NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ২য়পত্র ৪র্থ অধ্যায় - ৪র্থ পরিচ্ছেদ: সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ


এস.এস.সি    ||    বাংলা ২য়পত্র
৪র্থ অধ্যায় - ৪র্থ পরিচ্ছেদ: সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ


১.
‘বৃষ্টি থেমে গেল’ - যৌগিক ক্রিয়ার কোন অর্থ প্রকাশ করে?
Ο ক) 
অবিরাম অর্থ
Ο খ) 
ক্রমশ অর্থ
Ο গ) 
সমাপ্তি অর্থ
Ο ঘ) 
সম্ভাবনা অর্থ

  সঠিক উত্তর: (গ)

২.
যৌগিক ক্রিয়ার সম্ভাবনা অর্থে ‘আস’ ধাতুর ব্যবহার কোনটি?
Ο ক) 
আজ বিকেলে বাবা আসতে পারেন
Ο খ) 
দীর্ঘদিন একথাই বলে আসছি
Ο গ) 
বেলা ফুরিয়ে আসছে
Ο ঘ) 
ভেতরে আসতেপার

  সঠিক উত্তর: (ক)

৩.
লবণটা চেখে দেখ - ‘দেখ’ ধাতুর কী অর্থ প্রকাশ পাচ্ছে?
Ο ক) 
মনোযোগ আকর্ষণ
Ο খ) 
যাচাই
Ο গ) 
পরীক্ষা
Ο ঘ) 
পর্যবেক্ষণ

  সঠিক উত্তর: (গ)

৪.
কোন বাক্যে অসমাপিকা ক্রিয়াটি অনুসর্গরূপে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
জন্মভূমি স্বর্গের চাইতে শ্রেষ্ঠ
Ο খ) 
এমন চাওয়া চাইতে নেই
Ο গ) 
সে আমার দিকে চাইতে থাকে
Ο ঘ) 
তোমার কী চাইতে ইচ্ছে করে

  সঠিক উত্তর: (ক)

৫.
‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?’ এই বাক্যে কোন অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহার হয়েছে?
Ο ক) 
বিধি নির্দেশে
Ο খ) 
সম্ভাব্যতা অর্থে
Ο গ) 
পরিণতি বুঝাতে
Ο ঘ) 
দার্শনিক সত্য প্রকাশে

  সঠিক উত্তর: (ঘ)

৬.
কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নিমিত্ত অর্থ প্রকাশ করছে?
Ο ক) 
মেয়েটি গাইতে জানে
Ο খ) 
সে খেতে ভালবাসে
Ο গ) 
মেলা দেখতে ঢাকা যাবো
Ο ঘ) 
দেখতে দেখতে সে এসে গেল

  সঠিক উত্তর: (গ)

৭.
“সাইরেন বেজে উঠল” - এখানে কী বোঝাতে যৌগিক ক্রিয়াটির ব্যবহার হয়েছে?
Ο ক) 
আকস্মিকতা
Ο খ) 
ব্যাপ্তি
Ο গ) 
সমাপ্তি
Ο ঘ) 
ক্রমশ

  সঠিক উত্তর: (ক)

৮.
অনুসর্গরূপে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে কোন বাক্যে?
Ο ক) 
কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল
Ο খ) 
বাল্যকালে বিদ্যাভ্যাস করতে হয়
Ο গ) 
কাটিতে কাটিতে ধান এল বরষা
Ο ঘ) 
এখনই ট্রেন ধরতে হবে

  সঠিক উত্তর: (ক)

৯.
কোন বাক্যের কর্তা নিরপেক্ষ?
Ο ক) 
তোমরা বাড়ি এলে আমি রওয়ানা হব
Ο খ) 
তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে
Ο গ) 
সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথচলা শুরু করল
Ο ঘ) 
যত্ন করলে রত্ন মেলে

  সঠিক উত্তর: (গ)

