NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

অধ্যায় - 3 (251-500)

২৫১.
গোপালের পর সিংহাসনে বসেন কে?
Ο ক) 
মহীপাল
Ο খ) 
দেবপাল
Ο গ) 
ধর্মপাল
Ο ঘ) 
সামন্ত পাল

  সঠিক উত্তর: (গ)

২৫২.
যুদ্ধমাত্রই একপক্ষকে অন্যপক্ষের ওপর প্রতিশোধের স্পৃহা বাড়িয়ে তোলে। তেমনি শশাংকের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণে মরিয়া হয়ে ওঠেন নিম্নের কোন শাসক?
Ο ক) 
রাজ্যবর্ধন
Ο খ) 
প্রভাকরবর্ধন
Ο গ) 
হর্ষবর্ধন
Ο ঘ) 
ভাস্করবর্মা

  সঠিক উত্তর: (গ)

২৫৩.
বল্লাল সেন অধ্যায়ন করতেন-
i. বেদ
ii. স্মৃতি
iii. পুরাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫৪.
দেব পর্বত বর্তমানের কোথায় অবস্থিত?
Ο ক) 
দিনাজপুরে
Ο খ) 
বগুড়ায়
Ο গ) 
কুমিল্লায়
Ο ঘ) 
নওগাঁয়

  সঠিক উত্তর: (গ)

২৫৫.
রামচরিত কার লেখা?
Ο ক) 
সন্ধাকর নন্দী
Ο খ) 
বিজয় নন্দী
Ο গ) 
হরপ্রসাদ নন্দী
Ο ঘ) 
কৌটিল্য

  সঠিক উত্তর: (ক)

২৫৬.
নালন্দয় এক বিশাল বৌদ্ধ মন্দির নির্মাণ করেন কে?
Ο ক) 
বিগ্রহপাল
Ο খ) 
নারায়ণপাল
Ο গ) 
মহীপাল
Ο ঘ) 
শুরপাল

  সঠিক উত্তর: (গ)

২৫৭.
‘ক’ নামক জনৈক সামন্ত গুপ্ত রাজাদের দুর্বলতার� সুযোগে গৌড় দখল করে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। নিম্নে উদ্দীপকের সাথে মিল রয়েছে-
i. শশাঙ্কের
ii. রামপালের
iii. ধর্মপালের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

২৫৮.
দুর্ধর্ষ পাহাড়ি হুন জাতি কত শতকে বাংলা আক্রমণ করে?
Ο ক) 
দ্বিতীয়
Ο খ) 
তৃতীয়
Ο গ) 
চতুর্থ
Ο ঘ) 
পঞ্চম

  সঠিক উত্তর: (ঘ)

২৫৯.
কোন বংশের রাজাদের শক্তিশালী নৌবাহিনী ছিল?
Ο ক) 
গুপ্ত
Ο খ) 
সেন
Ο গ) 
পাল
Ο ঘ) 
সুক্ষ

  সঠিক উত্তর: (গ)

২৬০.
সামন্ত সেনকে সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয়নি। এর যথার্থ কারণ হলো-
Ο ক) 
রাজ্য প্রতিষ্ঠা করেননি
Ο খ) 
বহিরাগত ছিলেন
Ο গ) 
যোগ্য ছিলেন না
Ο ঘ) 
ক্ষত্রিয় ছিলেন

  সঠিক উত্তর: (ক)

২৬১.
পাল যুগের সামরিক বাহিনী বিভক্ত ছিল-
i. পদাতিক বাহিনীতে
ii. অশ্বরোহী বাহিনীতে
iii. রণতরী বাহিনীতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬২.
কুমারপালের রাজত্বকাল কোনটি?
Ο ক) 
১১২৪-১১২৯ খ্রিষ্টাব্দ
Ο খ) 
১১২৫-১১৩০ খ্রিষ্টাব্দ
Ο গ) 
১১২৬-১১৩১ খ্রিষ্টাব্দ
Ο ঘ) 
১১২৭-১১৩২ খ্রিষ্টাব্দ

  সঠিক উত্তর: (ক)

২৬৩.
দেবপাল বৌদ্ধ মঠগুলোর সংস্কার সাধন করেছিলেন কেন?
Ο ক) 
তিনি শাসক তাই
Ο খ) 
জনপ্রিয়তার জন্য
Ο গ) 
তিনি বৌদ্ধধর্মের বড় পৃষ্ঠপোষক তাই
Ο ঘ) 
বৌদ্ধধর্ম প্রতিষ্ঠার জন্য

  সঠিক উত্তর: (গ)

২৬৪.
কাদের প্রতি বল্লাল সেনের যথেষ্ট অনুরাগ ছিল?
Ο ক) 
শিক্ষিতদের
Ο খ) 
ধার্মিকদের
Ο গ) 
আত্নীয়দের
Ο ঘ) 
বিদ্যা ও বিদ্বানদের

  সঠিক উত্তর: (ঘ)

২৬৫.
শশাংক তাঁর রাজ্যসীমা বৃদ্ধি করেন-
i. দণ্ডভুক্তি রাজ্য জয় করে
ii.উড়িষ্যার উৎকল রাজ্য জয় করে
iii. বিহারের মগধ রাজ্য জয় করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬৬.
গুপ্ত সম্রাটদের সবচেয়ে ছোট শাসন বিভাগ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
পাড়া
Ο খ) 
মহলা
Ο গ) 
গ্রাম
Ο ঘ) 
বিভাগ

  সঠিক উত্তর: (গ)

২৬৭.
গর্গ কার প্রধানমন্ত্রী ছিলেন?
Ο ক) 
নারায়ণের
Ο খ) 
গৌতমের
Ο গ) 
গোপালর
Ο ঘ) 
ধর্মপালের

  সঠিক উত্তর: (ঘ)

২৬৮.
ধর্মপাল কত বছর রাজত্ব করেন?
Ο ক) 
৩৮
Ο খ) 
৩৯
Ο গ) 
৪০
Ο ঘ) 
৪১

  সঠিক উত্তর: (গ)

২৬৯.
সেন যুগে শাসনকার্যে কার যথেষ্ট প্রভাব ছিল?
Ο ক) 
রানি
Ο খ) 
যুবরাজ
Ο গ) 
সেনাপতি
Ο ঘ) 
প্রধানমন্ত্রী

  সঠিক উত্তর: (খ)

২৭০.
‘অবিরাজ নিঃশঙ্ক শঙ্কর’-কার উপাধি ছিল?
Ο ক) 
সামন্ত সেন
Ο খ) 
হেমন্ত সেন
Ο গ) 
বল্লাল সেন
Ο ঘ) 
বিজয় সেন

  সঠিক উত্তর: (গ)

২৭১.
শশাঙ্কের নেতৃত্বে বাংলা সর্বপ্রথম উত্তর ভারতীয় রাজনীতিতে লিপ্ত হবার ক্ষমতা ও বল সঞ্চার করে। এ থেকে পরিলক্ষিত হয়-
Ο ক) 
তিনি ভালো রাজনীতিবদ
Ο খ) 
তিনি বাংলার শাসক
Ο গ) 
তিনি একজন সার্বভৌম নরপতি
Ο ঘ) 
ভারতীয় রাজনীতে তার ক্ষমতা প্রবল

  সঠিক উত্তর: (গ)

২৭২.
পাল রাজাদের আমলে মুঙ্গেরে রাজধানী স্থাপন করেন কে?
Ο ক) 
দেবপাল
Ο খ) 
গোপাল
Ο গ) 
ধর্মপাল
Ο ঘ) 
মহীপাল

  সঠিক উত্তর: (ক)

২৭৩.
বর্মদের রাজধানী ছিল কোনটি?
Ο ক) 
কর্মান্ত বাসক
Ο খ) 
দেবপর্বত
Ο গ) 
বর্ধমানপুর
Ο ঘ) 
বিক্রমপুর

  সঠিক উত্তর: (ঘ)

২৭৪.
উৎস ছাড়া ইতিহাস রচিত হয় না, তেমনিভাবে রামপালের জীবনী জানার জন্য কোনটি পাঠ আবশ্যক বা কোন উৎসটি আবশ্যক?
Ο ক) 
অর্থশাস্ত্র
Ο খ) 
রামচরিত
Ο গ) 
গীতগবিন্দ
Ο ঘ) 
গীতিচরিত

  সঠিক উত্তর: (খ)

২৭৫.
যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের প্রত্যেক নগরে প্রশাসন পরিচালনার জন্য একজন অধ্যক্ষ রয়েছে। এই অঙ্গরাজ্যটির সাথে কোন আমলের অঙ্গরাজ্যের মিল রয়েছে?
Ο ক) 
সামন্ত আমলের
Ο খ) 
সেন আমলের
Ο গ) 
গুপ্ত আমলের
Ο ঘ) 
মৌর্য আমলের

  সঠিক উত্তর: (গ)

২৭৬.
শশাঙ্ক কূটনৈতিক সূত্রে কার সাথে বন্ধুত্ব করেন?
Ο ক) 
মালবরাজ
Ο খ) 
কনৌজ
Ο গ) 
প্রভাকরবর্ধন
Ο ঘ) 
মহাসেনগুপ্ত

  সঠিক উত্তর: (ক)

২৭৭.
খড়গ রাজবংশের অধিকৃত অঞ্চল হলো-
i. ত্রিপুরা
ii. নোয়াখালী
iii. দিনাজপুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭৮.
গ্রিক লেখকরা বাংলাদেশে যেসব জাতির উল্লেখ করেছেন তাহলো-
i. গঙ্গারিডই
ii. প্রাসিঅয়
iii. হুন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭৯.
শাসনকার্যে যুবরাজদের যথেষ্ট প্রভাব ছিল। এতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
i. যুবরাজের চরম ক্ষমতা
ii. যুবরাজের স্থান ছিল রাজার পরেই
iii. তার নির্দেশে শাসনকার্য পরিচালিত হত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮০.
খড়গ বংশের রাজধানীর নাম কী ছিল?
Ο ক) 
কর্মান্ত বাসক
Ο খ) 
শ্রীশান্তিবসাক
Ο গ) 
কান্তিদেববসাক
Ο ঘ) 
রোহিতগিরিবসাক

  সঠিক উত্তর: (ক)

২৮১.
রাম চরিত রচনা করেন কে?
Ο ক) 
সন্ধ্যাকর
Ο খ) 
ইন্দ্রগুপ্ত
Ο গ) 
দিবাকর
Ο ঘ) 
নারায়ণ পাল

  সঠিক উত্তর: (ক)

২৮২.
‘ম’ যুগে রাজা ধর্মীয় ও অর্থনীতি বিষয়েও হস্তক্ষেপ করতে পারতেন। ‘ম’ কোন যুগকে নির্দেশ করছে?
i. পাল
ii. সেন
iii. মৌর্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮৩.
বাংলায় গুপ্ত বংশীয় রাজাগণ দুর্বল হয়ে পড়ে-
i. মৌখরী ও পরবর্তী গুপ্তবংশীয়দের সংঘর্ষে
ii. তিব্বতীয়দের আক্রমণের কারণে
iii. চালুক্যরাজগণের আক্রমণের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮৪.
কার আমলে উৎকীর্ণ তাম্রলিপ্ত হতে গোপালের নির্বাচনের কাহিনী পাওয়া যায়?
Ο ক) 
গোপালের
Ο খ) 
ধর্মপালের
Ο গ) 
দেবপালের
Ο ঘ) 
মহীপালের

