NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ২য়পত্র ৩য় অধ্যায় - ৮ম পরিচ্ছেদ: ধাতু


এস.এস.সি    ||    বাংলা ২য়পত্র
৩য় অধ্যায় - ৮ম পরিচ্ছেদ: ধাতু


১.
মাইকেলী নাম ধাতু কোনটি?
Ο ক) 
বিলাপিল আক্ষেপে রাবণ
Ο খ) 
শিশুটি ঘুমাচ্ছে
Ο গ) 
বাড়িটি সুন্দর দেখায় না
Ο ঘ) 
ছেলেটিকে বসিয়ে রেখো না

  সঠিক উত্তর: (ক)

২.
‘পাঠক’‘পানি’ শব্দটি কোন শ্রেণির ধাতু থেকে গঠিত?
Ο ক) 
দেশি
Ο খ) 
সংস্কৃত মূল
Ο গ) 
বিদেশি
Ο ঘ) 
খাঁটি বাংলা

  সঠিক উত্তর: (খ)

৩.
বাংলা ভাষায় যে কয়েকটি ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না তাদের কী বলে?
Ο ক) 
ণিজন্ত ধাতু
Ο খ) 
অজ্ঞাতমূল ধাতু
Ο গ) 
অসম্পূর্ণ ধাতু
Ο ঘ) 
প্রযোজক ধাতু

  সঠিক উত্তর: (গ)

৪.
ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়?
Ο ক) 
যতি
Ο খ) 
ধাতু
Ο গ) 
উক্তি
Ο ঘ) 
প্রকৃতি

  সঠিক উত্তর: (খ)

৫.
কোনটি বিদেশি ধাতু?
Ο ক) 
টুট
Ο খ) 
হস্
Ο গ) 
খাদ্
Ο ঘ) 
শ্রু

  সঠিক উত্তর: (ক)

৬.
‘দৃশ’ ধাতুর বাংলা রূপ কোনটি?
Ο ক) 
দে
Ο খ) 
দেখ্
Ο গ) 
দেন
Ο ঘ) 
দেখন

  সঠিক উত্তর: (খ)

৭.
কোনটিতে কর্মবাচ্যের ধাতুর ব্যবহার রয়েছে?
Ο ক) 
মা শিশুকে চাঁদ দেখাচ্ছে
Ο খ) 
কাজটি ভালো দেখায় না
Ο গ) 
আজ তোমাদের গল্প শোনাবো
Ο ঘ) 
ছেলেটিকে কাঁদাচ্ছ কেন?

  সঠিক উত্তর: (খ)

৮.
নিচের কোনটি ‘সংযোগমূলক ধাতু’ যোগে গঠিত ক্রিয়াপদ?
Ο ক) 
এখন সাবধান হও
Ο খ) 
কাজটা ভালো দেখায় না
Ο গ) 
আমাকে ধমকিও না
Ο ঘ) 
আমি তোমাকে শিখাচ্ছি

  সঠিক উত্তর: (ক)

৯.
যে ক্রিয়া পদের মূল বা ধাতু বিদেশি ভাষা থেকে এসেছে তাকে কী বলে?
Ο ক) 
সংস্কৃত মূল ধাতু
Ο খ) 
অজ্ঞাতমূল ধাতু
Ο গ) 
বিদেশি ধাতু
Ο ঘ) 
ণিজন্ত ধাতু

  সঠিক উত্তর: (গ)

১০.
“যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর” - এ বাক্যে ‘হারায়’ কোন ধাতু?
Ο ক) 
মৌলিক
Ο খ) 
প্রযোজক
Ο গ) 
বিদেশি
Ο ঘ) 
সংযোগমূলক

  সঠিক উত্তর: (খ)

১১.
‘বিগড়া’ ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
নষ্ট হওয়া
Ο খ) 
প্রণাম করা
Ο গ) 
মূর্তি সংক্রান্ত
Ο ঘ) 
উঁচু হওয়া

  সঠিক উত্তর: (ক)

১২.
নিচের কোনটি বিদেশি ধাতু?
Ο ক) 
হস্
Ο খ) 
কহ
Ο গ) 
গড়্
Ο ঘ) 
ভিজ

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
‘বিগড়’ ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) 
প্রণাম
Ο খ) 
মূর্তি সংক্রান্ত
Ο গ) 
নষ্ট হওয়া
Ο ঘ) 
উঁচু হওয়া

