NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || ভূগোল ও পরিবেশ অধ্যায় – ১৩: বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য


এস.এস.সি    ||    ভূগোল ও পরিবেশ
অধ্যায় – ১৩: বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য


১.

মহানগর ও শহরগুলোর পরিবেশ দূষণের অন্যতম কারণ কী?
Ο ক) 
উদ্ধিবজাত জ্বালানি ব্যবহার
Ο খ) 
পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকা
Ο গ) 
বর্জ্য অপসারণের যথাযথ ব্যবস্থা না থাকা
Ο ঘ) 
অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা

  সঠিক উত্তর: (গ)

২.
�জাতিসংঘ পরিবেশ সংক্রান্ত যেসব আন্তর্জাতিক দিবস ঘোষণা করেছে সেগুলোতে তুমি সক্রিয়ভাবে অংশগ্রহণ কর। তুমি বিভিন্ন কর্মসূচি পালন কর –
i. বিশ্ব পরিবেশ দিবসে ii. বিশ্ব মরুময়তা দিবসে iii. আন্তর্জাতিক ওজোন দিবসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩.
পরিবেশের বিশেষ অবস্থায় বাস্তুসংস্থানগুলো কোন নিয়মে চললে তাকে ভারসাম্য অবস্থা বলা হয়?
Ο ক) 
স্বাভাবিকভাবে
Ο খ) 
স্বাধীনভাবে
Ο গ) 
নির্ভরশীল অবস্থায়
Ο ঘ) 
শৃঙ্খলাবদ্ধভাবে

  সঠিক উত্তর: (ক)

৪.
কোনটির আলোকশক্তি সর্বাধিক?
Ο ক) 
প্রদীপ
Ο খ) 
হারিকেন
Ο গ) 
বৈদ্যুতিক বাতি
Ο ঘ) 
টর্চলাইট

  সঠিক উত্তর: (গ)

৫.
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম নিচের কোনটি নয়?
Ο ক) 
বুড়িগঙ্গা বাঁচাও কর্মসূচি
Ο খ) 
সামাজিক বনায়ন গড়ে তোলা
Ο গ) 
ইটের ভাটায় কাঠ পোড়ানো নিয়ন্ত্রণ
Ο ঘ) 
খনিজ সম্পদ আহরণ ও নিয়ন্ত্রণ

  সঠিক উত্তর: (ঘ)

৬.
পুকুরে নতুন কীটপতঙ্গ জন্মালে কী হবে?
Ο ক) 
মাছের খাদ্য কমবে
Ο খ) 
পানি দূষিত হবে
Ο গ) 
পানি দুর্গন্ধ হবে
Ο ঘ) 
পানিতে অক্সিজেন হ্রাস পাবে

  সঠিক উত্তর: (ঘ)

৭.
কৃষিতে অগ্রগতি কেন প্রয়োজন?
Ο ক) 
বেকারত্ব দূর
Ο খ) 
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ
Ο গ) 
ভূমির ব্যবহার বাড়ানো
Ο ঘ) 
কৃষির ওপর নির্ভরশীলতা কমানো

  সঠিক উত্তর: (খ)

৮.
পরিবেশের ভারসাম্য নষ্টের ফলে কোন প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে?
Ο ক) 
কালবৈশাখী
Ο খ) 
টর্নেডো
Ο গ) 
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
Ο ঘ) 
ভূমিকম্প

  সঠিক উত্তর: (গ)

৯.
কোনটি অবকাঠামোগত উন্নয়ন?
Ο ক) 
বাসস্থানের ক্ষেত্রে উন্নয়ন
Ο খ) 
কৃষির ক্ষেত্রে উন্নয়ন
Ο গ) 
শিল্পের ক্ষেত্রে উন্নয়ন
Ο ঘ) 
যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন

  সঠিক উত্তর: (ক)

