NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র পদ্য :বঙ্গভূমির প্রতি


জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
পদ্য :বঙ্গভূমির প্রতি


১.
‘শমন’ শব্দটির অর্থ কী?
Ο ক) 
মৃত্যুর দেবতা
Ο খ) 
মৃত্যুর আদেশ
Ο গ) 
মৃত্যু ভয়
Ο ঘ) 
মৃত্যু কামনা

  সঠিক উত্তর: (ক)

২.
‘তবে যদি দয়া কর’-এখানে কার কাছে দয়া চাওয়া হয়েছে?
Ο ক) 
মক্ষিকা
Ο খ) 
অমৃত-হ্রদ
Ο গ) 
বঙ্গভূমি
Ο ঘ) 
বিদেশ

  সঠিক উত্তর: (গ)

৩.
নরকুলে ধন্য কে?
Ο ক) 
ক্ষমতাবান ব্যক্তি
Ο খ) 
দীর্ঘজীবী মানুষ
Ο গ) 
যিনি কীর্তিমান
Ο ঘ) 
মন্দিরের সেবক

  সঠিক উত্তর: (গ)

৪.
কোথায় না গেলে কবি হওয়া যাবে না বলে মাইকেল মধুসূদন দ্ত্ত মনে করেছিলেন?
Ο ক) 
বিলেত
Ο খ) 
লন্ডন
Ο গ) 
ভার্সাই
Ο ঘ) 
জার্মান

  সঠিক উত্তর: (ক)

৫.
‘একেই কি বলে সভ্যতা’ মাইকেলের কী জাতীয় রচনা?
Ο ক) 
নাটক
Ο খ) 
কাব্যগ্রন্থ
Ο গ) 
প্রহসন
Ο ঘ) 
মহাকাব্য

  সঠিক উত্তর: (গ)

৬.
‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি নিজেকে মনে করেছেন বঙ্গভূমির-
Ο ক) 
জনক
Ο খ) 
সন্তান
Ο গ) 
অভিভাবক
Ο ঘ) 
সেবক

  সঠিক উত্তর: (খ)

৭.
পরদেশে গেলে মানুষের মাঝে দেখা যায়-
i. স্বদেশ প্রীতি
ii. স্মৃতিকাতরতা
iii. মাতৃভূমির প্রতি তীব্র আকর্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮.
‘বর’ শব্দের অর্থ কী?
Ο ক) 
বরষ্য
Ο খ) 
আশীর্বাদ
Ο গ) 
বৃষ্টি
Ο ঘ) 
বাদল

  সঠিক উত্তর: (খ)

৯.
কবি দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকতে চান-
i. বসন্তে
ii. শরতে
iii. হেমন্তে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১০.
‘প্রবাসে দৈবর বশে,
জীব-তারা যদি খসে’-এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
i. পরবাসে খ্যাতি অর্জন করা
ii. প্রবাসে মৃত্যুবরণ করা
iii. বিদেশে আয়ু শেষ হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১১.
“সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ।” এ অংশে ‘সাধিতে’ বলতে বোঝানো হয়েছে-
Ο ক) 
সাধনা করতে
Ο খ) 
ইচ্ছা করতে
Ο গ) 
ধর্‌না দিতে
Ο ঘ) 
সাহায্য করতে

  সঠিক উত্তর: (ক)

১২.
‘পরমাদ’ বলতে বোঝানো হয়েছে-
i. আত্মপ্রসাদ
ii. প্রসাদ
iii. ভুল-ভ্রান্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
‘বুড় শালিকের ঢ়াড়ে বোঁ’ মাইকেলের কী জাতীয় রচনা?
Ο ক) 
নাটক
Ο খ) 
কাব্যগ্রন্থ
Ο গ) 
প্রহসন
Ο ঘ) 
মহাকাব্য

  সঠিক উত্তর: (গ)

১৪.
দেহকে কবি কার সঙ্গে তুলনা করেছেন?
Ο ক) 
আকাশ
Ο খ) 
বাতাস
Ο গ) 
পাহাড়
Ο ঘ) 
সমুদ্র

  সঠিক উত্তর: (ক)

১৫.
‘অমৃত’ শব্দের বিপরীতার্থক শব্দ নিচের কোনটি?
Ο ক) 
মৃত
Ο খ) 
গরল
Ο গ) 
জহর
Ο ঘ) 
বিষ

  সঠিক উত্তর: (খ)

