NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (251-481)


২৫১.
ভারতে বড়লা লর্ড কার্জন কখন বাংলা ভাগ করেন?
Ο ক) 
১৯০৪ সালে
Ο খ) 
১৯০৫ সালে
Ο গ) 
১৯০৬ সালে
Ο ঘ) 
১৯০৭ সালে

  সঠিক উত্তর: (খ)

২৫২.
সাদেক, ১৯২০-১৯২২ সালের দিকে ভারতবর্ষ সংঘঠিত কিছু আন্দোলনের কথা বলেন। এখানে কথা বলা হয়েছে-
i. অসহযোগ আন্দোলনের কথা
ii. খিলাফত আন্দোলনের কথা
iii. মহাত্মা গান্ধীর নেতৃত্বীধীন আন্দোলনের কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫৩.
রাসেল চট্টগ্রামকে মুক্ত করার জন্য কিছু বিপ্লবী নেতার কথা বলেন। তারা হলেন-
i. মাস্টার দা সূর্যসেন
ii. প্রীতিলতা ওয়াদ্দেদার
iii. যতীনাথ মুখ্যোপাধ্যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫৪.
তারিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেন। তারিক কোন নাম উল্লেখ করে?
Ο ক) 
পামার স্টোন
Ο খ) 
গর্ডেন ব্রাউন
Ο গ) 
ফরওয়ার্ড ব্লক দল
Ο ঘ) 
জনতা পার্টি

  সঠিক উত্তর: (গ)

২৫৫.
ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠন কে?
Ο ক) 
মহাত্মা গান্ধী
Ο খ) 
নরেন্দ্র নাথ ভট্রাচার্য
Ο গ) 
যদুগোপাল মুখোপাধ্যায়
Ο ঘ) 
পুলিন বিহারী দাস

  সঠিক উত্তর: (ঘ)

২৫৬.
মহাত্মা গান্ধী কখন আইন অমান্য আন্দোলন শুরু করে?
Ο ক) 
১৯৩০ সালে
Ο খ) 
১৯৩১ সালে
Ο গ) 
১৯৩২ সালে
Ο ঘ) 
১৯৩৩ সালে

  সঠিক উত্তর: (ক)

২৫৭.
সেভার্স চুক্তির অস্বীকারকারীদের ক্ষেত্রে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) 
শওকত আলী
Ο খ) 
মুহাম্মদ আলী
Ο গ) 
মহাত্মা গান্ধী
Ο ঘ) 
মোস্তফা কামাল আতার্তুক

  সঠিক উত্তর: (ঘ)

২৫৮.
করিম, নেতাজী সুভাষ বসু কর্তৃক গঠিত একটি দলের কথা আলোচনা করেন। এখানে কোন দলের কথা বলা হয়েছে?
Ο ক) 
কৃষক দল
Ο খ) 
শ্রমিক দল
Ο গ) 
ফরওয়ার্ড ব্লক দল
Ο ঘ) 
জনতা পার্টি

  সঠিক উত্তর: (গ)

২৫৯.
দ্বিতীয় পর্যায়ে বিপ্লবী আন্দোলন কখন শুরু হয়?
Ο ক) 
১৯১০ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৯১১ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৯১২ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৯১৩ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (গ)

২৬০.
‘ভারত স্বাধীনতা আইন’ প্রণীত হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) 
১৯৪৫ সালের ১৮ জুলাই
Ο খ) 
১৯৪৬ সালের ১৮ জুলাই
Ο গ) 
১৯৪৭ সালের ১৮ জুলাই
Ο ঘ) 
১৯৪৮ সালের ১৮ জুলাই

  সঠিক উত্তর: (গ)

২৬১.
শাসক গোষ্ঠী জনমনে যেভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে-
i. বীভৎস ঘটনা ঘটিয়ে
ii. অমানবিক নির্যাতন করে
iii. ধর্মীয় অনুভূতিতে আঘাত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬২.
১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনে কিসের কথা বলা হয়েছে?
Ο ক) 
পাঞ্জাব ও বাংলা ভাগের
Ο খ) 
ভারত ও পাকিস্তান ভাগের
Ο গ) 
ভারত ও বাংলা ভাগের
Ο ঘ) 
বাংলা ও আসাম ভাগের

  সঠিক উত্তর: (ক)

২৬৩.
ইংরেজ সরকার এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন কেন?
Ο ক) 
রাসবিহারী বসুকে ধরার জন্য
Ο খ) 
পুলিন বিহারী দাসকে ধরার জন্য
Ο গ) 
ক্ষুদিরামকে ধরার জন্য
Ο ঘ) 
কিংসফোর্ডকে ধরার জন্য

  সঠিক উত্তর: (ক)

২৬৪.
নিচের কোন উপাধিটি রবীন্দ্রনাথ ঠাকুর বর্জন করেন?
Ο ক) 
ঠাকুর
Ο খ) 
কিংবদন্তি
Ο গ) 
নাইট
Ο ঘ) 
জুলিওকুরি

  সঠিক উত্তর: (গ)

২৬৫.
কেন বিদেশি দ্রব্য বর্জন আন্দোলন সফল হয়নি?
Ο ক) 
বিদেশি দ্রব্যের মান ভালো ছিল বলে
Ο খ) 
বিদেশি দ্রব্য ছাড়া চলা যেত না বলে
Ο গ) 
বাংলার গ্রামগঞ্জের ব্যবসায়ীরা এতে যোগদান করেনি বলে
Ο ঘ) 
বিদেশি পণ্যের প্রচুর চাহিদা ছিল বলে

  সঠিক উত্তর: (গ)

২৬৬.
ইস্টইন্ডিয়া কোম্পানির সমাজ সংস্কারের কাজগুলো কেমন ছিল?
Ο ক) 
জবরদস্তিমূলক
Ο খ) 
আইনের শাসনমূলক
Ο গ) 
জনকল্যাণমূলক
Ο ঘ) 
সমাজবিরোধী

  সঠিক উত্তর: (গ)

২৬৭.
ইংরেজি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করা হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) 
১৯০৯
Ο খ) 
১৯১০
Ο গ) 
১৯০৮
Ο ঘ) 
১৯১২

  সঠিক উত্তর: (গ)

২৬৮.
হাজী শরীয়াতউল্লাহ আন্দোলনকে ‘ফরায়েজি আন্দোলন’ বলার কারণ কী?
Ο ক) 
শরীয়াত নির্দেশিত ফরজ প্রতিষ্ঠাই মূল লক্ষ্য
Ο খ) 
ফরায়েজি কোন ব্যক্তির নাম
Ο গ) 
ফরজ পালন মুসলমানদের অবশ্য কর্তব্য
Ο ঘ) 
ফরায়েজ নামক কোন সংঘের অনুসারী বলে

  সঠিক উত্তর: (ক)

২৬৯.
লাহোর প্রস্তাবের অন্যতম তাৎপর্য হচ্ছে-
i. মুসলিম রাষ্ট্র গঠন
ii. হিন্দুদের প্রতি অত্যাচার
iii. মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৭০.
বেঙ্গল প্যাক্ট এর অন্যতম তাৎপর্য হচ্ছে-
i. মুসলমানদের সমস্যার সমাধান
ii. হিন্দু-মুসলিম দাঙ্গার অবসান
iii. হিন্দুদের প্রাধান্য প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭১.
রাসবিহারী বসুকে ধরার জন্য ব্রিটিশ সরকার কত টাকা পুরস্কার ঘোষণা করেন?
Ο ক) 
৫০,০০০
Ο খ) 
১,০০,০০০
Ο গ) 
১,৫০,০০০
Ο ঘ) 
২,০০,০০০

  সঠিক উত্তর: (খ)

২৭২.
কংগ্রেসের অভ্যন্তরে যারা স্বরাজ পার্টির সমর্থক ছিলেন তাদেরকে বলা হতো-
Ο ক) 
অপরিবর্তনপন্থী
Ο খ) 
পরিবর্তনপন্থী
Ο গ) 
বামপন্থী
Ο ঘ) 
ডানপন্থী

  সঠিক উত্তর: (খ)

২৭৩.
খাজা নাজিমুদ্দিন ছিলেন-
i. কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা
ii. বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে
iii. নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭৪.
আতিকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে গিয়ে মনে পড়ে একটি বিশেষ আন্দোলনের কথা। আতিকের কোন আন্দোলনের কথা মনে পড়ে?
Ο ক) 
সশস্ত্র বিপ্লবী আন্দোলন
Ο খ) 
নিরস্ত্র বিপ্লবী আন্দোলন
Ο গ) 
আলীগড় আন্দোলন
Ο ঘ) 
নারকেলবাড়িয়া আন্দোলন

  সঠিক উত্তর: (ক)

২৭৫.
বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে যে ভাঙনের সূত্রপাত হয় তা কীভাবে আরও তিক্ত হয়?
Ο ক) 
খিলাফত আন্দোলেনের মাধ্যমে
Ο খ) 
স্বদেশী আন্দোলনের মাধ্যমে
Ο গ) 
বয়কট আন্দোলনের মাধ্যমে
Ο ঘ) 
অসহযোগ আন্দোলনের মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

২৭৬.
ডালহৌসী কর্তৃক দিল্লি সম্রাট পদ বিলুপ্ত হলে কে সম্রাট পদ থেকে বঞ্চিত হন?
Ο ক) 
আকবর
Ο খ) 
শাহাজাহান
Ο গ) 
প্রথম বাহাদুর শাহ
Ο ঘ) 
দ্বিতীয় বাহাদুর শাহ

  সঠিক উত্তর: (ঘ)

২৭৭.
১৯৩০ খ্রিস্টাব্দে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন কে?
Ο ক) 
হাজী শরীয়াতুল্লাহ
Ο খ) 
তিতুমীর
Ο গ) 
নওয়াব আবদুল লতিফ
Ο ঘ) 
আল্লামা ইকবাল

  সঠিক উত্তর: (ঘ)

২৭৮.
আজাদ হিন্দু ফৌজ দেশের বাইরে গঠন করার যথার্থ কারণ হলো-
i. স্বাধীনতা অর্জনের জন্য
ii. ইংরেজ তাড়ানোর প্রাণপণ প্রচেষ্টা
iii. হতাশাগ্রস্ত রাজনীতিতে গতিশীলতার আনার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭৯.
কিসের প্রস্তাব কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়?
Ο ক) 
লাহোর প্রস্তাব
Ο খ) 
দিল্লি প্রস্তাব
Ο গ) 
ঢাকা প্রস্তাব
Ο ঘ) 
ইসলামাবাদ প্রস্তাব

  সঠিক উত্তর: (ক)