১০.
পুকুরে জলজ উদ্ভিদ জন্মালে –
i. পানিতে অক্সিজেনের ঘাটতি হবে
ii. কীটপতঙ্গ ক্ষতিগ্রস্ত হবে
iii. ২য় ও ৩য় শ্রেণির খাদক ক্ষতিগ্রস্ত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১.
বায়োগ্যাস আমাদের দেশে সম্ভাব্য জ্বালানি –
i. গ্রাম অঞ্চলেও চালু করা যাবে ii. সব অঞ্চলেই করা যাবে iii. উৎপাদন খরচ কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২.
উন্নয়ন নির্ভর করে কিসের ওপর?
Ο ক) 
পরিবেশ
Ο খ) 
সহনশীল অবস্থার
Ο গ) 
জমিতে উৎপাদনের ওপর
Ο ঘ) 
অর্থনৈতিক কার্যাবলির ওপর

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
বন সংরক্ষণের যেসব ব্যবস্থা গৃহীত হয়েছে –
i. পাহাড় ও খাস জমিতে বনের পরিমাণ বাড়ানো
ii. কাঠভিত্তিক শিল্পকারখানা স্থাপন
iii. সড়ক, রেলপথ ও বাঁধের পাশে বনায়ন তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪.
যোগাযোগের উন্নয়ন কোনটির উন্নয়নকে ত্বরান্বিত করে?
Ο ক) 
কৃষির উন্নয়ন
Ο খ) 
শিল্পের উন্নয়ন
Ο গ) 
বাসস্থানের উন্নয়ন
Ο ঘ) 
ক ও খ উভয়ই

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
কোনটি পরিবেশের প্রধান উপাদান নয়?
Ο ক) 
কৃষিজ সম্পদ
Ο খ) 
বনজ সম্পদ
Ο গ) 
পানি
Ο ঘ) 
ক ও খ উভয়ই

  সঠিক উত্তর: (ক)

১৬.
আমাদের দেশে বনভূমির পরিমাণ কত?
Ο ক) 
১৩%
Ο খ) 
২৫%
Ο গ) 
১৭.২৫%
Ο ঘ) 
১৮%

  সঠিক উত্তর: (ক)

১৭.
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে কোনটি ঘটে না?
Ο ক) 
বৃষ্টিপাত কমে যাচ্ছে
Ο খ) 
মাটি অধিক তাপমাত্রা গ্রহণ করে
Ο গ) 
ভূমি ধ্বংস হয়ে যায়
Ο ঘ) 
স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি পায়

  সঠিক উত্তর: (গ)

১৮.
জাতিসংঘ সহযোগিতা সংস্থার নাম কী?
Ο ক) 
ইউনিসেপ
Ο খ) 
সাকেপ
Ο গ) 
সাকেফ
Ο ঘ) 
ইউনিসেফ

  সঠিক উত্তর: (ক)

১৯.
মানুষ পরিবেশকে দূষিত করার মূল কারণ –
i. স্বল্প শিক্ষা ii. অধিক লাভের আশা iii. পরিবেশ সম্পর্কে ধারনা কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০.
কোনটি কৃষি ও শিল্পকে তরান্বিত করে?
Ο ক) 
যোগাযোগ
Ο খ) 
দক্ষ শ্রমিক
Ο গ) 
স্থিতিশীল রাজনীতি
Ο ঘ) 
সরকারের ভর্তুকী

  সঠিক উত্তর: (ক)

২১.
বায়ু দূষণের প্রধান উৎস হচ্ছে –
i. শিল্পক্ষেত্রে বর্জ্য ii. পরিবহনের ধোয়া iii. ইট ভাটার ধোয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২.
জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজন কোনটি?
Ο ক) 
সম্পদের ব্যবহার
Ο খ) 
চাহিদা পূরণ
Ο গ) 
পরিবেশের ভারসাম্য
Ο ঘ) 
অভ্যন্তরীণ উন্নয়ন

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
২০২৫ সালের মধ্যে কত শতাংশ উদ্ভিদ ও প্রাণী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে?
Ο ক) 
১০-১৫
Ο খ) 
১৫-২০
Ο গ) 
২০-২৫
Ο ঘ) 
২৫-৩০

  সঠিক উত্তর: (গ)

