনকে সংবন্ধন করে
iii. উদ্ভিদের প্রজনন কাজে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৪.
জলব বাস্তুতন্ত্রের সবচেয়ে ভাল উদাহরণ কোনটি?
Ο ক) 
পুকুর
Ο খ) 
নদী
Ο গ) 
হ্রদ
Ο ঘ) 
সাগর

  সঠিক উত্তর: (ক)

৬৫.
পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে –
i. বৃষ্টিপাত কমে যায়
ii. ফসল ভালো হয়
iii. চাষাবাদের ক্ষতি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৬.
হিউমাস গঠিত হয় –
i. উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ থেকে
ii. মৃত প্রাণীর পচনের মাধ্যমে
iii. প্রকৃতির বিভিন্ন উপাদানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৭.
খাদ্যের জন্য প্রাণীরা কীসের উপর নির্ভরশীল?
Ο ক) 
সূর্যালোক
Ο খ) 
তাপমাত্রা
Ο গ) 
সবুজ উদ্ভিদ
Ο ঘ) 
মাটি

  সঠিক উত্তর: (গ)

৬৮.
পরিবেশের উপাদান হলো –
i. জীবজ উপাদান
ii. জড় উপাদান
iii. ভৌত উপাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণে সর্বোচ্চ কতভাগ সূর্যের শক্তি প্রাথমিকভাবে মজুদ করে?
Ο ক) 
১%
Ο খ) 
২%
Ο গ) 
৩%
Ο ঘ) 
৪%

  সঠিক উত্তর: (খ)

৭০.
জীবের ধনাত্মক আন্তঃক্রিয়ার উদাহরণ কোনটি?
Ο ক) 
কমেনসেলিজম
Ο খ) 
শোষণ
Ο গ) 
অ্যান্টিবায়োসিস
Ο ঘ) 
প্রতিযোগিতা

  সঠিক উত্তর: (ক)

৭১.
রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদকে কোনটি সরবরাহ করে?
Ο ক) 
অক্সিজেন
Ο খ) 
নাইট্রোজেন
Ο গ) 
শর্করা
Ο ঘ) 
ক্যালসিয়াম

  সঠিক উত্তর: (খ)

৭২.
পুকুরের বাস্তুতন্ত্রের সজীব উপাদান –
i. এতে আছে উৎপাদক
ii. এতে আছে খাদক
iii. এতে আছে সূর্যালোক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৩.
নিচের কোনটি দ্বিতীয ট্রফিক লেভেলের প্রতিনিধি?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
তৃণভোজী
Ο গ) 
মাংসাশী
Ο ঘ) 
বিয়োজক

  সঠিক উত্তর: (খ)

৭৪.
জৈব বস্তু সচরাচর কী নামে পরিচিত?
Ο ক) 
পুষ্টি পদার্থ
Ο খ) 
হিউমাস
Ο গ) 
উৎপাদক
Ο ঘ) 
বিয়োজক

  সঠিক উত্তর: (খ)

৭৫.
একটি শৈবাল ও ছত্রাক সহবস্থান করে কী গঠন করে?
Ο ক) 
প্রোটনেমা
Ο খ) 
লাইকেন
Ο গ) 
কিউটিকল
Ο ঘ) 
হস্টোরিয়া

  সঠিক উত্তর: (খ)

৭৬.
খাদ্য শিকলের প্রতিটি স্তরকে কী বলে?
Ο ক) 
শক্তি প্রবাহ
Ο খ) 
ট্রফিক লেভেল
Ο গ) 
শক্তি পিরামিড
Ο ঘ) 
বায়োমাসের পিরামিড

  সঠিক উত্তর: (খ)

৭৭.
রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদ থেকে কী পেয়ে থাকে?
Ο ক) 
শর্করা
Ο খ) 
ক্যালসিয়াম
Ο গ) 
জিঙ্ক
Ο ঘ) 
নাইট্রোজেন

  সঠিক উত্তর: (ক)

৭৮.
ব্যাঙ কোন স্তরের খাদক?
Ο ক) 
বিয়োজক
Ο খ) 
উৎপাদক
Ο গ) 
প্রথম স্তরের খাদক
Ο ঘ) 
দ্বিতীয় স্তরের খাদক

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.
তৃণভোজী প্রাণিরা কোন শ্রেণির খাদক?
Ο ক) 
প্রথম শ্রেণির খাদক
Ο খ) 
দ্বিতীয় শ্রেণির খাদক
Ο গ) 
তৃতীয় শ্রেণির খাদক
Ο ঘ) 
সর্বোচ্চ শ্রেণির খাদক

  সঠিক উত্তর: (ক)

৮০.
একটি পেঁচা দিনে কয়টি ইঁদুর খেয়ে হজম করতে পারে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (খ)

৮১.
তৃণভোজী প্রাণীরা কী খেয়ে বেঁচে থাকে?
Ο ক) 
বড় মাংসাশী প্রাণী
Ο খ) 
মাংসাশী প্রাণী
Ο গ) 
তৃণ ও ক্ষুদ্র মাংসাশী প্রাণী
Ο ঘ) 
উদ্ভিদের বিভিন্ন অংশ

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
জিনের মাধ্যমেই জীবের –
i. শারীরিক ও গাঠনিক বৈশিষ্ট্য প্রকাশ পায়
ii. জীবের বংশগতীয় বৈশিষ্ট্য বংশানুক্রমে সঞ্চারিত হয়
iii. প্রত্যেক বৈশিষ্ট্যেই নির্দিষ্ট জিন দ্বারা সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮৩.
শক্তিগ্রহণ প্রক্রিয়া শেয় হয় কীভাবে?
Ο ক) 
উৎপাদকের ক্রিয়ার মাধ্যমে
Ο খ) 
খাদ্যস্তর পরিবর্তনের মাধ্যমে
Ο গ) 
বিয়োজকের ক্রিয়ায়
Ο ঘ) 
জীবের মৃত্যুর মাধ্যমে

  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
জীবদের আন্তঃক্রিয়া –
i. ধনাত্মক
ii. ঋণাত্মক
iii. নিরপেক্ষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৫.
পুকুরের বাস্তুসংস্থানে কোন জীবটি উৎপাদকে ব্যবহার উপযোগী জৈব ও অজৈব রাসায়নিক পদার্থ পুনরায় সৃষ্টি করে?
Ο ক) 
ছত্রাক
Ο খ) 
প্লাংকটন
Ο গ) 
শৈবাল
Ο ঘ) 
জুয়োপ্লাংকটন

  সঠিক উত্তর: (ক)