১৬.
‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় রূপকাশ্রিত পদ হলো-
i. জীবন-নদ
ii. অমৃত-হ্রদ
iii. দেহ-আকাশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
মাইকেল মধুসূদন দত্ত কেমন লেখক?
Ο ক) 
প্রথাবিরোধী
Ο খ) 
গতানুগতিক
Ο গ) 
বিপ্লবী
Ο ঘ) 
মার্কস বাদী

  সঠিক উত্তর: (ক)

১৮.
‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় খুঁজে পাওয়া যায় কবি মধুসূদনের-
i. বিদ্রোহী স্বরূপ
ii. বিনয়ী রূপ
iii. শ্রদ্ধাশীল স্বরূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য কোনটি?
Ο ক) 
পদ্মাবতী
Ο খ) 
কৃষ্ণকুমারী
Ο গ) 
বীরাঙ্গনা
Ο ঘ) 
মেঘনাদবধ কাব্য

  সঠিক উত্তর: (ঘ)

২০.
‘রেখো মা দাসেরে মনে’-এখানে ‘দাস’ বলতে কবি বুঝিয়েছেন-
Ο ক) 
নিজেকে
Ο খ) 
চাকরকে
Ο গ) 
জন্মভূমিকে
Ο ঘ) 
সেবককে

  সঠিক উত্তর: (ক)

২১.
‘রেখো, মা, দাসেরে মনে’- এ ইক্তিতে প্রকাশ পেয়েছে-
i. স্বদেশের প্রতি কবির শ্রদধা
ii. স্বদেশের প্রতি কবির অহমিকা
iii. স্বদেশের প্রতি কবির বিনয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২২.
‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবির মধ্যে নিচের কোন গুণটি প্রকাশ পেয়েছে?
Ο ক) 
স্নেহশীলতা
Ο খ) 
বিনয়
Ο গ) 
শ্রদ্ধাশীলতা
Ο ঘ) 
সততা

  সঠিক উত্তর: (খ)

২৩.
যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে কোন কবি জন্মগ্রহণ করেন?
Ο ক) 
আহসান হাবীব
Ο খ) 
শামসুর রাহমান
Ο গ) 
মাইকেল মধুসূদন দত্ত
Ο ঘ) 
জসীমউদ্‌দীন

  সঠিক উত্তর: (গ)

২৪.
কবি দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকতে চান-
i. বসন্তে
ii. শরতে
iii. হেমন্তে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
কখন থেকে মাইকেল মধুসূদন দত্তের মনে কবি হবার তীব্র বাসনা ছিল?
Ο ক) 
শৈশব
Ο খ) 
কৈশোর
Ο গ) 
যৌবন
Ο ঘ) 
বার্ধক্য

  সঠিক উত্তর: (ক)

২৬.
কোন বানানটি সঠিক?
Ο ক) 
মনকোকনদ
Ο খ) 
মন:কোকনদ
Ο গ) 
মনকোনদ
Ο ঘ) 
মন:ককনদ

  সঠিক উত্তর: (খ)

২৭.
‘জন্মিলে মরিতে হবে
অমর কে কোথা কবে?’-এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
i. মানুষ মরণশীল
ii. জীবন ক্ষণস্থায়ী
iii. প্রবাসীরা যশস্বী হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i  ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৮.
‘বর’ শব্দের অর্থ কী?
Ο ক) 
বিশাল
Ο খ) 
আশীর্বাদ
Ο গ) 
বৃষ্টি
Ο ঘ) 
বাদল

  সঠিক উত্তর: (খ)

২৯.
‘নরকুল’ -এর আশ্রয় কোনটি বলে তুমি মনে কর?
Ο ক) 
জীবলোক
Ο খ) 
পৃথিবী
Ο গ) 
বেহেশত
Ο ঘ) 
নরক

  সঠিক উত্তর: (খ)

৩০.
‘বীরাঙ্গনা’ মাইকেল মধুসূদন দত্তের কী জাতীয় রচনা?
Ο ক) 
পত্রকাব্য
Ο খ) 
মহাকাব্য
Ο গ) 
প্রহসন
Ο ঘ) 
নাটক

  সঠিক উত্তর: (ক)

৩১.
পরদেশে গেলে মানুষের মাঝে দেকা যায়-
i. স্বদেশপ্রীতি
ii. স্মৃুতিকাতরতা
iii. মাতৃভূমির প্রতি তীব্র আকর্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
লোকে যারে নাহি ভুলে তাকে সবাই মনের কোথায় সেবা করে?
Ο ক) 
প্রবাসে
Ο খ) 
মন্দিরে
Ο গ) 
চরণে
Ο ঘ) 
বসন্তে