২৮০.
কেন ভারতীয় সৈনিকরা এনফিল্ড রাইফেলের বিরোধিতা করেন?
Ο ক) 
এ রাইফেল অত্যন্ত কম গতিসম্পন্ন ছিল বলে
Ο খ) 
এ রাইফেল টোটায় গরু ও শুকরের চর্বি মিশ্রিত ছিল বলে
Ο গ) 
এ রাইফেল কম দামী ছিল বলে
Ο ঘ) 
এ রাইফেল তেমন কোনো কার্যকরী ছিল না বলে

  সঠিক উত্তর: (খ)

২৮১.
ভারত কীভাবে ভাগ হয়?
Ο ক) 
১৯৪৪ খ্রিস্টাব্দে আইন অনুসারে
Ο খ) 
১৯৪৫ খ্রিস্টাব্দে আইন অনুসারে
Ο গ) 
১৯৪৬ খ্রিস্টাব্দে আইন অনুসারে
Ο ঘ) 
১৯৪৭ খ্রিস্টাব্দে আইন অনুসারে

  সঠিক উত্তর: (ঘ)

২৮২.
‘ক’ বলল, কেবিনেট মিশনের প্রতি আহ্বান এর প্রয়োজন দেখা দেয়-
i. রাজনৈতিক সংকট সমাধানের জন্য
ii. অর্থনৈতিক সংকট সমাধানের জন্য
iii. ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮৩.
মুসলমান সমাজ স্বদেশী আন্দোলন থেতে দূরে থাকে?
Ο ক) 
এতে হিন্দুধর্মের আচার অনুষ্ঠানের প্রভাব থাকায়
Ο খ) 
এ আন্দোলনের নেতারা হিন্দু হওয়ায়
Ο গ) 
এ আন্দোলনের দ্বারা হিন্দুরা বেশি লাভবান হবে বলে
Ο ঘ) 
এ আন্দোলন মুসলমানদের উপকারে আসবে না বলে

  সঠিক উত্তর: (ক)

২৮৪.
কোন হত্যাকাণ্ডকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে অভিহিত করা হয়?
Ο ক) 
মিরাটের
Ο খ) 
জৌনপুরের
Ο গ) 
অমৃতসরের
Ο ঘ) 
কাংড়ার

  সঠিক উত্তর: (গ)

২৮৫.
ভারতের স্বাধীনতা দিবস কত তারিখে?
Ο ক) 
১৫ আগস্ট
Ο খ) 
১৬ আগস্ট
Ο গ) 
১৭ আগস্ট
Ο ঘ) 
১৮ আগস্ট

  সঠিক উত্তর: (ক)

২৮৬.
হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ কিসের চরম বিরোধী ছিলেন?
Ο ক) 
একক সংসার
Ο খ) 
যুক্ত বাংলার
Ο গ) 
মুক্ত বাংলার
Ο ঘ) 
সবুজ বাংলার

  সঠিক উত্তর: (খ)

২৮৭.
ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় কত সালে?
Ο ক) 
১৮৪৭ সালে
Ο খ) 
১৮৫৭ সালে
Ο গ) 
১৮৪৭ সালে
Ο ঘ) 
১৯৫৭ সালে

  সঠিক উত্তর: (খ)

২৮৮.
বেঙ্গল প্যাক্টের শর্ত অনুযায়ী কলকাতা কর্পোরেশনের বিভিন্ন চাকরিতে কাদের নিয়োগ দেওয়া হয়?
Ο ক) 
মুসলমানদের
Ο খ) 
হিন্দুদের
Ο গ) 
বৌদ্ধদের
Ο ঘ) 
খ্রিস্টানদের

  সঠিক উত্তর: (ক)

২৮৯.
সিপাহী বিদ্রোহের অনন্য ফলাফল কোনটি?
Ο ক) 
ইংরেজ শাসনের অবসান
Ο খ) 
কোম্পানি শাসনের অবসান
Ο গ) 
ভারতের স্বাধীনতা অর্জন
Ο ঘ) 
সিপাহীদের অর্থনৈতিক মুক্তি

  সঠিক উত্তর: (খ)

২৯০.
বেঙ্গল প্যাক্ট অনুসারে সরকারি দপ্তরে মুসলমানদের জন্য শতকরা কত ভাগ চাকরি সংরক্ষিত থাকবে?
Ο ক) 
২৫
Ο খ) 
৩৫
Ο গ) 
৪৫
Ο ঘ) 
৫৫

  সঠিক উত্তর: (ঘ)

২৯১.
দিয়া মনে করে, স্বদেশী আন্দোলনের ইতিবাচক দিক হচ্ছে-
Ο ক) 
ধর্মীয় দিক
Ο খ) 
রাজনৈতিক দিক
Ο গ) 
সামাজিক দিক
Ο ঘ) 
অর্থনৈতিক দিক

  সঠিক উত্তর: (ঘ)

২৯২.
‘ক’ নামক আইনের বিরুদ্ধে অন্যান্য স্থানের মতো পাঞ্জাবেও আন্দোলন গড়ে উঠে। উদ্দীপকের আইনের সাথে নিচের কোন� আইনের সাদৃশ্য রয়েছে?
Ο ক) 
বেঙ্গল অর্ডিন্যান্স আইন
Ο খ) 
রাওলাট আইন
Ο গ) 
সংস্কার আইন
Ο ঘ) 
ভারত শাসন আইন

  সঠিক উত্তর: (খ)

২৯৩.
‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ কে ঘোষণা করেন?
Ο ক) 
রামজে ম্যাকডোনাল্ড
Ο খ) 
চিত্তরঞ্জন দাস
Ο গ) 
সুভাষ চন্দ্র বসু
Ο ঘ) 
মুজিবুর রহমান

  সঠিক উত্তর: (ক)

২৯৪.
উনিশ শতক শুধু রাজনীতির ইতিহাস হলেও পরে অর্থনীতি, সমাজ ও শিল্পকলার ইতিহাস রচিত হয়। এর যথার্থ কারণ হলো-
Ο ক) 
পুঁজিবাদ প্রচার
Ο খ) 
সামন্ত সমাজের প্রভাব
Ο গ) 
মার্কসবাদ প্রচার
Ο ঘ) 
কল্যাণমূলক অর্থনীতির ধারণা

  সঠিক উত্তর: (গ)

২৯৫.
কার ডাকে ‘ভারত ছাড়’ আন্দোলনে জনগণ ঝাঁপিয়ে পড়ে?
Ο ক) 
সোহরাওয়ার্দীর
Ο খ) 
মুহাম্মদ আলী জিন্নাহ
Ο গ) 
ফজলুল হকের
Ο ঘ) 
গান্ধীজীর

  সঠিক উত্তর: (ঘ)

২৯৬.
হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের দলিল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত ছিল?
Ο ক) 
বেঙ্গল প্যাক্ট
Ο খ) 
ইন্ডিয়া প্যাক্ট
Ο গ) 
পাকিস্তানি প্যাক্ট
Ο ঘ) 
সাধারণ প্যাক্ট

  সঠিক উত্তর: (ক)

২৯৭.
মুসলিম লীগ নিজেকে যেভাবে বাংলার মুসলমানদের প্রতিনিধিত্বকারী একমাত্র দল হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়?
i. ভারতের সাধারণ নির্বাচনের মাধ্যমে
ii. প্রাদেশিক আইনসভার মাধ্যমে
iii. প্রগতিশীল বাঙালিদের বাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

২৯৮.
‘ফরওয়ার্ড ব্লক দলের প্রতিষ্ঠিতা কে ছিলেন?
Ο ক) 
মহাত্মা গান্ধী
Ο খ) 
শরৎচন্দ্র বসু
Ο গ) 
সুভাষ চন্দ্র বসু
Ο ঘ) 
জওহরলাল নেহেরু

  সঠিক উত্তর: (গ)

২৯৯.
স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্ব হচ্ছে-
i. স্বাধীনতা আন্দোলনের সূচনা
ii. বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠা
iii. টাটা কোম্পানির প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০০.
গান্ধীজী যেভাবে উপলদ্ধি করেন যে অহিংস আন্দোলন আর চালিয়ে যাওয়া সম্ভব নয়-
i. চৌরিচৌরা থানার মর্মান্তিক ঘটনার মাধ্যমে
ii. ১৯২২ সালের ফেব্রুয়ারি মাসের ঘটনার মাধ্যমে
iii. চৌরিচৌরার ২১ জন পুলিশের হত্যার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০১.
হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি চিরতরে নষ্ট হয়ে যায় কীভাবে?
Ο ক) 
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে
Ο খ) 
১৯০৩ সালে বাংলা প্রদেশকে দুভাগ করার মাধ্যমে
Ο গ) 
১৯০৫ সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে
Ο ঘ) 
১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের মাধ্যমে

  সঠিক উত্তর: (গ)

৩০২.
নানা সাহেব অন্তর্ধান করেন কেন?
Ο ক) 
জয়ী হওয়ার জন্য
Ο খ) 
পরাজিত হওয়ার জন্য
Ο গ) 
বিদেশ ভ্রমণের জন্য
Ο ঘ) 
রাজনৈতিক কারণে

  সঠিক উত্তর: (খ)

৩০৩.
হিন্দু সম্প্রদায়ের মধ্যে বদ্ধমূল ধারণা ছিল কী?
Ο ক) 
সমুদ্র পাড়ি দিলে ধর্ম নষ্ট হয়
Ο খ) 
নদী পাড়ি দিলে ধর্ম নষ্ট হয়
Ο গ) 
দীঘি পাড়ি দিলে ধর্ম নষ্ট হয়
Ο ঘ) 
পুকুর পাড়ি দিলে ধর্ম নষ্ট হয়

  সঠিক উত্তর: (ক)

৩০৪.
স্বদেশী আন্দোলনের অন্যতম তাৎপর্য কোনটি?
Ο ক) 
সামাজিক সংস্কার
Ο খ) 
স্বাধীনতা আন্দোলনের সূচনা
Ο গ) 
ধর্মীয় দ্বন্ধ দূরীভূতকরণ
Ο ঘ) 
অর্থনৈতিক মুক্তিলাভ

  সঠিক উত্তর: (খ)

৩০৫.
সিপাহী বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. জাতীয় সংগ্রামে উদ্বুদ্ধকরণ
ii. প্রথম স্বাধীনতার সংগ্রাম
iii. অর্থনৈতিক মুক্তি অর্জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০৬.
উপমহাদেশ ভাগ হয় কখন?
Ο ক) 
১৯৪৫ সালে
Ο খ) 
১৯৪৬ সালে
Ο গ) 
১৯৪৭ সালে
Ο ঘ) 
১৯৪৮ সালে

  সঠিক উত্তর: (গ)

