NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ৩১: সহপাঠ: কাকতাড়ুয়া

এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ৩১: সহপাঠ: কাকতাড়ুয়া

১.
কখন বুধার মা ভাপা পিঠা বানাত?
Ο ক) 
গ্রীষ্ম কালে
Ο খ) 
বর্ষাকালে
Ο গ) 
শীত কালে
Ο ঘ) 
শরৎ কালে

  সঠিক উত্তর: (গ)

২.
বড়দের জন্য সেলিনা হোসেনের প্রকাশিত উপন্যাস কয়টি?
Ο ক) 
একত্রিশটি
Ο খ) 
বত্রিশটি
Ο গ) 
তেত্রিশটি
Ο ঘ) 
চৌত্রিশটি

  সঠিক উত্তর: (গ)

৩.
আবু ইসহাকের উপন্যাস কোনটি?
Ο ক) 
পদ্মার পলিদ্বীপ
Ο খ) 
কাশবনের কন্যা
Ο গ) 
খেলাঘর
Ο ঘ) 
জননী

  সঠিক উত্তর: (ক)

৪.
কাকতাড়ুয়া সেজে কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকলে বুধার মাথায় কিসের ছায়া নেমে আসে?
Ο ক) 
মেঘের ছায়া
Ο খ) 
বিমানের ছায়া
Ο গ) 
শুকুনের ছায়া
Ο ঘ) 
পাখির ছায়া

  সঠিক উত্তর: (গ)

৫.
বুধার ছিটানো ভাতগুলো কারা খায়?
Ο ক) 
কাকেরা
Ο খ) 
কুকুরেরা
Ο গ) 
শকুনেরা
Ο ঘ) 
বানরেরা

  সঠিক উত্তর: (ক)

৬.
শাহাবুদ্দিন-
i. মুক্তিযোদ্ধা কমান্ডার
ii. আর্ট কলেজের ছাত্র
iii. দেশপ্রেমিক
নিচের কোটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭.
মিঠু ও আলি কোথায় যোগ দিতে গেল?
Ο ক) 
সেনাবাহিনীতে
Ο খ) 
বিমানবাহিনীতে
Ο গ) 
মুক্তিবাহিনীতে
Ο ঘ) 
নৌবাহিনীতে

  সঠিক উত্তর: (গ)

৮.
বুধা’র কয় ভাই বোন কলেরায় মারা যায়?
Ο ক) 
৩ জন
Ο খ) 
৪ জন
Ο গ) 
৫ জন
Ο ঘ) 
৬ জন

  সঠিক উত্তর: (খ)

৯.
যুদ্ধ চলাকালে গাঁয়ে কোন কমিটি গঠন করা হয়েছিল?
Ο ক) 
যুদ্ধ পরিচালনা কমিটি
Ο খ) 
আল বদর কমিটি
Ο গ) 
মুক্তিযোদ্ধা কমিটি
Ο ঘ) 
শান্তি কমিটি

  সঠিক উত্তর: (ঘ)

১০.
পোড়া বাজারের দিকে তাকিয়ে বুধার-
Ο ক) 
কাঁদতে ইচ্ছা করে
Ο খ) 
প্রতিশোধ নিতে ইচ্ছা করে
Ο গ) 
দু:খ হয়
Ο ঘ) 
চোখ লাল হয়

  সঠিক উত্তর: (ঘ)

১১.
জীবনের সমগ্রতা প্রতিফলিত হয় কীসে?
Ο ক) 
গল্পে
Ο খ) 
নাটকে
Ο গ) 
উপন্যাসে
Ο ঘ) 
কবিতায়

  সঠিক উত্তর: (গ)

১২.
বুধা ও ফুলকলি কার বাড়িতে গিয়ে পান্তা খায়?
Ο ক) 
নোলক বুয়ার
Ο খ) 
হরিকাকুর
Ο গ) 
আতাফুপুর
Ο ঘ) 
চাচির

  সঠিক উত্তর: (গ)

১৩.
মুড়ি ভাজে কে?
Ο ক) 
নোলক বুয়া
Ο খ) 
আতা ফুফু
Ο গ) 
হরিকাকু
Ο ঘ) 
হাশেম মিয়া

  সঠিক উত্তর: (ক)

১৪.
উপন্যাসের চর্চা হয়-
Ο ক) 
প্রায় চারশ বছর
Ο খ) 
প্রায় আড়াইশো বছর
Ο গ) 
প্রায় তিনশ বছর
Ο ঘ) 
প্রায় একশ বছর

  সঠিক উত্তর: (ক)

১৫.
বুধা বাঁশের লাঠির মাথায় শুকনো পাট জড়িয়ে কয়টি মশাল বানায়?
Ο ক) 
৪টি
Ο খ) 
৫টি
Ο গ) 
৬টি
Ο ঘ) 
৭টি

  সঠিক উত্তর: (ক)

১৬.
শাহাবুদ্দিন বুধাকে কী দায়িত্ব দিয়েছিলেন?
Ο ক) 
বোমা মেরে ক্যাম্প ধ্বংস করার
Ο খ) 
মাইন দিয়ে ক্যাম্প উড়িয়ে দেওয়ার
Ο গ) 
গুলি করে সেনাবাহিনী হত্যা করার
Ο ঘ) 
আগুন লাগিয়ে আহাদ মুন্সির বাড়ি পুড়িয়ে দেওয়ার

  সঠিক উত্তর: (খ)

১৭.
বুধার চাচাতো ভাই-বোন কত জন?
Ο ক) 
ছয় জন
Ο খ) 
সাত জন
Ο গ) 
নয় জন
Ο ঘ) 
আট জন

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
‘কেয়ামত’ কোন ভাষার শব্দ?
Ο ক) 
ফরাসি
Ο খ) 
হিন্দি
Ο গ) 
আরবি
Ο ঘ) 
বাংলা

  সঠিক উত্তর: (গ)

১৯.
ডালাভরা বাজার করতে পারলে হাশেম মিয়া-
i. আনন্দে আত্মহারা হয়
ii. হরিকাকাকে বাসায় খেতে বলে
iii. বুধাকে বাসায় খেতে ডাকে
নিচের কোটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২০.
বুধাকে কার কাছে মুরব্বি মনে হয়?
Ο ক) 
আহাদ মুন্সি
Ο খ) 
ফুলকলি
Ο গ) 
বুধার চাচি
Ο ঘ) 
কুন্তি

  সঠিক উত্তর: (গ)

২১.
বুধা আগুন দিয়ে পুড়িয়ে ‍দিয়েছিল-
i. রাজাকার কমান্ডারের বাড়ি
ii. আলির বাড়ি
iii. চেয়ারম্যানের বাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২২.
সেনাবাহিনী বাজারে -
i. আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল
ii. ক্যাম্প স্থাপন করেছিল
iii. গুলি করে মানুষ হত্যা করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২৩.
আলির মতে-কী খেলে বুধার পেট ভরে?
Ο ক) 
রোদ
Ο খ) 
জ্যোৎস্না
Ο গ) 
বাতাস
Ο ঘ) 
বৃষ্টির পানি

  সঠিক উত্তর: (ক)

২৪.
একটি উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে কত হওয়া বাঞ্ছনীয় বলে মনে করেন ইএম ফস্টার?
Ο ক) 
দশ হাজার
Ο খ) 
পনেরো হাজার
Ο গ) 
বিশ হাজার
Ο ঘ) 
পঁচিশ হাজার

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন কোথায় পড়াশোনা করে?
Ο ক) 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
Ο খ) 
ঢাকা মেডিক্যালে
Ο গ) 
আর্ট কলেজে
Ο ঘ) 
বিদেশে

  সঠিক উত্তর: (গ)

২৬.
চাচির প্রতি বুধা হয়ে উঠে-
Ο ক) 
অকৃতজ্ঞ
Ο খ) 
কৃতজ্ঞ
Ο গ) 
বিশ্বাসী
Ο ঘ) 
শক্তিশালী

  সঠিক উত্তর: (খ)

২৭.
“কোথাও না কোথাও একটা আশ্রয় তো জুটবে”-উক্তিটি কার?
Ο ক) 
তাহেরার
Ο খ) 
নোলক বুয়ার
Ο গ) 
চাচির
Ο ঘ) 
ফুলকলির

  সঠিক উত্তর: (খ)

২৮.
মিলিটারি আসে কিসে করে?
Ο ক) 
ট্যাঙ্কে চড়ে
Ο খ) 
বিমানে
Ο গ) 
জিপে করে
Ο ঘ) 
পায়ে হেঁটে

  সঠিক উত্তর: (গ)

২৯.
রবীন্দ্রনাথের বহুল আলোচিত উপন্যাস-
i. চোখের বালি
ii. গোরা
iii. পথের দাবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩০.
ছোটবেলায় বুধা কেমন ছিল?
Ο ক) 
চতুর
Ο খ) 
বুদ্ধিমান
Ο গ) 
সাহসী
Ο ঘ) 
লক্ষ্মী ছেলের মতো

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
গণকবর মানে-
i. সবার সামনে কবর দেওয়া
ii. কাফন ছাড়া কবর দেওয়া
iii. সবাইকে এক গর্তে কবর দেওয়া
নিচের কোটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
বুধা ফুলকলিকে নিয়ে কাদের বাড়িতে গিয়েছিল?
Ο ক) 
মামার বাড়িতে
Ο খ) 
শ্বশুর বাড়িতে
Ο গ) 
চাচির বাড়িতে
Ο ঘ) 
নিজ বাড়িতে