২৪.
পুকুরের বাস্তুসংস্থান কখন ভাঙ্গনের কবলে পরবে?
Ο ক) 
পুকুরে মাছ চাষ করলে
Ο খ) 
পুকুরে কচুরিপানা জন্মালে
Ο গ) 
পুকুরে একটি শ্রেণিকে ধ্বংস করে দিলে
Ο ঘ) 
পুকুরের পানিতে সাবানের ব্যবহার হলে

  সঠিক উত্তর: (গ)

২৫.
পৃথিবী থেকে জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার কারণ কী?
Ο ক) 
বাস্তুসংস্থান নষ্টের ফলে
Ο খ) 
পরিবেশের ভারসাম্য নষ্টের ফলে
Ο গ) 
মানুষের অপরিণামদর্শী কর্মকান্ডের ফলে
Ο ঘ) 
বনজ সম্পদ কমে যাওয়ার ফলে

  সঠিক উত্তর: (গ)

২৬.
কোনো কিছুর উপযুক্ততা বৃদ্ধিকে বলে –
Ο ক) 
উন্নতি
Ο খ) 
প্রবৃদ্ধি
Ο গ) 
উন্নয়ন
Ο ঘ) 
সমৃদ্ধি

  সঠিক উত্তর: (গ)

২৭.
আমাদের জীববৈচিত্র‌্য ক্রমান্বয়ে সংকুচিত হওয়ার কারণ -
i. জমির ওপর চাপ সৃষ্টি ii. পরিবেশ দূষণ iii. উঁচু পাহাড়শ্রেণি না থাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮.
জাতীয় অর্থনীতিতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনটি বিশেষ অবদান রাখছে?
Ο ক) 
প্রাণী
Ο খ) 
বনজ সম্পদ
Ο গ) 
বায়ু
Ο ঘ) 
জলজ সম্পদ

  সঠিক উত্তর: (খ)

২৯.
জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কী প্রয়োজন?
Ο ক) 
সম্পদের ব্যবহার
Ο খ) 
চাহিদা পূরণ
Ο গ) 
অভ্যন্তরীণ উন্নয়ন
Ο ঘ) 
পরিবেশের ভারসাম্য

  সঠিক উত্তর: (গ)

৩০.
মানুষ কোন শ্রেণির খাদক?
Ο ক) 
২য় শ্রেণির
Ο খ) 
সর্বোচ্চ শ্রেণির
Ο গ) 
৩য় শ্রেণির
Ο ঘ) 
১ম শ্রেণির

  সঠিক উত্তর: (খ)

৩১.
�জীব-বৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজন –
i. জীব বৃদ্ধি করা ii. বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা iii. বণ্য প্রাণি গৃহে না পালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩২.
বড় মাছ কোন পর্যায়ের খাদক?
Ο ক) 
২য় শ্রেণির খাদক
Ο খ) 
সর্বোচ্চ শ্রেণির খাদক
Ο গ) 
৩য় শ্রেণির খাদক
Ο ঘ) 
১ম শ্রেণির খাদক

  সঠিক উত্তর: (গ)

৩৩.
উন্নয়ন দেশের জন্য মঙ্গলজনক উন্নয়ন কোনটি?
Ο ক) 
টেকসই ও পরিবেশ বান্ধব
Ο খ) 
সার্বি ও স্বচ্ছ
Ο গ) 
স্থিতিশীল
Ο ঘ) 
ভারসাম্যপূর্ণ

  সঠিক উত্তর: (ক)

৩৪.
একই জমিতে কোন কোন সময় চাষ হয়?
Ο ক) 
বর্ষা মৌসুমে
Ο খ) 
সারা বছর
Ο গ) 
শরৎকালে
Ο ঘ) 
বৈশাখে

  সঠিক উত্তর: (খ)

৩৫.
বাস্তুসংস্থান কী?
Ο ক) 
পরিবেশে উপাদানগুলোর শৃঙ্খলার মধ্যে বসবাস
Ο খ) 
পরিবেশে উপাদানগুলোর সহনশীলতার মধ্যে বসবাস
Ο গ) 
পরিবেশে উপাদানগুলোর নির্ভরশীলতার মধ্যে বসবাস
Ο ঘ) 
পরিবেশে উপাদানগুলোর স্বাধীনতভাবে বসবাস

