NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ২য়পত্র ৫ম অধ্যায় - ৫ম পরিচ্ছেদ: যতি বা ছেদ-চিহ্নের লিখন কৌশল

এস.এস.সি    ||    বাংলা ২য়পত্র
৫ম অধ্যায় - ৫ম পরিচ্ছেদ: যতি বা ছেদ-চিহ্নের লিখন কৌশল


১.
বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
Ο ক) 
সেমিকোলন
Ο খ) 
কোলন
Ο গ) 
ড্যাশ
Ο ঘ) 
হাইফেন

  সঠিক উত্তর: (ক)

২.
হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে?
Ο ক) 
কমা
Ο খ) 
হাইফেন
Ο গ) 
প্রশ্নবোধক
Ο ঘ) 
বিস্ময়সূচক

  সঠিক উত্তর: (ঘ)

৩.
‘কোথায় যাচ্ছ’ - এটি কী ধরনের বাক্য?
Ο ক) 
আবেগসূচক বাক্য
Ο খ) 
প্রশ্নসূচক বাক্য
Ο গ) 
আদেশসূচক বাক্য
Ο ঘ) 
বিস্ময়সূচক বাক্য

  সঠিক উত্তর: (খ)

৪.
কোন যতি বা ছেদ চিহ্নে থামার প্রয়োজন আছে?
Ο ক) 
ইলেক
Ο খ) 
হাইফেন
Ο গ) 
বন্ধনী চিহ্ন
Ο ঘ) 
উদ্ধরণ চিহ্ন

  সঠিক উত্তর: (ঘ)

৫.
সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?
Ο ক) 
দাঁড়ি
Ο খ) 
কোলন
Ο গ) 
সেমিকোলন
Ο ঘ) 
কমা

  সঠিক উত্তর: (ঘ)

৬.
বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) 
ধাতু বুঝাতে
Ο খ) 
অর্থমূলক
Ο গ) 
ব্যাখ্যামূলক
Ο ঘ) 
উৎপন্ন বুঝাতে

  সঠিক উত্তর: (গ)

৭.
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসবে?
Ο ক) 
ড্যাশ
Ο খ) 
কোলন
Ο গ) 
সেমিকোলন
Ο ঘ) 
পূর্ণচ্ছেদ

  সঠিক উত্তর: (খ)

৮.
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?
Ο ক) 
৭টি
Ο খ) 
৮টি
Ο গ) 
৯টি
Ο ঘ) 
১১টি

  সঠিক উত্তর: (ঘ)

৯.
বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
Ο ক) 
কমা
Ο খ) 
হাইফেন/ইলেক
Ο গ) 
উদ্ধরণ চিহ্ন
Ο ঘ) 
কোলন

  সঠিক উত্তর: (খ)

১০.
উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়?
Ο ক) 
ড্যাস
Ο খ) 
কোলন ড্যাস
Ο গ) 
প্রশ্নবোধক
Ο ঘ) 
বিস্ময়সূচক

  সঠিক উত্তর: (খ)

১১.
বাংলা দ্বিতীয় বোর্ড ব্যাকরণ বইয়ে কয়টি ব্যাকরণিক চিহ্নের উল্লেখ রয়েছে?
Ο ক) 
৩টি
Ο খ) 
৪টি
Ο গ) 
১১টি
Ο ঘ) 
১২টি

  সঠিক উত্তর: (খ)

১২.
কোন যতি চিহ্নটির বিরতিকাল পরিমাণ এক সেকেন্ড?
Ο ক) 
কমা
Ο খ) 
হাইফেন
Ο গ) 
কোলন
Ο ঘ) 
সেমিকোলন

  সঠিক উত্তর: (গ)

১৩.
‘কোলন ড্যাসে’ কতটুকু থামতে হয়?
Ο ক) 
১ বলার দ্বিগুণ
Ο খ) 
এক সেকেন্ড
Ο গ) 
থামার প্রয়োজন নেই
Ο ঘ) 
এক উচ্চারণে যে সময় লাগে