৩০৭.
ভারতের ব্যক্তি জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘নাইট’ উপাধি বর্জন করেন। উদ্দীপকের ব্যক্তিটির সাথে সাদৃশ্য রয়েছে-
i. শওকত আলী
ii. আবুল কালাম আজাদ
iii. রবীন্দ্রনাথ ঠাকুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৩০৮.
খিলাফত আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিলো কোনটি?
Ο ক) 
ইংরেজি ভাষার প্রতি গুরুত্বরোপ
Ο খ) 
খিলাফতের প্রতি সম্মান প্রদর্শন
Ο গ) 
খিলাফতকে ভারতে স্থানান্তর
Ο ঘ) 
খিলাফতে উপযুক্ত খলিফা বসানো

  সঠিক উত্তর: (খ)

৩০৯.
১৯৩০ খ্রি. প্রকাশিত কোন কমিশনের রিপোর্ট সব রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করে?
Ο ক) 
মনিরুজ্জামান কমিশনের
Ο খ) 
কুদরত এ খুদা কমিশনের
Ο গ) 
সাইম কমিশনের
Ο ঘ) 
জামান কমিশনের

  সঠিক উত্তর: (গ)

৩১০.
কে প্রথম ইংরেজদের শত্রু ভূমি জার্মানিতে গমন করেন?
Ο ক) 
সুভাষ বসু
Ο খ) 
কৃপালিনী
Ο গ) 
শ্যামা প্রসাদ
Ο ঘ) 
ফজলুল হক

  সঠিক উত্তর: (ক)

৩১১.
কত খ্রিস্টাব্দে বোম্বাইয়ে নৌ বিদ্রোহ দেখা দেয়?
Ο ক) 
১৯৪৬
Ο খ) 
১৯৪৭
Ο গ) 
১৯৪৮
Ο ঘ) 
১৯৪৯

  সঠিক উত্তর: (ক)

৩১২.
কেন বরিশালে স্বদেশী বান্ধব সমিতি প্রতিষ্ঠা করা হয়েছিল?
Ο ক) 
অর্থনৈতিক কল্যাণ সাধনের জন্য
Ο খ) 
দীর্ঘ মেয়াদি ঋণ প্রদানের জন্য
Ο গ) 
স্বদেশী আন্দোলনের জনসমর্থন বাড়াতে
Ο ঘ) 
স্বল্পমেয়াদি ঋণ প্রদানের জন্য

  সঠিক উত্তর: (গ)

৩১৩.
মুসলিম লীগ কত তারিখে ‘প্রত্যক্ষ সংগ্রাম দিবস’ ঘোষণা করেন?
Ο ক) 
১৪ আগস্ট
Ο খ) 
১৫ আগস্ট
Ο গ) 
১৬ আগস্ট
Ο ঘ) 
১৭ আগস্ট

  সঠিক উত্তর: (গ)

৩১৪.
খিলাফত আন্দোলনের নেতা ছিলেন-
i. মওলানা শওকত আলী
ii. মওলানা তারিক মুনাওয়ার
iii. মওলানা আবুল কালাম আজাদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩১৫.
খিলাফত ও অসযোগ আন্দোলনের অন্যতম গুরুত্ব হচ্ছে-
i. ব্রিটিশবিরোধী মনোভাব
ii. হিন্দু মুসলিম ঐক্য
iii. রাজনৈতিক চেতনা বৃদ্ধিকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১৬.
প্রথম স্বাধীনতা সংগ্রামে যে বিষয়টি পরিলক্ষিত হয়-
i. জনগণ সচেতন হয়ে উঠে
ii. ইংরেজ শাসনের অবসান
iii. আন্দোল সংগ্রাম সংগঠিত হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
iii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১৭.
মাস্টার দা সূর্যসেনের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে-
i. সাংগঠনিক ক্ষমতা
ii. বলিষ্ঠ নেতৃত্ব
iii. রাজনৈতিক সচেতনতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১৮.
সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার যথার্থ কারণ কোনটি?
Ο ক) 
গণবিচ্ছিন্নতা
Ο খ) 
অযোগ্যতা
Ο গ) 
সন্ধির অভাব
Ο ঘ) 
একতার অভাব

  সঠিক উত্তর: (ক)

৩১৯.
‘ক’ এর শাসনামলে বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার নিচের কোনটি উদ্দীপকের ব্যক্তিটিকে সমর্থন করছে?
Ο ক) 
লর্ড উইলিয়ামের
Ο খ) 
লর্ড কার্জনের
Ο গ) 
লর্ড বেন্টিকের
Ο ঘ) 
মিডমোর্ডের

  সঠিক উত্তর: (খ)

৩২০.
১৯৩৭ সালের নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনরে মাধ্যমে কাদের জয় প্রকাশ পায়?
Ο ক) 
অসামপ্রদায়িক কৃষক শ্রেণির
Ο খ) 
মুসলমান মধ্যবিত্ত শ্রেণির
Ο গ) 
হিন্দু অভিজাত শ্রেণির
Ο ঘ) 
হিন্দু ও মুসলমান শ্রেণির

  সঠিক উত্তর: (ক)

৩২১.
বাংলা চুক্তি কী নামে খ্যাত?
Ο ক) 
সিমলা চুক্তির
Ο খ) 
বাংলা চুক্তির
Ο গ) 
ইংরেজ চুক্তির
Ο ঘ) 
পাকিস্তানি চুক্তির

  সঠিক উত্তর: (খ)

৩২২.
বঙ্গভঙ্গ রদের ফলে কোন সম্পদ্রায় খুশি হয়?
Ο ক) 
মুসলিম
Ο খ) 
হিন্দু
Ο গ) 
বৌদ্ধ
Ο ঘ) 
খ্রিস্টান

  সঠিক উত্তর: (খ)

৩২৩.
অখণ্ড বাংলা প্রস্তাব ব্যর্থ হয়-
i. কংগ্রেস নেতাদের বিরোধিতার ফলে
ii. মুসলিম লীগ নেতাদের বিরোধিতার ফলে
iii. গোঁড়াপন্থী নেতাদের বিরোধিতার ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২৪.
কখন ইংরেজি শাসনের অবসান ঘটে?
Ο ক) 
১৯৪৫  সালে
Ο খ) 
১৯৪৬ সালে
Ο গ) 
১৯৪৭ সালে
Ο ঘ) 
১৯৪৮ সালে

  সঠিক উত্তর: (গ)

৩২৫.
দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে কয়টি রাষ্ট্রের জন্ম হয়?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

৩২৬.
The Spirit of Islam-এর লেখক কে?
Ο ক) 
সৈয়দ আমীর আলী
Ο খ) 
সৈয়দ আহমেদ
Ο গ) 
সৈয়দ আহমেদ
Ο ঘ) 
নওয়াব আবদুল লতীফ

  সঠিক উত্তর: (ক)

৩২৭.
বঙ্গভঙ্গের রদের অন্যতম দিক হচ্ছে-
i. ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের অনাস্থা
ii. কংগ্রেসের প্রতি মুসলমানদে অনাস্থা
iii. হিন্দুদের অসন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩২৮.
বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন অপ্রতিরুদ্ধ হয়ে ওঠে যে কারণে-
i. ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য
ii. জাতীয় ঐক্যের মহৎ আদর্শে অনুপ্রাণিত হয়ে
iii. উচুঁতলার মানুষের স্বার্থে আঘাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
iii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২৯.
ভারতে মুসলমানরা তুরস্কের সুলতানকে শ্রদ্ধা করতেন কেন?
Ο ক) 
প্রভাবশালী বলে
Ο খ) 
সহজ সরল বলে
Ο গ) 
সুদর্শন বলে
Ο ঘ) 
মুসলিম বিশ্বের খলিফা বলে

  সঠিক উত্তর: (ঘ)

৩৩০.
ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষ কারণ ছিল ধর্মীয় অনুভূতিকে আঘাত। এতে ভারতীয়দের কোন চিত্রটি ফুটে ওঠে?
Ο ক) 
ধর্মান্ধতার
Ο খ) 
ধর্মভীরুতার
Ο গ) 
ইসলামী রাষ্ট্রের
Ο ঘ) 
জনকল্যাণমূলক রাষ্ট্রের

  সঠিক উত্তর: (খ)

৩৩১.
সুখেন্দ্রনাথ ব্যানার্জী বঙ্গভঙ্গকে আখ্যায়িত করেন-
Ο ক) 
সামাজিক দুর্যোগ
Ο খ) 
প্রাকৃতিক দুর্যোগ
Ο গ) 
জাতীয় দুর্যোগ
Ο ঘ) 
আন্তজার্তিক দুর্যোগ

  সঠিক উত্তর: (গ)

৩৩২.
‘র‌্যাডক্লিফ লাইন’ কোন দুইটি দেশের সীমানা নির্ধারণকারী রেখা?
Ο ক) 
ভারত-চীন
Ο খ) 
পাকিস্তান-আফগানিস্তান
Ο গ) 
ভারত-পাকিস্তান
Ο ঘ) 
ভারত-বাংলাদেশ

  সঠিক উত্তর: (গ)

৩৩৩.
মহাত্ম গান্ধী কখন অসহযোগ আন্দোলনের ডাক দেন?
Ο ক) 
১৯১৬ সালে
Ο খ) 
১৯২০ সালে
Ο গ) 
১৯১৮ সালে
Ο ঘ) 
১৯১৯ সালে

  সঠিক উত্তর: (খ)

৩৩৪.
বঙ্গভঙ্গ ঘোষণার ফলে বাংলার মানুষের মধ্যে কোন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়?
i. মিশ্র প্রতিক্রিয়া
ii. দ্বি-মত প্রতিক্রিয়া
iii. পূর্ব-বাংলা বঙ্গভভঙ্গকে স্বাগত জানায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৫.
রায়হান সাহেব মনে করেন স্বদেশী আন্দোলনের হতাশার দিক হচ্ছে-
i. হিন্দু-মুসলিম সম্প্রীতিপূর্ণ সম্পর্কে ফাটল
ii. রাজনীতিতে নেতিবাচক প্রভাব
iii. সমাজের জাতীয় কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে নেতিবাচক প্রভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
iii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৬.
১৮৫৭ সালের মহাবিদ্রোহ সরকারি পুলিশ সেনাবাহিনীর হাতে প্রায় কত মানুষ নিহত হয়?
Ο ক) 
পাঁচ হাজারেরও বেশি
Ο খ) 
দশ  হাজারেরও বেশি
Ο গ) 
পনের হাজারেরও বেশি
Ο ঘ) 
বিশ হাজারেরও বেশি

  সঠিক উত্তর: (খ)

