NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

রবিবার, ২২ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ৪: গদ্য - অভাগীর স্বর্গ


এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ৪: গদ্য - অভাগীর স্বর্গ


১.
‘কালো আর ধলো বাহিরে কেবল
ভিতরে সবার সমান রাঙা’ - চরণ দুটির বক্তব্য অভাগীর স্বর্গ গল্পের কোন দিকটির বিপরীত?
Ο ক) 
জাতি বৈষম্য
Ο খ) 
ধনী-দরিদ্র বৈষম্য
Ο গ) 
শাসক-শাসিত বৈষম্য
Ο ঘ) 
সামাজিক বৈষম্য

  সঠিক উত্তর: (ক)

২.
নিচের যে বক্তব্যে কাঙালীর ‘মাতৃভক্তি’ প্রকাশ পায় তা হলো -
i. মা বলে গেছে তেনাকে আগুন দিতে
ii. বাবা এসেছে! পায়ের ধুলো নেবে যে -
iii. তুই বড়ি ত খেলি নে মা, উনুনে ফেলে দিলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩.
কাঙালরি মা চোখের জল মুছতে মুছতে কোথায় গিয়ে উপস্থিত হলো?
Ο ক) 
শ্মশানে
Ο খ) 
বাজারে
Ο গ) 
বাড়িতে
Ο ঘ) 
মন্দিরে

  সঠিক উত্তর: (ক)

৪.
অধর রায় বিস্মিত ও ক্রুদ্ধ হলেন কেন?
Ο ক) 
কাঙালী খাজনা না দেওয়ায়
Ο খ) 
কাঙালী গাছ চাওযায়
Ο গ) 
কাঙালী বেশি কথা বলায়
Ο ঘ) 
কাঙালী উপরে উঠে আসায়

  সঠিক উত্তর: (ঘ)

৫.
রোমাঞ্চ শব্দের অর্থ প্রকাশিত হয়েছে নিচের কোনটিতে?
Ο ক) 
শিহরণ
Ο খ) 
ব্যথা
Ο গ) 
কল্পনা
Ο ঘ) 
অলীক ভাবনা

  সঠিক উত্তর: (ক)

৬.
শরৎচন্দ্র কত সালে ডি.লিট উপাধি লাভ করেন?
Ο ক) 
১৯৩৩
Ο খ) 
১৯৩৬
Ο গ) 
১৯৩৯
Ο ঘ) 
১৯৪২

  সঠিক উত্তর: (খ)

৭.
‘মুমূর্ষু মাতা সখিনা কিশোর ছেলের ভবিষ্যৎ ভেবে চোখের জল ফেলেন আর ছেলেকে নানা রকম উপদেশ দেন’ - এ দৃশ্যপটে ‘অভাগীর স্বর্গ’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা হলো -
i. অভাগীর সন্তান বাৎসল্য
ii. অপটু হাতে রান্না দেখে অভাগীর চোখ ছলছল করা
iii. ছেলের ভবিষ্যৎ নিয়ে কাঙালীর মায়ের চিন্তিত হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮.
১৫ সেপ্টেম্বর ও ১৬ জানুয়ারির সাথে শরৎচন্দ্রের সাদৃশ্য রয়েছে -
Ο ক) 
জন্ম ও মৃত্যুতে
Ο খ) 
জন্ম ও বিবাহে
Ο গ) 
বিবাহ ও মৃত্যুতে
Ο ঘ) 
মৃত্যু ও বার্মায় গমনে

  সঠিক উত্তর: (ক)

৯.
কাঙালীর মা কাঙালীকে কাজে না পাঠিয়ে কী শোনালেন?
Ο ক) 
ছড়া
Ο খ) 
নীতিবাক্য
Ο গ) 
রূপকথা
Ο ঘ) 
জীবন কাহিনী

  সঠিক উত্তর: (গ)

১০.
জমিদারের কাছারি বাড়ির কর্তা কে?
Ο ক) 
অধর রায়
Ο খ) 
ভট্টাচার্য মশায়
Ο গ) 
ঠাকুরদাস মুখুয্যে
Ο ঘ) 
দারোয়ানজী

  সঠিক উত্তর: (ক)

১১.
কাঙালী ঠাকুরদাসকে কী বলেছিলেন?
Ο ক) 
আমাকে একটা গাছ দেবেন
Ο খ) 
আমার মা মরে গেছে
Ο গ) 
আমরা বামুন-কায়েত হতে চাই
Ο ঘ) 
আমাকে পাঁচটি টাকা দেবেন

  সঠিক উত্তর: (খ)

১২.
নিচের কোন উক্তিতে ‘জাতি বৈষম্য’ স্পষ্ট হয়ে উঠেছে?
Ο ক) 
দুলের মড়ার কাঠ কি হবে শুনি?
Ο খ) 
ব্যাটাকে গলাধাক্কা দিয়ে বার করে দেত।
Ο গ) 
হারামজাদা, খাজনা দেয়নি বুঝি?
Ο ঘ) 
মাকে পোড়াবি ত গাছের দাম পাঁচটা টাকা আন গে।

  সঠিক উত্তর: (ক)

১৩.
‘অভাগীর স্বর্গ’ গল্পে মা কাঙালীকে কী দিতে বলে গেছে?
Ο ক) 
আগুন
Ο খ) 
পানি
Ο গ) 
টাকা
Ο ঘ) 
শাড়ি

  সঠিক উত্তর: (ক)

১৪.
‘অভাগীর স্বর্গ’ গল্পের তাৎপর্য হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
জীবনচিত্র উপস্থাপন
Ο খ) 
চরিত্র বর্ণনা
Ο গ) 
ঘটনা বর্ণনা
Ο ঘ) 
সমাজচিত্র উপস্থাপন

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
অন্তরীক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) 
চাঁদ
Ο খ) 
বিটপ
Ο গ) 
গগন
Ο ঘ) 
বীচি

  সঠিক উত্তর: (গ)

১৬.
‘শরৎ সাহিত্যসমগ্র’ গ্রন্থের কোন খন্ড থেকে ‘অভাগীর স্বর্গ’ নামক গল্পটি সংকলন করা হয়েছে?
Ο ক) 
প্রথম খন্ড
Ο খ) 
দ্বিতীয় খন্ড
Ο গ) 
তৃতীয় খন্ড
Ο ঘ) 
চতুর্থ খন্ড

  সঠিক উত্তর: (ক)

১৭.
কাঙালীর মায়ের শ্মশানের কাছে যাওয়ার সাহস না পাওয়ার কারণ হলো সে -
i. চন্ডাল
ii. ছোট জাত
iii. দুলের মেয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৮.
‘অভাগীর স্বর্গ’ গল্পের উঁচু জাতের মানুষদের বৈশিষ্ট্য হলো -
i. অহংকারী
ii. নিষ্ঠুর
iii. উদার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
ঈশ্বর নাপিত কাঙালীর মায়ের হাত দেখে কী করল?
Ο ক) 
মুখ গম্ভীর করল
Ο খ) 
হেসে ফেলল
Ο গ) 
খুশির খবর দিল
Ο ঘ) 
টাকা চাইল

  সঠিক উত্তর: (ক)

২০.
বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় কিসের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন হয়েছিলেন?
Ο ক) 
গমের
Ο খ) 
ধানের
Ο গ) 
পাটের
Ο ঘ) 
কাঠের

  সঠিক উত্তর: (খ)

২১.
‘বৈকুন্ঠের উইল’ কার রচনা?
Ο ক) 
মাইকেল মধুসূদন দত্ত
Ο খ) 
কাজী নজরুল ইসলাম
Ο গ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

  সঠিক উত্তর: (ঘ)

২২.
‘অভাগীর স্বর্গ’ গল্পে ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর শবযাত্রা ধুমধামের সাথে করা হয়েছিল কেন?
Ο ক) 
উঁচু জাতের কারণে
Ο খ) 
নীচু জাতের কারণে
Ο গ) 
মুখুয্যের প্রিয় স্ত্রী হওয়ার কারণে
Ο ঘ) 
বয়স বেশি হওয়ার কারণে

  সঠিক উত্তর: (ক)

২৩.
অভাগী কাঙালীকে কাকে ধরে আনতে বলে?
Ο ক) 
ঠাকুরদাস মুখজ্যেকে
Ο খ) 
নিজের স্বামীকে
Ο গ) 
বামুন মাকে
Ο ঘ) 
নাপতে বৌদিকে

  সঠিক উত্তর: (খ)

২৪.
‘অভাগীর স্বর্গ’ গল্পের কার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়ল না?�
Ο ক) 
অধর রায়ের
Ο খ) 
হরিদাস মুখুয্যের
Ο গ) 
রসিক দুলের
Ο ঘ) 
কবিরাজের

  সঠিক উত্তর: (ক)

২৫.
অভাগী ছেলের আনা বড়ি কোথায় ফেলে দিয়েছিল?
Ο ক) 
উঠানে
Ο খ) 
দাওয়ায়
Ο গ) 
পুকুরে
Ο ঘ) 
উনুনে

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
গাছ কাটতে গিয়েছে বলে অধর রায় রসিককে বলেছিল -
i. পাজী
ii. হতভাগা
iii. নচ্ছার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
কাঁঠালপাড়া
Ο খ) 
আনন্দপুর
Ο গ) 
দেবানন্দপুর
Ο ঘ) 
বাঁশদহ

  সঠিক উত্তর: (গ)

২৮.
“ভাগ্যিমানী মা, তুমি সগ্যে যাচ্ছো - আমাকেও আশীর্বাদ করে যাও” - উক্তিটি কার?
Ο ক) 
কাঙালীর
Ο খ) 
কাঙালীর মার
Ο গ) 
ঠাকুরদাসের স্ত্রীর
Ο ঘ) 
ঈশ্বর নাপিতের

  সঠিক উত্তর: (খ)

২৯.
‘অভাগীর স্বর্গ’ গল্পে অভাগীর নাম কে দিয়েছিল?
Ο ক) 
অভাগীর মা
Ο খ) 
অভাগীর বাবা
Ο গ) 
অভাগীর দাদা
Ο ঘ) 
অভাগীর নানা

  সঠিক উত্তর: (খ)

৩০.
ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য -
i. সাত দিনের জ্বরে মারা গেলেন�
ii. ঝগড়াটে স্বভাবের ছিলেন�
iii. পতিভক্ত নারী ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১.
লেখক অভাগীর বেঁচে থাকাকে এক বিস্ময়ের বস্তু বলেছেন যে কারণে তা হলো -
i. জন্মের পরপরই মা মারা যাওয়ায়�
ii. দারিদ্রের নিষ্পেষণে পতিত হওয়ায়�
iii. কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩২.
‘কি জাতের ছেলে তুই? বাক্যটিতে ‘জাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
i. বংশপরিচয়
ii. শিক্ষাগত যোগ্যতা
iii. ধর্মীয় পরিচয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৩.
‘অভাগীর স্বর্গ’ গল্পে রসিক মূলত অভাগীর -
Ο ক) 
মামা
Ο খ) 
চাচা
Ο গ) 
স্বামী
Ο ঘ) 
ভাই

  সঠিক উত্তর: (গ)

৩৪.
‘সংস্কার’ অর্থ নিচের কোনটি?
Ο ক) 
বিশ্বাস
Ο খ) 
অবিশ্বাস
Ο গ) 
জাদুবিদ্যা
Ο ঘ) 
নবলব্ধ ধারণা

  সঠিক উত্তর: (ক)

৩৫.
যখন সন্ধ্যার ছায়া নেমে এল তখন জ্বরের ঘোরে অভাগী কাঙালীকে কিসের কাহিনী বলতে লাগল?
Ο ক) 
ছেলেবেলার কাহিনী
Ο খ) 
শ্মশানযাত্রারী কাহিনী
Ο গ) 
কোটালপুত্রের কাহিনী
Ο ঘ) 
ডালিমকুমারের কাহিনী

