NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ২য়পত্র ৩য় অধ্যায় - ৪র্থ পরিচ্ছেদ: বচন


এস.এস.সি    ||    বাংলা ২য়পত্র
৩য় অধ্যায় - ৪র্থ পরিচ্ছেদ: বচন


১.
অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
Ο ক) 
দাম, নিকর, রাশি
Ο খ) 
কুল, সকল, সব
Ο গ) 
গণ, বৃন্দ, বর্গ
Ο ঘ) 
গুলি, গুলা, গুলো

  সঠিক উত্তর: (ক)

২.
‘রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না’ - এটি কোন নিয়মে বহুবচন হয়েছে?
Ο ক) 
বিভক্তিযোগে
Ο খ) 
বিশেষ নিয়মে
Ο গ) 
দ্বিত্ব প্রয়োগে
Ο ঘ) 
প্রত্যয়যোগে

  সঠিক উত্তর: (ঘ)

৩.
কেবল জন্তুর বহুবচনে কোন শব্দটি বসে?
Ο ক) 
বর্গ
Ο খ) 
দাম
Ο গ) 
পুঞ্জ
Ο ঘ) 
যূথ

  সঠিক উত্তর: (ঘ)

৪.
যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়তাকে --- বলে।
Ο ক) 
একবচন
Ο খ) 
বহুবচন
Ο গ) 
প্রাণিবাচক বহুবচন
Ο ঘ) 
বাংলায় বহুবচন

  সঠিক উত্তর: (খ)

৫.
কোনটি একবচনের উদাহরণ?
Ο ক) 
মানুষ মরণশীল
Ο খ) 
শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
Ο গ) 
লোকে বলে
Ο ঘ) 
বনে বাঘ থাকে

  সঠিক উত্তর: (খ)

৬.
‘কমল’ শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
Ο ক) 
নিচয়
Ο খ) 
আবলি
Ο গ) 
নিকর
Ο ঘ) 
রাজি

  সঠিক উত্তর: (গ)

৭.
কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি?
Ο ক) 
কুল
Ο খ) 
মালা
Ο গ) 
সমাজ
Ο ঘ) 
মন্ডলী

  সঠিক উত্তর: (খ)

৮.
সমষ্টিবোধক শব্দগুলোর বেশির ভাগই কোন ভাষা থেকে এসেছে?
Ο ক) 
হিন্দি
Ο খ) 
প্রাকৃত
Ο গ) 
সংস্কৃত
Ο ঘ) 
খাঁটি বাংলা

  সঠিক উত্তর: (গ)

৯.
‘রচনা’ শব্দটির বহুবচন কোনটি?
Ο ক) 
রচনাবৃন্দ
Ο খ) 
রচনারাজি
Ο গ) 
রচনাবলি
Ο ঘ) 
রচনাসকল

  সঠিক উত্তর: (গ)

১০.
অপ্রাণিবাচক বিশেষ্যে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
Ο ক) 
পাল, যূথ
Ο খ) 
সকল, সমূহ
Ο গ) 
গন, বৃন্দ
Ο ঘ) 
রাশি, রাজি

  সঠিক উত্তর: (ঘ)

১১.
ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কোন শব্দ যুক্ত হয়?
Ο ক) 
রাশি
Ο খ) 
বর্গ
Ο গ) 
গুচ্ছ
Ο ঘ) 
গুলো

  সঠিক উত্তর: (ঘ)

১২.
‘হস্তি’ - এর সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে?
Ο ক) 
নিকর
Ο খ) 
আবলি
Ο গ) 
রা
Ο ঘ) 
যূথ

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
বিশেষ নিয়মে সাধিত ‘বহুবচন’ নিচের কোন বাক্যটিকে নির্দেশ করে?
Ο ক) 
পোকার আক্রমণে ফসল নষ্ট হয়
Ο খ) 
ঘরে বহু মেহমান এসেছে
Ο গ) 
সকলে সব জানে না
Ο ঘ) 
মানুষেরা মরণশীল

  সঠিক উত্তর: (ক)