৩৩৭.
মুকুন্দদাস কোন ধরনের কবি?
Ο ক) 
চারণ কবি
Ο খ) 
গীতি কবি
Ο গ) 
রম্য কবি
Ο ঘ) 
কথাশিল্পী

  সঠিক উত্তর: (ক)

৩৩৮.
খিলাফত কমিটি কখন গঠিত হয়?
Ο ক) 
১৯১৬ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৯১৭ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৯১৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৯১৯ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৯.
‘আজাদ হিন্দু ফৌজের’ নেতা কে ছিলেন?
Ο ক) 
শরৎচন্দ্র বসু
Ο খ) 
সুভাষচন্দ্র বসু
Ο গ) 
অমর্ত্য সেন
Ο ঘ) 
রাসবিহারী বসু

  সঠিক উত্তর: (খ)

৩৪০.
বঙ্গভঙ্গের জন্য দায়ী-
Ο ক) 
ব্রিটিশ প্রশাসনের রাজনৈতিক স্বার্থ
Ο খ) 
বিকল্প রাজধানী গঠন হওয়া
Ο গ) 
প্রশাসনিক সংস্কার
Ο ঘ) 
পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া

  সঠিক উত্তর: (ক)

৩৪১.
সিপাহী বিদ্রোহের অন্যতম দিক ছিল-
i. কোম্পানি শাসনের অবসান
ii. জনগণের সচেতনতা বৃদ্ধি
iii. ব্রিটিশবিরোধী মনোভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪২.
আশরাফ লর্ড কার্জনের শাসনকালের একটি উল্লেখযোগ্য ঘটনার কথা বললেন। ঘটনাটি হলো-
i. বঙ্গভঙ্গ
ii. ১৯০৫ সালে বাংলাকে বিভাগ
iii. গীর্জা নির্মাণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৪৩.
লাহোর প্রস্তাবের পর থেকে ‘X’ সম্প্রদায় নিজস্ব আলাদা রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে। উদ্দীপকের সম্প্রদায়টি নিচের যে সম্প্রদায়কে সমর্থন করছে-
i. মুসলমান সম্প্রদায়
ii. হিন্দু� সম্প্রদায়
iii. খ্রিষ্টান সম্প্রদায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৪৪.
সরকারের দমনীতির বিরুদ্ধে কংগ্রেস কিসের ঘোষণা দেয়?
Ο ক) 
আইন মান্য করার
Ο খ) 
আইন অমান্য করার
Ο গ) 
আইন প্রণয়ন করার
Ο ঘ) 
আইন বাস্তবায়ন করার

  সঠিক উত্তর: (খ)

৩৪৫.
রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া ‘নাইট’ উপাধি বর্জন করেন কেন?
Ο ক) 
ব্রিটিশ সরকার তাতে অসম্মানিত করায়
Ο খ) 
ব্রিটিশ সরকার তাকে উপঢৌকন না দেওয়ায়
Ο গ) 
অমৃতসরের হত্যাকাণ্ডের ঘটনায়
Ο ঘ) 
ইংরেজি ভাষা তিনি পছন্দ করতেন না বলে

  সঠিক উত্তর: (গ)

৩৪৬.
আজকের ঢাকা সিটি দুই ভাগে করার ঘটনাটি ইতিহাসের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ?
Ο ক) 
বঙ্গভঙ্গ
Ο খ) 
পাক-ভারত বিভাগ
Ο গ) 
চীন-ভারত বিভাগ
Ο ঘ) 
দুই ভিয়েতনাম বিভাগ

  সঠিক উত্তর: (ক)

৩৪৭.
স্বদেশী আন্দোলন উল্লেখযোগ্য ভূমিকা রাখেন-
i. রবীন্দ্রনাথ ঠাকুর
ii. দ্বিজেন্দ্রলাল রায়
iii. রজনীকান্ত সেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৮.
হিন্দু ও মুসলমানের মিলিত সংগ্রাম হিসেবে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস একটি গুরুত্বপূর্ণ ঘটনা-
i. খিলাফত আন্দোলন
ii. ছয় দফা আন্দোলন
iii. অসহযোগ আন্দোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৪৯.
পূর্বাশ নিয়ে একটি ‘স্বাধীন বাংলা রাষ্ট্র’ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন কারা?
Ο ক) 
মুসলমানরা
Ο খ) 
হিন্দুরা
Ο গ) 
বৌদ্ধরা
Ο ঘ) 
খ্রিস্টানরা

  সঠিক উত্তর: (ক)

৩৫০.
‘Y’ �বললেন, আমি অবিলম্বে স্বাধীনতা চাই। উদ্দীপকের ব্যক্তিটির সাথে সাদৃশ্য রয়েছে কার?
Ο ক) 
জওহরলাল নেহেরু
Ο খ) 
মহাত্মা গান্ধী
Ο গ) 
আবুল কালাম আজাদ
Ο ঘ) 
শেখ মুজিবুর রহমান

  সঠিক উত্তর: (খ)

৩৫১.
কেন খিলাফত ও অসহযোগ আন্দোলনের নেতৃবৃন্দ ভাইসরয়ের সঙ্গে দেখা করেন?
Ο ক) 
তুরস্ক সাম্রাজ্যকে রক্ষা করার জন্য
Ο খ) 
জার্মানিকে যুদ্ধ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে
Ο গ) 
তুরস্ককে ভাগ করে ফেলার জন্য
Ο ঘ) 
ইতালিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য

  সঠিক উত্তর: (ক)

৩৫২.
১৯৪২ খ্রি. সমগ্র ভারতব্যাপী তীব্র অসন্তোষ দেখা দেয় যে কারণে-
i. বসু সোহরাওয়ার্দী প্রস্তাব সর্বমহল কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ায়
ii. ক্রিপস মিশন প্রস্তাব সর্বমহল কর্তৃক প্রত্যাখাত হওয়ায়
iii. যুক্তবাংলার বিরুদ্ধে ক্রমাগত প্রচারণা চলতে থাকায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৫৩.
লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে নিচের যে রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন-
i. সাতারা
ii. ঝাঁসি
iii. নাগপুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৪.
১৯১২ সালের শেষের দিকে দিল্লিতে রাসবিহারী বসুর পরিকল্পনায় বোমা হামলা চালানো হয় কেন?
Ο ক) 
ইংরেজদের হত্যার জন্য
Ο খ) 
গান্ধীজীকে হত্যার জন্য
Ο গ) 
লর্ড হার্ডিঞ্জকে হত্যার জন্য
Ο ঘ) 
ক্ষুদিরামকে হত্যার জন্য

  সঠিক উত্তর: (গ)

৩৫৫.
নেতাজী সুভাষ চন্দ্রের অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) 
অর্থনৈতিক সংস্কার
Ο খ) 
সেনাবাহিনী গঠন
Ο গ) 
রাজস্ব বৃদ্ধিকরণ
Ο ঘ) 
লাঠিয়াল বাহিনীগঠন

  সঠিক উত্তর: (খ)

৩৫৬.
গান্ধীজীর ডাকে ‘ভারত ছাড়’ আন্দোলনে-
i. জনগণ ঝাঁপিয়ে পড়ে
ii. সারা ভারতব্যপী আন্দোলন ছড়িয়ে পড়ে
iii. প্রবল ব্রিটিশ বিরোধী রূপ নেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৭.
অখণ্ড বাংলাকে একটি ‘সোস্যালিস্ট রিপাবলিক’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান কে?
Ο ক) 
শরৎ চন্দ্র বসু
Ο খ) 
আবুল হাশিম
Ο গ) 
মোহাম্মদ আলী জিন্নাহ
Ο ঘ) 
মুজিবুর রহমান

  সঠিক উত্তর: (ক)

৩৫৮.
মঙ্গল পাণ্ডে পেশায় কী ছিলেন?
Ο ক) 
চিকিৎসক
Ο খ) 
সিপাহি
Ο গ) 
বিপ্লবী
Ο ঘ) 
লেখক

  সঠিক উত্তর: (খ)

৩৫৯.
সুভাষ চন্দ্র বসু কংগ্রেস রাজনীতিতে গান্ধাজির সাহায্য পায়নি-
i. গান্ধীজির কথা অমান্য করায়
ii. দ্বিতীয় বার কংগ্রেস নির্বাচনে অংশগ্রহন করায়
iii. গান্ধীজিকে খারাপ কথা বলায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৬০.
ভারতবাসী কেন অসহযোগ আন্দোলন যোগদান করেন?
Ο ক) 
ব্রিটিশদের অত্যাচার থেকে নিজেদের রক্ষা করার জন্য
Ο খ) 
ব্রিটিশ পণ্য বর্জন করতে
Ο গ) 
ইংরেজি ভাষার ব্যবহার বন্ধ করতে
Ο ঘ) 
ব্রিটিশদের সেনাবাহিনী ধ্বংস করতে

  সঠিক উত্তর: (ক)

৩৬১.
INA নিচের কোনটিকে সমর্থন করে?
Ο ক) 
Indian National Army
Ο খ) 
Inter National Army
Ο গ) 
Indian Nation Assembly 
Ο ঘ) 
Internatinal Neation Army

  সঠিক উত্তর: (ক)

৩৬২.
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি গানটির রচয়িতা কে?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
কাজী নজরুল ইসলাম
Ο গ) 
দ্বিজেন্দ্রনাল রায়
Ο ঘ) 
রজনীকান্ত

  সঠিক উত্তর: (ক)

৩৬৩.
লাহোর প্রস্তাবের অন্যতম গুরুত্ব কোনটি?
Ο ক) 
মুসলমান সম্প্রাদায়কে আলাদা জাতি হিসেবে চিন্হিতকরণ
Ο খ) 
হিন্দুদের প্রতি অত্যাচার
Ο গ) 
ব্রিটিশদের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন
Ο ঘ) 
ইংরেজিদের বিতাড়িতকরণ

  সঠিক উত্তর: (ক)

৩৬৪.
কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার রাওলাট আইন পাশ করে?
Ο ক) 
১৯১৮
Ο খ) 
১৯১৯
Ο গ) 
১৯২০
Ο ঘ) 
১৯২১

  সঠিক উত্তর: (খ)

৩৬৫.
বাংলার প্রত্যেক সম্প্রদায় কীভাবে নিজ নিজ অধিকার পাবে?
Ο ক) 
বেঙ্গল প্যাক্ট গঠনের মাধ্যমে
Ο খ) 
অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে
Ο গ) 
স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার মাধ্যমে
Ο ঘ) 
বিভিন্ন চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে

  সঠিক উত্তর: (গ)

৩৬৬.
সিপাহি বিদ্রোহের সময় ঢাকার বাহাদুর শাহ পার্কের কাদের লাশ ঝুলিয়ে রাখা হয়?
Ο ক) 
পুলিশের
Ο খ) 
বিডিআরের
Ο গ) 
আনসারের
Ο ঘ) 
সৈনিকের

