NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ২য়পত্র ৪র্থ অধ্যায় - ৮ম পরিচ্ছেদ: অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ


এস.এস.সি    ||    বাংলা ২য়পত্র
৪র্থ অধ্যায় - ৮ম পরিচ্ছেদ: অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ


১.
“কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া” - এ বাক্যে নিমিত্ত অর্থে নিচের কোন অনুসর্গটির প্রয়োগ ঘটেছে?
Ο ক) 
কি
Ο খ) 
হেতু
Ο গ) 
কহ
Ο ঘ) 
বিস্তারিয়া

  সঠিক উত্তর: (খ)

২.
‘দিয়ে, পর্যন্ত’ ইত্যাদি কিসের উদাহরণ?
Ο ক) 
প্রকৃতি
Ο খ) 
প্রত্যয়
Ο গ) 
অনুসর্গ
Ο ঘ) 
উপসর্গ

  সঠিক উত্তর: (গ)

৩.
অনুসর্গ কী কাজ করে?
Ο ক) 
বিভক্তির কাজ করে
Ο খ) 
শব্দের অর্থ স্পষ্টতর করে
Ο গ) 
শব্দের অর্থের পরিবর্তন করে
Ο ঘ) 
বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে

  সঠিক উত্তর: (ঘ)

৪.
অনুসর্গ সাধারণত কোথায় বসে?
Ο ক) 
শব্দের পূর্বে
Ο খ) 
শব্দের মধ্যে
Ο গ) 
শব্দের পরে
Ο ঘ) 
বাক্যের শেষে

  সঠিক উত্তর: (গ)

৫.
সন্ধ্যা অবধি অপেক্ষা করব - অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
Ο ক) 
সাথে
Ο খ) 
নিমিত্ত
Ο গ) 
পর্যন্ত
Ο ঘ) 
নিকট

  সঠিক উত্তর: (গ)

৬.
কর্মপ্রবচনীয় শব্দ কোনগুলো?
Ο ক) 
বিনা, সনে, পরে
Ο খ) 
মরিমরি, বাঃ, বেশ
Ο গ) 
যেমন, যথা, যত
Ο ঘ) 
টুংটাং, শনশন, টলমল

  সঠিক উত্তর: (ক)

৭.
অনুসর্গ বা কর্মপ্রবচনীয় অব্যয়গুলো বাক্যে কীভাবে ব্যবহৃত হয়?
Ο ক) 
স্বাধীন পদরূপে
Ο খ) 
অন্য শব্দ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে
Ο গ) 
শব্দের পূর্বে বসে
Ο ঘ) 
বিভক্তি যুক্ত হয়ে

  সঠিক উত্তর: (ক)

৮.
ব্যাপ্তি অর্থে অনুসর্গের ব্যবহার কোনটি?
Ο ক) 
এদেশের মাঝে একদিন সব ছিল
Ο খ) 
আছ তুমি প্রভু জগৎ মাঝারে
Ο গ) 
এ জন্মের তরে বিদায় নিলা
Ο ঘ) 
শরতের পরে আসে বসন্ত

  সঠিক উত্তর: (খ)

৯.
“আসামির পক্ষে উকিল কে?” এ বাক্যে ‘পক্ষে’ শব্দটি একটি -
Ο ক) 
অনুসর্গ
Ο খ) 
উপসর্গ
Ο গ) 
সম্বন্ধ পদ
Ο ঘ) 
বিভক্তি

  সঠিক উত্তর: (গ)

১০.
বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি?
Ο ক) 
উপসর্গ
Ο খ) 
কর্মপ্রবচনীয়
Ο গ) 
প্রত্যয়
Ο ঘ) 
বিভক্তি

  সঠিক উত্তর: (খ)

১১.
“এদেশের মাঝে একদিন সব ছিল” - এ বাক্যে ‘মাঝে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
একদেশিক/ঐকদেশিক
Ο খ) 
মধ্যে অর্থে
Ο গ) 
ব্যাপ্তি অর্থে
Ο ঘ) 
নিমিত্ত অর্থে

  সঠিক উত্তর: (ক)

১২.
‘রাজার পক্ষে সবকিছুই সম্ভব।’ এখানে ‘পক্ষে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
সহায় অর্থে
Ο খ) 
ন্যায় অর্থে
Ο গ) 
নিকটে অর্থে
Ο ঘ) 
সক্ষমতা অর্থে