  সঠিক উত্তর: (খ)

৩৬.
জমিদার কোন দেশের লোক ছিল?
Ο ক) 
বাংলাদেশের
Ο খ) 
ভারতের
Ο গ) 
পাকিস্তানের
Ο ঘ) 
আফগানিস্তানের

  সঠিক উত্তর: (ক)

৩৭.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে ভাগ্যের সন্ধানে বার্মায় যান?
Ο ক) 
১৯০৩
Ο খ) 
১৯১৭
Ο গ) 
১৯২৯
Ο ঘ) 
১৯২৬

  সঠিক উত্তর: (ক)

৩৮.
‘আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল’ - কে সে?
Ο ক) 
কাঙালী
Ο খ) 
কাঙালীর মা
Ο গ) 
রসিক দুলে
Ο ঘ) 
ঈশ্বর নাপিত

  সঠিক উত্তর: (খ)

৩৯.
নিচের কোন শব্দটি দ্বারা খাদ্যদ্রব্যকে বোঝায়?
Ο ক) 
প্রণামী
Ο খ) 
বসন
Ο গ) 
বায়েত
Ο ঘ) 
অশন

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
‘ব্রাহ্মণ শিবঠাকুরকে শুদ্র ভোলা প্রণাম করতে চাইলে তিনি লাফ দিয়ে সরে পড়েন’ - ‘শিবঠাকুর’ - এর আচরণে ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে?
Ο ক) 
ধনীর নিষ্ঠুর আচরণ
Ο খ) 
ধনী-দরিদ্র বৈষম্য
Ο গ) 
জাতিভেদে বিশ্বাস
Ο ঘ) 
ধনিক শ্রেণির অহংকার

  সঠিক উত্তর: (গ)

৪১.
‘অভাগীর স্বর্গ’ গল্পে মায়ের প্রতি একনিষ্ঠতা প্রকাশ পেয়েছে কোন চরিত্রের মাধ্যমে?
Ο ক) 
কাঙালী
Ο খ) 
বিন্দির পিসী
Ο গ) 
ঠাকুরদাস মুখুয্যে
Ο ঘ) 
জমিদার

  সঠিক উত্তর: (ক)

৪২.
মৃতের জন্যে করা শেষ বা অন্তিম অনুষ্ঠানকে কী বলা হয়?
Ο ক) 
শ্রাদ্ধ
Ο খ) 
মিলাদ
Ο গ) 
কুলখানি
Ο ঘ) 
অন্ত্যেষ্টিক্রিয়া

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
কাঙালীর মাকে বেগুন নিয়ে হাটে যেতে হয় যে কারণে -
i. গরীব বলে�
ii. বেড়াতে যাবে বলে�
iii. হাটে কাউকে দিতে যাবে বলে�
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৪.
অভাগী যে কারণে কাঙালীর বাবাকে ডেকে আনতে বলেছিল তা হলো -
i. ছেলের মঙ্গল সাধন
ii. পতিভক্তি
iii. স্বর্গে যাবার ইচ্ছা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৫.
অধর রায়ের চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
ন্যায়পরায়ণতা
Ο খ) 
কর্তব্যপরায়ণতা
Ο গ) 
নিষ্ঠুরতা
Ο ঘ) 
ধৈর্যশীলতা

  সঠিক উত্তর: (গ)

৪৬.
প্রসন্ন শব্দের বিপরীত শব্দ কোনটি?
Ο ক) 
বিষণ্ন
Ο খ) 
খুশি
Ο গ) 
মালিন্য
Ο ঘ) 
উচ্ছ্বাস

  সঠিক উত্তর: (ক)

৪৭.
‘এই বার ওর একটু গতি করি দাও বাবা’ - ‘গতি’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
থাকা-খাওয়ার
Ο খ) 
জ্ঞান লাভের
Ο গ) 
স্বর্গ ভোগের
Ο ঘ) 
ধর্ম অনুশীলনের

  সঠিক উত্তর: (গ)

৪৮.
কার কথাটি কাঙালীর বুকে গিয়ে তীরের মতো বিঁধল?
Ο ক) 
অধর রায়ের
Ο খ) 
দারোয়ানের
Ο গ) 
রাখালের মায়ের
Ο ঘ) 
বিন্দির পিসির

  সঠিক উত্তর: (গ)

৪৯.
অভাগী কাঙালীর বাবাকে নিয়ে আসার জন্য কী উপায় অবলম্বন করতে বলল?
Ο ক) 
কাঁদাকাটি
Ο খ) 
হাসাহাসি
Ο গ) 
খোশগল্প
Ο ঘ) 
মারামারি

  সঠিক উত্তর: (ক)

৫০.
অভাগীর স্বর্গ গল্পে ‘সে ত সোজা কথা নয়’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
ছেলের হাতের আগুন
Ο খ) 
পরীক্ষায় পাস করা
Ο গ) 
সংসারে সুখী হওয়া
Ο ঘ) 
শেষ বয়সে নিশ্চিন্তে থাকা

  সঠিক উত্তর: (ক)

৫১.
রাখালের মা কাঙালীকে খড়ের আঁটি জ্বেলে দিয়েছিল কেন?
Ο ক) 
কাঠ পায়নি বলে
Ο খ) 
অভাগীর ইচ্ছায়
Ο গ) 
ছোট জাত বলে
Ο ঘ) 
এতিম বলে

  সঠিক উত্তর: (ক)

৫২.
‘দেবদাস’ ও ‘শ্রীকান্ত’ গ্রন্থের মধ্যে সাদৃশ্য রয়েছে -
Ο ক) 
বিষয়ে
Ο খ) 
চরিত্রে
Ο গ) 
আঙ্গিকে
Ο ঘ) 
প্রেক্ষাপটে

  সঠিক উত্তর: (গ)

৫৩.
কাঙালী ঊর্ধ্বশ্বাসে দৌড়ে কোথায় এসে উপস্থিত হল?
Ο ক) 
শ্মশানে
Ο খ) 
কাছারি বাড়িতে
Ο গ) 
মায়ের কাছে
Ο ঘ) 
বাবার কাছে

  সঠিক উত্তর: (খ)

৫৪.
‘এমন সতীলক্ষ্মী বামুন-কায়েতের ঘরে না জন্মে, ও আমাদের দুলের ঘরে জন্মালে কেন!’ - উক্তিটি কার?
Ο ক) 
বিন্দির পিসীর
Ο খ) 
রাখারের মার
Ο গ) 
নাপতে বৌদির
Ο ঘ) 
রসিক দুলের

  সঠিক উত্তর: (খ)

৫৫.
শরৎচন্দ্রের জন্ম কত সালে?
Ο ক) 
১৮৪৮
Ο খ) 
১৮৬৮
Ο গ) 
১৮৭৬
Ο ঘ) 
১৯০২

  সঠিক উত্তর: (ক)

৫৬.
কাঙালী লোকের মুখে মুখে পেয়াদাদের সম্পর্কে কী শুনেছিল?
Ο ক) 
পেয়াদারা ঘুষ নেয়
Ο খ) 
পেয়াদারা চুরি করে
Ο গ) 
পেয়াদারা কোমল হৃদয়ের হয়
Ο ঘ) 
পেয়াদারা সত্যবাদী হয়

  সঠিক উত্তর: (ক)

৫৭.
কবিরাজের চিকিৎসা ব্যবস্থা হলো -
i. খল
ii. মধু, আদার সত্ত্ব
iii. তুলসী পাতার রস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
‘অভাগীর স্বর্গ’ গল্পে কাঙালীর ঘন্টা দুয়েকের অভিজ্ঞতা কেমন?
Ο ক) 
বিরহের
Ο খ) 
আনন্দের
Ο গ) 
বিরক্তের
Ο ঘ) 
অত্যাচারের

  সঠিক উত্তর: (ক)

৫৯.
‘উপকথা’ সমাসবদ্ধ শব্দটির ব্যাসবাক্য হচ্ছে -
i. কথার মালা
ii. কথার ডালি
iii. কথার সমীপে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬০.
‘পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার’ - এখানে বোঝানো হয়েছে -
i. শোকের অনুপস্থিতি�
ii. শবযাত্রার আড়ম্বর�
iii. সৎকারের ব্যাপকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬১.
অভাগীর নাড়ি দেখার পর ঈশ্বর নাপিত -
i. মুখ গম্ভীর করল�
ii. দীর্ঘশ্বাস ফেলল�
iii. মাথা নেড়ে উঠে গেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬২.
কে বাঁচলে অভাগীর দু:খ ঘুচবে?
Ο ক) 
রসিক বাঘ
Ο খ) 
কাঙালী
Ο গ) 
অধর রায়
Ο ঘ) 
ঠাকুরদাস

  সঠিক উত্তর: (খ)

৬৩.
কাঙালীর মা কখন মারা যায়?
Ο ক) 
ভোরে
Ο খ) 
দুপুরে
Ο গ) 
বিকেলে
Ο ঘ) 
রাতে

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
অভাগী ছেলের হাতের আগুনকে কিসের সাথে তুলনা করেছে?
Ο ক) 
স্বর্গ
Ο খ) 
রথ
Ο গ) 
হরি
Ο ঘ) 
অমৃত

  সঠিক উত্তর: (গ)

৬৫.
‘অভাগীর স্বর্গ’ গল্পে কোন কোন ভাষার প্রয়োগ লক্ষ করা যায়?
i. সাধু
ii. চলিত
iii. আঞ্চলিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
রসিক দুলে স্ত্রীকে পায়ের ধুলে দিতে গিয়ে কেঁদে ফেলল কেন?
Ο ক) 
নিজের দুর্ভাগ্যের কথা স্মরণ হওয়ায়
Ο খ) 
স্ত্রীর প্রতি অবহেলার কথা স্মরণ হওয়ায়
Ο গ) 
কাঙালীর ভবিষ্যৎ দু:খ-কষ্টের কথা ভেবে
Ο ঘ) 
স্ত্রী হারানোর মর্ম বেদনায়

  সঠিক উত্তর: (খ)

৬৭.
রসিক তার স্ত্রীকে -
i. ভালোবাসা দেয়নি
ii. অশন-বসন দেয়নি
iii. খোঁজ-খবর করেনি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
কাঙালীর মায়ের নাম কেন অভাগী রাখা হয়েছিল?
Ο ক) 
জন্মের পূর্বে বাবা মারা যাওয়ায়
Ο খ) 
জন্মের পর বাবা মারা যাওয়ায়
Ο গ) 
জন্মের পর মা মারা যাওয়ায়
Ο ঘ) 
শৈশবে মা মারা যাওয়ায়

  সঠিক উত্তর: (গ)

৬৯.
‘অভাগীর স্বর্গ’ গল্পে কবিরাজের বাস কোথায়?
Ο ক) 
পাশের বাড়িতে
Ο খ) 
পাঁচ বাড়ি পরে
Ο গ) 
ভিন্ন গ্রামে
Ο ঘ) 
কাঙালীদের বাড়িতেই

  সঠিক উত্তর: (গ)

৭০.
‘অভাগীর স্বর্গ’ গল্পের গতিশীল চরিত্র কোনটি?
Ο ক) 
অভাগী
Ο খ) 
কাঙালী
Ο গ) 
রসিক দুলে
Ο ঘ) 
ঠাকুরদাস মুখোপাধ্যায়

  সঠিক উত্তর: (খ)

৭১.
অভাগীর মতো সতী লক্ষ্মী দুলের ঘরে না জন্মে বামুন-কায়েতের ঘরে জন্মালে কী হতো?
Ο ক) 
অনেক স্বর্ণালঙ্কার পেত
Ο খ) 
সমাজে মর্যাদা পেত
Ο গ) 
জমির মালিক হত
Ο ঘ) 
রাজার হালে থাকত

  সঠিক উত্তর: (খ)