  সঠিক উত্তর: (খ)

২৮৫.
মুকুল একটি উপন্যাস থেকে জানতে পারে ‘ত’ বংশই সর্বপ্রথম রানিকে রাজকীয় মর্যাদা দেয়। ‘ত’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
i. পাল
ii. গুপ্ত
iii. সেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৮৬.
বিজয় সেন উত্তর ও উত্তর-পশ্চিম বাংলার নিজের প্রভুত্ব বিস্তার করেন কীভাবে?
Ο ক) 
মদলপালকে পরাজিত করে
Ο খ) 
শুর পালকে পরাজিত করে
Ο গ) 
ধর্মপালকে পরাজিত করে
Ο ঘ) 
মহীপালকে পরাজিত করে

  সঠিক উত্তর: (ক)

২৮৭.
রামপাল কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন-
i. মগধের ওপর
ii. উড়িষ্যার ওপর
iii. কামরূপের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮৮.
দিনাজপুর জেলার মহীসন্তোষ শহর নির্মাণ করেন কে?
Ο ক) 
ধর্মপাল
Ο খ) 
দ্বিতীয় মহীপাল
Ο গ) 
মহীপাল
Ο ঘ) 
শূরপাল

  সঠিক উত্তর: (গ)

২৮৯.
মৌখরীরাজ গ্রহবর্মণকে পরাজিত করেন কে?
Ο ক) 
চন্দ্রগুপ্ত মৌর্য
Ο খ) 
শশাংক
Ο গ) 
দেবগুপ্ত
Ο ঘ) 
সমুদ্রগুপ্ত

  সঠিক উত্তর: (গ)

২৯০.
গুপ্তযুগের প্রশাসনিক বিভাগ সম্পর্কে কোনটি সঠিক?
Ο ক) 
ভুক্তি → বিষয় → মণ্ডল → বীথি → গ্রাম
Ο খ) 
গ্রাম → বীথি → মণ্ডল → বিষয় → ভুক্তি
Ο গ) 
মণ্ডল → বীথি → বিষয় → ভুক্তি → গ্রাম
Ο ঘ) 
ভুক্তি → মণ্ডল → বীথি → বিষয় → গ্রাম

  সঠিক উত্তর: (ক)

২৯১.
বাংলার অনেক দীঘি ও নগরীর সাথে কার নামটির সাদৃশ্য রয়েছে?
Ο ক) 
গোপালের
Ο খ) 
দেবপালের
Ο গ) 
ধর্মপালের
Ο ঘ) 
মহীপালের

  সঠিক উত্তর: (ঘ)

২৯২.
‘গ’ এর শাসনামলে তার অনুপস্থিতেতে ‘ঘ’ শাসন পরিচালনা করতেন। ‘ঘ’ পাল যুগের কোনটিকে সমর্থন করছে?
Ο ক) 
মহাসন্ধিবিগ্রহিক
Ο খ) 
দূতক
Ο গ) 
রাজস্থানীয়
Ο ঘ) 
সেনাপ্রধান

  সঠিক উত্তর: (গ)

২৯৩.
পাল বংশের প্রতিষ্ঠার সাথে বাংলাদেশে নতুন যুগের শুরু হয়। কথাটির যথার্থতা নিরূপণে বলা যায়-
Ο ক) 
পালরা এদেশে তাদের শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল
Ο খ) 
পালরা সামন্তদের নিজ অধীনে আনতে সক্ষম হয়েছিল
Ο গ) 
পাল রাজা ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করতে পারতেন
Ο ঘ) 
পাল যুগেই এদেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল

  সঠিক উত্তর: (ক)

২৯৪.
গোপালের পিতামহ কে ছিলেন?
Ο ক) 
বপ্যট
Ο খ) 
দেবপাল
Ο গ) 
দয়িতবিষ্ণু
Ο ঘ) 
মহীপাল

  সঠিক উত্তর: (গ)

২৯৫.
প্রকৃত ইতিহাসের রূপ পরিগ্রহের ক্ষেত্রে কোন নামটি সাদৃশ্যপূর্ণ?
Ο ক) 
দেবপাল
Ο খ) 
গোপাল
Ο গ) 
আলেকজান্ডার
Ο ঘ) 
পাটলি

  সঠিক উত্তর: (গ)

২৯৬.
নীরবদের পুকুরে বড় মাছগুলো ছোট ছোট মাছগুলোকে ধরে গিলে ফেললে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। নিচের কোনটির সাথে মিল রয়েছে?
Ο ক) 
মাৎসন্যায়
Ο খ) 
অধীনতা স্বীকার
Ο গ) 
প্রভুত্ব স্বীকার
Ο ঘ) 
ক্ষমতা অর্জন

  সঠিক উত্তর: (ক)

২৯৭.
বিজয় সেন পূর্ব ও দক্ষিণ বাংলা অধিকার করেন কীভাবে?
Ο ক) 
রামপালকে পরাজিত করে
Ο খ) 
বর্মরাজকে পরাজিত করে
Ο গ) 
ধর্মপালকে পরাজিত করে
Ο ঘ) 
হেমন্ত সেনকে পরাজিত করে

  সঠিক উত্তর: (খ)

২৯৮.
পুকুরে বড় মাছ শক্তির দাপটে ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খলা পরিস্থিতিকে বলে-
Ο ক) 
রাক্ষস মাছ
Ο খ) 
ভয়ঙ্কর মাছ
Ο গ) 
অন্ধকারময় অবস্থা
Ο ঘ) 
মাৎস্যন্যায়

  সঠিক উত্তর: (ঘ)

২৯৯.
‘মাৎস্যন্যায়’-এর অবসান ঘটে কীভাবে?
Ο ক) 
মৌর্যদের আগমনে
Ο খ) 
গুপ্তদের আগমনে
Ο গ) 
সেনদের আগমনে
Ο ঘ) 
পালদের আগমনে

  সঠিক উত্তর: (ঘ)

৩০০.
রমাদেবী কোন বংশের রাজকন্যা ছিলেন?
Ο ক) 
শূর বংশের
Ο খ) 
দেব বংশের
Ο গ) 
চালুক্য বংশের
Ο ঘ) 
বর্ম বংশের

  সঠিক উত্তর: (গ)

৩০১.
ভাগ, হিরণ্য ইত্যাদি কর কোন আমলে গৃহীত হতো?
Ο ক) 
পাল
Ο খ) 
সেন
Ο গ) 
গুপ্ত
Ο ঘ) 
সূক্ষ্ম

  সঠিক উত্তর: (ক)

৩০২.
শশাংকের মৃত্যুর পর প্রায় একশ বছর অরাজকতা ও বিশৃঙ্খলা ছিল কেন?
Ο ক) 
বাংলার মানুষ বিদ্রোহী ছিল বলে
Ο খ) 
বাংলায় যোগ্য শাসকের অভাব ছিল বলে
Ο গ) 
বাংলায় প্রবল দুর্ভিক্ষ হয় বলে
Ο ঘ) 
বাংলার মানুষ স্বাধীন প্রিয় ছিল বলে

  সঠিক উত্তর: (খ)

৩০৩.
বর্তমানে মন্ত্রীর অধীনে উচ্চপদস্থ কর্মকর্তাকে বলা হয় সচিব। তেমনি গুপ্ত রাজাদের অধীনে বড় কোন অঞ্চলের শাসনকর্তাকে কী বলা হতো?
Ο ক) 
মহামাত্র
Ο খ) 
মহেশ্বর
Ο গ) 
মহাসামন্ত
Ο ঘ) 
পরমেশ্বর

  সঠিক উত্তর: (গ)

৩০৪.
উত্তর ভারতের শক্তিশালী রাজা ছিলেন-
i. থানেশ্বর
ii. কান্যকুব্জ
iii. কনৌজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০৫.
শশাংক কত খ্রিষ্টাব্দের পূর্বেই রাজ ক্ষমতা গ্রহণ করেন?
Ο ক) 
৬০০
Ο খ) 
৬০২
Ο গ) 
৬০৪
Ο ঘ) 
৬০৬

  সঠিক উত্তর: (ঘ)

৩০৬.
গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কখন?
Ο ক) 
খ্রিষ্টপূর্ব ৩২৫-২৪ অব্দে
Ο খ) 
খ্রিষ্টপূর্ব ৩২৬-২৫ অব্দে
Ο গ) 
খ্রিষ্টপূর্ব ৩২৭-২৬ অব্দে
Ο ঘ) 
খ্রিষ্টপূর্ব ৩২৮-২৭ অব্দে

  সঠিক উত্তর: (গ)

৩০৭.
পাল রাজারা দেশে শান্তি রক্ষা করত কীভাবে?
Ο ক) 
কঠোর শাস্তি প্রদান করে
Ο খ) 
অত্যাচারী বা অপরাধীকে নির্বাসনে পাঠাতো
Ο গ) 
সুষ্ঠু বিচার ও পুলিশ বিভাগের মাধ্যমে
Ο ঘ) 
যুদ্ধের মাধ্যমে

  সঠিক উত্তর: (গ)

৩০৮.
বরেন্দ্র উদ্ধারে ১৪ টি দেশের রামপালকে সাহায্য করেছিল-
i. সৈন্য দিয়ে
ii. অস্ত্র দিয়ে
iii. অর্থ দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০৯.
গুপ্ত আমলের প্রশাসনিক ভাগ হলো-
i. ভুক্তি
ii. বিষয়
iii. বীথি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১০.
গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসককে কী বলা হতো?
Ο ক) 
সামন্ত
Ο খ) 
মহাসামন্ত
Ο গ) 
বসন্ত
Ο ঘ) 
রাজত্ব

  সঠিক উত্তর: (খ)

৩১১.
‘দানসাগর’-কে রচনা করেন?
Ο ক) 
বল্লাল সেন
Ο খ) 
বিজয় সেন
Ο গ) 
হেমন্ত সেন
Ο ঘ) 
পারিজাত সেন

  সঠিক উত্তর: (ক)

৩১২.
বাংলার ইতিহাস অন্ধকার হয়ে উঠে কীভাবে?
i. যোগ্য শাসক না থাকায়
ii. হর্ষবর্ধন ও ভাস্করবর্মণের হাতে রাজ্য ছিন্ন ভিন্ন হয়
iii. ভূ-স্বামীরা প্রত্যেক্ই রাজা হওয়ার স্বপ্ন দেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১৩.
দুর্বল উদ্যমহীন শাসক কে ছিলেন?
Ο ক) 
প্রথম বিগ্রহপাল
Ο খ) 
নারায়ণপাল
Ο গ) 
দ্বিতীয় বিগ্রহপাল
Ο ঘ) 
দ্বিতীয় গোপাল

  সঠিক উত্তর: (ক)

৩১৪.
মহীপাল পাল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন-
i. �কম্বোজ জাতির বিতাড়ন করে
ii. পূর্ববঙ্গ অধিকার করে
iii. রাজ্য বিষয়ে মনোযোগ দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১৫.
বাংলাদেশের সেন রাজবংশের সূচনা হয় কখন?
Ο ক) 
বারো শতেকর প্রথম ভাগে
Ο খ) 
বারো শতকের দ্বিতীয় ভাগে
Ο গ) 
তেরো শতকের প্রথম ভাগে
Ο ঘ) 
তেরো শতকের দ্বিতীয় ভাগে