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
“নিমেষ তরে ইচ্ছা করে বিকট উল্লাসে” - বাক্যে অনুসর্গ কোনটি?
Ο ক) 
নিমেষ
Ο খ) 
তরে
Ο গ) 
ইচ্ছা
Ο ঘ) 
বিকট

  সঠিক উত্তর: (খ)

১৪.
যেসব অব্যয় শব্দ কখনও কখনও স্বাধীন পদরূপে আবার কখনও শব্দ বিভক্তিরূপে ব্যবহৃত হয়, তাদেরকে কী বলে?
Ο ক) 
নাম প্রকৃতি
Ο খ) 
কৃৎ প্রত্যয়
Ο গ) 
উপসর্গ
Ο ঘ) 
অনুসর্গ

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
“তোমার কাছে সুখ চেয়ে পেলাম শুধু লজ্জা” - বাক্যে কোনটি অনুসর্গ?
Ο ক) 
লজ্জা
Ο খ) 
সুখ
Ο গ) 
কাছে
Ο ঘ) 
তোমার

  সঠিক উত্তর: (গ)

১৬.
“নিমেষ মাঝেই সব শেষ” - বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
ক্ষণকাল
Ο খ) 
মধ্যে
Ο গ) 
পর্যন্ত
Ο ঘ) 
নিমিত্ত

  সঠিক উত্তর: (ক)

১৭.
“শত্রুর সহিত সন্ধি চাই না” - ‘সহিত’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
অবধি অর্থে
Ο খ) 
সমগামিতা অর্থে
Ο গ) 
বিনা অর্থে
Ο ঘ) 
সমসূত্রে অর্থে

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
অনুসর্গের আর কীনাম রয়েছে?
Ο ক) 
অনন্বয়ী অব্যয়
Ο খ) 
কর্মপ্রবচনীয় অব্যয়
Ο গ) 
পদাশ্রিত অব্যয়
Ο ঘ) 
বিভক্তি

  সঠিক উত্তর: (খ)

১৯.
‘শরতের পরে আসে বসন্ত’ - বাক্যটিতে ‘পরে’ অনুসর্গটি যে অর্থ প্রকাশ করছে -
Ο ক) 
বিরতি
Ο খ) 
অবধি
Ο গ) 
স্বল্প বিরতি
Ο ঘ) 
দীর্ঘ বিরতি

  সঠিক উত্তর: (ঘ)

২০.
কোনগুলো কর্মপ্রবচনীয় শব্দ?
Ο ক) 
পক্ষে, জন্য
Ο খ) 
যেন, যে
Ο গ) 
কিংবা, নতুবা
Ο ঘ) 
উপ, আ

  সঠিক উত্তর: (ক)

২১.
‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’ - বাক্যটিতে অনুসর্গ ব্যবহৃত হয়েছে -
Ο ক) 
প্রাতিপাদিকের পরে
Ο খ) 
বিশেষণের পরে
Ο গ) 
বিভক্তিযুক্ত শব্দের আগে
Ο ঘ) 
প্রাতিপাদিকের আগে

  সঠিক উত্তর: (ক)

২২.
“মণ প্রতি পাঁচ টাকা লাভ দিব” - এ বাক্যে কি অর্থে অনুসর্গের ব্যবহার হয়েছে?
Ο ক) 
নিমিত্ত
Ο খ) 
প্রত্যেক
Ο গ) 
ন্যায়
Ο ঘ) 
জন্য

  সঠিক উত্তর: (খ)

২৩.
কোনটি অনুসর্গ?
Ο ক) 
লজ্জা
Ο খ) 
সুখ
Ο গ) 
তোমার
Ο ঘ) 
কাছে

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
“বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?” - এ বাক্যে ‘বিনা’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
Ο ক) 
সঙ্গে
Ο খ) 
প্রয়োজনে
Ο গ) 
নিমিত্তে
Ο ঘ) 
ব্যতিরেকে

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
“সেদিন কি আর আসবে” - ‘আর’ কোন অর্থ প্রকাশ করছে?
Ο ক) 
পুনরাবৃত্তি
Ο খ) 
নির্দেশ
Ο গ) 
নিরাশা
Ο ঘ) 
বাক্যালংকার

  সঠিক উত্তর: (ক)

২৬.
তোমার তরে এনেছি মালা গাঁথিয়া - এখানে ‘তরে’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
Ο ক) 
মত
Ο খ) 
হেতু
Ο গ) 
নিমিত্ত
Ο ঘ) 
নিকট