৭২.
‘অভাগীর স্বর্গ’ গল্পে ঠাকুরদাস মুখুয্যের বর্ষীয়সী স্ত্রী মারা গিয়েছিল কোন রোগে?
Ο ক) 
খেতে না পেয়ে
Ο খ) 
জ্বরে
Ο গ) 
কলেরায়
Ο ঘ) 
বসন্তে

  সঠিক উত্তর: (খ)

৭৩.
‘অভাগীর স্বর্গ’ গল্পে কে স্থানীয় লোক নয়?
Ο ক) 
রসিক দুলে
Ο খ) 
ঠাকুরদাস মুখুয্যে
Ο গ) 
বিন্দির মা
Ο ঘ) 
জমিদার

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
লেখক কাঁটাযুক্ত শামুক জাতীয় প্রাণী বলতে নিচের কোনটিকে বুঝিয়েছেন?
Ο ক) 
দুলে
Ο খ) 
টোটকা
Ο গ) 
গেঁটে কড়ি
Ο ঘ) 
শশব্যস্ত

  সঠিক উত্তর: (গ)

৭৫.
মুখুয্যের স্ত্রীর স্বর্গারোহণ দেখে কাঙালীর মার অবস্থা কেমন হলো?
Ο ক) 
তার কান্না পেল
Ο খ) 
আনন্দে আত্মহারা হলো
Ο গ) 
দেখেই জ্ঞান হারাল
Ο ঘ) 
বুক ফুলে উঠতে লাগল

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
রসিক দুলে গাছ কাটতে গেলে কে তার গালে সশব্দে চড় কষিয়ে দেয়?
Ο ক) 
জমিদার
Ο খ) 
অধর রায়
Ο গ) 
দারোয়ান
Ο ঘ) 
পাঁড়ে

  সঠিক উত্তর: (গ)

৭৭.
কার কথা ছেলেমানুষ কাঙালীর বুকে গিয়ে যেন তীরের মতো বিঁধল?
Ο ক) 
রাখালের মায়ের
Ο খ) 
বিন্দির পিসীর
Ο গ) 
দারোয়ানের
Ο ঘ) 
অধর রায়ের

  সঠিক উত্তর: (ক)

৭৮.
বৃদ্ধ ঠাকুরদাস মহাশয় সান্তনা দিলেন -
i. শোকার্ত কন্যাকে
ii. শোকার্ত পুত্রকে
iii. শোকার্ত পুত্রবধূকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭৯.
‘অভাগীর স্বর্গ’ গল্পে অধর গাছের দাম কত টাকা চাইল?
Ο ক) 
দুই টাকা
Ο খ) 
তিন টাকা
Ο গ) 
চার টাকা
Ο ঘ) 
পাঁচ টাকা

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
হিন্দুধর্মের রীতিনীতি হলো -
i. সন্ধ্যাহ্নিক
ii. জলযোগান্ত
iii. হরিধ্বনি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
কাঙালী কিছু ছুঁয়ে ফেলেছে কিনা এজন্য অধর রায় কী ছড়িয়ে দিতে বললেন?
Ο ক) 
গোবর জল
Ο খ) 
পুকুরের জল
Ο গ) 
গোলাপের জল
Ο ঘ) 
নলকূপের জল

  সঠিক উত্তর: (ক)

৮২.
‘গ্রামান্তর’ সমাসবদ্ধ শব্দটির ব্যাসবাক্য কী?
Ο ক) 
গ্রামের শেষে
Ο খ) 
গ্রামের মধ্যে
Ο গ) 
অনেক গ্রাম
Ο ঘ) 
অন্য গ্রাম

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
‘অভাগীর স্বর্গ’ গল্পে লেখকের মূল বক্তব্য ফুটিয়ে তোলা হয়েছে -
i. শবযাত্রার পার্থক্য দেখিয়ে�
ii. ঠাকুরদাসের কান্নাকাটি দেখিয়ে�
iii. জমিদারের ব্যবহার দেখিয়ে�
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৪.
মুখুয্যে বাড়ির গৃহকর্ত্রী কী রোগে মারা গেলেন?
Ο ক) 
জ্বরে
Ο খ) 
ডায়রিয়ায়
Ο গ) 
জন্ডিসে
Ο ঘ) 
ক্যান্সারে

  সঠিক উত্তর: (ক)

৮৫.
কাঙালীর মা যে ছোট জাত এই বিষয়টি ফুটে ওঠে নিচের যে পঙক্তিতে -
i. শবদেহের কাছে যেতে পারে না�
ii. বেগুন তুলে হাটে বিক্রি করে�
iii. শবযাত্রা দেখে শোকার্ত হলো�
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৬.
কবিরাজ কাঙালীর মায়ের জন্য কতগুলো বড়ি দিলেন?
Ο ক) 
গোটা দুয়েক
Ο খ) 
গোটা তিনেক
Ο গ) 
গোটা চারেক
Ο ঘ) 
গোটা পাঁচেক

  সঠিক উত্তর: (গ)

৮৭.
পৃথিবীতে সবাই কেমন?
Ο ক) 
স্বার্থপর
Ο খ) 
লোভী
Ο গ) 
মানবদরদি
Ο ঘ) 
চিরস্থায়ী নয়

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
‘ওদের গিন্নি মরছে, তুই কেন কেঁদে মরিম মা?’ - এখানে কাদের কথা বলা হয়েছে?
Ο ক) 
ব্রাহ্মণদের
Ο খ) 
ক্ষত্রিয়দের
Ο গ) 
বৈশ্যদের
Ο ঘ) 
শূদ্রদের

  সঠিক উত্তর: (ক)

৮৯.
কোন কথা স্মরণ করে অভাগীর চোখ দিয়ে জল পড়তে লাগল?
Ο ক) 
দু:খের কথা
Ο খ) 
উৎপাত-উপদ্রবের কথা
Ο গ) 
নিজের মৃত্যুর কথা
Ο ঘ) 
স্বামীর সাথে বিচ্ছেদের কথা

  সঠিক উত্তর: (খ)

৯০.
কাঙালী কিসের অভাবে মায়ের সৎকার করতে পারেনি?
Ο ক) 
চন্দনের অভাবে
Ο খ) 
কাঠের অভাবে
Ο গ) 
স্থানের অভাবে
Ο ঘ) 
ব্রাহ্মণের অভাবে

  সঠিক উত্তর: (খ)

৯১.
মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার উপকরণসমূহ -
i. কাঠ ও চন্দনের টুকরা
ii. ঘৃত, মধু �ও আলতা
iii. ধূপ, ধুনা ও সিঁদুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
‘অভাগীর স্বর্গ’ গল্পে নিম্নলিখিত চিত্র পাওয়া যায় -
i. বসন্তে বনে বনে নতুন পাতা আর পুষ্পমঞ্জরির সমারোহ
ii. প্রবল হরিধ্বনিতে প্রভাত-আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল�
iii. শীতের পত্রহীন ডালপালা কেমন হিজিবিজি রেখা এঁকে দিয়েছে ওর মুখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iiii

  সঠিক উত্তর: (খ)

৯৩.
কিসে চড়ে বামুন মা স্বর্গে যাচ্ছেন বলে কাঙালীর মা মনে করে?
Ο ক) 
গজে
Ο খ) 
রথে
Ο গ) 
ঘোড়ায়
Ο ঘ) 
হাওয়ায়

  সঠিক উত্তর: (খ)

৯৪.
‘অভাগীর স্বর্গ’ গল্পে মুখোপাধ্যায় মহাশয়ের ছিল -
Ο ক) 
দুই ছেলে দুই মেয়ে
Ο খ) 
তিন ছেলে দুই মেয়ে
Ο গ) 
চার ছেলে তিন মেয়ে
Ο ঘ) 
চার ছেলে চার মেয়ে

  সঠিক উত্তর: (গ)

৯৫.
রসিক বেল গাছটি কী কাজে ব্যবহার করতে চেয়েছিল?
Ο ক) 
অভাগীর শবদাহ
Ο খ) 
ঘরবাড়ি তৈরি
Ο গ) 
রান্নার কাঠ সংগ্রহ
Ο ঘ) 
কাঙালীর জন্য

  সঠিক উত্তর: (ক)

৯৬.
হিন্দুধর্ম মতে, স্বর্গে যাওয়ার জন্য অপরিহার্য -
i. পুত্রের হাতের মন্ত্রপুত আগুন�
ii. শ্মশানে মৃতদেহ পোড়ানো�
iii. প্রশস্ত ও পর্যাপ্ত চিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৭.
‘অভাগীর স্বর্গ’ গল্পে শবযাত্রা দেখে আরেকবার স্বামীগৃহে যাত্রা করছে এমন মনে হওয়ার কারণ কী?
Ο ক) 
শবদেহের সাজসজ্জা দেখে
Ο খ) 
লোকজনের কান্নাকাটি দেখে
Ο গ) 
কপালে সিঁদুর দেখে
Ο ঘ) 
পায়ের আলতা দেখে

  সঠিক উত্তর: (ক)

৯৮.
কাঙালীল আচরণে প্রকাশিত হয়েছে -
i. মায়ের প্রতি ভালোবাসা�
ii. মায়ের প্রতি নিষ্ঠুরতা
iii. মায়ের সাথে চালাকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৯৯.
‘মুষ্টিযোগ’ মানে কী?
Ο ক) 
ভিক্ষাবৃত্তি
Ο খ) 
টোটকা চিকিৎসা
Ο গ) 
কৃপণ
Ο ঘ) 
শক্তিশালী

  সঠিক উত্তর: (খ)

১০০.
সন্তানের কোন বিষয়ে পিতামাতার মূঢ়তায় বিধাতাপুরুষ অন্তরীক্ষে থেকে তীব্র প্রতিবাদ করেন?
Ο ক) 
নামকরণে
Ο খ) 
স্কুল নির্বাচনে
Ο গ) 
শিক্ষাগ্রহণে
Ο ঘ) 
পোশাক নির্বাচনে

  সঠিক উত্তর: (ক)

১০১.
‘পাঁড়ে, ব্যাটাকে গলাধাক্কা দিয়ে বার করে দে ত!’ - এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
Ο ক) 
শত্রুতা
Ο খ) 
জাতি বৈষম্য
Ο গ) 
উপযুক্ত শাস্তি বিধান
Ο ঘ) 
সাম্প্রদায়িকতা

  সঠিক উত্তর: (খ)

১০২.
‘মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস’ - কার?
Ο ক) 
অভাগীর
Ο খ) 
অধরের
Ο গ) 
কাঙালীর
Ο ঘ) 
রসিকের

  সঠিক উত্তর: (গ)

১০৩.
‘অভাগীর স্বর্গ’ গল্পে কবিরাজ কাঙালীর সাথে যেতে রাজি হলো না, কারণ -
i. পয়সা নেই�
ii. জামা-কাপড় নোংরা�
iii. দেখতে অসুন্দর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৪.
কাঙালীদের কুটির প্রাঙ্গণে কী গাছ ছিল?
Ο ক) 
আমগাছ
Ο খ) 
চন্দনগাছ
Ο গ) 
জামগাছ
Ο ঘ) 
বেলগাছ

  সঠিক উত্তর: (ঘ)

১০৫.
বৃদ্ধ মুখোপাধ্যায়ের স্ত্রীর মৃত্যুতে শোকের ব্যাপার মনে হলো না কেন?
Ο ক) 
স্বজনরা কান্নাকাটি না করায়
Ο খ) 
উৎসবের আতিশয্যের কারণে
Ο গ) 
অতি বৃদ্ধ হয়ে মারা যাওয়ায়
Ο ঘ) 
শ্রাদ্ধের আয়োজন করায়

  সঠিক উত্তর: (খ)

১০৬.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
বর্ধমান
Ο খ) 
হুগলি
Ο গ) 
বরিশাল
Ο ঘ) 
ফরিদপুর

  সঠিক উত্তর: (খ)