  সঠিক উত্তর: (ক)

৩৬.
প্রতিটি দেশ ও মানুষ চায় –
i. উন্নয়ন ii. কর্মসংস্থান iii. জীবন যাত্রার মান উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৭.
কোনগুলো পরিবেশের প্রধান উপাদান?
Ο ক) 
গাছপালা, ভূমি ও পানি
Ο খ) 
পানি, মানুষ ও বায়ু
Ο গ) 
বন, মানুষ ও বায়ু
Ο ঘ) 
ভূমি, পানি, বায়ু ও বনজ সম্পদ

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
এশীয় পরিবেশ সহযোগিতা সংস্থার নাম কী?
Ο ক) 
ইউনিসেপ
Ο খ) 
সাকেপ
Ο গ) 
সাকেফ
Ο ঘ) 
ইউনেস্কো

  সঠিক উত্তর: (খ)

৩৯.
পুকুরে বর্জ্য পদার্থ ফেলা কোন শ্রেণির প্রাণিকে সরাসরি ক্ষতি করে না?
Ο ক) 
১ম ও ২য়
Ο খ) 
১ম ও ৩য়
Ο গ) 
২য় ও ৩য়
Ο ঘ) 
১ম ও ৪র্থ

  সঠিক উত্তর: (ক)

৪০.
পুকুরে ফেলা বর্জ্য পদার্থ কোন শ্রেণির প্রাণীকে সরাসরি ক্ষতি করবে?
Ο ক) 
১ম ও ২য়
Ο খ) 
১ম ও ৪র্থ
Ο গ) 
২য় ও ৩য়
Ο ঘ) 
৩য় ও ৪র্থ

  সঠিক উত্তর: (গ)

৪১.
ইটের ভাটায় প্রয়োজন –
i. কাঠ পোড়ানো নিয়ন্ত্রণ ii. সনাতন পদ্ধতির পরিবর্তন iii. আধুনিক পদ্ধতির প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
বাসস্থানের উন্নয়ন কোন ধরনের উন্নয়ন?
Ο ক) 
অর্থনৈতিক
Ο খ) 
পারিবারিক
Ο গ) 
আর্থসামাজিক
Ο ঘ) 
অবকাঠামোগত

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজন –
i. পলিথিন উৎপাদন ii. সামাজিক বনায়ন iii. ইট পোড়ানো নিষিদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৪.
দূষিত মাটিতে উদ্ভিদ জন্মাতে না পারাতে কী ঘটে?
Ο ক) 
মেরুকরণ
Ο খ) 
ভূমির মরুকরণ
Ο গ) 
আর্দ্রতার বৃদ্ধি
Ο ঘ) 
ভূমিক্ষয়

  সঠিক উত্তর: (খ)

৪৫.
সামাজিক অগ্রগতির জন্য কোনটির উন্নয়ন জরুরি?
Ο ক) 
রাজনৈতিক উন্নয়ন
Ο খ) 
দ্রুত শিল্পোন্নয়ন
Ο গ) 
শিল্পোন্নয়ন
Ο ঘ) 
দ্রুত কৃষি উন্নয়ন

  সঠিক উত্তর: (খ)

৪৬.
কোনটি পরিবেশের প্রধান অংশ?
Ο ক) 
সামাজিক পরিবেশ
Ο খ) 
প্রাকৃতিক পরিবেশ
Ο গ) 
মানবিক পরিবেশ
Ο ঘ) 
বাস্তুসংস্থান

  সঠিক উত্তর: (খ)

৪৭.
পুকুরে মাছ না থাকলে কী হবে?
Ο ক) 
পুকুরের পানি পরিষ্কার থাকবে
Ο খ) 
মানুষের খাদ্য ঘাটতি হবে
Ο গ) 
বাস্তুসংস্থান ব্যাহত হবে
Ο ঘ) 
পুকুরে কচুরিপানা বৃদ্ধি পাবে

  সঠিক উত্তর: (খ)