  সঠিক উত্তর: (খ)

৩১৬.
জাতবর্মার সাথে তার পিতা বজ্রবর্মার সম্পর্ক-
i. পিতার মতো তিনিও কলচুরিরাজ গাঙ্গেয়দেব ছিলেন
ii. কর্ণের সামন্তরাজ ছিলেন
iii. স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১৭.
সেন যুগে রানীকে রাজকীয় মর্যাদা দেওয়া হয়। এটি কী প্রমাণ করে?
Ο ক) 
নারীদের প্রতি সেনদের দুর্বলতা
Ο খ) 
নারীদের অধিকার সম্পর্কে সেনদের সচেতনতা
Ο গ) 
রানী খুব ক্ষমতাবান ছিলেন
Ο ঘ) 
রাজার তুলনায় রানির মর্যাদা ছিল প্রতিষ্ঠিত

  সঠিক উত্তর: (খ)

৩১৮.
নবম শতকে হরিকেল উদ্ভাবিত স্বাধীন রাজ্যের রাজা ছিলেন কে?
Ο ক) 
শ্রীশান্তিদেব
Ο খ) 
শ্রীভবদেব
Ο গ) 
শ্রী আনন্দদেব
Ο ঘ) 
কান্তিদেব

  সঠিক উত্তর: (ঘ)

৩১৯.
নবম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত সমগ্র ভারতবর্ষের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল কোনটি?
Ο ক) 
নালন্দার বিহার
Ο খ) 
পরমেশ্বর মন্দির
Ο গ) 
বিক্রমশীল বিহার
Ο ঘ) 
পরমভট্রারক মন্দির

  সঠিক উত্তর: (গ)

৩২০.
শ্রীচন্দ্রের শাসনামলে চন্দ্রবংশের প্রতিপত্তি উন্নতির চরম শিখরে পৌঁছায়। এ থেকে প্রতিয়মান হয় যে-
Ο ক) 
অধিক রাজ্য দখল
Ο খ) 
নিঃসন্দেহে বংশের সর্বশ্রেষ্ঠ শাসক
Ο গ) 
ভালো যোদ্ধা ছিলেন
Ο ঘ) 
দুর্যোগপূর্ণ যুগ ছিল না

  সঠিক উত্তর: (খ)

৩২১.
ধর্মের প্রতি কোনো বিদ্বেষ ছিল না কোন রাজার?
Ο ক) 
নারায়ণের
Ο খ) 
গর্গের
Ο গ) 
নাগভট্রের
Ο ঘ) 
দেবেন্দ্রের

  সঠিক উত্তর: (ক)

৩২২.
বল্লাল সেন রাজ্যভুক্ত করেন-
i. উড়িষ্যা
ii. মগধ
iii. মিথিলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩২৩.
‘প্রাসিঅয়’ জাতির রাজধানীর নাম কী?
Ο ক) 
পালিবোথরা
Ο খ) 
পাঞ্জাব
Ο গ) 
গৌড়
Ο ঘ) 
গ্রিক

  সঠিক উত্তর: (ক)

৩২৪.
গুপ্তদের পর সমগ্র উত্তর ভারতে কী দেখা দেয়?
Ο ক) 
অর্থনৈতিক মন্দা
Ο খ) 
প্রাকৃতিক দুর্যোগ
Ο গ) 
রাজনৈতিক অস্থিরতা
Ο ঘ) 
সামাজিক বিশৃঙ্খলা

  সঠিক উত্তর: (গ)

৩২৫.
পালরাজাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতেন কে?
Ο ক) 
হরি বর্মা
Ο খ) 
ব্রজ বর্মা
Ο গ) 
জাত বর্মা
Ο ঘ) 
ভোজ বর্মা

  সঠিক উত্তর: (ক)

৩২৬.
গুপ্তদের সময় একটি সুষ্ঠ রাজত্ব ব্যবস্থা প্রচলিত ছিল-
i. রাজস্ব আদায়ের জন্য কর্মচারী ছিল
ii. সুষ্ঠু রাজস্ব ব্যবস্থা প্রচলনের জন্য প্রত্যেকটি বিভাগে অফিস ছিল
iii. সামন্ত রাজগণ নিয়মিত রাজস্ব প্রদান করত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৩২৭.
দিব্য কীভাবে বরেন্দ্র দখল করেন?
Ο ক) 
প্রথম মহীপালকে হত্যা করে
Ο খ) 
দ্বিতীয় মহীপালকে হত্যা করে
Ο গ) 
গোপালকে হত্যা করে
Ο ঘ) 
রামপালকে হত্যা করে

  সঠিক উত্তর: (খ)

৩২৮.
ভুক্তির শাসনকর্তা কে নিযুক্ত করতেন?
Ο ক) 
সম্রাট
Ο খ) 
সামন্তরাজ্য
Ο গ) 
সেনাপতি
Ο ঘ) 
পঞ্চায়েত

  সঠিক উত্তর: (ক)

৩২৯.
মৌর্যদের মতে এদেশে গুপ্তদের রাজধানী ছিল কোথায়?
Ο ক) 
কর্ণসুবর্ণ
Ο খ) 
পুন্ড্রনগর
Ο গ) 
তাম্রলিপ্ত
Ο ঘ) 
চন্দ্রদ্বীপ

  সঠিক উত্তর: (খ)

৩৩০.
ধর্মপাল যাদের ভূমি দান করেছিলেন তাদের অনেকেই কোন ধর্মের লোক ছিলেন?
Ο ক) 
বৌদ্ধ
Ο খ) 
হিন্দু
Ο গ) 
জৈন
Ο ঘ) 
শৈব

  সঠিক উত্তর: (খ)

৩৩১.
দক্ষিণ-পূর্ব বাংলার সবচেয়ে শক্তিশালী স্বাধীন রাজবংশ ছিল কোনটি?
Ο ক) 
দেব বংশ
Ο খ) 
খড়গ বংশ
Ο গ) 
বর্ম বংশ
Ο ঘ) 
চন্দ্র বংশ

  সঠিক উত্তর: (ঘ)

৩৩২.
দেব রাজাদের উপাধি ছিল-
i. পরম সৌগত
ii. পরম ভট্রারক
iii. পরমশ্বের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৩.
উত্তর ভারতের আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত যুদ্ধ কোন নামে পরিচিত?
Ο ক) 
দ্বি-শক্তির সংঘর্ষ
Ο খ) 
ত্রি-শক্তির সংঘর্ষ
Ο গ) 
চতুর-শক্তির সংঘর্ষ
Ο ঘ) 
পঞ্চ-শক্তির সংঘর্ষ

  সঠিক উত্তর: (খ)

৩৩৪.
মহীপালের খননকৃত দীখি হলো-
i. দিনাজপুরে মহীপাল দীখি
ii. বগুড়ার জেলা দীঘি
iii. মুর্শিদাবাদের মহীপালের সাগর দীঘি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৩৫.
লক্ষণ সেনের রাজসভায় বহু পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিবর্গের সমাবেশ ঘটেছিল। শিল্প সাহিত্যের ক্ষেত্রে তার অবদান অনেক। উদ্দীপরেক সাথে নিম্নের কোনটি সমর্থন করেছে-
i. ধর্মপালের
ii. ত্রৈলোক্যচন্দের
iii. সুবর্ণচন্দ্রের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৩৬.
লক্ষণ সেনের প্রধানমন্ত্রী ও ধর্মীয় প্রধান কে ছিলেন?
Ο ক) 
উমাপতিধর
Ο খ) 
হলায়ূধ
Ο গ) 
জয়বেব
Ο ঘ) 
গোবর্ধন

  সঠিক উত্তর: (খ)

৩৩৭.
মহীপালের উত্তরাধিকার ছিলেন-
i. ন্যায়পাল
ii. দ্বিতীয় বিগ্রহ পাল
iii. তৃতীয় বিগ্রহ পাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৩৮.
চন্দ্র বংশের নৃপতি ছিলেন-
i. পুর্ণচন্দ্র
ii. সুবর্ণচন্দ্র
iii. ত্রৈলোকচন্দ্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৯.
দেবগুপ্ত কার নিকট পরাজিত হন?
Ο ক) 
চন্দ্রগুপ্তের
Ο খ) 
গ্রহবর্মণের
Ο গ) 
সমুদ্রগুপ্তের
Ο ঘ) 
রাজ্যবর্ধনের

  সঠিক উত্তর: (ঘ)

৩৪০.
কৈবর্ত বিদ্রোহ হয় কার রাজত্বকালে?
Ο ক) 
শশাঙ্কের
Ο খ) 
ধর্মপালের
Ο গ) 
প্রথম মহীপালের
Ο ঘ) 
দ্বিতীয় মহীপালের

  সঠিক উত্তর: (ঘ)

৩৪১.
গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে কখন?
Ο ক) 
চতুর্থ শতকে
Ο খ) 
ষষ্ঠ শতকে
Ο গ) 
পঞ্চদশ শতকে
Ο ঘ) 
সপ্তম শতকে

  সঠিক উত্তর: (খ)

৩৪২.
মৌর্য সাম্রাজ্যের পতনের পর আর্বিভাব ঘটে-
i. শুঙ্গ বংশের
ii. কন্ব বংশের
iii. কণ্ডু বংশের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৪৩.
রাজীব পাল জনহিতকর বিভিন্ন কাজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি অসংখ্যা শহর ও দীঘি খনন করেন। উদ্দীপকের সাথে মিল রয়েছে-
i. মহীপাল
ii. রামপাল
iii. ধর্মপাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৪৪.
শ্রীচন্দ্রকে চন্দ্রবংশের সর্বশ্রেষ্ঠ শাসক বলার কারণ হলো-
i. সুযোগ্য উত্তরধিকার
ii. বিক্রমপুরে রাজধানী গড়ে তোলেন
iii. চন্দ্র বংশের প্রতিপত্তি উন্নতির চরম শিখরে নিয়ে যান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৫.
ষষ্ঠ শতকের গুপ্ত উপাধিধারী রাজারা কী নামে পরিচিত?
Ο ক) 
পরবর্তী গুপ্ত বংশ
Ο খ) 
বাংলার উত্তরাংশ
Ο গ) 
মহারাধারী
Ο ঘ) 
গৌড় জনপদ

  সঠিক উত্তর: (ক)

৩৪৬.
স্বাধীন বঙ্গ রাজ্যের পতন ঘটে কীভাবে?
Ο ক) 
মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের হাতে
Ο খ) 
সম্রাট অশোকের হাতে
Ο গ) 
চালুক্য বংশের রাজা কীর্তিবর্মণের হাতে
Ο ঘ) 
বিজয় সেনের হাতে

  সঠিক উত্তর: (গ)

৩৪৭.
স্বাধীন রাজ্য উত্থানের যুগে উত্তর বাংলার শক্তিমান রাজা কে ছিলেন?
Ο ক) 
অশোক
Ο খ) 
ত্রৈলোক্যচন্দ্র
Ο গ) 
শশাংক
Ο ঘ) 
নারায়ণ চন্দ্র

  সঠিক উত্তর: (গ)