১০৭.
কোন শ্রেণিতে পড়ার সময় শরৎচন্দ্রের ছাত্রজীবনের অবসান ঘটে?
Ο ক) 
এফ.এ
Ο খ) 
বি.এ
Ο গ) 
বি.কম
Ο ঘ) 
এম.এ

  সঠিক উত্তর: (ক)

১০৮.
গল্প, উপন্যাস রচনার পাশাপাশি শরৎচন্দ্র কী রচনা করেন?
Ο ক) 
প্রবন্ধ
Ο খ) 
গবেষণা গ্রন্থ
Ο গ) 
নাটক
Ο ঘ) 
কবিতা

  সঠিক উত্তর: (ক)

১০৯.
‘সব ব্যাটারই এখন বামুন-কায়েত হতে চায়।’ - কথাটি কে বলেছিল?
Ο ক) 
মুখোপাধ্যায় মহাশয়
Ο খ) 
ভট্টাচার্য মহাশয়
Ο গ) 
অধর রায়
Ο ঘ) 
মুখোপাধ্যায়ের বড় ছেলে

  সঠিক উত্তর: (ঘ)

১১০.
মৃত্যুপথযাত্রী অভাগী তার অবশ বাহু শয্যার বাইরে বাড়িয়ে হাত পাতল কেন?
Ο ক) 
স্বামীর পায়ের ধুলো নিতে
Ο খ) 
পানির গ্লাস হাতে নিতে
Ο গ) 
ঔষধ হাতে নেবার জন্যে
Ο ঘ) 
স্বামীর হাত ধরার জন্য

  সঠিক উত্তর: (ক)

১১১.
‘যারা নদীতে মাছ ধরে’ তাদের কী বলা হয়?
Ο ক) 
কামার
Ο খ) 
কৈবর্ত
Ο গ) 
কুমার
Ο ঘ) 
নরসুন্দর

  সঠিক উত্তর: (খ)

১১২.
‘অভাগীর স্বর্গ’ গল্পে কাঙালী স্তব্ধ হয়ে চেয়ে রইল -
Ο ক) 
পেছন পানে
Ο খ) 
সামনের দিকে
Ο গ) 
নিচের দিকে
Ο ঘ) 
ঊর্ধ্বদৃষ্টে

  সঠিক উত্তর: (ঘ)

১১৩.
বিন্দির পিসী উত্তরীয় কেনার জন্য পিতলের কাঁসাটি কয় টাকায় বাঁধা দিয়েছিল?
Ο ক) 
এক টাকায়
Ο খ) 
দুই টাকায়
Ο গ) 
তিন টাকায়
Ο ঘ) 
চার টাকায়

  সঠিক উত্তর: (ক)

১১৪.
অভাগী গ্রামে পড়ে রইল -
i. দৈন্য নিয়ে
ii. স্বামীকে নিয়ে
iii. শিশুপুত্র কাঙালীকে নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১৫.
‘ইচ্ছা হইল ছুটিয়া গিয়া একবিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয়’ - কাঙালীর মা এই ইচ্ছা পূরণ করতে পারে না কেন?
Ο ক) 
লোকলজ্জায়
Ο খ) 
লোকভয়ে
Ο গ) 
ছোট জাত হওয়ায়
Ο ঘ) 
দরিদ্র হওয়ায়

  সঠিক উত্তর: (গ)

১১৬.
‘মহেশ’ গল্পটির লেখক কে?
Ο ক) 
কাজী নজরুল ইসলাম
Ο খ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο গ) 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ο ঘ) 
প্রমথ চৌধুরী

  সঠিক উত্তর: (গ)

১১৭.
অসুখের সময় অভাগীকে যারা দেখতে এসেছিল তাদের সে তার কোন অভিলাষ ব্যক্ত করেছে?
Ο ক) 
পুত্রের হাতের আগুন পাওয়ার
Ο খ) 
সুচিকিৎসা পাওয়ার
Ο গ) 
রসিক দুলেকে দেখতে চাওয়ার
Ο ঘ) 
দামি শাড়ি পরতে চাওয়ার

  সঠিক উত্তর: (ক)

১১৮.
কাঙালীর মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া কীভাবে সম্পন্ন হলো?
Ο ক) 
শ্মশানে আগুন দিয়ে পুড়িয়ে
Ο খ) 
মাঠে আগুন দিয়ে পুড়িয়ে
Ο গ) 
নদীর চরে মাটি চাপা দিয়ে
Ο ঘ) 
নদীতে ভাসিয়ে দিয়ে

  সঠিক উত্তর: (গ)

১১৯.
‘অভাগীর স্বর্গ গল্পে কবিরাজ কয়টি বড়ি দিয়েছিলেন?
Ο ক) 
তিনটা
Ο খ) 
চারটা
Ο গ) 
সাতটা
Ο ঘ) 
আটটা

  সঠিক উত্তর: (খ)

১২০.
‘অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালীকে লইয়া গ্রামেই পড়িয়া রইল’ - কেন?
Ο ক) 
স্বামী পরিত্যক্তা হওয়ায়
Ο খ) 
স্বামী মারা যাওয়ায়
Ο গ) 
কাঙালীর বায়নার কারণে
Ο ঘ) 
স্বামীর কড়া নির্দেশে

  সঠিক উত্তর: (ক)

১২১.
হিন্দু ধর্মাবলম্বীরা মৃতদেহ বহন করার সময় সমবেতকন্ঠে কোন দেবতার নাম উচ্চস্বরে বলে থাকে?
Ο ক) 
ব্রহ্মা
Ο খ) 
শিব
Ο গ) 
ইন্দ্র
Ο ঘ) 
হরি

  সঠিক উত্তর: (ঘ)

১২২.
‘মা মরেচে ত যা নিচে নেবে দাঁড়া’ - এ বক্তব্যে প্রকাশ পেয়েছে -
i. ঘৃণা
ii. অবজ্ঞা
iii. দু:খ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৩.
কাঁদিতে কাঁদিতে মুখুয্যে গৃহকর্ত্রীর দুই পাড়ে গাঢ় করে আলতা লাগাল কারা?
Ο ক) 
মেয়েরা
Ο খ) 
ছেলেরা
Ο গ) 
বধূরা
Ο ঘ) 
জামাইরা

  সঠিক উত্তর: (ক)

১২৪.
কুটির প্রাঙ্গণে বেলগাছটা কে লাগিয়েছিল?
Ο ক) 
দারোয়ান
Ο খ) 
জমিদার
Ο গ) 
কাঙালীর মা
Ο ঘ) 
কাঙালী

  সঠিক উত্তর: (গ)

১২৫.
পবিত্রতার প্রতীক হিসেবে লেখক ‘অভাগীর স্বর্গ’ গল্পে কী ব্যবহারের কথা বলেছেন?
Ο ক) 
পানি
Ο খ) 
গোবরজল
Ο গ) 
ধূপ
Ο ঘ) 
চন্দন

  সঠিক উত্তর: (খ)

১২৬.
রসিক যখন উপস্থিত হলো তখন অভাগীর -
i. বড় জ্ঞান নেই
ii. মুখে মরণের ছায়া পড়েছে
iii. চোখের দৃষ্টি বন্ধ হয়ে গেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৭.
জমিদারের দারোয়ান ছিল -
Ο ক) 
হিন্দুস্থানি
Ο খ) 
বাঙালি
Ο গ) 
পাকিস্তানি
Ο ঘ) 
পাঞ্জাবি

  সঠিক উত্তর: (ক)

১২৮.
‘গায়ে তাহার কত না ছবি অাঁকা, চূড়ায় তাহার কত না লতাপাতা জড়ানো’ - কার?
Ο ক) 
মুখুয্যে গৃহকর্ত্রীর
Ο খ) 
রথের
Ο গ) 
শ্মশানের
Ο ঘ) 
কাছারি বাড়ির

  সঠিক উত্তর: (খ)

১২৯.
‘অভাগীর স্বর্গ’ গল্পের অধর রায়ের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে -
i. বদমেজাজী রূপ
ii. নিষ্ঠুরতা
iii. অহংকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩০.
কাঙালীর মা অন্য গ্রাম থেকে ফিরবার পথে কাঙালীকে কার কাছে যেতে বলেছিল?
Ο ক) 
বিন্দির মার
Ο খ) 
রাখালের মার
Ο গ) 
নাপতে বৌদির
Ο ঘ) 
বামুনের মার

  সঠিক উত্তর: (গ)

১৩১.
‘অভাগীর স্বর্গ’ গল্পের শিক্ষণীয় দিক কোনটি?
Ο ক) 
পিতৃভক্তি
Ο খ) 
মাতৃভক্তি
Ο গ) 
সমাজ সংস্কার
Ο ঘ) 
ধর্মীয় কুসংস্তার

  সঠিক উত্তর: (খ)

১৩২.
কাঙালীর মা গোটাকয়েক কী তুলে হাটে যাচ্ছিল?
Ο ক) 
বেগুন
Ο খ) 
লাউ
Ο গ) 
কুমড়া
Ο ঘ) 
ঝিঙা

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
পেয়াদাদের সম্পর্কে কোন কথা কর্তার গোচর করতে পারলে তার প্রতিবিধান হবে বলে কাঙালীর বিশ্বাস?
Ο ক) 
অত্যাচারের কথা
Ο খ) 
ঘুষ নেয়ার কথা
Ο গ) 
খাজনা চুরির কথা
Ο ঘ) 
কাজকর্মে ফাঁকি দেয়ার কথা

  সঠিক উত্তর: (খ)

১৩৪.
ছেলের হাতের আগুন! সে ত সোজা কথা নয়! - এ কথায় ফুটে উঠেছে -
i. পুত্র-সন্তানের প্রতি বাৎসল্য�
ii. বদ্ধমূল বিশ্বাস�
iii. সন্তানের প্রতি নির্ভরশীলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৫.
বিন্দির মা কাঙালীর মাকে কোন বিশেষণে বিশেষিত করেছেন?
Ο ক) 
অসতী
Ο খ) 
সতী-লক্ষ্মী
Ο গ) 
ভাগ্যিমানী
Ο ঘ) 
অভাগী

  সঠিক উত্তর: (খ)

১৩৬.
ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করছেন কোনটির?
Ο ক) 
বিয়ের
Ο খ) 
অন্ত্যেষ্টিক্রিয়ার
Ο গ) 
শ্রাদ্ধের
Ο ঘ) 
পূজার

  সঠিক উত্তর: (গ)

১৩৭.
‘অভাগীর স্বর্গ’ গল্পে কোন ভাষারীতির ব্যবহার করা হয়েছে?
Ο ক) 
সাধু
Ο খ) 
চলিত
Ο গ) 
মিশ্র
Ο ঘ) 
আঞ্চলিক

  সঠিক উত্তর: (গ)

১৩৮.
অন্ত্যেষ্টিক্রিয়ার সঠিক অর্থ কোনটি?
Ο ক) 
জীবিতের অনুষ্ঠান
Ο খ) 
জন্মদিনের অনুষ্ঠান
Ο গ) 
বিয়ের অনুষ্ঠান
Ο ঘ) 
মৃত্যের জন্য শেষ অনুষ্ঠান

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
শেষ পর্যন্ত কী জ্বালিয়ে অভাগীর মুখে আগুন স্পর্শ করানো হলো?
Ο ক) 
খড়ের আঁটি
Ο খ) 
পাট কাঠি
Ο গ) 
বাঁশ
Ο ঘ) 
গাছের ডাল

  সঠিক উত্তর: (ক)

১৪০.
‘নিকে’ শব্দটির অর্থ হচ্ছে-
Ο ক) 
বিয়ে
Ο খ) 
দু:খ
Ο গ) 
আনন্দ
Ο ঘ) 
অভাগী

  সঠিক উত্তর: (ক)