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৭.
লর্ড কার্জন বাংলার কিসের সম্পর্কে সচেতন ছিলেন?
Ο ক) 
সামাজিক সচেতনতা
Ο খ) 
রাজনৈতিক সচেতনতা
Ο গ) 
অর্থনৈতিক সচেতনতা
Ο ঘ) 
সাংস্কৃতিক সচেতনতা

  সঠিক উত্তর: (খ)

৩৬৮.
লাহোর প্রস্তাব ‘পাকিস্তান প্রস্তাব’ নামে পরিচিতি লাভ করে কেন?
Ο ক) 
লাহোর প্রস্তাবের ধারায় পাকিস্তানের কথা বলা হয়েছে বলে
Ο খ) 
বিভিন্ন পত্রপত্রিকা একে পাকিস্তান প্রস্তাব বলে প্রচার করার জন্য
Ο গ) 
ব্রিটিশরা একে পাকিস্তান প্রস্তাব বলেছিল বলে
Ο ঘ) 
কংগ্রেস একে পাকিস্তানি প্রস্তাব বলেছিল বলে

  সঠিক উত্তর: (খ)

৩৬৯.
মাস্টারদা সূর্যসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
রাজশাহী
Ο খ) 
চট্টগ্রাম
Ο গ) 
দিনাজপুর
Ο ঘ) 
রংপুর

  সঠিক উত্তর: (খ)

৩৭০.
উপমহাদেশের জনগণের ক্ষোভের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল-
i. সামাজিক
ii. রাজনৈতিক
iii. ধর্মীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৭১.
১৯৪৬ খ্রিষ্টাব্দে ভারতে সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেন কে?
Ο ক) 
ওয়াভেল
Ο খ) 
বড় লাট
Ο গ) 
এ্যাটলি
Ο ঘ) 
আবুল হাশিম

  সঠিক উত্তর: (গ)

৩৭২.
প্রথম স্বাধীনতা সংগ্রামে যে বিষয়টি পরিলক্ষিত হয়-
i. জনগণ সচেতন হয়ে উঠে
ii. ইংরেজ শাসনের অবসান
iii. আন্দোলন সংগ্রাম সংগঠিত হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
iii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৩.
মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর পদ ছাড়া বাকি সদস্য পদ হিন্দু ও মুসলমানদের মধ্যে কীভাবে বন্টন করা হবে?
Ο ক) 
সমানভাবে
Ο খ) 
অসমানভাবে
Ο গ) 
জটিলভাবে
Ο ঘ) 
সহজভাবে

  সঠিক উত্তর: (ক)

৩৭৪.
‘লাল বাংলা’ নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) 
অভিযোগপত্র
Ο খ) 
আবেদনপত্র
Ο গ) 
মনোয়নপত্র
Ο ঘ) 
প্রচারপত্র

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৫.
হরিপদ সমুদ্র পাড়ি দিয়ে গ্রামে ফেরায় কেউ তার সাথে কথা বলল না। এর কারণ কোনটি?
Ο ক) 
দরিদ্র হওয়া
Ο খ) 
অভিশপ্ত হওয়া
Ο গ) 
জাত নষ্ট হওয়া
Ο ঘ) 
অন্ন পাপ হওয়া

  সঠিক উত্তর: (গ)

৩৭৬.
বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল-
i. দেশকে মুক্ত করা
ii. বিলেতী পণ্য বর্জন
iii. বিলেতী শিক্ষা বর্জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৭৭.
অসম্ভব সাহসী নারী ‘ক’ কে তাঁর� যোগ্যতার জন্য চট্টগ্রাম “পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব” আক্রমণের নেতৃত্ব দেওয়া হয় । উদ্দীপকের নারীর সাথে সাদৃশ্য রয়েছে-
i. রানী লক্ষীবাঈ
ii. প্রীতিলতা
iii. তারামন বিবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৭৮.
কোন সিপাহী সর্বপ্রথম গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করেন?
Ο ক) 
মঙ্গলপাণ্ডে
Ο খ) 
বৃহস্পতিমিশ্র
Ο গ) 
কেদার মিশ্র
Ο ঘ) 
অনুপপাণ্ডে

  সঠিক উত্তর: (ক)

৩৭৯.
অহিংস আন্দোলন সহিংস আন্দোলনে পরিণত হয় কীভাবে?
Ο ক) 
ভারতীয়দের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার মাধ্যমে
Ο খ) 
গণনির্যাতন আন্দোলনের মাধ্যমে
Ο গ) 
সাম্প্রদায়িক বিরোধের মাধ্যমে
Ο ঘ) 
নেতৃবৃন্দের গ্রেফতারের খবরে

  সঠিক উত্তর: (ঘ)

৩৮০.
তুরস্কের ভাগ্য বিপর্যয় ঘটে যেভাবে-
i. যুদ্ধে জার্মানি হেরে যাওয়ার মাধ্যমে
ii. যুদ্ধে তুরস্ক হেরে যাওয়ার মাধ্যমে
iii. সেভার্সের চুক্তি ভঙ্গের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৮১.
বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম দিক হচ্ছে-
i. গোপীয়ভাবে আন্দোলন
ii. নিরবচ্ছিন্নভাবে আন্দোলন
iii. সাংগঠনিকভাবে আন্দোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৮২.
পূর্ববাংলার লোকজন অশিক্ষিত থেকে যায় যে কারণে-
i. উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে
ii. উচ্চ শিক্ষা গ্রহণে অসুবিধা থাকায়
iii. সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা না থাকায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৮৩.
গান্ধীজী ও কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ এবং খিলাফত আন্দোলনের নেতৃবৃন্দ কীভাবে মুসলমানদের অভিযোগ দূর করার সিদ্বান্ত নেন?
Ο ক) 
আলাপ আলোচনার মাধ্যমে
Ο খ) 
নির্বাচনের মাধ্যমে
Ο গ) 
আন্দোলনের মাধ্যমে
Ο ঘ) 
বক্তৃতার মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

৩৮৪.
মুসলমানগণ কিসের জন্য উচ্চপদ থেকে বঞ্চিত হন?
Ο ক) 
লর্ড কর্নওয়ালিশের সংস্কারের জন্য
Ο খ) 
লর্ড মাউন্টবেটেনের সংস্কারে জন্য
Ο গ) 
লর্ড ডালহৌসীর সংস্কারের জন্য
Ο ঘ) 
লর্ড কার্জনের সংস্কারের জন্য

  সঠিক উত্তর: (ক)

৩৮৫.
পূর্ববাংলার লোকজন অশিক্ষিত থেকে যায় যে কারণে-
i. সব কিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাকে ঘিরে
ii. সকল উন্নতি অগ্রগতি ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ
iii. সকল কাঁচামাল সরবরাহের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iও iii

  সঠিক উত্তর: (গ)

৩৮৬.
কীভাবে দত্তক পুত্র নন্দো সাহেবের ভাতা বন্ধ করে দেওয়া হয়?
Ο ক) 
বয়স্ক ভাতা বন্ধ করে
Ο খ) 
স্বত্ব বিলোপ নীতি প্রয়োগ করে
Ο গ) 
রাজনৈতিক চাপ সৃষ্টি করে
Ο ঘ) 
দুর্নীতির দায়ে

  সঠিক উত্তর: (খ)

৩৮৭.
পিউ আহমেদ মনে করেন , বঙ্গভঙ্গের প্রয়োজন ছিল কারণ-
i. পূর্ব বাংলার উন্নতির জন্য
ii. শিক্ষিতের হার বৃদ্ধির জন্য
iii. শাসন ব্যবস্থা পরিচালনার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৮.
ব্রিটিশরা সিপাহীদের জন্য কোন ধরনের রাইফেল প্রচলন করেন?
Ο ক) 
বারফিল্ড
Ο খ) 
এমফিল্ড
Ο গ) 
এনফিল্ড
Ο ঘ) 
এসফিল্ড

  সঠিক উত্তর: (গ)

৩৮৯.
স্বরাজ দলের সভাপতির নাম কী ছিল?
Ο ক) 
সি. আর. দাস
Ο খ) 
মতিলাল নেহেরু
Ο গ) 
সুভাষ চন্দ্র বসু
Ο ঘ) 
গোপীনাথ

  সঠিক উত্তর: (ক)

৩৯০.
ব্রিটিশ নেতৃবৃন্দের দ্বারা ‘ওয়াভেল পরিক্ল্পনা’ গ্রহণ করা হয় কেন?
Ο ক) 
ভারতীয় রাজনৈতিক অস্থিরতা দূর করতে
Ο খ) 
ধর্মীয় সংস্কার ব্যবস্থা প্রবর্তন করতে
Ο গ) 
অর্থনৈতিক সংস্কার আনয়ন করতে
Ο ঘ) 
ব্রিটিশ সেনাবাহিনীতে প্রশিক্ষিত করতে

  সঠিক উত্তর: (ক)

৩৯১.
১৯৪৬ খ্রিস্টাব্দে উত্থাপিত প্রস্তাবটির নাম কী?
Ο ক) 
লাহোর প্রস্তাব
Ο খ) 
অখণ্ড বাংলা প্রস্তাব
Ο গ) 
দিল্লি প্রস্তাব
Ο ঘ) 
ক্রিপস মিশন প্রস্তাব

  সঠিক উত্তর: (গ)

৩৯২.
নির্যাতনের মধ্য দিয়ে শেষ হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, এই কথাটি বিশ্লেষণে বলা যায়-
Ο ক) 
সংগ্রামের সাথে জড়িতদের নির্মমভাবে হত্যা
Ο খ) 
সুদূরপ্রসারী প্রভাব
Ο গ) 
অন্তর্ধান করা
Ο ঘ) 
জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা

  সঠিক উত্তর: (ক)

৩৯৩.
কংগ্রেস অখণ্ড বাংলা গঠনের বিরোধিতা করে-
i. কলকাতার অধিকার বজায় রাখতে
ii. আসামের অধিকার বজায় রাখতে
iii. পাঞ্জাবের অধিকার বজায় রাখতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৯৪.
আতিক বলেন যে, স্বাধীন অখণ্ড বাংলা গঠন শুরু কতিপয় নেতার স্বপ্নই রয়ে গেল। আতিক বলেছে-
i. শরৎচন্দ্র বসুর কথা
ii. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা
iii. মোহাম্মদ আলী জিন্নাহর কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৯৫.
সেভার্সের চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) 
১৯১৯
Ο খ) 
১৯২০
Ο গ) 
১৯২১
Ο ঘ) 
১৯২২

  সঠিক উত্তর: (খ)