  সঠিক উত্তর: (গ)

১৪.
‘পড়্’, ‘চল্’ - এ দুটি কোন প্রকার ধাতু?
Ο ক) 
সংস্কৃত মূল
Ο খ) 
খাঁটি বাংলা
Ο গ) 
প্রযোজক ধাতু
Ο ঘ) 
সাধিত ধাতু

  সঠিক উত্তর: (খ)

১৫.
খাঁটি বাংলা ধাতু কোনটি?
Ο ক) 
আঁক/কর্/কাট্
Ο খ) 
অঙ্ক
Ο গ) 
ডর
Ο ঘ) 
ধুর

  সঠিক উত্তর: (ক)

১৬.
‘গঠ্, পঠ্’ কোন শ্রেণির ধাতু?
Ο ক) 
খাঁটি বাংলা ধাতু
Ο খ) 
নাম ধাতু
Ο গ) 
সংস্কৃত ধাতু
Ο ঘ) 
ণিজন্ত ধাতু

  সঠিক উত্তর: (গ)

১৭.
কোনটি সংযোগমূলক ধাতুর উদাহরণ?
Ο ক) 
ভয় করে
Ο খ) 
এখন যেতে পার
Ο গ) 
তিনি বলতে লাগলেন
Ο ঘ) 
তরকারি বাসি হলে টক

  সঠিক উত্তর: (ক)

১৮.
বিদেশি ধাতু কোনটি?
Ο ক) 
কৃৎ
Ο খ) 
টান্
Ο গ) 
রাখ্
Ο ঘ) 
খাদ্

  সঠিক উত্তর: (খ)

১৯.
‘পাঠক’ শব্দটি কোন শ্রেণির ধাতু থেকে গঠিত?
Ο ক) 
দেশি
Ο খ) 
সংস্কৃতমূল
Ο গ) 
বিদেশি
Ο ঘ) 
খাঁটি বাংলা

  সঠিক উত্তর: (খ)

২০.
‘দেখায়’ এবং ‘হারায়’ ক্রিয়াপদের ‘দেখা’ ও ‘হারা’ কোন ধাতু?
Ο ক) 
নাম ধাতু
Ο খ) 
কর্মবাচ্যের ধাতু
Ο গ) 
প্রযোজক ধাতু
Ο ঘ) 
স্বয়ংসিদ্ধ ধাতু

  সঠিক উত্তর: (খ)

২১.
কোন কোন ধাতু দিয়ে গঠিত ক্রিয়াপদ সাধারণত বাক্যে অনুক্ত বা উহ্য থাকে?
Ο ক) 
কর্, আছ্
Ο খ) 
আছ্, গড়্
Ο গ) 
হ্, চল্
Ο ঘ) 
আছ্, হ্

  সঠিক উত্তর: (ঘ)

২২.
মৌলিক ধাতু কাকে বলে?
Ο ক) 
যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না
Ο খ) 
যে ধাতু সংস্কৃত থেকে এসেছে
Ο গ) 
যে ধাতু ‘আ’ প্রত্যয় যোগে গঠিত হয়
Ο ঘ) 
যে ধাতু বিদেশি ভাষা থেকে এসেছে

  সঠিক উত্তর: (ক)

২৩.
‘নহ’ ধাতুর সাধারণ বর্তমান উত্তম পুরুষের চলিতরূপ কোনটি?
Ο ক) 
নহ্
Ο খ) 
নহে
Ο গ) 
নই
Ο ঘ) 
নয়

  সঠিক উত্তর: (গ)

২৪.
কোনটি সংস্কৃত ধাতু?
Ο ক) 
হাস্
Ο খ) 
খাদ্
Ο গ) 
আঁক্
Ο ঘ) 
টান্

  সঠিক উত্তর: (খ)

২৫.
“এখনও সাবধান ‘হও’, নতুবা আখের খারাপ হবে।” - ‘হও’ কোন ধাতুর উদাহরণ?
Ο ক) 
সাধিত ধাতু
Ο খ) 
সংযোগমূলক ধাতু
Ο গ) 
মৌলিক ধাতু
Ο ঘ) 
কর্মবাচ্যের ধাতু

  সঠিক উত্তর: (খ)