  সঠিক উত্তর: (খ)

১৪.
কোনো পদের বর্ণ বিশেষের লোপ বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ο ক) 
ইলেক
Ο খ) 
ড্যাস চিহ্ন
Ο গ) 
কোলন
Ο ঘ) 
সেমিকোলন

  সঠিক উত্তর: (ক)

১৫.
লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যেসব চিহ্নের ব্যবহার করা হয়, সেগুলোকে কী বলে?
Ο ক) 
দাঁড়ি
Ο খ) 
হাইফেন
Ο গ) 
ছেদ/যতি/বিরাম
Ο ঘ) 
উদাহরণ চিহ্ন

  সঠিক উত্তর: (গ)

১৬.
কোন বন্ধনী চিহ্নটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে?
Ο ক) 
()
Ο খ) 
{}
Ο গ) 
[]
Ο ঘ) 
-

  সঠিক উত্তর: (ক)

১৭.
বাক্যে (,) থাকলে কতক্ষণ থামতে হয়?
Ο ক) 
এক বলতে যে সময় লাগে
Ο খ) 
৪ মিনিট
Ο গ) 
২ মিনিট
Ο ঘ) 
৩ মিনিট

  সঠিক উত্তর: (ক)

১৮.
যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ο ক) 
কোলন
Ο খ) 
সেমিকোলন
Ο গ) 
ড্যাশ
Ο ঘ) 
হাইফেন

  সঠিক উত্তর: (গ)

১৯.
উদ্ধরণ চিহ্ন (“ ”) - এর পর কতক্ষণ থামতে হয়?�
Ο ক) 
এক বলার দ্বিগুণ সময়
Ο খ) 
এক উচ্চারণে যে সময় লাগে
Ο গ) 
এক সেকেন্ড
Ο ঘ) 
থামার প্রয়োজন নেই

  সঠিক উত্তর: (খ)

২০.
পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কোন বিরতি চিহ্ন বসবে?
Ο ক) 
হাইফেন
Ο খ) 
কমা
Ο গ) 
ড্যাস
Ο ঘ) 
সেমিকোলন

  সঠিক উত্তর: (খ)

২১.
বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?
Ο ক) 
এক বলতে যে সময় প্রয়োজন
Ο খ) 
এক সেকেন্ড
Ο গ) 
এক বলার দ্বিগুণ সময়
Ο ঘ) 
থামার প্রয়োজন নেই

  সঠিক উত্তর: (খ)

২২.
বাগভঙ্গির লিখিত আকার প্রকাশে সাহায্য করে কোনটি?
Ο ক) 
ছেদ চিহ্নগুলো
Ο খ) 
উদ্ধরণ চিহ্ন
Ο গ) 
বন্ধনী চিহ্ন
Ο ঘ) 
ইলেক চিহ্ন

  সঠিক উত্তর: (ক)

২৩.
কোনটির বিরতিকাল কোলন ড্যাস - এর বিরতি কালের সমান?
Ο ক) 
কমা
Ο খ) 
হাইফেন
Ο গ) 
সেমিকোলন
Ο ঘ) 
কোলন

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
‘ইলেক’ চিহ্নের বিরতিকাল কতটুকু?
Ο ক) 
এক বলতে যে সময় লাগে
Ο খ) 
এক বলার দ্বিগুণ সময়
Ο গ) 
এক সেকেন্ড
Ο ঘ) 
থামার প্রয়োজন নেই

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
উপযুক্ত যতিচিহ্ন ব্যবহার না করলে বাক্যের কী অবস্থা ঘটবে?
Ο ক) 
কোনো সমস্যাই হবে না
Ο খ) 
অল্প সমস্যা হবে
Ο গ) 
বাক্যের অর্থের সামান্য পরিবর্তন ঘটবে
Ο ঘ) 
বাক্যের অর্থ প্রকাশে বড় রকমের বিপর্যয় দেখা দেবে

