NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র আনন্দপাঠ : রামায়ণ-কাহিনী


 
জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
আনন্দপাঠ : রামায়ণ-কাহিনী


১.
অযোধ্যা দেখতে খুব সুন্দর ছিল, কারণ-
i. এটি ছিল ছায়ায় ঢাকা পরিষ্কৃত
ii. এটিতে ছিল ফুলে ভরা সুন্দর বাগান
iii. এটিতে ছিল দামি পাথরের সুসজ্জিত সাততলা আটতলা বাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২.
মহারাজ দশরথের কনিষ্ঠ স্ত্রীর নাম কী?
Ο ক) 
কৌশলা
Ο খ) 
সুমিত্রা
Ο গ) 
কৈকেয়ী
Ο ঘ) 
সুবাহ্‌

  সঠিক উত্তর: (খ)

৩.
‘দশরথের কী আনন্দ’- এই আনন্দের কারণ-
Ο ক) 
পুত্রলাভের আশা
Ο খ) 
পুত্র লাব
Ο গ) 
পুত্রের বিবাহ
Ο ঘ) 
পুত্রের বীরত্ব

  সঠিক উত্তর: (ক)

৪.
জনকের কাছে রক্ষিত ধনুকের প্যথম মালিক কে ছিলেন?
Ο ক) 
রাম
Ο খ) 
বিশ্বামিত্র
Ο গ) 
দশরথ
Ο ঘ) 
শিব

  সঠিক উত্তর: (ঘ)

৫.
‘পরমা’ শব্দের অর্থ-
i. অরূপ
ii. অপরূপ
iii. শ্রেষ্ঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬.
লাঙলের মুখের আঁচড়ে মাটিতে যে দাগ পড়ে তার নাম কী?
Ο ক) 
মিথিলা
Ο খ) 
সীতা
Ο গ) 
বিশাখা
Ο ঘ) 
অহল্যা

  সঠিক উত্তর: (খ)

৭.
দশরথের রানি কৈকেয়ীর পুত্রের নাম কী?
Ο ক) 
ভরত
Ο খ) 
লক্ষ্মণ
Ο গ) 
রাম
Ο ঘ) 
সুবাহু

  সঠিক উত্তর: (ক)

৮.
গৌতমের স্ত্রীর নাম কী?
Ο ক) 
সুমিতা
Ο খ) 
অহল্যা
Ο গ) 
কৌশল্যা
Ο ঘ) 
কৈকেয়ী

  সঠিক উত্তর: (খ)

৯.
রাম মারীচের বুকে কোন বাণ ছুড়ে মারেন?
Ο ক) 
শতঘ্নী
Ο খ) 
মানবাস্ত্র
Ο গ) 
আগ্নেয়াস্ত্র
Ο ঘ) 
শিবের ধনুক

  সঠিক উত্তর: (খ)

১০.
সরয়ু নদী গঙ্গার সাথে কোথায় মিলেছে?
Ο ক) 
অযোধ্যায়
Ο খ) 
অঙ্গদেশে
Ο গ) 
মিথিলায়
Ο ঘ) 
অযোধ্যায়

  সঠিক উত্তর: (খ)

১১.
দশরথ কোন নদীর ধারে রাজত্ব করতেন?
Ο ক) 
সরযু
Ο খ) 
মরযু
Ο গ) 
হাডসন
Ο ঘ) 
ভলগা

  সঠিক উত্তর: (ক)

১২.
দশরথ কে ছিলেন?
Ο ক) 
অযোধ্যার রাজা
Ο খ) 
রামের পিতা
Ο গ) 
মিথিলার রাজা
Ο ঘ) 
দেশহিতৈষী

  সঠিক উত্তর: (ক)

১৩.
জনকের কাছে রক্ষিত ধনুকের প্রথম মালিক কে ছিল?
Ο ক) 
রাম
Ο খ) 
বিশ্বামিত্র
Ο গ) 
দশরথ
Ο ঘ) 
শিব

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
মহারাজ দশরথ কোথায় বসে রাজ্যে কাজ দেখতেন?
Ο ক) 
প্রাসাদের মধ্যে বসে
Ο খ) 
হাতির উপর বসে
Ο গ) 
সাদ্য ছাতার নিচে বসে
Ο ঘ) 
দরবারে বসে