২৬.
কোন ধাতুটির উৎস আমাদের কাছে অজ্ঞাত রয়েছে?
Ο ক) 
হৃ
Ο খ) 
টান
Ο গ) 
হের
Ο ঘ) 
কহ্

  সঠিক উত্তর: (গ)

২৭.
নিচের কোন ধাতুটি ‘ছিন্ন হওয়া’ অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
ফির্
Ο খ) 
লটক
Ο গ) 
টান্
Ο ঘ) 
টুট্

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
ছিটা, শিখা, ঝিমা ইত্যাদি কোন আদিগণের অন্তর্ভুক্ত?
Ο ক) 
নাহা
Ο খ) 
বিগড়া
Ο গ) 
লিখ
Ο ঘ) 
ফিরা

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
‘ফির্’ ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
প্রার্থনা অর্থে
Ο খ) 
আহ্বান অর্থে
Ο গ) 
পুনরাবৃত্তি অর্থে
Ο ঘ) 
শোনা অর্থে

  সঠিক উত্তর: (গ)

৩০.
প্রযোজক ধাতুর উদাহরণ কোনটি?
Ο ক) 
বসিয়ে রেখো না
Ο খ) 
কাজটি ভালো দেখায় না
Ο গ) 
এখনও সাবধান হও
Ο ঘ) 
মেয়েটি গান গাচ্ছে

  সঠিক উত্তর: (ক)

৩১.
‘কর্’ কোন ধাতুর উদাহরণ?
Ο ক) 
সাধিত ধাতু
Ο খ) 
নাম ধাতু
Ο গ) 
মৌলিক ধাতু
Ο ঘ) 
যৌগিক ধাতু

  সঠিক উত্তর: (গ)

৩২.
‘ঘষ’ ধাতু দ্বারা সাধিত পদ কোনটি?
Ο ক) 
ঘর্ষণ
Ο খ) 
সৃষ্ট
Ο গ) 
ঘুমান
Ο ঘ) 
ঘষা

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
কোনটি নাম ধাতু?
Ο ক) 
খা
Ο খ) 
কর
Ο গ) 
ঘুমা
Ο ঘ) 
ছাড়

  সঠিক উত্তর: (গ)

৩৪.
সাধিত ধাতু কয় প্রকার?
Ο ক) 
দুই প্রকার
Ο খ) 
তিন প্রকার
Ο গ) 
চার প্রকার
Ο ঘ) 
পাঁচ প্রকার

  সঠিক উত্তর: (খ)

৩৫.
কোন ক্ষেত্রে ক্রিয়ার রূপ আর ধাতুর রূপ এক বা অভিন্ন হয়?
Ο ক) 
বর্তমানকালের অনুজ্ঞায় ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের ক্ষেত্রে
Ο খ) 
বর্তমানকালের অনুজ্ঞায় সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের ক্ষেত্রে
Ο গ) 
বর্তমানকালের অনুজ্ঞায় সাধারণ মধ্যম পুরুষের ক্ষেত্রে
Ο ঘ) 
ভবিষ্যৎকালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের ক্ষেত্রে

  সঠিক উত্তর: (ঘ)

৩৬.
যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, রূপ বা গঠনের দিক থেকে ন্যূনতম একক সেগুলোকে বলা হয় -
Ο ক) 
মৌলিক ধাতু/স্বয়ংসিদ্ধ ধাতু
Ο খ) 
যৌগিক ধাতু
Ο গ) 
সাধিত ধাতু
Ο ঘ) 
সংযোগমূলক ধাতু

  সঠিক উত্তর: (ক)

৩৭.
ধাতু কত প্রকার?
Ο ক) 
ছয়
Ο খ) 
পাঁচ
Ο গ) 
চার
Ο ঘ) 
তিন

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
কোনটি বাংলা ধাতু?
Ο ক) 
খাদ্
Ο খ) 
হাস্
Ο গ) 
বুধ
Ο ঘ) 
কথ্

  সঠিক উত্তর: (খ)

৩৯.
“কাজটি ভালো দেখায় না” - এ বাক্যে কোন ধাতুর ব্যবহার হয়েছে?
Ο ক) 
নামধাতু
Ο খ) 
প্রযোজক ধাতু
Ο গ) 
কর্মবাচ্যের ধাতু
Ο ঘ) 
বিদেশি ধাতু

  সঠিক উত্তর: (গ)