৮৬.
বাস্তুতন্ত্রের খাদ্য শিকল –
i. এর প্রতিটি স্তরে শক্তি অপচয় হয়
ii. ছোট হলে শক্তি অপচয় কম হয়
iii. প্রতিটি স্তরে শোষিত শক্তির কোন অংশই পরিবেশে মুক্ত হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৭.
খাদ্য শিকল কোন প্রক্রিয়ার কার্যকারিতার উপর প্রতিষ্ঠিত?
Ο ক) 
শ্বসন
Ο খ) 
প্রস্বেদন
Ο গ) 
সালোকসংশ্লেষণ
Ο ঘ) 
ব্যাপন

  সঠিক উত্তর: (গ)

৮৮.
কোনটি জীবিত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস খেতে বেশি পছন্দ করে?
Ο ক) 
শিয়াল
Ο খ) 
বাঘ
Ο গ) 
কুমির
Ο ঘ) 
চিল

  সঠিক উত্তর: (ক)

৮৯.
পরিবেশ সবুজ উদ্ভিদগুলো –
i. উৎপাদকের ভূমিকা পালন করে
ii. শ্বসনের মাধ্যমে শক্তি ধ্বংস করে
iii. নিজের খাদ্য নিজে তৈরি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯০.
সূর্য থেকে সংগৃহীত শক্তি –
i. প্রথম ট্রফিক লেভেলে গৃহীত হয়
ii. দ্বিতীয় ট্রফিক লেভেলে কমে যায়
iii. তৃতীয় ট্রফিক লেভেলে বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯১.
জুওপ্লাংকটনকে কী বলে?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
প্রথম স্তরের খাদক
Ο গ) 
দ্বিতীয় স্তরের খাদক
Ο ঘ) 
বিয়োজক

  সঠিক উত্তর: (খ)

৯২.
খাদ্য শিকল যত দীর্ঘ হবে ঊর্ধ্বতন ট্রফিক লেভেলে শক্তির পরিমাণ –
Ο ক) 
বাড়তে থাকে
Ο খ) 
অপরিবর্তিত থাকবে
Ο গ) 
সামান্য বাড়তে থাকবে
Ο ঘ) 
কমতে থাকবে

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
পরিবেশ সুরক্ষিত থাকলে –
Ο ক) 
ঘরবাড়ি তৈরিতে সুবিধা হয়
Ο খ) 
গ্রীন হাউজ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়
Ο গ) 
সহজে অর্থ সম্পদ লাভ করা যায়
Ο ঘ) 
দেশে বিদেশে ভ্রমণ করা যায়

  সঠিক উত্তর: (খ)

৯৪.
পৃথিবীতে বিরাজমান জীবসমূহের প্রাচুর্য ও ভিন্নতাকে কী বলে?
Ο ক) 
জীব সম্প্রদায়
Ο খ) 
জীববৈচিত্র‌্য
Ο গ) 
জীব প্রাচুর্য
Ο ঘ) 
জীব পরিবার

  সঠিক উত্তর: (খ)

৯৫.
পাখির কাজ হল –
i. মানুষ ও ফসলের জন্য ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ফেলা
ii. উদ্ভিদের পরাগায়নে সাহায্য করা
iii. পরিবেশ দূষণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৬.
পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের কী বলে?
Ο ক) 
ট্রান্সফরমার
Ο খ) 
বিয়োজক
Ο গ) 
পরিবর্তক
Ο ঘ) 
প্ল্যাংকটন

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
বাস্তুতন্ত্রের সক্রিয় উপাদান কোনগুলো?
Ο ক) 
খনিজ লবণ
Ο খ) 
জীবকূল
Ο গ) 
তাপমাত্রা
Ο ঘ) 
সূর্যালোক

  সঠিক উত্তর: (খ)

৯৮.
ধাঙর (Seavehger) বলা হয় –
i. শিয়াল
ii. শকুন
iii. হায়েনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
উদ্ভিদ সৌর শক্তিকে কোন শক্তি হিসেবে শর্করায় মজুদ করে?
Ο ক) 
রাসায়নিক
Ο খ) 
তাপ
Ο গ) 
যান্ত্রিক
Ο ঘ) 
আনবিক

  সঠিক উত্তর: (ক)

১০০.
গাছপালা ও প্রাণীদের মধ্যে জৈবিক সম্পর্কযুক্ত জীবগুলিকে কী বলে?
Ο ক) 
সিমবায়ন্টস্
Ο খ) 
কম্পেটিটর
Ο গ) 
মিথস্ক্রিয়া
Ο ঘ) 
প্রতিসাম্য ক্রিয়া

  সঠিক উত্তর: (গ)

১০১.
সবুজ উদ্ভিদ শর্করা তৈরির সময় কোন গ্যাস ত্যাগ করে?
Ο ক) 
কার্বন ডাই-অক্সাইড
Ο খ) 
অক্সিজেন
Ο গ) 
হাইড্রোজেন
Ο ঘ) 
নাইট্রোজেন

  সঠিক উত্তর: (খ)

১০২.
বাস্তুতন্ত্রকে নানাভাবে প্রভাবিত করে –
i. সূর্যালোকের পরিমাণ
ii. বৃষ্টিপাতের পরিমাণ
iii. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০৩.
জ্বালানি শক্তি হিসেবে কাঠের পরিবর্তে কোনটি ব্যবহার করতে হবে?
Ο ক) 
কয়লা
Ο খ) 
তেল
Ο গ) 
গ্যাস
Ο ঘ) 
সৌরশক্তি

  সঠিক উত্তর: (ঘ)

১০৪.
বেশ কয়েকটি খাদ্য শিকল একত্র হয়ে কী গঠন করে?
Ο ক) 
খাদ্যের পিরামিড
Ο খ) 
খাদ্যজাল
Ο গ) 
শক্তি প্রবাহ
Ο ঘ) 
বাস্তুতন্ত্র

  সঠিক উত্তর: (খ)

১০৫.
পুকুরে তৃতীয় স্তরের খাদক কোনটি?
Ο ক) 
শোল
Ο খ) 
ব্যাঙ
Ο গ) 
ছোট মাছ
Ο ঘ) 
জলজ পতঙ্গ

  সঠিক উত্তর: (ক)

১০৬.
বিয়োজকরা মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করে কীসের মাধ্যমে?
Ο ক) 
সালোকসংশ্লেষণের
Ο খ) 
শ্বসনের
Ο গ) 
শোষণের
Ο ঘ) 
গাঁজনের

  সঠিক উত্তর: (গ)