৩৯৬.
কেন জনগণের মাঝে ব্রিটিশবিরোধী তীব্র মনোভাব সৃষ্টি হয়?
Ο ক) 
অর্থ সম্পদ লাভ করার আশায়
Ο খ) 
ব্রিটিশদের কুঠি ভাগাভাগি করে নেওয়ার জন্য
Ο গ) 
মানুষের অর্থনৈতিক দৈন্যতার জন্য
Ο ঘ) 
অধিক পাউণ্ড অর্জন করার আশায়

  সঠিক উত্তর: (গ)

৩৯৭.
তারেক পশ্চিম বঙ্গের ব্যারাকপুরের কথা বলেন সেখানে একটি বিদ্রোহ সংঘটিত হয়েছিল। ব্যারাকপুরে কোন বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
Ο ক) 
সিপাহী বিদ্রোহ
Ο খ) 
মুর্শিদাবাদের বিদ্রোহ
Ο গ) 
নীল বিদ্রোহ
Ο ঘ) 
কৃষক বিদ্রোহ

  সঠিক উত্তর: (ক)

৩৯৮.
‘স্বত্ব বিলোপ’ নীতি কে প্রয়োগ করেন?
Ο ক) 
লর্ড কার্জন
Ο খ) 
লর্ড মাউন্টব্যাটেন
Ο গ) 
লর্ড ডালহৌসি
Ο ঘ) 
লর্ড কর্নওয়ালিস

  সঠিক উত্তর: (গ)

৩৯৯.
মাহমুদ ১৯৪৭ সালের ১৫ আগস্ট তারিখ প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রের কথা বলেন। ১৯৪৭ সালে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তন্মধ্যে ১৫ আগস্ট রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়?
Ο ক) 
পাকিস্তান
Ο খ) 
ঘানা
Ο গ) 
সিয়েরিলিওন
Ο ঘ) 
ভারত

  সঠিক উত্তর: (ঘ)

৪০০.
কিশোর বয়সেই গান্ধীর অহিংসা নীতির বিরোধী ছিলেন কে?
Ο ক) 
এ.কে ফজলুল হক
Ο খ) 
আব্দুল হামিদ খান ভাসানী
Ο গ) 
হাজী শরীয়াতুল্লাহ
Ο ঘ) 
সুভাষ বসু

  সঠিক উত্তর: (ঘ)

৪০১.
চিত্তরঞ্জন দাসের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণে দেখা যায় তিনি ছিলেন-
i. বাস্তববাদী
ii. দূরদর্শী
iii. সমস্যার সমাধানকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
iii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০২.
১৯৩৪ খ্রি. ১২ জানুয়ারি বিপ্লবী ‘X’ কে ফাঁসি দেওয়া হয় এবং তার মৃতদেহ বঙ্গোপসাগারে ভাসিয়ে দেওয়া হয়। উদ্দীপকের ব্যক্তিটির সাথে মিল রয়েছে কার?
Ο ক) 
প্রীতিলতা
Ο খ) 
সূর্যসেন
Ο গ) 
গর্ভনর জ্যাকসন
Ο ঘ) 
বীণাদাস

  সঠিক উত্তর: (খ)

৪০৩.
‘X’ এর অসাম্প্রদায়িক চেতনা, উদারনীতি বাংলা সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের আস্থা অর্জনে সক্ষম হয় । উদ্দীপকের ব্যক্তিটির সাথে মিল রয়েছে-
i. চিত্তরঞ্জন দাস
ii. শেখ মুজিবুর রহমান
iii. সূর্যসেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i  ও iii

  সঠিক উত্তর: (ক)

৪০৪.
কেন মোহাম্মদ আলী জিন্নাহ ‘দ্বি-জাতি তত্ত্ব ঘোষণা’ করেন?
Ο ক) 
হিন্দুদের স্বার্থের কথা বিবেচনা করে
Ο খ) 
মুসলমানদের স্বার্থের কথা বিবেচনা করে
Ο গ) 
ব্রিটিশদের স্বার্থের কথা বিবেচনা করে
Ο ঘ) 
পাকিস্তানের স্বার্থের কথা বিবেচনা করে

  সঠিক উত্তর: (খ)

৪০৫.
আইন অনুসারে কত খ্রিস্টাব্দে ভারত ভাগ হয়?
Ο ক) 
১৯৪৫ খ্রি.
Ο খ) 
১৯৪৭ খ্রি.
Ο গ) 
১৯৪৯ খ্রি.
Ο ঘ) 
১৯৫১ খ্রি.

  সঠিক উত্তর: (খ)

৪০৬.
সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হচ্ছে-
i. ধর্মীয় অনুভূতিতে আঘাত
ii. মুঘল সম্রাটের পদ বিলোপ
iii. ধর্ম নাশের প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪০৭.
আসিফ ১৯০০ খ্রিস্টাব্দে ঢাকা বোর্ড থেকে ইন্টারমেডিয়েট পরীক্ষা প্রথম স্থান অধিকারিণী একজন নারীর কথা বলেন। এখানে কোন নারীর কথা উল্লেখ করা হয়েছে?
Ο ক) 
বেগম রোকয়া
Ο খ) 
সুফিয়া কামাল
Ο গ) 
প্রীতিলতা ওয়াদ্দেদার
Ο ঘ) 
নবাব ফয়জুন্নেসা

  সঠিক উত্তর: (গ)

৪০৮.
ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) 
১৮৫৫
Ο খ) 
১৮৫৭
Ο গ) 
১৮৫৯
Ο ঘ) 
১৮৬১

  সঠিক উত্তর: (খ)

৪০৯.
কতসালে স্বত্ব বিলোপ নীতি বাতিল করা হয়?
Ο ক) 
১৮৫৫ খ্রি. ১ নভেম্বর
Ο খ) 
১৮৫৬ খ্রি. ১ নভেম্বর
Ο গ) 
১৮৫৭ খ্রি. ১ নভেম্বর
Ο ঘ) 
১৮৫৮ খ্রি. ১ নভেম্বর

  সঠিক উত্তর: (ঘ)

৪১০.
ইংরেজ সরকার ও সূর্যসেনের মধ্যকার সংঘর্ষ হয় কোথায়?
Ο ক) 
জালালাবাদ পাহাড়ে
Ο খ) 
লালমাই পাহাড়ে
Ο গ) 
গারো পাহাড়ে
Ο ঘ) 
লুসাই পাহাড়ে

  সঠিক উত্তর: (ক)

৪১১.
‘বেঙ্গল প্যাক্ট’ স্বাক্ষরিত হয় কখন?
Ο ক) 
১৯২১ সালে
Ο খ) 
১৯২২ সালে
Ο গ) 
১৯২৩ সালে
Ο ঘ) 
১৯২৪ সালে

  সঠিক উত্তর: (গ)

৪১২.
নেতাজী সুভাষ চন্দ্র বসু ভারত ত্যাগ করেন কত সালে?
Ο ক) 
১৯৪১
Ο খ) 
১৯৪০
Ο গ) 
১৯৪২
Ο ঘ) 
১৯৪৩

  সঠিক উত্তর: (খ)

৪১৩.
আজাদ হিন্দু ফৌজ গঠিত হয়-
i. জমিদারদের উৎখাত করার জন্য
ii. ইংরেজিদের বিতাড়িত করার জন্য
iii. ব্রিটিশদের এদেশ থেকে তাড়ানোর জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪১৪.
প্রথম স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য-
i. আনুগত্য প্রকাশ
ii. কোম্পানি শাসনের অবসান
iii. জাতীয়তার মূর্ত প্রতীক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (খ)

৪১৫.
বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ হলো-
i. জাতীয়তাবাদী আন্দোলন হঠানো
ii. হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি
iii. ব্রিটিশবিরোধী মনোভাব নিশ্চিহ্ন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১৬.
স্বদেশী আন্দোলেনর মূল কর্মসূচি ছিল কয়টি?
Ο ক) 
দুটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (ক)

৪১৭.
১৯০৫ সালে বাংলাকে ভাগ করেন কে?
Ο ক) 
লর্ড কার্জন
Ο খ) 
লর্ড কর্নওয়ালিস
Ο গ) 
লর্ড রীডিং
Ο ঘ) 
লর্ড মাউন্ট ব্যাটেন

  সঠিক উত্তর: (ক)

৪১৮.
ব্রিটিশ সরকার কত সালে বঙ্গভঙ্গ রহিত করে?
Ο ক) 
১৯০৫
Ο খ) 
১৯০৮
Ο গ) 
১৯১০
Ο ঘ) 
১৯১১

  সঠিক উত্তর: (ঘ)

৪১৯.
সুবর্ণা মহাত্মা� গান্ধীর নেতৃত্বাধীন একটি আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে তার বন্ধুদের সাথে আলোচনা করেন। এখানে কোন আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে?
Ο ক) 
হাবশী আন্দোলন
Ο খ) 
ফরায়েজি আন্দোলন
Ο গ) 
অসহযোগ আন্দোলন
Ο ঘ) 
স্বদেশী আন্দোলন

  সঠিক উত্তর: (গ)

৪২০.
রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট উপাধি’ বর্জন করেন কে?
Ο ক) 
সরকারের দমননীতির প্রতিবাদের জন্য
Ο খ) 
অহিংস আন্দোলনের প্রতিবাদের জন্য
Ο গ) 
স্বদেশী আন্দোলনের প্রতিবাদের জন্য
Ο ঘ) 
জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদের জন্য

  সঠিক উত্তর: (ঘ)

৪২১.
বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ করা যায় কোন সম্প্রদায়ের মধ্যে?
Ο ক) 
মুসলমান
Ο খ) 
হিন্দু
Ο গ) 
বৌদ্ধ
Ο ঘ) 
খ্রিস্টান

  সঠিক উত্তর: (খ)

৪২২.
১৯৪১ সালে ফজলুল হক মুসলিম লীগ থেকে পদত্যাগ করেন কেন?
Ο ক) 
বসুর সাথে মতবিরোধের কারণে
Ο খ) 
সোহরাওয়ার্দীর সাথে মতবিরোধের কারণে
Ο গ) 
ভাসানীর সাথে মতবিরোধের কারণে
Ο ঘ) 
জিন্নাহর সাথে মতবিরোধের কারণে

  সঠিক উত্তর: (ঘ)

৪২৩.
পাকিস্তানি নামক রাষ্ট্রের জন্ম হয় কখন?
Ο ক) 
১৯৪৭ সালের ১৪ আগস্ট
Ο খ) 
১৯৪৭ সালের ১৫ আগস্ট
Ο গ) 
১৯৪৭ সালের ১৬ আগস্ট
Ο ঘ) 
১৯৪৭ সালের ১৭ আগস্ট