৩৪৮.
গৌড় রাজ্যের উত্থানের ফলে বঙ্গ রাজ্যের কী ঘটে?
Ο ক) 
উত্থান
Ο খ) 
পতন
Ο গ) 
রাজ্য সৃষ্টি
Ο ঘ) 
রাজ্য বৃদ্ধি

  সঠিক উত্তর: (খ)

৩৪৯.
তানভীরদের বাড়ি সুন্দরবন অঞ্চলে। তাদের গ্রামের সকল লোক একে একে বাঘের ভয়ে গ্রাম ছাড়া হতে লাগল। হঠাৎ এক বালক এসে বাঘটি মেরে গ্রামে শান্তি ফিরিয়ে আনল। বালকটির সাথে নিচের কার মিল রয়েছে?
Ο ক) 
ধর্মপালের
Ο খ) 
মহীপালের
Ο গ) 
গোপালের
Ο ঘ) 
দেবপালের

  সঠিক উত্তর: (গ)

৩৫০.
মহারাজধিরাজ উপাধি গ্রহণ করেন-
i. গোচন্দ্র
ii. ধর্মদিত্য
iii. সমাচারদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫১.
স্বাধীন বঙ্গ রাজ্যের পতন ঘটে-
i. রাজা কীর্তিবর্মনের হাতে
ii. সামন্ত রাজার উত্থানের ফলে
iii. বিজয় সেনের হাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৫২.
আশিকের বাড়ি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপরে। সে তার বাবার কাছ থেকে জানতে পারল যে এখানে চন্দ্রবংশের একজন রাজা রাজধানী স্থাপন করেছিল। আশিক চন্দবংশের কোন রাজার বিষয়ে জানতে পারল?
Ο ক) 
লডচন্দ্র
Ο খ) 
শ্রীচন্দ্র
Ο গ) 
কল্যানচন্দ্র
Ο ঘ) 
পূর্ণচন্দ্র

  সঠিক উত্তর: (খ)

৩৫৩.
গুপ্ত যুগ সম্পর্কে ইতিহাস রচনা সহজ হয়েছে। এর যথার্থ কারণ হলো-
Ο ক) 
ইতিহাসবিদদের হাতে উপাদান ছিল
Ο খ) 
আলাদা স্বাধীন সাম্রাজ্য ছিল তাই
Ο গ) 
গুপ্ত যুগ সম্পর্কে সবাই জানে
Ο ঘ) 
একটি উল্লেখযোগ্য যুগ তাই

  সঠিক উত্তর: (ক)

৩৫৪.
উত্তরবঙ্গ ছাড়াও বিভিন্ন মৌর্য শাসন প্রতিষ্ঠিত ছিল। কোনটিকে সমর্থন করেছে-
i. কর্ণসুবর্ণ
ii. তাম্রলিপ্ত
iii. সমতট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৫.
পাল শাসকদের শক্তি অনেকাংশে সামন্ত রাজাদের ওপর নির্ভর করে। কথাটি বলার কারণ কী?
Ο ক) 
সামন্ত রাজারা অনেক শক্তিশীল ছিল
Ο খ) 
সামন্ত রাজারা স্বাধীন ছিল
Ο গ) 
কেন্দ্রীয় সরকার অনেক ক্ষেত্রে সামন্ত রাজাদের সহযোগিতা গ্রহন করত
Ο ঘ) 
পাল রাজা অনেকটা দুর্বল শাসক ছিল

  সঠিক উত্তর: (গ)

৩৫৬.
মৌর্য সাম্রাজ্যের পতনের পর যেসব বৈদেশিক শক্তি ভারতবর্ষ আক্রমণ করে তাহলে-
i. কুষাণ
ii. শক
iii. পহ্লব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৭.
নাটোর জেলায় পাহাড়পুর নামক স্থানের সোমপুর বিহারটি নির্মাণ করেন কে?
Ο ক) 
গোপাল
Ο খ) 
মহীপাল
Ο গ) 
ধর্মপাল
Ο ঘ) 
দেবপাল

  সঠিক উত্তর: (গ)

৩৫৮.
সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমতট কোন ধরনের রাজ্য ছিল?
Ο ক) 
পূর্ণাঙ্গ
Ο খ) 
বিচ্ছিন্ন
Ο গ) 
পরাধীন
Ο ঘ) 
করদ

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৯.
কার রাজত্বকালে বাংলার পাল সাম্রাজ্য বহু স্বাধীন খণ্ড খণ্ড অংশে বিভক্ত হয়ে যায়?
Ο ক) 
গোপালে
Ο খ) 
প্রথম মহীপালের
Ο গ) 
প্রথম বিগ্রহপালের
Ο ঘ) 
তৃতীয় বিগ্রহপালের

  সঠিক উত্তর: (ঘ)

৩৬০.
মোহন শৈব ধর্মের উপাসক ছিলেন। হিউয়েন সাং তাকে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছিলেন। নিচের কোন শাসকের সাথে উদ্দীপকের মিল রয়েছে-
Ο ক) 
গৌতম
Ο খ) 
শশাঙ্ক
Ο গ) 
দেবগুপ্ত
Ο ঘ) 
ধর্মপাল

  সঠিক উত্তর: (খ)

৩৬১.
শশাঙ্কের মৃত্যুর পর কোন যুগের সূচনা হয়?
Ο ক) 
দুর্যোগপূর্ণ অন্ধকারময়
Ο খ) 
স্বাধীন
Ο গ) 
মৌর্য যুগ
Ο ঘ) 
গুপ্ত যুগ

  সঠিক উত্তর: (ক)

৩৬২.
বল্লাল সেন কাকে বিয়ে করেন?
Ο ক) 
বিলাস দেবীকে
Ο খ) 
প্রমীলা দেবীকে
Ο গ) 
রমা দেবীকে
Ο ঘ) 
মহামায়া দেবীকে

  সঠিক উত্তর: (গ)

৩৬৩.
ত্রি-শক্তির প্রথম যুদ্ধে জয়ী হন কে?
Ο ক) 
ধর্মপাল
Ο খ) 
মহীপাল
Ο গ) 
নাগভট্র
Ο ঘ) 
বৎসরাজা

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৪.
ডোম্মন পাল বিদ্রোহী হয় কত খ্রিষ্টাব্দে?
Ο ক) 
১১৯০
Ο খ) 
১১৯২
Ο গ) 
১১৯৪
Ο ঘ) 
১১৯৬

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৫.
মঠের ব্যয় নির্বাহের জন্য পাঁচটি গ্রাম প্রদান করেন কে?
Ο ক) 
গোপাল
Ο খ) 
ধর্মপাল
Ο গ) 
দেবপাল
Ο ঘ) 
মহীপাল

  সঠিক উত্তর: (গ)

৩৬৬.
চুণ্ডাদেবীর ভক্তকে রাজা বলে নির্বাচিত করা হয় কেন?
Ο ক) 
শক্তিশালী বলে
Ο খ) 
অদ্ভুদ যোগ্যতার জন্য
Ο গ) 
জনগণের জন্য
Ο ঘ) 
যোগ্য কেউ ছিল না বলে

  সঠিক উত্তর: (খ)

৩৬৭.
শশাঙ্ক কোথায় তাঁর রাজ্য স্থাপন করেন?
Ο ক) 
গৌড়ে
Ο খ) 
বঙ্গে
Ο গ) 
পুণ্ডনগরে
Ο ঘ) 
চন্দ্রদ্বীপে

  সঠিক উত্তর: (ক)

৩৬৮.
মহীপাল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন কেন?
Ο ক) 
অসাধারণ কীর্তির জন্য
Ο খ) 
অসাধারণ শক্তির জন্য
Ο গ) 
সুন্দর চরিত্রের জন্য
Ο ঘ) 
প্রভাব-প্রতিপত্তির জন্য

  সঠিক উত্তর: (ক)

৩৬৯.
বাংলার ইতিহাসে দুর্যোগপূর্ণ যুগের সূচনা হয় কেন?
Ο ক) 
শশাঙ্কের মৃত্যর ফলে
Ο খ) 
গোপালর মৃত্যুর ফলে
Ο গ) 
দেবগুপ্তের মৃত্যুর ফলে
Ο ঘ) 
ধর্ম বিদ্বেষী

  সঠিক উত্তর: (ক)

৩৭০.
ভাগলপুরে ধর্মপাল কী নির্মাণ করেন?
Ο ক) 
মঠ
Ο খ) 
রাজবাড়ী
Ο গ) 
তীর্থ মন্দির
Ο ঘ) 
হিন্দু মন্দির

  সঠিক উত্তর: (ক)

৩৭১.
ভারত ৩২০ খ্রিষ্টাব্দে একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠান সময় দক্ষিণ-পূর্ব বাংলার সমতট রাজ্যসহ বেশকিছু পতন ঘটে। নিচের কোন সাম্রাজ্যের পতনের সাথে মিল রয়েছে-
Ο ক) 
মৌর্য সাম্রাজ্য
Ο খ) 
পাল সাম্রাজ্র
Ο গ) 
সেন সাম্রাজ্য
Ο ঘ) 
গুপ্ত সাম্রাজ্য

  সঠিক উত্তর: (ঘ)

৩৭২.
সেন রাজত্বের অবসান ঘটে কাদের হাতে?
Ο ক) 
মুসলমানদের হাতে
Ο খ) 
হিন্দুদের হাতে
Ο গ) 
ইংরেজদের হাতে
Ο ঘ) 
পর্তুগিজদের হাতে

  সঠিক উত্তর: (ক)

৩৭৩.
গুপ্ত পরবর্তী যুগে কয়টি স্বাধীন রাজ্যের জন্ম হয়?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

৩৭৪.
পাল যুগে কেন্দ্রীয় ব্যবস্থা কীভাবে গড়ে উঠেছিল?
Ο ক) 
সাম্রাজ্যের আয়তনের ওপর নির্ভর করে
Ο খ) 
রাজার বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে
Ο গ) 
জনসংখ্যার ওপর ভিত্তি করে
Ο ঘ) 
ভৌগোলিক পরিবেশের ওপর নির্ভর করে

  সঠিক উত্তর: (ক)

৩৭৫.
ধর্মপাল বৌদ্ধধর্ম শিক্ষার জন্য কয়টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন?
Ο ক) 
২০ টি
Ο খ) 
৩০ টি
Ο গ) 
৪০ টি
Ο ঘ) 
৫০ টি

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৬.
সমতট কী রাজ্য ছিল?
Ο ক) 
করদ রাজ্য
Ο খ) 
মৌর্য রাজ্য
Ο গ) 
গুপ্ত রাজ্য
Ο ঘ) 
সেন রাজ্য

  সঠিক উত্তর: (ক)

৩৭৭.
সেন রাজবংশের সূচনা ঘটে কীভাবে?
Ο ক) 
চন্দ্রবংশের পতনের ফলে
Ο খ) 
পাল বংশের পতনের ফলে
Ο গ) 
গুপ্ত বংশের পতনের ফলে
Ο ঘ) 
দেববংশের পতনের ফলে

  সঠিক উত্তর: (খ)