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোনটি বসে?
Ο ক) 
কোলন
Ο খ) 
ড্যাশ
Ο গ) 
কোলন-ড্যাশ
Ο ঘ) 
হাইফেন

  সঠিক উত্তর: (খ)

২৭.
বাংলা ভাষায় যদি চিহ্নের প্রচলন করেন কে?
Ο ক) 
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ο খ) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) 
প্যারীচাঁদ মিত্র

  সঠিক উত্তর: (খ)

২৮.
কোন যতি চিহ্নের জন্যে সবচেয়ে বেশি সময় থামতে হয়?
Ο ক) 
কমা
Ο খ) 
সেমিকোলন
Ο গ) 
দাঁড়ি
Ο ঘ) 
উদ্ধরণ চিহ্ন

  সঠিক উত্তর: (গ)

২৯.
উদ্ধরণ চিহ্নের পূর্বে (খন্ডবাক্যের শেষে) কোন চিহ্ন বসাতে হয়?
Ο ক) 
সেমিকোলন
Ο খ) 
কোলন
Ο গ) 
কমা
Ο ঘ) 
হাইফেন

  সঠিক উত্তর: (গ)

৩০.
নিচের উদাহরণগুলোর মধ্যে কোনটিতে ব্যকারণিক চিহ্নের প্রয়োগ হয়েছে?
Ο ক) 
গঙ্গা > গাঙ
Ο খ) 
লাল, হলুদ, নীল ও সাদা
Ο গ) 
এম এ, পি এইচ ডি
Ο ঘ) 
যেমন: জুঁই, চামেলী, বেলি

  সঠিক উত্তর: (ক)

৩১.
কোনটি কোলন ড্যাস?
Ο ক) 
Ο খ) 
:-
Ο গ) 
-
Ο ঘ) 
?

  সঠিক উত্তর: (খ)

৩২.
কোনটি ব্যাকরণিক চিহ্ন?
Ο ক) 
?
Ο খ) 
=
Ο গ) 
!
Ο ঘ) 
()

  সঠিক উত্তর: (খ)

৩৩.
ব্যাকরণিক চিহ্ন কোনটি?
Ο ক) 
:-
Ο খ) 

Ο গ) 
()
Ο ঘ) 
>

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
কমার আরেক নাম কী?
Ο ক) 
পাদটীকা
Ο খ) 
পাদচ্ছেদ
Ο গ) 
পাদপম
Ο ঘ) 
পাদ বন্ধন

  সঠিক উত্তর: (খ)

৩৫.
কোনটিতে এক সেকেন্ড থামতে হয়?
Ο ক) 
কমা
Ο খ) 
দাঁড়ি
Ο গ) 
সেমিকোলন
Ο ঘ) 
হাইফেন

  সঠিক উত্তর: (খ)

৩৬.
বাক্যে পরিসমাপ্তি বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ο ক) 
কমা
Ο খ) 
কোলন
Ο গ) 
সেমিকোলন
Ο ঘ) 
দাঁড়ি বা পূর্ণচ্ছেদ

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
Ο ক) 
বাক্য সংকোচনের জন্যে
Ο খ) 
বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্যে
Ο গ) 
বাক্যের সৌন্দর্যের জন্যে
Ο ঘ) 
বাক্যকে অলংকৃত করার জন্যে

  সঠিক উত্তর: (খ)

৩৮.
সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্যে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ο ক) 
কমা
Ο খ) 
হাইফেন
Ο গ) 
সেমিকোলন
Ο ঘ) 
উদ্ধরণ

  সঠিক উত্তর: (খ)

৩৯.
হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ο ক) 
()
Ο খ) 
-
Ο গ) 
?
Ο ঘ) 
!

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
Ο ক) 
হাইফেন
Ο খ) 
কমা
Ο গ) 
দাঁড়ি
Ο ঘ) 
লোপ চিহ্ন

  সঠিক উত্তর: (খ)

২টি মন্তব্য:

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...