  সঠিক উত্তর: (গ)

১৫.
মিথিলার রাজা মেয়েটির নাম সীো রেখেছিলেন কেন?
Ο ক) 
পরমা সুন্দরী বলে
Ο খ) 
তার একমাত্র মেয়ে বলে
Ο গ) 
লাঙলের মুখে উঠেছিল বলে
Ο ঘ) 
দেবতাদের আদেশে

  সঠিক উত্তর: (গ)

১৬.
লোমপদ রাজার বাড়ি� কোথায়?
Ο ক) 
অঙ্গদেশে
Ο খ) 
বঙ্গদেশে
Ο গ) 
সিন্ধু প্রদেশে
Ο ঘ) 
 পাঞ্জাবে

  সঠিক উত্তর: (ক)

১৭.
পুত্র সন্তান লাভের জন্য রাজা দশরথ কাকে দিয়ে যজ্ঞ করালেন?
Ο ক) 
ঋবাশৃঙ্গ মুনি
Ο খ) 
 বিশ্বমিত্র মুনি
Ο গ) 
বশিষ্ঠ মুনি
Ο ঘ) 
গৌতম মুনি

  সঠিক উত্তর: (ক)

১৮.
অহল্যাকে অন্য কেউ দেখতে পায় নি, কারণ-
i. গৌতম তাকে শাপ দিয়েছিলেন
ii. তিনি তপস্যার মাধ্যমে নিজেকে আড়াল করে রেখেছিলেন
iii. তিনি রামের জন্য অপেক্ষা করছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৯.
মহারাজ দশরথ যজ্ঞের আয়োজন করলেন কেন?
Ο ক) 
রাজ্যের শান্তি বজায় রাখতে
Ο খ) 
পুত্র লাভের আশায়
Ο গ) 
কন্যা লাভের আশায়
Ο ঘ) 
দেবতাদের খুশ করতে

  সঠিক উত্তর: (খ)

২০.
‘রামায়ণ-কাহিনী’ গল্পের সীতার ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য-
i. লাঙলের মুখ থেকে উঠেছে
ii. রাজা জনকের ঘরে বড় হয়
iii. রাম সীতাকে শাপমুক্ত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ঘ)

২১.
কশ্যপ মুনি ও অদিতি দেবীর পুত্র-
i. ব্রহ্মা
ii. বিষ্ণু
iii. বামন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২২.
রাজা দশরথের চারটি ছেলেই অতুলনীয় ছিল-
i. লেখাপড়ায়
ii. যুদ্ধে
iii. শিকারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
মারীচ আর সুবাহু কী ঢেলে বিশ্বামিত্র মুনির যজ্ঞ নষ্ট করে দিয়েছিল?
Ο ক) 
পানি
Ο খ) 
রং
Ο গ) 
আগুন
Ο ঘ) 
মাংস

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
রামকে বিশ্বামিত্র মুনি কয় দিনের জন্য নিতে চান?
Ο ক) 
আট দিন
Ο খ) 
নয় দিন
Ο গ) 
দশ দিন
Ο ঘ) 
এগার দিন

  সঠিক উত্তর: (গ)

২৫.
রাজা দশরথের প্রধান প্রধান রানি ছিলেন কয়জন?
Ο ক) 
দুইজন
Ο খ) 
তিনজন
Ο গ) 
চারজন
Ο ঘ) 
পাঁচজন

  সঠিক উত্তর: (খ)

২৬.
কার গায়ে হাজার হাতির জোর?
Ο ক) 
সুবাহু
Ο খ) 
তাড়কা
Ο গ) 
রাম
Ο ঘ) 
মারীচ

  সঠিক উত্তর: (খ)

২৭.
কার আশ্চর্য তেজ দেখে দেবতারা তার দিকে তাকাতে পারেন নাই?
Ο ক) 
কৌশল্য
Ο খ) 
সীতা
Ο গ) 
অহল্যা দেবী
Ο ঘ) 
সুমিত্রা

  সঠিক উত্তর: (গ)