৩৭৮.
গোবিন্দচন্দ্রের সময় রাজ্য আক্রমণ করেন-
i. রাজেন্দ্র চোল
ii. জাতবর্মা
iii. কর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৭৯.
ঐশি ইতিহাসের ছাত্রী। সে প্রাচীনকালের প্রকৃত ইতিহাস জানতে চায়। সে প্রকৃত ইতিহাস হিসেবে কোন সময় থেকে ইতিহাসের তথ্য জানবে?
Ο ক) 
বাবরের বাংলা আক্রমণের সময় হতে
Ο খ) 
আলেকজাণ্ডারের ভারত আক্রমণের সময় হতে
Ο গ) 
আকবরের বাংলা বিজয়ের সময় হতে
Ο ঘ) 
গ্রিকদের আগমনের সময় হতে

  সঠিক উত্তর: (খ)

৩৮০.
দেবপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্যের পতন শুরূ হয়। সাম্রাজ্যকে পতনের হাত থেকে রক্ষার জন্য প্রয়োজন-
Ο ক) 
সাম্রাজ্যের গৌরব ও শক্তি অব্যাহত রাখা
Ο খ) 
শাসন ক্ষমতার ব্যবহার
Ο গ) 
সংঘর্ষ সৃষ্টি করা
Ο ঘ) 
প্রভুত্ব স্বীকার করা

  সঠিক উত্তর: (ক)

৩৮১.
শশাঙ্ক কীভাবে স্বীয় শক্তি বৃদ্ধি করেন?
Ο ক) 
সৈন্য নিয়োগের মাধ্যমে
Ο খ) 
দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে
Ο গ) 
থানেশ্বরের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে
Ο ঘ) 
কনৌজের সাথে আত্নীয়তার মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

৩৮২.
বজ্রবর্মার পুত্রের নাম কী?
Ο ক) 
জাতবর্মা
Ο খ) 
গাঙ্গেয়দেব
Ο গ) 
সামন্তরাজ
Ο ঘ) 
সীমান্তবর্মা

  সঠিক উত্তর: (ক)

৩৮৩.
প্রাচীন বাংলার ‘ক’ আমলেই সর্বপ্রথম রানিকে রাজকীয় মর্যাদা দেওয়া হয়। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
মৌর্য
Ο খ) 
গুপ্ত
Ο গ) 
পাল
Ο ঘ) 
সেন

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৪.
‘সর্ববিদ্যা বিশুদ্ধ’ ছিলেন কে?
Ο ক) 
গোপাল
Ο খ) 
গোপালের পিতা
Ο গ) 
ধর্মপাল
Ο ঘ) 
গোপালের পিতামহ

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৫.
পুষ্যভূতি রাজবংশের অধীনে কোন রাজ্যটি ছিল?
Ο ক) 
থানেশ্বর
Ο খ) 
কণৌজ
Ο গ) 
কান্যকুব্জ
Ο ঘ) 
গৌড়

  সঠিক উত্তর: (ক)

৩৮৬.
পাল আমলে যেভাবে রাজস্ব আদায় হতো-
i. মুদ্রার মাধ্যমে
ii. শস্যের বিনিময়ে
iii. বাড়ির বিনিময়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৮৭.
‘ক’ নামক একটি জায়গার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেই সময়ে ইতিহাসে তুমুল প্রতিযোগিতা হয়। এ যুদ্ধের সাথে মিল রয়েছে-
i. ত্রি-শক্তি সংঘর্ষের
ii. ধর্মপাল নাগভট্র যুদ্ধের
iii. ধর্মপাল প্রতিহাররাজ যুদ্ধের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৮৮.
কোন সময়ে ভারাতে গুপ্ত সাম্রাজ্র প্রতিষ্ঠিত হয়?
Ο ক) 
৩২০ খ্রিষ্টাব্দে
Ο খ) 
৩২১ খ্রিষ্টাব্দে
Ο গ) 
৩২২ খ্রিষ্টাব্দে
Ο ঘ) 
৩২৩ খ্রিষ্টাব্দে

  সঠিক উত্তর: (ক)

৩৮৯.
মহীপাল কোন ধর্মালম্বী ছিলেন?
Ο ক) 
জৈন
Ο খ) 
শৈব
Ο গ) 
বৌদ্ধ
Ο ঘ) 
হিন্দু

  সঠিক উত্তর: (গ)

৩৯০.
দুর্বলচেতা এবং অকমর্ণ্য কিছু উত্তরাধিকারী পাল সাম্রাজ্যের গৌরব ও শক্তি অব্যাহত রাখতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে বলা যায়-
Ο ক) 
তাদের কাছে রাজ্য শাসন কঠিন
Ο খ) 
পালযুগের পতনের জন্য তারা দায়ী
Ο গ) 
তারা বিদ্বান ছিল না
Ο ঘ) 
তারা অমনোযোগী ছিল

  সঠিক উত্তর: (খ)

৩৯১.
মহীপাল কী রক্ষায় যত্নবান ছিলেন?
Ο ক) 
মানসম্মান
Ο খ) 
আত্মমর্যাদা
Ο গ) 
সম্পত্তি
Ο ঘ) 
পুরানকীর্তি

  সঠিক উত্তর: (ঘ)

৩৯২.
মাৎসান্যায় কী?
Ο ক) 
পাল তাম্রশাসনে অরাজক সময়কাল
Ο খ) 
নির্বাচিত রাজা
Ο গ) 
দুঃখদুর্দশা থেকে মুক্তি লাভ
Ο ঘ) 
সিংহাসন

  সঠিক উত্তর: (ক)

৩৯৩.
ত্রৈলোকচন্দ্রের শাসনকাল কোনটি?
Ο ক) 
৮৯৮-৯২৮ খ্রিষ্টাব্দ
Ο খ) 
৯০০-৯৩০ খ্রিষ্টাব্দ
Ο গ) 
৯০২-৯৩২ খ্রিষ্টাব্দ
Ο ঘ) 
৯০৪-৯৩৪ খ্রিষ্টাব্দ

  সঠিক উত্তর: (খ)

৩৯৪.
সমুদ্রগুপ্তের রাজত্বকাল হতে কত শতকের মাঝামাঝি পর্যন্ত উত্তরবঙ্গ গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ একটি প্রদেশ বা ভুক্তি হিসেবে পরিগণিত হতো?
Ο ক) 
চতুর্থ
Ο খ) 
পঞ্চম
Ο গ) 
ষষ্ঠ
Ο ঘ) 
সপ্তম

  সঠিক উত্তর: (গ)

৩৯৫.
মহীপালের জীবনের সবচেয়ে উল্লেখ্যযোগ্য কীর্তি হলো-
i. কম্বোজ জাতির বিতাড়ন
ii. পূর্ববঙ্গ অধিকার
iii. পাল সাম্রাজ্যের পুন:প্রতিষ্ঠাতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৬.
পাল যুগে ‘ন’ ছিলেন সামরিক বিভাগের প্রধান। ‘ন’ কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) 
মহারাজা
Ο খ) 
সামন্তরাজা
Ο গ) 
মহাসেনাপতি
Ο ঘ) 
যুবরাজ

  সঠিক উত্তর: (গ)

৩৯৭.
সেন বংশের অবসান ঘটে কোন শতকে?
Ο ক) 
তের
Ο খ) 
চৌদ্দ
Ο গ) 
বার
Ο ঘ) 
পনেরো

  সঠিক উত্তর: (ক)

৩৯৮.
সমগ্র বাংলা জয় করা হয় কার রাজত্বকালে ?
Ο ক) 
শশাঙ্কের
Ο খ) 
গোপালের
Ο গ) 
চন্দ্রগুপ্তের
Ο ঘ) 
সমুদ্রগুপ্তের

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৯.
গুপ্তযুগের পূর্বে প্রাচীন বাংলার ইতিহাস রচনার উপাদান পাওয়া যায় না কেন?
Ο ক) 
ইতিহাস রচনার অভ্যস্ত ছিল না
Ο খ) 
ইচ্ছা ছিল না
Ο গ) 
লেখার উপকরণ ছিল না
Ο ঘ) 
সংরক্ষনের সুবিধা ছিল না

  সঠিক উত্তর: (ক)

৪০০.
শশাংকের ধর্ম কি ছিল?
Ο ক) 
জৈন
Ο খ) 
শৈব
Ο গ) 
হিন্দু
Ο ঘ) 
বৌদ্ধ

  সঠিক উত্তর: (খ)

৪০১.
কোন সাম্রাজ্যের পতনে শুঙ্গ ও কম্ব বংশের আবির্ভাব ঘটে?
Ο ক) 
মৌর্য সাম্রাজ্যের
Ο খ) 
সেন সাম্রাজ্যের
Ο গ) 
মুঘল সাম্রাজ্যের
Ο ঘ) 
গুপ্ত সাম্রাজ্যের

  সঠিক উত্তর: (ক)

৪০২.
বর্ম বংশের শেষ রাজা কে ছিলেন?
Ο ক) 
হরি বর্মা
Ο খ) 
ব্রজ বর্মা
Ο গ) 
ভোজ বর্মা
Ο ঘ) 
শ্যামল বর্মা

  সঠিক উত্তর: (গ)

৪০৩.
‘মাৎস্যন্যায়’-এর অবসান ঘটে কত শতকের মাঝামাঝি?
Ο ক) 
সপ্তম
Ο খ) 
অষ্টম
Ο গ) 
নবম
Ο ঘ) 
দশম

  সঠিক উত্তর: (খ)

৪০৪.
‘পরবর্তী গুপ্ত বংশ’ বলে পরিচিত গুপ্ত উপাধিধারী রাজাগণ ক্ষমতা বিস্তার করেন-
i. উত্তর বাংলায়
ii. পশ্চিম বাংলার উত্তরাংশে
iii. মগধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০৫.
গুপ্তদের পরিসমাপ্তির পর বাংলাদেশে কয়টি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়?
Ο ক) 
একটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
দুটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (গ)

৪০৬.
আলেকজান্ডার ভারত আক্রমণের সময় বাংলার রাজা কে ছিলেন?
Ο ক) 
শশাঙ্ক
Ο খ) 
গৌতম
Ο গ) 
গোপাল
Ο ঘ) 
মগধাদি

  সঠিক উত্তর: (ঘ)

৪০৭.
সেন রাজাদের হিন্দুধর্ম ও সমাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কারণ-
i. তারা হিন্দুধর্মের বিশ্বাসী ছিলেন
ii. উদার মনের অধিকারী ছিলেন
iii. হিন্দুধর্মকে সুপ্রতিষ্ঠিত করণের জন্য সুসম্পর্ক স্থাপন করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০৮.
শ্রীচন্দ্র রাজধানী স্থাপন করেন কোথায়?
Ο ক) 
বিক্রমপুর
Ο খ) 
বর্ধমানে
Ο গ) 
দেবপর্বতে
Ο ঘ) 
কর্মান্ত বাসকে

  সঠিক উত্তর: (ক)

৪০৯.
৩২০ খ্রিষ্টাব্দে যেসব স্বাধীন রাজ্যের উত্থান ঘটে তাহলো-
i. সমতট রাজ্য
ii. পুষ্করণ রাজ্য
iii. তাম্রলিপ্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪১০.
ধারণা করা হয় শশাংক ছিলেন-
i. মহাসেনগুপ্তের মহাসামন্ত
ii. মহাসেনগুপ্তের পুত্র
iii. মহাসেগুপ্তের ভ্রাতুষ্পত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১১.
বর্ম রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ο ক) 
ব্রজ বর্মা
Ο খ) 
জাত বর্মা
Ο গ) 
রাজেন্দ্র বর্মা
Ο ঘ) 
কান্ত বর্মা