৪০.
আ-কারান্ত ধাতুর সঙ্গে ‘অন্’ স্থলে কী হয়?
Ο ক) 
আন
Ο খ) 
আনো
Ο গ) 
ওন
Ο ঘ) 
অনো

  সঠিক উত্তর: (খ)

৪১.
মৌলিক ধাতুর অপর নাম কী?
Ο ক) 
সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু
Ο খ) 
ণিজন্ত ধাতু
Ο গ) 
নাম ধাতু
Ο ঘ) 
প্রযোজক ধাতু

  সঠিক উত্তর: (ক)

৪২.
পড়্, চল্ এ দুটি কোন ধাতু?
Ο ক) 
খাঁটি বাংলা
Ο খ) 
স্বয়ংসিদ্ধ
Ο গ) 
সংস্কৃত মূল
Ο ঘ) 
সাধিত ধাতু

  সঠিক উত্তর: (খ)

৪৩.
মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলে?
Ο ক) 
সাধিত ধাতু
Ο খ) 
সংযোগমূলক ধাতু
Ο গ) 
নাম ধাতু
Ο ঘ) 
প্রযোজক ধাতু/ণিজন্ত ধাতু

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
কোনটি সংস্কৃত মূল ধাতু?
Ο ক) 
আঁকা
Ο খ) 
খাদ্
Ο গ) 
বেতা
Ο ঘ) 
ফির

  সঠিক উত্তর: (খ)

৪৫.
ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দু’টো অংশ পাওয়া যায় - কী কী?
Ο ক) 
মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু
Ο খ) 
ক্রিয়ামূল ও ক্রিয়া বিভক্তি
Ο গ) 
গম্ ও গঠ্ ধাতু
Ο ঘ) 
স্বয়ংসিদ্ধ ও মৌলিক ধাতু

  সঠিক উত্তর: (খ)

৪৬.
কাট্, কাঁদ, জান্, নাচ্ ইত্যাদি কোন ধাতুর উদাহরণ?
Ο ক) 
সংস্কৃত
Ο খ) 
সাধিত
Ο গ) 
বিদেশি
Ο ঘ) 
খাঁটি বাংলা

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়?
Ο ক) 
সংযোগমূলক ধাতু
Ο খ) 
বিদেশি ধাতু
Ο গ) 
তৎসম ধাতু
Ο ঘ) 
সাধিত ধাতু

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
‘কাট্’ ধাতুর সংস্কৃত ধাতু কী?
Ο ক) 
কৃৎ
Ο খ) 
কৃ
Ο গ) 
ক্রী
Ο ঘ) 
কথ

  সঠিক উত্তর: (ক)

৪৯.
নিচের কোন শব্দটি সাধিত ধাতুর উদাহরণ?
Ο ক) 
পড়্
Ο খ) 
পড়া
Ο গ) 
ডা
Ο ঘ) 
কোন

  সঠিক উত্তর: (খ)

৫০.
অপভ্রংশের মাধ্যমে কোন ধাতু আমাদের ভাষায় এসে গেছে?
Ο ক) 
সংস্কৃত ধাতু
Ο খ) 
মৌলিক ধাতু
Ο গ) 
সাধিত ধাতু
Ο ঘ) 
খাঁটি বাংলা ধাতু

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
“হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে?” - বাক্যে ব্যবহৃত ‘হের’ ধাতুটি কোন ভাষার?
Ο ক) 
আরবি
Ο খ) 
হিন্দি
Ο গ) 
ফারসি
Ο ঘ) 
অজ্ঞাতমূল

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
‘সমধাতুজ’ কর্মের অপর নাম কী?
Ο ক) 
পরোক্ষ কর্ম
Ο খ) 
প্রযোজক কর্ম
Ο গ) 
ধাত্বর্থক কর্ম
Ο ঘ) 
প্রযোজ্য কর্ম

  সঠিক উত্তর: (গ)

৫৩.
ধাতু বা প্রকৃতির অন্ত্যধ্বনির আগের ধ্বনির নাম কী?
Ο ক) 
অনুধা
Ο খ) 
ব্যবধা
Ο গ) 
শতধা
Ο ঘ) 
উপধা

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
‘ঘৃষ’ ধাতুর বাংলা ধাতু কী?
Ο ক) 
ঘষা
Ο খ) 
ঘিষ্
Ο গ) 
ঘষ্
Ο ঘ) 
ঘাষ্