৪৮.
কোনটির ফলে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পায়?
Ο ক) 
ঘূর্ণিঝড়
Ο খ) 
শৈত্যপ্রবাহ
Ο গ) 
জলোচ্ছ্বাস
Ο ঘ) 
গ্রিনহাউস প্রতিক্রিয়া

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
বাংলাদেশের উন্নয়ন কোন খাতের ওপর নির্ভরশীল?
Ο ক) 
শিল্পখাত
Ο খ) 
কৃষিখাত
Ο গ) 
বাসস্থান খাত
Ο ঘ) 
যোগাযোগ খাত

  সঠিক উত্তর: (খ)

৫০.
কোনটি জাতীয় অর্থনীতিতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখছে?
Ο ক) 
শিল্প উন্নয়ন
Ο খ) 
বনজ সম্পদ
Ο গ) 
কৃষিজ সম্পদ
Ο ঘ) 
জীব সম্পদ

  সঠিক উত্তর: (খ)

৫১.
কৃষির উন্নয়নের জন্য কোনটি অপ্রয়োজনীয়?
Ο ক) 
কীটনাশক ব্যবহার
Ο খ) 
ভূ-নিম্নস্থ পানি সেচের ব্যবহার
Ο গ) 
সার ব্যবহার
Ο ঘ) 
ভূ-উপরস্থ পানি সেচের ব্যবহার

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
সর্বশেষ কখন ভাওয়াল ও মধুপুর গড়ে হাতির দেখা পাওয়া যেত?
Ο ক) 
আঠারো শতকের শুরুতে
Ο খ) 
উনিশ শতকের শুরুতে
Ο গ) 
বিশ শতকের শুরুতে

Ο ঘ) 
একুশ শতকের শুরুতে

  সঠিক উত্তর: (খ)

৫৩.
স্থলজ বাস্তুসংস্থান নষ্ট হওযায় বাংলাদেশের কোন অঞ্চলে উত্তপ্ততা ও শৈত্যপ্রবাহ বৃদ্ধি পেয়েছে?
Ο ক) 
উত্তরাঞ্চলে
Ο খ) 
দক্ষিণাঞ্চলে
Ο গ) 
পূর্বাঞ্চলে
Ο ঘ) 
পশ্চিমাঞ্চলে

  সঠিক উত্তর: (ক)

৫৪.
জনসংখ্যা বৃদ্ধির ফলে অন্যান্য প্রাণীর কী প্রভাব পড়ছে?
Ο ক) 
খাদ্য সংকট
Ο খ) 
আবাসস্থল ধ্বংস
Ο গ) 
শিকারের ক্ষেত্র হারাচ্ছে
Ο ঘ) 
বনভূমি ধ্বংস

  সঠিক উত্তর: (খ)

৫৫.
কোনটি মাছ বিলুপত্ত হওয়ার কারণ?
Ο ক) 
পানি দূষণ
Ο খ) 
খাদ্যের অভাব
Ο গ) 
পুকুর ভরাট
Ο ঘ) 
জলজ বাস্তুসংস্থানে ব্যঘাত

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
পরিবেশের বিশেষ অবস্থায় বাস্তুসংস্থানগুলো কোন নিয়মে চললে তাকে ভারসাম্য অবস্থা বলে?
Ο ক) 
নির্ভরশীল অবস্থায়
Ο খ) 
স্বাধীনভাবে
Ο গ) 
স্বাভাবিকভাবে
Ο ঘ) 
শৃঙ্খলাবদ্ধভাবে

  সঠিক উত্তর: (গ)

৫৭.
বাংলাদেশে কত প্রজাতির উভচর প্রাণী সনাক্ত করা হয়েছে?
Ο ক) 
৫৭৮টি
Ο খ) 
১৯টি
Ο গ) 
১১৯টি
Ο ঘ) 
১২৪টি

  সঠিক উত্তর: (গ)

৫৮.
বাংলাদেশে কত প্রজাতির পাখি রয়েছে?
Ο ক) 
১৪০ প্রজাতি
Ο খ) 
৫৪০ প্রজাতি
Ο গ) 
১৭৮ প্রজাতি
Ο ঘ) 
৫৭৮ প্রজাতি