১৪১.
কাঙালীর মায়ের দ্বিতীয় বিয়ে নার করার মধ্য দিয়ে যে বিষয়ের প্রকাশ ঘটেছে -
Ο ক) 
স্বামীর পৃতি ঘৃণা
Ο খ) 
সন্তানবাৎসল্য
Ο গ) 
সামাজিক প্রথা
Ο ঘ) 
জীবনের প্রতি উদাসীনতা

  সঠিক উত্তর: (খ)

১৪২.
কোন কথা কাঙালীর বুকে তীরের মতো বিঁধল?
Ο ক) 
কাঙালীর হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিল
Ο খ) 
শালা, একি তোর বাপের গাছ যে কাটতে লেগেছিস?
Ο গ) 
দুলে! দুলের মড়ার কাঠ কি হবে শুনি?
Ο ঘ) 
মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা

  সঠিক উত্তর: (ক)

১৪৩.
‘অভাগীর স্বর্গ’ গল্পে বাংলাদেশের জমিদার ও কর্মচারীদের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো -
i. স্বার্থপরতা
ii. নির্মমতা
iii. হীনতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৪.
‘অভাগীর জীবন-নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল’ - এ উক্তি দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন?
Ο ক) 
অভাবের দিন শেষ
Ο খ) 
গল্পের পরিসমাপ্তি
Ο গ) 
অভাগীর জীবন সায়াহ্ন
Ο ঘ) 
নাটকের পরিসমাপ্তি

  সঠিক উত্তর: (গ)

১৪৫.
মৃত্যুপথযাত্রী কাঙালীর মা স্বামীর পায়ের ধুলোর জন্য তার অবশ বাহুখানি কোথায় বাড়িয়ে হাত পাতল?
Ο ক) 
শয্যার মধ্যে
Ο খ) 
শয্যার বাইরে
Ο গ) 
রসিক দুলের সামনে
Ο ঘ) 
কাঙালীর কোলে

  সঠিক উত্তর: (খ)

১৪৬.
অধর রায়ের বাড়ি থেকে বিতাড়িত হয়ে কাঙালী কাঠ চাইতে আর কার বাড়িতে গিয়েছিল?
Ο ক) 
নাপতে বৌদির
Ο খ) 
ভট্টাচার্য মহাশয়ের
Ο গ) 
ঈশ্বর নাপিতের
Ο ঘ) 
মুখুয্যের

  সঠিক উত্তর: (ঘ)

১৪৭.
অভাগীর শবদাহের জন্যে রসিক বেলগাছ কাটতে গেলে দারোয়ান বাঁধা দিল কেন?
Ο ক) 
দুলের মৃতদেহ পোড়ানোর নিয়ম নেই বলে
Ο খ) 
শাস্ত্রমতে বেলগাছ কাটা পাপ বলে
Ο গ) 
রসিকের খাজনা বাকি ছিল বলে
Ο ঘ) 
গাছটা জমিদারের ছিল বলে

  সঠিক উত্তর: (ক)

১৪৮.
সমাজের জাতপাতের বিভাজনের জন্য দায়ী কারা?
Ο ক) 
উঁচু শ্রেণির লোক
Ο খ) 
নীচু শ্রেণির লোক
Ο গ) 
উঁচু-নীচু সবাই
Ο ঘ) 
মধ্যবিত্ত শ্রেণি

  সঠিক উত্তর: (ক)

১৪৯.
‘এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল’ - এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
Ο ক) 
বয়স বেড়ে যাওয়া
Ο খ) 
সময়ের দ্রুত প্রস্থান
Ο গ) 
হাঁপিয়ে ওঠা
Ο ঘ) 
সংসারের বিতৃষ্ণা

  সঠিক উত্তর: (গ)

১৫০.
অসুস্থ অভাগী কাকে ডেকে আনতে কাঙালীকে বলেছিল?
Ο ক) 
বিন্দির মাকে
Ο খ) 
নাপতে বৌদিকে
Ο গ) 
রসিক দুলেকে
Ο ঘ) 
রাখালের মাকে

  সঠিক উত্তর: (গ)

১৫১.
নিস্তব্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) 
নিশ্চল
Ο খ) 
কোলাহল
Ο গ) 
বাচাল
Ο ঘ) 
সবাক

  সঠিক উত্তর: (ক)

১৫২.
কোন উক্তিটিতে কাঙালীর প্রতিবাদী চেতনা প্রকাশিত হয়েছে?
Ο ক) 
দারোয়ানজী আমার বাবাকে মেরেছে
Ο খ) 
মা বলে গেছে তেনাকে আগুন দিতে
Ο গ) 
মড়া-পোড়ানো বলতে নেই, পাপ হয়
Ο ঘ) 
সে যে আমার মায়ের হাতে পোঁতা গাছ

  সঠিক উত্তর: (ঘ)

১৫৩.
‘অভাগীর স্বর্গ’ গল্পে নাপতে বৌদির কাছ থেকে কাঙালীকে অভাগী কী নিয়ে আসতে বলল?
Ο ক) 
আলতা
Ο খ) 
শাড়ি
Ο গ) 
চাল
Ο ঘ) 
নুন

  সঠিক উত্তর: (ক)

১৫৪.
প্রবল হরিধ্বনিতে প্রভাত-আকাশ আলোড়িত করে সমস্ত গ্রাম কোথায় চলেছিল?
Ο ক) 
পূজায়
Ο খ) 
শ্মশানে
Ο গ) 
মেলায়
Ο ঘ) 
গঙ্গাস্নানে

  সঠিক উত্তর: (খ)

১৫৫.
কাঙালীর মায়ের চরিত্রটি কীসের প্রতীক?
Ο ক) 
ভাগ্যিমানীর
Ο খ) 
অভাগীর
Ο গ) 
হৃদয়হীনতার
Ο ঘ) 
হারিদ্রের

  সঠিক উত্তর: (খ)

১৫৬.
সদ্য মাতৃহীন কাঙালী উদভ্রান্ত হয়েছিল -
i. শোকে
ii. উত্তেজনায়
iii. দু:খে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৭.
ইচ্ছা হইল ছুটিয়া গিয়া একবিন্দু -
i. আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয়�
ii. শিশির ঠোঁটে দেয়�
iii. পানি মুখে দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৮.
‘কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই’ - এ বক্তব্য দ্বারা বোঝা যায়, জনমত সবসময় -
Ο ক) 
দুর্বলের পক্ষে
Ο খ) 
সবলের পক্ষে
Ο গ) 
ন্যায়ের পক্ষে
Ο ঘ) 
ন্যায়ের বিপক্ষে

  সঠিক উত্তর: (খ)

১৫৯.
‘শরহৎ সাহিত্যসমগ্র’ গল্পের কোন খন্ড থেকে ‘অভাগীর স্বর্গ’ গল্পটি সংকলন করা হয়েছে?
Ο ক) 
প্রথম খন্ড
Ο খ) 
দ্বিতীয় খন্ড
Ο গ) 
তৃতীয় খন্ড
Ο ঘ) 
চতুর্থ খন্ড

  সঠিক উত্তর: (ক)

১৬০.
অধর রায় কাঙালীকে পাঁচ টাকা আনতে বলেছিল কেন?
Ο ক) 
খাজনা পরিশোধ করার জন্য
Ο খ) 
ঘুষ দেওয়ার জন্য
Ο গ) 
জরিমানা হিসেবে
Ο ঘ) 
গাছের দাম দেওয়ার জন্য

  সঠিক উত্তর: (ঘ)

১৬১.
কাঙালির মা কোথায় উঠে অন্ত্যেষ্টিক্রিয়া আগ্রহভরে দেখতে লাগল?
Ο ক) 
গাছে
Ο খ) 
পাহাড়ে
Ο গ) 
উঁচু ঢিপিতে
Ο ঘ) 
চেয়ারে

  সঠিক উত্তর: (গ)

১৬২.
‘অভাগীর স্বর্গ’ গল্পে কাঙালী হলো -
Ο ক) 
সাহসী
Ο খ) 
প্রতিবাদী
Ο গ) 
শোষিত
Ο ঘ) 
অবোধ

  সঠিক উত্তর: (গ)

১৬৩.
‘মা মরেছে ত যা নিচে নেবে দাঁড়া।’ - অধর রায় কেন এ কথা বলেছিল?
Ο ক) 
কাঙালী দরিদ্র বলে
Ο খ) 
অশৌচের ভয়ে
Ο গ) 
অহমিকার কারণে
Ο ঘ) 
নিচু জাতের ছেলে বলে

  সঠিক উত্তর: (খ)

১৬৪.
রসিক দুলের প্রতি জমিদারের দারোয়ানের আচরণে প্রতিবেশীরা কেউ প্রতিবাদ করল না কেন?
Ο ক) 
দারোয়ানের আচরণকে যথাযথ ভেবেছে বলে
Ο খ) 
তারা রসিকের শত্রু ছিল বলে
Ο গ) 
নিচুজাতের হওয়ায় দুর্বল ছিল বলে
Ο ঘ) 
দারোয়ানের সাথে অনেক লাঠিয়াল ছিল বলে

  সঠিক উত্তর: (গ)

১৬৫.
বাংলা কথাসাহিত্যে দুর্লভ জনপ্রিয়তার অধিকারী কে?
Ο ক) 
প্রমথ চৌধুরী
Ο খ) 
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Ο গ) 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ο ঘ) 
মানিক বন্দ্যোপাধ্যায়

  সঠিক উত্তর: (গ)

১৬৬.
হিন্দু স্ত্রীলোকের মৃত্যুর পর সৎকারের পূর্বে দেওয়া হয় -
i. দুপায়ে আলতা
ii. মাথার সিঁদুর
iii. নতুন উত্তরীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৭.
‘বর্ষীয়সী’ বলতে কী বোঝায়?
Ο ক) 
অতি বৃদ্ধ
Ο খ) 
বর্ষপূর্তি অনুষ্ঠান
Ο গ) 
মধ্যবয়স্ক
Ο ঘ) 
বর্ষার অনুষ্ঠান

  সঠিক উত্তর: (ক)

১৬৮.
‘এই দু:খ যে কি, যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কেহই জানে না’ - এখানে ‘যিনি’ বলা হয়েছে কাকে?
Ο ক) 
স্রষ্টাকে
Ο খ) 
স্বামীকে
Ο গ) 
মুখুয্যেকে
Ο ঘ) 
জমিদারকে

  সঠিক উত্তর: (ক)

১৬৯.
‘দত্তা’ কোন ধরনের গ্রন্থ?
Ο ক) 
কাব্যগ্রন্থ
Ο খ) 
নাটক
Ο গ) 
ছোটগল্প
Ο ঘ) 
উপন্যাস

  সঠিক উত্তর: (ঘ)

১৭০.
‘ব্যাটাকে গলাধাক্কা দিয়ে বার করে দে ত!’ - অধর কাকে এ কথা বলেছিল?
Ο ক) 
দারোয়ানকে
Ο খ) 
পাঁড়েকে
Ο গ) 
চৌকিদারকে
Ο ঘ) 
কর্মচারীকে

  সঠিক উত্তর: (খ)

১৭১.
ঈশ্বর নাপিত কাঙালীর মায়ের হাত দেখে মুখ গম্ভীর করল কেন?
Ο ক) 
বিপদের আশঙ্কা করে
Ο খ) 
বাঁচার আশা নেই বলে
Ο গ) 
টাকা পয়সা পায়নি বলে
Ο ঘ) 
প্রচন্ড জ্বর অনুভব করে

  সঠিক উত্তর: (খ)

১৭২.
শরৎচন্দ্র কত সাল থেকে নিয়মিতভাবে সাহিত্যসাধনা করতে থাকেন?
Ο ক) 
১৯১৬
Ο খ) 
১৯০৩
Ο গ) 
১৯৩৬
Ο ঘ) 
১৯২০

  সঠিক উত্তর: (ক)