  সঠিক উত্তর: (খ)

৪১২.
তামার পাতেই খোদাই করা রাজার বিভিন্ন ঘোষণা বা নির্দেশকে কী বলা হতো?
Ο ক) 
রাজাজা
Ο খ) 
রাজনির্দেশ
Ο গ) 
তাম্র শাসন
Ο ঘ) 
তাম্র খোদাই

  সঠিক উত্তর: (গ)

৪১৩.
দুর্ধর্ষ পাহাড়ি জাতি হুন ও মালবের যশোবর্মণের আক্রমণের ফলে একটি বিশাল সাম্রাজ্যের পতন ঘটে। নিচের কোন সাম্রাজ্যের পতনের সাথে মিল রয়েছে?
Ο ক) 
গুপ্ত সাম্রাজ্য
Ο খ) 
সেন সাম্রাজ্য
Ο গ) 
মৌর্য সাম্রাজ্য
Ο ঘ) 
পাল সাম্রাজ্য

  সঠিক উত্তর: (ক)

৪১৪.
দক্ষিণ-পূর্ব বাংলায় চন্দ্র বংশ প্রতিষ্ঠা হয় কত শতকে?
Ο ক) 
অষ্টম শতকে
Ο খ) 
নবম শতকে
Ο গ) 
দশম শতকে
Ο ঘ) 
একাদশ শতকে

  সঠিক উত্তর: (গ)

৪১৫.
ইতিহাস বই থেকে জানা যায়, খ্রিষ্টপূর্ব ৩২৭-২৬ অব্দে গ্রিক বীর ‘আকবর’ ভারত আক্রমণের সময় থেকে প্রকৃত ইতিহাসের রূপ পরিগ্রহ করে। নিম্নের কোন বীরের সাথে মিল রয়েছে-
Ο ক) 
আলেকজান্ডার
Ο খ) 
গোপাল
Ο গ) 
শশাঙ্ক
Ο ঘ) 
গৌতম

  সঠিক উত্তর: (ক)

৪১৬.
‘অদ্ভুদসাগর’ গ্রন্থটি সমাপ্ত করেছিলেন কে?
Ο ক) 
বিজয় সেন
Ο খ) 
লক্ষণ সেন
Ο গ) 
বল্লাল সেন
Ο ঘ) 
কেশব সেন

  সঠিক উত্তর: (খ)

৪১৭.
শশাংকের মৃত্যু হয় কত খ্রিষ্টাব্দে?
Ο ক) 
৬৩৬ এর কিছু আগে
Ο খ) 
৬৩৭ এর কিছু আগে
Ο গ) 
৬৩৮ এর কিছু আগে
Ο ঘ) 
৬৩৯ এর কিছু আগে

  সঠিক উত্তর: (খ)

৪১৮.
‘রামচরিত’ রচনা করেন কে?
Ο ক) 
সন্ধ্যাকর
Ο খ) 
ইন্দ্রগুপ্ত
Ο গ) 
দিবাকর
Ο ঘ) 
নারায়ণপাল

  সঠিক উত্তর: (ক)

৪১৯.
সেনদের আদি নিবাস কোথায় ছিল?
Ο ক) 
পাঞ্জাবে
Ο খ) 
গুজরাটে
Ο গ) 
উড়িষ্যার
Ο ঘ) 
দাক্ষিণাত্যের কর্ণাটে

  সঠিক উত্তর: (ঘ)

৪২০.
বাংলায় পাল সাম্রাজ্য বহু স্বাধীন খণ্ড খণ্ড অংশে বিভক্ত হয় কার সময়ে?
Ο ক) 
মহীপালের
Ο খ) 
প্রথম বিগ্রহপালের
Ο গ) 
দ্বিতীয় বিগ্রহপালের
Ο ঘ) 
তৃতীয় বিগ্রহপালের

  সঠিক উত্তর: (ঘ)

৪২১.
দেবপর্বত কোথায় অবস্থিত?
Ο ক) 
কুমিল্লায়
Ο খ) 
নোয়াখালীতে
Ο গ) 
চট্রাগ্রামে
Ο ঘ) 
সিলেটে

  সঠিক উত্তর: (ক)

৪২২.
রফিক কুমিল্লা জেলার ময়নামতির কাছে দেবপর্বতে বেড়াতে গিয়ে জানতে পারলেন যে এখানে একটি রাজবংশ রাজধানী গড়ে তুলেছিল। রফিক কুমিল্লায় গিয়ে কোন বংশ সম্বন্ধে জানতে পারল?
Ο ক) 
কান্দিদেব বংশ
Ο খ) 
চন্দ্র বংশ
Ο গ) 
খড়গ বংশ
Ο ঘ) 
দেব বংশ

  সঠিক উত্তর: (ঘ)

৪২৩.
কয়েকটি গ্রামের সমন্বয়ে গঠিত ছিল কোনটি?
Ο ক) 
ভুক্তি
Ο খ) 
বীথি
Ο গ) 
বিষয়
Ο ঘ) 
মণ্ডল

  সঠিক উত্তর: (খ)

৪২৪.
লক্ষণ সেনের সময়ে কবিরা যেসব কাব্য রচনা করে অমরত্ব লাভ করেন-
i. আর্যসপ্তদশী
ii. গীতগোবিন্দ
iii. পবনদূত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২৫.
দক্ষিণ-পূর্ব বাংলা ও পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলে অবস্থান ছিল কোন রাজ্যের?
Ο ক) 
গৌড়
Ο খ) 
পুণ্ড্র
Ο গ) 
বঙ্গ
Ο ঘ) 
হরিকেল

  সঠিক উত্তর: (গ)

৪২৬.
চন্দ্র বংশের প্রথম নৃপতি কে ছিলেন?
Ο ক) 
পূর্ণচন্দ্র
Ο খ) 
সমুদ্রচন্দ্র
Ο গ) 
সুবর্ণচন্দ্র
Ο ঘ) 
ত্রৈলোকচন্দ্র

  সঠিক উত্তর: (ক)

৪২৭.
বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) 
সামন্ত সেন
Ο খ) 
বরেন্দ্র সেন
Ο গ) 
বিজয় সেন
Ο ঘ) 
হেমন্ত সেন

  সঠিক উত্তর: (ক)

৪২৮.
পাল শাসকদের শক্তি অনেকাংশে সামন্ত রাজাদের ওপর নির্ভর করত। কথাটি কি প্রমাণ করে?
Ο ক) 
পাল রাজারা সামন্তদের অধীন ছিল
Ο খ) 
পালদের তুলনায় সামন্ত রাজগণ শক্তিশালী ছিল
Ο গ) 
সামন্তগণ পালদের অধীনস্ত ছিল
Ο ঘ) 
সামন্তগণ শক্তিশালী ছিল বিধায় পালদের সহায়তা গ্রহণ করত

  সঠিক উত্তর: (ঘ)

৪২৯.
বাংলার পশ্চিম ও উত্তর বাংলা নিয়ে অবস্থান ছিল কোন রাজ্যের?
Ο ক) 
তাম্রলিপ্ত
Ο খ) 
চন্দ্রদ্বীপ
Ο গ) 
বরেন্দ্র
Ο ঘ) 
গৌড়

  সঠিক উত্তর: (ঘ)

৪৩০.
বাংলায় অরাজকতা অবসান ঘটে কীভাবে?
Ο ক) 
পাল রাজত্বের উত্থানের মধ্য দিয়ে
Ο খ) 
সেন রাজত্বের উত্থানের মধ্য দিয়ে
Ο গ) 
মুঘল রাজত্বের উত্থানের মধ্য দিয়ে
Ο ঘ) 
সুলতানির রাজত্বের উত্থানের মধ্য দিয়ে

  সঠিক উত্তর: (ক)

৪৩১.
বল্লাল সেন কেমন ছিলেন?
Ο ক) 
অদক্ষ
Ο খ) 
অযোগ্য
Ο গ) 
ভীতু
Ο ঘ) 
সুপণ্ডিত

  সঠিক উত্তর: (ঘ)

৪৩২.
কত শতকে দেববংশ দক্ষিণ-পূর্ব বাংলায় একটি স্বাধীন রাজ্যের সৃষ্টি করে?
Ο ক) 
ষষ্ঠ
Ο খ) 
সপ্তম
Ο গ) 
অষ্টম
Ο ঘ) 
নবম

  সঠিক উত্তর: (গ)

৪৩৩.
পাল বংশের প্রতিষ্ঠা করেন কে?
Ο ক) 
শশাঙ্ক
Ο খ) 
গোপাল
Ο গ) 
রাজীব
Ο ঘ) 
সৌমিত্র

  সঠিক উত্তর: (খ)

৪৩৪.
ত্রি-শক্তির যুদ্ধের প্রথম যুদ্ধ হয় কোন কোন রাজার মধ্যে?
Ο ক) 
ধর্মপাল ও বৎসরাজার
Ο খ) 
বৎসরাজা ও গোপালের
Ο গ) 
ধর্মপাল ও মহীপালের
Ο ঘ) 
মহীপাল ও দেবপালের

  সঠিক উত্তর: (ক)

৪৩৫.
বঙ্গ জনপদে স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে কীভাবে?
Ο ক) 
মৌর্য সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে
Ο খ) 
গ্রিকদের দুর্বলতার সুযোগে
Ο গ) 
গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে
Ο ঘ) 
গৌড়দের দুর্বলতার সুযোগে

  সঠিক উত্তর: (গ)

৪৩৬.
গোপালের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
Ο ক) 
ধর্মপাল
Ο খ) 
গোবিন্দ
Ο গ) 
নাগভট্র
Ο ঘ) 
যাদব

  সঠিক উত্তর: (ক)

৪৩৭.
কত শতকের মাঝামাঝি পাল বংশের পতন ঘটে?
Ο ক) 
এগারো
Ο খ) 
বারো
Ο গ) 
তেরো
Ο ঘ) 
চৌদ্দ

  সঠিক উত্তর: (খ)

৪৩৮.
রাজা গোপাল কীভাবে রাক্ষুসীকে হত্যা করেন?
Ο ক) 
চুণ্ডাদেবীর মহিমাযুক্ত লাঠি দিয়ে
Ο খ) 
চুণ্ডাদেবীর মন্ত্র দিয়ে
Ο গ) 
রাজার মহিমাযুক্ত লাঠি দিয়ে
Ο ঘ) 
রাক্ষুসীর মহিমাযুক্ত দিয়ে

  সঠিক উত্তর: (ক)

৪৩৯.
লক্ষণ সেন কোথায় বসবাস করতেন?
Ο ক) 
বিক্রমপুরে
Ο খ) 
কর্মান্ত বসাকে
Ο গ) 
বর্ধমানপুরে
Ο ঘ) 
নবদ্বীপে

  সঠিক উত্তর: (ঘ)

৪৪০.
স্বাধীন রাজ্য উত্থানের যুগে উত্তর বাংলার শক্তিমান শাসক হিসেবে কার নামটি অধিক উপযোগী?
Ο ক) 
গোপাল
Ο খ) 
দেবপাল
Ο গ) 
শশাংক
Ο ঘ) 
ধর্মপাল