১০.
‘খোকা এখন হাঁটতে পারে’ - বাক্যে ‘তে’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
জানা
Ο খ) 
সামর্থ্য
Ο গ) 
সূচনা
Ο ঘ) 
ইচ্ছা

  সঠিক উত্তর: (খ)

১১.
কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয়?
Ο ক) 
ইয়া > এ
Ο খ) 
ইলে > লে
Ο গ) 
ইতে > তে
Ο ঘ) 
ইনে > নে

  সঠিক উত্তর: (ঘ)

১২.
“এখন শুয়ে পড়।” - এখানে ‘পড়্’ ধাতু কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
ক্রমশ অর্থে
Ο খ) 
ব্যাপ্তি অর্থে
Ο গ) 
আকস্মিক অর্থে
Ο ঘ) 
সমাপ্তি অর্থে

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
কোন বাক্যে ‘সামর্থ্য’ বোঝাতে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
খোকা এখন হাঁটতে পারে
Ο খ) 
মেলা দেখতে ঢাকা যাবো
Ο গ) 
পদ্মফুল দেখতে সুন্দর
Ο ঘ) 
এখন ট্রেন ধরতে হবে

  সঠিক উত্তর: (ক)

১৪.
“যত্ন করলে রত্ম মিলে” - এখানে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ?
Ο ক) 
অনুক্ত
Ο খ) 
দ্বিকর্মক
Ο গ) 
সমাপিকা
Ο ঘ) 
অসমাপিকা

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
‘কঞ্চিটি বাঁকিয়ে ধর।’ এটি কোন ক্রিয়ার উদাহরণ?
Ο ক) 
প্রযোজক ক্রিয়া
Ο খ) 
যৌগিক ক্রিয়া
Ο গ) 
নামধাতুর ক্রিয়া
Ο ঘ) 
মিশ্র ক্রিয়া

  সঠিক উত্তর: (গ)

১৬.
অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কয় প্রকার কর্তার দেখা যায়?
Ο ক) 
৪ প্রকার
Ο খ) 
৩ প্রকার
Ο গ) 
২ প্রকার
Ο ঘ) 
৫ প্রকার

  সঠিক উত্তর: (খ)

১৭.
‘কষ্টি পাথরে সোনাটা কষে নাও’ - বাক্যটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
পূর্ণতা
Ο খ) 
সামর্থ্য
Ο গ) 
পরীক্ষা
Ο ঘ) 
নির্দেশ

  সঠিক উত্তর: (গ)

১৮.
কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
কষ্টিপাথরে সোনাটা কষে নাও
Ο খ) 
আমাকে করতে দাও
Ο গ) 
এখন ভাবতে থাক
Ο ঘ) 
আমরা পরীক্ষা দিয়ে আসছি

  সঠিক উত্তর: (ক)

১৯.
ক্রিয়ার অবিচ্ছিন্নতা বুঝাতে অসমাপিকার ব্যবহার হয়েছে কোনটিতে?
Ο ক) 
মেলা দেখতে ঢাকা যাব
Ο খ) 
ঢাকা গিয়ে বাড়ি যাব
Ο গ) 
চেঁচিয়ে কথা বলো না
Ο ঘ) 
হৃদয়ের কথা কহিয়া কহিয়া গাহিয়া গাহিয়া গান

  সঠিক উত্তর: (ঘ)

২০.
‘কথাটা ছড়িয়ে পড়েছে।’ - যৌগিক ক্রিয়া গঠনে পড়্ ধাতুটির কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
সমাপ্তি
Ο খ) 
আকস্মিকতা
Ο গ) 
ক্রমশঃ
Ο ঘ) 
ব্যাপ্তি

  সঠিক উত্তর: (ঘ)

২১.
কোন বাক্যটিতে ‘এ’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার আছে?
Ο ক) 
আমি যেতে চাই
Ο খ) 
চেঁচিয়ে কথা বলো না
Ο গ) 
দেখিতে বাসনা মাগো তোমার চরণ
Ο ঘ) 
বৃষ্টিতে ভিজলে সর্দি হবে