  সঠিক উত্তর: (গ)

৩৩.
মিলিটারিরা কীসে করে গ্রামে এসেছিল?
Ο ক) 
বাসে করে
Ο খ) 
পায়ে হেঁটে
Ο গ) 
জিপে করে
Ο ঘ) 
ট্রাকে করে

  সঠিক উত্তর: (গ)

৩৪.
কখন ফুলকলির দু:খ থাকবে না?
Ο ক) 
নতুন চাকরি পেলে
Ο খ) 
রাজাকার কমান্ডার মারা গেলে
Ο গ) 
বুধা বড় হলে
Ο ঘ) 
দেশ স্বাধীন হলে

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
‘কৃষ্ণকান্তের উইল’ কার রচনা?
Ο ক) 
শরৎচন্দ্র
Ο খ) 
রবীন্দ্রনাথ
Ο গ) 
বঙ্কিমচন্দ্র
Ο ঘ) 
বিভূতিভূষণ

  সঠিক উত্তর: (গ)

৩৬.
বুধা পেয়ারাগুলো ক্যাম্পে নিয়ে কী করেছিল-
i. নিজে একটি পেয়ারায় কামড় দিয়েছিল
ii. একটি পেয়ারা প্রথম সৈনিককে দিল
iii. সব সৈনিককে একটি করে পেয়ারা দিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩৭.
গাঁয়ের লোক ওর নাম দিয়েছে কাকতাড়ুয়া-কাকে?
Ο ক) 
আলী
Ο খ) 
মিঠু
Ο গ) 
বুধা
Ο ঘ) 
মতিউর

  সঠিক উত্তর: (গ)

৩৮.
উপন্যাস হচ্ছে-
i. দীর্ঘ রচনা
ii. সৃষ্টিশীল রচনা
iii. সংক্ষিপ্ত প্রবন্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩৯.
‘কাকতাড়ুয়া’ উপন্যাসের প্রধান চরিত্র কে?
Ο ক) 
বুধা
Ο খ) 
কুন্তি
Ο গ) 
আহাদ মুন্সি
Ο ঘ) 
ফুলকলি

  সঠিক উত্তর: (ক)

৪০.
বুধার কয় ভাইবোন কলেরায় মারা যায়?
Ο ক) 
৩ জন
Ο খ) 
৪ জন
Ο গ) 
৫ জন
Ο ঘ) 
৬ জন

  সঠিক উত্তর: (খ)

৪১.
কে বুধাকে মুক্তির কথা বলে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দিয়েছে?
Ο ক) 
নোলক বুয়া
Ο খ) 
হাশেম মিয়া
Ο গ) 
চাচি
Ο ঘ) 
হরিকাকু

  সঠিক উত্তর: (গ)

৪২.
বুধাকে কাবু করতে পারে না-
Ο ক) 
আনন্দ
Ο খ) 
শীত
Ο গ) 
ভয়
Ο ঘ) 
ধমক

  সঠিক উত্তর: (গ)

৪৩.
সেলিনা হোসেন জন্মগ্রহণ করেন কোথায়?
Ο ক) 
ঢাকায়
Ο খ) 
নাটোরে
Ο গ) 
পাবনায়
Ο ঘ) 
রাজশাহীতে

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
হরিকাকু বুধাকে কী নামে ডাকত?
Ο ক) 
ছন্নছাড়া
Ο খ) 
মানিক রতন
Ο গ) 
বুদ্ধ
Ο ঘ) 
কাকতাড়ুয়া

  সঠিক উত্তর: (খ)

৪৫.
আলির চায়ের দোকানে বসা মানুষগুলোর অবস্থা হলো-
i. বড় গলায় কথা বলে না
ii. চুপচাপ থাকে, দীর্ঘশ্বাস ফেলে
iii. মাঝে মাঝে আতংকিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪৬.
আহাদ মুন্সির বড় ছেলে কে?
Ο ক) 
আলি
Ο খ) 
মতিউর
Ο গ) 
মিঠু
Ο ঘ) 
কুদ্দুস

  সঠিক উত্তর: (খ)

৪৭.
“এখন শুব্দটি শোনার জন্য বসে থাকব”-কে বলেছে?
Ο ক) 
মিঠু
Ο খ) 
বুধা
Ο গ) 
শাহাবুদ্দিন
Ο ঘ) 
আলী

  সঠিক উত্তর: (খ)

৪৮.
বুধা কাকে ঘুম পাড়ানির গান শোনাত?
Ο ক) 
তিনুকে
Ο খ) 
শিশুকে
Ο গ) 
তালেবকে
Ο ঘ) 
ফুলকলিকে

  সঠিক উত্তর: (ক)

৪৯.
বুধাকে আহাদ মুন্সি দেখে-
i. মাথায় হাত বুলিয়ে দেয়
ii. মায়া হয়
iii. নাম জিগ্যেস করে
নিচের কোটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
বাঙ্কারের মধ্যে বুধা কী পুঁতে রাখবে?
Ο ক) 
গ্রেনেড
Ο খ) 
বারুদ
Ο গ) 
মাইন
Ο ঘ) 
ছুরি

  সঠিক উত্তর: (গ)

৫১.
তিনুর বয়স কত?
Ο ক) 
দেড় বছর
Ο খ) 
আড়াই বছর
Ο গ) 
তিন বছর
Ο ঘ) 
সাড়ে তিন বছর

  সঠিক উত্তর: (ক)

৫২.
পরিবারের মানুষ হারানোর পর বুধা-
i. সাহসী হয়েছে
ii. চাচীর প্রিয় হয়েছে
iii. মাঝে মাঝে কাকতাড়ুয়া সাজে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৫৩.
বুধা কোথায় অবস্থান করে সেনাবাহিনীকে দেখল?
Ο ক) 
গাছের আড়ালে
Ο খ) 
পাট ক্ষেতে
Ο গ) 
ভুট্টা ক্ষেতে
Ο ঘ) 
ধানক্ষেতে

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
ঝোপের ধারে কে লুকিয়ে থাকে?
Ο ক) 
বুধা
Ο খ) 
শাহাবুদ্দিন
Ο গ) 
আলি
Ο ঘ) 
মিঠু

  সঠিক উত্তর: (খ)

৫৫.
কে বুধাকে ‘আশ্চর্য বীর কাকতাড়ুয়া' বলে বলেছে?
Ο ক) 
মিঠু
Ο খ) 
শাহাবুদ্দিন
Ο গ) 
কুন্তি
Ο ঘ) 
আলী

  সঠিক উত্তর: (ক)

৫৬.
‘ও দু:খকে হিংস্র শুকুনই ভাবে’। কারণ হলো-
i. মগজের ভেতরে শুনতে পায় শকুনের পাখা ঝাপটানি
ii. শকুনের শক্ত চঞ্চুর ঠোকরানোর শব্দ
iii. ওর সামনে জেগে ওঠে একটি ভয়াবহ কুটিল রাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
শান্তি কমিটির চেয়ারম্যান কে?
Ο ক) 
হরিকাকু
Ο খ) 
মিঠুর বাবা
Ο গ) 
আহাদ মুন্সি
Ο ঘ) 
রবি চোর

  সঠিক উত্তর: (গ)

৫৮.
বঙ্গবন্ধুর� ভাষণ কত তারিখে হয়েছে?
Ο ক) 
৭ মার্চ
Ο খ) 
২৬ মার্চ
Ο গ) 
২১ ফেব্রুয়ারি
Ο ঘ) 
১৬ ডিসেম্বর

  সঠিক উত্তর: (ক)

৫৯.
কর্মজীবনে সেলিনা হোসেন কী ছিলেন?
Ο ক) 
স্বাস্থ্য একাডেমীর পরিচালক
Ο খ) 
বাংলা একাডেমীর পরিচালক
Ο গ) 
সিটি কর্পোরেশনের পরিচালক
Ο ঘ) 
ডাক বিভাগের পরিচালক

  সঠিক উত্তর: (খ)

৬০.
মধুর বড় ভাই মিঠু কী করে?
Ο ক) 
খালি কাঁদে
Ο খ) 
চিৎকার করে
Ο গ) 
লুকিয়ে থাকে
Ο ঘ) 
কিছুই করে না

  সঠিক উত্তর: (গ)

৬১.
বাংলা সাহিত্যে প্রথম পাশ্চত্য আদর্শে সার্থক উপন্যাস রচনা করেন কে?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ο গ) 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ο ঘ) 
মীর মশাররফ হোসেন

  সঠিক উত্তর: (খ)

৬২.
উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে হওয়া উচিত-
Ο ক) 
বত্রিশ হাজার
Ο খ) 
চল্লিশ হাজার
Ο গ) 
পঁচিশ হাজার
Ο ঘ) 
বিশ হাজার

  সঠিক উত্তর: (গ)

৬৩.
যার ঘর নেই তার চারদিকে কী থাকে?
Ο ক) 
পোড়া দোকান
Ο খ) 
সোনার ঘর
Ο গ) 
কুপিতে তেল
Ο ঘ) 
ঘুটঘুটে অন্ধকার

  সঠিক উত্তর: (খ)

৬৪.
মৃত্যুর সময় তিনুর বয়স কত ছিল?
Ο ক) 
এক বছর
Ο খ) 
দেড় বছর
Ο গ) 
দুই বছর
Ο ঘ) 
তিন বছর