  সঠিক উত্তর: (খ)

৩৩.
অমৃত হ্রদে পড়লে কী গলে না?
Ο ক) 
মূষিক
Ο খ) 
ইঁদুর
Ο গ) 
মক্ষিকা
Ο ঘ) 
মাকড়সা

  সঠিক উত্তর: (গ)

৩৪.
‘কোকনদ’ শব্দের অর্থ কী?
Ο ক) 
লাল পদ্ম
Ο খ) 
নীলপদ্ম
Ο গ) 
শ্বেতপদ্ম
Ο ঘ) 
জলপদ্ম

  সঠিক উত্তর: (ক)

৩৫.
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি হলো-
Ο ক) 
শর্মিষ্ঠা
Ο খ) 
পদ্মাবতী
Ο গ) 
কৃষ্ণকুমারী
Ο ঘ) 
বীরাঙ্গনা

  সঠিক উত্তর: (গ)

৩৬.
‘যাচিব যে তব কাছে।’ এখানে যাচিব বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
যাচাই করব
Ο খ) 
উপস্থাপন করব
Ο গ) 
প্রার্থনা করব
Ο ঘ) 
জোর করব

  সঠিক উত্তর: (গ)

৩৭.
নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের নাটক?
Ο ক) 
সাজাহান
Ο খ) 
রক্তকরবী
Ο গ) 
শর্মিষ্ঠা
Ο ঘ) 
জমিদার দর্পণ

  সঠিক উত্তর: (গ)

৩৮.
“জন্মিলে মরিতে হবে
অমর কে কোথা কবে?” এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
i. মানুষ মরণশীল
ii. জীবন ক্ষণস্থায়ী
iii. প্রবাসীরা হয় যশস্বী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য কোনটি?
Ο ক) 
পদ্মাবতী
Ο খ) 
কৃষ্ণকুমারী
Ο গ) 
বীরাঙ্গনা
Ο ঘ) 
মেঘনাদবধ কাব্য

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
আধুনিক বাংলা কবিতার জনক কে?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
কাজী নজরুল ইসলাম
Ο গ) 
মাইকেল মধুসূদন দত্ত
Ο ঘ) 
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

  সঠিক উত্তর: (গ)

৪১.
‘মানস’ শব্দের অর্থ কী?
Ο ক) 
সরোবর
Ο খ) 
মন
Ο গ) 
মস্তিষ্ক
Ο ঘ) 
মধু

  সঠিক উত্তর: (খ)

৪২.
‘পরমাদ’ শব্দটির অর্থ কী?
Ο ক) 
পরমানন্দ
Ο খ) 
ভুল-ভ্রান্তি
Ο গ) 
পরমায়ু
Ο ঘ) 
লালপদ্ম

  সঠিক উত্তর: (খ)

৪৩.
নরকুলে ধন্য কে?
Ο ক) 
ক্ষমতাবান ব্যক্তি
Ο খ) 
দীর্ঘজীবী মানুষ
Ο গ) 
যিনি কীর্তিমান
Ο ঘ) 
মন্দিরের সেবক

  সঠিক উত্তর: (গ)

৪৪.
‘রেখো মা দাসেরে মনে’- এখানে ‘দাস’ বলতে কবি বুঝিয়েছেন-
Ο ক) 
নিজেকে
Ο খ) 
চাকরকে
Ο গ) 
জন্মভূমিকে
Ο ঘ) 
সেবককে

  সঠিক উত্তর: (ক)

৪৫.
‘চিরস্থির কবে’ ক্ষুদ্র চরণটির শেষ শব্দ হলো-
Ο ক) 
পীর
Ο খ) 
বীর
Ο গ) 
নীর
Ο ঘ) 
তীর

  সঠিক উত্তর: (গ)

৪৬.
শৈশব থেকে মধুসূদনের মনে কী হওয়ার তীব্র বাসনা ছিল?
Ο ক) 
ব্যবসায়ী
Ο খ) 
শিক্ষক
Ο গ) 
কবি
Ο ঘ) 
লেখক

  সঠিক উত্তর: (গ)