১৪.
বচন অর্থ কী?
Ο ক) 
সংখ্যার ধারণা
Ο খ) 
গণনার ধারণা
Ο গ) 
ক্রমের ধারণা
Ο ঘ) 
পরিমাণের ধারণা

  সঠিক উত্তর: (ক)

১৫.
কোনটি একবচন বুঝায়?
Ο ক) 
লোকে বলে
Ο খ) 
মাঠে মাঠে ধান
Ο গ) 
শুনবে যদি গল্পটি
Ο ঘ) 
বনে বাঘ আছে

  সঠিক উত্তর: (গ)

১৬.
প্রাণিবাচক বহুবচন কোনটি?
Ο ক) 
মেঘমালা
Ο খ) 
গল্পগুচ্ছ
Ο গ) 
রচনাবলী
Ο ঘ) 
শিক্ষকবৃন্দ

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?
Ο ক) 
সাহেবা
Ο খ) 
সাহেবকুল
Ο গ) 
সাহেবগণ
Ο ঘ) 
সাহেবান

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
বিশেষ নিয়মে বহুবচন সাধিত হয়েছে কোনটিতে?
Ο ক) 
রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না
Ο খ) 
লাল লাল ফুল
Ο গ) 
বড় বড় মাঠ
Ο ঘ) 
অজস্র লোক

  সঠিক উত্তর: (ক)

১৯.
নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?
Ο ক) 
এটাই করিমদের বাড়ি
Ο খ) 
সিংহ বনে থাকে
Ο গ) 
বড় বড় মাঠ
Ο ঘ) 
পাখি সব করে রব

  সঠিক উত্তর: (ক)

২০.
অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয়?
Ο ক) 
বহুবচন
Ο খ) 
একবচন
Ο গ) 
সন্ধি
Ο ঘ) 
লিঙ্গ

  সঠিক উত্তর: (খ)

২১.
‘পর্বত’ শব্দের বহুবচন -
Ο ক) 
পর্বতগুচ্ছ
Ο খ) 
পর্বতমালা
Ο গ) 
পর্বতপুঞ্জ
Ο ঘ) 
পর্বতসমূহ

  সঠিক উত্তর: (খ)

২২.
নিচের কোনটি বিদেশি মূল ভাষার অনুসরণে বহুবচন করা হয়েছে?
Ο ক) 
আলেমদল
Ο খ) 
শিক্ষকবৃন্দ
Ο গ) 
কুসুমনিচয়
Ο ঘ) 
সাহেবান

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
কোন বাক্যে বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন হয়েছে?
Ο ক) 
অজস্র লোক
Ο খ) 
লাল লাল ফুল
Ο গ) 
দেখে দেখে যেও
Ο ঘ) 
বাগানে ফুল ফুটেছে

  সঠিক উত্তর: (খ)

২৪.
‘ঊর্মি’ শব্দের সঙ্গে কোনটি যুক্ত করলে এর বহুবচন সাধিত হয়?
Ο ক) 
গুলো
Ο খ) 
রাজি
Ο গ) 
মালা
Ο ঘ) 
রাশি

  সঠিক উত্তর: (গ)

২৫.
কোনটি সঠিক বহুবচনবোধক শব্দের উদাহরণ?
Ο ক) 
মনুষ্যযূথ
Ο খ) 
পক্ষীবৃন্দ
Ο গ) 
জলরাজি
Ο ঘ) 
মাতৃকুল

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় -�
Ο ক) 
সকল
Ο খ) 
আবলি
Ο গ) 
গুচ্ছ
Ο ঘ) 
বৃন্দ

  সঠিক উত্তর: (ক)

২৭.
কোন বহুবচনবোধক শব্দগুলি প্রাণী বা অপ্রাণিবাচকের বেলায় ব্যবহৃত হয়?
Ο ক) 
মন্ডলী, বর্গ
Ο খ) 
গণ, বৃন্দ
Ο গ) 
নিচয়, মালা
Ο ঘ) 
কুল, সব