১৭৩.
অভাগীর আঁচলে কী বাঁধা ছিল?
Ο ক) 
মুড়ি
Ο খ) 
কলা
Ο গ) 
নাড়ু
Ο ঘ) 
বেগুন

  সঠিক উত্তর: (ঘ)

১৭৪.
গ্রামে কে নাড়ী দেখতে জানত?
Ο ক) 
বিন্দির মা
Ο খ) 
রাখালের মা
Ο গ) 
রসিক দুলে
Ο ঘ) 
ঈশ্বর নাপিত

  সঠিক উত্তর: (ঘ)

১৭৫.
গ্রামের লোক কী দেখতে ভিড় করল?
Ο ক) 
সাপুড়ের সাপখেলা
Ο খ) 
শ্রীকৃষ্ণের রাসমেলা
Ο গ) 
অভাগীর সংসার
Ο ঘ) 
ধুমধামের শবযাত্রা

  সঠিক উত্তর: (ঘ)

১৭৬.
‘অভাগীর স্বর্গ’ গল্পটির রচয়িতা কে?
Ο ক) 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ο খ) 
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ο গ) 
বিভূতিভূষণ চট্টোপাধ্যায়
Ο ঘ) 
মানিক চট্টোপাধ্যায়

  সঠিক উত্তর: (ক)

১৭৭.
কাঙালীর মা কাঙালীকে কি বলতে চাইল?
Ο ক) 
রূপকথা
Ο খ) 
উপন্যাস
Ο গ) 
ছোটগল্প
Ο ঘ) 
নিজের কথা

  সঠিক উত্তর: (ক)

১৭৮.
‘দাও বাবা, দাও একটু পায়ের ধুলো’ - কে বলেছিল?
Ο ক) 
রাখালের মা
Ο খ) 
নাপতে বৌদি
Ο গ) 
বিন্দির পিসী
Ο ঘ) 
কাঙালী

  সঠিক উত্তর: (গ)

১৭৯.
কাঙালীর মা কোনটিকে স্বর্গের রথ ভেবেছিল?
Ο ক) 
আগুনকে
Ο খ) 
আলতাকে
Ο গ) 
চিতার কাঠকে
Ο ঘ) 
ধোঁয়াকে

  সঠিক উত্তর: (ঘ)

১৮০.
‘ছোটজাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না’ - অভাগী ‘তখন’ বলতে বুঝিয়েছে যখন -�
Ο ক) 
রসিক বাঘ ঘরে ফিরে আসবে
Ο খ) 
ধন সম্পদ অর্জন হবে
Ο গ) 
সে মরে যাবে
Ο ঘ) 
কাঙালী প্রতিষ্ঠিত হবে

  সঠিক উত্তর: (গ)

১৮১.
কাঙালী প্রথমবারের মতো অপটু হাতে কী করতে প্রবৃত্ত হয়েছিল?
Ο ক) 
কাপড় ধুতে
Ο খ) 
ভাত রাঁধতে
Ο গ) 
চুলা জ্বালাতে
Ο ঘ) 
ঘর ঝাড়ু দিতে

  সঠিক উত্তর: (খ)

১৮২.
‘এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার সাধ মিটাইতে হইয়াছে’ - এখানে কাঙালীর কোথায় বসে খেলাধুলার সাধ মেটানোর কথা বলা হয়েছে?
Ο ক) 
ঘরের মেঝেতে
Ο খ) 
মায়ের কোলে
Ο গ) 
বাড়ির উঠানে
Ο ঘ) 
বিছানার উপরে

  সঠিক উত্তর: (খ)

১৮৩.
প্রবল হরিধ্বনিতে প্রভাত-আকাশ আলোড়িত করে কারা শবযাত্রায় অংশ নিল?
Ο ক) 
ছেলেমেয়েরা
Ο খ) 
আত্মীয়স্বজনেরা
Ο গ) 
ব্রাহ্মণেরা
Ο ঘ) 
সমস্ত গ্রাম

  সঠিক উত্তর: (ঘ)

১৮৪.
‘শশক’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) 
কচ্ছপ
Ο খ) 
বেজি
Ο গ) 
বিড়াল
Ο ঘ) 
খরগোশ

  সঠিক উত্তর: (ঘ)

১৮৫.
রসিক ভাবতেও পারে নি যে -
i. অভাগী অতটা অসুস্থ হয়ে পড়বে
ii. অভাগীর তার প্রতি ভালোবাসা রয়েছে
iii. তার পায়ের ধুলোরও প্রয়োজন আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৮৬.
অভাগী রসিক দুলের পায়ের ধুলা চাইল কেন?
Ο ক) 
স্বর্গবাসী হওয়ার জন্য
Ο খ) 
পবিত্র হওয়ার জন্য
Ο গ) 
শ্রদ্ধাবশত
Ο ঘ) 
কোনো কারণ ছাড়াই

  সঠিক উত্তর: (ক)

১৮৭.
মুখুয্যে গৃহকর্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া দেখে কাঙালীর মায়ের মধ্যে কী ভাবানুভূতি সৃষ্টি হলো?
Ο ক) 
মৃত্যুর
Ο খ) 
শোকের
Ο গ) 
স্বর্গে যাবার
Ο ঘ) 
নিজের প্রতি ধিক্কার

  সঠিক উত্তর: (গ)

১৮৮.
বামুন-মা কোথায় যাচ্ছে?
Ο ক) 
শ্বশুর বাড়ি
Ο খ) 
স্বর্গে
Ο গ) 
নরকে
Ο ঘ) 
বাবার বাড়ি

  সঠিক উত্তর: (খ)

১৮৯.
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি লাভ করেন?
Ο ক) 
এম.এ ডিগ্রি
Ο খ) 
পিএইচ.ডি ডিগ্রি
Ο গ) 
জগত্তারিণী পদক
Ο ঘ) 
ডি.লিট উপাধি

  সঠিক উত্তর: (ঘ)

১৯০.
কাঙালীর মায়ের মরণকালে তাকে একটু পায়ের ধুলো দিতে গিয়ে রসিক দুলে যে কারণে কেঁদে ফেলল তা হলো -
i. অনুতপ্ত হওয়ায়
ii. লজ্জা পাওয়ায়
iii. স্ত্রী হারানোর ভয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯১.
‘ইন্দ্রজাল’ বলতে বোঝায় -
i. স্বল্পবিদ্যাকে
ii. মানুষকে আয়ত্তে আনার বিদ্যাকে�
iii. জাদুবিদ্যাকে�
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৯২.
কাঙালী যে কারণে মায়ের মৃতদেহ সৎকারের কাঠ জোগাড় করতে পারল না তা হলো -
i. দারিদ্রতা
ii. উঁচু শ্রেণির নিষ্ঠুরতা
iii. জাতি বৈষম্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯৩.
রাজপুত্তুর, কোটালপুত্তুর, পঙ্খিরাজ ঘোড়া আছে -
i. রূপকথায়�
ii. নাটকে�
iii. উপন্যাসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯৪.
কাঙালী সবেমাত্র কীসের কাজ করতে আরম্ভ করেছে?
Ο ক) 
বেতের কাজ
Ο খ) 
কাঠের কাজ
Ο গ) 
দর্জির কাজ
Ο ঘ) 
কামারের কাজ

  সঠিক উত্তর: (ক)

১৯৫.
কাঙালী সজোরে মায়ের গলা জড়িয়ে ধরেছিল -
i. ভয়ে
ii. বিস্ময়ে
iii. পুলকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯৬.
কাঙালীর মাকে অনেকে ঘেন্না করে কেন?
Ο ক) 
গায়ে ময়লা বলে
Ο খ) 
ময়লা কাপড় পড়ে বলে
Ο গ) 
ছোটজাত বলে
Ο ঘ) 
বিত্তহীন বলে

  সঠিক উত্তর: (গ)

১৯৭.
‘নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিল না, শয্যায় লুটাইয়া পড়িল’ - কাঙালীর মায়ের কেন এই প্রচেষ্টা?
Ο ক) 
রসিক দুলে আসায়
Ο খ) 
কাঙালীকে সাহায্য করতে
Ο গ) 
ঔষধ খেতে
Ο ঘ) 
ঈশ্বর নাপিত আসায়

  সঠিক উত্তর: (খ)

১৯৮.
‘অভাগীর স্বর্গ’ গল্পে সদ্য-প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া কী রঙের ছায়া ফেলে ঘুরে ঘুরে আকাশে উঠছিল?
Ο ক) 
লাল রং
Ο খ) 
হলুদ রং
Ο গ) 
নীল রং
Ο ঘ) 
সবুজ রং

  সঠিক উত্তর: (গ)

১৯৯.
কাঙালীল ভাত খাবার পিতলের কাঁসিটি বিন্দির পিসী কেন বাঁধা দিতে গিয়েছে?
Ο ক) 
উত্তরীয় কেনার জন্য
Ο খ) 
ঔষধ কেনার জন্য
Ο গ) 
কাঠ কেনার জন্য
Ο ঘ) 
খাবার কেনার জন্য

  সঠিক উত্তর: (ক)

২০০.
‘অভাগীর স্বর্গ’ গল্পে অভাগীর বয়স কত বলে অনুমান করা হয়েছে?
Ο ক) 
ত্রিশ বছর
Ο খ) 
বত্রিশ বছর
Ο গ) 
চৌত্রিশ বছর
Ο ঘ) 
ছত্রিশ বছর

  সঠিক উত্তর: (ক)

২০১.
শ্মশান-সৎকারের শেষটুকু দেখা কাঙালীর মায়ের ভাগ্যে ঘটনল না কেন?
Ο ক) 
ছোটজাত বলে
Ο খ) 
লোকজন তাড়িয়ে দেওয়ায়
Ο গ) 
ছেলে বাড়ি যাবার তাড়া দেয়ায়
Ο ঘ) 
অসুস্থ হয়ে পড়ায়

  সঠিক উত্তর: (গ)

২০২.
শরচৎচন্দ্র চট্টোপাধ্যায় কিছুদিন বিভিন্ন জায়গায় কীভাবে ভ্রমণ করেন?
Ο ক) 
পরিকল্পনা করে
Ο খ) 
ভবঘুরে হয়ে
Ο গ) 
আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়ে
Ο ঘ) 
ফেরিওয়ালা হয়ে

  সঠিক উত্তর: (খ)

২০৩.
দুলেদের পেশা কী?
Ο ক) 
কাপড় তৈরি করা
Ο খ) 
পালকি বহন করা
Ο গ) 
নৌকা চালনা করা
Ο ঘ) 
ঘর তৈরি করা

  সঠিক উত্তর: (খ)

২০৪.
লেখক ‘অভাগীর স্বর্গ’ গল্পে কোনটিকে বিস্ময়ের বস্তু বলেছেন?
Ο ক) 
রসিক দুলের আচরণকে
Ο খ) 
অভাগীর স্বপ্ন দেখাকে
Ο গ) 
অভাগীর কাঙালীর মা হয়ে বেঁচে থাকাকে
Ο ঘ) 
অধর রায়ের আচরণকে

  সঠিক উত্তর: (গ)

২০৫.
‘তোদের জেতে কে কবে আবার পোড়ায় রে?’ - কথাটি কে বলেছিলেন?
Ο ক) 
পাঁড়ে
Ο খ) 
মুখুয্যে মশাই
Ο গ) 
ভট্টাচার্য মহাশয়
Ο ঘ) 
অধর রায়

  সঠিক উত্তর: (গ)

২০৬.
‘অভাগীর স্বর্গ’ গল্পে কুটীর প্রাঙ্গণে কী গাছ আছে?
Ο ক) 
তাল
Ο খ) 
বড়ই
Ο গ) 
বেল
Ο ঘ) 
জলপাই

  সঠিক উত্তর: (গ)

২০৭.
অভাগীর বাবা পেশায় কী ছিল?
Ο ক) 
জেলে
Ο খ) 
কৃষক
Ο গ) 
নাপিত
Ο ঘ) 
দিনমজুর

  সঠিক উত্তর: (ক)