  সঠিক উত্তর: (খ)

৬৫.
উপন্যাসের আকর্ষনীয় দিক হলো-
i. ভাষাভঙ্গি
ii. পরিবেশ চিত্রণ
iii. বর্ণনারীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
কে বুধাকে কাকতাড়ৃয়া খেলা খেলতে নিষেধ করেছিল?
Ο ক) 
রানি
Ο খ) 
আলি
Ο গ) 
মিঠু
Ο ঘ) 
কুন্তি

  সঠিক উত্তর: (ক)

৬৭.
শান্তি কমিটির চেয়ারম্যান হয়েছিল -
Ο ক) 
মতিউর
Ο খ) 
আহাদ মুন্সি
Ο গ) 
হাশেম মিয়া
Ο ঘ) 
হরি বাবু

  সঠিক উত্তর: (খ)

৬৮.
কাঁদতে বারণ করে বুধা কাকিকে যা বলেছিল, তা হলো-
i. তুমি নিরাপদে পালিয়ে যাও
ii. তুমি তো লড়াই করতে পারবে না
iii. শুধু শুধু ওদের হাতে মরবে কেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬৯.
বিনুর হাসিকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
Ο ক) 
পূর্ণিমার চাঁদের সঙ্গে
Ο খ) 
পূর্ণিমার রাতের সঙ্গে
Ο গ) 
বিলের জলের ঢেউয়ের সঙ্গে
Ο ঘ) 
ঝিঁঝি ডাকা রাতের সঙ্গে

  সঠিক উত্তর: (গ)

৭০.
বুধার নিকট সেনাবাহিনীর ভাষা কেমন লাগে?
Ο ক) 
সহজ
Ο খ) 
সরল
Ο গ) 
বিদঘুটে
Ο ঘ) 
সাবলীল

  সঠিক উত্তর: (গ)

৭১.
বুধার হাসিতে কিসের ফুল ফোটে?
Ο ক) 
তারার
Ο খ) 
চাঁদের
Ο গ) 
মেঘের
Ο ঘ) 
জ্যোৎস্নার

  সঠিক উত্তর: (ক)

৭২.
মধু কীভাবে নিহত হয়?
Ο ক) 
কলেরায়
Ο খ) 
যক্ষ্মায়
Ο গ) 
মিলিটারির ব্রাশ ফায়ারে
Ο ঘ) 
মাইন বিস্ফোরণে

  সঠিক উত্তর: (গ)

৭৩.
বুধার বুকের ভিতরে কীসের জোয়ার উথার-পাথাল করে?
Ο ক) 
আনন্দের
Ο খ) 
প্রাণের
Ο গ) 
দু:খের
Ο ঘ) 
হতাশার

  সঠিক উত্তর: (খ)

৭৪.
তিনজন এক হলে কী হয়?
Ο ক) 
শক্তি বাড়ে
Ο খ) 
আনন্দ বাড়ে
Ο গ) 
কষ্ট বাড়ে
Ο ঘ) 
সাহস বাড়ে

  সঠিক উত্তর: (ক)

৭৫.
ফুলকলিকে কে মেরেছিল?
Ο ক) 
রাজাকার কমান্ডার
Ο খ) 
আহাদ মুন্সি
Ο গ) 
শাহাবুদ্দিন
Ο ঘ) 
বুধা

  সঠিক উত্তর: (ক)

৭৬.
আহাদ মুন্সি বুধাকে কী কাজ দেবে বলে তার বাড়িতে যেতে বলেছিল?
Ο ক) 
গরু চরানোর
Ο খ) 
মুক্তিযোদ্ধা নিধনের
Ο গ) 
বাঙ্কার খোঁড়ার
Ο ঘ) 
মাইন বসানোর

  সঠিক উত্তর: (ক)

৭৭.
শাহাবুদ্দিন কীসের ছবি আঁকবে?
Ο ক) 
যুদ্ধের
Ο খ) 
বাংলাদেশের
Ο গ) 
সাহসী ছেলের
Ο ঘ) 
কাকতাড়ুয়ার

  সঠিক উত্তর: (গ)

৭৮.
বুধা ভাত মাংস পেট পুরে খেতে পায়-
Ο ক) 
শুক্রবারে
Ο খ) 
বিয়েবাড়িতে
Ο গ) 
ঈদের দিন
Ο ঘ) 
কুলখানিতে

  সঠিক উত্তর: (খ)

৭৯.
আলির নতুন দোকান কোথায়?
Ο ক) 
আমগাছের নিচে
Ο খ) 
জামগাছের নিচে
Ο গ) 
কড়ই গাছের নিচে
Ο ঘ) 
বরই গাছের নিচে

  সঠিক উত্তর: (গ)

৮০.
বুধা যা পেরিয়ে ছুটতে থাকে, তা হলো-
i. মাঠ
ii. ঘাট
iii. নদী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
ঝোঁপের ভেতর লুকিয়ে থাকে-
Ο ক) 
শাহাবুদ্দিন
Ο খ) 
মিঠু
Ο গ) 
আলি
Ο ঘ) 
মতিউর

  সঠিক উত্তর: (ক)

৮২.
বুধার কাজে আগ্রহ দেখে কে খুশি হয়?
Ο ক) 
মতিউর
Ο খ) 
ফজু মিয়া
Ο গ) 
আহাদ মুন্সি
Ο ঘ) 
কুদ্দুস

  সঠিক উত্তর: (ক)

৮৩.
বুধা হাসলে কীসের ফুল ফোটে?
Ο ক) 
জ্যোৎস্নার
Ο খ) 
তারার
Ο গ) 
চাঁদের
Ο ঘ) 
 আলোর

  সঠিক উত্তর: (খ)

৮৪.
বুধা কোথায় গান শুনে ও শেখে?
Ο ক) 
মঞ্চে
Ο খ) 
বাড়িতে
Ο গ) 
লোকমুখে
Ο ঘ) 
আখড়ায়

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
আহাদ মুন্সি কী ছিলেন?
Ο ক) 
চেয়ারম্যান
Ο খ) 
মেম্বার
Ο গ) 
রাজনীতিবিদ
Ο ঘ) 
শিক্ষক

  সঠিক উত্তর: (ক)

৮৬.
বুধা ছিল-
i. সাহসী ও ভালো
ii. বিশ্বাসী ও সুহৃদ
iii. পরোপকারী ও শক্তিশালী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
বড় মশালটা বুধা কোথায় ছুড়ে মারল?
Ο ক) 
আটচালা ঘরের ওপর
Ο খ) 
কাচারি ঘরের ওপর
Ο গ) 
রান্নাঘরের ওপর
Ο ঘ) 
গোয়াল ঘরের ওপর

  সঠিক উত্তর: (ক)

৮৮.
কারা খায় দায়, ফুর্তি করে আর মানুষ ধরে নিয়ে যায়?
Ο ক) 
মুক্তিযোদ্ধারা
Ο খ) 
হানাদাররা
Ο গ) 
গ্রামের লোকজন
Ο ঘ) 
রাজাকাররা

  সঠিক উত্তর: (খ)

৮৯.
স্বপ্নের আশ্চর্য দেশে বুধা কাকে পাশে দেখতে পায়?
Ο ক) 
কুন্তি
Ο খ) 
মিঠু
Ο গ) 
ফুলকলি
Ο ঘ) 
আলি

  সঠিক উত্তর: (গ)

৯০.
ভালো মানুষ বলা হয়-
i. যে গান শোনে
ii. যার ভেতরে গান থাকে
iii. যে গান ভালোবাসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯১.
বুধার স্কুলের স্মৃতি-
i. হারিয়ে গেছে
ii. মনে করতে চায় না
iii. বুকের ভেতর বন্দি আছে
নিচের কোটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৯২.
বুধার মনটা শক্ত হয়েছে, কারণ-
Ο ক) 
স্বজনদের মৃত্যু দেখে
Ο খ) 
যুদ্ধ করতে করতে
Ο গ) 
গ্রামবাসীর মৃত্যু দেখে
Ο ঘ) 
পরিবারের সবার মৃত্যু দেখে

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
কে মাটি কাটার কাজের তদারকি করছে?
Ο ক) 
আহাদ মুন্সি
Ο খ) 
কুদ্দুস
Ο গ) 
মতিউর
Ο ঘ) 
ফজু মিয়া

  সঠিক উত্তর: (গ)

৯৪.
পাকিস্তানি সেনাবাহিনী মানুষকে মেরে ফেলে-
i. গুলি করে
ii. নির্যাতন করে
iii. বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
বুধা কাকে মলমের কৌটা দেয়?
Ο ক) 
কুন্তিকে
Ο খ) 
ফুলকলিকে
Ο গ) 
চাচিকে
Ο ঘ) 
খালাকে

  সঠিক উত্তর: (খ)

৯৬.
উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে কত হওয়া উচিত?
Ο ক) 
বত্রিশ হাজার
Ο খ) 
চল্লিশ হাজার
Ο গ) 
পঁচিশ হাজার
Ο ঘ) 
বিশ হাজার

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
ale অর্থ কী?
Ο ক) 
শ্লোক
Ο খ) 
গল্প
Ο গ) 
উপন্যাস
Ο ঘ) 
গীতিকবিতা

  সঠিক উত্তর: (খ)