  সঠিক উত্তর: (গ)

৪৪১.
সেন বংশের শাসন শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল কীভাবে?
i. বিজয় সেনের সিংহাসনে আরোহণের মাধ্যমে
ii. স্বাধীন রাজরূপে নিজেদের প্রতিষ্ঠিত করে
iii. উত্তরাধিকারীদের পৃষ্ঠপোষকতার ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৪২.
গোপালের পিতার নাম কী?
Ο ক) 
মহীপাল
Ο খ) 
বপ্যট
Ο গ) 
গৌতম
Ο ঘ) 
প্রভাকরবর্ধন

  সঠিক উত্তর: (খ)

৪৪৩.
মিজান, একটি পত্রিকায় দেখে প্রাচীন বাংলার ‘গ’ নামক শাসকরাই হিন্দুধর্মের অনুসারী ছির। ‘গ’ কোনটিকে সমর্থন করছে?
Ο ক) 
পাল শাসক
Ο খ) 
মৌর্য শাসক
Ο গ) 
গুপ্ত শাসক
Ο ঘ) 
সেন শাসক

  সঠিক উত্তর: (ঘ)

৪৪৪.
বাংলার রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে কীভাবে?
Ο ক) 
ধারাবাহিকভাবে
Ο খ) 
পরিলক্ষিতভাবে
Ο গ) 
সাধারণভাবে
Ο ঘ) 
বিচ্ছিন্নভাবে

  সঠিক উত্তর: (ঘ)

৪৪৫.
গোপাল সিংহাসনে আরোহণ করে কিসে মনোযোগ দেন?
Ο ক) 
শিক্ষা বিস্তারে
Ο খ) 
সমাজ সংস্কারে
Ο গ) 
মানবসম্পদ উন্নয়নে
Ο ঘ) 
রাজ্য বিস্তারে

  সঠিক উত্তর: (ঘ)

৪৪৬.
কার পূর্বজীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় নি?
Ο ক) 
রাজ্যশ্রীর
Ο খ) 
থানেশ্বরের
Ο গ) 
দেবগুপ্তের
Ο ঘ) 
গোপালের

  সঠিক উত্তর: (ঘ)

৪৪৭.
গুপ্ত আমলে ভুক্তিপতিকে কি বলা হতো?
Ο ক) 
মহারাজাধিরাজ
Ο খ) 
পরমেশ্বর
Ο গ) 
উপরিক
Ο ঘ) 
পরমভট্রারক

  সঠিক উত্তর: (গ)

৪৪৮.
শ্রীচন্দ্রের পুত্রের নাম কী ছিল?
Ο ক) 
কল্যাণচন্দ্র
Ο খ) 
ত্রৈলোকচন্দ্র
Ο গ) 
লডহচন্দ্র
Ο ঘ) 
সমুদ্রচন্দ্র

  সঠিক উত্তর: (গ)

৪৪৯.
দ্বিতীয় মহীপালকে হত্যা করে বরেন্দ্র অঞ্চলের ক্ষমতা গ্রহণ করেন কে?
Ο ক) 
দ্বিতীয় শূরপাল
Ο খ) 
আরাম শাহ
Ο গ) 
রামপাল
Ο ঘ) 
কৈবর্ত নায়ক দিব্য

  সঠিক উত্তর: (ঘ)

৪৫০.
তামার পাতে খোদাই করা রাজার ঘোষণা বা নির্দেশকে কী বলে?
Ο ক) 
তাম্র চর্চা
Ο খ) 
তাম্রশাসন
Ο গ) 
তাম্র আদেশ
Ο ঘ) 
তাম্র নির্দেশ

  সঠিক উত্তর: (খ)

৪৫১.
রাজবর্ধনের মৃত্যু হলে হর্ষবর্ধন-
i. কনৌজের সিংহাসনে আরোহণ করেন
ii. থানেশ্বর সিংহাসনে আরোহণ করেন
iii. শশাংকের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৫২.
ত্রি-শক্তির সংঘর্ষে প্রথম যুদ্ধে ধর্মপাল পরাজিত হলেও তিনি বিপর্যয়ের হাত থেকে চেঁচে যান কেন?
Ο ক) 
বিজয়ের পর রাষ্ট্রকূটরাজ দাক্ষিণাত্যে ফিরে যান বলে
Ο খ) 
বিজয়ের পর রাষ্ট্রকূটরাজ বাংলায় থেকে যান বলে
Ο গ) 
বিজয়ের পর রাষ্ট্রকূটরাজ পলায়ন করেন বলে
Ο ঘ) 
বিজয়ের পর নাগভট্ট পলায়ন করেন বলে

  সঠিক উত্তর: (ক)

৪৫৩.
‘ড’ বংশের শাসনামলে সর্বপ্রথম প্রধানমন্ত্রীর পদ হয়। ‘ড’ কোন বংশটি সমর্থন করছে?
i. গুপ্ত
ii. পাল
iii. সেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৫৪.
‘ক’ নামক বংশের রাজারা দক্ষিণ-পূর্ব বাংলার একটি স্বাধীন রাজ্যের সৃষ্টি করে। তাদের অধিকার ছিল ত্রিপুরা ও নোয়াখালী অঞ্চলের উপর বিস্তৃত। নিচের কোন বংশের সাথে উদ্দীপকের মিল রয়েছে?
Ο ক) 
চন্দ্রবংশ
Ο খ) 
দেববংশ
Ο গ) 
খড়গ বংশ
Ο ঘ) 
বর্ম রাজবংশ

  সঠিক উত্তর: (গ)

৪৫৫.
মালবের যশোবর্মন কত শতকে বাংলা আক্রমণ করে?
Ο ক) 
চতুর্থ
Ο খ) 
পঞ্চম
Ο গ) 
ষষ্ঠ
Ο ঘ) 
সপ্তম

  সঠিক উত্তর: (গ)

৪৫৬.
পাল সাম্রাজ্যের পতন শুরু হয় কীভাবে?
Ο ক) 
ধর্মপালর মৃত্যুর ফলে
Ο খ) 
দেবপালের মৃত্যুর ফলে
Ο গ) 
শশাঙ্কের মৃত্যুর ফলে
Ο ঘ) 
সাম্রাজ্যের শক্তি কমার ফলে

  সঠিক উত্তর: (খ)

৪৫৭.
মহীপালের মৃত্যুর সাথে সাথে সাম্রাজ্য হারাতে শুরু করেন কেন?
Ο ক) 
রাজনৈতিক অস্থিরতার  কারণে
Ο খ) 
অর্থনৈতিক মন্দার কারণে
Ο গ) 
প্রাকৃতিক দুর্যোগের কাণে
Ο ঘ) 
সুযোগ্য উত্তরসূরি না থাকার কারণে

  সঠিক উত্তর: (ঘ)

৪৫৮.
বর্তমান সময়ে বিভিন্ন দেশে গোপন সংবাদ সংগ্রহের জন্য যেমন বিভিন্ন সংস্থা NSI, DGFI, DB, IEI, SB, BIS রয়েছে, এরূপ সংবাদ সংগ্রহের জন্য গুপ্ত বাহিনী ছিল কোন আমলে?
Ο ক) 
পাল আমলে
Ο খ) 
সেন আমলে
Ο গ) 
গুপ্ত আমলে
Ο ঘ) 
মৌর্য আমলে

  সঠিক উত্তর: (ক)

৪৫৯.
পাল যুগে দেশে শান্তি রক্ষা হতো-
i. সুষ্ঠু বিচারের মাধ্যমে
ii. পুলিশের সহায়তায়
iii. কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৬০.
বিজয়গুপ্তের সিংহাসন আরোহণের যথার্থ কারণ কোনটি?
Ο ক) 
হেমন্ত সেনের মৃত্যু
Ο খ) 
লক্ষণ সেনের মৃত্যু
Ο গ) 
বিমল সেনের মৃত্যু
Ο ঘ) 
মাসন্ত সেনের মৃত্যু

  সঠিক উত্তর: (ক)

৪৬১.
কনৌজ-থানেশ্বর জোট গড়ে ওঠে কীভাবে?
Ο ক) 
রাজ্যশ্রীর সাথে গ্রহবর্মণের বিয়ের ফলে
Ο খ) 
যুদ্ধে সহায়তার ফলে
Ο গ) 
কয়েকটি রাজ্যদানের ফলে
Ο ঘ) 
দু’জনই শক্তিশালী বলে

  সঠিক উত্তর: (ক)

৪৬২.
শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাস এক দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়। এর যথার্থ কারণ হলো-
Ο ক) 
বাংলার কোনো যোগ্য শাসক ছিল না
Ο খ) 
কেন্দ্রীয় শাসন কঠিন ছিল
Ο গ) 
ভূ-স্বামীরা অমনযোগী ছিল
Ο ঘ) 
ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল

  সঠিক উত্তর: (ক)

৪৬৩.
ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গ কোন বর্ণের ছিলেন?
Ο ক) 
ব্রাহ্মণ
Ο খ) 
শূদ্র
Ο গ) 
কায়স্থ
Ο ঘ) 
বৈশ্য

  সঠিক উত্তর: (ক)

৪৬৪.
লক্ষণ সেন কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?
Ο ক) 
৫৫ বছর
Ο খ) 
৬০ বছর
Ο গ) 
৬৫ বছর
Ο ঘ) 
৭০ বছর

  সঠিক উত্তর: (খ)

৪৬৫.
শিল্পসাহিত্যর ক্ষেত্রে বাংলা উন্নতির চরম শিখরে আরোহণ করেছিলো কীভাবে?
Ο ক) 
পণ্ডিতদের জন্য
Ο খ) 
লক্ষণ সেনের বিদ্যোৎসাহীতার জন্য
Ο গ) 
ঐতিহাসিকদের জন্য
Ο ঘ) 
স্বাধীন রাজ্যের জন্য

  সঠিক উত্তর: (খ)

৪৬৬.
পাল যুগে শান্তি রক্ষার জন্য সুন্দর বিচার বিভাগ ও পুলিশ বিভাগ ছিল। এটি কি প্রমাণ করে?
i. সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত হয়েছিল
ii. শান্তি রক্ষায় পুলিশ বিভাগ সক্রিয় ছিল
iii. সমাজে শান্তি রক্ষা ছিল সেন যুগের অন্যতম বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬৭.
দ্বিতীয় মহীপালকে হত্যা করেন কে?
Ο ক) 
রামপাল
Ο খ) 
কৈবর্ত নায়ক দিব্যেক
Ο গ) 
মহীপাল
Ο ঘ) 
দ্বিতীয় শূরপাল

  সঠিক উত্তর: (খ)

৪৬৮.
প্রথম বিগ্রহপালের শাসক হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
গৌড় জাতির বিতাড়ন
Ο খ) 
আর্য জাতির বিতাড়ন
Ο গ) 
পুণ্ড্র জাতির বিতাড়ন
Ο ঘ) 
কম্বোজ জাতির বিতাড়ন

  সঠিক উত্তর: (ঘ)

৪৬৯.
উত্তর ভারতে আধিপত্য বিস্তার নিয়ে ধর্মপালের সময়ে কয়টি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল?
Ο ক) 
দুটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