২৮.
অহল্যার দু:খের সমাপ্তি হলো যেভাবে-
i. গৌতম মুনির উপস্থিতিতে
ii. স্বাভাবিক জীবন ফিরে পেয়ে
iii. দেবতার সাক্ষাৎ পেয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২৯.
মহারাজ দশরথ ছিলেন-
i. অযোধ্যার রাজা
ii. রামের পিতা
iii. মিথিলার রাজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩০.
মহারাজ দশরথের প্রধানা রানী কতজন?
Ο ক) 
তিনজন
Ο খ) 
চারজন
Ο গ) 
পাঁচজন
Ο ঘ) 
ছয়জন

  সঠিক উত্তর: (ক)

৩১.
রাজা ধশরথের যজ্ঞে খুশি হয়ে দেবতারা কী বর দিয়েছিল?
Ο ক) 
ধনুক
Ο খ) 
পুত্র
Ο গ) 
ত্রিশূল
Ο ঘ) 
প্রসাদ

  সঠিক উত্তর: (খ)

৩২.
জনকের কাছে রক্ষিত ধনুকের প্রথম মালিক কে ছিল?
Ο ক) 
রাম
Ο খ) 
শিব
Ο গ) 
দশরথ
Ο ঘ) 
বিশ্বামিত্র

  সঠিক উত্তর: (খ)

৩৩.
মহারাজ দশরথ পুত্রলাভের জন্য-
i. অশ্বমেধ যজ্ঞ করেছিলেন
ii. ব্রাহ্মণদেরকে টাকাকড়ি দিয়েছিলেন
iii. পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
বিশ্বামিত্র মুনির কথা শুনে রাজা দশরথ অজ্ঞান হয়ে গেলেন, কারণ-
i. রামকে রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বলে
ii. মুনির প্রস্তাব না মেনে নিলে, খুনি ক্রুদ্ধ হবেন বলে
iii. রামকে ঘুব ভালোবাসতেন বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
‘অজ্ঞান’ শব্দটি-
Ο ক) 
উপসর্গজাত
Ο খ) 
অনুসর্গজাত
Ο গ) 
সমাসবদ্ধ
Ο ঘ) 
সন্ধিজাত

  সঠিক উত্তর: (ক)

৩৬.
শিবের ধনুকটি কত জন জোয়ান টেনে বাইরে আনে?
Ο ক) 
তিন হাজার
Ο খ) 
চার হাজার
Ο গ) 
পাঁচ হাজার
Ο ঘ) 
সাত হাজার

  সঠিক উত্তর: (গ)

৩৭.
একবারে একশত লোক মারা পড়ত কোন অস্ত্রের আঘাতে?
Ο ক) 
বায়বৎ
Ο খ) 
শতাগ্নী
Ο গ) 
শতঘ্নী
Ο ঘ) 
মানবাস্ত্র

  সঠিক উত্তর: (গ)

৩৮.
মহারাজ দশরথের কয়জন মন্ত্রী ছিল?
Ο ক) 
৬ জন
Ο খ) 
৮ জন
Ο গ) 
১০ জন
Ο ঘ) 
১২ জন

  সঠিক উত্তর: (খ)

৩৯.
রানীদেরকে কী খেতে দিলে তার পুত্র লাভ করল?
Ο ক) 
পায়েস
Ο খ) 
পিঠা
Ο গ) 
মিষ্টি
Ο ঘ) 
প্রসাদ

  সঠিক উত্তর: (ক)

৪০.
অহল্যাকে অন্য কেউ দেখতে পায় নি, কারণ-
i. গৌতম তাকে শাপ দিয়েছিলেন
ii. তিনি তপস্যার মাধ্যমে নিজেকে আড়াল করে রেখেছিলেন
iii. তিনি রামের জন্য অপেক্ষা করছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৪১.
গৌতম অহল্যাকে অভিশাপ দিয়ে কোথায় চলে গিয়েছিল?
Ο ক) 
কৈলাস পর্বতে
Ο খ) 
মানস সরোবরে
Ο গ) 
সিদ্ধাশ্রমে
Ο ঘ) 
বিশালা নগরে

  সঠিক উত্তর: (ক)