৯৮.
বাঙ্কার তৈরির কাজে অগ্রগতি দেখে কে প্রশংসা করে?
Ο ক) 
মিলিটারি
Ο খ) 
আহাদ মুন্সি
Ο গ) 
ফজু চাচা
Ο ঘ) 
মতিউর

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
‘কাকতাড়ুয়া’ উপন্যাসে সবাই কাকে দেখে?
Ο ক) 
সুয্যিকে
Ο খ) 
বুধাকে
Ο গ) 
রাতকে
Ο ঘ) 
আলোকে

  সঠিক উত্তর: (খ)

১০০.
আলি কী প্রতিজ্ঞা করেছে?
Ο ক) 
রাজাকারদের হত্যা করবে
Ο খ) 
শত্রুদের না তাড়িয়ে চায়ের দোকান বানাবে না
Ο গ) 
শত্রুদের হত্যা করবে
Ο ঘ) 
গ্রাম থেকে কোথাও যাবে না

  সঠিক উত্তর: (খ)

১০১.
“দেখ তো মানিকরতন, এই বয়সে কেউ কি বাড়িঘর ছেড়ে বেরুতে পারে?”-উক্তিটি কে করেছেন?
Ο ক) 
অসুস্থ কাকিমা
Ο খ) 
নোলক বুয়া
Ο গ) 
ফুলকলি
Ο ঘ) 
কুন্তি

  সঠিক উত্তর: (ক)

১০২.
বুধা রানিকে দেশ ছেড়ে যাওয়ার সময় যা বলে তা হলো-
i. যা ফিরে এসে দেখা হবে
ii. ঠিকমতো যাস
iii. ভয় পাস না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৩.
উপন্যাসের সবকিছু নিয়ন্ত্রণ করে কে?
Ο ক) 
নায়ক
Ο খ) 
নায়িকা
Ο গ) 
গল্প
Ο ঘ) 
লেখকের জীবনাদর্শ

  সঠিক উত্তর: (ঘ)

১০৪.
বুধার চাচা কয় মাস আগে শহরে গেছে?
Ο ক) 
তিন মাস আগে
Ο খ) 
চার মাস আগে
Ο গ) 
পাঁচ মাস আগে
Ο ঘ) 
ছয় মাস আগে

  সঠিক উত্তর: (ঘ)

১০৫.
নগর ও গ্রামের পটভূমিতে রচিত উপন্যাস-
i. ক্ষুধা ও আশা
ii. সংশপ্তক
iii. রাঙাপ্রভাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১০৬.
আলির নিকট থেকে বুধা কী চেয়ে নিয়ে আসে?
Ο ক) 
টাকা-পয়সা
Ο খ) 
মাইন
Ο গ) 
কেরোসিন
Ο ঘ) 
বন্দুক

  সঠিক উত্তর: (গ)

১০৭.
বাপ-মা হারা মনির মাঝে মাঝে ‘রাজা’ সাজে, মনির কাকতাড়ুয়া উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) 
মিঠু
Ο খ) 
আলি
Ο গ) 
শাহাবুদ্দিন
Ο ঘ) 
বুধা

  সঠিক উত্তর: (ঘ)

১০৮.
বুধার চাচি-
i. বুধাকে সহ্য করে না
ii. বুধার খবর নেয় না
iii. ছেলেমেয়েদের নিয়ে বাবার বাড়ি চলে গিয়েছে
নিচের কোটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৯.
আহাদ মুন্সির বড় ছেলের নাম কী?
Ο ক) 
কুদ্দুস
Ο খ) 
মিঠু
Ο গ) 
মতিউর
Ο ঘ) 
আলি

  সঠিক উত্তর: (গ)

১১০.
বাজারে আগুন লাগায়-
Ο ক) 
আহাদ মুন্সি
Ο খ) 
মিলিটারি
Ο গ) 
ডাকাত
Ο ঘ) 
অন্য গ্রামের লোক

  সঠিক উত্তর: (খ)

১১১.
মাঠে বুধাকে কাকতাড়ুয়া সাজানোর পর কখন সে ছাড়া পায়?
Ο ক) 
দুপুরে
Ο খ) 
বিকেলে
Ο গ) 
সন্ধ্যায়
Ο ঘ) 
রাতে

  সঠিক উত্তর: (গ)

১১২.
চঞ্চু কথার অর্থ কী?
Ο ক) 
পা
Ο খ) 
পাখা
Ο গ) 
ঠোঁট
Ο ঘ) 
কান

  সঠিক উত্তর: (গ)

১১৩.
মুক্তিবাহিনীর কমান্ডার ছিলেন-
i. মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন
ii. গায়ক শাহাবুদ্দিন
iii. চিত্রশিল্পী শাহাবুদ্দিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৪.
সমকালের সামাজিক ও রাজনৈতিক দ্বন্ধ-সংকটের সামগ্রিকতা প্রতিফলিত হয়েছে কার লেখায়?
Ο ক) 
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
Ο খ) 
রবীন্দ্রনাথ ঠাকুরের
Ο গ) 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
Ο ঘ) 
সেলিনা হোসেনের

  সঠিক উত্তর: (ঘ)

১১৫.
কার পুরো পরিবার চলে যাচ্ছে?
Ο ক) 
আলির
Ο খ) 
বুধার
Ο গ) 
রানির
Ο ঘ) 
মিঠুর

  সঠিক উত্তর: (গ)

১১৬.
যা দিনকাল পড়েছে, সন্ধ্যার পর বাড়ির বাইরে না থাকার কারণ হলো-
i. ঠুস করে একটা গুলি এসে বুক ফুটো করে দেবে
ii. এই শুয়োরের বাচ্চারা তো পাখির মতো মানুষ মারে
iii. সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারবে বলে সবাই খুশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৭.
বাংলা উপন্যাসের বয়স কত?
Ο ক) 
একশ বছর
Ο খ) 
দেড়শ বছর
Ο গ) 
দুইশ বছর
Ο ঘ) 
আড়াইশ বছর

  সঠিক উত্তর: (খ)

১১৮.
স্বাধীনতা যুদ্ধে কে শহিদ হতে চায়?
Ο ক) 
আলি
Ο খ) 
কুদ্দুস
Ο গ) 
মিঠু
Ο ঘ) 
বুধা

  সঠিক উত্তর: (ঘ)

১১৯.
বাংলায় ব্যবহৃত ‘উপন্যাস’ শব্দটির সংস্কৃত ব্যুৎপত্তি কোনটি?
Ο ক) 
উপ+নি+অস+অ
Ο খ) 
উপ+নি+আ+স
Ο গ) 
উপ+নি+অষ+আ
Ο ঘ) 
উপ+নি+অস+আ

  সঠিক উত্তর: (ক)

১২০.
তারাশঙ্করের উপন্যাসে পাওয়া যায় -
i. অতীতের গৌরব
ii. ঐশ্বর্য হারানো জমিদার
iii. উচ্চ শ্রেণির বিচিত্র পেশার মানুষের কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i

  সঠিক উত্তর: (ক)

১২১.
শওকত ওসমানের উপন্যাস কোনটি?
Ο ক) 
জলাঙ্গী
Ο খ) 
খেলাঘর
Ο গ) 
হাঙর নদী গ্রেনড
Ο ঘ) 
গায়ত্রী সন্ধ্যা

  সঠিক উত্তর: (ক)

১২২.
মধুর কীভাবে মৃত্যু হয়েছিল?
Ο ক) 
গুলিতে
Ο খ) 
আগুনে পুড়ে
Ο গ) 
পানিতে ডুবে
Ο ঘ) 
সড়ক দুর্ঘটনায়

  সঠিক উত্তর: (খ)

১২৩.
কার সোনার ঘর থাকে?
Ο ক) 
যার অনেক সম্পদ আছে
Ο খ) 
যার ক্ষমতা আছে
Ο গ) 
যার টাকা নাই
Ο ঘ) 
যার ঘর নাই

  সঠিক উত্তর: (ঘ)

১২৪.
উপন্যাসে উপস্থাপিত কাহিনীকে কী বলা হয়?
Ο ক) 
আখ্যানভাগ
Ο খ) 
বিষয়বস্তু
Ο গ) 
সার-সংক্ষেপ
Ο ঘ) 
ক্রিয়া-প্রতিক্রিয়া

  সঠিক উত্তর: (ক)

১২৫.
বাংলা কথাসাহিত্যে সবচেয়ে বেশি রচিত হয়েছে-
i. সামাজিক উপন্যাস
ii. ঐতিহাসিক উপন্যাস
iii. ডিটেকটিভ উপন্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

১২৬.
বেয়নেট দিয়ে মানুষ মারতে কারা মজা পায়?
Ο ক) 
মিলিটারিরা
Ο খ) 
রাজাকাররা
Ο গ) 
মুক্তিযোদ্ধারা
Ο ঘ) 
গ্রামবাসীরা

  সঠিক উত্তর: (ক)

১২৭.
‘মানুষের বোকামির সীমা নাই’ - কার কথা?
Ο ক) 
মিঠুর
Ο খ) 
আহাদ মুন্সির
Ο গ) 
বুধার
Ο ঘ) 
কুন্তির

  সঠিক উত্তর: (গ)

১২৮.
এই গায়েঁ কী হবে বলে কেউ ভাবে নি?
Ο ক) 
হানাদার ক্যাম্প
Ο খ) 
রাজাকার কমিটি
Ο গ) 
কলেরা
Ο ঘ) 
গণকবর