  সঠিক উত্তর: (ক)

৪২৪.
লাহোর প্রস্তাবের অনেক আগেই ‘ক’ নামক ব্যক্তি মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা উল্লেখ করেন। উদ্দীপকের ব্যক্তিটির সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
সূর্যসেন
Ο খ) 
বীণা দাস
Ο গ) 
কবি আল্লামা ইকবাল
Ο ঘ) 
সি. আর

  সঠিক উত্তর: (গ)

৪২৫.
লাহোর প্রস্তাবের পর ঐতিহাসিকভাবে যেটি সত্য তা হলো-
i. ব্রিটিশ প্রধানমন্ত্রী রামকে ম্যাকডোনাল্ড অসাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষণা করেন
ii. মুসলমান সম্প্রদায় নিজস্ব আলাদা রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে
iii. ভারতের রাজনৈতিক শাসসনতান্ত্রিক আন্দোলনে এক নতুন ধারার জন্ম হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪২৬.
মহারানিকে সাহায্য করার জন্য ব্রিটিশ মন্ত্রিসভার কত জন সদস্যকে ভারত সচিব নিযুক্ত করা হয়?
Ο ক) 
একজন
Ο খ) 
দুইজন
Ο গ) 
তিনজন
Ο ঘ) 
চারজন

  সঠিক উত্তর: (ক)

৪২৭.
হিন্দু-মুসলমান সম্প্রদায়ের গোঁড়াপন্থীরা শঙ্কিত হয়ে ওঠে যে কারণে-
i. সতীদাহ প্রথা উচ্ছেদের জন্য
ii. হিন্দু বিধবাদের পুনরায় বিবাহের জন্য
iii. খ্রিষ্টান ধর্মযাজকদের ধর্ম প্রচারের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২৮.
১৯৩০ খ্রিস্টাব্দে প্রকাশিত কোন কমিশনের রিপোর্ট সব রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করে?
Ο ক) 
মনিরুজ্জামান কমিশনের
Ο খ) 
কুদরত-ই-খুদা কমিশনের
Ο গ) 
সাইমন কমিশনের
Ο ঘ) 
জামান কমিশনের

  সঠিক উত্তর: (গ)

৪২৯.
বাংলার মুসলমানরা কার নেতৃত্বে স্বাগত জানায়?
Ο ক) 
নবাব সলিমুল্লাহ
Ο খ) 
নবাব আহসান
Ο গ) 
নওয়াজ আলী মুর্তজা
Ο ঘ) 
জনাব আব্দুল গণি

  সঠিক উত্তর: (ক)

৪৩০.
বাংলায় স্বরাজ দলের অভূতপূর্ব বিজয়ের কৃতিত্ব ছিল কার?
Ο ক) 
চিত্তরঞ্জন দাসের
Ο খ) 
চেমসফোর্ডের
Ο গ) 
মতিলাল নেহেরুর
Ο ঘ) 
মহাত্মা গান্ধীর

  সঠিক উত্তর: (ক)

৪৩১.
করমচাঁদ মহাত্মা গান্ধীর অন্যতম কৃতিত্ব ছিল কোনটি?
Ο ক) 
অর্থনৈতিক পুনর্গঠন
Ο খ) 
ব্রিটিশবিরোধী মনোভাব
Ο গ) 
রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন
Ο ঘ) 
ডাক বিভাগের সংস্কার

  সঠিক উত্তর: (খ)

৪৩২.
ঢাকার বাহাদুর শাহ পার্কে কী ঝুলিয়ে রাখা হয়?
Ο ক) 
অনেক সৈনিকের লাশ
Ο খ) 
মনোহর পোশাক
Ο গ) 
যুদ্ধের স্মৃতিচিহ্ন
Ο ঘ) 
রানী লক্ষীবাঈ এর লাশ

  সঠিক উত্তর: (ক)

৪৩৩.
লর্ড কর্নওয়ালিস কোন শতকে ভারত সংস্কার করেন?
Ο ক) 
সপ্তদশ শতকে
Ο খ) 
অষ্টাদশ শতকে
Ο গ) 
উনিশ শতকে
Ο ঘ) 
বিংশ শতকে

  সঠিক উত্তর: (খ)

৪৩৪.
সি. আর. দাস স্বরাজ পার্টির কী ছিলেন?
Ο ক) 
সভাপতি
Ο খ) 
সম্পাদক
Ο গ) 
কোষাধ্যক্ষ
Ο ঘ) 
সদস্য

  সঠিক উত্তর: (ক)

৪৩৫.
মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কখন?
Ο ক) 
১৯০৩ সালে
Ο খ) 
১৯০৪ সালে
Ο গ) 
১৯০৫ সালে
Ο ঘ) 
১৯০৬ সালে

  সঠিক উত্তর: (ঘ)

৪৩৬.
অসযোগ আন্দোলনের অন্যতম প্রকৃতি ছিলো কোনটি?
Ο ক) 
অর্থনৈতিক মুক্তি
Ο খ) 
সরকারে খেতাব গ্রহণ
Ο গ) 
হিন্দু-মুসলিম দাঙ্গা
Ο ঘ) 
ব্রিটিশবিরোধী মনোভাব

  সঠিক উত্তর: (ঘ)

৪৩৭.
জাপান কত খ্রিস্টাব্দের রেঙ্গুন ত্যাগ করে?
Ο ক) 
১৯৪৪
Ο খ) 
১৯৪৫
Ο গ) 
১৯৪৬
Ο ঘ) 
১৯৪৭

  সঠিক উত্তর: (খ)

৪৩৮.
‘এনফিল্ড’ নিচের কোনটিকে সমর্থন করেছে?
Ο ক) 
তলোয়ারের নাম
Ο খ) 
পিস্তলের নাম
Ο গ) 
অস্ত্রের নাম
Ο ঘ) 
রাইফেলের নাম

  সঠিক উত্তর: (ঘ)

৪৩৯.
১৯৪৬ সালের নির্বাচনে মুসলিশ লীগ কয়টি আসনে জয়লাভ করে?
Ο ক) 
১১৩ টি
Ο খ) 
১১৪ টি
Ο গ) 
১১৫ টি
Ο ঘ) 
১১৬ টি

  সঠিক উত্তর: (খ)

৪৪০.
‘লালবাংলা’ নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) 
অভিযোগপত্র
Ο খ) 
আবেদনপত্র
Ο গ) 
মনোয়নপত্র
Ο ঘ) 
প্রচারপ্রত্র

  সঠিক উত্তর: (ঘ)

৪৪১.
ইস্টইন্ডিয়া কোম্পানির শাসন আমলে ভারতীয় সৈন্যদের সুযোগ-সুবিধা কেমন ছিল?
Ο ক) 
ইংরেজ সৈন্যদের থেকে বেশি ছিল
Ο খ) 
ইংরেজ সৈন্যদের থেকে কম ছিল
Ο গ) 
উভয়ের মধ্যে সমতা ছিল
Ο ঘ) 
ভারতীয়দের অবস্থা সুবিধাজনক ছিল

  সঠিক উত্তর: (খ)

৪৪২.
ইংরেজ সরকার কখন বেঙ্গল অর্ডিন্যান্স জারি করে?
Ο ক) 
১৯২১ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৯২২ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৯২৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৯২৪ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

৪৪৩.
ইস্টইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখলের পর ভূমি রাজস্বনীতি আইন প্রয়োগ করে। এর ফলে বনেদি জমিদারগণ-
i. অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়
ii. সংস্কৃতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়
iii. সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৪৪.
হান্নান ১৯৪৭ সালের ১৮ জুলাই প্রবর্তিত একটি আইনের কথা বলেন। হান্নানের বক্তব্য অনুযায়ী এটি কোন আইন?
Ο ক) 
রাওলাটি আইন
Ο খ) 
বেঙ্গল প্যাক্ট
Ο গ) 
ভারত স্বাধীনতা আইন
Ο ঘ) 
ভারত শাসন আইন

  সঠিক উত্তর: (গ)

৪৪৫.
কত সালে ইংরেজ শাসনের অবসান হয়?
Ο ক) 
১৯৪৫
Ο খ) 
১৯৪৬
Ο গ) 
১৯৪৭
Ο ঘ) 
১৯৪৮

  সঠিক উত্তর: (গ)

৪৪৬.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল কোনটি?
Ο ক) 
অক্ষ শক্তির বিজয়
Ο খ) 
মিত্র শক্তির বিজয়
Ο গ) 
জার্মানির বিজয়
Ο ঘ) 
ইতালির বিজয়

  সঠিক উত্তর: (খ)

৪৪৭.
কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ ঘোষণা করেন?
Ο ক) 
রামসে ম্যাকডোনাল্ড
Ο খ) 
লর্ড পামার স্টোন
Ο গ) 
গর্ডেন ব্রাউন
Ο ঘ) 
উইন্সটন চার্চিল

  সঠিক উত্তর: (ক)

৪৪৮.
স্বদেশী আন্দোলন কারা নেতৃত্ব দেন?
Ο ক) 
কংগ্রেসের উদার পন্থীরা
Ο খ) 
কংগ্রেসের উগ্রপন্থীরা
Ο গ) 
কংগ্রেসের ডান পন্থীরা
Ο ঘ) 
কংগ্রেসের মধ্যে পন্থীরা

  সঠিক উত্তর: (খ)

৪৪৯.
কে বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করে?
Ο ক) 
সুরেন্দ্রনাথ দত্ত
Ο খ) 
বিপিনচন্দ্র নাথ
Ο গ) 
সুরেন্দ্রনাথ ব্যানার্জী
Ο ঘ) 
অশ্বিনী কুমার দত্ত

  সঠিক উত্তর: (গ)

৪৫০.
সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার যথার্থ কারণ কোনটি?
Ο ক) 
গণবিচ্ছিন্নতা
Ο খ) 
অযোগ্যতা
Ο গ) 
সন্ধির অভাব
Ο ঘ) 
একতার অভাব

  সঠিক উত্তর: (ক)

৪৫১.
বিলেতি পণ্য বর্জন করা হয় কোন আন্দোলনের মাধ্যমে?
Ο ক) 
বয়কট আন্দোলন
Ο খ) 
অসযোগ আন্দোলন
Ο গ) 
খিলাফত আন্দোলন
Ο ঘ) 
স্বদেশী আন্দোলন

  সঠিক উত্তর: (ক)

৪৫২.
খিলাফত আন্দোলনের নেতা মাওলানা শওকত আলী কখন ঢাকা আসেন?
Ο ক) 
১৯২০ খ্রিস্টাব্দের মার্চ মাসে
Ο খ) 
১৯২০ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে
Ο গ) 
১৯২০ খ্রিস্টাব্দের মে মাসে
Ο ঘ) 
১৯২০ খ্রিস্টাব্দের জুন মাসে