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
কোনটি ভুল বাক্য?
Ο ক) 
সব মানুষই মরণশীল
Ο খ) 
মানুষ মরণশীল
Ο গ) 
মানুষেরা মরণশীল
Ο ঘ) 
সকল মানুষেরাই মরণশীল

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
কোনটি বিশেষ্য পদের একবচনরূপে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
বাগানে ফুল ফুটেছে
Ο খ) 
মানুষ মরণশীল
Ο গ) 
আকাশে চাঁদ উঠেছে
Ο ঘ) 
বনে বাঘ আছে

  সঠিক উত্তর: (গ)

৩০.
অ-প্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচন বাচক শব্দ কোনগুলো?
Ο ক) 
মালা, রাজি, রাশি
Ο খ) 
গণ, বৃন্দ, বর্গ
Ο গ) 
কূল, সকল, সব
Ο ঘ) 
গুলি, গুলা, গুলো

  সঠিক উত্তর: (ক)

৩১.
কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়?
Ο ক) 
কুল, সমূহ, বৃন্দ
Ο খ) 
আবলি, পুঞ্জ, রাশি
Ο গ) 
বর্গ, বৃন্দ, মালা
Ο ঘ) 
রাজি, নিচয়, কুল

  সঠিক উত্তর: (খ)

৩২.
প্রাণী ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কোনটি বসবে?
Ο ক) 
বর্গ
Ο খ) 
কুল
Ο গ) 
পাল
Ο ঘ) 
মালা

  সঠিক উত্তর: (খ)

৩৩.
নিচের কোন শব্দে বহুবচনের ঠিক প্রয়োগ হয় নি?
Ο ক) 
তারকারাশি
Ο খ) 
মেঘপুঞ্জ
Ο গ) 
কমলনিকর
Ο ঘ) 
কুসুমদাম

  সঠিক উত্তর: (ক)

৩৪.
উন্নত প্রাণিবাচক ‘মনুষ্য’ শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো?
Ο ক) 
বৃন্দ, মন্ডলী
Ο খ) 
কুল, সকল
Ο গ) 
মালা, রাজি
Ο ঘ) 
গুলা, রা

  সঠিক উত্তর: (ক)

৩৫.
নিম্নের কোনটি বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয়েছে?
Ο ক) 
হাঁড়ি হাঁড়ি সন্দেশ
Ο খ) 
বাগানে ফুল ফুটেছে
Ο গ) 
অঢেল টাকা পয়সা
Ο ঘ) 
অজস্র লোক

  সঠিক উত্তর: (ক)

৩৬.
কেবল বিশেষ অর্থ প্রকাশে কোন বিশেষ্যের বহুবচন হয়?
Ο ক) 
গুণবাচক
Ο খ) 
ভাববাচক
Ο গ) 
সমষ্টিবাচক
Ο ঘ) 
সংজ্ঞাবাচক

  সঠিক উত্তর: (খ)

৩৭.
কোন বহুবচনগুলো সঠিক?
Ο ক) 
তরুরাজি, পুষ্পদাম
Ο খ) 
মানুষগণ, মানুষবৃন্দ
Ο গ) 
সভ্যসকল, সভ্যসমূহ
Ο ঘ) 
ছাত্রীনিচয়, শিক্ষকবৃন্দৃ

  সঠিক উত্তর: (ক)

৩৮.
কেবল জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
Ο ক) 
পাল ও পুঞ্জ
Ο খ) 
যূথ ও মালা
Ο গ) 
পাল ও যূথ
Ο ঘ) 
নিকর ও রাজি

  সঠিক উত্তর: (গ)

৩৯.
‘বৃন্দ’ - এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে?
Ο ক) 
পক্ষী
Ο খ) 
টাকা
Ο গ) 
ছাত্র
Ο ঘ) 
পর্বত

  সঠিক উত্তর: (গ)

৪০.
‘শৈবাল’ শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই?
Ο ক) 
নিকর
Ο খ) 
মালা
Ο গ) 
দাম
Ο ঘ) 
রাজি

  সঠিক উত্তর: (গ)