  সঠিক উত্তর: (ঘ)

১২৯.
রাত পোহালে দিনের আলো সুয্যি ডুবলে কী?
Ο ক) 
আঁধার
Ο খ) 
সমান
Ο গ) 
জোছনা
Ο ঘ) 
মুক্তিযুদ্ধ

  সঠিক উত্তর: (ক)

১৩০.
মিলিটারিদেরকে বুধা তার নাম কী বলে?
Ο ক) 
বুধা
Ο খ) 
বঙ্গবন্ধু
Ο গ) 
যুদ্ধ
Ο ঘ) 
কাকতাড়ুয়া

  সঠিক উত্তর: (ঘ)

১৩১.
তিনুর বয়স-
Ο ক) 
দেড় বছর
Ο খ) 
দুই বছর
Ο গ) 
আড়াই বছর
Ο ঘ) 
তিন বছর

  সঠিক উত্তর: (ক)

১৩২.
হাসান আজিজুল হকের উপন্যাস কোনটি?
Ο ক) 
দীপান্বিতা
Ο খ) 
আগুনপাখি
Ο গ) 
সংশপ্তক
Ο ঘ) 
কাশবনের কন্যা

  সঠিক উত্তর: (খ)

১৩৩.
একটি উপন্যাসের ক্ষেত্রে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ-
i. সুবিন্যস্ত কাহিনী
ii. জীবনদর্শনের স্পষ্টতা
iii. ঘটনার ঘাত-প্রতিঘাত ও সামঞ্জস্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৪.
‘হাঙর নদী গ্রেনড’ কোন শ্রেণির উপন্যাস?
Ο ক) 
কাব্যধর্মী
Ο খ) 
সামাজিক
Ο গ) 
ডিটেকটিভ
Ο ঘ) 
ঐতিহাসিক

  সঠিক উত্তর: (ঘ)

১৩৫.
আনোয়ার পাশার উপন্যাস কোনটি?
Ο ক) 
সংশপ্তক
Ο খ) 
নীড় সন্ধানী
Ο গ) 
ক্ষুধা ও আশা
Ο ঘ) 
জীবন পথের যাত্রী

  সঠিক উত্তর: (খ)

১৩৬.
কাকে দেখে কুন্তির চোখ ছলছল করত?
Ο ক) 
তার মাকে
Ο খ) 
গরিব বাবাকে
Ο গ) 
বুধাকে
Ο ঘ) 
নোলক বুয়াকে

  সঠিক উত্তর: (গ)

১৩৭.
কী নিয়ে বুধার কোনো ঝামেলা নেই?
Ο ক) 
আলো
Ο খ) 
পথ
Ο গ) 
ঘুম
Ο ঘ) 
রাত

  সঠিক উত্তর: (ঘ)

১৩৮.
‘আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে’। কেন ভুতের বাড়ি হবে?
i. গণহত্যার কারণে
ii. লোকজন পালিয়ে যাওয়ায়
iii. গ্রামটি জনশূন্য হওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
‘ওরা এ গাঁ চেনে না’- এই ওরা কারা?
Ο ক) 
রাজাকাররা
Ο খ) 
বিদেশিরা
Ο গ) 
পুলিশরা
Ο ঘ) 
মিলিটারিরা

  সঠিক উত্তর: (ঘ)

১৪০.
ঐতিহাসিক উপন্যাসের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে-
i. ঐতিহাসিক কাহিণী
ii. কল্পনার বিস্তার
iii. ইতিহাস সমর্থিত চরিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৪১.
চাচি এখন গাঁয়ে নেই, কারণ-
Ο ক) 
মিলিটারির ভয়ে
Ο খ) 
মুক্তিবাহিনীর ভয়ে
Ο গ) 
রাজাকারের ভয়ে
Ο ঘ) 
পুলিশের ভয়ে

  সঠিক উত্তর: (ক)

১৪২.
বুধা প্রথমে কার বাড়িতে আগুন দিয়েছিল?
Ο ক) 
রাজাকার কুদ্দুসের
Ο খ) 
বহিপীরের
Ο গ) 
শাহাবুদ্দিনের
Ο ঘ) 
আহাদ মুন্সির

  সঠিক উত্তর: (ঘ)

১৪৩.
শরীর মোচড়াতে মোচড়াতে কার চোখের মণি স্থির হয়ে যায়?
Ο ক) 
বুধার বাবার
Ο খ) 
বুধার মার
Ο গ) 
তালেবের
Ο ঘ) 
শিলুর

  সঠিক উত্তর: (ক)

১৪৪.
“আমি পালাব না, লড়াই করব” -উক্তিটি কার?
Ο ক) 
আলির
Ο খ) 
রানির
Ο গ) 
মিঠুর
Ο ঘ) 
বুধার

  সঠিক উত্তর: (ঘ)

১৪৫.
ভাল্লুকের জ্বর-
i. সারা বছর থাকে
ii. হয় না
iii. আসে আর যায়
নিচের কোটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪৬.
বুধা কী নিয়ে মিলিটারি ক্যাম্পে যায়?
Ο ক) 
আম
Ο খ) 
জামরুল
Ο গ) 
আতাফল
Ο ঘ) 
পেয়ারা

  সঠিক উত্তর: (ঘ)

১৪৭.
কে বুকের ভেতর ধরে রেখেছে মুক্তিযুদ্ধ?
Ο ক) 
কাকতাড়ুয়া
Ο খ) 
কুকুর
Ο গ) 
ঘাসফড়িং
Ο ঘ) 
বানর

  সঠিক উত্তর: (ক)

১৪৮.
চোখ লাল হলে বুধার ভেতরে কী জাগে?
Ο ক) 
কান্নার আবেগ
Ο খ) 
স্মৃতিকাতরতা
Ο গ) 
কিছু করার উচ্ছা
Ο ঘ) 
ঘৃণা

  সঠিক উত্তর: (গ)

১৪৯.
বুধা ভয় পায় না-
i. ভূতের
ii. পাকিস্তানি সেনাবাহিনীর
iii. জুজুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫০.
গ্রামীন পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
Ο ক) 
সংশপ্তক
Ο খ) 
প্রেম একটি লাল গোলাপ
Ο গ) 
লালসালু
Ο ঘ) 
রাঙা প্র্রভাত

  সঠিক উত্তর: (গ)

১৫১.
রাত পোহাবার আগে চলে যায়-
Ο ক) 
শিলু
Ο খ) 
বিনু
Ο গ) 
তিনু
Ο ঘ) 
তালেব

  সঠিক উত্তর: (খ)

১৫২.
উপন্যাস কোন যুগের সৃষ্টি?
Ο ক) 
মধ্যযুগের
Ο খ) 
প্রাচীন যুগের
Ο গ) 
আধুনিক যুগের
Ο ঘ) 
আদিম যুগের

  সঠিক উত্তর: (গ)

১৫৩.
নতুন কালের নারী ও পুরুষকে পাওয়া যায় কার উপন্যাসে?
Ο ক) 
রবীন্দ্রনাথ
Ο খ) 
বির্ভতিভূষণ
Ο গ) 
মানিক বন্দোপাধ্যায়
Ο ঘ) 
বঙ্কিমচন্দ্র

  সঠিক উত্তর: (ক)

১৫৪.
বুধার শরীর হলো-
i. অসুস্থ
ii. চর্বিভরা
iii. থলথলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৫.
‘রেকি’ অর্থ কী?
Ο ক) 
পর্যবেক্ষণ করা
Ο খ) 
বোমা মারা
Ο গ) 
ছবি আাঁকা
Ο ঘ) 
মানচিত্র আঁকা

  সঠিক উত্তর: (ক)

১৫৬.
“সেদিনের দৃশ্যটা ওর চোখের সামনে ফর্সা হয়ে যায়”- বাক্যটিতে কোন দৃশ্যের কথা বলা হয়েছে?
Ο ক) 
বাজারটা পোড়ার দৃশ্য
Ο খ) 
মিলিটারির জিপ থেকে নামার দৃশ্য
Ο গ) 
মিলিটারির গুলির দৃশ্য
Ο ঘ) 
ক্যাম্প উড়িয়ে দেওয়ার দৃশ্য

  সঠিক উত্তর: (ক)

১৫৭.
গামছায় পেঁচিয়ে মাইনটা কোমরের সাথে বেঁধে নিয়েছে কে?
Ο ক) 
আলী
Ο খ) 
মিঠু
Ο গ) 
ফজুমিয়া
Ο ঘ) 
বুধা

  সঠিক উত্তর: (ঘ)

১৫৮.
অস্থির মতি ও একটুতেই রেগে ওঠার অভ্যাস করে?
Ο ক) 
হাতেম আলির
Ο খ) 
হাশেম আলির
Ο গ) 
বহিপীরের
Ο ঘ) 
খোদেজার

  সঠিক উত্তর: (খ)

১৫৯.
গাঁয়ের অর্ধেক লোক কীভাবে উজাড় হয়েছে?
Ο ক) 
যক্ষ্মায়
Ο খ) 
কলেরায়
Ο গ) 
মুক্তিযুদ্ধের সময়
Ο ঘ) 
ভাষা আন্দোলনের সময়

  সঠিক উত্তর: (খ)

১৬০.
ফিকশনের উৎস হচ্ছে-
Ο ক) 
ঘর্ষণ
Ο খ) 
ঘটনা
Ο গ) 
গল্প
Ο ঘ) 
বিন্যাস

  সঠিক উত্তর: (ঘ)