৪৭.
কবি জন্মভূমির নিকট তাঁর যা নেই বলে অকপটে প্রকাশ করেছেন-
Ο ক) 
জ্ঞান
Ο খ) 
গুণ
Ο গ) 
মেধা
Ο ঘ) 
প্রতিভা

  সঠিক উত্তর: (খ)

৪৮.
দেশ জননী কবিকে মনে রাখলে তিনি কিসে ভয় পান না?
Ο ক) 
প্রবাসে
Ο খ) 
শমনে
Ο গ) 
শরদে
Ο ঘ) 
মানসে

  সঠিক উত্তর: (খ)

৪৯.
জীবন রক্রষা করে এমন বস্তুকে বলা হয় নিচের কোনটি?
Ο ক) 
অমৃত
Ο খ) 
গরল
Ο গ) 
জহর
Ο ঘ) 
বিষ

  সঠিক উত্তর: (ক)

৫০.
কবি মাতৃভূমির স্মৃতিপটে কেমন করে ফুটে থাকতে চান?
Ο ক) 
পদ্মফুলের মতো
Ο খ) 
গোলাপের মতো
Ο গ) 
দেশপ্রেমিকের মতো
Ο ঘ) 
যোদ্ধার মতো

  সঠিক উত্তর: (ক)

৫১.
মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন-
i. মহাকাব্য, গীতিকাব্য
ii. সনেট, পত্রকাব্য
iii. নাটক, প্রহসন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
মাইকেল মধুসূদন দ্ত্ত যেসব ভাষায় পারদর্শী ছিলেন তা হচ্ছে-
i. বাংলা, ইংরেজি, হিব্রু
ii. ফরাসি, জার্মানি, ইটালিয়ান
iii. তামিল, তেলেগু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
“কহ, গো, শ্যামা জন্ম দে!” এখানে শ্যামা হলো-
Ο ক) 
দেবী দুর্গা
Ο খ) 
এক জাতীয় পাখি
Ο গ) 
দেবী কালী
Ο ঘ) 
দেবী সরস্বতী

  সঠিক উত্তর: (গ)

৫৪.
মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোন জেলায়?
Ο ক) 
সাতক্ষীরা
Ο খ) 
যশোর
Ο গ) 
খুলনা
Ο ঘ) 
বরিশাল

  সঠিক উত্তর: (খ)

৫৫.
কবি মিনতি নিবেদন করেছেন বাসভূমির-
Ο ক) 
অন্তরে
Ο খ) 
পদে
Ο গ) 
ললাটে
Ο ঘ) 
চিবুকে

  সঠিক উত্তর: (খ)

৫৬.
কবি দেশকে কী হিসেবে কল্পনা করেছেন?
Ο ক) 
মা
Ο খ) 
পুত্র
Ο গ) 
পিতা
Ο ঘ) 
কন্যা

  সঠিক উত্তর: (ক)

৫৭.
নরকুলে ধন্য কে?
Ο ক) 
ক্ষমতাবান ব্যক্তি
Ο খ) 
দীর্ঘজীবী মানুষ
Ο গ) 
যিনি কীর্তিমান
Ο ঘ) 
মন্দিরের সেবক

  সঠিক উত্তর: (গ)

৫৮.
‘তব’ শব্দের অর্থ কী?
Ο ক) 
আমার
Ο খ) 
তোমার
Ο গ) 
তুমি
Ο ঘ) 
তোমরা

  সঠিক উত্তর: (খ)

৫৯.
‘মধুহীন করো না গো তব মন:কোকনদে।’-এখানে মধুহীন বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
নিরাশ
Ο খ) 
স্বাদহীন
Ο গ) 
বিবাগী
Ο ঘ) 
দেশত্যাগী

  সঠিক উত্তর: (ক)

৬০.
মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন?
i. মহাকাব্য, গীতিকাব্য
ii. সনেট, পত্রকাব্য
iii. নাটক, প্রহসন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
‘অমর করিয়া বর দেহ’-কাকে বর দেবে?
Ο ক) 
মানসে
Ο খ) 
দাসে
Ο গ) 
বসন্তে
Ο ঘ) 
পদে

  সঠিক উত্তর: (খ)

৬২.
‘বঙ্গভূমির প্রতি’ কী ধরনের কবিতা?
Ο ক) 
ব্যঙ্গ কবিতা
Ο খ) 
চতুর্দশপদী কবিতা
Ο গ) 
গীতিকবিতা
Ο ঘ) 
কাহিনি কবিতা

  সঠিক উত্তর: (গ)