  সঠিক উত্তর: (গ)

৫৫.
বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?
Ο ক) 
সাধিত ধাতু
Ο খ) 
বিদেশি ধাতু
Ο গ) 
মৌলিক ধাতু
Ο ঘ) 
নাম ধাতু

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
“কথাটা ছড়িয়ে পড়েছে।” যৌগিক ক্রিয়া গঠনে ‘পড়্’ ধাতুটি কোন অর্থে ব্যবহৃতহয়েছে?
Ο ক) 
সমাপ্তি
Ο খ) 
আকস্মিকতা
Ο গ) 
ক্রমশ
Ο ঘ) 
ব্যাপ্তি

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
‘ফির্’ বিদেশি ধাতুটি কী অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) 
গমন
Ο খ) 
আগমন
Ο গ) 
পুনরাগমন
Ο ঘ) 
প্রত্যাগমন

  সঠিক উত্তর: (গ)

৫৮.
“বাংলা, সংস্কৃত ও বিদেশি” - বাংলা ভাষার কোন ধাতুর শ্রেণিবিভাগ?
Ο ক) 
সাধিত ধাতু
Ο খ) 
যৌগিক ধাতু
Ο গ) 
মৌলিক ধাতু
Ο ঘ) 
প্রযোজক ধাতু

  সঠিক উত্তর: (গ)

৫৯.
পূর্ণতা অর্থে ‘দি’ ধাতুর ব্যবহার কোনটি?
Ο ক) 
আমাকে যেতে দিও
Ο খ) 
কাজটি শেষ করে দিও
Ο গ) 
চলতে পথ দেখিয়েদিও
Ο ঘ) 
কিছু টাকা ধারদিও

  সঠিক উত্তর: (খ)

৬০.
মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) 
দুই শ্রেণিতে
Ο খ) 
চার শ্রেণিতে
Ο গ) 
তিন শ্রেণিতে
Ο ঘ) 
পাঁচ শ্রেণিতে

  সঠিক উত্তর: (গ)

৬১.
কোন ধাতুর আলাদা নামকরণের প্রয়োজন নেই?
Ο ক) 
প্রযোজক ধাতুর
Ο খ) 
কর্মবাচ্যের ধাতুর
Ο গ) 
নাম ধাতুর
Ο ঘ) 
সাধিত ধাতুর

  সঠিক উত্তর: (খ)

৬২.
“যাকিছু হারায়, গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর” - এখানে ‘হারায়’ কোন ধাতু?
Ο ক) 
নাম ধাতু
Ο খ) 
সংযোগমূলক ধাতু
Ο গ) 
কর্মবাচ্যের ধাতু
Ο ঘ) 
ভাববাচ্যের ধাতু

  সঠিক উত্তর: (গ)

৬৩.
শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন - কোন প্রকারের ধাতু দ্বারা গঠিত ক্রিয়াপদ যোগে বাক্যটি গঠিত হয়েছে?
Ο ক) 
মৌলিক ধাতু
Ο খ) 
প্রযোজক ধাতু
Ο গ) 
নামধাতু
Ο ঘ) 
কর্মবাচ্যের ধাতু

  সঠিক উত্তর: (খ)

৬৪.
কোনটি অসম্পূর্ণ ধাতু?
Ο ক) 
রাখ্
Ο খ) 
উঠ্
Ο গ) 
বট্
Ο ঘ) 
কর্

  সঠিক উত্তর: (গ)

৬৫.
বিদেশগত ধাতুগুলো প্রধানত কোন ভাষা থেকে এসেছে?
Ο ক) 
ফারসি
Ο খ) 
হিন্দি
Ο গ) 
আরবি
Ο ঘ) 
উর্দু

  সঠিক উত্তর: (খ)

৬৬.
কৃ, গম, ধৃ, গঠ, স্থ ইত্যাদি -
Ο ক) 
মৌলিক ধাতু
Ο খ) 
বিদেশি ধাতু
Ο গ) 
বাংলা ধাতু
Ο ঘ) 
সংস্কৃত ধাতু

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
“এখন শুয়ে পড়্” - এখানে ‘পড়্’ ধাতু কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
ক্রমশ অর্থে
Ο খ) 
ব্যাপ্তি অর্থে
Ο গ) 
আকস্মিকতা অর্থে
Ο ঘ) 
সমাপ্তি অর্থে

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...