১৬১.
মিলিটারিরা বাঙ্কার করল কেন?
Ο ক) 
মুক্তিযোদ্ধারা নদীপথে এসে আক্রমণ করতে পারে বলে
Ο খ) 
মুক্তিযোদ্ধাদের মারার সুবিধার জন্য
Ο গ) 
রোদ-বৃষ্টি থেকে রক্ষা পেতে
Ο ঘ) 
মাটির নিচ থেকে যুদ্ধ করা সুবিধাজনক বলে

  সঠিক উত্তর: (ক)

১৬২.
‘এই দিন যাপনে ওর কোন কষ্ট নেই’- কার দিন যাপনে কষ্ট নেই?
Ο ক) 
আলির
Ο খ) 
বুধার
Ο গ) 
মিঠুর
Ο ঘ) 
শিল্পী সাহাবুদ্দিনের

  সঠিক উত্তর: (খ)

১৬৩.
‘কাকতাড়ুয়া’ উপন্যাসে চিত্রিত আশ্চর্য বীর বুধার বৈশিষ্ট্য হলো-
i. শৌখিন কাকতাড়ুয়া
ii. রুখে দেওয়া বীর শত্রুর গতি
iii. বুকের ভেতর ধরে রেখেছে মুক্তিযুদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬৪.
শাহাবুদ্দিনের মতে গ্রামে কে একাই লড়াই করছে?
Ο ক) 
আলি
Ο খ) 
মিঠু
Ο গ) 
বুধা
Ο ঘ) 
আহাদ মুন্সি

  সঠিক উত্তর: (গ)

১৬৫.
বুধা কীভাবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনেছিলে?
Ο ক) 
টেলিভিশনে
Ο খ) 
টেলিগ্রাফে
Ο গ) 
টেলিফোনে
Ο ঘ) 
রেডিওতে

  সঠিক উত্তর: (ঘ)

১৬৬.
সেলিনা হোসেন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন?
Ο ক) 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
Ο খ) 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
Ο গ) 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
Ο ঘ) 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

  সঠিক উত্তর: (খ)

১৬৭.
বুধা চেয়াম্যানকে বলল-
i. দেশে শান্তি নাই
ii. আপনি বেয়াদব
iii. নতুন নাম রাখলে খুশি হই
নিচের কোটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৬৮.
উপন্যাসের আখ্যানভাগকে কীসে মূর্ত করে তোলে?
Ο ক) 
কাহিনী
Ο খ) 
ভাষা
Ο গ) 
চরিত্র
Ο ঘ) 
উপসংহার

  সঠিক উত্তর: (গ)

১৬৯.
কারা বুধাকে মাঠে কাকতাড়ুয়া বানিয়ে রাখে?
Ο ক) 
মিলিটারিরা
Ο খ) 
মুক্তিযোদ্ধারা
Ο গ) 
রাজাকাররা
Ο ঘ) 
গ্রামবাসীরা

  সঠিক উত্তর: (গ)

১৭০.
সেলিনা হোসেনের মোট উপন্যাসের সংখ্যা কত?
Ο ক) 
৬১টি
Ο খ) 
৫৮টি
Ο গ) 
২৪টি
Ο ঘ) 
৭৭টি

  সঠিক উত্তর: (খ)

১৭১.
মিলিটারির দু’ একজন কেমন ভাষায় কথা বলে?
Ο ক) 
বাংলা ভাষায়
Ο খ) 
হিন্দি ভাষায়
Ο গ) 
ইংরেজি ভাষায়
Ο ঘ) 
ভাঙা ভাঙা ভাষায়

  সঠিক উত্তর: (ঘ)

১৭২.
‘তুই তো এই গাঁয়ে একাই যুদ্ধ করছিস’-কে, কাকে একথা বলেছেন?
Ο ক) 
আহাদ মুন্সি, কুদ্দুসকে
Ο খ) 
শাহাবুদ্দিন, আলিকে
Ο গ) 
শাহাবুদ্দিন, বুধাকে
Ο ঘ) 
শাহাবুদ্দিন, মিঠুকে

  সঠিক উত্তর: (গ)

১৭৩.
ক্যাম্পের সামনে বুধা কাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে?
Ο ক) 
রাজাকার কুদ্দুসকে
Ο খ) 
একজন সৈনিককে
Ο গ) 
আহাদ মুন্সিকে
Ο ঘ) 
বহিপীরকে

  সঠিক উত্তর: (খ)

১৭৪.
বুধার সব বেলায় ভাত না থাকলেও যা আছে তা হলো-
i. সিদ্ধ চালের খিচুড়ি
ii. নদীর পানি
iii. নোলক বুয়ার মুড়ি ভাজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৭৫.
মধু কীভাবে মারা গেছে?
Ο ক) 
গুলি খেয়ে
Ο খ) 
আগুনে পড়ে
Ο গ) 
যুদ্ধে
Ο ঘ) 
কলেরায়

  সঠিক উত্তর: (খ)

১৭৬.
বুধার ভাই-বোন হলো-
i. শিলু, তালেব, মধু, তিনু
ii. তিনু, বিনু, শিলু, মিঠু
iii. শিলু, তালেব, বিনু, তিনু
নিচের কোটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
iii
Ο গ) 
ii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

১৭৭.
কে বেশি সওদা করতে পারলে আত্মহারা হয়ে যায়?
Ο ক) 
হরিকাকু
Ο খ) 
নোলক বুয়া
Ο গ) 
হাশেম মিয়া
Ο ঘ) 
মিঠু

  সঠিক উত্তর: (গ)

১৭৮.
কুদ্দুস বুধাকে মিঠু কোথায় জিজ্ঞেস করলে, বুধা বলেছিল-
i. নদীর তলে খুঁজে দেখ
ii. আমি জানি কিন্তু বলব না
iii. আমি কি ওদের গাজ্জিয়ান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৭৯.
বাজারের মানুষগুলোর মৃত্যু হয়েছিল-
i. আগুনে পুড়ে
ii. গুলিতে
iii. কলেরায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৮০.
‘তার জীবনটা তো আর স্বাভাবিক নিয়মে চলে না’- বাক্যটিতে কার জীবনের কথা বলা হয়েছে?
Ο ক) 
আলির
Ο খ) 
বুধার
Ο গ) 
কুদ্দুসের
Ο ঘ) 
আহাদ মুন্সির

  সঠিক উত্তর: (খ)

১৮১.
আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভুতের বাড়ি হবে। কেন ভূতের বাড়ি হবে?
i. গণত্যার কারণে
ii. লোকজন পালিয়ে যাওয়ার কারণে
iii. গ্রামটি জনশূন্য হওয়ার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮২.
‘হাঙর নদীর গ্রেনেড’ সেলিনা হোসেন রচিত কোন ধরনের উপন্যাস?
Ο ক) 
মুক্তিযুদ্ধ ভিত্তিক
Ο খ) 
আঞ্চলিক
Ο গ) 
নগর কেন্দ্রিক
Ο ঘ) 
গ্রামীণ

  সঠিক উত্তর: (ক)

১৮৩.
বুধার বুকের ভেতর ভীষণ কিছু গজিয়ে উঠলে কী করে?
Ο ক) 
মাঠে গিয়ে বসে থাকে
Ο খ) 
চাচির বাড়িতে যায়
Ο গ) 
কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে থাকে
Ο ঘ) 
নদীর ধারে গিয়ে দাঁড়ায়

  সঠিক উত্তর: (ঘ)

১৮৪.
নিজের বোঝা নিজে বইব। বুধার এ বক্তব্যে ফুটে উঠে -
Ο ক) 
সাহস
Ο খ) 
আত্মবিশ্বাস
Ο গ) 
স্বনির্ভরতা
Ο ঘ) 
দেশপ্রেম

  সঠিক উত্তর: (খ)

১৮৫.
পরিবারের সবার মৃত্যুর পর বুধা কোথায় আশ্রয় নিয়েছিল?
Ο ক) 
মামার বাড়িতে
Ο খ) 
শ্বশুর বাড়িতে
Ο গ) 
চাচির বাড়িতে
Ο ঘ) 
নিজ বাড়িতে

  সঠিক উত্তর: (গ)

১৮৬.
নোলক বুয়া অবাক বিষ্ময়ে যা বলে, তা হলো-
i. ওরা তো আবার আসবে
ii. যখন যাকে পাবে তাকে মারবে
iii. আমরা ছেড়ে দেব না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৮৭.
বুধার কান্না দেখে কে অবাক হয়?
Ο ক) 
ফুলকলি
Ο খ) 
চাচি
Ο গ) 
কুন্তি
Ο ঘ) 
নোলক বুয়া

  সঠিক উত্তর: (গ)

১৮৮.
মিলিটারি আক্রমণের দু মাস পর-
i. মানুষের দিন কঠিন হয়ে পড়ে
ii. কেউ কেউ গ্রামে ফিরে আসে
iii. অনেকে ইন্ডিয়া চলে যায়
নিচের কোটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৮৯.
আহাদ মুন্সি বুধাকে কী বলেছিল?
Ο ক) 
বেয়াদব
Ο খ) 
বুদ্ধিহীন
Ο গ) 
পাগল
Ο ঘ) 
মাতাল

  সঠিক উত্তর: (ক)