২০৮.
‘বাঘের অন্য বাঘিনী ছিল।’ এখানে বাঘিনী হলো -
Ο ক) 
কাঙালীর মা
Ο খ) 
রসিকের দ্বিতীয় স্ত্রী
Ο গ) 
মুখোপাধ্যায়ের স্ত্রী
Ο ঘ) 
মুখোপাধ্যায় মহাশয়ের দ্বিতীয় স্ত্রী

  সঠিক উত্তর: (খ)

২০৯.
শরৎচন্দ্র মৃত্যুবরণ করেন -
Ο ক) 
১৯৩৮ সালের ১৬ই জানুয়ারি
Ο খ) 
১৯৩৮ সালের ১লা জুন
Ο গ) 
১৯৩৮ সালের ১৭ সেপ্টেম্বর
Ο ঘ) 
১৯৩৮ সালের ২ অক্টোবর

  সঠিক উত্তর: (ক)

২১০.
‘অভাগীর স্বর্গ’ গল্পে শোষক শ্রেণির প্রতিনিধি হচ্ছে -
i. জমিদার
ii. অধর রায়
iii. রসিক দুলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২১১.
অভাগী কাঙালীকে কোথায় যেতে নিষেধ করল?
Ο ক) 
কাজে
Ο খ) 
শব যাত্রায়
Ο গ) 
মামার বাড়িতে
Ο ঘ) 
দাদার বাড়িতে

  সঠিক উত্তর: (ক)

২১২.
অভাগীর সঙ্গে কার বিয়ে হয়েছিল?
Ο ক) 
রসিকের
Ο খ) 
অধরের
Ο গ) 
মুখুয্যের
Ο ঘ) 
ভট্টাচার্যের

  সঠিক উত্তর: (ক)

২১৩.
অভাগীর মৃতদেহের সৎকার নদীর চড়ায় করার কথা বলেছিল -
i. অধর রায়
ii. ঠাকুরদাস মুখুয্যে
iii. ভট্টাচার্য মহাশয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২১৪.
‘সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল।’ এখানে কোন উৎসবের কথা হয়েছে?
Ο ক) 
শ্রাদ্ধের
Ο খ) 
কাঙালি ভোজের
Ο গ) 
শবযাত্রার
Ο ঘ) 
হোলি খেলার

  সঠিক উত্তর: (গ)

২১৫.
সন্ধ্যাবেলায় হিন্দু সম্প্রদায়ের নিত্যকরণীয় পূজাকে বলা হয় -
Ο ক) 
মধ্যাহ্নিক
Ο খ) 
অপরাহ্নিক
Ο গ) 
সন্ধ্যাহ্নিক
Ο ঘ) 
পূর্বাহ্নিক

  সঠিক উত্তর: (গ)

২১৬.
কাঙালী খেলাধুলার সাধ কীভাবে মিটাত?
Ο ক) 
মাঠে
Ο খ) 
পিতৃক্রোড়ে
Ο গ) 
মাতৃক্রোড়ে
Ο ঘ) 
সঙ্গীদের সাথে

  সঠিক উত্তর: (গ)

২১৭.
সকলের অবধারিত দিক কোনটি?
Ο ক) 
ইহলোক
Ο খ) 
পরলোক
Ο গ) 
স্বর্গলোক
Ο ঘ) 
ভূলোক

  সঠিক উত্তর: (গ)

২১৮.
কাঙালীর বয়স কত বছর
Ο ক) 
বার-তের
Ο খ) 
তের-চৌদ্দ
Ο গ) 
চৌদ্দ-পনের
Ο ঘ) 
পনের-ষোল

  সঠিক উত্তর: (গ)

২১৯.
‘রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল’ - কেন?
Ο ক) 
কৃতকর্ম স্মরণ করে
Ο খ) 
স্ত্রী মারা যাচ্ছে বলে
Ο গ) 
নিজেকে নগণ্য ভাবায়
Ο ঘ) 
বিন্দির পিসীর কথায়

  সঠিক উত্তর: (ক)

২২০.
অভাগীর ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীকে সৌভাগ্যবতী মনে মনে হলো, কারণ তিনি মৃত্যুর পর -
i. পুত্রের হাতের আগুন পেয়েছেন�
ii. স্বামীর পায়ের ধুলো পেয়েছেন
iii. রথে চড়ে স্বর্গারোহণ করেছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২১.
‘সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যাপ্ত করিল কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ জ্বলিল না’ - কেন?
Ο ক) 
বাড়িতে কেউ ছিল না বলে
Ο খ) 
অভাগী অসুস্থ ছিল বলে
Ο গ) 
বাড়িতে শোক বিরাজ করছিল বলে
Ο ঘ) 
দীপ জ্বালানোর তেল ছিল না বলে

  সঠিক উত্তর: (খ)

২২২.
মৃত্যুর সময় কাঙালী তার বাবাকে হাজির করতে পারলেও মায়ের সংস্কার করতে পারে নি কেন?
Ο ক) 
ছোট জাত বলে
Ο খ) 
বাবা দেখতে না পারায়
Ο গ) 
মায়ের ইচ্ছা ছিল তাই
Ο ঘ) 
প্রতিবেশীদের বাধায়

  সঠিক উত্তর: (ক)

২২৩.
‘শীত-তাপ ক্ষুধা-তৃষ্ণার জ্বালা
সবাই আমরা সমান বুঝি’ - চরণ দুটির বক্তব্য ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন দিকটির বিপরীত?
Ο ক) 
সামাজিক বৈষম্য
Ο খ) 
জাতি বৈষম্য
Ο গ) 
ধনী-দরিদ্র বৈষম্য
Ο ঘ) 
শ্রেণি বৈষম্য

  সঠিক উত্তর: (গ)

২২৪.
ঠাকুরদাস মুখোপাধ্যায় তৎকালীন সমাজে কাদের প্রতিনিধিত্ব করে?
Ο ক) 
ধনিক শ্রেণির
Ο খ) 
বণিক শ্রেণির
Ο গ) 
ভোগবাদী শ্রেণির
Ο ঘ) 
সামন্ত শ্রেণির

  সঠিক উত্তর: (ঘ)

২২৫.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাগুলো হলো -
i. বড় দিদি, চরিত্রহীন, গৃহদাহ
ii. বিসর্জন, ঘরে বাইরে, বিন্দুর ছেলে�
iii. রামের সুমতি, শ্রীকান্ত, দত্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২২৬.
কাঙালী কী বাঁধা দিয়ে কবিরাজকে এক টাকা প্রণামী দিল?
Ο ক) 
ঘটি
Ο খ) 
বাটি
Ο গ) 
পিতলের কাঁসি
Ο ঘ) 
খাবারের থালা

  সঠিক উত্তর: (ক)

২২৭.
দুলে অর্থ কী?
Ο ক) 
পালকি বহনকারী হিন্দু সম্প্রদায় বিশেষ
Ο খ) 
কামার সম্প্রদায়
Ο গ) 
জেলে সম্প্রদায়
Ο ঘ) 
কুমোর সম্প্রদায়

  সঠিক উত্তর: (ক)

২২৮.
প্রবাস জীবনের পর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে কলকাতায় চলে আসেন?
Ο ক) 
১৯১৬
Ο খ) 
১৯০৭
Ο গ) 
১৯২০
Ο ঘ) 
১৯২৬

  সঠিক উত্তর: (ক)

২২৯.
‘অভাগীর আশা হইয়াছে আরও বছরখানেক তাহার অভাগ্যের সহিত যুঝিতে পারিলে দু:খ ঘুচিবে।’ - এরূপ আশা হওয়ার কারণ কী?
Ο ক) 
ছেলে রোজগার শুরু করবে বলে
Ο খ) 
স্বামী ফিরে আসবে বলে
Ο গ) 
ক্ষেতের ফসল পাবে বলে
Ο ঘ) 
জমিদার আশ্বাস দিয়েছে বলে

  সঠিক উত্তর: (ক)

২৩০.
নিচের যে কথায় কাঙালীর মায়ের ‘সন্তান বাৎসল্য’ ফুটে ওঠে তা হলো -
i. আয় তোকে রূপকথা বলি
ii. ভাত ফুটিয়ে নিয়ে খা দিকি, আমি চেয়ে দেখি
iii. তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩১.
জমিদারের গোমস্তার নাম কী?
Ο ক) 
অধর রায়
Ο খ) 
ভট্টাচার্য
Ο গ) 
পাঁড়ে
Ο ঘ) 
মুখোপাধ্যায়

  সঠিক উত্তর: (ক)

২৩২.
সুকুমার সেন কোন গ্রন্থটি সম্পাদনা করেন?
Ο ক) 
মাইকেল রচনাবলী
Ο খ) 
শরৎ সাহিত্যসমগ্র
Ο গ) 
সুকুমার রচনাবলী
Ο ঘ) 
ফররুখ সাহিত্যসমগ্র

  সঠিক উত্তর: (খ)

২৩৩.
‘অভাগীর স্বর্গ’ গল্পে কোন নদীর তীরে শ্মশান?
Ο ক) 
গরুড় নদী
Ο খ) 
পদ্মা নদী
Ο গ) 
মেঘনা নদী
Ο ঘ) 
কর্ণফুলি নদী

  সঠিক উত্তর: (ক)

২৩৪.
‘অভাগীর স্বর্গ’ গল্পে কাঙালীর খিদে পেয়েছিল কখন?
Ο ক) 
দুপুরে
Ο খ) 
রাতে
Ο গ) 
সকালে
Ο ঘ) 
সন্ধ্যায়

  সঠিক উত্তর: (ক)

২৩৫.
শরচৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের কোন রাজ্যে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
পশ্চিমবঙ্গে
Ο খ) 
উত্তরবঙ্গে
Ο গ) 
দক্ষিণবঙ্গে
Ο ঘ) 
পূর্ববঙ্গে

  সঠিক উত্তর: (ক)

২৩৬.
‘গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত �পড়িল না’ - এ বক্তব্যে প্রকাশ পেয়েছে -
Ο ক) 
অহংকার
Ο খ) 
কঠোরতা
Ο গ) 
দেমাগ
Ο ঘ) 
নিষ্ঠুরতা

  সঠিক উত্তর: (ঘ)

২৩৭.
কাঙালীর বাবাকে অভাগী ধরে আনতে বলেছিল কেন?
Ο ক) 
শাস্তি দেওয়ার জন্য
Ο খ) 
টাকা পাবে বলে
Ο গ) 
সম্পত্তি লিখে দিতে
Ο ঘ) 
পায়ের ধুলো নেওয়ার জন্য

  সঠিক উত্তর: (ঘ)

২৩৮.
‘অভাগীর স্বর্গ’ গল্পের অভাগী -
i. কষ্ট সহিষ্ণু
ii. লোভী�
iii. ধৈর্যশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৩৯.
মড়া-পোড়ানো বললে কী হয়?
Ο ক) 
পুণ্য
Ο খ) 
ব্যাধি
Ο গ) 
পাপ
Ο ঘ) 
অমঙ্গল

  সঠিক উত্তর: (গ)

২৪০.
কাঙালীর মা অন্ত্যেষ্টিক্রিয়া দেখার সময় কাঙালী মাকে কী করার জন্য তাড়া দেয়?
Ο ক) 
বাজারে যেতে
Ο খ) 
স্নাত করতে
Ο গ) 
ভাত রাঁধতে
Ο ঘ) 
ঘরে ফিরতে

  সঠিক উত্তর: (গ)

২৪১.
‘অভাগীর স্বর্গ’ গল্পে জমিদারের কর্তা কে?
Ο ক) 
কুলীন রায়
Ο খ) 
হেমচন্দ্র ব্যানার্জী
Ο গ) 
অধর রায়
Ο ঘ) 
শিথিল চক্রবর্তী