১০৭.
বাস্তুতন্ত্রের জীব উপাদানগুলোর মধ্যে কোনগুলো প্রথমে কাজে নামে?
Ο ক) 
সবুজ উদ্ভিদ
Ο খ) 
ব্যাকটেরিয়া
Ο গ) 
ক্ষুদ্র প্রাণী
Ο ঘ) 
ছত্রাক

  সঠিক উত্তর: (ক)

১০৮.
উপকূলীয় অঞ্চলে কী রোধ করতে প্রচুর পরিমাণে বনায়ন করতে হবে?
Ο ক) 
ভূমিক্ষয়
Ο খ) 
ভূমিধস
Ο গ) 
জুমচাষ
Ο ঘ) 
বৃক্ষ নিধন

  সঠিক উত্তর: (ক)

১০৯.
যখন খাদ্যশক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকদের মধ্যে প্রবাহিত হয়, তখন সেই প্রবাহকে একসাথে কী বলে?
Ο ক) 
খাদ্য শিকল
Ο খ) 
খাদ্য জাল
Ο গ) 
বাস্তুতন্ত্র
Ο ঘ) 
পরিবেশ

  সঠিক উত্তর: (ক)

১১০.
জীবজগতের পুষ্টি ও বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার বিভিন্ন উপাদানের উৎস হলো –
i. মাটি
ii. পানি
iii. সূর্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১১.
গাছপালা ও প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলিকে কী বলে?
Ο ক) 
কমেনসেলিজম
Ο খ) 
মিউচুয়ালিজম
Ο গ) 
কম্পিটিশন
Ο ঘ) 
সিমবায়োসিস

  সঠিক উত্তর: (ঘ)

১১২.
গ্রিন হাউজ প্রভাবে সমুদ্রের সমুদ্রের কোন পরিবর্তন ঘটে?
Ο ক) 
পানির উচ্চতা বাড়ে
Ο খ) 
পানির উচ্চতা কমে
Ο গ) 
পানির উচ্চতা অপরিবর্তিত থাকে
Ο ঘ) 
পানির রং বদলায়

  সঠিক উত্তর: (ক)

১১৩.
ধনাত্মক আন্তঃক্রিয়ার ফলে –
i. জীবদ্বয়ের একটি বা উভয়েই ক্ষতিগ্রস্ত হয়
ii. দুটি জীবের একটি অন্যটিকে সহায়তা করে
iii. একে তিনভাগে ভাগ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১৪.
শক্তি পিরামিডে চূড়ান্ত খাদকের অবস্থান কোথায়?
Ο ক) 
নিচে
Ο খ) 
শীর্ষে
Ο গ) 
মাঝে
Ο ঘ) 
যেকোনো স্থানে

  সঠিক উত্তর: (খ)

১১৫.
উদ্ভিদ ও প্রাণীর পচনক্রিয়ায় অংশ নেয় কী?
Ο ক) 
মশা
Ο খ) 
ব্যাকটেরিয়াসহ কিছু অণুজীব
Ο গ) 
কেঁচো
Ο ঘ) 
কৃমি

  সঠিক উত্তর: (খ)

১১৬.
পানিতে ভাসমান বা পানির তলায় কাদার মধ্যে বাস করে কোনটি?
Ο ক) 
বিয়োজক
Ο খ) 
উৎপাদক
Ο গ) 
ব্যাঙ
Ο ঘ) 
ভেটকি

  সঠিক উত্তর: (ক)

১১৭.
পুকুরের বাস্তুসংস্থানে অজৈব উপাদান –
i. অক্সিজেন
ii. ক্যালসিয়াম
iii. হিউমাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৮.
বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কী?
Ο ক) 
সূর্য
Ο খ) 
উৎপাদক
Ο গ) 
খাদক
Ο ঘ) 
বিয়োজক

  সঠিক উত্তর: (ক)

১১৯.
মিউচুয়ালিজম-এর ক্ষেত্রে –
i. সহযোগীদের উভয়ই একে অন্যের দ্বারা উপকৃত হয়
ii. ফুলের পরাগায়ন ঘটে
iii. হস্টোরিয়া নামক চোষক অঙ্গ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২০.
সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের সময় কোন গ্যাস গ্রহণ করে?
Ο ক) 
কার্বন ডাই-অক্সাইড
Ο খ) 
অক্সিজেন
Ο গ) 
হাইড্রোজেন
Ο ঘ) 
নাইট্রোজেন

  সঠিক উত্তর: (ক)

১২১.
চেকপিক উপকূলের ক্ষেত্রে –
i. এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত
ii. এতে ছিল অসংখ্য ঝিনুক
iii. এখনও ঝিনুক অক্ষত আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২২.
উদ্ভিদ যে খাদ্য তৈরি করে
i. তার কিছু অংশ নিজ প্রয়োজনে ব্যবহার করে
ii. অবশিষ্টাংশ উদ্ভিদ দেহেই জমা রাখে
iii. অধিকাংশ উদ্ভিদ দেহ থেকে বেড়িয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৩.
জীবজগতের শ্বসনের প্রয়োজনীয় অক্সিজেনের বড় অংশ কোন প্রক্রিয়া থেকে আসে?
Ο ক) 
প্রস্বেদন
Ο খ) 
শ্বসন
Ο গ) 
সালোকসংশ্লেষণ
Ο ঘ) 
ব্যাপন

  সঠিক উত্তর: (গ)

১২৪.
সিমবায়োসিস দ্বারা সহঅবস্থানকারী জীবদের মধ্যে যে ক্রিয়া-বিক্রিয়া ঘটে তাকে কী বলে?
Ο ক) 
সম্যক ক্রিয়া
Ο খ) 
বাস্তুক্রিয়া
Ο গ) 
মিথস্ক্রিয়া
Ο ঘ) 
প্রতিসাম্য ক্রিয়া

  সঠিক উত্তর: (গ)

১২৫.
মানুষের বসত বাড়িতে ইঁদুর বিনা বাঁধায় বংশবৃদ্ধি করলে বছর শেষে এর সংখ্যা কত হবে?
Ο ক) 
৬৮০টি
Ο খ) 
৭৮০টি
Ο গ) 
৮৮০টি
Ο ঘ) 
৯৮০টি

  সঠিক উত্তর: (গ)

১২৬.
প্রকৃতির জঞ্জাল সাফ করতে ভূমিকা রাখে –
Ο ক) 
শকুন, চিল, কাক
Ο খ) 
দোয়েল, বাবুই, ময়না
Ο গ) 
শালিক, পেঁচা, বাদুর
Ο ঘ) 
কবুতর, মুরগি

  সঠিক উত্তর: (ক)