৬৩.
‘দৈববশে’ শব্দগুচ্ছ কী অর্থে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
ভাগ্যক্রমে
Ο খ) 
অভ্যাসবশে
Ο গ) 
হঠাৎ করে
Ο ঘ) 
দেবতার কৃপায়

  সঠিক উত্তর: (ক)

৬৪.
মাইকেল মধুসূদন দত্ত কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) 
সাগরদাঁড়িতে
Ο খ) 
বিলেতে
Ο গ) 
কলকাতায়
Ο ঘ) 
যশোরে

  সঠিক উত্তর: (গ)

৬৫.
‘মক্ষিকার’ সমার্থক শব্দ কোনটি?
Ο ক) 
মৌমাছি
Ο খ) 
মাছি
Ο গ) 
বোলতা
Ο ঘ) 
ফড়িং

  সঠিক উত্তর: (খ)

৬৬.
মক্ষিকা কী?
Ο ক) 
মাছি
Ο খ) 
মৌমাছি
Ο গ) 
প্রজাপতি
Ο ঘ) 
ফড়িং

  সঠিক উত্তর: (ক)

৬৭.
কবির ভাবনা অনুসারে নরকুলে ধন্য মানুষের বৈশিষ্ট্য হলো-
Ο ক) 
মানুষ তাকে ভুলবে না
Ο খ) 
মানুষ তাকে পূজা দেবে
Ο গ) 
শানুষ তাকে প্রশংসা করবে
Ο ঘ) 
শানুষ তাকে ভুল বুঝবে

  সঠিক উত্তর: (ক)

৬৮.
‘চিরস্থির কবে ন্মীর, হায় রে, জীবন-নদে?’-এখানে ‘নীর’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) 
পরমায়ু
Ο খ) 
কোকনদ
Ο গ) 
অমৃত-হ্রদ
Ο ঘ) 
মক্ষিকা

  সঠিক উত্তর: (ক)

৬৯.
‘সধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ’-এখানে ‘পরমাদ’ শব্দের অর্ত কী?
Ο ক) 
পরমানন্দ
Ο খ) 
বিষাদ
Ο গ) 
ভূল-ভ্রান্তি
Ο ঘ) 
বিভোর

  সঠিক উত্তর: (গ)

৭০.
‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে-
i. স্বদেশের প্রতি শ্রদ্ধার জাগরণ
ii. স্বদেশের প্রতি বিনয় ভাবের উদ্রেক
iii. পরধন লোভে মত্ত না হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৭১.
বঙ্গভূমি কবিকে মনে রাখার জন্য কবি করছেন-
i. নানা রকম ভুল-ভ্রান্তি
ii. বঙ্গভূমির পদে মিনতি
iii. নানা রকম সাধ্য-সাধনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii

  সঠিক উত্তর: (খ)

৭২.
কবি দেশকে কী হিসেবে কল্পনা করেছেন?
Ο ক) 
মা
Ο খ) 
পুত্র
Ο গ) 
পিতা
Ο ঘ) 
কন্যা

  সঠিক উত্তর: (ক)

৭৩.
‘অমর করিয়া বর দেহে’-কাকে বর দেবে?
Ο ক) 
মানসে
Ο খ) 
দগাসে
Ο গ) 
বসন্তে
Ο ঘ) 
পদে

  সঠিক উত্তর: (খ)

৭৪.
মাইকেল মধুসূদন দত্ত কোন ধর্মে ধর্মান্তরিত হন?
Ο ক) 
হিন্দুধর্ম
Ο খ) 
ইসলাম ধর্ম
Ο গ) 
বৌদ্ধধর্ম
Ο ঘ) 
খ্রিষ্টধর্ম

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
‘মধুময় তামরস’ এ ‘তামরস’ বলতে বোঝানো হয়েছে-
Ο ক) 
তালের রস
Ο খ) 
সুন্দর পদ্ম
Ο গ) 
তামার তরল
Ο ঘ) 
সংস্কৃত ছন্দ

  সঠিক উত্তর: (খ)

৭৬.
লোকে যারে নাহি ভুলে তাকে সবাই মনের কোথায় সেবা করে?
Ο ক) 
প্রবাসে
Ο খ) 
চরণে
Ο গ) 
বসন্তে
Ο ঘ) 
মন্দিরে