১৯০.
লড়াই না করলে গ্রাম কিসের বাড়ি হয়ে যাবে?
Ο ক) 
পরীর বাড়ি
Ο খ) 
রাজাকারের বাড়ি
Ο গ) 
জ্বীনের বাড়ি
Ο ঘ) 
ভূতের বাড়ি

  সঠিক উত্তর: (ঘ)

১৯১.
‘জননী’ উপন্যাসের লেখক কে?
Ο ক) 
আবুল ফজল
Ο খ) 
জহির রায়হান
Ο গ) 
শওকত ওসমান
Ο ঘ) 
ইমদাদুল হক

  সঠিক উত্তর: (গ)

১৯২.
হাশেম মিয়া বুধাকে কী নামে ডাকেন?
Ο ক) 
খোকন বাবু
Ο খ) 
সোনাবাবা
Ο গ) 
মানিকরতন
Ο ঘ) 
কাকতাড়ুয়া

  সঠিক উত্তর: (ক)

১৯৩.
গেরস্থের উঠানে কী আছে?
Ο ক) 
ঢেঁকিঘর
Ο খ) 
নৌকা
Ο গ) 
খড়ের গাদা
Ο ঘ) 
বারান্দা

  সঠিক উত্তর: (গ)

১৯৪.
দেশ স্বাধীনের পর শিল্পী শাহাবুদ্দিন বুধার ছবি আঁকবেন-
i. একটি
ii. দুটি
iii. অনেকগুলো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

১৯৫.
বুধাকে দেখে কে হাউমাউ করে কেঁদে ফেলে?
Ο ক) 
কাকিমা
Ο খ) 
চাচি
Ο গ) 
কুন্তি
Ο ঘ) 
আতাফুফু

  সঠিক উত্তর: (ক)

১৯৬.
“আসপেক্টস অব দ্য নভেল” গ্রন্থের লেখক কে?
Ο ক) 
টি. এস. এলিয়ট
Ο খ) 
শেকস্‌পিয়র
Ο গ) 
ক্রিস্টোফার মার্লো
Ο ঘ) 
ই. এম. ফস্টার

  সঠিক উত্তর: (ঘ)

১৯৭.
‘গায়ত্রী সন্ধ্যান’ উপন্যাসের রচয়িতা কে?
Ο ক) 
সেলিনা হোসেন
Ο খ) 
সুনীল গঙ্গোপাধ্যায়
Ο গ) 
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
Ο ঘ) 
মহাশ্বেতা দেবী

  সঠিক উত্তর: (ক)

১৯৮.
সেলিনা হোসেন-
i. ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন
ii. পিতা-মাতার চতুর্থ সন্তান
iii. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন
নিচের কোটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৯৯.
‘তোমার সঙ্গে আমি কেন যাব? গাঁয়ে থাকবে কে?’- উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
Ο ক) 
সংস্কৃতি প্রীতি
Ο খ) 
ভাষা প্রীতি
Ο গ) 
জন্মভূমি প্রীতি
Ο ঘ) 
প্রকৃতি প্রীতি

  সঠিক উত্তর: (গ)

২০০.
“এই শুয়োরের বাচ্চা, ওঠ।” কে বলে?
Ο ক) 
শাহাবুদ্দিন
Ο খ) 
আলি
Ο গ) 
আহাদ মুন্সি
Ο ঘ) 
মতিউর

  সঠিক উত্তর: (ঘ)

২০১.
সেলিনা হোসেনের বাড়ি কোথায়?
Ο ক) 
ঢাকায়
Ο খ) 
রাজশাহী
Ο গ) 
খুলনা
Ο ঘ) 
বগুড়া

  সঠিক উত্তর: (খ)

২০২.
উপন্যাসের বর্ণনাকে কী বলা হয়?
Ο ক) 
objective
Ο খ) 
Sabjective
Ο গ) 
Narrative
Ο ঘ) 
Story

  সঠিক উত্তর: (গ)

২০৩.
বুধার দু:সাহসী অভিযানগুলো হলো-
i. শান্তি কমিটির চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়া
ii. রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেওয়া
iii. ক্যাম্পের বাঙ্কারে মাইন পুঁতে রেখে আসা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০৪.
বুধার কানের পাশ দিয়ে উড়ে যায়-
Ο ক) 
বোলতা
Ο খ) 
হলুদ পাখি
Ο গ) 
মশা
Ο ঘ) 
কাকতাড়ুয়া

  সঠিক উত্তর: (ক)

২০৫.
কয়টি মশাল দিয়ে বুধা আহাদ মুন্সির বাড়িতে আগুন দিয়েছিল?
Ο ক) 
দুটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (গ)

২০৬.
বুধা নোলক বুয়ার ভাবনার মতো কেমন মানুষ হতে চায়?
Ο ক) 
সাহসী
Ο খ) 
পরোপকারী
Ο গ) 
হৃদয়বান
Ο ঘ) 
মুক্তিযোদ্ধা

  সঠিক উত্তর: (ক)

২০৭.
বুধার বাবা-মায়ের কবরগুলো সুন্দর দেখাচ্ছে, কারণ-
i. কবরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন
ii. কবরের ওপর শুকনো পাতা ও ঘাস সাফ করা
iii. কবরের মাথায় গাছ লাগানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০৮.
দ্বিতীয়বার এসে মিলিটারি গ্রামে কী বানায়?
Ο ক) 
ক্যাম্প
Ο খ) 
মসজিদ
Ο গ) 
শান্তি কমিটি
Ο ঘ) 
বাঙ্কার

  সঠিক উত্তর: (ক)

২০৯.
কার কবরের সামনে গিয়ে বুধা ডুকরে কেঁদে ওঠে?
Ο ক) 
মার
Ο খ) 
বাবার
Ο গ) 
ফুপুর
Ο ঘ) 
খালার

  সঠিক উত্তর: (খ)

২১০.
নোলক বুয়া বুধাকে ডাকে-
Ο ক) 
স্বাধীনতা
Ο খ) 
বঙ্গবন্ধু
Ο গ) 
কাকতাড়ুয়া
Ο ঘ) 
ছন্নছাড়া

  সঠিক উত্তর: (ঘ)

২১১.
কাদের বাড়িতে বসে বুধা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনেছিল ?
Ο ক) 
আহাদ মুন্সির
Ο খ) 
হরিকাকার
Ο গ) 
কানু দয়ালের
Ο ঘ) 
মধুদের

  সঠিক উত্তর: (গ)

২১২.
আজ বুধাকে একদম কীসের মতো লাগছে?
Ο ক) 
যোদ্ধার মতো
Ο খ) 
ভূতের মতো
Ο গ) 
পাগলের মতো
Ο ঘ) 
প্রেতের মতো

  সঠিক উত্তর: (খ)

২১৩.
কাদের চেহারা বুধার বুকের ভেতর গেঁথে আছে?
Ο ক) 
যারা কলেরায় মারা গেছে
Ο খ) 
যারা ইন্ডিয়া গেছে
Ο গ) 
যারা যুদ্ধে গেছে
Ο ঘ) 
যারা মিলিটারির গুলিতে মারা গেছে

  সঠিক উত্তর: (ঘ)

২১৪.
বুধার নিকট মৃত্যু মানে কী?
Ο ক) 
জমে শক্ত হয়ে যাওয়া
Ο খ) 
শরীর ঠান্ডা হয়ে যাওয়া
Ο গ) 
চোখের মণি স্থির হয়ে থাকা
Ο ঘ) 
বাড়ি স্তব্দ হয়ে থাকে

  সঠিক উত্তর: (ক)

২১৫.
মাটি কাটার দলে বুধাকে কে নিয়েছিল?
Ο ক) 
মতিউর
Ο খ) 
আহাদ মুন্সি
Ο গ) 
ফজুমিয়া
Ο ঘ) 
কুদ্দুস

  সঠিক উত্তর: (গ)

২১৬.
বুধাকে মাইনটি কে দিয়েছিল?
Ο ক) 
আলি
Ο খ) 
মিঠু
Ο গ) 
মধু
Ο ঘ) 
শাহাবুদ্দিন

  সঠিক উত্তর: (ঘ)

২১৭.
বুধার চাচা কাজ খুঁজতে কোথায় গিয়েছে?
Ο ক) 
শহরে
Ο খ) 
বিদেশে
Ο গ) 
গঞ্জে
Ο ঘ) 
নগরে

  সঠিক উত্তর: (ক)

২১৮.
‘পোকামাকড়ের ঘরবসতি’ কার রচিত উপন্যাস?
Ο ক) 
হায়াত মামুদ
Ο খ) 
শওকত ওসমান
Ο গ) 
মাহমুদুল হক
Ο ঘ) 
সেলিনা হোসেন

  সঠিক উত্তর: (ঘ)

২১৯.
আহাদ মুন্সির নতুন ঘর কীসের?
Ο ক) 
কাঠের
Ο খ) 
ইটের
Ο গ) 
মাটির
Ο ঘ) 
ছনের

  সঠিক উত্তর: (ঘ)

২২০.
“আমিও তোমার সঙ্গে যুদ্ধ করব”- উক্তিটি কার?
Ο ক) 
ফুলকলির
Ο খ) 
কুন্তির
Ο গ) 
তাহেরার
Ο ঘ) 
খোদেজার

  সঠিক উত্তর: (খ)