  সঠিক উত্তর: (ক)

৪৫৩.
হিন্দু-মুসলমান সম্পর্কের ভাঙ্গন সর্বাত্মক যে প্রভাব ফেলে-
i. নেতিবাচক প্রভাব
ii. ধনাত্মক প্রভাব
iii. ঋণাত্মক প্রভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৫৪.
স্বদেশী আন্দোলনের অন্যতম দিক হচ্ছে-
i. হিন্দু-মুসলিম সম্পর্কের ফাটল
ii. হিন্দু-মুসলিম তিক্ততামূলক সম্পর্ক
iii. হিন্দু-মুসলিম সম্প্রীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৫৫.
ভারত শাসন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের ব্যবস্থা প্রবর্তন কর সম্ভব হয় নি যে কারণে-
i. জিন্নাহ এই আইনের সমালোচনা করায়
ii. রাজেন্দ্র প্রসাদ এই আইনের তীব্র সমালোচনা করায়
iii. হিন্দু-মহাসভা এই আইনের বিরোধিতা করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
iii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৫৬.
গান্ধীজীর অহিংস আন্দোলন প্রত্যাহারের যথার্থ কারণ কোনটি?
Ο ক) 
ব্যর্থতা
Ο খ) 
হিংসাত্মক রুপ
Ο গ) 
সৈনিকের নির্দেশ অমান্য
Ο ঘ) 
দূরদর্শিতার অভাব

  সঠিক উত্তর: (খ)

৪৫৭.
ভারতে ইংরেজ শাসনের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে?
Ο ক) 
১৯৪৫
Ο খ) 
১৯৪৭
Ο গ) 
১৯৪৯
Ο ঘ) 
১৯৫১

  সঠিক উত্তর: (খ)

৪৫৮.
ইংরেজ সরকার ১৯১২ সালে এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে কেন?
Ο ক) 
লড হার্ডিঞ্জকে ধরার জন্য
Ο খ) 
রাসবিহারীকে ধরার জন্য
Ο গ) 
ক্ষুদিরামকে ধরার জন্য
Ο ঘ) 
চোর ও ডাকাতদের ধরার জন্য

  সঠিক উত্তর: (খ)

৪৫৯.
ইংরেজ সরকার কত খ্রিস্টাব্দে বেঙ্গল অর্ডিন্যান্স জারি করেন?
Ο ক) 
১৯২৪
Ο খ) 
১৯২৫
Ο গ) 
১৯২৬
Ο ঘ) 
১৯২৭

  সঠিক উত্তর: (ক)

৪৬০.
পিউ এর মতে, সীমান্ত রোয়েদাদ আলোর মুখ দেখেনি। এটা কোন ধরনের কারণ নির্দেশ করে-
i. রহস্যজনক কারণ
ii. সামাজিক কারণ
iii. ধর্মীয় কারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৬১.
ভারতের মুসলমানরা কাকে মুসলিম বিশ্বের খলিফা বলে মানত?
Ο ক) 
তুরস্কের সুলতানকে
Ο খ) 
মিশরের সুলতানকে
Ο গ) 
সুদানের বাদশাকে
Ο ঘ) 
বাহরাইনের রাজাকে

  সঠিক উত্তর: (ক)

৪৬২.
কত খ্রিস্টাব্দে ‘ভারত শাসন আইন’ ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত হয়?
Ο ক) 
১৯৩৪
Ο খ) 
১৯৩৫
Ο গ) 
১৯৩৬
Ο ঘ) 
১৯৩৭

  সঠিক উত্তর: (খ)

৪৬৩.
সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে পশ্চাত্যের প্রভাব ছিল কোন সময়ে?
Ο ক) 
উনিশ শতকের প্রথমার্ধে
Ο খ) 
উনিশ শতকের শেষার্ধে
Ο গ) 
বিশ শতকের প্রথমার্ধে
Ο ঘ) 
বিশ শতকের শেষার্ধে

  সঠিক উত্তর: (ক)

৪৬৪.
ক্যাবিনেট মিশন প্রস্তাবিত পরিকল্পনায় কয় স্তরবিশিষ্ট যুক্তরাষ্ট্র গঠনের বিষয় উল্লেখ করা হয়?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (গ)

৪৬৫.
কত খ্রিস্টাব্দে স্বরাজপার্টি গঠিত হয়?
Ο ক) 
১৯২১
Ο খ) 
১৯২২
Ο গ) 
১৯২৩
Ο ঘ) 
১৯২৪

  সঠিক উত্তর: (খ)

৪৬৬.
নতুন প্রদেশের জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কারা?
Ο ক) 
মুসলমান
Ο খ) 
হিন্দু
Ο গ) 
বৌদ্ধ
Ο ঘ) 
খ্রিস্টান

  সঠিক উত্তর: (ক)

৪৬৭.
গান্ধীজীর অহিংস-মুসলমান সম্পর্ক কিসের রূপ নেয়?
Ο ক) 
ভালোবাসার বন্ধনে
Ο খ) 
ভ্রাতৃবন্ধনে
Ο গ) 
সৌহার্দপূর্ণ বন্ধনে
Ο ঘ) 
রক্তক্ষয়ী দাঙ্গায়

  সঠিক উত্তর: (ঘ)

৪৬৮.
চিত্তরঞ্জন দাস� কেন বেঙ্গল প্যাক্ট চুক্তি সম্পাদন করেন?
Ο ক) 
হিন্দুদের প্রাধান্য সৃষ্টি করার জন্য
Ο খ) 
মুসলমানদের প্রাধান্য সৃষ্টির জন্য
Ο গ) 
হিন্দু-মুসলিম সমস্যা দূরীকরণের জন্য
Ο ঘ) 
কংগ্রেসের প্রাধান্য সৃষ্টির জন্য

  সঠিক উত্তর: (গ)

৪৬৯.
নাজিমুদ্দিন মন্ত্রিসভার কখন পতন ঘটে?
Ο ক) 
১৯৪৩ সালে
Ο খ) 
১৯৪৪ সালে
Ο গ) 
১৯৪৫ সালে
Ο ঘ) 
১৯৪৬ সালে

  সঠিক উত্তর: (গ)

৪৭০.
অসযোগ আন্দোলনের আহ্বানকারীর ক্ষেত্রে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
এ. কে ফজলুল হক
Ο খ) 
মহাত্মা গান্ধী
Ο গ) 
ইন্দিরা গান্ধী
Ο ঘ) 
সোনিয়া গান্ধী

  সঠিক উত্তর: (খ)

৪৭১.
শেষ পর্যন্ত নেতৃবৃন্দ দেশ বিভাগে সম্মত হতে বাধ্য হন? এ কথাটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
Ο ক) 
দেশ রক্ষা
Ο খ) 
ক্ষমতা অর্জন
Ο গ) 
সীমানা নির্ধারণ
Ο ঘ) 
সীমান্ত রোয়েদাদ সমাপ্ত

  সঠিক উত্তর: (ক)

৪৭২.
১৯৪৬ সালের ২৪ এপ্রিল কে মন্ত্রিসভা গঠন করেন?
Ο ক) 
মুহাম্মদ আলী জিন্নাহ
Ο খ) 
এ.কে ফজলুল হক
Ο গ) 
খাজা নাজিমুদ্দিন
Ο ঘ) 
সোহরাওয়ার্দী

  সঠিক উত্তর: (ঘ)

৪৭৩.
বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল কোনটি?
Ο ক) 
বিলেতি পণ্য গ্রহণ
Ο খ) 
বিলেতি পণ্য আমদানি
Ο গ) 
বিলেতি পণ্য পুন:রপ্তানি
Ο ঘ) 
বিলেতি পণ্য বর্জন

  সঠিক উত্তর: (ঘ)

৪৭৪.
অখণ্ড বাংলা প্রস্তাবের অন্যতম প্রকৃতি হচ্ছে-
i. গণপরিষদ গঠন
ii. অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠন
iii. ব্রিটিশদের বিতাড়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৭৫.
গান্ধীজী কতদিনের মধ্যে সকল সত্যগ্রহ বন্দীর মুক্তিদানের জন্য সরকারের কাছে দাবি জানান?
Ο ক) 
পাঁচ দিনের
Ο খ) 
ছয় দিনের
Ο গ) 
সাত দিনের
Ο ঘ) 
আট দিনের

  সঠিক উত্তর: (গ)

৪৭৬.
লর্ড কার্জন বাংলার কিসের সম্পর্কে সচেতন ছিলেন?
Ο ক) 
সম্পদের
Ο খ) 
অর্থনৈতিক
Ο গ) 
রাজনৈতিক
Ο ঘ) 
সাংস্কৃতিক

  সঠিক উত্তর: (গ)

৪৭৭.
নেতাদের মুক্তির দাবিতে সর্বত্র পালিত হতে থাকে-
i. হরতাল
ii. কলকারখানায় ধর্মঘট
iii. স্কুল-কলেজ ধর্মঘট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৭৮.
যেটি বিবেচনা করে জিন্নাহ তাঁর আলোচিত সমালোচিত দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেন-
i. সার্বিক রাজনৈতিক পরিস্থিতি
ii. অতীতের তিক্ত অভিক্ষতা
iii. মুসলমানদের স্বার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৭৯.
গান্ধীজী কত দিনের মধ্যে সকল সত্যাগ্রহ বন্দির মুক্তিদানের জন্য সরকারের কাছে দাবি জানান?
Ο ক) 
৫ দিন
Ο খ) 
৭ দিন
Ο গ) 
৯ দিন
Ο ঘ) 
১৫ দিন

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
বলদিয়া ইউনিয়নের আয়তন বেশি হওয়ার কারণে জব্বার চেয়ারম্যান সমস্ত এলাকার সমান সুযোগ-সুবিধা পৌঁছাতে ব্যর্থ হয়। তাই তিনি উক্ত ইউনিয়নকে আলাদা ইউনিটে ভাগ করেন।
৪৮০.
বলদিয়া ইউনিয়ন ভাগের সাথে ঐতিহাসিক যে বিষয়টির মিল রয়েছে সেটি ভাগের অন্যতম প্রধান কারণ কোনটি?
Ο ক) 
প্রশাসনিক
Ο খ) 
অর্থনৈতিক
Ο গ) 
সামাজিক
Ο ঘ) 
সাংস্কৃতিক

  সঠিক উত্তর: (ক)

৪৮১.
উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ ঐতিহাসিক ঘটনাটির ফলাফল ছিল-
i. হিন্দুদের চরম অসন্তোষ
ii. মুসলমানদের চরম অসন্তোষ
iii. মিশ্র প্রতিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...