১২৭.
ত্রিকোণাকার ভূমির উপর অবস্থিত যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ সরু তাকে কী বলে?
Ο ক) 
ত্রিভূজ
Ο খ) 
স্টোন হেঞ্জ
Ο গ) 
পিরামিড
Ο ঘ) 
ব্লক

  সঠিক উত্তর: (গ)

১২৮.
বর্তমান পৃথিবীর অত্যধিক জনসংখ্যার প্রধান চাহিদা কী?
Ο ক) 
টাকা, জমি, গাড়ি
Ο খ) 
অন্ন, বস্ত্র, বাসস্থান
Ο গ) 
জমি, শাড়ি, বাড়ি
Ο ঘ) 
মাছ, মাংশ, ডিম

  সঠিক উত্তর: (খ)

১২৯.
সবুজ উদ্ভিদের উৎপাদিত খাদ্যের কিছু অংশ –
i. মাংসাশীরা ভক্ষণ করে
ii. উদ্ভিদ নিজের প্রয়োজনে ব্যবহার করে
iii. উদ্ভিদ নিজের দেহে জমা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩০.
জীববৈচিত্র্যের অতীব প্রয়োজনীয় আধার হলো –
i. অরণ্য
ii. পাহাড়
iii. গৃহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩১.
প্রজাতিগত কারণে বাঘের সাথে হরিণের ভিন্নতা হয় –
i. স্বভাবে
ii. হিংস্রতায়
iii. সংখ্যা বৃদ্ধির ধরনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩২.
গ্রিন হাউজ গ্যাস কোনটি?
Ο ক) 
O
Ο খ) 
H
Ο গ) 
He
Ο ঘ) 
CO

  সঠিক উত্তর: (ঘ)

১৩৩.
বাস্তুতন্ত্রের উৎপাদন প্রক্রিয়া কোনটি?
Ο ক) 
শ্বসন
Ο খ) 
সালোকসংশ্লেষণ
Ο গ) 
প্রস্বেদন
Ο ঘ) 
ইমবাইবিশন

  সঠিক উত্তর: (খ)

১৩৪.
নিচের কোনটি মাংসাশী প্রাণী?
Ο ক) 
গরু
Ο খ) 
হরিণ
Ο গ) 
মুরগী
Ο ঘ) 
ব্যাঙ

  সঠিক উত্তর: (ঘ)

১৩৫.
মিথস্ক্রিয়ার আন্তঃসম্পর্ক ঘটে পৃথিবীর এমন যে কোন অঞ্চলকে কী বলে?
Ο ক) 
হটস্পট
Ο খ) 
অভয়রাণ্য
Ο গ) 
বাস্তুতন্ত্র
Ο ঘ) 
গেম রিজার্ভ

  সঠিক উত্তর: (গ)

১৩৬.
বর্তমানে যুক্তরাষ্ট্রের চেকপিক উপকূলের কতভাগ ঝিনুক বিলুপ্ত হয়ে গেছে?
Ο ক) 
৬৯ ভাগ
Ο খ) 
৭৯ ভাগ
Ο গ) 
৮৯ ভাগ
Ο ঘ) 
৯৯ ভাগ

  সঠিক উত্তর: (ঘ)

১৩৭.
বিজ্ঞানী ওডাম আন্তঃনির্ভরশীলতাকে কয়ভাগে ভাগ করেছেন?
Ο ক) 
২ ভাগে
Ο খ) 
৩ ভাগে
Ο গ) 
৪ ভাগে
Ο ঘ) 
৫ ভাগে

  সঠিক উত্তর: (ক)

১৩৮.
এখন পর্যন্ত প্রায় কী পরিমাণ, জীবাশ্ম প্রজাতির বর্ণনা ও নামকরণ পাওয়া গেছে?
Ο ক) 
১০ লক্ষ
Ο খ) 
৭ লক্ষ
Ο গ) 
৫ লক্ষ
Ο ঘ) 
৩ লক্ষ

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
কাকের বাসায় ডিম পাড়ে কোন পাখি?
Ο ক) 
কাকাতুয়া
Ο খ) 
চিল
Ο গ) 
কোকিল
Ο ঘ) 
চড়ুই

  সঠিক উত্তর: (গ)

১৪০.
জীবরে মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে কী বলে?
Ο ক) 
প্রজাতিগত বৈচিত্র্য
Ο খ) 
বংশগতীয় বৈচিত্র্য
Ο গ) 
বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
Ο ঘ) 
সবকয়টি

  সঠিক উত্তর: (খ)

১৪১.
সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন খাদ্য তৈরি করে?
Ο ক) 
শর্করা
Ο খ) 
আমিষ
Ο গ) 
স্নেহ
Ο ঘ) 
খনিজ লবণ

  সঠিক উত্তর: (ক)

১৪২.
জীবের পরিবেশ গঠিত হয় –
i. জড় বস্তু নিয়ে
ii. জীব বস্তু নিয়ে
iii. মহাজাগতিক বস্তু নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৩.
উদ্ভিদে নাইট্রোজেন সংবন্ধন করে কোনটি?
Ο ক) 
Rhizobium ব্যাকটেরিয়া
Ο খ) 
E. coli ব্যাকটেরিয়া
Ο গ) 
Entanbocba histolytica ব্যাকটেরিয়া
Ο ঘ) 
Selmonella ব্যাকটেরিয়া

  সঠিক উত্তর: (ক)

১৪৪.
প্রতিদিনে যে পরিমাণ গাছ কাটা হয় তার কত অংশ লাগানোর ব্যবস্থা রাখতে হবে?
Ο ক) 
অর্ধেক
Ο খ) 
সমান
Ο গ) 
দ্বিগুণ
Ο ঘ) 
চারগুণ

  সঠিক উত্তর: (গ)

১৪৫.
যে উপাদানের পরিবর্তন হলে বাস্তুতন্ত্রের ভারসাম্য ব্যাঘাত ঘটে তা হলো –
i. জৈবিক উপাদান
ii. ভৌত উপাদান
iii. রাসায়নিক উপাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৬.
অসবুজ উদ্ভিদ জীবন ধারনের জন্য নিচের কোনটির উপর নির্ভরশীল?
Ο ক) 
সবুজ উদ্ভিদ
Ο খ) 
প্রাণিকূল
Ο গ) 
বায়ুপ্রবাহ
Ο ঘ) 
জড় উপাদান

  সঠিক উত্তর: (ক)

১৪৭.
বাস্তুতন্ত্রে সর্বনিম্ন ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করে কোনটি?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
তৃণভোজী
Ο গ) 
মাংসাশী
Ο ঘ) 
বিয়োজক

  সঠিক উত্তর: (ক)