২২১.
উপন্যাসের কাহিনী ও চরিত্র লেখকের ভাবকল্পনার ফসল হলেও এতে প্রতিফলিত হয়-
i. সমাজের বাস্তবতা
ii. দেশ ও কালের বাস্তবতা
iii. সময়ের বাস্তবতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২২২.
মাঝে মাঝে কার কান্না ভেসে আসে?
Ο ক) 
কাকতাড়ুয়া
Ο খ) 
কুকুরের
Ο গ) 
শকুনের
Ο ঘ) 
বানরের

  সঠিক উত্তর: (খ)

২২৩.
কে বুধাকে কাকতাড়ুয়া সাজতে মানা করে?
Ο ক) 
কুন্তি
Ο খ) 
ফুলকলি
Ο গ) 
রানি
Ο ঘ) 
কুদ্দুস

  সঠিক উত্তর: (গ)

২২৪.
ফিকশনের উৎস কী?
Ο ক) 
নাটক
Ο খ) 
গল্প
Ο গ) 
নভেল
Ο ঘ) 
সাহিত্য

  সঠিক উত্তর: (খ)

২২৫.
উপন্যাস-
i. চোখে দেখা গল্প
ii. সৃষ্টিশীল রচনা
iii. মানুষের জীবন থেকে নেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২২৬.
মধ্যবিত্ত শ্রেণির আবির্ভাব ঘটে কোন শাসনের সূত্রপাত ঘটলে?
Ο ক) 
ইংরেজ
Ο খ) 
ব্রিটিশ
Ο গ) 
জমিদার
Ο ঘ) 
গণতান্ত্রিক

  সঠিক উত্তর: (খ)

২২৭.
‘যুদ্ধ করলে মরতে তো হবেই’ বুধার এ কথায় প্রকাশ পায় -
i. নির্ভিকতা
ii. মৃত্যু পাগল
iii. দৃঢ় প্রতিজ্ঞা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৮.
বুধার চাচি পান্তাভাত খেতে দিয়ে কী বলেছেন?
i. রোজ রোজ কেবল ভাত গেলা
ii. ঢ্যাঙা তো কম হোসনি
iii. কামাই করতে পারিস না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৯.
মাটি কাটার আবদার নিয়ে বুধা কার কাছে যায়?
Ο ক) 
আহাদ মুন্সির
Ο খ) 
মিলিটারির
Ο গ) 
ফজু চাচার
Ο ঘ) 
মতিউরের

  সঠিক উত্তর: (গ)

২৩০.
সেলিনা হোসেন কী নিয়ে কাজ করছেন?
Ο ক) 
মানবাধিকার
Ο খ) 
কৃষি উন্নয়ন
Ο গ) 
প্রবাসী উন্নয়ন
Ο ঘ) 
রাজনীতি

  সঠিক উত্তর: (ক)

২৩১.
বুধা ক্যাম্পে কী নিয়ে গিয়েছিল?
Ο ক) 
হাঁস-মুরগি
Ο খ) 
নারকেল
Ο গ) 
চিড়া-মুড়ি
Ο ঘ) 
পেয়ারা

  সঠিক উত্তর: (ঘ)

২৩২.
কার শরীর ঠান্ডা হয়ে আছে?
Ο ক) 
শিলুর
Ο খ) 
তালেবের
Ο গ) 
তিনুর
Ο ঘ) 
বিনুর

  সঠিক উত্তর: (গ)

২৩৩.
বুধার নিকট ভীষণ আনন্দের বিষয় কোনটি?
Ο ক) 
দোকানের কাজ করা
Ο খ) 
পরাধীন থাকা
Ο গ) 
কাকতাড়ুয়া হওয়া
Ο ঘ) 
স্বাধীনতা

  সঠিক উত্তর: (ঘ)

২৩৪.
নোলক বুয়ার পালানোর কারণ হলো-
i. ভয়
ii. দু:খ
iii. আতঙ্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২৩৫.
বুধা কাকে সাথে নিয়ে বাবা-মায়ের কবর দেখতে যায়?
Ο ক) 
ফুলকলিকে
Ο খ) 
নোলক বুয়াকে
Ο গ) 
কুন্তিকে
Ο ঘ) 
চাচিকে

  সঠিক উত্তর: (গ)

২৩৬.
বুধা দু:খকে ভাবে -
Ο ক) 
বাঘ
Ο খ) 
ভালুক
Ο গ) 
হিংস্র শকুন
Ο ঘ) 
হিংস্র কুকুর

  সঠিক উত্তর: (গ)

২৩৭.
কে বুধাকে রোজ এসে ভাত খেয়ে যেতে বলে?
Ο ক) 
চাচি
Ο খ) 
নোলক বুয়া
Ο গ) 
মিঠুর মা
Ο ঘ) 
আতাফুপু

  সঠিক উত্তর: (গ)

২৩৮.
বুধার হাসির শব্দে কে ভয় পায়?
Ο ক) 
শাহাবুদ্দিন
Ο খ) 
মতিউর
Ο গ) 
কুদ্দুস
Ο ঘ) 
আলি

  সঠিক উত্তর: (ক)

২৩৯.
‘দিন দিন তাদের দাপট বাড়ছে’- কাদের দাপটের কথা বলা হয়েছে?
Ο ক) 
রাজাকারদের
Ο খ) 
মুক্তিবাহিনীর
Ο গ) 
সেনাবাহিনীর
Ο ঘ) 
শান্তিবাহিনীর

  সঠিক উত্তর: (খ)

২৪০.
কার কোনো খবর নেই?
Ο ক) 
চাচির
Ο খ) 
কুন্তির
Ο গ) 
হরিকাকার
Ο ঘ) 
তাহেরার

  সঠিক উত্তর: (গ)

২৪১.
বুধার কল্পনায় ভেসে ওঠে-
i. তেপান্তরের মাঠ
ii.পঙ্খিরাজ ঘোড়া
iii.সাত সমুদ্র তেরো নদী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪২.
বুধা বাঙ্কারে কী রেখেছিল?
Ο ক) 
বোমা
Ο খ) 
মাইন
Ο গ) 
বন্দুক
Ο ঘ) 
কামান

  সঠিক উত্তর: (খ)

২৪৩.
‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের রচয়িতা কে?
Ο ক) 
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
Ο খ) 
মানিক বন্দ্যোপাধ্যায়
Ο গ) 
জগদীশ গুপ্ত
Ο ঘ) 
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

  সঠিক উত্তর: (খ)

২৪৪.
বুধা রাতে ঘুমায়-
i. দরজাবিহীন ঢেঁকিঘরে
ii. খড়ের গদায়
iii. ঘাটে বাঁধা নৌকায়
নিচের কোটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৫.
মধুর মায়ের কান্না দেখে-
i. কাকতাড়ুয়া স্তব্ধ হয়ে যায়
ii. স্তব্ধ হয়ে থাকে ঘাসফড়িং
iii. নিভে যায় জোছনার আলো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২৪৬.
বুধা চলে গেলে কার খুব খারাপ লাগবে?
Ο ক) 
কুন্তির
Ο খ) 
ফুলকলি
Ο গ) 
আতাফুপুর
Ο ঘ) 
মিঠুর

  সঠিক উত্তর: (ক)

২৪৭.
কে বুধার কাছে মুক্তি চায়?
Ο ক) 
কুন্তি
Ο খ) 
ফুলকলি
Ο গ) 
মিঠু
Ο ঘ) 
বুধার চাচি

  সঠিক উত্তর: (ঘ)

২৪৮.
কারা ভাত খেলে শহিদের মায়েদের বুক জুড়ায়?
Ο ক) 
কুকুরেরা
Ο খ) 
কাকেরা
Ο গ) 
শকুনেরা
Ο ঘ) 
বানরেরা

  সঠিক উত্তর: (খ)

২৪৯.
হরিকাকুর সঙ্গে বুধা’র কোথায় দেখা হয়েছিল?
Ο ক) 
জামতলায়
Ο খ) 
ফসলের মাঠে
Ο গ) 
বাজারে
Ο ঘ) 
রাস্তায়

  সঠিক উত্তর: (ক)

২৫০.
মিলিটারি আসার পরদিন গাঁয়ের মানুষ কী করে?
Ο ক) 
পালাতে থাকে
Ο খ) 
মিছিল করে
Ο গ) 
মুক্তিবাহিনী গঠন করে
Ο ঘ) 
রাজাকার হয়ে যায়

  সঠিক উত্তর: (ক)

১০টি মন্তব্য:

  1. অসাধারণ উদ্যোগ। উপকৃত হলাম ।

    উত্তরমুছুন
  2. বুধাকে কে কাকতাড়ুয়া বলেছিল

    উত্তরমুছুন
  3. মেঘনা নদীর দক্ষ মাঝি নাম কি?

    উত্তরমুছুন
  4. Tmr nanire hedi...tmr aita deikha amder class er miss sob lekhte dise...ami rat 3 porjonto lekhsi...ai tore atogula ke lekhte koise??🤬🤬

    উত্তরমুছুন
  5. ভাইয়া এই ফাইলটা কি পিডিএফ করে দেওয়া যেতো না...ফাইল টা ডাউনলোড করতে পারতেছি না

    উত্তরমুছুন
  6. বুধাকে কে কাকতাড়ুয়া বলেছিল

    উত্তর

    উত্তরমুছুন

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের বিজ্ঞপ্তি ও আবেদন লিংক

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের বিজ্ঞপ্তি শিক্ষার্থীদের আর্থিক অনুদান বেসরকারি শিক...