৪২.
অহল্যাকে কেউ দেখতে পেত না, কারণ-
i. গৌতমের অভিশাপ
ii. অহল্যার প্রার্থনার তেজ
iii. অহল্যার মনোমুগ্ধকর রূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪৩.
অহল্যাকে অন্য কেউ দেখতে পায়নি, কারণ-
i. গৌতম তাকে শাপ দিয়েছিলেন
ii. তিন তপস্যার মাধ্যমে নিজেকে আড়াল করে রেখেছিলেন
iii. তিনি রামের জন্য অপেক্ষা করছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৪.
রামের পিতা কে?
Ο ক) 
মারীচ
Ο খ) 
দশ
Ο গ) 
জানকী
Ο ঘ) 
গৌতম মুনি

  সঠিক উত্তর: (খ)

৪৫.
‘ক্রোশ’ হলো-
i. দুই মাইলের কিছু বেশি পথ
ii. ৮০০ গজ
iii. ৮০০০ হাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৪৬.
কোন মুনি রাজা দশরথের পুত্র সন্তানদের নাম রাখলেন?
Ο ক) 
ঋষ্যশৃঙ্গ মুনি
Ο খ) 
বিশ্বামিত্র মুনি
Ο গ) 
বশিষ্ঠ মুনি
Ο ঘ) 
গৌতম মুনি

  সঠিক উত্তর: (গ)

৪৭.
“তখন জনক বলিলেন, রামের গায়ে আশ্চর্য জো।” কারণ-
i. রাম বহু রাজাকে পরাজিত করেছেন
ii. রাম একাই গুণ টেনে এনেছেন
iii. রাম সহজেই ধনুকে গুণ চড়াতে পেরেছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
রাজা দশরথ পুত্রদের ইতবাচক বৈশিষ্ট্য হলো-
i. ভ্রাতৃত্ববোধ
ii. সুন্দর স্বভাব
iii. বুদ্ধিমত্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
সেকালের অযোধ্যা নগর ছিল-
i. আটচল্লিশ ক্রোশ লম্বা
ii. চব্বিশ ক্রোশ চওড়া
iii. ভয়ঙ্কর অস্ত্রসকল দ্বারা সুরক্ষিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৫০.
কার আশ্চর্য তেজ দেখে দেবতারা তার দিকে তাকাতে পারেন নাই?
Ο ক) 
কৌশল্যার
Ο খ) 
অহল্যা দেবীর
Ο গ) 
সীতার
Ο ঘ) 
সুমিত্রার

  সঠিক উত্তর: (খ)

৫১.
অহল্যার দু:খ দূর হয় কার কারণে?
Ο ক) 
রামের
Ο খ) 
বিশ্বামিত্র মুনির
Ο গ) 
গৌতম মুনির
Ο ঘ) 
লক্ষ্মণের

  সঠিক উত্তর: (ক)

৫২.
দশরথ কোন নগরে রাজত্ব করতেন?
Ο ক) 
অযোঘ্যা
Ο খ) 
কলকাতা
Ο গ) 
ছত্রিশগড়
Ο ঘ) 
সিন্ধু

  সঠিক উত্তর: (ক)

৫৩.
অযোঘ্যা রাজ কোন দীর তীরে?
Ο ক) 
গঙ্গা
Ο খ) 
যমুনা
Ο গ) 
সরযু
Ο ঘ) 
ভাগীরথী

  সঠিক উত্তর: (গ)

৫৪.
রাজা দশরথের প্রধান রানি ছিলেন কয়জন?
Ο ক) 
দুই জন
Ο খ) 
তিন জন
Ο গ) 
চার জন
Ο ঘ) 
পাঁচ জন

  সঠিক উত্তর: (খ)

৫৫.
একবারে একশত লোক মারা পড়ত কোন অস্ত্রের আঘাতে?
Ο ক) 
বায়বৎ
Ο খ) 
শতাগ্নী
Ο গ) 
শতাঘ্নী
Ο ঘ) 
মানবাস্ত্র

  সঠিক উত্তর: (গ)