৪৭০.
নাদিয়া আক্রমণ করেন কে?
Ο ক) 
লক্ষণ সেন
Ο খ) 
বিজয় সেন
Ο গ) 
বল্লাল সেন
Ο ঘ) 
বখতিয়ার খলজি

  সঠিক উত্তর: (ঘ)

৪৭১.
দ্বিতীয় শূরপালের রাজত্বকাল কোনটি?
Ο ক) 
১০৮০-১০৮২ খিষ্টাব্দ
Ο খ) 
১০৮১-১০৮৩ খিষ্টাব্দ
Ο গ) 
১০৮২-১০৮৪ খিষ্টাব্দ
Ο ঘ) 
১০৮৩-১০৮৫ খিষ্টাব্দ

  সঠিক উত্তর: (ক)

৪৭২.
বিজয় সেন কাদেরকে শ্রদ্ধা করতেন?
Ο ক) 
ঋষিদেবকে
Ο খ) 
শিক্ষিতদেরকে
Ο গ) 
ক্ষত্রিয় ব্রাক্ষণগণকে
Ο ঘ) 
ক্ষত্রিয়কে

  সঠিক উত্তর: (গ)

৪৭৩.
অষ্টম শতকে দক্ষিণ-পূর্ব বাংলায় কোন বংশ একটি স্বাধীন রাজ্যের সৃষ্টি করে?
Ο ক) 
খড়গ বংশ
Ο খ) 
দেববংশ
Ο গ) 
চন্দ্রবংশ
Ο ঘ) 
বর্ম বংশ

  সঠিক উত্তর: (খ)

৪৭৪.
বিজয় সেনের প্রথম রাজধানীর নাম কী?
Ο ক) 
মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর
Ο খ) 
কুমিল্লা জেলার বড় কামতা
Ο গ) 
হুগলি জেলার বিজয়পুর
Ο ঘ) 
সিলেটের বর্ধমানপুর

  সঠিক উত্তর: (গ)

৪৭৫.
রাজতন্ত্রের সুস্পষ্ট বিবরণ পাওয়া যায় কাদের বিবরণে?
Ο ক) 
গঙ্গারিডই জাতির বিবরণে
Ο খ) 
কৌম জাতির বিবরণে
Ο গ) 
গৌড় জাতির বিবরণে
Ο ঘ) 
আর্য জাতির বিবরণে

  সঠিক উত্তর: (ক)

৪৭৬.
পাল আমলের অন্যতম বৈশিষ্ট্য সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা। এতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
i. কেন্দ্রীয় সরকার শক্তিশালী ছিল
ii. সুষ্ঠু শাসনকার্য নিশ্চিত ছিল
iii. ক্ষমতার সুষ্ঠু বিকেন্দ্রীকরণ হয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৭৭.
ভারত গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?
Ο ক) 
৩১৮
Ο খ) 
৩১৯
Ο গ) 
৩২০
Ο ঘ) 
৩২১

  সঠিক উত্তর: (গ)

৪৭৮.
বল্লাল সেন কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন?
Ο ক) 
তন্ত্র হিন্দুধর্ম
Ο খ) 
বৈষ্ণব ধর্ম
Ο গ) 
শৈব ধর্ম
Ο ঘ) 
ব্রাক্ষ্মণ ধর্ম

  সঠিক উত্তর: (ক)

৪৭৯.
প্রাচীন ইতিহাস থেকে জানা যায় যে, ‘গ’ আমলে সুষ্ঠু রাজস্ব ব্যবস্থা প্রচলিত ছিল। ‘গ’ কোন যুগকে নির্দেশ করছে?
Ο ক) 
পাল
Ο খ) 
মুঘল
Ο গ) 
সেন
Ο ঘ) 
গুপ্ত

  সঠিক উত্তর: (ঘ)

৪৮০.
পাল আমলে রাজ হস্তক্ষেপ করতে পারতেন-
i. সামাজিক বিষয়ে
ii. অর্থনৈতিক বিষয়ে
iii. ধর্মীয় বিষয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৮১.
ধর্মপাল কোথায় একটি বৌদ্ধবিহার বা মঠ নিমার্ণ করেন?
Ο ক) 
ভাগলপুরের ২৪ মাইল পূর্বে
Ο খ) 
জয়পুরের শ্রীনগরে
Ο গ) 
বিহারে
Ο ঘ) 
গয়াকাশীর নিকট

  সঠিক উত্তর: (ক)

৪৮২.
দেবপালের রাজত্বকালে বাংলা বৌদ্ধ ধর্মের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল-
i. মগধের বৌদ্ধ মঠগুলো সংস্কার করায়
ii. নালন্দায় মঠ নির্মাণ করায়
iii. বুদ্ধগয়ায় বিরাট মন্দির নির্মাণ করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৮৩.
বর্ম রাজবংশের শেষ রাজা কে ছিলেন?
Ο ক) 
হরিবর্মা
Ο খ) 
সামলবর্মা
Ο গ) 
ভোজবর্মা
Ο ঘ) 
জাতবর্মা

  সঠিক উত্তর: (গ)

৪৮৪.
কান্তিদেবের গড়া রাজ্যের পতন ঘটে কীভাবে?
Ο ক) 
দেববংশের উত্থানের ফলে
Ο খ) 
খড়গ বংশের উত্থানের ফলে
Ο গ) 
চন্দ্রবংশের উত্থানের ফলে
Ο ঘ) 
বর্ম বংশের উত্থানের ফলে

  সঠিক উত্তর: (গ)

৪৮৫.
কৌমতন্ত্র ভেঙে পড়ে কখন?
Ο ক) 
খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকের পূর্বে
Ο খ) 
খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকের পূর্বে
Ο গ) 
খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকের পূর্বে
Ο ঘ) 
খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকের পূর্বে

  সঠিক উত্তর: (গ)

৪৮৬.
গোপালের সিংহাসনে আরোহণ নিয়ে কোন ঐতিহাসিক রুপকথার অবতারণা করেছেন?
Ο ক) 
ফাহিয়েন
Ο খ) 
হিউয়েন সাং
Ο গ) 
ভাস্ক-দা-গামা
Ο ঘ) 
লামা তারনাথ

  সঠিক উত্তর: (ঘ)

৪৮৭.
বর্ম বংশের শাসনের পর কোন বংশের শাসন শুরু হয়?
Ο ক) 
গুপ্ত
Ο খ) 
মৌর্য
Ο গ) 
পাল
Ο ঘ) 
সেন

  সঠিক উত্তর: (ঘ)

৪৮৮.
কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় তখন সমগ্র এশিয়ায় বৌদ্ধ সংস্কৃতির প্রধান প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল?
Ο ক) 
ধর্মপালের
Ο খ) 
গোপালের
Ο গ) 
দেবপালের
Ο ঘ) 
মহীপালের

  সঠিক উত্তর: (গ)

৪৮৯.
দেবদের রাজত্ব বিস্তৃত ছিল কোথায়?
Ο ক) 
গৌড়ে
Ο খ) 
বঙ্গে
Ο গ) 
পুণ্ড্রে
Ο ঘ) 
সমতটে

  সঠিক উত্তর: (ঘ)

৪৯০.
পাল সাম্রাজ্য বিস্তার লাভ করেন কে?
Ο ক) 
ধর্মপাল
Ο খ) 
গোপাল
Ο গ) 
দেবপাল
Ο ঘ) 
গোবিন্দ পাল

  সঠিক উত্তর: (গ)

৪৯১.
সপ্তম শতকে বাংলার ইতিহাসের বিশিষ্ট নাম কী?
Ο ক) 
গৌতম
Ο খ) 
প্রভাকরণবর্ধন
Ο গ) 
শশাঙ্ক
Ο ঘ) 
দেবগুত

  সঠিক উত্তর: (গ)

৪৯২.
কবিরের গ্রামের বাড়িতে ‘ঘ’ কে গ্রাম প্রতিনিধি নির্বাচন করা হয়। ‘ঘ’ পাল আমলের কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) 
সামন্তরাজ
Ο খ) 
দূতক
Ο গ) 
নৌপ্রধান
Ο ঘ) 
মণ্ডল

  সঠিক উত্তর: (খ)

৪৯৩.
কম্বোজ জাতির বিতাড়ন করেন কে?
Ο ক) 
বিগ্রহপাল
Ο খ) 
মহীপাল
Ο গ) 
রাজ্যপাল
Ο ঘ) 
দ্বিতীয় গোপাল

  সঠিক উত্তর: (খ)

৪৯৪.
মহা সামন্তদের অধীনে কারা নিযুক্ত থাকতেন?
Ο ক) 
বহু কর্মচারী
Ο খ) 
বহু মানুষ
Ο গ) 
বহু দাস
Ο ঘ) 
বহু নারী

  সঠিক উত্তর: (ক)

৪৯৫.
ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিতি হয় কত খ্রিষ্টাব্দে-
Ο ক) 
৩১০
Ο খ) 
৩২০
Ο গ) 
৩৩০
Ο ঘ) 
৩৪০

  সঠিক উত্তর: (খ)

৪৯৬.
রোহিতগিরি নামটি কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) 
কুটিলামুড়া
Ο খ) 
বড়কামতা
Ο গ) 
ময়নামতি
Ο ঘ) 
লালমাই পাহাড়

  সঠিক উত্তর: (ঘ)

৪৯৭.
সামন্ত রাজাদের উত্থান ঘটেছিল কোন শতকে?
Ο ক) 
পঞ্চম
Ο খ) 
সপ্তম
Ο গ) 
ষষ্ঠ
Ο ঘ) 
অষ্টম

  সঠিক উত্তর: (খ)

৪৯৮.
আলেকজান্ডারের আক্রমণের সময় বাংলার রাজারা কীরূপ ছিলেন?
Ο ক) 
সমধিক শক্তিশালী
Ο খ) 
পরনির্ভরশীল
Ο গ) 
অধিক দুর্বল
Ο ঘ) 
ভীতু

  সঠিক উত্তর: (ক)

অনুচ্ছেদটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
রহমানের অনেক উর্বর জমি ছিল । কিন্তু সে তার জমিতে চাষাবাদ করে না। ফলে উক্ত জমি অনাবাদি হয়ে রয়েছ। আসলাম অন্যগ্রাম থেকে এসে খাজনা নিয়ে রহিমের জমি চাষাবাদ করে প্রচুর ফসল ফলিয়ে খেয়েদেয়ে ভালো আছে। পক্ষান্তরে, রহমান প্রচুর জমির মালিক হওয়া সত্তেও না খেয়ে থাকে। একসময় আসলাম রহমানের পুরো জমিই নিজের নামে নিয়ে নিলেন।
৪৯৯.
উদ্দীপকে আসলামের চরিত্রে কোন ভারত বিজেতার চরিত্র ফুটে উঠেছে?
Ο ক) 
আলেকজান্ডার
Ο খ) 
স্যার টমাসরো
Ο গ) 
ক্যাপ্টেন হকিন্স
Ο ঘ) 
জব চার্নক

  সঠিক উত্তর: (ক)

৫০০.
উক্ত ব্যক্তির বিশ্বে বিস্তারের মূল কারণ হচ্ছে-
i. চৌকষ সেনাবাহিনী
ii. অর্থনৈতিক সচ্ছলতা
iii. বীরত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...