  সঠিক উত্তর: (গ)

২৭.
দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে - এখানে ‘সনে’ শব্দটি কী অর্থ প্রকাশ করছে?
Ο ক) 
বিরুদ্ধগামিতা
Ο খ) 
প্রতি
Ο গ) 
সঙ্গে
Ο ঘ) 
হেতু

  সঠিক উত্তর: (ক)

২৮.
বিভক্তির ন্যায় কাজ করে কোনটি?
Ο ক) 
উপসর্গ
Ο খ) 
অভিশ্রুতি
Ο গ) 
অনুসর্গ
Ο ঘ) 
গুন

  সঠিক উত্তর: (গ)

২৯.
আসামির পক্ষে উকিল কে? - এখানে ‘পক্ষে’ কী অর্থ প্রকাশ করছে?
Ο ক) 
সঙ্গ
Ο খ) 
সক্ষমতা
Ο গ) 
সহায়
Ο ঘ) 
মত

  সঠিক উত্তর: (গ)

৩০.
‘উদ্যম বিহনে কার পুরে মনোরথ’ বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে?
Ο ক) 
হেতু
Ο খ) 
ব্যতিরেকে
Ο গ) 
পরে
Ο ঘ) 
সঙ্গে

  সঠিক উত্তর: (খ)

৩১.
অনুসর্গ কোন পদ?
Ο ক) 
বিশেষ্য
Ο খ) 
সর্বনাম
Ο গ) 
ক্রিয়া
Ο ঘ) 
অব্যয়

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
প্রতি, বিনা, মাঝে ইত্যাদি কিসের উদাহরণ?
Ο ক) 
অনুসর্গ
Ο খ) 
উপসর্গ
Ο গ) 
প্রত্যয়
Ο ঘ) 
বচন

  সঠিক উত্তর: (ক)

৩৩.
নিমিত্তঅর্থে কর্মপ্রবচনীয় শব্দের ব্যবহার কোনটি?
Ο ক) 
কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া
Ο খ) 
দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারি নি
Ο গ) 
উদ্যম বিহনে কার পুরে মনোরথ
Ο ঘ) 
ঐত ঘর পানে ছুটছেন

  সঠিক উত্তর: (ক)

৩৪.
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? - এখানে ‘বিনা’ -
Ο ক) 
উপসর্গ
Ο খ) 
অনুসর্গ
Ο গ) 
বিভক্তি
Ο ঘ) 
কারক

  সঠিক উত্তর: (খ)

৩৫.
আছো প্রভু তুমি জগৎ মাঝারে। - এখানে ‘মাঝারে’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
বাইরে
Ο খ) 
ব্যাপ্তি
Ο গ) 
মধ্যে
Ο ঘ) 
সঙ্গে

  সঠিক উত্তর: (খ)

৩৬.
অনুসর্গ কী?
Ο ক) 
শব্দ বিভক্তি বা ধাতু
Ο খ) 
উপসর্গ
Ο গ) 
ক্রিয়া বিভক্তি
Ο ঘ) 
অব্যয়/শব্দ

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
‘বন্ধুসহ ছেলেটি স্থান ত্যাগ করল’ - এখানে ‘সহ’ কোন অর্থে অনুসর্গ?
Ο ক) 
সমসূত্রে
Ο খ) 
বিরুদ্ধগামিতা
Ο গ) 
সহগামিতা
Ο ঘ) 
ব্যতিরেকে

  সঠিক উত্তর: (গ)

৩৮.
কোন বাক্যে সক্ষমতা অর্থে অনুসর্গ ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
আসামির পক্ষে উকিল কে
Ο খ) 
রাজার পক্ষে সবকিছুই সম্ভব
Ο গ) 
তুমি কোন পক্ষে
Ο ঘ) 
শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির চাঁদ উঠেছে

  সঠিক উত্তর: (খ)

৩৯.
অনুসর্গগুলো কয়ভাবে ব্যবহৃত হয়?
Ο ক) 
একভাবে
Ο খ) 
দুভাবে
Ο গ) 
তিনভাবে
Ο ঘ) 
চারভাবে

  সঠিক উত্তর: (খ)

৪০.
“কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া।” - ‘হেতু’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
ব্যাপার
Ο খ) 
প্রার্থনা
Ο গ) 
নিমিত্ত অর্থে
Ο ঘ) 
প্রসঙ্গ

  সঠিক উত্তর: (গ)

1 টি মন্তব্য:

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...