১৪৮.
সর্বদা অসম্পূর্ণ থাকে –
i. পরজীবী খাদ্যশৃঙ্খল
ii. মৃতজীবী খাদ্যশৃঙ্খল
iii. শিকারজীবী খাদ্যশৃঙ্খল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৯.
আবর্জনাভুক প্রাণী কোনটি?
Ο ক) 
শকুন
Ο খ) 
হরিণ
Ο গ) 
গরু
Ο ঘ) 
বাঘ

  সঠিক উত্তর: (ক)

১৫০.
জীবের জীবনক্রিয়া পরিচালনার চাবিকাঠি হলো –
i. পারস্পরিক সংযোগ
ii. পারস্পরিক নির্ভরশীলতা
iii. পারস্পরিক সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫১.
জীবকুল বাস্তুতন্ত্রের সক্রিয় উপাদান কেন?
Ο ক) 
এরা বিবর্তিত হয়
Ο খ) 
এরা পরিবেশে বৈচিত্র‌্য আনে
Ο গ) 
এরা জড় বস্তু গ্রহণ করে
Ο ঘ) 
এরা জন্মায় ও বংশবৃদ্ধি করে

  সঠিক উত্তর: (খ)

১৫২.
যুক্তরাষ্ট্রের চেকপিক উপকূলে এক সময় প্রচুর পরিমাণে পাওয়া যেত নিচের কোনটি?
Ο ক) 
ঝিনুক
Ο খ) 
কোয়ার্টজ
Ο গ) 
স্যামন মাছ
Ο ঘ) 
কোরাল

  সঠিক উত্তর: (ক)

১৫৩.
তোমার বিদ্যালয়ের পাশের পুকুরের পানি দূষণের ফলে ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মাতে না পারলে কী কমে যাবে?
Ο ক) 
বিয়োজক
Ο খ) 
মাছ
Ο গ) 
ক্যালসিয়াম
Ο ঘ) 
তাপমাত্রা

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে –
i. মুরগী
ii. গরু
iii. ব্যাঙ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৫.
জীবের উদ্ভবের আগেই পরিবেশ ছিল –
i. অক্সিজেন
ii. জৈব এসিড
iii. কার্বন ডাই অক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫৬.
প্রাণিকূল শ্বসনের মাধ্যমে কোন গ্যাস ত্যাগ করে?
Ο ক) 
O2
Ο খ) 
H2
Ο গ) 
CO2
Ο ঘ) 
N2

  সঠিক উত্তর: (গ)

১৫৭.
পরিবেশের জীব উপাদান প্রধানত কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

১৫৮.
খাদ্য শিকলের প্রতিটি ধাপে শতকরা কতভাগ শক্তি কমে যায়?
Ο ক) 
৫০-৬০ ভাগ
Ο খ) 
৬০-৭০ ভাগ
Ο গ) 
৭০-৮০ ভাগ
Ο ঘ) 
৮০-৯০ ভাগ

  সঠিক উত্তর: (ঘ)

১৫৯.
বাস্তুতন্ত্রের সক্রিয় উপাদান হলো –
i. উৎপাদক
ii. সূর্যালোক
iii. বিয়োজক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৬০.
জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে পছন্দ করে –
i. বাঘ
ii. শকুন
iii. হায়েনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৬১.
সূর্যের আলো ও তাপশক্তি পৃথিবীতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় কত ভাগ?
Ο ক) 
২%
Ο খ) 
৩%
Ο গ) 
১%
Ο ঘ) 
৪%

  সঠিক উত্তর: (ক)

১৬২.
এক সময় যুক্তরাষ্ট্রের চেকপিক উপকূলে থাকা অসংখ্য ঝিনুক কতদিনে ঐ এলাকার পানি পরিশুদ্ধ করতে পারতো?
Ο ক) 
১ দিনে
Ο খ) 
২ দিনে
Ο গ) 
৩ দিনে
Ο ঘ) 
৪ দিনে

  সঠিক উত্তর: (গ)

১৬৩.
মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করে –
i. ব্যাকটেরিয়া
ii. ছত্রাক
iii. শৈবাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৪.
পুকুরে বিয়োজকের কাজ করে কোনটি?
Ο ক) 
জুওপ্লাংকটন
Ο খ) 
ফাইটোপ্লাংকটন
Ο গ) 
ব্যাকটেরিয়া
Ο ঘ) 
ছোট মাছ

  সঠিক উত্তর: (গ)

১৬৫.
আমরা প্রথম শ্রেণির খাদক বলে খাদ্য হিসেবে ব্যবহার করি কোনটি?
Ο ক) 
উদ্ভিদ
Ο খ) 
প্রাণী
Ο গ) 
অণুজীব
Ο ঘ) 
জড়বস্তু

  সঠিক উত্তর: (ক)

১৬৬.
একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে অন্য জীবের বিকাশ বাধাপ্রাপ্ত হলে ঐ সম্পর্ককে কী বলে?
Ο ক) 
মিউচুয়ালিজম
Ο খ) 
কমেনসেলিজম
Ο গ) 
কম্পিটিশন
Ο ঘ) 
এন্টিবায়োটিস

  সঠিক উত্তর: (ঘ)

১৬৭.
কোনো এলাকায় ডেঙ্গু বা ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিলে কী নিয়ন্ত্রণ করতে হবে?
Ο ক) 
মানুষের সংখ্যা
Ο খ) 
মশার সংখ্যা
Ο গ) 
ডেঙ্গু বা ম্যালেরিয়ার জীবাণুর সংখ্যা
Ο ঘ) 
সাপের সংখ্যা

  সঠিক উত্তর: (খ)

১৬৮.
মৃতদেহের সঞ্চিত রাসায়নিক শক্তি পরিবেশে ফিরে আসে –
i. জড় পদার্থ আকারে
ii. শক্তি আকারে
iii. অনুজীব আকারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৯.
গৌণ খাদক হলো –
i. মুরগী
ii. ব্যাঙ
iii. শিয়াল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৭০.
বাস্তুতন্ত্রে নিচের কোনটি উৎপাদক?
Ο ক) 
সবুজ গাছপালা
Ο খ) 
মাটি
Ο গ) 
ব্যাকটেরিয়া
Ο ঘ) 
সূর্যালোক

  সঠিক উত্তর: (ক)

১৭১.
পরজীবী খাদ্য শিকলে –
i. পরজীবী উদ্ভিদ ও প্রাণী অন্য পোষক থেকে খাদ্য গ্রহণ করে
ii. এই খাদ্য শিকলে প্রথম ধাপে সবুজ উদ্ভিদ নাও থাকতে পারে
iii. এই খাদ্য শিকলে সব ধরনের খাদক থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭২.
মৃতদেহ থেকে যেসব জড়বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয় তাদেরকে কী বলে?
Ο ক) 
গ্লুকোজ
Ο খ) 
হিউমাস
Ο গ) 
সার
Ο ঘ) 
ভৌত বস্তু