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
পরিবেশের উপাদানগুলো কীভাবে থাকে?
Ο ক) 
সম্পর্কহীনভাবে
Ο খ) 
একত্রিত অবস্থায়
Ο গ) 
শৃঙ্খলভাবে
Ο ঘ) 
বিশৃঙ্খলভাবে

  সঠিক উত্তর: (গ)

৬০.
কীভাবে উন্নয়নমূলক কর্মকান্ড করতে হবে?
Ο ক) 
পরিবেশের ভারসাম্য নষ্ট করে
Ο খ) 
পরিবেশের ভারসাম্য রক্ষা না করে
Ο গ) 
পরিবেশের ভারসাম্য নষ্ট না করে
Ο ঘ) 
সামাজিক উন্নয়নের মাধ্যমে

  সঠিক উত্তর: (গ)

৬১.
কোনটি একটি দেশের অন্যান্য উন্নয়নের ওপর নির্ভরশীল?
Ο ক) 
কৃষির উন্নয়ন
Ο খ) 
শিল্পের উন্নয়ন
Ο গ) 
যোগাযোগের উন্নয়ন
Ο ঘ) 
বাসস্থানের উন্নয়ন

  সঠিক উত্তর: (ঘ)

৬২.
মাটি অধিক তাপমাত্রা গ্রহণ কী ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে?
Ο ক) 
মাটি উত্তপ্ত হচ্ছে
Ο খ) 
গ্রীণ হাউস প্রতিক্রিয়া হচ্ছে
Ο গ) 
বৃষ্টিপাত হ্রাস পাচ্ছে
Ο ঘ) 
ভূমি উদ্ভিদহীন হচ্ছে

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
�ক্ষুদ্র কীটপতঙ্গ ও জলজ উদ্ভিদকে কী বলা হয়?
Ο ক) 
উৎপাদক
Ο খ) 
১ম শ্রেণির খাদক
Ο গ) 
২য় শ্রেণির খাদক
Ο ঘ) 
অণুজীব

  সঠিক উত্তর: (খ)

৬৪.
ঊনিশ শতকে বাংলাদেশের বন্যপ্রাণীর কতটি প্রজাতি বিলুপ্ত হয়েছে?
Ο ক) 
১৮ প্রজাতি
Ο খ) 
১৯ প্রজাতি
Ο গ) 
২৭ প্রজাতি
Ο ঘ) 
৩৯ প্রজাতি

  সঠিক উত্তর: (খ)

৬৫.
বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কী হয়?
Ο ক) 
পরিবেশ দূষিত হয়
Ο খ) 
মরুকরণ হয়
Ο গ) 
পরিবেশের ভারসাম্য নষ্ট হয়
Ο ঘ) 
গ্রীণহাউজ প্রতিক্রিয়া তীব্র হয়

  সঠিক উত্তর: (গ)

৬৬.
রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধি পেয়েছে –
i. কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য
ii. জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য
iii. খাদ্যের চাহিদা পূরণের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৭.
বায়ু দূষণের প্রত্যক্ষ ফলাফল হলো –
i. মাটির অধিক তাপমাত্রা বৃদ্ধি ii. গ্রীণহাউজ প্রতিক্রিয়া iii. স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬৮.
সমুদ্র উচ্চতা বৃদ্ধিতে জলমগ্ন হয়ে পরবে –
i. ঢাকা ii. নোয়াখালী iii. বরিশাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
পরিবেশ সংরক্ষণের সর্বত্তম উপায় কোনটি?
Ο ক) 
অবস্থার পরিবর্তন না করা
Ο খ) 
সতর্কতার সঙ্গে ব্যবহার
Ο গ) 
ক্ষতিপূরণ করে
Ο ঘ) 
পাহাড়ের মাটি কাটা বন্ধকরণ

  সঠিক উত্তর: (খ)