৪১.
কী ভেদে বাংলায় ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না?
Ο ক) 
বচনভেদে
Ο খ) 
পুরুষভেদে
Ο গ) 
বচন ও পুরুষভেদে
Ο ঘ) 
কালভেদে

  সঠিক উত্তর: (ক)

৪২.
কোন বাক্যটির ব্যবহার সঠিক?
Ο ক) 
সকল মানুষেরা মরণশীল
Ο খ) 
জগতের সমস্ত শিশুরা নিষ্পাপ
Ο গ) 
আজকাল অনেক গরুরপালগুলো মাঠে দেখা যায় না
Ο ঘ) 
সকল মানুষ মরণশীল

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
বচনবাচক শব্দের আগে কী বসে?
Ο ক) 
গোটা
Ο খ) 
খানা
Ο গ) 
টুকু
Ο ঘ) 
পাটি

  সঠিক উত্তর: (ক)

৪৪.
কোনটি শুদ্ধ বচনবোধক শব্দ?
Ο ক) 
জনগণ
Ο খ) 
হস্তিদাম
Ο গ) 
ডাকাতবৃন্দ
Ο ঘ) 
কুসুমাবলি

  সঠিক উত্তর: (ক)

৪৫.
ব্যাকরণের কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে?
Ο ক) 
বিশেষ্য ও সর্বনাম পদ
Ο খ) 
বিশেষ্য ও বিশেষণ পদ
Ο গ) 
সর্বনাম ও ক্রিয়াপদ
Ο ঘ) 
সর্বনাম ও বিশেষণ পদ

  সঠিক উত্তর: (ক)

৪৬.
কোন বহুবচনবাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
Ο ক) 
ফুল
Ο খ) 
দাম
Ο গ) 
গুচ্ছ
Ο ঘ) 
বৃন্দ

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
কোনটি একবচন বোঝায়?
Ο ক) 
লোকে বলে
Ο খ) 
মাঠে মাঠে ধান
Ο গ) 
শুনবে যদি গল্পটি
Ο ঘ) 
পাখি সব করে রব

  সঠিক উত্তর: (গ)

৪৮.
কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
Ο ক) 
বৃন্দ
Ο খ) 
কুল
Ο গ) 
বর্গ
Ο ঘ) 
দাম

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
‘হস্তী’ এর বহুবচন কী?
Ο ক) 
হস্তিরা
Ο খ) 
হস্তির পাল
Ο গ) 
হস্তির দল
Ο ঘ) 
হস্তিযূথ

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
‘কুল’ কোন শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
Ο ক) 
প্রাণিবাচক
Ο খ) 
সমষ্টিবাচক
Ο গ) 
ইতর প্রাণিবাচক
Ο ঘ) 
প্রাণী ও অপ্রাণিবাচক

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
কোনটি সঠিক বহুবচন?
Ο ক) 
হস্তিযূথ
Ο খ) 
মন্ত্রিসকল
Ο গ) 
তারকাবৃন্দ
Ο ঘ) 
কবিতারাজি

  সঠিক উত্তর: (ক)

৫২.
নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহু বচন?
Ο ক) 
লাল লাল ফুল
Ο খ) 
বাজারে লোক জমেছে
Ο গ) 
এটাই করিমদের বাড়ি
Ο ঘ) 
পোকার আক্রমণে ফসল নষ্ট হয়

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ?
Ο ক) 
তৎসম
Ο খ) 
পারিভাষিক
Ο গ) 
অর্ধ-তৎসম
Ο ঘ) 
বিদেশি

  সঠিক উত্তর: (খ)

৫৪.
কোনটি কেবল অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
Ο ক) 
রা
Ο খ) 
বর্গ
Ο গ) 
কূল
Ο ঘ) 
মালা

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
‘খানা’ বচনবাচক প্রত্যয় শব্দের কোথায় বসে?
Ο ক) 
আগে
Ο খ) 
পরে
Ο গ) 
মাঝে
Ο ঘ) 
আগে ও মাঝে