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি তাঁদের মনোভাব তুরে ধরেছেন, যাঁরা-
i. মাতৃভূমি ছেড়ে প্রবাসী হন
ii. স্বদেশেকে মা মনে করেন
iii. স্বদেশের স্মৃতিতে বেঁচে থাকতে চান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭৮.
চিরস্থির কবে নীর, হায়রে, জীবন-নদে- এখানে নীর শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) 
পরমায়ু
Ο খ) 
কোকনদ
Ο গ) 
অমৃত হ্রদ
Ο ঘ) 
মক্ষিকা

  সঠিক উত্তর: (ক)

৭৯.
‘সদা’ -এর যথার্থ সমার্থক শব্দ হচ্ছে কী?
Ο ক) 
সদয়
Ο খ) 
সর্বদা
Ο গ) 
সময়
Ο ঘ) 
সর্ব

  সঠিক উত্তর: (খ)

৮০.
কথির দেহ-আকাশ হতে কী খসে পড়লেও তাঁর খেদ নেই?
Ο ক) 
প্রাণ বায়ু
Ο খ) 
জীব-তারা
Ο গ) 
তামরস
Ο ঘ) 
স্থির নীর

  সঠিক উত্তর: (খ)

৮১.
মিনতি অর্থ কী?
Ο ক) 
বিনীত প্রার্থনা
Ο খ) 
অনুনয়
Ο গ) 
বিনয়
Ο ঘ) 
আনুগত্য

  সঠিক উত্তর: (ক)

৮২.
কবি কেমন বর চেয়েছেন?
Ο ক) 
সম্পদের
Ο খ) 
অমরতার
Ο গ) 
বিবাহের
Ο ঘ) 
সৃজনশীলতার

  সঠিক উত্তর: (খ)

৮৩.
‘নীর’ শব্দের অর্থ কী?
Ο ক) 
পানি
Ο খ) 
বাসা
Ο গ) 
মধু
Ο ঘ) 
নদী

  সঠিক উত্তর: (ক)

৮৪.
‘চতুর্দশপদী কবিতা’ কী ধরনের রচনা?
Ο ক) 
পত্রকাব্য
Ο খ) 
মহাকাব্য
Ο গ) 
বাংলা সনেট
Ο ঘ) 
প্রহসন

  সঠিক উত্তর: (গ)

৮৫.
মাইকেল মধুসূদন দত্ত বাংলা মায়ের কাছে কী মিনতি করেছেন?
Ο ক) 
দীর্ঘদিন বেঁচে থাকার
Ο খ) 
চিরদিন মনে রাখার
Ο গ) 
মাটির বুকে ঠাঁই পাওয়ার
Ο ঘ) 
মায়ের বুকে ফিরে আসার

  সঠিক উত্তর: (খ)

৮৬.
দেশ জননী কবিকে মনে রাখলে তিনি কীসে ভয় পান না?
Ο ক) 
প্রবাসে
Ο খ) 
শমনে
Ο গ) 
স্মরণে
Ο ঘ) 
মানসে

  সঠিক উত্তর: (খ)

৮৭.
কবি কোথা ফুটে থাকতে চেয়েছেন?
Ο ক) 
অমৃত হ্রদে
Ο খ) 
মানব মনে
Ο গ) 
জীবন-নদে
Ο ঘ) 
জীবন মোহনায়

  সঠিক উত্তর: (খ)

৮৮.
‘সেবে’ অর্থ কী?
Ο ক) 
সোহাগ করে
Ο খ) 
সাজিয়ে রাখে
Ο গ) 
সেবা করে
Ο ঘ) 
সুন্দর

  সঠিক উত্তর: (গ)

৮৯.
“জন্মিলে - হবে।” শূন্যস্থানে হবে-
Ο ক) 
কাঁদিতে
Ο খ) 
হাসিতে
Ο গ) 
সহিতে
Ο ঘ) 
মরিতে

  সঠিক উত্তর: (ঘ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
এই সূর্যকরে এই পুষ্পিত কাননে
জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই!
৯০.
উদ্দীপকটি কোন কবিতার মূল ভাব ধারণ করে?
Ο ক) 
মানবধর্ম
Ο খ) 
বঙ্গভূমির প্রতি
Ο গ) 
দুই বিঘা জমি
Ο ঘ) 
আবার আসিব ফিরে

  সঠিক উত্তর: (খ)

৯১.
ভাবটি হলো-
i. অরতা প্রত্যাশা
ii. স্মৃতিকাতরতা
iii. দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

1 টি মন্তব্য:

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...