৫৬.
শিবের ধনুকটির বিশেষত্ব ছিল-
i. এটি আট চাকার গাড়ির উপরে ছিল
ii. লোহার সিন্দুকের মধ্যে ছিল
iii. এটি টানিতে পাঁচ হাজার লোক কাহিল হয়ে যেত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
নিচের কোন ব্যক্তি রাজা দশরথের� মন্ত্রী ছিলেন না?
Ο ক) 
ধর্মপাল
Ο খ) 
ধৃতরাষ্ট্র
Ο গ) 
সুরাষ্ট্র
Ο ঘ) 
জয়ন্ত

  সঠিক উত্তর: (খ)

৫৮.
রাজা দশরথ যজ্ঞ করতে চাইলেন কেন?
Ο ক) 
রাজ্য বিস্তারের আশায়
Ο খ) 
পুত্র প্রত্যাশায়
Ο গ) 
যুদ্ধ জয়ের লোভে
Ο ঘ) 
দৈত্য নিধনের উদ্দেশ্যে

  সঠিক উত্তর: (খ)

৫৯.
মারীচ ও সুবাহুকে ধ্বংস করতে ব্যবহৃত হয়-
i. আগ্নেয়াস্ত্র
ii. মানবস্ত্র
iii. বায়ব্য অস্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬০.
দশরথের রানি কৈকেয়ীর পুত্রের নাম কী?
Ο ক) 
রাম
Ο খ) 
লক্ষ্মণ
Ο গ) 
ভরত
Ο ঘ) 
শত্রুঘ্ন

  সঠিক উত্তর: (গ)

৬১.
সুবাহুকে মরার জন্য রাম কী ছুড়েছিলেন?
Ο ক) 
মানবাস্ত্র
Ο খ) 
আগ্নেয়াস্ত্র
Ο গ) 
ব্রহ্মাস্ত্র
Ο ঘ) 
শতঘ্নী অস্ত্র

  সঠিক উত্তর: (খ)

৬২.
সীতাকে পাওয়ার জন্য রামকে প্রমাণ করতে হয়েছে তার-
Ο ক) 
শক্তিমত্তা
Ο খ) 
যুদ্ধনৈপুণ্য
Ο গ) 
উদারতা
Ο ঘ) 
ধৈর্য্যশীলতা

  সঠিক উত্তর: (ক)

৬৩.
গৌতমের স্ত্রীর নাম কী?
Ο ক) 
সুমিতা
Ο খ) 
অহল্যা
Ο গ) 
কৌশল্যা
Ο ঘ) 
কৈকেয়ী

  সঠিক উত্তর: (খ)

৬৪.
মহারাজ দশরথের রাজত্ব কীরীপ ছিল?
Ο ক) 
অশান্তি
Ο খ) 
সুখ-সমৃদ্ধির
Ο গ) 
যুদ্ধের জন্য বিখ্যাত
Ο ঘ) 
রাক্ষসদের আবাসস্থল

  সঠিক উত্তর: (খ)

৬৫.
মহারাজ দশরথ যজ্ঞ করার জন্য কাকে নিয়ে আসেন?
Ο ক) 
জনক
Ο খ) 
বিশ্বামিত্র
Ο গ) 
গৌতম
Ο ঘ) 
ঋষাশৃঙ্গ

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
মারীচ এবং সুবাহুর আক্রমণ প্রতিহত করার জন্য রাম-লক্ষণ কয়রাত্রি তপোবন পাহারা দিয়ে রেখেছিল?
Ο ক) 
পাঁচ রাত্রি
Ο খ) 
ছয় রাত্রি
Ο গ) 
সাত রাত্রি
Ο ঘ) 
আট রাত্রি

  সঠিক উত্তর: (খ)

৬৭.
অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ছিল?
Ο ক) 
গঙ্গা
Ο খ) 
ভগিরথী
Ο গ) 
সরযু
Ο ঘ) 
যমুনা

  সঠিক উত্তর: (গ)

৬৮.
রাজা দশরথের মন্ত্রীগণ ছিলেন-
i. বিদ্বান
ii. বুদ্ধিমান
iii. ধার্মিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
মহামুনি বিশ্বামিত্র রামকে নিতে এসেছিল কেন?
Ο ক) 
তাড়কা রাক্ষসীকে হত্যা করতে
Ο খ) 
যজ্ঞ নষ্টকারী রাক্ষসদের হত্যা করতে
Ο গ) 
অহল্যাকে সাহায্য করতে
Ο ঘ) 
সীতার সঙ্গে বিবাহ দিতে