৭০.
প্রয়োজনীয় অবকাঠামো হিসেবে দেশের যোগাযোগ ব্যবস্থা হতে হবে –
i. আধুনিক ii. যুগোপযোগী iii. সুসংগঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
কোনটি রক্ষায় বাংলাদেশ বিশেষ সাফল্য অর্জন করেছে?
Ο ক) 
বায়ুদূষণ রোধে
Ο খ) 
উদ্ভিদজাত জ্বালানি ব্যবহার রোধ
Ο গ) 
পানি দূষণ রোধ
Ο ঘ) 
ওজোন স্তর রক্ষায়

  সঠিক উত্তর: (ঘ)

৭২.
পরিবেশ সংরক্ষণে তোমার গৃহীত পদক্ষেপ হবে –
i. সতর্কতার সাথে সম্পদ ব্যবহার
ii. নদীর গতিপথ পরিবর্তন না করা
iii. পাহাড়ের মাটি কাটা বন্ধ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭৩.
সরকার ইতোমধ্যেই বন সংরক্ষণে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তার সাথে তুমি একাত্মতা প্রকাশ কর এবং যথাসাধ্য সহযোগিতা কর। তোমার সহযোগিতার ক্ষেত্র হবে –
i. সড়ক ও বাঁধের পাশে বনায়ন
ii. পতিত জমিতে বৃক্ষরোপণ
iii. জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
একটি পুকুরের বাস্তুসংস্থানের উপাদান হচ্ছে –
i. কুমির ii. ভাইরাস-ব্যাকটেরিয়া iii. ছোট পোকামাকড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৫.
জমির উর্বরতা হ্রাসের ফলে কী ঘটে?
Ο ক) 
মাটির রং বদলে যায়
Ο খ) 
মাটির রাসায়নিক উপাদান হ্রাস পায়
Ο গ) 
মাটির জৈব উপাদান হ্রাস পায়
Ο ঘ) 
মাটির জৈব উপাদান বেড়ে যায়

  সঠিক উত্তর: (গ)

৭৬.
বাতাসে CO1 ও CFC বৃদ্ধিতে কী অসুবিধা হয়েছে?
Ο ক) 
গ্রীণহাউস তৈরি হচ্ছে
Ο খ) 
তাপমাত্রা হ্রাস পাচ্ছে
Ο গ) 
গ্রীণহাউস প্রতিক্রিয়া হচ্ছে
Ο ঘ) 
সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসছে

  সঠিক উত্তর: (গ)

৭৭.
আমরা পরিবেশ হতে কোন সম্পদ ব্যবহার করি?
Ο ক) 
প্রাকৃতিক সম্পদ
Ο খ) 
জলজ সম্পদ
Ο গ) 
মানব সম্পদ
Ο ঘ) 
বনজ সম্পদ

  সঠিক উত্তর: (ক)

৭৮.
স্থলজ বাস্তুসংস্থান নষ্ট হওয়ার পরোক্ষ ফল কোনটি?
Ο ক) 
জলমগ্নতা
Ο খ) 
জলোচ্ছ্বাস
Ο গ) 
সংক্রামক রোগ বৃদ্ধি
Ο ঘ) 
উত্তপ্ততা বৃদ্ধি

  সঠিক উত্তর: (গ)

৭৯.
বাংলাদেশে কত প্রজাতির সরীসৃপ প্রাণী রয়েছে?
Ο ক) 
১২৪ প্রজাতির
Ο খ) 
১১৯ প্রজাতির
Ο গ) 
১৯ প্রজাতির
Ο ঘ) 
১২৬ প্রজাতির

  সঠিক উত্তর: (ক)

৮০.
মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পাচ্ছে কেন?
Ο ক) 
অধিক শস্য উৎপাদনের ফলে
Ο খ) 
বন, পাহাড় কাটার ফলে
Ο গ) 
মাটির জৈব উপাদান হ্রাস পাওয়ার ফলে
Ο ঘ) 
কীটনাশক ব্যবহারের ফলে

  সঠিক উত্তর: (খ)

৮১.
বৃহৎ আকারে উন্নয়ন কর্মকান্ড হতে পারে –
i. শিল্পক্ষেত্রে ii. কৃষিক্ষেত্রে iii. বাসস্থানের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
বর্তমানে সিলেটের কোথায় হাতি দেখতে পাওয়া যায়?
Ο ক) 
জঙ্গলে
Ο খ) 
চা বাগানে
Ο গ) 
পাহাড়ে
Ο ঘ) 
মণিপুরি পাড়ায়