  সঠিক উত্তর: (খ)

৫৬.
‘পাল’ ও ‘যূথ’ শব্দ দুটি কোথায় ব্যবহৃত হয়?
Ο ক) 
উন্নত প্রাণীর বহুবচনে
Ο খ) 
জন্তুদের একবচনে
Ο গ) 
অপ্রাণিবাচক শব্দের বহুবচনে
Ο ঘ) 
জন্তুর বহুবচনে

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
কোনটি ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না?
Ο ক) 
কালভেদে
Ο খ) 
পুরুষভেদে
Ο গ) 
বচনভেদে
Ο ঘ) 
বাচ্যভেদে

  সঠিক উত্তর: (গ)

৫৮.
সর্বনামের বহুল বহুবচন কোনটি?
Ο ক) 
তোমরা
Ο খ) 
ফুলদল
Ο গ) 
মেঘমালা
Ο ঘ) 
দ্বীপপুঞ্জ

  সঠিক উত্তর: (ক)

৫৯.
কোনটি বিশেষ্য পদের একবচন রূপে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
বাগানে ফুল ফুটেছে
Ο খ) 
মানুষ মরণশীল
Ο গ) 
আকাশে চাঁদ উঠেছে
Ο ঘ) 
বনে বাঘ আছে

  সঠিক উত্তর: (গ)

৬০.
কেবল ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচনবোধক শব্দ কোনগুলো?
Ο ক) 
রাজি, রাশি
Ο খ) 
কূল, বৃন্দ
Ο গ) 
সব, সমূহ
Ο ঘ) 
পাল, যূথ

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
কোন বাক্যটি শুদ্ধ?
Ο ক) 
একদিন বাংলার সকল ঘরে ঘরে সুখ ছিল
Ο খ) 
হেথা গাঁয়ে আমাদের মায়েদের হাট
Ο গ) 
সকল ছাত্র-ছাত্রীগণ আজ সভায় উপস্থিত
Ο ঘ) 
মেঘনিচয় আকাশে ভেসে বেড়াচ্ছে

  সঠিক উত্তর: (ঘ)

৬২.
নিচের কোন শব্দটির সাথে ‘মন্ডলী’ ব্যবহৃত হয়?
Ο ক) 
পাখি
Ο খ) 
বৃক্ষ
Ο গ) 
শিক্ষক
Ο ঘ) 
পর্বত

  সঠিক উত্তর: (গ)

৬৩.
কোন বহুবচনবোধক শব্দটি শুধু বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়?
Ο ক) 
নিকর
Ο খ) 
দাম
Ο গ) 
পাল
Ο ঘ) 
পালা

  সঠিক উত্তর: (খ)

৬৪.
সমষ্টিবোধক শব্গুলোর বেশির ভাগই কোন ভাষা থেকে এসেছে?
Ο ক) 
হিন্দি
Ο খ) 
প্রাকৃত
Ο গ) 
সংস্কৃত
Ο ঘ) 
খাঁটি বাংলা

  সঠিক উত্তর: (গ)

৬৫.
কোন দুটি পদের বচনভেদ হয়?
Ο ক) 
বিশেষ্য ও সর্বনাম
Ο খ) 
বিশেষ্য ও বিশেষণ
Ο গ) 
সর্বনাম ও ক্রিয়া
Ο ঘ) 
ক্রিয়া ও অব্যয়

  সঠিক উত্তর: (ক)

৬৬.
‘কুসুম’ - শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
Ο ক) 
নিচয়
Ο খ) 
নিকর
Ο গ) 
মালা
Ο ঘ) 
রাজি

  সঠিক উত্তর: (ক)

৬৭.
একবচন ও বহুবচন ভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়?
Ο ক) 
উচ্চারণগত
Ο খ) 
অর্থগত
Ο গ) 
অবস্থানগত
Ο ঘ) 
আকৃতিগত

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
কেবল অপ্রানিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনটি?
Ο ক) 
কুল
Ο খ) 
বর্গ
Ο গ) 
রাজি
Ο ঘ) 
সব

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...