  সঠিক উত্তর: (খ)

১৭৩.
পুকুরে বাস্তুসংস্থানে ভেটকি মাছ কী?
Ο ক) 
বিয়োজক
Ο খ) 
প্রথম স্তরের খাদক
Ο গ) 
দ্বিতীয় স্তরের খাদক
Ο ঘ) 
তৃতীয় স্তরের খাদক

  সঠিক উত্তর: (ঘ)

১৭৪.
পাখিদের প্রধান খাদ্য কী?
Ο ক) 
কীটপতঙ্গ
Ο খ) 
গম
Ο গ) 
পেয়ারা
Ο ঘ) 
ঘান

  সঠিক উত্তর: (ক)

১৭৫.
পুকুরে প্রথম স্তরের খাদকদেরকে ভক্ষণ করে –
i. ছোট মাছ
ii. মশার শূককীট
iii. ব্যাঙ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৭৬.
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় –
i. উদ্ভিদ সূর্যালোক, পানি ও কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে
ii. উদ্ভিদ উপজাত হিসেবে অক্সিজেন নির্গমন করে
iii. উদ্ভিদ তার নিজের স্থান পরিবর্তন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭৭.
কোনটি প্রথম শ্রেণির খাদক?
Ο ক) 
ব্যাঙ
Ο খ) 
সাপ
Ο গ) 
গুঁইসাপ
Ο ঘ) 
ঘাসফড়িং

  সঠিক উত্তর: (ঘ)

১৭৮.
খাদ্য শক্তির প্রবাহকে একসাথে কী বলে?
Ο ক) 
খাদ্যজাল
Ο খ) 
খাদ্য শিকল
Ο গ) 
শক্তির পিরামিড
Ο ঘ) 
শক্তির প্রবাহ

  সঠিক উত্তর: (খ)

১৭৯.
জলভাগের বাস্তুতন্ত্র কাছে থেকে ভালো করে দেখার জন্য সবচেয়ে উপযোগী কোনটি?
Ο ক) 
পুকুর
Ο খ) 
নদী
Ο গ) 
সাগর
Ο ঘ) 
অ্যাকুরিয়াম

  সঠিক উত্তর: (ক)

১৮০.
ফাইটোপ্লাংকটনকে কী বলে?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
খাদক
Ο গ) 
বিয়োজক
Ο ঘ) 
পরিবর্তক

  সঠিক উত্তর: (ক)

১৮১.
কোনটির মাধ্যমে জীবের বংশগতীয় বৈশিষ্ট্য বংশানুক্রমে সঞ্চারিত হয়?
Ο ক) 
মাইটোকন্ড্রিয়া
Ο খ) 
নিউক্লিয়াস
Ο গ) 
জীন
Ο ঘ) 
রাইবোজোম

  সঠিক উত্তর: (গ)

১৮২.
রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ও শিম জাতীয় উদ্ভিদের সম্পর্ক কীরূপ?
Ο ক) 
মিউচুয়ালিজম
Ο খ) 
কমেনসেলিজম
Ο গ) 
কম্পিটিশন
Ο ঘ) 
এন্টিবায়োটিস

  সঠিক উত্তর: (ক)

১৮৩.
দ্বিতীয় স্তরের খাদকদের দেহ গড়ে ওঠে কোনটির রাসায়নিক শক্তির প্রভাবে?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
প্রথম স্তরের খাদক
Ο গ) 
তৃতীয় স্তরের খাদক
Ο ঘ) 
বিয়োজক

  সঠিক উত্তর: (খ)

১৮৪.
সর্বোচ্চ খাদক কোনটি?
Ο ক) 
গরু
Ο খ) 
ছাগল
Ο গ) 
হরিণ
Ο ঘ) 
বক

  সঠিক উত্তর: (ঘ)

১৮৫.
সবুজ ও অসবুজ উদ্ভিদ খনিজ লবণ গ্রহণ করে –
i. মাটি থেকে
ii. পানি থেকে
iii. বায়ু থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮৬.
কোন বিজ্ঞানী আন্তঃনির্ভরশীল সম্পর্ককে দুভাগে ভাগ করেন?
Ο ক) 
এরিস্টটল
Ο খ) 
ওডাম
Ο গ) 
গ্যালিলিও
Ο ঘ) 
নিউটন

  সঠিক উত্তর: (খ)

১৮৭.
গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হলো –
i. CH4
ii. CO2
iii. N2O
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৮.
খাদ্য শিকলের প্রতিটি ধাপে কী পরিমাণ শক্তি কমে?
Ο ক) 
৭০%
Ο খ) 
৮০%
Ο গ) 
৯০%
Ο ঘ) 
৫০%

  সঠিক উত্তর: (গ)

১৮৯.
জীব সক্রিয়ভাবে কোথা থেকে তাদের প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে জীবিকানির্বাহ করে?
Ο ক) 
মহাশূন্য থেকে
Ο খ) 
সূর্য থেকে
Ο গ) 
জড়জগৎ থেকে
Ο ঘ) 
এক জীব অন্য জীব থেকে

  সঠিক উত্তর: (গ)

১৯০.
যুক্তরাষ্ট্রের চেকপিক উপকূলে ঝিনুক বিলুপ্ত হওয়ার কারণে –
i. পানি ক্রমশই কর্দমাক্ত হচ্ছে
ii. পানিতে অক্সিজেনের পরিমাণ হ্রাস পাচ্ছে
iii. পানিতে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ কমছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯১.
জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা ও প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকে কী বলে?
Ο ক) 
Co-relation
Ο খ) 
Live together
Ο গ) 
Symbiosis
Ο ঘ) 
Symbionts

  সঠিক উত্তর: (গ)

১৯২.
ধনাত্মক আন্তঃক্রিয়া কয়ভাগে বিভক্ত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

১৯৩.
সকল প্রাণীর বর্জ্য পদার্থ কোথায় মিশে?
Ο ক) 
বায়ুতে
Ο খ) 
মাটিতে
Ο গ) 
পানিতে
Ο ঘ) 
পরিবেশে

  সঠিক উত্তর: (ঘ)

১৯৪.
এখন পর্যন্ত প্রায় কত লক্ষ প্রজাতির বর্ণনা ও নামকরণ পাওয়া গেছে?
Ο ক) 
১২ লক্ষ
Ο খ) 
১৩ লক্ষ
Ο গ) 
১৪ লক্ষ
Ο ঘ) 
১৫ লক্ষ