  সঠিক উত্তর: (গ)

৮৩.
পরিবেশের কোন উপাদান প্রতিটি শৃঙ্খলের উপর নির্ভরশীল?
Ο ক) 
গাছপালা
Ο খ) 
কীটপতঙ্গ
Ο গ) 
মানুষ
Ο ঘ) 
জলজ প্রাণী

  সঠিক উত্তর: (গ)

৮৪.
প্রাকৃতিক পরিবেশকে পরিবর্তন, পরিবর্ধন ও প্রভাবিত করে কোন পরিবেশ?
Ο ক) 
মানবিক পরিবেশ
Ο খ) 
সামাজিক পরিবেশ
Ο গ) 
বাস্তুসংস্থানের পরিবেশ
Ο ঘ) 
বনজ পরিবেশ

  সঠিক উত্তর: (ক)

৮৫.
উন্নয়ন বলতে কী বোঝ?
Ο ক) 
নতুন কিছু সৃষ্টি
Ο খ) 
জীবনযাত্রার মান বৃদ্ধি
Ο গ) 
অভাব পূরণ
Ο ঘ) 
কোনো কিছু উপযুক্ততা বৃদ্ধি

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
পরিবেশ নষ্ট হওয়া থেকে রক্ষা করার দায়িত্ব কার?
Ο ক) 
সরকারের
Ο খ) 
পরিবেশ উন্নয়ন সংস্থার
Ο গ) 
আমাদের সকলের
Ο ঘ) 
সচেতন নাগরিকের

  সঠিক উত্তর: (গ)

৮৭.
কোনটি পরিবেশ ও তার ভারসাম্য রক্ষার মূল উপাদান?
Ο ক) 
জীববৈচিত্র্য
Ο খ) 
মৎস্য সম্পদ
Ο গ) 
বনজ সম্পদ
Ο ঘ) 
প্রাণী সম্পদ

  সঠিক উত্তর: (ক)

৮৮.
গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের কোন জেলা জলমগ্ন হবে?
Ο ক) 
নোয়াখালী
Ο খ) 
ফেনী
Ο গ) 
মাদারীপুর
Ο ঘ) 
গোপালগঞ্জ

  সঠিক উত্তর: (ক)

৮৯.
মানবিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশকে –
i. প্রভাবিত করে ii. পরিবর্তন করে iii. পরিবর্ধন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯০.
কোনটি পরিবেশ টিকে থাকার প্রধান উপায়?
Ο ক) 
প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার
Ο খ) 
প্রাকৃতিক সম্পদের মাত্রাতিরিক্ত ব্যবহার
Ο গ) 
মানব সম্পদের যথাযথ ব্যবহার
Ο ঘ) 
বনজ সম্পদের যথাযথ ব্যবহার

  সঠিক উত্তর: (ক)

2

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
সুমি শীতের ছুটিতে খুলনায় মামার বাসায় বেড়াতে যায়। একদিন মামার সঙ্গে সুন্দরবন দেখতে গেলে সে বিভিন্ন ধরনের জীবজন্তু ও বৃক্ষাদি দেখতে পায়। সে মামার কাছে জানতে পারে অতীতে এ বনে আরও বেশি জীবজন্তু ও গাছপালা ছিল।
৯১.
সুমির দেখা বনভূমিতে পাওয়া যায় –
Ο ক) 
কড়ই, গজারি
Ο খ) 
গরান, গোলপাতা
Ο গ) 
চাপালিশ, তেলসুর
Ο ঘ) 
শাল, সেগুন

  সঠিক উত্তর: (খ)

৯২.
উক্ত বনভূমি ধ্বংস হলে –
i. ভূগর্ভস্থ পানির লবণাক্তকা বাড়বে
ii. উদ্ভিদ জন্মানোর পরিবেশ নষ্ট হবে
iii. জলোচ্ছ্বাসের পরিমাণ হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...