  সঠিক উত্তর: (গ)

২৪২.
‘জগৎ বেড়ে জেতের কথা,
লোকে গৌরব করে যথা-তথা’ - চরণ দুটিতে ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে?
Ο ক) 
উঁচু জাতের নির্মম রূপ
Ο খ) 
উঁচু জাতের অহংকার
Ο গ) 
উঁচু জাতের নিষ্ঠুর আচরণ
Ο ঘ) 
উঁচু জাতের ছড়াছড়ি

  সঠিক উত্তর: (খ)

২৪৩.
কোন নদীর তীরে শ্মশান ঘাট অবস্থিত?
Ο ক) 
শংখ
Ο খ) 
গরুড়
Ο গ) 
গড়াই
Ο ঘ) 
পদ্মা

  সঠিক উত্তর: (খ)

২৪৪.
‘ক্যাঙলার মার মত সতী লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই’ - কে বলেছিল?
Ο ক) 
ঈশ্বর নাপিত
Ο খ) 
রাখালের পিসী
Ο গ) 
বিন্দির মা
Ο ঘ) 
রসিক দুলে

  সঠিক উত্তর: (গ)

২৪৫.
অভাগীর কুটির প্রাঙ্গণের বেলগাছে কুড়াল চালাচ্ছিল কে?
Ο ক) 
কাঙালী
Ο খ) 
রসিক দুলে
Ο গ) 
দারোয়ান
Ο ঘ) 
প্রতিবেশী একজন

  সঠিক উত্তর: (খ)

২৪৬.
‘বিন্দুর ছেলে’ গ্রন্থের লেখক কে?
Ο ক) 
মানিক বন্দ্যোপাধ্যায়
Ο খ) 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ο গ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) 
হুমায়ুন আহমেদ

  সঠিক উত্তর: (খ)

২৪৭.
‘অভাগীর স্বর্গ’ গল্পে উঁচু জাতের মধ্যে রয়েছে -
i. অভাগী
ii. রসিক
iii. ঠাকুরদাস মুখুয্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৪৮.
মুখুয্যে বাড়ির গৃহকর্ত্রীর মৃতদেহ সৎকারের দৃশ্য দেশে কাঙালীর মায়ের মনে সাধ জাগল -
i. মৃত্যুর�
ii. স্বর্গে যাবার�
iii. পুত্রের হাতের মুখাগ্নি পাওয়ার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৪৯.
অভাগীর পিতা পেশায় কী ছিলেন?
Ο ক) 
কৈবর্ত
Ο খ) 
কৃষিজীবী
Ο গ) 
তাঁতি
Ο ঘ) 
কামার

  সঠিক উত্তর: (ক)

২৫০.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৩ই সেপ্টেম্বর
Ο খ) 
১৫ই সেপ্টেম্বর
Ο গ) 
১৭ই সেপ্টেম্বর
Ο ঘ) 
১৯শে সেপ্টেম্বর

  সঠিক উত্তর: (খ)

২৫১.
রেঙ্গুনে একাউন্ট্যান্ট জেনারেল অফিসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন পদে চাকরি করেন?
Ο ক) 
প্রথম শ্রেণি পদে
Ο খ) 
দ্বিতীয় শ্রেণি পদে
Ο গ) 
কেরানি পদে
Ο ঘ) 
চতুর্থ শ্রেণি পদে

  সঠিক উত্তর: (গ)

২৫২.
‘শ্রাদ্ধ’ আনুষ্ঠানিক কোন ধর্মের সাথে সংগতিপূর্ণ?
Ο ক) 
ইসলাম ধর্ম
Ο খ) 
খ্রিস্টান ধর্ম
Ο গ) 
হিন্দু ধর্ম
Ο ঘ) 
বৌদ্ধ ধর্ম

  সঠিক উত্তর: (গ)

২৫৩.
‘দুলের মড়ার কাঠ কি হবে শুনি?’ - অধরের এ উক্তিতে প্রকাশ পেয়েছে -
i. অবজ্ঞা
ii. অহংকার
iii. জাতিভেদে বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৫৪.
‘সব ব্যাটারাই এখন বামুন-কায়েত হতে চায়।’ এ কথায় প্রকাশিত হয়েছে -
Ο ক) 
বিরক্তি
Ο খ) 
বিদ্রূপ
Ο গ) 
ক্রোধ
Ο ঘ) 
ঘৃণা

  সঠিক উত্তর: (খ)

২৫৫.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক পান?
Ο ক) 
১৯১০
Ο খ) 
১৯১১
Ο গ) 
১৯১৮
Ο ঘ) 
১৯২০

  সঠিক উত্তর: (ঘ)

২৫৬.
ললাট চন্দনে চর্চিত করে বহুমূল্য বস্ত্রে মুখুয্যে গৃহকর্ত্রীর মৃতদেহ আচ্ছাদিত করে দিল কারা?
Ο ক) 
ছেলেরা
Ο খ) 
মেয়েরা
Ο গ) 
বধূরা
Ο ঘ) 
জামাইরা

  সঠিক উত্তর: (গ)

২৫৭.
‘অভাগীর স্বর্গ’ গল্পে ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কয়দিনের জ্বরে মারা গিয়েছিল?
Ο ক) 
সাত দিনের
Ο খ) 
আট দিনের
Ο গ) 
নয় দিনের
Ο ঘ) 
দশ দিনের

  সঠিক উত্তর: (ক)

২৫৮.
শরৎচন্দ্রের ছাত্রজীবনের অবসান ঘটে কেন?
Ο ক) 
আর্থিক সংকটের কারণে
Ο খ) 
অসুস্থ হয়ে পড়ায়
Ο গ) 
রাজনীতিতে জড়িয়ে পড়ায়
Ο ঘ) 
অমনোযোগিতার কারণে

  সঠিক উত্তর: (ক)

২৫৯.
অধর রায় কাঙালীর মাকে কোথায় পুঁতে ফেলতে বলেছিল?
Ο ক) 
ঘরের পাশে
Ο খ) 
উঁচু ঢিপিতে
Ο গ) 
নদীর চড়ায়
Ο ঘ) 
খেতের আলে

  সঠিক উত্তর: (গ)

২৬০.
ঈশ্বর নাপিতের অভিব্যক্তিতে কাঙালীর মা নিজের মৃত্যুর আভাস পেলেও তার ভয় হলো না কেন?
Ο ক) 
তার বেঁচে থাকার ইচ্ছা ছিল না বলে
Ο খ) 
সে স্বর্গে যাবার স্বপ্নে বিভোর ছিল বলে
Ο গ) 
সে অনিশ্চিত অবিষ্যতের দিকে যাচ্ছিল বলে
Ο ঘ) 
তার বেঁচে থাকার অবলম্বন ছিল না বলে

  সঠিক উত্তর: (খ)

২৬১.
প্রতিবেশীরা অভাগীর চিকিৎসার ব্যাপারে যে যে নিয়ম বলেছিল -
i. গাছের শিকড় মধু মিশিয়ে খাওয়ায়
ii. হরিণের শিঙ-ঘষা জল খাওয়ায়
iii. গেঁটে-কড়ি পুড়ে মধু মিশিয়ে চাটা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৬২.
বর্ষীয়সী কী জাতীয় শব্দ?
Ο ক) 
স্ত্রীবাচক
Ο খ) 
পুরুষবাচক
Ο গ) 
নিত্যস্ত্রীবাচক
Ο ঘ) 
নিত্য পুরুষবাচ

  সঠিক উত্তর: (ক)

২৬৩.
ভট্টাচার্য মহাশয় ফর্দ করেছিলেন -
i. কাঙালীর মায়ের শ্রাদ্ধের
ii. মুখুয্যে বাড়ির শ্রাদ্ধের
iii. জমিদার মহাশয়ের শ্রাদ্ধের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৬৪.
‘অভাগীর স্বর্গ’ গল্পে বৃদ্ধ মুখোপাধ্যায়ের দুফোঁটা চোখের জল -
i. স্ত্রী হারানোর বেদনার প্রতীক�
ii. সম্পত্তি ফিরে পাওয়ার আনন্দের প্রতীক�
iii.হারানো পুত্র ফিরে পাওয়ার প্রতীক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

২৬৫.
রসিক বাঘ দ্বিতীয় বিবাহের পর অবস্থান করতেন -
Ο ক) 
শহরে
Ο খ) 
বিদেশে
Ο গ) 
অন্য গ্রামে
Ο ঘ) 
নিজের গ্রামে

  সঠিক উত্তর: (গ)

২৬৬.
অভাগীর ক্ষীণকন্ঠ থেমে গেল কেন?
Ο ক) 
রোগের বর্ণনা করতে গিয়ে
Ο খ) 
ছেলেকে উপদেশ দিতে গিয়ে
Ο গ) 
ছেলের কথা শুনে
Ο ঘ) 
ছেলের রুষ্ট আচরণ দেখে

  সঠিক উত্তর: (ক)

২৬৭.
‘অভাগীর স্বর্গ’ গল্পে শোষিত শ্রেণির প্রতিনিধি হচ্ছে -
i. কাঙালী
ii. অভাগী
iii. পাঁড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৬৮.
‘কী জাতের ছেলে তুই? - এ কথা কে বলেছিল?
Ο ক) 
অধর রায়
Ο খ) 
ভট্টাচার্য
Ο গ) 
মুখোপাধ্যায়
Ο ঘ) 
পাঁড়ে

  সঠিক উত্তর: (ক)

২৬৯.
‘ওরে কে আছিস রে, এখানে একটু গোবরজল ছড়িয়ে দে’ - এ কথায় ফুটে উঠেছে -
Ο ক) 
জাতি বৈষম্য
Ο খ) 
ধনী-দরিদ্র বৈষম্য
Ο গ) 
হীন মানসিকতা
Ο ঘ) 
আভিজাত্যের অহমিকা

  সঠিক উত্তর: (ক)

২৭০.
‘অভাগীর স্বর্গ’ গল্পে দারোয়ান কাঙালীকে মারল না কেন?
Ο ক) 
অশৌচের ভয়ে
Ο খ) 
মায়া হয়েছিল বলে
Ο গ) 
মা মারা গিয়েছিল তাই
Ο ঘ) 
রসিক দুলের ছেলে বলে

  সঠিক উত্তর: (ক)

২৭১.
কাঙালীর মা কর্তৃক কাঙালীকে কোন রূপকথাটি শোনানোর কথা গল্পে উল্লেখ নেই?
Ο ক) 
রাজপুত্তুর
Ο খ) 
কোটালপুত্তুর
Ο গ) 
পক্ষীরাজ ঘোড়ার
Ο ঘ) 
ব্যঙ্গমা ব্যঙ্গমীর

  সঠিক উত্তর: (ঘ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
অনিমা শিশুকাল থেকে মাতৃহীনা। অনিমার বাবা বহু কষ্টে মেয়েকে বড় করে বিয়ে দিয়েছেন। বিয়ের পর সন্তান জন্ম দিতে গিয়ে অনিমা মারা গেল। সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা গেছেন বলে অনিমার স্বামী রাগ করে সন্তানের নাম দিল অভাগী।
২৭২.
উদ্দীপকের অনিমার স্বামীর চরিত্রটি ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন চরিত্রের সাথে সঙ্গতিপূর্ণ?
Ο ক) 
কাঙালীর বাবার
Ο খ) 
অভাগীর বাবার
Ο গ) 
রসিক বাঘের
Ο ঘ) 
অধর রায়ের

  সঠিক উত্তর: (খ)

২৭৩.
‘সন্তান জন্ম দেওয়ার সময় মা মারা গেছেন বিধায় সন্তান অভাগী।’ উদ্দীপকে অনিমার স্বামীর এই কথায় ফুটে উঠেছে -
i. অজ্ঞানতা
ii. বাস্তবতা
iii. সমাজের কুসংস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪টি মন্তব্য:

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...