  সঠিক উত্তর: (ঘ)

১৯৫.
বাস্তুতন্ত্রের খাদ্য শিকল কোন প্রক্রিয়ার কার্যকারিতার ওপর প্রতিষ্ঠিত?
Ο ক) 
শ্বসন
Ο খ) 
রেচন
Ο গ) 
সালোকসংশ্লেষণ
Ο ঘ) 
প্রজনন

  সঠিক উত্তর: (গ)

১৯৬.
কোন প্রাণী প্রজাতিটি বিলুপ্ত হয়ে গেছে?
Ο ক) 
বাঘ
Ο খ) 
হরিণ
Ο গ) 
পেঙ্গুইন
Ο ঘ) 
ডাইনোসর

  সঠিক উত্তর: (ঘ)

১৯৭.
জীববৈচিত্র‌্যকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

১৯৮.
উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থ বস্তুতন্ত্রে যোগ হওয়াকে কী বলে?
Ο ক) 
জৈব উপাদান
Ο খ) 
অজৈব উপাদান
Ο গ) 
জীবজ উপাদান
Ο ঘ) 
ভৌত উপাদান

  সঠিক উত্তর: (ক)

১৯৯.
বনাঞ্চল ধ্বংস হলে কী হয়?
Ο ক) 
বৃষ্টিপাতের হার কমে যায়
Ο খ) 
বৃষ্টিপাতের হার বেড়ে যায়
Ο গ) 
বৃষ্টিপাতের হার অপরিবর্তিত থাকে
Ο ঘ) 
বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়

  সঠিক উত্তর: (ক)

২০০.
মৃতদেহ থেকে বাস্তুতন্ত্রে যোগ হয় –
i. ইউরিয়া
ii. উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন অঙ্গ
iii. পটাশিয়াম ও লৌহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২০১.
চেকপিক উপকূল কোথায় অবস্থিত?
Ο ক) 
যুক্তরাজ্যে
Ο খ) 
যুক্তরাষ্ট্রে
Ο গ) 
জার্মানিতে
Ο ঘ) 
কানাডায়

  সঠিক উত্তর: (খ)

২০২.
পরিবেশের জীব উপাদানগুলো প্রধানত কয় প্রকার?
Ο ক) 
এক প্রকার
Ο খ) 
তিন প্রকার
Ο গ) 
দুই প্রকার
Ο ঘ) 
চার প্রকার

  সঠিক উত্তর: (খ)

২০৩.
মাত্রাতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহার –
i. মাটির গুণাগুণ বৃদ্ধি করে
ii. উপকারী জীবাণু ও পোকা ধ্বংস করে
iii. জলজ ও মাটির বাস্তুতন্ত্র নষ্ট করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২০৪.
জীবের মৃতদে থেকে শুরু হয় কোন খাদ্য শিকল?
Ο ক) 
পরজীবী খাদ্য শিকল
Ο খ) 
শিকারজীবী খাদ্য শিকল
Ο গ) 
মৃতজীবী খাদ্য শিকল
Ο ঘ) 
পরভোজী খাদ্য শিকল

  সঠিক উত্তর: (গ)

২০৫.
বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় কত?
Ο ক) 
৬০০ কোটি
Ο খ) 
৭০০ কোটি
Ο গ) 
৮০০ কোটি
Ο ঘ) 
৯০০ কোটি

  সঠিক উত্তর: (খ)

২০৬.
শিকারিরা বনে বাঘ শিকারের ফলে বেড়ে যাবে কোন প্রাণীর সংখ্যা?
Ο ক) 
শিয়াল
Ο খ) 
হরিণ
Ο গ) 
শকুন
Ο ঘ) 
ঘাসফড়িং

  সঠিক উত্তর: (খ)

২০৭.
শক্তির ক্রমবর্ধমান ক্ষয় খাদ্য শিকলকে কয়টি ধাপের মধ্যে সীমাবদ্ধ রাখে?
Ο ক) 
৪-৫
Ο খ) 
৬-৭
Ο গ) 
৮-৯
Ο ঘ) 
১০-১১

  সঠিক উত্তর: (ক)

২০৮.
প্রজাতির বৈচিত্র‌্য বলতে বোঝায় –
i. পৃথিবীতে বিরাজমান জীবসমূহের মোট প্রজাতির সংখ্যা
ii. পৃথিবীতে বিরাজমান জীবসমূহের নির্দিষ্ট প্রজাতির সংখ্যা
iii. পৃথক পৃথক বৈশিষ্ট্যযুক্ত মোট প্রজাতির সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২০৯.
জীববৈচিত্র‌্য গড়ে উঠেছে কী দিয়ে?
Ο ক) 
হাজার হাজার প্রজাতির উদ্ভিদ, পশুপাখি, মানুষ দিয়ে
Ο খ) 
মিলিয়ন মিলিয়ন প্রজাতির উদ্ভিদ, পশুপাখি, মানুষ দিয়ে
Ο গ) 
লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ, পশুপাখি, মানুষ দিয়ে
Ο ঘ) 
শত শত প্রজাতির উদ্ভিদ, পশুপাখি, মানুষ দিয়ে

  সঠিক উত্তর: (গ)

২১০.
প্রজাতি হলো –
i. যারা ভিন্ন পূর্ব পুরুষ হতে উদ্ভূত
ii. যাদের দৈহিক ও জনন সংক্রান্ত চারিত্রিক বেশিষ্ট্য পারস্পরিক সাদৃশ্যযুক্ত
iii. যারা একই পূর্ব পুরুষ হতে উদ্ভূত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২১১.
খাদ্য জাল হলো -
i. কয়েকটি খাদ্য শিকল একত্র হয়ে তৈরি হয়
ii. স্থলজ ও জলজ উভয় পরিবেশে ঘটে থাকে
iii. শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলে ঘটে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২১২.
বায়ুমন্ডলে CO2, CH4, N2O গ্যাসগুলো বেড়ে গেলে –
i. সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে
ii. আবহাওয়া অপরিবর্তিত থাকবে
iii. বনাঞ্চল ধ্বংস হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২১৩.
পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য জীবে কোন ধরনের বৈচিত্র‌্য দেখা যায়?
Ο ক) 
প্রজাতিগত বৈচিত্র‌্য
Ο খ) 
বংশগতীয় বৈচিত্র‌্য
Ο গ) 
বাস্তুতান্ত্রিক বৈচিত্র‌্য
Ο ঘ) 
অবস্থানগত বৈচিত্র‌্য

  সঠিক উত্তর: (গ)