  সঠিক উত্তর: (খ)

৭০.
রাজা দশরথ রামকে বিশ্বামিত্র মুনির সাথে যেতে না দিতে চাওয়ার কারণ-
i. পুত্রস্নেহ
ii. অবজ্ঞা
iii. পুত্রের বীরত্ব সম্পর্কে ধারণার অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৭১.
সুবাহুকে মারার জন্র রাম কী ছুড়েছিল:
Ο ক) 
মানবাস্ত্র
Ο খ) 
আগ্নেয়াস্ত্র
Ο গ) 
ব্রহ্মাস্ত্র
Ο ঘ) 
শতঘ্নী অস্ত্র

  সঠিক উত্তর: (খ)

৭২.
কোন রাণীর পুত্র সন্তানের নাম রাম রাখা হলো?
Ο ক) 
কৌশল্যার
Ο খ) 
কৈকয়ীর
Ο গ) 
সুমিত্রার
Ο ঘ) 
পার্বতীর

  সঠিক উত্তর: (ক)

৭৩.
‘রামায়ণ-কাহিনী’ গল্পে রামের ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য-
i. অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়ী বীর
ii. দেবতাদের প্রিয়পাত্র
iii. বিশ্বামিত্রের পুত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৭৪.
রাম কার আশ্রমে গিযে অহল্যাকে শাপমুক্ত করেন?
Ο ক) 
গৌতম মুনির
Ο খ) 
বিশ্বামিত্রের
Ο গ) 
জনকের
Ο ঘ) 
দশরথের

  সঠিক উত্তর: (ক)

৭৫.
সুবাহুকে মারার জন্য রাম ছুড়েছিলেন-
Ο ক) 
মানবাস্ত্র
Ο খ) 
আগ্নেয়াস্ত্র
Ο গ) 
ব্রহ্মাস্ত্র
Ο ঘ) 
শতঘ্নী অস্ত্র

  সঠিক উত্তর: (খ)

৭৬.
“দশরথের কী আনন্দ”- এই আনন্দের কারণ-
Ο ক) 
পুত্র লাভের আশা
Ο খ) 
পুত্র লাভ
Ο গ) 
পুত্রের বিবাহ
Ο ঘ) 
পুত্রের বীরত্ব

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের চারটি প্রশ্নের উত্তর দাও:
জলিল আর দলিল দুই ভাই। বিলের পাশে মাছ ধরার জন্য চার করে। চারে মাছ এলে দুই ভাই মাছ ধরে, বিক্রি করে আর সংসার চালায়। কিন্তু পূর্ব পাড়ার ভোম্বল প্রতিদিন চার নষ্ট করে। জলিল আর দলিল ভোম্বলকে খব ভয় পায়। শেষে একদিন তারা আমজাদের শরণাপন্ন হলো। আমজাদ ইয়া মোটা আর শক্তিশালী। তার এ থাপ্পড় খেয়ে ভোম্বল জ্ঞান হারাল।
৭৭.
উদ্দীপকের ভোম্বলের সাথে ‘রামায়ণ-কাহিনী’র কোন চরিত্রের মিল রয়েছে?
Ο ক) 
দশরথ
Ο খ) 
মুনিঠাকুর
Ο গ) 
তড়কা
Ο ঘ) 
মারীচ ও সুবাহু

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
উদ্দীপকের জলিল আর দলিলের সাথে ‘রামায়ণ-কাহিনী’র কার সাদৃশ্য রয়েছে?
Ο ক) 
গৌতম মুনি
Ο খ) 
বিশ্বামিত্র মুনি
Ο গ) 
শতানন্দ মুনি
Ο ঘ) 
রাজা জনক

  সঠিক উত্তর: (খ)

৭৯.
উদ্দীপকের ভোম্বল ও ‘রামায়ণ-কাহিনী’র মারীচ ও সুবাহু এরা-
i. খারাপ
ii. শক্তিশালী
iii. অন্যায়কারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
উদ্দীপকের আমজাদ ও ‘রামায়ণ-কাহিনী’র রাম দুজনেই-
i. শক্তিশালী
ii. প্রতিবাদী
iii. বদরাগী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...