  সঠিক উত্তর: (খ)

২২.
কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ‘নিমিত্ত’ অর্থ প্রকাশ করছে?
Ο ক) 
এখন আমি যেতে চাই
Ο খ) 
এখন ট্রেন ধরতে হবে
Ο গ) 
পদ্মফুল দেখতে সুন্দর
Ο ঘ) 
মেলা দেখতে ঢাকা যাব

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
তিনি হয়ত বসে থাকবেন
Ο খ) 
এবার ভাবতে থাক
Ο গ) 
অনেক কাজ করেছ, এখন বসে থাক
Ο ঘ) 
তুমি কি এখন বসে থাকবে?

  সঠিক উত্তর: (গ)

২৪.
তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগ কখনো কখনো কী সৃষ্টি করে?
Ο ক) 
বাহুল্য দোষ
Ο খ) 
দুর্বোধ্যতা
Ο গ) 
গুরুচন্ডালী দোষ
Ο ঘ) 
উপমার ভুল প্রয়োগ

  সঠিক উত্তর: (গ)

২৫.
কোন বাক্যে অসমান কর্তা আছে?
Ο ক) 
সে যেতে যেতে থেমে গেল
Ο খ) 
এমন চাওয়া চাইতে নেই
Ο গ) 
বালিকাটি গান করে চলে গেল
Ο ঘ) 
তোমরা বাড়ি এলে আমি রওনা হব

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
‘কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল’ - এ বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী রূপে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
ক্রিয়াবাচক বিশেষ্যরূপে
Ο খ) 
প্রকৃতি ও প্রত্যয়রূপে
Ο গ) 
উপসর্গরূপে
Ο ঘ) 
অনুসর্গরূপে

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তাকে কী বলে?
Ο ক) 
নামধাতু
Ο খ) 
যৌগিক ক্রিয়া
Ο গ) 
মিশ্র ক্রিয়া
Ο ঘ) 
প্রযোজক ক্রিয়া

  সঠিক উত্তর: (খ)

২৮.
চন্দ্র আলো ছড়ালে চকোর পাখা মেলে। - অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কোন ধরনের কর্তা ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
এক কর্তা
Ο খ) 
নিরপেক্ষ কর্তা
Ο গ) 
ব্যতিহার কর্তা
Ο ঘ) 
প্রযোজক কর্তা

  সঠিক উত্তর: (খ)

২৯.
সমাপিকা ক্রিয়া গঠিত হয় -
Ο ক) 
ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে
Ο খ) 
ধাতুর সঙ্গে কাল-নিরপেক্ষ হয়ে
Ο গ) 
ধাতুর সঙ্গে বর্তমান কালের বিভক্তি যুক্ত হয়ে
Ο ঘ) 
ধাতুর সঙ্গে অতীত কালের বিভক্তি যুক্ত হয়ে

  সঠিক উত্তর: (ক)

৩০.
কোন বাক্যে সামর্থ্য বুঝাতে ‘তে’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া বিদ্যমান?
Ο ক) 
খোকা এখন বাংলা পড়তে শিখেছে
Ο খ) 
রাণী এখন হাঁটতে পারে
Ο গ) 
রমলা গাইতে জানে
Ο ঘ) 
খুকিকে দৌড়াতে দেখলাম

  সঠিক উত্তর: (খ)

৩১.
“কাটিতে কাটিতে ধান এল বরষা” - এই বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
সমকাল
Ο খ) 
নিরন্তরতা
Ο গ) 
সমাপ্তি
Ο ঘ) 
সূচনা

  সঠিক উত্তর: (খ)

৩২.
“এখনই তুফান এসে পড়বে” - এখানে কী বোঝাতে যৌগিক ক্রিয়াটির ব্যবহার হয়েছে?
Ο ক) 
আকস্মিকতা
Ο খ) 
ব্যাপ্তি
Ο গ) 
সমাপ্তি
Ο ঘ) 
ক্রমশ

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...