২১৪.
মাত্রাতিরিক্ত রাসায়নিক সার কী করে?
Ο ক) 
আবহাওয়া ও জলবায়ুর প্রভাব ফেলে
Ο খ) 
গাছের গুণাগুণ বৃদ্ধি করে
Ο গ) 
অধিক ফসল উৎপাদনে সাহায্য করে
Ο ঘ) 
মাটির গুণাগুণ নষ্ট করে

  সঠিক উত্তর: (ঘ)

২১৫.
সর্বোচ্চ ট্রফিক লেভেলের উদাহরণ কোনটি?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
তৃণভোজী খাদক
Ο গ) 
নিম্নস্তরের মাংসাশী খাদক
Ο ঘ) 
উচ্চস্তরের মাংসাশী খাদক

  সঠিক উত্তর: (ঘ)

২১৬.
সবুজ উদ্ভিদের উৎপাদিক রাসায়নিক শক্তি প্রথমে নিচের কোনটিতে পৌঁছে?
Ο ক) 
তৃণভোজী
Ο খ) 
মাংসাশী
Ο গ) 
বিয়োজক
Ο ঘ) 
পুষ্টিভান্ডার

  সঠিক উত্তর: (ক)

২১৭.
প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ ও প্রাণী এবং উভয় প্রকার জীব ও জড় পদার্থের মধ্যে শক্তির আদান-প্রদানকে কী বলে?
Ο ক) 
খাদ্যশৃঙ্খল
Ο খ) 
মিথস্ক্রিয়া
Ο গ) 
খাদ্যজাল
Ο ঘ) 
শক্তি প্রবাহ

  সঠিক উত্তর: (খ)

২১৮.
সবুজ উদ্ভিদের প্রধান খাদ্য কোনটি?
Ο ক) 
কার্বোহাইড্রেট
Ο খ) 
প্রোটিন
Ο গ) 
লিপিড
Ο ঘ) 
ভিটামিন

  সঠিক উত্তর: (ক)

২১৯.
শক্তি পিরামিড হলো –
i. খাদ্য শিকলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাস ছক
ii. যা কোনো জীব একটি খাদ্য শিকলের প্রতিটি ট্রফিক লেভেলে ব্যবহার করে
iii. এটি মাটি দ্বারা তৈরি একটি আদর্শ বস্তু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২০.
নগরায়ণের সাথে অবশ্যই কী করতে হবে?
Ο ক) 
শিল্পায়ন
Ο খ) 
বৃক্ষায়ন
Ο গ) 
বায়োগ্যাস প্লান্ট
Ο ঘ) 
পুষ্পায়ন

  সঠিক উত্তর: (খ)

২২১.
পরাশ্রয়ী উদ্ভিদ –
i. বায়ু থেকে খাদ্য সংগ্রহ করে
ii. আশ্রয় দাতার বিভিন্ন ক্ষতি সাধন করে
iii. আশ্রয় দাতার কোনো ক্ষতি করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২২২.
একটি পূর্ণবয়স্ক ব্যাঙ একদিনে তার ওজনের কতভাগ পোকামাকড় খেতে পারে?
Ο ক) 
অর্ধেক
Ο খ) 
সমান
Ο গ) 
দ্বিগুণ
Ο ঘ) 
তিনগুণ

  সঠিক উত্তর: (খ)

২২৩.
কোনটি তৃতীয় স্তরের খাদক?
Ο ক) 
ব্যাঙ
Ο খ) 
শিয়াল
Ο গ) 
সাপ
Ο ঘ) 
মুরগি

  সঠিক উত্তর: (গ)

২২৪.
বাস্তুসংস্থানের কোন উপাদানটি জৈব বস্তু নয়?
Ο ক) 
ক্যালসিয়াম
Ο খ) 
গ্লুকোজ
Ο গ) 
অ্যালকোহল
Ο ঘ) 
ফ্যাটি এসিড

  সঠিক উত্তর: (ক)

২২৫.
দ্বিতীয় ট্রফিক লেভেলের প্রতিনিধি হলো –
i. তৃণভোজী খাদক
ii. প্রথম স্তরের খাদক
iii. দ্বিতীয় স্তরের খাদক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২৬.
গ্রিন হাউজ গ্যাসের প্রভাবে কী হয়?
Ο ক) 
পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়
Ο খ) 
পরিবেশের তাপমাত্রা কমে যায়
Ο গ) 
পরিবেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকে
Ο ঘ) 
পরিবেশের তাপমাত্রা অত্যধিক কমে যায়

  সঠিক উত্তর: (ক)

২২৭.
গৌণ খাদক কোনটি?
Ο ক) 
হরিণ
Ο খ) 
শিয়াল
Ο গ) 
বাঘ
Ο ঘ) 
ছাগল

  সঠিক উত্তর: (ক)

২২৮.
বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত –
i. শিকারজীবী খাদ্যশৃঙ্খল
ii. পরজীবী খাদ্যশৃঙ্খল
iii. মৃতজীবী খাদ্যশৃঙ্খল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৯.
সহ-অবস্থান করে একজন উপকৃত হয়; কিন্তু সমযোগী সদস্য উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না কোন ক্ষেত্রে?
Ο ক) 
মিউচুয়ালিজমে
Ο খ) 
কমেনসেলিজমে
Ο গ) 
একমুখী আন্তঃক্রিয়ায়
Ο ঘ) 
পরজীবী আন্তঃক্রিয়ায়

  সঠিক উত্তর: (খ)

২৩০.
যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে কী বলা হয়?
Ο ক) 
মাংসাশী
Ο খ) 
স্বভোজী
Ο গ) 
তৃণভোজী
Ο ঘ) 
পরজীবী

  সঠিক উত্তর: (খ)

উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
মিতু একদিন তার বাগানে হাঁটতে গিয়ে লক্ষ করলো সেখানে ফুলের উপর মৌমাছি, প্রজাপতি, পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিল।
২৩১.
উদ্দীপকে প্রাণীগুলোর সাথে গাছের সম্পর্কটি কী ধরনের?
Ο ক) 
মিউচুয়ালিজম
Ο খ) 
কমেনসেলিজম
Ο গ) 
কম্পিটিশন
Ο ঘ) 
এন্টিবায়োসিস

  সঠিক উত্তর: (ক)

২৩২.
প্রাণিগুলোর সাথে গাছের উক্ত সম্পর্কে –
i. প্রাণিগুলো খাবার পেয়ে উপকৃত হয়
ii. প্রাণিগুলো পরাগায়ন ঘটিয়ে উদ্ভিদের উপকার করে
iii. উদ্ভিদ ও প্রাণী উভয়েই ক্ষতিগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...